Author: admin

  • মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব

    ২১ আগস্ট ২০২১ মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন দেশটির সাবেক ডেপুটি প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব। তিনি দেশটির নবম প্রধানমন্ত্রী। এর আগে ১৬ আগস্ট ২০২১ মালয়েশিয়ার অষ্টম প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন পদত্যাগ করেন। এরপর নতুন প্রধানমন্ত্রী বাছাইয়ের জন্য মালয়েশিয়ার রাজা সুলতান আবদুল্লাহর নির্দেশে দেশটির ২২০ জন সংসদ সদস্যদের কাছে অনলাইনে ভােট চাওয়া হয়, যার সময়সীমা ছিল ১৮ আগস্ট বিকাল ৪টা পর্যন্ত। এরই পরিপ্রেক্ষিতে দেশটির আইনসভার নিমকক্ষ দেওয়ান রাকায়াতের স্পিকার দাতুক আজহার আজিজান হারুনের কাছে সংসদ সদস্যদের অংশগ্রহণে অনলাইন ভােটিংয়ে ২২০ আসনের পার্লামেন্টের ১১৪ জন সাংসদের সমর্থনে এগিয়ে থাকেন ইসমাইল সাবরি ইয়াকুব। ২০ আগস্ট ২০২১ রাজা সাবরি ইয়াকুবকে প্রধানমন্ত্রী পদে নিয়ােগ দেন।

    মালয়েশিয়ায় কয়েক বছর ধরে রাজনৈতিক অচলাবস্থা চলছে। বহু নাটকীয়তার পর মুহিউদ্দিনের রাজনৈতিক জোট পারিকাতান নাসিওনাল (PN) সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ১ মার্চ ২০২০ ক্ষমতায় আসে। ২২২ সদস্যের পার্লামেন্টে একক বৃহত্তম হলেও সরকার গড়তে কিংবা টিকিয়ে রাখতে ১১১ জন আইন প্রণেতার সমর্থন প্রয়ােজন।

    এই বিভাগের আরো পোস্ট :

    পার্লামেন্টে মুহিউদ্দিন ইয়াসিনের সমর্থক আইন প্রণেতার সংখ্যা ১০০। অন্যদিকে পার্লামেন্টে বিরােধী দলগুলাের জোট পাকাতান হারাপানের (PN) ৮৮ জন আইন প্রণেতা রয়েছেন। এ জোটের নেতৃত্বে রয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ৯৬ বছর বয়সী মাহাথির মােহাম্মদ ও সাবেক উপপ্রধানমন্ত্রী আনােয়ার ইব্রাহিম। পারস্পরিক বৈরিতা ভুলে ২০১৮ সালে জোট তৈরির মাধ্যমে আবারও প্রধানমন্ত্রী হন মাহাথির। কিন্তু ২০২০ সালে সেই সরকারের পতন হয়।

  • হেপাটাইটিস সি’র ওষুধ আবিষ্কার

    হেপাটাইটিস সি’ হচ্ছে একটি নীরব ঘাতক। ভাইরাসটি শনাক্ত করাও যায় না এবং প্রায় নীরবেই শুষে নেয় জীবনীশক্তি। সম্প্রতি এ রােগের চিকিৎসা নিয়ে স্বস্তির সংবাদ দেয় মালয়েশিয়া। দেশটি হেপাটাইটিস সি চিকিৎসায় সবচেয়ে কার্যকরী ও সাশ্রয়ী একটি ওষুধকে রেজিস্ট্রেশনের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) কাছে আবেদন করে। হেপাটাইটিস সি চিকিৎসায় ব্যবহৃত সােফোসবুভির সাথে রাভিডাসভির মেডিসিনটি যুক্ত করে অনেক ভালাে ফলাফল পাওয়া যায়।

    ৫ বছর যাবত Drugs for Neglected Diseases initiative (DNDI) এর সঙ্গে গবেষণার পর ইতিবাচক ফলাফল পাওয়ায় ২০২১ সালের জুনে মালয়েশিয়া সরকার তাদের দেশে। এটিকে অনুমােদন দেয়। এখন সারাবিশ্বে একই পদ্ধতি ব্যবহারের জন্য WHO’র অনুমােদনের জন্য আবেদন করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বিশ্বে অন্তত ৭১ কোটিরও বেশি মানুষ হেপাটাইটিস সি নিয়ে জীবনযাপন করছে। এটি রক্তবাহিত এমন ভাইরাস যা লিভার সিরােসিসের দিকে নিয়ে যায়। এ ভাইরাস লিভার ক্যান্সারের অন্যতম কারণ। এখন পর্যন্ত এ রােগের কোনাে ভ্যাকসিন আবিষ্কার হয়নি।

  • আন্তর্জাতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য

    মধ্যপ্রাচ্যের দীর্ঘতম সুড়ঙ্গপথ

    ২৯ জুলাই ২০২১ প্রেসিডেন্ট হাসান রুহানি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইরানে মধ্যপ্রাচ্যের দীর্ঘতম সুড়ঙ্গপথের উদ্বোধন করেন। সাড়ে ছয় কিলােমিটার দীর্ঘ সুড়ঙ্গটি আলবুর্জ পর্বতমালার উত্তরাঞ্চলে নির্মাণ করা হয়। তেহরান-শােমাল মহাসড়কে যে বিশাল প্রকল্প বাস্তবায়ন করা হবে, তার দ্বিতীয় ধাপের কাজ হচ্ছে এ সুড়ঙ্গপথ তৈরি। আলবুর্জ টানেল’ নামে এ প্রকল্প বাস্তবায়নে প্রায় ১৬ কোটি ডলার ব্যয় করেছে দেশটি। সিঙ্গাপুরে ভাসমান সৌরবিদ্যুৎ প্যানেল। বিশ্বের অন্যতম বৃহৎ ভাসমান সৌরবিদ্যুৎ

    প্যানেল উদ্বোধন করে সিঙ্গাপুর

    ১৪ জুলাই ২০২১ গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতে দেশটির সমুদ্রতীরবর্তী স্থানে এ প্যানেলের উদ্বোধন করা হয়। ১ লাখ ২২ হাজার। প্যানেলের প্রকল্পটি ৪৫টি ফুটবল মাঠের সমান। এ প্যানেল থেকে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা হবে, তা দিয়ে দেশটির পাঁচটি পানি শােধনাগার চলবে। সিঙ্গাপুরে সমুদ্রে সৌর প্যানেল প্রকল্প বাস্তবায়ন করে। “সিম্বকৰ্প ইন্ডাস্ট্রিজ’।

    এই বিভাগের আরো পোস্ট :

    মিয়ানমারের জান্তাপ্রধান এখন প্রধানমন্ত্রী

    ১ ফেব্রুয়ারি ২০২১ সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে অং সান সু চি’র নেতৃত্বাধীন সরকারকে হটিয়ে ক্ষমতায় আসেন। সামরিক জান্তা জেনারেল মিন অং ফ্লাইং। তিনি ক্ষমতা দখলের সময় দুই বছর পর নির্বাচনের প্রতিশ্রুতি দেন। ১ আগস্ট ২০২১ ঘােষণা করেন, এখন থেকে দুই বছর পর নির্বাচনের আয়ােজন করা হবে। একই সাথে নিজেকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে ঘােষণা করেন। এছাড়া ২০২৩ সালের আগস্ট নাগাদ দেশে জরুরি অবস্থা প্রত্যাহার করবেন। উল্লেখ্য, ৪ জানুয়ারি ১৯৪৮ দেশটিতে প্রধানমন্ত্রী পদ সৃষ্টি করা হলেও ৩০ মার্চ ২০১১ বিলুপ্ত করা হয়।

    উত্তর কোরিয়ার নতুন আইন

    দক্ষিণ কোরিয়ার গালি ব্যবহার করলে সাজা পেতে হবে। উত্তর কোরিয়ার বাসিন্দাদের। বিদেশি সংস্কৃতির প্রভাব থেকে দেশকে বাঁচাতে সম্প্রতি তােড়জোড় শুরু করে উত্তর কোরিয়া। এর ধারাবাহিকতায় নতুন এ সতর্কতাগুলাে জারি করা হয়। আইন ভঙ্গ করলে কারাদণ্ড, এমনকি মৃত্যুদণ্ডের সাজাও হতে পারে। উত্তর। কোরিয়ার নতুন আইন অনুযায়ী, দেশটিতে কারও কাছে অধিক পরিমাণে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র বা জাপানের ছবি, ভিডিও বা গানের সংগ্রহ পাওয়া গেলে তাকে মৃত্যুদণ্ডের সাজা ভােগ করতে হবে। আর এগুলাে দেখা। অবস্থায় ধরা পড়লে পেতে হবে ১৫ বছর কারাদণ্ড।

  • আন্তর্জাতিক বিষয়াবলী : আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশ

    অলিম্পিক লরেল পুরস্কার

    ২৩ জুলাই ২০২১ জাপানের রাজধানী টোকিওতে অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে একমাত্র বাংলাদেশি নােবেল বিজয়ী অর্থনীতিবীদ ড. মুহাম্মদ। ইউনূসকে অলিম্পিক লরেল পুরস্কার দেয়া হয়। ক্ষুদ্র ঋণ দিয়ে দারিদ্রতা কমানাের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে এ সম্মাননা দেয়া হয়। তিনি । এ পুরস্কার পাওয়া দ্বিতীয় ব্যক্তিত্ব। খেলাধুলার মাধ্যমে শিক্ষা, সংস্কৃতি ও শান্তিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৬ সালের আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC) এ পুরস্কার চালু করে। ২০১৬ সালে রিও অলিম্পিকে ‘অলিম্পিক লরেল অ্যাওয়ার্ড পান কেনিয়ার সাবেক ক্রীড়াবিদ কিপশােগে কেইনাে।

    ভারতের ইয়ুথ লিডারশিপ পুরস্কার

    ২৬-২৭ জুলাই ২০২১ ভারতের খােয়াব ফাউন্ডেশন দেশটির সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম স্মরণে তৃতীয়বারের। মতাে আয়ােজন করে কালাম ইয়ুথ লিডারশিপ কনফারেন্স’। এতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যুবারা অংশ নেন। এই । সম্মেলনে ‘কালাম ‘ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২১’ দেয়া হয়। এ বছর ভারত, পাকিস্তান, ইয়েমেন, নাইজেরিয়া, আফগানিস্তান, ইরাক ও বাংলাদেশ থেকে ২২ জন এ পুরস্কার। লাভ করেন। একমাত্র বাংলাদেশি হিসেবে এবার এ পুরস্কার লাভ করেন মাসুমা মরিয়ম। মাসুমা মরিয়ম ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। তার বাড়ি বগুড়ার শেরপুর উপজেলায়।

    এই বিভাগের আরো পোস্ট :

    IVI’র সদস্য বাংলাদেশ

    আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউটের (IV) আনুষ্ঠানিক সদস্যপদ লাভ করায় ১৫ জুলাই ২০২১ দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে IV ‘র সদর দপ্তরে আয়ােজিত অনুষ্ঠানে। সংস্থাটি বাংলাদেশকে স্বাগত জানায়। বাংলাদেশ VI’র ১৯তম দেশ হিসেবে। সদস্যপদ লাভ করে। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (UNDP) উদ্যোগে IVI প্রতিষ্ঠা করার লক্ষ্যে ২৮ অক্টোবর “১৯৯৬ চুক্তি স্বাক্ষরিত হয়। ৯ অক্টোবর ১৯৯৭ আনুষ্ঠানিকভাবে অলাভজনক আন্ত-সরকারি সংস্থা প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ ২৮ অক্টোবর ১৯৯৬ IVI’র চুক্তিটিতে স্বাক্ষর। করে। এরপর ২২ ফেব্রুয়ারি ২০২১ মন্ত্রিসভার বৈঠকে চুক্তিটি অনুসমর্থনের প্রস্তাব অনুমােদন করে। ৫ এপ্রিল ২০২১ বাংলাদেশ চুক্তিটি অনুসমর্থন করে।

    বঙ্গ বন্ধু বার্তা

    টাইমস স্কয়ারের বিলবাের্ডে বঙ্গবন্ধু

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, কর্ম ও আন্দোলন-সংগ্রাম দেখা যায় টাইমস স্কয়ারের আইকনিক বিলবাের্ডে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনের কেন্দ্রস্থলে এ আয়ােজনটি করে নিউইয়র্কভিত্তিক বিজ্ঞাপনী সংস্থা। এনওয়াই ড্রিমস প্রােডাকশন। ১৫ আগস্ট রাত ১২টা থেকে ২৪ ঘণ্টায় প্রতি ২ মিনিটে ১৫ সেকেন্ড করে পুরাে বিলবাের্ডজুড়ে এ প্রদর্শনী চলে ৭২০ বার। প্রদর্শনীতে প্রাধান্য পায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের অংশবিশেষসহ স্মরণীয় কিছু ছবি ও ক্যাপশন।

    ইয়নসে বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার

    ২৬ জুলাই ২০২১ দক্ষিণ কোরিয়ার সিউলের ইয়নসে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের গ্রন্থাগারে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হয়। দক্ষিণ কোরিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করে। এছাড়া রয়েছে কোরিয়ান ভাষায় অনূদিত বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ, বঙ্গবন্ধু দ্য পিপলস হিরাে’ ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’।

    তুরস্কে বঙ্গবন্ধুর ডাকটিকিট

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অরণে ২৭ জুলাই ২০২১ তুরস্কের ডাকবিভাগ বঙ্গবন্ধুর ডাকটিকিট অবমুক্ত করে। বাংলাদেশের রাষ্ট্রদূত মসরূদ মান্নান এবং তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংস্কৃতিক উইংয়ের মহাপরিচালক ডেনিজ চাকারের মধ্যে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে এ ডাকটিকিট অবমুক্ত করা হয়।

    পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার

    ভারতের পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটিতে (এলপিইউ) বঙ্গবন্ধু কর্নার স্থাপনের নিমিত্তে বাংলাদেশ দূতাবাস ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে। এ সিদ্ধান্ত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে এ উদ্যোগ নেয়া হয়।

    আলােকচিত্রে বঙ্গবন্ধু

    ১ আগস্ট ২০২১ মুজিববর্ষ উপলক্ষে সুইডেনের স্টকহােমে। ১-১৫ আগস্ট ২০২১ বাংলাদেশ দূতাবাসের আয়ােজনে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর আলােকচিত্রে বঙ্গবন্ধু প্রদর্শনীর আয়ােজন করা হয়। সুইডেননিবাসী বঙ্গবন্ধুর অনুরাগী মােহাম্মদ আফতাবুর রহমানের সংগৃহীত ও মুদ্রিত ( বিভিন্ন দুর্লভ ছবি প্রদর্শিত হয়।

    লাল-সবুজ খামে বড় পতাকা

    একটির পর একটি লাল-সবুজ খাম সাজিয়ে বানানাে হয় বাংলাদেশের জাতীয় পতাকা, যার আয়তন ২৪০ বর্গমিটার। সবচেয়ে বড় আকৃতির। পতাকা হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে এটির অন্তর্ভুক্তির প্রক্রিয়া শুরু হয় ২৪ জুলাই ২০২১। পতাকাটির দৈর্ঘ্য ২০ মিটার ও প্রস্থ ১২ মিটার। এটি তৈরি করতে লাগে ১৬,০০০ খাম। এর মধ্যে ১০ হাজারের বেশি। সবুজ খাম ও পাচ হাজারের বেশি লাল খাম ছিল। আগ্রহ’ নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সহযােগিতায় এটি তৈরি করা হয়। এর শিরােনাম করা হয় ‘দুর্নিবার বাংলাদেশ’। পতাকাটির উদ্যোক্তা কারুশিল্পী। (সাইমন ইমরান হায়দার।

    দড়ি লাফে জোড়া বিশ্বরেকর্ড

    স্কিপিং বা দড়ি লাফে জোড়া বিশ্বরেকর্ড গড়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে 3 নাম লেখান ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের সিরাজপাড়া গ্রামের কৃষক বজলুর রহমানের ১৮ বছর বয়সী ছেলে রাসেল ইসলাম। ৩০ সেকেন্ডের স্কিপিং রােপ রেকর্ড প্রতিযােগিতায় অংশগ্রহণের জন্য ৭ জুন ২০২০ অনলাইনের মাধ্যমে আবেদন করেন রাসেল এবং ১ মিনিটের স্কিপিং রােপ রেকর্ড প্রতিযােগিতার জন্য ২৫ জুলাই ২০২০ আবেদন করেন।

    গিনেস বুক কর্তৃপক্ষের। নির্দেশনা অনুযায়ী, প্রথমে ৩০ ডিসেম্বর ২০২০ এক পায়ে এক মিনিটে দড়ি লাফানাের চ্যালেঞ্জ নেন রাসেল। এ দফায় ২৫৮ বার দড়ি লাফিয়ে আগের ২৫৬ বার লাফানাের রেকর্ড ভাঙ্গেন তিনি। এরপর ২ জানুয়ারি ২০২১ এক পায়ে ৩০ সেকেন্ডের চ্যালেঞ্জে নেন রাসেল। আগের ১৪৪ বারের রেকর্ড ভেঙে ১৪৫ বার দড়ি লাফান তিনি। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের স্বীকৃতির সনদ রাসেলের হাতে আসে ২৯ জুলাই ২০২১। তবে ১০ এপ্রিল ২০২১ এ রেকর্ডটি ভারতের এক ব্যক্তি ২৫৯ বার লাফিয়ে ভেঙে দেন।

    অলিম্পিয়াডে পদক লাভ

    আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড

    ১৯-২১ জুলাই ২০২১ অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয় ৩২তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড (IBO)। এবারের অলিম্পিয়াডে বাংলাদেশ দুটি ব্রোঞ্জ এবং দুটি মেরিট পুরস্কার লাভ করে। এসএফএক্স গ্রিনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের তাসনিম। বিনতে কুফিকার ও রাজশাহী কলেজের রাদ শারার ব্রোঞ্জ পদক জয় করেন। দলের অপর দুই সদস্য নটর ডেম কলেজের এএসএম আবরার জাহিন তুষার এবং গ্রিনহেরাল্ড স্কুলের রায়ান রহমান লাভ করেন সম্মাননা সূচক মেরিট পুরস্কার।

    আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড

    ১৪-২৪ জুলাই ২০২১ ভার্চুয়ালি অনুষ্ঠিত হয় ৬২তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (IMO)। এবারের আয়ােজক দেশ রাশিয়া। এবারের গণিত অলিম্পিয়াডে বাংলাদেশ তিনটি ব্রোঞ্জপদক ও দুটি সম্মানজনক স্বীকৃতি অর্জন করে। এ বছর ব্রোঞ্জপদক লাভ করেন ময়মনসিংহের আনন্দ মােহন কলেজের শিক্ষার্থী মাে. মারুফ হাসান এবং ঢাকার নটর ডেম কলেজের তাহমিদ হামীম চৌধুরী ও আদনান সাদিক। এ ছাড়া সম্মানজনক স্বীকৃতি পান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নুজহাত আহমেদ এবং আনন্দ মােহন কলেজের তাহজিব হােসেন খান।

    আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড

    ১৭-২৪ জুলাই ২০২১ লিথুয়ানিয়ায় ৫১তম আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড (IPhO) ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। এ বছর পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশ দল একটি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জ পদকের পাশাপাশি সম্মানজনক একটি স্বীকৃতিও অর্জন করে। এটি এখন পর্যন্ত পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের সেরা সাফল্য। রৌপ্যপদক লাভ করেন ঢাকার নটর ডেম কলেজের শিক্ষার্থী রাশেদুল ইসলাম, ব্রোঞ্জপদক লাভ করেন একই কলেজের ইমতিয়াজ তানভীর রহিম ও আবসুর খান সিয়াম এবং রাজশাহী ডিগ্রি কলেজের শিক্ষার্থী মাে. ফাহিম আবরার। এ ছাড়া সম্মানজনক স্বীকৃতি লাভ করেন কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থী গােলাম ইশতিয়াক।

    APG’র সভাপতি বাংলাদেশ

    অস্ট্রিয়ার ভিয়েনায় জাতিসংঘের সংস্থাগুলাে ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিত ২৯ জুলাই ২০২১ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলাের জোটের (APG) সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। ভিয়েনায় জাতিসংঘের বিভিন্ন সংস্থাগুলাে ও অন্যান্য বৈশ্বিক প্রক্রিয়ায় ৫৪ সদস্য। রাষ্ট্রের অনন্য ও বৈচিত্র্যময় এ গ্রুপের অবস্থান সমন্বয়ের ক্ষেত্রে গ্রুপটির সভাপতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

    BINA’র জাতিসংঘ পুরস্কার লাভ

    উদ্ভিদ মিউটেশন প্রজননে অবদানের জন্য জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA) এবং কৃষি ও খাদ্য সংস্থার (FAO) আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড লাভ করে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (BINA) এর পাশাপাশি বিনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামছুন্নাহার বেগম পান ‘উইমেন ইন প্ল্যান্ট মিউটেশন ব্রিডিং অ্যাওয়ার্ড এ পর্যন্ত BINA’র বিজ্ঞানীদের উদ্ভাবিত ১৮টি ফসলের ১১৭টি উন্নত জাত উদ্ভাবিত হয়েছে।

  • আফগানিস্তান দখলের ক্ষমতায় আবারো তালেবান

    মার্কিন গােয়েন্দা সংস্থা CIA-এর গােয়েন্দা প্রতিবেদনের সকল অনুমান ভুল করে ১৫ আগস্ট ২০২১ অবিশ্বাস্য দ্রুততায় আফগানিস্তান দখল করে তালেবান। এর মধ্য দিয়ে দুই দশক পর দেশটিতে আবারও তালেবানের রাজত্ব প্রতিষ্ঠিত হয়। ইসলামী আদর্শমূল্যবােধ ঠিক রেখে বর্হিবিশ্বের সাথে সুসম্পর্ক গড়ে তােলার জন্য হয়তাে কিছু বাহ্যিক বিষয়ে ছাড় দিবে এবং তা ইতােমধ্যে তারা প্রমাণও করেছে। কিন্তু তালেবানের এ বিজয় তাদের জন্য যতটা গুরুত্বপূর্ণ তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ বর্হিবিশ্বে এর সুদূরপ্রসারী প্রভাব। তালেবানের পূর্বাপর নিয়ে আমাদের প্রচ্ছদ আয়ােজন।

    স্বাধীনতা পরবর্তি আফগানিস্তান

    দীর্ঘ ব্রিটিশ দখলদারিত্বের পর ৮ আগস্ট ১৯১৯ রাওয়ালপিন্ডি চুক্তির মাধ্যমে আফগানিস্তানকে স্বাধীনতার স্বীকৃতি দেয়া হয়। তবে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘােষণা দেয়া হয় ১৯ আগস্ট। ব্রিটিশরা ১৯২১ সালে সম্পূর্ণভাবে আফগানিস্তানের হাতে বৈদেশিক বিষয়গুলাের নিয়ন্ত্রণ ছেড়ে দেয়। তখন আফগানিস্তানে ক্ষমতায় ছিলেন আমানউল্লাহ খান ।

    এই বিভাগের আরো পোস্ট :

    ৮ নভেম্বর ১৯৩৩ মুহাম্মদ জহির শাহ বাদশাহ হিসেবে ক্ষমতায় অধিষ্ঠিত হন। ১৭ জুলাই ১৯৭৩ তাকে উৎখাত করেন তারই ভগ্নিপতি এবং দেশের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল মােহাম্মদ দাউদ খান। তিনি আফগানিস্তানকে প্রজাতন্ত্র ঘােষণা করেন বিলুপ্ত হয় রাজতন্ত্র।

    ২৮ এপ্রিল ১৯৭৮ আকস্মিক এক অভ্যুত্থানে জেনারেল দাউদ খান নিহত হন এবং বামপন্থী সামরিক কর্মকর্তা নুর মােহাম্মদ তারাকির নেতৃত্বে একটি বিপ্লবী পরিষদ ক্ষমতা দখল করে। এরপর তারাকিকে পদচ্যুত করে হাফিজুল্লা আমিনের ক্ষমতা গ্রহণ এবং হাফিজুল্লাকে পদচ্যুত করে বারবাক কারমাল ২৭ ডিসেম্বর ১৯৭৯ ক্ষমতা গ্রহণের চব্বিশ ঘণ্টার মধ্যেই (২৮ ডিসেম্বর) সােভিয়েত ইউনিয়নের কাছে জরুরি সামরিক সহায়তা চান। সােভিয়েত ইউনিয়নও দ্রুতবেগে এই আহ্বানে সাড়া দেয়।

    আফগানিস্তানে সৈন্য প্রবেশের মধ্য দিয়ে দীর্ঘ ৯ বছর দখলদারিত্ব বজায় রাখে। সােভিয়েত ইউনিয়ন। আর ১৫ ফেব্রুয়ারি। ১৯৮৯ আফগানিস্তান থেকে সর্বশেষ সােভিয়েত সৈন্য প্রত্যাহারের মধ্য দিয়ে রক্তক্ষয়ী এ যুদ্ধের সমাপ্তি ঘটে।

    তালেবানের জন্ম ও উত্থান

    আফগানিস্তান থেকে সােভিয়েত সৈন্য প্রত্যাহারের আগে থেকেই অর্থাৎ, ৩০ সেপ্টেম্বর ১৯৮৭ মুহাম্মদ নজিবুল্লা’র নেতৃত্বে সরকার গঠিত হয়। ১৬ এপ্রিল ১৯৯২ সাত দলীয় মুজাহিদিনদের একটি গ্রুপ তাকে ক্ষমতাচ্যুত করে। এরপরেই আফগানিস্তান জুড়ে শুরু হয় বিশৃঙ্খলা আর নৈরাজ্য।

    এ দুরাচার শাসনে অতিষ্ঠ বিভিন্ন গ্রুপ নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়ে পড়ে। ২৮ এপ্রিল ১৯৯২ শুরু হয় গৃহযুদ্ধ। সেই যুদ্ধেই তালেবান গােষ্ঠীর উত্থান। তালেবানের আধ্যাত্মিক নেতা মােল্লা ওমর প্রায় অর্ধশত মাদ্রাসার ছাত্র নিয়ে একটি সশস্ত্র সংগঠন গড়ে তােলেন।

    এ দলটিই তালেবান নামে পরিচিত। পশতু ভাষায় ‘তালেব’ অর্থ ‘শিক্ষার্থী’ বা ‘ছাত্র। ১৯৯৪ সালের নভেম্বরে মার্কিন সহায়তায় তালেবান নেতা মােল্লা ওমর কান্দাহার প্রদেশ এবং পরের বছর সেপ্টেম্বরে হেরাত প্রদেশ দখল করে। ২৭ সেপ্টেম্বর ১৯৯৬ তালেবান দেশটির প্রেসিডেন্ট বােরহানউদ্দিন রব্বানির সরকারকে উত্থাত করে রাজধানী কাকুল দখল করে শরীয়াহ আইন প্রতিষ্ঠা করে।

