পর্বত বলতে আমরা ভূ-পৃষ্ঠের এমন একটি অবস্থানকে বুঝি যার উচ্চতা অধিক এবং যা খাড়া ঢাল বিশিষ্ট। পর্বত সাধারণতঃ কমপক্ষে ৬০০ মিটার বা ২০০০ ফুট উচ্চতা বিশিষ্ট হয়।[তথ্যসূত্র প্রয়োজন]


মাউন্ট এভারেস্ট সহ হিমালয় পর্বতমালা।
সৃষ্টির কারণ
ভূ-অভ্যান্তরের টেকটনিক প্লেট এর সংঘর্ষের বা ভূমিকম্পের কারণে সৃষ্টি হয়, তখন নিচের মাটি গুলোর উত্থান হয়, বহুবছর ধরে এগুলো পরবর্তীতে পর্বতে পরিণত হয়।
প্রকারভেদ
- ভঙ্গিল পর্বত (fold mountains)
- স্তূপ পর্বত (block-fault mountains)
- বিন্ধ্য পর্বত
- কলোরাডোর রকি পর্বতমালা
- সঞ্চয়জাত পর্বত বা আগ্নেয়গিরি (Volcano)
- গম্বুজ পর্বত (domal upliftment)
- পশ্চিমঘাট পর্বতমালা
- ক্ষয়জাত পর্বত (residual mountain)