ছন্দ হচ্ছে ষড় বেদাঙ্গের মধ্যে একটি, যেখানে বেদ সংহিতার ছন্দবদ্ধ মন্ত্রসমূহের পাঠ বিষয়ে অধ্যয়ন করা হয়েছে। বৈদিক ছন্দ ও বৈদিক-পরবর্তী ছন্দের অধ্যয়ন হল ছন্দের অংশ।[১] চতুর্বেদের অধিকাংশ মন্ত্রসূহ ছন্দোবন্ধ। এসকল ছন্দ “অক্ষর ছন্দ” অর্থাৎ অক্ষর গণনা করে ছন্দ নির্ণয় করতে হয়। বেদে সাতটি ছন্দ দৃষ্ট হয়। যথা: গায়ত্রী, উষ্ণিক, অনুষ্টূপ, বৃহতী, পঙক্তি, ত্রিষ্টুপ এবং অগতী। এই সাতটি ছন্দ পরমেশ্বরের সাতটি হস্তরূপে কল্পনা করা হয়।
বৈদিক ছন্দসমূহ
ছন্দ | শব্দাংশ গঠন | শ্লোকের নম্বর[৩] | উদাহরণ[৪] |
---|---|---|---|
গায়ত্রী | ৮ ৮ ৮ | ২৪৪৭ | ঋগ্বেদ ৭.১.১-৩০, ৮.২.১৪[৫] |
ঊস্নিহ | ৮ ৮ ১২ | ৩৪১ | ঋগ্বেদ ১.৮.২৩-২৬[৬] |
অনুষ্টুভ | ৮ ৮ ৮ ৮ | ৮৫৫ | ঋগ্বেদ ৮.৬৯.৭-১৬, ১০.১৩৬.৭[৭] |
বৃহতি | ৮ ৮ ১২ ৮ | ১৮১ | ঋগ্বেদ ৫.১.৩৬, ৩.৯.১-৮[৮] |
পনক্তি | ৮ ৮ ৮ ৮ + ৮ | ৩১২ | ঋগ্বেদ ১.৮০–৮২[৯] |
ত্রিস্তুভ | ১১ ১১ ১১ ১১ | ৪২৫৩ | ঋগ্বেদ ৪.৫০.৪, ৭.৩.১-১২[১০] |
জগতি | ১২ ১২ ১২ ১২ | ১৩১৮ | ঋগ্বেদ ১.৫১.১৩, ৯.১১০.৪-১২[১১] |
এই সাতটি ছাড়াও, চৌদ্দটি কম ঘন ঘন উচ্চারণ-ভিত্তিক ছন্দ রয়েছে (বর্ণ-বৃত্ত বা অক্ষর-ছন্দ)।[১২] তদ্ব্যতীত, বেদে আরও কয়েকটি ছোট ছন্দ পাওয়া যায়।[১৩][১৪]