    বর্তমান নেতৃত্বে যারা

    • হাইবাতুল্লাহ আখুজাদা : তালেবানের রাজনৈতিক, ধর্মীয় ও সামরিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণকারী একমাত্র ব্যক্তি।
    • মােল্লা মােহাম্মদ ইয়াকুব : তালেবানের প্রতিষ্ঠাতা মােল্লা ওমরের ছেলে। বর্তমানে তালেবানের সামরিক শাখার দায়িত্বে।
    • সিরাজুদ্দিন হাক্কানি : তিনি হাক্কানি নেটওয়ার্ক’-এর নেতৃত্ব দেন। এ নেটওয়ার্ক তালেবানের অর্থনৈতিক ও সামরিক কর্মকাণ্ড পরিচালনা করছে। )
    • মােল্লা আবদুল গনি বারাদার : তালেবানের অন্যতম সহপ্রতিষ্ঠাতা। তালেবানের রাজনৈতিক শাখার প্রধান বারাদার বর্তমানে দোহায় বেশ কিছু বৈঠকে মধ্যস্থতার কাজ করেন।

    ক্ষমতায় আবারও তালেবান

    ২০০৫ সালের দিকে তালেবানদের আবার পুনরুত্থান ঘটে। দুইদশকের সহিংস লড়াইয়ের পর ২৯ ফেব্রুয়ারি ২০২০ আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের লক্ষ্যে কাতারের দোহায় যুক্তরাষ্ট্র তালেবানদের সঙ্গে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করে।

    দুঃশাসনে পিষ্ট আফগানদের জীবনে শান্তি ফেরানাের উদ্দেশ্যে চুক্তিটির নামও দেয়া হয় শান্তি চুক্তি। অনেকেই এ চুক্তিকে যুক্তরাষ্ট্রের আত্মসমর্পণের দলিল হিসেবে অভিহিত করেন। ১৪ এপ্রিল ২০২১ বাইডেন।

    মে-সেপ্টেম্বরের মধ্যে মার্কিন সকলসৈন্য প্রত্যাহারের ঘােষণা দেয়ার পর পূর্ণ শক্তি নিয়ে তালেবান দেশের সর্বত্র হামলা শুরু করে এবং তারই ধারাবাহিকতায় তারা ৬ আগস্ট প্রথম কোনাে প্রাদেশিক রাজধানীর দখল নেয়। আর এ দখলের মাত্র নয় দিনের মধ্যে ১৫ আগস্টে ২০২১ তারা রাজধানী কাবুলসহ ৩৪টি প্রদেশের ২৮টির নিয়ন্ত্রণ নিয়ে প্রেসিডেন্ট প্যালেস দখল নেয়।

    ভূ-রাজনৈতিক প্রভাব

    আফগানিন্তন প্রাচীনকাল থেকেই এশিয়ার গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিত। মধ্যযুগে বিভিন্ন সাম্রাজ্যের সংঘাতের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তান। ১৫ আগস্ট, ২০২১ আফগানিস্তানে তালেবানের পুনরুত্থান গত ২০ বছরের ভূ-রাজনীতিতে ব্যাপক পরিবর্তনের ইঙ্গিত লক্ষ্য করা যায়।

    চীনের Belt and Rood Initiative (BRI)-এর আওতায় ৬০ বিলিয়ন ডলারের চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডােরের পাশাপাশি ইরানের সাথে চীনের ৪০০ বিলিয়ন ডলারের পারস্পরিক সহযােগিতা চুক্তির সফলতার জন্য যেমন আফগানিস্তানে স্থিতিশীল পরিবেশ থাকা এবং তালেবানের সাথে সুসম্পর্ক রাখা জরুরি, তেমনি মধ্য এশিয়ার দেশগুলােতে সন্ত্রাসী কার্যকলাপ যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য রাশিয়ারও এ দেশে তীক্ষ দৃষ্টি রাখা জরুরি।

    কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, আর সেটা হলাে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করে পরাজয় স্বীকার করে নিরবে নিভৃতে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে পলায়ন করেছে কোনাে কারণ ছাড়াই? এখানে অবশ্যই যুক্তরাষ্ট্রের কোনাে প্ল্যান বি থাকবে, আর সেটাই স্বাভাবিক। যে দেশটি চীনকে প্রধান শত্রু মনে করে তাদের BRI প্রকল্পের সফলতার পথে।

    বাধা সৃষ্টি করতে এবং মধ্য এশিয়া অস্থিতিশীল রেখে রাশিয়াকে ব্যস্ত রাখতে ETIM, IS ও তালেবানকে দিয়েই যে যুক্তরাষ্ট্র ভবিষ্যতের Great Game এর পরিকল্পনা করছে না, তা প্রত্যক্ষ করার জন্য হয়ত আমাদের আরাে। অপেক্ষা করতে হবে।

    সর্বোপরি বলা যায় প্রথমে ব্রিটেনের ঔপনিবেশিক শক্তি, সােভিয়েত ইউনিয়ন এবং পরে যুক্তরাষ্ট্রের মতাে পরাশক্তির কাছে আফগানিস্তানের মাটি এভাবে এক অদৃশ্য চোরাবালি হয়েই রইলাে।

    মার্কিন দখলদারিত্ব ও প্রস্থান

    মার্কিন সমর্থিত আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের সঙ্গে। তালেবান নেতা মােল্লা ওমরের সুসম্পর্ক ছিল। ওসামা বিন লাদেন যুক্তরাষ্ট্রকে মুসলমানদের শত্রু উল্লেখ করে কয়েকটি দেশে অবস্থিত মার্কিন দূতাবাসে হামলা শুরু করে।

    ১১ সেপ্টেম্বর ২০০১ আল কায়েদা কর্তৃক কথিত নিউইয়র্কের টুইন টাওয়ারে বিমান হামলা চালানাে হয়। তঙ্কালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। তালেবান নেতা মােল্লা ওমরকে চাপ দেন লাদেনকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়ার জন্য কিন্তু ওমর তা প্রত্যাখ্যান করেন।

    তিনি ওই হামলা আল কায়েদার নয় বলে দাবি করেন। এরপর পশ্চিমা অন্য দেশগুলােকে সঙ্গে নিয়ে সন্ত্রাসবাদের মূলােৎপাটন করার লক্ষ্যে ৭ অক্টোবর ২০০১ তালেবান ও আল কায়দার স্থাপনা লক্ষ্য করে কাকুল, কান্দাহার ও জালালাবাদে প্রথম বিমান হামলা চালায় মার্কিন নেতৃত্বাধীন বাহিনী।

    ১৩ নভেম্বর ২০০১ তালেবান সরকারের পতন হয়। যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে ২২ ডিসেম্বর ২০০১ আফগানিস্তানে শুরু হয় হামিদ কারজাইয়ের শাসন। এরপর বিভিন্ন শাসক ক্ষমতায় আসলেও দেশের স্থিতিশীলতা ফিরে আসেনি। ২০০৫ সালের দিকে তালেবানদের আবার উত্থান ঘটে। ওই সময় থেকে তারা আত্মঘাতী হামলা চালানাে শুরু করে।

    এ হামলা ঠেকাতে নতুন নতুন পদক্ষেপ নেয় আফগান সরকার এবং গঠন করে আফগানিস্তান ন্যাশনাল আর্মি ও পুলিশ বাহিনী। আফগানিস্তানে অভিযানে যুক্তরাষ্ট্রের মােট ২.২৬ ট্রিলিয়ন ডলার খরচ হয়। এর মধ্যে শুধু যুদ্ধের পিছনে ব্যয় হয়েছে ৮০০ বিলিয়ন ডলার। পাশাপাশি আফগান সেনাদের প্রশিক্ষণ দিতে খরচ হয়েছে ৮৫ বিলিয়ন ডলার।

    প্রতিবছর আফগান সেনাদের বেতন দিতে খরচ হয়েছে ৭৫০ মিলিয়ন ডলার। তালেবান ঠেকাতে এবং আফগান বাহিনীকে শক্তিশালী করতে এত টাকা ব্যয় করেও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ২০ বছরের সামরিক মিশনের পতন ঘটেছে মাত্র একদিনেই।

    তালেবান যােদ্ধাদের কাকুল দখল, পশ্চিমা সমর্থিত প্রেসিডেন্ট আশরাফ ঘানির পলায়ন এবং মার্কিন বাহিনীর আফগানিস্তান ত্যাগের মাধ্যমে ১৫ আগস্ট ২০২১ যুক্তরাষ্ট্রের মিশনের অনানুষ্ঠানিক সমাপ্তি হয়।

    আফগানিস্তানেও লজ্জা

    ভিয়েতনাম যুদ্ধ আর আফগানিস্তান যুদ্ধ, একটা থেকে আরেকটার সময়ের পার্থক্য প্রায় ৪৬ বছর। আফগানিস্তানে তালেবানের বিজয়কে ভিয়েতনামের সায়গনের এ পতনের সাথে তুলনা করা হচ্ছে। + ৩০ এপ্রিল ১৯৭৫ ভিয়েতনামে যে লজ্জায় পড়েছিল যুক্তরাষ্ট্র, পাঁচ দশক পরে আফগানিস্তানে তারই পুনরাবৃত্তি ঘটল।

