টোটেমবাদ হল মানুষ এবং প্রকৃতির মধ্যে সম্পর্কগত একধরনের বিশ্বাস। ‘টোটেম’ শব্দটির অর্থ “আমার এক আত্মীয়”। আমেরিকা, আফ্রিকা ও অস্ট্রেলিয়ার আদিম অধিবাসীদের মধ্যে এর বিবরণ পাওয়া গেছে। জাতিগত গোষ্ঠীগুলির মধ্যে গবেষণার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণত, কোন একটি স্বজাতির গোষ্ঠীর টোটেম একটি প্রাণী বা গাছ হয়ে থাকে। এগুলোকে তাদের কোন পবিত্র বস্তু হতে হয় এবং কেবলমাত্র তাদেরই অধিকারভুক্ত হতে হয়।[১][২][৩][৪][৫]

উত্তর আমেরিকা
উত্তর আমেরিকার টোটেম পোলসমূহ
ধর্মের নৃবিজ্ঞান |
---|
বিষয়ে ধারাবাহিকের একটি অংশ |
A totem pole in Ottawa, Ontario, Canada |
ঘটনা অধ্যয়ন |
সংশ্লিষ্ট নিবন্ধসমূহ |
মূখ্য তাত্ত্বিকবৃন্দ |
গবেষণা জার্নালসমূহ |