Author: admin

  • সেন সাম্রাজ্য : প্রাচীন যুগের সমাপ্তি

    ইতিহাসের পথ পরিক্রমায় বহুল আলােচিত, প্রাচীন যুগের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ শাসনকাল হচ্ছে সেন রাজাদের শাসন। বাংলায় সেন শাসনের বিশেষ তাৎপর্য হলাে, সেনগণই সর্বপ্রথম বাংলার শাসন ক্ষমতা দখল করে সমগ্র বাংলার ওপর তাদের নিরঙ্কুশ শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হন।

    ক্ষমতা গ্রহণ

    পাল বংশের পর বাংলায় সেন বংশের রাজত্ব শুরু হয়। সেনদের আদি নিবাস ছিল দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যে। সেন বংশের প্রতিষ্ঠাতা সামন্ত সেনের পিতা বীর সেন। মূলত কর্ণাটক থেকে গৌড় রাজ্যে এসেছিলেন ভাগ্যান্বেষণে। বাংলা তখন পাল রাজাদের অধীনে। রামপাল, কুমারপাল প্রমুখ রাজাগণের শাসনকাল থেকে পাল সাম্রাজ্যে বিভিন্ন দুর্বলতা দেখা দেয়। ফলে শাসনকার্যের সুবিধার্থে পাল রাজারা বিদেশি কর্মচারীদের বিভিন্ন প্রশাসনিক কাজে নিয়ােগ করতেন। এভাবে সেন বংশীয় লােকেরা প্রথমে পাল রাজাদের অধীনে উচ্চপদে কাজ করতেন।

  • পদ্মা বহুমুখী সেতু সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

    পদ্মা বহুমুখী সেতু সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো। পদ্মা সেতু চালু হচ্ছে জুনেই। উদ্বোধনের তারিখ ২৫ জুন ২০২২। তো চলুন পদ্মা সেতু সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলো পড়ে নেয়া যাক-

    পদ্মা বহুমুখী সেতু সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

    প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পের নাম—
    উত্তর : পদ্মা বহুমুখী সেতু।

    এই বিভাগের আরো পোস্ট :

    প্রশ্ন : পদ্মা সেতুর দৈর্ঘ্য—
    উত্তর : ৬.১৫ কিলােমিটার।

    প্রশ্ন : পদ্মা সেতুর প্রস্থ—
    উত্তর : ২২ মিটার।

    প্রশ্ন : পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা—
    উত্তর : ৬০ ফুট (প্রায় ১৮ মিটার)।

    প্রশ্ন : পদ্মা সেতুর মােট পিলারের সংখ্যা—
    উত্তর : ৪২টি।

    প্রশ্ন : পদ্মা সেতুর পিলারের নিচে ষ্টিলের পাইল বসানাে হয়েছে—
    উত্তর : ১২২ মিটার গভীর।

    https://youtube.com/watch?v=4od_QGSDva4%3Ffeature%3Doembed

    প্রশ্ন : পদ্মা সেতুর পাইল বা মাটির গভীরে বসানাে ভিত্তি এখন পর্যন্ত বিশ্বে গভীরতম—
    উত্তর : সর্বোচ্চ ১২২ মিটার।

    প্রশ্ন : পদ্মা সেতুর পাইল-সংক্রান্ত সমস্যায় গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করে ব্রিটিশ পরামর্শক প্রতিষ্ঠান—
    উত্তর : COWI।

    প্রশ্ন : প্রতিটি পিলারের জন্য পাইলিং করা হয়েছে—
    উত্তর : ছয়টি (মাটি নরম হওয়ায় ২২টি পিলারের পাইলসংখ্যা সাতটি করে)।

    প্রশ্ন : পদ্মা সেতুর পিলারের পাইল বসানাের জন্য হাইড্রোলিক হাতুড়ি (হ্যামার) নিয়ে আসা হয়েছিল যে দেশ থেকে—
    উত্তর : জার্মানি (সবচেয়ে বড় হ্যামারটির ক্ষমতা তিন হাজার কিলােজুল)।

    প্রশ্ন : পদ্মা সেতুতে ১৫০ মিটার দৈর্ঘ্যের স্প্যান বসানাে হয়েছে—
    উত্তর : ৪১টি।

    প্রশ্ন : পদ্মা সেতুর স্প্যান তৈরি হয়েছে চীনের হুবেই প্রদেশের—
    উত্তর : শিংহুয়াংড়াও শহরে।

    প্রশ্ন : পদ্মা সেতুতে স্প্যান বসানাের কাজে ব্যবহার করা হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় ভাসমান ক্রেন—
    উত্তর : তিয়ান-ই (ক্রেনটির ধারণক্ষমতা ৩ হাজার ৬০০ টন আর স্প্যানের ওজন ৩ হাজার ২০০ টন)।

    প্রশ্ন : পদ্মা সেতুর দুই প্রান্তের (মাওয়া-জাজিরা) সংযােগ সড়কের দৈর্ঘ্য—
    উত্তর : ১৪ কিলােমিটার।

    প্রশ্ন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু প্রকল্পের মূল সেতু নির্মাণ ও নদীশাসন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন—
    উত্তর : ১২ ডিসেম্বর ২০১৫।

    প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে নদীশাসনের কাজ শুরু হয়—
    উত্তর : ২০১৪ সালের ডিসেম্বরে।

    প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে নদীশাসনের কাজে ঠিকাদারি প্রতিষ্ঠান চীনের সিনােহাইড্রো করপােরেশনের সঙ্গে চুক্তি হয়—
    উত্তর : ৮ হাজার ৭০৮ কোটি টাকার (১১০ কোটি মার্কিন ডলার)।

    প্রশ্ন : পদ্মা সেতুর দুই পাড়ে নদীশাসন করা হয়েছে—
    উত্তর : ১২ কিলােমিটার।

    প্রশ্ন : বিশ্বের প্রথম সেতু হিসেবে পদ্মা সেতু নির্মাণ করা হচ্ছে—
    উত্তর : কংক্রিট ও ষ্টিল দিয়ে।

    প্রশ্ন : পদ্মা সেতুর দুই প্রান্তে রয়েছে—
    উত্তর : মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরা।

    প্রশ্ন : পদ্মা সেতুর নকশা তৈরি করেছে আমেরিকান কোম্পানি—
    উত্তর : Maunsell Ltd. AECOM NZL Architecture, Engineering, Consulting, Operations and Maintenance (AECOM)

    প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পের বিশেষজ্ঞ প্যানেলের প্রধান—
    উত্তর : এম শামীম জেড বসুনিয়া।

  • প্রাচীন সভ্যতা সম্পর্কিত বিগত পরীক্ষায় আসা প্রশ্নাবলি

    প্রাচীন সভ্যতা সম্পর্কিত বিগত পরীক্ষায় আসা প্রশ্নাবলি নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য লেখাটি গুরুত্বপূর্ণ হবে। বিবর্তনের মধ্য দিয়ে প্রাচীন থেকে আধুনিক সভ্যতার উত্থান। মহাকালের একেকটি যুগ ইতিহাসের নতুন ভিত্তি সৃষ্টি করে। প্রাচীন সভ্যতা সম্পর্কিত বিগত পরীক্ষায় আসা প্রশ্নাবলি নিয়ে আমাদের আজকের আয়ােজন।

    এই বিভাগের আরো পোস্ট :

    প্রাচীন সভ্যতা সম্পর্কিত বিগত পরীক্ষায় আসা প্রশ্নাবলি

    প্রশ্ন : মানব সভ্যতার বিবর্তন ধারাকে কয়টি যুগে ভাগ করা হয়েছে?
    উত্তর : ৩টি।

    প্রশ্ন : প্রাচীন প্রস্তুর যুগ শুরু হয়েছিল?
    উত্তর : ৫ লক্ষ বছর পূর্বে।

    প্রশ্ন : কী দিয়ে মানব সভ্যতা শুরু হয়?
    উত্তর : আগুনের ব্যবহার।

    প্রশ্ন : সভ্যতার পরিমাণ করা যায়
    উত্তর : কলাকৌশলের প্রয়ােগ দেখে।

    প্রশ্ন : প্রাচীন সভ্যতাগুলাে গড়ে উঠার ক্ষেত্রে সর্বাধিক ভূমিকা রেখেছিল—
    প্রশ্ন : ১৯৭৪ সালে

    প্রশ্ন : ১৯৭৪ সালে কোন দেশে প্রায় সম্পূর্ণ ‘অস্ট্রালােপিতিসিন্স লুসি’র কঙ্কাল আবিষ্কৃত হয়?
    উত্তর : ইথিওপিয়া।

    আরো পড়ুন : পদ্মা সেতু সম্পর্কিত গুরুত্বপূর্ণ যত তথ্য

    প্রশ্ন : মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শেখে?
    উত্তর : তামা।

    প্রশ্ন : আধুনিক সভ্যতার ভিত্তি কোনটি?
    উত্তর : লৌহ।

    প্রশ্ন : কোথায় প্রথম লােহা আবিষ্কৃত হয়?
    উত্তর : এশিয়া মাইনর।

    প্রশ্ন : মানব সভ্যতা রু হয় কী থেকে?
    উত্তর : কৃষি থেকে।

    প্রশ্ন : মেসােপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল কোথায়?
    উত্তর : ট্রাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে।

    প্রশ্ন : বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায়।
    উত্তর : মেসােপটেমিয়ায়।

    প্রশ্ন : ‘মেসােপটেমিয়া এলাকার বেশির ভাগ বর্তমানে কোন দেশে?
    উত্তর : ইরাক।

    প্রশ্ন : ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত?
    উত্তর : ইরাক।

    প্রশ্ন : আধুনিক তুরস্ক, সিরিয়া, ইরান, ইরাক ও কুয়েত ইত্যাদি রাষ্ট্রগুলাে প্রাচীন কোন সভ্যতার অংশ?
    উত্তর : মেসােপটেমিয়ান সভ্যতা।

    প্রশ্ন : বাইজেনটাইন (Byzantine) সাম্রাজ্যের রাজধানী ছিল কোন নগরী?
    উত্তর : কনস্টান্টিনােপল।

    প্রশ্ন : ‘জুলিয়াস সীজার’ কেন বিখ্যাত?
    উত্তর : রােমান সম্রাট হিসেবে।

    প্রশ্ন : কবে ফরাসি বিপ্লব সংঘটিত হয়?
    উত্তর : ১৭৮৯।

    প্রশ্ন : ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়?
    উত্তর : তুরস্কে।

    আরো পড়ুন : প্রাথমিক বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

    প্রশ্ন : ১৭২৫ সালে বিশ্বের প্রাচীনতম রেস্তোরা চালু হয়েছিল ইউরােপের একটি শহরে, তার নাম এবং রেস্তোরার নাম-
    উত্তর : স্পেনের মাদ্রিদ শহর, কাসা বােতিল।

    প্রশ্ন : ইতিহাসের জনক কে?
    উত্তর : হেরােডােটাস।

    প্রশ্ন : গণতন্ত্রের সূচনা হয় কোন দেশে?
    উত্তর : গ্রিস।

    প্রশ্ন : ম্যাগনাকার্টা কত খ্রিষ্টাব্দে প্রণীত হয়?
    উত্তর : ১২১৫ খ্রিষ্টাব্দে।

    প্রশ্ন : হিজরী সন গণনা শুরু হয়
    উত্তর : ৬২২ সাল থেকে।

    প্রশ্ন : কোন যুগে মানুষের আবির্ভাব ঘটেছে?
    উত্তর : ক্রিটেসাস যুগে।

    প্রশ্ন : দার্শনিক প্লেটো রচিত বিখ্যাত পুস্তকের
    উত্তর : দ্য রিপাবলিক।

    প্রশ্ন : দাদাবাদ কোন সময়ের শিল্প আন্দোলন?
    উত্তর : বিশ শতকের।

    প্রশ্ন : History শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে?
    উত্তর : গ্রিক।

    প্রশ্ন : পেলােপনেশীয় যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?
    উত্তর : এথেন্স ও স্পার্টার মধ্যে।

    প্রশ্ন : ‘পুনর্জাগরণ” এর সূতিকাগার বলা হয় কোন দেশকে?
    উত্তর : ইতালি।

    প্রশ্ন : ইউরােপীয় রেনেসা হয়
    উত্তর : ১৪৫৩ সালে।

    প্রশ্ন : মায়া সভ্যতাটি আবিষ্কৃত হয়
    উত্তর : মধ্য আমেরিকা।

    প্রশ্ন : মহেঞ্জোদারােতে পাওয়া গেছে কোনটি?
    উত্তর : গােসলখানা।

    প্রশ্ন : মহেঞ্জোদারাে’ কথার অর্থ কী?
    উত্তর : মরা মানুষের ঢিবি।

    আরো পড়ুন : মার্চ মাসের জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহ

    প্রশ্ন : মিশরীয় সভ্যতার চিত্রলিপিকে কী বলা হয়?
    উত্তর : হায়ারােগ্লিফিক।

    প্রশ্ন : হরপ্পা ও মহেঞ্জোদারােতে প্রাপ্ত সভ্যতা ইতিহাসে কোন সভ্যতা হিসাবে পরিচিত?
    উত্তর : সিন্ধু সভ্যতা।

    প্রশ্ন : কোন দেশের রাজাকে ‘Son of God’ বলা হতাে?
    উত্তর : চীন।

    প্রশ্ন : কত খ্রিষ্টপূর্বাব্দে সিন্ধু সভ্যতার পতন হয়?
    উত্তর : ২৭৫০।

    প্রশ্ন : প্রথম কারা বর্ণমালা উদ্ভাবন করে?
    উত্তর : ফিনিশীয়রা।

    প্রশ্ন : সক্রেটিসকে হেমলক পানে হত্যা করা হয়—
    উত্তর : গ্রিসে।

    প্রশ্ন : মিশরীয়রা লেখার জন্য কী ব্যবহার করতাে?
    উত্তর : প্যাপিরাস।

    প্রশ্ন : Sphinx হচ্ছে একটি
    উত্তর : মূর্তি।

    প্রশ্ন : মেক্সিকোকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি প্রাচীন সভ্যতার নাম
    উত্তর : আজটেক।

    প্রশ্ন : ‘ত নাট্য শাস্ত্র’ এর উৎপত্তিস্থল কোথায়?
    উত্তর : ভারত।

    প্রশ্ন : পৃথিবীর সবচেয়ে প্রাচীন বই কোনটি?
    উত্তর : গিলগামেশ।

    প্রশ্ন : পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া যায়—
    উত্তর : ব্যবিলনের উত্তরের গাথুন শহরের ধ্বংসাবশেষে।

    প্রশ্ন : কোন জাতি বৃত্তকে প্রথম ৩৬০ ডিগ্রিতে ভাগ করেন?
    উত্তর : অ্যাসেরীয়রা।

    প্রশ্ন : কোন সভ্যতায় প্রতিদিনকে ১২ জোড়া ঘণ্টায় বিভক্ত করা হয়?
    উত্তর : ক্যালডীয়।

    প্রশ্ন : কারা ৩০ দিনে ১ মাস, ১২ মাসে ১ বছর, ৩৬৫ দিনে ১ বছরের এই গণনা রীতির সূচনা করেন?
    উত্তর : মিশরীয়।

    প্রশ্ন : সিন্ধু সভ্যতার প্রতিষ্ঠাতা—
    উত্তর : দ্রাবিড়গণ।

    প্রশ্ন : কী দেখে ফিনিশীয়রা দিক নির্ণয় করতাে?
    উত্তর : ধ্রুবতারা।

    আরো পড়ুন : বিভিন্ন পরীক্ষায় আসা মুজিবনগর সরকার সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

    প্রশ্ন : বর্তমান ইসরায়েলের অধিবাসীরা কাদের বংশধর?
    উত্তর : হিব্রুদের।

    প্রশ্ন : পৃথিবীতে মনুষ্য নির্মিত সর্ববৃহৎ স্থাপনা কোনটি?
    উত্তর : চীনের মহাপ্রাচীর।

    প্রশ্ন : ভৌগােলিক ও সাংস্কৃতিক কারণে গ্রিক সভ্যতার সাথে কোন দুইটি সংস্কৃতির নাম জড়িত?
    উত্তর : হেলেনিক ও হেলেনিস্টিক।

    প্রশ্ন : গ্রিক পুরাণে নিকে কিসের দেবী?
    উত্তর : বিজয়।

    প্রশ্ন : “নিজেকে জানাে’ কে বলেছেন?
    উত্তর : সক্রেটিস।

    প্রশ্ন : ‘লাইসিয়াম’ প্রতিষ্ঠা করেন—
    উত্তর : এরিস্টটল।

    প্রশ্ন : প্রাচীন গ্রিসের অন্ধ মহাকবির নাম কী?
    উত্তর : হােমার।

    প্রশ্ন : ‘ইলিয়াড’ মহাকাব্যটি কে রচনা করেন?
    উত্তর : হােমার।

    প্রশ্ন : প্রাচীন গ্রিসে চিত্রকর্ম অঙ্কন করা হতাে
    উত্তর : মৃৎপাত্রের গায়ে।

    প্রশ্ন : প্রাচীন যুগে নগর রাষ্ট্র কোথায় ছিল?
    উত্তর : প্রাচীন গ্রিস ও রােমে।

    প্রশ্ন : ‘সার্পেন্ট অব দি নাইল’ নামে পরিচিত কে?
    উত্তর : রানি ক্লিওপেট্রা।

    প্রশ্ন : পানীয় জল সরবরাহের এক অভিনব প্রকৌশল বিদ্যার প্রকাশ ‘আকুয়াডাক্ট কাদের সৃষ্টি?
    উত্তর : রােমান।

    প্রশ্ন : কোথায় অ্যাক্টা দিউরমা বা সরকারের.. এ ঘােষণাপত্র প্রকাশ করা হতাে?
    উত্তর : রােম।

    প্রশ্ন : ইনকা সভ্যতার ব্যাপ্তিকাল ছিল—
    উত্তর : ১৪৩৮-১৫৩৩ খ্রিষ্টাব্দ।

    প্রশ্ন : ‘মাচুপিছু কোন সভ্যতার নিদর্শন?
    উত্তর : ইনকা।

    প্রশ্ন : লাস্কো গুহা কোথায় অবস্থিত?
    উত্তর : ফ্রান্স।

    আরো পড়ুন : বিসিএস প্রস্তুতিতে বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ কিছু এক কথার প্রশ্নোত্তর

    প্রশ্ন : চীনের মহাপ্রাচীর চীন দেশের যে সীমান্তে অবস্থিত—
    উত্তর : উত্তর।

    প্রশ্ন : দার্শনিক রাজার শাসনের কথা কে বলেছেন?
    উত্তর : প্লেটো।

    প্রশ্ন : বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক
    উত্তর : থুকিডাইডিস

    প্রশ্ন : এলাম, দেখলাম, জয় করলাম কথাটি কে বলেছেন?
    উত্তর : জুলিয়াস সিজার।

  • বাংলাদেশের ভৌগােলিক নির্দেশক (GI) পণ্য এখন ১০টি

    কোনাে একটি দেশের নির্দিষ্ট ভূখণ্ডের মাটি, পানি, আবহাওয়া ও সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা এবং সেখানকার জনগােষ্ঠীর সংস্কৃতি যদি কোনাে একটি পণ্য উৎপাদনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাহলে সেটিকে সেই দেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিয়ে থাকে আন্তর্জাতিক মেধাস্বত্ববিষয়ক সংস্থা ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রােপার্টি অর্গানাইজেশন। সংশ্লিষ্ট দেশের আবেদন, অন্যান্য দেশের অনাপত্তি এবং সংস্থাটির সার্বিক যাচাইবাছাইয়ের ভিত্তিতে এই স্বীকৃতি দেওয়া হয়। এ পর্যন্ত বাংলাদেশের ১০টি পণ্য এই স্বীকৃতি পেয়েছে। সর্বশেষ গত ১৮ মে ২০২২ শিল্প মন্ত্রণালয় বাগদা চিংড়ির জিআই সনদ (ভৌগােলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি) পাওয়ার আনুষ্ঠানিক ঘােষণা দিয়েছে।

    জামদানি

    বাংলাদেশের প্রথম ভৌগােলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি পায় জামদানি শাড়ি। ২০১৬ সালের ১৭নভেম্বর আসে এই স্বীকৃতি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপােরেশন (বিসিক) পায় জামদানির জিআই স্বত্ব। বাংলাদেশই যে জামদানির জিআই স্বত্ব পাওয়ার একমাত্র যােগ্য দাবিদার, এর পক্ষে জোরালাে যুক্তিপ্রমাণসহ নিবন্ধ প্রকাশ করে বাংলাদেশ। প্রাচীন ভারতীয় অর্থশাস্ত্রবিদ কৌটিল্যের অর্থশাস্ত্র, ১৪ শতকের মুসলিম পরিব্রাজক ইবনে বতুতার লেখা কিংবা অন্যান্য গবেষণাপত্রে জামদানির আদি উৎস হিসেবে ঢাকাকেই উল্লেখ করা হয়েছে।

    এই বিভাগের আরো পোস্ট :

    ইলিশ মাছ

    বাংলাদেশের দ্বিতীয় নিজস্ব পণ্য হিসেবে ভৌগােলিক নির্দেশক বা জিআই স্বীকৃতি পায় ইলিশ। ২০১৭ সালের ৬ আগস্ট WIPO জাতীয় মাছ ইলিশকে বাংলাদেশি পণ্য হিসেবে স্বীকৃতি প্রদানের কথা ঘােষণা করে। ওয়ার্ল্ড ফিশের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের মােট ইলিশের ৮৬ শতাংশই উৎপাদিত হয় বাংলাদেশে। বিগত কয়েক বছরে অন্যান্য দেশে ইলিশের উৎপাদন কমে গেলেও বাংলাদেশে তা উল্লেখযােগ্য হারে বেড়েছে। পাশাপাশি ইলিশের উৎপাদন বৃদ্ধিতে বাংলাদেশের তৈরি মডেলগুলাে অন্যান্য দেশও অনুসরণ করছে। মূলত মা ও জাটকা ইলিশ ধরা বন্ধ করার মাধ্যমেই ইলিশ উৎপাদনে এ সফলতা পাওয়া গেছে। বাংলাদেশ ছাড়াও ভারত, মিয়ানমার, আটলান্টিক ও ভূমধ্যসাগরীয় কিছু অঞ্চলে অল্প পরিমাণে ইলিশ পাওয়া গেলেও স্বাদে ও পুষ্টিতে বাংলাদেশের ইলিশই সেরা।

    ক্ষীরশাপাতি আম

    ২০১৯ সালের ২৭ জানুয়ারি বাংলাদেশের নিজস্ব পণ্য হিসেবে জিআই বা ভৌগােলিক নির্দেশক তালিকাভুক্ত হয় চাঁপাইনবাবগঞ্জের ক্ষীরশাপাতি আম। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ অঞ্চলে ক্ষীরশাপাতি নাম হলেও যশাের, খুলনা, সাতক্ষীরা অঞ্চলে এটি ‘হিমসাগর’ নামেই অধিক পরিচিত। ১৯৫৫ সালের প্রাচীন লােকগীতি ‘আলকাপ’ গানে ২০০ জাতের আমের নামের মধ্যে ক্ষীরশাপাতি একটি। চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে ২৬ হাজার ৬৭০ হেক্টর জমিতে ২৫০-এর বেশি জাতের আমের চাষ করা হলেও এর মধ্যে ২৫ থেকে ৩০ শতাংশই হচ্ছে ক্ষীরশাপাতি। শুধু চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলেই নয়, বরং আঁশবিহীন আমটি এর অনন্য স্বাদ ও গন্ধের কারণে সারা দেশেই জনপ্রিয়। কয়েক বছর ধরে দেশের চাহিদা মিটিয়ে ইউরােপ, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে ক্ষীরশাপাতি আম।

    মসলিন কাপড়

    কেবল ভূভারত নয়, প্রাচ্য-পাশ্চাত্যসহ দুনিয়াজুড়ে একসময় বিপুল সমাদর ছিল মসলিন মিহি কাপড়ের। অত্যন্ত হালকা, সূক্ষ্ম ও পরিধেয় হিসেবে খুব আরামদায়ক হওয়ায় অভিজাত নারীদের কাছে। এর চাহিদা ছিল আকাশচুম্বী। কিন্তু কালের বিবর্তনে ধীরে ধীরে হারিয়ে যায় বাংলার এই ঐতিহ্যবাহী পণ্য। বর্তমান সরকার বিলুপ্ত এই মসলিনের ঐতিহ্য ফিরিয়ে আনতে ‘বাংলাদেশের সােনালি ঐতিহ্য মসলিন সুতা ও কাপড়ের প্রযুক্তি পুনরুদ্ধার’ শীর্ষক প্রকল্প হাতে নেয়। ছয় বছরের বিরামহীন চেষ্টায় ১৭০ বছর পর সফলভাবে মসলিন বুনতে সক্ষম হন গবেষকেরা। ২০২০ সালের ২৮ ডিসেম্বর জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় বাংলাদেশের মসলিন। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ তাঁত বাের্ডকে (বাৰ্তবাে) দেওয়া হয় এই জিআই স্বত্ব।

    রাজশাহী সিল্ক

    ২৬ এপ্রিল বিশ্ব মেধাস্বত্ব দিবস। ২০২১ সালের এই দিবসে ভৌগােলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি পায় বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজশাহী সিল্ক। বাংলাদেশ রেশম উন্নয়ন বাের্ডের আবেদনের পরিপ্রেক্ষিতে WIPO এই স্বীকৃতির ঘােষণা দেয়। রেশম বা সিল্কের জন্মভূমি চীন হলেও ষােড়শসপ্তদশ শতাব্দীতে ভারতবর্ষে প্রচুর সিল্কের উৎপাদন হতে থাকে। একসময় রাজশাহী জেলা হয়ে ওঠে রেশম চাষের প্রধানতম ক্ষেত্র। ইষ্ট ইন্ডিয়া কোম্পানির দুজন কর্মকর্তার পাঠানাে দুটি প্রতিবেদন রাজশাহী সিল্কের অনন্য প্রামাণিক দলিল। যার প্রথমটি হলাে ওয়েল কর্তৃক ১৭৫৯ সালে লেখা এবং অন্যটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রধান সেরেস্তাদার জেমস গ্রান্ট কর্তৃক ১৭৮৮ সালে সদর দপ্তর ফোর্ট উইলিয়াম কলকাতায়। প্রেরণ করা হয়।

    রংপুরের শতরঞ্জি

    জিআই স্বীকৃতি দেওয়ার জন্য নিবন্ধনের আবেদন থেকে বাদ পড়েনি রংপুরের শতরঞ্জিও। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপােরেশন (বিসিক) ২০১৯ সালে ডিটিডিটির কাছে এই আবেদন করেছিল, যা ২০২১ সালে এসে স্বীকৃতি পায়। বিসিক কর্তৃপক্ষের হাতে স্বীকৃতির সনদ তুলে দেওয়া হয় ২০২১ সালের ১৭ জুন। ইতিহাস থেকে জানা যায়, ত্রয়ােদশ শতাব্দীতেও রংপুর এলাকায় শতরঞ্জির প্রচলন ছিল। বাংলাদেশে রপ্তানি বাণিজ্যে হস্তশিল্পের ৬০ শতাংশই রপ্তানি হয়ে থাকে রংপুরের শতরঞ্জি। প্রতিবছর গড়ে প্রায় ৪০ লাখ ডলার দেশে আনা সম্ভব হয়েছে রংপুরে উৎপাদিত শতরঞ্জির। মাধ্যমে।

    বাংলাদেশি কালিজিরা ধান

    বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউট এই পণ্যকে জিআই হিসেবে নিবন্ধনের জন্য আবেদন জানিয়েছিল, যা স্বীকৃতি পেয়েছে ২০২১ সালে। সাধারণত কালিজিরা ধানের খােসা কালাে হয়ে থাকে। তবে খােসা ছাড়ালে সাদা রঙের চাল বেরিয়ে আসে। দানার আকৃতি ছােট আর খােসা কালাে হওয়ার কারণে এটাকে কালিজিরা মসলার মতাে মনে হয়। তাই এমন নামকরণ করা হয়েছে। সাধারণত শ্রাবণ থেকে ভাদ্র মাস, অর্থাৎ আগস্ট থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত সময়ে কালিজিরার চারা রােপণ করতে হয়। অগ্রহায়ণের শেষের দিকে, অর্থাৎ ১০ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে ফসল কাটা হয়।

    দিনাজপুর কাটারিভােগ

    এই পণ্যকেও জিআই হিসেবে নিবন্ধনের জন্য আবেদন জানিয়েছিল বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। এই ধানের বৈশিষ্ট্য হলাে এ থেকে উৎপাদিত চাল সরু ও সুগন্ধি। কাটারিভােগ ধানটির মূল উৎপত্তিস্থল। দিনাজপুর। দিনাজপুর ছাড়া অন্য এলাকায় চাষ হলে এর সুগন্ধি কমে যায়। সারা বাংলাদেশে উৎপাদিত হলেও ময়মনসিংহ, টাঙ্গাইল, মাগুরা ও সিলেট জেলায়। ধানটির উৎপাদন বেশি। শ্রাবণ থেকে ভাদ্র মাস, অর্থাৎ আগষ্ট থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত সময়ে কাটারিভােগ চারা রােপণ করতে হয়। অগ্রহায়ণের শেষের দিকে, অর্থাৎ ১০ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে ফসল কাটা হয়।।

    বিজয়পুরের সাদা

    মাটি নেত্রকোনার এই প্রাকৃতিক সম্পদকে জিআই স্বীকৃতি দিতে নিবন্ধনের আবেদন করেছিল নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়, যা ২০২১ সালে এসে স্বীকৃতি পায়। ওই বছরের ১৭ জুন নেত্রকোনা জেলা প্রশাসকের হাতে স্বীকৃতির সনদ প্রদান করা হয়। সিরামিকের বাসনকোসন, টাইলস, গ্লাসসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে এই উৎকৃষ্ট মানের সাদা মাটি। নেত্রকোনা জেলার বিজয়পুরে সাদা মাটির বিপুল মজুত আছে। বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর ১৯৫৭ সালে তল্কালীন ময়মনসিংহ জেলার দুর্গাপুর থানায় ভেদিকুরা এলাকায় প্রথম সাদা মাটির সন্ধান পায়।

    বাগদা চিংড়ি

    বাংলাদেশের বাগদা চিংড়ি জিআই সনদ (ভৌগােলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি পেয়েছে। ২০১৯ সালের মে মাসে বাগদা চিংড়ির জিআই সনদ পেতে আবেদন করেছিল বাংলাদেশ। গত ১৮ মে ২০২২ শিল্প মন্ত্রণালয় জিআই সনদ পাওয়ার আনুষ্ঠানিক ঘােষণা দেয়। বাগদা চিংড়ি জিআই সনদ পাওয়ায় দুটি ক্ষেত্রে সুবিধা পাবে বাংলাদেশ। এক, বিশ্ববাজারে নিজস্ব পণ্য হিসেবে বাগদা চিংড়ি বেশি মূল্য পাবে। দুই, এ খাতে বিদেশি বিনিয়ােগ বাড়বে।

  • সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলি থেকে ২৫ টি এমসিকিউ

    সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলি থেকে ২৫ টি এমসিকিউ নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন, তাদের জন্য লেখাটি সহায়ক হবে। ইনশাল্লাহ! লেখাটি সম্পর্কে কোন মন্তব্য থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর লেখাটি আপনার ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।

    সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলি থেকে ২৫ টি এমসিকিউ

    ১. গ্রাফিক নভেল ‘মুজিব’ তৈরি হয়েছে কোন বই অবলম্বনে?
    ক. অসমাপ্ত আত্মজীবনী
    খ. কারাগারের রােজনামচা
    গ. বঙ্গবন্ধু ও শের-এ কাশ্মীর।
    ঘ. বঙ্গবন্ধু শেখ মুজিব : এক শতাব্দীর বাঁকে

    এই বিভাগের আরো পোস্ট :

    সঠিক উত্তর : অসমাপ্ত আত্মজীবনী

    ২. সম্প্রতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের অনুবাদ হয়েছে বাংলাদেশের ক্ষুদ্র জাতিগােষ্ঠীর
    ক. ২৩টি ভাষায়
    খ. ২২টি ভাষায়
    গ. ২৫টি ভাষায়
    ঘ. ২৪টি ভাষায়

    সঠিক উত্তর : ২২টি ভাষায়

    ৩. ইংরেজিতে দেওয়া রায় বাংলায় অনুবাদ করতে সুপ্রিম কোর্টে ব্যবহৃত হওয়া কৃত্রিম বুদ্ধিমত্তার সফটওয়্যারটির নাম কী?
    ক. বাংলা ভাষা
    খ. আমার ভাষা বাংলা
    গ. আমার ভাষা
    ঘ. মাতৃভাষা বাংলা

    সঠিক উত্তর : আমার ভাষা

    আরো পড়ুন :

    ৪. ২০২২ সালে পালিত হয়েছে বায়ান্নর মাতৃভাষা আন্দোলনের
    ক. ৭০ বছর পূর্তি
    খ. ৭২ বছর পূর্তি
    গ. ৭১ বছর পূর্তি
    ঘ. ৬৯ বছর পূর্তি

    সঠিক উত্তর : ৭০ বছর পূর্তি

    ৫. প্রতিবছর ১ মার্চ কোন দিবস পালিত হয়?
    ক. জাতীয় প্রবৃদ্ধি দিবস
    খ. জাতীয় ব্যাংক দিবস
    গ. জাতীয় বিমা দিবস
    ঘ. জাতীয় কলেরা দিবস

    সঠিক উত্তর : জাতীয় বিমা দিবস

    ৬. ‘জাতীয় পতাকা বিধিমালা জারি করা হয় কবে?
    ক. ১৯৭১ সালে
    খ. ১৯৭৩ সালে
    গ. ১৯৭৪ সালে
    ঘ. ১৯৭২ সালে।

    সঠিক উত্তর : ১৯৭২ সালে

    ৭. ‘তাতােং ‘ কোন ভাষার প্রথম ব্যাকরণ বইয়ের নাম?
    ক. ম্রো
    খ. খুমি
    গ. চাকমা
    ঘ. গারাে

    সঠিক উত্তর : ম্রো

    ৮. জনপ্রশাসন পদকের বর্তমান নাম কী?
    ক. শেখ হাসিনা জনপ্রশাসন পদক
    খ. আবদুল হামিদ জনপ্রশাসন পদক
    গ. বাংলাদেশ জনপ্রশাসন পদক
    ঘ. বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক

    সঠিক উত্তর : বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক

    ৯. ২০২২ সালের স্বাধীনতা পুরস্কারে ভূষিত হয়েছে বাংলাদেশ সরকারের কোন বিভাগ?
    ক. অর্থ বিভাগ
    খ. বিদ্যুৎ বিভাগ
    গ. স্বাস্থ্যসেবা বিভাগ
    ঘ. সুরক্ষা সেবা বিভাগ।

    সঠিক উত্তর : বিদ্যুৎ বিভাগ

    ১০. সম্প্রতি যুক্তরাজ্যের সিটি অব লন্ডন করপােরেশন নির্বাচনে কাউন্সিলম্যান নির্বাচিত হয়েছেন
    ক. রশিদুল ইসলাম
    খ. অনন্যা ইসলাম
    গ. শাহনান বখত
    ঘ. ইমরান আলী বখত

    সঠিক উত্তর : শাহনান বখত

    ১১. বাংলাদেশে ক্ষুদ্র জাতিগােষ্ঠীর সংখ্যা কতটি?
    ক. ২০
    খ. ৪৮
    গ. ২৫
    ঘ. ৩২

    সঠিক উত্তর : ৪৮

    ১২. সুন্দরবনের অপর নাম কী?
    ক. নারিকেল জিঞ্জিরা
    খ. বাদাবন
    গ. নাব্য
    ঘ. নারিকেলবাড়িয়া

    সঠিক উত্তর : বাদাবন

    ১৩. ঢাকার মেট্রোরেল-ব্যবস্থার অফিশিয়াল নাম কী?
    ক. ম্যাস র‌্যাপিড ট্রানজিট
    খ. পাবলিক র‌্যাপিড ট্রানজিট
    গ. কমিউনিকেশন র‌্যাপিড ট্রানজিট
    ঘ. ইজি র‌্যাপিড ট্রানজিট

    সঠিক উত্তর : ম্যাস র‌্যাপিড ট্রানজিট

    ১৪ . ডায়াবেটিসের নতুন কারণ আবিষ্কারে বাংলাদেশি বিজ্ঞানীদের মূল গবেষক হিসেবে নেতৃত্বে ছিলেন কে?
    ক. অধ্যাপক মানবেন্দ্র নাথ নাগ
    খ. ড. মধু এস মালাে
    গ. ডা. গােবিন্দ চন্দ্র রায়
    ঘ. অধ্যাপক ডাক্তার কাজী দীন মােহাম্মদ।

    সঠিক উত্তর : ড. মধু এস মালাে

    ১৫. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। কলকাতার জীবনের ওপর ভিত্তি করে নির্মাণাধীন প্রামাণ্যচিত্রের নাম কী?
    ক. ভারতবন্ধু
    খ. দিনলিপি বঙ্গবন্ধু
    গ. কলকাতায় বঙ্গবন্ধু
    ঘ. কলকাতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

    সঠিক উত্তর : কলকাতায় বঙ্গবন্ধু

    ১৬. কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে?
    ক. লাইবেরিয়া
    খ. নামিবিয়া
    গ. হাইতি
    ঘ. সিয়েরা লিওন

    সঠিক উত্তর : সিয়েরা লিওন

    ১৭. বর্তমানে তথ্যপ্রযুক্তি-সম্পর্কিত মামলা নিষ্পত্তির জন্য দেশে মােট কতটি সাইবার ট্রাইব্যুনাল কাজ করছে?
    ক. ৬টি
    খ. ৭টি
    গ. ৮টি
    ঘ. ৫টি

    সঠিক উত্তর : ৮টি

    ১৮. সাবমেরিন কেবলের মাধ্যমে দেশে প্রথম কোন উপজেলায় বিদ্যুৎ-সংযােগ দেওয়া হয়?
    ক. রাঙ্গাবালী, পটুয়াখালী।
    খ. সেন্ট মার্টিন, কক্সবাজার
    গ. ছাগলনাইয়া, ফেনী
    ঘ. সন্দ্বীপ, চট্টগ্রাম

    সঠিক উত্তর : সন্দ্বীপ, চট্টগ্রাম

    ১৯. বীর মুক্তিযােদ্ধার ইংরেজি প্রতিশব্দ কী?
    ক. কারেজিয়াস ফ্রিডম ফাইটার
    খ. ব্রেভ ফ্রিডম ফাইটার
    গ. ফেয়ারলেস ফ্রিডম ফাইটার
    ঘ. হিরােইক ফ্রিডম ফাইটার।

    সঠিক উত্তর : হিরােইক ফ্রিডম ফাইটার

    ২০. দেশের সবচেয়ে বড় ও আধুনিক আন্ডারপাসের নাম কী?
    ক. সুরসপ্তক
    খ. সুরবিহঙ্গ
    গ. বঙ্গবন্ধু আন্ডারপাস
    ঘ. ঢাকা আন্ডারপাস

    সঠিক উত্তর : সুরসপ্তক

    ২১. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানাে একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’গানটি কে রচনা করেন?
    ক. মুনীর চৌধুরী
    খ. জহির রায়হান
    গ. আবদুল গাফফার চৌধুরী
    ঘ. কাজী নজরুল ইসলাম।

    সঠিক উত্তর : আবদুল গাফফার চৌধুরী

    ২২. বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী ট্রেনের নাম কী?
    ক. মৈত্রী এক্সপ্রেস
    খ. বন্ধন এক্সপ্রেস
    গ. মিতালী এক্সপ্রেস
    ঘ. ওপরের সবকটি।

    সঠিক উত্তর : ওপরের সবকটি

    ২৩. পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
    ক.৬ কিমি
    খ. ৫.৬ কিমি।
    গ. ৭ কিমি
    ঘ. ৬.১৫ কিমি

    সঠিক উত্তর : ৬.১৫ কিমি

    ২৪. শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
    ক. সিলেট, হবিগঞ্জ।
    খ. ফরিদপুর, সদরপুর
    গ. রংপুর, পীরগঞ্জ
    ঘ. বীরগঞ্জ, দিনাজপুর

    সঠিক উত্তর : সিলেট, হবিগঞ্জ

    ২৫. প্রবাসী আয় গ্রহণে বাংলাদেশের অবস্থান কততম?
    ক. দ্বিতীয়
    খ. পঞ্চম
    গ. সপ্তম
    ঘ. অষ্টম

    সঠিক উত্তর : সপ্তম

  • ১৯ জুলাই করােনার ‘বুস্টার ডােজ’ দিবস পালিত

    করােনাভাইরাসের সংক্রমণ রােধে ১৯ জুলাই ২০২২ দেশব্যাপী বুস্টার ডােজ দিবস পালন করে স্বাস্থ্য অধিদপ্তর। দ্বিতীয় ডােজ নেওয়ার চার মাস পূর্ণকারী ১৮ বছরের বেশি ব্যক্তি বুস্টার ডােজের আওতায় পড়বেন।

    বুস্টার ডােজ হিসেবে ফাইজারের টিকা ব্যবহার করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এক দিনে প্রায় ৭৫ লাখ মানুষকে সুষ্ঠুভাবে টিকা প্রদানের লক্ষ্যে সারা দেশে প্রায় ১৬ হাজার ১৮১টি টিকাকেন্দ্রের (৬২৩টি স্থায়ী ও ১৫ হাজার ৫৫৮টি অস্থায়ী কেন্দ্র) মাধ্যমে বুস্টার ডােজ প্রদান করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

  • ১ জুলাই : ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস

    ১ জুলাই ২০২২ ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। ২০২২ সালের ১ জুলাই ১০২ বছর পূর্ণ করল প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত এ বিশ্ববিদ্যালয়।

    গবেষণা ও উদ্ভাবন : ইন্ডাষ্ট্রি-একাডেমিয়া সহযােগিতা’প্রতিপাদ্য সামনে রেখে বিশ্ববিদ্যালয় প্রশাসন শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস পালনের কর্মসূচি।

  • ১ জুলাই : ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস

    ১ জুলাই ২০২২ ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। ২০২২ সালের ১ জুলাই ১০২ বছর পূর্ণ করল প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত এ বিশ্ববিদ্যালয়।

    গবেষণা ও উদ্ভাবন : ইন্ডাষ্ট্রি-একাডেমিয়া সহযােগিতা’প্রতিপাদ্য সামনে রেখে বিশ্ববিদ্যালয় প্রশাসন শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস পালনের কর্মসূচি।

  • এশিয়ার আলােকচিত্র প্রতিযােগিতা ও প্রদর্শনকেন্দ্র এখন বাংলাদেশে

    আলােকচিত্র সাংবাদিকতার স্বনামধন্য প্রতিষ্ঠান ওয়ার্ল্ড প্রেস ফটোর সহযােগী হয়েছে বাংলাদেশের দৃক। এখন থেকে এশিয়ার আলােকচিত্র প্রতিযােগিতা ও প্রদর্শনকেন্দ্র হবে বাংলাদেশ।

    এশিয়ায় বাংলাদেশকে ওয়ার্ল্ড প্রেস ফটোর আঞ্চলিক কেন্দ্র হিসেবে নির্বাচন একটি আন্তর্জাতিক স্বীকৃতি। ৩ জুলাই ২০২২ পান্থপথের দৃকপাঠ ভবনে এ ঘােষণা দেন দৃকের প্রতিষ্ঠাতা শহিদুল আলম।

  • সেরা কূটনীতিক বঙ্গবন্ধু পদক ২০২২

    ২০২১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘সেরা কূটনীতিক বঙ্গবন্ধু পদক’ পুরস্কার প্রবর্তিত হয়।

    রাশিয়া-ইউক্রেন সংকটে কয়েক হাজার বাংলাদেশি সাবেক সােভিয়েত রাষ্ট্র ইউক্রেন ছেড়ে পােল্যান্ড ও অন্যান্য ইউরােপীয় দেশে আশ্রয় নেওয়ার বিষয়ে অসাধারণ অবদান রাখায় এবং ইতাে নাওকি ঢাকা-টোকিও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় সুলতানা লায়লা হােসেন ২০২২ সালের সেরা কূটনীতিক বঙ্গবন্ধু পদক’ পুরস্কারে ভূষিত হয়েছেন।