তড়িৎ-চিকিৎসা প্রকৌশল

তড়িৎ-চিকিৎসা প্রকৌশল চিকিৎসাবিজ্ঞান সংশ্লিষ্ট প্রকৌশলের একটি শাখা যাতে প্রকৌশলীগণ রঞ্জনরশ্মি (এক্স-রে), সিটি, ধৈর্যশীল পর্যবেক্ষণ, চৌম্বকীয় অনুরণন চিত্রণ (এমআরআই), দূরবিকিরণবিজ্ঞান (টেলিরেডিয়োলজি), পিএসিএস ও ডেন্টাল সম্পর্কে অধ্যয়ন করে থাকেন বা অভিজ্ঞতা অর্জন করেন।

তড়িৎ-চিকিৎসা প্রকৌশলীদের সেবাসমূহ

চৌম্বকীয় অনুরণন চিত্রণ (এমআরআই) যন্ত্র, যা তড়িৎ-চিকিৎসা প্রকৌশল শাস্ত্রে আলোচনা করা হয়।