অনন্যা সাহিত্য পুরস্কার হল অনন্যা কর্তৃক পুরস্কার। বাংলা ১৪০১ সন (১৯৯৩ সাল) থেকে অনন্যা সাহিত্য পুরস্কার প্রবর্তন করা হয়েছে। সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিবছর একজন কৃতী নারী-সাহিত্যিক অথবা সাহিত্য-গবেষককে এ পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কারপ্রাপ্তগণ
- সেলিনা হোসেন (১৪০১ বঙ্গাব্দ)[১]
- রিজিয়া রহমান (১৪০২ বঙ্গাব্দ)[১]
- নীলিমা ইব্রাহিম (১৪০৩ বঙ্গাব্দ)[১]
- দিলারা হাশেম (১৪০৫ বঙ্গাব্দ)[১]
- রাবেয়া খাতুন (১৪০৬ বঙ্গাব্দ)[১]
- সনজীদা খাতুন (১৪০৭ বঙ্গাব্দ)[১]
- জাহানারা ইমাম (১৪০৮ বঙ্গাব্দ)[১]
- নূরজাহান বেগম (১৪০৯ বঙ্গাব্দ)[১]
- রাজিয়া খান (১৪১০ বঙ্গাব্দ)[১]
- রুবী রহমান (১৪১১ বঙ্গাব্দ)[১]
- আনোয়ারা সৈয়দ হক (১৪১২ বঙ্গাব্দ)[১]
- পূরবী বসু (১৪১৩ বঙ্গাব্দ)[১]
- মকবুলা মনজুর (১৪১৪ বঙ্গাব্দ)[১]
- ঝর্ণা দাশ পুরকায়স্থ(১৪১৫ বঙ্গাব্দ)[১]
- সালেহা চৌধুরী(১৪১৬ বঙ্গাব্দ)[১]
- নূরজাহান বোস (১৪১৭ বঙ্গাব্দ)[২]
- মালেকা বেগম (১৪১৮ বঙ্গাব্দ)[৩]
- কাজী রোজী (১৪১৯ বঙ্গাব্দ)[৪]
- নিয়াজ জামান (১৪২০ বঙ্গাব্দ)[৫]
- জাহানারা নওশীন (১৪২১ বঙ্গাব্দ)[৬]
- সোনিয়া নিশাত আমিন (১৪২২ বঙ্গাব্দ)[৭]
- বেগম আকতার কামাল (১৪২৩ বঙ্গাব্দ)[৮]
- মুশতারী শফী (১৪২৪ বঙ্গাব্দ)[৯]
- আকিমুন রহমান (১৪২৫ বঙ্গাব্দ)[১]
- নাদিরা মজুমদার (১৪২৬ বঙ্গাব্দ)[১০]
- ঝর্ণা রহমান (১৪২৭ বঙ্গাব্দ)[১১]
- রঞ্জনা বিশ্বাস (১৪২৮ বঙ্গাব্দ) [১২]