Author: admin

  • শতবর্ষে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়

    বাঙালির সব অর্জনের সাথে জড়িয়ে আছে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস। বাঙালির ভাষার অধিকার, সাংস্কৃতিক অধিকার, মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা অর্জনের পরতে পরতে নিরন্তর অগ্রণী ভূমিকা রেখেছে এই বিশ্ববিদ্যালয় তথা এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষককর্মচারী। তাই এই বিশ্ববিদ্যালয়কে একই সাথে লড়তে হয়েছে একটি হচ্ছে জ্ঞানের চর্চা, অপরটি সামাজিকতার, সামাজিক দায়বদ্ধতা পূরণে। অবশ্য এ ধরনের দ্বিমুখী লড়াইটা সব বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেই সত্য।

    কিন্তু কম বিশ্ববিদ্যালয়কেই এই দ্বৈত কর্তব্য এমন উচ্চমাত্রায়, উচ্চ ঝুঁকি নিয়ে পালন করতে হয়নি যতটা করতে হয়েছে এই বিশ্ববিদ্যালয়কে। এটি সত্য যে, বিশ্ববিদ্যালয় মাত্রই জ্ঞান বৃদ্ধি, জ্ঞানার্জনের জন্য নিরন্তর সংগ্রাম করা। এই জ্ঞান অর্জিত কিছুটা কিতাবি বাদবাকি বেশির ভাগই হয় জনমানুষের ভেতর থেকে, কিছুটা সামাজিকভাবে। পরে অর্জিত জ্ঞান চলে যায় সমাজে। মানুষের কাজে লাগে, উপকার হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে লড়াইটা ছিলাে তীব্র। বিশ্ববিদ্যালয়ের চারপাশেই ছিলাে পরিবেশের ও পরিস্থিতির বৈরিতা। বিশ্ববিদ্যালয়ের একজন চ্যান্সেলর, বাংলার এক ইংরেজ গভর্নর, সমাবর্তনের এক অনুষ্ঠানে কৌতুক করে মন্তব্য করেছিলেন ছাত্রদের যাকেই জিজ্ঞেস করেন লক্ষ্য কী, বলে সার্ভিস।

    এই বিভাগের আরো পোস্ট :

    সার্ভিস অর্থ যদি সেবা হতাে, তাহলে তাে ভালােই ছিলাে, কিন্তু সার্ভিস বলতে সেবা নয়, ছেলে-মেয়েরা বােঝায় চাকরি । কথাটা নিতান্ত মিথ্যা নয়। বঙ্গভঙ্গ রদের প্রেক্ষাপটে সর্বজনীন দাবির মুখে প্রতিষ্ঠিত হওয়ার পর গত ১০০ বছরে বলতে গেলে বাঙালির সব অর্জনের সঙ্গে যে নামটি জড়িয়ে আছে সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়। বাঙালির সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক অর্জনগুলাের পেছনে অনন্য ভূমিকা রাখা দেশের এই বিদ্যাপীঠ এক জীবন্ত কিংবদন্তি। বায়ান্নের ভাষা আন্দোলন, উনসত্তরের গণ-অভ্যুত্থান, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরােধী আন্দোলনসহ প্রতিটি আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা।

    পৃথিবীর আর কোনাে বিশ্ববিদ্যালয়ের এত অর্জন নেই। বাঙালি জাতির আন্দোলনের বাতিঘর হিসেবে যুগ যুগ ধরে আলাে ছড়াচ্ছে এই বিশ্ববিদ্যালয়। এই বাতিঘর জাতিকে আলাে দেখাতে ১৯২১ সালের ১ জুলাই যাত্রা শুরু করেছিল। গত ১ জুলাই শত বছরে পদার্পণ করলাে এই বিশ্ববিদ্যালয়ের। বিশ্ববিদ্যালয়ের শত বছরে পদার্পণ উপলক্ষে এক বাণীতে উপাচার্য ড. আখতারুজ্জামান বলেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষে প্রিয় মাতৃভূমি ও গণমানুষের প্রতি আমাদের অনিঃশেষ কৃতজ্ঞতা। মহান রাষ্ট্রভাষা আন্দোলন, চিরগৌরবময় মুক্তিযুদ্ধসহ গণমানুষের সব লড়াইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বদা নেতৃত্ব দিয়েছে। জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা এবং দেশ সেবায় রেখেছে অনন্য অবদান।

    দেশের প্রতি আমাদের মমত্ববােধ ও চিরকৃতজ্ঞ চিত্তই এগিয়ে চলার পাথেয়। বাঙালির আত্মপরিচয় বিকাশের প্রাণকেন্দ্র হিসেবে শতবর্ষ আগে আজকের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক পথচলা শুরু হয়। করােনা সংকটের কারণে বাঙালির আত্মপরিচয় বিকাশের এই প্রাণকেন্দ্রের জন্মদিনটি বিপুল উচ্ছাস নিয়ে উদ্যাপন করতে পারছি না। সে জন্য তাে মনে। দুঃখ থাকারই কথা। একইভাবে আমরা দুঃখিত জাতির পিতার জন্মশতবর্ষটি আনন্দঘন পরিবেশে পালন করতে না পারায়। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীও আমরা সেভাবে পালন করতে পারিনি। ভাগ্যিস, বঙ্গবন্ধুকন্যা ডিজিটাল বাংলাদেশ গড়ার উদ্যোগ নিয়েছিলেন আগেভাগে। ডিজিটাল প্রযুক্তির যে অভাবনীয় বিকাশ ঘটেছে বাংলাদেশে, তার কল্যাণে ঘরে বসেই এই তিনটিই ‘মাইলস্টোন’ অন্তত ভার্চুয়ালি পালন করছি।

    নিঃসন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয় বাঙালি জাতীয়তাবাদের উৎসভূমি। বঙ্গবন্ধুর ভাষায় ‘আমার বাংলা, আমার কৃষ্টি, আমার সভ্যতা, আমার আকাশ, আমার বাতাস, আমার ইতিহাস। এই নিয়ে আমার বাংলার জাতীয়তাবাদ। আমার বাংলার সংগ্রাম, আমার বাংলার ঐতিহ্য এবং রক্ত নিয়ে আমার বাঙালি জাতীয়তাবাদ।’ (১৯৭২ সালের ১২ অক্টোবর খসড়া সংবিধান বিষয়ে গণপরিষদে ভাষণ; দেখুন ড. এ এইচ খান, ‘জাতির জনক বঙ্গবন্ধুর নির্বাচিত ভাষণ, একাত্তর প্রকাশনী, ২০১১, পৃষ্ঠা-৯৭)। আর জাতীয়তাবাদের উত্তম চর্চা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়েই। তাই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের গুরুত্বপূর্ণ ঘটনার অধিকাংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগঠিত। আর এ স্বাধীনতা সংগ্রামের নায়কদের অধিকাংশ এ বিশ্ববিদ্যালয়েরই ছাত্র।’ (রফিকুল ইসলাম, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান, ঢাকা বিশ্ববিদ্যালয় জাতির জনক বঙ্গবন্ধুর শুভাগমন উপলক্ষে পঁচাত্তরের ১৫ আগস্ট প্রকাশিত বিশেষ ক্রোড়পত্র, পৃষ্ঠা ৮১)।

    ১৯০৫ সালে বঙ্গভঙ্গের পর পূর্ব বাংলায় মূলত মুসলিম মধ্যবিত্ত শ্রেণির বিকাশের ইতিবাচক পরিবেশ গড়ে ওঠে। কিন্তু হঠাৎ ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ হওয়ার পর এ অঞ্চলের উঠতি মধ্যবিত্তের মনে হতাশার জন্ম নেয়। সেই হতাশা প্রশমনের জন্য সৃষ্টি হলেও এখানকার মানুষের নবজাগরণ সৃষ্টির সূতিকাগার হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনন্য ভূমিকার কথা অস্বীকারের কোনাে উপায় নেই। ঢাকা। বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য ছিলাে ছাত্র-ছাত্রীদের স্বাধীনভাবে বিশ্লেষণ অনুশীলন করে চিন্তা করতে শেখানাে। ১৯৪৭ সালের পর রাজধানী ঢাকায় অবস্থিত প্রদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে এ দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার স্ফুরণ ঘটতে থাকে একের। পর এক ঘটনার ধারাবাহিকতায় ১৯৫২ সালে ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং এর পরবর্তী সব গণআন্দোলন ও সংগ্রামে এই বিশ্ববিদ্যালয়ের রয়েছে গৌরবােজ্জ্বল ভূমিকা। মুক্তিযুদ্ধে এই বিশ্ববিদ্যালয়। পাকিস্তানি হানাদার বাহিনীর নির্দয় আক্রমণের লক্ষ্যবস্তু হয়।

    পরবর্তী সময়ে স্বৈরাচারবিরােধী আন্দোলনের সূত্রপাতও হয়। এই বিশ্ববিদ্যালয় থেকে। ১৯১২ সালের ২ ফেব্রুয়ারি ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন তল্কালীন ব্রিটিশ ভারতের ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ। এর মাত্র তিনদিন আগে ভাইসরয়ের সঙ্গে সাক্ষাৎ করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আবেদন জানিয়েছিলেন ঢাকার নবাব স্যার সলিমুল্লাহ, ধনবাড়ির নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী, শেরেবাংলা এ
    কে ফজলুল হকসহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। ওই বছরের ২৭ মে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে ব্যারিস্টার আর নাথানের নেতৃত্বে একটি কমিটি গঠিত হয়। ১৯১৩ সালে প্রকাশিত হয় নাথান কমিটির ইতিবাচক রিপাের্ট এবং ওই বছরই ডিসেম্বর মাসে সেটি অনুমােদিত হয়।

    ১৯১৭ সালে গঠিত স্যাডলার কমিশনও ইতিবাচক প্রস্তাব দিলে ১৯২০ সালের ১৩ মার্চ ভারতীয় আইনসভা পাস করে ‘দ্য ঢাকা ইউনিভার্সিটি অ্যাক্ট (অ্যাক্ট নং-১৩) ১৯২০’। শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়। উন্মুক্ত হয় ১৯২১ সালের ১ জুলাই। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ ছাড়া বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, পদার্থবিজ্ঞানী আব্দুল মতিন চৌধুরী, পদার্থবিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়া, নােবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস, সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদ, কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস, কবি বুদ্ধদেব বসু, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল আন্দোলনের নেত্রী জাহানারা ইমাম, কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ, হুমায়ুন আজাদ, লেখক জাফর ইকবালসহ বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন এই বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থী। প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং পরে দীর্ঘদিন এই শিক্ষাঙ্গনে শিক্ষকতা করেন শিক্ষাবিদ অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী।

    তিনি তার এক নিবন্ধে লিখেন, ‘এই বিশ্ববিদ্যালয় সামাজিক প্রয়ােজনে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা করা হয়েছিল। এই বিশ্ববিদ্যালয়ে। জ্ঞানের চর্চা হয়েছে, গণতন্ত্র ও সমাজতন্ত্রের চর্চা হয়েছে। বিভিন্ন ধরনের সমিতি, ছাত্রসংসদ এই বিশ্ববিদ্যালয়ের নানা গঠনমূলক কাজে বড় ভূমিকা রেখেছে। কিন্তু এখন যেনাে এই কাজগুলাে সেভাবে হচ্ছে না। এই শিক্ষাবিদ পরামর্শ দিয়ে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেধাবীদের শিক্ষকতায় আনতে হবে। তারা শিক্ষাদানের পাশাপাশি গবেষণা করবেন, প্রকাশনা করবেন। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি জ্ঞানের প্রসার, সাহিত্য-সংস্কৃতির প্রসারে এই বিশ্ববিদ্যালয় প্রধান ভূমিকা পালন করেছে।

    এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ফলেই মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা উচ্চশিক্ষার সুযােগ পেয়েছে। ‘ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশ গঠনে এই বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ছিলাে অগ্রগামী। মুক্তিযুদ্ধে এই বিশ্ববিদ্যালয়ের বহু শিক্ষক ও শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। স্বাধীন বাংলাদেশেও স্বৈরাচারবিরােধী আন্দোলনসহ প্রায় সব ধরনের আন্দোলন-সংগ্রামে এই বিশ্ববিদ্যালয়ের ভূমিকা রয়েছে। আমাদের প্রত্যাশা, অতীতের মতাে ভবিষ্যতেও এই বিশ্ববিদ্যালয় জাতির আশাআহক্ষা পূরণে দেশ ও দেশের মানুষের পাশে থাকবে, অনুপ্রেরণা জোগাবে।

  • সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী | বিসিএস প্রস্তুতি, বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি

    সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী | বিসিএস প্রস্তুতি, বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি, প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি, শিক্ষক নিবন্ধনসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান নিয়ে নিচে আলোচনা করা হলো।

    সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী | বিসিএস প্রস্তুতি, বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি

    https://youtube.com/watch?v=I9dV89WQmg0%3Ffeature%3Doembed

    এই বিভাগের আরো পোস্ট :

    বাংলাদেশ বিষয়াবলি

    প্রশ্ন : মন্ত্রণালয়ের নির্বাহী প্রধান
    উত্তর : মন্ত্রী।

    প্রশ্ন : মন্ত্রণালয় গঠন করেন
    উত্তর : প্রধানমন্ত্রী।

    প্রশ্ন : শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয় গঠন করা হয়
    উত্তর : ১৯৭২ সালে।

    প্রশ্ন : ‘বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন’ যে মন্ত্রণালয়ের অধীন
    উত্তর : শিল্প মন্ত্রণালয়।

    প্রশ্ন : ‘বং’ গােষ্ঠীভুক্ত মানুষের বাস ছিল
    উত্তর : ভাগীরথী নদীর পূর্ব তীরে।

    প্রশ্ন : কৌটিল্যের ‘অর্থশাস্ত্রে’ সর্বপ্রাচীন ভৌগােলিক ইউনিট হিসেবে উল্লেখ আছে
    উত্তর : বঙ্গের।

    প্রশ্ন : বাংলাদেশের পাহাড় শ্রেণীর ভূমিরূপ যে যুগের
    উত্তর : টারশিয়ারি যুগের।

    সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী | বিসিএস প্রস্তুতি, বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি

    প্রশ্ন : প্রথম ‘না’ ভােট যুক্ত হয় যে জাতীয় সংসদ নির্বাচনে
    উত্তর : নবম।

    প্রশ্ন : মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য
    উত্তর : ১০ জন।

    প্রশ্ন : বাংলাদেশের সংবিধান রচনার উদ্দেশ্যে খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়
    উত্তর : ১১ এপ্রিল ১৯৭২।

    প্রশ্ন : বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সােনার বাংলার’ প্রথম দশ চরণ সংবিধানের যে অনুচ্ছেদে বলা হয়েছে
    উত্তর : ৪(১) অনুচ্ছেদে।

    প্রশ্ন : ভাষা আন্দোলনের মুখপাত্র
    উত্তর : সাপ্তাহিক সৈনিক।

    প্রশ্ন : ১১ দফা কর্মসূচী ঘােষিত হয়
    উত্তর : ১৯৬৯ সালে।

    প্রশ্ন : ১৯৭১ সালে অসহযােগ আন্দোলন শুরু হয়
    উত্তর : ২ মার্চ।

    প্রশ্ন : ২৫ মার্চ ১৯৭১ ছিল
    উত্তর : বৃহস্পতিবার।

    প্রশ্ন : বাংলাদেশ আফ্রিকার যে দেশে প্রথম কৃষিকাজ শুরু করে
    উত্তর : সেনেগাল।

    প্রশ্ন : হাইব্রিড ভুট্টা ‘উত্তরণ’ উদ্ভাবন করে
    উত্তর : ব্র্যাক।

    প্রশ্ন : উপমহাদেশে ব্যাংকিং ব্যবস্থা প্রথম চালু হয়
    উত্তর : মুঘল আমলে।

    প্রশ্ন : বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদকাল
    উত্তর : ৪ বছর।

    প্রশ্ন : ভারতের যে বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার চালু হবে
    উত্তর : দিল্লি বিশ্ববিদ্যালয়।

    প্রশ্ন : কক্সবাজার জেলা রেলপথে যুক্ত হবে
    উত্তর : ২০২২ সালে।

    প্রশ্ন : ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান
    উত্তর : সপ্তম।

    প্রশ্ন : বৈশ্বিক জাহাজ ভাঙ্গা শিল্পে বাংলাদেশের অবস্থান
    উত্তর : প্রথম।

    প্রশ্ন : ২০২১ সালে বাংলাদেশ যে আন্তর্জাতিক ব্যাংকে যােগদান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে
    উত্তর : New Development Bank.

    প্রশ্ন : বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু-১ এর দৈর্ঘ্য
    উত্তর : ১.৯ কি.মি.।

    প্রশ্ন : ‘এই জানােয়ারদের হত্যা করতে হবে’ শিরােনামে বিখ্যাত পোস্টারের শিল্পী
    উত্তর : কামরুল হাসান।

    প্রশ্ন : চট্টগ্রামে যুব বিদ্রোহের নেতা ছিলেন
    উত্তর : সূর্যসেন ।

    প্রশ্ন : SSF যে মন্ত্রণালয়ের অধীন
    উত্তর : প্রধানমন্ত্রীর কার্যালয়।

    প্রশ্ন : বাংলাদেশ পােস্টাল একাডেমী অবস্থিত
    উত্তর : রাজশাহীতে।

    প্রশ্ন : শিক্ষা বিভাগের ট্রেনিংয়ের শীর্ষ প্রতিষ্ঠান
    উত্তর : নায়েম।

    প্রশ্ন : গম গবেষণা কেন্দ্র অবস্থিত
    উত্তর : নশিপুর, দিনাজপুর।

    প্রশ্ন : বর্ডার গার্ড বাংলাদেশের প্রশিক্ষণ কেন্দ্রটি অবস্থিত
    উত্তর : চট্টগ্রামের সাতকানিয়ায়, বাইতুল ইজ্জতে।

    প্রশ্ন : PRSP-এর পূর্ণরূপ
    উত্তর : Poverty Reduction Strategy Paper

    প্রশ্ন : বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর লােগাের নকশা করেন
    উত্তর : রামেন্দু মজুমদার-প্রদীপ চক্রবর্তী।

    প্রশ্ন : জাতীয় সংসদের বেসরকারি দিবস
    উত্তর : বৃহস্পতিবার।

    প্রশ্ন : BAG-এর পূর্ণরূপ
    উত্তর : Bangladesh Aid Group !

    প্রশ্ন : মুক্তিযুদ্ধকালীন প্রকাশিত ডাকটিকিটের ডিজাইনার
    উত্তর : বিমান মল্লিক।

    প্রশ্ন : ৬-দফা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল
    উত্তর : আওয়ামী লীগ।

    প্রশ্ন : ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়
    উত্তর : ২ আগস্ট ১৮২৮।

    প্রশ্ন : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হেড পণ্ডিত ছিলেন
    উত্তর : ফোর্ট উইলিয়াম কলেজের (১৮৫১ সালে নিযুক্ত হন)।

    প্রশ্ন : জাতীয় জনসংখ্যা পরিষদের সভাপতি
    উত্তর : প্রধানমন্ত্রী।

    প্রশ্ন : গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন
    উত্তর : মাওলানা আবদুর রশিদ তর্কবাগীশ।

  • সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী : একাত্তর নিয়ে যত গল্প, উপন্যাস, সাহিত্য, ইতিহাস, গবেষণা, স্মৃতিচারণ

    সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী : একাত্তর নিয়ে যত গল্প, উপন্যাস, সাহিত্য, ইতিহাস, গবেষণা, স্মৃতিচারণ

    ১. একাত্তরের বর্ণমালা : এম আর আখতার মুকুল

    ২. একাত্তরের কথামালা : বেগম নুরজাহান

    এই বিভাগের আরো পোস্ট :

    ৩. একাত্তরের স্মৃতিগুচ্ছ : তাজুল মোহাম্মদ সম্পাদিত

    ৪. স্মৃতিময় ‘৭১ : হেনা দাস

    ৫. একাত্তরঃ করতলে ছিন্নমাথা : হাসান আজিজুল হক

    ৬. আমার একাত্তর : আনিসুজ্জামান

    ৭. স্মৃতিতে একাত্তর : আবদুর রউফ চৌধুরী

    ৮. একাত্তরের নয় মাস : রাবেয়া খাতুন

    ৯. একাত্তরের রনাঙ্গন : শামসুল হুদা চৌধুরী

    ১০. একাত্তরের গণহত্যা : বশির আল হেলাল

    ১১. একাত্তরের অগ্নিকন্যা : তুষার আব্দুল্লাহ

    ১২. একাত্তরের স্মৃতিময় দিনগুলি : অধ্যাপিকা হোসনে আরা আজাদ

    ১৩. একাত্তরের চিঠি (পত্র সংকলন) : সংকলনে প্রথম আলো ও গ্রামীণফোন

    ১৪. একাত্তরের দিনগুলি : জাহানারা ইমাম

    ১৫. একাত্তরের ডায়েরী : সুফিয়া কামাল

    ১৬. একাত্তরের ঢাকা : সেলিনা হোসেন

    ১৭. একাত্তরের নিশান : রাবেয়া খাতুন

    ১৮. একাত্তরের স্মৃতি : বাসন্তী গুহঠাকুরতা

    ১৯. একাত্তরের স্মৃতিচারণ : আহমেদ রেজা

    ২০. একাত্তরের নয়মাস : রাবেয়া খাতুন

    ২১. একাত্তরের নয়মাস : মোঃ আনোয়ারুল কাদির

    ২২. একাত্তরের গণহত্যা ও নারী নির্যাতন : আসাদুজ্জামান আসাদ

    ২৩. একাত্তরের বধ্যভূমি ও গণকবর : সুকুমার বিশ্বাস

    ২৪. একাত্তরঃ নির্যাতনের কড়চা : আতোয়ার রহমান

    ২৫. একাত্তরের দুঃসহ স্মৃতি : শাহরিয়ার কবির

    ২৬. একাত্তরের গণহত্যা, নির্যাতন এবং যুদ্ধাপরাধীদের বিচার : শাহরিয়ার কবির

    ২৭. একাত্তরের ঘাতক ও দালালদের বিচার : মোস্তাক হোসেন।

    ২৮. একাত্তরের মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবীদের ভূমিকা : এম আর আখতার মুকুল

    ২৯. একাত্তরে গাইবান্ধা : মোঃ মাহবুবুর রহমান

    ৩০. একাত্তরে বাগেরহাট : বাংলাদেশের মুক্তিযুদ্ধের আঞ্চলিক ইতিহাস

    ৩১. একাত্তরের মুক্তিযুদ্ধ : ঐতিহাসিক ভাষণ ইশতিহার ও চিঠি

    ৩২. ময়মনসিংহে একাত্তর : মুহাম্মদ আব্দুশ শাকুর

    ৩৩. একাত্তরের সাহিত্য : বশির আল হেলাল

    ৩৪. একাত্তরের বিজয়গাঁথা : মেজর রফিকুল ইসলাম

    ৩৫. একাত্তরের যীশু : শাহরিয়ার কবির

    ৩৬. একাত্তরঃকরতলে ছিন্নমাথা : হাসান আজিজুল হক

    ৩৭. একাত্তরে পাকবর্বরতার সংবাদ ভাষ্য : আহমদ রফিক

    ৩৮. আত্মকথা ১৯৭১ : নির্মলেন্দু গুণ

    ৩৯. একাত্তরের পথের ধারে : শাহরিয়ার কবির

    ৪০. একাত্তর উপাখ্যান : সাইদ হাসান দারা

    ৪১. একাত্তরের নারী : মালেকা বেগম

    ৪২. একাত্তরের ঘাতক ও দালালরা :আজাদুর রহমান চন্দন

    ৪৩. একাত্তরের যুদ্ধশিশু : সাজিদ হোসেন

    ৪৪. জার্নাল ‘৭১ : বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর

    ৪৫. দিনলিপি একাত্তর : কাজী ফজলুর রহমান

    ৪৬. একাত্তরে রণাঙ্গনে : নিজামউদ্দিন লস্কর

    ৪৭. একাত্তরের কিশোর মুক্তিযোদ্ধা : মেজর হামিদুল হোসেন তারেক বীর বিক্রম

    ৪৮. একাত্তরের গণহত্যা : যমুনার পূর্ব-পশ্চিম : শফিউদ্দিন তালুকদার

    ৪৯. গণহত্যা ‘৭১ : তপন কুমার দে

    ৫০. একাত্তরের গণহত্যাঃ রাজধানী থেকে বিয়ানীবাজার : আজিজুল পারভেজ

    ৫১. একাত্তর করতলে ছিন্নমাথা : হাসান আজিজুল হক

    ৫২. একাত্তরের সন্ধানে : আসাদুজ্জামান আসাদ

  • সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী থেকে ৪০টি গুরুত্বপূর্ণ এমসিকিউ

    সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী থেকে ৪০টি গুরুত্বপূর্ণ এমসিকিউ

    প্রশ্ন: বাংলাদেশ ও মায়ানমার কোন নদী দ্বারা বিভক্ত?
    ক. নাফ
    খ. কর্ণফুলী
    গ. নবগঙ্গা
    ঘ. ভাগিরথী
    উত্তর: ক. নাফ

    প্রশ্ন: কবি কাজী নজরুল ইসলামের কবর কোথায় অবস্থিত?
    ক. আজিমপুরের কবরস্থানে
    খ. মীরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে
    গ. বনানীতে
    ঘ. ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে
    উত্তর: ঘ. ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে

    এই বিভাগের আরো পোস্ট :

    প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম হাওড়-
    ক. পাথরচাওলি
    খ. হাইল
    গ. চলন বিল
    ঘ. হাকালুকি
    উত্তর: ঘ. হাকালুকি

    প্রশ্ন: সিলেটের প্রাচীন নাম ছিল –
    ক. শ্রীহট্ট
    খ. জালালাবাদ
    গ. শ্রীভূমি
    ঘ. আফজালাবাদ
    উত্তর: খ. জালালাবাদ

    প্রশ্ন: নিম্নের কোন অঞ্চলটি পাহাড়ি এলাকাভুক্ত নয়?
    ক. খাগড়াছড়ি
    খ. কক্সবাজার
    গ. মৌলভীবাজার
    ঘ. ময়মনসিংহ
    উত্তর: ঘ. ময়মনসিংহ

    প্রশ্ন: তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত?
    ক. করিমগঞ্জ
    খ. খোয়াই
    গ. পেট্রাপল
    ঘ. ডাউকি
    উত্তর: ঘ. ডাউকি

    প্রশ্ন: ‘সাগরকন্যা’ কোন এলাকার ভৌগলিক নাম?
    ক. টেকনাফ
    খ. কক্সবাজার
    গ. খুলনা
    ঘ. পটুয়াখালী
    উত্তর: ঘ. পটুয়াখালী

    প্রশ্ন: পদ্মা কোথায় মেঘনা নদীর সাথে মিশেছে?
    ক. গোয়ালন্দ
    খ. চাঁদপুর
    গ. ভৈরব
    ঘ. নরসিংদী
    উত্তর: খ. চাঁদপুর

    প্রশ্ন: ‘বলিশিরা ভ্যালি’ কোথায় অবস্থিত?
    ক. ঝালকাঠি
    খ. ভোলা
    গ. রাঙ্গামাটি
    ঘ. মৌলভীবাজার
    উত্তর: ঘ. মৌলভীবাজার

    প্রশ্ন: আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী কোনটি?
    ক. ফেনী নদী
    খ. সাঙ্গু নদী
    গ. নাফ নদী
    ঘ. কর্ণফুলী নদী
    উত্তর: খ. সাঙ্গু নদী

    প্রশ্ন: বরেন্দ্রভূমি নামে পরিচিত –
    ক. ময়নামতি ও লালমাই পাহাড়
    খ. মধুপুর ও ভাওয়াল গড়
    গ. সুন্দরবন
    ঘ. রাজশাহী বিভাগের উত্তর-পশ্চিমাংশের
    উত্তর: ঘ. রাজশাহী বিভাগের উত্তর-পশ্চিমাংশের

    প্রশ্ন: বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ কোনটি?
    ক. সেন্টমার্টিন
    খ. মহেশখালী
    গ. ছেড়া দ্বীপ
    ঘ. নিঝুম দ্বীপ
    উত্তর: খ. মহেশখালী

    প্রশ্ন: বাংলাদেশর মোট সীমান্ত দৈর্ঘ্য –
    ক. ৪৭১৯ কি.মি.
    খ. ৪৮০৫ কি.মি.
    গ. ৫০৪০ কি.মি.
    ঘ. ৪৫০০ কি.মি.
    উত্তর: ক. ৪৭১৯ কি.মি.

    প্রশ্ন: ডেঙ্গী ভ্যালি কোন জেলায় অবস্থিত?
    ক. বরিশাল
    খ. রাঙামাটি
    গ. চট্টগ্রাম
    ঘ. সিলেট
    উত্তর: খ. রাঙামাটি

    প্রশ্ন: সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সাথে বিরোধ নিষ্পত্তির ফলে আমরা পেয়েছি–
    ক. ১ লক্ষ বর্গ কিলোমিটারেরও বেশি জলসীমা
    খ. ৫০ হাজার বর্গ কিলোমিটার জলসীমা
    গ. ১২ হাজার বর্গ কিলোমিটার জলসীমা
    ঘ. কোনটিই নয়
    উত্তর: ক. ১ লক্ষ বর্গ কিলোমিটারেরও বেশি জলসীমা

    প্রশ্ন: দক্ষিণ তালপট্টি কোন নদীর মোহনায় অবস্থিত?
    ক. নাফ
    খ. তেতুলিয়া
    গ. আড়িয়াল খাঁ
    ঘ. হাড়িয়াভাঙ্গা
    উত্তর: ঘ. হাড়িয়াভাঙ্গা

    প্রশ্ন: বাংলাদেশের শীতলতম মাস কোনটি?
    ক. জানুয়ারি
    খ. ফেব্রুয়ারি
    গ. ডিসেম্বর
    ঘ. নভেম্বর
    উত্তর: ক. জানুয়ারি

    প্রশ্ন: বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কোনটি?
    ক. চট্টগ্রাম
    খ. ভোলা
    গ. পটুয়াখালী
    ঘ. কক্সবাজার
    উত্তর: ঘ. কক্সবাজার

    প্রশ্ন: ড.মুহাম্মদ শহীদুল্লাহ ছিলেন ভারতবর্ষের শ্রেষ্ঠ –
    ক. বিজ্ঞানী
    খ. সাহিত্যিক
    গ. লেখক
    ঘ. ভাষাবিজ্ঞানী
    উত্তর: ঘ. ভাষাবিজ্ঞানী

    প্রশ্ন: বাংলা ভাষার কোন রীতি সুনির্ধারিত ব্যাকরণের অনুসারী ? ক. চলিত রীতি
    খ. সাধু রীতি
    গ. কথ্য রীতি
    ঘ. লেখ্য রীতি
    উত্তর: খ. সাধু রীতি

    প্রশ্ন: বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ কোনটি?
    ক. সেন্টমার্টিন
    খ. মহেশখালী
    গ. ছেড়া দ্বীপ
    ঘ. নিঝুম দ্বীপ
    উত্তর: খ. মহেশখালী

    প্রশ্ন: কুমিল্লার পূর্ব নাম কি?
    ক. ত্রিপুরা
    খ. জাহাঙ্গীরনগর
    গ. নাসিরাবাদ
    ঘ. ইসলামপুর
    উত্তর: ক. ত্রিপুরা

    প্রশ্ন:’হিমছড়ি’ কোন শহরের নিকট অবস্থিত?
    ক. কক্সবাজার
    খ. খাগড়াছড়ি
    গ. রাঙ্গামাটি
    ঘ. কাপ্তাই
    উত্তর: ক. কক্সবাজার

    প্রশ্ন: ডেঙ্গী ভ্যালি কোন জেলায় অবস্থিত?
    ক. বরিশাল
    খ. রাঙামাটি
    গ. চট্টগ্রাম
    ঘ. সিলেট
    উত্তর: খ. রাঙামাটি

    প্রশ্ন: বাংলাদেশে বার্ষিক গড় তাপমাত্রা কত?
    ক. ৩০°সেঃ
    খ. ২৬°সেঃ
    গ. ২৫°সেঃ
    ঘ. ২৭°সেঃ
    উত্তর: খ. ২৬°সেঃ

    প্রশ্ন: ‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ (Swatch of no ground ) এর মানে-
    ক. একটি খেলার মাঠ
    খ. ঢাকা সেনানিবাসের পোলো গ্রাউন্ডের নাম
    গ. একটি প্লাবন ভূমির নাম
    ঘ. বঙ্গোপসাগরের একটি খাদের নাম
    উত্তর: ঘ. বঙ্গোপসাগরের একটি খাদের নাম

    প্রশ্ন: বাংলাদেশের শীতলতম মাস কোনটি?
    ক. জানুয়ারি
    খ. ফেব্রুয়ারি
    গ. ডিসেম্বর
    ঘ. নভেম্বর
    উত্তর: ক. জানুয়ারি

    প্রশ্ন: বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কোনটি?
    ক. চট্টগ্রাম
    খ. ভোলা
    গ. পটুয়াখালী
    ঘ. কক্সবাজার
    উত্তর: ঘ. কক্সবাজার

    প্রশ্ন: বাংলা ভাষায় সর্বপ্রথম যতিচিহ্নের প্রচলন করেন কে?
    ক. রবীন্দ্রনাথ ঠাকুর
    খ. প্যারীচাঁদ মিত্র
    গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উত্তর: ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

    প্রশ্ন: সাধু ও চলিত রীতির মিশ্রণে বাক্য কোন দোষে দুষ্ট হয়?
    ক. উৎপ্রেক্ষা দোষে
    খ. বাহুল্য দোষে
    গ. গুরুচণ্ডালী দোষে
    ঘ. আঞ্চলিক দোষে
    উত্তর: গ. গুরুচণ্ডালী দোষে

    প্রশ্ন: কমার(,) বিরতিকাল কতক্ষণ?
    ক. ১ বলতে যে সময় লাগে
    খ. ১ বলার দ্বিগুণ সময়
    গ. ১ সেকেন্ড
    ঘ. থামার প্রয়োজন নেই
    উত্তর: ক. ১ বলতে যে সময় লাগে

    প্রশ্ন: ইলেক বা লোপ চিহ্ন কোনটি?
    ক. !
    খ. ‘
    গ. ?
    ঘ. “”
    উত্তর: খ. ‘

    প্রশ্ন: বাংলা ব্যাকরণের মৌলিক অংশ কোনগুলো?
    ক. কাল, পুরুষ, পদ প্রকরণ
    খ. সমাস, প্রত্যয়, সন্ধি
    গ. সারাংশ, ভাব-সম্প্রসারণ
    ঘ. ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব ও বাক্যতত্ত্ব
    উত্তর: ঘ. ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব ও বাক্যতত্ত্ব

    প্রশ্ন: ‘দেখ আমি চোর বটে কিন্তু আমি কি সাধ করিয়া চোর হইয়াছি খাইতে পাইলে কে চোর হয়’- বাক্যটিতে বিরামচিহ্ন বসবে–
    ক. ৫ টি
    খ. ৪ টি
    গ. ৩ টি
    ঘ. ২ টি
    উত্তর: খ. ৪ টি

    প্রশ্ন: বাংলা ব্যাকরণের বয়স কত?
    ক. ৬০০ বছর
    খ. ১৫০ বছর
    গ. ২৫০ বছরের বেশি
    ঘ. ৩০০ বছরের বেশি
    উত্তর: গ. ২৫০ বছরের বেশি

    প্রশ্ন: ‘সিয়াম’ কোন ধরনের শব্দ?
    ক. উর্দু
    খ. তুর্কি
    গ. ফারসি
    ঘ. আরবি
    উত্তর: ঘ. আরবি

    প্রশ্ন: কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগ বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন?
    ক. স্যার উইলিয়াম জোনস
    খ. স্যার উইলিয়াম কেরি
    গ. রাজীব লোচন মুখোপাধ্যায়
    ঘ. ব্রাসি হ্যালহেড
    উত্তর: ঘ. ব্রাসি হ্যালহেড

    প্রশ্ন: বাংলা ভাষায় ব্যাকরণ কে লিখেন?
    ক.ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    খ.ডেভিড হেয়ার
    গ.মদনমোহন তর্কালঙ্কার
    ঘ.উইলিয়াম কেরি
    উত্তর: ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

    প্রশ্ন: সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী?
    ক. কবিতার পঙ্ক্তিতে
    খ. গানের কলিতে
    গ. গল্পের বর্ণনায়
    ঘ. নাটকের সংলাপে
    উত্তর: ঘ. নাটকের সংলাপে

    প্রশ্ন: কোনটি চলিত ভাষর বৈশিষ্ট্য নয়?
    ক. ক্রিয়াপদের সঙ্কুচিত রূপ ব্যবহৃত হয়
    খ. তদ্ভব, অর্ধতৎসম, দেশি ও বিদেশী শব্দের ব্যবহার অপেক্ষাকৃত বেশি
    গ. তৎসম শব্দের প্রয়োগ বেশী
    ঘ. সর্বনামের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়
    উত্তর: গ. তৎসম শব্দের প্রয়োগ বেশী

  • সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

    সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

    প্রশ্ন : বাঙ্গালি জাতির মুক্তির সনদ
    উত্তর : ৬ দফা দাবি।

    প্রশ্ন : ৬ দফা দাবি উথাপন করেন
    উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

    এই বিভাগের আরো পোস্ট :

    প্রশ্ন : ৬ দফা দাবি উথাপন করা হয়
    উত্তর : ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি।

    প্রশ্ন : ঊনসত্তরের গণ অব্যুথান হয়
    উত্তর : ১৯৬৯ সালে।

    প্রশ্ন : গণ অভ্যুথানে শহীদ হন
    উত্তর : আসাদ, ড. শামসুজ্জোহা।

    প্রশ্ন : আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিল
    উত্তর : ৩৫ জন।

    প্রশ্ন : আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি করা হয়
    উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

    প্রশ্ন : আগরতলা ষড়যন্ত্র মামলার শুনানি হয়
    উত্তর : ১৯৬৮ সালের ১৯ জুন।

    প্রশ্ন : আগরতাল ষড়যন্ত্র মামলা থেকে শেখ মুজিবুর রহমানকে মুক্তি দেয়া হয়
    উত্তর : ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি।

    প্রশ্ন : শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেয়া হয়
    উত্তর : ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি।

    প্রশ্ন : আইয়ুব খান পদত্যাগ করেন
    উত্তর : ১৯৬৯ সালের ২৫ মার্চ।

    প্রশ্ন : কেন্দ্রীয় আইন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়
    উত্তর : ১৯৭০ সালের ৭ ডিসেম্বর।

    প্রশ্ন : কেন্দ্রীয় আইন পরিষদের নির্বাচনে মোট ভোটার ছিল
    উত্তর : ৫ কোটি ৬৪ লাখ।

    প্রশ্ন : কেন্দ্রীয় আইন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ আসন লাভ করে
    উত্তর : ১৬৭ টি ( ১৬৯ এর মধ্যে)।

    প্রশ্ন : সামরিক শাসন জারি করা হয়
    উত্তর : ১৯৫৮ সালের ৭ অক্টোবর।

    প্রশ্ন : আইয়ুব খান ক্ষমতা দখল করেন
    উত্তর : ১৯৫৮ সালের ২৭ অক্টোবর।

    প্রশ্ন : মৌলিক গণতন্ত্র চালু করেন
    উত্তর : আইয়ুব খান।

    প্রশ্ন : আইয়ুব বিরোধী আন্দোলন শুরু হয়
    উত্তর : ১৯৬১ সালে।

    প্রশ্ন : ছাত্র সমাজ ১৫ দফা কর্মসূচি ঘোষণা করে
    উত্তর : ১৯৬২ সালে।

    প্রশ্ন : প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়
    উত্তর : ১৯৭০ সালের ১৭ ডিসেম্বর।

    প্রশ্ন : প্রাদেশিক পরিষদ নির্বাচনে আ.লীগ আসন পায়
    উত্তর : ২৮৮ টি ( ৩০০ এর মধ্যে)।

    প্রশ্ন : পাকিস্তান জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করেন
    উত্তর : আগা খান।

    প্রশ্ন : পাকিস্তান জাতীয় পরিষদের অধিবেশন অধিবেশন স্থগিত করা হয়
    উত্তর : ১৯৭১ সালের ১ মার্চ।

    প্রশ্ন : অসহযোগ আন্দোলনের ডাক দেন
    উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

    প্রশ্ন : অসহযোগ আন্দোলনের ডাক দেয়া হয়
    উত্তর : ১৯৭১ সালের ২ মার্চ।

    প্রশ্ন : বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের সময় পূর্ব পাকিস্তানে চলছিল
    উত্তর : অসহযোগ আন্দোলন।

    প্রশ্ন : জাতীয় পরিষদের অধিবেশন আহবান করা হয়
    উত্তর : ১৯৭১ সালের ৩ মার্চ।

    প্রশ্ন : পূর্ববাংলার স্বাধীনতার ঘোষণা দেয়া হয়
    উত্তর : ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে।

    প্রশ্ন : অপারেশন সার্চ লাইট চালানোর নীলনক্সা করা হয়
    উত্তর : ১৯৭১ সালের ১৭ মার্চ।

    প্রশ্ন : অপারেশন সার্চ লাইট চালানোর নীলনক্সা করেন
    উত্তর : টিক্কা খান, রাও ফরমান আলী।

    প্রশ্ন : অপারেশন সার্চ লাইট হলো
    উত্তর : ১৯৭১ সালের ২৫ মার্চের বর্বরহত্যাকান্ড।

    প্রশ্ন : বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন
    উত্তর : ২৬ মার্চ প্রথম প্রহরে ওয়্যারলেসযোগে।

    প্রশ্ন : বঙ্গবন্ধুকে শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়
    উত্তর : ২৬ মার্চ প্রথম প্রহরে আনুমানিক রাত ১.৩০ মিনিটে।

    প্রশ্ন : শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন
    উত্তর : ২৬ মার্চ প্রথম প্রহরে ২৫ মার্চ রাত ১২ টার পর।

    প্রশ্ন : বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাটি ছিল
    উত্তর : ইংরেজিতে।

    প্রশ্ন : উর্দুকে পাকিস্তানের রাষ্ট্র ভাষা করার সিদ্ধান্ত গৃহীত হয়
    উত্তর : ১৯৪৭ সালের ডিসেম্বর মাসে।

    প্রশ্ন : বাংলাকে উর্দু ও ইংরেজির পাশাপাশি পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবি জানান
    উত্তর : ধীরেন্দ্রনাথ দত্ত ( ১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি)।

    প্রশ্ন : সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়
    উত্তর : ১৯৪৮ সালের ২ মার্চ।

    প্রশ্ন : বাংলা ভাষা দাবি দিবস পালনের ঘোষণা দেয় যে তারিখকে
    উত্তর : ১৯৪৮ সালে ১১ মার্চকে।

    প্রশ্ন : চৌধুরী খালেকুজ্জামান পাকিস্তানের রাষ্ট্র ভাষা উর্দু করার দাবি করেন
    উত্তর : ১৯৪৭ সালের ১৭ মে।

    প্রশ্ন : মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব দেন
    উত্তর : ১৯৩৭ সালে।

    প্রশ্ন : মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাবের বিরোধীতা করেন
    উত্তর : শেরে বাংলা এ.কে. ফজলুল হক।

    প্রশ্ন : ব্রিটিশ শাসনের অবসান হয়
    উত্তর : ১৯৪৭ সালের ১৪ আগষ্ট।

    প্রশ্ন : চৌধুরী খালেকুজ্জামান এর প্রস্তাবের বিরোধীতা করেন
    উত্তর : ড. মুহাম্মদ শহীদুল্লাহ এবং ড. এনামুল হক।

    প্রশ্ন : ‘গণ আজাদী লীগ’ গঠিত হয়
    উত্তর : ১৯৪৭ সালে কারুদ্দিন আহমদের নেতৃত্বে।

    প্রশ্ন : গণ আজাদী লীগের দাবি ছিল
    উত্তর : মাতৃভাষায় শিক্ষা দান।

    প্রশ্ন : তমদ্দুন মজলিশ গঠিত হয়
    উত্তর : ১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর।

    প্রশ্ন : তমদ্দুন মজলিশ গঠিত হয়
    উত্তর : অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে।

    প্রশ্ন : ভাষা সংগ্রাম পরিষদ গঠন করে
    উত্তর : তমদ্দুন মজলিশ।

    প্রশ্ন : পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্র লীগ (বর্তমান ছাত্র লীগ) গঠিত হয়
    উত্তর : ১৯৪৮ সালের ৪ জানুয়ারি।

    প্রশ্ন : ৮ দফা চুক্তি স্বাক্ষরিত হয়
    উত্তর : ১৯৪৮ সালের ১৫ মার্চ।

    প্রশ্ন : ৮ দফা চুক্তি স্বাক্ষরিত হয়
    উত্তর : মুখ্য মন্ত্রী খাজা নাজিমুদ্দিন ও রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের মধ্যে।

    প্রশ্ন : মোহাম্মদ আলী জিন্নাহ রেসকোর্স ময়দানে উর্দুকে রাষ্ট্রভাষার করার কথা ঘোষণা দেন
    উত্তর : ১৯৪৮ সালের ২১ মার্চ।

    প্রশ্ন : খাজা নাজিমুদ্দিন উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন
    উত্তর : ১৯৫২ সালের ২৬ জানুয়ারি পল্টন ময়দানে।

    প্রশ্ন : রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ নতুন ভাবে গঠিত হয়
    উত্তর : ১৯৫২ সালের ৩০ জানুয়ারি (আবদুল মতিন আহবায়ক)।

    প্রশ্ন : ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি কর্মসূচি পালনের পরামর্শ দেন
    উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

    প্রশ্ন : ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি
    উত্তর : সকাল ১১ টায় সভা অনুষ্ঠিত হয়।

    প্রশ্ন : ২১ ফেব্রুয়ারির সভা অনুষ্ঠিত হয়
    উত্তর : ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায়।

    প্রশ্ন : ২১ ফেব্রুয়ারির সভায় সিদ্ধান্ত হয়
    উত্তর : ১০ জন করে মিছিল করবে।

    প্রশ্ন : শহীদ শফিউর মৃত্যুবরণ করেন
    উত্তর : ১৯৫২ সালের ২২ফেব্রুয়ারি।

    প্রশ্ন : প্রথম শহীদ মিনার নির্মান করা হয়
    উত্তর : ১৯৫২ সালের ২২ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের সামনে।

    প্রশ্ন : প্রথম শহীদ মিনার উদ্বোধন
    উত্তর : ১৯৫২ সালের ২৩ ফেব্রুয়ারি।

    প্রশ্ন : প্রথম শহীদ মিনার উদ্বোধন করেন
    উত্তর : ভাষা শহীদ শফিউরের পিতা।

    প্রশ্ন : একুশে ফ্রব্রুয়ারির উপর প্রথম কবিতা লেখেন
    উত্তর : চট্টগ্রামের কবি মাহবুব উল আলম।

    প্রশ্ন : ভাষা আন্দোলনের প্রথম কবিতার নাম
    উত্তর : কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি।

    প্রশ্ন : আলাউদ্দিন আল আজাদ রচনা করেন
    উত্তর : স্মৃতির মিনার কবিতাটি।

    প্রশ্ন : ভাষা আন্দোলনের গান
    উত্তর : আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি ( আব্দুল গাফফার চৌধুরী)।

    প্রশ্ন : আব্দুল লতিফ রচনা করেন
    উত্তর : ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়।

    প্রশ্ন : মুনীর চৌধুরী ঢাকা জেলে বসে রচনা করেন
    উত্তর : কবর নাটক।

    প্রশ্ন : জহির রায়হান রচনা করেন
    উত্তর : আরেক ফাল্গুন উপন্যাস।

    প্রশ্ন : বাংলাকে পাকিস্তানের সংবিধানে অন্তর্ভুক্ত করে
    উত্তর : ১৯৫৬ সালে।

    প্রশ্ন : বাঙ্গালীর পরিবর্তী সব আন্দোলনের প্রেরণা দিয়েছিল
    উত্তর : ১৯৫২ সালের ভাষা আন্দোলন।

    প্রশ্ন : শহীদ দিবস পালন শুরু হয়
    উত্তর : ১৯৫৩ সালের ২১ ফেব্রুয়ারি থেকে।

    প্রশ্ন : শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে
    উত্তর : UNESCO

    প্রশ্ন : ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে
    উত্তর : ১৯৯৯ সালের ১৭ নভেম্বর।

    প্রশ্ন : পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়
    উত্তর : ১৯৪৯ সালের ২৩ জুন।

    প্রশ্ন : পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠনের স্থান
    উত্তর : ঢাকার রোজ গার্ডেন।

    প্রশ্ন : পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ সভাপতি ছিলেন
    উত্তর : মওলানা আব্দুল হামিদ খান ভাসানী।

    প্রশ্ন : পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ সাধারণ সম্পাদক ছিলেন
    উত্তর : শামসুল হক ( টাঙ্গাইল)।

    প্রশ্ন : পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ যুগ্ন সম্পাদক ছিলেন
    উত্তর : শেখ মুজিবুর রহমান।

    প্রশ্ন : ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট গঠনের উদ্যোগ ছিল
    উত্তর : আওয়ামী লীগের।

    প্রশ্ন : পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ নামকরন করা হয়
    উত্তর : ১৯৫৫ সালে।

    প্রশ্ন : যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত হয়
    উত্তর : ১৯৫৩ সালের ১৪ নভেম্বর।

    প্রশ্ন : যুক্তফ্রন্ট গঠিত হয়
    উত্তর : ৪ টি দল নিয়ে।

    প্রশ্ন : যুক্তফ্রন্টের ইশতেহার ছিল
    উত্তর : ২১ টা।

    প্রশ্ন : প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়
    উত্তর : ১৯৫৪ সালের মার্চে।

    প্রশ্ন : পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের আসন ছিল
    উত্তর : ২৩৭ টি।

    প্রশ্ন : যুক্তফ্রন্ট আসন লাভ করে
    উত্তর : ২২৩ টি।

    প্রশ্ন : ২১ দফার প্রথম দফা ছিল
    উত্তর : বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা।

    প্রশ্ন : যুক্তফ্রন্টের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহন করেন
    উত্তর : এ.কে ফজলুল হক (১৯৫৪ সালের ৩ এপ্রিল)।

    প্রশ্ন : যুক্তফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল
    উত্তর : ৫৬ দিন।

    প্রশ্ন : যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করে
    উত্তর : ১৯৫৪ সালের ৩০ মে।

    প্রশ্ন : যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করেন
    উত্তর : গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ।

    প্রশ্ন : যুক্তফ্রন্ট সরকারের বরখাস্তের ইস্যু ছিল
    উত্তর : আদমজি ও কর্ণফুলি কাগজ কলে বাঙ্গালিঅবাঙ্গা \ লি দাঙ্গা।

    প্রশ্ন : বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা প্রচার করা হয়
    উত্তর : ইপিআর ট্রান্সমিটার, টেলিগ্রাম ও টেলিপ্রিন্টারের মাধ্যমে।

    প্রশ্ন : বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা চট্টগ্রাম থেকে প্রচার করেন
    উত্তর : ২৬ মার্চ দুপুর ও সন্ধ্যায় এম, এ, হান্নান।

    প্রশ্ন : মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা পত্র পাঠ করেন
    উত্তর : ২৭ মার্চ সন্ধ্যায় চট্টগ্রামের কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে।

    প্রশ্ন : বাঙ্গালী পাকিস্তানের শাসনের অধীনে ছিল
    উত্তর : ২৪ বছর।

    প্রশ্ন : মেহেরপুর জেলার অন্তর্গত
    উত্তর : বৈদ্যনাথ তলা এবং আম্রকানন।

    প্রশ্ন : বৈদ্যনাথ তলার বর্তমান নাম
    উত্তর : মুজিবনগর।

    প্রশ্ন : মুজিবনগর সরকার গঠিত হয়
    উত্তর : ১৯৭১ সালের ১০ এপ্রিল।

    প্রশ্ন : বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আদেশ আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়
    উত্তর : ১৯৭১ সালের ১০ এপ্রিল।

    প্রশ্ন : মুজিবনগর সরকার শপথ গ্রহন করে
    উত্তর : ১৯৭১ সালের ১৭ এপ্রিল।

    প্রশ্ন : মুজিব নগর সরকারের রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক
    উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

    প্রশ্ন : মুজিব নগর সরকারের উপরাষ্ট্রপতি
    উত্তর : সৈয়দ নজরুল ইসলাম।

    প্রশ্ন : মুজিব নগর সরকারের প্রধান মন্ত্রী
    উত্তর : তাজউদ্দীন আহমেদ।

    প্রশ্ন : মুজিব নগর সরকারের অর্থমন্ত্রী
    উত্তর : এম. মনসুর আহমদ।

    প্রশ্ন : ভারত পাকিস্তান যুদ্ধ হয়
    উত্তর : ১৯৬৫ সালের ৬ সেপ্টেম্বর।

    প্রশ্ন : ভারত পাকিস্তান যুদ্ধ চলে
    উত্তর : ১৭ দিন।

    প্রশ্ন : পৃথিবীতে ভাষা রয়েছে
    উত্তর : ৬০০০ এর বেশি।

  • সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর

    সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর

    প্রশ্ন: সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম?
    উত্তর: পটুয়াখালী।

    প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম বিল কোনটি?
    উত্তর: চলন বিল।

    এই বিভাগের আরো পোস্ট :

    প্রশ্ন: বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে?
    উত্তর: পঞ্চম তফসিলে।

    প্রশ্ন: আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত?
    উত্তর: ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান।

    প্রশ্ন: জাতীয় স্মৃতিসৌধের অপর নাম কী?
    উত্তর: সম্মিলিত প্রয়াস।

    প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতির নাম কি?
    উত্তর: নাজমুন আরা সুলতানা।

    প্রশ্ন: সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন কে?
    উত্তর: বেগম রাজিয়া বানু।

    প্রশ্ন: পদ্মা সেতু কোন দু’টি জেলাকে সংযুক্ত করেছে?
    উত্তর: মুন্সীগঞ্জ ও শরীয়তপুর।

    প্রশ্ন: বাংলাদেশের সর্বাধিক চা বাগান কোন জেলায় অবস্থিত?
    উত্তর: মৌলভীবাজার।

    প্রশ্ন: রাষ্ট্রপতির পদ শূন্য হলে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন?
    উত্তর: জাতীয় সংসদের স্পিকার।

    প্রশ্ন: বঙ্গবন্ধু জেলে ছিলেন মোট কত দিন?
    উত্তর: ৪৬৮২ দিন।

    প্রশ্ন: বাংলাদেশের পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত?
    উত্তর: রাজারবাগ, ঢাকা।

    প্রশ্ন: বাংলাদেশের শিশু আইন প্রণীত হয় কত সালে?
    উত্তর: ১৯৭৪ সালে।

    প্রশ্ন: মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল কোথায় স্বাক্ষরিত হয়?
    উত্তর: রেসকোর্স ময়দানে।

    প্রশ্ন: আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি?
    উত্তর: পার্বত্য রাঙামাটি।

    প্রশ্ন: বাংলাদেশের কোন জেলাটির নামকরণ করা হয়েছে একটি নদীর নাম অনুসারে?
    উত্তর: ফেনী।

    প্রশ্ন: বাঙালি ও যমুনা নদীর সংযোগ কোথায় হয়েছে?
    উত্তর: বগুড়ায়।

    প্রশ্ন: রাখাইন উপজাতিদের অধিক বাস কোন জেলায়?
    উত্তর: কক্সবাজার জেলায়।

    প্রশ্ন: আয়তনের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত তম?
    উত্তর: ৯০ তম।

    প্রশ্ন: বাংলাদেশের প্রথম নারী প্যারাট্রুপার কে?
    উত্তর: জান্নাতুল ফেরদৌস।

    প্রশ্ন: কিয়োটো প্রটোকল স্বাক্ষরিত হয়েছিল কত সালে?
    উত্তর: ১৯৯৭ সালে।

    প্রশ্ন: ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ গানটির গীতিকার কে?
    উত্তর: গোবিন্দ হালদার।

    প্রশ্ন: বাংলা একাডেমী থেকে প্রকাশিত মাসিক পত্রিকার নাম কী?
    উত্তর: উত্তরাধিকার।

    প্রশ্ন: বাতিঘরের জন্য বিখ্যাত দ্বীপ কোনটি?
    উত্তর: কুতুবদিয়া।

    প্রশ্ন: বাংলাদেশের প্রথম নিরক্ষরতামুক্ত গ্রাম কোনটি?
    উত্তর: কচুবাড়ির কৃষ্টপুর, ঠাকুরগাঁও।

    প্রশ্ন: ‘রূপসী বাংলাদেশ’ কোন এলাকাকে ঘোষণা দেয়া হয়েছে?
    উত্তর: সোনারগাঁয়ের জাদুঘর এলাকাকে।

    প্রশ্ন: বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন?
    উত্তর: শিব নারায়ণ দাস।

    প্রশ্ন: মুক্তিযুদ্ধে অবদানের জন্য রাষ্ট্রীয় পুরস্কার দেয়া হয় কয়টি?
    উত্তর: ৪টি।

    প্রশ্ন: বাংলা মুদ্রাক্ষরের জনক কে?
    উত্তর: চার্লস উইলকিনস।

    প্রশ্ন: বাংলাদেশের প্রথম মুদ্রা চালু হয় কত সালে?
    উত্তর: ৪ মার্চ, ১৯৭২ সালে।

    প্রশ্ন: ‘জীবন তরী’ কী?
    উত্তর: একটি ভাসমান হাসপাতাল।

    প্রশ্ন: বাংলাদেশ বিমানের প্রতীক কী?
    উত্তর: উড়ন্ত বলাকা।

    প্রশ্ন: ‘নজরুল মঞ্চ’ কোথায় অবস্থিত?
    উত্তর: বাংলা একাডেমী প্রাঙ্গণে।

    প্রশ্ন: বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন?
    উত্তর: প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন।

    প্রশ্ন: মুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠাতা কে?
    উত্তর: নওয়াব আবদুল লতিফ।

  • সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পড়ে নিন

    সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

    প্রশ্ন: সম্রাট অশোক কোন যুদ্ধের ভয়াবহতা দেখে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন?
    উত্তর: কলিঙ্গ যুদ্ধ।

    প্রশ্ন: লালবাগ দুর্গের অভ্যন্তরে সমাহিত শায়েস্তা খানের কন্যার নাম কি?
    উত্তর: পরী বিবি।

    এই বিভাগের আরো পোস্ট :

    প্রশ্ন: ঢাকার চকবাজারে নির্মিত বড় কাটরা নির্মাণ করেন কে?
    উত্তর: শাহ সুজা।

    প্রশ্ন: বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদ কাল কত বছর?
    উত্তর: ০৪ বছর।

    প্রশ্ন: বাংলাদেশ শিল্প ব্যাংক এবং শিল্প ঋণ সংস্থার একত্রিত নাম কি?
    উত্তর: BDBL (বিডিবিএল)।

    প্রশ্ন: মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন ?
    উত্তর: মাওলানা ভাসানী।

    প্রশ্ন: বাংলাদেশে সবচেয়ে আলু উৎপাদন হয় কোথায়?
    উত্তর: রংপুর বিভাগে।

    প্রশ্ন: বর্তমানে বাংলাদেশে মেডিকেল বিশ্ববিদ্যালয় কয়টি?
    উত্তর: ৪ টি।

    প্রশ্ন: দারিদ্র বিমোচনে অবদানের জন্য কে বাংলাদেশি নাইট উপাধি পেয়েছেন?
    উত্তর: স্যার ফজলে হাসান আবেদ।

    প্রশ্ন: বাংলাদেশের প্রথম নারী স্পিকার কে?
    উত্তর: শিরীন শারমীন চৌধুরী।

    প্রশ্ন: বর্তমানে দেশে চিনিকল কয়টি?
    উত্তর: ১৫টি।

    প্রশ্ন: “বাংলাদেশ স্বপ্ন দেখে” কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
    উত্তর: কবি শামসুর রহমান।

    প্রশ্ন: ঢাকার মেট্রোরেল ব্যবস্থার অফিসিয়াল নাম কি?
    উত্তর: Dhaka Mass Rapid Transit.

    প্রশ্ন: সরকার ভােক্তা অধিকার সংরক্ষণ আইন প্রণীত হয় কত সালে?
    উত্তর: ২০০৯ সালে।

    প্রশ্ন: বাংলাদেশ আন্তর্জাতিক অলিম্পিয়াডে পূর্ণ সদস্যপদ লাভ করেন কত সালে?
    উত্তর: ২০০৪ সালে।

    প্রশ্ন: ১৯৭১ সালে বাংলাদেশের মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন ?
    উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

    প্রশ্ন: মুক্তিবাহিনী কৌশলটি কি নামে পরিচিত?
    উত্তর: তৈলিয়াপাড়া কৌশল।

    প্রশ্ন: পদ্মা সেতুর প্রস্থ কত মিটার?
    উত্তর: ১৮.1০ মিটার।

    প্রশ্ন: আত্রাই নদী বাংলাদেশের কোন জেলা দিয়ে প্রবাহিত হয়েছে?
    উত্তর: দিনাজপুর।

    প্রশ্ন:বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা কে ছিলেন?
    উত্তর: শেখ মুজিবুর রহমান।

    প্রশ্ন: “জয় বাংলা বাংলার জয়” গানটির গীতিকার কে?
    উত্তর: গাজী মাযহারুল আনােয়ার।

    প্রশ্ন: মুক্তিযুদ্ধের প্রেরণায় নির্মিত দেশের প্রথম ভাস্কর্যটির নাম কি?
    উত্তর: জাগ্রত চৌরঙ্গী (নির্মাণ – ১৯৭৩ সালে, গাজীপুরের জয়দেবপুরের চৌরাস্তার সড়কদ্বীপে নির্মিত)।

    প্রশ্ন: বাংলাদেশের সংবিধানে চিন্তা ও বিবেকের স্বাধীনতা দেয়া হয়েছে কত নম্বর অনুচ্ছেদে?
    উত্তর: ৩৯ নম্বর অনুচ্ছেদে।

    প্রশ্ন: সংসদ সদস্যদের দ্বারা উত্থাপিত বিল কি ধরনর বিল?
    উত্তর: বেসরকারি বিল।

    প্রশ্ন: বাংলাদেশের মন্ত্রিপরিষদের সদস্যগণ কোথায় জবাবদিহি করেন?
    উত্তর: সংসদে।

    প্রশ্ন: বাংলাদেশের রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান ?
    উত্তর: মাননীয় স্পীকার।

    প্রশ্ন: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান জাতীয় সংসদে গৃহীত হয় কত সালে?
    উত্তর: ১৯৭২ সালের ৪ ঠা নভেম্বর (২০ কার্তিক ১৩৭৯)।

    প্রশ্ন: বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণকে বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য ঘোষণা দিয়েছেন কোন সংস্থা?
    উত্তর: ইউনেস্কো।

    প্রশ্ন: পদ্মা সেতু বাংলাদেশের কোন অংশকে যুক্ত করেছে?
    উত্তর: উত্তর ও দক্ষিণ অংশকে যুক্ত করেছে।

    প্রশ্ন: বাংলাদেশ উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা দেশের নাম কি?
    উত্তর: ফ্রান্স। কিন্তু সভাপতি বিশ্ব ব্যাংক।

    প্রশ্ন: বাংলাদেশ সিটিবিটি অনুমোদন করেন কত সালে?
    উত্তর: ২০০০সালে।

    প্রশ্ন: বাংলাদেশ সরকার ঘোষিত সর্ববৃহৎ বিদ্যুৎ প্রকল্পের নাম কি?
    উত্তর: পায়রা বিদ্যুৎ প্রকল্প।

    প্রশ্ন: মশালডাঙ্গা ছিটমহল কোন জেলায় অবস্থিত ?
    উত্তর: কুড়িগ্রাম।

    প্রশ্ন: হাজংরা কোথায় বসবাস করে?
    উত্তর: ময়মনসিংহ এবং নেত্রকোনায় জেলায়।

    প্রশ্ন: ৫৯তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে কোন বাংলাদেশি স্বর্ণপদক লাভ করেন?
    উত্তর: আহেমেদ জাওয়াদ।

    প্রশ্ন: বাংলার বারভূঁইয়াদের মধ্যে মুসা খানের কবর কোথায় অবস্থিত?
    উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

    প্রশ্ন: মাদার অব হিউম্যানিটি বলা হয় কাকে?
    উত্তর: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

    প্রশ্ন: শেখ হাসিনা সেনানিবাস কোথায় অবস্থিত?
    উত্তর: পটুয়াখালী জেলায়।

    প্রশ্ন: জাতীয় ভােটার দিবস কবে?
    উত্তর: ১ লা মার্চ।

    প্রশ্ন: ফৈরদোসী মজুমদারের আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম কি?
    উত্তর: যা ইচ্ছে তাই।

  • বাংলাদেশ বিষয়ক গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান একসাথে পড়ে নিন

    বাংলাদেশ বিষয়ক গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান একসাথে পড়ে নিন

    প্রশ্ন : কোন ফুলকে স্বর্গের গাছ বলা হয়?
    উত্তর : শেফালী ফুল।

    প্রশ্ন :নিঝুম দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত ?
    উত্তর : মেঘনা নদী।

    প্রশ্ন : শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু উপাধি লাভ করেন কত সালে?
    উত্তর : ১৯৬৯ সালে।

    প্রশ্ন : বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কবে গঠিত হয়?
    উত্তর : ১০ এপ্রিল, ১৯৭১ সালে।

    প্রশ্ন : বাংলাদেশকে স্বীকৃতিদানকারী ১ম আফ্রিকান দেশ?
    উত্তর : সেনেগাল।

    প্রশ্ন : মুজিনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন কে?
    উত্তর : এম, মনসুর আলী।

    প্রশ্ন : বাংলাদেশের দীর্ঘতম একক রেলসেতু কোনটি?
    উত্তর : হার্ডিঞ্জ সেতু,পাবনা।

    প্রশ্ন : সুন্দরবনে বাংলাদেশ অংশে কতটি বাঘ আছে ?
    উত্তর : ১১৪টি

    প্রশ্ন : ক্রিকেটে সর্বশেষ ওয়ানডে স্ট্যাটাস প্রাপ্ত দেশের নাম কী?
    উত্তর : নেপাল।

    প্রশ্ন : বাংলাদেশে কোন ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির নূন্যতম বয়স কত?
    উত্তর : ১৮ বছর।

    প্রশ্ন : বর্তমানে বৃহত্তর বরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচীন কালে কোন জনপদের অর্ন্তভুক্ত ছিল?
    উত্তর : বঙ্গ

    প্রশ্ন : সংসদ কক্ষের সামনের আসনেগুলোকে কি বলে?
    উত্তর : ট্রেজারি বেঞ্চ

    প্রশ্ন : আগামী কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে কোথায়?
    উত্তর : গোলকোষ্ট , অস্ট্রেলিয়া।

    প্রশ্ন : ভাসানচর দ্বীপ কোথায় অবস্থিত?
    উত্তর : নােয়াখালীতে।

    প্রশ্ন : বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
    উত্তর : কাপ্তাই , রাঙামাটি।

    প্রশ্ন : জাতিসংঘের সদস্য দেশ কতটি?
    উত্তর : ১৯৩টি।

    প্রশ্ন : সাময়িকভাবে কর মওকুফ করাকে কি বলে ?
    উত্তর : ট্যাক্স হলিডে।

    প্রশ্ন : বাংলাদেশ নেভাল একাডেমি কোথায় অবস্থিত?
    উত্তর : পতেঙ্গা, চট্টগ্রাম

    প্রশ্ন : ১৯৫৪ সালের যুক্তফন্টের নির্বাচনী প্রতীক কি ছিলো?
    উত্তর : নৌকা

    প্রশ্ন : দিয়াশলায়ের কাঠি প্রস্তুত করা হয় কোন কাঠ থেকে?
    উত্তর : গেওয়া।

    প্রশ্ন : বাংলাদেশের সর্ববৃহৎ জাহাজ নির্মাণ শিল্প কোথায় অবস্থিত?
    উত্তর : খুলনা।

    প্রশ্ন : কোন উদ্ভিদের শ্বাসমূল উপরে?
    উত্তর : সুন্দরী গাছ।

    প্রশ্ন : বাংলাদেশে প্রথম ঔষধ পার্ক কোথায় স্থাপিত হচ্ছে?
    উত্তর : গজারিয়া (মুন্সিগঞ্জে)।

    প্রশ্ন : বখতিয়ার খলজি বাংলা জয় করেন?
    উত্তর : ১২০৪ সালে

    প্রশ্ন : ‘আমার সন্তান যেন থাকে দুধেভাতে’- এ প্রার্থনাটি কার?
    উত্তর : ঈশ্বরী পাটনী।

    প্রশ্ন :’ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা’ এর রচিয়তা কে?
    উত্তর : দ্বিজেন্দ্রলাল রায়।

    প্রশ্ন : হুমায়ুন আহমেদের সর্বশেষ চলচ্চিত্রের নাম কি?
    উত্তর : ঘেটুপুত্র কমলা।

    প্রশ্ন : বাংলাদেশের প্রথম সাইবার সিটি কোথায়?
    উত্তর : সিলেট।

    প্রশ্ন : গ্রীনিচমান সময় থেকে বাংলাদেশের সময়ের পার্থক্য কত ঘন্টা?
    উত্তর : ৬ ঘন্টা।

  • সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী : বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের প্রথম মহিলা

    সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী : বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের প্রথম মহিলা

    প্রথম মহিলা প্রধানমন্ত্রীখালেদা জিয়া
    প্রথম মহিলা বিরোধীদলীয় নেত্রীশেখ হাসিনা
    প্রথম মহিলা সচিবজাকিয়া আখতার
    প্রথম মহিলা কূটনীতিবিদতাহমিনা হক ডলি
    প্রথম মহিলা বিচারপতি নাজমুন আরা সুলতানা
    প্রথম মহিলা বিগ্রেডিয়ার সুরাইয়া বেগম
    প্রথম মহিলা এস. পি.বেগম রওশন আরা
    প্রথম মহিলা পাইলটকানিজ ফাতেমা রুখসানা
    প্রথম মহিলা কর কমিশনারফেরদৌস আরা বেগম
    প্রথম মহিলা রাষ্ট্রদূতমাহমুদা হক চৌধুরী
    প্রথম মহিলা ব্যারিস্টার মিসেস রাবেয়া ভূঁইয়া
    প্রথম মহিলা কাস্টমস কমিশনারহাসিনা খাতুন
    প্রথম মহিলা নোটারি পাবলিক কামরুন নাহার লাইলী
    প্রথম মহিলা মুসলিম অভিনেত্রীবনানী চৌধুরী
    প্রথম মহিলা ডীনবেগম আজিকুন্নেসা
    প্রথম মহিলা প্রো ভিসি (ঢাকা বিশ্ববিদ্যালয়)জিন্নাতুন নেসা তাহমিদা বেগম
    প্রথম মহিলা পিএসসির চেয়ারম্যানজিন্নাতুন নেসা তাহমিদা বেগম
    প্রথম মহিলা অধ্যক্ষঅধ্যাপিকা ড. হোসনে আরা
    প্রথম মহিলা শোর্ড অব অনার লাভকারীমারজিয়া ইসলাম (নৌবাহিনী)
    প্রথম মহিলা বিটিভির মহাপরিচালক ফেরদৌস আরা বেগম
    প্রথম মহিলা বাংলা একাডেমির মহাপরিচালকড. নীলিমা ইব্রাহীম
    প্রথম মহিলা জাতীয় অধ্যাপকড. সুফিয়া আহমেদ
    রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রথম মহিলা ব্যবস্থাপকআনিসা হামিদ (সোনালী ব্যাংক)
    ব্যাংকিং খাতে প্রথম মহিলা ব্যবস্থাপনা পরিচালকআনিসা হামিদ (কমার্স ব্যাংক)
    প্রথম মহিলা ট্রেন চালকসালমা খান
    প্রথম মহিলা স্বরাষ্ট্রমন্ত্রীসাহারা খাতুন
    প্রথম মহিলা পররাষ্ট্রমন্ত্রীডা. দীপু মনি
    প্রথম মহিলা হুইপ সেগুফতা ইয়াসমিন এমিলি
    প্রথম মহিলা ওসিহোসনে আরা বেগম
    অল উইমেন ফ্লাইট পরিচালনাকারী প্রথম মহিলাক্যাপ্টেন শাহানা
    প্রথম মহিলা বীর প্রতীক খেতাব লাভকারীক্যাপ্টেন সেতারা বেগম
    প্রথম মহিলা ভূ-তত্ত্ববিদআফিয়া আখতার
    প্রথম মহিলা সি.এ. ডিগ্রি লাভকারীসুরাইয়া জান্নাত
    প্রথম মহিলা বাঙালি মুসলিম চিকিৎসকডা. জোহরা বেগম কাজী
    প্রথম টেস্টটিউব শিশু চিকিৎসকডা. পারভিন ফাতেমা
    প্রথম মহিলা এডিশনাল ডিআইজিফাতেমা বেগম
    প্রথম নারী স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী
    প্রথম মহিলা নির্বাচন কমিশনারকবিতা খানম
    প্রথম মহিলা রিটার্নিং অফিসারজেসমিন টুলি
    জাতিসংঘে নিয়োজিত বাংলাদেশের প্রথম নারী স্থায়ী প্রতিনিধি ইসমাত জাহান
    প্রথম মহিলা সিটি কর্পোরেশন মেয়রডাঃ সেলিনা হায়াত আইভি
    বাংলাদেশ ব্যাংকের প্রথম মহিলা ডেপুটি গভর্নরনাজনীন সুলতানা
    পুলিশ একাডেমীর প্রথম মহিলা প্যারেড কমান্ডারএলিজা শারমিন
    প্রথম মহিলা এভারেস্ট বিজয়ীনিশাত মজুমদার
  • সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী : বাংলাদেশের বৃহত্তম, দীর্ঘতম, সর্বোচ্চ ও ক্ষুদ্রতম

    সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী : বাংলাদেশের বৃহত্তম, দীর্ঘতম, সর্বোচ্চ ও ক্ষুদ্রতম

    প্রশ্ন : বাংলাদেশের বৃহত্তম বিমান বন্দর
    উত্তর : শাহ জালাল আর্ন্তজাতিক বিমান বন্দর, ঢাকা।

    প্রশ্ন : বাংলাদেশের বৃহত্তম রেল স্টেশন
    উত্তর : কমলাপুর, ঢাকা।

    এই বিভাগের আরো পোস্ট :

    প্রশ্ন : বাংলাদেশের বৃহত্তম রেল জংশন
    উত্তর : ঈশ্বরদী রেলওয়ে জংশন।

    প্রশ্ন : বাংলাদেশের বৃহত্তম বাঁধ
    উত্তর : কাপ্তাই বাঁধ।

    প্রশ্ন : বাংলাদেশের বৃহত্তম পার্ক
    উত্তর : রমনা পার্ক।

    প্রশ্ন : বাংলাদেশের বৃহত্তম বিল
    উত্তর : চলন বিল।

    প্রশ্ন : বাংলাদেশের বৃহত্তম চিনির কল
    উত্তর : কেরু এন্ড কোং, দর্শনা, কুষ্টিয়া।

    প্রশ্ন : বাংলাদেশের বৃহত্তম পাটকল
    উত্তর : আদমজী জুট মিল, নারায়নগঞ্জ।

    প্রশ্ন : বাংলাদেশের বৃহত্তম উদ্যান
    উত্তর : সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা।

    প্রশ্ন : বাংলাদেশের বৃহত্তম মসজিদ
    উত্তর : বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, ঢাকা।

    প্রশ্ন : বাংলাদেশের বৃহত্তম একক বনভূমি
    উত্তর : সুন্দরবন।

    প্রশ্ন : বাংলাদেশের বৃহত্তম গ্রন্থাগার
    উত্তর : সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগার, ঢাকা।

    প্রশ্ন : বাংলাদেশের বৃহত্তম বিশ্ববিদ্যালয়
    উত্তর : ঢাকা বিশ্ববিদ্যালয়।

    প্রশ্ন : বাংলাদেশের বৃহত্তম সার কারখানা
    উত্তর : শাহজালাল সার কারখানা, ফেঞ্চুগঞ্জ।

    প্রশ্ন : আয়তনের ভিত্তিতে বাংলাদেশের বৃহত্তম উপজেলা
    উত্তর : বাঘাইছড়ি (১৯৮১ বর্গ কিমি)।

    প্রশ্ন : জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশের বৃহত্তম উপজেলা
    উত্তর : বেগমগঞ্জ, নোয়াখালী।

    প্রশ্ন : বাংলাদেশের বৃহত্তম জেলা
    উত্তর : রাঙ্গামাটি (৬১১৬ বর্গ কিমি)।

    প্রশ্ন : বাংলাদেশের বৃহত্তম বিভাগ
    উত্তর : রাজশাহী (৩৪,৫১৩ বর্গ কিমি)।

    প্রশ্ন : বাংলাদেশের বৃহত্তম দ্বীপ
    উত্তর : ভোলা (৩৮৬ বর্গ কিমি)।

    প্রশ্ন : বাংলাদেশের বৃহত্তম স্টেডিয়াম
    উত্তর : বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম।

    প্রশ্ন : বাংলাদেশের বৃহত্তম কাগজের কল
    উত্তর : কর্ণফুলী পেপার মিল, চন্দ্রঘোনা, রাঙ্গামাটি।

    প্রশ্ন : বাংলাদেশের বৃহত্তম শহর
    উত্তর : ঢাকা।

    প্রশ্ন : বাংলাদেশের বৃহত্তম জাদুঘর
    উত্তর : ঢাকা জাতীয় জাদুঘর।

    প্রশ্ন : বাংলাদেশের বৃহত্তম চিড়িয়াখানা
    উত্তর : মিরপুর চিড়িয়াখানা, ঢাকা।

    প্রশ্ন : বাংলাদেশের বৃহত্তম চক্ষু হাসপাতাল
    উত্তর : চক্ষু হাসপাতাল, চট্টগ্রাম।

    প্রশ্ন : বাংলাদেশের বৃহত্তম হাসপাতাল
    উত্তর : ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল।

    প্রশ্ন : বাংলাদেশের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র
    উত্তর : কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, রাঙ্গামাটি।

    প্রশ্ন : বাংলাদেশের বৃহত্তম ব্যাংক
    উত্তর : বাংলাদেশ ব্যাংক।

    প্রশ্ন : বাংলাদেশের বৃহত্তম সিনেমা হল
    উত্তর : মনিহার, যশোর।

    প্রশ্ন : বাংলাদেশের বৃহত্তম কন্টেইনার জাহাজ
    উত্তর : বাংলার দূত।

    প্রশ্ন : বাংলাদেশের বৃহত্তম হোটেল
    উত্তর : হোটেল সোনারগাঁও, ঢাকা।

    প্রশ্ন : বাংলাদেশের বৃহত্তম সমুদ্র বন্দর
    উত্তর : চট্টগ্রাম সমুদ্র বন্দর।

    প্রশ্ন : বাংলাদেশের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র
    উত্তর : ভেড়ামারা তাপ বিদ্যুৎ কেন্দ্র, কুষ্টিয়া।

    প্রশ্ন : বাংলাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র
    উত্তর : তিতাস, ব্রাহ্মণবাড়িয়া।

    প্রশ্ন : বাংলাদেশের দীর্ঘতম নদী
    উত্তর : সুরমা।

    প্রশ্ন : বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু
    উত্তর : হার্ডিঞ্জ ব্রীজ (১৭৯৬ মি.)।

    প্রশ্ন : বাংলাদেশের দীর্ঘতম সড়ক সেতু
    উত্তর : বঙ্গবন্ধু যমুনা ব্রীজ (৪.৮ কিমি)।

    প্রশ্ন : বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত
    উত্তর : কক্সবাজার (পৃথিবীর মধ্যে দীর্ঘতম)।

    প্রশ্ন : বাংলাদেশের দীর্ঘতম মানুষ
    উত্তর : পরিমল বর্মন, জিঞ্জিরা, ঢাকা (৮ফুট ৩ ইঞ্চি)।

    প্রশ্ন : বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ
    উত্তর : কেওক্রাডং (৩১৭২ ফুট )।

    প্রশ্ন : বাংলাদেশের সর্বোচ্চ পাহাড়
    উত্তর : গারো পাহাড়, ময়মনসিংহ।

    প্রশ্ন : বাংলাদেশের সর্বোচ্চ বৃক্ষ
    উত্তর : বৈলাম (প্রায় ৬১ মিটার)।

    প্রশ্ন : বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত
    উত্তর : লালখান, সিলেট (৩৮৭৭ মিমি)।

    প্রশ্ন : বাংলাদেশের প্রশস্ততম নদী
    উত্তর : যমুনা।

    প্রশ্ন : বাংলাদেশের ক্ষুদ্রতম থানা
    উত্তর : সূত্রাপুর ও কোতোয়ালি, ঢাকা (২.৫৯ বর্গ কিমি)।

    প্রশ্ন : বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা
    উত্তর : মেহেরপুর (৭১৬ বর্গ কিমি)।

    প্রশ্ন : বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগ
    উত্তর : সিলেট (১২,৫৯৬ বর্গ কিমি)।

    প্রশ্ন : বাংলাদেশের সর্বনিম্ন বৃষ্টিপাত
    উত্তর : লালপুর, নাটোর।

    প্রশ্ন : বাংলাদেশের উষ্ণতম স্থান
    উত্তর : রাজশাহীর লালপুর (৪৫.১ ডিগ্রি)।

    প্রশ্ন : বাংলাদেশের শীতলতম স্থান
    উত্তর : সিলেটের শ্রীমঙ্গল (২.৮ ডিগ্রি)।