সংস্কৃত সাহিত্য

সংস্কৃত সাহিত্য সূচিত হয় বেদ রচনার মাধ্যমে। পরবর্তী কালে লৌহযুগীয় ভারতে রচিত সংস্কৃত মহাকাব্যধ্রুপদী সংস্কৃত সাহিত্যের সুবর্ণযুগ থেকে আদি মধ্যযুগ (মোটামুটি খ্রিষ্টীয় তৃতীয় থেকে অষ্টম শতাব্দী) পর্যন্ত চরম উৎকর্ষ লাভ করে। ১১০০ খ্রিষ্টাব্দে অবক্ষয় যুগ শুরু হওয়ার পূর্বেও একাদশ শতকে এই সাহিত্য আর একবার বিকশিত হয়ে ওঠে। বর্তমান কালে সংস্কৃত পুনরুদ্ধারের যে চেষ্টা চলছে তার অঙ্গ হিসেবে ২০০২ সাল থেকে সর্বভারতীয় সংস্কৃত উৎসব চালু হয়েছে। এই উৎসবের লক্ষ্য সংস্কৃত সাহিত্যকে উৎসাহ দান করা।

হিন্দুধর্মের প্রধান গ্রন্থগুলি সবই সংস্কৃতে লেখা। ভারতের আধুনিক ভাষাগুলিও হয় সংস্কৃত থেকে উৎপন্ন অথবা সংস্কৃত দ্বারা গভীরভাবে প্রভাবিত। এই কারণে ভারতীয় সংস্কৃতিতেও সংস্কৃত সাহিত্যের প্রভাব অত্যন্ত গভীর।

বহিঃসংযোগ

উইকিপিডিয়া মুক্ত বিশ্বকোষ-এর সংস্কৃত সাহিত্য সংস্করণ

Sanskrit sahito

Himalayan

উইকিবইয়ে এই বিষয়ের উপরে একটি বই রয়েছে: Sanskrit
দেবিভিন্ন সংস্কৃতির এবং ভাষার কবিতা
আলবেনীয় মহাকাব্য মার্কিন এংলো-ওয়েলশ আরবি অস্ট্রেলীয় বাংলাদেশী বিষ্ণুপ্রিয়া মণিপুরী বাইবেলে উল্লিখিত বাইজ্যানটাইন বুলগেরীয় কানাডীয় চীনা কর্ণিশ ইংরেজি ফিনিশ ফরাসি গ্রিক Guernésiais গুজরাটি হিন্দি হিব্রু ভারতীয় ভারতীয় মহাকাব্য আইরিশ ইতালিয় জাপানি জাভানীয় Jèrriais কন্নড কাশ্মীরি কোরীয় লাতিন লাতিন আমেরিকান ল্যাটিনো ম্যাঙ্কস মারাঠী মালায়ালম নেপালি প্রাচীন ইংরেজী প্রাচীন নর্স উসমানীয় পাকিস্তানী পুশতু ফার্সি পোলিশ পর্তুগিজ পাঞ্জাবি রাজস্থানী রাশিয়ান সংস্কৃত শাস্ত্রীয় বৈদিক স্কটিশ সার্বীয় মহাকাব্য সিন্ধি স্লোভাক স্পেনীয় তামিল তেলুগু থাই তুর্কী উর্দু ভিয়েতনামী ওয়েলশ

বিষয়শ্রেণীসমূহ: