বিশ্বকাপ প্রতিযোগিতা

বিশ্বকাপ প্রতিযোগিতা

বিশ্বকাপ (ইংরেজি: World cup) এক ধরনের বৈশ্বিক ক্রীড়া প্রতিযোগিতাবিশেষ। এতে সচরাচর বিভিন্ন দেশের জাতীয় দল বা ব্যক্তিগতভাবে কোন খেলোয়াড় সংশ্লিষ্ট দেশের প্রতিনিধিত্ব করে ও বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা জয় করে নিজ দেশের পরিচিতি বিশ্ব ক্রীড়াঙ্গনে তুলে ধরে। বিশ্বকাপকে সচরাচর নির্দিষ্ট ক্রীড়া বা খেলার প্রধান প্রতিযোগিতা হিসেবে বিবেচনা করা হয়। বিজয়ী দল বা ব্যক্তি ঐ খেলায় সর্বোচ্চ সম্মাননা ও ক্রীড়ায় সর্বশ্রেষ্ঠ হিসেবে বিবেচিত হন। তবে অলিম্পিকের ন্যায় কিছু কিছু খেলায় শিরোপালাভ করাও বিশ্বকাপের সমতুল্য।

বিশ্বকাপ প্রতিযোগিতা

বেশকিছু খেলা বিশ্ববাসীর কাছে অত্যন্ত জনপ্রিয়। কিন্তু ফিফা বিশ্বকাপকেই সাধারণতঃ বিশ্বকাপ নামে ডাকা হয়।[১] ১৯৩০ সালে প্রথমবারের মতো এসোসিয়েশন ফুটবল প্রতিযোগিতার বৈশ্বিক অসম্ভব জনপ্রিয়তাই এর মূল কারণ।

বৈশিষ্ট্যাবলী

কিছু ক্রীড়া পরিচালনাকারী সংস্থা বিশ্বকাপের পরিবর্তে বিশ্ব চ্যাম্পিয়নশীপ বা এর সম্পর্কযুক্ত অন্যকোন ক্রীড়া পরিভাষা ব্যবহার করে। সংস্থাগুলো অনেক সময় বিশ্বকাপ এবং বিশ্ব চ্যাম্পিয়নশীপ – উভয় ধরনের প্রতিযোগিতাই ভিন্ন ভিন্ন নিয়ম-কানুন প্রয়োগপূর্বক আয়োজন করে থাকে। সংক্ষিপ্ত কিংবা দীর্ঘমেয়াদী সময়কালের উপযোগী করে বিশ্বকাপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কোন কোন ক্ষেত্রে বয়সসীমা, উন্মুক্ত, লিঙ্গভেদ ইত্যাদি বিভিন্ন প্রকারে আয়োজন করা হয়। দলের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কয়েকটি গ্রুপে বিভক্ত করা হয়। প্রায়শঃই নক-আউট প্রতিযোগিতার মাধ্যমে বিশ্বকাপের সমাপণ ঘটানো হয়। এক্ষেত্রে দলের সংখ্যা যখন দুইটি হয়, তখন পূর্ব নির্ধারিত সময়সূচী অনুযায়ী বিশ্বকাপের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। খেলার বিজয়ীকে বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব হিসেবে সোনা কিংবা রূপায় মোড়ানো এবং তুলনামূলকভাবে বড় সুন্দর একটি ট্রফি প্রদান করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী খেলোয়াড়দেরকেও পদক প্রদান করা হয়। খুব কমক্ষেত্রেই উভয় দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। বিজয়ী দল এ খেতাব পরবর্তী চার, দুই কিংবা এক বছরের জন্য প্রাপ্য হন। দলগত ক্রীড়ায় এর বহুল প্রয়োগ ঘটে। বিশ্বকাপ ফুটবলের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি’র নিয়ন্ত্রণাধীন বিশ্বকাপ ক্রিকেটের জনপ্রিয়তাও বৈশ্বিকভাবে স্বীকৃত।