    ১৫ আগস্ট ২০২১ বিনা যুদ্ধে অলেবান বাহিনী কাবুলের প্রেসিডেন্ট প্যালেসের নিয়ন্ত্রণ নেয়। তাদের এই অদম্য অগ্রগতির মুখে দ্রুত কাবুল দূতাবাস খালি করার নির্দেশ দেন। মার্কিন সরকার। পরবর্তী কয়েক ঘণ্টার মধ্যে দূতাবাসের ছাদ থেকে দফায় দফায় হেলিকপ্টারে উড়াল দেয় মার্কিন বাহিনীর অবশিষ্ট সেনা ও কূটনীতিকরা।

  • বিশ্ব রেকর্ড গড়লেন যে সকল বিষয়

    বিশ্ব রেকর্ড নিয়ে মানুষের কৌতুহলের শেষ নেই। মানুষ প্রতি নিয়ত নতুন নতুন রেকর্ডের জন্ম দিচ্ছে। আর এমন কিছু বিশ্ব রেকর্ড নিয়ে আমাদের আজকের আয়োজন

    সবচেয়ে দামি ফ্রেঞ্চ ফ্রাই

    যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিখ্যাত রেস্তোরা নতুন এক ধরনের ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করেছে, এটাই বিশ্বের সবচেয়ে দামি ফ্রেঞ্চ ফ্রাই। এর দাম ২০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় ১৭,০০০ টাকার বেশি। ১৩ জুলাই ২০২১ আন্তর্জাতিক ফ্রেঞ্চ ফ্রাই ডে-তে সকলকে ভিন্ন স্বাদের ফ্রেঞ্চ ফ্রাইয়ের স্বাদ দিতেই একাধিক উপকরণ দিয়ে তৈরি করে ‘ক্রিম দে লা ক্রিম পােম ফাইটস’ নামের এ ফ্রেঞ্চ ফ্রাই। এই দাম নিয়ে স্যাকসটি গিনেস বুকেও নাম তুলে ফেলে। বিশ্বের সবচেয়ে দামি ফ্রেঞ্চ ফ্রাইটি তৈরি করে ক্রিয়েটিভ শেফ জো ক্যান্ডেরন এবং কর্পোরেট এক্সিকিউটিভ শেফ ফ্রেড্রিক শাে-কিউইয়ার্ট।

    এই বিভাগের আরো পোস্ট :

    বিশ্বের গভীরতম সুইমিংপুল

    পর্যটনের প্রাণকেন্দ্র সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে সম্প্রতি চালু হয় বিশ্বের সবচেয়ে গভীরতম সুইমিংপুল। ১৯৭ ফুট বা ৬০ মিটার গভীর ‘ডিপ ডাইভ দুবাই’ নামের সুইমিংপুলটি বর্তমানে বিশ্বের সবচেয়ে গভীরতম সুইমিংপুল। পুল কর্তৃপক্ষ জানায়, মােট ছয়টি অলিম্পিক সুইমিংপুলের সমান এ পুল অন্য যেকোনাে সাধারণ পুলের চেয়ে ১৫ মিটার বেশি গভীর। সম্প্রতি এ দাবির সত্যতা যাচাই করেছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। একটি মুক্তার ঝিনুকের আকারে গড়া ‘ডিপ ডাইভ দুবাই’ পুলটি এই অঞ্চলের পানির তলায় তৈরি সবচেয়ে বড় ফিল স্টডিও বটে। এ পুলের ভেতরে দুটি ড্রাই রুম বা পানিবিহীন ঘরও রয়েছে। সঙ্গে আছে আলাে-শব্দে সাজানাে ডুবন্ত শহরের দৃশ্য।

    সবচেয়ে বড় মুখের নারী

    বিশ্বের সবচেয়ে বড় মুখের নারী হিসেবে রেকর্ড গড়েন যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের অধিবাসী সামান্থা রামসডেল। শুনতে অবাক হলেও সত্য, বিশ্বের সব নারীর মধ্যে সামান্থার মুখের হাঁ সবচেয়ে বড়। আর এ কারণে সামান্থা গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নামও লেখান। পেয়েছেন আনুষ্ঠানিক স্বীকৃতি। গিনেসের রেকর্ড বইয়ে নথিভুক্ত তথ্য অনুযায়ী, সামান্থার মুখের মাপ ২.৫ ইঞ্চি বা ৬.৫৬ সেন্টিমিটার। আড়াআড়িভাবে মাপা হলে তা আরও বেড়ে চার ইঞ্চি বা ১০ সেন্টিমিটারের বেশি হয়।

    বিশ্বের সবচেয়ে বয়সী বাঘ

    বিশ্বের সবচেয়ে বয়সী বাঘের খোঁজ মিলেছে। টেইলর নামের এই রয়েল বেঙ্গল টাইগারের বয়স ২৫ বছর ৩১৯ দিন। গিনেস বুক কর্তৃপক্ষও সম্প্রতি বাঘটিকে বিশ্বের সবচেয়ে বয়সী বাঘের স্বীকৃতি দেয়। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের টাইগার ক্রিক এ্যানিমেল স্যাংচুয়ারিতে ২০০০ সাল থেকে বাঘটি বাস করছে। একটি বাঘের জীবনকাল সাধারণত ১৫-২০ বছর হয়ে থাকে।

    হােভারবাের্ডে ওড়ার রেকর্ড

    হােভারবাের্ডে করে আকাশে সবচেয়ে বেশি সময় ওড়ার রেকর্ড গড়েন । ফিলিপাইনের উদ্ভাবক কিক্সজ মেন্দিওলা। সম্প্রতি কনসেপ্টো নিকেবিয়া’ নামের তার নিজস্ব হােভারবাের্ডে করে তিনি মাটি থেকে ৩০ ফুট ওপর দিয়ে ৭ মিনিট ২২ সেকেন্ডের একটি ছােট ফ্লাইট পরিচালনা করেন। অতিক্রম করেন ২.৮৯ কিলােমিটার, যা গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পায়।

    সবচেয়ে বেশি মামলাবাজ

    ২৭ ডিসেম্বর ১৯৭৬ যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় জন্মগ্রহণ করেন জোনাথন লি রিচেস। তিনি মােটেও অন্য সবার মতাে না। কেননা আপনি তার সাথে যাই করেন না কেন তাতেই আপনার বিরুদ্ধে মামলা ঠুকে দেবেন তিনি। আর – এ কারণেই তাকে সবাই ভয়ঙ্কর মামলাবাজ’ নামেই চেনে। জোনাথন লি জীবনে প্রথম মামলাটি করে ১০ বছর বয়সে নিজের মায়ের বিরুদ্ধে। অভিযােগ ছিল তার মা তাকে যতটা যত্ন করার কথা, ততটা করেননি। তারপর থেকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে তিনি আড়াই হাজারেরও অধিক মামলা করেন। তার মামলা-মােকদ্দমা থেকে বাদ যাননি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, সাবেক অ্যাটর্নি জেনারেল জেনেট রেনাে, অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস এবং পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স এর মতাে বিখ্যাত লােকও। বিশ্বের সবচেয়ে বেশি মামলাবাজ হিসেবে গিনেস বুকেও তার নাম উঠেছে। তবে মজার বিষয় হলাে এতে তিনি খুশি না হয়ে, বরং কেন তাকে না জানিয়ে গিনেস বুকে নাম লেখা হলাে- এ অভিযােগে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের বিরুদ্ধেও মামলা করেন জোনাথন লি।

  • সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর

    সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর

    প্রশ্ন : আফ্রিকার প্রায় মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে
    উত্তর : বিষুব রেখা।

    প্রশ্ন : পৃথিবীর মােট বরফের ৯০ ভাগ যে মহাদেশে সঞ্চিত রয়েছে
    উত্তর : এন্টার্কটিকা।

    প্রশ্ন : এশিয়ার বৃহত্তম দ্বীপ
    উত্তর : বাের্নিও।

    প্রশ্ন : এশিয়ার সর্বশেষ স্বাধীন দেশ পূর্ব তিমুর যে দেশ থেকে স্বাধীনতা লাভ করে
    উত্তর : ইন্দোনেশিয়া।

    প্রশ্ন : এশিয়ার সর্ব পূর্বের বিন্দু
    উত্তর : ডেজনেভ অন্তরীপ, রাশিয়া।

    প্রশ্ন : নেপালকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ঘােষণা করা হয়
    উত্তর : ২০০৬ সালে।

    প্রশ্ন : মেমােগেট কেলেঙ্কারিতে জড়িত দেশ
    উত্তর : পাকিস্তান।

    সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর

    প্রশ্ন : পৃথিবীর সবচেয়ে বড় বৌদ্ধমূর্তি ছিল
    উত্তর : আফগানিস্তান।

    প্রশ্ন : দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশটি স্পেনীয় সাম্রাজ্যভুক্ত ছিল
    উত্তর : ফিলিপাইন।

    প্রশ্ন : মিয়ানমারের রােহিঙ্গারা নাগরিকত্ব হারায়
    উত্তর : ১৯৮২ সালে।

    প্রশ্ন : বান্দা আচেহ যে দেশে অবস্থিত
    উত্তর : ইন্দোনেশিয়া।

    প্রশ্ন : Terracotta Army যে দেশের প্রত্নবস্তু
    উত্তর : চীন।

    প্রশ্ন : যে সাগর নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে দ্বন্ধ রয়েছে
    উত্তর : দক্ষিণ চীন সাগর।

