ইউএফসি

ইউএফসি

আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ (ইউএফসি) হলো আমেরিকার মিশ্র মার্শাল আর্টসের কোম্পানি। এর মূল প্রতিষ্ঠান হলো ডাব্লিউএমই-এমজি। ইউএফসির সদর দপ্তর যুক্তরাষ্ট্রের লাস ভেগাস, নেভাডায় অবস্থিত। এটা বিশ্বের সবচেয়ে বড় মিশ্র মার্শাল আর্টসের কোম্পানি, যেখানে বিশ্বের সব স্বনাম ধন্য মিশ্র মার্শাল আর্টিস্টরা খেলে।[৩] এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রে-এ হলেও এর বিভিন্ন অনুষ্ঠান বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত হয়।[৪] এই কোম্পানির খেলোয়াড়রা ১০টি বিভাগে বিভক্ত এবং এর খেলা মিশ্র মার্শাল আর্টসের নিয়ম অনুসারে সম্পাদিত হয়।[৫] ইউএফসি আজ পর্যন্ত প্রায় ৩০০টি খেলার অনুষ্ঠানের আয়োজন করেছে। এই কোম্পানির বর্তমান প্রেসিডেন্ট হলেন ডানা ওয়াইট[৬][৭][৮]

ইউএফসি

ওজন বিভাগ / বর্তমান চ্যাম্পিয়ন

এই অনুচ্ছেদটি মেয়াদোত্তীর্ণ’। সাম্প্রতিক ঘটনা বা সদ্যলভ্য তথ্য প্রতিফলিত করার জন্য অনুগ্রহ করে এই নিবন্ধটি হালনাগাদ করুন।

ইউএফসি বর্তমানে ৯টি ওজন বিভাগে খেলোয়াড়দের বিভক্ত করেছে। এই ৯টি ওজন বিভাগের সর্বমোট ১০টি চ্যাম্পিয়নশিপ রয়েছে।[৯]

ওজন শ্রেণীর নামসর্বনিম্ন ওজন (পা.)সর্বোচ্চ ওজনলিঙ্গবর্তমান চ্যাম্পিয়নজয়ের তারিখরক্ষণ
পাউন্ডে (পা.)কিলোগ্রামে (কেজি)স্টোনে (স্টো.)
স্ট্রোওয়েটনেই১১৫৫২.২৮ স্টো. ৩ পা.নারী জোয়ানা জেডজ্যাকজিকমার্চ ১৪, ২০১৫
ফ্লাইওয়েট১১৫১২৫৫৬.৭৮ স্টো. ১৩ পা.পুরুষ দিমিত্রিয়াস জনসনসেপ্টেম্বর ২২, ২০১২
ব্যান্টামওয়েট১২৫১৩৫৬১.২৯ স্টো. ৯ পা.পুরুষ
নারী
ডোমিনিক ক্রুজ
এমান্ডা নুনেস
জানুয়ারী ১৮, ২০১৬
জুলাই ৯, ২০১৬

ফেদারওয়েট১৩৫১৪৫৬৫.৪১০ স্টো. ৫ পা.পুরুষ কনর ম্যাকগ্রেগর
জোসে আলদো (অন্তর্বর্তী)
ডিসেম্বর ১২, ২০১৫
জুলাই ৯, ২০১৬

লাইটওয়েট১৪৫১৫৫৭০.৩১১ স্টো. ১ পা.পুরুষ এডি আলভারেজজুলাই ৭, ২০১৬
ওয়েলটারওয়েট১৫৫১৭০৭৭.১১২ স্টো. ২ পা.পুরুষ টাইরন উডলিজুলাই ৩১, ২০১৬
মিডলওয়েট১৭০১৮৫৮৩.৯১৩ স্টো. ৩ পা.পুরুষ মাইকেল বিসপিংজুন ৪, ২০১৬
লাইট হেভিওয়েট১৮৫২০৫৯৩.০১৪ স্টো. ৬ পা.পুরুষ ড্যানিয়েল কোরমিয়ার
জন জোন্স (অন্তর্বর্তী)
মে ২৩, ২০১৫
এপ্রিল ২৩, ২০১৬

হেভিওয়েট২০৫২৬৫১২০.২১৮ স্টো. ১৩ পা.পুরুষ স্টিপ মিয়োচিচমে ১৪, ২০১৬