Author: admin

  • কনফিউশন করা গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলো

    কনফিউশন করা গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলো

    প্রশ্ন: ‘বড় কেকবিতাটির লেখক?
    ঈশ্বরচন্দ্র গুপ্ত
    হরিশচন্দ্র মিত্র
    উত্তর :হরিশচন্দ্র মিত্র

    ব্যাখ্যাঃ ৩য় শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ে এ কবিতার কবি হিসেবে লেখা ছিল ঈশ্বরচন্দ্র গুপ্তের নাম। এখন কবির নামের জায়গায় লেখা হয়েছে হরিশচন্দ্র মিত্রের নাম। এখন প্রশ্ন উঠেছে- কবিতাটির আসল কবি কে?
    ‘বড় কে?’ কবিতাটি দীর্ঘদিন ধরে পড়ানো হচ্ছে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের। এত দিন তৃতীয় শ্রেণির বাংলা পাঠ্য বইয়ের ৯৬ নম্বর পৃষ্ঠায় ছিল কবিতাটি। এবার ছাপা হয়েছে ৯০ নম্বর পৃষ্ঠায়। আর এবার শুধু কবির নামই বদলায়নি, কবিতার চারটি লাইনও বাদ দেওয়া দেওয়া হয়েছে। আগে ছিল ১৬ লাইন, এখন রাখা হয়েছে ১২ লাইন। কয়েকটি শব্দের বানানও বদলে দেওয়া হয়েছে।
    আবার ‘হরিশচন্দ্র মিত্রের’ নামের বানান লেখা হয়েছে ‘হরিশ্চন্দ্র মিত্র’।

    প্রশ্ন: ১৯৩৭ সালে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের দাপ্তরিক ভাষা ঊর্দুর প্রস্তাব করলে কে তার প্রথম বিরোধীতা করে?
    ক) ধীরেন্দ্রনাথ দত্ত খ) এ.কে ফজলুল হক
    গ) অধ্যাপক আবুক কাশেম ঘ) আবদুল মতিন
    ব্যাখ্যাঃ ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তানের দাপ্তরিক ভাষা ঊর্দুর পাশাপাশি বাংলাকে করার দাবি জানিয়েছেন। বলা হয়েছে, মুসলিম লীগের দাপ্তরিক ভাষা ঊর্দুর বিরোধীতা কে করেন এবং সেটা ১৯৩৭ সালে। এর উত্তর হবে এ কে ফজলুল হক। আর পাকিস্তানের গণপরিষদের দাপ্তরিক ভাষা কেবল ঊর্দু হবে – এটার বিরোধীতাকারী ছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত এবং সেটা ১৯৪৮ সালে।
    উত্তরঃ এ.কে ফজলুল হক

    প্রশ্ন: বাংলা সাহিত্যের সায়েন্স ফিকশনের জনক কে ?
    == হুমায়ূন আহমেদ । এটি সম্পুর্ণ ভুল তথ্য।
    ***সঠিক উত্তর হবে জগদীশ চন্দ্র বসু। বাংলা সাহিত্যের প্রথম সায়েন্স ফিকশন পলাতক তুফান (নিরুদ্দেশের কাহিনী)। যা অব্যক্ত (প্রবন্ধ সংকলন) এ প্রকাশিত হয়। অব্যক্ত একটি পুস্তক যা আচার্য জগদীশ চন্দ্র বসু রচিত বিভিন্ন প্রবন্ধের সংকলন। কিছু প্রবন্ধ ইতঃপূর্বে মুকুল, দাসী, প্রবাসী, সাহিত্য এবং ভারতবর্ষে প্রকাশিত হয়েছিল। বইটি বঙ্গীয় বিজ্ঞান পরিষদ থেকে ১৩২৮ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রথম প্রকাশ পায়।

    চীনের প্রথম প্রেসিডেন্ট —-সান ইয়াত সেন নাকি মাও সেতুং।
    উত্তর : সান ইয়াত সেন
    ব্যাখ্যা : যদি বলা হয় গনচীনের প্রথম প্রেসিডেন্ট কে? তখন হবে মাও সেতুং

    প্রশ্ন: পানামা খাল খননের প্রথম উদ্যোগ নিয়েছিল কোন দেশ—–আমেরিকা নাকি ফ্রান্স?
    উত্তর : ফ্রান্স
    ব্যাখ্যা : যদি বলা হয় পানামা খাল খনন সমাপ্তকারী দেশ কোনটি? তখন উত্তর হবে আমেরিকা।

    প্রশ্ন: Who is the present President of the National Assembly of Bangladesh?
    a) Fazle Rabbi Mia b) Abdul Hamid
    c) Shirin Sharmin Chowdhury d) Sheikh Hasina

    ব্যাখ্যাঃ National Assembly of Bangladesh এর present President কে? যিনি স্পীকার থাকবেন তিনিই present President of the National Assembly of Bangladesh। অর্থাৎ
    উত্তর: শিরীন শারমিন চৌধুরী।

    শাসন বিভাগকে বিচার বিভাগ হতে পৃথক করার কথা প্রথম কোথায় বলা হয়?
    ক) যুক্তফ্রন্ট এর ২১ দফায়
    খ) বাংলাদেশের সংবিধানের ২২ নং অনুচ্ছেদে
    গ) ৬ দফায়
    ঘ) প্রথম নির্বাচনী ইশতেহারে
    ব্যাখ্যাঃ সংবিধানের ২২ নং অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার কথা বলা আছে। এখানে মুল সমস্যাটা “প্রথম ” শব্দটা নিয়ে। সংবিধানের ২২ নং অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করার কথা বলা আছ, কিন্তু কথাটা প্রথম উল্লেখ আছে যুক্তফ্রন্টের ২১ দফার ১৫ নং দফায়।
    উত্তর : যুক্তফ্রন্ট এর ২১ দফায়

    ১০ এপ্রিল ১৯৭১ বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়?
    ক) ৪টি খ) ৮টি গ) ৯টি ঘ) ১১টি
    ব্যাখ্যাঃ ১০ এপ্রিল ১৯৭১ বাংলাদেশকে ৪টি সেক্টরে বিভক্ত করা হয়। পরেরদিন অর্থাৎ ১১ এপ্রিল ১৯৭১ বাংলাদেশকে আবার ১১টি সেক্টরে বিভক্ত করা হয়। কিন্তু প্রশ্নতো বলা আছে ১০ এপ্রিলের কথা।
    উত্তর : ৪টি

    OPEC ভূক্ত দক্ষিণ এশিয়ার অনারব মুসলিম দেশ কোনটি??
    Iran
    None
    উত্তর : Iran
    ইরান দক্ষিন এশিয়ার একমাত্র অনারব মুসলিম দেশ যা কিনা OPEC এর সদস্য

    বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন নিউইয়র্কেকনসার্ট ফর বাংলাদেশএর প্রযোজনা করেন কারা?
    ক) জর্জ হ্যারিসন ও এলেন ক্ল্যাইন
    খ) জর্জ হ্যারিসন ও পন্ডিত রবি শংকর
    গ) পন্ডিত রবি শংকর ও এলেন ক্ল্যাইন
    ঘ) জর্জ হ্যারিসন ও ইয়ভগেনি ইয়েভ।
    প্রশ্নের ফাঁদঃ কিন্তু সঠিক উত্তর হল ক) জর্জ হ্যারিসন ও এলেন ক্ল্যাইন। কারণ প্রশ্নে বলা হয়েছে কারা প্রযোজনা করেন? কিন্তু আপনি এতদিন শিখে এসেছেন কারা আয়োজন করে? কনসার্ট ফর বাংলাদেশের আয়োজন করে জর্জ হ্যারিসন ও পন্ডিত রবি শংকর। কিন্তু প্রযোজনা করেন জর্জ হ্যারিসন ও এলেন ক্ল্যাইন।

    চতুর্দশপদীনামের কবিতা কে লিখেছেন?
    ক) মাইকেল মুধুসুদন দত্ত খ) বলাইচাঁদ মুখোপাধ্যায়
    গ) রবীন্দ্রনাথ ঠাকুর ঘ) মৃত্যুঞ্জয় বিদ্যালংকার

    ব্যাখ্যাঃ “চতুর্দশপদী কবিতা ” বললে হবে মাইকেল মধুসুদন দত্ত, কিন্তু এখানে প্রশ্নে আছে “চতুর্দশপদী ” নামের কবিতা। অর্থাৎ কবিতাটির নাম “চতুর্দশপদী কবিতা ” নয়, শুধু “চতুর্দশপদী “, এর লেখক বলাইচাঁদ মুখোপাধ্যায়।
    উত্তর : বলাইচাঁদ মুখোপাধ্যায়

    ইসরাইল কে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ?
    মিসর
    তুরস্ক
    উত্তর: তুরস্ক, ১৯৪৯ ( তুরস্ক মধ্যপ্রাচ্য এর অনারব মুসলিম দেশ)
    ব্যাখ্যা: মিসর প্রথম আরব ও মুসলিম দেশ হিসেবে ইসরাইল স্বীকৃতি কে দেয়, ১৯৭৮ সালে।
    —USA প্রথম দেশ হিসেবে ইসরাইল স্বীকৃতি কে দেয় ১৯৪৯

    প্রশ্ন: চতুরঙ্গ কী?
    ক) রবীন্দ্রনাথের নাটক
    খ) দাবা খেলার আদি নাম
    গ) একটি গ্রহ
    ঘ) একটা যাত্রাদলের নাম

    ব্যাখ্যঃ “চতুরঙ্গ ” হল রবীন্দ্রনাথের উপন্যাস কিন্তু অপশনে দেয়া আছে নাটক, তাই এটি হবে না। অপরদিকে দাবা খেলার আদি নাম চতুরঙ্গ।
    উত্তর : দাবা খেলার আদি নাম

    প্রশ্ন: একক রচনা হিসেবে বাংলা সাহিত্যের প্রথম গ্রন্থ কোনটি?
    ক) চর্যাপদ খ) শ্রীকৃষ্ণককীর্তন কাব্য
    গ) ডাকার্নব ঘ) লাইলি মজনু
    প্রশ্ন ফাঁদঃ চর্যাপদ তো কেউ একা রচনা করেনি। আবার যারা প্রশ্নটি ভালোভাবে দেখেছেন তাদের কেউ কেউ অতি চালাকি করে ভেবে নিবেন “একক রচনা হিসেবে প্রথম ” কথাটি শুধু নার্ভাস করার জন্যই বোধহয় দিল। কিন্তু না, প্রশ্নে যথেষ্ট কারণ আছে। সঠিক উত্তর হবে খ) শ্রীকৃষ্ণককীর্তন কাব্য

    Question: Preface to Lyrical Ballads কবে প্রকাশিত হয়?
    a. 1802
    b. 1798
    Ans: 1802
    Lyrical Ballads প্রকাশিত হয় 1798 সালে। আর Preface to Lyrical Ballads প্রকাশিত হয় 1802 সালে

    প্রশ্নঃ জাতিসংঘের মহাসচিব হিসেবে সর্ব প্রথম দায়িত্ব পালন করেন
    ক। ডগ হামারশোল্ড
    খ। ট্রাইগভে লাই
    গ। স্যার গ্লাডউইন জেব

    ফাঁদ: ট্রাইগভে লাই
    উত্তর: স্যার গ্লাডউইন জেব

    ব্যাখ্যা:
    জাতিসংঘের প্রথম নির্বাচিত মহাসচিব = ট্রাইগভে লাই
    জাতিসংঘের মহাসচিব হিসেবে সর্ব প্রথম দায়িত্ব পালন করেন = স্যার গ্লাডউইন জেব
    জাতিসংঘ প্রতিষ্ঠিত হওয়ার পর ট্রাইগভে লাই প্রথম মহাসচিব পদে নির্বাচিত হন। কিন্তু তাঁর পূর্বে যুক্তরাষ্ট্রের অধিবাসী গ্লাডউইন জেব ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন৷ তাঁর মেয়াদকাল ছিল – ২৪ অক্টোবর, ১৯৪৫ থেকে ২ ফেব্রুয়ারি, ১৯৪৬ পর্যন্ত।

    ১ম মহাসচিব:
    এশিয়া থেকে নির্বাচিত = উ থান্ট (মায়ানমার)
    আমেরিকা থেকে নির্বাচিত = জ্যাভিয়ার পেরেজ দ্য কুয়েলার (পেরু)
    আফ্রিকা থেকে নির্বাচিত = বুট্রোস বুট্রোস-ঘালি (মিশর)

    জাতিসঙ্ঘ সনদের ৯৭ অনুচ্ছেদ মোতাবেক মহাসচিবকে “প্রধান প্রশাসনিক কর্মকর্তা” হিসেবে উল্লেখ করা হয়েছে। মহাসচিব পদটি দ্বৈত ভূমিকার অধিকারী – জাতিসঙ্ঘ বা রাষ্ট্রসঙ্ঘের প্রশাসক এবং কুটনৈতিক ও মধ্যস্থতাকারী হিসেবে।

    NATO ভুক্ত মুসলিম দেশ কতটি?
    2
    1
    উত্তর : ২ টি
    ব্যাখ্যা: NATO ভুক্ত মুসলিম দেশ গুলি হলো Turkey & Albania.

    প্রশ্নঃ বিশ্বের ১ম যুদ্বপরাধ আদালত কোনটি?
    গণহত্যা, মানবতা বিরোধী যুদ্বপরাধের বিচার করে কোনটি?
    ক। জাতিসংঘ
    খ। আন্তর্জাতিক আদালত
    গ। আন্তর্জাতিক অপরাধ আদালত
    ঘ। নুরেমবার্গ ট্রায়াল

    ফাঁদ: আন্তর্জাতিক আদালত, নুরেমবার্গ ট্রায়াল
    উত্তর: আন্তর্জাতিক অপরাধ আদালত

    প্রশ্নঃস্ট্যাটিউট অফ দ্যা কোর্টচুক্তির মাধ্যমে গঠিত হয়
    ক। আন্তর্জাতিক আদালত
    খ। আন্তর্জাতিক অপরাধ আদালত

    উত্তর: আন্তর্জাতিক আদালত

    ব্যাখ্যা:
    আন্তর্জাতিক আদালত = ‘স্ট্যাটিউট অফ দ্যা কোর্ট’ চুক্তির মাধ্যমে গঠিত হয়।
    আন্তর্জাতিক অপরাধ আদালত = রোম চুক্তি’ (Rome Statue ১৯৯৮) এর মাধ্যমে গঠিত হয়।

    More & more:
    EU = ম্যাসটিচট চুক্তির ফলে গঠিত হয়।
    কমনওয়েলথ = লন্ডন ঘোষণা অনুযায়ী গঠিত হয়।
    ন্যাটো = উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে গঠিত হয়।

    European Union গঠিত হয় কোন চুক্তির মাধ্যমে?
    The Treaty of Rome
    Maastricht Treaty
    উত্তর : Maastricht Treaty
    ব্যাখ্যা : Maastricht Treaty,1992 এর মাধ্যমে গঠিত হয় European Union.
    The Treaty of Rome,1957 : এর মাধ্যমে গঠিত হয় European Economic Community.

    প্রশ্নঃ প্রথম জিএসপি (GSP) দেয়া শুরু করে
    ক। যুক্তরাষ্ট্র
    খ। ইউরোপীয় ইউনিয়ন

    ফাঁদ: যুক্তরাষ্ট্র
    উত্তর: ইউরোপীয় ইউনিয়ন

    ব্যাখ্যা:
    GSP এর পূর্ণরূপ হল Generalised system of preference অর্থাৎ অগ্রাধিকারমূলক বাজার সুবিধা । এক কথায় উন্নত বিশ্ব কর্তৃক উন্নয়নশীল দেশসমূহকে রপ্তানির ক্ষেত্রে শুল্কমুক্ত অগ্রাধিকারমূলক সুবিধা দেওয়াকে জিএসপি বলে । GSP সুবিধা দেয়ার লক্ষ্য হচ্ছে : (ক)রপ্তানি আয় বাড়ানো, (খ) শিল্পায়নের প্রসার ঘটানো এবং (গ) প্রবৃদ্ধি বাড়ানো ।

    ১৯৬৪ সালের UNCTAD এর প্রথম সম্মেলনে GSP সুবিধার বিষয়টি প্রথম আলোচনায় আসে। ১৯৭১ সালে ইউরোপীয় ইউনিয়ন প্রথম অনুন্নত দেশসমূহকে জিএসপি’র সুবিধা দেয়া শুরু করে। ১৯৭৪ সালে যুক্তরাষ্ট্র এ সংক্রান্ত আইন করে এবং ১৯৭৬সাল থেকে বাস্তবায়ন শুরু করে ।

    2nd World War এর ব্রিটেন এর কতজন প্রধানমন্ত্রী কতজন ছিলেন?
    a.1 জন
    b.2 জন
    উত্তর :: ২ জন
    ব্যাখ্যা : ২ জন। ফ্রাঙ্কলিন রুজভেল্ট, হ্যারি এস ট্রুম্যান

    প্রশ্নঃ প্রাচীনতম গণতন্ত্র প্রচলিত আছে
    ক। ভারতে
    খ। গ্রিসে
    গ। ব্রিটেনে
    ঘ। যুক্তরাষ্ট্রে

    ফাঁদ: গ্রিস
    উত্তর: ব্রিটেন

    ব্যাখ্যা:
    ভারত = বিশ্বের বৃহত্তম গণতন্ত্র
    ব্রিটেন = বিশ্বের প্রাচীনতম গণতন্ত্র প্রচলিত
    গ্রিস = গণতন্ত্রের সূতিকাগার। খ্রিস্টপূর্ব ৫ম শতকে (৫০৮ শতাব্দীতে) গ্রিসের এথেন্সে প্রত্যক্ষ গণতন্ত্র প্রবর্তিত হয়। এটাকেই অ্যাথেনীয় গণতন্ত্রের সূচনাহিসেবে নেওয়া হয়।
    যুক্তরাষ্ট্র = যুক্তরাষ্ট্রের সরকারের একটি মূলনীতি হল প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র।জনগণকে সংখ্যাগরিষ্ঠের মতামত মেনে নিতে হবে।

    গণতন্ত্র (Democracy) শব্দটির উৎপত্তি গ্রীক ‘ডেমোক্রেসিয়া’ শব্দ থেকে (ডেমোস = জনগণ ও ক্রাটোস = ক্ষমতা)। শাব্দিক অর্থ – ‘জনগণের শাসন’। গণতন্ত্র হলো কোন জাতিরাষ্ট্রের বা কোন সংগঠনের এমন একটি শাসনব্যবস্থা যেখানে প্রত্যেক নাগরিকের নীতিনির্ধারণ বা প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে সমান ভোট বা অধিকার আছে।

    ১৮৬৪ সালে গেটিসবার্গের সেই বিখ্যাত ভাষণে সফল রাষ্ট্র নায়ক আব্রাহাম লিঙ্কন বলেন, ‘Democracy is government of the people, by the people and for the people’.

    প্রশ্নঃ উদীয়মান অর্থনীতির দেশে বৈদেশিক বিনিয়োগ (FDI) আকর্ষণ বৃদ্ধিতে কাজ করে
    ক। IFC
    খ। M IGA
    গ। ICSID

    ফাঁদ: IFC
    উত্তর: MIGA

    ব্যাখ্যা:
    IFC = উন্নয়নশীল দেশে ‘বেসরকারি খাতে’ বিনিয়োগ বৃদ্বিতে কাজ করে।
    M IGA = উদীয়মান অর্থনীতির দেশে ‘বৈদেশিক বিনিয়োগ’ (FDI) আকর্ষণ ও বৃদ্বিতে কাজ করে।
    ICSID = সরকার এবং বিদেশী বিনিয়োগকারীদের মধ্যে ‘বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি’ করতে কাজ করে।

    প্রশ্নঃ বিশ্বব্যাংকের প্রধান ঋণ অর্থ প্রদানকারী সংস্থা কোনটি?
    ক। IMF
    খ। IBRD
    গ। বিশ্বব্যাংক গ্রুপ

    ফাঁদ: IMF, বিশ্বব্যাংক গ্রুপ
    উত্তর: IBRD

    ব্যাখ্যা:
    বিশ্বব্যাংকের প্রধান ঋণ অর্থ প্রদানকারী সংস্থা = IBRD
    বিশ্ব ব্যাংক বলতে বুঝায় = IBRD কে
    তবে বিশ্বব্যাংক গঠিত হয় = ২ টি প্রতিষ্ঠান নিয়ে। যথা: IBRD ও IDA
    Five Institutions, One Group বলা হয় = বিশ্বব্যাংক গ্রুপকে
    বিশ্বব্যাংক গ্রুপ গঠিত হয় = ৫ টি প্রতিষ্ঠান সমন্বয়ে (IBRD, ICSID, IDA, IFC, MIGA)
    NB: আদ্যাক্ষর অনুযায়ী মনে রাখুন!
    IMF = অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্বি, মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখতে ও বানিজ্য ঘাটতি শোধরাতে আর্থিক সহযোগিতায় দান করে।

    প্রশ্নঃ মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখতে কাজ করে
    ক। IDA
    খ। WB
    গ। IMF

    ফাঁদ: WB
    উত্তর: IMF

    ব্যাখ্যা:
    IMF = মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখতে কাজ করে।
    IDA = IDA এর ঋণকে Soft loan window বলা হয়। কারণ IDA সহজ শর্তে দীর্ঘমেয়াদী ঋণ দেয়।

    Acronym:
    IMF ( International Monetary Fund)
    IFC (International Finance Corporation)
    IDA (International Development Association)
    M IGA (Multilateral Investment Guarantee Agency)
    ICSID (International Centre for Settlement of Investment Disputes)

    প্রশ্নঃ ব্রিটিশ কমনওয়েলথ প্রতিষ্ঠিত হয়
    ক। ১৯৩১
    খ। ১৯৪৯
    .
    ফাঁদ: ১৯৪৯
    উত্তর: ১৯৩১
    .
    ব্যাখ্যা:
    কমনওয়েলথ প্রতিষ্ঠিত হয় =১৯৪৯
    ব্রিটিশ কমনওয়েলথ প্রতিষ্ঠিত হয় = ১৯৩১

    2nd World War এর ব্রিটেন এর কতজন প্রধানমন্ত্রী কতজন ছিলেন?
    a. 1
    b. 3
    উত্তর : 3 জন
    ব্যাখ্যা: তিনজন। নেভিল চেম্বারলিন, উইনস্টন চার্চিল এবং ক্লিমেন্ট এটলি।

    প্রশ্নঃ ইতিহাসের সর্ববৃহৎ সামুদ্রিক যুদ্ধ –
    ক। ক্রুসেড
    খ। ২য় বিশ্বযুদ্ধ
    গ। নরম্যান্ডির যুদ্ধ

    উত্তর: নরম্যান্ডির যুদ্ধ]

    ব্যাখ্যা:
    ক্রুসেড = সর্বাপেক্ষা দীর্ঘস্থায়ী যুদ্ধ
    ২য় বিশ্বযুদ্ধ = সর্বাপেক্ষা ব্যয়বহুল যুদ্ধ, সভ্য সমাজের সবচেয়ে বড় আর ধ্বংসাত্নক যুদ্ধ
    নরম্যান্ডির যুদ্ধ = সর্ববৃহৎ সামুদ্রিক যুদ্ধ

    মধ্যপ্রাচ্য পর্যন্ত তেল অস্ত্র ব্যবহার করে কতবার?
    a.1
    b.2
    c.3
    d.4
    ফাদ: ১ বার
    উত্তর : তিন বার ( ১৯৭৩, ১৯৮১, ১৯৮৬)ল্লেখ আছে।

  • ৩৮ তম বিসিএস গনিত সমাধান

    ৩৮ তম বিসিএস গনিত সমাধান

    1. |2x-3|<=1
    -1<=2x-3<=1
    -1+3<=2x-3+3<=1+3
    2<=2x<4
    C) 1<=x<=2
    2. একটি সমান্তর ধারার পঞ্চম পদ ১৮ এবং
    প্রথম ৫টি পদের যোগফল ৭৫ হলে প্রথম পদ?
    a+4d = 18—-(1)
    5 {2a+4d} = 75*2
    a + 2d = 15
    2d = 15-a
    so, a + 2(15-a) = 18
    a = 12
    ৩. সমাবহু ত্রিভুজের ক্ষেত্রফল = (root3/4)
    *a^2 (D)

