বাংলা উপসর্গের তালিকা

এই নিবন্ধটি বাংলা উপসর্গের তালিকা সংক্রান্ত।

বাংলা ভাষায় তৎসম, খাঁটি বাংলা ও বিদেশি – এই তিন ধরনের উপসর্গ দেখা যায়।

তৎসম উপসর্গ

উপসর্গযে অর্থে ব্যবহৃতউদাহরণ
প্র-প্রকৃষ্ট/ সম্যকপ্রভাব, প্রচলন, প্রস্ফুটিত
খ্যাতিপ্রসিদ্ধ, প্রতাপ, প্রভাব
আধিক্যপ্রগাঢ়, প্রচার, প্রবল, প্রসার
গতিপ্রবেশ, প্রস্থান
ধারা-পরম্পরা বা অনুগামিতপ্রপৌত্র, প্রশাখা, প্রশিষ্য
পরা-আতিশয্যপরাকাষ্ঠা, পরাক্রান্ত, পরায়ণ
বিপরীতপরাজয়, পরাভব
অপ-বিপরীতঅপমান, অপকার, অপচয়, অপবাদ
নিকৃষ্টঅপসংস্কৃতি, অপকর্ম, অপসৃষ্টি, অপযশ, অপব্যয়
স্থানান্তরঅপসারণ, অপহরণ, অপনোদন
বিকৃতিঅপমৃত্যু
সম্-সম্যক রূপেম্পূর্ণ, মৃদ্ধ, সমাদর
সম্মুখেসমাগত, সম্মু
নি-নিষেধনিবৃত্তি
নিশ্চয়নিবারণ, নির্ণয়
আতিশয্যনিদাঘ, নিদারুণ, নিগূঢ়
অভাবনিষ্কলুষ, নিষ্কাম
অব-হীনতা, প্রতিকূলঅবজ্ঞা, অবমাননা
সম্যকভাবেঅবরোধ, অবগাহন, অবগত
নিম্নে, অধোমুখিতাঅবতরণ, অবরোহণ, অবলম্বন
অল্পতাঅবশেষে, অবসান, বেলা
অনু-পশ্চাৎঅনুশোচনা, অনুগামী, অনুজ, অনুচর, অনুতাপ, অনুকরণ
সাদৃশ্যঅনুবাদ, অনুরূপ, অনুকার
পৌনঃপুনঅনুক্ষণ, অনুদিন, অনুশীলন
সঙ্গেঅনুকূল, অনুকম্পা
নির-/নিঃ-অভাবনিরক্ষর, নিরব, নির্জীব, নিরহঙ্কার, নিরাশ্রয়, নির্ধ
নিশ্চয়নির্ধারণ, নির্ণয়, নির্ভ
বাহির, বহির্মুখিতানির্গত, নিঃসরণ, নির্বাসন
দুর-মন্দদুর্ভাগ্য, দুর্দশা, দুর্না
কষ্টসাধ্যদুর্লভ, দুর্গম, দুরতিক্রম্য, দুর্মূল্য
বি-বিশেষ রূপেবিধৃত, বিশুদ্ধ, বিজ্ঞান, বিবস্ত্র, বিশুষ্ক
অভাববিনিদ্র, বিবর্ণ, বিশৃঙ্খল, বিফল
গতিবিচরণ, বিক্ষেপ
অপ্রকৃতস্থবিকার, বিপর্যয়
সু-উত্তমসুকণ্ঠ, সুকৃতি, সুচরিত্র, সুপ্রিয়, সুনীল
সহজসুগম, সুসাধ্য, সুলভ
আতিশয্যসুচতুর, সুকঠিন, সুধীর, সুনিপুণ, সুতীক্ষ্ণ
উৎ-ঊর্ধ্বমুখিতাউদ্যম, উন্নতি, উৎক্ষিপ্ত, উদগ্রীব, উত্তোলন
আতিশয্যউচ্ছেদ, উত্তপ্ত, উৎফুল্ল, উৎসুক, উৎপীড়ন
প্রস্তুতিউৎপাদন, উচ্চারণ
অপকর্ষউৎকোচ, উচ্ছৃঙ্খল, ৎকট
অধি-আধিপত্যঅধিকার, অধিপতি, অধিবাসী
উপরিঅধিরোহণ, অধিষ্ঠান
ব্যাপ্তিঅধিকার, অধিবাস, অধিগত
পরি-বিশেষ রূপেপরিপক্ব, পরিপূর্ণ, পরিবর্তন
শেষপরিশেষ, পরিসীমা
সম্যক রূপেপরিশ্রান্ত, পরীক্ষা, পরিমাণ
চতুর্দিকপরিভ্রমণ, পরিমণ্ডল, পরিক্রমণ
প্রতি-সদৃশপ্রতিমূর্তি, প্রতিধ্বনি
বিরোধপ্রতিবাদ, প্রতিদ্বন্দ্বী
পৌনঃপুনপ্রতিদিন, প্রতিমাস
অনুরূপ কাজপ্রতিঘাত, প্রতিদান, প্রত্যুপকার
উপ-সামীপ্য অর্থেউপকূল, উপকণ্ঠ
সদৃশউপদ্বীপ, উপবন
ক্ষুদ্রউপগ্রহ, উপসাগর, উপনেতা
বিশেষউপনয়ন, উপভোগ
অভি-সম্যকঅভিব্যক্তি, অভিজ্ঞ, অভিভূত
গমনঅভিযান, অভিসার
সম্মুখ বা দিকঅভিমুখ, অভিবাদন
অতি-আতিশয্যঅতিকায়, অত্যাচার, অতিশয়
অতিক্রমঅতিমানব, অতিপ্রাকৃত
আ-পর্যন্তকণ্য, মরণ, সমুদ্র
ঈষৎরক্ত, ভাস
বিপরীতদান, গমন
অপি-যদিপিচ [প্রাচীন বাংলায় ব্যবহৃত], অপিনিহিতি