তালিকা

গ্রীষ্মকালীন

খেলানামধরনশুরুবর্তমান চ্যাম্পিয়নপরবর্তী সালআয়োজনকাল
আমেরিকান ফুটবলআইএফএএফ বিশ্বকাপ[২]দলগত১৯৯৯ মার্কিন যুক্তরাষ্ট্র (২০১১)২০১৫৪ বছর
ওয়াটার পোলোফিনা ওয়াটার পোলো বিশ্বকাপদলগত১৯৭৯ সার্বিয়া (২০১০)২০১৪৪ বছর
ফিনা প্রমিলা ওয়াটার পোলো বিশ্বকাপদলগত১৯৭৯ মার্কিন যুক্তরাষ্ট্র (২০১০)২০১৪৪ বছর
অ্যাসোসিয়েশন ফুটবল (সকার)ফিফা বিশ্বকাপদলগত১৯৩০ স্পেন (২০১০)২০১৪৪ বছর
ফিফা মহিলা বিশ্বকাপদলগত১৯৯১ জাপান (২০১১)২০১৫৪ বছর
অ্যাথলেটিক্‌স (ট্র্যাক এন্ড ফিল্ড)আইএএএফ মহাদেশীয় কাপদেশ এবং মহাদেশ১৯৭৭ইউরোপ (পুরুষ)
রাশিয়া (প্রমিলা)
(উভয়ই ২০০৬)
২০১০ সালে আইএএএফ মহাদেশীয় কাপশুরুতে ২ বছর, পরবর্তীতে ৪ বছর
বাস্কেটবলফিবা বাস্কেটবল বিশ্বকাপদলগত১৯৫০ মার্কিন যুক্তরাষ্ট্র (২০১০)২০১৪৪ বছর
ফিবা মহিলা বিশ্ব চ্যাম্পিয়নশীপদলগত১৯৫৩ মার্কিন যুক্তরাষ্ট্র (২০১০)২০১৪৪ বছর
ক্রিকেটক্রিকেট বিশ্বকাপ (একদিনের আন্তর্জাতিক)দলগত১৯৭৫ ভারত (২০১১)২০১৫৪ বছর
মহিলা ক্রিকেট বিশ্বকাপ (একদিনের আন্তর্জাতিক)দলগত১৯৭৩ ইংল্যান্ড (২০০৯)২০১৩৪ বছর
ফিল্ড হকিবিশ্বকাপ হকিদলগত১৯৭১ অস্ট্রেলিয়া (২০১০)২০১৪৪ বছর
মহিলা বিশ্বকাপ হকিদলগত১৯৭৪ আর্জেন্টিনা (২০১০)২০১৪৪ বছর
ফিস্টবলফিস্টবল বিশ্বকাপদলগত১৯৬৮ জার্মানি (২০১১)২০১৫৪ বছর
ফুটসালফিফা ফুটসাল বিশ্বকাপদলগত১৯৮৯ ব্রাজিল (২০০৮)২০১২৪ বছর
লাক্রোজপ্রমিলা লাক্রোজ বিশ্বকাপদলগত১৯৮২ যুক্তরাষ্ট্র (২০০৯)২০১৩৪ বছর
রাগবি লীগ ফুটবলরাগবি লীগ বিশ্বকাপদলগত১৯৫৪ নিউজিল্যান্ড (২০০৮)২০১৩২০১৩ এর পর ৪ বছর
প্রমিলা রাগবি লীগ বিশ্বকাপদলগত২০০০ নিউজিল্যান্ড (২০০৮)২০১৩২০১৩ এর পর ৪ বছর
রাগবি ইউনিয়নরাগবি বিশ্বকাপদলগত১৯৮৭ নিউজিল্যান্ড (২০১১)২০১৫৪ বছর
মহিলা রাগবি বিশ্বকাপদলগত১৯৯১ নিউজিল্যান্ড (২০১০)২০১৪৪ বছর
রাগবি ইউনিয়ন সেভেন্সরাগবি বিশ্বকাপ সেভেন্স (পুরুষ)দলগত১৯৯৩ ওয়েলস (২০০৯)২০১৩[৩]৪ বছর
রাগবি বিশ্বকাপ সেভেন্স (প্রমিলা)দলগত২০০৯[৪] অস্ট্রেলিয়া (২০০৯)২০১৩[৩]৪ বছর
টাচ ফুটবলটাচ ফুটবল বিশ্বকাপদলগত১৯৮৮ অস্ট্রেলিয়া (পুরুষ ও প্রমিলা – উভয়ের জন্যে)
(২০০৭)
২০১১৪ বছর
ভলিবলপুরুষদের এফআইভিবি বিশ্ব চ্যাম্পিয়নশীপদলগত১৯৪৯ ব্রাজিল (২০১০)২০১৪৪ বছর
মহিলা এফআইভিবি বিশ্ব চ্যাম্পিয়নশীপদলগত১৯৫২ রাশিয়া (২০১০)২০১৪৪ বছর

শীতকালীন

টেমপ্লেট:বিশ্বকাপের তালিকা : শীতকালীন

অন্যান্য

টেমপ্লেট:বিশ্বকাপের তালিকা : অন্যান্য