অ্যানাগ্রাম

অ্যানাগ্রাম বা বদলিরব (গ্রিক anagrammenos যার অর্থ নতুন করে লেখা) এক ধরনের শব্দ খেলা। একটি শব্দ বা বাক্যের বর্ণগুলোকে নতুনভাবে সাজালে অন্য শব্দ বা বাক্য পাওয়া যেতে পারে; পুনর্বিন্যাসের মাধ্যমে প্রাপ্ত নতুন শব্দ বা বাক্যটিকে মূল শব্দ বা বাক্যটির অ্যানাগ্রাম বলে। পুনর্বিন্যাসের সময় একটি বর্ণ কেবলমাত্র একবারই ব্যবহার করা যাবে এবং কোন বর্ণ বাদ দেয়া যাবে না।[১] অ্যানাগ্রামের উদাহরণ দেয়া যেতে পারে: Silver-haired congenial scum বাক্যটিকে পুনর্বিন্যস্ত করে লিখা যায় Louise is clever and charming। আবার Abnormal intellect = Malcontent liberal। যিনি অ্যনাগ্রাম তৈরি করেন তাকে অ্যানাগ্রামবিদ বা অ্যানাগ্রামিস্ট বলা হয়।[২]

শব্দ বিশ্লেষণ

অ্যানাগ্রাম শব্দটি ইংরেজিতে এসেছে ফরাসি anagramme শব্দ থেকে ষোড়শ শতাব্দীর শেষ দিকে। শব্দটি দু’টি গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত। গ্রিক ভাষা থেকে এসেছে। গ্রিক ভাষায় ana শব্দের অর্থ নিচ থেকে উপরে এবং gramma শব্দের অর্থ বর্ণ[৩] এর বাংলা পরিশব্দ করা হয়েছে বদলিরব। বদলি হলো বর্ণগুলোর স্থান বদল করে নতুন তৈরী হওয়া রব বা শব্দ। [৪]

ইতিহাস

অক্ষর পুনঃসজ্জার এই খেলাটি সর্বপ্রথম শুরু হয়েছিল প্রাচীন গ্রিসরোমে, গ্রিকলাতিন ভাষায়। সে সময় অ্যানাগ্রাম তৈরি হতো কিছুটা লাগামহীনভাবে। সপ্তদশ শতাব্দীর দিকে লাতিন ও গ্রিক ভাষার গণ্ডি পেরিয়ে ইংরেজি ও অন্যান্য ভাষায় ছড়িয়ে পড়ে অ্যানাগ্রাম তৈরির কৌশল।[১]

সাহিত্য

বাংলা

অ্যানগ্রামে শব্দের বা বাক্যের বর্ণগুলো স্থান বিনিময় কিংবা নতুন ভাবে সাজিয়ে নতুন শব্দ বা বাক্য গঠন করে।অ্যানাগ্রামিস্ট মনোরঞ্জন রায় অর্ধ অ্যানাগ্রাম ও পূর্ণ অ্যানাগ্রাম নামে দুটি বিভাগে ভাগ করে অ্যানাগ্রাম কবিতা/সনেট রচনা করেন। তিনি অ্যানাগ্রাম সনেট অভিন্ন বর্ণ এবং সমোচ্চারিত বর্ণ (স/শ/ষ, ন/ণ, জ/য, ত/ৎ, র/ড়/ঢ়) এর ভিত্তিতে সনেট রচনা করেন।পূর্ণ অ্যানাগ্রামে সম্পূর্ণ কবিতার উপরের দিক থেকে নিচের দিকে পঙ্ক্তি/চরণের বর্ণগুলো স্থান বিনিময় করে নতুন শব্দ গঠন করে কবিতা/সনেট রচনা করেন আর অর্ধ অ্যানাগ্রামে প্রতিটি পঙ্ক্তিতে মধ্যভাগ হতে বাম থেকে ডানে এবং ডান থেকে বামে বর্ণের স্থান বিনিময় করে নতুন শব্দ গঠন করে কবিতা/সনেট রচনা করেন।

