বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ

০১| ১৯৭১ সালের মার্চে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করার অপারেশনের কোড নাম কী ছিল?

>>>অপারেশন বিগ বার্ড

০২| মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র রচনা করেন কে?

>>>ব্যারিস্টার আমীর-উল-ইসলাম

০৩| মুজিবনগর স্মৃতিসৌধের ২৩টি ত্রিভুজাকৃতির দেয়াল কোন অর্থ বহন করে?

>>>২৩ বছরের বঞ্চনার ইতিহাস

০৪| সবচেয়ে কম বয়সী বীরশ্রেষ্ঠ কে?

>>>সিপাহী হামিদুর রহমান

০৫| ২২ জুলাই ১৯৭১ সালে ভারতের কোনাবন অঞ্চলকে প্রথম কোন গোলন্দাজ ইউনিট গঠিত হয়?

>>>মুজিব ব্যাটারী

০৬| বীরশ্রেষ্ঠদের উপাধী দিয়ে সরকার গেজেট প্রকাশ করে কবে?

>>>১৫ ডিসেম্বর ১৯৭৩ সালে

০৭| যৌথ কমান্ডের আক্রমণে পাকিস্তানী বিমান বাহিনির সবগুলো বিমান ধ্বংস হয় কবে?

>>>৪ ডিসেম্বর ১৯৭১ সালে

০৮| বঙ্গবন্ধুকে দেশদ্রোহী ঘোষণা করে মৃত্যুদণ্ড দেওয়া হয় কবে?

>>>৭ সেপ্টেম্বর ১৯৭১ সালে ফায়জালাবাদ জেল,পাকিস্তান

০৯| ১৯৭০ সালে প্রাদেশিক পরিষদে বঙ্গবন্ধু কতটি আসন পেয়েছিল?

>>>২৮৮টি

১০| বিদেশের মাটিতে বাংলাদেশের জন্য অনশন করেছিল কে?

>>>আনা টেইলার,হোয়াইট হাউজের সামনে

১১| স্বাধীন বাংলা ফুটবল দল কবে গঠিত হয়?

>>>১৯৭১ সালে

>>>নোট রমজান

১২| বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান গণপরিষদের সদস্য নির্বাচিত হোন কত সালে?

>>>৫ জুন,১৯৫৫ সালে

১৩| বঙ্গবন্ধু পূর্ব বাংলার নাম “বাংলাদেশ”করেন কবে?

>>>৫ ডিসেম্বর ১৯৬৯ সালে

১৪| বঙ্গবন্ধুর ২৬ মার্চের স্বাধীনতা ঘোষণা সংবিধানের কততম সংশোধনীতে অন্তভুক্ত করা হয়?

>>>পঞ্চদশের ৬ষ্ঠ তফসিল

১৫| স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নামকরণ করা হয় কবে?

>>>২৮ মার্চ ১৯৭১ সালে

১৬| ২ নং সেক্টরের সেক্টর প্রধান কে ছিলেন?

>>>খালেদ মোশাররফ ও হায়দার

১৭| আ.স.ম আব্দুর রব বাংলাদেশের পতাকা উত্তলন করেন কবে?

>>>২ মার্চে

১৮| কোথায় বঙ্গবন্ধুর মান মন্দির নির্মাণ করা হবে?

>>>ফরিদপুরের ভাঙ্গায়।

১৯| বর্তমানে বাংলাদেশ মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানী করে কবে?

>>>ভাঙ্গা ফরিপুরে।

২০| মুজিবনগর সরকারের ডাকটিকেটের ডিজাইনার কে?

>>>বিমান মল্লিক

২১| বাংলাদেশের প্রথম লোহার খনি কোথায় অবস্থিত?

>>>হাকিমপুরের দিনাজপুরে

২২| বর্তমানে বাংলাদেশ কতটি দেশ থেকে জিএসপি সুবিধা পায়?

>>>৩৮টা

২৩| চন্দ্রগুপ্ত মৌর্যের সময় গ্রীসের রাষ্ট্রদূত কে ছিলেন?

>>>মেগাস্থিনিস

২৪| মুক্তিযুদ্ধকালে প্রকাশিত পত্রিকার নাম কী?

>>>জয় বাংলা

২৫| মানচিত্র খচিত প্রথম জাতীয় পতাকার ডিজাইনার কে?

>>>শিব নারায়ন দাস