টেলিযোগাযোগ প্রকৌশল হল একটি প্রকৌশল শাখা যাতে ইলেকট্রিক্যাল প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞানকে একসাথে কাজে লাগিয়ে টেলিকম সিস্টেমকে উন্নীত করা হয়।[১][২] একজন টেলিকম প্রকৌশলীকে জটিল ইলেকট্রনিক সুইচিং সিস্টেম, তারযুক্ত টেলিফোন এবং ফাইবার অপটিকের নকশা তৈরী থেকে স্থাপনা (installation) পর্যন্ত লক্ষ রাখতে হয়। টেলিকম প্রকৌশলকে সম্প্রচার প্রকৌশলের সঙ্গেও যুক্ত করা হয়।তারযুক্ত টেলিকম কোম্পানীগুলির সাধারণ মাধ্যম হল তামার তার, দ্বিপার্শ্বীয় টেলিগ্রাফিক তার এবং ফাইবার অপটিক। টেলিকম প্রকৌশলে তারহীন যোগাযোগ ব্যবস্থা, তথ্য আদান-প্রদান, বেতার ও স্যাটেলাইট যোগাযোগ, ইন্টারনেট ও ব্রডব্যান্ড প্রযুক্তির স্বাচ্ছন্দ্য পাওয়া যায়। [৩] বর্তমান প্রযুক্তিতে আগেকার যুগের বিপুল টেলিগ্রাফিক তারের পরিবর্তে ফাইবার অপটিক এবং ডিজিটাল মাল্টিপ্লেক্সিং টেকনিক ব্যবহৃত হয়।[৪]
আরও পড়ুন
Dahlman, Erik; Parkvall, Stefan; Beming, Per; Bovik, Alan C.; Fette, Bruce A.; Jack, Keith; Skold, Johan; Dowla, Farid; Chou, Philip A.; DeCusatis, Casimer (2009). Communications engineering desk reference. Academic Press. p. 544. আইএসবিএন৯৭৮-০-১২-৩৭৪৬