বাংলা ভাষায় আইন–আদালতে ব্যবহৃত পরিভাষাসমূহের একটি তালিকা নিচে দেয়া হয়েছে। ভারতীয় উপমহাদেশ একসময় মোগল ও সুলতানদের শাসনাধীনে থাকায় এর বিচারব্যবস্থায় প্রচুর আরবি–ফারসি কৃতঋণ শব্দ ব্যবহৃত হয়। ফলে তৎসম ও তদ্ভব শব্দের পাশাপাশি এসব বিদেশি শব্দও এখানে করা অন্তর্ভুক্ত হয়েছে। তালিকাটি বিন্যাস্ত করা হয়েছে ইংরেজি শব্দের বর্ণানুক্রম অনুসারে।

A
- abandoned property – পরিত্যাক্ত সম্পত্তি
- abandonment – পরিত্যাগ, বর্জন
- abduction – অপহরণ
- abetnent – প্ররোচনা, অপসহায়তা করা
- abettor – প্ররোচক, দুষ্কর্মের সহায়তাকারী
- absconder – পলাতক, ফেরারী
- acceession – যোজন বা যোজনা
- accomplice – দুষ্কর্মের সহযোগী
- accretion – পরিবৃদ্ধি, উপকূল বৃদ্ধি, ভূ-বৃদ্ধি
- accumulation – সঞ্চয়ন, পুঞ্জিকরণ
- accused – আসামি
- acknowledgement – স্বীকৃতি, প্রাপ্তিস্বীকারপত্র
- acquisition – গ্রহণ, আহরণ, অর্জন
- acquittal – বেকসুর খালাস, মুক্তি, অব্যাহতি
- act – কার্য
- actionable claim – নালিশযোগ্য দাবি, আদালতগ্রাহ্য দাবি
- addition – সংকলন, সংযোজন
- additional evidence – অতিরিক্ত সাক্ষ্য
- additional sessions judge – অতিরিক্ত দায়রা জজ
- adhiar – বর্গাদার বা আধিয়ার
- ad-interim injunction – অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা
- adjacent – সংলগ্ন, সন্নিহিত, পার্শ্ববর্তী
- adjournment – মুলতবী, স্থগিত
- adjustment – সমন্বয় সাধন, সামঞ্জস্য বিধান
- administrator – প্রশাসক
- administration suit – তদারক মামলা
- admission – প্রবেশ, স্বীকৃতি
- adoption – দত্তক গ্রহণ
- adult – সাবালক
- adulteration – ভেজাল মেশান, অপমিশ্রণ
- adultery – ব্যভিচার
- adverse possenssion – অপদখল, বিরুদ্ধ দখল
- advocate – কৌঁসুলি, উকিল
- adverse witness – প্রতিকূল সাক্ষী
- affidavit – হলফনামা বা শপথনামা
- affray – মারামারি
- agent – প্রতিনিধি
- agreement – সম্মতি, মতৈক্য, চুক্তি
- alamat – আলামত
- alien – বিদেশী, বহিরাগত
- allegation – অভিযোগ
- amendent – সংশোধন
- analogus – অনুরূপ
- appeal – আপিল
- appellate court – আপিল আদালত
- appearance – হাজির হওয়া
- appellant – আপিলকারী
- applicant – দরখাস্তকারী, আবেদনকারী
- approver – রাজসাক্ষী
- arbitration council – সালিসী পরিষদ
- arbitration agreement – মধ্যস্থ চুক্তিনামা
- argument – যুক্তিতর্ক, সওয়াল জবাব
- arms – অস্ত্রশস্ত্র
- arms license – অস্ত্রশস্ত্রের অনুমতিপত্র
- arrest – গ্রেফতার, বন্দী করা
- assault – আঘাত বা আক্রমণ
- assessee – করদাতা
- assistant sessions judge – সহকারী দায়রা জজ
- assessment year – কর-নির্ধারণ বছর
- association – সংগঠন
- attachment – ক্রোক
- attempt to murder – খুনের চেষ্টা
- attested – সত্যায়িত, প্রত্যায়িত
- attesting witness – প্রত্যয়নকারী সাক্ষী
- attorney general – অ্যাটর্নি জেনারেল
- attornment –
- auction sale – নিলাম বিক্রয়
- auditor general – মহাহিসাব নিরীক্ষক
B
- bail – জামিন
- bail bond – জামিনের মুচলেকা, জামিননামা
- barga land – আধি জমি বা বর্গা জমি
- bastard – জারজ বা অবৈধ সন্তান
- battery – শারীরিক নির্যাতন
- beneficiary – স্বত্বভোগী
- benifit of doubt – সন্দেহাবকাশ