    ৪. মি: রেজা তার সম্পদের ১২% স্রী কে,
    ৫৪% ছেলেকে এবং অবশিষ্ট ৭২০০০০
    টাকা মেয়েকে দিলেন। তার মোট
    সম্পদ??
    {100-(12+58)}% = 720000
    100% =720000*100/30 = 2400000
    ৫. 18root3
    ৬. logx(1/8) = – 2
    x^-2 = 1/8
    x = 2 root2
    ৭. 2^x + 2^x-1 = 3
    (0,1) D (Option Test)

    ৮.একটি কোনের মান তার পুরক কোনের
    অর্ধেকের সমান।কোনটি কত?
    30,60
    Ans,= 30
    ৯.
    Sin® = AB/AC = 1/2
    ® = 30

    ১০.
    A = { x:x Fibonacci সংখ্যা এবং x^2 < 64} P(A)
    এর উপাদান সংখ্যা
    ?
    A = {0,1,1,2,3,5}
    A = { 0,1,2,3,5}
    2^5 = 32
    ১১.
    কমিটির সংখ্যা
    9C3 = 84
    ১২.
    30-40
    probability = 5/11

    ১৩.
    ৮৮% & ১১০%
    পার্থক্য = ২২%
    ৫টা = ১১০
    ১—-= ২২%
    সুতরাং = 4 টি
    ১৪.3*4 = 12
    ১৫.
    3 yr = 3/8
    1 yr = 1/8 = 12.5%
    ১৫.1/8 = 1/12 + 1/x
    x = 24

    ১৬.
    ৩৬৫/৭ R = ১
    বৃহস্পতিবার + ১ = শুক্রবার
    ১৭.
    48/2 = 26
    Odd = 29
    ১৮.
    মোলিক সংখ্যা নয় = ২৫৩, ১১ দ্বারা
    বিভাজ্য
    ১৯.
    ৫ ১২ ১৩
    ১৩ কি.মি
    ২০.
    ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যা যোগফল
    = ৫০৫০

  • উপসর্গ মনে রাখার টেকনিক

    উপসর্গ মনে রাখার টেকনিক

    বাংলা উপসর্গ মোট ২১টি যথা:
    অ অঘা অজ অনা
    আ আন আব আড়
    ইতি ঊনা কদ্ কু নি
    স সা সু হা
    বি ভর রাম পাতি

    ৎসম (সংস্কৃত) উপসর্গ মোট ২০টি। যথা:
    প্র পরা অপ সম্ নি
    অভি অতি উপ পরি
    অধি প্রতি অপি
    আ সু বি নির
    দুর অব উৎ অনু

    কিছু উপসর্গ আছে যা বাংলা ৎসম উভয় শব্দে পাওয়া যায়। যথা:
    আ সু বি নি
    এগুলো বাংলা শব্দের সাথে পাওয়া গেলে বাংলা উপসর্গ আর তৎসম শব্দের সাথে পাওয়া গেলে তৎসম উপসর্গ।

    ফারসি উপসর্গ
    বর্ কম্ ফি দর্ বে না
    নিম্ কার্ বদ্(না) ব্ (য়ে নিয়ে যায়)

    আরবি উপসর্গ
    গর্ লা খাস আম
    ইংরেজী উপসর্গ
    ফুল হেড হাফ সাব

  • ইংরেজী ও বাংলা সাহিত্যের চমৎকার মিলবন্ধন

    ইংরেজী ও বাংলা সাহিত্যের চমৎকার মিলবন্ধন

    ১)বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন চর্যাপদ,
    ইংরেজী সািহিত্যের আদি নিদর্শন বিউলফ(Beowulf)

    ২)চর্যাপদ তথা বাংলা সাহিত্যের আদি কবি লুইপা,
    ইংরেজীতে Caedmon(ক্যাডমন)

    ৩)বাংলা সাহিত্যের ১ম মহিলা কবি চন্দ্রাবতী
    আর ইংরেজী সাহিত্যে Aphra benn

    ৪) বাংলা গদ্যের আদি নিদর্শন কোচবিহারের রাজার চিঠি,
    ইংরেজী গদ্যের আদি নিদর্শন Anglo saxon chronicle.

    ৫)বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর,
    ইংরেজী গদ্যের জনক John wycliffe.

    ৬) বাংলা সাহিত্যে তুর্কি শাসকদের কারনে অন্ধকার যুগ ১২০১–১৩৫০,
    ইংরেজীতে ফরাসি নরম্যান শাসকদের কারনে ১৪০০–১৫০০।

    ৭) বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক ১ম গ্রন্থ লিখেছে দীনেশ চন্দ্রসেন,
    ইংরেজীতে Saint vernable Bede.

    ৮)বাংলা মূদ্রাক্ষরোর জনক চার্লস উইলকিন্স
    ইংরেজীর william caxton.

    ৯) ১ম রোমান্টিক উপন্যাস কপালকুন্ডলা
    ইংরেজীতে Morte D’ Arthur.

    ১০)বাংলা প্রথম ট্র্যাজিডি কীর্তিবিলাস,
    ইংরেজী Gorbuduc.

    ১১)প্রথম সার্থক ট্র্যাজিডি কৃষ্ণকুমারী,
    ইংরেজী Dr.Faustaus.

    ১২)বাংলা সাহিত্যে ছিল ইয়ং বেঙ্গল গোষ্ঠী,
    ইংরেজীতে university wits.

    ১৩)কবিদের কবি নির্মলেন্দু গুন,
    ইংরেজী সাহিত্যে Edmund spencer.

    ১৪)প্রথম সার্থক কমেডি মাইকেল মধূসূদন দত্তের পদ্মাবতী,
    ইংরেজীতে Nicholus udal এর Rulf roister Doister.

    ১৫)ইংরেজী সনেটের প্রবর্তক স্যার থমাস ওয়াট,
    বাংলা সনেটের মাইকেল মধূসূদন দত্ত।

    ১৬)১ম বাংলা উপন্যাস আলালের ঘরের দুলাল,
    ইংরেজী samuel richardson এর Pamela.

    ১৭) বাংলায় অমিত্রাক্ষর(Blank verse) এর জনক মধূসূদন,
    ইংরেজীতে ক্রিস্টোফার মার্লো।

    ১৮) ১ম ইংরেজ মহাকবি মিল্টন,
    বাংলা সাহিত্যের মহাকবি বলা হয় আলাওলকে।

    ১৯)অমিত্রাক্ষর ছন্দের প্রথম মহাকাব্য মেঘনাথবধ কাব্য,
    ইংরেজীতে মিল্টনের প্যারাডাইজ লস্ট।

    ২০)বাংলা প্রথম শোকগাথা ঈশ্বরচন্দ্রের প্রভাবতী সম্ভাষণ,
    ইংরেজী সাহিত্যে জন মিল্টনে লাইচিডাস(Lycidas)

    ২১) বাংলা সার্থক উপন্যাসের জনক বঙ্কিম চন্দ্র,
    ইংরেজী সার্থক উপন্যাসের জনক হেনরি ফিল্ডিং (Henry Fielding)

    ২২)ঐতিহাসিক উপন্যাসের জন্য বিখ্যাত স্যার ওয়াল্টার স্কট,
    বাংলার ওয়াল্টার স্কট বঙ্কিম চন্দ্র।

    ২৩)বাংলা সাহিত্যের করুন চরিত্র হৈমন্তী,
    একই রকম ইংরেজী চরিত্র Clarissa.

    ২৪)মনোসমীক্ষামূলক উপন্যাস সৈয়দ ওয়ালীউল্লাহর চাদের আমাবস্যা,
    ইংরেজী তে ডেনিয়েল ডিফোর Robinson crusoe(বিতর্ক আছে ভ্রমন কাহিনী)

    ২৫)বাংলার শেলী হিসেবে পরিচিত জীবনানন্দ দাশ কে বলা হয় প্রকৃতির কবি,
    ইংরেজীতে (poet of nature) প্রকৃতির কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ (wilian wordsworth)

    ২৬) বাংলাদেশের বিদ্রোহী কবি ও সৈনিক কাজী নজরুল ইসলাম,
    ইংরেজীতে soldier & poet হলেন লর্ড বায়রন(Lord Byron)

    ২৭) বাংলা সাহিত্যে শ্রষ্ঠ Dramatic Monologue (স্বগতোক্তি) জসীম উদ্দীনের কবর কবিতা,
    ইংরেজীতেRobert browning এর Andre del sarto.

    ২৮)বাংলা সাহিত্যে দূ:খবাদী কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত,
    ইংরেজী সাহিত্যে ম্যাথু আর্নল্ড(Mathewo Arnold)

    ২৯)বাংলা সাহিত্যে কবি ও চিত্রকর রবীন্দ্রনাথ ঠাকুর,
    ইংরেজীতে wilam Blake

    ৩০)রবীন্দ্রনাথের কিশোর চরিত্র ফটিকের করুন গল্প ছুটি,
    ইংরেজীতে চার্লস ডিকেন্সের Oliver twist.

    ৩১) বাংলা ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর,
    ইংরেজী Short srtory র জনক Edgar allan poe.

    ৩২)বাংলা সাহিত্যের পল্লী কবি জসীমউদ্দীন,
    ইংরেজী সাহিত্যের Pearl S Buck।

  • ১০ম থেকে ৩৭তম বিসিএস লিখিত বাংলা পরীক্ষার প্রশ্ন উত্তর

    ১০ম থেকে ৩৭তম বিসিএস লিখিত বাংলা পরীক্ষার প্রশ্ন উত্তর

    ১। বড়ু চণ্ডীদাসের কাব্যের নাম কী? [১০, ১৫, ২০, ২২, ৩৩ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন।
    ২। কাহ্নপা কে ছিলেন? [১০, ১২ বিসিএস লিখিত]
    উত্তরঃ কাহ্নপা চর্যাপদের একজন প্রধান কবি। তাঁর রচিত পদের সংখ্যা ১৩ টি।
    ৩। বাংলা ভাষার পূর্ববর্তী স্থরের নাম কী? [১০ বিসিএস লিখিত]
    উত্তরঃ অপভ্রংশ।
    ৪। দৌলত উজির বাহরাম খানের কাব্যের নাম কী? [১০, ১৫ বিসিএস লিখিত]
    উত্তরঃ লাইলী – মজনু।
    ৫। ’ইউসুফ – জোলেখা’ কাব্যের রচয়িতা কে? [১০, ১৫ বিসিএস লিখিত]
    উত্তরঃ শাহ মুহাম্মদ সগীর।

    ৬। আলাওলের শ্রেষ্ঠ কাব্যের নাম কী? [১০ বিসিএস লিখিত]
    উত্তরঃ পদ্মাবতী।
    ৭। লালন শাহ কী রচনা করেছেন? [১০ বিসিএস লিখিত]
    উত্তরঃ লালনগীতি (বাউলগান)।
    ৮। মধুসূদন দত্তের মহাকাব্যের নাম কী? [১০ বিসিএস লিখিত]
    উত্তরঃ মেঘনাদবধ কাব্য।
    ৯। রবীন্দ্রনাথের ‘বলাকা’ কাব্য প্রথম কোন সালে প্রকাশিত হয়? [১০ বিসিএস লিখিত]
    উত্তরঃ ১৯১৬ খ্রিষ্টাব্দে বাংলা ১৩২২ সালে।
    ১০। কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতা কোন কাব্যের অন্তর্গত? [১০ বিসিএস লিখিত]
    উত্তরঃ ’অগ্নিবীনা’ (১৯২২)।

    ১১। ’ধূসর পাণ্ডলিপি’ কার রচনা? [১০ বিসিএস লিখিত]
    উত্তরঃ জীবনানন্দ দাস।
    ১২। ‘লালসালু’র লেখক কে? [১০ বিসিএস লিখিত]
    উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ।
    ১৩। জহির রায়হানের জনপ্রিয় উপন্যাস কোনটি? [১০ বিসিএস লিখিত]
    উত্তরঃ আরেক ফাল্গুন।
    ১৪। প্রথম কোন মহিলা কবি রামায়ণ রচনা করেন? [১১ বিসিএস লিখিত]
    উত্তরঃ চন্দ্রাবতী।
    ১৫। ‘অন্নদামঙ্গল’ কার রচনা? [১১, ২০ বিসিএস লিখিত]
    উত্তরঃ ভারতচন্দ্র রায় গুণাকর।
    ১৫। ‘গোরক্ষ বিজয়’ এর আদি কবির নাম কী? [১১ বিসিএস লিখিত]
    উত্তরঃ শেখ ফয়জুল্লাহ।
    ১৬। ‘মধুমালতী’ কাব্যের অনুবাদক কে? [১১ বিসিএস লিখিত]
    উত্তরঃ মুহম্মদ কবীর।
    ১৭। ’মধুমালতী’ কাব্য কোন ভাষা থেকে অনূদিত হয়েছে? [১১ বিসিএস লিখিত]
    উত্তরঃ হিন্দি।
    ১৮। ঈশ্বরগুপ্ত সম্পাদিত পত্রিকার নাম কী? [১১, ১৩ বিসিএস লিখিত]
    উত্তরঃ’সংবাদ প্রভাকর’ (১৮৩১)।
    ১৯। ‘প্রফুল্ল’ নাটকটি কে রচনা করেছেন? [১১ বিসিএস লিখিত]
    উত্তরঃ গিরশিচন্দ্র ঘোষ।
    ২০। ’কল্লোল’ পত্রিকা কোন সালে প্রকাশিত হয়? [১১ বিসিএস লিখিত]
    উত্তরঃ ১৯২৩ সালে।

    ২১। ‘আরণ্যক’ উপন্যাসের রচয়িতার নাম কী? [১১ বিসিএস লিখিত]
    উত্তরঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
    ২২। আত্মজীবনীমূলক রচনা ‘উদাসীন পথিকের মনের কথা’র লেখক কে?[১১, ৩১ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ মীর মোশাররফ হোসেন।
    ২৩। আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? [১১ বিসিএস লিখিত]
    উত্তরঃ ‘রাত্রিশেষ’।
    ২৪। ‘নেমেসিস’ নাটকটির রচয়িতা কে? [১১ বিসিএস লিখিত]
    উত্তরঃ নূরুল মোমেন।
    ২৫। ‘নদীবক্ষে’ কার রচনা? [১১ বিসিএস লিখিত]
    উত্তরঃ কাজী আব্দুল ওয়াদুদ।
    ২৬। ‘সমকাল’ পত্রিকার প্রথম সম্পাদকের নাম কী? [১১, ২১ তম বিসিএস লিখিত]
    উত্তরঃসিকান্দার আবু জাফর।
    ২৭। ‘অমর একুশে’ এর কবির নাম কী? [১১ বিসিএস লিখিত]
    উত্তরঃ আলাউদ্দীন আল আজাদ।
    ২৮। ’ধনধ্যান্যে পুষ্পেভরা আমাদের এই বসুন্ধরা’ এই লাইনাটর রচয়িতা কে? [১৩ বিসিএস লিখিত]
    উত্তরঃ দ্বিজেন্দ্রলাল রায়।
    ২৯। জয়দেব রচিত সংস্কৃত কাব্যেগ্রন্থের নাম কী? [১৩ বিসিএস লিখিত]
    উত্তরঃ গীতগোবিন্দ।
    ৩০। আলাওলের ‘পদ্মাবতী’ কোন কবি অনুবাদ করেন? কোন কাব্যে থেকে? [১৩ বিসিএস লিখিত]
    উত্তরঃ মালিক মুহম্মদ জায়সীর। ’পদুমাবৎ’ কাব্য থেকে।

    ৩১। ভারতচন্দ্র কোন রাজসভার কবি ছিলেন? [১৩ বিসিএস লিখিত]
    উত্তরঃ মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের রাজসভার কবি।
    ৩২। ফকির গরীবুল্লাহ রচিত দু’টি গ্রন্থের নাম কী কী? [১৩ বিসিএস লিখিত]
    উত্তরঃ ‘আমির হামজা’(১ম অংশ) ও জঙ্গনামা।
    ৩৩। মুসলমান সম্পাদকের সম্পাদনায় প্রথম কোন পত্রিকা সম্পাদিত হয়? [১৩ বিসিএস লিখিত]
    উত্তরঃ ‘সমাচার সভারাজেন্দ্র (১৮৩১), সম্পাদক- শেখ আলীমুল্লাহ।
    ৩৪। ’সধবার একাদশী’ প্রহসনটি কার লেখা? [১৩ বিসিএস লিখিত]
    উত্তরঃ দীনবন্ধু মিত্র।
    ৩৫। শেক্সপীয়রের কোন নাটকটি বিদ্যাসাগর অনুবাদ করেন? [১৩, ২৫ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ ’কমেডি অব এররস’। অনূদিত নাম : ‘ভ্রান্তি বিলাস’।
    ৩৬। ’নৌফেল ও হাতেম’ কাব্যনাট্যটির রচয়িতার নাম কী? [১৩ বিসিএস লিখিত]
    উত্তরঃফররুখ আহমদ।
    ৩৭। ‘চাঁদের আমাবস্যা’ উপন্যাসটির রচয়িতা কে? [১৩ বিসিএস লিখিত]
    উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ।
    ৩৮। বাংলাদেশের দু’জন অকালপ্রয়ত বিশিষ্ট কবির নাম কী কী? [১৩ বিসিএস লিখিত]
    উত্তরঃ রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ ও হুমায়ুন কবির।
    ৩৯। ‘সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই’ এটি কোন কবির বাণী? [১৫ বিসিএস লিখিত]
    উত্তরঃ দ্বিজ চণ্ডীদাসের।
    ৪০। কৃত্তিবাস কোন কাব্যের জন্য বিখ্যাত? [১৫ বিসিএস লিখিত]
    উত্তরঃ রামায়ণের অনুবাদের জন্য বিখ্যাত।

    ৪১। বিজয়গুপ্ত কোন কাব্যের রচয়িতা? [১৫ বিসিএস লিখিত]
    উত্তরঃ মনসামঙ্গল কাব্য (১৪৯৪)।
    ৪২। বিজয়গুপ্ত কোথায় জন্মগ্রহন করেন? [১৫ বিসিএস লিখিত]
    উত্তরঃ বরিশালের গৈলা নামক গ্রামে।
    ৪৩। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণবিদ কে? [১৫ বিসিএস লিখিত]
    উত্তরঃ মানোএল দা আস্সুম্পসাওঁ। পর্তুগালের এক পাদ্রি।
    ৪৪। বাংলা গদ্যের জনক কে? [১৫ বিসিএস লিখিত]
    উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
    ৪৫। কারবালার কাহিনী নিয়ে কে গ্রন্থ রচনা করেন? [১৫ বিসিএস লিখিত]
    উত্তরঃ মীর মশাররফ হোসেন। ’বিষাদ সিন্ধু’।
    ৪৬। ‘কৃষ্ণকুমারী’ নাটকের রচয়িতা কে? [১৫ বিসিএস লিখিত]
    উত্তরঃ মাইকেল মধসূদন দত্ত। এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি।
    ৪৭। ‘কুহেলিকা’ উপন্যাসটির রচয়িতা কে? [১৫ বিসিএস লিখিত]
    উত্তরঃকাজী নজরুল ইসলাম।
    ৪৮। বাংলাদেশের সাহিত্যে (১৯৪৭- বর্তমান) প্রথম উল্লেখযোগ্য উপন্যাস কোনটি? [১৫ বিসিএস লিখিত]
    উত্তরঃ ‘লালসালু’। রচয়িতা সৈয়দ ওয়ালিউল্লাহ।
    ৪৯। ‘কবর’ নাটকটি কোন ঐতিহাসিক ঘটনা নিয়ে রচিত? নাট্যকার কে [১৫,২০,২৩,২৭ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ ভাষা আন্দোলন। নাট্যকার মুনীর চৌধুরী।
    ৫০। একুশের প্রথম সংকলন এবং ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ : দলিলপত্র’ কে রচনা করেন? [১৫ বিসিএস লিখিত]
    উত্তরঃ হাসান হাফিজুর রহমান।

    ৫১। বাংলা কাব্যের আদি নিদর্শন কী? [১৭, ২০, ২১, ২৪ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ ‘চর্যাপদ’।
    ৫২। ‘চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা কে? [১৭ বিসিএস লিখিত]
    উত্তরঃ মুকুন্দরাম চক্রবর্তী। (রচনাকাল ষোড়শ শতক)।
    ৫৩। মনসুর বয়াতি কে? তার রচিত কাব্যের নাম কী? [১৭ বিসিএস লিখিত]
    উত্তরঃ মৈমনসিংহ গীতিকার অন্যতম কবি। রচিত কাব্য ’দেওয়ানা মদিনা’।
    ৫৪। ‘যুগসন্ধির কবি কাকে বলে? [১৭, ৩১ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ ঈশ্বরচন্দ্র গুপ্তকে।
    ৫৫। মধ্যযুগের কোন কাব্য প্রথমে এক কবি শুরু করেন পরে অন্য এক কবি শেষ করেন? [১৭ বিসিএস লিখিত]
    উত্তরঃ’সতীময়না-লোচন্দ্রানী’। (দৌলত কাজী শুরু করেন আলাওল শেষ করেন)।
    ৫৬। ’তোহফা’ ক্ব্যটি কে রচনা করেন?[১৭ বিসিএস লিখিত]
    উত্তরঃ আলাওল। ফরাসি ভাসা থেকে অনূদিত।
    ৫৭। ‘প্রাচীন বঙ্গ সাহিত্যে মুসলমানদের অবদান’ গ্রন্থের রচয়িতা কে? [১৭ বিসিএস লিখিত]
    উত্তরঃ আবদুল করিম সাহিত্যবিশারদ।
    ৫৮। ’ভানুসিংহ’ কার ছদ্মনাম? [১৭ বিসিএস লিখিত]
    উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুরের।
    ৫৯। ফররুখ আহমদ রচিত সনেট গ্রন্থের নাম কী? [১৭ বিসিএস লিখিত]
    উত্তর ‘মহূর্তের কবিতা’ (১৯৬৩)।
    ৬০। প্রাচীন যুগে রচিত বাংলা সাহিত্যের নিদর্শন কোন কোন নামে পরিচিত? [১৭ বিসিএস লিখিত]
    উত্তরঃ ‘চর্যাচর্যবিনিশ্চয়’,’চর্যাগীত
    িকোষ’, ‘চর্যাগীতিকা’, ’চর্যাপদ’, হাজার বছরের পুরান বাঙ্গালা ভাষার বৌদ্ধ গান ও দোহা’ ইত্যাদি।

    ৬১। ‘ইউসুফ-জোলেখা’ ও ‘লাইলী-মজনু’ কাব্যের উপাখ্যানসমূহ কোন দেশের? [১৭ বিসিএস লিখিত]
    উত্তরঃ ’ইউসুফ-জোলেখা’ আরবের, ’লাইলী-মজন’ ইরান।
    ৬২। ’রামায়ণ’ ও ’মহাভারত’ কাব্যের মূল রচয়িতাদের নাম কী? [১৭ বিসিএস লিখিত]
    উত্তরঃ রামায়ণের রচয়িতা বাল্মীকি এবং মহাভারতের রচয়িতা কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস।
    ৬৩। ১৯৪৮ থেকে ১৯৫২ এর মধ্যে বাংলা ভাষা আন্দোলনের উপর কোন গ্রন্থ রচিত হয়? [১৭ বিসিএস লিখিত]
    উত্তরঃ ‘পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি’। গ্রন্থকারঃ বদরুদ্দীন ওমর।
    ৬৪। কবিগান বলতে কী বোঝায়? [১৮ বিসিএস লিখিত]
    উত্তরঃ কবিতা বা গানের বিতর্ক।
    ৬৫। কবি গোলাম মোস্তফার তিনটি গ্রন্থের নাম কী কী? [১৮ বিসিএস লিখিত]
    উত্তরঃ ‘বিশ্বনবী’, ’রক্তরাগ’ ও ‘মরুদুলাল’।
    ৬৬। ঈশ্বরচন্দ্রের বিধবা বিবাহ বিষয়ক গ্রন্থটির নাম কী? [১৮ বিসিএস লিখিত]
    উত্তরঃ ‘বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ্বিষয়ক প্রস্তাব’।
    ৬৭। ‘কাশবনের কন্যা’ উপন্যাসটির রচয়িতা কে? [১৮ বিসিএস লিখিত]
    উত্তরঃ শামসুদ্দীন আবুল কালাম।
    ৬৮। বাংলা কথ্যরীতিতে প্রথম গ্রন্থ রচনা করেন কে? [১৮ বিসিএস লিখিত]
    উত্তরঃ প্যারীচাঁদ মিত্র ওরফে টেকচাঁদ ঠাকুর। গ্রন্থের নাম : ‘আলালের ঘরের দুলাল’।
    ৬৯। ফোর্ট উইলিয়াম কলেজ কখন প্রতিষ্ঠিত হয়? [১৮ বিসিএস লিখিত]
    উত্তরঃ ১৮ মে ১৮০০ খ্রিষ্টাব্দে।
    ৭০। ’তাপস কাহিনী’ ও ‘মহর্ষি মনসুর’ প্রভৃতি গ্রন্থের রচয়িতার নাম কী? [১৮ বিসিএস লিখিত]
    উত্তরঃ মোজাম্মেল হক।

    ৭১। জীবনানন্দ দাসের তিনটি কাব্যগ্রন্থের নাম কী কী? [২০, ২২ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি ও বনলতা সেন।
    ৭২। ’হাজার বছর ধরে’ উপন্যাসটির রচয়িতার নাম কী? [২০ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ জহির রায়হান।
    ৭৩। মৈমনসিংহ গীতিকার দু’টি পালা কী কী? [২০ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ মহুয়া ও মলুয়া।
    ৭৪। রবীন্দ্রনাথের প্রথম ঐতিহাসিক উপন্যাস কোনটি? [২০ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ ‘বৌ-ঠাকুরাণীর হাট’।
    ৭৫। তিনজন বৈষ্ণব পদকর্তার নাম কী কী? [২১ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ বিদ্যাপতি, চণ্ডীদাস ও গোবিন্দদাস।
    ৭৬। রবীন্দ্রনাথের নোবেল পুরস্কারপ্রাপ্ত গ্রন্থের নাম কী? [২১ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ ‘Song Offerings’ কবিতা সংকলনরে জন্য।
    ৭৭। কাজী নজরুল ইসলামের তিনটি কাব্যের নাম কী কী? [২১ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ ‘অগ্নিবীনা’, ’চক্রবাক’ ও ‘সিন্দু হিন্দোল’।
    ৭৮। মুনীর চৌধুরীর ‘রক্তাক্ত প্রান্তর’ নাটকের বিষয়বস্তু কী? [২১ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ পানিপথের তৃতীয় যুদ্ধ।
    ৭৯। ইংরেজ আমলে কাজী নজরুলের নিষিদ্ধ গ্রন্থগুলোর নাম কী কী? [২২, ২৪ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ বিষের বাঁশি, প্রলয় শিখা, ভাঙ্গার গান, যুগবানী ও চন্দ্রবিন্দু।
    ৮০। দৌলত কাজী কোন কাব্যের জন্য বিখ্যাত? [২২ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ সতীময়না ও লোর চন্দ্রানী।

    ৮১। চরিত্রহীন উপন্যাস কার লেখা? [২২ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের।
    ৮২। শামসুর রহমানের প্রথম কাব্যের নাম কী? [২২ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে।
    ৮৩। ‘একুশে ফেব্রুয়ারি’ সংকলনের সম্পাদক কে? [২২, ২৩ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ হাসান হাফিজুর রহমান।
    ৮৪। ‘মোহাম্মদী’, ‘সওগাত’ ও ’বেগম’ পত্রিকার সম্পাদক কে কে? [২২ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ যথাক্রমে মাওলানা আকরাম খাঁ, মোহাম্মদ নাসিরউদ্দীন ও নূরজাহান বেগম।
    ৮৫। পবিত্র কুরআন শরীফের প্রথম বাংলা অনুবাদকের নাম কী? [২২ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ ভাই গিরিশচন্দ্র সেন।
    ৮৬। বাংলা কোন ভাষাগোষ্ঠীর অন্তর্গত? [২৩ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ ইন্দো- ইউরোপীয়।
    ৮৭। কাব্য পারা কে লিখেছেন? [২৩ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ কাজী নজরুল ইসলাম।
    ৮৮। রবীন্দ্রনাথের সর্বশেষ কাব্যের নাম কী? [২৩ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ শেষ লেখা।
    ৮৯। কাজী নজরুল ইসলামের ছোটগল্পের বইয়ের নাম কী? [২৩ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ শিউলিমালা।
    ৯০। জসীমউদ্দীনের ‘সোজান বাদিয়ার ঘাট’ কাব্যের প্রধান চরিত্র কী কী? [২৩ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ সোজান ও দুলি।

    ৯১। ‘চাঁদের আমাবস্যা’ কার লেখা? [২৩ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ।
    ৯২। ’সংশপ্তক’ কার লেখা? [২৩ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ শহীদুল্লাহ কায়সার।
    ৯৩। ’কাঞ্চন গ্রাম’ কার লেখা? [২৩ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ শামসুদ্দীন আবুল কালামের।
    ৯৪। ফোর্ট উইলিয়াম কলেজে কত সালে বাংলা বিভাগ খোলা হয়? [২৪ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ ১৮০১ সালে।
    ৯৫। ‘লালসালু,’ ‘ সূর্যদীঘল বাড়ী’ ও ’চিলে কাঠার সেপাই’ কে কে লিখেছেন? [২৪,২৭ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ যথাক্রমে সৈয়দ ওয়ালীউল্লাহ, আবু ইসহাক ও আখতারুজ্জামান ইলিয়াস।
    ৯৬। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন কেন বিখ্যাত? [২৪ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ নারী জাগরনের অগ্রদূত হিসেবে।
    ৯৭। রবীন্দ্রনাথের ‘শেষের কবিতা’ কী ধরনের গ্রন্থ? [২৪ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ রোমান্টিক কাব্যধর্মী উপন্যাস।
    ৯৮। জসীমউদ্দীনকে কেন ‘পল্লিকবি’ বলা হয়? [২৪ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ তাঁর কবিতায় পল্লি-প্রকৃতির রূপবৈচিত্র ফুটে উঠেছে তাই।
    ৯৯। ’কল্লোল’ কী? [২৪ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ বাংলা সাহিত্যর পুরোধা-ব্যাক্তি
    দের একটি সংগঠন। এই সংগঠনের মূখপাত্র ছিলো ’কল্লোল’ নামের একটি পত্রিকা। এর সম্পাদক ছিলেন দীনেশরঞ্জন দাস।
    ১০০। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? [২৫ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ ১৯২১ সালে।

    ১০১। ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের আবিষ্কারকের নাম কী? [২৫ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ শ্রী বসন্তরঞ্জন রায়। তাঁর উপাধি ছিল ‘বিদ্বদ্বল্লভ’।
    ১০২। মধ্যযুগের বাংলা সাহিত্যে প্রথম মুসলিম কবি কে? [২৫ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ শাহ মুহম্মদ সগীর।
    ১০৩। বৈষ্ণব পদাবলির দু’জন পদকর্তার নাম কী কী? [২৫ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ বিদ্যাপতি ও জ্ঞানদাস।
    ১০৪। ‘বেতাল পঞ্চবিংশতি’ কার লেখা? [২৫ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের।
    ১০৫। প্রমথ চৌধুরীর ছদ্মনাম কী? [২৫ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ বীরবল।
    ১০৬। মুনীর চৌধুরীর দু’টি নাটকের নাম কী কী? [২৫ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ রক্তাক্ত প্রান্তর ও দণ্ডকারণ্য।
    ১০৭। ‘অশ্রুমালা’ কাব্যের রচয়িতা কে? [২৫ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ কায়কোবাদ। তাঁর আসল নাম মুহম্মদ কাজেম আল কোরায়শী।
    ১০৮। চর্যাপদ কে কখন কোথা থেকে আবিষ্কার করেন? [২৭, ২৮, ৩৩, ৩৪ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ ১৯০৭ সালে ড. হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে আবিষ্কার করেন।
    ১০৯। বাংলা মঙ্গল কাব্যধারার দু‘জন বিখ্যাত কবির নাম কী কী? [২৭ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ মুকুন্দরাম চক্রবর্তী ও রায়গুণাকর।
    ১১০। ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে স্থাপিত হয়? [২৭, ২৮ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ ১৮০০ সালে।

    ১১১। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত কাব্যের নাম কী? [২৭ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ ‘বেতাল পঞ্চবিংশতি’ (১৮৪৭)।
    ১১২। ‘বিষাদসিন্ধু’ কার লেখা? [২৭ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ মীর মশাররফ হোসেন। এটি প্রকাশিত হয় ১৮৬৯ সালে।
    ১১৩। রবীন্দ্রনাথ কত সালে কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান? [২৭ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ১৯১৩ সালে গীতাঞ্জলীর ইংরেজি অনূদিত গ্রন্থ ‘Song Offerings’ এর জন্য।
    ১১৪। ‘নীল দর্পণ’ নাটকটি কে লিখেছেন? [২৭ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ দীনবন্ধু মিত্র। তাঁর বিখ্যাত প্রহসন ‘বিয়ে পাগলা বুড়ো’।
    ১১৫। কাজী নজরুলের জন্ম সাল ও মৃত্যু সাল কত কত? [২৭ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ জন্ম : ২৫ মে, ১৮৯৯ ইং, ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বাং। মৃত্যু : ২৯ আগস্ট ১৯৭৬ ইং, ১২ ভাদ্র ১৩৮৩ বাং
    ১১৬। ‘অবরোধবসিনী’ কে লিখেছেন? [২৭ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ বেগম রোকেয়া সাখাওয়া হোসেন।
    ১১৭। কায়কোবাদের আসল নাম কী? তাঁর বিখ্যাত মহাকাব্যের নাম কী? [২৭ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ আসল নাম কাজেম আল কোরায়শী। তাঁর বিখ্যাত মহাকাব্য হল ‘মহাশ্মশান’।
    ১১৮। বাংলাদেশের প্রধান দু’জন কবি কে কে? [২৭ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ কবি শামসুর রহমান ও বেগম সুফিয়া কামাল।
    ১১৯। ’মনসা মঙ্গল’ কাব্যের উদ্ভবের প্রেক্ষপট কী? [২৮ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ দেবী মনসার গুণকীর্কন করা।
    ১২০। চর্যাপদ কোন ধর্মের? [২৯ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ বৌদ্ধ সহজিয়া ধর্ম।

    ১২১। বীরবলী গদ্যের শ্রষ্ঠা কে? [২৯ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ প্রমথ চৌধুরী।
    ১২২। অ্যাবসার্ড নাটক কী [২৯ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ অদ্ভুত, অলীক বা বিদ্রুপাত্মক নাটক।
    ১২৩। চর্যাপদের পদকর্তা কতজন? [ ৩০ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ ২৪ জন। কাহ্নপা সবচেয়ে বেশি ১৩ টি পদ রচনা করেছেন।
    ১২৪। বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বলে কোন সময়কে? [ ৩০ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ ১২০০ সাল থেকে ১৩৫০ সাল পর্যন্ত সময়কে।
    ১২৫। সবুজপত্র পত্রিকার সম্পাদক কে? প্রকাশকাল কত সাল? [ ৩০ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ প্রমথ চৌধুর। প্রকাশকাল ১৯১৪ সাল।
    ১২৬। ‘ধূসর পাণ্ডুলিপ ‘ কাব্য কে রচনা করেছেন? [ ৩০ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ জীবনানন্দ দাস।
    ১২৭। মনসামঙ্গল কাব্যের প্রধান কবি কে? [ ৩১ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ বিজয় গুপ্ত।
    ১২৮। ’সান্ধ্য ভাষা’ কাকে বলে? [ ৩২ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ চর্যাপদের ভাষাকে ‘সান্ধ্য ভাষা’ বলে।
    ১২৯। ’পাখির কাছে ফুলের কাছে’ কার রচনা? [ ৩২ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ কবি আল মাহমুদ।
    ১৩০। গ্রিক ট্রাজেডি ‘ইডিপাস’’ বাংলায় অনুবাদ করেন কে? [ ৩২ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ সৈয়দ আলী আহসান।