খাঁটি বাংলা উপসর্গ

উপসর্গঅর্থদ্যোতকতাউদাহরণ
অ-নিন্দিতকেজো, চেনা, পয়া
অভাবচিন, জানা, থৈ
ক্রমাগতঝোর, ঝোরে
অঘা-বোকাঅঘারাম, অঘাচণ্ডী
অজ-নিতান্তঅজপাড়া, অজমূর্খ, অজপুকুর
অনা-অভাবঅনাবৃষ্টি, অনাদর
ছাড়াঅনাছিষ্টি, অনাচার
অশুভঅনামুখো
আ-অভাবকাঁড়া, ধোয়া, লুনি
বাজে/নিকৃষ্টকাঠা, গাছা
আড়-বক্রআড়চোখে, আড়নয়নে
অর্ধেক/প্রায়আড়ক্ষ্যাপা, আড়মোড়া, আড়পাগলা
বিশিষ্টআড়কোলা, আড়গড়া, আড়কাঠি
আন-নেতিবাচকআনকোরা
বিক্ষিপ্তআনচান, আনমনা
আব-অস্পষ্টতাআবছায়া, আবডাল
ইতি-এরইতিকর্তব্য, ইতিপূর্বে
পুরনোইতিকথা, ইতিহাস
ঊন- (ঊনু-/ঊনা-)কমঊনপাঁজুরে, উনিশ [উন+বিশ], ঊনাভাত
কদ্-নিন্দিতকদবেল, কদর্য, কদাকার
কু-কুৎসিত, অপকর্ষকুঅভ্যাস, কুপ্রথা, কুনজর, কুসঙ্গ
নি-নেতিবাচক/নেইনিখুঁত, নিখোঁজ, নিলাজ, নিভাঁজ, নিরেট
পাতি-ক্ষুদ্রপাতিহাঁস, পাতিশিয়াল, পাতিলেবু, পাতকুয়ো
বি-ভিন্নতা/নেই/নিন্দনীয়বিভূঁই, বিফল, বিপথ
ভর-পূর্ণতাভরপেট, ভরঃ’সাঁঝ, ভরপুর, ভরদুপুর, ভরসন্ধ্যা
রাম-বড়;উৎকৃষ্টরামছাগল, রামদা, রামশিঙ্গা, রামবোকা
স-সঙ্গেরাজ, রব, ঠিক, জোর, পাট
সা-উৎকৃষ্টসাজিরা, সাজোয়ান
সু-উত্তমসুনজর, সুখবর, সুদিন, সুনাম, সুকাজ
হা-অভাবহাপিত্যেশ, হাভাতে, হাঘরে

