Author: admin

  • দৈনন্দিন বিজ্ঞান থেকে চাকুরীর পরীক্ষায় আসা প্রশ্নসমূহ

    দৈনন্দিন বিজ্ঞান থেকে চাকুরীর পরীক্ষায় আসা প্রশ্নসমূহ

    প্রশ্ন: ‘ সোডা ওয়াটার ‘ কী?
    উত্তরঃ পানিতে কার্বনডাই অক্সাইড এর মিশ্রন

    প্রশ্ন: সর্বাপেক্ষা হালকা গ্যাস কোনটি?
    উত্তরঃ হাইড্রজেন

    প্রশ্ন: সর্বাপেক্ষা ভারী ধাতু কোনটি?
    উত্তরঃ লরেনসিয়াম

    প্রশ্ন: সর্বাপেক্ষা হালকা ধাতু কোনটি?
    উত্তরঃ লিথিয়াম

    প্রশ্ন: সর্বাপেক্ষা ভারী মৌলিক গ্যাস কোনটি?
    উত্তরঃ রেডন

    প্রশ্ন: পরমানুর সর্বাপেক্ষা হালকা কোনা কোনটি?
    উত্তরঃ ইলেকট্রন

    প্রশ্ন: সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি?
    উত্তরঃ প্ল্যাটিনাম

    প্রশ্ন: ‘উড স্পিরিট ‘ কী?
    উত্তরঃ মিথাইল এলকোহল

    প্রশ্ন: কাচ তৈরির প্রধান কাঁচামাল কী?
    উত্তরঃ বালি

    প্রশ্ন: প্রাকৃতিক গ্যাস এর প্রধান উপাদান কী?
    উত্তরঃ মিথেন

    প্রশ্ন: টুথপেস্টের প্রধান উপাদান কী?
    উত্তরঃ সাবান ও পাউডার

    প্রশ্ন: আয়নার পিছনে কিসের প্রলেপ দেয়া হয়?
    উত্তরঃ সিলভারের

    প্রশ্ন: রসায়নের ‘রুকসল্ট’ কী?
    উত্তরঃ সোডিয়াম অক্সাইড

    প্রশ্ন: রসায়নের ‘সিল্ক অব লাইম ‘ কী?
    উত্তরঃ ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড

    প্রশ্ন: তামার সাথে দস্তা বা জিঙ্ক মেশালে কি উত্পন্ন হয়?
    উত্তরঃ পিতল

    প্রশ্ন: তামার সাথে টিন মিশালে কী উত্পন্ন হয়?
    উত্তরঃ ব্রোঞ্জ

    প্রশ্ন: সাধারণত বেটারিতে কোন ধরনের তরল বেবহৃত হয়?
    উত্তরঃ সালফিউরিক অ্যাসিড

    প্রশ্ন: ইস্পাত তৈরিতে লোহার সাথে কী মিশাতে হয়?
    উত্তরঃ উঃ কার্বন

    প্রশ্ন: ইস্পাতে কার্বনের শতকরা পরিমাণ কত?
    উত্তরঃ ০.১৫ – ১.৫ %

    প্রশ্ন: একোয়া রেজিয়া বা রাজ অম্ল কাকে বলে?
    উত্তরঃ উঃ ৩:১ অনুপাতের নাইট্রিক ও হাইড্রক্লোরিক অ্যাসিড

    প্রশ্ন: রাজ অম্ল কী কাজে বেবহৃত হয়?
    উত্তরঃ সোনা গলাতে

    প্রশ্ন: ভিনেগার কাকে বলে?
    উত্তরঃ ৪% -১০% এসিটিক অ্যাসিডের জলীয় দ্রবনকে

    প্রশ্ন: রেকটিফাইড স্পিরিট হলো?
    উত্তরঃ ৯৫% ইথাইল আলকোহল + ৫% পানি

    প্রশ্ন: বাতাসে নাইট্রোজেন এর পরিমাণ কত?
    উত্তরঃ ৭৮.০২%

    প্রশ্ন: বাতাসে অক্সিজেন এর পরিমাণ কত :
    ২০.৬১%

    প্রশ্ন: হাইড্রজেন মৌলের অনুতে পরমানুর সংখ্যা কত?
    উত্তরঃ উঃ ২ টি

    প্রশ্ন: কোনো পদার্থের পারমানবিক সংখ্যা হলো?
    উত্তরঃ পরমানুর প্রোটন সংখ্যা

    প্রশ্ন: উড পেন্সিলের শীষ কী দিয়ে তৈরী হয়?
    উত্তরঃ গ্রাফাইট

    প্রশ্ন: লেখার চক কী দিয়ে তৈরী?
    উত্তরঃ ক্যালসিয়াম সালফেট

    প্রশ্ন: প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা কতটি?
    উত্তরঃ ৯২ টি

    প্রশ্ন: প্রকৃতিতে প্রাপ্ত মৌলের মধ্যে ধাতুর সংখ্যা কতটি?
    উত্তরঃ ৭০ টি

    প্রশ্ন: ক্লোরিন প্রকৃতিতে কিভাবে থাকে?
    উত্তরঃ উঃ গ্যাসীয় অবস্থায়

    প্রশ্ন: আয়োডিন প্রকৃতিতে কিভাবে থাকে?
    উত্তরঃ কঠিন অবস্থায়

    প্রশ্ন: লাফিং গ্যাস এর রাসায়নিক নাম কী?
    উত্তরঃ উঃ নাইট্রাস অক্সাইড

    প্রশ্ন: মাধ্যাকর্ষণ বল সবচেয়ে বেশি কোথায়?
    উত্তরঃ ভূপৃষ্ঠে

    প্রশ্ন: নবায়নযোগ্য শক্তির উত্স কোথায়?
    উত্তরঃ ফুয়েল সেল

    প্রশ্ন: প্রেসার কুকারে রান্না তারাতারি হওয়ার কারণ কী?
    উত্তরঃ উঃ উচ্চ চাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি

    প্রশ্ন: আকাশে মেঘ থাকলে গরম বেশি লাগে কেন?
    উত্তরঃ মেঘ ভূ-পৃষ্ঠের তাপ বিকিরণে বাধা দেয় বলে

    প্রশ্ন: পৃথিবীর কেন্দ্রস্থলে বস্তুর ওজন কেমন?
    উত্তরঃ শূন্য

    প্রশ্ন: পাহাড়ে ওঠা কষ্টকর কেন?
    উত্তরঃ অভিকর্ষজ বলের বিপরীদে কাজ করার জন্য

    প্রশ্ন: কোন রংয়ের কাপে চা তারাতারি ঠান্ডা হয়?
    উত্তরঃ কালো

    প্রশ্ন: কয়টি পদ্ধতিতে তাপ পরিবহন হয়?
    উত্তরঃ ৩ টি

    প্রশ্ন: কোন ধাতু সবচেয়ে ক্ষয়প্রাপ্ত হয়?
    উত্তরঃ উঃ তামা

    প্রশ্ন: গ্যাভানাইজিং কী?
    উত্তরঃ লোহার উপর দস্তার প্রলেপ

    প্রশ্ন: অ্যাসিড নীল লিটমাস পেপারকে কী করে?
    উত্তরঃ উঃ লাল করে

    প্রশ্ন: ক্ষার লাল লিটমাস পেপারকে কী করে?
    উত্তরঃ নীল করে

    প্রশ্ন: ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি পাওয়া যায়?
    উত্তরঃ অলুমনিয়াম

    প্রশ্ন: কোন অধাতু বিত্দুত অপরিবাহী?
    উত্তরঃ গ্রাফাইট

    প্রশ্ন: পরমানুর চার্জ নিরপেক্ষ কণিকা কোনটি?
    উত্তরঃ নিউট্রন

    প্রশ্ন: পরমানুর পজেটিভ চার্জযুক্ত কণিকা কোনটি?
    উত্তরঃ প্রোটন

    প্রশ্ন: পরমানুর নেগেটিভ চার্জযুক্ত কণিকা কোনটি?
    উত্তরঃ ইলেকট্রন

    প্রশ্ন: হীরক উজ্জ্বল দেখায় কেন?
    উত্তরঃ উঃ আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য

    প্রশ্ন: জীব সংরক্ষণ ও পচন নিবারণের জন্য কী ব্যাবহৃত হয়
    ফরমালিন

    প্রশ্ন: কাঁদুনে গ্যাস এর রাসায়নিক নাম কী?
    উত্তরঃ করপিক্রিন

    প্রশ্ন: পৃথিবীতে মোট মৌলিক পদার্থের সংখ্যা কত?
    উত্তরঃ ১০৯ টি

    প্রশ্ন: সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে?
    উত্তরঃ বিকিরণ পদ্ধতিতে

    প্রশ্ন: কঠিন পদার্থে তাপ কোন পদ্ধতিতে প্রবাহিত হয়?
    উত্তরঃ পরিবহন পদ্ধতিতে

    প্রশ্ন: তরল পদার্থে তাপ কোন পদ্ধতিতে প্রবাহিত হয়?
    উত্তরঃ পরিচলন পদ্ধতিতে

    প্রশ্ন: গ্রীষ্ম কালে কোন ধরনের কাপড় পরিধান করা ভালো?
    উত্তরঃ উঃ সাদা

    প্রশ্ন: শীত কালে কেন কালো কাপড় পরিধান করা ভালো?
    উত্তরঃ উঃ কালো কাপড় তাপ শোষণ করে বলে

    প্রশ্ন: রেল লাইনে দুটি পাতের মধ্যে কেন ফাঁকা রাখা হয়?
    উত্তরঃ তাপ বৃদ্ধির ফলে প্রসারিত হয়ে যেন বেঁকে না যায়

    প্রশ্ন: শীত কালে ভেজা কাপড় তারাতারি শুখে যায় কেন?
    উত্তরঃ বাতাসে জলীয় বাস্প কম থাকে বলে

    প্রশ্ন: কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?
    উত্তরঃ কঠিন মাধ্যমে

    প্রশ্ন: চাদে কোনো শব্দ করলে শোনা যায় না কেন?
    উত্তরঃ উঃ বাতাস নেই বলে

    প্রশ্ন: শূন্য ঘরে শব্দ জোরে হয় কেন?
    উত্তরঃ শূন্য ঘরে শব্দের শোষণ ক্ষমতা কম বলে

    প্রশ্ন: সমুদ্রের গভীরতা কী দিয়ে পরিমাপ করা হয়?
    উত্তরঃ প্রতিধ্বনি দিয়ে

    প্রশ্ন: শুষ্ক কোষে তড়িত চালক শক্তি কত?
    উত্তরঃ ১.৫ ভোল্ট

    প্রশ্ন: বৈদ্যুতিক একক কী?
    উত্তরঃ ওয়াট

    প্রশ্ন: বৈদ্যুতিক এক ইউনিট সমান?
    উত্তরঃ এক কিলোওয়াট / আওয়ার

    প্রশ্ন: বিদ্যুত পরিবাহকের রোধের একক কী?
    উত্তরঃ ওহম

    প্রশ্ন: চুম্বুকের আকর্ষণ সবচেয়ে বেশী কোথায়?
    উত্তরঃ উঃ মেরু বিন্দুতে

    প্রশ্ন: মাধ্যাকর্ষণ শক্তি কে আবিস্কার করেন?
    উত্তরঃ নিউটন

    প্রশ্ন: বৃষ্টির ফোটা গোলাকার হওয়ার কারণ কী?
    উত্তরঃ ফোটার চারদিকে বাতাসের সমান চাপ

    প্রশ্ন: কে প্রথম রোবট আবিস্কার করেন?
    উত্তরঃ উইলিয়াম গে ওয়ালটার

    প্রশ্ন: সূর্যের শক্তি উত্পন্ন হয় কোন পদ্ধতিতে?
    উত্তরঃ উঃ পরমানু ফিউশন

    প্রশ্ন: প্রকৃতিতে রেডিও আইসোটোপের সংখ্যা কত?
    উত্তরঃ ৫০ টি

    প্রশ্ন: উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কী?
    উত্তরঃ ট্যাকমিটার

    প্রশ্ন: কম্পাঙ্ক বাড়লে শব্দের তীক্ষ্নতা?
    উত্তরঃ বাড়ে

    প্রশ্ন: তরঙ্গ দর্ঘ্য বাড়লে শব্দের তীক্ষ্নতা?
    উত্তরঃ উঃ কমে

    প্রশ্ন: বিদুৎ চমকাবার কিছুক্ষণ পরে শব্দ শোনা যায় কেন?
    উত্তরঃ আলোর গতি শব্দের গতির চেয়ে বেশি

    প্রশ্ন: আকাশ নীল দেখায় কেন?
    উত্তরঃ নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি

    প্রশ্ন: মুখ্য রং কোন তিনটি?
    উত্তরঃ উঃ লাল ,নীল ,সবুজ

    প্রশ্ন: দৃশ্যমান বর্ণালীর ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য কোন আলোর?
    উত্তরঃ বেগুনী

    প্রশ্ন: দৃশ্যমান বর্ণালীর বৃহত্তম তরঙ্গ দৈর্ঘ্য কোন আলোর?
    উত্তরঃ উঃ লাল

    প্রশ্ন: সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে?
    উত্তরঃ ৮ মিনিট ২০ সেকেন্ড

    প্রশ্ন: বায়ু মন্ডলের ওজনস্তর ধংসের জন্য দায়ী?
    উত্তরঃ ক্লোরো ফ্লুর কার্বন ,( সি এফ সি )

    প্রশ্ন: বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ?
    উত্তরঃ একই হয়

    প্রশ্ন: সাধারণ বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস ব্যবহৃত হয়?
    উত্তরঃ নাইট্রোজেন

    প্রশ্ন: বিদ্যুতকে কাজে লাগানোর জন্য কার অবদান বেশী?
    উত্তরঃ বিজ্ঞানী ভোল্ট

    প্রশ্ন: ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম কী?
    উত্তরঃ সিসমোগ্রাফ

    প্রশ্ন: রঙ্গিন টেলিভিশন থেকে যে ক্ষতিকর রশ্মি বের হয় তাকে কী বলে?
    উত্তরঃ গামা রশ্মি

