পত্রিকার পাতায় পাতায় সাধারণ জ্ঞান

১। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সম্প্রতি প্রকাশিত মাসিক পত্রিকার নাম কী?

= কালি ও কলম। উন্মোচন – ৯ ফেব্রুয়ারি, ২০২০। সম্পাদক – আবুল হাসনাত। ( নোট: কালি ও কলম সাহিত্যের সম্পাদক প্রেমেন্দু মিত্র )

২। বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্রের পরিচালক শ্যাম বেনেগাল

৩। সম্প্রতি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া নোভেল করোনাভাইরাসের উৎপত্তিস্থল কোথায়?

= উহান, হুবেই প্রদেশ, চীন।

৪। আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে প্রথমবারের মতো বাংলাদেশ কবে চ্যাম্পিয়ন হয়?

=৯ ফেব্রুয়ারি, ২০২০

৫। ব্রেক্সিটের ফলে European Union (EU) কে যুক্তরাজ্যের কী পরিমাণ অর্থ দিতে হবে?

= ৩৯ বিলিয়ন পাউন্ড।

৬। ‘একুশের দিনলিপি’ বইটি কার লেখা?

= ভাষা সংগ্রামী আহমদ রফিক।

০৭। ‘বঙ্গবন্ধুর বীরগাঁথা’ বইটির লেখক কে?

=সৈয়দ শামসুল হক।

০৮। বাংলাদেশ কবে নাগাদ স্যাটেলাইট-২ উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে?

= ২০২৩ সাল।

০৯। ‘বঙ্গবন্ধু শিল্পনগর’ কোথায় অবস্থিত?

= চট্টগ্রাম।

১০। চট্টগ্রাম বন্দরের গভীরতা কত?

= সাড়ে ৯ মিটার।

১১। ইউরোপীয় পার্লামেন্টের বর্তমান সদস্য সংখ্যা কত?

= ৭৫১ জন।

১২। বর্তমানে বাংলাদেশের কৃষিপণ্য বিশ্বের কতটি দেশে রফতানি হচ্ছে?

=১২১টি।

১৩। . জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত তৃতীয় বই ‘আমার দেখা নয়াচীন’ কখন রচনা করেন?

=১৯৫৪ সালে, কারাগারে রাজবন্দি থাকাকালে।

১৪। বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা’ কবিতাটি কার লেখা?

= শামসুর রাহমান।

১৫। ইতালির প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম কি?

= পালাজো চিগি।