বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার চালূ হয়? উত্তরঃ ১৯৯৩ সালে।
বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সবার জন্য উন্মুক্ত করে? উত্তরঃ ১৯৯৬ সালে।
বাংলাদেশে সর্বপ্রথম ডাক টিকেট চালু হয়? উত্তরঃ ২০ জুলাই, ১৯৭১ সাল।
বাংলাদেশের মোট ডাকঘরের সংখ্যা কতটি? উত্তরঃ ৯৮৬০ টি।
বাংলাদেশে ই-পোস্ট সার্ভিস কবে চালূ হয়? উত্তরঃ ১৬ আগষ্ট, ২০০০।
বাংলাদেশের প্রথম অনলাইন কুরিয়ার সার্ভিসের নাম কি? উত্তরঃ ইজি-পোস্ট।
বাংলাদেশে কবে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালূ হয়? উত্তরঃ ০৪ জানুয়ারী, ১৯৯০।
বাংলাদেশে কবে, কোথায় সাইবার ক্যাফে চালু হয়? উত্তরঃ ১৯৯৯ সালে, বনানী।
বাংলাদেশে আইটি ভিলেজ কোথায় স্থাপনের উদ্যোগ গ্রহন করেছে? উত্তরঃ গাজিপুরের কালিয়াকৈর।
ইন্টারনেটের মাধ্যমে কম খরচে ফোন করার প্রযুক্তির নাম কি? উত্তরঃ ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল বা ভিওআইপি।
বাংলাদেশের প্রথম মোবাইল ফোন কোম্পানীর নাম কি? উত্তরঃ সিটিসেল ডিজিটাল, ১৯৯৩ সাল।

বিশ্বের প্রথম ডাক টিকেট চালু হয় কোথায়? উত্তরঃ ব্রিটেনে।
ভারতবর্ষে কখন ডাক টিকেট চালু হয়? উত্তরঃ ১৮৭৫ সাল।
বাংলাদেশে কখন থেকে কার্ড ফোন চালূ হয়? উত্তরঃ ১৯৯২ সালে।
দেশে মোট কয়টি মোবাইল ফোন কোম্পানী সার্ভিস প্রদান করছে? উত্তরঃ ৬ টি।
বিটিআরসি কি? উত্তরঃ বাংলাদেশ টেলিকম রেগুলারেটরী কমিশন।
দেশে মাল্টিমিটারিং সিস্টেম চালু হয় কবে? উত্তরঃ ৩০ জুন, ২০০২।
বাংলাদেশ বেতার কেন্দ্র গুলো কোথায় অবস্থিত? উত্তরঃ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বগুড়া, রংপুর, কুমিল্লা, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, বরিশাল, যশোর ও কক্সবাজার।

বর্তমানে কয়টি বেসরকারী এফএম রেডিও স্টেশন চালু আছে? উত্তরঃ ৪টি (রেডিও টুডে, রেডিও ফুর্তি, রেডিও এবিসি ও রেডিও আমার)
কবে প্রথম বাংলাদেশে টেলিভিশন কেন্দ্র স্থাপন করা হয়? উত্তরঃ ২৫ ডিসেম্বর, ১৯৬৪ সাল।
কবে বাংলাদেশে রঙিন টেলিভিশন চালু হয়? উত্তরঃ ১ ডিসেম্বর, ১৯৮০।
ঢাকার রামপুরায় কবে টেলিভিশন কেন্দ্র স্থাপন করা হয়? উত্তরঃ ১৯৭৫ সাল।
বাংলাদেশ টেলিভিশনের পূর্নাঙ্গ কেন্দ্র কতটি? উত্তরঃ ০২ টি।
বাংলাদেশ বেতার থেকে কোন কোন ভাষায় অনুষ্ঠান সমপ্রচার করা হয়? উত্তরঃ বাংলা, ইংরেজি, র্উদু, হিন্দী, আরবী ও নেপালী।
বাংলদেশ বেতারের সদর দপ্তর কোথায়? উত্তরঃ ঢাকার আগারগাঁওয়ে।
স্বধীনবাংলা বেতার কেন্দ্র কোথায় স্থাপিত হয়েছেল? উত্তরঃ চট্টগ্রামের কালুরঘাট।
রেডিও পাকিস্তানের নাম কবে ঢাকা বেতার কেন্দ্র রাখা হয়? উত্তরঃ ০৪ মার্চ, ১৯৭১।
জাতীয় সংসদে কবে বেতার-টিভির স্বায়ত্বশাসন বিল পাস হয়? উত্তরঃ ১২ জুলাই, ২০০১।
বেসরকারী রেডিও স্টেশনের নাম কি? উত্তরঃ রেডিও মেট্রোওয়েভ।
চট্টগ্রাম পূর্নাঙ্গ টেলিভিশন কেন্দ্রটি স্থাপন করা হয়? উত্তরঃ ১৯ ডিসেম্বর, ১৯৯৬ সাল।