    প্রশ্ন: দুধের ঘনত্ব কোন যন্ত্র দিয়ে মাপা হয়?
    উত্তরঃ ল্যাকটোমিটার

    প্রশ্ন: টেলিভিশন কে আবিস্কার করেন?
    উত্তরঃ উঃ জন এল বেয়ার্ড

    প্রশ্ন: রেডিও কে আবিস্কার করেন?
    উত্তরঃ মার্কনি

    প্রশ্ন: রেলওয়ে ইঞ্জিন কে আবিস্কার করেন?
    উত্তরঃ স্টিফেনসন

    প্রশ্ন: বাষ্প ইঞ্জিন কে আবিস্কার করেন?
    উত্তরঃ জেমস ওয়াট

    প্রশ্ন: কম্পিউটার কে আবিস্কার করেন?
    উত্তরঃ হাওয়ার্ড এইকিন

    প্রশ্ন: আধুনিক কম্পিউটার কে আবিস্কার করেন?
    উত্তরঃ চার্লস ব্যাবেজ

    প্রশ্ন: পেনিসিলিন কে আবিস্কার করেন?
    উত্তরঃ আলেকজান্ডার ফ্লেমিং

    প্রশ্ন: পারমানবিক বোমা কে আবিস্কার করেন?
    উত্তরঃ ওপেন হেমার

    প্রশ্ন: এটম বোমা কে আবিস্কার করেন?
    উত্তরঃ অটোহ্যান

    প্রশ্ন: মহাজাগতিক রশ্মি কে আবিস্কার করেন?
    উত্তরঃ রাদারফোর্ড

    প্রশ্ন: বংশ গতিবিদ্যার জনক কে?
    উত্তরঃ মেন্ডেল

    প্রশ্ন: হোমিওপ্যাথিক ঔষুধের আবিস্কার করেন কে?
    উত্তরঃ হ্যানিম্যান

    প্রশ্ন: রিলেটিভিটির সুত্র কে আবিস্কার করেন?
    উত্তরঃ উঃ এলবার্ট আইনস্টাইন

    প্রশ্ন: ক্যালকুলাস কে আবিস্কার করেন?
    উত্তরঃ উঃ নিউটন

    প্রশ্ন: আলোর গতির আবিস্কারক কে?
    উত্তরঃ এ মাইকেলসন

    প্রশ্ন: রকেটের সূত্রের আবিস্কারক কে?
    উত্তরঃ গডার্ড

    প্রশ্ন: ইলেকট্রন কে আবিস্কার করেন?
    উত্তরঃ জন থম্পসন

    প্রশ্ন: ল্যাপটপ কী?
    উত্তরঃ এক ধরনের ছোট কম্পিউটার

    প্রশ্ন: বিশ্বের সর্ব প্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটি?
    উত্তরঃ ENIAC

    প্রশ্ন: প্রথম কম্পিউটার প্রোগামের রচয়িতা কে?
    উত্তরঃ লেডী এ্যাডো অগাস্টা

    প্রশ্ন: মুক্তা কীভাবে তৈরী হয়?
    উত্তরঃ ঝিনুকের প্রদাহের ফলে

    প্রশ্ন: অ্যাসিড আবিস্কার হয় কবে?
    উত্তরঃ ১৯৮১ সালে

    প্রশ্ন: প্রোটন কণিকা আবিস্কার করেন কে?
    উত্তরঃ রাদারফোর্ড

    প্রশ্ন: ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় কোন প্রাণী?
    উত্তরঃ মাছ।

    প্রশ্ন: তবকের সাহায্যে শ্বাসকার্য চালায় কে?
    উত্তরঃ কেঁচো।

    প্রশ্ন: সাদা রক্তের বা বর্ণহীন রক্তের প্রাণী কোনটি?
    উত্তরঃ তেলাপোকা।

    প্রশ্ন: প্রাণী কোষের পাওয়ার হাউস বলা হয় কাকে?
    উত্তরঃ মাইটোকন্ড্রিয়া

    প্রশ্ন: প্রাকৃতিক লাঙ্গল বলা হয় কাকে?
    উত্তরঃ কেঁচো।

    প্রশ্ন: বাদুর রাতের বেলা চলাচল করে কিভাবে?
    উত্তরঃ আল্ট্রাসনিক সাউন্ড এর মাধ্যমে।

    প্রশ্ন: জীবাণু বিদ্যার জনক কে?
    উত্তরঃ ভন লিউয়েন হুক।

    প্রশ্ন: সবচেয়ে ক্ষুদ্র জীব কোনটি?
    উত্তরঃ মানব ডিম্বানু।

    প্রশ্ন: পৃথিবীর ক্ষুদ্রতম স্তন্যপায়ী প্রাণী কোনটি?
    উত্তরঃ বামন চিকা।

    প্রশ্ন: সবচেয়ে বড় ফুল কোনটি?
    উত্তরঃ র্যাফোসিয়া আরনন্ডি

    প্রশ্ন: শরীর বিদ্যার জনক কাকে বলা হয়?
    উত্তরঃ উইলিয়াম হার্ভে।

    প্রশ্ন: আলকাতরা কী থেকে তৈরী হয়?
    উত্তরঃ কয়লা

    প্রশ্ন: নাসা প্রতিষ্ঠিত হয় কত সালে?
    উত্তরঃ উঃ ১৯৫৮ সালে

    প্রশ্ন: নাসার সদর দপ্তর কোথায় অবস্থিত?
    উত্তরঃ যুক্তরাষ্টের ফ্লোরিডায়

    প্রশ্ন: মহাকাশে পাঠানো প্রথম উপগ্রহ কোনটি?
    উত্তরঃ স্ফুটনিক -১

    প্রশ্ন: স্ফুটনিক -১ মহাকাশে পাঠানো হয় কবে?
    উত্তরঃ ১৯৫৭ সালে

    প্রশ্ন: পৃথিবীর প্রথম মহাকাশচারী কে?
    উত্তরঃ উইরি গ্যাগারিন (১৯৬১ সালে)

    প্রশ্ন: মহাকাশে গমন কারী প্রথম প্রাণী?
    উত্তরঃ লাইকা নামের কুকুর

    প্রশ্ন: চাদের বুকে প্রথম মানুষ অবতরণ করে?
    উত্তরঃ উঃ ২১ জুলাই , ১৯৬৯ সালে

    প্রশ্ন: চাদের বুকে অবতরণ করা চন্দ্রযানের নাম কী?
    উত্তরঃ অ্যাপোলো -১১

    প্রশ্ন: চাদের বুকে কে প্রথম অবতরণ করে?
    উত্তরঃ উঃ নীল আর্মস্ট্রং ও এডউইন অল্ড্রিন

    প্রশ্ন: মহাকাশে গমনকারী প্রথম মহিলা নভোচারী কে?
    উত্তরঃ ভ্যালেতিনা তেরেস্কোভা (১৯৬৩)

    প্রশ্ন: মঙ্গল গ্রহে পাঠানো মহাকাশ যানের নাম কী?
    উত্তরঃ পাথ ফাইন্ডার

    প্রশ্ন: শনি গ্রহে পাঠানো মহাকাশযানের নাম কী?
    উত্তরঃ ক্যাসিনি

    প্রশ্ন: সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি?
    উত্তরঃ প্রক্সিমা সেন্টারাই
    প্রশ্ন: বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্ম কাকে বলে?
    উত্তরঃ রাজ কাঁকড়া।

    প্রশ্ন: উদ্ভিদের জীবন্ত জীবাশ্ম কোনটি?
    উত্তরঃ Cycas।

    প্রশ্ন: জীব বিজ্ঞানের জনক কে?
    উত্তরঃ এরিস্টটল।

    প্রশ্ন: কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয়?
    উত্তরঃ শুশুক।

    প্রশ্ন: ক্লোন পদ্ধতিতে প্রথম ভেড়ার নাম কী?
    উত্তরঃ ডলি।

    প্রশ্ন: সবচেয়ে বড় কোষ কোনটি?
    উত্তরঃ উট পাখির ডিম।

    প্রশ্ন: সর্ব প্রথম অনুবীক্ষণ যন্ত্র আবিস্কার করেন কে?
    উত্তরঃ ভন লিউয়েন হুক।

    প্রশ্ন: অরিজিন অফ স্পিসিস বইটির রচয়িতা কে?
    উত্তরঃ ডারউইন।

    প্রশ্ন: উদ্ভিদ বিজ্ঞানের জনক কে?
    উত্তরঃ থিও ফ্রাসটাস

    প্রশ্ন: জীনের রাসায়নিক গঠন কী?
    উত্তরঃ ডি এন এ

    প্রশ্ন: সিঙ্কোনা কি কাজে ব্যাবহৃত হয়?
    উত্তরঃ ম্যালেরিয়া ঔষধ

    প্রশ্ন: শর্করা খাদ্যের প্রাথমিক উৎস কী?
    উত্তরঃ সবুজ উদ্ভিদ

    প্রশ্ন: উদ্ভিদের প্রজনন অঙ্গ কোনটি?
    উত্তরঃ ফুল

    প্রশ্ন: সব চেয়ে বড় ঘাস কী?
    উত্তরঃ বাঁশ

    প্রশ্ন: কুইনাইন পাওয়া যায় কোন গাছ থেকে?
    উত্তরঃ সিনকোনা

    প্রশ্ন: কমলা লেবুতে কোন অ্যাসিড পাওয়া যায়?
    উত্তরঃ এসকরবিক অ্যাসিড

    প্রশ্ন: বাংলাদেশের সর্বোচ্চ উদ্ভিদ কোনটি?
    উত্তরঃ বৈলাম

    প্রশ্ন: আঙ্গুরে কোন অ্যাসিড থাকে?
    উত্তরঃ টারটারিক অ্যাসিড

    প্রশ্ন: কচু খেলে গলা চুলকায় কিসের উপস্থিতির জন্য?
    উত্তরঃ ক্যালসিয়াম অক্্রলিক