অ্যানাগ্রামিস্ট মনোরঞ্জন রায় (তিনি বাংলা সাহিত্যে প্রথম অ্যানাগ্রাম কবিতা ও সনেট রচয়িতা ) এর “পাতার প্রতিচ্ছবি” গাণিতিকধারার কাব্যগ্রন্থ থেকে সংগৃহীত একটি পূর্ণ অ্যানাগ্রাম সনেট  “ঝরা-মন”। তাঁর এ সনেটে প্রথম চরণের বর্ণগুলো (অভিন্ন বর্ণের ভিত্তিতে) পুর্নবিন্যাস করে চতুর্দশ চরণ গঠিত, এভাবে দ্বিতীয় চরণ থেকে ত্রয়োদশ চরণ গঠিত…..।

ঝরা-মন

সবারে মনে হীনতা নদীকূট, কবি!

সত্রাসে ভাবে রন্ধ্রের রঙ্গে অসি রত;

রতি ভাঙ্গে, হবি ধুধু, নব ভুলে রবি

নব পণে রহ নত, মন দিকে ক্ষত;

রশি খুলে মজ মন, জমে খাস রস।

নবজ নীড়ে পূবের বিকলি ধূসর

রথ পাপে; মান তত কে ঢাকে দিবস

সব দিকে ঢাকে তত ন মাপে পাথর

রস ধূলি কবি; রবে পুড়ে নিজ বন;

সরস খামে জনম জমলে খুশির

তক্ষকে দিন মতন; হরণে পবন

বিরলে ভুবন ধুধু বিহঙ্গে ভাতির।


তরসি অঙ্গের রন্ধ্রে রবে ভাসে ত্রাস,

বিকট কুদিন তান হীনে মরে বাস।


” তমসাচ্ছন্ন” সনেটটি কবির “পাতার প্রতিচ্ছবি ” গাণিতিকধারার কাব্যগ্রন্থ থেকে সংগৃহীত একটি অর্ধ অ্যানাগ্রাম সনেট ।কবি অর্ধ অ্যানাগ্রাম সনেটে প্রতিটি পঙ্ক্তিতে মধ্যভাগ হতে বাম থেকে ডানে এবং ডান থেকে বামে বর্ণগুলো (অভিন্ন বর্ণের ভিত্তিতে) পুনর্বিন্যাস করে নতুন শব্দ গঠন করে কবিতা/সনেট রচনা করেন।

তমসাচ্ছন্ন

সামতট কবি, ধুধু বিকট তমসা,

নত ঘাড়ে পঁচা জুজু চাঁপড়ে ঘাতন,

নব পাকে পাবি তত বিপাকে পাবন,

সাধনা দেবীর তত রবি দেনা ধসা;


সান মনে তপ জুজু পতনে মনসা,

নব জিয়ে লব তত বলয়ে জীবন

সাহস রচে, কানন কাচের সহসা

নব পশে রসে তত শ্বাসের পবন।

তার বাঁকে হারে তত রে হাঁকে বারতা,

থাক বিরসের জুজু রসে রবি কথা।


বাদিত রসের জুজু রসে রাত দিবা,

বিছরি বটের ধুধু রটে বরি ছবি,

বাকিতে চিত্ররা মম রাত্র চিতে কিবা,

বিসরি ভবের ধাঁধা রবে ভরি সবি।

” ভারাক্রান্ত” সনেটটি কবির “পাতার প্রতিচ্ছবি ” গাণিতিকধারার কাব্যগ্রন্থ থেকে সংগৃহীত একটি পূর্ণ অ্যানাগ্রাম সনেট ।তাঁর এ সনেটে প্রথম চরণের বর্ণগুলো (সমোচ্চারিত বর্ণের ভিত্তিতে) পুর্নবিন্যাস করে চতুর্দশ চরণ গঠিত, এভাবে দ্বিতীয় চরণ থেকে ত্রয়োদশ চরণ গঠিত…..।

