উনিশ শতকের নবচেতনা ও বাংলা কাব্যের গতিপ্রকৃতি

উনিশ শতকের নবচেতনা ও বাংলা কাব্যের গতিপ্রকৃতি বাংলাদেশী কবি ময়ুখ চৌধুরী রচিত উনিশ শতকের বাংলা কাব্যের গতিপ্রকৃতি বিষয়ক গবেষণা গ্রন্থ। এটি ১৯৯৬ সালের বাংলাদেশের স্বাধীনতা দিবসে চট্টগ্রামের অ্যাডর্ন পাবলিকেশন থেকে প্রকাশিত হয়। মার্চ একই প্রকাশনা থেকে ২০১৬ সালের মার্চে এর দ্বিতীয় মুদ্রণ প্রকাশিত হয়। বইটিত কোনো উৎসর্গপত্র নেই।

এই মূলত কবিতা বিষয়ক গবেষণামূলক প্রবন্ধ সংকলন, যেখানে সামাজ-মনস্তত্ত্বের প্রেক্ষিতে আবহমান বাংলা কবিতার অন্তর্গূঢ় প্রবণতা নির্ণয় করা হয়েছে। পাশাপাশি সমাজের সঙ্গে সাহিত্যের এবং কবি-শিল্পিদের বিরোধ উঠে এসেছে।[২]

বিষয়বস্তু

এই বইয়ের প্রবন্ধগুলি চারটি অধ্যায়ে বিভক্ত:[২]

  • প্রথম অধ্যায়: উনিশ শতকের বাঙালী সমাজ ও আধুনিক জীবনজিজ্ঞাসা
  • দ্বিতীয় অধ্যায়: সৃজনশীলতার উন্মেষ ও অন্তরায়
  • তৃতীয় অধ্যায়: সাহিত্যের উদ্দেশ্য ও তার ব্যবহারিক মাত্রা
  • চতুর্থ অধ্যায়: কাব্যচিন্তায় বিচিত্রমুখী দ্বন্ধ ও তার পরিণাম