Author: admin

  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ : বিশেষ দিনলিপি

    রুশ সেনারা গত ২৪ ফেব্রুয়ারি ভােরে ইউক্রেন আক্রমণ শুরু করেছিলেন। এর মধ্য দিয়ে কয়েক দশকের মধ্যে ইউরােপে সবচেয়ে খারাপ সংঘাতের সূচনা হয়। ইতিমধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ১০০ দিন পার করেছে। দেখে নেওয়া যাক ১০০ দিনের গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ

    ২৬ ফেব্রুয়ারি : রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানিসহ পশ্চিমা দেশগুলাে নজিরবিহীন নিষেধাজ্ঞা দিতে শুরু করে। বিভিন্ন দেশে রাশিয়ার জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হয়।

  • খেরসন ও মারিউপােল শহরের বাসিন্দাদের পাসপাের্ট দিচ্ছে রাশিয়া

    ইউক্রেনে রাশিয়ার দখলে থাকা খেরসন ও মারিউপােল শহরের বাসিন্দাদের পাসপাের্ট দিচ্ছে রুশ সরকার। গত ১১ জুন ২০২২ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথমবারের মতাে খেরসনের ২৩ বাসিন্দার হাতে পাসপাের্ট তুলে দেওয়া হয়। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া।

    অভিযানের পর থেকে রাশিয়ার দখলে যাওয়া সব অঞ্চলে রুশ পাসপাের্ট দেওয়া হতে পারে বলে আশঙ্কা করছে ইউক্রেন। বিবিসি জানিয়েছে, ক্রিমিয়া ও রুশনিয়ন্ত্রিত লুহানস্ক ও দোনেৎস্কে রুবলের ব্যবহার শুরু করেছে মস্কো।

    এই বিভাগের আরো পোস্ট :

    প্রসঙ্গত, ইউক্রেনে রুশপন্থী সরকারের পতনের পর ২০১৪ সালে দেশটির ক্রিমিয়া অঞ্চল দখল করে নেয় রাশিয়া। একই বছর পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলকে ‘প্রজাতন্ত্র হিসেবে ঘােষণা করেন মস্কোপন্থী বিচ্ছিন্নতাবাদীরা। এসব অঞ্চলের বাসিন্দাদেরও রুশ পাসপাের্ট দেওয়া শুরু করেছিল রাশিয়া।

  • রাশিয়ার অর্থনীতিতে নিষেধাজ্ঞার প্রভাব

    ২৪ ফেব্রুয়ারি ২০২২ শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে নানামুখী নিষেধাজ্ঞায় পড়েছে রাশিয়া। দেশটি বলছে, অর্থনীতিতে এর প্রভাব যতটা পড়বে বলে আশঙ্কা করা হয়েছিল, ততটা পড়েনি।

    নিষেধাজ্ঞার বহর

    ২১ ফেব্রুয়ারি ২০২২ রাশিয়া ইউক্রেনের দনবাস অঞ্চলের লুহানস্ক ও দোনেৎস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলে পরদিন ২২ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র, কানাডাসহ পশ্চিমা দেশগুলাে রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরােপ করতে থাকে। বর্তমানে রাশিয়ার ওপর ৮ হাজার ২২৫টি নিষেধাজ্ঞা রয়েছে। আমদানি-রপ্তানি, ঋণ প্রদান, লেনদেনব্যবস্থা সুইফট থেকে বাদ দেওয়াসহ নানা নিষেধাজ্ঞা ঝুলছে দেশটির ওপর বৈশ্বিক নিরাপত্তাঝুঁকি ও নিগ্ধোজ্ঞা নিয়ে কাজ করা কাষ্টেলামের হিসাবে সবচেয়ে বেশি ২হাজার ২৬টি নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

    এই বিভাগের আরো পোস্ট :

    রুবলের উল্লম্ফন

    নিষেধাজ্ঞার পরও রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের নানা পদক্ষেপে দেশটির মুদ্রা রুবল দুর্বল হওয়ার বদলে শক্তিশালী হয়েছে। জানুয়ারির পর থেকে মে পর্যন্ত ডলারের বিপরীতে রুবল ৪০ শতাংশ শক্তিশালী হয়েছে। জ্বালানি তেলের উচ্চমূল্য, রাশিয়া থেকে আমদানি পণ্যের মূল্য রুবলে পরিশােধের বাধ্যবাধকতা এর পেছনে বড় ভূমিকা রেখেছে।

    বেড়েছে মূল্যস্ফীতি

    জুনের হিসাবে এক বছর আগের তুলনায় রাশিয়ায় মূল্যস্ফীতি বা জীবনযাত্রার ব্যয় বেড়েছে ১৭ শতাংশ। তবে দেশটির কেন্দ্রীয় ব্যাংক বলছে, যুদ্ধ ও নিৰ্ধোজ্ঞার কারণে যতটা মূল্যস্ফীতি হবে বলে ধারণা করা হয়েছে, প্রকৃতপক্ষে বছর শেষে তা আরও কম হবে। যে কারণে মূল্যস্ফীতির পূর্বাভাস ১৮ থেকে ২৩ শতাংশের বদলে ১৪ থেকে ১৭ শতাংশে নামিয়ে এনেছে তারা।

    প্রবৃদ্ধির পূর্বাভাসে পরিবর্তন

    ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী রাশিয়ায় এপ্রিলে জিডিপি প্রবৃদ্ধি কমেছে ৩ শতাংশ। মে মাসে দেশটির সরকার থেকে জানানাে হয়েছিল, চলতি বছর জিডিপি ৭ দশমিক ৮ শতাংশ কমতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক ইনষ্টিটিউট অব ইন্টারন্যাশনাল ফাইন্যান্সের পূর্বাভাস, বিদেশি বিনিয়ােগ ও শিল্পোৎপাদন কমায় জিডিপি কমবে ১৫ শতাংশ।

    আমদানি কমেছে অনেক

    যুদ্ধ ও নিষেধাজ্ঞায় বিনিয়ােগ ক্ষতিগ্রস্ত হওয়ায় ও শিল্পোৎপাদন কমায় রাশিয়ার আমদানি ব্যাপকভাবে কমেছে। রাশিয়ার বাণিজ্যিক ব্যাংক ওটক্রিতির তথ্য দিয়ে দ্য মস্কো টাইমস জানিয়েছে, এপ্রিলে ৫০০ কোটি থেকে ১ হাজার কোটি ডলারের পণ্য আমদানি করেছে দেশটি। যেখানে ফেব্রুয়ারিতে আমদানি হয়েছে ২ হাজার ৭৫০ কোটি ডলারের পণ্য। তবে সরকারের পক্ষ থেকে সর্বশেষ মাসের আমদানি, রপ্তানিবিষয়ক তথ্য প্রকাশ করা হয়নি।

    চাঙা জ্বালানি রপ্তানি

    দ্য ইকোনমিস্টের প্রতিবেদন অনুযায়ী, জ্বালানি রপ্তানি থেকে এখনাে দৈনিক ১০০ কোটি ডলার আয় করে চলেছে রাশিয়া। হেলসিংকিভিত্তিক দ্য সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিয়ার এয়ারের তথ্য অনুযায়ী, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন হামলার পর প্রথম ১০০ দিনে জ্বালানি রপ্তানি থেকে ৯৭ বিলিয়ন ডলার আয় করেছে মস্কো। এসঅ্যান্ডপি গ্লোবালের তথ্য অনুযায়ী, বছরের প্রথম পাঁচ মাসে দেশটির তেল রপ্তানি থেকে আয় ১২ শতাংশ বেড়েছে।

    গাড়ি বিক্রিতে ধাক্কা

    অ্যাসােসিয়েশন অব ইউরােপিয়ান বিজনেসের পরিসংখ্যান অনুযায়ী, চাহিদা কমে যাওয়া এবং কাঁচামালের সংকটের কারণে মে মাসে রাশিয়ার গাড়ি বিক্রি রেকর্ড ৮৩ শতাংশ কমেছে। রুশ পরিসংখ্যান দপ্তর রসস্ট্যাটের তথ্য অনুযায়ী, গাড়ির দাম ৫০ শতাংশ বেড়েছে। গাড়িশিল্পের ক্ষতি কাটাতে প্রণােদনার উদ্যোগ নিতে ১৬ জুন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন ভ্লাদিমির পুতিন।

    আন্তর্জাতিক বিশ্লেষকেরা মনে করেন, রাশিয়ার প্রকৃত পরিস্থিতি কী, সেটি এখনাে পরিষ্কার নয়। দীর্ঘ মেয়াদে দেশটির অর্থনীতিতে কী ধরনের প্রভাব পড়তে যাচ্ছে, তা জানতে অপেক্ষা করতে হবে।

  • ইউক্রেনকে ৯০০ কোটি ইউরাে সহায়তা দেবে ইউরােপীয় ইউনিয়ন

    গত ৩০ মে ২০২২ বেলজিয়ামের ব্রাসেলসে অনুষ্ঠিত বৈঠকে ইউক্রেনকে ৯০০ কোটি ইউরাে জরুরি সহায়তা দেওয়ার ঘােষণা দেয় ইউরােপীয় ইউনিয়ন (ইইউ)।

    একই সঙ্গে রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানিতে কঠোর নিষেধাজ্ঞা আরােপের বিষয়েও একমত হন ইইউর নেতারা। এ ছাড়া ২৭ সদস্যের এ জোট জানিয়েছে, চলতি বছরের শেষ নাগাদ তারা রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি দুই-তৃতীয়াংশের বেশি কমিয়ে আনবে।

    এই বিভাগের আরো পোস্ট :

    ইউক্রেন যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত ছয়বার রাশিয়ার ওপর নিষেদ্ধাজ্ঞা দেয় জোটটি। তবে সর্বশেষ নিষেধাজ্ঞার প্রস্তাবে শুরুতে আপত্তি জানিয়েছিল হাঙ্গেরি। কেননা ভূবেষ্টিত হাঙ্গেরি অনেকাংশে রুশ জ্বালানি তেলের ওপর নির্ভরশীল।

  • যুদ্ধের মধ্যেও রাশিয়ার জ্বালানি রপ্তানি বেড়েছে

    ইউক্রেনে রুশ অভিযানের প্রথম ১০০ দিনে জীবাশ্ম জ্বালানি রপ্তানি করে ৯ হাজার ৮০০ কোটি ডলার আয় করেছে মস্কো। গত ১৩ জুন ২০২২ ফিনল্যান্ডভিত্তিক সংস্থা সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার (সিআরইএ) প্রকাশিত এক গবেষণা প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

    সিআরইএর প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধের প্রথম ১০০ দিনে রাশিয়ার কাছ থেকে ইউরােপীয় ইউনিয়ন (ইইউ) যে পরিমাণ জীবাশ্ম জ্বালানি আমদানি করেছে, তা মস্কোর মােট রপ্তানির ৬১ শতাংশ। এর মূল্য প্রায় ৬,০০০ কোটি মার্কিন ডলার।

    • রাশিয়ার জ্বালানির শীর্ষ আমদানিকারক দেশ চীন। দেশটি ১৩ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলারের জীবাশ্ম জ্বালানি আমদানি করেছে।
    • দ্বিতীয় অবস্থানে আছে জার্মানি। দেশটি রাশিয়ার কাছ থেকে ১২ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের জ্বালানি কিনেছে।
    • ইতালি কিনেছে ৮ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলারের জীবাশ্ম জ্বালানি।
    • তুরস্ক ৭ বিলিয়ন মার্কিন ডলারের জ্বালানি আমদানি করেছে।
    • পােল্যান্ড আমদানি করেছে ৪ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলারের জীবাশ্ম জ্বালানি।
    • ফ্রান্স আমদানি করেছে ৪ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারের জ্বালানি।
    • প্রসঙ্গত, জীবাশ্ম জ্বালানি রপ্তানি করে রাশিয়া যে আয় করেছে, তার বেশির ভাগই এসেছে অপরিশােধিত তেল রপ্তানি করে। এর মধ্য দিয়ে ৪ হাজার ৮২ কোটি মার্কিন ডলার আয় করেছে দেশটি।
    বিসিএস প্রিপারেশন

  • ইউরােপে ন্যাটোর সামরিক মহড়া

    রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে ইউরােপের বিভিন্ন দেশে সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে। আরও কিছু মহড়ার পরিকল্পনা করা হয়েছে। ন্যাটোর সদস্য ও সহযােগী রাষ্ট্রগুলাের সেনারা এতে অংশ নেন।

    ‘ডিফেন্ডার ইউরােপ’ ও ‘সুইফট রেসপন্স’ নামের দুটি সামরিক মহড়ায় ২০টি দেশের প্রায় ১৮ হাজার সেনা অংশ নিয়েছেন। অনুষ্ঠিত সামরিক মহড়াগুলাের স্থান, মহড়াগুলাের নাম ও সৈন্যসংখ্যা নিম্নরূপ

  • January-March 2017

    January-March 2017

    bangladesh technical education board
    [forminator_quiz id=”5242″]
    bangladesh technical education board
  • নিকারাগুয়ায় রাশিয়ার সেনা মােতায়েনের অনুমােদন

    মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়া। দেশটি ১৮২১ সালে স্পেন থেকে স্বাধীনতা লাভ করে। নিকারাগুয়ার প্রেসিডেন্ট ডেনিয়েল ওর্তেগা। ১৯৬২ সালে ডেনিয়েল ওর্তেগার নেতৃত্বে সমাজতন্ত্র মতবাদে আস্থাশীল Sadinist Front of National Liberation (FSLN) গড়ে ওঠে।

    ১৯৭৫ সালে মার্কিন মদদপুষ্ট সরকার অ্যানাস্তাসিও সােমােজা দেশে জরুরি অবস্থা ঘােষণা করলে বিপ্লবের মাধ্যমে স্বৈরশাসক সােমােজাকে ক্ষমতাচ্যুত করে ১৯৭৯ সালে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করেন ওর্তেগা। ফলে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আরও জোরদার হয়। ডেনিয়েল ওর্তেগা ১৯৮৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত নিকারাগুয়ার নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন।

    এই বিভাগের আরো পোস্ট :

    পরে ২০০৬ সালে ডেনিয়েল ওর্তেগা পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ক্ষমতায় আসেন এবং পরপর দুবার ক্ষমতায় থাকার পর সংবিধান সংশােধনের মাধ্যেমে ২০১৬ সালেও প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে এখনাে তিনি দায়িত্ব পালন করছেন।

    সম্প্রতি ওর্তেগার সরকার আইনশৃঙ্খলা রক্ষা, দুর্যোগ মােকাবিলা এবং প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যে দেশটিতে রাশিয়ার সেনা মােতায়েনের অনুমােদন দেয়।

    ৯ জুন ২০২২ এ সম্পর্কে রাশিয়ার সরকারের পক্ষ থেকে জানানাে হয়। প্রসঙ্গত, গত দশক থেকে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা এবং নিকারাগুয়ায় সামরিক, সাংস্কৃতিক, স্বাস্থ্যসহ নানা খাতে সহযােগিতা বৃদ্ধি করেই চলেছে রাশিয়া।

    এরই মধ্যে মধ্য আমেরিকার বৃহত্তম দেশ নিকারাগুয়ায় রাশিয়ার সেনা মােতায়েনের অনুমােদন রাশিয়া নিকারাগুয়া সম্পর্কে এবং বিশ্ব রাজনীতিতে নতুন মাত্রা যােগ করল।

  • কিয়েভ সফরে ইউরােপের চার রাষ্ট্রপ্রধান

    ইউক্রেনের পূর্বাঞ্চলে দেশটির বাহিনীর সঙ্গে রুশ বাহিনীর তীব্র লড়াই চলছে। এরই মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভ সফর করেছেন ইউরােপের চার দেশের সরকারপ্রধান ট্রেনে করে গত ১৬ জুন ২০২২ তাঁরা কিয়েভে পৌছান।

    ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখো, জার্মানির চ্যান্সেলর ওলাফ শলঞ্জ, ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি ও রােমানিয়ার প্রেসিডেন্ট ক্লাউস ইয়ােহানিস সফরে গিয়ে বলেন, ইউক্রেনের প্রতি সংহতি জানাতেই তাঁরা কিয়েভে এসেছেন।

  • ইউক্রেনে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক রকেট-ব্যবস্থা হিমার্স

    গত ১ জুন ২০২২ যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অত্যাধুনিক প্রযুক্তির রকেট-ব্যবস্থা হাই মােবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (হিমার্স) সরব্রাহকরেছে। এ রকেট-ব্যবস্থা ব্যবহার করে দীর্ঘ ৮০ কিলােমিটার দূরত্ব পর্যন্ত (৫০ মাইল) লক্ষ্যবস্তুতে আঘাত হানা যায়।

    ৭০ কোটি ডলার মূল্যের নতুন অস্ত্রসহায়তা প্যাকেজের আওতায় ইউক্রেনকে এ রকেট-ব্যবস্থা সরাহ করে যুক্তরাষ্ট্র। এ ছাড়া যুক্তরাষ্ট্র কর্তৃক ইউক্রেনকে প্রদত্ত অস্ত্রের মধ্যে রয়েছে স্বচালিত হুইটজার, গােলাবারুদ, পাল্টা আক্রমণে ব্যবহৃত রাডার, ট্যাংকবিধ্বংসী জ্যাভেলিন ক্ষেপণাস্ত্র ও সাঁজোয়া যানবিধ্বংসী অস্ত্র।