ভারাক্রান্ত

নদীতে খালে কারণ রে ভরে তরস

সমানে হারে সমক্ষে; রে খুঁজে মনের

সকাণ্ড খরা ভয়ের; রে পাপে রোষের

নমিত মন; মজে কে, কে সাধে বিবশ;


কত চায়ে রাজ ধুধু রে তপ্ত দিবস;

কব পাখি দেনা তত তরাসে, ঘাটের

রস হরে ঝরে মম; তে ক্ষত জয়ের

রয়ে যত, ক্ষতে মম রে ঝরে হরষ।


রটে ঘাসে রাত তত, না দেখি পাবক;

শব দীপ্ত তরে ধুধু জড়ায়ে চাতক।


শব বিঁধে শাঁকে কে যে মন মত মীন,

রসে রোপে পাড়ে রয়ে ভরা খণ্ড কাশ,

রণে মজে খুঁড়ে ক্ষেম, শরে হানে মাস

শর তরে ভরে নর, কালে খাতে দীন।

” বিষাক্ত বেদন” সনেটটি কবির “পাতার প্রতিচ্ছবি ” গাণিতিকধারার কাব্যগ্রন্থ থেকে সংগৃহীত একটি অর্ধ অ্যানাগ্রাম সনেট ।কবি অর্ধ-অ্যানাগ্রাম সনেটে প্রতিটি পঙ্ক্তিতে মধ্যভাগ হতে বাম থেকে ডানে এবং ডান থেকে বামে বর্ণগুলো (সমোচ্চারিত বর্ণের ভিত্তিতে) পুনর্বিন্যাস করে নতুন শব্দ গঠন করে কবিতা/সনেট রচনা করেন।

বিষাক্ত বেদন

সত্রাসে পিষ্টক তত কষ্ট পিষে ত্রাস

দে নিভে লহর শেষে রহ লভে নিদে

দেহী শবে রণ জুজু, ন রবে শহীদে,

সবারে চরিত ধাঁধা তরী চরে বাস;


সদাই রত্নের ধুধু রত্নে রই দাস,

দেখিনু অজম ঘুঘু মজ অণু খিদে,

দেহীর নিখিল জুজু লখি নীড়ে হিদে

সনাথ মরণ ধাঁধা নর মথে নাশ।


তমস দাহের তেতে রহে দাস মত,

তক্ষক বনের নানা রণে বক ক্ষত।


শেবধি বাঁশির ঘুঘু রশি বাঁধি বশে

নর মনে রহ তত; হরণে মরণ

সেবক পীড়িত, মম তরী পিক বসে

নদ বেশে, বীরে তত রে বিষে বেদন।

উদাহরণ

ইংরেজি

এখানে উদাহরণ হিসেবে কিছু অ্যানাগ্রাম উল্লেখিত হল। এগুলো একটি ওয়েবসাইটের কৌতুক পাতা থেকে নেয়া হয়েছে। ওয়েবসাইটটি GNU General Public License আওতায় রয়েছে

মূল শব্দ এবং ফ্রেজঅ্যানাগ্রাম
Doctor WhoTorchwood
Gregory HouseHuge Ego, Sorry
DormitoryDirty Room
EvangelistEvil’s Agent
DesperationA Rope Ends It
The Morse CodeHere Come Dots
Slot MachinesCash Lost in ’em
AnimosityIs No Amity
Mother-in-lawWoman Hitler
Snooze AlarmsAlas! No More Z’s
Alec GuinnessGenuine Class
SemolinaIs No Meal
The Public Art GalleriesLarge Picture Halls, I Bet
The EarthquakesThat Queer Shake
Eleven plus twoTwelve plus one
ContradictionAccord not in it
AstronomerMoon Starer
Princess DianaEnd is a car spin
Year Two ThousandA year to shut down
PresbyterianBest in prayer
PresbyteriansBritney Spears
The eyesThey see
George BushHe bugs Gore
Election resultsLies – let’s recount
“To be or not to be: that is the question, whether its nobler in the mind to suffer the slings and arrows of outrageous fortune.”“In one of the Bard’s best-thought-of tragedies, our insistent hero, Hamlet, queries on two fronts about how life turns rotten.”
That’s one small step for a man, one giant leap for mankind.” —Neil Armstrong“A thin man ran; makes a large stride, left planet, pins flag on moon! On to Mars!”
President Clinton of the USATo copulate he finds interns

