এই নিবন্ধটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কবিতা সম্পর্কে। সম্পর্কিত বৃক্ষ ও ফলের জন্য তাল দেখুন।
তালগাছ হলো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি বিখ্যাত বাংলা কবিতা।[১][২] এটি শিশু ভোলানাথ কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।[১] রবীন্দ্রনাথ বিশেষত ছোটদের জন্য এটি লিখেন।[৩] এতে ২৪টি ছন্দময় পঙক্তি রয়েছে।[১][২] কবিতাটি মূলত তালগাছের ওপর উপজীব্য করে রচিত।[১][২][৩]