- best evidence – উৎকৃষ্ট সাক্ষ্য
- bill of exchange – বরাত চিঠি; বিনিময়পত্র
- bonafide mistake – প্রকৃত ভুল
- bond – মুচলেকা
- boy-cotting – বয়কট, বর্জন
- breach of contract – চুক্তিভঙ্গ, চুক্তি লঙ্ঘন
- breach of peace – শান্তিভঙ্গ
- bribery – ঘুষ, উৎকোচ
- broker – দালাল
- brothel – পতিতালয়, বেশ্যালয়
- burden of proof – প্রমাণের দায়িত্ব
C
- cancellation of documents – দলিলাদি বাতিলকরণ
- capital gains – মূলধনী লাভ
- capital punishment – সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড
- case – মামলা-মোকদ্দমা
- cause of action – মামলার কারণ, নালিশীর কারণ
- caveat – সতর্কীকরণ
- certificate – প্রত্যয়নপত্র, প্রমাণপত্র
- certificate of sale – বিক্রয়ের প্রত্যয়নপত্র, বায়নামা
- certified copy – জাবেদা নকল
- charge – অভিযোগ
- charge sheet – অভিযোগপত্র, চার্জশীট
- charitable trust – দাতব্য ট্রাস্ট, জনকল্যাণমূলক ট্রাস্ট
- cheating – প্রতারণা, প্রবঞ্চনা
- chief justice – প্রধান বিচারপতি
- child witness – শিশু সাক্ষী
- circumstantial evidence – অবস্থাগত প্রমাণ বা সাক্ষ্য
- civil contempt – দেওয়ানী অবমাননা
- civil court – দেওয়ানী আদালত
- civil law – দেওয়ানী আইন
- civil prison – দেওয়ানী কয়েদ বা কারাগার
- civil suit – দেওয়ানী মামলা
- claim – দাবি
- clerical error – করণিক ত্রুটি
- coercion – বলপ্রয়োগ
- cognizance – বিচারার্থে গ্রহণ, অপরাধ আমলে নেওয়া
- cognizable case – আমলযোগ্য মামলা
- cognizable offence – আমলযোগ্য অপরাধ
- commission – কমিশন
- compensation – ক্ষতিপূরণ
- complainant – ফরিয়াদী
- complaint – অভিযোগ, নালিশ, ফরিয়াদ
- compromise of suit – মোকদ্দমা আপস বা মীমাংসা করে নেয়া
- conclusive proof – চূড়ান্ত প্রমাণ
- confession – স্বীকারোক্তি
- conjugal rights – দাম্পত্য অধিকার
- consent – সম্মতি
- consideration – প্রতিদান
- constituency – নির্বাচনী এলাকা
- constructive possession – পরোক্ষ দখল
- constructive res judicata – পরোক্ষ দোবরা দোষ
- constitutional questions – সাংবিধানিক প্রশ্ন
- contigous land holder – পার্শ্ববর্তী জমির মালিক, পাশালী
- contempt of court – আদালত অবমাননা
- contingent interest – শর্তসূচক/শর্তসাপেক্ষ স্বার্থ
- contingent contract – ঘটনাসাপেক্ষ চুক্তি
- contract – চুক্তি
- contract of indeminity – ক্ষতিপূরণ চুক্তি
- conviction – দোষী সাব্যস্ত হওয়া, দণ্ডদান
- copyright – কপিরাইট, স্বত্ব
- copyright infringement –
- corroboration – সমর্থন, সমর্থক বস্তু
- counter claim – প্রতিদাবি
- court – আদালত
- court of appeal – আপিল আদালত
- court of justice – বিচার আদালত, বিচারালয়
- court of record – লেখ্য আদালত
- court fee – বিচার ফি, কোর্ট ফি, রসুম
- counterfeit – নকলকরণ
- crime – অপরাধ
- criminal breach of trust – অপরাধজনক বিশ্বাসভঙ্গ
- criminal conspiracy – অপরাধজনক ষড়যন্ত্র
- criminal force – অপরাধজনক বলপ্রয়োগ
- criminal intimidation – অপরাধজনক ভীতি প্রদর্শন
- criminal trespass – অপরাধজনক অনধিকার প্রবেশ
- cross examination – জেরা
- custody – জিম্মা, হেফাজত, হাজত
- culpable homicide – দণ্ডার্হ নরহত্যা
D
- dacoity – ডাকাতি