    প্রশ্ন: দুধের প্রোটিনের নাম কী?
    উত্তরঃ কেজিন

    প্রশ্ন: লেবুতে কোন অ্যাসিড থাকে?
    উত্তরঃ সাইট্রিক অ্যাসিড

    প্রশ্ন: চায়ের পাতায় কোন উপাদান থাকে?
    উত্তরঃ থিন

    প্রশ্ন: কফিতে কোন উপাদান থাকে?
    উত্তরঃ ক্যাফেইন

    প্রশ্ন: আপেলে কোন অ্যাসিড থাকে?
    উত্তরঃ সালিক অ্যাসিড

    প্রশ্ন: দুধে কোন অ্যাসিড থাকে?
    উত্তরঃ ল্যাকটিক অ্যাসিড

    প্রশ্ন: আমলকিতে কোন অ্যাসিড থাকে?
    উত্তরঃ অক্সালিক অ্যাসিড

    প্রশ্ন: তেঁতুলে কোন অ্যাসিড থাকে?
    উত্তরঃ টারটারিক অ্যাসিড

    প্রশ্ন: তামাকে বিষাক্ত কোন পদার্থ থাকে?
    উত্তরঃ নিকোটিন

    প্রশ্ন: দুধের শর্করাকে কী বলে?
    উত্তরঃ ল্যাকটোজ

    প্রশ্ন: দিনের আলোতে কাজ করে চোখের কোন অংশ?
    উত্তরঃ কনস

    প্রশ্ন: রঙ্গীন জিনিস দেখতে সাহায্য করে?
    উত্তরঃ কোনস

    প্রশ্ন: দাড়ি গোফ গজায় কোন হরমোনের কারণে?
    উত্তরঃ টেসটেস্টোরেন হরমোন

    প্রশ্ন: কোন জন্তুর চারটি পাকস্থলী আসে?
    উত্তরঃ গরুর

    প্রশ্ন: সবচেয়ে ছোট পাখি কোনটি?
    উত্তরঃ হামিং বার্ড

    প্রশ্ন: মৌমাছির চোখ কয়টি?
    উত্তরঃ ৫ টি

    প্রশ্ন: মাকড়সার চোখ কয়টি?
    উত্তরঃ ৮ টি

    প্রশ্ন: মাকড়সার পা কয়টি?
    উত্তরঃ ৮ টি

    প্রশ্ন: মাছির পা কয়টি?
    উত্তরঃ ৬ টি

    প্রশ্ন: সবচেয়ে দ্রুতগামী স্থলচর জন্তু কোনটি?
    উত্তরঃ চিতাবাঘ

    প্রশ্ন: বাংঙের হৃতপিন্ডের প্রকোষ্ট কয়টি?
    উত্তরঃ ৩ টি

    প্রশ্ন: কেচো কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়?
    উত্তরঃ ত্বকের

    প্রশ্ন: মানব দেহে মোট কয়টি হাড় থাকে?
    উত্তরঃ ২০৬ টি

    প্রশ্ন: মানব দেহে কশেরুখার সংখ্যা কত?
    উত্তরঃ ৩৩ টি

    প্রশ্ন: মানুষের মুখে কর্তন দাতের সংখ্যা কত?
    উত্তরঃ ২০ টি

    প্রশ্ন: মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম কী?
    উত্তরঃ যকৃত

    প্রশ্ন: সবচেয়ে বেশি শর্করা পাওয়া যাবে?
    উত্তরঃ ডাবে

    প্রশ্ন: খাদ্য শক্তি বেশি থাকে কোন মাছে?
    উত্তরঃ শুটকি মাছে

    প্রশ্ন: কোষের কাজ নিয়ন্ত্রণ করে কে?
    উত্তরঃ নিউক্লিয়াস

    প্রশ্ন: কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পারে?
    উত্তরঃ প্লাটিপাস

    প্রশ্ন: বৃহত্তম সামুদ্রিক পাখি কোনটি?
    উত্তরঃ এ্যালবাট্রোস

    প্রশ্ন: পৃথিবীর দ্রুততম পাখি কোনটি?
    উত্তরঃ সুইফট বার্ড

    প্রশ্ন: বিড়াল থেকে কোন রোগ ছড়ায়?
    উত্তরঃ ডিপথেরিয়া

    প্রশ্ন: ডায়বেটিস রোগ হয় কীসের অভাবে?
    উত্তরঃ ইনসুলিন

    প্রশ্ন: ইনসুলিন কোথায় উত্পন্ন হয়?
    উত্তরঃ অগ্নাশয়ে

    প্রশ্ন: আমিষ জাতীয় খাদ্য কোন জারক রস পরিপাক করে?
    উত্তরঃ পেপসিন

    প্রশ্ন: মানব দেহের শ্বাসতন্ত্রের প্রধান অঙ্গ কী?
    উত্তরঃ ফুসফুস

    প্রশ্ন: মানবদেহে সবচেয়ে বেশি রক্তচাপ কোথায়?
    উত্তরঃ ধমনীতে

    প্রশ্ন: প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান কাজ কী?
    উত্তরঃ দেহের ক্ষয় পূরণ ও বৃদ্ধি সাধন

    প্রশ্ন: ভয় পেলে গায়ের লোম খাড়া হয় কোন হরমোনের কারণে?
    উত্তরঃ এ্যাডরেনালিন হরমোন

    প্রশ্ন: মৃদু আলোতে কাজ করে চোখের কোন অংশ?
    উত্তরঃ রডস

    প্রশ্ন: মানব দেহের সবচেয়ে ক্ষুদ্রতম গ্রন্থির নাম কী?
    উত্তরঃ স্টেপিস

    প্রশ্ন: মানব দেহের সবচেয়ে বড় অস্থির নাম কী?
    উত্তরঃ ফিমার

    প্রশ্ন: মানব দেহের সবচেয়ে বড় অঙ্গের নাম কী?
    উত্তরঃ ত্বক

    প্রশ্ন: লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত দিন?
    উত্তরঃ ৫ -৬ দিন

    প্রশ্ন: অনুচক্রিকার গড় আয়ু কত?
    উত্তরঃ ১০ দিন

    প্রশ্ন: রক্তের গ্রুপ আবিস্কার করেন কে?
    উত্তরঃ ল্যান্ড স্টিনার

    প্রশ্ন: বিলিরুবিন কোথায় তৈরী হয়?
    উত্তরঃ যকৃতে

    প্রশ্ন: মুত্র প্রস্তুত হয় কোথায়?
    উত্তরঃ কিডনীতে

    প্রশ্ন: মহিলাদের পরিপূর্ণ জনন কোষকে কী বলে?
    উত্তরঃ ডিম্বাণু

    প্রশ্ন: প্রতি মিনিটে হৃদপিন্ডের সাভাবিক স্পন্দন কত?
    উত্তরঃ ৭২ বার

    প্রশ্ন: নাড়ির স্পন্দন প্রভাবিত হয় কিসের মাধ্যমে?
    উত্তরঃ ধমনীর মাধ্যমে

    প্রশ্ন: মানুষ সাদা ও কালো হয় কোন হরমোনের কারণে?
    উত্তরঃ মেলানিন

    প্রশ্ন: সেলসিয়াস স্কেলে মানব দেহের সাভাবিক উষ্ণতা কত?
    উত্তরঃ ৩৬।৯ ডিগ্রী

    প্রশ্ন: মানব দেহের রক্ত সঞ্চালন চক্র কে আবিস্কার করেন?
    উত্তরঃ ইউলিয়াম হার্ভে

