BCS Question | Online Preparation
BCS Question
Primary Question
Ask Question
BCS Qustion Model Test 3/100
Written by
admin
in
BCS Question Quiz
Start Quiz
Page 1 of 159
বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনী এবং সেনাবাহিনী কোন দেশের?
উত্তরঃ চীন।
Page 2 of 159
১৯৩৭ সালে মুললিম লীগের দাপ্তারিক ভাষা উর্দু করার প্রস্তারের বিরোধিতা করেন কে?
উত্তরঃ শেরেবাংলা এ কে ফজলুল হক
Page 3 of 159
জার্মানি কার্ল কুবল ফাউন্ডেশন ফর চিলড্রেন অ্যান্ড ফ্যামিলি সম্প্রতি কোন কোন বাংলাদেশিকে মর্যাদার্পূণ ‘কার্ল কুবল’ পুরস্কার ভূষিত করেছে?
উত্তরঃ ড. মুহাম্মদ ইউনূস
Page 4 of 159
প্রতি বছর কত তারিখে ‘বিশ্ব শিক্ষক দিবস’পালিত হয়?
উত্তরঃ ৫ অক্টোবর
Page 5 of 159
দেশের একমাত্র বিদ্যুৎ সঞ্চালনকারী সংস্থা ‘পাওয়া গ্রিড কোম্পানি অব বাংলাদেশ ( পিজিসিবি)’ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৯৬ সালে
Page 6 of 159
ব্রুনেইয়ের বর্তমান সুলতান কে?
উত্তরঃ সুলতান হাজি হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদদৌল্লাহ
Page 7 of 159
দেশের ইতিহাসে সবচেয়ে বড় বিদ্যুৎ বির্পয়ের ঘটনা ঘটে কবে?
উত্তরঃ ১ নভেম্বর , ২০১৪
Page 8 of 159
চীনের প্রেসিডেন্ট সি চিন চিন পিং আনুষ্ঠানিক কবে’ বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ ( জিডিআই)’ গঠনের ঘোষণা দেন?
উত্তরঃ ২১ সেপ্টেম্বর, ২০২১ ( এ পর্যন্ত যুক্ত হয়েছে – ৬০ টি দেশ)
Page 9 of 159
রসায়নশাস্ত্রে ‘নোবেল পুরস্কার -২০২২’লাভ করেছেন কে?
উত্তরঃ ক্যারোলিন আর বারতোজ্জি ( যুক্তরাষ্ট্র) মর্টেন মেলডাল (ডেনমার্ক) ও ব্যারি শার্পলেস ( যুক্তরাষ্ট্র)
Page 10 of 159
বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে?
২০০৭
১৯০৭
১৯০৯
১৯১৬
Page 11 of 159
নিচের কোনটি শরৎচন্দ্র চট্রোপাধ্যায়ের ছদ্মনাম?
বীরবল
ভিমরুল
অনিলা দেবী
যাযাবর
Page 12 of 159
'আধ্যাত্মিকা' উপন্যাসের লেখক কে?
প্যারীচাঁদ মিত্র
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
দামোদর বন্দ্যোপাধ্যায়
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
Page 13 of 159
বিশ্বের দ্রুততম বৈদ্যুতিক বিমান ‘স্পিরিট অব ইনোভেশন’তৈরি করে কোন প্রতিষ্ঠান?
উত্তরঃ রোলস- রয়েল (যুক্তরাজ্য)
Page 14 of 159
২০২২ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন কে?
উত্তরঃ অ্যালেইন অ্যাস্পেষ্ট (ফ্রান্স), অ্যান্টন জেলিঙ্গার (অস্ট্রিয়া) ও জন ক্লজার (যুক্তরাষ্ট্র)
Page 15 of 159
কোন চুক্তির মধ্য দিয়ে অটোমান সাম্রাজ্য বিলুপ্ত হয়?
উত্তরঃ লুজান চুক্তি (১৯২৩)
Page 16 of 159
শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর বৈশ্বিক প্রতিষ্ঠানের নাম কী?
উত্তরঃ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অভ সিকিউরিটিস কমিশনস (আইওএসসিও) সদরদপ্তর- মাদ্রিক স্পেন]
Page 17 of 159
ইতালির বিখ্যাত সিরি আ ফুটবল লিগে প্রথম নারী রেফারি হিসাবে দায়িত্ব পালন করেন কে?
উত্তরঃ মারিয়া সোল ফেরিয়েরি কাপুতি
Page 18 of 159
২০০১ সালে ‘জাতিসংঘ বিশ্ব খাদ্য পুরস্কার’লাভ করেন কে?
উত্তরঃ শকুন্তলা হারসিংগে থিলস্টেড ( ত্রিনিদাদ ও টোব্যাগো)
Page 19 of 159
সদ্যপ্রয়াত সাংবাদিক তোয়াব খান কত সালে ‘একুশে পদক’লাভ করেন?
উত্তরঃ ২০১৬ সালে
Page 20 of 159
‘ডিসকভারি অব বাংলাদেশ’বইটির লেখকের নাম কী?
উত্তরঃ আকবর আলি খান
Page 21 of 159
তথ্যের সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় সরকার কতটি সরকারি প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো ঘোষণা করেছে?
উত্তরঃ ২৯টি।
Page 22 of 159
নির্বাচন কমিশন ( ইসি) জাতীয় নির্বাচনসংক্রান্ত আইন বা গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) -ইভিএমে আঙ্গুলের ছাপ না মিললে, প্রিসাইডিং কিংবা সহকারী প্রিসাইডিং কর্মকর্তা সর্বোচ্চ কত শতাংশ ভোটারকে ভোট দেওয়ার সুযোগ সংরক্ষণের বিধান যুক্ত করতে যাচ্ছে?
উত্তরঃ ১ শতাংশ
Page 23 of 159
বিশ্বের দ্বিতীয় সর্ববৃহৎ বিনিয়োগ ব্যাংক ‘গোল্ডম্যান স্যাকস’এর প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ মার্কাস গোল্ডম্যান ও স্যামুয়েন্স স্যাকস (প্রতিষ্ঠা ১৮৬৯ সালে)
Page 24 of 159
কোন মুদ্রার ওপর কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ নেই?
উত্তরঃ ক্রিপ্টোকারেন্সি (ভার্চুয়াল মুদ্রা)
Page 25 of 159
‘যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তিই আইন’উক্তিটি কার?
উত্তরঃ এরিস্টটল
Page 26 of 159
আইনের ইংরেজি প্রতিশব্দ ‘Law'কোন শব্দ থেকে আগত?
উত্তরঃ টিউটনিক
Page 27 of 159
কোন সালকে জাতিসংঘ ‘আন্তর্জাতিক প্রবীণবর্ষ’হিসাবে ঘোষণা করে?
উত্তরঃ ১৯৬১ করে?
Page 28 of 159
চীন প্রজাতন্ত্র থেকে গণপ্রজাতন্ত্রী জীনের প্রতিষ্ঠা হয় কবে?
উত্তরঃ ১ লা অক্টোবর , ১৯৪৯ ।
Page 29 of 159
‘ওমেন্স এশিয়া কাপ টি -টুয়েন্টি-২০২২’এর আয়োজক দেশ কোনটি?
উত্তরঃ বাংলাদেশ ( ভেন্যু- সিলেট
Page 30 of 159
লিবিয়া যুদ্ধে ন্যাটো বাহিনূ কর্তৃক পরিচালিত সামরিক অভিযানটির নাম কী?
উত্তরঃ অডেসি ডন
Page 31 of 159
যুক্তরাষ্ট্রের মোট অঙ্গরাজ্যের সংখ্যা কয়টি?
উত্তরঃ ৫০টি
Page 32 of 159
`ফলিত পুষ্টি’নামে প্রকল্পের মাধ্যমে কত সালে ‘বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (BIRTAN)' যাত্রা শুরু করে?
উত্তরঃ ১৯৬৮ সালে ( বারটান প্রথম নামকরণ করা হয়- ১৯৭৯ সালে)
Page 33 of 159
দেশে প্রথম ছবিযুক্ত ভোটার তালিকা তৈরি করা হয় কত সালে?
উত্তরঃ ২০০৭ সালে (সেনা সমর্থিত তত্ত্ববধায়ক সরকারের আমলে)
Page 34 of 159
জাপানে শিনজো আবে’র পূর্বে প্রথম ও একমাত্র রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজন করা হয়েছিল কার?
উত্তরঃ শিগেরু ইয়োশিদার (১৯৬৭সালে)
Page 35 of 159
জাপানের ঐতিহ্যবাহী পোশাকের নাম কী?
উত্তরঃ কিমোনো
Page 36 of 159
বাংলাদেশ কবে “আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ)”এর সদস্যপদ অর্জন করে?
উত্তরঃ ৫ সেপ্টেম্বর, ১৯৭৩
Page 37 of 159
সম্প্রতি কোন ইসলামী সংগঠনকে ভারত সরকার পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে?
উত্তরঃ পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া (পি এফ আই)
Page 38 of 159
ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হতে যাচ্ছেন কে?
উত্তরঃ জর্জিয়া মেলোনি
Page 39 of 159
গ্রিক ও পারসিক যুদ্ধের ইতিহাস রচনা করেন কে?
উত্তরঃ হেরোডোটাস
Page 40 of 159
‘বেতবুনিয়ায় বাংলাদেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র উদ্বোধন করা হয় কবে?
উত্তরঃ ১৪ জুন, ১৯৭৫
Page 41 of 159
‘অভজারভার রিসার্চ ফাউপেন্ডশন’কোন দেশভিত্তিক আন্তর্জাতিক নীতিগবেষণা প্রতিষ্ঠান।
উত্তরঃ ভারত
Page 42 of 159
মানবদেহের রক্তে পটাশিয়ামের মাত্রা কমে যাওয়াকে কী বলে?
উত্তরঃ হাইপোক্যালেমিয়া
Page 43 of 159
“আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস”পালিত হয় কত তারিখে?
উত্তরঃ ২৮ সেপ্টেম্বর (২০১৬ সালে প্রথম পালিত হয়)
Page 44 of 159
ইকুয়েটোয়িাল গিনির রাজধানীর নাম কী?
উত্তরঃ মালাবো।
Page 45 of 159
জর্জিয়া মোলোনি’র রাজনৈতিক দলের নাম কী?
উত্তরঃ ফ্রাতেল্লি দ্য ইতালিয়া ( ব্রাদার্স অব ইতালি)
Page 46 of 159
একাদশ জাতীয় সংসদে নারী সংসদ সদস্য সংখ্যা মোট কত জন?
উত্তরঃ ৭৩ জন ( নির্বাচিত -২৩ + সংরক্ষিত -৫০)
Page 47 of 159
‘সোমেশ্বরী নদী’র উৎপত্তিস্থল কোথায়?
উত্তরঃ গারো পাহাড় (মেঘালয়)
Page 48 of 159
‘টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রা ( এসডিজি)’-তে পুষ্টির কয়টি লক্ষ্য ঠিক করা হয়েছে?
উত্তরঃ ১৩ টি ( ২০৩০ সালের মধ্যে অর্জন করতে হবে)
Page 49 of 159
‘ইরান হিউম্যান রাইটস ( আইএইচআর) কোন দেশভিত্তিক মানবাধিকার সংস্থা?
উত্তরঃ নরওয়ে
Page 50 of 159
রেলওয়ে দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠান কয়টি দেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল?
উত্তরঃ ৩টি ( রাশিয়া, বেলারুশ, ও মিয়ানমার)
Page 51 of 159
‘টাঙ্গুয়ার হাওর’ কত সালে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পায়?
উত্তরঃ ২০০০ সালে (ইরানের রামসাগর সম্মেলন)
Page 52 of 159
ইয়াসুর আগ্নেয়গিরি’কোথায় অবস্থিত?
উত্তরঃ তান্না দ্বীপ, ভানুয়াতু
Page 53 of 159
‘সাংবাদিক রণেশ মৈত্র কত সালে’একুশে পদক লাভ করেন?
উত্তরঃ ২০১৮ সালে
Page 54 of 159
বাংলাদেশে ব্যবহৃত প্রথম রেলগাড়িটি কোথায় সংরক্ষিত আছে?
উত্তরঃ ঈশ্বর, পাবনা (পাকশী রেলওয়ে অফিসে)
Page 55 of 159
বাংলাদেশে বর্তমানে ‘পেমেন্ট সিস্টেম অপারেটর ( PSO) এর সংখ্যা কয়টি?
উত্তরঃ ৮টি ( সর্বশেষ : সার্ভিস হাব লিমিটেড)
Page 56 of 159
ব্রিটিশ রাজপরিবারের মোট প্রাসাদের সংখ্যা কয়টি?
উত্তরঃ ২৩টি
Page 57 of 159
পৃথিবীর তাপমন্ডেলের ওপর এক্সোমন্ডরের বিস্তৃতি কত কিলোমিটার?
উত্তরঃ ৯৬০ কিলোমিটার
Page 58 of 159
ইরানের সর্বোচ্চ রাষ্ট্রীয় ক্ষমতার পদমর্যাদা কী?
উত্তরঃ রাহবার- এ মোয়াজ্জম (সর্বোচ্চ ধর্মীয় নেতা)
Page 59 of 159
বাংলাদেশ পেট্টোলিয়াম এক্সপ্লোরেশন অ্যন্ড প্রোডাকশন কোম্পানি ( বাপেক্স) কর্তৃক ভোলার ‘শাহবাজপুর গ্যাসক্ষেত্র’ আবিষ্কৃত হয় কত সালে?
উত্তরঃ ১৯৯৫ সালে
Page 60 of 159
বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?
উত্তরঃ রিকস ব্যাংক ( সুইডেন)
Page 61 of 159
বাংলাদেশে ‘এজেন্ট ব্যাংকি’ সেবা আনুষ্ঠানিকভাবে চালু হয় কত সালে?
উত্তরঃ ২০১৪ সালে ( বর্তমানে এজেন্ট ব্যাংকের সংখ্যা -৩০টি )
Page 62 of 159
1979 সালে প্রবর্তিত ‘নারীদের ঘরের বাহিরে অবশ্য হিজাব পড়তে হবে, চুল ঢাকতে হবে’ ইরানি শাসকদের নিয়মটি পরবর্তী দন্ডবিধির কত নম্বর অনুচ্ছেদ হিসাবে যুক্ত করা হয়?
উত্তরঃ ৬৩৮ নং
Page 63 of 159
ত্বকের সংক্রামক রোগ ‘খোসপাঁচড়া’র জন্য দায়ী জীবাণুর নাম কী?
উত্তরঃ সারকপটিস স্ক্যাবি( Sarcopaes scarbei)
Page 64 of 159
২০১৪ সালে একমাত্র নারী হিসাবে গণিতের নোবেলখ্যাত ‘ফিল্ডস মেডেল’ পেয়েছিলেন কে?
উত্তরঃ মরিয়ম মির্জাখানি (ইরান)
Page 65 of 159
`বাংলাদেশ জনমিতি ও স্বাস্থ্য জরিপ ( বিডিএইেএস)’সর্বশেষ অনুষ্ঠিত হয় কত সালে?
উত্তরঃ ২০১৭-১৮ সালে
Page 66 of 159
গান্ধী পরিবারের বাইরের কেউ কংগ্রেসের সভাপতি হয়েছিলেন কে?
উত্তরঃ সীতারাম কেশরী ( সর্বশেষ হয়েছে – ১৯৯৬ সালে)
Page 67 of 159
ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ অনুযায়ী , জম্মু- কাশ্মীর দ্বিখন্ডিত করা হয়েছিল কবে?
উত্তরঃ ৫ আগষ্ট , ২০১৯
Page 68 of 159
জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) এর উদ্যোগে প্রতিবছর কত তারিখে ‘মীনা দিবস’পালিত হয়?
উত্তরঃ ২৪ সেপ্টেম্বর
Page 69 of 159
পুরান ঢাকার ফরাসগঞ্জে বিহারি লালজি মন্দিরের কাছে প্রথম ট্রাফিক সিগন্যালটি বসানো হয় কত সালে?
উত্তরঃ ১৯৬০ সালে
Page 70 of 159
ঢাকা -নিউ জলপাইগুড়ি রুটে‘মিতালী এক্সপ্রেস’ট্রেন কবে চালু হয়েছে?
উত্তরঃ ১ জুন, ২০২২
Page 71 of 159
প্রীতিলতা ওয়াদ্দেদারকবে জন্মগ্রহণ করেন?
উত্তরঃ ৫ মে, ১৯১১
Page 72 of 159
বর্তমান দেশে আন্তনগর ট্রেনের সংখ্যা কতটি?
উত্তরঃ ১০৪টি
Page 73 of 159
যুক্তরাজ্যের বর্তমান অর্থমন্ত্রী কে?
উত্তরঃ কাওয়াসি কোয়ারতেং
Page 74 of 159
কম্বোডিয়ার বর্তমান প্রধানমন্ত্রী কে?
উত্তরঃ হুন সেন
Page 75 of 159
দেশে শিল্পমালিকের কারখানা নিজস্ব বিদ্যুৎকেন্দ্র ( ক্যাপটিভ) এর বর্তমান সংখ্যা কতটি?
উত্তরঃ ৩,৪৬০ টি
Page 76 of 159
নির্বাচন কমিশনে নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলের মধ্যে ইসলামপন্থী দলের সংখ্যা কয়টি?
উত্তরঃ ১০টি
Page 77 of 159
আগামাী ২৩ থেকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে কোন রাষ্ট্র রাশিয়ার সাথে যুক্ত হতে গণভোটের আয়োজন করতে যাচ্ছে?
উত্তরঃ লুহানস্ক পিপলস রিপাবলিক
Page 78 of 159
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন মেয়েদের জন্য প্রথম স্কুল ‘সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল’ কবে প্রতিষ্ঠা করেছিল?
উত্তরঃ ১ অক্টোবর,১৯০৯ (৫ জন ছাত্রী নিয়ে)
Page 79 of 159
জাতীয় রাজস্ব বোর্ড (এনআরবি) এর অধীনে বর্তমানে কয়টি পূনাঙ্গ কাস্টম হাউস রয়েছে?
উত্তরঃ ১২ টি
Page 80 of 159
অবতল দর্পণে দিগুণ ফোকাস দূরত্বের বাইরে লক্ষ্যবস্তু স্থাপন করা লে কেমন প্রতিবিম্ব পাওয়া যাবে?
উত্তরঃ বাস্তব ও উল্টো
Page 81 of 159
IMF লেনদেনের সুবিধার্থে কত সালে Special Drawing Rights(SDR)পদ্ধতি চালু করে?
উত্তরঃ ১৯৬৯ সালে
Page 82 of 159
‘পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ)’ কোন দেশের গেরিলা সংগঠন হিসাবে পরিচিত?
উত্তরঃ মায়ানমার
Page 83 of 159
বাংলাদেশ -ভারত আন্তর্জাতিক ভূমি সীমান্ত দৈর্ঘ্য কত?
উত্তরঃ ৪,১৫৬ কি.মি ( বিশ্বের ৫ম দীর্ঘতম)
Page 84 of 159
পেট্টোলিয়ামে শতকরা কত ভাগ পেট্রোল গ্যাসোলিন থাকে?
উত্তরঃ ৫% ( ন্যাপথা থাকে ১০%)
Page 85 of 159
কোন ব্যাকটেরিয়ার সংক্রমে নিউমোনিয়া হয়?
উত্তরঃ স্ট্রেপটোকক্কাস নিউমোনিয়া
Page 86 of 159
‘আইএমএফ’এর সদস্যদেশের মধ্যে সহজে ও নিরাপদ লেনদেনের জন্য স্বীকৃত মুদ্রা কতটি?
উত্তরঃ পাঁচটি ( ডলার, ইউরো, ইউয়ান, ইয়েন ও পাউন্ড)
Page 87 of 159
বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম সেতু, ‘বঙ্গবন্ধু সেতু’কবে চালু করা হয়?
উত্তরঃ ২৩ জুন,১৯৯৮
Page 88 of 159
‘জাতি সংঘ নিরাপত্তা পরিষদ’এর প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কবে?
উত্তরঃ ১৭ জানুয়ারি, ১৯৪৬ সালে ( চার্চ হাউস, ওয়েস্টমিনস্টার, লন্ডন)
Page 89 of 159
বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে?
২০০৭
১৯০৭
১৯০৯
১৯১৬
Page 90 of 159
নিচের কোনটি শরৎচন্দ্র চট্রোপাধ্যায়ের ছদ্মনাম?
বীরবল
ভিমরুল
অনিলা দেবী
যাযাবর
Page 91 of 159
'আধ্যাত্মিকা' উপন্যাসের লেখক কে?
প্যারীচাঁদ মিত্র
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
দামোদর বন্দ্যোপাধ্যায়
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
Page 92 of 159
' অনীক' শব্দের অর্থ —
সূর্য
সমুদ্র
যুদ্ধক্ষেত্র
সৈনিক
Page 93 of 159
জ্যোৎস্নারাত কোন সমাসের দৃষ্টান্ত?
মধ্যপদলোপী কর্মধারয়
ষষ্ঠী তৎপুরুষ
পঞ্চমী তৎপুরুষ
উপমান কর্মধারয়
Page 94 of 159
Anatomy শব্দের অর্থ —–
সাদৃশ্য
স্নায়ুতন্ত্র
শারীরবিদ্যা
অঙ্গ-সঞ্চালন
Page 95 of 159
কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন?
গোবিন্দ দাস
কায়কোবাদ
কাহ্ন পা
ভুসুকু পা
Page 96 of 159
' আফতাব' শব্দের সমার্থ কোনটি?
অর্ণব
রাতুল
অর্ক
জলধি
Page 97 of 159
বাগাড়ম্বর শব্দের সন্ধি-বিচ্ছেদ —–
বাগ + অম্বর
বাগ + আড়ম্বর
বাক্ + অম্বর
বাক্ + আড়ম্বর
Page 98 of 159
' সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভাল হয়ে চলি'—-এই চরণদ্বয়ের লেখক ——
রবীন্দ্রনাথ ঠাকুর
কুসুমকুমারী দাস
মদনমোহন তর্কালঙ্কার
কৃষ্ণচন্দ্র মজুমদার
Page 99 of 159
ঠাকুরমার ঝুলি' কী জাতীয় রচনার সংকলন?
রূপকথা
ছোটগল্প
গ্রাম্যগীতিকা
রূপকথা-উপকথা
Page 100 of 159
বাংলা ভাষায় ছন্দ প্রধানত কত প্রকার?
২
৪
৩
৫
Page 101 of 159
'কাঁঠালপাড়া'য় জন্মগ্রহণ করেন কোন লেখক?
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
সুভাষ মুখোপাধ্যায়
কাজী ইমদাদুল হক
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
Page 102 of 159
নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি?
ভ
ঠ
ফ
চ
Page 103 of 159
' অপ' কী ধরনের উপসর্গ?
সংস্কৃত
বাংলা
বিদেশি
মিশ্র
Page 104 of 159
নিচের কোনটি মীর মশাররফ হোসেনের জন্ম-মৃত্যু সাল?
১৮৪৭-১৯১১
১৮৫২-১৯১২
১৮৫৭-১৯১১
১৮৪৭-১৯১২
Page 105 of 159
রবীন্দ্রনাথের 'সোনার তরী' কবিতা কোন ছন্দে রচিত?
স্বরবৃত্ত
অক্ষরবৃত্ত
মন্দাক্রান্তা
মাত্রাবৃত্ত
Page 106 of 159
'সাহচর্য' শব্দের শুদ্ধ গঠন কোনটি?
সহ + চর + র্য
সহচর + ৎ ফলা
সহচর + য
কোনটিই নয়
Page 107 of 159
' পাহাড়তলী' গ্রামে জন্মগ্রহণ করেন —-
মুকুন্দরাম চক্রবর্তী
সৈয়দ শামসুল হক
শামসুর রাহমান
কোনটিই নয়
Page 108 of 159
'পূর্বাশা' পত্রিকার সম্পাদক ছিলেন ——
মুন্সী মেহেরুল্লা
সঞ্জয় ভট্টাচার্য
কামিনী রায়
মোজাম্মেল হক
Page 109 of 159
IMPROVEMENT
Promotion
Advancement
Betterment
Preference
Page 110 of 159
কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ২ যোগ করলে যোগফল ১২, ১৮ এবং ২৪ দ্বারা বিভাজ্য হবে?
৮৯
৭০
১৭০
১৪২
Page 111 of 159
নিচের কোনটি মৌলিক সংখ্যা?
৯১
৮৭
৬৩
৫৯
Page 112 of 159
একটি সংখ্যা ৩০১ হতে যত বড় ৩৮১ হতে তত ছোট। সংখ্যাটি কত?
৩৪০
৩৪১
৩৪২
৩৪৪
Page 113 of 159
ক ও খ একত্রে একটি কাজ ১২ দিনে করতে পারে। ক একা কাজটি ২০ দিনে করতে পারে। খ একা কাজটি কতদিনে করতে পারবে?
২৫ দিনে
৩০ দিনে
৩৫ দিনে
৪০ দিনে
Page 114 of 159
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ । আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 1250 বর্গমিটার হলে এর দৈর্ঘ্য কত?
30 মিটার
40 মিটার
50 মিটার
60 মিটার
Page 115 of 159
দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটিকে অপরটির কি বলে?
সন্নিহিত কোণ
সরলকোণ
পূরককোণ
সম্পূরক কোণ
Page 116 of 159
বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যাকে কি বলা হয়?
ব্যাস
ব্যাসার্ধ
বৃত্তচাপ
পরিধি
Page 117 of 159
কোন ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন সম্ভব হবে?
৬ঃ ৫ঃ ৪
৩ঃ ৪ঃ ৫
১২ঃ ৮ঃ ৪
৬ঃ ৪ঃ ৩
Page 118 of 159
৩, ৯, ও ৪ এর চতুর্থ সমানুপাতিক কত?
৪
১৪
১৬
১২
Page 119 of 159
৪ টি ১ টাকার নোট ও ১ টি ২ টাকার নোট একত্রে ৮টি ৫ টাকার নোটের কত অংশ ?
১১৬১১৬
১৮১৮
১২১২
১৪
Page 120 of 159
১.১৬ এর সাধারণ ভগ্নাংশ কোনটি ?
18451845
116116
14251425
11699
Page 121 of 159
log(mn)=log(mn)=?
কোনটিই নয়
logm×loganlogm×logan
logm−loganlogm-logan
lobam+logan
Page 122 of 159
নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা ?
০.৩
√০.৩০.৩
১৩১৩
২৫
Page 123 of 159
নিচের কোনটি বৃত্তের সমীকরণ?
ax2+bx+c=0ax2+bx+c=0
y2=axy2=ax
x2+y2=16×2+y2=16
y2=2x+7
Page 124 of 159
কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে বলা হয় —-
ই-মেইল
ইন্টারকম
ইন্টারনেট
টেলিগ্রাম
Page 125 of 159
বখতিয়ার খিলজি বাংলা জয় করেন কোন সালে?
১২১২
১২০০
১২০৪
১২১১
Page 126 of 159
প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি?
মালদ্বীপ
সন্দ্বীপ
হাতিয়া
বরিশাল
Page 127 of 159
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কতটি তারকা চিহ্ন রয়েছে?
৪ টি
৫ টি
৬ টি
২ টি
Page 128 of 159
বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায়?
ফরিদপুর
চাঁদপুর
চট্টগ্রাম
নারায়ণগঞ্জ
Page 129 of 159
সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম?
টেকনাফ
কক্সবাজার
পটুয়াখালী
খুলনা
Page 130 of 159
বাংলাদেশের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ কবে পৃথক করা হয়?
৩১-১০-০৭
১-১১-০৭
৩-১১-০৭
১-১০-০৭
Page 131 of 159
৬-দফা দাবি কোথায় উত্থাপিত হয়?
ঢাকা
লাহোর
দিল্লি
চট্টগ্রাম
Page 132 of 159
বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি?
EU
WTO
NATO
FIFA
Page 133 of 159
আলফ্রেড নোবেল কি আবিষ্কার করেন?
ডিনামাইট
বিদ্যুৎ
পোলিও টিকা
কয়লা
Page 134 of 159
নিম্নের কোন দেশটি G-8 এর সদস্য নয়?
জাপান
যুক্তরাজ্য
ফ্রান্স
সুইডেন
Page 135 of 159
হাজার হ্রদের দেশ কোনটি?
নরওয়ে
ফিনল্যান্ড
ইন্দোনেশিয়া
জাপান
Page 136 of 159
কোথায় সেনাবাহিনী নেই?
সুদান
সাইপ্রাস
মালদ্বীপ
ভুটান
Page 137 of 159
কবে রেডক্রস প্রতিষ্ঠিত হয়?
১৮৬৩ সালে
১৮৬৮ সালে
১৮৬৬ সালে
১৮৬১ সালে
Page 138 of 159
বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়?
২৬ জুন
১ আগস্ট
১ মে
১০ ডিসেম্বর
Page 139 of 159
FIFA প্রতিষ্ঠিত হয় কবে?
১৯০৪
১৯২৪
১৯১৪
১৯০৫
Page 140 of 159
কিরগিজস্তানের রাজধানী কোথায়?
বিশকেক
আলমাআতা
আশখাবাদ
উলানবাটো
Page 141 of 159
রাসায়নিক অগ্নিনির্বাপক কাজ করে অগ্নিতে —
হাইড্রোজেন সরবরাহ করে
নাইট্রোজেন সরবরাহ করে
অক্সিজেন সরবরাহ করে
অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে
Page 142 of 159
গ্রিন হাউজ ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কী হবে?
বৃষ্টিপাত কমে যাবে
নিম্নভূমি নিমজ্জিত হবে
উত্তাপ অনেক বেড়ে যাবে
সাইক্লোনের প্রবণতা বাড়বে
Page 143 of 159
সংকর ধাতু পিতলের উপাদান —–
তামা ও টিন
তামা ও দস্তা
তামা ও নিকেল
তামা ও সিসা
Page 144 of 159
বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ —–
কম হয়
খুব কম হয়
একই হয়
বেশি হয়
Page 145 of 159
রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর রশ্মি বের হয়?
গামা রশ্মি
বিটা রশ্মি
কসমিক রশ্মি
রঞ্জন রশ্মি
Page 146 of 159
ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় তা হলো —–
এ রোগ মানবদেহের কিডনী নষ্ট করে।
চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয়।
এ রোগ হলে রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পায়।
ইনসুলিনের অভাবে এ রোগ হয়।
Page 147 of 159
এনজিওপ্লাস্টি হচ্ছে —-
হৃৎপিণ্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো
হৃৎপিণ্ডে নতুন শিরা সংযোজন
হৃৎপিণ্ডের মৃত টিস্যু কেটে ফেলে দেয়া
হৃৎপিণ্ডের টিস্যুতে নতুন টিস্যু সংযোজন
Page 148 of 159
অ্যালুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় কী বলে?
ফিটকিরি
চুন
সেভিং সোপ
কস্টিক সোডা
Page 149 of 159
ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা?
কিউলেক্স
এডিস
অ্যানোফিলিস
সব ধরনের মশা
Page 150 of 159
সুনামির (Tsunami) কারণ হলো ——
আগ্নেয়গিরির অগ্নুৎপাত
ঘূর্ণিঝড়
চন্দ্র ও সূর্যের আকর্ষণ
সমুদ্র তলদেশের ভূমিকম্প
Page 151 of 159
কত বছর পর পর হ্যালির ধূমকেতু দেখা যায়?
৭০ বছর
৬৫ বছর
৭৬ বছর
৮০ বছর
Page 152 of 159
জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি?
কৃত্রিম সার প্রয়োগ
পানি সেচ
জমিতে নাইট্রোজেন ধরে রাখা
প্রাকৃতিক সার প্রয়োগ
Page 153 of 159
কিসের অভাবে ফসলের পরিপক্বতা বিলম্বিত হয়?
দস্তা
সালফার
নাইট্রোজেন
পটাশিয়াম
Page 154 of 159
নবায়নযোগ্য জ্বালানি কোনটি?
পরমাণু শক্তি
কয়লা
পেট্রোল
প্রাকৃতিক গ্যাস
Page 155 of 159
বিশ্ব পরিবেশ দিবস কোনটি?
৫ মে
১৫ মে
৫ জুন
১৫ জুন
Page 156 of 159
কোন মাধ্যমে শব্দের গতি সর্বাপেক্ষা কম?
শূন্যতায়
কঠিন পদার্থে
তরল পদার্থে
বায়বীয় পদার্থে
Page 157 of 159
কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাঁধায় ?
পেপসিন
এমাইলেজ
রেনিন
ট্রিপসিন
Page 158 of 159
স্টিফেন হকিন্স বিশ্বের একজন অতিশয় বিখ্যাত —–
দার্শনিক
পদার্থবিদ
কবি
রসায়নবিদ
Page 159 of 159
ফল পাকানোর জন্য দায়ী কী?
ইথিলিন
প্রপিন
লাইকোপেন
মিথিলিন
bcs question
bcsquestion
অনলাইন মডেল টেস্ট
বিসিএস পরীক্ষা মডেল টেস্ট
←
৪৩তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট
BCS Question Model Test 4/100
→
More posts
পোলার স্থানাংক ব্যবস্থা(Polar coordinate system)
March 14, 2023
Mostbet Sign In Bangladesh Sign In To Your Current Bd Accounts
November 5, 2025
Sports Activities Wagering Plus On Line Casino Official Internet Site
November 5, 2025
Mostbet In⭐️official Web Site Inside India⭐️45000 Login⭐️
November 5, 2025
#1 On The Internet Casino In Addition To Wagering Internet Site 500% Welcome Added Bonus
November 5, 2025