BCS Question | Online Preparation
BCS Question
Primary Question
Ask Question
Category:
Primary Question
Primary Question
Primary Exam Question Solution 24-05-2019
Primary Exam Question Solution 24-05-2019
Start Quiz
Page 1 of 52
১. “Pass away” means:
ক. disappear
খ. die
গ. erase
ঘ. to cross
Page 2 of 52
২. The Synonym of “Crime” is
ক. Mistake
খ. Thief
গ. Offence
ঘ. Trial
Page 3 of 52
৩. চাউল, চিনি, পানি এগুলো কি বাচক বিশেষ্য —
ক. বস্তুবাচক
খ. সমষ্টিবাচক
গ. ব্যক্তিবাচক
ঘ. জাতিবাচক
Page 4 of 52
৪. যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে —
ক. যৌগিক
খ. মিশ্র
গ. সরল
ঘ. জটিল
Page 5 of 52
৫.ধ্বনির পরিবর্তন কত প্রকার —
ক. তিন
খ. চার
গ. পাঁচ
ঘ. ২
Page 6 of 52
৬ . দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37। সংখ্যা দুটি কি কি?
ক. 12, 13
খ. 15, 16
গ. 18, 19
ঘ. 20, 21
Page 7 of 52
৭. কম্পিউটারের মেমোরি বা স্মৃতিভান্ডারের ধারণ ক্ষমতা প্রকাশের একক কোনটি-
ক. বাইট
খ. DPI
গ. পিক্সেল
ঘ. হার্জ
Page 8 of 52
৮. একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল 2025 বর্গমিটার। এর চারিদিকে বেড়া আছে। বেড়ার মোট দৈর্ঘ্য কত?
ক. 210
খ. 200
গ. 180
ঘ. 220
Page 9 of 52
৯. What is the noun of “Accept”?
ক. Acceptably
খ. Acceptance
গ. Accepted X
ঘ. Acceptable
Page 10 of 52
১১. Deciduous trees are trees those
ক. have fleshy leaves
খ. are extremely big
গ. have delicious leaves
ঘ. lose the leaves annually
Page 11 of 52
১২. সমাস শব্দের অর্থ-
ক. সংযোজন
খ. সংশ্লেষণ
গ. বিশ্লেষণ
ঘ. সংক্ষেপণ
Page 12 of 52
১৩. কোন দুটি বর্ণের পর ণ ও ষ হয় —
ক. ঋ, র
খ. ট,ঠ
গ. ই,উ
ঘ. ত, থ
Page 13 of 52
১৪. যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবেনা?
ক. 18
খ. 20
গ. 22
ঘ. 16
Page 14 of 52
১৫. একটি সেনাবাহিনীর গুদামে 1500 সৈনিকের 40 দিনের খাদ্য মজুদ আছে। 13 দিন পর কিছু সৈনিক অন্য জায়গায় চলে গেল। বাকি খাদ্য অবশিষ্ট সৈনিকদের আরো 30 দিন চললো। কতজন সৈনিক অন্য জায়গায় চলে গিয়েছিল?
ক. 200
খ. 150
গ. 210
ঘ. 125
Page 15 of 52
১৬. কোন একটি স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে ২/৩ অংশ মহিলা, পুরুষ শিক্ষকদের 12 জন অবিবাহিত এবং ৩/৫ অংশ বিবাহিত। ঐ স্কুলের শিক্ষক-শিক্ষিকার সংখ্যা কত?
ক. 90
খ. 80
গ. 85
ঘ. 120
Page 16 of 52
১৭. The antonym of ‘Insipid is-
ক. cold
খ. dull
গ. exciting
ঘ. sanguine
Page 17 of 52
১৮. I hardly go out after dusk. সঠিক বাংলা অনুবাদ-
ক. আমি সন্ধ্যার পরে মোটেও বাইরে যাই না
খ. আমি সন্ধ্যার পরে কদাচিৎ বাইরে যাই
গ. আমি সন্ধ্যার পরেই বাইরে যাই
ঘ. আমি সন্ধ্যার পরে প্রায়ই বাইরে যাই।
Page 18 of 52
১৯*. The Spirit of Islam বইটির লেখক কে
– ক. হাজী মুহম্মদ মুহসিন
খ. বেগম রোকেয়া
গ. মাওলানা আবুল কালাম আজাদ
ঘ. সৈয়দ আমীর আলী
Page 19 of 52
*২০.1971 সালে ঢাকা শহরে অপারেশন সার্চলাইট পরিচালনার মূল দায়িত্বে ছিলেন-
ক. জেনারেল ইয়াহিয়া
খ. জেনারেল রাও ফরমান আলী
গ. জেনারেল জিয়াউর রহামান
ঘ. জেনারেল টিক্কা খান
Page 20 of 52
২১. ১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত চরমপত্র কে পরিচালনা ও উপস্থাপনা করেন –
ক. বেলাল মোহাম্মদ
খ. এম এ আজিজ
গ. আবু হেনা মোস্তফা কামাল
ঘ. এম আর আখতার মুকুল
Page 21 of 52
২২. Which one of the Following words is not plural?
ক. Men
খ. Feet
গ. Lice
ঘ. News
Page 22 of 52
২৩. .১*১.১*১.২/ .০১*.০২ এর মান কত?
ক. 550
খ. 200
গ. 120
ঘ. 660
Page 23 of 52
২৪. গায়ক এর সন্ধি বিচ্ছেদ-
ক. গো + অক
খ. গা+ অক
গ. গা + য়ক
ঘ. গৈ+ অক
Page 24 of 52
২৫. দুই অংক বিশিষ্ট কোন সংখ্যার অংক দুটির অন্তর 2, অংক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার দ্বিগুন অপেক্ষা 6 কম। সংখ্যাটি কত?
ক. 46
খ. 35
গ. 24
ঘ. 57
Page 25 of 52
২৬. শুদ্ধ বানান কোনটি?
ক. মুমুর্ষু
খ. মুমূর্ষু
গ. মুমূর্ষূ
ঘ. মূমর্ষ
Page 26 of 52
২৭. প্রান্তিক বিরাম চিহ্ন কোনটি?
ক. ড্যাশ
খ. প্রশ্নচিহ্ন
গ. কোলন
ঘ. সেমিকোলন
Page 27 of 52
২৮. The meaning of the word “obese” is:
ক. tardy
খ. obnoxious
গ. Very fat
ঘ. ugly
Page 28 of 52
২৯. কে কোথায় প্রথম ঐতিহাসিক ছয় দফা প্রস্তাব পেশ করেন-
ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, লাহোরে
খ. মিজানুর রহমান চৌধুরী, পাকিস্তান জাতীয় পরিষদ
গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, রেসকোর্স ময়দানে
ঘ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ধানমণ্ডি ৩২ নম্বর
Page 29 of 52
৩০. ঢেঁকিতে ধান ভানার সময় যান্ত্রিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়-
ক. শব্দ শক্তি
খ. তাপ শক্তি
গ. শব্দ ও তাপ শক্তি
ঘ. চুম্বক শক্তি
Page 30 of 52
৩১.‘‘উলুখাগড়া’’ শব্দের অর্থ কি —
ক. গুরুত্বহীন লোক
খ. রাজা-বাদশা
গ. এক শ্রেণীভুক্ত
ঘ. লাকড়ি
Page 31 of 52
৩২. Which one is correct?
ক. One of my friends is a lawyer.
খ. One of my friend are a lawyer.
গ. One of my friends are a lawyer.
ঘ. One of my friend is a lawyer.
Page 32 of 52
৩৩.কষ্টে লাভ হয় যা —
ক. সুলভ
খ. দুর্লভ্য
গ. দূর্লভ x
ঘ. দুর্লভ
Page 33 of 52
৩৪. Of the four books, the red one is the …
ক. more cheaper
খ. cheapest
গ. cheap
ঘ. cheaper
Page 34 of 52
৩৫ . জন্মহীন মৃত্যুহীন —
ক. অয়
খ. আমৃত্যু
গ. অজ
ঘ. অজেয়€
Page 35 of 52
৩৬. Choose the word with correct spelling:
ক. recieve
খ. receve
গ. receive
ঘ. recieve
Page 36 of 52
৩৭. প্রদত্ত উপাত্তগুলোর মধ্যক কোনটি 12, 9, 15, 5, 20, 8, 25, 17,21,23, 11
ক. 14
খ. 12
গ. 15
ঘ. 13
Page 37 of 52
৩৮. সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটির প্রত্যেকটি-
ক. স্থূল কোণ
খ. সরল কোণ
গ. সূক্ষ কোণ
ঘ. পূরক কোণ
Page 38 of 52
৩৯.বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি-
ক. পৃথিবীর কেন্দ্রে
খ. বিষুব অঞ্চলে
গ. মেরু অঞ্চলে
ঘ. পাহারের ওপর
Page 39 of 52
৪০.বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন-
ক. ড. মুহাম্মদ শহীদুল্লাহ
খ. সম্রাট আকবর
গ. শায়েস্তা খাঁ
ঘ. শেখ হাসিনা
Page 40 of 52
৪১. পলাশী থেকে ধানমন্ডি চলচ্চিত্রের পরিচালক কে-
ক. মোস্তফা সারওয়ার ফারুকী
খ. তারেক মাসুদ
গ. আব্দুল গাফফার চৌধুরী
ঘ. নাসির উদ্দীন ইউসুফ
Page 41 of 52
৪২.শুদ্ধ বানান কোনটি —
ক. বিভীষিকা
খ. বিভিষিকা
গ. বিভীষীকা
ঘ. বিভিষিকা
Page 42 of 52
৪৩.‘ সুনাম’ শব্দের ‘ সু’ কোন উপসর্গ —
ক. সংস্কৃত
খ. বাংলা
গ. আরবি
ঘ. ফারসি
Page 43 of 52
৪৪. The opposite word of “Delete” is
ক. injure
খ. Delay
গ. Insert
ঘ. Trap
Page 44 of 52
৪৫. একটি চৌবাচ্চায় দুটি নল সংযুক্ত আছে। প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি 4 মিনিটে পূর্ণ হয় এবং 2য় নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয়। নল দুটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে?
ক. 6
খ. 3
গ. 4
ঘ. 5
Page 45 of 52
৪৬. She was blessed … a son.
ক. by
খ. for
গ. in
ঘ. with
Page 46 of 52
৪৭. যদি (x-y)2=12 আর xy=1 তবে x2+y2 কত?
ক. 11
খ. 12
গ. 13
ঘ. 14
Page 47 of 52
৪৮. The feminine form of the word “Author” is:
ক. Authorss
খ. Authoress
গ. Authores
ঘ. Authors
Page 48 of 52
৪৯. ঢাকাতে 24 মে দুপুর 12 টার সময় লন্ডনে সময় হবে-
ক. 25 মে 12 টা
খ. 24 মে সকাল ৬ টা
গ. 24 মে সন্ধ্যা 6 টা
ঘ. 24 মে রাত 12 টা
Page 49 of 52
৫০.‘‘গাছপাথর’’ বাগধারাটির অর্থ কি –
ক. বারাবাড়ি করা
খ. ভূমিকা করা
গ. হিসাব নিকাশ
ঘ. অসম্ভব বস্তু
Page 50 of 52
৫১.‘ আগ্নেয়’’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি —
ক. অগ্নি+ষ্ণেয়
খ. অগ্নি+ এয়
গ. অগ্নি+য়
ঘ. অগ্নী+ এয়
Page 51 of 52
৫২. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন-
ক. Mikhail Gorbachev
খ. Nikita Khrushev
গ. Nikolai Podgorny
ঘ. leonid Breznhev
Page 52 of 52
৫৩. ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন-
ক. বিচারপতি আবু সাঈদ চৌধুরী
খ. বিচারপতি এবি সিদ্দিক
গ. বিচারপতি এম এন হুদা
ঘ. বিচারপতি আবদুস সাত্তার
Primary Exam Question Solution 24-05-2019
November 25, 2022
Primary Exam Question Solution 21-06-2019
Start Quiz
Page 1 of 80
১) Counsel means?
ক. Trade
খ. Cabinet
গ. Meeting
ঘ. Advice
Page 2 of 80
২) Ambiguous means?
ক. Large
খ. increase
গ. Unclear
ঘ. Eager
Page 3 of 80
৩) Which one is plural?
ক. someone
খ. Each
গ. None of these
ঘ. Anyone
Page 4 of 80
৪) Looks before you leap.
ক. লাফ দেওয়ার আগে তাকাও
খ. ভাবিয়া করিও কাজ
গ. আগে ভাবিয়া পরে লাফ দাও
ঘ. দেখে নাও পরে লাফ দাও
Page 5 of 80
৫) মৌলিক স্বরধ্বনি কয়টি?
ক. ৫ টি
খ. ৯ টি
গ. ৭ টি
ঘ. ৩ টি
Page 6 of 80
৬) 8% সরল মুনাফায় 6000 টাকা বিনিয়োগে ৫ বছরে যে মুনাফা হয়, কোন সরল হারে বিনিয়োগে 10 হাজার টাকায় ৩ বছরে ঐ মুনাফা হবে?
ক. ০.০৯
খ. ০.০৮
গ. ০.১
ঘ. ০.১২
Page 7 of 80
৭) x- 1/x=2 হলে x4 +1/x4=?
ক. 35
খ. 32
গ. 33
ঘ. 34
Page 8 of 80
৮) পক্ষী’ শব্দের সঙ্গে যুক্ত বর্ণ কোন কোন বর্ণ দিয়ে গঠিত?
ক. ক+ষ
খ. ক+খ
গ. ষ+ন
ঘ. ষ+ ঞ
Page 9 of 80
৯) ‘রাতুল’ শব্দের অর্থ কি?
ক. লাল
খ. নীল
গ. সাদা
ঘ. আলো
Page 10 of 80
১০) শুদ্ধ বানান কোনটি লেখা হয়েছে?
ক. শূণ্য
খ. ভূবন
গ. পূণ্য
ঘ. ত্রিভুজ
Page 11 of 80
১১) ২৪৫০ সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
ক. ২
খ. ৪
গ. ৫
ঘ. ৩
Page 12 of 80
১২) এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা বইয়ে ঘণ্টায় 10 কিলোমিটার বেগে চলে কোন স্থানে গেল এবং ঘন্টায় 6 কিলোমিটার বেগে স্রোতের প্রতিকূলে চলে যাত্রাপথের স্থানে ফিরে এলো যাতায়াতে তার গড় গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার?
ক. 5.5
খ. 6.5
গ. 8.5
ঘ. 7.5
Page 13 of 80
১৩) 0.4*0.02*0.08=?
ক. 0.00064
খ. 6.4
গ. 0.64
ঘ. 0.064
Page 14 of 80
১৪) কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
ক. কানাকানি
খ. ভাই বোন
গ. গাছ পাকা
ঘ. সিংহাসন
Page 15 of 80
১৫) choose the correctly spelt word?
ক. volantary
খ. voluntary
গ. voluntery
ঘ. volantory
Page 16 of 80
১৬) চারটা বাজলে স্কুল ছুটি হবে বাক্যে বাজলে কি অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. কারণ
খ. ইচ্ছা
গ. সম্ভাব্যতা
ঘ. আবশ্যকতা
Page 17 of 80
১৭) শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে- বাক্যে পাঠে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. অপাদানে সপ্তমী
খ. করণে সপ্তমী
গ. কর্মে সপ্তমী
ঘ. অধিকরণে সপ্তমী
Page 18 of 80
১৮) 32 এর 2 ভিত্তিক লগারিদম কত?
ক. 5
খ. 6
গ. 3
ঘ. 4
Page 19 of 80
১৯) ‘সূর্য উঠলে আধার দূরীভূত হয়’ এখানে উঠলে কোন ক্রিয়া পদ?
ক. সমাপিকা
খ. প্রযোজ্য
গ. অসমাপিকা
ঘ. প্রযোজক
Page 20 of 80
২০) All of the people at the conference are —
ক. Mathematic teachers
খ. Mathematics teacher
গ. Mathematics teacher
ঘ. Mathematic’s teacher
Page 21 of 80
২১) Choose the correct sentence
ক. Every of the three boys got a prize
খ. All of the three boys got a prize
গ. A few of the three boys got a prize
ঘ. Each of the three boys got a prize
Page 22 of 80
২২) মৎস্যন্যায় কোন শাসনামলে দেখা দেয়?
ক. সেন শাসন আমলে
খ. মুঘল শাসনামলে
গ. পাল শাসনামলে
ঘ. খলজী শাসন আমলে
Page 23 of 80
২৩) কোন মানুষ একা বাস করতে পারে না সঠিক ইংরেজি কি?
ক. No one can live alone
খ. None can live alone
গ. Nobody can live alone
ঘ. No man can live alone
Page 24 of 80
২৪) স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীরপ্রতীক উপাধিতে ভূষিত করা হয়
ক. ৫ জন
খ. ৭ জন
গ. ২ জন
ঘ. ৬ জন
Page 25 of 80
২৫) একটি শেয়ারের মূল্য গতকাল 25% বেড়ে গেল আজকে আবার 25% কমে গেল প্রকৃত বাড়া অথবা কমার হার কত?
ক. ০.০০২
খ .০.২
গ. ৬.২৫
ঘ. ২০০
Page 26 of 80
২৬) ‘ পরাজয়ের’- শব্দটিতে কোনটি উপসর্গ?
ক. জয়ের
খ. এর
গ. জয়
ঘ. পরা
Page 27 of 80
২৭) কচুরিপানা পানিতে ভাসে কেন?
ক. কান্ড ফাপা বলে
খ. পাতা হালকা বলে
গ. পানির ঘনত্ব বেশি বলে
ঘ. শিকর শক্ত বলে
Page 28 of 80
২৮) কত মেগাবাইট 1 গিগাবাইট?
ক. 2^9
খ. 2^10
গ. 2^11
ঘ. 2^12
Page 29 of 80
২৯) বাক্যে একের পর অন্য পদ শোনার ইচ্ছাকে কি বলে?
ক. আসক্তি
খ. যোগ্যতা
গ. আকাঙ্ক্ষা
ঘ. দৃঢ়তা
Page 30 of 80
৩০) 2, 3, 5, 8, 13, 21, 34 — ধারাটির পরের সংখ্যাটি কত?
ক. 16
খ. 55
গ. 13
ঘ. 35
Page 31 of 80
৩১) 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে কতটি আসন পায়?
ক. 167
খ. 162
গ. 298
ঘ. 300
Page 32 of 80
৩২) ঢাকার ধোলাইখাল কে খনন করেন?
ক. ইসলাম খান
খ. ইশা খান
গ. শায়েস্তা খান
ঘ. পরী বিবি
Page 33 of 80
৩৩) সৌরজগতে গ্রহের সংখ্যা কয়টি?
ক. ৭ টি
খ. ৬ টি
গ. ১০ টি
ঘ. ৮ টি
Page 34 of 80
৩৪) প্রতিবছর কোন তারিখে বাংলাদেশের জাতীয় জনসংখ্যা দিবস উদযাপন করা হয়?
ক. 8 মার্চ
খ. 2 ফেব্রুয়ারি
গ. 21 ফেব্রুয়ারি
ঘ. 1 মে
Page 35 of 80
৩৫) স্থূলকোণী ত্রিভুজ এর স্থূলকোণের সংখ্যা-
ক. ৩ টি
খ. কোনোটিই নয়
গ. ১ টি
ঘ. ২ টি
Page 36 of 80
৩৬) ‘তিলে তৈল হয়’ –কোন কারকে কোন বিভক্তি?
ক. অধিকরণ কারকে সপ্তমী
খ. অপাদান কারকে সপ্তমী
গ. সম্প্রদান কারকে চতুর্থী
ঘ. কর্তৃকারকে প্রথমা
Page 37 of 80
৩৭) ভাষা আন্দোলন পূর্ব বাংলায় কোন ভাবাদর্শ ছড়িয়ে দেয়?
ক. স্বাতন্ত্র্যবোধ
খ. বাঙালি জাতীয়তাবাদ
গ. দ্বিজাতি তত্ত্ব
ঘ. অসাম্প্রদায়িক মনোভাব
Page 38 of 80
৩৮) I cannot—— to pay such high prices.
ক. try
খ. afford
গ. able
ঘ. but
Page 39 of 80
৩৯) শুদ্ধ বাক্য কোনটি?
ক. রফিক, তুমি ও আমি সিনেমা দেখতে যাব
খ. তুমি, শফিক ও আমি সিনেমা দেখতে যাব
গ. আমি, শফিক ও তুমি সিনেমা দেখতে যাব
ঘ. তুমি, আমি, ও শফিক সিনেমা দেখতে যাব
Page 40 of 80
৪০) কোনগুলো ওষ্ঠ ধ্বনি?
ক. চ,ছ,জ,ঝ,ঞ
খ. প, ফ, ভ, ভ,ম
গ. ত,থ ,দ,ধ,ন
ঘ. ক,খ,গ,ঘ,ঙ
Page 41 of 80
৪১) The lady prides herself — her beauty
ক. about
খ. upon
গ. in
ঘ. of
Page 42 of 80
৪২) একটি সংখ্যার থেকে 40% বিয়োগ করলে 30 থাকে সংখ্যাটি কত?
ক. 60
খ. 30
গ. 50
ঘ. 56
Page 43 of 80
৪৩) কোনটি যৌগিক বাক্য?
ক. তুমি আমার বাড়িতে না আসলে আমি অখুশি হবো
খ. তুমি আমার বাড়িতে আসলে আমি খুশি হব
গ. তুমি আমার বাড়িতে এস আমি খুশি হব
ঘ. তুমি যদি আমার বাড়িতে আস আমি খুশি হব
Page 44 of 80
৪৪) কর্তৃপক্ষ তাকে তিরস্কার করল, সঠিক ইংরেজি কি?
ক. The authority gave reins to him
খ. The authority took him to task
গ. The authority criticised him
ঘ. The authority took him to book
Page 45 of 80
৪৫) ‘ উগ্র’ শব্দটির বিপরীতার্থক কোনটি?
ক. সৌম্য
খ. চপল
গ. মেজাজ
ঘ. বিজ্ঞ
Page 46 of 80
৪৬) The ambassador called ——- the president.
ক. at
খ. In
গ. on
ঘ. None of them
Page 47 of 80
৪৭) মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?
ক. তাজউদ্দিন আহমেদ
খ. ক্যাপ্টেন এম মনসুর আলী
গ. এইচ এম কামরুজ্জামান
ঘ. সৈয়দ নজরুল ইসলাম
Page 48 of 80
৪৮) Dog days means?
ক. Hot weather
খ. A period of misfortune
গ. A time when dogs roam the street
ঘ. A period of being care- free
Page 49 of 80
৪৯) At least one of the students —— full marks every time.
ক. Are getting
খ. gets
গ. have got
ঘ. get
Page 50 of 80
৫০) The synonym of sanguine is?
ক. Careful
খ. Scared
গ. Sparkle
ঘ. Cheerful
Page 51 of 80
৫১) What is the adjective of the word heart?
ক. Heart
খ. Heartful
গ. Heartening
ঘ. Hearty
Page 52 of 80
৫২) The synonym of “stringent” is
ক. Rigorous
খ. Shrill
গ. Dry
ঘ. Strained
Page 53 of 80
৫৩) কত সালে পান্ডুলিপি বিহীন এবং অলিখিত কোন বিষয় কে ইউনেস্কো ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল হেরিটেজ রেজিস্টার এর তালিকা ভুক্ত করেন?
ক. 2016
খ. 2015
গ. 2017
ঘ. 2018
Page 54 of 80
৫৪) কোন দোকানদার 12.5% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করেন। যে মূল্য নিয়ে তিনি দ্রব্যটি বিক্রি করলেন তার চাইতে 30 টাকা বেশি মূল্যে বিক্রি করলে ক্রয় মূল্যের উপর 25% লাভ হত। ক্রয় মূল্য কত?
ক. ৯০
খ. ৮৫
গ. ৮০
ঘ. ৭৫
Page 55 of 80
৫৫) সংবিধান শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. সম+ বিধান
খ. সং+ বিধান
গ. সং + অবিধান
ঘ. সম+ ধান
Page 56 of 80
৫৬) কবে জাতিসংঘ শিশু অধিকার সনদের মূল দলিল স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয়?
ক. 1990 সালের 26 মে
খ. 1990 সালের 26 শে জানুয়ারি
গ. 1990 সালের 26 শে আগস্ট
ঘ. 1990 সালের 26 শে নভেম্বর
Page 57 of 80
৫৭) যদি 15 জন ছাত্র ইংরেজিতে গড়ে শতকরা 80 নম্বর এবং 10 জন ছাত্র গড়ে শতকরা নব্বই নম্বর পায় তাহলে 25 জন ছাত্রের শতকরা হিসেবে গড় নম্বর কত?
ক. ৮৮
খ. ৮৪
গ. ৮৫
ঘ. ৮৬
Page 58 of 80
৫৮) Frequency is
ক. Adverb
খ. Verb
গ. Adjective
ঘ. Noun
Page 59 of 80
৫৯) কোন খ্রিস্টাব্দে দিল্লির সুলতানি শাসনের অবসান হয়?
ক. 1526
খ. 1524
গ. 1527
ঘ. 1523
Page 60 of 80
৬০) 5 টি বিড়াল 5 ইঁদুর ধরতে 5 মিনিট সময় লাগায় 100 টি বিড়াল 100 টি ইঁদুর ধরতে কত মিনিট সময় লাগবে
ক. 10
খ. 15
গ. 20
ঘ. 5
Page 61 of 80
৬১) কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 ও 65 কে ভাগ করলে যথাক্রমে 3, 4 ও 5 ভাগশেষ থাকবে?
ক. 14
খ. 12
গ. 10
ঘ. 16
Page 62 of 80
৬২) শশব্যস্ত কোন সমাস?
ক. অব্যয়ীভাব
খ. তৎপুরুষ
গ. কর্মধারয়
ঘ. বহুব্রীহি
Page 63 of 80
৬৩) The correct spelling is ক. beaurocrat খ. Burocrat গ. Bureaucrat ঘ. Buroucrat
ক. beaurocrat
খ. Burocrat
গ. Bureaucrat
ঘ. Buroucrat
Page 64 of 80
৬৪) y এর মান কত হলে 16×2 – xy +25 পুর্ণবর্গ রাশি হবে?
ক. ৩৬
খ. ৬৪
গ. ৪৯
ঘ. ২৫
*** সঠিক উত্তর নাই ( সঠিক হবে ৪০)
Page 65 of 80
৬৫) সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কোনটি?
ক. ১৩:১২:৫
খ. ৬:৪:৩
গ. ৬:৫:৩
ঘ. ১২:৮:৪ Wrong!
Page 66 of 80
৬৬) কে অপারেশন সার্চলাইট এর নীল নকশা তৈরি করেন?
ক. ইয়াহিয়া
খ. ভুট্টো
গ. টিক্কা খান
ঘ. মোহাম্মদ আলী জিন্নাহ
Page 67 of 80
৬৭) বাংলাদেশের কোন নৃ- গোষ্ঠীর জাতির ভাষার নাম আচিক খুসিক?
ক.সাঁওতাল
খ. চাকমা
গ. গারো
ঘ. মারমা
Page 68 of 80
৬৮) বাবু ও তপুর কাছে কিছু মার্বেল আছে। বাবু যদি তপুকে ১০টি মার্বেল দিয়ে দেয় তবে তাদের মার্বেলের সংখ্যা সমান হবে। আর তপু যদি বাবুকে ২০টি মার্বেল দেয় তবে বাবুর মার্বেল সংখ্যা তপুর মার্বেলের সংখ্যার দ্বিগুণ হবে। বাবুর কাছে কয়টি মার্বেল আছে?
ক. ১২০
খ. ১১০
গ. ১০০
ঘ. ৯০
Page 69 of 80
৬৯) নিম্নের কোন বাক্যটি শুদ্ধ?
ক. আমি সাক্ষী দিতেছি
খ. আমি সাক্ষী দিলাম
গ. আমি সাক্ষী দিয়েছি
ঘ. আমি সাক্ষ্য দিয়েছি
Page 70 of 80
৭০) 6 ফুট দীর্ঘ বাঁশের 6 ফুট দীর্ঘ ছায়া হয় একই সময়ে একটি গাছের ছায়া 64 ফুট লম্বা গাছের উচ্চতা কত ফুট
ক. 110
খ. 105
গ. 96
ঘ. 100
Page 71 of 80
৭১) অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের রচয়িতা কে?
ক. আবুল মনসুর আহমেদ
খ. শেখ মুজিবুর রহমান
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. কাজী নজরুল ইসলাম
Page 72 of 80
৭২) কোন দেশের প্রধানমন্ত্রী বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী?
ক. ইসরাইল
খ. শ্রীলংকা
গ. ভারত
ঘ. যুক্তরাজ্য
Page 73 of 80
৭৩) স্কটল্যান্ড ইয়ার্ড কোথায় অবস্থিত?
ক. স্কটল্যান্ড
খ. মায়ামি শব্দটির সার্থক
গ. লন্ডন
ঘ. ম্যানচেস্টার
Page 74 of 80
৭৪) ‘সর্বজন’- এর বিশেষণ কি?
ক. বিশ্বজনীন
খ. বিশ্ব জন
গ. সর্বজনীন
ঘ. ঐশ্বরিক
Page 75 of 80
৭৫) ৩ ভাইয়ের বয়সের গড় ১৬ বছর।কাদের বাবাসহ তাদের বয়সের গড় ২৫ বছর ।তাদের বাবার বয়স কত?
ক. ৪২
খ. ৫২
গ. ৪১
ঘ. ৪৫
Page 76 of 80
৭৬) বাংলাদেশের মুসলিম শাসনের সূত্রপাত করেন?
ক. ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজী
খ. সম্রাট বাবর
গ. ফখরুদ্দিন মোবারক শাহ
ঘ. আলাউদ্দিন খলজী
Page 77 of 80
৭৭) AFTER- BEFORE
ক. present: past
খ. successor: predecessor
গ. First: second
ঘ. Contemporary: historic
Page 78 of 80
৭৮) নিচের কোনটি প্রবাল দ্বীপ?
ক. মহেশখালী
খ. মনপুরা
গ. সেন্ট মার্টিন
ঘ. কুতুবদিয়া
Page 79 of 80
৭৯) সাপের বিষে কি থা
কে? ক. লেড মনোক্সাইড
খ. ফ্লোরিড অ্যাসিড
গ. জিংক সালফাইড
ঘ. কপার সালফাইড
Page 80 of 80
৮০) ভাজক ভাগফল এর ১০ গুন, ভাগ ০.৫ হলে ভাজ্য কত?
ক. ২.৫
খ. ০.০২৫
গ. ০.২৫
ঘ. ২৫
November 25, 2022
Primary Question Solution 2014 – Delta
১) “De facto” means—
As per facts
By rights
Evidence
In reality
২) “Lingua Franca” Means —
French
Latin
A mixed language
Translated version
৩) The antonym of “Repulse” is—-
Reside
Emphasize
Impulse
Attract
৪) Choose the correct sentence:
I wish I were you
I wish I was you
I wish I am you
I wish I are you
৫) “I —- to meet you ever since I read your first novel” বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে?
have been hoping
have hoped
hope
am hopping
৬) কোনটি শুদ্ধ বানান?
ব্যতীত
ব্যতিত
ব্যাতীত
ব্যাতিত
৭) কোন শব্দটি সঠিক?
আভ্যন্তরীণ
অভ্যন্তরীণ
আভ্যন্তরীন
অভ্যন্তরীন
৮) ”সাক্ষী গোপাল” অর্থ কি?
সক্রিয় দর্শক
কর্তব্যবিমুখ
কর্তব্যপরায়ণ
নিষ্ক্রিয় দর্শক
৯) মনীষা শব্দের বিপরীত অর্থ—
প্রভা
স্থিরতা
নির্বোধ
মনস্বিতা
১০) ”সংশয়” এর বিপরীতার্থক শব্দ কোনটি?
নির্ভয়
প্রত্যয়
বিস্ময়
দ্বিধা
১১) কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ১০২ ও ১৮৬ কে ভাগ করলে প্রত্যেক বার ৬ অবশিষ্ট থাকবে?
১৬
১৫
১২
২২
১২) কতকগুলো ঘণ্টা একসাথে বাজার ১০ সে., ১৫ সে., ২০ সে. এবং ২৫ সে. পরপর বাজতে লাগল। উহারা আবার কতক্ষণ পরে একত্রে বাজবে?
১ মি. ২০ সে.
১ মি. ৩০ সে.
৩ মিনিট
৫ মিনিট
১৩) দুট সংখ্যার অনুপাত ৫ঃ ৭ এবং তাদের গ. সা. গু ৬ হলে সংখ্যা দুটির ল. সা. গু কত?
২১০
১৮০
২০০
২২০
১৪) নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড়?
২৩/৩০
১৩/১৫
৪/৫
২/৩
১৫) ০.৫ * ০.০০০৫ = কত?
০.০২৫
০.০০০২৫
০.০০০০২৫
০.২৫
১৬) কোনটি সমার্থক শব্দ নয়—
গুজব
সংবাদ
সন্দেশ
বার্তা
১৭) সত্ত্ব শব্দের অর্থ—
নিত্য
সাধু
শুভ
অস্তিত্ব
১৮) ”লাঠালাঠি” কোন সমাস?
প্রাদি সমাস
ব্যতিহার বহুব্রীহি সমাস
তৎপুরুষ সমাস
কর্মধারয় সমাস
১৯) ”কালির দাগ দাও” বাক্যে “কালির” শব্দটির কোন সমাসে কোন বিভক্তি?
অধিকরণে শূন্য
অপাদানে শূন্য
করণে ষষ্ঠী
কর্মে ২য়া
২০) ”কাঁদুনি” শব্দের সন্ধি বিচ্ছেদ —
কাঁদ + নি
কাঁদো + উনি
কাঁদ + ইনি
কাঁদ + উনি
২১) কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?
পর + পর = পরস্পর
বাক + দান = বাগদান
উৎ + ছেদ = উচ্ছেদ
সম + সার = সংসার
২২) কোনটি কবি ভারতচন্দ্রের উপাধি?
রায় গুণাকর
কবিকন্ঠহার
কবিকঙ্কন
কবিররঞ্জন
২৩) কসোভোর রাজধানী হচ্ছে—
প্রিস্টিনা
তিরানা
বুদাপেস্ট
নিকোশিয়া
২৪) ভুটানের আইনসভার নাম কি?
পঞ্চায়েত
মজলিশ
পার্লামেন্ট অব ভুটান
মোগড়ু
২৫) কে “ডেজার্ট ফক্স” নামে পরিচিতি?
ফিল্ড মার্শাল রোমেল
আনোয়ার সাদাত
মার্শাল টিটো
কামাল আতাতুর্ক
২৬) নদী ছাড়া মহানন্দা কি?
সরিষা
আম
তরমুজ
বাঁধাকপি
২৭) মানবদেহে অত্যাবশ্যকীয় এমিনো এসিড কোনটি?
মিসটিন
টাইরোসিন
ফিনাইল এলানিন
এলানিন
২৮) রংধনুর সাতটি রঙের মধ্যে মধ্যম রঙ কোনটি?
হলুদ
নীল
লাল
সবুজ
২৯) কোনটি চৌম্বক পদার্থ?
পারদ
কোবাল্ট
বিসমার্থ
অ্যান্টিমনি
৩০) যে সর্বোচ্চ শ্রুতি সীমার উপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে—
১০৫ ডিবি
৭৫ ডিবি
৯০ ডিবি
১২০ ডিবি
৩১) ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে বলা হয় —
ইলেকট্রোমেডিসিন
ই-ট্রিটমেন্ট
টেলিমেডিসিন
জায়মা প্লাজমা
৩২) কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা কোনটি?
C++
Pascal
Fortran
ADA
৩৩) ”হাইল হাওর” কোন জেলায় অবস্থিত?
নেত্রকোণা
মৌলভীবাজার
সুনামগঞ্জ
হবিগঞ্জ
৩৪) ”শহীদ আসাদ দিবস” পালিত হয় কবে?
১৫ জানুয়ারি
২০ জানুয়ারি
২৫ জানুয়ারি
৩০ জানুয়ারি
৩৫) সুলতানী আমলে বাংলার রাজধানীর নাম ছিল—-
গৌড়
সোনরগাঁ
জাহাঙ্গীর নগর
ঢাকা
৩৬) জহির রায়হানের “আরেক ফাল্গুন” উপন্যাসটির পটভূমিকা হল—-
৭১-এর মুক্তিযুদ্ধ
ব্রিটিম বিরোধী আন্দোলন
একুশে ফেব্রুয়ারীর ভাষা আন্দোলন
এর কোনোটিই নয়
৩৭) “Feed the baby —- milk” বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে?
to
in
on
with
৩৮) Choose the correct preposition in the sentence “he hankered —- fame.”
for
to
from
after
৩৯) Which form of the word is adjective?
Resolute
Resolve
Resolution
Resolutely
৪০) “The door opened automatically”. The verb in this sentence is—-
Transitive verb
Linking verb
Intransitive verb
None of these
৪১) “Man cannot live alone”. The word alone is used here as —-
Pronoun
Preposition
Adjective
Adverb
৪২) Correct passive form of the sentence. “The boy pleased us” is—–
We were pleased by the boy
We were pleased with the boy
We were pleased to the boy
We were pleased at the boy
৪৩) “Solve this problem” বাক্যটির passive voice হবে—
The problem is solved by you
You are solved with the problem
Let the problem be solved by you
Let you solve the problem
৪৪) কোনটি শুদ্ধ বানান?
Conqueror
Conquerer
Conquaror
Conqarer
৪৫) Choose the correct spelling:
Asesment
Asessment
Assesment
Assessment
৪৬) Identify the correct meaning “To keep one’s head”
To save oneself
To keep calm
To be self-respectful
None of these
৪৭) Blue chips are —-
Securities issued by the Government
Industrial shares considered to be a risky investment
Industrial shares considered to be a safe investment
None of these
৪৮) Report the following in “Indirect speech” He said to me. “How did you do it?”
He enquired of me how I had done it.
He said to me if I had done it
He said to me that I had done it
He enquired of me if had done it
৪৯) He said to me. “Do you like music?” the indirect form of this is—-
He said if I like music
He asked me do I like music
He asked to me if like music
He asked me if I liked music
৫০) “Neglect” শব্দটির synonym হচ্ছে—
Care
Carelessness
Attention
Watchfullness
৫১) “Nude” শব্দটির antonym হচ্ছে—–
Nacked
Open
Concealed
Exposed
৫২) ”বিষাদ সিন্ধু” উপন্যাসের নায়ক–
ইমাম হাসান
সীমার
এজিদ
ইমাম হোসেন
৫৩) বিদ্রোহী বালিকা বধু ’জমিলা’ কোন উপন্যাসের চরিত্র?
অপুর সংসার
লালসালু
গাভীর বৃত্তান্ত
চাঁদের অমাবস্যা
৫৪) কোনটি রবীন্দ্রনাথের রচনা?
চতুরঙ্গ
চর্তুদশ
চতুষ্কোণ
চতুষ্পাঠী
৫৫) জসীমউদ্দীনের নাটক কোনটি?
রাখালী
বেদের মেয়ে
মাটির কান্না
বোবা কাহিনী
৫৬) সৌভাগ্যের বিষয় কোন বাগধারাটি দ্বারা বোঝানো হয়েছে?
কেউকেটা
গোঁফ-খেজুরে
একাদশে বৃহস্পতি
এলাহী কান্ড
৫৭) গঠন অনুসারে বাক্য কত প্রকার?
দুই প্রকার
পাঁচ প্রকার
ছয় প্রকার
তিন প্রকার
৫৮) ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি?
নতুন শব্দ গঠন
বাক্যে অলঙ্কার
শব্দের মিলন
ভাষা সংক্ষেপণ
৫৯) একটি শ্রেণিতে যতজন ছাত্র আছে প্রত্যেককে তত টাকা করে প্রদান করলে মোট ৬৫৬১ টাকা হয়। ছাত্র সংখ্যা কত?
৭৫
৯১
৯২
৮১
৬০) ১১ জন লোকের গড় ওজন ৭০ কেজি। ৯০ কেজি ওজনের একজন লোক চলে গেলে বাকীদের গড় ওজন কত হয়?
৬৮ কেজি
৭২ কেজি
৮০ কেজি
৬২ কেজি
৬১) দু‘টি সংখ্যার যোগফল ৮। যদি সংখ্যাগুলো ৩ঃ ১ অনুপাতে থাকে, তবে সংখ্যাগুলোর গুণফল হবে —
১০
১২
১৫
১৮
৬২) ৩০ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭ঃ ৩। ঐ মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত ৩ঃ ৭ হবে?
২৫ লিটার
৩০ লিটার
৪০ লিটার
৪৫ লিটার
৬৩) কোন দেশে সর্বপ্রথম জ্যামিতি আলোচনা শুরু হয়?
মিশরে
আরবে
গ্রীসে
চীনে
৬৪) একটি ত্রিভুজের মধ্যমাত্রয় পরস্পর সমান হলে ত্রিভুজটি —
বিষমবাহু
সমদ্বিবাহু
সমকোণী
সমবাহু
৬৫) কোনো বৃত্তে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ —-
এক সমকোণের অর্ধেক
এক সমকোণ
দুই সমকোণ
সরলকোণ
৬৬) ১+২+৩+৪+ ————-+৯৯ = কত?
৪৬৫০
৪৭৫০
৪৮৫০
৪৯৫০
৬৭) বৃত্তের ব্যাস ৩ গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
১৬
১২
৯
৪
৬৮) নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড়?
২৩৩০
১৩১৫
৪৫
২৩
৬৯) 0.0010.1×0.1=কত?
0.001
0.01
0.1
1.0
৭০) একটি দুর্গে ৫০০ জন লোকের ২০ দিনের খাবার মজুদ আছে। ৫ দিন পর ১০০ জন লোক চলে গেলে বাকী খাদ্যে আর কত দিন চলবে?
১৯১২ দিনে
১৬১২ দিনে
১৭১২ দিনে
১৮৩৪ দিনে
৭১) যদি একটি কাজ ৯ জন লোক ১৫ দিনে করতে পারে অতিরিক্ত ৩ জন লোক নিয়োগ করলে কাজটি কতদিনে শেষ হবে?
৪৩৪
১১১২
১০
১২
৭২) x-12=2 , x3-1×3= কত?
4
12
14
16
৭৩) (a+b)(a2-ab+b2) =?
a3-b3
a3+b3
a6-b6
a6+b6
৭৪) প্রেসার কুকারে পানির স্ফুটনাংক—
ঠিক থাকে
কম হয়
বেশি হয়
কোনোটিই নয়
৭৫) রাশিয়ার মুদ্রার নাম —
পেসো
ইউরো
রুবল
লিরা
৭৬) বিশ্বের কোন নগরটি দুটি মহাদেশে অবস্থিত?
মস্কো
প্যারিস
কায়রো
ইস্তাম্বুল
৭৭) ”শাহনামা” কোন ভাষায় রচিত?
আরবি
ফারসি
উর্দু
ফরাসি
৭৮) যমুনা নদী কোথায় পতিত হয়েছে?
পদ্মা
মেঘনা
বঙ্গোপসাগর
ব্রহ্মপুত্র
৭৯) বাংলাদেশের উপর দিয়ে যে ভৌগোলিক কাল্পনিক রেখা গেছে তার নাম কি?
বিষুব রেখা
মকর রেখা
কর্কট রেখা
দ্রাঘিমা রেখা
৮০) বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহার কোনটি?
শালবন বিহার
সীতাকোট বিহার
আনন্দ বিহার
সোমপুর বিহার
June 12, 2020
Primary Question Solution 2014 – Alfa
১) পাঁচ ফুট দীর্ঘ একটি তারকে এমনভাবে দুই ভাগে ভাগ করা হল যেন এক অংশ অন্য অংশের ২/৩ হয়। ছোট অংশটি কত ইঞ্চি লম্বা?
৮
১২
২৪
৩৬
২) একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বাড়ানো হল এবং প্রস্থ ২০% কমানো হল। ক্ষেত্রফল —
৪% কমবে
৪% বাড়বে
২% কমবে
অপরিবর্তিত থাকবে
৩) ৭/১৭ এর হরএবং লবের সঙ্গে কোন সংখ্যাটি যোগ করলে ভগ্নাংশটি ৩/৫ হবে?
৭
৮
৬
১৩
৪) একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ৩০০ বর্গমিটার হলে উহার পরিসীমা কত?
৯০ মিটার
৭০ মিটার
৭৫ মিটার
৮০ মিটার
৫) a + b =5 এর a-b=3 হলে, ab এর মান কত?
4
5
3
2
৬) ”বাগাড়ম্বর” শব্দের সন্ধি–বিচ্ছেদ —
বাগ + আম্বর
বাগ + আড়ম্বর
বাক + অম্বর
বাক্ + আড়ম্বর
৭) সন্ধির উদ্দেশ্য কোনটি?
শব্দের মিলন
ধ্বনিগত মাধুর্য সৃষ্টি
শব্দগত মাধুর্য সৃষ্টি
বর্ণের মিল
8) বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি?
কবর
শর্মিষ্ঠা
ভদ্রার্জুন
নীল দর্পণ
৯) ঐতিহাসিক নাটক কোনটি?
নূরজাহান
রাবণবধ
সধবার একাদশী
ডাকঘর
১০) ”সব ঝিনুকে মুক্তা মিলে না” বাক্যে “ঝিনুকে” কোন কারকে কোন বিভক্তি?
কর্তায় দ্বিতীয়া
অপাদানে ৭মী
কর্মে দ্বিতীয়া
অধিকরণে ৭মী
১১) ”Maiden speech” means–
late speech
early speech
last speech
first speech
১২) “To keep one’s head” means–
to save oneself
to be self-respectful
to keep calm
None of these
১৩) Choose the correctly spelt word—
accelerate
accilerate
accelerrate
accilarate
১৪) Which of the following words is wrong in spelling?
Pneumonia
Dyspepsia
Diarrhoea
Cholera
১৫) Identify the correct sentence
She had faith and hopes for the future
She had faith in and hopes for the future
She had faith and hopes in the futrue
She had faith and hope in future
১৬) ছিয়াত্তরের মন্বন্তর বাংলা কোন সনে হয়েছিল?
১০৭৬
১১৭৬
১২৭৬
১৩৭৬
১৭) কাফকো কোন দেশের আর্থিক সহায়তায় গড়ে উঠেছে?
ফ্রান্স
চীন
জাপান
কানাডা
১৮) উপমহাদেশের প্রথম মুসলিম মহিলা চিকিৎসা বিজ্ঞানী কে ছিলেন?
ডা. জোহরা বেগম
কাজী মনজুলা ময়মুন
ডা. মমতাজ বেগম
ডা. ফিরোজা বেগম
১৯) বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম কি?
মেহগনি
ইউক্যালিপটাস
নারিকেল
বৈলাম
২০) ANZUS কোন ধরনের সংগঠন?
অর্থনৈতিক
রাজনৈতিক
সামরিক
আঞ্চলিক
২১) বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়?
৭ মার্চ
৭ এপ্রিল
১২ এপ্রিল
৭ মে
২২) যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক স্বাধীনতা চুক্তিটি কি নামে পরিচিত?
প্রথম ভার্সাই চুক্তি
বার্লিন চুক্তি
স্বাধীনতা চুক্তি
ওয়াশিংটন চুক্তি
২৩) জাতীয় স্মৃতিসৌধের ফলক কয়টি?
১০টি
৯টি
৭টি
৫টি
২৪) “Dead Sea” কোথায় অবস্থিত?
ইরাক এবং জর্ডান এর মধ্যে
মিসর ও জর্ডানের মধ্যে
ইরাক ও তুরস্কের মধ্যে
ইসরাইল ও জর্ডানের মধ্যে
২৫) ”মিউকর” কি?
একটি ছত্রাক
একটি শৈবাল
ব্যাকটেরিয়া
ভাইরাস
২৬) কোনো বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত —
৩
৫
২৫/৯
২২/৭
২৭) সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য দেয়া থাকলে —-
একটিমাত্র ত্রিভুজ আঁকা যায়
দুটিমাত্র ত্রিভুজ আঁকা যায়
কোনো ত্রিভুজ আঁকা যায় না
অনেকগুলো ত্রিভুজ আঁকা যায়
২৮) দুটি ক্রমিক জোড় সংখ্যার অনুপাত ১ঃ২। সংখ্যা দুটি নির্ণয় করুন।
১ এবং ২
২ এবং ৪
৪ এবং ৮
৮ এবং ১৬
২৯) একটি দ্রব্য ৪০০ টাকায় ক্রয় করে ২০% ক্ষতিতে বিক্রয় করা হল। দ্রব্যটির বিক্রয়মূল্য কত?
৩২০ টাকা
৩৫০ টাকা
২৮০ টাকা
২৪০ টাকা
৩০) কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর ৮০% গণিত এবং ৭০% বাংলায় পাস করল। উভয় বিষয়ে পাস করল ৬০%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?
১৫
১২
১০
৯
৩১) ৬০ লিটার মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭ঃ ৩। ঐ মিশ্রণে পানির পরিমাণ কত?
১৫ লিটার
১৮ লিটার
১২ লিটার
১০ লিটার
৩২) ১৫টি ভেড়ার মূল্য ৫টি গরুর মূল্যের সমান। ২টি গরুর মূল্য ৩০০০ টাকা হলে ৩টি ভেড়ার মূল্য কত?
২০০০ টাকা
১৮০০ টাকা
১৬০০ টাকা
১৫০০ টাকা
৩৩) ১, ৩, ৬, ১০, ১৫, ২১ ——ধারাটির দশম পদ কত?
৫৫
৩৬
৪৫
৭২
৩৪) পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের চারগুণ। ৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দশগুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?
৫৬ এবং ১৪ বছর
৩৬ এবং ৯ বছর
৩২ এবং ৮ বছর
৪০ এবং ১০ বছর
৩৫) একটি ক্লাসে ৩০ জন ছাত্র আছে। তাদের মধ্যে ১৮ জন ফুটবল খেলে, ১৪ জন ক্রিকেট খেলে এবং ৫ জন কিছুই খেলে না। কতজন উভয়টিই খেলে?
৩ জন
৫ জন
৭ জন
১০ জন
৩৬) দুটি সংখ্যার গ. সা. গু ও ল. সা. গু যথাক্রমে ২ ও ৩৬০। একটি সংখ্যা ১০ হলে অপর সংখ্যাটি কত?
৪৮
৫২
৬০
৭২
৩৭) ৬ জন পুরুষ, ৮ জন স্ত্রীলোক এবং ১ জন বালকের বয়সের গড় ৩৫ বছর। পুরুষদের বয়সের গড় ৪০ বছর স্ত্রীলোকদের বয়সের গড় ৩৪ বছর বালকের বয়স কত?
১৩ বছর
১৬ বছর
১৫ বছর
১৪ বছর
৩৮) দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে ১০ ও ১৫ ঘণ্টায় পানি পূর্ণ করে। নল দুটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে?
৫ ঘণ্টায়
৬ ঘণ্টায়
৭ ঘণ্টায়
৮ ঘণ্টায়
৩৯) (x-5)(a+x)=x2-25 হলে a এর মান কত?
25
-25
5
-5
৪০) m এর মান কত হলে 4×2 – mx + 9 একটি পূর্ণ বর্গ হবে?
16
12
10
9
৪১) ”কান্নায় শোক কমে” বাক্যে “কান্নায়” কোন কারক?
করণ কারক
অপাদান কারক
সম্প্রদান কারক
অধিকরণ কারক
৪২) ”ক্রীতদাসের হাসি” উপন্যাসের লেখক—
আহসান হাবীব
সৈয়দ ওয়ালী উল্লাহ
শওকত ওসমান
আবুল ফজল
৪৩) ”অপরাজিত” উপন্যাসের লেখক—
বিভুতিভূষণ বন্দোপাধ্যায়
মানিক বন্দোপাধ্যায়
শহীদুল্লাহ কায়সার
নারায়ণ গঙ্গোপাধ্যায়
৪৪) ”কবর” কবিতায় কতটি পংক্তি রয়েছে?
১৩টি
৯৬টি
১০২টি
১১৮টি
৪৫) জসীমউদ্দীনের শ্রেষ্ঠ কাহিনী কাব্য কোনটি?
নকশী কাঁথার মাঠ
সোজনবাদিয়ার ঘাট
সকিনা
রাখালী
৪৬) কোন শব্দটি তৎপুরুষ শব্দ? কালি-
কলম
মধুমাখা
দশানন
মাতাপিতা
৪৭) সমাসের রীতি কোন ভাষা থেকে আগত?
আরবি
ফারসি
ইংরেজি
সংস্কৃত
৪৮) ”কাকনিদ্রা” শব্দটির অর্থ কি?
অগভীর সতর্ক নিদ্রা
কাকের নিদ্রার ন্যায়
অনিষ্ট চিন্তা
কপট নিদ্রা
৪৯) বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থক বাচক?
বকধার্মিক, ভিজা বেড়াল
রুই-কাতলা, কেউকেটা
বকধার্মিক, বিড়াল তপস্বী
অমাবশ্যার চাঁদ, আকাশ কুসুম
৫০) ”ঝাঁকের কই” বাগধারাটির অর্থ–
অসম্ভব চালাক
একই দলের লোক
একতাই বল
বর্ষাকালীন মাছ
৫১) নিচের কোনটি শুদ্ধ?
সৌজন্নতা
সৌজন্যতা
সৌজন্ন
সৌজন্য
৫২) শুদ্ধ বানানের শব্দ গুচ্ছ—
স্বায়ত্তশাসন, আভ্যন্তর, জন্মবার্ষিক
ভবিষ্যত, ভৌগলিক, যক্ষা
যশলাভ, সদ্যোজাত, সম্বর্ধনা
ঐক্যতান, কেবলমাত্র, উপরোক্ত
৫৩) অশুদ্ধ শব্দ কোনটি?
প্রত্যুষ
বীণাপানি
মূঢ়
চরিত্র
৫৪) সঠিক উত্তর কোনটি?
হত্যা করার ইচ্ছা = জিঘাংসা
গম্ভীর ধ্বনি = বুক্কন
হয়ত হবে = সম্ভাব্য
যা লাফিয়ে চলে = তুরগ
৫৫) ”ঋজু” শব্দের বিপরীত শব্দ কোনটি?
সরল
বঙ্কিম
বেঁটে
ভঙ্গুর
৫৬) Choose the correct sentence–
The matter was informed in the police
The matter had been informed of the police
The police were informed of the matter
The police was informed of the matter
৫৭) নিচের কোন বাক্যটি শুদ্ধ?
I felt his pulse
I found his pulse
I examined his pulse
I saw his pulse
৫৮) “He asked me when the next letter would come” বাক্যের direct speech হচ্ছে—
He said to me
He asked to me,
He said to me,
He said me.
৫৯) Put the following sentence into indirect narration: “You had better not leave your room unlocked” said my friends.
My friends asked me not to leave my room unlocked
My friends reminded me to lock my room
My friends advised me to lock my room
My friends warned me not to leave my room unlocked
৬০) “I will have a cup of tea” my father said “because I’m not hungry.” Which one is the correct indirect speech?
My father said that the will have a cup of tea because be was not hungry
My father said that he would have a cup of tea because he has not hungry
My father said that he would have had a cup of tea because he was not hungry
My father said that he had a cup of tea because he was not hungry
৬১) “Who can do it” বাক্যটির Passive form হবে—
By whom it can be done
By whom can it be do
By whom can it be done
By whom can it be did
৬২) “He please us” বাক্যটির Passive form হবে—
We were pleased with him
We are pleased with him
We are pleased by him
By whom can it be did
৬৩) What is the adjective of the word ‘tax’?
taxation
taxing
taxably
taxable
৬৪) Noun of the word ‘brief’ is-
brevity
shortness
briefly
None of these
৬৫) Choose the correct preposition in the blank of the sentence “I count —- help”
for
upon
with
after
৬৬) Choose the right preposition for the blank space in “What is the time —– your watch?”
at
in
by
with
৬৭) What is the antonym of ‘queer’?
integrated
abnormal
odd
orderly
৬৮) The synonym of the word ‘pitfall’ is-
opportunity
artistic
shortcoming
enduring
৬৯) The antonym of ‘indifference’ is —
anxiety
concern
compassion
ardour
৭০) A synonym for ‘mischievous’ is-
vicious
kind
serious
well-behaved
৭১) পৃথিবীতে কোনো বস্তুর ওজন সবচেয়ে বেশি কোথায়?
পাহাড়ের উপর
মেরু অঞ্চলে
বিষুব অঞ্চলে
খনির অভ্যন্তরে
৭২) সবচেয়ে বেশি সালোকসংশ্লেষণ হয়?
নীল আলোতে
বেগুনী আলোতে
লাল আলোতে
সবুজ আলোতে
৭৩) সবচেয়ে শক্তিশালী সৌরচুল্লি তৈরি হয়েছে কোন দেশে?
জাপান
যুক্তরাজ্য
কানাডা
যুক্তরাষ্ট্র
৭৪) IC চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটার—
Altair-8800
DDP-1
Mark-1
IBM-1600 সিরিজ
৭৫) কোনটি সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল?
সালফার
জিপসাম
খনিজ লবণ
সোডিয়াম
৭৬) Natural protein-এর কোড নাম—
P-49
P 51
P 53
P 54
৭৭) আল্ট্রাসনিক শব্দ বলতে বুঝায়—
যার গতি শব্দের গতি থেকে কম
যার গতি শব্দের গতি থেকে বেশি
যে শব্দ সাধারণভাবে মানুষ শুনতে পায়
যে শব্দ কোনো কোনো জীবজন্তু শুনতে পায়
৭৮) ফরাসি বিপ্লব কোন সালে অনুষ্ঠিত হয়?
১৭৯৫ সালে
১৭৯৩ সালে
১৭৮৯ সালে
১৭৮৫ সালে
৭৯) উপকূলে কোনো একটি স্থানে পর পর দুটি জোয়ারের ব্যবধান হল
চাঁদের তিথি অনুসারে
২৪ ঘন্টা
১২ ঘন্টা
৬ ঘন্টা
৮০) নাইট্রোজেনের প্রধান উৎস—
উদ্ভিদ
প্রাণীদেহ
মাটি
বায়ুমন্ডল
June 12, 2020
Primary Question Solution 2014 – Bita
১) “By fits and starts” means—
Carefully
Irregularly
Regularly
Attentively
২) “Fag end” means–
The last part
Foggy
Cut a bad figure
Unfair
৩) The idiom “Bring to book” এর অর্থ—
Book written by famous writer
Rebuke
Valueless person
None of the above
৪) “He prides himself — his wealth” বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ হবে—
of
for
on
in
৫) The boy wonders —- in the streets” বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ হবে—
for
of
at
about
৬) “দৃষ্টিহীন” কার ছদ্মনাম?
প্যারিচাঁদ মিত্র
মধুসূদন দত্ত
মধুসূদন মজুমদার
বিহারীলাল চক্রবর্তী
৭) “A search for identity”- বইটি কার লেখা?
কবির চৌধুরী
মেজর আব্দুল জলিল
মেজর রফিকুল ইসলাম
সিরাজুল ইসলাম
৮) জসীমউদ্দীনের নাটক—
বেদের মেয়ে
রাখালী
মাটির কান্না
বোবা কাহিনী
৯) ”প্রতিদিন ঘরহীন ঘরে” কাব্যগ্রন্থের রচয়িতা—
আহসান হাবিব
মহাদেব সাহা
আলাউদ্দীন আল আজাদ
শামসুর রাহমান
১০) বাংলাদেশের প্রথম সংবাদপত্র–
আজাদ
সমাচার দর্পন
বঙ্গদর্শন
বেঙ্গল গেজেট
১১) একটি ঘড়ি প্রতিদিন ১০ মিনিট সময় হারায়। কতদিন পর ঘড়িটি এমন অবস্থায় পৌঁছাবে যখন ঘড়িটি সঠিক সময় নির্দেশ করবে?
৩৬
৭২
১২০
কোনোটিই নয়
১২) বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের কত গুণ?
অর্ধেক
সমান
দ্বিগুণ
তিনগুণ
১৩) কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র?
১/২( ভূমি * উচ্চতা)
দৈর্ঘ্য * প্রস্থ
২(দৈর্ঘ্য * প্রস্থ )
ভূমি * উচ্চতা
১৪) পাঁচ সন্তানের বয়সের গড় ৭ বছর এবং পিতাসহ তাদের বয়সের গড় ১৩ বছর। পিতার বয়স কত?
৪৩ বছর
৩৩ বছর
৫৩ বছর
৬৩ বছর
১৫) আব্দুল করিম আব্দুর রহিমের চাইতে ৩ বছরের ছোট। আফজালের বয়স আব্দুল করিমের বয়স থেকে ২ বছর কম। মুমিনের বয়স যখন ৫ তখন আব্দুল করিম জন্মেছে। তাদের মধ্যে জ্যেষ্ঠতমের বয়স ৫২ হলে আফজালের বয়স কত?
৫৪ বছর
৪৫ বছর
৫০ বছর
৪৩ বছর
১৬) কোনটি শুদ্ধ বানান?
Catastrophe
Cetastrophe
Catarstrofee
Catastrophee
১৭) Choose the correct spelling?
Dysenteay
Dysentry
Dysentary
Diesentary
১৮) What is the antonym of “Expel”?
Eject
Dismiss
Admit
Banish
১৯) What is the synonym of “Remember”
Call up
Memory
Forget
Recollect
২০) What is the antonym of the word “Somber”?
Bright
Dark
Dismal
Gloomy
২১) What is the meaning of the word “Nascent”?
Trail
Beginning
Nasal
Odoro
২২) How many types of Gender are there?
Four types
Three types
Two types
One type
২৩) Noun of the word “Break” is –
breaking
breach
breakful
breakdown
২৪) “Might” শব্দটির adjective নিচের কোনটি?
Mighteous
Mightful
Mighter
Mighty
২৫) “Does he speak English well? বাক্যটির সঠিক passive form হচ্ছে–
Is English spoke well by him?
Is English spoken well to him?
Is English spoken well by him?
Was English spoke well by him?
২৬) ”মহর্ষি” কোন সমাস?
কর্মধারয়
দ্বন্দ্ব
তৎপুরুষ
দ্বিগু
২৭) প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয়—
উপমিত
উপমান
উপমেয়
রূপক
২৮) ”পয়জার” এর সমার্থক শব্দ কোনটি?
ছুতার
পাদুকা
উন্মাদ
দাঁড়িপাল্লা
২৯) ”বামেতর” শব্দটির অর্থ
বামচোখ
ইতর
বামদিক
ডান
৩০) ”মনীষা” শব্দের বিপরীত অর্থ—
নির্বোধ
প্রভা
মনস্বিতা
স্থিরতা
৩১) নির্মল–এর বিপরীতার্থক শব্দ কি?
প্রফুল্ল
বিশুদ্ধ
পঙ্কিল
কোনোটিই নয়
৩২) ”গুড়ে বালি” কথাটির অর্থ কি?
বাতাসে বালি
আশায় নৈরাশ্য
ভালোতে খারাপ
গোবরে পদ্মফুল
৩৩) ”মুখ তোলা” বাক্যাংশের বিশিষ্ট অর্থ কি?
নিজের মুখ উপরে তোলা
অন্যের মুখ তুলে ধরা
প্রসন্ন হওয়া
নষ্ট করা
৩৪) ”যার বাসস্থান নেই”— বাক্যের এক কথায় প্রকাশ কি?
অনিকেতন
উদ্বাস্তু
অনুজ
একাহারী
৩৫) ভুল বানান কোনটি?
সমিতি
প্রতিতি
জামিতি
প্রকৃতি
৩৬) x+y=12 এবং xy=60 হলে (x-y)2 = কত?
7
8
9
10
৩৭) a+b=6 এবং ab=8 হলে (a-b)2 = কত?
8
6
4
2
৩৮) সুদের হার ৭% থেকে কমে ৫% হলে এক ব্যক্তির আয় ৫ বছরে ৭০ টাকা কমে যায়। তার মূলধন কত?
১০০০ টাকা
৮০০ টাকা
৭০০ টাকা
৬০০ টাকা
৩৯) এক ব্যক্তি শেয়ার ব্যবসায় ৯,০০,০০০ টাকা বিনিয়োগ করলেন। শেয়ারপ্রতি লভ্যাংশ হিসেবে তার আয় ৯ টাকা। ১০০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বাজার দর ১৫০ টাকা । ঐ ব্যক্তির বাৎসরিক আয় কত?
৫৪,০০০ টাকা
৮১,০০০ টাকা
১৫,০০০ টাকা
৫৮,০০০ টাকা
৪০) একটি সাইকেল ৭২০০ টাকায় বিক্রয় করায় ১০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ১২% লাভ হবে?
৭০০০
৮৯৬০
৬৫০০
৮০০০
৪১) ৪ টাকায় ১টি করে কমলা কিনে ২৪ টাকায় কয়টি কমলা বিক্রয় করলে ২০% লাভ হবে?
৬টি
৩টি
৪টি
৫টি
৪২) একটি বিশ্ববিদ্যালয়ের ৮০% শিক্ষার্থী ছাত্রাবাসে অবস্থান করে। ছাত্রাবাসের সৌভাগ্যবান ৬০% শিক্ষার্থী একক কক্ষ পায়। যদি সৌভাগ্যবান শিক্ষার্থীর সংখ্যা ১২০০ হয় তবে বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা কত?
৩০০০
২৮০০
২৫০০
২০০০
৪৩) স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘণ্টায় ৭ কি. মি.। এরূপ নৌকায় স্রোতের অনুকূলে ৩৩ কি. মি. পথ যেতে ৩ ঘণ্টা সময় লেগেছে। ফিরে আসার সময় নৌকাটির কত সময় লাগবে?
১৩ ঘণ্টা
১১ ঘণ্টা
১০ ঘণ্টা
৯ ঘণ্টা
৪৪) যদি কোনো একটি কাজ আলাদাভাবে সম্পন্ন করতে করিমের ৪৫ মি. এবং রহিমের ৩০ মি. সময় লাগে তবে উভয়ে একত্রে ঐ কাজটি সম্পন্ন করতে কত মিনিট সময় লাগবে?
১৮
১৬
১৫
২১
৪৫) একটি সোনার গয়নার ওজন ৩২ গ্রাম। এতে সোনা ও তামার পরিমাণ ৩ঃ১। এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ঃ ১ হবে?
২ গ্রাম
৩ গ্রাম
৬ গ্রাম
৮ গ্রাম
৪৬) কোনটিকে কোষের প্রাণশক্তি বলা হয়?
প্রোটোপ্লাজম
ক্রোমোজোম
মাইটোকন্ড্রিয়া
নিউক্লিয়াস
৪৭) পৃথিবীতে প্রাণের সূচনা হয় আনুমানিক—
১০০ কোটি বছর আগে
১০ লক্ষ বছর আগে
১০ কোটি বছর আগে
১ কোটি বছর আগে
৪৮) হর্স পাওয়ার হলো—
শক্তি পরিমাপের একক
ক্ষমতা পরিমাপের একক
চাপ পরিমাপের একক
কাজ পরিমাপের একক
৪৯) কোনো বস্তুর ভর ১০ কেজি হলে বস্তুর ওজন—-
১০০ নিউটন
৯.৮ নিউটন
১০ নিউটন
৯৮ নিউটন
৫০) পেট্রোল ইঞ্জিন সফলতার সাথে কে চালু করেন?
ড. অটো
জেমস ওয়াট
কেলভিন
কার্নো
৫১) টলেমী কে ছিলেন?
ঐতিহাসিক
দার্শনিক
জ্যোতির্বিদ
চিকিৎসক
৫২) ”ইন্টারনেট” কবে চালু হয়?
১৯৬০ সালে
১৯৬৯ সালে
১৯৭০ সালে
১৯৮১ সালে
৫৩) ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি দান করে?
প্রেসিডেন্সি কলেজ
বিদ্যাসাগর কলেজ
কলিকাতা বিশ্ববিদ্যালয়
সংস্কৃত কলেজ
৫৪) আবু মুসা দ্বীপ কোন সাগরে অবস্থিত?
পারস্য উপসাগর
আরব সাগর
বঙ্গোপসাগর
ক্যারিবিয়ান সাগর
৫৫) ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা?
জাপান
চীন
মালয়েশিয়া
ইন্দোনেশিয়া
৫৬) যা নিন্দার যোগ্য নয়—
নিন্দনীয়
প্রশংসনীয়
অনিন্দ্য
প্রশংসার যোগ্য
৫৭) কোন বানানটি শুদ্ধ?
নিঢরহ
নীরিহ
নীরীহ
নিরীহ
৫৮) ”বুলবুলিতে ধান খেয়েছে”—এই বাক্যের “বুলবুলিতে” শব্দে কোন কারকে কোন বিভক্তি রয়েছে?
করণে ৭মী
অধিকরণে ৭মী
কর্তৃকারকে ৭মী
অপাদানে ৭মী
৫৯) ”পদ্ধতি”–এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
পদ + ধতি
পদ্ + হতি
পৎ + ধতি
পথ + ধতি
৬০) ”মনস্তাপ”–এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
মনোঃ + তাপ
মন + তাপ
মনস + তাপ
মনো + তাপ
৬১) “All his pupil like him.” বাক্যটির সঠিক passive form হচ্ছে–
He is liked by all his pupils.
he was liked by all his pupils.
He is like by all his pupils.
He is being liked by all his pupils.
৬২) Anis said, “I must write a letter”. The indirect narration of this sentence is-
Anis said that he must write a letter.
Anis said he had to write a letter.
Anis said that he had to write a letter
Anis said he must write a letter.
৬৩) “How dare you wake me up?” The lion roared at the mouse. Choose the correct narration:
The lion roared and said to the mouse why he wake him up?
The lion roared and asked the mouse how it dared to wake him up
The lion said the mouse why it got him up?
The lion questioned the mouse how it dared to wake him up?
৬৪) কোন বাক্যটি শুদ্ধ?
He copied the answer word by word.
he copied the answer word
He copied the answer word for word.
he copied the answer word in word
৬৫) Choose the correct sentence:
He is angry upon me.
He is angry at me.
He is angry of me.
He is angry with me.
৬৬) ক, খ ও গ এর বেতন অনুপাত ৭ঃ ৫ঃ ৩। খ, গ অপেক্ষা ২২২ টাকা বেশি পেলে ক এর বেতন কত?
৮৮৮ টাকা
৭৭৭ টাকা
৫৫৫ টাকা
৩৩৩ টাকা
৬৭) ১২ ও ৯৬ এর মধ্যে (এই দুটি সংখ্যাসহ) কয়টি সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য?
২৪
২৩
২২
২১
৬৮) ত্রিভুজের বৃহত্তম বাহু সংলগ্ন কোণদ্বয় —
সূক্ষ্মকোণ
স্থূলকোণ
সমকোণ
সরলকোণ
৬৯) কোনো চতুর্ভুজের বিপরীত কৌণিক বিন্দুর সংযোজন রেখাংশ দুটির প্রত্যেকটিকে বলে —-
ভূমি
কর্ণ
মধ্যমা
উচ্চতা
৭০) বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত —-
৩
৫
২৫/৯
২২/৭
৭১) বাতাসের উষ্ণতা বাড়লে শব্দের গতি—
কমে
বাড়ে
প্রথমে বাড়ে পরে কমে
অপরিবর্তিত থাকে
৭২) মানুষের শরীরে কত ধরনের রক্ত কণিকা আছে?
৫ প্রকার
৪ প্রকার
২ প্রকার
৩ প্রকার
৭৩) জেনেটিক কোডের আবিষ্কারক কে?
ড. এম স্বামীন খান
জোহানসন
ড. খোরানা
ড. রোনাল্ড রস
৭৪) পূর্ণ বয়স্ক পুরুষের মোট রক্তের গড় পরিমাণ—
৫ লিটার
৭ লিটার
৮ লিটার
১০ লিটার
৭৫) রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো—
দর্পণের কাজ করে
প্রিজমের কাজ করে
লেন্সের কাজ করে
আতসী কাঁচের কাজ করে
৭৬) বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ—
কম হয়
বেশি হয়
একই হয়
খুব কম হয়
৭৭) তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ
তরল পদার্থ
বায়বীয় পদার্থ
নরম পদার্থ
কঠিন পদার্থ
৭৮) সংকর ধাতু পিতলের উপাদান হল—
তামা ও টিন
তামা ও দস্তা
তামা ও সীসা
তামা ও নিকেল
৭৯) কোন দেশটি অতীতে কখনও অন্য কোনো দেশের উপনিবেশে পরিণত হয়নি?
থাইল্যান্ড
মালয়েশিয়া
মায়ানমার
ইন্দোনেশিয়া
৮০) পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে?
আটলান্টিক ও ভু-মধ্যসাগর
প্রশান্ত ও উত্তর মহাসাগর
আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর
ভারত ও প্রশান্ত মহাসাগর
June 12, 2020
Primary Question Solution 2014 – Gama
১) কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ২ যোগ করলে যোগফল ১২, ১৮ এবং ২৪ দ্বারা বিভাজ্য হবে?
৮৯
৭০
১৭০
১৪২
২) ক ও খ একত্রে একটি কাজ ১২ দিনে করতে পারে। ক একা কাজটি ২০ দিনে করতে পারে। খ একা কাজটি কত দিনে করতে পারবে?
৩০ দিনে
৩৫ দিনে
৪০ দিনে
২৫ দিনে
৩) দুইটি সন্নিহিত কোণের সমষ্টি ২ সমকোণ হলে একটিকে অপরটির কি বলে?
সন্নিহিত কোণ
সরল কোণ
সম্পূরক কোণ
পূরক কোণ
৪) লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৮ কি. মি. ও ৬ কি. মি.। নদীপথে ৪৮ কি. মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে —
১০ ঘণ্টা
৯ ঘণ্টা
৮ ঘণ্টা
৬ ঘণ্টা
৫) একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। এর ক্ষেত্রফল ৫১২ মিটার হলে পরিসীমা কত?
৯৬ মিটার
৯৮ মিটার
১০০ মিটার
১২০ মিটার
৬) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ”কৃষ্ণকান্তের উইল” উপন্যাসের প্রধানদুটি চরিত্রের নাম—
গোবিন্দলাল ও রোহিনী
সুরেশ ও অচলা
মধুসূনদ ও কুমুদিনি
নগেন্দ্রনাথ ও কুন্দনন্দিনী
৭) ”ইসলামের ইতিহাস ও ঐতিহ্য” কোন কাব্যের উপজীব্য?
দিলরুবা-আব্দুল কাদির
সাত সাগরের মাঝি–ফররুখ আহমদ
নুরনামা-আব্দুল হাকিম
কোনোটিই নয়
৮) ”কাশবনের কন্যা” কোন জাতীয় রচনা?
নাটক
কাব্য
ছোটগল্প
উপন্যাস
৯) বাংলা ভাষায় প্রথম সাময়িকপত্র কোনটি?
দিকদর্শন
বঙ্গদর্শন
তত্ত্ববোধিনী
সংবাদ প্রভাকর
১০) কোন বানানটি শুদ্ধ?
আভ্যন্তরীণ
আভ্যন্তরীন
অভ্যন্তরীণ
অভ্যন্তরীন
১১) Choose the right word for the blank space in “Rashed will come to Bangladesh—-plane”
with
from
by
at
১২) Find the correct use of the word “with”
He was very nice with me
Be patient with him
The teacher was trembling with rage
I am cross with you
১৩) The synonym of “Incite” is—
Instigate
Permit
Urge
Deceive
১৪) What is the correct synonym of “Isolation”?
Loveliness
Sadness
Depression
Separation
১৫) The antonym of “Patriot”is —
Treacherous person
Traitor
Criminal
Tout
১৬) ”ভবদহ” বিল কোথায় অবস্থিত?
ফরিদপুরে
জামালপুরে
পটুয়াখালীতে
যশোরে
১৭) স্বাধীনতা যুদ্ধের প্রতীক হিসেবে পরিচিত ভাস্কর্য “অঙ্গীকার” এর অবস্থান কোথায়?
মেহেরপুর
জয়দেবপুর
চাঁদপুর
রংপুর
১৮) ”ম্যাডোনা–৪৩” কি?
প্রখ্যাত মড়েল
একটি চিত্রকর্ম
একটি বিখ্যাত ভাস্কর্য
অস্কার বিজয়ী ফিল্ম
১৯) প্রাচীন পুন্ড্রনগর কোথায়?
ময়নামতি
বিক্রমপুর
মহাস্থানগড়
পাহাড়পুর
২০) বাংলাদেশের সোর্ড অব অনার পুরস্কারপ্রাপ্ত প্রথম নারী কে?
মারজিয়া ইসলাম
রাজিয়া সুলতানা
তারামন বিবি
রহিমা বেগম
২১) নিম্নলিখিত কোন আঞ্চলিক বা আর্ন্তজাতিক প্রতিষ্ঠানটির সদর দপ্তর ঢাকায় অবস্থিত?
SAARC
CIRDAP
APEC
ADB
২২) ”দারফুর” হলো—
ইরাকের একটি শহরের নাম
ইরানের একটি শহরের নাম
সুদানের একটি অঞ্চলের নাম
আফগানিস্তানের একটি অঞ্চলের নাম
২৩) রেল ইঞ্জিনের আবিষ্কারক কে?
এডিসন
স্টিফেনসন
জেমস ওয়াট
মোর্স
২৪) “Adam’s Peak” তীর্থস্থানটি কোথায় অবস্থিত?
শ্রীলংকায়
ভারতে
ইন্দোনেশিয়ায়
ভিয়েতনামে
২৫) বরফ সাদা দেখায় কারণ—
বরফ এমনিতেই সাদা
আলোর বেগুনি রশ্মি শোষণ করে
আলোর লাল ও হলুদ রশ্মি শোষণ করে
আলোর সব রশ্মিই প্রতিফলন করে
২৬) x+y=6 এবং xy=8 হলে (x-y)2 এর মান কত?
8
6
4
12
২৭) x+y=12 এবং x-y=2 হলে xy এর মান কত?
70
35
144
140
২৮) একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার এক চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ।
২
৪
৮
১৬
২৯) ADB বৃত্তে AB এবং CD দুটি সমান জ্যা পরস্পর P বিন্দুতে ছেদ করলে কোনটি সত্য?
PB = PD
PC = PD
PB = PC
PB = PA
৩০) দুটি সংখ্যার অনুপাত ৫ঃ ৬ এবং তাদের গ. সা. গু ৪ হলে সংখ্যা দুটির ল. সা. গু কত?
১০০
১২০
১৫০
১৮০
৩১) একটি বাঁশের ২/৫ অংশ লাল, ১/৪ অংশ কালো ও ১/৩ অংশ সবুজ কাগজে আবৃত। অবশিষ্ট অংশ ৬ মিটার হলে বাঁশটির দৈর্ঘ্য কত?
৬০ মিটার
১২০ মিটার
১৮০ মিটার
৩৬০ মিটার
৩২) ০.৩ * ০.০৩ * ০.০০৩ = কত?
০.০০০০২৭
০.০০০২৭
০.০০২৭
০.০২৭
৩৩) কোন সংখ্যার বর্গমূলের সাথে ১০ যোগ করলে ৪–এর বর্গ হবে?
১৬
২৫
৩৬
৯
৩৪) ৪,৬,৭ এবং x এর গড়মান ৫.৫ হলে x এর মান কত?
৫.৫
৫
৪.৫
৬
৩৫) একটি চৌবাচ্চা তিনটি নল দিয়ে যথাক্রমে ১০, ১২ ও ১৫ ঘণ্টায় পূর্ণ হতে পারে। তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চার অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে?
২ ঘণ্টা
৩ ঘণ্টা
৪ ঘণ্টা
৬ ঘণ্টা
৩৬) একটি ঘড়ি ৫৬০ টকায় বিক্রয় করায় ২০% ক্ষতি হলে ঘড়িটির ক্রয়মূল্য কত?
৫০০ টাকা
৬০০ টাকা
৭০০ টাকা
৮০০ টাকা
৩৭) পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬০ বছর। মাতার বয়স পুত্রের বয়স অপেক্ষা ২০ বছর বেশি। পিতা ও মাতার গড় বয়স কত?
৬০ বছর
৪০ বছর
৩০ বছর
২০ বছর
৩৮) সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয় হবে —
সরল কোণ
সমকোণ
সূক্ষ্মকোণ
স্থুল কোণ
৩৯) একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ১৬ মিটার , ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
৬৪৩
৩২৩
১৯২
৬৪
৪০) যদি একটি কাজ ৯ জন লোক ১৫ দিনে করতে পারে অতিরিক্ত ৩ জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে?
১২ দিনে
১০ দিনে
৪৩৪ দিনে
১১ ১৪ দিনে
৪১) সঠিক বানান কোনটি?
দধিচী
দধীচি
দধিচি
দধীচী
৪২) ”রাত্রির শেষ ভাগ” এক কথায়—
পররাত্র
মহানিশা
যামিনী
রাত্রিশেষ
৪৩) কোনটি “অধিত্যকা” শব্দের বিপরীতার্থক শব্দ?
অন্ধকার
তিরোভাব
হালকা
উপত্যকা
৪৪) ”ঐহিক” শব্দের বিপরীত শব্দ কোনটি?
অবনতি
অদৃশ্য
অকৃতজ্ঞ
পারত্রিক
৪৫) সমাসের রীতি কোন ভাষা থেকে আগত?
আরবি
সংস্কৃত
ফারসি
ইংরেজি
৪৬) নীল যে অম্বর = নীলাম্বর – কোন সমাস?
বহুব্রীহি
তৎপুরুষ
কর্মধারয়
অব্যয়ীভাব
৪৭) ”তিনি ব্যকরণে পন্ডিত” –বাক্যে “ব্যকরণে” শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
অধিকরণে ৭মী
কর্মে ৭মী
করণে ৭মী
অপাদানে ৭মী
৪৮) ”জগতে কীর্তিমান হও সাধনায়”—বাক্যে “সাধনায়” শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্তায় ৭মী
কর্মে ২য়
অধিকরণে ৭মী
করণে ৭মী
৪৯) কোনটি “নিরাময়” শব্দের সন্ধি বিচ্ছেদ?
নিরা + ময়
নির + আময়
নির + ময়
নিঃ + ময়
৫০) ”সাহচর্য” শব্দের শুদ্ধ গঠন কোনটি?
সাহ+চর+র্য
সহচর+্য-ফলা
সহচর + য
কোনোটিই নয়
৫১) ”সাক্ষী গোপাল” এর অর্থ কী?
নিষ্ক্রিয় দর্শক
কর্তব্যবিমুখ
সক্রিয় দর্শক
কর্তব্যপরায়ণ
৫২) ”বড়র পীরিতি বালির বাঁধ” বাগধারাটির সঠিক অর্থ—
কোন বাধ্যবাধকতা নেই
একতরফা
চাপের মুখের ভেঙ্গে যায়
ভঙ্গুর
৫৩) ”সবুজপত্র” কি?
নাটক
উপন্যাস
সাময়িকপত্র
গদ্য সংকলন
৫৪) ”কিরণ” এর সমার্থক শব্দ নয়—–
রশ্মি
রবি
কর
প্রভা
৫৫) সমাসবদ্ধ পদের পরবর্তী অংশকে কি বলা হয়?
উত্তর পদ
পর পদ
দক্ষিণ পদ
পূর্ব পদ
৫৬) What is the antonym of “Limpid”?
Watery
Bright
Transparent
Muddy
৫৭) Run counter to means—
Disobey
Rebel
Contradict
Remove
৫৮) “Cry wolf” means—
Give a false alarm
Bare one’s teeth
Clear the road
Show anger
৫৯) The correct spelling is —
Exaggarate
Exegeret
Exagerate
Exaggerate
৬০) Choose the correct spelling —-
Secretariate
Secretariat
Secretariete
Secretariet
৬১) “I know that he did the work” বাক্যটির সঠিক পরিবর্তিত voice হবে—
It was known to me that the work had been done by him
It was known to me that the work has been done by him
It is known to me that the work was done by him
It was known to me that the work was done by him
৬২) Identify the correct passive form of “He is going to open a shop”
A shop is going to be opened by him
A shop will be opened by him
A shop is being gone opened by him
He is being gone to open a shop
৬৩) “He writes a letter” In this sentence “write” is a/an
Intransitive verb
Auxiliary verb
Principal verb
Transitive verb
৬৪) “Act” শব্দটির verb হচ্ছে—
Acted
Enact
Action
Actress
৬৫) The teacher said to me, “May you pass the examination.” It’s indirect form is—
The teacher prayed I could pass the examination
The teacher wished that I may have passed the examination
The teacher wished that I might pass the examination
The teacher prayed that I might have passed the examination
৬৬) Farida said to her mother, “I shall go to bed now”—- বাক্যটির indirect speech হবে—-
Farida told her mother that she should go to bed now
Farida told her mother that she will go to bed then
Farida told her mother that she would go to bed then
Farida told her mother that she will go to bed now
৬৭) “He ran fast lest he —– miss the train. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে—
should
would
could
can
৬৮) “It is high time you —- up smoking. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে—
give
gave
have given
will give
৬৯) Which of the following sentences is correct?
A few boys are present today
His dress is inferior than mine
He prevented me to go there
He as well as his brother was present
৭০) Find out the correct sentence—-
He succeed to get a job
He is suffering from fever for a week
Guard the children against bad company
The train is running in time
৭১) গোধুলির কারণ কি?
আলোর প্রতিফলন
আলোর বিক্ষেপণ
আলোর প্রতিসরণ
কোনোটিই নয়
৭২) ”সৌরকোষে” ব্যবহৃত হয়—
ফসফরাস
ক্যাডমিয়াম
সিলিকন
এলুমিনিয়াম ফয়েল
৭৩) বস্তুর ওজন সবচেয়ে বেশি—
মেরু অঞ্চলে
খনির ভিতরে
বিষুব অঞ্চলে
পাহাড়ের উপর
৭৪) কাজের একক—
ওয়াট
নিউটন
জুল/সেকেন্ড
জুল
৭৫) কলের পানিতে সাধারণত কোন রাসায়নিক উপাদান থাকে?
ব্রোমিন
আয়োডিন
নাইট্রোজেন
ক্লোরিন
৭৬) রংধনুতে হলুদ রঙের পাশের দুটি রঙ কি কি?
সবুজ ও লাল
সবুজ ও কমলা
নীল ও কমলা
বেগুনী ও লাল
৭৭) UNIX অপারেটিং সিস্টেমের উদ্ভাবক প্রতিষ্ঠান কোনটি?
ইনটেল
বেল ল্যাব
আই বি এম
মাইক্রোসফট
৭৮) মানুষের রক্তে কত ধরনের কণিকা আছে?
৩ প্রকার
৪ প্রকার
২ প্রকার
৫ প্রকার
৭৯) শৈবালের বৈশিষ্ট্য কি?
এরা পরজীবী
এরা স্ব–ভোজী
এরা এককোষী
এদের দেহে ক্লোরোফিল থাকে না
৮০) কোনটি সামাজিক পরিবর্তনের উপাদান নয়?
শিক্ষা
শিল্পায়ন
বাসস্থান
নগরায়ন
June 12, 2020
Primary Question Solution 2013 – Raein
১) বৃত্তস্থ সামান্তরিক একটি —
আয়তক্ষেত্র
বর্গক্ষেত্র
রম্বস
ট্রাপিজিয়াম
২) একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০%, প্রস্থ ১০% হ্রাস করা হলে, ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?
২৮% হ্রাস
১০৮% হ্রাস
৮% হ্রাস
৮% বৃদ্ধি
৩) ৬০ জন লোক কোনো কাজ ১৮ দিনে করতে পারে। উক্ত কাজ ৩৬ জন লোক কত দিনে সম্পন্ন করতে পারবে?
১৮ দিনে
৩০ দিনে
৩৬ দিনে
৬০ দিনে
৪) শতকরা বার্ষিক কত হার সুদে কোনো আসল ১০ বছরে ৪ গুণ হবে?
১৫%
২০%
২৫%
৩০%
৫) ১০টি সংখ্যার যোগফল ৪৬২। তাদের প্রথম ৪টির গড় ৫২ এবং শেষ ৫টির গড় ৩৮। পঞ্চম সংখ্যাটি কত?
৬৪
৬০
৫০
৬২
৬) ‘By all means’ means-
meaningless
Meaningful
Certainly
Uncertainly
৭) What is the noun form of “Accept”
Acceptable
Acceptably
Acceptance
Acceptablying
৮) A rolling stone gathers no moss. What “rolling” is?
Gerund
Verbal noun
Participle
Adjective
৯) Report the following in indirect speech :
Nafisa said, “I must write a letter.”
Nafisa said that she had to write a letter.
Nafisa said that she has to write a letter.
None of these
১০) “What is wanted by him”? বাক্যের পরিবর্তিত voice হবে—-
What do he want?
What did he want?
What does he want?
What is he wants?
১১) “নীলদর্পণ” নাটকটি কার লেখা?
ইব্রাহীম খাঁ
ডি. এল. রায়
মীর মোশাররফ হোসেন
দীনবন্ধু মিত্র
১২) মধুসূদন দত্তের “মেঘনাদবধ” কাব্যের উৎস কি?
রামায়ণ
মহাভারত
ভগবৎ
কুমারসম্ভব
১৩) কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিতি লেখা কোনটি?
মুক্তি
বাউন্ডেলের আত্মকাহিনী
হেনা
বিদ্রোহী
১৪) ”বাঙ্গালীর ইতিহাস” বইটির লেখক কে?
আর সি মজুমদার
আবদুল করিম
নীহার রঞ্জন রায়
অধ্যাপক সুনীত
১৫) পিত্রালয় শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে—
পিতা + আলয়
পিত্রা + লয়
পিত্রি + লয়
পিতৃ + আলয়
১৬) কানাডা কোন শিল্পের জন্য বিখ্যাত?
