দ্রাঘিমারেখা

দ্রাঘিমারেখা

দ্রাঘিমারেখা বা দ্রাঘিমা বা মধ্যরেখা হল পৃথিবীর উপর দিয়ে কল্পিত কতকগুলি নির্দিষ্টভাবে বিন্যস্ত মহাবৃত্তের অর্ধেক। এদের বিস্তার উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত অর্থাৎ এরা উত্তর-দক্ষিণে বিস্তৃত। একটি দ্রাঘিমার উপরিস্থিত সমস্ত বিন্দুর দ্রাঘিমাংশ সমান হয়। প্রতিটি দ্রাঘিমারেখা সমস্ত সমাক্ষরেখার সাথে লম্বভাবে অবস্থান করে। দ্রাঘিমারেখাগুলির দৈর্ঘ্য পরস্পর সমান, কারণ এদের প্রতিটিই পৃথিবীর উপরিস্থিত এক একটি মহাবৃত্তের অর্ধেক। এদের দৈর্ঘ্য ২০,০০৩.৯৩ কিমি (১২,৪২৯.৯ মাইল)।

অক্ষাংশ বৃত্ত / মধ্যরেখা
নিরক্ষরেখাকর্কটক্রান্তিমকরক্রান্তিসুমেরু বৃত্তকুমেরু বৃত্তনিরক্ষরেখাকর্কটক্রান্তিমকরক্রান্তিসুমেরু বৃত্তকুমেরু বৃত্তনিরক্ষরেখাকর্কটক্রান্তিমকরক্রান্তিসুমেরু বৃত্তকুমেরু বৃত্ত ০° পূ৩০°৬০°৯০°১২০°১৫০°১৮০°৩০°৬০°৯০°১২০°১৫০°১৮০°৫°১৫°২৫°৩৫°৪৫°৫৫°৬৫°৭৫°৮৫°৯৫°১০৫°১১৫°১২৫°১৩৫°১৪৫°১৫৫°১৬৫°১৭৫°৫°১৫°২৫°৩৫°৪৫°৫৫°৬৫°৭৫°৮৫°৯৫°১০৫°১১৫°১২৫°১৩৫°১৪৫°১৫৫°১৬৫°১৭৫°১০°২০°৪০°৫০°৭০°৮০°১০০°১১০°১৩০°১৪০°১৬০°১৭০°১০°২০°৪০°৫০°৭০°৮০°১০০°১১০°১৩০°১৪০°১৬০°১৭০°০°১০°২০°৩০°৪০°৫০°৬০°৭০°৮০°৯০°১০°২০°৩০°৪০°৫০°৬০°৭০°৮০°৯০°৫°১৫°২৫°৩৫°৪৫°৫৫°৬৫°৭৫°৮৫°৫°১৫°২৫°৩৫°৪৫°৫৫°৬৫°৭৫°৮৫°৪৫x৯০৪৫x৯০৪৫x৯০৪৫x৯০

বিষয়শ্রেণীসমূহ: