Author: admin

  • জাতিসংঘ ও বাংলাদেশ

    জাতিসংঘ ও বাংলাদেশ

    ♦ বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে কবে?
    = ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ সালে [১৩৬ তম দেশ হিসেবে, ২৯ তম অধিবেশনে]।
    ♦ জাতিসংঘে বাংলাদেশের চাঁদার হার কত?
    = ০.০১ শতাংশ।
    ♦ শেখ মুজিবর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেয় কবে?
    = ২৫ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে।
    ♦ বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে
    অংশগ্রহণ করে কবে?

    = ১৯৮৮ সালে [ইরাক-ইরান মিশনে]।
    ♦ জাতিসংঘের মোট কতজন মহাসচিব বাংলাদেশ সফর করেন?
    = ৫ জন [১. কুর্ট ওয়াল্ড হেইম (১৯৭৩), ২. পেরেজ দ্য কুয়েলার (১৯৮৯), ৩. কফি আনান (২০০১), ৪. বান কি মুন (২০০৮, ২০১১), এন্তিনিও গুতেরেস (২০১৮)]।
    ♦ বাংলাদেশ কতবার নিরাপত্তা পরিষদ (স্বস্তি পরিষদ) এর অস্থায়ী সদস্যপদ লাভ করে?
    = ২ বার [ ১. ১৯৭৯-১৯৮০ সালে, ২. ২০০০-২০০১ সালে]।

    ♦ জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি কে?
    = হুমায়ূন রশীদ চৌধুরী [৪১তম অধিবেশন, ১৯৮৬ সালে]।
    ♦ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রথম বাংলাদেশী সভাপতি কে?
    = আনোয়ারুল করিম চৌধুরী [২০০১ সালে]।
    ♦ জাতিসংঘে বাংলাদেশের ১ম স্থায়ী প্রতিনিধি কে?
    = ড. এ. কে. এম আব্দুল মোমেন।
    ♦ জাতিসংঘের আন্ডার সেক্রেটারি নিযুক্ত হন কোন বাংলাদেশী?
    = আমিরা হক।
    ♦ বর্তমানে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে?
    = মাসুদ বিন মোমেন

    ♦১৯৭১ সালে বাংলাদেশের মানুষের উপর যে গণহত্যা সংঘঠিত হয়, তৎকালিন জাতিসংঘ মহাসচিব উথান্ট এই গণহত্যাকে নিন্দা করে একে ‘মানব ইতিহাসের কলঙ্কিত অধ্যায়’ বলে অভিহিত করেছিলেন।
    ♦ ১৯৭১ সালের ৪ ডিসেম্বর জাতিসংঘের অধিবেশনে প্রথম জাতিসংঘে বাংলাদেশের মানুষের বক্তব্য বাংলাদেশের প্রতিনিধির মাধ্যমে প্রত্যক্ষভাবে উপস্থাপিত হয়।

    ♦ ১৯৭৩ সালের ৯ ফেব্রুয়ারি প্রথম জাতিসংঘ মহাসচিব হিসেবে কুর্ট ওয়াল্ডহেইম বাংলাদেশ সফরে আসেন।
    ♦ ১৯৭২ সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ প্রাপ্তির লক্ষ্যে তৎপরতা চালায়। কিন্তু নিরাপত্তা পরিষদে চীনের ভেটো প্রয়োগের কারণে পর পর দু’বার বাংলাদেশ জাতিসংঘের সদস্য হতে ব্যর্থ হয়।
    ♦ বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর ১৩৬ তম সদস্য হিসেবে জাতিসংঘে যোগদান করে।
    ♦ যোগদানের এক সপ্তাহ পর ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বাংলায় ভাষণ প্রদান করেন।
    ♦ জাতিসংঘে সদস্যপদ লাভের এক বছরের মধ্যে ১৯৭৫ সালে বাংলাদেশ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়।
    ♦ ১৯৭৬ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত এবং ১৯৮১ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত দু’বার অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ইকোসক) এর সদস্য হিসেবে কাজ করে।

    ♦ জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি হুমায়ুন রশিদ চৌধূরী ১৯৮৬-৮৭ মেয়াদে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
    ♦ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে বাংলাদেশ ২ বার নির্বাচিত হয়, প্রথমবার জাপানকে পরাজিত করে ১৯৭৯-১৯৮০ সালে এবং দ্বিতীয়বার ২০০০-২০০১ সালে।
    ♦ বাংলাদেশ ২০০০ সালের মার্চ মাসে এবং ২০০১ সালের জুন মাসে নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে।
    ♦ বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরী মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে ১৯৮৫ সালে দায়িত্ব পালন করেন।
    ♦ এছাড়া বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদস্য নির্বাচিত হয়ে ১৯৮৩-২০০০ মেয়াদে এবং ২০০৬-২০০৮ মেয়াদে কাজ করে।

    ♦ ১৯৮৮ সালে ইরাক-ইরান শান্তি মিশনে যোগদানের মধ্য দিয়ে এদেশের সেনাবাহিনীর ১৫ জন সদস্য জাতিসংঘের পতাকাতলে একত্রিত হয়।
    ♦ ১৯৯০-৯১ সালে প্রথম আরব উপসাগরীয় যুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কোয়ালিশন বাহিনীতে বাংলাদেশের ২১৯৩ জন সেনা সদস্য অংশগ্রহণ করে। সেটিই ছিল জাতিসংঘের বাইরে কোনো একক দেশের নেতৃত্বে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের প্রথম অংশগ্রহণ।
    ♦ শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নেয়া সৈন্যদের প্রশিক্ষণে গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে ‘বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট ট্রেইনিং’ (বিপসট) প্রতিষ্ঠা করা হয়েছে।
    বাংলাদেশ নৌবাহিনী ও বিমান বাহিনী শান্তি মিশনে যোগ দেয় ১৯৯৩ সালে।
    ♦ বাংলাদেশ পুলিশ ১৯৮৯ সালে জাতিসংঘ পরিবারের সদস্য হয় নামিবিয়া মিশনের মাধ্যমে।

  • Analogy for BCS

    Analogy for BCS

    24th BCS
    1. Conscious( সচেতন ) : careless( অসচেতন):
    — careful(যত্নশীল) : indifference( উদাসীন)

    22nd BCS
    Submission( আনুগত্য): Yielding (বশ্য)
    – Compliant :: acquiescent
    3. Vacillate(দোলায়মান) : Hesitate(ইতস্তত করা)::
    — irresolute( অস্থির চিত্ত): Indecisive( সিদ্ধান্তের অভাব)
    4. Assert(নিশ্চিত করিয়া বলা): Dissent( ভিন্ন মত হওয়া)
    — affirm( নিশ্চিত ভাবে বলা) : object( আপত্তি করা)
    5.Distort( বিকৃত করা): Twist( মোচড়ানো::
    – harmonize(সমন্বয় সাধন করা):: balance( ভারসাম্য রক্ষা করা)

    21st BCS
    6. Eager(আগ্রহী ): Indifferent( নিরুত্সাহী):
    –enthusiastic: half hearted
    7. Lengthen( দীর্ঘতর করা): prolong( বাড়ানো)
    — stretch( প্রসারিত করা): extend( বিস্তৃত করা)
    8. Delay( দেরি করা): Retard( বাধা দেওয়া)
    — slow down( গতি কমানো) : hold up ( জোর করে আটকানো)
    9. Submissive(বাধ্য , বিনীত ) : Disobedient( অবাধ্য)
    — observe( নিয়ম পালন করা) : defy ( অমান্য করা)

    20th BCS
    10. Excite( উত্তেজিত করা) : calm( শান্ত করা)::
    — Stimulate( উত্তেজিত করা): cool down(শান্ত করা)
    11. Delay( দেরি করা) ; Expedite( ত্বরান্বিত করা)
    — detain( আটকে রাখা) : dispatch( দ্রুত পাঠানো)
    12. Anarchy( অরাজকতা): Government ( শাসন)
    — penury( দারিদ্র) : wealth( সম্পদ)
    13. Vaccine(প্রতিষেধক) : prevent( প্রতিরোধ)
    — antidote( রোগ প্রতিষেধক) : counteract( রোগ নিবারণ)

    18th BCS
    15. carpenter: Saw ::
    — Seamstress: scissors
    16. Fire : Ashes ::
    — event: memories
    17.stare( অপলক দৃষ্টিতে দেখা : Glance( ক্ষণিক দৃষ্টিতে দেখা )
    — Gulp( গো গ্রাসে গেলা) : Sip (চুমুক দিয়ে পান করা)

  • 99 Spelling Mistakes of previous year

    99 Spelling Mistakes of previous year

    Bank and BCS এক্সাম ৯৯টি Spelling Mistakes

    1) Anaemia – রক্তাল্পতা [ MBL – 2012 ]
    2) Anesthesia – অনুভূতিবিলোপ/অবেদন [ UCBL – 2015 ]
    3) Commemoration – স্মৃতিরক্ষার্থে অনুষ্ঠান [ DBBL – 2016 ]
    4) Commencement – সূচনা/আরম্ভ [ MBL – 2012 ]
    5) Dyspepsia – অজীর্ণ রোগ/বদহজম [ Mercantile Bank Ltd – 2011 ]
    6) Elephantiasis – গোদ/পা ফোলা রোগ [ JBL – 2014 ]
    7) Embarrassment – অস্বস্তি/মানসিক দুশ্চিন্তা [ BBL – 2014 ]
    8) Encyclopedia – বিশ্বকোষ/ জ্ঞানকোষ [ SIBL – 2015 ]
    9) Predecessor – পূর্বসূরী [ IDLC – 2015 ]
    10) Procession – মিছিল/শোভাযাত্রা [ SIBL – 2015 ]
    11) Cemetery – সমাধিক্ষেত্র/গোরস্থান [ IFIC – 2012 ]

    12) Mellifluous – সুমধুর/সুললিত [ BDBL – 2012 ]
    13) Mercenary – ভাড়াটে সৈনিক বা কর্মী [ BBL – 2016 ]
    14) Millennium – সহস্রাব্দ/বর্ষসহস্রক [ UCBL – 2010 ]
    15) Millionaire – কোটিপতি/অতি ধনাঢ্য ব্যক্তি [ EBL – 2013 ]
    16) Monotonous – একঘেয়ে/বৈচিত্র্যহীন [ NCCBL – 2014 ]
    17) Multifarious – নানাবিধ/বিচিত্র [ UCBL – 2015 ]
    18) Nauseous – বিতৃষ্ণাজনক [ MBL – 2014 ]
    19) Omelet – ডিম ভাজা/মামলেট [ IPDC Finance Limited – 2014 ]
    20) Omission – বর্জন/বাতিল [ MBL – 2012 ]

    21) Etiquette – নম্র আচরণ/শিষ্টাচার [ MBL – 2014 ]
    22) Humorous – রসিকতাপূর্ণ [ EBL – 2013 ]
    23) Hyacinth – কচুরিপানা [ BDBL – 2014 ]
    24) Idiosyncrasy – স্বভাব বৈশিষ্ট্য/আচরণ [ MTBL – 2011 ]
    25) Inapplicable – অপ্রযোজ্য/ অনুপযুক্ত [ Mercantile Bank Ltd – 2012 ]
    26) Incorrigible – অশোধনীয়/ অপ্রতিকার্য [ EBL – 2013 ]
    27) Gymnasium – শরীরচর্চা কেন্দ্র [ SBL – 2012 ]
    28) Hereditary – বংশানুক্রমিক/কৌলিক [ NBL – 2015 ]
    29) Hippopotamus – জলহস্তী [ JBL – 2016 ] [ IFIC – 2014 ]

    30) Opprobrious – অশোভন [ DBBL – 2017 ]
    31) Accommodation – বাসস্থান [ CBL – 2012 ] [ UCBL – 2010 ]
    32) Brilliant – মেধাবী [ NCCBL – 2014 ]
    33) Bulletin – বুলেটিন [ JBL – 2009 ]
    34) Burglar – চোর [ MBL – 2012 ]
    35) Challenge – চ্যালেঞ্জ [ SBL – 2017 ]
    36) Cigarette – সিগারেট [ JBL – 2009 ]
    37) Infinitesimal – অতিক্ষুদ্র/অনীয়ান [ PBL – 2015 ]
    38) Inheritance – উত্তরাধিকার [ IDLC – 2012 ]
    39) Interruption – ব্যাঘাত/বিঘ্ন/বাধা [ IDLC – 2010 ]
    40) Irreconcilable – বিসঙ্গত/অসদৃশ [ PBL – 2015 ]

    41) Homogeneous – সমজাতীয় [ JBL – 2009 ]
    42) Erroneous – অশুদ্ধ/ভ্রান্ত [ Mercantile Bank Ltd – 2014 ]
    43) Etiquette – শিষ্টাচার/নম্র আচরণ [ PBL – 2015 ]
    44) Exaggerate – অতিরঞ্জিত করা [ EBL – 2012 ]
    45) Flicker – মিট মিট করা [ NCCBL – 2014 ]
    46) Gargantuan – প্রকাণ্ড/সুবিপুল/দানবীয় [ MTBL – 2014 ] Raisul Islam Hridoy
    47) Grandeur – মহিমা/বিশালতা [ BDBL – 2017 ]
    48) Factitious – অস্বাভাবিক/কৃত্রিম [ SBL – 2015 ]
    49) Masquerade – ভান বা ছদ্মবেশ ধারণ করা [ NBL – 2015 ]
    50) Mediterranean – ভূমধ্যসাগরীয় [ DBBL – 2005 ]

    51) Mellifluous – সুমধুর/সুললিত [ IDLC – 2012 ]
    52) Honorary – অবৈতনিক/সম্মানসূচক [ EBL – 2009 ]
    53) Oscillate – দোলানো/আন্দোলিত করা [ BDBL – 2017 ]
    54) Palliate – প্রশমন/লাঘব করা [ BDBL – 2017 ]
    55) Pedagogue – স্কুলশিক্ষক/ পণ্ডিতপ্রবর [ MTBL – 2014 ]
    56) Magniloquent – বাগাড়ম্বরপূর্ণ/বড় বড় কথা বলে এমন [ EBL – 2016 ]
    57) Malediction – অভিশাপ [ IDLC – 2016 ]
    58) Manoeuvre – কৌশল [ UCBL – 2013 ]
    59) Commission – কমিশন [ BDBL – 2017 ]
    60) Committee – কমিটি [ IFIC – 2014 ]

    61) Irresponsible – – দায়িত্বহীন/বেপরোয়া [ UCBL – 2013 ]
    62) Irreversible – অপরিবর্তনীয় [ MBL – 2015 ]
    63) Itinerant – পরিভ্রমী/ভ্রমণশীল [ JBL – 2015 ]
    64) Jewelry – রত্নখচিত অলঙ্কারাদির সমগ্র [ IFIC – 2014 ]
    65) Assassin -গুপ্তঘাতক [ SBL – 2011 ]
    66) Avaricious -লোলুপ/লোভী [ CBL – 2012 ]
    67) Besiege – অবরোধ করা/চারিদিক থেকে আক্রমণ করা [ JBL – 2015 ]
    68) Bourgeois – সম্পদশালী/মধ্যবিত্ত শ্রেণীর লোক [ NBL – 2015 ]
    69) Camouflage – ছদ্মবেশ/কপটবেশ [ BBL – 2015 ]
    70) Celestial – স্বর্গীয়/দিব্য [ MTBL – 2015 ]

    71) Guerrilla – গেরিলা যুদ্ধা [ MTBL – 2010 ]
    72) Leisure – অবসর [ BDBL – 2017 ]
    73) Maintenance – ভরণপোষণ [ SIBL – 2011 ]
    74) Millennium – সহস্রাব্দ [ SIBL – 2017 ]
    75) Misspell – ভুল বানান করা [ IFIC – 2014 ]
    76) Questionnaire – প্রশ্নমালা [ SIBL – 2016]
    77) Aberration – বিপদগামিতা/নীতিভ্রংশ [ NCCBL – 2014 ]
    78) Accessory – অপরাধের সহযোগী [ MBL – 2014 ]
    79) Acclivity – উর্ধ্বমুখী ঢাল/চড়াই [ SBL – 2015 ]
    80) Amateur – শৌখিন/অপেশাদার [ IFIC – 2014, 2017 ]
    81) Ammunition – গোলা-বারুদের ভাণ্ডার [ SBL – 2015 ]

    82) Orthodoxy – গোঁড়ামি [ DBBL – 2015 ]
    83) Colonel – কর্নেল [ MBL – 2014 ]
    84) Apocalypse – (জগতের ভবিষ্যত পরিণতি বিষয়ে) ঈশ্বরলব্ধ দিব্যজ্ঞান [ MBL – 2015 ]
    85) Archipelago – দ্বীপপুঞ্জ [ Mercantile Bank Ltd – 2010 ]
    86) Commodity – পণ্যদ্রব্য [ NCCBL, IFIC – 2014 ]
    87) Complaisant – সৌজন্যপূর্ণ/সন্তোষ উৎপাদনে আগ্রহী [ UCBL – 2015 ]
    88) Contemporaneous – সমকালীন/ সমসাময়িক [ SBL – 2011 ]
    89) Contemptuous – ঘৃণ্য/অবজ্ঞেয় [ BDBL – 2014 ]
    90) Councillor/Counsellor – পরিষদের সদস্য/ উপদেষ্টা [ BDBL – 2017 ]
    91) Counterfeit – জাল/নকল [ IDLC – 2015 ]

    92) Colonel – উচ্চতর পদমর্যাদার সেনাপতি/ কর্নেল [ MBL – 2015 ]
    93) Curriculum – পাঠ্যসূচি [ IFIC – 2014 ]
    94) Delinquency – দুষ্কৃতি/অপকর্ম [ CBL – 2012 ]
    95) Dilettante – (কাব্য/সঙ্গীত বিষয়ে) অগভীর জ্ঞানসম্পন্ন [ SBL – 2010 ]
    96) Disciplinarian – কঠোর শাসক [ CBL – 2016 ]
    97) Physique – দৈহিক গঠন [ IFIC – 2014 ]
    98) Pomegranate – ডালিম [ IBL – 2015 ]
    99) Peevish – বিরক্তিকর [ EBL – 2014 ]

  • বিশ্বের আলোচিত স্বাধীনতাকামী গোষ্ঠী

    বিশ্বের আলোচিত স্বাধীনতাকামী গোষ্ঠী

    বিশ্বের আলোচিত স্বাধীনতাকামী গোষ্ঠী / গেরিলা গোষ্ঠী।

    হিজবুল্লাহ
    – হিজবুল্লাহ অর্থ আল্লাহ্র দল। লেবানন ভিত্তিক শিয়াপন্থী রাজনৈতিক সংগঠন।
    – মহাসচিব – হাসান নাসরাল্লাহ
    – যাত্রা ১৯৮২ সালে । আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু ১৯৮৫ সালে
    – সদর দপর – বৈরুত,লেবানন

    পিএলও
    – সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য ২৮ মে ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় ।
    – বর্তমান চেয়্যারম্যান – মাহমুদ আব্বাস
    – সদর দপ্তর – রামাল্লা, পশ্চিম তীর

    আরাকান আর্মি (এএ)
    – প্রতিষ্ঠা ১০ এপ্রিল ২০০৯ । এটা ইউনাইটেড লীগ অব আরাকান (ইউএলএ) এর সশস্ত্র শাখা ।
    – নেতা- তোয়ান মারাত নাইং
    – সদর দপ্তর – লাইজা , কাচিন প্রদেশ (অস্থায়ী)
    – উদ্দেশ্য- আরাকানের স্বাধীনতা

    কাচিন বিদ্রোহী
    – কেআইএ / কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি হল কাচিন ইন্ডিপেন্ডেন্স অর্গানাইজেশন ( কেআইও ) এর একটি সামরিক শাখা এবং KIO এর ফান্ডিং এ চলে ।
    – বসবাস – উত্তর মিয়ানমারে চীনের সীমান্তে।
    – প্রতিষ্ঠা – ৫ ফেব্রুয়ারি ১৯৬১
    – নেতা- জে. এন’বান লা ও লে. জে. গাম সোয়াং
    – সদর দপ্তর – পাজাউ; লাইজা (২০০৫ থেকে)

  • 38th BCS English Questions and Solution

    38th BCS English Questions and Solution

    1. Correctly spelt word. Answer: heterogeneous
      2. Among is a preposition that is used when…..
      Answer: more than two
      3. Which period is known as the “The golden age
      of English literature”? Answer: The Elizabethan age
      4. Which one is the correct indirect narration?
      Answer: No correct answer
      5. Which word is closest in meaning to
      “Franchise”? Answer: Privilege
    2. ‘Once in a blue moon’ means- Answer: very
      rarely.
      7. ‘Jacobean Period’ of English Literature refers to-
      Answer: 1603-1625
      8. A retired officer lives next door. Here the
      underlined word is used as a/an:- Answer:
      participle
      9. Eight men were concerned___ the plot. Answer:
      with
      10. When the water___ it turns into ice. Answer:
      freezes
    3. Which one is the correct antonym of ‘frugal’?
      Answer: spendthrift
      12. ‘Take the bull by the horse’ means. Answer:
      To challenge the enemy with courage
      13. I still have ___ money. Answer: a little
      14. Compound structure of “Though he is poor, he
      is honest”.: He is poor but honest
      15. “Alone, alone, all, all alone…….” Answer: The
      Rime of the Ancient Mariner
    4. “For God’s sake hold your tongue and let me
      love”. Answer: John Donne
      17. Tourists____their reservations well in advance
      if they want to fly to Cox’s Bazar. Answer: had
      better get
      18. The sun went down. Answer: adverb
      19. Author of ‘Man and Superman’. Answer: G.B.
      Shaw
      20. The most famous satirist in English literature is
      —Answer: Jonathan Swift
    5. Plural of ‘louse’. Answer: lice
      22. Choose the correct sentence. Answer: He
      refrained from taking any drastic action
      23. Which one of the following words is in singular
      form? Answer: radius
      24. Passive voice of “It is impossible to do this.”
      Answer: This is impossible to be done
      25. Who wrote the epic? Answer: John Milton
    6. The literary term ‘euphemism’ means. Answer:
      in offensive expression
      27. Mutton is…. Answer: Material noun
      28. Reading is….. Answer: Gerund
      29. Distributive pronoun. Answer: either
      30. Who is not Victorian poet? Answer: Alexander
      Pope
    7. A speech of too many words is called-.
      Answer: A verbose speech
      32. ‘Strike while the iron is hot’ is an example of-
      Answer: Adverbial clause
      33. The play ‘The Spanish Tragedy’ is written by-
      Answer: Thomas Kyd
      34. Famous Indian famous novelist. Answer: R. K.
      Narayan
      35. The word ‘Panegyric’ means. Answer:
      elaborate praise
  • বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম

    বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম

    ক্রমিক নং দেশের নাম কেন্দ্রীয় ব্যাংক
    ১. ইথিওপিয়া ন্যাশনাল ব্যাংক অব ইথিওপিয়া
    ২. গ্যাবন ব্যাংক অব দি সেন্ট্রাল আফ্রিকান স্টেটস
    ৩. গাম্বিয়া সেন্ট্রাল ব্যাংক অব গাম্বিয়া
    ৪. ঘানা ব্যাংক অব ঘানা
    ৫. গিনি বিসাউ সেন্ট্রাল ব্যাংক অব গিনি বিসাউ
    ৬. কেনিয়া সেন্ট্রাল ব্যাংক অব গিনি কেনিয়া
    ৭. লাইবেরিয়া ন্যাশনাল ব্যাংক অব লাইবেরিয়া
    ৮. সুদান ব্যাংক অব সুদান
    ৯. লেসেথো সেন্ট্রাল ব্যাংক অব লেসেথো
    ১০. মাদাগাস্কার সেন্ট্রাল ব্যাংক অব মাদাগাস্কার
    ১১. মালাউ রিজার্ভ ব্যাংক অব মালাউ
    ১২. সিয়েরালিওন ব্যাংক অব সিয়েরালিওন
    ১৩. জিম্বাবুয়ে রিজার্ভ ব্যাংক অব জিম্বাবুয়ে
    ১৪. সুইডেন রিকস্ ব্যাংক
    ১৫. সুইজারল্যান্ড সুইস ন্যাশনাল ব্যাংক
    ১৬. যুক্তরাজ্য ব্যাংক অব লন্ডন
    ১৭. চেক প্রজাতন্ত্র চেক ন্যাশনাল ব্যাংক
    ১৮. হাঙ্গেরী ন্যাশনাল ব্যাংক অব হাঙ্গেরী
    ১৯. মালটা সেন্ট্রাল ব্যাংক অব মালটা
    ২০. বুরুন্ডী ব্যাংক অব রিপাবলিক অব বুরুন্ডী
    ২১. রুমানিয়া ন্যাশনাল ব্যাংক অব রুমানিয়া
    ২২. আলজেরিয়া সেন্ট্রাল ব্যাংক অব আলজেরিয়া
    ২৩. বেনিন সেন্ট্রাল ব্যাংক অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস
    ২৪. বতসোয়ানা ব্যাংক অব বতসোয়ানা
    ২৫. পোল্যান্ড ন্যাশনাল ব্যাংক অব পোল্যান্ড
    ২৬. বার্কিনা ফাসো সেন্ট্রাল ব্যাংক অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস
    ২৭. মিশর সেন্ট্রাল ব্যাংক অব ইজিপ্ট
    ২৮. চাঁদ ব্যাংক অব দি সেন্ট্রাল আফ্রিকান স্টেটস
    ২৯. ক্যামেরুন ব্যাংক অব দি সেন্ট্রাল আফ্রিকান স্টেটস
    ৩০. সংযুক্ত আরব আমিরাত সেন্ট্রাল ব্যাংক অব সংযুক্ত আরব আমিরাত
    ৩১. অস্ট্রিয়া অস্ট্রিয়া ন্যাশনাল ব্যাংক
    ৩২. বেলজিয়াম ন্যাশনাল ব্যাংক অব বেলজিয়াম
    ৩৩. লুক্সেমবার্গ ইনস্টিটিউট মনিটায়ার লুক্সেমবুর্ডেয়িস
    ৩৪. ডেনমার্ক ডেনমার্ক ন্যাশনাল ব্যাংক
    ৩৫. ফিনল্যান্ড ব্যাংক অব ফিনল্যান্ড
    ৩৬. ফ্রান্স ব্যাংক অব ফ্রান্স
    ৩৭. জার্মানী বুন্ডেস ব্যাংক
    ৩৮. গ্রীস ব্যাংক অব গ্রীস
    ৩৯. আইসল্যান্ড সেন্ট্রাল ব্যাংক অব আইসল্যান্ড
    ৪০. আয়ারল্যান্ড সেন্ট্রাল ব্যাংক অব আয়ারল্যান্ড
    ৪১. ইতালী ব্যাংক অব ইতালী
    ৪২. নেদারল্যান্ড দি নেদারল্যান্ড ব্যাংক
    ৪৩. নরওয়ে ব্যাংক অব নরওয়ে
    ৪৪. পর্তুগাল ব্যাংক অব পর্তুগাল
    ৪৫. স্পেন ব্যাংক অব স্পেন
    ৪৬. বাংলাদেশ ব্যাংলাদেশ ব্যাংক
    ৪৭. ভারত রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া
    ৪৮. পাকিস্তান স্টেট ব্যাংক অব পাকিস্তান
    ৪৯. শ্রীলংকা সেন্ট্রাল ব্যাংক অব শ্রীলংকা
    ৫০. ভুটান রয়্যাল মনিটরী অথরিটি অব ভুটান
    ৫১. মালদ্বীপ মালদ্বীপ মনিটরী অথরিটি
    ৫২. নেপাল নেপাল রাষ্ট্র ব্যাংক
    ৫৩. আফগানিস্তান দি আফগানিস্তান ব্যাংক
    ৫৪. মায়ানমার মায়ানমার ব্যাংক
    ৫৫. চীন পিপলস্ ব্যাংক অব চায়না
    ৫৬. থাইল্যান্ড ব্যাংক অব থাইল্যান্ড
    ৫৭. ইন্দোনেশিয়া ব্যাংক অব ইন্দোনেশিয়া
    ৫৮. সাইপ্রাস সেন্ট্রাল ব্যাংক অব সাইপ্রাস
    ৫৯. দঃ কোরিয়া ব্যাংক অব কোরিয়া
    ৬০. মালয়েশিয়া ব্যাংক নেগারা মালয়েশিয়া
    ৬১. ফিলিপাইন সেন্ট্রাল ব্যাংক অব ফিলিপাইন
    ৬২. সিঙ্গাপুর মনিটরী অথরিটি অব সিঙ্গাপুর
    ৬৩. তাইওয়ান সেন্ট্রাল ব্যাংক অব চায়না
    ৬৪. মঙ্গোলিয়া মঙ্গোল ব্যাংক
    ৬৫. জাপান ব্যাংক অব জাপান
    ৬৬. বাহরাইন বাহরাইন মনিটরী এজেন্সি
    ৬৭. ইরান ব্যাংক মারকাজি জমহুরী ইসলামী ইরান
    ৬৮. ইরাক সেন্ট্রাল ব্যাংক অব ইরাক
    ৬৯. ইসরাইল ব্যাংক অব ইসরাইল
    ৭০. জর্দান সেন্ট্রাল ব্যাংক অব জর্দান
    ৭১. তুরস্ক সেন্ট্রাল ব্যাংক অব দি রিপাবলিক অব তুরস্ক
    ৭২. কুয়েত সেন্ট্রাল ব্যাংক অব কুয়েত
    ৭৩. লেবানন ব্যাংক অব লেবানন
    ৭৪. ওমান সেন্ট্রাল ব্যাংক অব ওমান
    ৭৫. কাতার কাতার মনিটরী এজেন্সি
    ৭৬. সৌদি আরব সৌদি আরব মনিটরী এজেন্সি
    ৭৭. সিরিয়া সেন্ট্রাল ব্যাংক অব সিরিয়া
  • নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন বিষয়ে নোটঃ পার্ট- ২

    নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন বিষয়ে নোটঃ পার্ট- ২

    সমাজব্যবস্থার এক মারাত্মক ব্যাধির নাম — দুর্নীতি
    চেম্বার্স ডিকশনারিতে দুর্নীতি বা Corruption এর অর্থ পচা ঘুষ, ভাজাল, কৃত্রিম ও নকল।
    এনসাইক্লোপিডিয়া অনুসারে দর্শন, ধর্মশাস্ত্র অথবা নৈতিকতার আলোকে দুর্নীতি হচ্ছে আধ্যাত্মিক ও নৈতিক অবক্ষয় অথবা অর্থনৈতিক আদর্শ হতে বিচ্যুতি।
    নৈতিকতার আলোকে দুর্নীতি হচ্ছে— → ভেজাল
    একমাত্র যে শিক্ষা সকলকে অন্যায় কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পারে— নৈতিক শিক্ষা
    দুর্নীত প্রতিরোধে আইন প্রণয়ন করা হয়— ১৯৪৭ সালে
    বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠিত হয়– ২০০৪ সালে

    ১। গণতন্ত্রের প্রাণ কোনটি? → অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন
    ২। সুশাসন কি ধরনের শাসন ব্যবস্থা? → অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা
    ৩। সংসদীয় গণতন্ত্রে একচ্ছত্র ক্ষমতার অধিকারী কে? → প্রধানমন্ত্রী
    ৪। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য প্রয়োজন কোনটি? → ধর্মীয় সহিষ্ণুতা
    ৫। ভিক্ষুককে ভিক্ষা দেয়া কোন মূল্যবোধের অন্তর্ভুক্ত? → নৈতিক মূল্যবোধ
    ৬। সুশাসনের মূল লক্ষ কোনটি? → জবাবদিহিতা
    ৭। মূল্যবোধের ইংরেজি প্রতিশব্দ কোনটি? → Values
    ৮। কল্যাণমূলক রাষ্ট্র গঠনের অপরিহার্য শর্ত কোনটি? → সুশাসন প্রতিষ্ঠা
    ৯। বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য শাসন ব্যবস্থা কোনটি? → গণতন্ত্র
    ১০। সুশাসন ধারনাটির উদ্ভাবক সংস্থা কোনটা? → বিশ্বব্যাংক

    ১।নৈতিকতার ইংরেজি প্রতিশব্দ=Morality.
    ২।কোনটি সামাজিক মূল্যবোধের ভিত্তি=আইনের শাসন।
    ৩।বাংলাদেশে কখন অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়=শীতকাল ও বর্ষার সময়।
    ৪।’Values’ শব্দের প্রতিশব্দ কি=মূল্যবোধ।
    ৫।’Formulation of performed behaviour held by individual or social group’-উক্তিটি কার=W Pumfrey.
    ৬।’যে সব মূল্যবোধ ব্যক্তি সমাজের নিকট থেকে আশা করে এবং যা সমাজ ব্যক্তির নিকট থেকে লাভ করে খুশি হয়,সেসব মূল্যবোধই সমাজকর্ম মূল্যবোধ’সংঙ্গা কে দিয়েছেন=স্টুয়ার্ড সিডড।
    ৭।সমাজকর্মের সূত্রপাত কবে থেকে=মানবসভ্যতার ঊষালগ্ন থেকে।
    ৮।মূল্যবোধ কোন ধরনের প্রত্যয়=আপেক্ষিক।
    ৯।’সামাজিক মূল্যবোধ হচ্ছে সেসব প্রকাশ্য ও অনুমেয় আচার আচারণের ধারা যা ব্যক্তি ও সমাজের মৌলিক বৈশিষ্ট্য বলে স্বীকৃত’উক্তিটি কোন ব্যক্তির=Clyde
    নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন

    $পৌরনীতির প্রধান আলোচ্য বিষয় -নাগরিকের অধিকার ও কর্তব্য।
    $‘নাগরিকতার সঙ্গে জড়িত সকল প্রশ্ন নিয়ে আলোচনা করে যে শাস্ত্র, তাকে পৌরনীতি বলে’— এ সংজ্ঞাটি দিয়েছেন- ই. এম. হোয়াইট।
    $নগররাষ্ট্র বলতে বোঝায় – নগরকে কেন্দ্র করে গড়ে ওঠা ছোট রাষ্ট্র।
    $পৌরনীতি মানুষকে দান করে-নাগরিক সচেতনতা ।
    $‘ইতিহাসের স্রোতধারায় বালুকারাশির মধ্যে স্বর্ণরেণুর মতো রাজনীতিবিজ্ঞান জমা হয়ে উঠেছে।’— এই উক্তিটি-লর্ড অ্যাকটনের।
    $‘ইতিহাস রাষ্ট্রবিজ্ঞানকে গভীরতা দান করেছে’— এ উক্তিটি – উইলোবির।
    $‘রিপাবলিক’ গ্রন্থের রচয়িতা – প্লেটো।

    $সর্বপ্রথম অর্থনীতিকে একটি স্বতন্ত্র বিষয়ের মর্যাদা দান করেন- অ্যাডাম স্মিথ।
    $একজন নাগরিককে দক্ষতা ও জ্ঞানের উচ্চস্থানে পৌঁছে দিতে পারে-নৈতিক গুণ।
    $‘শাসক যদি ন্যায়বান হন, তাহলে আইন নিষ্প্রয়োজন আর শাসক যদি দুর্নীতিপরায়ণ হন, তাহলে আইন নিরর্থক’— এ উক্তিটি-প্লেটোর।
    $‘সকল ভালো মানুষ ভালো নাগরিক নয়, কিন্তু সকল ভালো নাগরিকই ভালো মানুষ’— এ উক্তিটি অ্যারিস্টটলের।
    $‘পলিটিক্যাল ইকোনমি’ গ্রন্থের লেখক-অ্যাডাম স্মিথ।
    $‘সকল শাসনব্যবস্থা তার অনুরূপ সম্পত্তি ব্যবস্থার রূপ ধারণ করে, একটি পরিবর্তন হলে অপরটিরও পরিবর্তন হয়’— এই উক্তিটি ম্যাকাইভারের।

  • বিভিন্ন দেশের সীমারেখা মনে রাখার কৌশল

    বিভিন্ন দেশের সীমারেখা মনে রাখার কৌশল

    সূত্র: ডুরান আপা
    ব্যাখ্যা: ডুরান্ড লাইন। আফগানিস্তান ও পাকিস্তানের সীমারেখা।

    সূত্র: ভাপা পিঠা কন্ট্রোল করে খাও।
    ব্যাখ্যা: লাইন অব কন্ট্রোল, ভারত ও পাকিস্তানের সীমারেখা।

    সূত্র: কার্জন হল পোরাতন হয়ে গেছে।
    ব্যাখ্যা: কার্জন লাইন, পোল্যান্ড ও রাশিয়ার সীমারেখা।

    সূত্র: সরকার ফস করে পোলি ব্যাগ উঠায়ে দিল।
    ব্যাখ্যা: ফস লাইন, পোল্যান্ড ও লিথুনিয়ার সীমারেখা।

    সূত্র: ম্যাজিনো আমাকে একটি জামা ফ্রি দিয়েছে।
    ব্যাখ্যা: ম্যাজিনো লাইন, জার্মান ও ফ্রান্সের সীমারেখা।

    সূত্র: সে আমাকে একটি সিগফ্রিডের জামা ফ্রি দিয়েছে।
    ব্যাখ্যা: সিগফ্রিড লাইন, জার্মান ও ফ্রান্সের সীমারেখা।

    সূত্র: ওডার হিন্ডার কে পোজা করো না।
    ব্যাখ্যা: ওডারনিস লাইন, হিন্ডারবার্গ লাইন, পোল্যান্ড ও জার্মানীর সীমারেখা।

    সূত্র: রাফি ম্যানার হেইম।
    ব্যাখ্যা: ম্যানারহেইম লাইন, রাশিয়া ও ফিনল্যান্ডের সীমারেখা।

    সূত্র: সনো যুগে গেছে।
    ব্যাখ্যা: সনোরা লাইন, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সীমারেখা।

    সূত্র: ম্যাকমোহনের সাথে দেখা করতে চাই।
    ব্যাখ্যা: ম্যাকমোহন লাইন, চায়না ও ইন্ডিয়ার সীমারেখা।

    সূত্র: বাই র্যাড।
    ব্যাখ্যা: র্যাডক্লিফ লাইন, বাংলাদেশ ও ইন্ডিয়ার সীমারেখা।

    সূত্র: একুচুয়ালী লাইন কন্ট্রোল করতে চাই।
    ব্যাখ্যা: লাইন অব একচুয়াল কন্ট্রোল, চায়না ও ইন্ডিয়ার সীমারেখা।

    সূত্র: আই পারপল হয়ে যাই।
    ব্যাখ্যা: পারপল লাইন, অারব ও ইসরাইলের সীমারেখা।

    সূত্র: ব্লু লেই।
    ব্যাখ্যা: ব্লু লাইন, লেবানন ও ইসরাইলের সীমারেখা।

    সূত্র: ইসি কে নির্বাচনে গ্রীন ভূমিকা রাখতে হবে।
    ব্যাখ্যা: গ্রীন লাইন, ইসরাইল ও সিরিয়ার সীমারেখা।

  • Foreign / Latin words and phrases

    Foreign / Latin words and phrases

    Ad hoc অপূর্বনির্ধারিত / তদর্থক / অনানুষ্ঠানিক
    Alma Mater যে শিক্ষা প্রতিষ্ঠানে কোন ছাত্র শিক্ষালাভ করেছিল
    Alter ego অত্মস্বরুপ , অভিন্ন হৃদয় বন্ধু
    Ad nauseam বিরক্তিজনভাবে
    A fortiori অধিকতর প্রত্যয়জনক যুক্তিতে
    Amicus curi আইন সহায়তাকারী
    Ad infinitum সীমাহীনভাবে অনন্তকাল

    Ad interim অন্তবর্তীকালীন
    Angina pectoris হৃদরোগ বিশেষ
    Ad valorem মূল্যানুযায়ী
    Animadversion সমালোচনা
    Ex officio পদাধিকার বলে
    Ex gratia আইনগত নয় , নৈতিক বাধ্যবাধকতার কারণে প্রদত্ত অর্থ

    Exeunt অভিনেতার মঞ্চ ত্যাগ
    Ergo অতএব
    Erratum লেখা বা ছাপার ভূল
    Idem অভিন্ন , একই লেখক , পুস্তক , পৃষ্ঠা ইত্যাদি
    Id est অর্থাত্
    In loco parentis পিতৃ বা মাতৃস্হানীয়রুপে
    Inter alia অন্যান্য জিনিসের মধ্যে
    Intoto সর্বতোভাবে

    Ipso facto ঠিক এই হেতু
    Modus operandi কার্য প্রণালী
    Magnum opus সাহিত্যিকের প্রধান রচনাকর্ম
    Nem con সর্বসম্মতিক্রমে
    Non compos mentis মানসিকভাবে অসুস্থ বলে আইনগত নির্দায়
    Non sequitur অবয়ব বিরুদ্ধ অনুমান
    Nota beneCheck with careObiter dictum অপতিক বা আনুষঙ্গিক মন্তব্য বা বিবৃতি

    Passim ঘন ঘন সর্বত্র
    Per se স্বতন্ত্রভাবে
    Pro tem আপাতত
    Per diem নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার অর্থ
    Per annum বাত্সরিক
    Pro rata আনুপাতিক
    Quid pro quo কোন কিছুর বিনিময়ে অন্য কিছু প্রত্যাপর্ণ করা

    Rigor mortis মরোণোত্তর পেশি কাঠিন্য
    Summum bonum পরামার্থ
    Sui generis নিজ শ্রেণি , অনন্য
    Sub judice বিচারাধীন
    Stet মুদ্রককে কোন পান্ডুলিপি বা প্রুফ কপিতে প্রদত্ত সংশোধনী উপেক্ষা করার জন্য নির্দেশ দান

    Status quo বর্তমান সামাজিক অবস্থা
    Since die অনির্দিষ্ট কালের জন্য
    Sine qua non অপরিহার্য শর্ত বা গুন
    Terra firma শুকনা মাটি
    Terra incognita অজানা ভূখন্ড , অচেনা দেশ
    Ultra vires বৈধ ক্ষমতার বাইরে
    Versus বনাম Vox কণ্ঠ