কার্পাস
লোহা
কাগজ
রসায়ন
১৭) মুসলমান প্রধান না হয়েও কোন দেশটি ইসলামী সম্মেলন সংস্থার সদস্য?
নাইজেরিয়া
লেবানন
নাইজার
উগান্ডা
১৮) যুক্তরাষ্ট্র ইউনিয়নে কোন ষ্টেট সর্বশেষ যোগ দেয়?
হাওয়াই
আরিজোনা
টেক্সাস
ফ্লোরিডা
১৯) বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত?
চীন
মালয়েশিয়া
ইন্দোনেশিয়া
যগোশ্লাভিয়া
২০) বঙ্গবন্ধু (যমুনা) বহুমুখী সেতুর পিলার কয়টি?
৭৫টি
৫৯টি
৫০টি
৪৫টি
২১) সতীদাহ প্রথা কবে রহিত হয়?
১৮২৯
১৮১৯
১৮৩৯
১৮৪৯
২২) কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন “জান্নাতাবাদ”?
বাবর
হুমায়ূন
আকবর
জাহাঙ্গীর
২৩) টেলিভিশনে রঙিন ছবি উৎপাদনের জন্য কয়টি মৌলিক রং–এর ছবি ব্যবহার করা হয়?
৩টি
২টি
৫টি
৪টি
২৪) কোনো শব্দ শোনার পর কত সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিস্কে থাকে?
১ সেকেন্ড
০.১ সেকেন্ড
০.০১ সেকেন্ড
০.০০১ সেকেন্ড
২৫) Choose the correct sentence :
Go to featch some water
Go and fetch some water for me.
Fetch and bring some water for me
Fetch some water for me.
২৬) Identify the correct passive form of “He is going to open a shop”.
He is being gone to open a shop.
A shop is being gone opened by him.
A shop will be opened by him.
A shop is going to be opened by him.
২৭) “The man died —- over eating” বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে–
by
from
of
for
২৮) “He hankered —- fame.” বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে—-
after
upon
in
with
২৯) ‘Throw cold water on’ means-
Damp the spirits
Throwing of cold water
lee water
None
৩০) ‘To keep the wolf away from the door’ means
to keep away from extreme poverty.
To keep off an unwanted and undesirable person.
to keep alive.
to keep the difficulties and dangers in check.
৩১) The synonym of ‘Tedious’ is-
Amusing
Quick
Dull
Exciting
৩২) Which one is the correct sentence?
I injsist on your goint there.
I insist you to go there
I insist upon your to go there.
I insist yourself to go there.
৩৩) None of the word ‘rely’ is-
reliment
reliance
rely
None
৩৪) Choose the correct sentence :
Go to featch some water
Go and fetch some water for me.
Fetch and bring some water for me
Fetch some water for me.
৩৫) “At least one of the students — full marks every time” বাক্যে শূন্যস্থানে সঠিক শব্দ হবে–
get
gets
are getting
have got
৩৬) Who wrote ‘Beauty is truth, truth is beauty’?
Shakespeare
Wordsworth
Keats
Eliot
৩৭) The adjective took place long ago. Here the word ‘ago’ is a/an
Adjective
Adverb
Noun
Pronoun
৩৮) কোন বানানটি শুদ্ধ?
Commission
Commision
Comission
Comision
৩৯) Antonym of the word ‘futile’ is-
Useful
Useless
Idle
Comical
৪০) Choose the correct sentence:
He gave the examination
He appeared at the examination
He want for examination
he passed at the examination
৪১) ”বিদিত” শব্দের বিপরীত শব্দ কোনটি?
অজ্ঞাত
গৃহীত
বিদীর্ণ
বিসর্জন
৪২) নিচের কোন শব্দটিতে কর্তায় শূন্য বিভক্তি রয়েছে?
বাবাকে
বাঁশি
ফলে
পাপে
৪৩) ”বুলবুলিতে ধান খেয়েছে” বাক্যের “বুলবুলিতে” কোন কারক ও বিভক্তি রয়েছে?
করণ কারকে সপ্তমী
অধিকরণে সপ্তমী
কর্তৃকারকে সপ্তমী
অপাদানে পঞ্চমী
৪৪) ”নন্দিত” শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
খারাপ
মন্দ
ভালো
নিন্দিত
৪৫) ”কুল কাঠের আগুন” এর প্রকৃত অর্থ কি?
কাঠের পুতুল
কৃপমন্ডুক
তীব্র জ্বালা
কেতাদুরস্ত
৪৬) নিচের বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থবাচক?
অমাবষ্যার চাঁদ, আকাশ কুসুম
আকাশে তোলা, আষাঢ়ে গল্প
অহিনকুল সম্বন্ধ, আদায় কাচকলায়
অগ্নি পরীক্ষা, অদৃষ্টের পরিহাস
৪৭) ”ঘোটক” শব্দের অর্থ কি?
ঘটক
ঘোড়া
উপদেশ
গতি
৪৮) পূর্ব পদে উপসর্গ বসে যে সমাস হয়, তাকে বলে—
অলুক সমাস
রূপক সমাস
নিত্য সমাস
প্রাদি সমাস
৪৯) ”অর্ধম” শব্দের সমস্যমান পদ কোনটি?
নয় ধর্ম
ধর্ম নেই যার
ধর্মহীন যে
ধর্মের অভাব
৫০) ”চাঁদ মুখ” কোন সমাস?
অব্যয়ীভাব
রূপক
উপমিত
উপমান
৫১) কোন বানানটি শুদ্ধ?
অহংকার
অহঙ্কার
অহঞ্ঝার
ক ও খ দুটিই
৫২) বিশুদ্ধ বানান কোনটি?
দূষণীয়
দোষণীয়
দূষণিয়া
দোষণিয়
৫৩) কোন ভাষার সাহিত্যে গম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায়?
কথ্য ভাষায়
আঞ্চলিক ভাষায়
সাধু ভাষায়
চলিত ভাষায়
৫৪) বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে?
সারদা দেবী
চন্দ্রাবতী
স্বর্ণকুমারী দেবী
সুফিয়া কামাল
৫৫) ”তাসের ঘর” এর অর্থ কি?
বিশৃঙ্খলা
এলোমেলো
তাস খেলা ঘর
ক্ষণস্থায়ী
৫৬) কোনো শ্রেণীতে ২০ জন ছাত্রের বয়সের গড় ১০ বছর। শিক্ষকসহ তাদের বয়সের গড় ১২ বছর হলে, শিক্ষকের বয়স কত?
৩২ বছর
৪২ বছর
৫২ বছর
৬২ বছর
৫৭) এক দোকানদার ১৫ টাকা ও ২০ টাকা কেজি দরে দু‘ধরনের চা কি অনুপাতে মেশালে মিশ্রিত চায়ের দাম প্রতি কেজি ১৬ টাকা ৫০ পয়সা হবে?
৫ : ৭
৭ : ৩
৩ : ৭
৪ : ৫
৫৮) A : B = 3: 4, B : C = 5 : 6 ও C : D = 2 : 3 হলে, A : D = কত?
2 : 3
5 : 9
5 : 12
7 : 12
৫৯) একটি পেনসিল ১.২৫ টাকায় কিনে ১.৩০ টাকায় বিক্রয় করলে, শতকরা কত লাভ হবে?
১০%
৮%
৫%
৪%
৬০) ৬ ফুট দীর্ঘ একটি বাঁশের ৪ ফুট দীর্ঘ ছায়া হয়। একই সময় একটি গাছের ছায়া ৬৪ ফুট লম্বা হয়। গাছটির উচ্চতা কত?
৯৬ ফুট
৭২ ফুট
১৯২ ফুট
৪৪ ফুট
৬১) একটি কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় ৩০% পরীক্ষার্থী পাস করেছে। যারা পাস করতে পারেনি তাদের ১২ জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করেছে এবং ৩০ জন উক্ত কোর্সে অংশগ্রহণ করেনি। কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেছে।
৬০ জন
৮০ জন
১০০ জন
১২০ জন
৬২) একটি ১০,০০০ টাকার বিলের ওপর এককালীন ৪০% কমতি এবং পরপর ৩৬% ও ৪% কমতির পার্থক্য কত টাকা?
০
১৪৪
২৫৬
৪০০
৬৩) একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার এক চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের কতগুণ?
৮ গুণ
৪ গুণ
১২ গুণ
১৬ গুণ
৬৪) a-1a=4 হলে, a2+1a2 = কত?
22
18
16
14
৬৫) (a-2b)3 এর মান কত?
a3+8b3-6a2b-12ab2
a3-8b3-6a2b-12ab2
a3-8b3-6a2b+12ab2
a3-8b3-12a2b-6ab2
৬৬) a+b+c=9 , ab + bc + ca =31 হলে , a2+b2+c2 = কত?
49
39
29
19
৬৭) যদি x2+px+6=0 এর মূল দুটি সমান হয় তবে p এর মান কত?
48
০
24
6
৬৮) ক একটি জিনিস খ এর নিকট ২০% লাভে বিক্রি করে খ জিনসটি গ–এর নিকট ক এর ক্রয়মূল্যে বিক্রি করে। খ এর শতকরা কত ক্ষতি হয়?
১৬১৪%
১৬ ২৩%
৬২৩%
৬১২%
৬৯) গতকাল শেয়ারের দাম ২৫% বেড়েছিল, কিন্তু আজ ২৫% কমেছে। শেয়ারের দাম মোট কত কমেছে বা বেড়েছে?
৬০৪%
৪১২%
৬১৪%
৪১২%
৭০) কোনটির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম?
লাল আলো
হুলদ আলো
বেগুনী আলো
নীল আলো
৭১) গ্রীষ্মকালে সাদা কাপড় পরা হয়, কারণ—
সাদা কাপড়ের তাপ বিকিরণ বেশি
সাদা কাপড় তাপ শোষণ করে না
সাদা কাপড়ের তাপ প্রতিফলন ক্ষমতা বেশি
সাদা কাপড়ের প্রতিসরণ ক্ষমতা বেশি
৭২) শব্দ তরঙ্গ চলতে পারে না—
শূন্য মাধ্যমে
কঠিন মাধ্যমে
তরল মাধ্যমে
বায়বীয় মাধ্যমে
৭৩) বৈদ্যুতিক ক্ষমতার একক—
এম্পেয়ার
ওহম
ভোল্ট
ওয়াট
৭৪) টেস্টিং সল্ট–এর রাসায়নিক নাম কি?
সোডিয়াম বাই-কার্বনেট
পটাশিয়াম বাই-কার্বনেট
মনো সোডিয়াম গ্লুটামেট
সোডিয়াম গ্লুামেট
৭৫) বিলুরুবিন তৈরি হয়—
পিত্ত থলিতে
কিডনীতে
প্লীহায়
যকৃতে
৭৬) পৃথিবীতে কখন ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানী এটি তৈরি করে?
আইবিএম, ১৯৮৩
এপসন, ১৯৮১
অ্যাপল, ১৯৭৭
কম্প্যাক, ১৯৮৫
৭৭) জোয়ারের কত সময় পর ভাটার সৃষ্টি হয়?
৬ ঘন্টা ১৩ মিনিট
৮ ঘন্টা
১২ ঘন্টা ২০ মিনিট
১৩ ঘন্টা ১৫ মিনিট
৭৮) চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায় কেন?
অপবর্তনে
আলোর বিচ্ছুরণে
বায়ুমন্ডলের প্রতিসরণে
দৃষ্টিভ্রমে
৭৯) কাঁচ তৈরির প্রধান কাঁচামাল —
জিপসাম
বালি
সাজিমাটি
চুনাপাথর
৮০) পরমাণু চার্জ নিরপেক্ষ হয়, কারণ পরমাণুতে—
নিউট্রন ও প্রোটেনের সংখ্যা সমান
প্রোটন ও নিউট্রনের ওজন সমান
নিউট্রন ও প্রোটন নিউক্লিয়াসে থাকে
ইলেকট্রন ও প্রোটনের সংখ্য সমান
June 12, 2020
Primary Question Solution 2013 – Micicipi
১) What is the opposite of “cordial”?
Gentle
Hearty
Ungrateful
Reserved
২) কোন বানানটি শুদ্ধ?
Humourous
Humourious
Humorous
Humorious
৩) What kind of noun is “cattle”?
Proper
Common
Collective
Meterial
৪) Which is the noun of the word “Beautiful”?
Beautious
Beauty
Beautifully
Beautify
৫) Correct the following sentence. “He talks as if he (to be mad)”
He talks as if he were a mad
He talks as if he to be mad.
He talks as if he is mad.
He talks as if he be mad.
৬) কোনটি শওকত ওসমান রচিত?
চৌচির
সত্য-মিথ্যা
পদ্মা-মেঘনা-যমুনা
ক্রীতদাসের হাসি
৭) বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন–
চর্যাপদ
বৈষ্ণব পদাবী
ঐতরেয় আরণ্যক
দোহাকোষ
৮) ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয়?
ধ্বনিতত্ত্বে
অর্থতত্ত্বে
বাক্যতত্ত্বে
রূপতত্ত্বে
৯) কোনটি শুদ্ধ বানান?
মুহুর্মুহু
মূহুর্মুহু
মুর্হমূহু
মুর্হুমূহু
১০) ব্যাঙের সর্দি বলতে কি বোঝায়?
রোগ বিশেষ
অসম্ভব ঘটনা
প্রতারণা
সম্ভাব্য ঘটনা
১১) কোনটি সামন্তরিকের ক্ষেত্রফল?
১/২( দৈর্ঘ্য * উচ্চতা)
দৈর্ঘ্য * প্রস্থ
২ (দৈর্ঘ্য * প্রস্থ)
ভূমি * উচ্চতা
১২) x/2 +3 = x/3 + 4 সমীকরণে x-এর মান কত?
6
7
-6
-7
১৩) একজন লোক সপ্তাহে ১২৫০ টাকা আয় করেন এবং ১০০০ টাকা ব্যয় করেন। তাঁর সঞ্চয়ের সঙ্গে আয়ের অনুপাত হবে —-
৩ ঃ ৫
৪ঃ ৫
১ঃ ৫
২ঃ ৫
১৪) দুইটি সংখ্যার অনুপাত ৫ঃ ৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ঃ ৩ হয়। সংখ্যা দুইটি কি কি?
৭ ও ১১
১২ ও ১৮
১০ ও ২৪
১০ ও ১৬
১৫) টাকায় ৫টি দরে লেবু ক্রয় করে টাকায় কয়টা দরে লেবু বিক্রয় করলে ২৫% লাভ হবে?
৬টা
৫টা
৪টা
৩টা
১৬) ”আকাবা” কোন দেশের সমুদ্র বন্দর?
ইয়েমেন
কাতার
ওমান
জর্ডান
১৭) ন্যাপ (NAPE) কোথায় অবস্থিত?
ঢাকায়
ময়মনসিংহে
রাজশাহীতে
কুমিল্লায়
১৮) সিলেটের পূর্ব নাম–
জালালাবাদ
নাসিরাবাদ
বরেন্দ্রভূমি
সুবর্ণগ্রাম
১৯) ”আনন্দ বিহার” কোথায় অবস্থিত?
রাজশাহীতে
ময়নামতিতে
পাহাড়পুরে
মহাস্থানগড়ে
২০) ”ষাট গম্বুজ” মসজিদটি নির্মাণ করেন—
হযরত আমানত শাহ
বায়েজীদ বোস্তামী
পীর খান জাহান আলী
সুফী শাহ মখদুম
২১) জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি–
হুমায়ুন রশীদ চৌধুরী
বি. এ. সিদ্দিকী
খাজা ওায়াসি উদ্দিন
ড. কামাল হোসেন
২২) কাঁচামাল হিসাবে আখের ছোবড়া ব্যবহার করা হয়–
কর্ণফুলী কাগজ কল, চন্দ্রঘোনা
খুলনা নিউজপ্রিন্ট মিল, খালিশপুর
উত্তরবঙ্গ কাগজ কল, পাকশী
পার্টিকেল বোর্ড মিল, নারায়ণগঞ্জ
২৩) বাংলাদেশের বৃহত্তম হাওড় কোনটি?
হাইল
চলন বিল
পাথর চাওলি
হাকালুকি
২৪) মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে “বীরোত্তম” খেতাবে ভূষিত করা হয়?
৬০ জন
৬৮ জন
৭২ জন
৭৮ জন
২৫) দক্ষিণ গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি ব্যবধান হয়–
২১ জুন
২১ জুলাই
২৩ সেপ্টেম্বর
২২ ডিসেম্বর
২৬) Choose the correct answer– I (to lie) on the floor for three hours.
I have been laid on the floor for three hours.
I have been lied on the floor for three hours.
I have laid on the floor for three hours
I have been lying on the floor for three hours.
২৭) “Am I wanted by you?” বাক্যের active voice হচ্ছে–
Are you wanted me?
Did you wanted me?
Do you want me?
Does you want me?
২৮) Who called you a liar? বাক্যের passive voice হচ্ছে–
By whom are you called a liar?
By whom were you called a liar?
By whom you called a liar?
By whom was you called a liar?
২৯) “He asked me where I had gone the previous day.” বাক্যের direct speech হচ্ছে–
He said to me. “Where did you go yesterday?”
He asked to me. “Where did you go yesterday?”
He said to me, “Where you went yesterday?”
He said to me. “Where did I go yesterday?”
৩০)He said to his friends. “Let us play now” বাক্যের indirect speech হচ্ছে–
He requested to his friends that they should play then
He proposed to his friends that they would play then.
He proposed to his friends that they should play then.
He proposed to his friends that we should play then.
৩১) Noun of the word “Deny” is–
Denial
Deny
Deniable
Refuse
৩২) Adjective of the word “People” is
popularity
popularise
popular
populous
৩৩) Which sentence is correct?
You are an M.B.B.S
He was an M.A
He is an L.M.F
All of them
৩৪) কোন শব্দটি Comparative degree-এর উদাহরণ নয়?
Upper
Less
Worst
Highest
৩৫) Mother loves me. Here love is an example of —
Transitive verb
Intransitive verb
Auxiliary verb
Causative verb
৩৬) What is the meaning of the word “status quo”?
State of affair
The former state
Equal status
High status
৩৭) What is the meaning of the phrase “At home with”?
