বহুপদী

বহুপদী (ইংরেজি: Polynomial) হলো একটি গাণিতিক প্রকাশ, যা এক বা একাধিক চলক এবং তাদের ধনাত্মক পূর্ণ সাংখ্যিক ঘাত এবং ধ্রুবকের যোগ, বিয়োগ, গুণ এবং ভাগের মাধ্যমে সৃষ্টি হয়।[১] একটি এক চলক বিশিষ্ট দ্বিঘাত বহুপদী : x 2 − 4 x + 7 {\displaystyle x^{2}-4x+7}

গণিত এবং বিজ্ঞানে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ: বহুপদী সমীকরণ গঠনের মাধ্যমে বহু জটিল গাণিতিক সমস্যা সহজেই সমাধান করা যায়।

প্রকার

এক চলক বিশিষ্ট বহুপদী

a n x n + a n − 1 x n − 1 + ⋯ + a 2 x 2 + a 1 x + a 0 {\displaystyle a_{n}x^{n}+a_{n-1}x^{n-1}+\dotsb +a_{2}x^{2}+a_{1}x+a_{0}}

এটি একটি এক চলক বিশিষ্ট বহুপদী, যেখানে n ধনাত্মক পূর্ণ সংখ্যা। a 1 {\displaystyle a_{1}}থেকে a n {\displaystyle a_{n}}পর্যন্ত পদগুলো x xএর বিভিন্ন ঘাতের সহগ

লক্ষণীয় যে, x 2 + 1 x 3 + x + 3 {\displaystyle x^{2}+{\tfrac {1}{x^{3}}}+x+3} কোনো বহুপদী রাশি নয়। কারণ রাশিটির দ্বিতীয় পদে x x এর ঘাত − 3 {\displaystyle -3} যা ঋণাত্মক।

দুই চলক বিশিষ্ট বহুপদী

2 x 2 + 4 x 2 y + 5 x y 2 + 3 y 2 + 3 {\displaystyle 2x^{2}+4x^{2}y+5xy^{2}+3y^{2}+3}একটি দুই চলকবিশিষ্ট বহুপদী, যেখানে বহুপদীর সর্বোচ্চ ঘাত 3। উল্লেখ্য, কোনো বহুপদীতে যদি দুইটি চলক সংবলিত পদ x m y n {\displaystyle x^{m}y^{n}} আকারে থাকে, তবে বহুপদীর সর্বোচ্চ ঘাত হয় (m+n)। অর্থাৎ দুটি চলকের ঘাতের যোগফলের সমান।[২]

একঘাত বহুপদী

কোনো বহুপদী রাশিতে যদি চলকের সর্বোচ্চ ঘাত এক হয়, তবে সেই বহুপদী রাশিকে একঘাত বহুপদী বলা হয়।

এক চলক বিশিষ্ট একঘাত বহুপদী :

a x + b {\displaystyle ax+b}

এখানে ab উভয়ই ধ্রুবক

দুই চলকবিশিষ্ট একঘাত বহুপদী :

a x + b y + c {\displaystyle ax+by+c}

এখানে a, bc সবগুলোই ধ্রুবক।

দ্বিঘাত বহুপদী

যেসব বহুপদী রাশিতে চলকের সর্বোচ্চ ঘাত দুই, তাদেরকে দ্বিঘাত বহুপদী বলা হয়।

এক চলক বিশিষ্ট দ্বিঘাত বহুপদী :

a x 2 + b x + c {\displaystyle ax^{2}+bx+c}

এখানে a, bc ধ্রুবক। এখানে a≠0, কারণ a এর মান শূন্য হলে তা একঘাত বহুপদীতে পরিনত হবে।

দুই চলক বিশিষ্ট দ্বিঘাত বহুপদী :

a x 2 + b y 2 + c x y + d {\displaystyle ax^{2}+by^{2}+cxy+d}

a, b, cd ধ্রুবক।

ত্রিঘাত বহুপদী

যদি কোনো বহুপদী রাশিতে সর্বোচ্চ ঘাত সংখ্যা তিন হয়, তবে তাকে ত্রিঘাত বহুপদী বলা হয়।

এক চলক বিশিষ্ট ত্রিঘাত বহুপদী:

a x 3 + b x 2 + c x + d {\displaystyle ax^{3}+bx^{2}+cx+d}

এখানে a, b, cd ধ্রুবক।

বহুপদী সমীকরণ

মূল নিবন্ধ: বহুপদী সমীকরণ a n x n + a n − 1 x n − 1 + ⋯ + a 2 x 2 + a 1 x + a 0 = 0 , {\displaystyle a_{n}x^{n}+a_{n-1}x^{n-1}+\dotsb +a_{2}x^{2}+a_{1}x+a_{0}=0,}

আকারের সমীকরণকে বহুপদী সমীকরণ বলে। উল্লেখ্য, এখানেও n একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, a 0 , a 1 , a 2 . . . . . . . . . a n {\displaystyle a_{0},a_{1},a_{2}.........a_{n}}সহগ গুলো x বর্জিত সংখ্যা এবং a n {\displaystyle a_{n}} অবশ্যই শূন্য নয়। কারণ তা সমীকরণের সর্বোচ্চ ঘাতের সহগ