বাংলাদেশ টেলিভিশনের উপকেন্দ্র কয়টি? উত্তরঃ ১৪ টি।
বাংলাদেশ টেলিভিশনের প্রথম নাটক কোনটি? উত্তরঃ একতলা দোতলা, ফেব্রুয়ারী, ১৯৬৫।
বাংলাদেশে টেলিভিশনের প্রথম সংগীত শিল্পী কে? উত্তরঃ ফেরদৌসী রহমান।
দেশের প্রথম বেসরকারী টেলিভিশনের নাম কি? উত্তরঃ একুশে টেলিভিশন।
একুশে টেলিভিশন চালু হয়? উত্তরঃ ৮ মার্চ, ১৯৯৮।
একুশে টেলিভিশন বন্ধ হয়ে যায়? উত্তরঃ ২৯ আগষ্ট, ২০০২।
একুশে টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কে ছিলেন? উত্তরঃ সাইমন ড্রিং।
বাংলাদেশ টেলিভিশন কবে আনুষ্ঠানিকভাবে স্যাটেলাইট সম্প্রচার শুরু করে? উত্তরঃ ১১ এপ্রিল, ২০০৪।
বাংলাদেশে কখন থেকে ডিশ এন্টেনা ব্যবহারের সরকারী সিদ্ধান্ত হয়? উত্তরঃ ২৭ এপ্রিল, ১৯৯২।
বাংলাদেশে ভু-উপগ্রহ কেন্দ্র কয়টি? উত্তরঃ ৪ টি। বেতবুনিয়া, তালিবাবাদ, মহাখালী ও সিলেট।
বেতবুনিয়া কোন জেলায় অবস্থিত? উত্তরঃ রাঙ্গামাটি।
তালিবাবাদ কোন জেলায় অবস্থিত? উত্তরঃ গাজিপুর।

বাংলাদেশে টেলিভিশনের প্রথম অনুষ্ঠান কি? উত্তরঃ ৫০ মিনিটের ইংরেজি সিনেমা।
বাংলাদেশে টেলিভিশনের প্রথম সংবাদ পাঠক কে? উত্তরঃ হুমায়ুন চৌধুরী।
বাংলাদেশে টেলিভিশনের প্রথম ইংরেজি সংবাদ পাঠক কে? উত্তরঃ আলম রশীদ।
বাংলাদেশে টেলিভিশনের প্রথম অনুষ্ঠান পরিচালক কে? উত্তরঃ কলিম শরাফী।
বাংলাদেশ টেলিভিশনের প্রথম টিভি সিরিয়ালের নাম কি? উত্তরঃ ত্রিরত্ন, ১৯৬৬।
বাংলাদেশ টেলিভিশনে প্যাকেজ অনুষ্ঠান গৃহীত হয়? উত্তরঃ ১৯৯৪ সালে।
বাংলাদেশে কতটি আবহাওয়া কেন্দ্র আছে? উত্তরঃ ০৩ টি।
বাংলাদেশের প্রথম ডিজিটাল পত্রিকার নাম কি? উত্তরঃ আইটি.কম।
বাংলাদেশের প্রথম অনলাইন সংবাদ সংস্থার নাম কি? উত্তরঃ বিডিনিউজ২৪.কম
জাতীয় সংবাদ সংস্থার নাম কি? উত্তরঃ বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।
বাংলাদেশ সংবাদ সংস্থার প্রতিষ্ঠিত হয়? উত্তরঃ ১৯৭২ সালে।

Comments

5 responses to “বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি”

  1. Sophie Evans Avatar
    Sophie Evans

    Hi!
    I’m giving away a no-cost marketing setup that’s getting businesses 5–10 more customer inquiries monthly. Your competitors are already using this right now. It’s built specifically for home service pros. Want in before all the spots are gone? https://cme.sh/free-advert

    All the best
    William Walker

  2. William Taylor Avatar
    William Taylor

    Got a quick one for you
    would you like to be featured in a new local business directory? This solves the problem of customers looking for your services and finding your competitors instead. We’re featuring home service businesses like yours. Interested in being one of the first featured? https://cme.sh/freely-seen

    Regards
    Henry Wilson

  3. Margaret Julia Avatar
    Margaret Julia

    Hello,

    We have a promotional offer for your website bcsquestion.com.

    What if you could use the best AI models in the world without limits or extra costs? Now you can. With our brand-new AI-powered app, you’ll have ChatGPT, Gemini Pro, Stable Diffusion, Cohere AI, Leonardo AI Pro, and more — all under one roof. No monthly subscriptions, no API key expenses, no experience required, just one dashboard, one payment, and endless possibilities.

    See it in action: https://aistore.vinhgrowth.com

    You are receiving this message because we believe our offer may be relevant to you. 
    If you do not wish to receive further communications from us, please click here to UNSUBSCRIBE: https://vinhgrowth.com/unsubscribe?domain=bcsquestion.com
    Address: 60 Crown Street, London
    Looking out for you, Margaret Julia

  4. Lori Shultz Avatar
    Lori Shultz

    Hi. We run a YouTube growth service, which increases your number of subscribers both safety and practically.

    – We guarantee to gain you new 500 subscribers per month
    – People subscribe because they are interested in your videos/channel, increasing video likes, comments and interaction.
    – All actions are made manually by our team. We do not use any bots.

    The price is just $60 (USD) per month, and we can start immediately. If you are interested and would like to see some of our previous work, let me know and we can discuss further.

    Kind Regards,

    To Unsubscribe, reply with the word unsubscribe in the subject.

  5. Brigette Bustos Avatar
    Brigette Bustos

    Are you searching for a job that can be done right away? If so, countless businesses are hiring website chat support agents – no experience is needed, as full training will be provided.

    Click here to complete your application if you are interested.

    —–> https://themoneyfromhome.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *