আত্তীয় উপভাষা হচ্ছে গ্রিকদের প্রধান উপভাষা যেটা প্রাচীন আত্তীকাতে প্রচলিত ছিলো, আত্তীয় ভাষা ব্যবহারকারীদের মধ্যে এথেন্স ও অন্তর্ভুক্ত।[১] প্রাচীন উপভাষাসমূহের মধ্যে এটি আধুনিক গ্রিক এর সাথে যথেষ্ট সামঞ্জস্যপূর্ন এবং এটি প্রাচীন গ্রিক এর ভাষা শিক্ষার সাথে মানসম্মত ভাষার উদাহরণ হিসেবে চর্চা করানো হয়। আত্তীয় গ্রিক মধ্যে আয়োনিক উপভাষাকেও অন্তর্ভুক্ত করা হয়। আত্তীয় এবং আয়োনিক উপভাষাকে আধুনিক গ্রিক ভাষার অণুপ্রেরনা হিসেবে মনে করা হয়।[১]

আত্তীক ভাষার বর্নমালা সমূহ
উৎপত্তি এবং বিস্তার
গ্রিক হচ্ছে ইন্দো-ইউরোপীয় ভাষার একটি শাখা যার মধ্যে ইংরেজিও অন্তর্ভুক্ত। ঐতিহাসিক সময়ে গ্রিক ভাষা কয়েকটি উপভাষার মধ্যে ব্যবহৃত হতো যার মধ্যে আত্তীক উপভাষা অন্যতম।
ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবার এর শাখাসমূহ[২]
- আর্মেনীয় ভাষাপরিবার – বর্তমানে শুধু একটি সদস্য রয়েছে। যথা – আর্মেনীয় ভাষা
- আলবেনীয় ভাষাপরিবার – বর্তমানে শুধু একটি সদস্য রয়েছে। যথা – আলবেনীয় ভাষা
- ইতালিক ভাষাপরিবার – দক্ষিণ ইউরোপ ও দক্ষিণ আমেরিকায় অবস্থিত ভাষা ও উপভাষা
- ইন্দো-ইরানীয় ভাষাপরিবার – ইরান, শ্রীলঙ্কা, ও উত্তর ভারত উপমহাদেশে অবস্থিত ভাষা ও উপভাষা
- কেল্টীয় ভাষাপরিবার – পশ্চিম ইউরোপের কয়েকটি এলাকায় অবস্থিত ভাষা ও উপভাষা
- গ্রিক ভাষাপরিবার – বর্তমানে শুধু একটি সদস্য (গ্রিক) রয়েছে
- জার্মানীয় ভাষাপরিবার – উত্তর ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আফ্রিকা, ও অশেনিয়ায় অবস্থিত ভাষা ও উপভাষা
- বাল্টীয় ভাষাপরিবার – উত্তর-পূর্ব ইউরোপে অবস্থিত ভাষা ও উপভাষা
- স্লাভীয় ভাষাপরিবার – রাশিয়া ও পূর্ব ইউরোপে অবস্থিত ভাষা ও উপভাষা
তথ্যসূত্র
Carl Darling, Buck (১৯৫৫)। The Greek Dialects। he University of Chicago Press।
- William W., Goodwin (১৮৭৯)। Greek Grammar। Macmillan Education। আইএসবিএন 0-89241-118-X.
|আইএসবিএন=
এর মান পরীক্ষা করুন: invalid character (সাহায্য)।
বহিঃসংযোগ
- English-Attic Dictionary (Woodhouse)
- Perseus Digital Library
- Greek Word Study Tool (Perseus)
- A Greek Grammar for Colleges (Smyth) ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১ মে ২০১৫ তারিখে
- Syntax of Classical Greek (Gildersleeve) ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১ মে ২০১৫ তারিখে
- Ancient Greek Tutorials – Provides Attic Greek audio recordings
- Classical (Attic) Greek Online
দেসগ্রিক যুগ |
---|
প্রায় খ্রিস্টপূর্ব ৩য় মিলেনিয়ামপ্রায় খ্রিস্টপূর্ব ১৬০০-১১০০প্রায় খ্রিস্টপূর্ব ৮০০-৩০০প্রায় খ্রিস্টপূর্ব ৩০০-৩৩০প্রায় ৩৩০-১৪৫৩১৪৫৩ থেকেপ্রোটো-গ্রিক মাইসেনিয়ান প্রাচীন কোইনি মধ্যযুগীয় আধুনিক |
- ভাষাবিদ তালিকা কোডের সাথে উপভাষাসমূহ
- তথ্যসূত্রহীন বিলুপ্ত তারিখের সাথে ভাষা নিবন্ধসমূহ
- প্রাচীন গ্রিক ভাষা
- প্রাচীন গ্রিক বৈচিত্র্য
- ধ্রুপদী ভাষা
- প্রাচীন ভাষা
- প্রাচীন ম্যাসেডোনিয়া ভাষাসমূহ
- ভাষাসমূহ খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দী থেকে সত্যায়িত
- ইউরোপে খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দীর স্থাপনা
- খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দীতে বিলুপ্ত ভাষাসমূহ
- ৩য় শতাব্দীর ইউরোপের অপ্রতিষ্ঠা