Author: admin

  • সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলি থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর

    সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলি থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো। আশা করি আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই উপকারী হবে। ইনশাল্লাহ!

    প্রশ্ন : মার্কিন মহাকাশযান Perseverance মঙ্গলগ্রহে অবতরণ করে
    উত্তর : ১৮ ফেব্রুয়ারি ২০১১।

    এই বিভাগের আরো পোস্ট :

    প্রশ্ন : ‘এলাম, দেখলাম, জয় করলাম” কথাটি বলেছেন
    উত্তর : জুলিয়াস সিজার।

    প্রশ্ন : ফিলিস্তিনিদের মাতৃভূমিতে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়
    উত্তর : ১৯৪৮ সালে।

    প্রশ্ন : নব্যপ্রস্তর যুগের সবচেয়ে বড় আবিষ্কার
    উত্তর : আগুন।

    প্রশ্ন : ‘ইন্ডিয়া হাউজ অবস্থিত
    উত্তর : যুক্তরাজ্যে।

    প্রশ্ন : পূর্ব তিমুরের স্বাধীনতা সংগ্রামের নেতার নাম
    উত্তর : জানানা গুসামাও।

    প্রশ্ন : উজবেকিস্তানের মুদ্রার নাম
    উত্তর : সোম।

    প্রশ্ন : পৃথিবীর বৃহত্তম মহাদেশ
    উত্তর : এশিয়া।

    প্রশ্ন : হিটলারের দলের নাম
    উত্তর : জার্মান ফ্যাসিবাদী দল।

    প্রশ্ন : নিকারাগুয়ার রাজধানীর নাম
    উত্তর : মানাগুয়া।

    প্রশ্ন : মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট
    উত্তর : জো বাইডেন।

    প্রশ্ন : সেনেগাল যে দেশের উপনিবেশ ছিল
    উত্তর : ফ্রান্স।

    প্রশ্ন : প্রথম অলিম্পিক গেমস্ অনুষ্ঠিত হয়
    উত্তর : ১৮৯৬ সালে (গ্রিসের এথেন্সে)।

    প্রশ্ন : চে-গুয়েভারা যে দেশে জন্মগ্রহণ করেন
    উত্তর : আর্জেন্টিনা।

    প্রশ্ন : ওয়াটার লু যুদ্ধে পরাজিত হয়েছিলেন
    উত্তর : নেপোলিয়ান।

    প্রশ্ন : ন্যাটোভুক্ত মুসলিম দেশ
    উত্তর : ২টি (আলবেনিয়া ও তুরস্ক)।

    প্রশ্ন : CNN যে দেশের সংবাদসংস্থা
    উত্তর : যুক্তরাষ্ট্র।

    প্রশ্ন : কিয়োটো প্রটোকল স্বাক্ষরিত হয়
    উত্তর : ১১ ডিসেম্বর ১৯৯৭।

    প্রশ্ন : জাতিসংঘ দিবস পালিত হয়
    উত্তর : ২৪ অক্টোবর।

    সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলি থেকে আরো কিছু প্রশ্ন ও উত্তর

    প্রশ্ন : NAFTA এর পূর্ণ রূপ
    উত্তর : North American Free Trade Agreement.

    প্রশ্ন : বিশ্বের জনপ্রতি বনভূমির পরিমাণ
    উত্তর : ০.৬৪ হেক্টর।

    প্রশ্ন : পৃথিবীর বৃহত্তম হীরক খনি
    উত্তর : কিম্বার্লি।

    প্রশ্ন : ইংলিশ চ্যানেল সংযুক্ত করেছে
    উত্তর : উত্তর সাগর ও আটলান্টিক মহাসাগরকে।

    প্রশ্ন : শীতল মরুভূমি নামে পরিচিত
    উত্তর : লাদাখ মরুভূমি।

    প্রশ্ন : “The God of Small Things’ শীর্ষক উপন্যাসের রচয়িতা
    উত্তর : অরুন্ধতী রায়।

    প্রশ্ন : আন্তর্জাতিক শ্রম সংস্থা নোবেল পুরস্কার পেয়েছিল
    উত্তর : ১৯৬৯ সালে।

    প্রশ্ন : বিশ্বকাপ ফুটবলে সর্বাধিক ফাইনাল খেলা দল
    উত্তর : জার্মানি।

    প্রশ্ন : আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়
    উত্তর : ৮ মার্চ।

    প্রশ্ন : মালদ্বীপের প্রধান ভাষা
    উত্তর : দিভেহী।

    প্রশ্ন : বাকিংহাম প্রাসাদে বাস করেন
    উত্তর : ব্রিটেনের রানি।

    প্রশ্ন : ডিমোস যে গ্রহের উপগ্রহ
    উত্তর : মঙ্গল।

    প্রশ্ন : মহাকাশে প্রথম আনন্দ ভ্রমণকারী
    উত্তর : ডেনিস টিটো।

    প্রশ্ন : অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন
    উত্তর : ভি, আই, লেনিন ।

    প্রশ্ন : সালভাদর ডলি ছিলেন একজন
    উত্তর : চিত্রশিল্পী।

    প্রশ্ন : ‘মেক্সিকো যে মহাদেশের অন্তর্ভুক্ত
    উত্তর : উত্তর আমেরিকা।

  • সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলি থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর

    সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলি থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো। আশা করি আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই উপকারী হবে। ইনশাল্লাহ!

    প্রশ্ন : প্রথম আরব নারী হিসেবে মহাকাশে যাত্রার জন্য নির্বাচিত হয়েছেন
    উত্তর : নোরা মাতরোশি।

    এই বিভাগের আরো পোস্ট :http://nasir

    প্রশ্ন : মনুষ্য নির্মিত বিশ্বের সর্ববৃহৎ স্থাপনা
    উত্তর : চীনের মহাপ্রাচীর।

    প্রশ্ন : ম্যাকাও যে দেশের উপনিবেশ ছিল
    উত্তর : পর্তুগাল।

    প্রশ্ন : রাশিয়ার মুদ্রার নাম
    উত্তর : রুবল।

    প্রশ্ন : ‘যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন”- উক্তিটি করেছেন
    উত্তর : জার্মানির সাবেক চ্যান্সেলর এডলফ হিটলার।

    প্রশ্ন : পৃথিবীর উচ্চতম রাজধানীর নাম
    উত্তর : লাপাজ।

    প্রশ্ন : ‘পাবলো পিকাসো ছিলেন
    উত্তর : একজন চিত্রশিল্পী।

    প্রশ্ন : জাপানের হিরোশিমায় পারমাণবিক বোমা ফেলা হয়
    উত্তর : ৬ আগস্ট ১৯৪৫ (লিটল বয়)।