    প্রশ্ন: ফারেনহাইট স্কেল এ মানব দেহের সাভাবিক উষ্ণতা কত?
    উত্তরঃ ৯৮.৪ ডিগ্রী

    প্রশ্ন: নারী পুরুষের মধ্যে কার তথ্য ধারণ ক্ষমতা বেশি?
    উত্তরঃ নারীর

    প্রশ্ন: কোন মস্তিস্ক যে কোনো সিদ্ধান্ত দ্রুত দিতে পারে?
    উত্তরঃ পুরুষ

    প্রশ্ন: পূর্ণাঙ্গ স্নায়ু কোষকে কী বলে?
    উত্তরঃ নিউরন

    প্রশ্ন: পুরুষ মানুষের জনন বৈশিস্টের জন্য দায়ী কোন ক্রোমোজম?
    উত্তরঃ Y ক্রোমোজম

    প্রশ্ন: স্ত্রী জনন বৈশিস্টের জন্য দায়ী কোন ক্রোমোজম?
    উত্তরঃ X ক্রোমোজম

    প্রশ্ন: বেরিবেরি রোগ হয় কোন ভিটামিনের অভাবে?
    উত্তরঃ ভিটামিন-বি -১

    প্রশ্ন: ঠোটের কোনা মুখের ঘা কিসের অভাবে হয়?
    উত্তরঃ ভিটামিন -বি -২

    প্রশ্ন: ক্ষতস্থান থেকে রক্ত পরা বন্ধ করে কোন ভিটামিন?
    উত্তরঃ ভিটামিন-কে ]

    প্রশ্ন: প্রাণীর প্রজনন কাজে প্রয়োজন কোন ভিটামিন?
    উত্তরঃ ভিটামিন-ই

    প্রশ্ন: রক্তশূন্যতা দেখা দেয় কোন ভিটামিনের অভাবে?
    উত্তরঃ ভিটামিন -বি- ১২

    প্রশ্ন: সহজে সর্দি কাশি হয় কোন ভিটামিনের অভাবে?
    উত্তরঃ ভিটামিন – সি

    প্রশ্ন: মোটামুটি ভাবে আদর্শ খাদ্য কোনটি?
    উত্তরঃ দুধ

    প্রশ্ন: স্ট্রোক হওয়ার কারণ কী?
    উত্তরঃ মস্তিস্কে রক্ত ক্ষরণ বা রক্ত প্রবাহে বাধা

    প্রশ্ন: গলগন্ড রোগ হয় কিসের অভাবে?
    উত্তরঃ আয়োডিনের অভাবে

    প্রশ্ন: নিউমোনিয়া রোগ হয় কোথায়?
    উত্তরঃ ফুসফুসে

    প্রশ্ন: ভিটামিন সি সমৃদ্ধ ফল কি কি?
    উত্তরঃ আমলকী,আমড়া,লেবু ,পেয়ারা ও কমলা

    প্রশ্ন: কোন উদ্ভিদ আমিষ
    উত্তরঃ ডাল

    প্রশ্ন: কচু শাকে কি বেশি থাকে?
    উত্তরঃ লৌহ

    প্রশ্ন: উচ্চ শ্রেনীর প্রটিন সমৃদ্ধ খাবার কোনটি?
    উত্তরঃ মাংশ

    প্রশ্ন: নিম্ন শ্রেনীর প্রটিন সমৃদ্ধ খাবার কোনটি?
    উত্তরঃ ডাল

    প্রশ্ন: কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে?
    উত্তরঃ ব্রোমিন

    প্রশ্ন: কোন মৌলিক ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে?
    উত্তরঃ পারদ

    প্রশ্ন: প্রকৃতিতে সবচেয়ে কঠিন পদার্থ কোনটি?
    উত্তরঃ হীরা

    প্রশ্ন: যেসব নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাকে কী বলে?
    উত্তরঃ আইসোটোন বলে

    প্রশ্ন: যেসব নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাকে কী বলে?
    উত্তরঃ আইসোটোপ বলে

    প্রশ্ন: মানব দেহে ক্রোমোজমের সংখ্যা কত?
    উত্তরঃ ২৩ জোড়া

    প্রশ্ন: জীবের বংশ গতির একক কোনটি?
    উত্তরঃ জিন

    প্রশ্ন: এন্টামিবার সংখ্যাধিক্যে মানব দেহে কী সৃষ্টি হয়?
    উত্তরঃ আমাশয়

    প্রশ্ন: AIDS অর্থ কী?
    উত্তরঃ Acquired Immune Deficiency Syndrome.

    প্রশ্ন: কোন গ্রুপের রক্তকে সর্বজন গ্রহীতা বলে?
    উত্তরঃ এবি গ্রুপ কে

    প্রশ্ন: কোন গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা বলে?
    উত্তরঃ ও গ্রুপ

    প্রশ্ন: বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবী কে?
    উত্তরঃ লুইস ব্রাউন (ইংল্যান্ড )

    প্রশ্ন: পেসমেকার কে আবিস্কার করেন?
    উত্তরঃ জার্মানির সিমেন্স এলিয়া কোম্পানী , ১৯৫৮ সালে

    প্রশ্ন: মেডিসনের জনক কে?
    উত্তরঃ হিপোক্রেটিস

    প্রশ্ন: মানব দেহের রক্তের পরিমাণ কত?
    উত্তরঃ ৫-৬ লিটার

    প্রশ্ন: পেনিসিলিন কে আবিস্কার করেন?
    উত্তরঃ আলেকজান্ডার ফ্লেমিং

    প্রশ্ন: জীব দেহের শক্তির উত্স কী?
    উত্তরঃ খাদ্য

    প্রশ্ন: রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে?
    উত্তরঃ ভিটামিন এ

    প্রশ্ন: পরমানুর নিউক্লিয়াসে কি থাকে?
    উত্তরঃ প্রোটন ও নিউট্রন

    প্রশ্ন: ড্রাই আইস বা শুস্ক বরফ কাকে বলে?
    উত্তরঃ কঠিন কার্বন ডাই অক্সাইড কে

    প্রশ্ন: নিউট্রন আবিস্কার করেন কে?
    উত্তরঃ চ্যোডইউক

    প্রশ্ন: টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম কী?
    উত্তরঃ সোডিয়াম মনো গ্লুটামেট

    প্রশ্ন: খাবার লবনের রাসায়নিক নাম কী?
    উত্তরঃ সোডিয়াম ক্লোরাইড

  • দৈনন্দিন বিজ্ঞান নিয়ে গুরুত্বপূর্ণ ৬৮ টি প্রশ্ন ও উত্তর

    দৈনন্দিন বিজ্ঞান নিয়ে গুরুত্বপূর্ণ ৬৮ টি প্রশ্ন ও উত্তর

    ১। চিপস এর প্যাকেট থাকে >>> নাইট্রোজেন গ্যাস
    ২। কোমল পানীয়তে ঝাঁঝালো ভাব ধরে রাখার জন্য ব্যবহৃত হয় > কার্বন-ডাই-অক্সাইড।
    ৩। অগ্নিনির্বাপন যন্ত্রে থাকে >> কার্বন-ডাই-অক্সাইড।
    ৪। সাবানে থাকে >> সোডিয়াম স্টিয়ারেট
    ৫। মানবদেহে পানি থাকে >> ৬০-৭০%
    ৬। ভূ-পৃষ্টের ৭১% পানি দ্বারা আবৃত।
    ৭। সার্বজনীন দ্রাবক বলা হয় > পানিকে

