Author: admin

  • শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রস্তুতি আন্তর্জাতিক বিষয়াবলী ২য় পর্ব

    শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রস্তুতি আন্তর্জাতিক বিষয়াবলী ২য় পর্ব

    • যে দুজন দার্শনিক লেখনীর মাধ্যমে ফরাসি বিপ্লবকে অনুপ্রেরণা দান করেন- রুশো ও ভলতেয়ার।
    • আন্তর্জাতিক আদালতের একজন বিচারকের মেয়াদ- ৯ বছর।
    • বিশ্বব্যাংক ইনস্টিটিউট (WBI) প্রতিষ্ঠিত হয়- ১৯৫৫ সালে।
    • OPCW’র পূর্ণরুপ- Organization for the Prohibition of Chemical Weapons.
    • সাবেক ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত স্বাধীন এবং আশ্রিত দেশসমূহকে নিয়ে গঠিত সংগঠন- কমনওয়েলথ।
    • ইসলামি সহযােগিতা সংস্থা (OIC) গঠিত হয়- ২৫ সেপ্টেম্বর ১৯৬৯।
    • সােয়াত উপত্যকা যে দেশে অবস্থিত- পাকিস্তান।
    • আইসল্যান্ডের আইনসভার নাম- আলথিং।।
    • দুই জার্মানি আনুষ্ঠানিকভাবে একত্রিত হয়- ৩ অক্টোবর ১৯৯০।
    • গ্রিনিচ মানমন্দির অবস্থিত- লন্ডন।
    • যে শহরকে Big Apple বলা হয়- নিউইয়র্ক।
    • বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপাদনকারী দেশ- ব্রাজিল।
    • দুই মহাদেশে অবস্থিত নগরী- ইস্তানবুল; তুরস্ক।
    • ওয়েস্ট ইন্ডিজ ও মেক্সিকো উপসাগরে উৎপন্ন ঘূর্ণিঝড়কে বলে- হ্যারিকেন।
    • জাতিসংঘে প্যালেস্টাইন রাষ্ট্রের পদমর্যাদা- পর্যবেক্ষক রাষ্ট্র।
    • আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সদর দপ্তর- ভিয়েনা; অস্ট্রিয়া ।
    • পুলিৎজার পুরস্কার যার নামে নামকরণ করা হয়- যুক্তরাষ্ট্রের সাংবাদিক জোসেফ পুলিৎজারের নামানুসারে।
    • দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম- ওন।
    • বিশ্বে সর্বাধিক মুদ্রাস্ফীতির দেশ- ভেনিজুয়েলা।
    • মানব উন্নয়ন প্রতিবেদন ২০১৯-এ শীর্ষ দেশ- নরওয়ে।
    • রােমানিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী- ভিওরিকা ড্যানসিলা।
    • সৌরবিদ্যুৎ উৎপাদনে শীর্ষ দেশ- চীন।
    • সর্বশেষ বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যায়– ২১ জুন ২০২০।
    • Forbes’র তথ্য মতে, ২০২০ সালে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি- জেফ বেজোস।
    • ICC চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭-এর চ্যাম্পিয়ন- পাকিস্তান।
    • আরব লিগের ৩০তম সম্মেলন অনুষ্ঠিত হয়- ৩১ মার্চ ২০১৯; তিউনিস, তিউনিসিয়া।
    • জাপানের সম্রাটের নাম সম্রাট- নারুহিতাে।

    এই বিভাগের আরো পোস্ট :

    • ভারতীয় লেখক অরুন্ধতী রায়ের দ্বিতীয় উপন্যাস- The Ministry of Utmost Happiness.
    • সম্প্রতি যে শহরে রােবট পুলিশ চালু হয়েছে- দুবাই।
    • করােনাভাইরাস গােত্রের সপ্তম প্রজাতির নাম- SARS-CoV-21
    • বাংলাদেশে COVID-19 আক্রান্ত রােগী প্রথম মারা যায়- ১৮ মার্চ ২০২০।
    • MERS’র পূর্ণরূপ- Middle East Respiratory Syndrome
    • সময়ের সাথে কোনাে বস্তুর স্বরণের হারকে বলে- বেগ (Velocity)।
    • লােহার মধ্যে শব্দ বাতাসের তুলনায়- ১৫ গুণ দ্রুত চলে।
    • ইঞ্জিনের উত্তাপ কম রাখার যন্ত্র- রেডিয়েটর।
    • কোষের মস্তিষ্ক বলা হয়- নিউক্লিয়াসকে।
    • জিনতত্ত্বের জনক বলা হয়- গ্রেগর জোহান মেন্ডেলকে।
    • বসন্ত রােগ দুই ধরনের- গুটি বসন্ত ও জল বসন্ত।
    • মাঝখানে গােলাকার ছিন্নবিশিষ্ট একটি প্লেটকে উত্তপ্ত করলে, ছিদ্রটির ব্যাস- কমবে।
    • মানবশিশুর দুধ দাঁতের সংখ্যা- ২০টি।
    • যে তাপমাত্রায় একটি চুম্বকের চুম্বকত্ব সম্পূর্ণরূপে বিলুপ্ত হয় তাকে বলে- কুরি বিন্দু বা কুরি তাপমাত্রা।
    • দেহে মেলানিনের প্রধান কাজ- সূর্যরশ্মির ক্ষতিকর প্রভাব থেকে দেহকে রক্ষা করা।
    • দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধিসাধনের জন্য দরকার- আমিষ।
    • মহাকাশে প্রথম নভােযান পাঠায়- সােভিয়েত ইউনিয়ন; ৪ অক্টোবর ১৯৫৭।
    • প্রবল জোয়ারের কারণ- সূর্য, চন্দ্র ও পৃথিবী যথাক্রমে এক সরলরেখায় অবস্থান।
    • ‘কম্পিউটার বাগ’ হলাে- সফটওয়্যারের অন্তর্নিহিত ভুল।
    • কর্কট রােগ বলতে বােঝায়- ক্যান্সারকে।
  • বিসিএস প্রস্তুতি সাধারন জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী ৪র্থ পর্ব

    বিসিএস প্রস্তুতি সাধারন জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী ৪র্থ পর্ব

    • BRICS’র উদ্যোগে গঠিত ব্যাংকের নাম- New Development Bank (NDB)
    • জাতিসংঘের যে সংগঠন বিশ্ব জনসংখা রিপাের্ট প্রকাশ করে- UNFPA।
    • ‘মানব উন্নয়ন প্রতিবেদন’ প্রকাশকারী সংস্থ- UNDP।
    • সভ্যতায় ব্যাবিলনীয়দের অবদান ছিল- আইন প্রণয়নে।
    • যে সভ্যতার মানুষ ৩৬৫ দিনে বছর গণনা শুরু করে- মিসরীয় সভ্যতার।
    • সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয়- ১৯২২ সালে।
    • এশিয়া মহাদেশের যে দেশ অতীতে কখনাে কারাে উপনিবেশে পরিণত হয়নি— থাইল্যান্ড।
    • বিশ্ব তামাকমুক্ত দিবস- ৩১ মে।
    • বিশ্বব্যাংক গ্রুপের অঙ্গসংস্থা রয়েছে- পাঁচটি।
    • ‘বিশ্ব বাংলা গেটি’ অবস্থিত- কলকাতা, ভারত।
    • ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন যে দ্বীপে অবস্থিত- জিল্যান্ড দ্বীপে।
    • ইরানে ইসলামী বিপ্লব সংঘটিত হয়- ১৯৭৯ সালে।
    • মিসরের গোয়েন্দা সংস্থার নাম- মুখবারাত
    • আল শাবাব/হরকাত আল শাবাব যে দেশের সংগঠন- সােমালিয়া।
    • যুক্তরাষ্ট্র জাপানে ‘লিটল বয়’ নামক আণবিক বােমা নিক্ষেপ করে- ৬ আগষ্ট ১৯৪৫।
    • ইসরাইল সিরিয়ার গােলান মালভূমি দখল করে- ১৯৬৭ সালে।
    • তিউনিসিয়ায় ‘জেসমিন বিপ্লব’ সংঘটিত হয়- ২০১১ সালে।
    • ১৯২৩ সালে প্রতিষ্ঠিত INTERPOL’র সদর দপ্তর অবস্থিত- লিওঁ, ফ্রান্স।

    এই বিভাগের আরো পোস্ট :

    • বিশ্বের প্রথম কোয়ান্টাম কম্পিউটারের নাম – IBMQ System One.
    • আন্তর্জাতিক নবায়নযোগ্য জ্বালানি সংস্থার (IRENA) মহাপরিচালক- ফ্রান্সেসকো লা ক্যামেরা।
    • ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-এর দুর্নীতির ধারণা সূচকে শীর্ষ দেশ- সােমালিয়া।
    • বিশ্বব্যাপী বিশুদ্ধ পানি ও স্যানিটেশন নিয়ে কাজ করে যে সংস্থ– Water Aid.
    • IUCN’র কাজ হলাে- বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা।
    • পরিবেশ দূষণ রােধ করার জন্য বর্তমানে রেফ্রিজারেটরে CFC’র পরিবর্তে ব্যবহৃত হয়- গ্যাজোলিয়াম।
    • যে দূষণ প্রক্রিয়ায় মানুষ সবচেয়ে বেশি আক্রান্ত হয়- পানি দূষণ।
    • বিশ্ব পানি দিবস- ২২ মার্চ।
    • বিশ্বের ধনাঢ্য ব্যক্তিদের দ্বারা গঠিত আন্তর্জাতিক সংস্থা- লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল।।
    • দুর্নীতি বিরােধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যে দেশভিত্তিক- জার্মানি।
    • জাতিসংঘ সনদ কার্যকর হয়- ১৯৪৫ সালে।
  • ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রস্তুতি আন্তর্জাতিক বিষয়াবলী ৩য় পর্ব

    ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রস্তুতি আন্তর্জাতিক বিষয়াবলী ৩য় পর্ব

    • বুলগেরিয়ার রাজধানীর নাম- সােফিয়া।
    • সিয়াচেন হিমবাহ যে দুইটি দেশের মধ্যে অবস্থিত- ভারত ও পাকিস্তান।
    • ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন- ১০ নং ডাউনিং স্ট্রিট।
    • নেপােলিয়ান বােনাপাের্ট যে দেশের অধিবাসী ছিলেন- ফ্রান্স।
    • টি-২০ বিশ্বকাপ ক্রিকেট প্রথম অনুষ্ঠিত হয়- ২০০৭ সালে।

    আরো পড়ুন : ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রস্তুতি বাংলাদেশ বিষয়াবলী ৩য় পর্ব

    • বিশ্বের যে শহরকে ‘দক্ষিণের রানি’ বলা হয়- সিডনি, অস্ট্রেলিয়া।
    • ‘ফোর্থ স্টেট’ বলতে বুঝায়- সংবাদপত্র।
    • আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হয়- ১৮০° বরাবর।
    • ‘গােলান মালভূমি’ যে দুটি দেশের মধ্যে বিদ্যমান বিরােধপূর্ণ অঞ্চল- সিরিয়া-ইসরাইল।
    • উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়- ন্যাটো (NATO)।
    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে ন্যূনতম ইলেক্টোরাল ভােটের প্রয়ােজন- ২৭০টি।
    • বিশ্ব ডাক সংস্থার সদর দপ্তর অবস্থিত- সুইজারল্যান্ড।
    • ‘নিকোবর দ্বীপ’-এর মালিকানা যে দেশের- ভারত।

    আরো পড়ুন : ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রস্তুতি আন্তর্জাতিক বিষয়াবলী ২য় পর্ব

    এই বিভাগের আরো পোস্ট :

    আরো পড়ুন : ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রস্তুতি বাংলাদেশ বিষয়াবলী ২য় পর্ব

    আরো পড়ুন : ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রস্তুতি আন্তর্জাতিক বিষয়াবলী ১ম পর্ব

  • আন্তর্জাতিক বিষয়াবলী থেকে যে প্রশ্নগুলো আপনাকে পড়তেই হবে

    আন্তর্জাতিক বিষয়াবলী থেকে যে প্রশ্নগুলো আপনাকে পড়তেই হবে

    • আমেরিকায় গৃহযুদ্ধ শুরু হয়- ১৮৬১ সালে।
    • সাংস্কৃতিক বিপ্লব সংঘটিত হয়- চীনে।
    • যে দূষণ প্রক্রিয়ায় মানুষ সবচেয়ে বেশি আক্রান্ত হয়- পানি দূষণ।
    • মােসাদ যে দেশভিত্তিক গােয়েন্দা সংস্থা- ইসরাইল।
    • দ্বিতীয় বিশ্বযুদ্ধে বাফার স্টেট ছিল- বেলজিয়াম।
    • Non-Aligned Movement (NAM) প্রতিষ্ঠিত হয়- ১৯৬১ সালে; বেলগ্রেড সম্মেলনে।
    • এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)-এর সদর দপ্তর অবস্থিত- ম্যানিলা, ফিলিপাইন।
    • OIC’র অফিসিয়াল ভাষা- তিনটি; আরবি, ইংরেজি ও ফরাসি।
    • যে চুক্তিতে পারমাণবিক পরীক্ষা বন্ধের কথা বলা হয়েছে- সিটিবিটি।
    • বিখ্যাত যুদ্ধ ক্ষেত্র ওয়াটার লু অবস্থিত- বেলজিয়াম।

    আরো পড়ুন : ৪১তম বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার প্রস্তুতির জন্য সাধারন জ্ঞান থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

    • বায়ুমণ্ডলের ওজোন স্তরকে রক্ষার উদ্দেশ্যে মন্ট্রিল প্রটোকল স্বাক্ষরিত হয়- ১৬ সেপ্টেম্বর ১৯৮৭।
    • ওজোন স্তরের সবচেয়ে ক্ষতিকারক গ্যাস- ক্লোরােফ্লোরােকার্বন (CFC)।
    • জাতিসংঘের ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণবিষয়ক কনভেনশন- ভিয়েনা কনভেনশন।
    • জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের বর্তমান সদস্য- ৫৪টি।
    • করােনাভাইরাসের সপ্তম প্রজাতির নাম- 2019 Novel Coronavirus (2019-nCov)।
    • EU-এর বর্তমান সদস্য দেশ- ২৭টি।

    এনএসআই (NSI) নিয়োগ পরীক্ষার সকল প্রশ্ন সমাধান একসাথে 

    এই বিভাগের আরো পোস্ট :

    • তিয়েন আনমেন স্কোয়ার অবস্থিত- বেইজিং, চীন।
    • SAARC’র বর্তমান মহাসচিব হলেন- এসালা ওয়েরাকুন; শ্রীলংকা।
    • ২০১৯ সালের ICC’র বর্ষসেরা ক্রিকেটার- বেন স্টোকস; ইংল্যান্ড।
    • এশীয় উন্নয়ন ব্যাংকের (ADB) বর্তমান প্রেসিডেন্ট- মাসাতসুগু আসাকাওয়া (জাপান)।
    • ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সােসাইটিস (IFRCS-এর সদস্য দেশ- ১৯২টি।
    • ইউরােপীয় পার্লামেন্টের বর্তমান সদস্য সংখ্যা- ৭০৫ জন।

    আরো পড়ুন : বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার প্রস্তুতির জন্য বাংলা সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