    ১৩১। বাংলা গদ্যের জনক কে? [ ৩৩ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
    ১৩২। ’অবসরের গান’ কবিতাটি কে রচনা করেছেন? [৩৩ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ জীবনানন্দ দাস।
    ১৩৩। বাংলা লিপির উৎস কী? [৩৪ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ ব্রাহ্মী লিপি।
    ১৩৪। ’মোসলেম ভারত’ পত্রিকার সম্পাদক কে? [৩৪ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ মোজাম্মেল হক (১৯২০)।
    ১৩৫। ‘চণ্ডীদাস সমস্যা’ কী? [৩৪ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ চণ্ডীদাসের আবির্ভাবের স্থান ও কাল নিয়ে মতভেদ।
    ১৩৬। বাংলা সাহিত্যে ‘ভোরের পাখি’ কে? [৩৪ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ বিহারীলাল চক্রবর্তী।
    ১৩৭। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আসল নাম কী? [৩৪ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
    ১৩৮। ঈশ্বরচন্দ্র কোন প্রতিষ্ঠান থেকে ‘বিদ্যাসাগর’ উপাধি পান? [৩৪ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ সংস্কৃত কলেজ থেকে।
    ১৩৯। বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাসের নাম কী? [৩৪ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ ’আনন্দ মঠ’, ’দেবীচৌধুরাণী’ ও সীতারাম।

    ১৪০। বাংলাদেশে প্রথম কোথায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়? [৩৪ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ ১৮৪৮ সালে রংপুরে প্রথম ছাপাখানা যন্ত্র প্রতিষ্ঠিত হয়?
    ১৪১। ’মজলুম আদিব’ কে? [৩৪ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ কবি শামসুর রহমান ‘মজলুম আদিব বা বিপন্ন লেখক ছদ্মনামে লিখতেন।
    ১৪২। ‘পৃথক পলঙ্ক’ গ্রন্থের লেখক কে? [৩৪ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ আবুল হাসান।
    ১৪৩। ‘বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস’ এর লেখক কে? [৩৪ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ আহমদ ছফা।
    ১৪৪। ব্রজবুলি কী? [৩৬ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ । মৈথিলী ও বাংলা ভাষার মিশ্রনে গঠিত কৃত্রিম কবিভাষাকে ব্রজবুলি বলে।
    ১৪৫। মুক্তিযুদ্ধ ভিক্তিক উপন্যাসের নাম কী? [৩৬ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ জাহান্নাম হইতে বিদায়—শওকত ওসমান, রাইফেল রোটি আওরাত—আনোয়ার পাশা, এ গোল্ডেন এজ—তাহমিমা অনাম, আগুনের পরশমণি—হুমায়ূন আহমেদ।
    ১৪৬। দ্বিরুক্ত শব্দ কাকে বলে? [৩৭ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ দ্বিরুক্ত অর্থ দুবার উক্ত হয়েছে এমন। বাংলা ভাষায় কোনো শব্দের পরপর দুইবার প্রয়োগকে দ্বিরুক্ত শব্দ বলে। যেমন: কন কন, ভন ভন, শন শন।
    ১৪৭। অব্যয় পদ কাকে বলে? [৩৭ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ যার ব্যয় বা পরিবর্তন হয় না, অর্থায় যা অপরিবর্তনীয় শব্দ তাই অব্যয়। যে পদ সর্বদা অপরিবর্তনীয় থেকে কখনো বাক্যের শোভা বর্ধন করে, কখনো একাধিক পদের, বাক্যাংশের বা বাক্যের সয়যোগ বা বিয়োগ ঘটায়, তাকে অব্যয় পদ বলে। যেমন: আর, আবার, ও, হ্যাঁ, না, যদি, যথা, আলবত, বহুত।
    ১৪৮। রোসাঙ্গ রাজসভা কোথায় অবস্থিত ছিলো? [৩৭ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ মিয়ানমার বা বার্মায় অবস্থিত ছিলো। রোসাঙ্গ রাজসভা হচ্ছে আরাকান রাজসভার সংস্কৃত নাম।
    ১৪৯। রোসাঙ্গ রাজসভা বাংলা সাহিত্যের জন্য গুরুত্বপূর্ণ কেন?[৩৭ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ রোসাঙ্গ রাজসভা বা আরাকান রাজসভায় বা সাহিত্য চর্চা হতো তাই এটি বাংলা সাহিত্যের জন্য গুরুত্বপূর্ণ।
    ১৫০। অন্ধকার যুগের সাহিত্যের নিদর্শন কী কী? [৩৭ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ অন্ধকার যুগের উল্লেখযোগ্য সাহিত্য হলো, রামাই পণ্ডিত রচিত শূন্যপুরাণ এবং হলায়ুধ মিত্র রচিত সেক শুভদয়া।

  • ৪০ টি বিভ্রান্তিকর প্রশ্নোত্তর একসাথে

    ৪০ টি বিভ্রান্তিকর প্রশ্নোত্তর একসাথে

    ICJ-আন্তর্জাতিক বিচার আদালতের বিচারক কতজন? – ১৫ জন(জাতিসংঘের প্রতিষ্ঠান)
    ICC-আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারক – ১৮ জন(স্বাধীন প্রতিষ্ঠান)
    জারিসংঘের নামকরণ করেন- মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট
    জাতিপুঞ্জের প্রস্তাবক- উড্রো উইলসন
    জাতিপুঞ্জের উদ্যোক্তা হয়েও সদস্য ছিল না- যুক্তরাষ্ট্র
    জাতিসংঘ গঠনের প্রথম পদক্ষেপ- লন্ডন ঘোষণা
    জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম চুক্তি- আটলান্টিক সনদ

    জাতিসংঘ বিশ্ববিদ্যালয়- জাপানের টোকিওতে
    জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয়- কোস্টারিকাতে
    জাতিসংঘ মূল সনদের লেখক- আর্কিবেন্ড ম্যাকলিস
    বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করে- একবার(১৯৮৬)
    বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা/ স্বস্তি পরিষদের সভাপতির দায়িত্ব পালন করে দুইবার(মার্চ-২০০০, জুন-২০০১)
    বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়- দুইবার(১৯৭৯-৮০, ২০০০-২০০১)
    জাতিসংঘের প্রথম অধিবেশন হয়- লণ্ডনের ওয়েস্টমিনিস্টার হলে\

    জাতিসংঘের সাধারণ পরিষদের নিয়মিত অধিবেষন হয়- নিউইয়র্কের ম্যানহাটনে, আটলান্টিক তীরবর্তী)
    স্বাধীন দেশ হয়েও জাতিসংঘের সদস্য নয়- ভ্যাটিকান এবং কসোভো
    জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ- ভ্যাটিকান এবং ফিলিস্তিন
    বিগ থ্রি বলা হয়- উইনস্টন চার্চিল, রুজভেল্ট, স্ট্যালিন এই তিন নেতাকে
    land of lord বলা হয়- ফিলিস্তিনকে
    Father of Apple tree- বলা হয়- কাজাকিস্তানকে

    গ্যাস উত্তোলনের জন্য সমগ্র বাংলাদেশকে ২৩ টি ব্লকে এবং সমুদ্র এলাকাকে ২৬ টি ব্লকে ভাগ করা হয়েছে
    আদমশুমারী হয়- পরীকল্পনা মন্ত্রণালয়ের অধীনে বিবিএস(বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো) কর্তৃক
    বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা -২৭ টি
    জেনারেল নিয়াজি আত্মসমর্পণের জন্য যোগাযোগ করেন- মার্কিন দূতাবাসে
    কনসার্ট ফর বাংলাদেশ এর আয়োজক দল- ফোবানা

    কনসার্ট ফর বাংলাদেশ এর ব্যান্ড দল- বিটলস
    মুক্তিযুদ্ধের সময় সোভিয়েত প্রধানমন্ত্রী ছিলেন- আলেক্সাই কোসিগিন, আমেরিকার প্রেসিডেন্ট- রিচার্ড নিক্সন
    মুজিবনগর সরকারের সদস্য ছিলেন- ৬ জন
    মুজিবনরে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয়-১০ এপ্রিল ১৯৭১
    মুজিবনগরে স্বাধীনতা ঘোষণা করা হয়-১০ এপ্রিল ১৯৭১
    বাংলাদেশকে প্রজাতন্ত্র বলে ঘোষণা করা হয়- ১৭ এপ্রিল, ১৯৭১
    অস্থায়ী সরকারের শপথবাক্য পাঠ করান- অধ্যাপক ইউসুফ আলী

    মুক্তি ফৌজ গঠন হয়-৪ এপ্রিল, ১৯৭১
    মুক্তিফৌজকে মুক্তিবাহিনী নামকরণ করা হয়-১৯৭১ সালের ১১ এপ্রিল
    ভাষা শহীদদের স্বরণে নির্মিত ভাষ্কর্য- মোদের গরব
    তমদ্দুম মজলিশ গঠিত হয়-২ সেপ্টেম্বর, ১৯৪৭ (ভাষা আন্দোলনের প্রথম সংগঠন)
    গনপরিষদের প্রথম স্পিকার- আব্দুল হামিদ
    গনপরিষদের প্রথম ডেপুটি স্পিকার- মোহাম্মদ উল্লাহ
    জাতীয় পরিষদের প্রথম স্পিকার- মো উল্লাহ
    বীরশ্রেষ্ঠদের প্রথম ও শেষ শহীদ যথাক্রমে মুন্সী আব্দুর রউফ এবং ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর

  • অর্থনৈতিক সমীক্ষা- ২০১৮ এর গুরুত্বপূর্ণ তথ্যগুলো

    অর্থনৈতিক সমীক্ষা- ২০১৮ এর গুরুত্বপূর্ণ তথ্যগুলো

    ১। জনসংখ্যা = ১৬ কোটি ৮ লক্ষ।
    ২। জনসংখ্যা বৃদ্ধির হার = ১.৩৭%
    ৩। পুরুষ – মহিলা অনুপাত = ১০০.৩ঃ১০০
    ৪। জনসংখ্যার ঘনত্ব = ১০৯০ জন (বর্গ কি:মি)
    ৫। এক বছরের কম বয়সী শিশু মৃত্যুহার = ২৮ জন (প্রতি হাজারে)
    ৬। প্রত্যাশিত গড় আয়ু = ৭১.৬ বছর
    ৭। স্বাক্ষরতারর হার। = ৭১%
    ৮। দারিদ্র্যের ঊর্ধ্বসীমা = ২৪.৩
    ৯। দারিদ্র্যের নিম্নসীমা = ১২.৯
    ১০। GDP প্রবৃদ্ধির হার = ৭.৬৫%

    ১১। চলতি মূল্যে মাথাপিছু আয় = ১৭৫২ মার্কিন ডলার
    ১২। চলতি মূল্যে মাথাপিছু GDP = ১৬৭৭ মার্কিন ডলার
    ১৩। মূল্যস্ফীতি = ৫.৮৩% (জুলাই ১৭- এপ্রিল ১৮)
    ১৪। Projected GDP = ৭.৮%
    ১৫। Projected মূল্যস্ফীতি = ৫.৬%

    ১৬। সবচেয়ে বেশি Remittance আসে = সৌদিআরব থেকে
    ১৭। সবচেয়ে বেশি রপ্তানি করা হয় = যুক্তরাষ্ট্র
    ১৮। সবচেয়ে বেশি আমদানি করা হয় = চীন
    ১৯। ঔষধ রপ্তানি করা হয়। = ১৪৫ টি দেশে
    ২০। মোট স্থাপিত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা = ১৩,৮৪৬ মেগাওয়াট

    ২১। মোট বিদ্যুৎ উৎপাদন = ৩৫,৪৭৪ মিলিয়ন কিলোওয়াট – ঘন্টা
    ২২। আবিষ্কৃত মোট গ্যাসক্ষেত্র = ২৭ টি
    ২৩। প্রাকৃতিক গ্যাসের প্রাথমিক মোট মজুদ = ৩৯.৯ ট্রিলিয়ন ঘনফুট
    ২৪। প্রাকৃতিক গ্যাসের উত্তোলনযোগ্য মজুদ = ২৭.৭৬ ট্রিলিয়ন ঘনফুট
    ২৫। মোবাইল গ্রাহক = ১৪.৭ কোটি