    ৮।বরফ পানিতে ভাসার কারণ >> বরফের ঘনত্ব পানি অপেক্ষা কম ।
    ৯। ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম >> ক্যালসিয়াম হাইপোক্লোরেট ।
    ১০। টেস্টিং সল্টের রাসায়নিক নাম >>মনো সোডিয়াম গ্লুটামেট ।
    ১১। জমির অম্লতা দূর করার জন্য ব্যবহার করা হয় >> চুনাপাথর বা ক্যালসিয়াম কার্বনেট ।
    ১২। টুথপেস্টে কি থাকে >> ফ্লুরাইড।
    ১৩। সাপের উপদ্রব কমাতে ব্যবহৃত হয় >> কার্বোলিক এসিড।
    ১৪। রাজাম্ল বা অ্যাকোয়া রিজিয়া কি?
    = তিন ভাগ আয়তনের গাঢ় হাইড্রোক্লোরিক এসিড ও ১ভাগ নাইট্রিক এসিডের মিশ্রণ ।
    ১৫। আয়নার পিছনে কিসের প্রলেপ দেওয়া থাকে ?
    = পারদের । প্রচলিত উত্তর সিলভার বা রুপা

    ১৬। খাদ্য দ্রব্য পঁচে যাওয়ার জন্য দায়ী >> ব্যাকটেরিয়া।
    ১৭। পিকলিং কী?
    = ব্যাকটেরিয়া রোধক তরল পদার্থ যেমন ভোজ্য তেল , ভিনেগার, ও মরিচ মসলার মিশ্রণে সিদ্ধা কাঁচা ফলকে সংরক্ষণ প্রক্রিয়াকে পিকলিং বলে।
    ১৮। বাংলাদেশের প্রথম Genetically Modified ( GM) খাদ্য ফসল কোনটি?
    = বিটি বেগুন।
    ১৯। Bio – terrorism কি?
    = জী্বানু দ্বারা অন্যকে আক্রান্ত করা । মূলত িএ্যানথ্রাক্স ও প্লেগ রোগের জীবাণু দ্বারা আক্রান্ত করাকে বোঝায়। সন্ত্রাসবাদের নতুন অস্ত্র এটি।
    ২০। মানুষ কালো ও ফর্সা হওয়ার কারণ কি?
    = মানবদেহে মেলানিন নামক এক প্রকার রঞ্জক পদার্থে উপস্থিতি ও অনুপস্থিতি ।
    ২১। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাসকে কি বলে?
    = এ্যানিমিয়া

    ২২। বিপদ মোকাবেলায় কোন হরোমন সহায়তা করে ?
    = অ্যাড্রেনালিন
    ২৩। মেরাসমাস রোগ কাদের হয় ?
    = শিশুদের ( প্রোটিনের অভাবে)
    ২৪। মাইক্রো প্রসেসর তৈরিতে ব্যবহৃত হয়
    – সিলিকন বা সিলিকা বা বালু
    ২৫। বৈদ্যুতিক হিটারে যে তার ব্যবহৃত হয়
    = নাইক্রোম
    ২৬। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টে যে তার ব্যবহৃত হয়
    =ট্রাংস্টেন ।
    ২৭। কোন শব্দ শোনার পর কানে কতক্ষণ পর্যন্ত তার রেশ থাকে?
    = ০.১সেকেন্ড বা ১/১০ সেকেন্ড ।
    ২৮। প্রতিধ্বনি শোনার জন্য উত্স ও প্রতিবন্ধের মধ্যেকার দুরত্বকত?
    = ১৬.৬মিটার
    ২৯। মানুষের স্পষ্ট সীমার নিকট বিন্দু কত ?
    = ২৫সে.মি বা ১০ ইঞ্চি।
    ৩০। মানবদেহের রোধ
    ভিজা অবস্থায় >> ১০, ০০০ ওহম
    শুকনা অবস্থায় >> ৫০, ০০০ওহম।

    ৩১। সাধারণ বৈদ্যুতিক বাল্বে থাকে >> নিষ্ক্রিয় গ্যাস( হিলিয়াম , নিয়ন, আর্গণ , ক্রিপটন,) তবে বর্তমানে অধিকাংশ বাল্বে নাইট্রোজেন গ্যাস দেওয়া য়। আর টিউব লাইটে থাকে আর্গন ও পারদের মিশ্রণ ।
    ৩২। থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পেছনের দিকে হেলে পড়ে কেন? :- স্থিতি জড়তার কারনে,
    ৩৩।চলন্ত বাস হঠাৎ ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়েন কেন? :- গতি জড়তার কারণে
    ৩৪।সি,জি,এস পদ্ধতিতে বলের একক :- ডাইন।
    ৩৫।পালতোলা নৌকা কিভাবে সম্পূর্ণ অন্যদিকের বাতাসকে এর সম্মুখ গতিতে ব্যবহার করতে পারে :- সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর করে।
    ৩৬. কোনটি বেশি স্থিতিস্থাপক?
    – ইস্পাত > লোহা > রাবার।৩৭. অতিরিক্ত মালবোঝাই এড়ানোর জন্য জাহাজেরর গায়ে চিহ্নিত রেখাকে বলে :- প্লিমসল লাইন।
    ৩৮. একটি বস্তুকে পানিতে সম্পূর্ণ ভাবে ডোবালে পানিতে যেখানে এটি রাখা যায় সেখানেই এটি থাকে। কারণ :- বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান।
    ৩৯. পানির ছোট ফোটা যে গুনের জন্য গোলাকৃতির হয় :- পৃষ্ঠটান
    ৪০. তাপমাত্রা বাড়লে তরলে পৃষ্ঠটান হ্রাস পায়। **
    ৪১. টেপ রেকর্ডার এবং কম্পিউটারে স্মৃতির ফিতায় কি চুম্বক ব্যবহার করা হয় :-সিরামিক চুম্বক।
    ৪২. পৃথিবী একটি বিরাট চুম্বক। এ ভূ-চুম্বকের উত্তর মেরু থাকে দক্ষিন দিকে।
    ৪৩. শব্দের গতি কোন মাধ্যমে সবচেয়ে বেশি :
    কঠিন > তরল > বায়বীয়
    ৪৪. বাতাসে উষ্ণতা বাড়লে শব্দের গতি – বাড়ে( এই কারণে দিনের বেলায় শব্দ চেয়ে অধিক শোনা যায়)
    ৪৫. বাতাসে আর্দ্রতা বাড়লে শব্দের গতি – বাড়ে।(এই কারণে বর্ষাকালে শব্দের গতিসবচেয়ে বেশি)

    ৪৬. শব্দের চেয়ে দ্রুতগতি সম্পন্ন বিমান :- কনকর্ড
    ৪৭.লোকভর্তি হল ঘরে শূন্যঘরের চেয়ে শব্দ ক্ষীণ হয়, কারণ:- শূন্য ঘরের শব্দের শোষন কম হয়।
    ৪৮. রেলওয়ে স্টেশনে আগমনরত ইঞ্জিনে বাঁশি বাজাতে থাকলে প্লাটফরমে দাঁড়ানো ব্যক্তির কাছে বাঁশির কম্পাংক :- আসলের চেয়ে বেশি হবে।
    ৪৯. শব্দের প্রতিধ্বনি শোনার জন্য উৎস ও প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব :- ১৬.৬ মিটার
    ৫০. আমাদের মস্তিষ্কে শব্দের স্থায়িত্বকাল :- ০.১ বা ১/১০ সেকেন্ড।
    ৫১. শব্দোত্তর তরঙ্গ উৎপত্তি হয় :- কোয়ার্টজ ক্রিস্টাল অসিলেটর এর মাধ্যমে।
    ৫২. আলট্রাসনোগ্রাফি কী :- ছোট তরঙ্গ দৈর্ঘ্যের শব্দের দ্বারা ইমেজিং।
    ৫৩. সমটান সম্পন্ন একটি টানা তারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে কম্পনাংকের কতটা পরিবর্তন হয় :-অর্ধেক হবে।
    ৫৪.নদীর একপাশ থেকে গুন টেনে নৌকাকে মাঝ নদীতে রেখেই সামনে নেয়া সম্ভব কিভাবে?:- যথাযথ হাল ঘুরায়ে।
    ৫৫.বাঁকা পথে অতিদ্রুত গতিশীল গাড়ি উল্টে যায় কেন? :- কেন্দ্রমুখী বলের অভাবে

