উত্তরবঙ্গ বলতে বাংলাদেশের উত্তর-পশ্চিম ও পশ্চিমবঙ্গের উত্তর অংশকে বোঝায়। বর্তমান বাংলাদেশের রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি বিভাগ ও মালদা বিভাগ উত্তরবঙ্গের অংশ হিসেবে অন্তর্ভুক্ত।

ইতিহাস
অদ্ভুৎসাগর গ্রন্থে রাজা বরেন্দ্র সেন এর এর উল্লেখ রয়েছে ইন্দ্রের বরে যার জন্ম(পৌরাণিক কাহিনী অনুসারে)এবং তার রাজ্যটি বরেন্দ্র নামে পরিচিত ছিল। উত্তরবঙ্গে প্রাচীন বাংলার কয়েকটি রাজধানী অবস্থিত। বগুড়ায় মৌর্য আমলের শহর পুণ্ড্রনগরের ধ্বংসাবশেষ রয়েছে। রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ ও ভারতের মালদহ সীমান্তে গৌড় বা কর্ণসুবর্ণ বা বল্লালঢিপি(বিজয়নগর) অবস্থিত,পাল শাসনামলে এই অঞ্চলটি সেন রাজাদের সামন্তরাজ্য হিসেবে পরচিত ছিল।একসময় রংপুর-কোচবিহার কামরুপ এর অংশ ছিলো।গৌড় এর পড়ে এ অঞ্চলের সবচেয়ে পুরাতন শহর নাটোর।
বর্তমান জেলা

ভারত ও বাংলাদেশের জেলাগুলো পৃথক রঙে চিহ্নিত
বাংলাদেশ
বাংলাদেশের উত্তরবঙ্গ রাজশাহী ও রংপুর বিভাগের মোট ১৬ টি জেলা দ্বারা গঠিত।
- রাজশাহী জেলা
- বগুড়া জেলা
- জয়পুরহাট জেলা
- চাঁপাইনবাবগঞ্জ জেলা
- পাবনা জেলা
- সিরাজগঞ্জ জেলা
- নওগাঁ জেলা
- নাটোর জেলা
- রংপুর জেলা
- দিনাজপুর জেলা
- গাইবান্ধা জেলা
- কুড়িগ্রাম জেলা
- লালমনিরহাট জেলা
- নীলফামারী জেলা
- পঞ্চগড় জেলা
- ঠাকুরগাঁও জেলা
পশ্চিমবঙ্গ
পশ্চিমবঙ্গে অবস্থিত উত্তরবঙ্গ ৮টি জেলা নিয়ে গঠিত।
- মালদহ জেলা
- দক্ষিণ দিনাজপুর জেলা
- উত্তর দিনাজপুর জেলা
- জলপাইগুড়ি জেলা
- কোচবিহার জেলা
- আলিপুরদুয়ার জেলা
- কালিম্পং জেলা
- দার্জিলিং জেলা
ভাষা
এই অঞ্চলে বাংলা ভাষাবরেন্দ্রী উপভাষা ও কামতাপুরী উপভাষা দুটি কথ্য ভাষা হিসেবে ব্যবহৃত হয়।