Author: admin

  • এপ্রিল মাসের জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহ

    এপ্রিল মাসের জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহ নিয়ে নিচে আলোচনা করা হলো। এছাড়াও ৬৪তম গ্র্যামি অ্যাওয়ার্ড , ৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ২০২২ নিয়ে নিচে আলোচনা করা হয়েছে।

    এপ্রিল মাসের জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহ

    ২ এপ্রিলবিশ্ব অটিজম সচেতনতা দিবস। প্রতিপাদ্য- এমন বিশ্ব গড়ি, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকশিত করি।
    ২ এপ্রিলআন্তর্জাতিক শিশু গ্রন্থ দিবস। স্লোগান- একটি বই ছােট বা বড় হতে পারে।
    ৩ এপ্রিলজাতীয় চলচ্চিত্র দিবস।
    ৪ এপ্রিলInternational Day for Mine Awareness and Assistance in Mine Action
    ৫ এপ্রিল আন্তর্জাতিক ন্যায়পরতা দিবস।
    ৬ এপ্রিলজাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস। প্রতিপাদ্য- সবাই মিলে খেলা করি, মাদকমুক্ত সমাজ গড়ি।
    ৬ এপ্রিলবিশ্ব টেবিল টেনিস দিবস।
    ৭ এপ্রিলরুয়ান্ডা গণহত্যার স্মরণ দিবস।
    ৭ এপ্রিলবিশ্ব স্বাস্থ্য দিবস। প্রতিপাদ্য- সুরক্ষিত বিশ্ব নিশ্চিত স্বাস্থ্য।
    ৮ এপ্রিলবাংলাদেশ সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠা দিবস।

    এই বিভাগের আরো পোস্ট :

    ৮ এপ্রিলবাংলাদেশ স্কাউটস দিবস (দেশব্যাপী প্রথমবারের মতাে পালিত হয়)। প্রতিপাদ্য- প্রত্যেকে আমরা পরের তরে।
    ১১ এপ্রিলপােষা প্রাণী দিবস।
    ১১ এপ্রিলবিশ্ব পারকিনসন্স দিবস।
    ১২ এপ্রিলমহাকাশে মানুষ যাত্রার আন্তর্জাতিক দিবস।
    ১৪ এপ্রিলবাংলা নববর্ষ।
    ১৪ এপ্রিলWorld Chagas Disease Day
    ১৬ এপ্রিলবিশ্ব কণ্ঠ দিবস।
    ১৭ এপ্রিলমুজিবনগর দিবস।
    ১৭ এপ্রিলবিশ্ব হিমােফিলিয়া দিবস।
    ১৮ এপ্রিলবিশ্ব ঐতিহ্য দিবস। প্রতিপাদ্য- জটিল অতীত, বৈচিত্র্যময় ভবিষ্যৎ।
    ২০ এপ্রিলচীনা ভাষা দিবস।
    ২১ এপ্রিলবিশ্ব সৃজনশীলতা ও উদ্ভাবন দিবস।
    ২২ এপ্রিলবিশ্ব ধরিত্রী দিবস। প্রতিপাদ্য— Invest in Our Planet
    ২৩ এপ্রিলবিশ্ব গ্রন্থ ও গ্রন্থস্বত্ব দিবস।
    ২৩ এপ্রিলইংরেজি ভাষা দিবস।
    ২৩ এপ্রিলস্প্যানিশ ভাষা দিবস।
    ২৪ এপ্রিলInternational Day of Multilateralism and Diplomacy for Peace
    ২৪ এপ্রিলWorld Day for Laboratory Animals
    ২৫ এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস।
    ২৫ এপ্রিলInternational Delegate’s Day
    ২৬ এপ্রিলবিশ্ব মেধাসম্পদ দিবস।
    ২৬ এপ্রিলInternational Chernoby Disaster Remembrance Day
    ২৬ এপ্রিলকমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা দিবস।
    ২৭ এপ্রিলবিশ্ব নকশা দিবস।
    ২৭ এপ্রিলআন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস (এপ্রিল মাসের শেষ বুধবার)।
    ২৮ এপ্রিলজাতীয় আইনগত সহায়তা দিবস।
    ২৮ এপ্রিলনিরাপদ ও স্বাস্থ্যকর কর্মক্ষেত্রের জন্য বিশ্ব দিবস।
    ২৮ এপ্রিলInternational Girls in ICT Day (এপ্রিল মাসের চতুর্থ বৃহস্পতিবার)।
    ২৯ এপ্রিলআন্তর্জাতিক নৃত্য দিবস।
    ৩০ এপ্রিলInternational Jazz Day

    সপ্তাহ

    • ৩১ মার্চ-৬ এপ্রিল : জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২২। প্রতিপাদ্য— ইলিশ আমাদের। জাতীয় মাছ, জাটকা ধরলে সর্বনাশ ।
    • ২৪-৩০ এপ্রিল : বিশ্ব টিকাদান সপ্তাহ।

    ৬৪তম গ্র্যামি অ্যাওয়ার্ড

    ৩ এপ্রিল ২০২২ যুক্তরাষ্ট্রের নেভাদার লাস ভেগাসের এমজিএম গ্র্যান্ড গার্ডেন এরেনায় প্রদান করা হয় ৬৪তম গ্র্যামি পুরস্কার। ২০২২ সালের উল্লেখযােগ্য বিজয়ী

    • রেকর্ড অব দ্য ইয়ার : লিভ দ্য ডাের ওপেন (সিল্ক সনিক ব্যান্ড)।
    • অ্যালবাম অব দ্য ইয়ার : উই আর (জন ব্যাটিস্ট)।
    • সং অব দ্য ইয়ার : লিভ দ্য ডাের ওপেন (সিল্ক সনিক ব্যান্ড)।
    • পপ ভােকাল অ্যালবাম : সাওয়ার (অলিভিয়া রড্রিগাে)।
    • রক গান : ওয়েটিং অন অ্যাওয়ার (ফু ফাইটার্স)।
    • রক অ্যালবাম : মেডিসিন অ্যাট মিডনাইট (ফু ফাইটার্স)।
    • গ্লোবাল মিউজিক পারফরম্যান্স : মােহাব্বাত (আরুজ আফতাব)
    • কমেডি অ্যালবাম : সিনসিয়ারলি লুইস সি, কে.
    • চলচ্চিত্রের গানের অ্যালবাম : দ্য ইউনাইটেড স্টেটস।
    • ভার্সেস বিলি হলিডে (আড্রা ডে)।
    • চলচ্চিত্রের গানের গীতিকার-সুরকার : অল আইস অন মি (বাে বার্নহ্যাম, ছবিবাে বার্নহ্যাম : ইনসাইড)।

    প্রথম পাকিস্তানি হিসেবে সংগীতশিল্পী গ্র্যামি অ্যাওয়ার্ড লাভ করেন শিল্পী আরুজ আফতাব। তার গাওয়া সুফি ঘরানার ‘মহব্বত’ গানের জন্য ‘গ্লোবাল পারফরম্যান্স বিভাগে’এ অ্যাওয়ার্ড লাভ করেন।

    ৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ২০২২

    বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অস্কার বা অ্যাকাডেমি অ্যাওয়ার্ড। ২৭ মার্চ ২০২২ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হয় অস্কারের ৯৪তম আসর। ২০২২ সালের উল্লেখযােগ্য বিজয়ী-

    • চলচ্চিত্র : কোডা।
    • পরিচালক: জেন ক্যাম্পিয়ন (দ্য পাওয়ার অব দ্য ডগ)
    • অভিনেতা: উইল স্মিথ (কিং রিচার্ড)।
    • অভিনেত্রী : জেসিকা চ্যাস্টেইন (দ্য-আইজ অব ট্যামি ফে)।
    • সহ অভিনেতা: ট্রয় কটসুর (কোডা)।
    • সহ অভিনেত্রী : আরিয়ানা দেবােস (ওয়েস্ট সাইড স্টোরি)।
    • অ্যানিমেশন : জেন এনকান্ত।
    • অ্যানিমেটেড শর্ট ফিল্ম : দ্য উইন্ডশিল্ড ওয়াইপার
    • আন্তর্জাতিক চলচ্চিত্র (পূর্ণদৈর্ঘ্য) : ড্রাইভ মাই কার।
    • তথ্যচিত্র (পূর্ণদৈর্ঘ্য) : সামার অব সােল
    • তথ্যচিত্র (সংক্ষিপ্ত) : দ্য কুইন অব বাস্কেটবল মৌলিক গান নাে টাইম টু ডাই।
    • মৌলিক চিত্রনাট্য : বেলফাস্ট।
    • আত্মীকৃত চিত্রনাট্য : কোড়া
    • শব্দ গ্রহণ : ডুন।
    • সঙ্গীত: ডুন।
    • ভিজুয়াল এফেক্ট : ডুন।
    • সম্পাদনা : ডুন।

    অস্কারজয়ী তৃতীয় নারী পরিচালক নিউজিল্যান্ডের জেন ক্যাম্পিয়ন। ২০১০ সালে প্রথম অস্কারজয়ী নারী পরিচালক যুক্তরাষ্ট্রের ক্যাথরিন বিগেলাে; চলচ্চিত্র। The Hurt Locker। ২০২১ সালে দ্বিতীয় নারী হিসেবে অস্কার জয় করেন চীনের ক্লো ঝাও; চলচ্চিত্র Nomadland।

    অস্কারজয়ী প্রথম বধির অভিনেতা যুক্তরাষ্ট্রের ট্রয় কটসুর। অস্কারজয়ী প্রথম। বধির শিল্পী মার্লি ম্যাটলিন, তিনি ছিলেন একজন অভিনেত্রী। ১৯৮৭ সালে। Children of a Lesser God ছবিতে অভিনয়ের জন্য জিতেন অস্কার।

    ২৮ বছর পর জেন ক্যাম্পিয়ন দ্বিতীয় অস্কার জয় করেন। ১৯৯৪ সালে The Piano চলচ্চিত্রের জন্য সেরা মৌলিক চিত্রনাট্য পুরস্কার লাভ করেন।

  • আন্তর্জাতিক শ্রমিক দিবস

    ‘তারা সভ্যতার পিলসুজ, মাথায় প্রদীপ নিয়ে খাড়া দাঁড়িয়ে থাকে—উপরের সবাই আলাে পায়, তাদের গা দিয়ে তেল গড়িয়ে পড়ে।’ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শ্রমজীবী মানুষদের বলেছেন ‘সভ্যতার পিলসুজ’। অথচ সভ্যতার ইতিহাসে তাঁরাই সবচেয়ে বেশি নিগৃহীত। তবে নিগৃহীত মানুষ ঘুরে দাঁড়াতে জানে। মেরুদণ্ড সােজা করে প্রতিবাদ করতে জানে। রক্তের বিনিময়ে অধিকার আদায় করে নিতে জানে। আর মে দিবস সেই অধিকার প্রতিষ্ঠার রক্তাক্ত ইতিহাস।

    গােড়ার কথা

    উনবিংশ শতাব্দীর কথা। সে সময় দৈনিক ১২ ঘণ্টার বেশি, ক্ষেত্রবিশেষে ১৬ ঘণ্টা পর্যন্ত কাজ করতে হতাে শ্রমিকদের। কলকারখানা গিলে খাচ্ছিল শ্রমিকের স্বাভাবিক জীবন। ওদিকে পারিশ্রমিকও খুব অল্প। ফুসে উঠল শ্রমজীবী শ্রেণি। সময়টা ১৮৬০ সাল। আদর্শ কর্মসময় আট ঘণ্টা নির্ধারণের দাবি জানাল তারা। ধীরে ধীরে সংঘবদ্ধ হলাে। পরবর্তীকালে গড়ে তুলল ‘আমেরিকান ফেডারেশন অব লেবার’ নামে একটি শ্রমিক সংগঠন। সংগঠনটি অব্যাহতভাবে আন্দোলন চালিয়ে যেতে লাগল।

    এই বিভাগের আরো পোস্ট :

    নিউইয়র্কের সমাবেশ

    ক্রমেই বাড়ছিল শ্রমিকদের অধিকারসচেতনতা। সমানতালে আন্দোলনও ছড়িয়ে পড়ছিল। ১৮৮২ সালের ৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে সমবেত হন প্রায় ১০ হাজার শ্রমিক। অধিকার প্রতিষ্ঠার দাবিতে সেখানে বিশাল সমাবেশ করেন তারা।

    শ্রমিকদের সময় বেঁধে দেওয়া

    ‘আমেরিকান ফেডারেশন অব লেবার সংগঠনের চলমান আন্দোলনের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের শিকাগােতে আন্দোলন শুরু হয়। প্রচুর শ্রমজীবী মানুষ রাস্তায় নেমে আসেন। ১৮৮৪ সালের অক্টোবরে আমেরিকার ফেডারেশন অব অর্গানাইজড ট্রেডস অ্যান্ড লেবার ইউনিয়নস’-এর বৈঠকে আট ঘণ্টা কাজের সময় নির্ধারণের বিষয়টি আলােচিত হয়। এরপর অন্যান্য শ্রমিক ইউনিয়নের সম্মতিক্রমে ১৮৮৬ সালের ১ মে পর্যন্ত দাবি বাস্তবায়নের জন্য মালিকপক্ষকে সময় বেঁধে দেওয়া হয়। একটি পত্রিকায় এ-সংক্রান্ত একটি প্রবন্ধ প্রকাশিত হলে আন্দোলন আরও তীব্র আকার ধারণ করে। ফলে সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ১ মে ও শিকাগাে শহর এক অবধারিত সংঘর্ষের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।

    হে মার্কেট ম্যাসাকার

    ১ মে ১৮৮৬। শ্রমিকের ক্ষোভের আগুনে যুক্তরাষ্ট্রের শিকাগাে শহর সেদিন ছিল তপ্ত কড়াই। তিন লক্ষাধিক শ্রমিক নেমে এসেছেন রাস্তায়। প্রতিবাদ-আন্দোলন চলছে। তবে শান্তিপূর্ণভাবে। সহিংস হয়ে ওঠেনি তখনাে। কিন্তু মালিকপক্ষের অনড় অবস্থান এবং পুলিশের উপস্থিতিতে শ্রমিকদের ক্ষোভ বাড়ছিল। শিকাগাের হে মার্কেট বাণিজ্যিক এলাকায় এক আততায়ী আচমকা বােমা ছােড়েন ঘিরে থাকা পুলিশদের লক্ষ্য করে। পাল্টা গুলি চালায় পুলিশ। হে মার্কেট এলাকা মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয়। এতে বেশ কয়েকজন পুলিশ ও শ্রমিক হতাহত হন।

    মিথ্যা মামলা ও ফাঁসি

    এ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিক ইউনিয়নগুলাের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে যুক্তরাষ্ট্র সরকার। শুরু হয় ব্যাপক ধরপাকড়। প্রহসনমূলক বিচারে আটজনকে দোষী সাব্যস্ত করা হয়। একজনকে কারাদণ্ড আর সাতজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। কিন্তু সাতজনের একজন কারারুদ্ধ অবস্থায় আত্মহত্যা করেন। ১৮৮৭ সালের নভেম্বরে উন্মুক্ত স্থানে বাকি ছয়জনের ফাঁসি কার্যকর করা হয়।

    মামলা ও ফাঁসির মিথ্যাচার ফাঁস

    প্রতিবাদ-আন্দোলন, দাঙ্গা-ধরপাকড়, মামলা-ফসি— এসবের মধ্যে আট ঘণ্টা কর্মঘণ্টা’র মূল দাবিটি চাপা পড়ে যায়। তবে তা খুব অল্প সময়ের জন্যই। ষড়যন্ত্রমূলক মামলা ও বিচারের মিথ্যাচার ধরা পড়ে যায় দ্রুতই। ১৮৯৩ সালের ২৬ জুন ইলিনয় সরকারের পক্ষ থেকে তা স্বীকার করা হয়। শেষ পর্যন্ত ‘দৈনিক আট ঘণ্টা কাজ’-এর দাবি আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পায়।

    মে দিবসের স্বীকৃতি

    ১৮৮৯ সালের ১৪-২০ জুলাই ফরাসি বিপ্লবের শতবর্ষ পালিত হয়। এ উপলক্ষে প্যারিসে দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনের প্রথম কংগ্রেস অনুষ্ঠিত হয়। সেখানে শ্রমিকনেতা রেমন্ড লাভিনে একটি প্রস্তাব করেন। পরবর্তী বছর তথা ১৮৯০ সাল থেকে শিকাগাে প্রতিবাদের দিনটিকে আন্তর্জাতিকভাবে পালনের সেই প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সেই থেকে দিবসটি বিশ্বের ৯০টি দেশে সরকারিভাবে পালিত হয়ে আসছে।

    https://youtu.be/6Lx2cHXcgss

    প্রশ্নোত্তরে মে দিবস

    প্রশ্ন : আন্তর্জাতিক মে দিবস/শ্রমিক দিবস কবে?
    উত্তর : ১মে।

    প্রশ্ন : মে দিবসের সঙ্গে সম্পর্কিত দাঙ্গা ‘হে মার্কেট ম্যাসাকার’ কত সালে এই দাঙ্গা হয়?
    উত্তর : ১৮৮৬ সালে।

    প্রশ্ন : হে মার্কেট’ কোথায় অবস্থিত?
    উত্তর : যুক্তরাষ্ট্রের শিকাগাে শহরে।

    প্রশ্ন : আদর্শ কর্মঘণ্টা হিসেবে কত ঘণ্টাকে প্রতিষ্ঠার জন্য শ্রমিকেরা আন্দোলন করেছিলেন?
    উত্তর : ৮ ঘণ্টা।

    প্রশ্ন : আন্তর্জাতিক শ্রমিক দিবস পালনের সিদ্ধান্ত হয় কত সালে ও কোথায়?
    উত্তর : ১৮৮৯ সালে। ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক সমাজতান্ত্রিক কংগ্রেসে।

    প্রশ্ন :যুক্তরাষ্ট্রেশ্রমিক দিবস পালিত হয় কত তারিখে?
    উত্তর : সেপ্টেম্বর মাসের প্রথম সােমবার।

    প্রশ্ন : হে মার্কেট স্মৃতিস্তম্ভ’ কোথায় অবস্থিত?
    উত্তর : শিকাগাের ফরেষ্ট পার্কে জার্মান ওয়াল্ডহেইম কবরস্থানে (বর্তমানে ফরেষ্ট হােম কবরস্থান)।

    প্রশ্ন : হে মার্কেট স্মৃতিস্তম্ভ কত সালে নির্মিত হয়?
    উত্তর : ১৮৯৩ সালে।

    প্রশ্ন : ‘প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য’—মে দিবসকে কেন্দ্র করে রচিত পঙক্তিটির রচয়িতা কে?
    উত্তর : সুভাষ মুখােপাধ্যায়।

    প্রশ্ন : ‘তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরি গান, তাদেরি ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান! কাজী নজরুল ইসলাম রচিত এই পঙক্তিতে দেবতা বলতে কাদের বােঝানাে হয়েছে?
    উত্তর : কুলি-মজুরদের।

    প্রশ্ন : শ্রমিকদের সার্বিক উন্নয়নকল্পে ‘আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) প্রতিষ্ঠিত হয় কত সালে?
    উত্তর : ১৯১৯ সালে।

    প্রশ্ন : কোন চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক শ্রম সংস্থা প্রতিষ্ঠিত হয়?
    উত্তর : ভার্সাই চুক্তি।

    প্রশ্ন : ‘আন্তর্জাতিক শ্রম সংস্থা জাতিসংঘের সহায়ক সংস্থা হিসেবে স্বীকৃতি লাভ করে কত সালে?
    উত্তর : ১৯৪৬ সালে।

    প্রশ্ন : জাতিসংঘের সবচেয়ে পুরােনাে ও প্রথম বিশেষায়িত সংস্থা কোনটি?
    উত্তর : ‘আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।

    প্রশ্ন : ‘আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?
    উত্তর : সুইজারল্যান্ডের জেনেভায়।

    প্রশ্ন : আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যদেশ কতটি?
    উত্তর : ১৮৭টি।

    প্রশ্ন : বাংলাদেশ কোন মেয়াদের জন্য আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) পরিচালনা পর্ষদের উপসদস্য নির্বাচিত হয়েছে?
    উত্তর : ২০২১-২০২৪ মেয়াদে।

    প্রশ্ন : আন্তর্জাতিক শ্রম সংস্থা’ শান্তিতে নােবেল পুরস্কার লাভ করে কত সালে?
    উত্তর : ১৯৬৯ সালে।

    প্রশ্ন : বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্য হয় কবে?
    উত্তর : ২২ জুন ১৯৭২ সালে।

    প্রশ্ন : বাংলাদেশ সম্প্রতি আইএলওর কোন কনভেনশনটি অনুসমর্থন করেছে?
    উত্তর : আইএলও কনভেনশন ১৩৮।

    প্রশ্ন : আইএলও কনভেনশন ১৩৮ কী সম্পর্কিত?
    উত্তর : কাজে যােগদানের ন্যূনতম বয়স সম্পর্কিত।

  • ৪৩তম বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলি এর লিখিত পরীক্ষার প্রশ্ন

    আজকের ৪৩তম বিসিএস লিখিত পরীক্ষার আন্তর্জাতিক বিষয়াবলি অংশের প্রশ্ন নিচে দেওয়া হলো। আপনারা যারা ৪৩তম বিসিএস পরীক্ষার আন্তর্জাতিক বিষয়াবলি প্রশ্ন দেখতে চান। এখান থেকে দেখতে পারেন।

    ৪৩তম বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলি এর লিখিত পরীক্ষার প্রশ্ন

    ১। নিম্নলিখিত প্রশ্নগুলাের উত্তর দিন :
    (ক) সাইবার সন্ত্রাস বলতে কী বােঝায়?
    (খ) নব্য আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা’ ধারণাটি ব্যাখ্যা করুন।
    (গ) কূটনীতির বিভিন্ন স্তরের সংক্ষিপ্ত বিবরণ দিন।
    (ঘ) আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে উত্তর-আধুনিকতাবাদ ধারণাটি বিবৃত করুন।
    (ঙ) ক্ষমতার ভারসাম্য তত্ত্বের মূল বক্তব্য কী কী?
    (চ) নৈতিক রাষ্ট্রের ধারণাটি সংক্ষেপে বিবৃত করুন।
    (ছ) ব্যাকচ্যানেল কূটনীতি’ কী? ব্যাখ্যা করুন।
    (জ) OIC-এর ভূমিকা কী? সংক্ষেপে আলােচনা করুন।
    (ঝ) আরব লিগ কী? ব্যাখ্যা করুন।
    (ঞ) বিশ্ব ব্যাংক কী? ব্যাখ্যা করুন।

  • বিশ্বের আলােচিত বিরােধপূর্ণ সীমান্ত

    সীমান্ত/স্থান যেসব দেশের মধ্যে বিরােধতথ্য
    দনবাসইউক্রেন ও রাশিয়াইউক্রেনের দক্ষিণ-পূর্বের এই অঞ্চলটিতে রুশ বিচ্ছিন্নতাবাদীরা ২০১৪ সাল থেকে বিদ্রোহ করে আসছে। তাদের মূল লক্ষ্য দোনেৎস্ক ও লুহানস্ককে ইউক্রেন থেকে আলাদা করে ফেলা।
    ক্রিমিয়াইউক্রেন ও রাশিয়া২০১৪ সালে এক সামরিক অভিযান চালানাের মাধ্যমে রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপটি দখল করে নেয়।
    আকসাই চীনভারত ও চীনভারত ও চীনের মধ্যে একটি বিরােধপূর্ণ সীমান্ত। ভারত একে লাদাখের অংশ হিসেবে মনে করে, অপর দিকে চীন একে তাদের জিনজিয়াং প্রদেশের অংশ মনে করে। ১৯৬২ ভারত-চীন যুদ্ধের পর চীন এটি দখল করে নেয়।
    লাদাখ ভারত ও চীন১৯৪৭ সালের পর থেকে ভারত, পাকিস্তান ও চীনের মধ্যে এই অঞ্চল নিয়ে বিরােধ শুরু হয়। ১৯৬২ সালে চীন ভারত আক্রমণ করলে এই অঞ্চলে ব্যাপক সংঘর্ষ হয়।
    দোকলামভারত, চীন ও ভুটানভারত, চীন ও ভুটান সীমান্তে অবস্থিত একটি মালভূমি। বর্তমানে এটি ভুটানের দখলে। ২০১৭ সালে চীন এখানে রাস্তা নির্মাণ করতে চাইলে ভারত ও চীনের মধ্যে বিরােধ দেখা দেয়, এতে উভয় দেশ সেনা মােতায়েন করে এবং উত্তেজনার সৃষ্টি হয়।
    কালাপানি, লিপুলেখনেপাল ও ভারত১৯৯৭ সালে নেপাল এই অঞ্চলকে নিজেদের বলে দাবি করে। এ নিয়ে নেপাল ও ভারতের মধ্যে সীমান্তবিরােধ দেখা দেয়।
    সিয়াচেন হিমবাহভারত  ও পাকিস্তানবিশ্বের সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্র বলা হয় একে। ভারত ও পাকিস্তানের মাঝামাঝি কাশ্মীরে অবস্থিত এটি। মূলত এই এলাকাটি বর্তমানে ভারতের দখলে আছে, পাকিস্তান কিন্তু পাকিস্তান একে নিজেদের বলে দাবি করে।
    গােলান মালভূমিসিরিয়া ও ইসরায়েলগােলান পর্বতমালার এই মালভূমিটি সিরিয়ায় অবস্থিত। কিন্তু ১৯৬৭ সালে আরব-ইসরায়েল তৃতীয় যুদ্ধের পর ইসরায়েল অঞ্চলটি দখল করে নেয়।
    নাগাের্নো-কারাবাখআর্মেনিয়া ও আজারবাইজানদক্ষিণ ককেশাসের এই অঞ্চল আন্তর্জাতিকভাবে আজারবাইজানের অংশ হিসেবে স্বীকৃত হলেও এখানকার সংখ্যাগরিষ্ঠ মানুষ আর্মেনিয়া জাতিসত্তার। বর্তমানে অঞ্চলটি আর্টসখ প্রজাতন্ত্র নামের স্বায়ত্তশাসিত দেশ কর্তৃক পরিচালিত হয়।
    শাত-ইল আরব
    ইরাক ও ইরান
    টাইগ্রিস ও ইউফ্রেতিস নদীর সংযােগস্থল থেকে এই নদীর উৎপত্তি এবং বয়ে গেছে ইরাক ও ইরানের মধ্য দিয়ে। এই জলপথের অধিকারকে কেন্দ্র করেই মূলত ইরাক-ইরান বিরােধ শুরু হয়।
    জেরুজালেম
    ফিলিস্তিন ও ইসরায়েল
    মুসলিম, খ্রিষ্টান ও ইহুদিদের কাছে জেরুজালেম পবিত্র নগরী। ১৯৪৮ সালে  ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পর থেকে তারা জেরুজালেমকে নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করতে থাকে। প্রথমে ফিলিস্তিনের অংশ থাকলেও বর্তমানে এর বড় অংশ ইসরায়েলের দখলে।
    প্রিয়া বিহার মন্দির
    কম্বােডিয়া ও থাইল্যান্ড
    ৯০০ বছরের একটি মন্দির ঘিরেই বিরােধ চলছে থাইল্যান্ড ও কম্বােডিয়ার মধ্যে। ১৯৬২ সালে আন্তর্জাতিক আদালত মন্দিরটির মালিকানা নিয়ে কম্বােডিয়ার পক্ষে রায় দেয়। তবু মন্দিরটির মালিকানা নিয়ে প্রায়ই সংঘর্ষে জড়িয়ে পড়ে কম্বােডিয়া-থাইল্যান্ড।
    কারগিল
    ভারত ও পাকিস্তান
    ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত বিশ্বের সবচেয়ে বেশি অস্ত্র সজ্জিত সীমান্ত। ১৯৯৯ সালের মে মাসে এই কারগিলেই ভারত ও পাকিস্তানের মধ্যে সর্বশেষ যুদ্ধ সংঘটিত হয়।
    খাইবার গিরিপথ
    পাকিস্তান ও আফগানিস্তান
    পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে বিরােধপূর্ণ সীমান্ত। এই গিরিপথ পাকিস্তানও আফগানিস্তানকে সংযুক্ত করেছে। মূলত যুক্তরাষ্ট্রের আফগানিস্তান আক্রমণ করার পর থেকে গিরিপথটি নিয়ে বিরােধ শুরু হয়।
    পেরিজিল/লায়লা দ্বীপ
    মরক্কো ও স্পেন
    মাত্র ৩৭ একরের এই পাথুরে দ্বীপ নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে মরক্কো ও স্পেন। দ্বীপটি নিয়ে ২০০২ সালে দেশ দুটি সংঘর্ষে জড়ায়।
    আবু মুসা
     ইরান ও সংযুক্ত আরব আমিরাত
    পারস্য উপসাগরের খুবই গুরুত্বপূর্ণ একটি দ্বীপ আবু মুসা। সাগরের গভীরতার জন্য বড় বড় জাহাজ দ্বীপ ঘেঁষে চলাচল করে। বর্তমানে এটি ইরানের অধীনে থাকলেও আরব আমিরাত এটিকে তাদের শারজাহ রাজ্যের অংশ হিসেবে দাবি করে।
    কুড়িল দ্বীপপুঞ্জজাপান ও রাশিয়াদ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এক চুক্তি অনুসারে সােভিয়েত ইউনিয়ন জাপানের কুড়িল দ্বীপপুঞ্জ নিজেদের করে নেয়। এই দ্বীপগুলাের অধিকার সংক্রান্ত বিবাদের জন্য রাশিয়া ও জাপানের মধ্যে বিশ্বযুদ্ধের পর কোনাে শান্তিচুক্তি হয়নি।
  • ২০২২ সালে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ কিছু সম্মেলন

    ২০২২ সালে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ কিছু সম্মেলন নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিসিএসসহ বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশ নিচ্ছেন তাদের জন্য লেখাটি সহায়ক হবে। ইনশাল্লাহ! লেখাটি সম্পর্কে কোন মন্তব্য থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর লেখাটি আপনার ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।

  • ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক

    চীনের নেতৃত্বে গঠিত রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ (আরসিইপি) চুক্তির পাল্টা হিসেবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ২৩ মে ২০২২ আনুষ্ঠানিকভাবে অর্থনৈতিক জোট ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক (আইপিইএফ) গঠন করেন। বাণিজ্য চুক্তিতে সাধারণত যে বাজার-সুবিধা থাকে, এ চুক্তিতে তা থাকবে না।

    আইপিইএফভুক্ত ১৩টি দেশ হলাে যুক্তরাষ্ট্র, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ব্রুনেই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনাম।

    এই বিভাগের আরো পোস্ট :

    দেশগুলাে বিশ্ব অর্থনীতির ৪০ শতাংশ নিয়ন্ত্রণ করে। কৌশলগত অর্থনৈতিক জোটটির লক্ষ্য ইন্দো-প্যাসিফিক অঞ্চলে মিত্রদেশগুলাের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার করাসহ ওই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব ঠেকানাে।

    এ অঞ্চল ঘিরে পূর্বে তিনটি জোট ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি), ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি (আইপিএস) ও ইন্দোপ্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক (আইপিইএফ) গঠন করা হয়।

    তিনটি জোট থেকেই কৌশলে চীনকে বিযুক্ত রাখা হয়েছে। চীনের সাম্প্রতিক অর্থনৈতিক উত্থান, দক্ষিণ চীন সাগরে সামরিক ঘাঁটি নির্মাণ ও ২০১৩ সালে বেল্ট অ্যান্ড রােড প্রকল্প গ্রহণসহ নানা কারণে যুক্তরাষ্ট্র চীনকে ঠেকাতে উত্তরােত্তর নানা আঞ্চলিক জোট গঠন করেই যাচ্ছে।

  • যুক্তরাষ্ট্রের উদ্যোগে নতুন জোট আইটুইউটু (I2U2)

    বৈশ্বিক খাদ্যনিরাপত্তা-সংকট মােকাবিলা, সামুদ্রিক নিরাপত্তা ইস্যু, প্রযুক্তিসহায়তা, বিশ্বজুড়ে অংশীদারত্ব ও মার্কিন মিত্রদের পুনরুজ্জীবিত করতে আব্রাহাম আকর্ডসের (চুক্তি) আলােকে ২০২১ সালের অক্টোবরে ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত ও ভারতকে নিয়ে আইটুইউটু (2U2) নামের নতুন জোট গঠন করে যুক্তরাষ্ট্র।

    জোটে আইটু (I2) বলতে ইন্ডিয়া ও ইসরায়েল এবং ইউটু (U2) বলতে ইউএই ও ইউএসকে বােঝানাে হয়েছে। এ জোটকে ‘ওয়েস্ট এশিয়ান কোয়াড’ নামেও অভিহিত করা হয়।

    এই বিভাগের আরো পোস্ট :

    গঠনের সময়, অক্টোবর ২০২১ চার দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে জোটটিকে ‘ইন্টারন্যাশনাল ফোরাম ফর ইকোনমিক কো-অপারেশন বলা হয়েছিল। এবার সেই চার দেশেরই রাষ্ট্রপ্রধানেরা আইটুইউটু (I2U2) সংগঠন গড়ে সম্মেলনে যােগ দিতে যাচ্ছেন।

    যুক্তরাষ্ট্রের উদ্যোগে চলতি জুলাই (২০২২) মাসে ভারত, ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে প্রথমবারের মতাে চতুর্দেশীয় শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। চার দেশের ভার্চুয়াল এই সম্মেলন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ১৩ থেকে ১৬ জুলাই পর্যন্ত মধ্যপ্রাচ্য সফরের মধ্যে অনুষ্ঠিত হবে।

  • আরব আমিরাত ও ইসরায়েলের মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর

    সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করেছে ইসরায়েল, যা উপসাগরীয় কোনাে দেশের সঙ্গে করা ইসরায়েলের প্রথম চুক্তি।

    গত ৩১ মে ২০২২ দুবাইয়ে দুই দেশের মধ্যে এ চুক্তি সই হয়েছে। নতুন এই চুক্তির ফলে দুই দেশের মধ্যে ৯৬ শতাংশ শুল্ক ছাড়ে সব পণ্যের আমদানি-রপ্তানি হবে।

    এই বিভাগের আরো পোস্ট :

    ২০২১ সালে ইসরায়েল ও আরব আমিরাতের মধ্যে ৯০ কোটি ডলারের বাণিজ্য হয়েছে। নতুন চুক্তির ফলে। উভয় দেশের বাণিজ্য কয়েক গুণ বাড়বে বলে আশা করছে উভয় দেশ।

    এমনকি সেটা ২০২১ সালের ৯০ কোটি ডলার থেকে চলতি বছরে ২০০ কোটি এবং পাঁচ বছরের মধ্যে তা ৫০০ কোটি ডলারে দাঁড়াবে। প্রসঙ্গত, এর আগে ইসরায়েল দুটি আরব দেশ মিসর ও জর্ডানের সঙ্গে একই ধরনের চুক্তি করেছে।

  • ইরান-ভেনেজুয়েলা সহযােগিতা চুক্তি স্বাক্ষর

    দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে গত ১১ জুন ২০২২ ইরানের রাজধানী তেহরানের সাদাবাদ প্রাসাদে ২০ বছর মেয়াদি পারস্পরিক সহযােগিতা চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র ওপশ্চিমাদের নিষেধাজ্ঞার মধ্যে থাকা তেলসমৃদ্ধ দুই দেশ ইরান ও ভেনেজুয়েলা।

    উভয় দেশ বিদ্যমান অর্থনৈতিক সংকটে কৌশলগত ও দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে এ পদক্ষেপ নিল। চুক্তি অনুযায়ী দুটি দেশ জ্বালানি, প্রতিরক্ষা, অর্থনৈতিক ব্যবস্থা ওপৰ্যটনশিল্পে একে অপরকে সহযােগিতা করবে।

    এই বিভাগের আরো পোস্ট :

    ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরাে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। চুক্তি অনুযায়ী ১৮ জুলাই ২০২২ থেকে ইরানের রাজধানী তেহরান থেকে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস পর্যন্ত সরাসরি বিমান চলবে। বিশ্বের অন্যতম বৃহৎতেল মজুতের দেশ ভেনেজুয়েলা।

    ২০১৯ সালে মার্কিন নিষেধাজ্ঞার আগে উত্তর আমেরিকার দেশটি প্রতিদিন ১০ লাখ ব্যারেল অপরিশােধিত তেল উৎপাদন করতে পারত। রাশিয়া, চীন, কিউবা, তুরস্ক ওইরান ভেনেজুয়েলার অন্যতম বন্ধুপ্রতিম দেশ। প্রসঙ্গত, পৃথিবীর অন্যতম তেলসমৃদ্ধ ভেনেজুয়েলার ওপর ২০১৯ সাল থেকে ওইরানের ওপর কয়েক দশক ধরে নানা ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের নিষেধাজ্ঞা রয়েছে

  • কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী গুস্তাভাে পেত্রো

    কলম্বিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে ব্যবসায়ী রােডলফো হার্নান্ডেজকে হারিয়েছেন বামপন্থী সাবেক গেরিলা নেতা গুস্তাভাে পেত্রো। ১৯ জুন ২০২২ প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভােটের ঘােষিত ফলাফলে পেত্রো সাত লাখ ভােটের ব্যবধানে হার্নান্দেজকে পরাজিত করে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন।

    তাঁর রানিংমেট ফ্রান্স মার্কেজ হচ্ছেন কলম্বিয়ার প্রথম কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট। ৬২ বছর বয়সী বামপন্থী পেত্রো একটি সংস্কার কর্মসূচিকে সামনে রেখে ভােটে লড়েছিলেন।

    এই বিভাগের আরো পোস্ট :

    তিনি সাবেক এম ১৯ আরবান রেবেল গােষ্ঠীর সদস্য ছিলেন। প্রসঙ্গত, দক্ষিণ আমেরিকার উত্তর-পশ্চিম অংশে অবস্থিত একটি রাষ্ট্র কলম্বিয়া। দেশটির আয়তন ১১ লাখ ৪১ হাজার ৭৪৮ বর্গকিলােমিটার। বােগােটা কলম্বিয়ার বৃহত্তম শহর এবং দেশটির রাজধানী। কলম্বিয়ার সরকারি ভাষা স্প্যানিশ।