তেলুগু ভাষা

তেলুগু (তেলুগু ভাষায়: తెలుగు, আ-ধ্ব-ব: [ˈt̪elʊgʊ]) একটি দক্ষিণ-কেন্দ্রীয় দ্রাবিড় ভাষা। এটি মূলত ভারতের অন্ধ্র প্রদেশ ও তেলাঙ্গানায় প্রচলিত ও রাজ্য সরকারি ভাষা। এটি সবচেয়ে প্রচলিত দ্রাবিড় ভাষা এবং ভারতে হিন্দি ও বাংলার পর সবচেয়ে বেশি প্রচলিত ভাষা। [১][২]