বাংলা

বাংলায় দুই অক্ষর বা দুইবর্ণের তৈরি অসংখ্য অ্যানাগ্রাম রয়েছে। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বাংলা অ্যানাগ্রাম কয়েক ভাবে হতে পারে।

  • কারসহ বর্ণের স্থান বদল করে। উদাহরণ- দিশা>শাদি, কবিরাজ>রাজকবি
  • কার ও বর্ণের স্থান বদল করে। জীবন>বিজন, শানিত>শানতি
  • কার বা শুধু কার বদল করে। টাক>কাট, বিপনি>বিপিন
  • শুধু বর্ণের স্থান বদল করে।
  • উচ্চারণের উপর ভিত্তি করে।
  • যুক্তবর্ণ ভেঙ্গে দিয়ে আংশিক পাল্টিয়ে
মূল শব্দ ও বাক্যাংশঅ্যানাগ্রাম
আমরাআরাম
আয়নাআয় না
কারানির্যাতিতকারা নির্যাতিত?
ভালোবাসাভালো বাসা
জলঢাকাঢাকা জল
লাশশাল
টাকাকাটা
তীব্রব্রতী
বইখাতাতাই খাব
বনলতানব তাল
সকলকলস
রামমরা
করবকবর
পদবিবিপদ
কলমকমল
পলককলপ
রসদসদর
নবমবমন
নরমমরন
কপালপালক
তারকাকাতার
সফলফসল
কামলাকালাম
বলদবদল
রজনীনীরজ
যারপরনাইযার পর নাই
একদিনএ কদিন
করমচাচারকম
প্রতিদিনদিনপ্রতি
মাননীয়নীয়মান
রাতারাতিতারারাতি
আমি তাকে চিনি নানা, আমি তাকে চিনি
আমি তোমার মুখোশ খুলে দিবোআমিতো মা’র মুখোশ খুলে দিবো
নবপল্লবপল্লব বন
নবঘনঘন বন
সমানমানস
সবাকবাসক
সহসাসাহস
ঠাকুরকুঠার
রকমকরম
তপনপতন
বকলমকম বল, কম্বল
কপোতপোকত (পোক্ত)
রকমমকর
নিবারণনিরবান (নির্বাণ)
নীলিমামালিনী
দমনমদন
তিলকলতিকা
সামালসালাম
বাতিলবালতি
সুরকিকি সুর!
প্রবণপ্রণব
প্রিয়জনজনপ্রিয়
পথছায়াছায়াপথ
মচকানোচমকানো
কবিরাজরাজকবি
কলশিশিকল
নর্তককর্তন
জামদানিদাম জানি
আমি ও নির্জন তট পছন্দ করিআমিও নির্জন তট পছন্দ করি
জাতিস্বরস্বজাতির
প্রমথপ্রথম
মানবতাবনমাতা
গালানোলাগানো
রমণমরণ
কাননকুসুমকুসুমকানন
বল বীর!বীরবল
আমি পারবো না বাবা!আমি পারবো, না বাবা?
তালবনবনলতা
হরদমদহরম
লোকে-বলে আমি অধিক শক্তিশালীলোকে বলে আমি অধিক শক্তিশালী
একটি জাহান্নামজাহান একটি নাম
রণপাপারণ
শর্তশরত
ছেলেমেয়েমেয়েছেলে
সওদাও দাস
বেচালবেলচা
নিতান্তইননি তাত
হাতজোড়জোড়হাত
দুর্গতিদুর গতি
শেষকথাকথাশেষ

আরো একপ্রকার অ্যানাগ্রাম রয়েছে যদিও অনেকে সেটাকে অ্যানাগ্রাম বলতে নারাজ। যেমন- তবিয়ত>তবিয়ত, নতুন>নতুন, কদমকলি>কদমকলি

আরও দেখুন