০১. নতুন করে সড়ক পরিবহন আইন -২০১৯ কার্যকর হয় কবে?
উত্তরঃ ১৭ নভেম্বর, ২০১৯. (আইন পাস হয় ১৯ সেপ্টেম্বর, ২০১৮)।
০২. দেশে পাইকারি বিদ্যুৎ সরবরাহকারী একমাত্র সংস্থা কোনটি?
উত্তরঃ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।
০৩. ঢাকা মহানগর পুলিশের বর্তমান কমিশনার কে?
উত্তরঃ শফিকুল ইসলাম।
০৪. সম্প্রতি বাংলাদেশ পুলিশের কোন ইউনিট তদন্ত সংস্থার মর্যাদা পেতে যাচ্ছে?
উত্তরঃ অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।
০৫. অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) কবে গঠিত হয়?
উত্তরঃ ২০ সেপ্টেম্বর, ২০১৭.
০৬. সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কে?
উত্তরঃ রাষ্ট্রপতি।
০৭. ‘শিখা অনির্বাণ’ কথায় অবস্থিত?
উত্তরঃ ঢাকা ক্যান্টনমেন্ট।
০৮. ‘বলাকা ভাস্কর্য’ কোথায় অবস্থিত?
উত্তরঃ মতিঝিল, ঢাকা।
০৯. ‘রাজবন বিহার’ কোথায় অবস্থিত?
উত্তরঃ রাঙ্গামাটি।
১০. বাংলাদেশ বর্তমানে কতটি দেশে কৃষি পণ্য রপ্তানি করে?
উত্তরঃ ১৪৪টি।
১১. বর্তমানে কৃষিজাত পণ্যের রপ্তানি আয় কত?
উত্তরঃ প্রায় ৪০০ মিলিয়ন মার্কিন ডলার।
১২. বাংলাদেশের বর্তমান খাদ্যমন্ত্রীর নাম কি?
উত্তরঃ সাধন চন্দ্র মজুমদার।
১৩. কোন জায়গাকে বাংলাদেশের শস্যভান্ডার (বাংলার ভেনিস) বলা হয়?
উত্তরঃ বরিশাল।
১৪. বাংলাদেশে কবে প্রথম বাণিজ্যিকভাবে চা চাষ শুরু হয়?
উত্তরঃ ১৯৫৪ সালে।
১৫. দেশের প্রথম চা বাগান কোথায়?
উত্তরঃ সিলেটের মালনীছড়া।
১৬. দেশের কোথায় চা বেশি জন্মে?
উত্তরঃ মৌলভীবাজার।
১৭. চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তরঃ শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
১৮. দেশে মোট চা বাগান কতটি?
উত্তরঃ ১৬৬টি।
১৯. গম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তরঃ দিনাজপুর।
২০. বাংলাদেশে কতটি জাতীয় পুরস্কার প্রচলিত আছে?
উত্তরঃ ৬টি (স্বাধীনতা পুরস্কার, একুশে পদক, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার, বেগম রোকেয়া পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, জাতীয় ক্রীড়া পুরস্কার।
#আন্তর্জাতিক বিষয়াবলী
০১. বিশ্বে প্রথম কোন দেশে ফাইভ-জি নেটওয়ার্ক চালু করা হয়?
উত্তরঃ দক্ষিণ করিয়া।
০২. ‘বেনটিঙ্ক স্ট্রিট’ কোথায় অবস্থিত?
উত্তরঃ কলকাতা, ভারত।
০৩. ‘মুত্তাহিদা কওমি মুভমেন্ট’ কোন দেশ ভিত্তিক রাজনৈতিক সংগঠন?
উত্তরঃ পাকিস্তান ভিত্তিক। (এর প্রতিষ্ঠাতা আলতাফ হুসেইন)
০৪. ‘হোয়াইট হেলমেট’ কোন দেশের সেনাবাহিনী?
উত্তরঃ সিরিয়া।
০৫. বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেস কবে পদত্যাগ করেন?
উত্তরঃ ১০ নভেম্বর, ২০১৯.
০৬. বলিভিয়ার সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচন কবে অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ২০ অক্টোবর, ২০১৯. (এই নির্বাচনে ইভো মোরালেস নির্বাচিত হন)
০৭. ‘ইদলিব শহর’ কোথায় অবস্থিত?
উত্তরঃ সিরিয়া।
০৮. ভারতে মোদি সরকার প্রথম দফায় ক্ষমতায় আসে কবে?
উত্তরঃ ২০১৪ সালে।
০৯. জাতিসংঘ শিশু অধিকার সনদ প্রণয়ন করে কবে?
উত্তরঃ ১৯৮৯ সালে।
১০. আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার -২০১৯ কে জিতেছেন?
উত্তরঃ সুইডিশ কিশোর পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ।
১১. ‘বাকিংহাম প্যালেস’ কোথায় অবস্থিত?
উত্তরঃ যুক্তরাজ্যে।
১২. ইরাকের বার্ষিক আয়ের কত শতাংশ তেল তেল রপ্তানি থেকে আসে?
উত্তরঃ ৮৫-৯০ শতাংশ।
১৩. ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’ কোন দেশ ভিত্তিক মানবাধিকার সংগঠন?