    প্রশ্ন : ইউরেশিয়ান সিটি বলা হয় যে শহরকে
    উত্তর : ইস্তানবুল।

    প্রশ্ন : কিরগিজস্তানে অবস্থিত রাশিয়ার বিমান ঘাঁটি
    উত্তর : কান্ত বিমান ঘাঁটি।

    প্রশ্ন : মার্কিন-তালেবান চুক্তি স্বাক্ষরিত হয়
    উত্তর : ২৯ ফেব্রুয়ারি ২০২০।

    সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী থেকে আরো পড়ুন

    প্রশ্ন : ব্রিটিশরা হংকং দ্বীপ লাভ করে
    উত্তর : নানকিং চুক্তির মাধ্যমে।

    প্রশ্ন : জাপান থেকে কোরিয়াকে পৃথক করেছে
    উত্তর : কোরিয়া প্রণালি।

    প্রশ্ন : ফিলিস্তিনিদের সাহায্য করার জন্য জাতিসংঘের সংস্থা
    উত্তর : UNRWA।

    প্রশ্ন : ইসরাইলের আইনসভার সদস্য সংখ্যা
    উত্তর : ১২০।

    প্রশ্ন : আব্রাহাম অ্যাকর্ডস স্বাক্ষরিত হয়
    উত্তর : ওয়াশিংটন ডিসি; ১৫ সেপ্টেম্বর ২০২০।

    প্রশ্ন : ব্যাবিলনের শূন্যউদ্যান ধ্বংস হয়
    উত্তর : পারস্য রাজ্যের সাথে যুদ্ধে; ৫১৪ : খ্রিস্টাব্দে।

    প্রশ্ন : উনিখ নিরাপত্তা সম্মেলন প্রথম অনুষ্ঠিত হয়
    উত্তর : ১৯৬৩ সালে।

    প্রশ্ন : মানবদেহের জন্য একই সাথে উপকারী ও অপকারী
    উত্তর : ওজোন গ্যাস।

    প্রশ্ন : পৃথিবীর সর্বাধিক মাত্রার দূষিত নদী
    উত্তর : সিতারাম নদী, ইন্দোনেশিয়া।

    প্রশ্ন : UNEP-এর সদর দপ্তর
    উত্তর : নাইরােবি, কেনিয়া।

    প্রশ্ন : সিয়েরা ক্লাব যে দেশভিত্তিক পরিবেশ বিষয়ক সংস্থা
    উত্তর : যুক্তরাষ্ট্র।

    প্রশ্ন : ভার্সাই চুক্তি কার্যকর হয়
    উত্তর : ১০ জানুয়ারি ১৯২০।

    প্রশ্ন : জাতিসংঘের রেডিও ওয়েভসাইটে খবর প্রচার করা হয়
    উত্তর : ৯টি ভাষায়।

    প্রশ্ন : জাতিসংঘের যে মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যান
    উত্তর : দ্যাগ হ্যামারশােল্ড।

    প্রশ্ন : UN রেডিও প্রতিষ্ঠিত হয়
    উত্তর : ১৯৪৬ সালে।

    প্রশ্ন : ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা –
    উত্তর : পিটার ইজেন।

    প্রশ্ন : MERCOSUR যে অঞ্চলের বাণিজ্যিক জোট
    উত্তর : দক্ষিণ আমেরিকা।

    প্রশ্ন : বিশ্বব্যাংক প্রথম যে দেশকে ঋণ দেয়
    উত্তর : ফ্রান্স।

    প্রশ্ন : ভৌগােলিক নির্দেশক পণ্য (GI)-এর স্বীকৃতি দেয়
    উত্তর : World Intellectual Organization (WIPO)

    প্রশ্ন : মিন্দানাউ দ্বীপটি অবস্থিত
    উত্তর : ফিলিপাইনে।

    আরো কিছু সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী

    প্রশ্ন : SIDA যে দেশভিত্তিক সাহায্য সংস্থা
    উত্তর : সুইডেন।

    প্রশ্ন : সাত ভাই দ্বীপপুঞ্জ অবস্থিত
    উত্তর : বাল এল-মান্দেব প্রণালিতে।

    প্রশ্ন : সুকাত্রা দ্বীপপুঞ্জ অবস্থিত
    উত্তর : ভারত মহাসাগরে।

    প্রশ্ন : হানিস দ্বীপপুঞ্জ নিয়ে বিরােধ আছে
    উত্তর : ইয়েমেন ও ইরিত্রিয়ার মধ্যে।

    প্রশ্ন : স্ট্যবাক জলপ্রপাত অবস্থিত
    উত্তর : সুইজারল্যান্ড।

    প্রশ্ন : পৃথিবীর গভীরতম খালের নাম
    উত্তর : পানামা খাল।

    প্রশ্ন : নিউ সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশন যে দেশভিত্তিক
    উত্তর : সুইজারল্যান্ডভিত্তিক।

    প্রশ্ন : ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম বাঙালি মহিলা
    উত্তর : আরতি সেনগুপ্ত।

    প্রশ্ন : নােবেল পুরস্কার আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়
    উত্তর : ১০ ডিসেম্বর।

    প্রশ্ন : অ্যাবেল পুরস্কার প্রদান করা হয়
    উত্তর : নরওয়ে থেকে।

    প্রশ্ন : জাতিসংঘ মানবাধিকার পুরস্কার প্রবর্তন করা হয়
    উত্তর : ১৯৬৬ সালে।

    প্রশ্ন : বিশ্বের শীর্ষ ঋণদাতা দেশ
    উত্তর : জাপান।

    প্রশ্ন : অলিম্পিক গেমসে ফুটবল খেলা অন্তর্ভুক্ত হয়
    উত্তর : প্যারিস অলিম্পিক ১৯০০।

    প্রশ্ন : COVAX কার্যক্রম শুরু করে
    উত্তর : ২০২০ সালে।

    প্রশ্ন : আর্টসখ প্রজাতন্ত্রের রাজধানী
    উত্তর : স্টেপানাকার্ট।

    প্রশ্ন : ‘ব্লাকওয়াটার’ হলাে
    উত্তর : যুক্তরাষ্ট্রের বেসরকারি নিরাপত্তা সংস্থা।

    প্রশ্ন : পৃথিবীর অন্যতম উষ্ণতম স্থান আল আজিজিয়া অবস্থিত
    উত্তর : লিবিয়া।

    প্রশ্ন : ইরানের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
    উত্তর : বুশেহর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট।

    প্রশ্ন : নেপােলিয়ন জন্মগ্রহণ করেন
    উত্তর : ফ্রান্সের কর্সিকা দ্বীপে।

  • আন্তর্জাতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরসহ কুইজ

    প্রশ্ন : তুরস্কের ‘আয়া সােফিয়া’ মসজিদটি ব্যবহৃত হতাে
    উত্তর : অর্থোডক্স গির্জা হিসেবে।

    প্রশ্ন : মসুল ও নিমরূদ নগরীর অবস্থান
    উত্তর : ইরাকে।

    প্রশ্ন : কাতারের দোহায় মার্কিন-তালেবান চুক্তি স্বাক্ষরিত হয়
    উত্তর : ২৯ ফেব্রুয়ারি ২০২০।

    প্রশ্ন : বিশ্বের শীর্ষ ক্ষমতাধর নারী
    উত্তর : অ্যাঞ্জেলা মার্কেল (জার্মানি)।

    প্রশ্ন : বিশ্বের সর্বাধিক নিউক্লিয়ার পাওয়ার রিঅ্যাক্টর রয়েছে
    উত্তর : যুক্তরাষ্ট্রে।

    প্রশ্ন : যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে সীমান্তের দৈর্ঘ্য
    উত্তর : ৩,১৪৫ কিলােমিটার।

    প্রশ্ন : বৃত্তকে ৩৬০° কোণে ভাগ করেন
    উত্তর : আসিরীয়রা।

    প্রশ্ন : দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ক্ষেত্রে সবচেয়ে কম সংশ্লিষ্ট বিষয়
    উত্তর : সংস্কৃতি।

    প্রশ্ন : সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে স্বাধীনতা লাভ করে
    উত্তর : ১৯৬৫ সালে।

    প্রশ্ন : ইস্তানবুলকে বলা হয়
    উত্তর : ইউরেশিয়ান সিটি।

    প্রশ্ন : আফগানিস্তানের সংখ্যাগরিষ্ঠ জাতিগােষ্ঠী
    উত্তর : পশতুন।

    প্রশ্ন : ইউরােপ মহাদেশের স্বাধীন দেশ
    উত্তর : ৪৮টি।

    প্রশ্ন : ভ্লাদিমির ইলিচ লেলিন ‘এপ্রিল থিসিস’ পেশ করেন
    উত্তর : ১৭ এপ্রিল ১৯১৭।

    প্রশ্ন : জর্জিয়া, আজারবাইজান ও আর্মেনিয়াকে বলা হয়
    উত্তর : ট্রান্সককেশিয়ান অঞ্চল।

    প্রশ্ন : পশ্চিম ইউরােপে ‘ট্রুম্যান ডকট্রিন’ কবে ঘােষণা করা হয়
    উত্তর : ১৯৪৭ সালে।

