পিরি রেইসের মানচিত্র ১৫১৩ সালে অঙ্কিত একটি বিশ্ব মানচিত্র যেটি মধ্যযুগের উসমানীয় অ্যাডমিরাল মানচিত্রাঙ্কনবিদ পিরি রেইস কর্তৃক প্রস্তুতকৃত। মানচিত্রের প্রায় এক তৃতীয়াংশ পাওয়া গেছে; এটি ইউরোপ এবং উত্তর আফ্রিকার পশ্চিম উপকূল এবং ব্রাজিলের উপকূলকে নির্ভুলতার সাথে চিত্রায়িত করে। আজোরেস এবং ক্যানারি দ্বীপপুঞ্জ সহ বিভিন্ন আটলান্টিক দ্বীপ, যেমন টিলিয়া এবং সম্ভবত জাপানকে পৌরাণিক দ্বীপ হিসাবে চিত্রিত করা হয়েছে।
বিবরণ
এই মানচিত্রটি হরিণের চর্মে অঙ্কিত এবং বিভিন্ন বর্ণনায় এর মাপ হচ্ছেঃ ৯০ সে.মি. × ৬৩ সে.মি.,[২][৩] ৮৬ সে.মি. × ৬০ সে.মি.,[৪] ৯০ সে.মি. × ৬৫ সে.মি.,[৫][৬][৭] ৮৫ সে.মি. × ৬০ সে.মি.,[৮][৯] ৮৭ সে.মি. × ৬৩ সে.মি.,[১০] এবং ৮৬ সে.মি. × ৬২ সে.মি.।[১১]