    • আধুনিক আন্তর্জাতিক আইনের জনক বলা হয়- হুগ্রো গ্রসিয়াসকে।
    • প্রথম বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন- উড্রো উইলসন।
    • ১ ফেব্রুয়ারি ২০২০ পুনরায় কমনওয়েলথ-এ যােগদান করে- মালদ্বীপ।
    • গ্রিনহাউস গ্যাস নির্গমনে শীর্ষ দেশ- চীন।
    • জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী নােবেল শান্তি পুরস্কার লাভ করে- ১৯৮৮ সালে।
    • GMT-এর পূর্ণরূপ- Greenwich Mean Time
    • লাইব্রেরি অব কংগ্রেস প্রতিষ্ঠিত হয়- ১৮০০ সালে।
    • আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়- ৮ সেপ্টেম্বর।
    • সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডােনাল্ড ট্রাম্প ভারত সফর করেন- ২৪-২৫ ফেব্রুয়ারি ২০২০।
    • বিশ্বের বাসযােগ্য শহরের তালিকায় শীর্ষ শহর- ভিয়েনা, অস্ট্রিয়া।
    • ২০১৯ সালে সার্ক সাহিত্য পুরস্কার লাভ করেন- অধ্যাপক আনিসুজ্জামান (বাংলাদেশ)।
    • বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ- যুক্তরাষ্ট্র।
    • ৫৯তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে- ৩ নভেম্বর ২০২০।
    • বিশ্বের সবচেয়ে বড় দুই ইঞ্জিন চালিত বিমানের নাম- বােয়িং ৭৭৭ এক্স।
    • মার্কিন প্রেসিডেন্ট ডােনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা প্রকাশ করেন- ২৮ জানুয়ারি ২০২০।
    • আরব বিশ্বে প্রথম পরমাণু চুল্লি নির্মাণের অনুমােদন দেয়- সংযুক্ত আরব আমিরাত।

    আরো পড়ুন : 

    • ফরাসি বিপ্লবের শিশু বলা হয়- নেপােলিয়ন বােনাপার্টকে।
    • শ্রীলংকার বর্তমান প্রেসিডেন্ট- গুতাবায়ে রাজাপাকসে।
    • এশীয় উন্নয়ন ব্যাংকের (ADB) দশম প্রেসিডেন্ট- মাসাতসুও আসাকাওয়া, জাপান।
    • দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়-১৭৬৫ সালে।
    • ‘কাইজার’ বলা হতাে যে দেশের প্রাচীন রাজাদের- জার্মানি।
    • ইতিহাসের প্রথম লিখিত আইন প্রণেতা-হাম্বুরাবি।
    • ২০১৯ সালের টাইমসের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হন- গ্রেটা থানবার্গ, সুইডেন।
    • ২০২০ সালের সপ্তম নারী টি২০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়-অস্ট্রেলিয়া।
    • উইকিলিকস প্রতিষ্ঠিত হয়- ২০০৬ সালে।

    আরো পড়ুন : অডিটর নিয়োগ পরীক্ষার প্রস্তুতি বাংলা ভাষা ও সাহিত্য

    • মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতাকামী অঙ্গরাজ্যের নাম- ক্যালিফোর্নিয়া।।
    • পৃথিবীর সর্ববৃহৎ তামার খনি অবস্থিত- চিলি।
    • ‘মেসােপটেমিয়া’ যে দেশের পূর্বনাম- ইরাক।
    • ২০১৯ সালের Ballon d’Or বিজয়ী হলেন- লিওনেল মেসি।
    • সার্কভুক্ত দেশের মধ্যে গড় আয়ুতে শীর্ষ দেশ- মালদ্বীপ।
    • ফ্যাসিজম এর প্রবর্তক ছিলেন- বেনিটো মুসােলিনী, ইতালি।
    • মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্টের মেয়াদ- চার বছর।
    • হিমালয় ও কুনলুন পর্বতের মধ্যে অবস্থিত- তিব্বত মালভূমি।
    • দুই ভিয়েতনাম একত্রিত হয়-১৯৭৬ সালে।
    • যে যুদ্ধের পর হংকং এ ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়- আফিম যুদ্ধ।
    • যে দেশের পতাকাকে ইউনিয়ন জ্যাক’ বলা হয়- যুক্তরাজ্য।
    • ২০১৯ সালে শান্তিতে নােবেল পুরস্কার লাভ করেন- আবি আহমেদ আলী, ইথিওপিয়া।

    আরো পড়ুন : অডিটর নিয়োগ পরীক্ষার প্রস্তুতি ইংরেজি ভাষা ও সাহিত্য

    • ইরানে ইসলামী বিপ্লব সংঘটিত হয়- ১৯৭৯ সালে।
    • চীনের মহাপ্রাচীর’ দেশটির যে সীমান্তে অবস্থিত- উত্তর।
    • যে দেশের ডাক টিকিটে সে দেশের নাম লেখা থাকে না- যুক্তরাজ্য।
    • ক্লিওপেট্রা ছিলেন- মিসরের রানি।
    • লাটাকিয়া যে দেশের সমুদ্রবন্দর- সিরিয়া ।
    • ‘বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়- ১০ ডিসেম্বর।
    • ইউনেস্কো ঘােষিত প্রথম বিশ্ব স্থাপত্য রাজধানী- রিও ডি জেনিরাে, ব্রাজিল।
    • চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করােনাভাইরাসের কোড নাম- 2019-nCoV।
    • অর্থশাস্ত্রের জনক- কৌটিল্য।
    • নােবেল পুরস্কারের প্রবর্তক- আলফ্রেড বার্নার্ড নােবেল।
    • ফিফা বিশ্বকাপ ২০২২ অনুষ্ঠিত হবে- কাতার।
    • জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম- অ্যান্তোনিও গুতেরেস (পর্তুগাল)।

    আরো পড়ুন : কারেন্ট অ্যাফেয়ার্স আগস্ট ২০২০ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

    • গ্রিনপিস যে দেশের পরিবেশবাদী সংগঠন- নেদারল্যান্ডস।
    • নাসাউ যে দেশের রাজধানী – বাহামা দ্বীপপুঞ্জ।
    • সার্কের বর্তমান সদস্য সংখ্যা- ৮টি (সর্বশেষ আফগানিস্তান, ২০০৭)।
    • নেপালের প্রধানমন্ত্রীর নাম- খড়গ প্রসাদ শর্মা অলি।
    • IATA এর পূর্ণরূপ- International Air Transport Association and
    • BFCC এর পূর্ণরূপ – Biman Flight Catering Centre.
    • CNG বলতে বুঝায়- Compressed Natural Gas.
    • LPG বলতে বুঝায়- Liquefied Petroleum Gas.

    আরো পড়ৃন : অডিটর নিয়োগ পরীক্ষার প্রস্তুতি বাংলাদেশ বিষয়াবলি

    • বিশ্বের বৃহত্তম মুসলিম রাষ্ট্র- ইন্দোনেশিয়া।
    • কুয়েতের মুদ্রার নাম- দিনার।
    • চারদিকে স্থলবেষ্টিত জলরাশিকে বলা হয়-হ্রদ।
    • CBI যে দেশের গােয়েন্দা সংস্থা- ভারত।
    • Reuters-এর সদর দপ্তর- লন্ডন, যুক্তরাজ্য।
    • OECD-এর পূর্ণরূপ- Organization for Economic Co-operation and Development.
    • করােনাভাইরাসের টিকা তৈরির গবেষণায় মার্কিন সরকার যে প্রকল্প গ্রহণ করেছে- Operation Warp Speed।
    • জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন- ভােলকান বােজকার; তুরস্ক।
    • Black Lives Matter হলো- বর্ণবাদ বিরােধী আন্দোলন।
    • স্বাদু বা মিঠা পানির মৎস্য উৎপাদনে বিশ্বে শীর্ষ দেশ- চীন।
    • ৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে- ২৩ জুলাই-৮ আগস্ট ২০২১; টোকিও, জাপান।
    • NATO’র সর্বশেষ (৩০তম) সদস্য- উত্তর মেসিডােনিয়া।
    • ২০২০ সালের বৈশ্বিক শান্তিসূচকে শীর্ষ দেশ- আইসল্যান্ড।
    • বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটারের নাম- ফুগাকু।
    • এশীয় অবকাঠামাে বিনিয়ােগ ব্যাংকের (AIIB) বর্তমান সদস্য- ৮১টি।
    • ইউরােপের লৌহমানবী হিসেবে পরিচিত- মার্গারেট থ্যাচার (যুক্তরাজ্য)।

    আরো পড়ুন : ৪১তম বিসিএস প্রস্তুতির জন্য আন্তর্জাতিক বিষয়াবলী ১ম পর্ব

    • আফ্রিকা মহাদেশের প্রাচীনতম সমুদ্রবন্দর- কেপটাউন, দক্ষিণ আফ্রিকা।
    • আয়তনের দিক থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ- কানাডা।
    • মার্বেলের দেশ হিসেবে পরিচিত- ইতালি।
    • পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা- মেসােপটেমীয় সভ্যতা।
    • ফরাসি বিপ্লবের মতবাদ বা স্লোগানের প্রবক্তা- দার্শনিক রুশাে।
    • বর্তমান বিশ্বের একমাত্র নগররাষ্ট্র- সিঙ্গাপুর।
    • উগ্রপন্থি হিন্দু কর্তৃক বাবরী মসজিদ ধ্বংস হয়- ৬ ডিসেম্বর ১৯৯২।
    • লিথুয়ানিয়ার রাজধানীর নাম- ভিলনিয়াস।
    • যুদ্ধাহত ও যুদ্ধবন্দি ব্যক্তিদের সাথে আচরণবিধি সম্পর্কিত স্বাক্ষরিত চুক্তি- জেনেভা কনভেনশন।

    আরো পড়ুন : ৪১তম বিসিএস প্রস্তুতির জন্য আন্তর্জাতিক বিষয়াবলী ২য় পর্ব

    • রাশিয়ার শাখালিন দ্বীপের অবস্থান যে দুই সাগরের মাঝে- জাপান ওখটস্ক সাগর।
    • জাপানের গােয়েন্দা সংস্থার নাম- নাইচো।
    • সাংস্কৃতিক বিপ্লব সংঘটিত হয়- চীনে।
    • NATO’র সদর দপ্তর অবস্থিত- ব্রাসেলস, বেলজিয়াম।
    • Comprehensive and Progressive Agreement for Trans-Pacific Partnership (CPTPP) বা TPP11 কার্যকর হয়- ৩০ ডিসেম্বর ২০১৮।
    • ৬৯তম মিস ওয়ার্ল্ড প্রতিযােগিতায় ‘মিস ওয়ার্ল্ড’ নির্বাচিত হন- টনি-আন সিং।
    • সম্প্রতি যে দেশে ‘ইয়েলাে ভেস্ট’ আন্দোলনের সূত্রপাত হয়- ফ্রান্স।
    • ২০২০ সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ- নরওয়ে।
    • বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ- যুক্তরাষ্ট্র।
    • যে সকল গ্যাস গ্রিনহাউস প্রতিক্রিয়ার জন্য দায়ী তাদের বলে- গ্রিনহাউস গ্যাস।
    • বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের স্বাভাবিক পরিমাণ- ০.০৩ শতাংশ।

    আরো পড়ুন : কারেন্ট অ্যাফেয়ার্স আগস্ট ২০২০ থেকে ৫০টি এমসিকিউ

    • বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়- ৫ জুন।
    • আন্তর্জাতিক জীববৈচিত্র্য দশক- ২০১১-২০২০।
    • গ্রিন ক্লাইমেট ফান্ড গঠিত হয়- ২০১০ সালে।
    • কিয়ােটো প্রটোকল স্বাক্ষরিত হয়- ১১ ডিসেম্বর ১৯৯৭।
    • আরব লীগ প্রতিষ্ঠিত হয়- ২২ মার্চ ১৯৪৫।
    • রােটারি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠিত হয়- ২৩ ফেব্রুয়ারি ১৯০৫।
    • বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) প্রতিষ্ঠিত হয়- ৭ এপ্রিল ১৯৪৮।
    • সার্ক সাংস্কৃতিক কেন্দ্র অবস্থিত- কলম্বাে, শ্রীলংকা।
    • জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থার (UNESCO) সদর দপ্তর- প্যারিস, ফ্রান্স।
    • সিরডাপ (CIRDAP)-এর বর্তমান সদস্য- ১৫টি।

    প্রশ্ন : ‘বলকানের কসাই’ নামে পরিচিত
    উত্তর : সাবেক যুগােশ্লাভ একনায়ক স্লোবােদান মিলােসেচ্চি।

    প্রশ্ন : আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী
    উত্তর : সাঙ্গু।

    প্রশ্ন : বর্তমানে জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্র
    উত্তর : ফিলিস্তিন ও ভ্যাটিকান সিটি।

    প্রশ্ন : জাতিসংঘের অফিসিয়াল ভাষা
    উত্তর : পাঁচটি; ইংরেজি, ফরাসি, চীনা, রুশ, স্প্যানিশ ও আরবি।

    প্রশ্ন : CNN এর পূর্ণ রুপ
    উত্তর : Cable News Network

    আরো পড়ুন : ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রস্তুতি বাংলাদেশ বিষয়াবলী ১ম পর্ব

    প্রশ্ন : আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সদর দপ্তর অবস্থিত
    উত্তর : ভিয়েনা; অস্ট্রিয়া।

    প্রশ্ন : উপসাগরীয় সহযােগিতা পরিষদ (GCC) এর সদস্য রাষ্ট্র
    উত্তর : ৬টি।

    প্রশ্ন : ‘ডটার অব পাকিস্তান’ হিসেবে পরিচিত
    উত্তর : মালালা ইউসুফজাঈ।

    প্রশ্ন : ‘পঞ্চইন্দ্রিয়’ তৈলচিত্রের চিত্রশিল্পী
    উত্তর : মকবুল ফিদা হােসেন।

    প্রশ্ন : মানবসমাজের ইতিহাস অবিরাম শ্রেণি সংগ্রামের ইতিহাস’ উক্তিটি
    উত্তর : কার্ল মার্কসের।

    প্রশ্ন : শান্তিতে নােবেলজয়ী প্রথম নারী
    উত্তর : বার্থাভন সুটনার (অস্ট্রিয়া হাঙ্গেরি)।

    প্রশ্ন : যে আরব দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়
    উত্তর : ইরাক।

    খ. চলতি ঘটনাবলি আন্তর্জাতিক

    প্রশ্ন : ১৯৪৭ সালে ভারত বিভক্তির পর কলকাতার প্রথম মুসলমান মেয়র নির্বাচিত হন
    উত্তর : ফিরহাদ হাকিম।

    প্রশ্ন : তুরস্কের আইনসভার বর্তমান আসন সংখ্যা
    উত্তর : ৬০০টি।

    প্রশ্ন : মার্কিন কংগ্রেসে প্রথম মুসলিম নারী কংগ্রেসম্যান নির্বাচিত হন
    উত্তর : ইলহান ওমর ও রশিদা তালিব।

    আরো পড়ুন : কারেন্ট অ্যাফেয়ার্স আগস্ট ২০২০ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

    প্রশ্ন : বিশ্বের বৃহত্তম ই কমার্স বা অনলাইনভিত্তিক বেচাকেনার প্রতিষ্ঠানের নাম
    উত্তর : আলিবাবা (চীন)।

    প্রশ্ন : সম্প্রতি বিজ্ঞানের যে মৌলিক এককের সংজ্ঞায় পরিবর্তন আসে
    উত্তর : কিলােগ্রাম।

    প্রশ্ন : ২০১৮ সালের বৈশ্বিক প্রতিযােগিতা সক্ষমতা প্রতিবেদনে শীর্ষ দেশ
    উত্তর : যুক্তরাষ্ট্র।

    প্রশ্ন : ২০১৮ সালে ম্যান বুকার পুরস্কার লাভ করেন
    উত্তর : আনা বার্নস (আয়ারল্যান্ড)।

    প্রশ্ন : ১১ মে ২০১৮ যে দেশের টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে
    উত্তর : আয়ারল্যান্ড।

    প্রশ্ন : বিশ্বের ১১৬তম টেস্ট ভেন্যু
    উত্তর : সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

    গ. বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ এবং রােগব্যাধি সম্পর্কিত মৌলিক জ্ঞান

    প্রশ্ন : বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলেও বিদ্যুৎ খরচ
    উত্তর : একই হয়।

    প্রশ্ন : পৃথিবীতে সবচেয়ে কঠিন খনিজ পদার্থ হলাে
    উত্তর : হীরক।

    প্রশ্ন : যে ভিটামিনের অভাবে স্কার্ভি রােগ হয়
    উত্তর : ভিটামিন ‘সি’।

    আরো পড়ুন : কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ ২০২০ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

    প্রশ্ন : মানুষের রক্তে লােহিত রক্তকণিকার পরিমাণ শ্বেত কণিকার চেয়ে
    উত্তর : ৫০০ গুণ বেশি।

    প্রশ্ন : হাড় ও দাঁতকে মজবুত করে
    উত্তর : ক্যালসিয়াম।

    প্রশ্ন : পৃথিবীকে সমান দুই অংশে ভাগ করেছে যে রেখা
    উত্তর : নিরক্ষরেখা।

    প্রশ্ন : যে তারিখে উত্তর গােলার্ধে দিন সবচাইতে বড় এবং রাত সবচাইতে ছােট হয়
    উত্তর : ২১ জুন।

    প্রশ্ন : কম্পিউটারের মূল মেমােরি তৈরি হয়
    উত্তর : সিলিকন দিয়ে।

    প্রশ্ন : তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে দেশের প্রথম হাইটেক পার্ক
    উত্তর : গাজীপুর জেলার কালিয়াকৈর।

    প্রশ্ন : বসন্ত রােগ
    উত্তর : দুই ধরনের গুটি বসন্ত ও জল বসন্ত।

    প্রশ্ন : ফলের প্রধান তিনটি অংশ
    উত্তর : বহিঃত্বক, মধ্যত্বক ও অন্তঃত্বক।

  • করোনা ভাইরাস সম্পর্কিত জানা অজানা তথ্য

    প্রশ্ন : করােনাভাইরাস কী ধরণের ভাইরাস?
    উত্তর : আরএনএ ভাইরাস।
    তথ্য : কোভিড-১৯ পজিটিভ কি না, তা নির্ণয়ের সবচেয়ে বহুল ব্যবহৃত ও সংবেদনশীল পদ্ধতি হচ্ছে RT-PCR
    বা রিভার্স ট্রান্সক্রিপ্টেজ পিসিআর।

    প্রশ্ন : মানুষের শরীরে ছড়িয়ে পড়তে পারে এমন কত ধরনের করােনা ভাইরাস রয়েছে?
    উত্তর : ৭ ধরনের।

    এই বিভাগের আরো পোস্ট :

    https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-6684125741392148&output=html&h=280&slotname=5948242971&adk=1040601861&adf=2731058860&pi=t.ma~as.5948242971&w=780&lmt=1672679174&format=780×280&url=https%3A%2F%2Fwww.bcspreparation.net%2F%25e0%25a6%2595%25e0%25a6%25b0%25e0%25a7%258b%25e0%25a6%25a8%25e0%25a6%25be-%25e0%25a6%25ad%25e0%25a6%25be%25e0%25a6%2587%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25b8-%25e0%25a6%25b8%25e0%25a6%25ae%25e0%25a7%258d%25e0%25a6%25aa%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%2595%25e0%25a6%25bf%25e0%25a6%25a4%2F&wgl=1&dt=1672679062128&bpp=3&bdt=8827&idt=3&shv=r20221207&mjsv=m202212010101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3Df416c332cec8e688-22b0d04104d900bf%3AT%3D1671983898%3ART%3D1671983898%3AS%3DALNI_MbJSbU7jROGz1KZ-y1ZquB6uyDnmQ&gpic=UID%3D00000b97837cb9d0%3AT%3D1671983898%3ART%3D1672674036%3AS%3DALNI_MaWOqEvu_uGbOGhTFfyI2pajQ7Oow&prev_fmts=0x0%2C1200x280%2C1339x958%2C780x280%2C345x280%2C345x280%2C780x280&nras=2&correlator=2238608157656&frm=20&pv=1&ga_vid=1265491175.1671983904&ga_sid=1672679056&ga_hid=1022266578&ga_fc=1&u_tz=360&u_his=1&u_h=1143&u_w=1429&u_ah=1099&u_aw=1429&u_cd=24&u_sd=0.896&adx=84&ady=1804&biw=1339&bih=958&scr_x=0&scr_y=0&eid=44759875%2C44759926%2C44759842%2C31071167%2C44780492%2C44780792&oid=2&pvsid=4075144614361391&tmod=1729297544&nvt=1&ref=https%3A%2F%2Fwww.bcspreparation.net%2Fcategory%2F%25e0%25a6%2586%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%259c%25e0%25a6%25be%25e0%25a6%25a4%25e0%25a6%25bf%25e0%25a6%2595-%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25b7%25e0%25a7%259f%25e0%25a6%25be%25e0%25a6%25ac%25e0%25a6%25b2%25e0%25a7%2580%2Fpage%2F16%2F&eae=0&fc=1920&brdim=26%2C0%2C26%2C0%2C1429%2C0%2C1364%2C1093%2C1358%2C958&vis=1&rsz=%7C%7CoeEbr%7C&abl=CS&pfx=0&fu=0&bc=31&ifi=8&uci=a!8&btvi=1&fsb=1&xpc=4lOMTGkDR3&p=https%3A//www.bcspreparation.net&dtd=M

    প্রশ্ন : করােনাভাইরাস কত সালে আবিষ্কার হয়?
    উত্তর : ১৯৬০ সালে।
    তথ্য : ১৯৬০ খ্রিস্টাব্দে মধ্যপ্রাচ্যে ব্রঙ্কাইটিস আক্রান্ত দুটি মুরগী এবং সর্দিকাশি আক্রান্ত দুজন মানুষের কফে প্রথম এই ভাইরাস পাওয়া যায়।

    প্রশ্ন : কোভিড-১৯ কবে নামকরণ করা হয়?
    উঃ ১১ ফেব্রুয়ারি, ২০২০
    তথ্য : উহানের হুয়ানান সামুদ্রিক খাদ্য ও পশুর বাজার থকে এই ভাইরাসের প্রার্দুভাব ঘটে। উহান চীনের ‘The sprawling capital হিসেবে খ্যাত।

    প্রশ্ন : প্রথম করােনা রােগী শনাক্ত হয় কবে?
    উত্তর : ৩১ ডিসেম্বর, ২০১৯।
    তথ্য : ১১ জানুয়ারি করােনায় প্রথম মৃত্যু হয়। গত ২ ফেব্রুয়ারি ফিলিপাইনে ৪৪ বছর বয়সী এক চীনা নাগরিক করােনা সংক্রমিত হয়ে মারা যান। চীনের বাইরে করােনায় এটাই প্রথম মৃত্যু। চীনের বাইরে প্রথম করােনা রােগী শনাক্ত হয় থাইল্যান্ডে, গত ১৩ জানুয়ারি। ১১ ফেব্রুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা করােনা সংক্রমণে সৃষ্ট রােগকে “কোভিড-১৯ (করােনাভাইরাস ডিজিজ-২০১৯)’ নাম দেয়।

    আরো পড়ুন : বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক ১০০টি প্রশ্ন ও উত্তর এক সাথে পড়ে নিন

    https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-6684125741392148&output=html&h=280&slotname=5948242971&adk=1040601861&adf=565003577&pi=t.ma~as.5948242971&w=780&lmt=1672679174&format=780×280&url=https%3A%2F%2Fwww.bcspreparation.net%2F%25e0%25a6%2595%25e0%25a6%25b0%25e0%25a7%258b%25e0%25a6%25a8%25e0%25a6%25be-%25e0%25a6%25ad%25e0%25a6%25be%25e0%25a6%2587%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25b8-%25e0%25a6%25b8%25e0%25a6%25ae%25e0%25a7%258d%25e0%25a6%25aa%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%2595%25e0%25a6%25bf%25e0%25a6%25a4%2F&wgl=1&dt=1672679062361&bpp=3&bdt=9059&idt=4&shv=r20221207&mjsv=m202212010101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3Df416c332cec8e688-22b0d04104d900bf%3AT%3D1671983898%3ART%3D1671983898%3AS%3DALNI_MbJSbU7jROGz1KZ-y1ZquB6uyDnmQ&gpic=UID%3D00000b97837cb9d0%3AT%3D1671983898%3ART%3D1672674036%3AS%3DALNI_MaWOqEvu_uGbOGhTFfyI2pajQ7Oow&prev_fmts=0x0%2C1200x280%2C1339x958%2C780x280%2C345x280%2C345x280%2C780x280%2C780x280&nras=2&correlator=2238608157656&frm=20&pv=1&ga_vid=1265491175.1671983904&ga_sid=1672679056&ga_hid=1022266578&ga_fc=1&u_tz=360&u_his=1&u_h=1143&u_w=1429&u_ah=1099&u_aw=1429&u_cd=24&u_sd=0.896&adx=84&ady=2542&biw=1339&bih=958&scr_x=0&scr_y=0&eid=44759875%2C44759926%2C44759842%2C31071167%2C44780492%2C44780792&oid=2&pvsid=4075144614361391&tmod=1729297544&nvt=1&ref=https%3A%2F%2Fwww.bcspreparation.net%2Fcategory%2F%25e0%25a6%2586%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%259c%25e0%25a6%25be%25e0%25a6%25a4%25e0%25a6%25bf%25e0%25a6%2595-%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25b7%25e0%25a7%259f%25e0%25a6%25be%25e0%25a6%25ac%25e0%25a6%25b2%25e0%25a7%2580%2Fpage%2F16%2F&eae=0&fc=1920&brdim=26%2C0%2C26%2C0%2C1429%2C0%2C1364%2C1093%2C1358%2C958&vis=1&rsz=%7C%7CoeEbr%7C&abl=CS&pfx=0&fu=0&bc=31&ifi=9&uci=a!9&btvi=2&fsb=1&xpc=P1HqPJuQul&p=https%3A//www.bcspreparation.net&dtd=M

    প্রশ্ন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা কবে করােনাকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘােষণা করে?
    উত্তর : ১১ মার্চ।
    তথ্য : ৩১ ডিসেম্বর, ২০১৯ সালে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করােনাভাইরাসে আক্রান্ত হয়। ৭ জানুয়ারি, ২০২০ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর নামকরণ করে নভেল করােনাভাইরাস। প্রথম এটি শনাক্ত করেন চক্ষু বিশেষজ্ঞ ডা. লি ওয়েন লিয়াং।

    প্রশ্ন : CovID-19 রােগটির বহনকারী ভাইরাসটির নাম কি?
    উত্তর : SARS-COV-2

    প্রশ্ন : বিজ্ঞানীরা কবে কোভিড ১৯ কে করােনা ভাইরাস গােত্রের বলেন?
    উত্তর : ৯ জানুয়ারি, ২০২০

    প্রশ্ন : কোভিড -১৯ রােগে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম রােগী মারা যায় কবে?
    উত্তর : ১৮ মার্চ, ২০২০

    https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-6684125741392148&output=html&h=280&slotname=5948242971&adk=1040601861&adf=2262595954&pi=t.ma~as.5948242971&w=780&lmt=1672679174&format=780×280&url=https%3A%2F%2Fwww.bcspreparation.net%2F%25e0%25a6%2595%25e0%25a6%25b0%25e0%25a7%258b%25e0%25a6%25a8%25e0%25a6%25be-%25e0%25a6%25ad%25e0%25a6%25be%25e0%25a6%2587%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25b8-%25e0%25a6%25b8%25e0%25a6%25ae%25e0%25a7%258d%25e0%25a6%25aa%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%2595%25e0%25a6%25bf%25e0%25a6%25a4%2F&wgl=1&dt=1672679062570&bpp=2&bdt=9278&idt=2&shv=r20221207&mjsv=m202212010101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3Df416c332cec8e688-22b0d04104d900bf%3AT%3D1671983898%3ART%3D1671983898%3AS%3DALNI_MbJSbU7jROGz1KZ-y1ZquB6uyDnmQ&gpic=UID%3D00000b97837cb9d0%3AT%3D1671983898%3ART%3D1672674036%3AS%3DALNI_MaWOqEvu_uGbOGhTFfyI2pajQ7Oow&prev_fmts=0x0%2C1200x280%2C1339x958%2C780x280%2C345x280%2C345x280%2C780x280%2C780x280%2C780x280&nras=2&correlator=2238608157656&frm=20&pv=1&ga_vid=1265491175.1671983904&ga_sid=1672679056&ga_hid=1022266578&ga_fc=1&u_tz=360&u_his=1&u_h=1143&u_w=1429&u_ah=1099&u_aw=1429&u_cd=24&u_sd=0.896&adx=84&ady=3201&biw=1339&bih=958&scr_x=0&scr_y=0&eid=44759875%2C44759926%2C44759842%2C31071167%2C44780492%2C44780792&oid=2&pvsid=4075144614361391&tmod=1729297544&nvt=1&ref=https%3A%2F%2Fwww.bcspreparation.net%2Fcategory%2F%25e0%25a6%2586%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%259c%25e0%25a6%25be%25e0%25a6%25a4%25e0%25a6%25bf%25e0%25a6%2595-%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25b7%25e0%25a7%259f%25e0%25a6%25be%25e0%25a6%25ac%25e0%25a6%25b2%25e0%25a7%2580%2Fpage%2F16%2F&eae=0&fc=1920&brdim=26%2C0%2C26%2C0%2C1429%2C0%2C1364%2C1093%2C1358%2C958&vis=1&rsz=%7C%7CoeEbr%7C&abl=CS&pfx=0&fu=0&bc=31&ifi=10&uci=a!a&btvi=3&fsb=1&xpc=xn0I3KF8b5&p=https%3A//www.bcspreparation.net&dtd=M

    প্রশ্ন : আইইডিসিআর কত সালে প্রতিষ্ঠিত হয়?
    উত্তর : ১৯৭৬

    প্রশ্ন : IEDCR- পূর্ণরূপ কী?
    উত্তর : Institute of Epidemiology, Diseases Control and Research.