    আরো কিছু সাধারণ জ্ঞান পড়ুন ………………

    প্রশ্ন : থাইল্যান্ডের মুদ্রার নাম
    উত্তর : বাথ।

    প্রশ্ন : লিথুয়ানিয়ার রাজধানী
    উত্তর : ভিলনিয়াস।

    প্রশ্ন : ‘ফোকেটিং’ (Folketing) আইন সভা যে দেশের
    উত্তর : ডেনমার্ক।

    প্রশ্ন : Mein Kampf হলাে
    উত্তর : অ্যাডলফ হিটলারের আত্মজীবনী।

    প্রশ্ন : যুক্তরাজ্যের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব
    উত্তর : ভিক্টোরিয়া ক্রস।

    প্রশ্ন : আফ্রিকা ও ইউরােপকে বিভক্ত করেছে
    উত্তর : জিব্রাল্টার প্রণালি।

    প্রশ্ন : দক্ষিণ আফ্রিকার সরকারি ভাষা
    উত্তর : ১১টি।

    প্রশ্ন : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে বলা হয়
    উত্তর : Secretary of State

    প্রশ্ন : ১৯২০ সালে যুক্তরাষ্ট্রের মহিলারা ভােটাধিকার লাভ করে
    উত্তর : সংবিধানের ১৯তম সংশোধনীর মাধ্যমে।

    প্রশ্ন : ৩ সেপ্টেম্বর ১৭৮৩ যুক্তরাষ্ট্র স্বাধীনতা যুদ্ধের অবসান হয়
    উত্তর : প্যারিস চুক্তির মাধ্যমে।

    প্রশ্ন : Caravan of Death হলাে
    উত্তর : পিনোশের শাসনামলে সংঘটিত হত্যাকাণ্ড।

    প্রশ্ন : বিশ্বের পঞ্চম বৃহত্তম সীমান্ত
    উত্তর : ভারত বাংলাদেশ সীমান্ত।

    প্রশ্ন : হিটলার কর্তৃক যে দেশ আক্রমণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ
    উত্তর : পােল্যান্ড।

    প্রশ্ন : ‘দক্ষিণের রানি’ বলা হয়
    উত্তর : সিডনিকে।

    প্রশ্ন : ‘লিটল বয়’ পারমাণবিক বােমার তেজস্ক্রিয় পরমাণু ছিল
    উত্তর : ইউরেনিয়াম ২৩৫।

    এই অংশের আরো কিছু সাধারণ জ্ঞান ..

    প্রশ্ন : NPT হলাে
    উত্তর : পারমাণবিক অস্ত্রের বিস্তার রােধ চুক্তি।

    প্রশ্ন : Outer Space Treaty স্বাক্ষরিত হয়
    উত্তর : ২৭ জানুয়ারি ১৯৬৭।

    প্রশ্ন : আন্তর্জাতিক বন দিবস উদযাপিত হয়
    উত্তর : ২১ মার্চ।

    প্রশ্ন : জলবায়ু পরিবর্তনের ফলে
    উত্তর : বাতাসের উষ্ণতার পরিমাণ বাড়ছে।

    প্রশ্ন : জীববৈচিত্র সংক্রান্ত কনভেনশন কার্যকর হয়
    উত্তর : ২৯ ডিসেম্বর ১৯৯৩।

    প্রশ্ন : কিয়ােটা প্রটোকল কার্যকরের জন্য অনুমােদনের প্রয়ােজন
    উত্তর : ৫৫টি দেশের।

    প্রশ্ন : Chloroflurocarbon আবিষ্কার করেন
    উত্তর : Thomas Midgley।

    প্রশ্ন : জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ
    উত্তর : ফিলিস্তিন ও ভ্যাটিকান সিটি।

    প্রশ্ন : আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত অবস্থিত
    উত্তর : নেদারল্যান্ডসে।

    প্রশ্ন : UN Radio প্রতিষ্ঠিত হয়
    উত্তর : ১৯৪৬ সালে।

    প্রশ্ন : ইসলামি সহযােগিতা সংস্থার (OIC) দাপ্তরিক ভাষা
    উত্তর : ৩টি।

    প্রশ্ন : The Truths We Hold আত্মজীবনীর রচয়িতা
    উত্তর : কমলা হ্যারিস।

    প্রশ্ন : লন্ডনের বিখ্যাত মাদাম তুসাের মােমের জাদুঘরের ২৩তম স্থাপিত হয়
    উত্তর : ভারতের দিল্লিতে; ২০১৭ সালে।

    প্রশ্ন : পাবলাে পিকাসাের জন্মস্থান
    উত্তর : স্পেনের মালাগায়।

  • সেপ্টেম্বর মাসের জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহ

    সেপ্টেম্বর মাসের জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহ নিয়ে নিচে আলোচনা করা হলো। এছাড়াও নতুন শেখ রাসেল দিবস, মৈত্রী দিবস ও জাতিসংঘ ঘোষিত দুই দিবস নিয়ে নিচে আলোচনা করা হয়েছে।

    ০৩ সেপ্টেম্বরআন্তর্জাতিক CEDAW দিবস।
    ০৪ সেপ্টেম্বরআন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস (সেপ্টেম্বর মাসের প্রথম শনিবার)।
    ০৪ সেপ্টেম্বরবিশ্ব দাড়ি দিবস (সেপ্টেম্বর মাসের প্রথম শনিবার)।
    ০৫ সেপ্টেম্বরআন্তর্জাতিক মানবহিতৈষী দিবস।
    ০৫ সেপ্টেম্বরওয়ার্ল্ড স্পাইন ইনজরি ডে।
    ০৬ সেপ্টেম্বরডায়াবেটিস সেবা দিবস।
    ০৭ সেপ্টেম্বরনীলাকাশের জন্য নির্মল বায়ুর আন্তর্জাতিক দিবস।
    ০৮ সেপ্টেম্বরবিশ্ব ফিজিওথেরাপি দিবস। প্রতিপাদ্য- লং কোভিড এবং পুনর্বাসন।
    ০৮ সেপ্টেম্বরআন্তর্জাতিক সাক্ষরতা দিবস। প্রতিপাদ্য- মানবকেন্দ্রিক পুনরুদ্ধারের জন্য সাক্ষরতা: ডিজিটাল বিভাজন কমিয়ে আনা।
    ০৯ সেপ্টেম্বরআক্রমণ থেকে শিক্ষা রক্ষার আন্তর্জাতিক দিবস।
    ১০ সেপ্টেম্বরবিশ্ব আত্মহত্যা প্রতিরােধ দিবস। প্রতিপাদ্য- কর্মের মাধ্যমে আশা তৈরি করা।
    ১২ সেপ্টেম্বরজাতিসংঘ দক্ষিণ-দক্ষিণ সহযােগিতায় দিবস।
    ১৫ সেপ্টেম্বরআন্তর্জাতিক গণতন্ত্র দিবস। প্রতিপাদ্য– ভবিষ্যৎ সংকট মােকাবিলায় গণতান্ত্রিক স্থিতিশীলতা জোরদার করা।
    ১৬ সেপ্টেম্বরবিশ্ব ওজোন দিবস। প্রতিপাদ্য— মন্ট্রিল প্রটোকল মেনে ওজোনস্তর রক্ষা করি, নিরাপদ খাদ্য ও প্রতিষেধকের শীতল বিশ্ব গড়ি।
    ১৭ সেপ্টেম্বরবিশ্ব রােগী সুরক্ষা দিবস।
    ১৭ সেপ্টেম্বরবিশ্ব সাইক্লিং দিবস।
    ১৭ সেপ্টেম্বরঐতিহাসিক শিক্ষা দিবস।
    ১৮ সেপ্টেম্বরআন্তর্জাতিক সমান বেতন দিবস।
    ১৮ সেপ্টেম্বরআন্তর্জাতিক উপকূল পরিচ্ছন্নতা দিবস।
    ১৯ সেপ্টেম্বরআন্তর্জাতিক সর্প দংশন সচেতনতা দিবস। প্রতিপাদ্য—বাংলাদেশে সর্পদংশন মােকাবিলা।
    ২১ সেপ্টেম্বরআন্তর্জাতিক শান্তি দিবস। প্রতিপাদ্য- সমতার সঙ্গে ভালাে কিছু পুনরুদ্ধারকে টেকসই করে রাখা।
    ২১ সেপ্টেম্বরবিশ্ব আলঝেইমার দিবস।
    ২২ সেপ্টেম্বরক্রনিক মায়েলয়েড লিউকেমিয়া সচেতনতা দিবস।
    ২২ সেপ্টেম্বরবিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। প্রতিপাদ্য- গণপরিবহনে ও হেঁটে চলি, ব্যক্তিগত গাড়ি সীমিত করি।
    ২৩ সেপ্টেম্বরআন্তর্জাতিক ইশারা ভাষা দিবস।
    ২৬ সেপ্টেম্বরবিশ্ব নদী দিবস (সেপ্টেম্বর মাসের চতুর্থ রবিবার)।
    ২৬ সেপ্টেম্বরপারমাণবিক অস্ত্র সম্পূর্ণ বর্জনের জন্য আন্তর্জাতিক দিবস।
    ২৭ সেপ্টেম্বরবিশ্ব পর্যটন দিবস।
    ২৮ সেপ্টেম্বরআন্তর্জাতিক তথ্য অধিকার দিবস।
    ২৮ সেপ্টেম্বরবিশ্ব জলাতঙ্ক দিবস।
    ২৯ সেপ্টেম্বরখাদ্য নষ্ট ও অপচয় সম্পর্কে আন্তর্জাতিক সচেতনতা দিবস।
    ৩০ সেপ্টেম্বরআন্তর্জাতিক অনুবাদ দিবস।
    ৩০ সেপ্টেম্বরবিশ্ব নৌ দিবস (সেপ্টেম্বর মাসের শেষ বৃহস্পতিবার)।