Family relation
At ease
Neighbour
Free at
৩৮) Choose the correct spelling :
Sabotage
Sabatage
Salabatage
Sabotaze
৩৯) Which one is the correct spelling?
Jewelery
Jewellry
Jewellery
Jwellry
৪০) What is the antonym of “Rigid”?
Autere
Stiff
Rigorous
Lax
৪১) দস্ত–ব–দস্ত কথার অর্থ কি?
বন্ধু বনাম বন্ধু
খেতে-খেতে
হাতে–হাতে
আস্তে-আস্তে
৪২) ”কূপমন্ডুক” বাগধারাটির দ্বারা কি বোঝায়?
বিশ্বাসপ্রবণ
সীমিত জ্ঞানের মানুষ
সাধারণ মানুষ
অলস
৪৩) নিচের কোনটি সমার্থক শব্দ নয়?
জলাশয়
পুকুর
দীঘি
ঢেউ
৪৪) সংশয় –এর বিপরীত শব্দ–
নির্ভর
বিস্ময়
প্রত্যয়
দ্বিধা
৪৫) পথ শব্দের সমার্থ শব্দ কোনটি?
সরণি
সমরণি
স্বরণী
সরনি
৪৬) ”বেসাতি” শব্দের প্রকৃত অর্থ কি?
পোষাক
সাজসজ্জা
উপকরণ
কেনাবেচা
৪৭) ”কলুর বলদ” কোন সমাস?
উপপদ তৎপুরুষ
অলুক তৎপুরুষ সমাস
মধ্যপদলোপী কর্মধারয়
উপমিত কর্মধারয়
৪৮) ”সোনামুখী” কোন সমাস?
উপমান
উপমিত
রূপক
মধ্যপদলোপী
৪৯) ”কান্নায় শোক কমে” বাক্যে “কান্নায়” কোন কারক?
অপাদান কারক
অধিকরণ কারক
করণ কারক
সম্প্রদান কারক
৫০) ”দর্শনীয়” শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
দৃশ + অনীয়
দৃশ্য + অনীয়
দৃশ্য + নীর
দৃশ +নীয়
৫১) কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না?
বিশেষ্য
বিশেষণ
ক্রিয়া
অব্যয়
৫২) ”নীল লোহিত” কার ছদ্মনাম?
সমরেশ মজুমদার
রাজ শেখর বসু
সুনীল গঙ্গোপাধ্যায়
সমর সেন
৫৩) ”ময়নামতি চর” কাব্যটির রচয়িতা কে?
যতীন্দ্রমোহন বাগচী
হুমায়ুন কবীর
রওশন ইজদানী
বন্দে আলী মিয়া
৫৪) ”পদ্মা নদীর মাঝি” কি ধরনের রচনা?
উপন্যাস
ভ্রমণ কাহিনী
রম্যরচনা
নাটক
৫৫) ”ওয়ারিশ” উপন্যাসটির লেখক হচ্ছেন—
শওকত ওসমান
রফিক আজাদ
শওকত আলী
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৫৬) টাকায় ৩টি করে জিনিস ক্রয় করে টাকায় ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
৫০ঁ%
২৫%
১৫%
১০%
৫৭) ১৫টি ভেড়ার মূল্য ৫টি গরুর মূল্যের সমান। ২টি গরুর মূল্য ১৮,০০০ টাকা হলে, ১টি ভেড়ার মূল্য কত হবে?
১৫০০ টাকা
২০০০ টাকা
২৫০০ টাকা
৩০০০ টাকা
৫৮) কোনো ছাত্রাবাসে ৪০ জন ছাত্রের ৩০ দিনের খাবার আছে। ৫ দিন পরে আরও ১০ জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে?
১৫ দিন
২০ দিন
২৪ দিন
২৮ দিন
৫৯) ৬০ জন লোক কোনো কাজ ১৮ দিনে করতে পারে। উক্ত কাজ ৩৬ জন লোকে কত দিনে সম্পন্ন করতে পারবে?
২৪ দিনে
২৮ দিনে
৩০ দিনে
৩৬ দিনে
৬০) একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ?
দ্বিগুণ
তিনগুণ
চারগুণ
পাঁচগুণ
৬১) a + b =5 এর a-b=3 হলে, ab এর মান কত?
2
3
4
5
৬২) পিতা ও মাতার বয়সের গড় ৩০ বৎসর। পিতা, মাতা ও পুত্রের গড় বয়স ২৪ বৎসর হলে, পুত্রের বয়স কত?
৮ বৎসর
১০ বৎসর
১১ বৎসর
১২ বৎসর
৬৩) পিতা ও দুই পুত্রের বর্তমান বয়সের গড় ২৩ বৎসর। ৩ বৎসর পর দুই পুত্রের গড় বয়স ১৩ বৎসর হলে, পিতার বর্তমান বয়স কত?
৪৬ বৎসর
৪৯ বৎসর
৫১ বৎসর
৫৪ বৎসর
৬৪) একজন বোলার গড়ে ১৮ রান দিয়ে ১০টি উইকেট পান। পরবর্তী ইনিংসে গড়ে ৪ রান দিয়ে ৪টি উইকেট পান। তিনি উইকেট প্রতি গড়ে কত রান দিয়েছেন?
১২
১৩
১৪
১৬
৬৫) 1+2+3+4+ ——-+22 =কত?
253
254
256
258
৬৬) a-1a=3 হলে,a2+1a2 = কত?
7
9
11
13
৬৭) ২৩÷৪৫এর ২০২১= কত?
১৩
৭৮
৫৬০
৮২১
৬৮) ১৩÷৪৫×৩৪=কত?
৫১৬
৫৯
৪১৩
১৫
৬৯) 2×2+x-15- এর উৎপাদক কোনটি?
(x+3)(2x-5)
(x-3)(2x-5)
(x-3)(2x+5)
(x+3)(2x+5)
৭০) শ্বসনে নির্গত হয়–
অক্সিজেন
নাইট্রোজেন
কার্বন ডাই–অক্সাইড
উপরের সবগুরোই
৭১) সালোকসংশ্লেষণ ঘটে না–
পাতায়
সবুজ কান্ডে
শাখা-প্রশাখায়
মূলে
৭২) নিচের কোনটি ভাইরাসজনিত রোগ নয়?
টিটেনাস
ইনফ্লুয়েঞ্জা
চিকেন পক্স
হাম
৭৩) টিউমার সংক্রান্ত চর্চাকে কি বলে?
একোলজি
অঙ্কোলজি
সাইটোলজি
টিউমারোলজি
৭৪) প্রবল জোয়ারের কারণ, এ সময়–
চন্দ্র পৃথিবীর সবচেয়ে কাছে থাকে
পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে
সুর্য, চন্দ্র ও পৃথিবী এক সরল রেখায় থাকে
সূর্য ও চন্দ্র পৃথিবীর সঙ্গে সমকোণ করে থাকে
৭৫) শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র–
অডিওমিটার
অডিওফোন
অ্যামিটার
অলটিমিটার
৭৬) বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ
বেশি হয়
কম হয়
খুব কম হয়
একই থাকে
৭৭) সাধারণ স্টোরেজ ব্যাটারীতে সিসার ইলেকট্রোডের সাথে যে তরলটি ব্যবহৃত হয় তা হলো–
হাইড্রোক্লোরিক এসিড
সালফিউরিক এসিড
নাইট্রিক এসিড
এমোনিয়াম ক্লোরাইড
৭৮) কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা হলো—
ভিটামিন এ
ভিটামিন সি
ক্যালসিয়াম
লৌহ
৭৯) একজন সাধারণ মানুষের দেহে মোট কত টুকরা হাড় থাকে?
১০৬
২০৬
৩০৬
৪০৬
৮০) কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয়?
শুশুক
তিমি
হাঙ্গর
ডলফিন
June 12, 2020
Primary Question Solution 2013 – Dajla
১)1+2+3+4+——+19= কত?
180
184
188
190
২)পিতা ও মাতার বয়সের গড় ২০ বৎসর। পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ১৬ বৎসর হলে, পুত্রের বয়স কত?
৮ বৎসর
১৫ বৎসর
১৬ বৎসর
১৭ বৎসর
৩)একজন বোলার গড়ে ১৭ রান দিয়ে ৭টি উইকেট পান। পরবর্তী ইনিংসে গড়ে ৮ রান দিয়ে ৩টি উইকেট পান। তিনি উইকেট প্রতি গড়ে কত রান দিয়েছেন?
১২
১৪.৩
১৫.৫
১৬
৪)পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স ২০ বৎসর। ২বৎসর পর দুই পুত্রের গড় বয়স ১২ বৎসর হলে পিতার বর্তমান বয়স কত?
৪০ বৎসর
৪২ বৎসর
৪৩ বৎসর
৪৪ বৎসর
৫)এক বাক্স আঙ্গুর ২৭৫০ টাকায় বিক্রয় করায় ৪৫০ টাকা ক্ষতি হলো। ঐ আঙ্গুর ৩৬০০ টাকায় বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হতো?
৩০০ টাকা লাভ
৩৫০ টাকা লাভ
৪০০ টাকা লাভ
৪৫০ টাকা লাভ
৬) কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?
ঝিলিমিলি
মৃত্যুক্ষুধা
মধুমালা
অগ্নি-বীণা
৭) ”দেখিনু সেদিন রেলে, কুলি ব’লে এক বাবু সা’ব তারে ঠেলে দিল নীচে ফেলে!” পংক্তিটির রচয়িতা কে?
কাজী নজরুল ইসলাম
আহসান হাবিব
সত্যেন্দ্রনাথ দত্ত
কবি সুফিয়া কামাল
৮) ”অপরাহ্ন” নাটকটির রচয়িতা কে?
মমতাজ উদ্দিন আহমেদ
রাবেয়া খাতুন
হুমায়ূন আহমেদ
আব্দুল্লাহ আল মামুন
৯) ”কিরণ” শব্দের সমার্থক শব্দ কোনটি?
শিখা
অশনি
সূর্য
অংশু
১০) ”স্মরণ” শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
জাগরণ
বিস্মরণ
নির্লিপ্ত
উদিত
১১) কোনটি শুদ্ধ বানান?
CONQUERER
CONQUEROR
CONQUARAR
CONQARAR
১২) কোনটি শুদ্ধ বানান?
INKANDESCENT
INCANDECENT
INCANDISCENT
INCANDESCENT
১৩) কোন বানানটি শুদ্ধ?
CONOISSEUR
CONNOISEUR
CONNOISSEUR
CONNOISSER
১৪) Honesty is the best policy. বাক্যে “honesty” শব্দটি
Proper noun
Common noun
Collective noun
Abstract noun
১৫) This necklace is made by gold. বাক্যে “gold” শব্দটি
Proper noun
Common noun
Collective noun
Material noun
১৬) লালবাগ কেল্লার আদি নাম–
আওরঙ্গবাদ দুর্গ
আজম দুর্গ
শায়েস্তাখান দুর্গ
পরীবিবির দুর্গ
১৭) ”আনন্দ বিহার” কোথায় অবস্থিত?
ঢাকার মালিবাগে
কুমিল্লার ময়নামতিতে
চট্টগ্রামের রাউজানে
উপরের কোনো স্থানেই নয়
১৮) কোন মোঘল সম্রাট বাংলার নাম দেন “জান্নাতাবাদ”?
জাহাঙ্গীর
শাহজাহান
হুমায়ূন
আওরঙ্গজেব
১৯) সতীদাহ প্রথা রহিত হয় কোন সালে?
১৮২৯ সালে
১৮৩০ সালে
১৮৩১ সালে
১৮৩৯ সালে
২০) বাংলাদেশের প্রথম যাদুঘর কোনটি
ঢাকা যাদুঘর
বরেন্দ্র যাদুঘর
লালবাগ কেল্লা যাদুঘর
আহসান মঞ্জিল যাদুঘর
২১) বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহার কোনটি?
সোমপুর বিহার
শালবন বিহার
সীতাকোট বিহার
আনন্দ বিহার
২২) প্রথম শহীদ স্মৃতিস্তম্ভটি তৈরি করা হয় ১৯৫২ সালের কোন তারিখে?
২১ ফেব্রুয়ারি
২২ ফেব্রুয়ারি
২৩ ফেব্রুয়ারি
২৪ ফেব্রুয়ারি
২৩) রূপসা নদীর উপর নির্মিত খানজাহান আলী সেতুর দৈর্ঘ্য কত?
১৩০০ মিটার
১৩৬০ মিটার
১৪০০ মিটার
১৪৬০ মিটার
২৪) সুন্দরবনের পশ্চিমে কোন নদী অবস্থিত?
রায়মঙ্গল
মাতামুহুরী
পশুর
বলেশ্বর
২৫) ব্রহ্মপুত্র কোথায় বাংলাদেশে প্রবেশ করেছে?
লালমনিরহাট
ভুরুঙ্গামারী
নীলফামারী
কুড়িগ্রাম
২৬) একজন চা ব্যবসায়ী এক বাক্স চা পাতা কেজি প্রতি ৮০ টাকা হিসাবে ক্রয় করেন। সব চা পাতা কেজি প্রতি ৭৫টাকা দরে বিক্রয় করায় ৫০০ টাকা ক্ষতি হয়। তিনি কত কেজি চা পাতা ক্রয় করেছিলেন?
৮৫ কেজি
৯০ কেজি
৯৫ কেজি
১০০ কেজি
২৭) একটি ছাগল ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৪৫০ টাকা বেশি হলে ৫% লাভ হতো। ছাগলটির ক্রয়মূল্য কত?
২৯০০ টাকা
৩০০০ টাকা
৩২০০ টাকা
৩৫০০ টাকা
২৮) দিবারাত্রি সংঘটিত হয়–
আহ্নিক গতির জন্য
বার্ষিক গতির জন্য
মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে
কোনোটিই নয়
২৯) একটি কাজ ক একা ১০ দিনে খ একা ১৫ দিনে শেষ করতে পারলে, ক ও খ একত্রে ঐ কাজ কত দিনে শেষ করতে পারবে?
৬ দিনে
৮ দিনে
১০ দিনে
১২ দিনে
৩০) কোনো দুর্গে ৭২০ জন সৈন্যের ২০ দিনের খাবার মজুদ আছে। ১০ দিন পর কিছু নতুন সৈন্য আসায় অবশিষ্ট খাদ্যে তাদের ৮ দিন চললে কত জন সৈন্য এসেছিল?
১৭০ জন
১৮০ জন
১৮৫ জন
১৯০ জন
৩১) x-{x- (x+1)} এর মান কত?
x+1
1
-1
x-1
৩২) একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার এক–চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ?
২
৪
৮
১৬
৩৩) ১৪৩ টাকাকে ২ঃ ৪ঃ ৫ অনুপাতে ভাগ করলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত টাকা হবে?
৩৬ টাকা
৩৯ টাকা
৪০ টাকা
৪২ টাকা
৩৪) একটি সোনার গয়নার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার পরিমাণ ৩ঃ১। এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ঃ ১ হবে?
৮ গ্রাম
৬ গ্রাম
৩ গ্রাম
৪ গ্রাম
৩৫) x2-y2+2y-1 এর একটি উৎপাদক _
x+y+1
x+y-1
x-y
x-y-1
৩৬) x2+y2=৮ এবং xy=৭ হলে (x+y)2 এর মান কত?
১৪
১৬
২২
৩০
৩৭) ১÷৮৯(৫৮+৩৮)= কত?
১
১১৮
৮৯
১৯
৩৮) x-{x-(x+1)} এর মান কত?
x+1
1
-1
x-1
৩৯) ”কারক” শব্দটির অর্থ?
যা পদকে সম্পাদন করে
যা সমাস সম্পাদন করে
যা ক্রিয়া সম্পাদন করে
যা পদ ও সমাসকে সম্পাদন করে
৪০) কর্ম কারকের উদাহরণ কোনটি?
তোমাকে সেদিন দেখেছিলাম
তোমাকে আজই যেতে হবে
বাবাকে বড় ভয় করে
তোমাকে অনেক কথা শুনতে হবে
৪১) ”সকলকে মরতে হবে”–বাক্যে ”সকলকে” শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্তৃকারকে দ্বিতীয়া
কর্মকারকে দ্বিতীয়া
অপাদানে দ্বিতীয়া
অধিকরণে দ্বিতীয়া
৪২) “চক্ষুদান করা” বাগধারাটির অর্থ কি?
চক্ষুদান করা
সচেতন করা
চুরি করা
এর কোনোটিই নয়
৪৩) কোন বানানটি শুদ্ধ?
পসারিণী
পসারিনি
পসারীনী
পসারিনী
৪৪) কোনটি শুদ্ধ বানান?
একান্নবর্তি
একান্নবর্ত্তি
একান্নবর্তী
একান্নবর্ত্তী
৪৫) ”মধ্যাহ্ন” কোন সমাস?
বহুব্রীহি
তৎপুরুষ
কর্মধারয়
অব্যয়ীভাব
৪৬) ”নিরামিষ” কোন সমাস?
কর্মধারয়
তৎপুরুষ
বহুব্রীহি
অব্যয়ীভাব
৪৭) ”সহোদর” কোন সমাস?
বহুব্রীহি
তৎপুরুষ
কর্মধারয়
দ্বিগু
৪৮) ”যে ব্যক্তির দুহাত সমান চলে”– এক কথায় কি হবে?
দোহাতী
সব্যসাচী
দ্বিজ
পরভর্তৃকা
৪৯) ”ইহলোকে যা সামান্য নয়”– এক কথায় কি হবে?
অনন্যসাধারণ
অনন্যসাধাারণ
অলোকসামান্য
আলোকসামান্য
৫০) ”অহরহ” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
অহ + রহ
অহঃ + রহ
অহ + অহ
অহঃ+অহ
৫১) ”নীরস” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
নি + রস
নী + রস
নিঃ + রস
নীঃ + রস
৫২) ”নাবিক” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
নৌ + ইক
ন + ইক
নব + ইক
নবৌ + ইক
৫৩) ”সদাশয়” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
সদ + আশয়
সদা + শয়
সৎ + আশয়
সৎ + শয়
৫৪) ”জনৈক” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
জন + এক
জনৈ + এক
জনৈ + ক
জন + ক
৫৫) নিচের কোন বাক্যটি শুদ্ধ?