    প্রশ্ন : IEDCR এর বর্তমান পরিচালক কে?
    উত্তর : প্রফেসর ড. মীরজাদী সাব্রিনা ফ্লোরা।

    প্রশ্ন : IEDCR এর সদর দপ্তর কোথায়?
    উত্তর : মহাখালী, ঢাকা।

    প্রশ্ন : সর্ব প্রথম বাংলাদেশের নাগরিক কোন দেশে করােনা ভাইরাসে সংক্রমিত হয়?
    উত্তর : সিঙ্গাপুর।

    প্রশ্ন : করােনা ভাইরাস শনাক্তের পরীক্ষার জন্য নাক ও গলার লালার নমুনা সংগ্রহ করার বিশেষ পরীক্ষাটির নাম কী?
    উত্তর : সায়াব স্টিক।

    প্রশ্ন : করােনা ভাইরাস শনাক্তের কিট বাংলাদেশেকে সরবরাহ করেছে কোন সংস্থা?
    উত্তর : WHO

    প্রশ্ন : করােনা ভাইরাস সর্ব প্রথম ইউরােপের কোন দেশে ধরা পরে?
    উত্তর : ফ্রান্স

    প্রশ্ন : করােনা ভাইরাসে আক্রান্ত হয়ে সর্ব প্রথম বাংলাদেশের কোন ডাক্তার মারা যান?
    উত্তর : ড. মইনুদ্দিন

    প্রশ্ন : করােনা ভাইরাস আক্রান্ত হয়ে সর্বপ্রথম কোন সাংবাদিক মারা যান?
    উত্তর : হুমায়ুন কবির খােকন

    প্রশ্ন : করােনা ভাইরাস নিয়ে সতর্ককারী চিকিৎসকের নাম কি?
    উত্তর : লি ওয়েনলিয়াং

    প্রশ্ন : লি ওয়েনলিয়াং কবে মারা যান?
    উত্তর : ৬ ফেব্রুয়ারি, ২০২০

    প্রশ্ন : WHO কবে বৈশ্বিক অবস্থা জারি করে?
    উত্তর : ৩০ জানুয়ারি, ২০২০

    প্রশ্ন : করােনাভাইরাসের প্রজাতির নাম কি?
    উত্তর : 2019 Novel Corona Virus

    প্রশ্ন : চীনের পর প্রথম কোন দেশে করােনা ভাইরাস শনাক্ত হয়?
    উত্তর : থাইল্যান্ড

    প্রশ্ন : আমেরিকার কোন দেশে সর্বপ্রথম করােনা শনাক্ত হয়?
    উত্তর : আর্জেন্টিনা।

    প্রশ্ন : করােনার কারনে স্থগিত হওয়া ইংল্যান্ডের বিখ্যাত ফুটবল লীগ ‘প্রিমিয়ার লীগ পুনরায় কবে চালু হয়?
    উত্তর : ১৭ জুন ২০২০

    প্রশ্ন : করােনা সম্পর্কিত বিষয় নিয়ে প্রথম কোন দেশের স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করেন?
    উত্তর : ব্রাজিল

    প্রশ্ন : প্রথম দেশ হিসেবে কোন দেশ নিজেদের করােনামুক্ত ঘােষণা করেন?
    উত্তর : নিউজিল্যান্ড

    প্রশ্ন : করােনা ভ্যাকসিন আবিষ্কারে মার্কিন সরকারের গৃহীত পদক্ষেপের নাম কী?
    উত্তর : Operation warp speed

    প্রশ্ন : বাংলাদেশে প্রথম করােনা শনাক্ত হয় কত তারিখ?
    উত্তর : ৮ মার্চ

    প্রশ্ন : বাংলাদেশে প্রথম করােনা আক্রান্তে মারা যায় কত তারিখ?
    উত্তর : ১৮ মার্চ ২০২০

    প্রশ্ন : কত তম দেশ হিসেবে বাংলাদেশে করােনা ভাইরাস শনাক্ত হয়?
    উত্তর : ১০৭তম

    প্রশ্ন : বাংলাদেশকে করােনা ঝুকিপূর্ণ ঘােষণা করা হয় কত তারিখ?
    উত্তর : ১৬ এপ্রিল ২০২০

    প্রশ্ন : দেশে সর্বপ্রথম কোন এলাকা লকডাউন ঘােষনা করা হয়?
    উত্তর : শিবচর, মাদারিপুর

    প্রশ্ন : দেশে করােনা প্রবেশ ঠেকাতে কবে থেকে দেশের প্রবেশ পথগুলােতে থার্মাল স্ক্রিনিং পদ্ধতি চালু করা হয়?
    উত্তর : ২১ জানুয়ারি, ২০২০

    প্রশ্ন : IEDCR প্রথম কবে থেকে করােনা শনাক্ত করন পরীক্ষা শুরু করে?
    উত্তর : ২ ফেব্রুয়ারি, ২০২০।

    প্রশ্ন : সম্প্রতি কোন দেশ করােনা ভাইরাস শনাক্ত করন ও প্রতিরােধের যাবতীয় ওষুধ সামগ্রি বাংলাদেশ থেকে আমদানি করেছে?
    উত্তর : নাইজেরিয়া

    প্রশ্ন : করোনা ভ্যাকসিন আবিষ্কারে অফিসিয়ালভাবে বাংলাদেশ কত তম?
    উত্তর : ১১তম।

    প্রশ্ন : “আপনার মা-বাবাকে বাঁচান, আপনার দাদা-দাদি’কে বাঁচান, দয়া করে আমাদের নির্দেশনাগুলাে মেনে চলুন” এটা করােনা মােকাবেলায় কোন দেশের স্লোগান ছিল?
    উত্তর : গ্রিস।
    তথ্য : ১৯৮১ সালে Dean Koont কর্তৃক প্রকাশিত The Eyes of Darkness উপন্যাস (৩১২ পৃষ্ঠা) এবং ২০০৮ সালে Lindsay Harrison and Sylvia Browne কর্তৃক প্রকাশিত End of Days: Predictions and Prophecies about the End of the World বইয়ে (৩২১ পৃষ্ঠা) চীনের উহানে ভাইরাস সম্পর্কিত তথ্য দেয়া হয়েছিল, তবে বইগুলাের সাথে তথ্যের কিছু অমিল থাকায় CNN এবং Guardian পত্রিকা এগুলা পাত্তা দেয়নি।

    প্রশ্ন : ওসিডি (OCD) কী?
    উত্তর : অবসেসিভ কমপালসিভ ডিজঅর্ডার (ওসিডি)।
    তথ্য : যুক্তরাষ্ট্রে প্রাপ্তবয়স্কদের প্রতি ৪০ জনে ১ জন এবং শিশুদের প্রতি ১০০ জনে ১ জন এই রােগে ভােগে। ওসিডি বা চিন্তাবাতিক ও বাধ্যতাধর্মী আচরণ (শুচিবাই) একটি উদ্বেগজনিত রােগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (Wwe-DGBPI) তালিকায় এই মেডিকেল ডিজঅ্যাবিলিটির প্রধান ১০টি রােগের মধ্যে এটি একটি। সারা বিশ্বে প্রতি ৫০ জনে ১ জন জীবনের কোনাে না কোনাে সময় এই রােগে ভােগে।

    প্রশ্ন : পিপিই কী?
    উত্তর : পারসােনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট।
    তথ্য : পিপিইতে মােট পাঁচটি উপকরণ থাকতে হবে। এগুলাে হলাে মুখে পরার মাস্ক, চোখ ঢাকার জন্য মুখের সঙ্গে লেগে থাকে এমন চশমা, মুখের আবরণ (ফেস শিল্ড), গ্লাভস বা দস্তানা এবংগাউন। পিপিই তৈরিতে এমন কাপড় ব্যবহার করা হয় যেন তা কোনােভাবেই তরল শুষে নেবে না বা পিপিইকে সম্পূর্ণ শুষ্ক রাখবে।

    প্রশ্ন : পালস অক্সিমিটার কী?
    উত্তর : হস্পন্দন ও শরীরে অক্সিজেনের মাত্রা মাপারযন্ত্র।
    তথ্য : আঙুলের মাথায় লাগিয়ে জানা যায় রক্তে অক্সিজেনের পরিমাণ। করােনা ভাইরাসে আক্রান্ত বা উপসর্গ রয়েছে এমন মানুষদের জন্য পালস অক্সিমিটার হতে পারে সাহায্যকারী একটি যন্ত্র। এতে কোন হাসপাতালে ভর্তি হতে হবে, কখন ভর্তি হতে হবে, কার অক্সিজেন থেরাপির দরকার এবং কাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউতে নিতে হবে কিংবা ভেন্টিলেশনে রাখতে হবে, তা সহজেই জানা যায় পরীক্ষার মাধ্যমে। পালস অক্সিমিটারে ৯৫ থকে ১০০ শতাংশ অক্সিজেন মাত্রাকে স্বাভাবিক হিসেবে ধরা হয়। এর ৯৫ শতাংশের কম হলে চিকিৎসার ভাষায় হাইপােক্সিয়া বলা হয়। শরীরে তখন অক্সিজেনের ঘাটতি দেখা দেয়।

    প্রশ্ন : করােনাকালে মানবাধিকার সংগঠন ভালিয়েন্তে বাংলাদেশ কোন দেশে খাদ্যসহায়তা বিতরণ করেছে?
    উত্তর : স্পেন।

    প্রশ্ন : দীর্ঘদিন বন্ধ থাকার পর নিউইয়র্ক নগরীর বেশ কিছু ক্ষেত্র খুলে দেওয়া হয়েছে কবে?
    উত্তর : ৮ জুন

    প্রশ্ন : কোভিড ১৯ রােগটি প্রথম কোথায় ও কবে শনাক্ত করা হয়?
    উত্তর : ৩১ ডিসেম্বর ২০১৯, চীনের উহান নগরীতে ।

    প্রশ্ন : বিজ্ঞানীরা কবে কোভিড-১৯ কে সার্স করোনা ভাইরাস গােত্রের বলেন?
    উত্তর : ৯ জানুয়ারি, ২০২০।

    প্রশ্ন : করােনা ভাইরাস নিয়ে সতর্ককারী চিকিৎসকের নাম কী?
    উত্তর : লি ওয়েনলিয়াং।
    তথ্য : তিনি ৬ ফেব্রুয়ারি, ২০২০ তারিখে মারা যান, তিনি একজন চক্ষু বিশেষজ্ঞ ছিলেন।

    প্রশ্ন : করোনা ভাইরাসে প্রথম মৃত্যু হয় কবে?
    উত্তর : ১১ জানুয়ারি, ২০২০ চীনে।

    প্রশ্ন : WHO COVID-19 কে Pandemic বৈশ্বিক মহামারী হিসেবে ঘােষণা দেয়?
    উত্তর : ১১ মার্চ, ২০২০।

    প্রশ্ন : চীনের বাইরে COVID-19 করােনা ভাইরাসে প্রথম মৃত্যু হয় কোথায়?
    উত্তর : ফিলিপাইন।

    প্রশ্ন : WHO কবে বৈশ্বিক অবস্থা জারি করে?
    উত্তর : ৩০ জানুয়ারি, ২০২০।

    প্রশ্ন : করোনা ভাইরাস সর্বপ্রথম ইউরােপের কোন দেশে ধরা পড়ে?
    উত্তর : ফ্রান্স।

    প্রশ্ন : সর্বপ্রথম বাংলাদেশের নাগরিক কোন দেশে করােনা ভাইরাসে আক্রান্ত হয়?
    উত্তর : সিঙ্গাপুর।

    প্রশ্ন : বাংলাদেশে ১ম কোভিড-১৯ রােগী শনাক্ত করা হয় কবে?
    উত্তর : ৮ মার্চ, ২০২০।

    প্রশ্ন : কোভিড-১৯ রােগে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম মারা যায় কবে?
    উত্তর : ১৮ মার্চ, ২০২০।

    প্রশ্ন : সর্বপ্রথম বাংলাদেশের কোন জেলা লকডাউন করা হয়?
    উত্তর : মাদারীপুর (শিবচর উপজেলা)।

    প্রশ্ন : IEDCR কত সালে প্রতিষ্ঠিত হয়? পূর্ণরূপ কি?
    উত্তর : Institute of Epidemiology, Diseases Control and Research, ১৯৭৬ সালে।

    প্রশ্ন : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বপ্রথম বাংলাদেশের কোন ডাক্তার মারা যান?
    উত্তর : ডাঃ মইনুদ্দিন। (৭ এপ্রিল, ২০২০ এ মারা যান)

    প্রশ্ন : করােনা ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বপ্রথম বাংলাদেশের কোন সাংবাদিক মারা যান?
    উত্তর : হুমায়ুন কবির খােকন।

    প্রশ্ন : চীনের পর প্রথম কোন দেশে করােনা ভাইরাস শনাক্ত হয়?
    উত্তর : থাইল্যান্ড।

    প্রশ্ন : দক্ষিণ আমেরিকার কোন দেশে সর্বপ্রথম করােনা শনাক্ত হয়?
    উত্তর : আর্জেন্টিনা।

    প্রশ্ন : করােনার কারণে স্থগিত হওয়া ইংল্যান্ডের বিখ্যাত ফুটবল লীগ ‘প্রিমিয়ার লীগ পুনরায় কবে চালু হয়?
    উত্তর : ১৭ জুন, ২০২০।

    প্রশ্ন : করােনা সম্পর্কিত বিষয় নিয়ে কোন দেশের স্বাস্থ্য মন্ত্রী পদত্যাগ করেন?
    উত্তর : ব্রাজিল।

    প্রশ্ন : প্রথম দেশ হিসেবে কোন দেশ নিজেদের করােনা মুক্ত ঘােষনা করে?
    উত্তর : নিউজল্যান্ড।

    প্রশ্ন : কত তম দেশ হিসেবে বাংলাদেশে করােনা ভাইরাস শনাক্ত হয়?
    উত্তর : ১০৭ তম।

    প্রশ্ন : বাংলাদেশকে করােনা ঝুঁকিপূর্ণ ঘােষণা করা হয় কত তারিখ?
    উত্তর : ১৬ এপ্রিল, ২০২০।

    প্রশ্ন : করােনা ভ্যাকসিন আবিষ্কারে মার্কিন সরকারের গৃহীত পদক্ষেপের নাম কি?
    উত্তর : Operation warp speed.

    প্রশ্ন : দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম কোন দেশে করােনা ভাইরাসের রােগী শনাক্ত করা হয়?
    উত্তর : নেপাল (২৪ জানুয়ারি, ২০২০)
    তথ্য : দ্বিতীয় শ্রীলঙ্কা (২৭ জানুয়ারি, ২০২০)

    প্রশ্ন : বাংলাদেশ সরকার সংক্রামক আইনের কোন ধারায় সারা দেশকে করােনা ভাইরাসের জন্য ঝুঁকিপূর্ণ এলাকা ঘােষণা করেছে?
    উত্তর : ১১(১) ধারা।

    প্রশ্ন : করােনা ভাইরাস মহামারির কারণে সম্ভাব্য খাদ্য সংকট মােকাবেলা করতে (খাদ্য উৎপাদন বৃদ্ধি) বাংলাদেশ সরকারের সাথে কোন দেশ একযােগে কাজ করবে?
    উত্তর : ভারত ।

    প্রশ্ন : করােনা ভাইরাস মােকাবেলায় ADB বাংলাদেশের স্বাস্থ্যখাতে জরুরী সেবা এবং বাজেট সহায়তার জন্য কী
    পরিমাণ অর্থ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে?
    উত্তর : ৬০ কোটি ২৪ লাখ ডলার।

    প্রশ্ন : কল্লোনা মােকাবেলায় উন্নয়নশীল দেশগুলাের জন্য ইউই কত ডলারের সহায়তা প্যাকেজ ঘােষণা করেছে?
    উত্তর : ২ হাজার কোটি ডলার।

    প্রশ্ন : IEDCR প্রথম কবে থেকে করােনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু করে?
    উত্তর : ২ ফেব্রুয়ারি, ২০২০।

    প্রশ্ন : করােনা ভাইরাস চ্যালেঞ্জ মােকাবেলায় বাংলাদেশে কর্মরত ছয়টি আন্তর্জাতিক সংস্থা কোন দেশের সরকারের অর্থায়নে একযােগে কাজ করবে?
    উত্তর : অস্ট্রেলিয়া সরকার।
    সংস্থা ছয়টি হলােঃ
    i) Plan International Bangladesh.
    ii) Save the children,
    iii) CARE Bangladesh.
    iv) OXFAM
    v) World vision
    vi) Caritas Bangladesh.

    প্রশ্ন : করােনা ভাইরাসের ক্ষতি পুষিয়ে সরবরাহ ব্যবস্থা ঠিক রাখতে সপ্রতি কোন দেশ বাংলাদেশের ভিতর দিয়ে মালবাহী ট্রেন চালুর প্রস্তাব দিয়েছে?
    উত্তর : ভারত।

    প্রশ্ন : করােনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ হওয়া দেশের ৫০ লাখ হতদরিদ্র পরিবারের প্রত্যেক কে ২,৫০০ টাকা করে দিতে যাওয়া সরকারের গৃহীত কর্মসূচীর নাম কি?
    উত্তর : G2B বা Government to Beneficiary বা সরকার থেকে সুবিধাভােগী।
    তথ্য: প্রধানমন্ত্রী এই কর্মসূচীর কার্যক্রম উদ্বোধন করেন -১৪ মে, ২০২০।

    প্রশ্ন : করােনা ভাইরাস নমুনা সংগ্রহে দেশের কোন সরকারি প্রতিষ্ঠান কিট তৈরি করেছে?
    উত্তর : Designated Reference Institute for chemical Measurements (DRICM)
    তথ্য : এটি BCSIR (Bangladesh Council of Scientific and Industrial Research) এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। ৬৪তম জেলা হিসেবে রাঙামাটিতে সংক্রমন চিহ্নিত হয় ৬ মে, ২০২০।

    প্রশ্ন : দেশে করােনা ভাইরাস আক্রান্ত রােগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারি হাসপাতাল গুলােতে দ্রুত আইসােলেশন ইউনিট খােলার জন্য কবে সরকারি নির্দেশনা জারি হয়?
    উত্তর : ২৬ জানুয়ারি, ২০২০।

    প্রশ্ন : দেশে প্রথমবারের মতাে করােনা ভাইরাসের জিন নকশা উন্মােচন করেন কে?
    উত্তর : ডা. সেঁজুতি সাহা ও তাঁর বাবা অধ্যাপক সমীর সাহা।
    তথ্য : ১ম বাংলাদেশি হিসেবে সেঁজুতি সাহা বিশ্ব স্বাস্থ্য সংস্থার TIMB (Polio Transition Independent Monitoring Board) সদস্য হিসেবে নিয়ােগ পান।

    প্রশ্ন : করােনা ভাইরাস চিকিৎসায় আলােচিত “হাইড্রক্সিক্লোরােকুইন” মূলত কিসের ওষুধ?
    উত্তর : ম্যালেরিয়া।

    প্রশ্ন : ইউরােপের ১ম করােনামুক্ত দেশ কোনটি?
    উত্তর : সােভেনিয়া।।

    প্রশ্ন : করােনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে আইসিসি ক্রিকেট বলে কী মিশাতে নিষেধ করেছেন?
    উত্তর : মুখের লালা।

    প্রশ্ন : বিশ্বের ১ম দেশ হিসেবে করােনা ভাইরাসের ভ্যাকসিন অনুমােদন দিয়েছে কোন দেশ?
    উত্তর : রাশিয়া
    তথ্য : ১১ আগস্ট, ২০২০ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই অনুমােদন দেন। ১৯৫৭ সালে তৎকালীন সােভিয়েত ইউনিয়ন মহাকাশে স্পুটনিক নামে স্যাটেলাইট উৎক্ষেপণ করার নামানুসারে এই ভ্যাকসিনের নাম দেন স্পুটনিক ফাইভ।

    প্রশ্ন : বিশ্বের প্রথম দেশ হিসেবে করােনার টিকার অনুমােদন দিয়েছে কোন দেশ?
    উত্তর : রাশিয়া।
    তথ্য : রাশিয়ায় অনুমােদন পাওয়া করােনার টিকাটির নাম ‘স্পুটনিক-৫’। টিকাটি উদ্ভাবন করেছে রুশ গবেষণা প্রতিষ্ঠান গামালিয়া রিসার্চ ইনস্টিটিউট। সহযােগিতা করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

    প্রশ্ন : ৫ সেপ্টেম্বর, ২০২০ পর্যন্ত বিশ্বে করােনায় আক্রান্ত দেশ ও অঞ্চল কয়টি?
    উত্তর : ২১৫ টি।

    প্রশ্ন : পশ্চিমবঙ্গে প্রথম করোনা শনাক্ত হয় কবে?
    উত্তর : ১৮ মার্চ।

    প্রশ্ন : করােনার কারনে বাংলাদেশ দোকান মালিক সমিতি সংগঠন কবে দোকানপাট বন্ধ ঘােষণা করে?
    উত্তর : ২৫ মার্চ।
    তথ্য : করােনার কারনে ২৫ মার্চ থেকে ১০ মে পর্যন্ত বাংলাদেশ দোকান মালিক সমিতি সংগঠন দেশের
    দোকানপাট বন্ধ রাখে।

    প্রশ্ন : করােনা ভাইরাসের প্রাদুর্ভাব মােকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মােট কত টাকার প্যাকেজ ঘােষণা
    করেছিলেন?
    উত্তর : ৭২ হাজার ৭৫০ কোটি টাকা।
    তথ্য : করােনাভাইরাসের প্রাদুর্ভাবে দেশের সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব উত্তরণে ৬৭ হাজার ৭৫০ কোটি টাকার প্যাকেজ ঘােষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে তৈরি পোশাক খাতের জন্য ৫ হাজার কোটি টাকার প্যাকেজ ঘােষণা করেছিলেন প্রধানমন্ত্রী। নতুন চারটিসহ পাঁচটি প্যাকেজে আর্থিক সহায়তার পরিমাণ ৭২ হাজার ৭৫০ কোটি টাকা, যা জিডিপির প্রায় ২ দশমিক ৫২ শতাংশ।

    প্রশ্ন : বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান করােনায় সাহায্যের জন্য ২০১৯ বিশ্বকাপে ব্যবহৃত তার ব্যার্টটি নিলামের মাধ্যমে কত টাকায় বিক্রি করলেন?
    উত্তর : ২০ লাখ টাকা।
    তথ্য : রাজ নামের যুক্তরাষ্ট্রপ্রবাসী এক বাংলাদেশি ব্যাটটি নিলাম থেকে কিনে নিয়েছেন। এছাড়া বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিক ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে প্রথম দুই শত রান করার গৌরব অর্জন করেছিলেন। করােনা আক্রান্তদের সাহায্যার্থে তিনি ডাবল সেঞ্চুরি করা সেই ঐতিহাসিক ব্যাটটি নিলামে তুলে ছিলেন। সেটি শহীদ আফ্রিদি ফাউন্ডেশন কিনে নিয়েছে প্রায় ১৭ লাখ টাকা দিয়ে।

    প্রশ্ন : দুই মাসের অধিক সময় সাধারণ ছুটি থাকার পর সরকারি, বেসরকারি অফিস খুলে দেওয়া হয়েছে কবে?
    উত্তর : ৩১ মে থেকে।
    তথ্য : সীমিত পর্যায়ে গণপরিবহন চালু হয়েছে ১ জুন থেকে ১ জুন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হােসেন জানান, মন্ত্রণালয় ও অধিদপ্তর গুলােতে ২৫ শতাংশ কর্মকর্তা-কর্মচারী কাজ করবেন।

    প্রশ্ন : দেশের আদালতে ভার্চুয়াল পদ্ধতিতে কার্যক্রম শুরু হয় কবে?
    উত্তর : ১১ মে থেকে।
    তথ্য : করােনাভাইরাসের সংক্রমণে উদ্ভুত প্রেক্ষাপটে ৯ মে ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ, ২০২০’ শিরােনামে অধ্যাদেশ জারি করে সরকার। ফলে অডিও-ভিডিও বা অন্য কোনাে ইলেকট্রনিক পদ্ধতিতে তথ্য-প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে শারীরিক উপস্থিতি ছাড়া ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে বিচারকাজ পরিচালনার সুযােগ তৈরি হয়।

    প্রশ্ন : সম্প্রতি কোন হাসপাতালে আগুনের শিকার হয়ে করােনা রােগী মৃত্যুবরণ করেন?
    উত্তর : ইউনাইটেড হাসপাতাল, ঢাকা।
    তথ্য : নিহত পাঁচজনের মধ্যে তিনজনেরই পরীক্ষার ফল করােনা নেগেটিভ ছিল।

    প্রশ্ন : করােনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত শিল্প ও সেবা খাতকে সহায়তা দিতে কত টাকা প্রণােদনা প্যাকেজ ঘােষণা করে সরকার?
    উত্তর : ৩০ হাজার কোটি টাকা।
    তথ্য : সব ব্যাংক মিলে ঋণ দিতে পারবে ২৮ হাজার ৮৬৫ কোটি টাকা ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলাে। দিতে পারবে ১ হাজার ১৩৫ কোটি টাকা। সবচেয়ে বেশি ঋণ দেওয়ার অনুমতি পেয়েছে ইসলামী, সােনালী ও ন্যাশনাল ব্যাংক।

    প্রশ্ন : করােনা মােকাবেলায় পুরাে দেশকে কয়টি অঞ্চলে ভাগ করা হবে বলে ঘােষণা আসে?
    উত্তর : ৩ টি।
    তথ্য : অধিকতর আক্রান্ত অঞ্চল লাল, অপেক্ষাকৃত কম আক্রান্ত অঞ্চলকে হলুদ এবং অনাক্রান্ত বা একেবারে কম আক্রান্ত অঞ্চল হবে সবুজ।

    প্রশ্ন : করােনা প্রতিরােধ ও চিকিত্সায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলে কী পরিমাণ জরুরি স্বাস্থ্যসামগ্রী দিয়েছে চীনের আলিবাবা ও জ্যাক মা ফাউন্ডেশন?
    উত্তর : ছয় লাখ জরুরি স্বাস্থ্য সামগ্রী।
    তথ্য : এতে রয়েছে ৫০টি ভেন্টিলেটর, ২০ হাজার কোভিড-১৯ ডিটেকশন কিট, ৬০ হাজার কেএন-৯৫ মাস্ক, ৩ লাখ ফেস মাস্ক, ২ লাখ ইন্সপেকশনস গ্লাভস, ১৫ হাজার ফেস শিল্ড, ১৫ হাজার প্রটেক্টিভ ক্লোদিং, ৮০টি ইলেকট্রনিক লেজার থার্মোমিটার, ২০ হাজার নিউক্লিক অ্যাসিড আইসােলেশন ও ২০ হাজার স্যাম্পল প্রিজারভেশন সলিউশনস।

    প্রশ্ন : করােনায় মৃতদের স্মরণে ‘কোভিড টি’ রােপণ শুরু করে কোন প্রতিষ্ঠান?
    উত্তর : স্বপ্ন ৩০ নামের একটি প্রতিষ্ঠান।
    তথ্য : ৫ জুন বরিশালের বাবুগঞ্জ উপজেলা থেকে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। মৃতদের স্মরণে বিভিন্ন এলাকায় ফল গাছ রােপণ করবে প্রতিষ্ঠানটি।

    প্রশ্ন : সরকার করােনাকালে গণপরিবহনের ভাড়া কত শতাংশ বাড়ানাের ঘােষণা দিয়েছে?
    উত্তর : ৬০ শতাংশ।
    তথ্য : ০১ সেপ্টেম্বর, ২০২০ এই আইন বাতিল হয়।

    প্রশ্ন : দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগ কবে থেকে ১১ টি ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে?
    উত্তর : ২১ জুলাই, ২০২০।

    প্রশ্ন : দেশের ইতিহাসে ১ম বারের মতাে ভার্চুয়াল মন্ত্রীসভার বৈঠক অনুষ্ঠিত হয় কবে?
    উত্তর : ১৩ জুলাই, ২০২০।

    প্রশ্ন : করােনা আক্রান্ত বাংলাদেশী ক্রিকেটারের নাম কী?
    উত্তর : মাশরাফি বিন মর্তুজা।
    তথ্য : সংসদীয় আসন নড়াইল-২।

    প্রশ্ন : দেশে করােনার অনলাইন ব্রিফিংয়ের আয়ােজন কবে থেকে শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর?
    উত্তর : ২৩ মার্চ থেকে
    তথ্য : করােনা ভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিন ১২ আগস্ট থেকে সাময়িকভাবে বন্ধ হয়েছে।

  • Primary Exam Preparation General Knowledge International Affairs

    প্রশ্ন : ইউনেস্কো ঘােষিত প্রথম বিশ্ব স্থাপত্য রাজধানী
    উত্তর : রিওডি জেনিরাে, ব্রাজিল (২০২০ সালের জন্য)।

    প্রশ্ন : মুদ্রাস্ফীতিতে শীর্ষ দেশ
    উত্তর : ভেনিজুয়েলা।

    প্রশ্ন : ফেসবুকের ডিজিটাল মুদ্রার নাম
    উত্তর : লিব্রা।

    প্রশ্ন : বৈশ্বিক শরণার্থী গ্রহণে শীর্ষ দেশ
    উত্তর : তুরস্ক।

    প্রশ্ন : ‘যুক্তরাষ্ট্রের আল আসাদ বিমান ঘাঁটি’ ও ‘ইরবিল বিমান ঘাটি’ অবস্থিত
    উত্তর : ইরাকে।

    প্রশ্ন : ৩৩তম আফ্রিকান ইউনিয়ন (AU) সম্মেলন ২০২০ অনুষ্ঠিত হয়
    উত্তর : আদ্দিস আবাবা, ইথিওপিয়া।

    প্রশ্ন : জার্মানি ছাড়া প্রায় সকল নাগরিক জার্মান ভাষায় কথা বলে
    উত্তর : অস্ট্রিয়ার।

    প্রশ্ন : দক্ষিণের গ্রেট ব্রিটেন বলা হয়
    উত্তর : নিউজিল্যান্ডকে।

    প্রশ্ন : পাতাগােনিয়া মালভূমি অবস্থিত
    উত্তর : আর্জেন্টিনা।

    প্রশ্ন : ব্রাজিলের পতাকায় তারকা সংখ্যা
    উত্তর : ২৭টি।

    প্রশ্ন : ‘পার্ল অব অ্যান্টিলিজ’ নামে পরিচিত
    উত্তর : কিউবা।

    প্রশ্ন : গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের পূর্ব নাম
    উত্তর : জায়ারে।

    প্রশ্ন : জাপান ও দক্ষিণ কোরিয়াকে বিভক্ত করেছে
    উত্তর : কোরিয়া প্রণালি।

    প্রশ্ন : জাপান দক্ষিণ কোরিয়া দখল করে নেয়
    উত্তর : ১৯০৫ সালে।

    প্রশ্ন : যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যকার বিরােধপূর্ণ ভূখণ্ডটির নাম
    উত্তর : গুয়ানতানামাে বে।

    প্রশ্ন : বাংলাদেশ ইন্টারপােলের সদস্যপদ লাভ করে
    উত্তর : ১৪ অক্টোবর ১৯৭৬।

    প্রশ্ন : ইসরাইলের গােয়েন্দা সংস্থার নাম
    উত্তর : মােসাদ।

    প্রশ্ন : অস্ত্র বাণিজ্য চুক্তি প্রথম স্বাক্ষর করে
    উত্তর : আর্জেন্টিনা।

    প্রশ্ন : আন্তর্জাতিক শিশু অধিকার সনদ গৃহীত হয়
    উত্তর : ১৯৮৯ সালে।

    প্রশ্ন : বসনিয়া যুদ্ধবিরতি স্বাক্ষরের মধ্যস্থতাকারী
    উত্তর : জিমি কার্টার।

    প্রশ্ন : যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক স্বাধীনতা চুক্তি
    উত্তর : প্রথম ভার্সাই চুক্তি।

    প্রশ্ন : জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়
    উত্তর : বেলগ্রেডে।

    প্রশ্ন : জাতিসংঘের উদ্যোগে প্রথম পরিবেশ বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়
    উত্তর : রিও ডি জেনিরােতে।

    প্রশ্ন : প্রথম বিশ্ব মানবাধিকার সম্মেলন অনুষ্ঠিত হয় –
    উত্তর : ভিয়েনায়

    প্রশ্ন : IUCN-এর সদর দপ্তর
    উত্তর : গ্ল্যান্ড, সুইজারল্যান্ড।

    প্রশ্ন : গ্রিন পিসের আঞ্চলিক অফিস আছে
    উত্তর : ৪১টি দেশে।

    প্রশ্ন : একই ধরনের জলবায়ু, মাটি, উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্য সম্পন্ন বৃহৎ ও পৃথকযােগ্য ইকোসিস্টেমকে বলে
    উত্তর : বায়ােম

    প্রশ্ন : কিয়ােটো চুক্তির গুরুত্বের বিষয় ছিল
    উত্তর : বিশ্ব উষ্ণতাহ্সর।

    প্রশ্ন : বিশ্বে কার্বন নিঃসরণে শীর্ষ দেশ
    উত্তর : চীন।

    প্রশ্ন : ওজোন স্তরে সবচেয়ে বেশি ক্ষতি করে
    উত্তর : CFC।

    প্রশ্ন : বায়ু দূষণের জন্য প্রধানত দায়ী
    উত্তর : কার্বন মনাে-অক্সাইড।

    প্রশ্ন : গ্রিন হাউজ ইফেক্টের জন্য দায়ী
    উত্তর : বায়ুমণ্ডলের কার্বন ডাই-অক্সাইড।

    প্রশ্ন : পারমাণবিক বর্জ্য ফেলার জন্য ভূগর্ভস্থ স্থায়ী স্থানটি অবস্থিত
    উত্তর : স্টকহােমের নিকট।

    প্রশ্ন : ভৌগােলিক অবস্থিতির জন্য বাংলাদেশ পরিচিত
    উত্তর : প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ হিসাবে।

    প্রশ্ন : জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনের সদর দপ্তর অবস্থিত
    উত্তর : জেনেভা।

    প্রশ্ন : নারী উন্নয়ন ত্বরান্বিত করার জন্য জাতিসংঘ CEDAW ঘােষণা করে
    উত্তর : ১৮ ডিসেম্বর ১৯৭৯।

    প্রশ্ন : আরব লীগ বহির্ভূত মধ্যপ্রচ্যের দেশ
    উত্তর : ইরান।

    প্রশ্ন : উড়ন্ত চক্ষু হাসপাতাল ‘অরবিস’ প্রথম বাংলাদেশে আসে
    উত্তর : ১৯৮৫ সালে।

    প্রশ্ন : HDI ধারণাটি উদ্ভাবন করে
    উত্তর : ইউএনডিপি।

    প্রশ্ন : বাংলাদেশ ইসলামী সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে
    উত্তর : ১৯৭৪ সালে।

    প্রশ্ন : ব্রিটিশ শাসনাধীন না হয়েও কমনওয়েলথ এর সদস্য রাষ্ট্র
    উত্তর : রুয়ান্ডা ও মােজাম্বিক।

    প্রশ্ন : যুক্তরাজ্যের বেশির ভাগ জনগণ ইউরােপীয় ইউনিয়ন ছাড়ার পক্ষে ভােট প্রদান করে
    উত্তর : ২৩ জুন ২০১৬।

    প্রশ্ন : ‘খান ইউনূস সীমান্ত’ অবস্থিত
    উত্তর : ফিলিস্তিন-ইসরায়েল সীমান্তে।

    প্রশ্ন : ইউনেস্কো ঘােষিত প্রথম বিশ্ব স্থাপত্য রাজধানী
    উত্তর : রিওডি জেনিরাে, ব্রাজিল (২০২০ সালের জন্য)।

    প্রশ্ন : মুদ্রাস্ফীতিতে শীর্ষ দেশ
    উত্তর : ভেনিজুয়েলা।

    প্রশ্ন : ফেসবুকের ডিজিটাল মুদ্রার নাম
    উত্তর : লিব্রা।

    প্রশ্ন : বৈশ্বিক শরণার্থী গ্রহণে শীর্ষ দেশ
    উত্তর : তুরস্ক।

    প্রশ্ন : ‘যুক্তরাষ্ট্রের আল আসাদ বিমান ঘাঁটি’ ও ‘ইরবিল বিমান ঘাটি’ অবস্থিত
    উত্তর : ইরাকে।

    প্রশ্ন : ৩৩তম আফ্রিকান ইউনিয়ন (AU) সম্মেলন ২০২০ অনুষ্ঠিত হয়
    উত্তর : আদ্দিস আবাবা, ইথিওপিয়া।

    প্রশ্ন : জার্মানি ছাড়া প্রায় সকল নাগরিক জার্মান ভাষায় কথা বলে
    উত্তর : অস্ট্রিয়ার।

    প্রশ্ন : দক্ষিণের গ্রেট ব্রিটেন বলা হয়
    উত্তর : নিউজিল্যান্ডকে।

    প্রশ্ন : পাতাগােনিয়া মালভূমি অবস্থিত
    উত্তর : আর্জেন্টিনা।

    প্রশ্ন : ব্রাজিলের পতাকায় তারকা সংখ্যা
    উত্তর : ২৭টি।

    প্রশ্ন : ‘পার্ল অব অ্যান্টিলিজ’ নামে পরিচিত
    উত্তর : কিউবা।

    প্রশ্ন : গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের পূর্ব নাম
    উত্তর : জায়ারে।

    প্রশ্ন : জাপান ও দক্ষিণ কোরিয়াকে বিভক্ত করেছে
    উত্তর : কোরিয়া প্রণালি।

    প্রশ্ন : জাপান দক্ষিণ কোরিয়া দখল করে নেয়
    উত্তর : ১৯০৫ সালে।

    প্রশ্ন : যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যকার বিরােধপূর্ণ ভূখণ্ডটির নাম
    উত্তর : গুয়ানতানামাে বে।

    প্রশ্ন : বাংলাদেশ ইন্টারপােলের সদস্যপদ লাভ করে
    উত্তর : ১৪ অক্টোবর ১৯৭৬।

    প্রশ্ন : ইসরাইলের গােয়েন্দা সংস্থার নাম
    উত্তর : মােসাদ।

    প্রশ্ন : অস্ত্র বাণিজ্য চুক্তি প্রথম স্বাক্ষর করে
    উত্তর : আর্জেন্টিনা।

    প্রশ্ন : আন্তর্জাতিক শিশু অধিকার সনদ গৃহীত হয়
    উত্তর : ১৯৮৯ সালে।

    প্রশ্ন : বসনিয়া যুদ্ধবিরতি স্বাক্ষরের মধ্যস্থতাকারী
    উত্তর : জিমি কার্টার।

    প্রশ্ন : যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক স্বাধীনতা চুক্তি
    উত্তর : প্রথম ভার্সাই চুক্তি।

    প্রশ্ন : জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়
    উত্তর : বেলগ্রেডে।

    প্রশ্ন : জাতিসংঘের উদ্যোগে প্রথম পরিবেশ বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়
    উত্তর : রিও ডি জেনিরােতে।

    প্রশ্ন : প্রথম বিশ্ব মানবাধিকার সম্মেলন অনুষ্ঠিত হয় –
    উত্তর : ভিয়েনায়

    প্রশ্ন : IUCN-এর সদর দপ্তর
    উত্তর : গ্ল্যান্ড, সুইজারল্যান্ড।

    প্রশ্ন : গ্রিন পিসের আঞ্চলিক অফিস আছে
    উত্তর : ৪১টি দেশে।

    প্রশ্ন : একই ধরনের জলবায়ু, মাটি, উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্য সম্পন্ন বৃহৎ ও পৃথকযােগ্য ইকোসিস্টেমকে বলে
    উত্তর : বায়ােম

    প্রশ্ন : কিয়ােটো চুক্তির গুরুত্বের বিষয় ছিল
    উত্তর : বিশ্ব উষ্ণতাহ্সর।

    প্রশ্ন : বিশ্বে কার্বন নিঃসরণে শীর্ষ দেশ
    উত্তর : চীন।

    প্রশ্ন : ওজোন স্তরে সবচেয়ে বেশি ক্ষতি করে
    উত্তর : CFC।

    প্রশ্ন : বায়ু দূষণের জন্য প্রধানত দায়ী
    উত্তর : কার্বন মনাে-অক্সাইড।

    প্রশ্ন : গ্রিন হাউজ ইফেক্টের জন্য দায়ী
    উত্তর : বায়ুমণ্ডলের কার্বন ডাই-অক্সাইড।

    প্রশ্ন : পারমাণবিক বর্জ্য ফেলার জন্য ভূগর্ভস্থ স্থায়ী স্থানটি অবস্থিত
    উত্তর : স্টকহােমের নিকট।

    প্রশ্ন : ভৌগােলিক অবস্থিতির জন্য বাংলাদেশ পরিচিত
    উত্তর : প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ হিসাবে।

    প্রশ্ন : জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনের সদর দপ্তর অবস্থিত
    উত্তর : জেনেভা।

    প্রশ্ন : নারী উন্নয়ন ত্বরান্বিত করার জন্য জাতিসংঘ CEDAW ঘােষণা করে
    উত্তর : ১৮ ডিসেম্বর ১৯৭৯।

    প্রশ্ন : আরব লীগ বহির্ভূত মধ্যপ্রচ্যের দেশ
    উত্তর : ইরান।

    প্রশ্ন : উড়ন্ত চক্ষু হাসপাতাল ‘অরবিস’ প্রথম বাংলাদেশে আসে
    উত্তর : ১৯৮৫ সালে।

    প্রশ্ন : HDI ধারণাটি উদ্ভাবন করে
    উত্তর : ইউএনডিপি।

    প্রশ্ন : বাংলাদেশ ইসলামী সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে
    উত্তর : ১৯৭৪ সালে।

    প্রশ্ন : ব্রিটিশ শাসনাধীন না হয়েও কমনওয়েলথ এর সদস্য রাষ্ট্র
    উত্তর : রুয়ান্ডা ও মােজাম্বিক।

    প্রশ্ন : যুক্তরাজ্যের বেশির ভাগ জনগণ ইউরােপীয় ইউনিয়ন ছাড়ার পক্ষে ভােট প্রদান করে
    উত্তর : ২৩ জুন ২০১৬।

  • আন্তর্জাতিক নদ-নদী বিষয়ক সাধারণ জ্ঞান [PDF]

    প্রশ্ন : বিশ্বের দীর্ঘতম নদী কোনটি?
    উত্তর : নীলনদ।

    প্রশ্ন : নীলনদ কতটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে?
    উত্তর : ১১টি।

    প্রশ্ন : বিশ্বের কোন নদী বিষুব রেখাকে দুবার অতিক্রম করেছে?
    উত্তর : নীলনদ।

    প্রশ্ন : আন্তর্জাতিক নদী বলা হয় কোন নদীকে?
    উত্তর : দানিয়ুব নদীকে।

    প্রশ্ন : দানিয়ুব নদী কতটি দেশকে অতিক্রম করেছে?
    উত্তর : ১০টি।

    প্রশ্ন : দানিয়ুব নদীর দৈর্ঘ্য কত?
    উত্তর : ২৮৪২ কিমি।

    প্রশ্ন : বিশ্বের ২য় বৃহত্তম নদী কোনটি?
    উত্তর : আমাজান।

    প্রশ্ন : বিশ্বের ক্ষুদ্রতম নদী কোনটি?
    উত্তর : ডি রিভার।

    প্রশ্ন : দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী কোনটি?
    উত্তর : আমাজান।

    প্রশ্ন : বিশ্বের গভীরতম নদীর নাম কি?
    উত্তর : কঙ্গো।

    প্রশ্ন : এশিয়া মহাদেশের দীর্ঘতম নদী কোনটি?
    উত্তর : ইয়াংসিকিয়াং।

    প্রশ্ন : উত্তর আমেরিকার দীর্ঘতম নদীর নাম কি?
    উত্তর : ম্যাকেঞ্জি।

    প্রশ্ন : ইউরোপের দীর্ঘতম নদী কোনটি?
    উত্তর : ভলগা।

    প্রশ্ন : আফ্রিকার দীর্ঘতম নদীর নাম কি?
    উত্তর : নীলনদ।

    প্রশ্ন : কোন নদী দিয়ে সবচেয়ে বেশি পানি প্রবাহিত হয়?
    উত্তর : আমাজান নদী।

    প্রশ্ন : আমাজান নদীর কয়টি উপনদী আছে?
    উত্তর : ২০টি।

    প্রশ্ন : অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় নদীর নাম কি?
    উত্তর : মারে ডার্লিং।

    প্রশ্ন : মিসিসিপি নদী কোন দেশে অবস্থিত?
    উত্তর : যুক্তরাষ্ট্রে।

    প্রশ্ন : সিন্ধু নদ কোথায় অবস্থিত?
    উত্তর : পাকিস্তানে।

    প্রশ্ন : টেমস নদীর দৈর্ঘ্য কত?
    উত্তর : ৫৪৪ কিমি।

    প্রশ্ন : মেকং নদী কোথায় অবস্থিত?
    উত্তর : ইন্দোচীন।

    প্রশ্ন : হুগলী ও ভাগীরথী কোন নদীর শাখা নদী?
    উত্তর : গঙ্গা।

    প্রশ্ন : ইউফ্রেটিস নদীর উৎপত্তি কোন দেশে?
    উত্তর : তুরস্ক।

    প্রশ্ন : নদীর পানি প্রবাহের পরিমাপের এককে কি বলে?
    উত্তর : কিউসেক।

    প্রশ্ন : পৃথিবীর কোন নদীতে মাছ হয় না?
    উত্তর : জর্ডান।

    প্রশ্ন : চীনের দু:খ নামে পরিচিত?
    উত্তর : হোয়াংহো নদী।

    প্রশ্ন : কোন নদীটি সরাসরি আরব সাগরে পতিত হয়েছে?
    উত্তর : সিন্ধু।

    প্রশ্ন : লা-প্লাটা নদীর মোহনায় অবস্থিত কোন শহর?
    উত্তর : মন্টিভিডিও।

    প্রশ্ন : পশ্চিম তীর কোন নদীর তীরে অবস্থিত?
    উত্তর : জর্ডান।

    প্রশ্ন : টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর পূর্ব নাম কি?
    উত্তর : দজলা ও ফোরাত। 

  • General Knowledge International affairs for Bcs Preparation [PDF]

    প্রশ্ন : ইউরােপ থেকে সমুদ্রপথে ভারতবর্ষে আসার পথ আবিষ্কৃত হয়
    উত্তর : ১৪৯৮ সালে ।

    প্রশ্ন : প্রাচীন চীন সভ্যতা গড়ে উঠে
    উত্তর : হােয়াংহাে, ইয়াংসিকিয়াং এবং দক্ষিণ চীন সাগরের তীরে।

    প্রশ্ন : পক প্রণালি যে দুটি দেশকে পৃথক করেছে
    উত্তর : ভারত ও শ্রীলংকা।

    প্রশ্ন : ইস্তানবুল শহরটি যে দুটি মহাদেশ জুড়ে অবস্থিত
    উত্তর : এশিয়া ও ইউরােপ।

    প্রশ্ন : এশিয়ার দক্ষিণ ভাগ দিয়ে অতিক্রম করেছে
    উত্তর : বিষুবরেখা।

    প্রশ্ন : আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদকাল
    উত্তর : ৩ বছর।

    প্রশ্ন : ভলগা নদী পতিত হয়েছে
    উত্তর : কাস্পিয়ান সাগরে।

    প্রশ্ন : যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডার মধ্যে স্বাক্ষরিত ত্রিদেশীয় মুক্ত বাণিজ্য চুক্তি USMCA কার্যকর হয়
    উত্তর : ১ জুলাই ২০২০।

    প্রশ্ন : শ্রীলংকার মুদ্রার নাম
    উত্তর : রুপি।

    প্রশ্ন : আন্তর্জাতিক মাদকবিরােধী দিবস পালিত হয়
    উত্তর : ২৬ জুন।

    প্রশ্ন : Asian Development Bank-এর সদর দপ্তর অবস্থিত
    উত্তর : ম্যানিলা, ফিলিপাইন।

    প্রশ্ন : পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর ‘গ্রেট বেরিয়ার রীফ’ অবস্থিত
    উত্তর : প্রশান্ত মহাসাগরে।

    প্রশ্ন : সানশাইন পলিসি’ যে দুটি দেশের সাথে জড়িত
    উত্তর : উত্তর ও দক্ষিণ কোরিয়া।

    প্রশ্ন : হাে চি মিন যে দেশের বিপ্লবী নেতা ছিলেন
    উত্তর : ভিয়েতনাম।

    প্রশ্ন : ইসরাইলকে স্বীকৃতিদানকারী প্রথম আরব দেশ
    উত্তর : মিসর।

    প্রশ্ন : গ্রিনল্যান্ড দ্বীপটির মালিকানা যে দেশের
    উত্তর : ডেনমার্ক।

    প্রশ্ন : ওয়াটার লু যুদ্ধ সংঘটিত হয়
    উত্তর : ১৮ জুন ১৮১৫।

    প্রশ্ন : Orange Revolution সংঘটিত হয়
    উত্তর : ইউক্রেনে।।

    প্রশ্ন : বর্তমান বিশ্বে নিউ সিল্ক রােড’ এর প্রবক্তা
    উত্তর : চীন।

    প্রশ্ন : ২০১৯ সালে বৈশ্বিক বিনিয়ােগ প্রাপ্তিতে শীর্ষ দেশ
    উত্তর : যুক্তরাষ্ট্র।

    প্রশ্ন : আন্দিজ পর্বতমালা যে মহাদেশে অবস্থিত
    উত্তর : দক্ষিণ আমেরিকা।

    প্রশ্ন : মন্ট্রিল প্রটোকল স্বাক্ষরিত হয়
    উত্তর : ১৬ সেপ্টেম্বর ১৯৮৭; মন্ট্রিল, কানাডা।

    প্রশ্ন : যুক্তরাষ্ট্র জাপানের হিরােশিমায় লিটল বয় নামক পারমাণবিক বােমা ফেলে
    উত্তর : ৬ আগস্ট ১৯৪৫।

    প্রশ্ন : ফরাসি বিপ্লবের শ্লোগান ছিল
    উত্তর : স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব।

    প্রশ্ন : NATO-47 9059
    উত্তর : North Atlantic Treaty Organization.

    প্রশ্ন : শেনঝেন চুক্তি হলাে
    উত্তর : অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি।

    প্রশ্ন : ঘূর্ণিঝড় আম্পান-এর নামকরণ করে
    উত্তর : থাইল্যান্ড।

    প্রশ্ন : ঐতিহাসিক আয়া সােফিয়া মসজিদ অবস্থিত-
    উত্তর : তুরস্কে।

    প্রশ্ন : ২০২২ সালের ১২তম নারী বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে
    উত্তর : নিউজিল্যান্ড।

    প্রশ্ন : ‘গ্রিন ক্লাইমেট ফান্ড’ গঠনের অঙ্গীকার করা হয়
    উত্তর : ২০০৯ সালের কোপেনহেগেন সম্মেলনে।

    প্রশ্ন : মিয়ানমারে রােহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায়
    উত্তর : ১৯৮২ সালে।

    প্রশ্ন : ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি সম্বলিত বেলফোর ঘােষণা দেয়া হয়
    উত্তর : ১৯১৭ সালে।

    প্রশ্ন : উত্তমাশা অন্তরীপ অবস্থিত
    উত্তর : দক্ষিণ আফ্রিকা।

    প্রশ্ন : ডুয়িং বিজনেস ২০২০ অনু্যায়ী, সহজে ব্যবসা কার সূচকে শীর্ষ দেশ
    উত্তর : নিউজিল্যান্ড।

    প্রশ্ন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) করােনাভাইরাসকে কেন্দ্র করে বৈশ্বিক জরুরি অবস্থা ঘােষণা করে
    উত্তর : ৩০ জানুয়ারি ২০২০।

    প্রশ্ন : Black Lives Matter (BLM) হলাে
    উত্তর : বর্ণবাদ বিরােধী আন্দোলন।

    প্রশ্ন : ২০২০ সালের বৈশ্বিক শান্তি সূচকে শীর্ষ দেশ
    উত্তর : আইসল্যান্ড।

    প্রশ্ন : অক্সফাম (OXFAM) ইন্টারন্যাশনাল যে দেশভিত্তিক স্বেচ্ছাসেবী দাতব্য সংস্থা
    উত্তর : যুক্তরাজ্য।

    প্রশ্ন : স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তির অপর নাম
    উত্তর : অটোয়া চুক্তি।

    প্রশ্ন : ইউরােপ থেকে সমুদ্রপথে ভারতবর্ষে আসার পথ আবিষ্কৃত হয়
    উত্তর : ১৪৯৮ সালে ।

    প্রশ্ন : প্রাচীন চীন সভ্যতা গড়ে উঠে
    উত্তর : হােয়াংহাে, ইয়াংসিকিয়াং এবং দক্ষিণ চীন সাগরের তীরে।

    প্রশ্ন : পক প্রণালি যে দুটি দেশকে পৃথক করেছে
    উত্তর : ভারত ও শ্রীলংকা।

    প্রশ্ন : ইস্তানবুল শহরটি যে দুটি মহাদেশ জুড়ে অবস্থিত
    উত্তর : এশিয়া ও ইউরােপ।

    প্রশ্ন : এশিয়ার দক্ষিণ ভাগ দিয়ে অতিক্রম করেছে
    উত্তর : বিষুবরেখা।

    প্রশ্ন : আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদকাল
    উত্তর : ৩ বছর।

    প্রশ্ন : ভলগা নদী পতিত হয়েছে
    উত্তর : কাস্পিয়ান সাগরে।

    প্রশ্ন : যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডার মধ্যে স্বাক্ষরিত ত্রিদেশীয় মুক্ত বাণিজ্য চুক্তি USMCA কার্যকর হয়
    উত্তর : ১ জুলাই ২০২০।

    প্রশ্ন : শ্রীলংকার মুদ্রার নাম
    উত্তর : রুপি।

    প্রশ্ন : আন্তর্জাতিক মাদকবিরােধী দিবস পালিত হয়
    উত্তর : ২৬ জুন।

    প্রশ্ন : Asian Development Bank-এর সদর দপ্তর অবস্থিত
    উত্তর : ম্যানিলা, ফিলিপাইন।

    প্রশ্ন : পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর ‘গ্রেট বেরিয়ার রীফ’ অবস্থিত
    উত্তর : প্রশান্ত মহাসাগরে।

    প্রশ্ন : সানশাইন পলিসি’ যে দুটি দেশের সাথে জড়িত
    উত্তর : উত্তর ও দক্ষিণ কোরিয়া।

    প্রশ্ন : হাে চি মিন যে দেশের বিপ্লবী নেতা ছিলেন
    উত্তর : ভিয়েতনাম।

    প্রশ্ন : ইসরাইলকে স্বীকৃতিদানকারী প্রথম আরব দেশ
    উত্তর : মিসর।

    প্রশ্ন : গ্রিনল্যান্ড দ্বীপটির মালিকানা যে দেশের
    উত্তর : ডেনমার্ক।

    প্রশ্ন : ওয়াটার লু যুদ্ধ সংঘটিত হয়
    উত্তর : ১৮ জুন ১৮১৫।

    প্রশ্ন : Orange Revolution সংঘটিত হয়
    উত্তর : ইউক্রেনে।।

    প্রশ্ন : বর্তমান বিশ্বে নিউ সিল্ক রােড’ এর প্রবক্তা
    উত্তর : চীন।

    প্রশ্ন : ২০১৯ সালে বৈশ্বিক বিনিয়ােগ প্রাপ্তিতে শীর্ষ দেশ
    উত্তর : যুক্তরাষ্ট্র।

    প্রশ্ন : আন্দিজ পর্বতমালা যে মহাদেশে অবস্থিত
    উত্তর : দক্ষিণ আমেরিকা।

    প্রশ্ন : মন্ট্রিল প্রটোকল স্বাক্ষরিত হয়
    উত্তর : ১৬ সেপ্টেম্বর ১৯৮৭; মন্ট্রিল, কানাডা।

    প্রশ্ন : যুক্তরাষ্ট্র জাপানের হিরােশিমায় লিটল বয় নামক পারমাণবিক বােমা ফেলে
    উত্তর : ৬ আগস্ট ১৯৪৫।

    প্রশ্ন : ফরাসি বিপ্লবের শ্লোগান ছিল
    উত্তর : স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব।

    প্রশ্ন : NATO-47 9059
    উত্তর : North Atlantic Treaty Organization.

    প্রশ্ন : শেনঝেন চুক্তি হলাে
    উত্তর : অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি।

    প্রশ্ন : ঘূর্ণিঝড় আম্পান-এর নামকরণ করে
    উত্তর : থাইল্যান্ড।

    প্রশ্ন : ঐতিহাসিক আয়া সােফিয়া মসজিদ অবস্থিত-
    উত্তর : তুরস্কে।

    প্রশ্ন : ২০২২ সালের ১২তম নারী বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে
    উত্তর : নিউজিল্যান্ড।

    প্রশ্ন : ‘গ্রিন ক্লাইমেট ফান্ড’ গঠনের অঙ্গীকার করা হয়
    উত্তর : ২০০৯ সালের কোপেনহেগেন সম্মেলনে।

    প্রশ্ন : মিয়ানমারে রােহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায়
    উত্তর : ১৯৮২ সালে।

    প্রশ্ন : ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি সম্বলিত বেলফোর ঘােষণা দেয়া হয়
    উত্তর : ১৯১৭ সালে।

    প্রশ্ন : উত্তমাশা অন্তরীপ অবস্থিত
    উত্তর : দক্ষিণ আফ্রিকা।

    প্রশ্ন : ডুয়িং বিজনেস ২০২০ অনু্যায়ী, সহজে ব্যবসা কার সূচকে শীর্ষ দেশ
    উত্তর : নিউজিল্যান্ড।

    প্রশ্ন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) করােনাভাইরাসকে কেন্দ্র করে বৈশ্বিক জরুরি অবস্থা ঘােষণা করে
    উত্তর : ৩০ জানুয়ারি ২০২০।

    প্রশ্ন : Black Lives Matter (BLM) হলাে
    উত্তর : বর্ণবাদ বিরােধী আন্দোলন।

    প্রশ্ন : ২০২০ সালের বৈশ্বিক শান্তি সূচকে শীর্ষ দেশ
    উত্তর : আইসল্যান্ড।

    প্রশ্ন : অক্সফাম (OXFAM) ইন্টারন্যাশনাল যে দেশভিত্তিক স্বেচ্ছাসেবী দাতব্য সংস্থা
    উত্তর : যুক্তরাজ্য।

    প্রশ্ন : স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তির অপর নাম
    উত্তর : অটোয়া চুক্তি।

    প্রশ্ন : ইউরােপ থেকে সমুদ্রপথে ভারতবর্ষে আসার পথ আবিষ্কৃত হয়
    উত্তর : ১৪৯৮ সালে ।

    প্রশ্ন : প্রাচীন চীন সভ্যতা গড়ে উঠে
    উত্তর : হােয়াংহাে, ইয়াংসিকিয়াং এবং দক্ষিণ চীন সাগরের তীরে।

    প্রশ্ন : পক প্রণালি যে দুটি দেশকে পৃথক করেছে
    উত্তর : ভারত ও শ্রীলংকা।

    প্রশ্ন : ইস্তানবুল শহরটি যে দুটি মহাদেশ জুড়ে অবস্থিত
    উত্তর : এশিয়া ও ইউরােপ।

    প্রশ্ন : এশিয়ার দক্ষিণ ভাগ দিয়ে অতিক্রম করেছে
    উত্তর : বিষুবরেখা।

    প্রশ্ন : আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদকাল
    উত্তর : ৩ বছর।

    প্রশ্ন : ভলগা নদী পতিত হয়েছে
    উত্তর : কাস্পিয়ান সাগরে।

    প্রশ্ন : যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডার মধ্যে স্বাক্ষরিত ত্রিদেশীয় মুক্ত বাণিজ্য চুক্তি USMCA কার্যকর হয়
    উত্তর : ১ জুলাই ২০২০।

    প্রশ্ন : শ্রীলংকার মুদ্রার নাম
    উত্তর : রুপি।

    প্রশ্ন : আন্তর্জাতিক মাদকবিরােধী দিবস পালিত হয়
    উত্তর : ২৬ জুন।

    প্রশ্ন : Asian Development Bank-এর সদর দপ্তর অবস্থিত
    উত্তর : ম্যানিলা, ফিলিপাইন।

    প্রশ্ন : পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর ‘গ্রেট বেরিয়ার রীফ’ অবস্থিত
    উত্তর : প্রশান্ত মহাসাগরে।

    প্রশ্ন : সানশাইন পলিসি’ যে দুটি দেশের সাথে জড়িত
    উত্তর : উত্তর ও দক্ষিণ কোরিয়া।

    প্রশ্ন : হাে চি মিন যে দেশের বিপ্লবী নেতা ছিলেন
    উত্তর : ভিয়েতনাম।

    প্রশ্ন : ইসরাইলকে স্বীকৃতিদানকারী প্রথম আরব দেশ
    উত্তর : মিসর।

    প্রশ্ন : গ্রিনল্যান্ড দ্বীপটির মালিকানা যে দেশের
    উত্তর : ডেনমার্ক।

    প্রশ্ন : ওয়াটার লু যুদ্ধ সংঘটিত হয়
    উত্তর : ১৮ জুন ১৮১৫।

    প্রশ্ন : Orange Revolution সংঘটিত হয়
    উত্তর : ইউক্রেনে।।

    প্রশ্ন : বর্তমান বিশ্বে নিউ সিল্ক রােড’ এর প্রবক্তা
    উত্তর : চীন।

    প্রশ্ন : ২০১৯ সালে বৈশ্বিক বিনিয়ােগ প্রাপ্তিতে শীর্ষ দেশ
    উত্তর : যুক্তরাষ্ট্র।

    প্রশ্ন : আন্দিজ পর্বতমালা যে মহাদেশে অবস্থিত
    উত্তর : দক্ষিণ আমেরিকা।

    প্রশ্ন : মন্ট্রিল প্রটোকল স্বাক্ষরিত হয়
    উত্তর : ১৬ সেপ্টেম্বর ১৯৮৭; মন্ট্রিল, কানাডা।

    প্রশ্ন : যুক্তরাষ্ট্র জাপানের হিরােশিমায় লিটল বয় নামক পারমাণবিক বােমা ফেলে
    উত্তর : ৬ আগস্ট ১৯৪৫।

    প্রশ্ন : ফরাসি বিপ্লবের শ্লোগান ছিল
    উত্তর : স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব।

    প্রশ্ন : NATO-47 9059
    উত্তর : North Atlantic Treaty Organization.