    শেখ রাসেল দিবস

    এখন থেকে প্রতিবছর ১৮ অক্টোবর ‘শেখ রাসেল দিবস’ পালিত হবে। ২৩ আগস্ট ২০২১ মনিসভার বৈঠকে শেখ রাসেল দিবস ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালনের বিষয়ে অনুমােদন দেয়া হয়। এরপর ২৬ আগস্ট ২০২১ তা গেজেট আকারে প্রকাশ করা হয়।

    এই বিভাগের আরো পোস্ট :

    মৈত্রী দিবস

    ১৬ ডিসেম্বর ১৯৭১ বিশ্বের প্রথম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ভুটান। আর এর ঠিক পরপরই দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ভারত। ২০২১ সালে মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী বর্ষে সেই ৬ ডিসেম্বর বাংলাদেশ ও ভারত যৌথভাবে মৈত্রী দিবস’ পালন করবে।

    জাতিসংঘ ঘােষিত দুই দিবস

    জাতিসংঘ সাধারণ পরিষদ (UNCA) দুটি আন্তর্জাতিক দিবস পালনের লক্ষ্যে ৩০ আগস্ট ২০২১ রেজুলেশন গ্রহণ করে। দিবস দুটি হলাে

    • ২ ফেব্রুয়ারি : বিশ্ব জলাভূমি দিবস।
    • ৭ অক্টোবর : বিশ্ব তুলা দিবস।
  • অক্টোবর মাসের জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহ

    অক্টোবর মাসের জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহ নিয়ে নিচে আলোচনা করা হলো। এছাড়াও সচেতনতা মাস ও গুরুত্বপূর্ণ সপ্তাহ নিয়ে নিচে আলোচনা করা হয়েছে।

    ০১ অক্টোবরবিশ্ব নিরামিষ দিবস।
    ০১ অক্টোবরবিশ্ব হাসি দিবস (World Smile Day) (অক্টোবর মাসের প্রথম শুক্রবার)।
    ০১ অক্টোবরআন্তর্জাতিক প্রবীণ দিবস। প্রতিপাদ্য— ডিজিটাল সমতা সকল বয়সের প্রাপ্যতা।
    ০২ অক্টোবরজাতীয় উৎপাদনশীলতা দিবস। প্রতিপাদ্য— অপ্রতিরােধ্য অগ্রযাত্রায় উৎপাদনশীলতা।
    ০২ অক্টোবরজাতীয় পথশিশু দিবস।
    ০২ অক্টোবরআন্তর্জাতিক অহিংস দিবস।
    ০৪ অক্টোবরবিশ্ব প্রাণী দিবস।
    ০৪ অক্টোবরবিশ্ব বসতি দিবস (অক্টোবর মাসের প্রথম সােমবার)। প্রতিপাদ্য— নগরীয় কর্মপন্থা প্রয়ােগ করি, কার্বন মুক্ত বিশ্ব গড়ি।
    ০৫ অক্টোবরবিশ্ব শিক্ষক দিবস। প্রতিপাদ্য- শিক্ষা পুনরুদ্ধারের কেন্দ্রবিন্দুতে শিক্ষক।
    ০৭ অক্টোবরবিশ্ব তুলা দিবস। প্রতিপাদ্য— Cotton is Good.
    ০৮ অক্টোবরবিশ্ব ডিম দিবস (অক্টোবর মাসের দ্বিতীয় শুক্রবার)। প্রতিপাদ্য— প্রতিদিন ডিম খাই, রােগ প্রতিরােধ ক্ষমতা বাড়াই।
    ০৯ অক্টোবরবিশ্ব পরিযায়ী পাখি দিবস। প্রতিপাদ্য– পাখির মতাে গান গাই, উড়ে যাই সুউচ্চ দিগন্তে।
    ০৯ অক্টোবরবিশ্ব ডাক দিবস। প্রতিপাদ্য- ইনােভেট টু রিকভার’ তথা পুনরুদ্ধারে উদ্ভাবন।
    ০৯ অক্টোবরবিশ্ব হসপিস ও প্যালিয়েটিভ কেয়ার দিবস (অক্টোবর মাসের দ্বিতীয় শনিবার)।
    ০৯ অক্টোবরজাতীয় তামাকমুক্ত দিবস। প্রতিপাদ্য- জীবন বাঁচাতে তামাক ছাড়ি—তামাক কোম্পানির আগ্রাসন প্রতিহত করি।
    ১০ অক্টোবরবিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। প্রতিপাদ্য– অসম বিশ্বে মানসিক স্বাস্থ্য।
    ১০ অক্টোবরশহীদ জেহাদ দিবস।
    ১০ অক্টোবরস্তন ক্যান্সার সচেতনতা দিবস। প্রতিপাদ্য- স্ক্রিনিং জীবন বাঁচায়।

    অক্টোবর মাসের জাতীয় ও আন্তর্জাতিক আরো কিছু দিবস

    ১১ অক্টোবরআন্তর্জাতিক কন্যাশিশু দিবস। প্রতিপাদ্য– ডিজিটাল প্রজন্মই, আমাদের প্রজন্ম।
    ১২ অক্টোবরবিশ্ব আর্থাইটিস দিবস। প্রতিপাদ্য— আর দেরি নয়, আর্থাইটিস চিকিৎসার এখনই সময়।
    ১৩ অক্টোবরআন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। প্রতিপাদ্য— দুর্যোগ ঝুঁকি হ্রাসে, কাজ করি একসাথে। স্লোগান মুজিববর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি।
    ১৩ অক্টোবরবিশ্ব থ্রম্বােসিস দিবস। প্রতিপাদ্য- থ্রম্বােসিসের ব্যাপারে সজাগ থাকা।
    ১৪ অক্টোবরবিশ্ব মান দিবস। প্রতিপাদ্য- সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে মান।
    ১৪ অক্টোবরবিশ্ব দৃষ্টি দিবস (অক্টোবর মাসের দ্বিতীয় বৃহস্পতিবার)। প্রতিপাদ্য- আপনার চোখকে (দৃষ্টিকে) ভালােবাসুন।

    অক্টোবর মাসের জাতীয় ও আন্তর্জাতিক আরো কিছু দিবস

    ১৫ অক্টোবরবিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস। প্রতিপাদ্য- ডিজিটাল সাদাছড়ি, নিরাপদে পথ চলি।
    ১৫ অক্টোবরবিশ্ব হাতধােয়া দিবস। প্রতিপাদ্য- আমাদের হাতে আমাদের ভবিষ্যৎ, চলাে একসঙ্গে এগিয়ে চলি।
    ১৫ অক্টোবরআন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস। প্রতিপাদ্য— সবার জন্য ভালাে খাদ্য চাষ করেন গ্রামীণ নারী।
    ১৬ অক্টোবরবিশ্ব খাদ্য দিবস। প্রতিপাদ্য- আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ ভালাে উৎপাদনে ভালাে পুষ্টি, আর ভালাে পরিবেশেই উন্নত জীবন।
    ১৬ অক্টোবরবিশ্ব অ্যানেসথেশিয়া দিবস।
    ১৬ অক্টোবরবিশ্ব মেরুদণ্ড দিবস।
    ১৭ অক্টোবরআন্তর্জাতিক দারিদ্র্য বিমােচন দিবস। প্রতিপাদ্য- দারিদ্র্যের অবসান, আমাদের পৃথিবী এবং সবার প্রতি। সম্মান : এক সঙ্গে গড়ি আগামী।
    ১৭ অক্টোবরবিশ্ব ট্রমা দিবস।
    ২০ অক্টোবরবিশ্ব পরিসংখ্যান দিবস।
    ২০ অক্টোবরবিশ্ব অস্টিওপােরােসিস (হাড় ক্ষয়) দিবস।
    ২১ অক্টোবরআন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস (অক্টোবর মাসের তৃতীয় বৃহস্পতিবার)।
    ২২ অক্টোবরজাতীয় নিরাপদ সড়ক দিবস। প্রতিপাদ্য— গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রােধ করি।
    ২৪ অক্টোবরজাতিসংঘ দিবস।
    ২৪ অক্টোবরবিশ্ব তথ্য উন্নয়ন দিবস।
    ২৪ অক্টোবরআন্তর্জাতিক মিঠা পানির ডলফিন দিবস।
    ২৫ অক্টোবরবিশ্ব অডিওভিস্যুয়াল হেরিটেজ দিবস।
    ৩১ অক্টোবরবিশ্ব নগর দিবস।
    ৩১ অক্টোবরবিশ্ব মিতব্যয়িতা দিবস।