ডিগ্রি হচ্ছে দ্বিমাত্রিক কোণ পরিমাপের একটি একক। আরেকটি একক হচ্ছে রেডিয়ান। দুটি সরলরেখা যদি একটি আরেকটির উপর অবস্থান করে, তবে তাদের মধ্যেকার কোণের পরিমাণ হচ্ছে ০ ডিগ্রি। আর একটি রেখা সম্পূর্ণ ঘুরে এসে যদি আবার দ্বিতীয় রেখার উপর অবস্থান করে তবে ৩৬০ ডিগ্রি কোণ উৎপন্ন হয়। একটি রেখা আরেকটি রেখার সঙ্গে লম্ব ভাবে থাকলে তাদের মধ্যে কোণের পরিমাপ ৯০°। ডিগ্রির চিহ্ন হচ্ছে (°)। ৩০ ডিগ্রি কোণকে লেখা যায় ৩০°।
ডিগ্রি | |
---|---|
এককের তথ্য | |
একক পদ্ধতি | অ-এসআই একক |
যার একক | কোণ |
প্রতীক | °[১][২] or deg[৩] |
একক রুপান্তর | |
১ °[১][২] … | … সমান … |
ঘূর্ণন | 1/360 turn |
রেডিয়ান | π/180 rad ≈ 0.01745.. rad |
মিলিরেডিয়ান | 50·π/9 mrad ≈ 17.45.. mrad |
গ্রেডিয়ান | 10/9g |