বিদেশি উপসর্গ

ফার্সি উপসর্গ

উপসর্গফার্সি রূপযে অর্থে প্রযুক্তউদাহরণ
কার্-کارকাজকারখানা, কারসাজি, কারচুপি, কারবার, কারদানি
দর্-درমধ্যস্থ, অধীনদরপত্তনী, দরপাট্টা, দরদালান, দরখাস্ত
না-ناনেতিবাচকনাচার, নারাজ, নামঞ্জুর, নাখোশ, নালায়েক
নিম্-نیمঅর্ধেকনিমরাজি, নিমখুন, নিমমোল্লা
ফি-فیপ্রতিফি-রোজ, ফি-হপ্তা, ফি-বছর, ফি-সন, ফি-মাস
বদ্-بدমন্দবদমেজাজ, বদরাগী, বদমাশ, বদহজম, বদনাম, বজ্জাত, বদহাল, বদবখ্ত
বে-بیনেতিবাচক/নয়বেআদব, বেআক্কেল, বেকসুর, বেকায়দা, বেহায়া, বেনজির, বেগতিক, বেতার, বেকার, বেশরম, বেতমিজ
বর্-برবাইরে, মধ্যেবরখাস্ত, বরদাস্ত, বরখেলাপ, বরবাদ
ব্-بসহিতমাল, নাম, কলম, হাল
কম্-کمস্বল্পকমজোর, কমবখ্ত, কমআক্কেল, কমপোখ্ত
দস্ত-دستনিজদস্তখত
সে-سهতিনটি (৩)সেতার, সেপায়া

আরবি উপসর্গ

উপসর্গআরবি রূপযে অর্থে প্রযুক্তউদাহরণ
আম্-عامসাধারণআমদরবার, আমমোক্তার
খাস্-خاصবিশেষখাসমহল, খাসখবর, খাসদরবার, খাসদখল
লা-لاনেতিবাচক/নেইলাজবাব, লাখেরাজ, লাওয়ারিশ, লাপাত্তা
গর্-غيرঅভাবগরমিল, গরহাজির, গররাজি
বাজেبعضবিবিধ অপ্রয়োজনীয়বাজে খরচ, ‘বাজে কথা, বাজে জমা
খয়েরخيرভালোখয়ের খাঁ

ইংরেজি উপসর্গ

উপসর্গইংরেজি রূপযে অর্থে প্রযুক্তউদাহরণ
ফুল-Fullপূর্ণফুল-হাতা, ফুল-শার্ট, ফুল-বাবু, ফুল-প্যান্ট, ফুল-মোজা
হাফ-Halfঅর্ধেকহাফ-হাতা, হাফ-টিকেট, হাফ-স্কুল, হাফ-প্যান্ট, হাফ-নেতা
হেড-Headপ্রধানহেড-মাস্টার, হেড-অফিস, হেড-পণ্ডিত, হেড-মৌলভি
সাব-Subঅধীনসাব-অফিস, সাব-জজ, সাব-ইন্সপেক্টর

হিন্দুস্তানি উপসর্গ

উপসর্গহিন্দুস্তানি রূপযে অর্থে ব্যবহৃত হয়েছেউদাহরণ
হর-حر
हर
প্রত্যেকহররোজ, হরমাহিনা, হরকিসিম, হরহামেশা, হরেক, হরতাল

আরও দেখুন