    প্রশ্ন : শেনঝেন চুক্তি হলাে
    উত্তর : অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি।

    প্রশ্ন : ঘূর্ণিঝড় আম্পান-এর নামকরণ করে
    উত্তর : থাইল্যান্ড।

    প্রশ্ন : ঐতিহাসিক আয়া সােফিয়া মসজিদ অবস্থিত-
    উত্তর : তুরস্কে।

    প্রশ্ন : ২০২২ সালের ১২তম নারী বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে
    উত্তর : নিউজিল্যান্ড।

    প্রশ্ন : ‘গ্রিন ক্লাইমেট ফান্ড’ গঠনের অঙ্গীকার করা হয়
    উত্তর : ২০০৯ সালের কোপেনহেগেন সম্মেলনে।

    প্রশ্ন : মিয়ানমারে রােহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায়
    উত্তর : ১৯৮২ সালে।

    প্রশ্ন : ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি সম্বলিত বেলফোর ঘােষণা দেয়া হয়
    উত্তর : ১৯১৭ সালে।

    প্রশ্ন : উত্তমাশা অন্তরীপ অবস্থিত
    উত্তর : দক্ষিণ আফ্রিকা।

    প্রশ্ন : ডুয়িং বিজনেস ২০২০ অনু্যায়ী, সহজে ব্যবসা কার সূচকে শীর্ষ দেশ
    উত্তর : নিউজিল্যান্ড।

    প্রশ্ন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) করােনাভাইরাসকে কেন্দ্র করে বৈশ্বিক জরুরি অবস্থা ঘােষণা করে
    উত্তর : ৩০ জানুয়ারি ২০২০।

    প্রশ্ন : Black Lives Matter (BLM) হলাে
    উত্তর : বর্ণবাদ বিরােধী আন্দোলন।

    প্রশ্ন : ২০২০ সালের বৈশ্বিক শান্তি সূচকে শীর্ষ দেশ
    উত্তর : আইসল্যান্ড।

    প্রশ্ন : অক্সফাম (OXFAM) ইন্টারন্যাশনাল যে দেশভিত্তিক স্বেচ্ছাসেবী দাতব্য সংস্থা
    উত্তর : যুক্তরাজ্য।

    প্রশ্ন : স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তির অপর নাম
    উত্তর : অটোয়া চুক্তি।

  • প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি আন্তর্জাতিক বিষয়াবলী [PDF]

    প্রশ্ন : আধুনিক অলিম্পিকের প্রবর্তক হলেন
    উত্তর : ব্যারন পিয়ারে দ্য কুবার্তো।

    প্রশ্ন : ২০২২ সালে অষ্টম আইসিসি টি২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে
    উত্তর : অস্ট্রেলিয়ায়।

    প্রশ্ন : বর্তমানে জনসংখ্যায় শীর্ষ দেশ
    উত্তর : চীন।

    প্রশ্ন : বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল
    উত্তর : কনস্ট্যান্টিনােপল।

    প্রশ্ন : টিপাইমুখ বাঁধ ভারতের যে রাজ্যে অবস্থিত
    উত্তর : মণিপুর ।

    প্রশ্ন : রাশিয়ায় সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয়
    উত্তর : ১৯১৭ সালে ।

    প্রশ্ন : কম্বােডিয়ার রাজধানীর নাম
    উত্তর : নমপেন ।

    প্রশ্ন : ওয়াটারগেট কেলেঙ্কারির সাথে জড়িত মার্কিন প্রেসিডেন্ট
    উত্তর : রিচার্ড নিক্সন।

    প্রশ্ন : সর্বপ্রথম লােহা আবিষ্কৃত হয়
    উত্তর : এশিয়া মাইনরে ।

    প্রশ্ন : ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় যে দু’টি দেশের মধ্যে
    উত্তর : মিসর ও ইসরাইল।

    প্রশ্ন : জাপানের গােয়েন্দা সংস্থার নাম
    উত্তর : নাইচো (Naicho)।

    প্রশ্ন : জাতিসংঘের ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণ বিষয়ক কনভেনশন
    উত্তর : ভিয়েনা কনভেনশন ।

    প্রশ্ন : Yalta Conference’র একটি লক্ষ্য ছিল
    উত্তর : জাতিসংঘ প্রতিষ্ঠা ।

    প্রশ্ন : কমনওয়েলথ সেক্রেটারিয়েট যে অট্টালিকায় অবস্থিত
    উত্তর : মার্লবােরাে হাউজ।

    প্রশ্ন : IAEA ‘র সদর দপ্তর
    উত্তর : ভিয়েনা।

    প্রশ্ন : মানবাধিকার দলিল ম্যাগনাকার্টা স্বাক্ষরিত হয়
    উত্তর : ১৫ জুন ১২১৫।

    প্রশ্ন : পৃথিবীর প্রথম লিখিত আইনের প্রচলন হয়
    উত্তর : ব্যাবিলনে।

    প্রশ্ন : সেনকাকু দ্বীপ নিয়ে বিরােধ রয়েছে
    উত্তর : চীন ও জাপানের।

    প্রশ্ন : জেসমিন বিপ্লব হয়
    উত্তর : তিউনিসিয়ায়।

    প্রশ্ন : ইরানে ইসলামী বিপ্লব সংগঠিত হয়
    উত্তর : ১৯৭৯ সালে।

    প্রশ্ন : চীন প্রথম বৈদেশিক নৌঘাটি স্থাপন করে
    উত্তর : জিবুতিতে।

    প্রশ্ন : OIC’র অফিসিয়াল তিনটি ভাষা
    উত্তর : আরবি, ইংরেজি ও ফ্রেঞ্চ ।

    প্রশ্ন : আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস
    উত্তর : ৮ সেপ্টেম্বর।

    প্রশ্ন : বিশ্বব্যাংকের Soft Loan Window হলাে
    উত্তর : IDA।

    প্রশ্ন : প্রশান্ত মহাসাগরের গভীরতম খাত
    উত্তর : মারিয়ানা ট্রেঞ্চ।

    প্রশ্ন : ইয়াঙ্গুন যে নদীর তীরে অবস্থিত
    উত্তর : ইরাবতী।

    প্রশ্ন : ইংলিশ চ্যানেলকে উত্তর সাগরের সাথে সংযুক্ত করেছে
    উত্তর : ডােভার প্রণালি ।

    প্রশ্ন : পারমাণবিক বােমার জনক ওপেন হেইমার জন্মগ্রহণ করেন
    উত্তর : যুক্তরাষ্ট্রে।

    প্রশ্ন : যুক্তরাজ্যের প্রথম নারী প্রধানমন্ত্রী
    উত্তর : মার্গারেট থ্যাচার।

    প্রশ্ন : টেনিস খেলার জন্ম হয়
    উত্তর : যুক্তরাজ্যে।

    প্রশ্ন : ২০২০ সালে শান্তিতে নােবেল পুরস্কার লাভ করে
    উত্তর : বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)।

    প্রশ্ন : ২০২১ সালে ২৬তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে
    উত্তর : কিগালি, রুয়ান্ডা।

    প্রশ্ন : চতুর্থ আরব দেশ হিসেবে যে দেশ ইসরাইলকে স্বীকৃতি দেয়
    উত্তর : বাহরাইন।

    প্রশ্ন : চাবাহার বন্দর অবস্থিত
    উত্তর : ইরান।

    প্রশ্ন : বিশ্বের আমদানিতে শীর্ষ দেশ
    উত্তর : যুক্তরাষ্ট্র।

    প্রশ্ন : ২০২২ সালের ২২তম ফিফা বিশ্বকাপ ফুটবলে অংশ নিবে
    উত্তর : ৩২টি দল।

    প্রশ্ন : ডুরান্ড লাইন যে দুটি দেশের সীমারেখা চিহ্নিত করে পাকিস্তান
    উত্তর : আফগানিস্তান।

    প্রশ্ন : ‘ব্রহ্মদেশ’ নামে পরিচিত
    উত্তর : মিয়ানমার।

    প্রশ্ন : সাহিত্যে প্রথম নােবেল বিজয়ী নারী
    উত্তর : সেলমা লাগেরলফ; সুইডেন।

    প্রশ্ন : সাবেক সােভিয়েত ইউনিয়ন ভেঙে গঠিত
    উত্তর : ১৫টি রাষ্ট্র।

    প্রশ্ন : ম্যান বুকার পুরস্কারের বর্তমান নাম
    উত্তর : বুকার পুরস্কার।

    প্রশ্ন : যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম
    উত্তর : হাউস অব রিপ্রেজেন্টেটিভ।

    প্রশ্ন : বসনিয়ায় যুদ্ধবিরতি স্বাক্ষরের মধ্যস্থতাকারী
    উত্তর : জিমি কার্টার।

    প্রশ্ন : জাতিসংঘের ইউরােপীয় সদর দপ্তর অবস্থিত
    উত্তর : জেনেভা, সুইজারল্যান্ড।

  • Important General Knowledge International Affairs PDF

    প্রশ্ন : বিশ্বে প্রথম নগর রাষ্ট্রের উদ্ভব ঘটে
    উত্তর : গ্রিক সভ্যতায়।

    প্রশ্ন : মাদার তেরেসা যে দেশে জন্মগ্রহণ করেন
    উত্তর : বর্তমান মেসিডােনিয়া।

    প্রশ্ন : সুয়েজ খাল যে দুটি সাগরকে যুক্ত করেছে
    উত্তর : লােহিত সাগর ও ভূমধ্যসাগর ।

    প্রশ্ন : আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়
    উত্তর : ৫ জুন।

    প্রশ্ন : ইউরাে মুদ্রা চালু হয়
    উত্তর : ১ জানুয়ারি ১৯৯৯।

    প্রশ্ন : সর্বপ্রথম যে দেশ পারমাণবিক বােমা তৈরি করে
    উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্র।

    প্রশ্ন : বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হয়
    উত্তর : ১৯৩০ সালে।

    প্রশ্ন : ডেজার্ট ফক্স (Desert Fox) নামে পরিচিত
    উত্তর : ফিল্ড মার্শাল রােমেল।

    প্রশ্ন : East London অবস্থিত
    উত্তর : দক্ষিণ আফ্রিকায়।

    প্রশ্ন : ইতিহাস বিখ্যাত ট্রয় নারী অবস্থিত
    উত্তর : তুরস্কে।

    প্রশ্ন : ‘বােফোর্স কেলেঙ্কারি’ যে দেশের সাথে জড়িত-
    উত্তর : ভারত।

    প্রশ্ন : যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় ছিলেন
    উত্তর : ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট।

    প্রশ্ন : স্থায়ী সালিসী আদালত অবস্থিত
    উত্তর : হেগ, নেদারল্যান্ডস।

    প্রশ্ন : ফরাসি বিপ্লবের মতবাদ বা স্লোগান
    উত্তর : স্বাধীনতা, সমতা ও ভ্রাতৃত্ব।

    প্রশ্ন : মায়া সভ্যতা বিশ্বের যে অঞ্চলে বিরাজমান ছিল
    উত্তর : মধ্য আমেরিকা।

    প্রশ্ন : মালয়েশিয়ার মুদ্রার নাম
    উত্তর : রিংগিত।

    প্রশ্ন : ‘ইদলিব’ শহর যে দেশে অবস্থিত
    উত্তর : সিরিয়া।

    প্রশ্ন : মাও সে তুং গণপ্রজাতন্ত্রী চীনের ঘােষণা দেন
    উত্তর : ১ অক্টোবর ১৯৪৯।

    প্রশ্ন : ‘অস্ট্রেলিয়া’ শব্দের অর্থ
    উত্তর : এশিয়ার দক্ষিণাঞ্চল।

    প্রশ্ন : ‘দোজংখা’ যে দেশের ভাষা
    উত্তর : ভুটান।

    প্রশ্ন : প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়
    উত্তর : ১৯১৮ সালে।

    প্রশ্ন : প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের সদর দপ্তর
    উত্তর : ইউকোসুক।

    প্রশ্ন : ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যে ফকল্যান্ড দ্বীপ নিয়ে যুদ্ধ হয়
    উত্তর : ১৯৮২ সালে।

    প্রশ্ন : হিমালয়, আল্পস ও ইউরাল যে ধরনের পর্বত
    উত্তর : ভঙ্গিল পর্বত।

    প্রশ্ন : ভলগা নদী পতিত হয়েছে
    উত্তর : কাস্পিয়ান সাগরে।

    প্রশ্ন : ‘ব্লু-ইকোনমি’ যে বিষয়ের সাথে জড়িত
    উত্তর : সমুদ্র অর্থনীতি।

    প্রশ্ন : আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে পরমাণু চুল্লি নির্মাণের লাইসেন্স অনুমােদন দেয়
    উত্তর : সংযুক্ত আরব আমিরাত।

    প্রশ্ন : মার্কিন প্রেসিডেন্ট ডােনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা প্রকাশ করেন
    উত্তর : ২৮ জানুয়ারি ২০২০।

    প্রশ্ন : জাতিসংঘের পতাকায় যে দুটি রং আছে
    উত্তর : নীল ও সাদা।

    প্রশ্ন : ADB-এর পূর্ণরূপ
    উত্তর : Asian Development Bank

    প্রশ্ন : ২০২০ সালের অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন হন
    উত্তর : নােভাক জোকোভিচ, সার্বিয়া।

    প্রশ্ন : লেনিনগ্রাদ এর বর্তমান নাম
    উত্তর : সেন্ট পিটার্সবার্গ।

    প্রশ্ন : সােয়াত উপত্যকা যে দেশে অবস্থিত
    উত্তর : পাকিস্তান।

    প্রশ্ন : তাজমহল যে শতাব্দীতে তৈরি করা হয়
    উত্তর : সপ্তদশ।

    প্রশ্ন : ঘূর্ণিঝড় ‘আম্পান’-এর নামকরণ করে যে দেশ
    উত্তর : থাইল্যান্ড।

    প্রশ্ন : ২০২০ সালের মুক্ত গণমাধ্যম সূচকে শীর্ষ দেশ
    উত্তর : নরওয়ে।

    প্রশ্ন : বিশ্বের বৃহত্তম বাঁধ অবস্থিত
    উত্তর : চীনের ইচং শহরের ইয়াংজি নদীর ওপর।

    প্রশ্ন : সৰ্বাধিক ম্যানগ্রোভ বন রয়েছে যে দেশে
    উত্তর : ইন্দোনেশিয়া