    ৫৬.একটি হালকা ও ভারী বস্তুর ভরবেগ সমান। এদের মধ্যে কোনটির গতিশক্তি বেশি :- হালকাটির
    ৫৭.জেট ইঞ্জিন কোন ধরনের ইঞ্জিন:-রি-একশন।
    ৫৮.টেবিল টেনিস খেলায় বলের সুইয়ের কারণ কি:- বলের উপরে ও নিচে অসম চাপ সৃষ্টি
    ৫৯.ডিমকে দুইহাতে চেপে ভাঙ্গা যায়না কেন:- বক্র বহিরাবরণী খুব ঘাতসহ বলে।
    ৬০.ভূ-পৃষ্ঠের কোথায় অভিকর্ষজ ত্বরণের মান সবচেয়ে কম:- বিষুবীয়/ নিরক্ষীয় অঞ্চলে। (এই কারণে বস্তুর ওজন সবচেয়ে কম)
    ৬১.সবচেয়ে বেশি :- মেরু অঞ্চলে( বস্তুর ওজন সবচেয়ে বেশি)
    ৬২.পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরনের মান :- শূণ্য। (বস্তুর ওজন শূন্য)
    ৬৩.অভিকর্ষ হলো বস্তুর :- কেন্দ্রমুখী বল।
    ৬৪.পৃথিবীর ঘূর্ননের ফলে আমরা ছিটকিয়ে পড়িনা কেন?:- মাধ্যাকর্ষন/ অভিকর্ষ বলের জন্য।
    ৬৫.একটি সরলদোলককে পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে তার দোলনকাল কত হবে :- অসীম।
    ৬৬.তড়িৎশক্তিকে শব্দশক্তিতে রূপান্তরিত করে:- লাউডস্পীকার ( মাইক্রোফোন :- শব্দশক্তিকে বিদ্যুৎশক্তিতে রূপান্তরিত করে)
    ৬৭.ফটো ইলেকট্রিক কোষের উপর আলোক পড়লে কি উৎপন্ন হয় :- বিদ্যুৎ
    ৬৮.সর্বাপেক্ষা দক্ষতা সম্পন্ন ইঞ্জিন :- বৈদ্যুতিক ইঞ্জিন

  • এসিড নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য

    এসিড নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য

    সকল এসিডের রাজা>>> সালফিউরিক এসিড।
    রাজঅম্ল>> নাইট্রিক এসিড ও হাইড্রোক্লোরিক এসিডের দ্রবণ।

    দুর্বল এসিড(জৈব এসিড)
    এসিটিক এসিড
    সাইট্রিক এসিড
    অক্সালিক এসিড
    কার্বোনিক এসিড।

    শক্তিশালী এসিড
    সালফিউরিক এসিড
    নাইট্রিক এসিড
    হাইড্রোক্লোরিক এসিড।

    বোরহানি/ দই >> ল্যাকটিক এসিড
    আমলকী = অক্সালিক এসিড
    কমলা = আসকরবিক এসিড/ ভিটামিন সি
    লেবু = সাইট্রিক এসিড
    তেতুল = টারটারিক এসিড
    অ্যাপেল = ম্যালিক এসিড
    টমেটো = ম্যালিক এসিড
    দুধ= ল্যাক্টিক এসিড
    পেঁপে = প্যাঁপেইন
    মরিচ = ক্যাপসিন
    ধুতরা = ডেটুরিন
    কলা= লৌহ
    বাদাম= ম্যাগনেসিয়াম
    পানের রস= মেউসিলেজ
    খেজুরের রস= ফ্রুক্টোজ
    কচু= ক্যালসিয়াম অক্সালেট , লৌহ।

    ভিনেগার >> ৬-৫% এসিটিক এসিডের দ্রবণ
    পিপড়ার কামড়ে নি:সৃত হয় >> ফরমিক এসিড।
    মৌমাছি হুল ফুটালে নি:সৃত হয় >> ফরমিক এসিড, মেলিটিন, অ্যাপামিন।
    বিচ্ছু , বোলতা হুল ফুটালে প্রচন্ড জ্বালা হয় >> হিস্টামিন নামক ক্ষারক পদার্থ থাকার কারণে।
    এসব কামড়ের জ্বালাপোড়া নিবারণে ক্যালামিন বা জিংক কার্বনেট ব্যবহৃত হয় ।

    পাকস্থলীতে থাকে >> হাইড্রোক্লোরিক এসিড।
    কোমল পানীয় পান করলে হজম তাড়াতাড়ি হয় কারণ >> সোডিয়াম বাইকার্বনেট(একে বেকিং সোডাও বলে) থাকার কারণে।
    সৌর বিদ্যুত তৈরির জন্য সৌরপ্যানেলের জন্য বা বাসা বাড়িতে আইপিএস চালানোর জন্য বা গাড়িতে ব্যাটারি ব্যবহার করা হয় >>> সালফিউরিক এসিড।
    সোডিয়াম বেনজয়েট >> ফলের রস, ফলের শাঁস ইত্যাদি সংরক্ষনে ব্যবহৃত হয় ।
    সরবিক এসিড>> দই , মিষ্টি, পনির, মাখন, বেকারী সামগ্রী সংরক্ষণে ব্যবহৃত হয় ।
    কালটার>> আম যাতে দ্রুত না পাকে সেজন্য ব্যবহৃত হয় । এটি এক প্রকার হরমোন।
    আম জলপাই সংরক্ষনে>> ভিনেগার এসিড বা এসিটিক এসিড ব্যবহৃত হয় ।
    টয়লেট পরিস্কার হিসেবে >> হাইড্রোক্লোরিক এসিড, নাইট্রিক এসিড ও সালফিউরিক এসিড।
    ক্ষারীয় মাটির ক্ষারত্ব দূর করণে ব্যবহৃত হয় >>নাইট্রিক এসিড, ফসরিক এসিড, সালফিউরিক এসিড এর সার।
    এসিড ছোড়ার শাস্তি >> যাবজ্জীবন কারাদন্ড থেকে মৃত্যু দন্ডহতে পার।

  • অম্ল,ক্ষারক ও লবণের ব্যবহার

    অম্ল,ক্ষারক ও লবণের ব্যবহার

    ১. দুর্বল এসিড – যে সকল এসিড পানিতে আংশিকভাবে বিয়োজিত হয় অর্থাৎ যতগুলো এসিডের অণু থাকে তার সবগুলো হাইড্রোজেন আয়ন(H+) তৈরি করে না। জৈব এসিডসমূহ দুর্বল এসিডের অন্তর্ভুক্ত। উদাহরণঃ এসিটিক এসিড(CH3COOH),সাইট্রিক এসিড(C6H8O7) ও অক্সালিক এসিড(HOOC-COOH) । ব্যতিক্রমঃ কার্বোনিক এসিড(H2CO3) ইহা জৈব এসিড নয় কিন্তু দুর্বল এসিড।
    ২. শক্তিশালী এসিড – যে সকল খনিজ এসিড পানিতে পুরোপুরি বিয়োজিত হয় অর্থাৎ যতগুলো এসিডের অণু থাকে তার সবগুলো হাইড্রোজেন আয়ন(H+) তৈরি করে।উদাহরণঃ সালফিউরিক এসিড(H2SO4),নাইট্রিক এসিড(HNO3) ও হাইড্রোক্লোরিক এসিড(HCl)
    ৩. ভিটামিন সি/এসকরবিক এসিড – ক্ষত সারাতে সাহায্য করে। এর অভাবে স্কার্ভি রোগ হয়।
    ৪. আম,জলপাই ইত্যাদির আচার সংরক্ষণে ব্যবহৃত হয় – ভিনেগার বা এসিটিক এসিড(CH3COOH)
    ৫. বোরহানি বা দই –এ বিদ্যমান এসিডের নাম – ল্যাকটিক এসিড ; হজমে সহায়তা করে ।

    ৬. পাউরুটি ফোলাতে ব্যবহৃত হয় – বেকিং সোডা। তাপ দিলে বেকিং সোডা ভেঙে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, যা পাউরুটি ফুলিয়ে তোলে।
    ৭. টয়লেট পরিষ্কারকের মূল উপাদান – শক্তিশালী এসিড HCl,HNO3,H2SO4
    ৮. সৌর প্যানেল, IPS(Instant Power Supply) বা গাড়িতে যে ব্যাটারি ব্যবহার করা হয় তার অত্যাবশ্যকীয় উপাদান – সালফিউরিক এসিড
    ৯. বোলতা/ভীমরুল ও বিচ্ছুর হুলে থাকে – হিস্টামিন নামক ক্ষারক।মলম হিসেবে ব্যবহার করা হয় ভিনেগার বা বেকিং সোডা যেগুলো এসিড। এসিড ক্ষারক বিক্রিয়ায় জ্বালা প্রশমিত হয়।
    ১০. সার কারখানায় রাসায়নিক সার যেভাবে তৈরি হয় –
    ফসফরিক এসিড[H3(PO4)] থেকে – অ্যামোনিয়াম ফসফেট [(NH4)3 PO4]
    সালফিউরিক এসিড থেকে – অ্যামোনিয়াম সালফেট [(NH4)2 SO4]
    নাইট্রিক এসিড থেকে – অ্যামোনিয়াম নাইট্রেট NH4 NO3

    ১১. এসিড ছোড়ার শাস্তি – যাবজ্জীবন কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ড পর্যন্ত (নারী ও শিশু নির্যাতন আইন ১৯৯৫ অনুযায়ী)
    ১২. pH কী – কোনো একটি জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার[H+] নেগেটিভ লগারিদমকে pH বলে। pH এর মান কোনো দ্রবণের অম্ল ,ক্ষারক বা নিরপেক্ষতা নির্দেশ করে। যেমনঃ
    কোনো দ্রবণের pH = ৭ হলে তা নিরপেক্ষ জলীয় দ্রবণ বা বিশুদ্ধ পানি হবে ।
    কোনো দ্রবণের pH < ৭ হলে তা অম্লীয় বা এসিডীয় দ্রবণ ।
    কোনো দ্রবণের pH > ৭ হলে তা ক্ষারীয় দ্রবণ।
    ১৩. আমাদের ধমনীর রক্তের pH – প্রায় ৭.৪(~০.৪ হেরফের হলে মারাত্মক বিপর্যয় এমনকি মৃত্যু হতে পারে)
    ১৪. জিহ্বার লালার সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে প্রয়োজনীয় pH হলো – ৬.৬
    ১৫. আমাদের পাকস্থলীতে খাদ্য হজম করতে দরকারি pH হলো – ২ (~০.৫ হেরফের হলে বদহজম সৃষ্টি করে)

    ১৬.আমাদের প্রসাবের স্বাভাবিক pH হলো- ৭ এর কম
    ১৭. মাটির pH – ৪ থেকে ৮ হয়ে থাকে।
    ১৮. নবজাতক শিশুর ত্বকের pH – ৭ এর কাছাকাছি
    ১৯. এসিড ও ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন হয় – নিরপেক্ষ পদার্থ লবণ এবং পানি
    ২০. ক্ষারক লাল বর্ণের লিটমাস কাগজের রং পরিবর্তন করে নীল করে।
    ক্ষারক কমলা বর্ণের মিথাইল অরেঞ্জের রং পরিবর্তন করে হলুদ করে।
    ক্ষারক লাল বর্ণের মিথাইল রেডের রং পরিবর্তন করে হলুদ করে।
    ক্ষারক বর্ণহীন ফেনলফথ্যালিনের রং পরিবর্তন করে গোলাপি করে; ফেনলফথ্যালিন(Phenolphthalein) একটি বর্ণহীন দুর্বল এসিড।

    বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা
    কৃষি জমিতে প্রধানত চুন ব্যবহার করা হয় –
    মাটির অম্লতা হ্রাসের জন্য।
    নিম্নের কোনটি বেকিং পাউডারের মূল উপাদান
    — সোডিয়াম বাই কার্বনেট
    ফুল ও ফলের মিষ্টি গন্ধের জন্য দায়ী কোনটি?
    উ এস্টার।
    পাকা কলায় কোন এস্টার থাকে?
    উ অ্যামাইল অ্যাসিটেট।
    পাকা আনারসে কোন এস্টার থাকে?
    উ ইথাইল বিউটারেট।
    বোলতা,মৌমাছি ও লাল পিঁপড়া প্রভৃতির কামড়ে কি থাকে?
    উ ফরমিক এসিড(মিথানয়িক এসিড)।
    কাপড়ে কালির দাগ লাগলে কিভাবে উঠানো যায়?
    উ দাগের উপর লেবুর র
    দিয়ে ঘষে।
    লেবুর রসে থাকে..
    উ সাইট্রিক এসিড।
    আমলকিতে থাকে..
    উ অক্সালিক এসিড।
    আপেল,টমেটোতে থাকে..
    উ ম্যালিক এসিড।
    তেতুল বা আঙ্গুরে থাকে..
    উ টারটারিক এসিড।
    কমলালেবুতে থাকে..
    উ অ্যাসকরবিক এসিড।
    দুধে থাকে..
    উ ল্যাকটিক এসিড।
    কচু খেলে চুলকায় কেন ?
    = ক্যালসিয়াম অক্সালেট থাকার কারণে
    ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম
    = ক্যালসিয়াম ক্লোরো হাইপো ক্লোরাইড
    ডেটলের প্রধান উপাদান
    = ট্রাইক্লোরোফেনল

    আমাদের খাদ্যদ্রব্য হজম করার জন্য পাকস্থলীতে অত্যাবশকীয় এসিড
    = হাইড্রোক্লোরিক এসিড
    “অ্যালুমিনিয়াম সালফেটকে” চলতি বাংলায় কী বলে…..?
    = ফিটকিরি
    সলিড ফিনাইল ব্যবহার করা হয়_
    পায়খানা ও প্রসাব খানায়
    সাপের উপদ্রব কমানোর জন্য ব্যবহৃত হয় কোন এসিড?
    ➟ কার্বোলিক এসিড
    সোনার গহনা তৈরির সময় ব্যবহৃত হয় কোন এসিড?
    ➟ নাইট্রিক এসিড
    মানুষের খাদ্যের মধ্যে অবস্থিত এসিডগুলো হল?
    ➟ জৈব এসিড
    পাকস্থলীতে খাদ্যদ্রব্য হজমে কাজ করে কোন এসিড?
    ➟ হাইড্রোক্লোরিক এসিড
    এসিডের সাথে ক্ষারকের বিক্রিয়ায় উৎপন্ন হয়__
    লবণ ও পানি
    আম , জলপাই ইত্যাদি নানা রকম আচার সংরক্ষণে ব্যবহৃত হয়
    = এসিডির এসিড বা ভিনেগার
    টেস্টিং সল্ট -এর রাসায়নিক নাম কী ?
    =সোডিয়াম মনোগ্লুটামেট
    ◈ যদি পানির PH এর মান ৭ হয়, তবে তা –
    =নিরপেক্ষ পানি

  • ১৪ বিসিএস

    ১৪ বিসিএস

    [forminator_quiz id=”4892″]
  • ১৩ বিসিএস

    ১৩ বিসিএস

    [forminator_quiz id=”4876″]
  • ১২ বিসিএস

    ১২ বিসিএস

    [forminator_quiz id=”4870″]