    প্রশ্ন : ফরাসি বিপ্লবের শিশু বলা হয়
    উত্তর : নেপোলিয়নকে।

    প্রশ্ন : মিয়ানমারের রাখাইনের পূর্ব নাম
    উত্তর : আরাকান।

    প্রশ্ন : ‘সুনামি’ শব্দটি এসেছে
    উত্তর : জাপানি ভাষা থেকে।

    প্রশ্ন : ডেইলি ডন পত্রিকা যে দেশ থেকে প্রকাশিত হয়
    উত্তর : পাকিস্তান।

    প্রশ্ন : ‘লীগ অব নেশনস’ বিলুপ্ত হয়
    উত্তর : ১৯৪৬ সালে ।

    প্রশ্ন : পৃথিবীর মোট আয়তনের বনভূমি দ্বারা আবৃত
    উত্তর : ৩১ শতাংশ

    প্রশ্ন : সবচেয়ে ছোটো পাখির নাম
    উত্তর : হামিংবার্ড।

    প্রশ্ন : গোবি মরুভূমি অবস্থিত
    উত্তর : মঙ্গোলিয়ায়।

    প্রশ্ন : টেস্ট ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ রানের অধিকারী
    উত্তর : ব্রায়ান লারা (৪০০ ন.আ.)।

    প্রশ্ন : ডেনমার্কের আইনসভার নাম
    উত্তর : ফোকেটিং।

    প্রশ্ন : পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ
    উত্তর : আফ্রিকা।

    প্রশ্ন : যে আন্তর্জাতিক সংস্থার পতাকায় জলপাই গাছ দেখা যায়
    উত্তর : জাতিসংঘ।

    সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলি থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর

    প্রশ্ন : কামাল আতাতুর্ক যে দেশের নেতা ছিলেন
    উত্তর : তুরস্ক।

    প্রশ্ন : পৃথিবীর বৃহত্তম সবুজ বনাঞ্চল
    উত্তর : আমাজান।

    প্রশ্ন : বিশ্বে মত্স্য উৎপাদনে শীর্ষ দেশ
    উত্তর : চীন (দ্বিতীয়-ভারত)।

    প্রশ্ন : ‘ধবলগিরি’ পর্বত যে দেশে অবস্থিত
    উত্তর : নেপাল।

    প্রশ্ন : UNICEF- এর বর্তমান সম্পূর্ণ নাম
    উত্তর : United Nations Children’s Fund.

    প্রশ্ন : আফগানিস্তানের প্রধান ভাষা
    উত্তর : পশতু।

    প্রশ্ন : নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়
    উত্তর : প্রতি বছরের ১০ ডিসেম্বর (আলফ্রেড নোবেলের মৃত্যু দিবস)।

    প্রশ্ন : ‘মাই লাইফ’ গ্রন্থের রচয়িতা
    উত্তর : বিল ক্লিনটন।

    প্রশ্ন : এশিয়া ও ইউরোপ মহাদেশকে পৃথক করেছে যে প্রণালি
    উত্তর : বসফরাস প্রণালি।

    প্রশ্ন : আমলাতন্ত্রের প্রবক্তা
    উত্তর : ম্যাক্স ওয়েবার।

    প্রশ্ন : ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলে
    উত্তর : হোয়াইট হল।

    প্রশ্ন : সকাল বেলার শান্তি বলা হয়
    উত্তর : কোরিয়াকে।

    প্রশ্ন : সূর্যের আয়তন পৃথিবী অপেক্ষা বড়
    উত্তর : ১.৩ মিলিয়ন গুণ।

    প্রশ্ন : ধরিত্রী সম্মেলন যে শহরে অনুষ্ঠিত হয়
    উত্তর : রিও ডি জেনেরিও।

    প্রশ্ন : আয়তনে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় দেশ
    উত্তর : সৌদি আরব।

  • আন্তর্জাতিক বিষয়াবলি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

    প্রশ্ন : সম্প্রতি সময়ে সুয়েজ খালে আটকে পড়া জাহাজের নাম
    উত্তর : এভার গিভেন।

    এই বিভাগের আরো পোস্ট :

    প্রশ্ন : রােমান সভ্যতার বড় অবদান ছিল
    উত্তর : আইনের ক্ষেত্রে।

    প্রশ্ন : আয়তনে এশিয়ার বৃহত্তম দেশ
    উত্তর : চীন।

    প্রশ্ন : আফগানিস্তানের শেষ রাজা বা বাদশাহ
    উত্তর : জহির শাহ।

    প্রশ্ন : মালয়েশিয়া যে দেশের উপনিবেশ ছিল
    উত্তর : ব্রিটেন।

    প্রশ্ন : জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল হয়
    উত্তর : ৫ আগস্ট ২০১৯ সালে।

    প্রশ্ন : আলজেরিয়ার রাজধানীর নাম
    উত্তর : আলজিয়ার্স।

    প্রশ্ন : বিশ্বের দীর্ঘতম পর্বতশ্রেণি
    উত্তর : আন্দিজ পর্বতমালা ।

    প্রশ্ন : জাতিসংঘের মূল অঙ্গসংস্থা
    উত্তর : ৬টি।

    প্রশ্ন : “জিব্রাল্টার প্রণালি’ যে দুটো দেশকে পৃথক করেছে
    উত্তর : মরক্কো ও স্পেন।

    প্রশ্ন : আমাদের উপমহাদেশের যে বিজ্ঞানী প্রথম নােবেল পুরস্কার পেয়েছেন
    উত্তর : সিভি রমন।

    প্রশ্ন : আকান যে দেশের ভাষা
    উত্তর : ঘানা।

    প্রশ্ন : ইন্ডিয়া হাউজ যে দেশে অবস্থিত
    উত্তর : লন্ডন।

    আন্তর্জাতিক বিষয়াবলি থেকে আরো কিছু সাধারণ জ্ঞান

    প্রশ্ন : ‘IMF এর পূর্ণ রূপ
    উত্তর : International Monetary Fund.

    প্রশ্ন : উজবেকিস্তানের মুদ্রার নাম
    উত্তর : সােম।

    প্রশ্ন : ওআইসি প্রতিষ্ঠিত হয়
    উত্তর : ১৯৬৯ সালে।

    প্রশ্ন : অলিম্পিক মিউজিয়াম অবস্থিত
    উত্তর : সুইজারল্যান্ডে।

    প্রশ্ন : “সিদ্ধার্থ’ গ্রন্থের রচয়িতা
    উত্তর : হারমাস হেস।

    প্রশ্ন : প্রথম এটম বােমা ফাটানাে হয়
    উত্তর : ১৯৪৫ সালে।

    প্রশ্ন : ‘আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস পালিত হয়
    উত্তর : ১৬ সেপ্টেম্বর।

    প্রশ্ন : মহাকাশযাত্রীদেরকে বলা হয়
    উত্তর : Cosmonauts.

    প্রশ্ন : মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় দিবস
    উত্তর : ৪ জুলাই।

    প্রশ্ন : মাওরি যে দেশের অধিবাসী
    উত্তর : নিউজিল্যান্ড।

    প্রশ্ন : ইউনিটা যে দেশের গেরিলা সংগঠন
    উত্তর : এঙ্গোলা।

    প্রশ্ন : প্রাকৃতিক গ্যাসের উৎপত্তি হয়
    উত্তর : জীবাশ্ম থেকে।

    প্রশ্ন : ‘আরবের নাইটিঙ্গেল’ বলা হয়
    উত্তর : উম্মে কুলসুমকে।

    প্রশ্ন : যুক্তরাজ্য হংকংকে চীনের কাছে হস্তান্তর করে
    উত্তর : ১৯৯৭ সালে।

    প্রশ্ন : আমলাতন্ত্রের প্রধান প্রবক্তা
    উত্তর : ম্যাক্স ওয়েবার।

    প্রশ্ন : কিয়ােটো চুক্তির মূল বিষয়
    উত্তর : উষ্ণতা হ্রাস।

    প্রশ্ন : ‘মেসােপটেমিয়া যে দেশের পূর্বনাম
    উত্তর : ইরাক।

    প্রশ্ন : মিশর ও ইসরায়েলের মধ্যে ১৯৭৮ সালে যে চুক্তি সম্পাদিত হয়
    উত্তর : ক্যাম্প ডেভিড চুক্তি।

    প্রশ্ন : ফক্স নিউজ চ্যানেলটি
    উত্তর : যুক্তরাষ্ট্রভিত্তিক।

    প্রশ্ন : জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) সদর দপ্তর অবস্থিত
    উত্তর : রােম।

    প্রশ্ন : ‘আচেহ’ প্রদেশটি যে দেশের অংশ
    উত্তর : ইন্দোনেশিয়া ।

    প্রশ্ন : প্রথম ‘চাকা’ এর ব্যবহার প্রচলন হয়
    উত্তর : সুমেরীয় সভ্যতায়।

    প্রশ্ন : ‘আকিয়াব’ সমুদ্রবন্দর অবস্থিত
    উত্তর : মিয়ানমারে ।

    প্রশ্ন : পৃথিবীর নিমজ্জমান নগরী নামে পরিচিত
    উত্তর : ভেনিস।

  • আন্তর্জাতিক বিষয়াবলি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

    প্রশ্ন : কসােভাের নতুন নির্বাচিত প্রেসিডেন্টের নাম
    উত্তর : ভিজোসা ওসমানি।

    এই বিভাগের আরো পোস্ট :

    প্রশ্ন : মহাকাশে প্রথম নারী পর্যটকের নাম
    উত্তর : আনুশেহ আনসারি ।

    প্রশ্ন : প্রথম কৃত্রিম উপগ্রহ উড্ডয়ন করে
    উত্তর : রাশিয়া।

    প্রশ্ন : সবুজ গ্রহ’ বলা হয়
    উত্তর : ইউরেনাসকে।

    প্রশ্ন : আন্তর্জাতিক শিশু দিবস পালন করা হয়
    উত্তর : ১ লা জুন।

    প্রশ্ন : সার্ক জ্বালানি কেন্দ্র স্থাপিত
    উত্তর : পাকিস্তানে।

    প্রশ্ন : জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী প্রথম গঠিত হয়
    উত্তর : ১৯৪৮।

    প্রশ্ন : ওজোন স্তরে সবচেয়ে বেশি ক্ষতি করে
    উত্তর : ক্লোরিন গ্যাস।

    প্রশ্ন : ‘পিং পং’ এর অর্থ হচ্ছে
    উত্তর : টেবিল টেনিস।

    প্রশ্ন : ওপেকভুক্ত অ-আরব মুসলিম দেশ
    উত্তর : ইরান।

    প্রশ্ন : ইসরায়েল রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা
    উত্তর : থিওডাের হার্জেল।

    প্রশ্ন : The Asian Drama’-গ্রন্থের লেখক
    উত্তর : গুনার মিরডাল।

    প্রশ্ন : ন্যায়পাল প্রতিষ্ঠানটির উদ্ভব হয়
    উত্তর : সুইডেনে।

    আন্তর্জাতিক বিষয়াবলি থেকে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান

    প্রশ্ন : মহামন্দা মােকাবিলার জন্য যে মার্কিন প্রেসিডেন্ট “নিউ ডিল’ ব্যবস্থা প্রবর্তন করেন
    উত্তর : ফ্রাঙ্কলিন রুজভেল্ট।

    প্রশ্ন : জুলু উপজাতি বাস করে
    উত্তর : দক্ষিণ আফ্রিকায়।

    প্রশ্ন : মানবাধিকার চুক্তি স্বাক্ষরিত ও স্বীকৃত হয়েছিল
    উত্তর : ১৯৪৮ সালে।

    প্রশ্ন : দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব-পশ্চিম দ্বন্দ্বের ফলে সৃষ্ট পূর্বের অর্থনৈতিক জোটটির নাম ছিল
    উত্তর : কমেকন।

    প্রশ্ন : লােহিত সাগর যে দুটি মহাদেশকে আলাদা করেছে
    উত্তর : আফ্রিকা ও এশিয়া মহাদেশকে।

    প্রশ্ন : কারবালা শহরটি অবস্থিত
    উত্তর : ইরাকের ফোরাত নদীর তীরে।

    প্রশ্ন : দক্ষিণ আফ্রিকার প্রধান আদিবাসীদের নাম
    উত্তর : জুলু।

    প্রশ্ন : ‘U-Boats’ মিসাইল যে দেশের নৌবাহিনীর অন্তর্ভুক্ত ছিল
    উত্তর : জার্মানি (প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহার করে)।

    প্রশ্ন : নিউইয়র্কের টুইন টাওয়ারের ধ্বংসস্তুপ অঞ্চলটি এখন যে নামে পরিচিত
    উত্তর : গ্রাউন্ড জিরাে ।

    প্রশ্ন : নেপালের রাজতন্ত্রের বিলুপ্তি ঘটে
    উত্তর : ২০০৮ সালে।

    প্রশ্ন : বিশ্ব ধরিত্রী দিবস পালিত হয়
    উত্তর : ২২ এপ্রিল।

    প্রশ্ন : এশীয় উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয়
    উত্তর : ম্যানিলা।

    প্রশ্ন : ২০১৯ আইসিসি ক্রিকেট বিশ্বকাপের উদ্বাধনী খেলা অনুষ্ঠিত হয়েছিল
    উত্তর : লর্ডস, ইংল্যান্ড।

    প্রশ্ন : ইউরােপের সবচেয়ে কম ঘসতিপূর্ণ দেশ
    উত্তর : আইসল্যান্ড।

    প্রশ্ন : জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের
    উত্তর : ৮ম দেশ।

    প্রশ্ন : জাতিসংঘ বিশ্ববিদ্যালয় অবস্থিত
    উত্তর : জাপানে।

    প্রশ্ন : দক্ষিণ এশিয়ার শিক্ষার হার সর্বোচ্চ
    উত্তর : মালদ্বীপে।

    প্রশ্ন : মার্কসবাদের প্রণেতা কার্ল মার্কসের জন্ম
    উত্তর : জার্মানি।

    প্রশ্ন : পৃথিবীর দীর্ঘতম নদী
    উত্তর : নীলনদ।

    প্রশ্ন : বিশ্বের উষ্ণতা রােধের জন্য স্বাক্ষরিত চুক্তি
    উত্তর : কিয়ােটো চুক্তি।

    প্রশ্ন : IPCC এর পূর্ণরূপ
    উত্তর : Intergovernmental Panel on Climate Change.