    ২৬। ইন্টারনেট ইউজার = ৮.০৮ কোটি
    ২৭। বাংলাদেশ বেশি বৈদেশিক সাহায্য পায় = জাপান থেকে
    ২৮। সংস্থা হিসেবে বাংলাদেশ বেশি বৈদেশিক সাহায্য পায় = IDA থেকে

    GDP তে অবদান ( সাময়িক)
    কৃষি = ১৪.১০%
    শিল্প = ৩৩.৭১%
    সেবা = ৫২.১৮%

  • অর্থনৈতিক সমীক্ষা-২০১৯

    অর্থনৈতিক সমীক্ষা-২০১৯

    জনসংখ্যা: ১৬কোটি ৩৭লক্ষ বা ১৬৩.৭ মিলিয়ন।
    শিশু মৃত্যুহার, প্রতি হাজারে: ২৪জন।
    স্থুল মৃত্যুহার, প্রতি হাজারে: ৫.১জন।
    প্রত্যাশিত গড় আয়ুষ্কাল: ৭২.০ বছর, পুরুষ- ৭০.৬ বছর ও মহিলা- ৭৩.৫ বছর।
    সাক্ষরতার হার, ৭বছর ঊর্ধ্ব: ৭২.৩%, পুরুষ- ৭৪.৩% ও মহিলা- ৭০.২%।
    দারিদ্র্যের হার: ২১.৮%।
    চরম দারিদ্র্যের হার: ১১.৩%।

    GDP, চলতি মূল্যে: ২৫,৩৬,১৭৭ কোটি টাকা ও স্থির মূল্যে: ১১,০৫,৫১৪ কোটি টাকা।
    স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধির হার: ৮.১৩%।
    চলতি মূল্যে মাথাপিছু জিডিপি: ১,৫৩,১৯৭ টাকা বা ১,৮২৭ মার্কিন ডলার।
    চলতি মূল্যে মাথাপিছু জাতীয় আয়: ১,৬০,০৬০ টাকা বা ১,৯০৯ মার্কিন ডলার।
    বৈদেশিক মুদ্রার মজুদ: ৩২,১২৩ মিলিয়ন মার্কিন ডলার।
    মোট শ্রমশক্তি, ১৫বছর ঊর্ধ্ব: ৬.৩৫ কোটি, পুরুষ- ৪.৩৫ কোটি ও মহিলা- ২.০ কোটি।
    দেশজ সঞ্চয়: ২৩.৯৩%।
    জাতীয় সঞ্চয়: ২৮.৪১%।
    মোট ব্যাংক: ৫৯টি, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক: ৬টি, বিশেষায়িত ব্যাংক: ৩টি, বেসরকারি ব্যাংক: ৪১টি, বৈদেশিক ব্যাংক: ৯টি।
    ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান: ৩৪টি।
    রিজার্ভ মুদ্রা: ২,২৬,৭৪৩ কোটি টাকা।
    মূল্যস্ফীতি: ৫.৪৪%।

    দেশে আবিষ্কৃত গ্যাসক্ষেত্র- ২৭টি।
    মোবাইল ফোন গ্রাহকের সংখ্যা- ১৫.৭৫ কোটি।
    বাংলাদেশি পণ্য রপ্তানির ক্ষেত্রে শীর্ষ দেশ- যুক্তরাষ্ট্র।
    বাংলাদেশে সবচেয়ে বেশি পণ্য আমদানি করে- চীন।
    বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে- সৌদি আরব থেকে।
    বঙ্গোপসাগর নিয়ে ভারত ও মিয়ানমারের সাথে আইনি লড়াইয়ে জয়ী হয়ে বাংলাদেশ লাভ করে- ১,১৮,৮১৩ বর্গ কি.মি এলাকা।
    বাংলাদেশ পাটকল কর্পোরেশন (BGMC) নিয়ন্ত্রণাধীন মিল-কারখানার সংখ্যা- ২৬টি।
    দেশে বর্তমানে মোট EPZ রয়েছে- ৮টি।
    দেশের চাহিদার প্রায় ৯৮% ঔষধ দেশে উৎপাদিত হয়।
    দেশে ঔষধ কারখানা- ৫৪টি, রপ্তানি করা হয়- ১৪৬টি দেশে।
    দেশে সেক্টরভিত্তিক রাষ্ট্রায়ত্ত সংস্থা, শিল্প- ৬টি; বিদ্যুৎ, গ্যাস ও পানি- ৬টি; পরিবহন ও যোগাযোগ- ৭টি; বাণিজ্য- ৩টি; কৃষি- ২টি; নির্মাণ- ৬টি ও সার্ভিস- ১৯টি।

    চারলেনের মহাসড়ক রয়েছে- ৪১৭ কি.মি।
    সমুদ্র বন্দর- ৩টি; চট্টগ্রাম, মোংলা ও পায়রা।
    স্থল বন্দরের সংখ্যা- ২৩টি।
    বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অধীনে ৩টি আন্তর্জাতিক বিমান বন্দর, ৭টি অভ্যন্তরীণ বিমান বন্দর ও ২টি স্টলপোর্ট রয়েছে।
    বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে ৭টি অভ্যন্তরীণ ও ১৫টি আন্তর্জাতিক গন্তব্যে সার্ভিস পরিচালনা করছে।
    বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক গন্তব্যসমূহ- সার্কভূক্ত দেশে ২টি, দক্ষিণপূর্ব এশিয়ায় ৪টি, মধ্যপ্রাচ্যে ৮টি ও ইউরোপে ১টি।
    দেশে ডাকঘরের সংখ্যা- ৯,৮৮৬টি।
    কর্মক্ষম জনসংখ্যা- ৫৮.৭%।
    দেশে মোট প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- ১,৩৪,১৪৭টি, ধরন- ২৫টি।
    সর্বপ্রথম বিনামূল্যে ব্রেইল পদ্ধতির পাঠ্যপুস্তক সরবরাহ করা হয়- ২০১৭ সালে।
    কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে মোট প্রতিষ্ঠান- ৮,৮৫২টি; সরকারি- ১১৯টি ও বেসরকারি- ৮,৭৩৩টি।
    সারাদেশে এমপিওভুক্ত মাদ্রাসা রয়েছে- ৭,৬৪২টি।
    বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বাংলাদেশকে পোলিওমুক্ত হিসেবে ঘোষণা করে- ২০১৪ সালে।
    প্রথমবারের মতো গ্রাম/ওয়ার্ড পর্যায়ে কমিউনিটি ক্লিনিক সেবা কার্যক্রম চালু হয়- ১৯৯৮ সালে।
    দেশে সরকারি মেডিক্যাল কলেজ- ৩৬টি, ডেন্টাল কলেজ- ৯টি।
    বেসরকারি মেডিক্যাল কলেজ- ৬৯টি, ডেন্টাল কলেজ- ২৬টি।
    দেশের সর্ববৃহৎ এনজিও- ব্রাক।

    রাষ্ট্রীয় মালিকানাধীন ২টি বীমা- জীবন বীমা ও সাধারণ বীমা; বেসরকারি বীমা ৭৬টি- সাধারণ বীমা- ৪৫টি ও জীবন বীমা- ৩১টি।
    মোট বনভূমির পরিমাণ- ২.৩২ মিলিয়ন হেক্টর।
    GDPতে কৃষি খাতের অবদানের হার- ১৩.৬০% ও প্রবৃদ্ধির হার- ৩.৫১%।
    GDPতে শিল্প খাতের অবদানের হার- ৩৫.১৪% ও প্রবৃদ্ধির হার- ১৩.০২%।
    GDPতে সেবা খাতের অবদান- ৫১.২৬% ও প্রবৃদ্ধির হার- ৬.৫০%।

  • নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন বিষয়ে নোটঃ পার্ট- ৩

    নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন বিষয়ে নোটঃ পার্ট- ৩

    ০১. একজন নাগরিকের কর্তব্যকে কয় ভাগে ভাগ করা যায়?
    উত্তরঃ তিন ভাগে
    ০২. মূল্যবোধ কোন ধরনের বিষয়?
    উত্তরঃ সামাজিক
    ০৩. নারীর অধিকার ও নারীর প্রতি বৈষম্য দূরীকরণ কাজ করে কোনটি?
    উত্তরঃ হিউম্যান এন্ড জেন্ডার স্টাডিজ
    ০৪. ইভটিজিং বলতে বুঝায়-
    উত্তরঃ সকল নারীদের উত্ত্যক্ত করা
    ০৫. মানবাধিকারের বৈশিষ্ট্য নিচের কোনটি?
    উত্তরঃ ব্যক্তির একান্ত ব্যক্তিগত

    ০৬. টেকসই উন্নয়নের জন্য কোনটি কোনটি প্রয়োজন ?
    উত্তরঃ প্রতিষ্ঠানিককরণ
    ০৭. সরকারি চাকরি লাভের অধিকার কোন ধরনের অধিকার?
    উত্তরঃ রাজনৈতিক
    ০৮. সুশাসনের মূল লক্ষ্য কী?
    উত্তরঃ জবাবদিহিতা
    ০৯. রাজনৈতিক দলের মূল লক্ষ্য কী হওয়া বাঞ্ছনীয়?
    উত্তরঃ জনকল্যাণ নিশ্চিত করা
    ১০. ই-সভার্ন্যান্স ও সুশাসনের সম্পর্ক কিরূপ?
    উত্তরঃ নিবিড়

    নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন↓↓
    ০১. “রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক” এ বক্তব্যটি কার?
    উত্তরঃ মিশেল ক্যামভেসাস.

    ০২. ’আইন হচ্ছে নিম্নতমের প্রতি উর্ধ্বতন রাজনৈতিক কর্তৃত্বের আদর্শ’ উক্তিটি কার ?
    উত্তরঃ জন অস্টিন.

    ০৩. কোনটি ছাড়া সুশাসন সম্ভব নয়?
    উত্তরঃ জবাবদিহিতা.

    ০৪. কিসের অভাবে দুর্নীতি জন্ম নেয়?
    উত্তরঃসুশাসন.

    ০৫. তথ্য অধিকার আইন প্রথম চালু হয় কোন দেশে ?
    উত্তরঃ সুইডেন.

    ০৬. দেশের শাসনতান্ত্রিক আইন উল্লেখ থাকে?
    উত্তরঃ সংবিধানে.

    ০৭. বাংলাদেশের গ্রাম সরকার আইন পাস হয় কত সালে ?
    উত্তরঃ ২০০৩.

    ০৮. বাংলাদেশে ই-গভার্ন্যান্স বাস্তবায়নের পথে অন্যতম বাধা কী?
    উত্তরঃ সমন্বয়হীনতা.

    ০৯. নৈতিক অধিকারের মূল উৎস হলো-
    উত্তরঃ ন্যায়বোধ.

    ১০. রাজনৈতিক দল জনগণের উপকার করে কীভাবে?
    উত্তরঃ দাবি পূরণের মাধ্যমে.