- death – মৃত্যু
- death penalty – মৃত্যুদণ্ড
- declaratory decree – ঘোষণামূলক ডিক্রি
- decree – ডিক্রি
- decree holder – ডিক্রিদার
- deceased – মৃত ব্যক্তি
- deed – সাফ-কবলা দলিল, কবলা
- de facto guardian – কার্যত অভিভাবক
- defamation – মানহানি
- defect in title – স্বত্ব সম্পর্কে ত্রুটি
- defence witness – আত্মপক্ষ সমর্থনের সাক্ষী
- defendant – বিবাদী
- delivery – অর্পণ
- demeanour of witness – সাক্ষীর আচরণ
- denovo trail – ডীনোভো ট্রায়াল, পুনরায় বা গোড়া থেকে বিচার শুরু করা
- departmental inquiry – বিভাগীয় তদন্ত
- detention – নির্যাতনমূলক আটক
- deposition – জবানবন্দী
- deawani adalat – দেওয়ানী আদালত
- direct evidence – প্রত্যক্ষ সাক্ষী
- disability – বৈধ অপারগতা
- discharge of the accused – আসামিকে অব্যাহতি দেওয়া
- discovery by interrogatories – প্রশ্নাবলীর সাহায্যে আবিষ্কার
- discovery of documents – দলিল আবিষ্কার
- discretion of court – আদালতের সুবিবেচনা
- dismissal of suit – মামলা খারিজ
- dismissed for default – অনুপস্থিতি/ত্রুটির জন্যে খারিজ
- dispossession – অপ্রমাণিত
- disproved – নালিশী সম্পত্তি
- disputed land –
- district – জেলা
- district court – জেলা আদালত
- district judge – জেলা জজ, জেলা বিচারক
- documentory evidance – দলিলী সাক্ষ্য, দলিল সংক্রান্ত সাক্ষ্য
- document – দলিল দস্তাবেজ।
- document of tite to goods – পণ্য স্বত্বের দলিল
- donee – দানগ্রহীতা
- doner – দাতা, দানকারী
- dower – দেনমোহর
- dowry – যৌতুক
- duly served – রীতিমত জারী
- dying declarations – মৃত্যুকালীন জবানবন্দী
E
- easement – ব্যবহার স্বত্ব, সুখাধিকার
- ejectment – উচ্ছেদ
- election – নির্বাচন
- electoral offences – নির্বাচন সংক্রান্ত অপরাধ
- evacuee – উদ্বাস্তু
- emergency – জরুরী অবস্থা
- encumbrance – দায়
- ends of justice – সুবিচারের জন্য
- endorsement – পৃষ্ঠাঙ্কন
- enemy property – শত্রু সম্পত্তি
- equality before the law – আইনের দৃষ্টিতে সমতা
- estate – এস্টেট
- estoppel – স্বীকৃতির বাধা বা প্রতিবন্ধক
- evidence – সাক্ষ্য
- examination in chief – সাক্ষীর জবানবন্দী গ্রহণ
- execution of deed – দলিল সম্পাদন
- executing court – জারীকারক আদালত
- excise goods – আবগারী দ্রব্য
- executive – কার্যনির্বাহক, প্রশাসক
- existing law – প্রচলিত আইন
- escheat – উত্তরাধিকারীর অভাবে সম্পত্তি বাজেয়াপ্ত
- ex-parte – একতরফা
- extinguishment of right – স্বত্বের বিলুপ্তি
- extoration – বলপূর্বক গ্রহণ
- extradition – বহিঃসমর্পণ
- explosive – বিস্ফোরক
F
- fact ঘটনা, তথ্য
- fact in issue বিচার্য তথ্য বা ঘটনাবলি
- false charge মিথ্যা অভিযোগ
- false evidence মিথ্যা সাক্ষ্য
- false imprisonment ভুল কারারুদ্ধকরণ
- false information অসত্য তথ্য
- false personation কপট পরিচয়
- family predigree পারিবারিক বংশতালিকা
- fee ফী, মাশুল, দেয়ক
- fictitious deed অলীক দলিল
- fiduciary relation বিশ্বাসের সম্পর্ক
- fihristy তালিকা, ফিরিস্তি
- filius nullius জারজ সন্তান
- fine জরিমানা, অর্থদণ্ড
- firearms আগ্নেয়াস্ত্র
- first information report
- foreign judgement বিদেশি রায়