উত্তরঃ যুক্তরাজ্য।
#বিজ্ঞান ও প্রযুক্তি
০১. পটকা মাছে কোন বিষাক্ত উপাদান থাকে?
উত্তরঃ টেট্রোডোটক্সিন (সায়ানাইডের চেয়েও বিষাক্ত)।
০২. জাপানে ‘ফুজু’ নামক খাবার কি দিয়ে তৈরি করা হয়?
উত্তরঃ পটকা মাছ।
০৩. ষষ্ঠ প্রজন্মের ওয়াইফাই প্রযুক্তির সংস্করণের নাম কি?
উত্তরঃ ওয়াইফাই-সিক্স।
০৪. ‘কেমব্রিজ অ্যানালিটিকা’ কেলেঙ্কারির সাথে সম্পর্কিত কোন প্রযুক্তি প্রতিষ্ঠান?
উত্তরঃ ফেসবুক।
০৫. ‘উবার’ কি?
উত্তরঃ যাত্রী পরিবহনের ডিজিটাল সেবা।
০৬. কলাপাতার টেকসই পণ্য উদ্ভাবন করেছে কোন প্রতিষ্ঠান?
উত্তরঃ টেনিথ ইনোভেশন।
০৭. পরিবেশবান্ধব টেকসই কলাপাতা প্রযুক্তির উদ্ভাবক কে?
উত্তরঃ টেনিথ আদিত্য, ভারত।
০৮. Modulator ও Demodulator এর মাধ্যমে কোন প্রযুক্তি পণ্য তৈরি করা হয়?
উত্তরঃ মডেম।
০৯. Microprocessor প্রথম কবে বাজারে আসে?
উত্তরঃ ১৯৭১ সালে (প্রথম মাইক্রোপ্রসেসর – ইন্টেল ৪০০৪)।
১০. বাংলাদেশে ডিজিটাল পদ্ধতিতে ধান বেচা-কেনার অ্যাপের নাম কি?
উত্তরঃ কৃষকের অ্যাপ।
০১. দিবা-রাত্রির টেস্ট প্রথম কবে খেলা হয়?
উত্তরঃ ২০১৫ সালে।
০২. প্রথম দিবা-রাত্রির টেস্ট ম্যাচে কোন দুই দল অংশ নেয়?
উত্তরঃ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড (বিজয়ী অস্ট্রেলিয়া)।
০৩. এ পর্যন্ত কতটি স্টেডিয়ামে দিবা-রাত্রির টেস্ট ম্যাচ আয়োজন হয়েছে?
উত্তরঃ ৮টি (দুবাই, অ্যাডিলেড, ব্রিসবেন, এজবাস্টন, পোর্ট এলিজাবেথ, অকল্যান্ড, ব্রিজটাউন, কলকাতা)
০৪. ক্রিকেট পিচের দৈর্ঘ্য কত?
উত্তরঃ ২২ গজ।
০৫. বাংলাদেশ এ পর্যন্ত কতটি টেস্ট ম্যাচ খেলেছে?
উত্তরঃ ১১৭টি।
০৬. এসএ গেমস এর ১৩তম আসর কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তরঃ নেপালে (গেমস শুরু ১ ডিসেম্বর, ২০১৯)।
০৭. আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে অভিষিক্ত সর্বকনিষ্ঠ ক্রিকেটার কে?
উত্তরঃ হাসান রাজা, পাকিস্তান, ১৯৯৬ (১৪ বছর ২২৭ দিন)।
০৮. ‘রোল বল বিশ্বকাপ – ২০১৯’ (পঞ্চম আসর) কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তরঃ চেন্নাই, ভারত। (বাংলাদেশ তৃতীয়, চ্যাম্পিয়ন ভারত, রানার্সআপ কেনিয়া)
০৯. নারী ক্রিকেট বিশ্বকাপ শুরু হয় কবে?
উত্তরঃ ১৯৭৩ সালে ( পুরুষ ক্রিকেট বিশ্বকাপ শুরু ১৯৭৫ সালে)।
১০. গোলাপি বলে প্রথম ওয়ানডে ক্রিকেট খেলে কোন দুই দল?
উত্তরঃ ইংল্যান্ড নারী দল ও অস্ট্রেলিয়া নারী দল (২০০৯সালে)।
১১. বাংলাদেশে প্রথম গোলাপি বলে খেলা হয় কবে?
উত্তরঃ ২০১২-১৩ সিজনের বিসিএল ফাইনালে (নর্থ জোন বনাম সেন্ট্রাল জোন)।
১২. এ পর্যন্ত দিবা-রাত্রির মোট কতটি টেস্ট ম্যাচ খেলা হয়েছে?
উত্তরঃ ১২টি*।
১৩. বাংলাদেশ প্রথম কোন ক্রিকেট বিশ্বকাপে অংশ নেয়?
উত্তরঃ ইংল্যান্ড বিশ্বকাপ-১৯৯৯.
১৪. বাংলাদেশ ক্রিকেট দল কবে আইসিসির পূর্ণাঙ্গ সদস্যপদ লাভ করে?
উত্তরঃ জুন, ২০০০.