    ১। সুশাসনের ইংরেজি প্রতিশব্দ ?
    = Good Governance
    ২। সুশাসনের এক পক্ষে সরকার
    অন্যপক্ষে ? = জনগন
    ৩। সরকারের চরিত্র ভালো হওয়ার
    জন্য যাদের
    চরিত্র ভালো হওয়া দরকার ?
    = জনগনের
    ৪। বাংলাদেশের সংবিধানের
    যে অনুচ্ছেদের ধমীয় স্বাধীনতার কথা বলা হয়েছে ?
    = ৪১ নং অনুচ্ছেদে
    ৫। যেখানে দেশপ্রেম নেই সেখানে ?
    = সুশাসন নেই
    ৬। সুশাসন প্রতিষ্ঠার মূখ্য উপদান ?
    = আইনের শাসন
    ৭। যেভাবে গনতন্ত্রকে শক্তিশালী করা যায় ?
    = ক্ষমতা বিকেন্দ্রীকরণের মাধ্যমে
    ৮। ক্ষমতার অপব্যবহারের যৌক্তিক কারন ?
    = ক্ষমতার কেন্দ্রীকরন
    ৯। জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার মূখ্য ভূমিকা পালন করে ?
    = সরকার
    ১০। গনতন্ত্র আইনের শাসনে বিশ্বাসী কারন ?
    = আইনের চোখে সবাই সমান
    ১১। Ordinance হলো ?
    = জরুরী আইন
    ১২। আইনের আনুষ্ঠানিক উৎস হলো ?
    = সংবিধান
    ১৩। সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষাকল্পে যে আইন প্রবতন করা হয় ?
    = ফৌজদারি আইন
    ১৪। যে দেশের আইন বা সংবিধান লিখিত আকারে নেই ?
    = যুক্তরাজ্যের
    ১৫। মুসলিম আইনের প্রধান উৎস হলো ?
    = আল কুরআন

    ০১. একজন নাগরিকের কর্তব্যকে কয় ভাগে ভাগ করা যায়?
    উত্তরঃ তিন ভাগে
    ০২. মূল্যবোধ কোন ধরনের বিষয়?
    উত্তরঃ সামাজিক
    ০৩. নারীর অধিকার ও নারীর প্রতি বৈষম্য দূরীকরণ কাজ করে কোনটি?
    উত্তরঃ হিউম্যান এন্ড জেন্ডার স্টাডিজ
    ০৪. ইভটিজিং বলতে বুঝায়-
    উত্তরঃ সকল নারীদের উত্ত্যক্ত করা
    ০৫. মানবাধিকারের বৈশিষ্ট্য নিচের কোনটি?
    উত্তরঃ ব্যক্তির একান্ত ব্যক্তিগত
    ০৬. টেকসই উন্নয়নের জন্য কোনটি কোনটি প্রয়োজন ?
    উত্তরঃ প্রতিষ্ঠানিককরণ
    ০৭. সরকারি চাকরি লাভের অধিকার কোন ধরনের অধিকার?
    উত্তরঃ রাজনৈতিক
    ০৮. সুশাসনের মূল লক্ষ্য কী?
    উত্তরঃ জবাবদিহিতা
    ০৯. রাজনৈতিক দলের মূল লক্ষ্য কী হওয়া বাঞ্ছনীয়?
    উত্তরঃ জনকল্যাণ নিশ্চিত করা
    ১০. ই-সভার্ন্যান্স ও সুশাসনের সম্পর্ক কিরূপ?
    উত্তরঃ নিবিড়

    ১. বর্তমান বিশ্বে সবচেয়ে ভালো শাসনব্যবস্থা হিসিবে স্বীকৃতি পেয়েছে
    — গণতন্ত্র
    ১. গণতন্ত্র ছাড়া প্রতিষ্ঠা পায় না
    — সুশাসন
    ৩. সুশাসনের উল্লেখযোগ্য বৈশিষ্ঠ্য
    — স্বচ্ছতা
    ৪. সুশাসনের পূর্ব শর্ত হল
    — জবাবদিহিতা
    ৫. সুশাসনের মানদণ্ড
    — জনগণের সম্মতি ও সন্তুষ্টি
    ৬.সুশাসণের আভাস পাওয়া যায়
    — ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে
    ৭.যেখানে দেশপ্রেম নেই সেখানে
    — সুশাসন নেই
    ৮. সম্পদের সুষম বন্টন করা যায়
    — সুশাসনের মাধ্যামে
    ৯. আইন নিষ্প্রয়োজন হয় , যদি
    –শাসক যদি ন্যায়পরায়ণ হয়
    ১০.সুশাসন একটি চলমান
    — ক্রিয়াশীল অবস্থা
    ১১.সুশাসন প্রতিষ্ঠায় অপরিহার্য বিষয়
    — গণতান্ত্রিক মূল্যবোধ
    ১২.ছায়া সরকার বলা হয়
    — সংবাদ মাধ্যমকে
    ১৩.প্রশাসন যন্ত্রের ধারক ও বাহক
    – সরকার
    ১৪.মানবাধিকার লঙ্ঘিত হলে অচল হয়ে পড়ে
    – গণতন্ত্র
    ১৫.রাষ্ট্রের সর্বোচ্চ আইন বলা হয়
    — সাংবিধানিক আইনকে

    ১৬.সুশাসন প্রতিষ্ঠায় মূখ্য উপাদান
    — আইনের শাসন
    ১৭. জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা পালন করে
    — সরকার
    ১৮.নৈতিকতা, ও মূল্যবোদ অর্জনের প্রধান উত্স
    — পরিবার
    ১৯. জাতীয় মূল্যবোধ হল
    — ঐতিহ্য, ইতিহাস,ও দ্বন্দ্বের প্রতিবিম্ব
    ২০.বড়দের সম্মান করা, দানশীলতা,শ্রমের মর্যাদা ইত্যাদি
    — সামাজিক মূল্যবোধ

  • একই নামের বাংলা সাহিত্যকর্ম

    একই নামের বাংলা সাহিত্যকর্ম

    মানুষ ( কবিতা) : কাজী নজরুল ইসলাম
    মানুষ ( কবিতা) : নির্মলেন্দু গুন
    মানুষ ( নাটক) : মুনীর চৌধুরী

    কাব্যমালঞ্চ ( কাব্যসংকলন) : আব্দুল কাদির
    কাব্যমালঞ্চ ( কাব্যগ্রন্থ) : যতীন্দ্রমোহন বাগচী

    মানচিত্র ( নাটক) : আনিস চৌধুরী
    মানচিত্র ( কাব্যগ্রন্থ) : আলাউদ্দিন আল আজাদ

    ফেরারী ( গল্প) : আখতারুজ্জামান ইলিয়াস
    ফেরারী ( কবিতা) : দিলারা হাসেম

    পোস্টমাস্টার ( ছোটগল্প) : রবীন্দ্রনাথ ঠাকুর
    পোস্টমাস্টার ( ছোটগল্প) : প্রভাতকুমার মুখোপাধ্যায়

    পদ্মাবতী ( কাব্য) : আলাওল
    পদ্মাবতী ( নাটক) : মাইকেল মধুসূদন দত্ত
    পদ্মাবতী ( সমালোচনামূলক গ্রন্থ) : সৈয়দ আলী আহসান

    কাঞ্চনমালা ( উপন্যাস) : হরপ্রসাদ শাস্ত্রী
    কাঞ্চনমালা ( উপন্যাস) : শামসুদ্দীন আবুল কালাম

    রেখাচিত্র ( গল্পগ্রন্থ) : বুদ্ধদেব বসু
    রেখাচিত্র ( আত্মজীবনী) : আবুল ফজল

    কবি ( উপন্যাস) : তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    কবি ( উপন্যাস) : হুমায়ুন আহমেদ

    জননী ( উপন্যাস) : মানিক বন্দ্যোপাধ্যায়
    জননী ( উপন্যাস) : শওকত ওসমান

    অভিযাত্রিক (কাব্য) : সুফিয়া কামাল
    অভিযাত্রিক ( উপন্যাস) : বিভূতিভূষন বন্দ্যোপাধ্যায়

    মধুমালা ( নাটক) : কাজী নজরুল ইসলাম মধুমালা ( নাটক) : জসীম উদ্দিন

    বনি আদম ( কাব্যগ্রন্থ) : গোলাম মোস্তফা
    বনি আদম ( উপন্যাস) : শওকত ওসমান

    ষোড়শী ( নাটক) : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    ষোড়শী ( ছোটগল্প) : প্রভাতকুমার মুখোপাধ্যায়

    সাত ভাই চম্পা ( কাব্যগ্রন্থ) : বিষ্ণু দে
    সাত ভাই চম্পা ( কাব্যগ্রন্থ) : আশরাফ সিদ্দিকী
    সাত ভাই চম্পা ( শিশুতোষ কবিতা) : কাজী নজরুল ইসলাম

    সাজাহান ( কবিতা) : রবীন্দ্রনাথ ঠাকুর
    সাজাহান ( নাটক) : ডি.এল.রায়

    দেনাপাওনা ( ছোটগল্প) : রবীন্দ্রনাথ ঠাকুর
    দেনাপাওনা ( উপন্যাস) : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

    নিরুদ্দেশ যাত্রা ( কবিতা) : রবীন্দ্রনাথ ঠাকুর
    নিরুদ্দেশ যাত্রা ( কবিতা) : শহীদ কাদরী

    কবর ( নাটক) : মুনীর চৌধুরী
    কবর (কবিতা) : জসীমউদ্দিন

    রজনী (উপন্যাস) : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    রজনী ( উপন্যাস) : হুমায়ুন আহমেদ

    যাত্রা ( উপন্যাস) : শওকত আলী
    যাত্রা ( প্রবন্ধ) : সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়

    পুনরায় দেখতে নিজের টাইমলাইনে শেয়ার করে রাখুন

    মানুষ ( কবিতা) : কাজী নজরুল ইসলাম
    মানুষ ( কবিতা) : নির্মলেন্দু গুন
    মানুষ ( নাটক) : মুনীর চৌধুরী

    কাব্যমালঞ্চ ( কাব্যসংকলন) : আব্দুল কাদির
    কাব্যমালঞ্চ ( কাব্যগ্রন্থ) : যতীন্দ্রমোহন বাগচী

    মানচিত্র ( নাটক) : আনিস চৌধুরী
    মানচিত্র ( কাব্যগ্রন্থ) : আলাউদ্দিন আল আজাদ

    ফেরারী ( গল্প) : আখতারুজ্জামান ইলিয়াস
    ফেরারী ( কবিতা) : দিলারা হাসেম

    পোস্টমাস্টার ( ছোটগল্প) : রবীন্দ্রনাথ ঠাকুর
    পোস্টমাস্টার ( ছোটগল্প) : প্রভাতকুমার মুখোপাধ্যায়

    পদ্মাবতী ( কাব্য) : আলাওল
    পদ্মাবতী ( নাটক) : মাইকেল মধুসূদন দত্ত
    পদ্মাবতী ( সমালোচনামূলক গ্রন্থ) : সৈয়দ আলী আহসান

    কাঞ্চনমালা ( উপন্যাস) : হরপ্রসাদ শাস্ত্রী
    কাঞ্চনমালা ( উপন্যাস) : শামসুদ্দীন আবুল কালাম

    রেখাচিত্র ( গল্পগ্রন্থ) : বুদ্ধদেব বসু
    রেখাচিত্র ( আত্মজীবনী) : আবুল ফজল

    কবি ( উপন্যাস) : তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    কবি ( উপন্যাস) : হুমায়ুন আহমেদ

    জননী ( উপন্যাস) : মানিক বন্দ্যোপাধ্যায়
    জননী ( উপন্যাস) : শওকত ওসমান

    অভিযাত্রিক (কাব্য) : সুফিয়া কামাল
    অভিযাত্রিক ( উপন্যাস) : বিভূতিভূষন বন্দ্যোপাধ্যায়

    মধুমালা ( নাটক) : কাজী নজরুল ইসলাম মধুমালা ( নাটক) : জসীম উদ্দিন

    বনি আদম ( কাব্যগ্রন্থ) : গোলাম মোস্তফা
    বনি আদম ( উপন্যাস) : শওকত ওসমান

    ষোড়শী ( নাটক) : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    ষোড়শী ( ছোটগল্প) : প্রভাতকুমার মুখোপাধ্যায়

    সাত ভাই চম্পা ( কাব্যগ্রন্থ) : বিষ্ণু দে
    সাত ভাই চম্পা ( কাব্যগ্রন্থ) : আশরাফ সিদ্দিকী
    সাত ভাই চম্পা ( শিশুতোষ কবিতা) : কাজী নজরুল ইসলাম

    সাজাহান ( কবিতা) : রবীন্দ্রনাথ ঠাকুর
    সাজাহান ( নাটক) : ডি.এল.রায়

    দেনাপাওনা ( ছোটগল্প) : রবীন্দ্রনাথ ঠাকুর
    দেনাপাওনা ( উপন্যাস) : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

    নিরুদ্দেশ যাত্রা ( কবিতা) : রবীন্দ্রনাথ ঠাকুর
    নিরুদ্দেশ যাত্রা ( কবিতা) : শহীদ কাদরী

    কবর ( নাটক) : মুনীর চৌধুরী
    কবর (কবিতা) : জসীমউদ্দিন

    রজনী (উপন্যাস) : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    রজনী ( উপন্যাস) : হুমায়ুন আহমেদ

    যাত্রা ( উপন্যাস) : শওকত আলী
    যাত্রা ( প্রবন্ধ) : সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়