Ahsan is better today.
He prevented me to go.
I have a lot of furnitures for sale.
The bus service has been cancelled due to fog.
৫৬) নিচের কোন বাক্যটি শুদ্ধ?
Two-thirds of the money are lost.
I am senior to you by three years
Whom do you think I am?
He thought that it will rain.
৫৭) He is envious — my success বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে–
in
to
of
by
৫৮) Anis is good —- cricket বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে–
in
with
at
of
৫৯) Ha has lack — money. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে–
in
with
of
to
৬০) I objected — his proposal. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে–
to
in
with
by
৬০) I objected — his proposal. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে–
in
to
for
by
৬২) “She fans herself” বাক্যটির Passive form হবে—
She was fanned by herself.
She is fanned herself.
She is fanned by herself.
None of these
৬৩) “Give the order” বাক্যটির Passive form হবে—
Let the order to give.
Let the order to given.
Let the order be given.
Let the order give.
৬৪) “They elected him captain” বাক্যটির Passive form হবে—
He is elected captain by them
He was elected captain by them.
He elected captain by them.
He has been elected captain by them.
৬৫) Abul said, “I was busy.” বাক্যটির indirect speech হবে—
Abul said that I was busy
Abul said that he was busy
Abul said that I had been busy
Abul said that he had been busy
৬৬) Farida said, “I shall go to school.” বাক্যটির indirect speech হবে—
Farida said that she would go to school.
Farida said that she will go to school.
Farida told that she went to school.
None of these
৬৭) কোনটি “Joyful” শব্দের সমার্থক শব্দ?
Dull
Cheerful
Depressed
Gloomy
৬৮) কোনটি “Typical” শব্দের সমার্থক শব্দ ?
Common
Extraordinary
Strange
Uncommon
৬৯) বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) কোথায় অবস্থিত?
টঙ্গী
সাভার
গাজীপুর
টাঙ্গাইল
৭০) বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয় কোন সালে?
১৯৯৯
২০০০
২০০১
২০০২
৭১) কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় কত বছর পর পর?
২ বছর
৩ বছর
৪ বছর
৫ বছর
৭২) উঁচু পর্বতের চূড়ায় উঠলে নাক দিয়ে রক্ত পড়ার সম্ভাবনা থাকে। কারণ উঁচু পর্বত চূড়ায়
বায়ুর চাপ বেশি
বায়ুর চাপ কম
অক্সিজেন কম
ঠান্ডা বেশি
৭৩) একটি সরলদোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে তার দোলনকাল কত হবে?
অসীম
স্লো হবে
ভূপৃষ্ঠের সমান
ভূপৃষ্ঠ থেকে কম
৭৪) নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন?
তাপ দ্বারা মোম গলানো
লোহার মরিচা ধরা
পানি চিনিতে দ্রবীভূত হওয়া
বরফ গলে পানি হওয়া
৭৫) কোনটি খর পানিতে উত্তম ফেনা দেয়?
টয়লেট সাবান
তরল সাবান
লন্ড্রি সাবান
ডিটারজেন্ট
৭৬) সিস্টোলিক চাপ বলতে বুঝায়–
হৃৎপিন্ডের সংকোচন চাপ
হৃৎপিন্ডের প্রসারণ চাপ
হৃৎপিন্ডের সংকোচন ও প্রসারণ চাপ
কোনোটিই নয়
৭৭) কোনটি পানিবাহিত রোগ?
টাইফয়েড
যক্ষ্মা
ইনফ্লুয়েঞ্জা
হাম
৭৮) মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র–
স্টেথস্কোপ
স্ফিগমোম্যানোমিটার
কার্ডিওগ্রাফ
ইকোকার্ডিওগ্রাফ
৭৯) ”এভিকালচার” বলতে কি বুঝায়?
উড়োজাহাজ ব্যবস্থাপনা
উড্ডয়ন সংক্রান্ত বিষয়াদি বাজ
পাখি পালন বিষয়াদি
পাখিপালন বিষয়াদি
৮০) সমুদ্রস্রোতের অন্যতম কারণ–
বায়ু প্রবাহের প্রভাব
সমুদ্রের ঘূর্ণিঝড়
সমুদ্রের পানিতে তাপের পরিচালনা
সমুদ্রের পানিতে তাপের তারতম্য
June 12, 2020
Primary Question Solution 2013 – Hoangho
১) কোনটি শুদ্ধ বানান?
MISIONARY
MISSIONARY
MISIONERY
MISSIONERY
২) কোনটি শুদ্ধ বানান?
CATASTROPHE
CETASTROPHE
CATASTROPHEE
CATASTROFEE
৩) কোনটি শুদ্ধ বানান?
HETROGENUS
HETROGENEOUS
HETEROGENUS
HETEROGENEOUS
৪) Still waters run deep. এখানে “Still” শব্দটি—
Noun
Pronoun
Adjective
Adverb
৫) He kept the fast for a week. এখানে “fast” শব্দটি—
Noun
Pronoun
Adjective
Adverb
৬) ”ইউসুফ জোলেখা” কাব্য লেখেন কে?
যশোরাজ খান
শাহ মুহম্মদ সগীর
মীর মোশাররফ হোসেন
বিজয় গুপ্ত
৭) কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদূর? মানুষেরই মাঝে স্বর্গ–নরক মানুষেতে সুরাসুর পংক্তিটির রচয়িতা কে?
শেখ ফজলুল করিম
মোজাম্মেল হক
মোহিত লাল মজুমদার
জীবনানন্দ দাশ
৮) কোন নাটকটি সেলিম আল দীনের?
পায়ের আওয়াজ পাওয়া যায়
কবর
সুবচন নির্বাসনে
মুনতাসীর ফ্যান্টাসী
৯) ”প্রভাত সূর্যের” সমার্থক শব্দ কোনটি?
রবি
দিনমণি
অরুণ
ভানু
১০) ”হরণ” শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
পূরণ
গ্রহণ
মুক্ত
কোনোটিই নয়
১১) 1+2+3+4+——+20= কত?
210
212
214
220
১২) তিন সন্তানের বয়সের গড় ৬ বৎসর ও পিতাসহ তাদের বয়সের গড় ১৩ বৎসর হলে পিতার বয়স কত?
৩২ বৎসর
৩৩ বৎসর
৩৪ বৎসর
৩৬ বৎসর
১৩) একজন বোলার গড়ে ২০ রান দিয়ে ১২ উইকেট পান। পরবর্তী খেলায় গড়ে ৪ রান দিয়ে ৪টি উইকেট পান। তিনি গড়ে উইকেট প্রতি কত রান দিয়েছেন?
১৪
১৬
১৮
১৯
১৪) পিতা ও মাতার বয়সের গড় ২৫ বৎসর। পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ১৮ বৎসর হলে পুত্রের বয়স কত?
২ বৎসর
৪ বৎসর
৫ বৎসর
৬ বৎসর
১৫) একজন দোকানদার প্রতি হালি ডিম ২৫ টাকা দরে ক্রয় করে প্রতি ২ হালি ৫৬ টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে?
লাভ ১২%
লাভ ১৪%
লাভ ১৬%
লাভ ১৭%
১৬) কিসের তারতম্য থেকে আবহাওয়ার অবস্থা জানা যায়?
জলবায়ু
আর্দ্রতা
বৃষ্টিপাত
বায়ুচাপ
১৭) ইউনেসকো (UNESCO) প্রতিষ্ঠিত হয় কত সালে?
১৯৪৫ সালে
১৯৪৬ সালে
১৯৪৭ সালে
১৯৪৮ সালে
১৮) জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?
কফি আনান
হ্যামারশোল্ড
ট্রিগভেলি
বান কি মুন
১৯) বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
১৯৭৪
১৯৭৫
১৯৭৬
১৯৭৭
২০) ”অপারেজেয় বাংলা” কী?
মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রকর্ম
মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য
মুক্তিযুদ্ধভিত্তিক ম্যুরালচিত্র
একটি মুক্তিযুদ্ধ বিষয়ক স্থাপনা
২১) বাংলাদেশে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয় কবে?
১৯৯০ সালে
১৯৯১ সালে
১৯৯২ সালে
১৯৯৩ সালে
২২) মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
৮টি
৯টি
১১টি
১২টি
২৩) সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি?
বুধ
বৃহস্পতি
মঙ্গল
শুক্র
২৪) ভারত–শ্রীলংকাকে পৃথক করেছে কোন প্রণালী?
ডোভার প্রণালী
বেরিং প্রণালী
মালাক্কা প্রণালী
পক প্রণালী
২৫) কোনটি মৌলিক পদার্থ?
চিনি
নিয়ন
লবণ
পানি
২৬) নিচের কোন বাক্যটি শুদ্ধ?
He will avail the opportuntiy
I should take leave of you
I have seen two deers
Television is a wonderful discovery
২৭) নিচের কোন বাক্যটি শুদ্ধ?
Good night, how are you?
Ali took admission into that college.
He asked me where did I go.
He always speaks the truth.
২৮) Glass is made —- bottles বাক্যের সূন্যস্থানে সঠিক শব্দ বসবে– in of with by
in
of
with
by
২৯) Students should be attentive —- their lessons বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে–
in
with
to
of
৩০) His words conform — his work বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে–
with
by
in
to
৩১) He was convinced — my honesty বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে–
with
of
by
in
৩২) The girl is expert —- drawing বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে–
in
to
with
at
৩৩) “Let him sing a song” বাক্যটির সঠিক পরিবর্তিত voice হবে—
Let a song sing by him.
Let a song be sung by him
Let a song be sang by him
Let a song sung by him
৩৪) “Who will help you” বাক্যটির সঠিক পরিবর্তিত voice হবে–
By whom will you be helped?
By whom you will be helped?
By whom would you be helped?
By whom you would be helped?
৩৫) “Do you know him”বাক্যটির সঠিক পরিবর্তিত voice হবে–
Is he known by you?
Is he known to you?
Is he knew by you?
Was he known by you?
৩৬) He said to me, “May you have wealth” বাক্যটির indirect speech হবে–
He wished me that I might have wealth.
He wished me that I might had wealth.
He wished me that I should have wealth.
He said to me that I might have wealth.
৩৭) “You said to me,” you do not do your duty.” বাক্যটির indirect speech হবে–
You told me that I do not do my duty.
You said to me that I did not do my duty.
You said to me that I do not do my duty.
You told me that I did not do my duty.
৩৮) Brief –এর সমার্থক শব্দ কোনটি?
Profuse
Eloquent
Short
Copious
৩৯) Latent –এর সমার্থক শব্দ কোনটি?
Concealed
Evident
Visible
Conspicious
৪০) বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে কোন পদের সম্পর্ককে কারক বলে?
বিশেষণ পদের
অব্যয় পদের
নাম পদের
ক্রিয়া বিশেষণ পদের
৪১) অধিকরণ কারকের উদাহরণ কোনটি?
তিলে তৈল আছে
দুধ থেকে ঘি হয়
তিল থেকে তেল হয়
মেঘ থেকে বৃষ্টি হয়
৪২) ”তিনি ব্যাকরণে পন্ডিত”– বাক্যে ”ব্যাকরণে” শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্মে সপ্তমী
করণে সপ্তমী
অপাদানে সপ্তমী
অধিকরণে সপ্তমী
৪৩) কোন বানানটি শুদ্ধ?
উন্মিলন
উন্মিলণ
উন্মীলণ
উন্মীলন
৪৪) কোনটি শুদ্ধ বানান? রূপায়ন রূপায়ণ রুপায়ন রুপায়ণ
রূপায়ন
রূপায়ণ
রুপায়ন
রুপায়ণ
৪৫) ”যিনি অধিক কথা বলেন না”— এক কথায় কী হবে?
অল্পভাষী
সংযম
মিতভাষী
সন্ন্যাসী
৪৬) ”সাপের খোলস” বাক্য সংকোচন কী হবে?
নির্মোক
উরগ
কৃত্তি
প্লাবক
৪৭) ”সৌভাগ্যের বিষয়” কোন বাগধারা দিয়ে প্রকাশ করা হবে?
পোয়াবারো
একাদশে বৃহস্পতি
গোঁফে- খেজুরে
সৌভাগ্যবান
৪৮) ”নীলাকাশ” কোন সমাস?
কর্মধারয়
তৎপুরুষ
বহুব্রীহি
অব্যয়ীভাব
৪৯) ”বিষবৃক্ষ” কোন সমাস?
তৎপুরুষ
কর্মধারয়
বহুব্রীহি
অব্যয়ীভাব
৫০) ”শতাব্দী” কোন সমাস?
বহুব্রীহি
তৎপুরুষ
অব্যয়ীভাব
দ্বিগু
৫১) ”স্বাগত” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
স্বা + আগত
স্বা + গত
সু + আগত
সা + আগত
৫২) ”বিচ্ছেদ” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
বিঃ + ছেদ
বি + ছেদ
বিৎ + ছেদ
বিচ্ + ছেদ
৫৩) ”উন্নত” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
উৎ + নত
উন্নী + ত
উৎ + নীত
উৎ + নিত
৫৪) ”বৃষ্টি” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
বিষ + তি
বৃ + ষ্টি
বৃষ + টি
বৃষ + তি
৫৫) একটি ছাগল ৮% ক্ষতিতে বিক্রয় করা হলো। ছাগলটি আরও ৮০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ৮% লাভ হতো। ছাগলটির ক্রয়মূল্য কত?
৪৫০০ টাকা
৫০০০ টাকা
৫৫০০ টাকা
৬০০০ টাকা
৫৬) একজন দোকানদার ১ ডজন বলপেন ৬০ টাকায় ক্রয় করে ৭২ টাকায় বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে?
১৬%
১৮%
২০%
২২%
৫৭) ক ও খ একত্রে একটি কাজ ১০ দিনে শেষ করতে পারে। খ একা কাজটি ১৪ দিনে শেষ করতে পারলে ক একা কত দিনে কাজটি শেষ করতে পারবে?
২৭ দিনে
৩০ দিনে
৩২ দিনে
৩৫ দিনে
৫৮) ৫৬ জন শ্রমিক একটি কাজ ২১ দিনে শেষ করতে পারে। ১৪ দিনে কাজটি শেষ করতে হলে নতুন কত জন শ্রমিক লাগবে?
২৮ জন
২৪ জন
২৬ জন
৩০ জন
৫৯) একটি রাস্তা মেরামত করতে ৩৫ জন শ্রমিকের ১২ দিন লাগলে ১৪ জন শ্রমিকের কত দিন লাগবে?
২৪ দিন
২৮ দিন
৩০ দিন
৩২ দিন
৬০) দুইটি রাশির অনুপাত ৫ঃ ১১। উত্তর রাশি ৯৯ হলে পূর্বরাশি কত?
৪২
৪৫
৪৮
৫৬
৬১) ২৪ কে ৭ঃ ৬ অনুপাতে বৃদ্ধি করলে নতুন সংখ্যা হবে —-
২৮
৩২
৩৫
৩৮
৬২) সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১২০ ডিগ্রী হলে বহুভুজটির বাহুর সংখ্যা হবে —
৫
৬
৮
১০
৬৩) নিম্নলিখিত ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?
২/৩
৩/৪
৫/৯
৭/১২
৬৪) কোন রঙের বস্তু তাপ শোষণ কম করে?
সাদা
কালো
বেগুনি
হলুদ
৬৫) কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?
শূন্যতায়
কঠিন পদার্থে
তরল পদার্থে
বায়বীয় পদার্থ
৬৬) ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে?
তামা
দস্তা
অ্যালুমিনিয়াম
সীসা
৬৭) নিচের কোন যৌগটি “ভিটামিন সি”?
অ্যাসকরবিক এসিড
সাইট্রিক এসিড
অ্যসিটিক এসিড
অক্সালিক এসিড
৬৮) কোনটি সাবান কে শক্ত করে?
সোডিয়াম কার্বনেট
সোডিয়াম সালফেট
সোডিয়াম ক্লোরাইড
সোডিয়াম সিলিকেট
৬৯) বিলিরুবিন তৈরি হয়—
কিডনীতে
যকৃতে
পিত্তথলিতে
প্লিহায়
৭০) গাছের পাতা পীত বর্ণ ধারণ করে কিসের অভাবে?
নাইট্রোজেন
ম্যাগনেসিয়াম
আয়রন
পটাশিয়াম
৭১) মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত?
১৮ জোড়া
২০ জোড়া
২২ জোড়া
২৩ জোড়া
৭২) বিশ্বকাপ ফুটবল খেলা প্রথম শুরু হয়—
১৯৩০ সালে
১৯৩১ সালে
১৯৩২ সালে
১৯৩৪ সালে
৭৩) ১৯৩০ সালে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন দেশ—
ব্রাজিল
উরুগুয়ে
ফ্রান্স
ইংল্যান্ড
৭৪) বায়ুর আর্দ্রতা পরিমাপ করার যন্ত্রের নাম কি?
এ্যাভোমিটার
ব্যারোমিটার
হাইগ্রোমিটার
অ্যামিটার
৭৫) ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মোগল সুবেদার কে ছিলেন?
ইসলাম খাঁন
শায়েস্তা খাঁন
ইব্রাহীম খাঁন
মীর জুমলা
৭৬) ময়মনসিংহ জেলার পূর্ব নাম—
জালালাবাদ
ইসলামাবাদ
নাসিরাবাদ
সিংহগ্রাম
৭৭) তালিবাবাদ উপগ্রহ ভূ–কেন্দ্রটি চালু হয়?
১৯৮০ সালে
১৯৮১ সালে
১৯৮২ সালে
১৯৯৩ সালে
৭৮) তালিবাবাদ কোন জেলায় অবস্থিত?
নরসিংদী
খুলনা
দিনাজপুর
গাজীপুর
৭৯) বাংলাদেশের জ্বালানি তৈল শোধনাগারটি অবস্থিত—
ঢাকায়
চট্টগ্রাম
খুলনায়
সিলেটে
৮০) বাংলাদেশে একমাত্র অস্ত্র তৈরি কারখানাটি অবস্থিত—
গাজীপুরে
ঢাকা জেলায়
চট্টগ্রাম জেলায়
রাজশাহী জেলায়
June 12, 2020
1
2
3
4
Next Page
→