    প্রশ্ন : ‘সীমান্ত গান্ধী” নামে পরিচিত
    উত্তর : খান আবদুল গাফফার খান।

    প্রশ্ন : একদিনের ক্রিকেট শুরু হয়
    উত্তর : ৫ জানুয়ারি ১৯৭১।

  • ডিসেম্বর মাসের জাতীয় ও আন্তর্জাতিক দিবস ও প্রতিপাদ্য বিষয়

    ডিসেম্বর মাসের জাতীয় ও আন্তর্জাতিক দিবস ও প্রতিপাদ্য বিষয় নিয়ে নিচে আলোচনা করা হলো। এছাড়াও ডিসেম্বর মাসের সচেতনতা মাস ও গুরুত্বপূর্ণ সপ্তাহ নিয়ে নিচে আলোচনা করা হয়েছে।

    ডিসেম্বর মাসের জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহ

    ০১ ডিসেম্বরবিশ্ব এইডস দিবস। প্রতিপাদ্য- সমতার বাংলাদেশ, এইডস ও অতিমারি হবে শেষ।
    ০১ ডিসেম্বরমুক্তিযােদ্ধা দিবস
    ০২ ডিসেম্বরআন্তর্জাতিক দাসতৃবিলােপ দিবস। প্রতিপাদ্য- দাসত্ব বর্ণবাদের উত্তরাধিকার বিলােপ বৈশ্বিক
    ন্যায়বিচারের জন্য বাধ্যতামূলক
    ০৩ ডিসেম্বর৩০তম আন্তর্জাতিক ও ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস। প্রতিপাদ্য— কোভিড়ােত্তর বিশ্বের টেকসই উন্নয়ন, প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও অংশগ্রহণ।
    ০৪ ডিসেম্বরজাতীয় বস্ত্র দিবস। প্রতিপাদ্য- বস্ত্রখাতের বিশ্বায়ন: বাংলাদেশের উন্নয়ন।
    ০৪ ডিসেম্বরআন্তর্জাতিক ব্যাংক দিবস
    ০৫ ডিসেম্বরবিশ্ব মৃত্তিকা দিবস। প্রতিপাদ্য- লবণাক্ততা রােধ করি, মাটির উৎপাদনশীলতা বৃদ্ধি করি।
    ০৫ ডিসেম্বরআন্তর্জাতিক নিনজা দিবস।
    ০৫ ডিসেম্বরআন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস। প্রতিপাদ্য- Volunteer now for our common future
    ০৭ ডিসেম্বরআন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস। প্রতিপাদ্য- Advancing Innovation for
    Global Aviation Development

    আরো পড়ুন : নভেম্বর মাসের জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহ

    এই বিভাগের আরো পোস্ট :

    ০৯ ডিসেম্বরবেগম রােকেয়া দিবস।
    ০৯ ডিসেম্বরআন্তর্জাতিক দুর্নীতিবিরােধী দিবস। প্রতিপাদ্য– আপনার অধিকার, আপনার দায়িত্ব : দুর্নীতিকে না বলুন।
    ০৯ ডিসেম্বরআন্তর্জাতিক গণহত্যা স্মরণ ও প্রতিরােধ দিবস।
    ১০ ডিসেম্বরজাতীয় ভ্যাট দিবস। প্রতিপাদ্য- অনলাইনে ভ্যাট দিন, দেশ গড়ায় অংশ নিন।
    ১০ ডিসেম্বরবিশ্ব মানবাধিকার দিবস। প্রতিপাদ্য— বৈষম্য ঘােচাও, সাম্য বাড়াও, মানবাধিকারের সুরক্ষা দাও।
    ১১ ডিসেম্বরআন্তর্জাতিক পর্বত দিবস। প্রতিপাদ্য— টেকসই পর্বত পর্যটন।
    ১২ ডিসেম্বর৫ম ডিজিটাল বাংলাদেশ দিস। প্রতিপাদ্য- ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ।
    ১২ ডিসেম্বরআন্তর্জাতিক সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা দিবস। প্রতিপাদ্য—কাউকে বাদ রেখে সবার স্বাস্থ্য সুরক্ষায় বিনিয়ােগ করা।
    ১২ ডিসেম্বরআন্তর্জাতিক নিরপেক্ষতা দিবস।
    ১৪ ডিসেম্বরশহীদ বুদ্ধিজীবী দিবস।

    আরো পড়ুন : বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (AD) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান

    ১৬ ডিসেম্বরমহান বিজয় দিবস।
    ১৮ ডিসেম্বরবাংলাদেশ সুপ্রীম কোর্ট দিবস।
    ১৮ ডিসেম্বরআন্তর্জাতিক অভিবাসী দিবস। প্রতিপাদ্য— শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা, অভিবাসনে আনবাে মর্যাদা ও নৈতিকতা।
    ১৮ ডিসেম্বরআরবি ভাষা দিবস।
    ১৯ ডিসেম্বরবাংলা ব্লগ দিবস।
    ২০ ডিসেম্বরবর্ডার গার্ড বাংলাদেশ (BGB) দিবস।
    ২০ ডিসেম্বরআন্তর্জাতিক মানবিক সংহতি দিবস। প্রতিপাদ্য—Cultural equality, Social justice (প্রতিপাদ্য প্রতি বছর একই থাকে)।
    ২৭ ডিসেম্বরআন্তর্জাতিক মহামারি প্রস্তুতি দিবস (২০২০ সালে প্রথমবারের মতাে পালিত হয়)।

    সপ্তাহ

    • ১০-১৫ ডিসেম্বর : ভ্যাট সপ্তাহ ২০২১।
    • ১১-১৪ ডিসেম্বর : ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানাে হয়।
    • ১৯-২০ ডিসেম্বর : বর্ডার গার্ড বাংলাদেশ (BGB) দিবস।

    সম্মেলন-বৈঠক

    ইন্টারপােল সম্মেলন

    • আয়ােজন : ৮৯তম।
    • সময়কাল : ২৩-২৫ নভেম্বর ২০২১
    • স্থান : তুরস্ক।

    ফোবানা সম্মেলন

    • আয়ােজন : ৩৫তম।
    • আয়ােজক : ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসােসিয়েশন্স ইন নর্থ আমেরিকা (FOBANA)
    • সময়কাল : ২৬-২৮ নভেম্বর ২০১১।
    • স্থান : গ্যালর্ড ন্যাশনাল রিসাের্ট অ্যান্ড কনভেনশন সেন্টার, মেরিল্যান্ড; যুক্তরাষ্ট্র।
    • ৩৬তম ROBANA সম্মেলন ২০২২ সালে অনুষ্ঠিত হবে ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগােতে। আর ২০২৩ সালে ৩৭তম সম্মেলন অনুষ্ঠিত হবে টেক্সাস রাজ্যের ডালাসে।

    বিশ্ব শান্তি সম্মেলন

    • সময়কাল : ৪-৫ ডিসেম্বর ২০২১
    • স্থান : ঢাকা, বাংলাদেশ।
    • অংশগ্রহণকারী দেশ : ৫০টি
    • জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে বিশেষ আয়ােজন।