- forensic আদালতি
- forfeiture বাজেয়াপ্ত
- forged document জাল দলিল
- forgery জালিয়াতি
- framing suit মামলা
- free consent স্বাধীন ইচ্ছা বা মতামত
- freedom of assembly সমাবেশের স্বাধীনতা
- freedom of profession/occupation পেশা/বৃত্তির স্বাধীনতা
- freedom of religion ধর্মীয় স্বাধীনতা
- fundamental rights মৌলিক অধিকার
G
- gain wrongfully – অবৈধভাবে লব্ধ
- gazette – গেজেট
- government pleader – সরকারি উকিল
- gratification – বকশিশ বা পারিতোষক
- grievous hurt – গুরুতর আঘাত
- groundless charge – ভিত্তিহীন অভিযোগ
- guardian – অভিভাবক
- guardian ad-litem – পরবর্তী বন্ধু/অভিভাবক, গার্জিয়ান এড-লিটেম
H
- habeas corpus – বন্দী প্রদর্শন
- habitual offender – অভ্যাসগত অপরাধী
- hanging – ফাঁসি
- harbour – আশ্রয় দান করা
- hearsay evidence – শোনা সাক্ষ্য বা জনরবভিত্তিক সাক্ষ্য
- hearing – শুনানী
- hereditary property – বংশগত সম্পত্তি, উত্তরাধিকারপ্রাপ্ত সম্পত্তি
- high court – হাইকোর্ট
- hoarding – মজুতদারী
- homestead – বসতবাড়ি
- homicide – নরহত্যা
- hostile witness – প্রতিকূল বা বৈরী সাক্ষী
- house trespass – সিঁদ কেটে প্রবেশ বা গৃহভেদ
- hurt – আঘাত
I
- illegitimate – জারজ/অবৈধ সন্তান
- immunity – দায়মুক্তি
- immovble property – স্থাবর সম্পত্তি
- impeachment – অভিশংসন, মহাভিযোগ
- implied contract – পরোক্ষ চুক্তি
- impound – আটক রাখা
- imprisonment – কারাদণ্ড
- inferior court – অধস্তন আদালত
- infractuous decree – অকার্যকর বা ত্রুটিপূর্ণ ডিক্রি
- inherent power – অন্তর্নিহিত ক্ষমতা
- inheritance – উত্তরাধিকার
- injunction – নিষেধাজ্ঞা
- inquest report – সুরতহাল/ময়না তদন্ত রিপোর্ট
- insolvency act – দেউলিয়া আইন
- insolvent person – দেউলিয়া ব্যক্তি
- inspection – পরিদর্শন
- institution of suit – মামলা দায়ের
- Interdict – নিষেধাজ্ঞা
- interlocutory order – অন্তর্বর্তীকালীন আদেশ
- interposition – সালিশী, মধ্যস্থতা
- interpleader suit – স্বার্থবিহীন ব্যবহার মোকদ্দমা
- interrogatory – জিজ্ঞাসাবাদ, বাক্যানুযোগ
- issue – বিচার্য বিষয়
J
- judge – বিচারক, জজ, হাকিম
- judgement – রায়
- judicial discretion – বিচারিক মর্জি
- judicial notice – বিচারিক অবগতি
- judicial proceeding – বিচারিক কার্যক্রম
- jurist – জুরি
- jurisdication – এখতিয়ার
- juvenile offender – কিশোর আপরাধী
K
- kazi – কাজী
- khas land – খাস জমি
- kidnapping – অপহরণ
L
- labour court – শ্রম আদালত
- lakhiraj – লাখেরাজ
- law – আইন
- lawyer – আইনজীবী, উকিল
- lease – ইজারা, মেয়াদী বন্দোবস্ত, লীজ
- legacy – দায়, উত্তর দায়
- legislature – আইনসভা
- lessor – ইজারাদাতা
- licence – লাইসেন্স, অনুমতিপত্র, অনুজ্ঞাপত্র
- life estate – জীবনস্বত্ব
- limitiation – তামাদী
- liquidation – অবসায়ন
- lis pendens – বিচারাধীন/অমীমাংসিত মামলা
- litigant – মামলাকারী
- litigation – মামলা
- local inspection – সরেজমিনে পরিদর্শন
M
- magistrate – ম্যাজিস্ট্রেট
- majority – সাবালকত্ব
- malicious prosecution – বিদ্বেষযুক্ত মামলা
- mandamus – কার্যাদেশ
- mandatory injunction – আদেশমূলক বা বাধ্যতামূলক নিষেধাজ্ঞা
- material witness – আবশ্যকীয় সাক্ষী
- medical witness – চিকিৎসক সাক্ষী
- mis appropriation – আত্মসাৎকরণ
- mortgage – বন্ধক, মর্টগেজ
- mortgage deed – বন্ধকী দলিল
- movable property – অস্থাবর সম্পত্তি
- murder – খুন
N
- national emblem – জাতীয় প্রতীক
- natural guardian – স্বাভাবিক অভিভাবক
- negotiable instrument – হস্তান্তরযোগ্য দলিল
O
- oath – হলফ, শপথ
- obligation – দায়-দায়িত্ব, বাধ্যবাধকতা
- offence – অপরাধ
- official confidence – সরকারি গুপ্তকথা
- ombudsman – ন্যায়পাল
- omission – বিচ্যুতি
- onus of proof – প্রমাণের দায়িত্ব
- open court – প্রকাশ্য বা উন্মুক্ত আদালত
- optional retirement – স্বেচ্ছাধীন অবসর গ্রহণ
- ordinance – অধ্যাদেশ
- oral evidence – মৌখিক সাক্ষ্য
- owership – মালিকানা
P
- particulars – বিশেষ বিবরণ, জ্ঞাতব্য বিষয়
- partition – বাটোয়ারা
- part performance – আংশিখ চুক্তি পালন
- partner – অংশীদার
- passport – পাসপোর্ট, ছাড়পত্র
- pauper – নিঃস্ব ব্যক্তি
- peeuniary jurisdiction – আর্থিক এখতিয়ার
- penalty – দণ্ড, শাস্তি
- pending – মুলতবি, অসম্পন্ন, বিচারাধীন
- pension – অবসর ভাতা, পেনশন
- perpetual/permanent injunction – চিরস্থায়ী নিষেধাজ্ঞা
- petition – দরখাস্ত, পিটিশন
- personation – ছদ্মবেশ ধারণ
- plaint – আরজি
- plaintiff – বাদী
- pleader – উকিল বা এডভোকেট
- pleading – আরজি-জবাব
- plea of guilty – অভিযোগের সত্যতা স্বীকার
- possession – দখল
- power of atorney – মোক্তারনামা
- post mortem – ময়নাতদন্ত
- precedent – নজীর
- pre-emption – অগ্র ক্রয়াধিকার
- prejudicial act – ক্ষতিকর কার্য
- presumption – অনুমান
- prima facie – আপাতদৃষ্টি
- primary evidence – প্রাথমিক সাক্ষ্য
- process – সমন বা নোটিশ
- proclamation of sale – বিক্রয় ইশতেহার
- prosecute – মামলা দায়ের
- prosecution – মামলা
- production of documents – দলিল দাখিল
- proclamation – ঘোষণা বা ইশতেহার
- property – সম্পত্তি
- previous acquittal – পূর্বেকার খালাস
- private defence – আত্মরক্ষা, ব্যক্তিগত প্রতিরক্ষা
- privilege – বিশেষাধিকার
- promissory note – অঙ্গীকারপত্র
- prospectus – ধিবরণপত্র, প্রসপেক্টাস
- prostitution – পতিতাবৃত্তি
- public prosecutor – সরকারি অভিযোক্তা
- public notification – সরকারি বিজ্ঞপ্তি
- public survents – সরকারি কর্মচারী
- punishment – দণ্ড দান
- public charities – গণট্রাস্ট বা দাতব্য প্রতিষ্ঠান
Q
- quasi contract – নিমচুক্তি, প্রায় চুক্তি
- quasi judicial – প্রায় বিচারিক
- quantum meruit – কর্ম অনুযায়ী পারিশ্রমিক
- quorum – কোরাম
- quo-warranto – পদাধিকার সম্পর্কে ঘোষণা, কো-ওয়ারেন্টো
R
- rape – ধর্ষণ
- recall – পুনরায় তলব
- receiver – তত্বাবধায়ক
- recognised agent – স্বীকৃত প্রতিনিধি
- record of rights – স্বত্বের দলিল
- rectification of deed – দলিল সংশোধন
- reduction of rank – পদাবনমন
- re-examination – পুনঃজবানবন্দী
- reference – অভিমত গ্রহণ
- reinstate – পুনঃবহাল
- rejection of plaint –
- relinquishment – আরজি প্রত্যাখ্যান
- remand – পুনঃবিচারের জন্য প্রেরণ
- rent – খাজনা, কর
- representative suit – প্রতিনিধিত্বমূলক মামলা
- repealed act – রদকৃত আইন
- relief – প্রতিকার
- residuaries – অবশিষ্টাংশ ভোগী
- res-judicata – পূর্ব-বিচার সিদ্ধান্ত
- restitution – প্রত্যার্পণ
- retracted confession – প্রত্যাহৃত স্বীকারোক্তি
- return of plaint – আরজি ফেরত দেওয়া
- reversioner – সম্ভাব্য উত্তরাধিকারী
- revenue court – রাজস্ব আদালত
- review – পুনঃবিবেচনা
- rioting – দাঙ্গা
- robbery – দস্যুতা
- revocation of gifts – দান প্রত্যাহার
- rateable distribution – আনুপাতিক হারে বন্টন
- reconveynance deed – অর্থফেরত কবলা
S
- search – সন্ধান, তল্লাশী, খানাতল্লাশী
- search warrant – তল্লাশী পরওয়ানা
- secondary evidence – অপ্রধান/গৌণ সাক্ষ্য
- security – জামানত
- security for keeping the peace – শান্তিরক্ষার মুচলেকা
- sedition – রাষ্ট্রদ্রোহ, প্রজাবিদ্রোহ
- seduction – চরিত্রভ্রষ্ট করা, প্রলুব্ধকরণ
- self acquired property – স্বোপার্জিত সম্পত্তি
- sellers lien – বিক্রেতার পূর্বস্বত্ব অধিকার
- semi judicial – আধাবিচার বিষয়ক, অর্ধ-বিচারিক
- sentence – দণ্ডাদেশ
- servant of the government – রাষ্ট্রীয় কর্মচারী
- service of the republic – প্রজাতন্ত্রের কর্ম
- service of summons – সমন জারি
- session – অধিবেশন (সংসদ)
- set off – পারস্পরিক দায়শোধ
- settlement – পত্তনী, প্রজাবিলি
- sheriff – শেরিফ
- show houses – প্রেক্ষাগৃহ
- simple mortgage – সাধারণ/সরল রেহেন
- small causes court – স্বল্প এখতিয়ারসম্পন্ন আদালত
- smuggling – কালোবাজারী
- solitary confinement – নির্জন কারাবাস
- spes suceessionis – সম্ভাব্য উত্তরাধিকারী
- state act – রাষ্ট্রীয় আইন
- strike – ধর্মঘট
- subrogation – স্থলাভিষিক্ত
- substituted service – বিকল্প জারি
- substitution – কায়মোকাম
- suicide – আত্মহত্যা
- successor – উত্তরাধিকারী
- suit – মোকদ্দমা, মামলা
- summary trial – সংক্ষিপ্ত বিচার
- summons – সমন
- suo motu – স্বতঃপ্রণোদিত
- supreme court – সুপ্রিম কোর্ট
T
- tahsil – তহশীল
- tax – কর
- taxation – করারোষ
- tenant – প্রজা
- title – স্বত্ব
- theft – চুরি
- transfer of case – মামলা স্থানান্তর
- tranfer of suit – মোকদ্দমা স্থানান্তর
- transportation for life – যাবজ্জীবন (কারাদণ্ড)
- trespass – অনধিকার প্রবেশ
- trail – বিচার কার্য, মামলার শুনানী, ট্রায়াল
- true copy – অনুলিপি, অবিকল কপি
- trust – জিম্মা
U
- unlawful assembly – বেআইনী সমাবেশ
- unnatural offence – অস্বাভাবিক অপরাধ
- usage – প্রথা
- usufructuary mortgage – খাইখালাশী বন্ধক
V
- vendor – বিক্রেতা
- vendors charge – বিক্রেতার স্বত্ব, অধিকার
- vested property – অর্পিত সম্পত্তি
- vested interest – ন্যস্ত স্বার্থ
- void deed – বাতিল দলিল
- valid contract – বৈধ চুক্তি
- voluntary confession – স্বেচ্ছাকৃতভাবে স্বীকারোক্তি
W
- wages – মজুরী
- waived – অধিকার পরিত্যাগ, দাবিত্যাগ
- warrant – পরওয়ানা, ওয়ারেন্ট
- ware house – পণ্যাগার
- warranty – নির্ভরপত্র
- withdrawal of suit – মোকদ্দমা প্রত্যাহার
- witness – সাক্ষী
- will – উইল
- works council – কর্মপরিষদ
- writ – রীট
- wrongful confinement – অবৈধ অবরোধ
Y
- youthful offender – তরুণ অপরাধী