    ASEM শীর্ষ সম্মেলন

    • ASEM-Asia-Europe Meeting
    • আয়ােজন : ১৩তম
    • সময়কাল : ২৫-২৬ নভেম্বর ২০২১
    • স্থান : নমপেন, কম্বােডিয়া

    মেলা-উৎসব

    ওয়ার্ল্ডওয়াইড মিউজিক এক্সপাে

    • সময়কাল’: ২৭-৩১ অক্টোবর ২০২১
    • স্থান : পাের্তো, পর্তুগাল।
    • অংশগ্রহণকারী দেশ : ১০২টি।
    • বিশ্বের অন্যতম বৃহৎ এ সংগীত সম্মেলনে বাংলাদেশ থেকে প্রথমবারের মতাে অংশ নেয় চিরকুট ব্যান্ডের শারমিন সুলতানা সুমি।

    সাহিত্য-সংস্কৃতি

    উপাখ্যান : বাংলাদেশের ইতিহাস। এবং রাজনৈতিক ধারাবাহিকতায় নতুন প্রজন্মের চিন্তা-ভাবনা, ধ্যান-ধারণা, জীবনবােধ ও রাজনীতির সমন্বয়ে রচিত গ্রন্থ। লেখক রাশেক রহমান। মােড়ক উন্মোচন ২ ডিসেম্বর ২০২১।

    বঙ্গবন্ধুর বিজ্ঞান ভাবনা ও বাংলাদেশ : বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (BCSIR) প্রকাশিত স্মারক গ্রন্থ। মােড়ক উন্মোচন ১৩ ডিসেম্বর ২০২১। গ্রন্থে প্রধানমন্ত্রীসহ দেশের খ্যাতিমান ৫৯. বিজ্ঞানী, গবেষক, শিল্পী, কবি ও শিক্ষাবিদের প্রবন্ধ সন্নিবেশ করা হয়।

    নেতা মােদের শেখ মুজিব : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সম্পাদিত গবেষণাধর্মী গ্রন্থ। মােড়ক উন্মোচন ৭ ডিসেম্বর ২০১১। ৫১৬ পৃষ্ঠার এ গ্রন্থের পাণ্ডুলিপি পরিমার্জন ও সংশােধন করেন আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

  • বিসিএস পরীক্ষার জন্য আন্তর্জাতিক বিষয়াবলী থেকে ৩৫টি প্রশ্ন

    *১৯৩৪ সালে চৌধুরী রহমত আলী পাকিস্তান শব্দটি প্রথম ব্যবহার করেন- Now or Never পুস্তিকায়।

    *চীনের রাজতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন সান ইয়াৎ সেন।

    *বিশ্বে গড় আয়ুতে শীর্ষদেশ–জাপান।

    *সুশি ও সাশিমি হলাে—এক ধরনের খাবার।

    *চীনের শিনঝিয়াংয়ের গভর্নর হলেন— এরকিন তুনিয়াজ।

    *২০২১ সালের জার্মান নির্বাচনে সােশ্যাল ডেমােক্র্যাটিক পার্টির (SPD) প্রাপ্ত আসন সংখ্যা ২০৬টি।

    *‘বিট কয়েন সিটি’ নির্মাণের ঘােষণা দেয়— এল সালভাদর।

    *ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ যুক্তরাজ্যসহ রাষ্ট্রপ্রধান—১৫টি দেশের।

    *WHO জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে—১০ জুলাই ১৯৪৮।

    *ভারতের প্রথম নারী মুখ্যমন্ত্রী— সুচেতা কৃপলানি।

    *ISAF’র পূর্ণরূপ— International Security Assistance Force

    *৪৯তম অক্ষরেখার মাধ্যমে সীমানা নির্ধারিত হয়েছে—যুক্তরাষ্ট্র ও কানাডার।

    *সাবেক মার্কিন প্রেসিডেন্ট রােনাল্ড রিগান কর্তৃক ঘােষিত স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভ (SDI)-এর জনপ্রিয় নাম— তারকা যুদ্ধ।

    *প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘােষণা ১৯১৭ এর মূল প্রতিপাদ্য ছিল— ইহুদিদের জন্য একটি রাষ্ট্র গঠন।

    *২০২১ সালে G20-এর ১৬তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়— রােম, ইতালি।

    *চীনা কমিউিনিস্ট পার্টির ১৯তম কেন্দ্রীয় কমিটির ষষ্ঠ পূর্ণাঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হয়— ৮-১১ নভেম্বর ২০১১।

    *ডেসমন্ড টুটু যে দেশের বর্ণবাদ বিরােধী নেতা ছিলেন দক্ষিণ আফ্রিকা।

    *CPA’র পূর্ণরূপ— Commonwealth Parliamentary Association !

    *International Bank for Reconstruction and Development (IBRD) জাতিসংঘের বিশেষ সংস্থার সদস্যপদ লাভ করে—১৫ নভেম্বর ১৯৪৭।

    *ফিলিপাইনের রাজধানী ম্যানিলা অবস্থিত— লুজন দ্বীপে।

    *স্পাটলি দ্বীপপুঞ্জ নিয়ে বিরােধ রয়েছে – চীন, ভিয়েতনাম ও ফিলিপাইনের মধ্যে।

    *‘শিপকা’ গিরিপথটি অবস্থিত বুলগেরিয়ায়।

    *আর্মেনিয়ার উচ্চভূমি থেকে উৎপত্তি হয়ে টাইগ্রিস নদীর পতিতস্থল— পারস্য উপসাগর।

    *বিতর্কিত কৃষি আইন বাতিল বিল ভারতের পার্লামেন্টের রাজ্যসভা ও লােকসভায় পাস হয়—২৯ নভেম্বর ২০১১।

    *নিউ ক্যালিডােনিয়া যে দেশের উপনিবেশ—ফ্রান্সের।

    *মিশর সুয়েজ খালের জাতীয়করণ করে—১৯৫৬ সালে (উদ্বোধন ১৮৬৯)।

    *শ্রীলংকার হাম্বানটোটা বন্দরটি ৯৯ বছরের জন্য লিজ দেওয়া হয়েছে— চীনের নিকট।

    *গ্রিক শব্দ ‘হায়ারােগ্লিফিক’ এর অর্থ পবিত্র খােদাইকৃত লিপি।

    *International Union for Conservation of Nature (IUCN) এর কাজ হলাে বিশ্বব্যাপী—প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ কর।

    *৩২তমগ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয়-– টোকিও, জাপান।

    *ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদে প্রথম জম্মু কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়—১৯৫০ সালে।

    *Indian Space Research Organization (ISRO) যে দেশের মহাকাশ বিষয়ক সংস্থা— ভারত।

  • সাধারণ জ্ঞান-গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

    ✬প্রশ্ন: জাপানের সবচেয়ে বড় দ্বীপ কোনটি?
    উত্তর: হনসু।

    ✬প্রশ্ন: জাতীয় শিশু দিবস কত তারিখে?
    উত্তর: ১৭ মার্চ।

    ✬প্রশ্ন: বিশ্বের প্রশস্ততম নদী কোনটি?
    উত্তর: আমাজান।

    ✬প্রশ্ন: বিশ্বের প্রথম ধুমপান মুক্ত দেশ কোনটি?
    উত্তর: ভূটান।

    ✬প্রশ্ন: ব্রাসেলস কোন দেশের রাজধানী?
    উত্তর: বেলজিয়াম।

    ✬প্রশ্ন: কাপ্তাই কোন নদীর তীরে অবস্থিত?
    উত্তর: কর্ণফুলী।

    ✬প্রশ্ন: নিশীত সূর্যের দেশ’ বলা হয়-কোন দেশকে?
    উত্তর: নরওয়ে-কে।

    ✬প্রশ্ন: পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি ভাগ হয় কত সালে?
    উত্তর: ১৯৬১ সালে।

    ✬প্রশ্ন: পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি একত্রিত হয় কত সালে?
    উত্তর: ৩ অক্টোবর ১৯৯০সালে।

    ✬প্রশ্ন: মাওরি কোন দেশের অধিবাসী?
    উত্তর: নিউজিল্যান্ড।

    ✬প্রশ্ন: ইতালির রাজধানী কোন শহরে অবস্থিত?
    উত্তর: রম।

    ✬প্রশ্ন: চাকমা ভাষায় লিখিত প্রথম উপন্যাসের নাম কী?
    উত্তর: ফেবো।

    ✬প্রশ্ন: ঢাকা বিশ্বের কততম মেগা সিটি?
    উত্তর: ১১তম।

    ✬প্রশ্ন: রাশিয়ার বিমান সংস্থার নাম কী ?
    উত্তর: এরোফ্লোঁ।

    ✬প্রশ্ন: হরপ্পা ও মহেঞ্জোদারোতে প্রাপ্ত সভ্যতা ইতিহাসে কোন সভ্যতা হিসেবে পরিচিত ?
    উত্তর: সিন্ধু সভ্যতা।

    ✬কোন দেশে ট্রেনে চাকরি করে পুলিশের পরিবর্তে রোবট ?
    উত্তর: জাপান

    ✬প্রশ্ন: কনফুসিয়াস কে ?
    উত্তর: দার্শনিক।

    ✬প্রশ্ন: নিউইয়র্ক কোন নদীর তীরে অবস্থিত ?
    উত্তর: হাডসন।

    ✬প্রশ্ন: কোন পাখী আকাশে ডিম পাড়ে, সে ডিম মাটিতে পড়ার আগেই বাচ্চা হয়ে উড়ে যায় ?
    উত্তর: হোমা পাখী।

    ✬প্রশ্ন: তাহরির স্কয়ার কোথায় অবস্থিত ?
    উত্তর: মিশর।

    ✬প্রশ্ন: দক্ষিণ এশিয়ার কোন দেশে মাথাপিছু আয় সবচেয়ে বেশী ?
    উত্তর: মালদ্বীপ।

    ✬প্রশ্ন: শেখ সাদী কোন ভাষার কবি ছিলেন ?
    উত্তর: ফারসি।

    ✬প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক লোক কোন ভাষায় কথা বলে ?
    উত্তর: ম্যান্ডারিন।

    ✬প্রশ্ন: ফরাসী বিপ্লব সংঘটিত হয় ?
    উত্তর: ১৭৮৯ সালে।

    ✬প্রশ্ন: গ্রীনিচ মানমন্দির কোন দেশে অবস্থিত ?
    উত্তর: যুক্তরাজ্য।

    ✬প্রশ্ন: বৈদ্যুতিক পাখা আবিষ্কার করেন কে ?
    উত্তর: এস এস হুইলার।

    ✬প্রশ্ন: হাজার হ্রদের দেশ কোনটি ?
    উত্তর: ফিনল্যান্ড।

    ✬প্রশ্ন: বৃষ্টির পানিতে কোন ভিটামিন থাকে ?
    উত্তর: ভিটামিন বি।

    ✬প্রশ্ন: রিকেটস হয় কোন ভিটামিনের অভাবে ?
    উত্তর: ভিটামিন ডি।

    ✬প্রশ্ন: ‘আইফেল টাওয়ার’ কোথায় অবস্থিত ?
    উত্তর: প্যারিস।

    ✬প্রশ্ন: আফ্রিকাকে স্পেন থেকে আলাদা করেছে ?
    উত্তর: জিব্রালটার প্রণালী।

    ✬প্রশ্ন: এশিয়ার হিন্দু রাষ্ট্র কোনটি ?
    উত্তর: নেপাল।

    ✬প্রশ্ন: বিশ্বের গভীরতম খাল কোনটি ?
    উত্তর: পানামা খাল।

    ✬প্রশ্ন: আল শাবাব কোন দেশের সংগঠন ?
    উত্তর: সোমালিয়া।

    ✬প্রশ্ন: ইন্টারপোলের সদরদপ্তর কোথায় ?
    উত্তর: লিও।

    ✬প্রশ্ন: ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে কবে শপথ নিয়েছেন ?
    উত্তর: ২০ জানুয়ারি ২০১৭ইং

    ✬প্রশ্ন: সংকর ধাতু পিতলের উপাদান কী কী ?
    ✬উত্তর: তামা ও দস্তা।

    ✬প্রশ্ন: AU কোন মহাদেশের সংগঠন ?
    উত্তর: আফ্রিকা।

    ✬প্রশ্ন: NATO এর সদর দপ্তর কোথায় ?
    উত্তর: বেলজিয়াম।

    ✬প্রশ্ন: প্লাস্টিডবিহীন উদ্ভিদ কোনটি ?
    উত্তর: Agaricus

    ✬প্রশ্ন: সুমাত্রা দ্বীপ কোন দেশের অংশ ?
    উত্তর: ইন্দোনেশিয়া।

    ✬প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে বড় মন্দিরের নাম কী ?
    উত্তর: অ্যাক্টভরা।

    ✬প্রশ্ন: সুবর্ণভুমি কোন দেশের বিমানবন্দর ?
    উত্তর: থাইল্যান্ড।

    ✬প্রশ্নঃ: বিশ্ব পরিসংখ্যান দিবস কবে ?
    উত্তর: ২০ অক্টোবর।

    ✬প্রশ্ন: গুয়ানতানামো বে’ কোথায় অবস্থিত ?
    উত্তর: কিউবা।

    ✬প্রশ্ন: দক্ষিণ ও উত্তর আমেরিকা কোন প্রবাহের দ্বারা যুক্ত ?
    উত্তর: পানামা খাল।

    ✬প্রশ্ন: নবায়ণযোগ্য জ্বালানী কোনটি ?
    উত্তর: পরমাণু শক্তি।

    ✬প্রশ্ন: আয়তন ও জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি ?
    উত্তর: ভ্যাটিকান সিটি।

    ✬প্রশ্ন: জিকা ভাইরাস কিসের মাধ্যমে ছড়ায় ?
    উত্তর: মশা।

    ✬প্রশ্ন: বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারের নাম কি ?
    উত্তর: তিহানে-১।

    ✬প্রশ্ন: বিশ্বের বৃহত্তম লাইব্রেরির নাম কি ?
    উত্তর: লাইব্রেরি অফ কংগ্রেস।

    ✬প্রশ্ন: বিশ্বের সর্ববৃহৎ প্রাণীর নাম কি ?
    উত্তর: নীল তিমি।

    ✬প্রশ্ন: পৃথিবীর উত্তর গোলার্ধে সবচেয়ে বড়দিন কবে ?
    উত্তর: ২১ শে জুন।

    ✬প্রশ্ন: পৃথিবীর দক্ষিন গোলার্ধে সবচেয়ে বড়দিন কবে ?
    উত্তর: ২২ শে ডিসেম্বর।

    ✬প্রশ্ন: সর্বত্র দিন রাত্রি সমান কবে ?
    উত্তরঃ: ২১ শে মার্চ ও ২৩ শে সেপ্টেম্বর।

    ✬প্রশ্ন: হিমোগ্লোবিন কি জাতীয় পদার্থ ?
    উত্তর: আমিষ।

    ✬প্রশ্ন: সৌরজগতের কোন গ্রহের উপগ্রহ নেই ?
    উত্তর: বুধ।

    ✬প্রশ্ন: ‘সুপার নোভা’ আসলে কী ?
    উত্তর: মৃত তারকা।

    ✬প্রশ্ন: GMT পূর্নরূপ কি ?
    উত্তর: Greenwich Mean Time

    ✬প্রশ্ন: নাসা কোন ধরনের প্রতিষ্ঠান ?
    উত্তর: মহাকাশ গবেষণা।

    ✬প্রশ্ন: কোন দেশকে সূর্যদয়ের দেশ বলা হয় ?
    উত্তর: জাপান কে।

    ✬প্রশ্ন: কোন দেশকে বিশ্বের বৃহত্তম দ্বীপ দেশ বলা হয় ?
    উত্তর: ইন্দোনেশিয়া।

    ✬প্রশ্ন: “ক্যাম্পনামা” কোন দেশের কারাগার ?
    উত্তর: ইরাক।

    ✬প্রশ্ন: পানামার বিমান সংস্থার নাম কি ?
    উত্তর: কোপা।

    ✬প্রশ্ন: পৃথিবীর ছাদ বলা হয় কাকে ?
    উত্তর: পামির মালভূমিকে।

  • বিসিএস প্রস্তুতিতে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে প্রশ্ন ও সমাধান

    উত্তর- ১ লা সেপ্টেম্বর ১৯০৪ 

    ২। সিরিয়া ও পাকিস্থানের সংবাদ সংস্থা কন্তি?

    উত্তর- SANA 

    ৩। ব্লাক ফরেস্ট অবস্থিত কোথায় অবস্থিত?

    উত্তর- জার্মানীতে। 

    ৪। টংগাস ফরেস্ট কোথায় অবস্থিত?

    উত্তর- যুক্তরাষ্ট্র’র আলাস্কা রাজ্যে। 

    ৫। নিউ ফ্রিডম গ্রন্থের রচয়িতা কে?

    উত্তর- উড্রোউইলসন। 

    ৬। Four freedom speech কার লেখা?

    উত্তর -ফ্রাংকলিন ডি রুজভেল্ট। 

    ৭। আধুনিক গনতন্ত্রের সুতিকাগার  কন্তি?

    উত্তর-ব্রিটেন। 

    ৮। OIC প্রথম মহাসচিব টেংকু আব্দুল রহমান ও মহাত্মা গান্ধী উপাধি প্রদান করেন কে?

    উত্তর- রবীন্দ্রনাথ ঠাকুর। 

    ৯। WHO এর সদর দপ্তর কবে গঠিত হয়?

    উত্তর- ৪ এপ্রিল ১৯৪৮ সালে। 

    ১০। সুয়েজখাল ভুমধ্যসাগরকে কোন সাগরের সাথে যুক্ত করা হয়?

    উত্তর- লােহিতসাগরের সাথে । 

    ১১। আফ্রিকা থেকে এশিয়াকে পৃথক করেছে কোন সাগর?

    উত্তর- লােহিত সাগর। 

    ১২। জাতিসংঘের সদর দপ্তরের স্থপতি কে?

    উত্তর- ডব্লিউ হ্যারিসন 

    ১৩। সীন নদীর তীরে কোন নগর অবস্থিত?

    উত্তর- প্যারিস । 

    ১৪। কানাডার অটোয়া কোথায় অবস্থিত?

    উত্তর- লরেন্স নদীর তীরে

    ১৫। বসনিয়া ও সার্বিয়াকে বিভক্তকারী নদীর নাম কি?

    উত্তর-দ্রিনা 

    ১৬। জাতিসংঘ ঘােষিত বিশ্ব শান্তি দিবস কবে?

    উত্তর-২৭ এ সেপ্টেম্বর 

    ১৭। ফ্রান্সের পূর্ব নাম কি?

    উত্তর- দিপন 

    ১৮।জাপানের পূর্ব নাম কি?

    উত্তর- নিপ্পন। 

    ১৯। ডেনমাকের অধিবাসীদের কি বলা হয়?

    উত্তর- দিনেমার। 

    ২০। ব্লাক ফরেষ্ট  কোথায় অবস্থিত?

    উত্তর-জার্মানিতে 

    ২১। কুনাইন তৈরি হয় কোন বৃক্ষ হতে?

    উত্তর- সিনকোন গাছ হতে।। 

    ২২। পারস্য উপসাগরে আঞ্চলীয় জোটের নাম কি?

    উত্তর–জিসিসি। 

    ২৩। কঙ্গো প্রজাতন্ত্রের নাম কি?

    উত্তর -জায়ারে 

    ২৪। ট্রাফালগার স্কয়ার কোথায় অবস্থিত?

    উত্তর- লন্ডনে ।

    ২৫। ক্রিমিয়ার যুদ্ধ সংঘটিত হয় কতসালে?

    উত্তর–১৮৫৩ সালে। ।

    ২৬।রয়টার্স যুক্তরাষ্টের কি?

    উত্তর-একটি সংবাদ সংস্থা

    ২৭। এটি কত সালে গঠিত হয়?

    উত্তর -১৮৫১ 

    .২৮।পারস্য উপসাগরীয় দেশ কয়তি?

    উত্তর-১০ টি

  • বিসিএস প্রস্তুতিতে বাংলা সাহিত্য অংশ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

    বিসিএস পরীক্ষার্থীদের জন্য বাংলা সাহিত্য অংশ থেকে কিছু প্রশ্নোত্তর দেওয়া হলো।যারা বিসিএস বা যেকোনো চাকুরী পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন আশা করছি আপনাদের কাজে আসবে। তো চলুন দেখে নেওয়া যাক।

    জাতীয় প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয় কত সালে?
    উত্তর – ১৯৫৪ সালে ।

    এই বিভাগের আরো পোস্ট :

    সেন বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন কে?
    উত্তর – বিজয় সেন ।

    বাংলার শ্রেষ্ঠ হিন্দু রাজা কে ছিলেন
    উত্তর–লক্ষণ সেন ।

    সর্বপ্রথম ডিজিটাল জেলা কোনটি?
    উত্তর– যশোর ২০ ডিসেম্বর ২০১২ ।

    ব্রিটিশ সাংবাদিক ডেভিড ফ্রস্ট কোন কোন বাংলাদেশির বক্তব্য নেন?
    উত্তর -বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার।

    বাংলাদেশে সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় কয়টি?
    উত্তর -৫ টি ।

    সুরসম্রাট আলাউদ্দিন খান কোথায় জন্ম গ্রহণ করেন?
    উত্তর – ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম গ্রহন করেন ।

    সবচেয়ে বেশি চালকল আছে কোথায়?
    উত্তর- নওগাঁ জেলায় ।

    জয়ন্তিকা পাহাড় কোথায় অবস্থিত?
    উত্তর – সিলেটে

    গারো পাহাড় কোথায় অবস্থিত?
    উত্তর – ময়মনসিংহে অবস্থিত ।

    কালো পাহাড় বা পাহাড়ের রাণী বলা হয় কোন পাহাড়কে?
    উত্তর – চিম্বুক পাহাড়কে , যা বান্দরবানে অবস্থিত ।

    পাল বংশের প্রতিষ্ঠাতা কে?
    উত্তর – গোপাল

    পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে?
    উত্তর – ধর্মপাল ।

    আলিগড় আন্দোলনের প্রবর্তক করেন কে?
    উত্তর – স্যার সৈয়দ আহমদ খান ।

    ফরাসী ভাষায় লিখিত বাংলার মুসলিম শাসনের [ পূর্ণাঙ্গ ঐতিহাসিক গ্রন্থ কোনটি?
    উত্তর – রিয়াজ উপসালতিন ।

    বাংলাদেশের দ্রুততম মানব ও মানবী কারা?
    উত্তর- মেজবাহ আহমদ ও শিরিন আক্তার , নৌবাহিনীর সদস্য ।

    বাঙ্গালী ‘ ও ‘ যমুনা ‘ নদীর সংযোগস্থল কোন জেলায়?
    উত্তর : বগুড়া ।

    ধলেশ্বরী নদীর শাখা নদীর নাম কি?
    উত্তর : বুড়িগঙ্গা ।

    আদিনাথ মন্দির কোথায় অবস্থিত?
    উত্তর – মহেশখালী দ্বীপে ।

    বাংলাদেশ ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠান ( বিকেএসপি ) কত সালে প্রতিষ্ঠিত হয়?
    উত্তর : ১৪ এপ্রিল ,১৯৮৬

    বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূত কে?
    উত্তর : তাহমিনা খান ডলি

    মহামুনি বিহার কোথায় অবস্থিত?
    উত্তর : চট্টগ্রামের রাউজানে

    কত সালে দেশে ইংরেজি ভাষা সরকারি ভাষা হিসাবে ব্যবহার করা হয়?
    উত্তর: ১৮২৪ সাল ।

    জিজিয়া কর রহিত করেন কে?
    উত্তর: আকবর ৷

    মেঘনা নদী কোথায় গিয়ে ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে?
    উত্তর – ভৈরব বাজারে ।

    বাংলাদেশ সরকার জাতীয় পরিবেশ নীতি ঘোষণা করে কত সালে?
    উত্তর – ১৯৯২ সালে ।

    সোনামসজিদ স্থলবন্দর কোথায় অবস্থিত?
    উত্তর- চাঁপাইনবাবগঞ্জ ।

  • আন্তর্জাতিক বিষয়াবলী থেকে চাকুরী পরীক্ষায় আসার মত কিছু প্রশ্ন ও সমাধান

    বিসিএস পরীক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক বিষয়াবলী থেকে কিছু প্রশ্নোত্তর দেওয়া হলো। যারা বিসিএস বা যেকোনো চাকুরী পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন আশা করছি আপনাদের কাজে আসবে। তো চলুন দেখে নেওয়া যাক।

    নরওয়ে ও ডেনমার্কের মুদ্রার নাম- ক্রোন।

    এই বিভাগের আরো পোস্ট :

    সুইডেন ও নরওয়ের মুদ্রার নাম- ক্রোনা।

    WHO সদর দপ্তর অবস্থিত হয় – জেনেভা,৭ এপ্রিল।

    বন্দর আব্বাস ও আবাদান সমুদ্র বন্দর অবস্থিত- ইরানে।

    আকিয়াব সমুদ্র বন্দর- মিয়ানমারে।

    বাতাসের শহর বলা হয়-শিকাগোকে।

    আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ( ANC ) গঠিত হয় -১৯১২ সালে।

    গ্রুপ ৭৭ এর জন্ম -১৯৬৪ সালে , এর কোন সদর দপ্তর নেই।

    ১৯৯৩ সালে চেক স্লোভাকিয়া ভেঙ্গে- দুটি রাষ্ট্র হয়।

    মিশর ও লিবিয়া একত্রিত হয় -১৯৫৮ সালে আরব রিপাবলিক নামে ।

    নানকিং চুক্তি স্বাক্ষরিত হয় -১৮৪২ সালে।

    জাতিসংঘের জমি দান করেন- জন ডি রকফেলার।

    জাতিসংঘের সদর দপ্তরের স্থপতি- ডব্লিউ হ্যারিসন।

    বেতার যন্ত্র আবিস্কর করেন মার্কিনী -১৮৯৬ সালে।

    আয়তনে আফ্রিকার ক্ষুদ্র দেশ- সিসিলিস।

    সভ্যতার ইতিহাসে ফিনিশীদের বড় অবদান- বর্ণমালা আবিস্কার

    দক্ষিণ আফ্রিকার প্রধান অধিবাসী- বান্টু , একসাথে জুলু বলে ।

    উজবিকিস্থানের মুদ্রার নাম- লোম , রাজধানী – তাসখন্দ (city of fountains )।

    লুপানোর – চীনের আনবিক অস্ত্র পরীক্ষার স্থান।

    পূর্ব তিমুর স্বাধীনতা লাভ করে- ইন্দোনেশিয়ার কাছ থেকে ।

    বিশ্বজনসংখ্যা দিবস- ১১ জুলাই।

    বিশ্ব স্বাস্থ্য দিবস- ৭ এপ্রিল ।

    বিশ্ব ডাইবেটিস দিবস- ১৪ নভেম্বর ।

    সুয়েজখাল মিশর জাতীয়করন করেন-২৬ জুলাই ১৯৫৬ সালে ।

    লোকশিল্প জাদুঘর সোনারগাঁও প্রতিষ্ঠিত-১৯৮১ সালে।

    হোচিমিন নগরের পূর্ব নাম- সায়গন।

    আবু মুসা উপদ্বীপ অবস্থিত- পারস্য উপসাগরে

    UNESCO গঠিত হয় – ১৯৪৫ সালে

    ইসিএ ( ECA ) এর সদর দপ্তর অবস্থিত- ইথাপিয়ার আদ্দিস আবাবা