  • অসমাপ্ত আত্মজীবনী থেকে বার বার আসা প্রশ্ন

    অসমাপ্ত আত্মজীবনী থেকে বার বার আসা প্রশ্ন

    “মানুষকে ভালোবাসলে মানুষও ভালোবাসে। যদি সামান্য ত্যাগ স্বীকার করেন, তবে জনসাধারণ আপনার জন্য জীবন দিতেও পারে।” – শেখ মুজিবুর রহমান।

    প্রকাশ অন্যান্য
    লেখকের নাম : শেখ মুজিবুর রহমান
    রচনাকাল : ১৯৬৬-১৯৬৯
    প্রথম প্রকাশ : জুন, ২০১২
    প্রকাশক : ইউপিএল
    পৃষ্ঠা : ৩২৯

    গ্রন্থ সংক্রান্ত তথ্যাবলি
    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটির ভূমিকা লেখেন —শেখ হাসিনা।
    ‘অসমাপ্ত আত্মজীবনী’তে উল্লিখিত আন্দামান হলাে — ইংরেজ আমলের জেলখানা।
    ‘অসমাপ্ত আত্মজীবনী’তে উল্লেখ আছে দেশভাগের পর পাকিস্তানের রাজধানী হয় — করাচিতে।
    ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের শেষ বাক্য — আমাদের হয়ে গেল।
    ‘অসমাপ্ত আত্মজীবনী’র প্রথম লাইন — বন্ধুবান্ধবরা বলে জীবনী লেখ।
    ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থটির প্রচ্ছদ শিল্পী – সমর মজুমদার।
    ‘অসমাপ্ত আত্মজীবনী’ প্রথম প্রকাশিত হয় — জুন, ২০১২।
    ‘অসমাপ্ত আত্মজীবনী’ পাণ্ডুলিপি আকারে পাওয়া যায় — চার খণ্ডে।
    ‘অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটি সম্পাদনার কাজ করেন — শামসুজ্জামান খান।
    ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের ইংরেজি অনুবাদক —প্রফেসর ফকরুল আলম।
    ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থে পূর্ব বাংলার রাজনীতি চিত্রায়িত হয়েছে — ১৯৫৪ সাল পর্যন্ত।

    ধানমন্ডি ৩২ নম্বর সড়কের বাড়িটির বর্তমান অবস্থান — সড়ক নম্বর ১১, বাড়ি নম্বর ১০।
    ৩২ নম্বর সড়কের বাড়িটি শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয় — ১৯৮১ সালের ১২ জুন।
    বাংলার বাণী’ পত্রিকার সম্পাদক ছিলেন — শেখ ফজলুল হক মণি।
    বঙ্গবন্ধুর আত্মজীবনী লেখার সময়কাল ছিল —১৯৬৬-৬৯।
    বঙ্গবন্ধুর আত্মজীবনী গ্রন্থের প্রকাশক — মহিউদ্দিন আহমদ।
    বঙ্গবন্ধুর আত্মজীবনী’ গ্রন্থের গ্রন্থস্বত্ব — বঙ্গবন্ধু মেমােরিয়াল ট্রাস্টের।
    বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ সর্বপ্রথম অনুবাদ করা হয় — ইংরেজিতে।
    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আত্মজীবনী লেখা শুরু করেন — ১৯৬৭ সালে।

    বঙ্গবন্ধুর ব্যক্তি জীবন সংক্রান্ত তথ্যাবলি
    বঙ্গবন্ধুর বাড়িতে — চারটি দালান ছিল।
    শেখ বংশের সাথে — রানী রাসমণির লড়াই হয়েছিল।
    বঙ্গবন্ধু শেখ মুজিবের পিতা পেশায় — সেরেস্তাদার ছিলেন।
    বঙ্গবন্ধু শেখ মুজিব বিবাহ করেন — ১২-১৩ বছর বয়সে।
    বঙ্গবন্ধুর স্ত্রীর ডাক নাম ছিল — রেণু।
    ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুকে গ্রেফতারের পর সেনাবাহিনী ৩২ নং রােডের বাসায় পুনরায় হানা দেয় —২৬ শে মার্চ রাতে।
    বঙ্গবন্ধুর জন্মের সময় বঙ্গবন্ধুর ইউনিয়ন ছিল ফরিদপুর জেলার — সর্ব দক্ষিণের ইউনিয়ন।
    শেখ মুজিবুর রহমানের বাড়ি গােপালগঞ্জ সদর হতে— চৌদ্দ মাইল দূরে।
    বঙ্গবন্ধুর প্রথম কারাবাসের স্থায়িত্ব — সাত দিন।
    বঙ্গবন্ধু প্রথম কারাবাস করেন —১৯৩৮ সালে।
    বঙ্গবন্ধুর গ্রাম টুঙ্গিপাড়া — বাইগার নদীর তীরে অবস্থিত।
    বঙ্গবন্ধুর ইউনিয়নের পাশ দিয়ে — মধুমতি নদী প্রবাহিত হয়েছে।
    শেখ বংশের গােড়াপত্তন করেছিলেন — শেখ বােরহানউদ্দিন।

    শেখ মুজিবের শিক্ষাজীবন শুরু হয় — এম. ই. স্কুলে।
    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাতার নাম — সায়েরা খাতুন।
    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেরিবেরি রােগে আক্রান্ত হন — ১৯৩৪ সালে।
    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দ্বিতীয়বার আক্রান্ত হন — গ্লুকোমা রােগে।
    বঙ্গবন্ধু সর্বপ্রথম দেশের বাইরে যান — ১৯৪৩ সালে।
    বিবাহের সময় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের বয়স ছিল — ৩ বছর।
    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম — ১৯২০ সালে।
    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতার নাম — শেখ লুৎফর রহমান।

    বঙ্গবন্ধু প্রথম বিদেশ ভ্রমণ করেন — রেলে।
    বঙ্গবন্ধু শেখ মুজিব তাঁর ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থে ‘ব্ৰহ্মদেশ’ বলে যে দেশ বুঝিয়েছেন এটির বর্তমান নাম মায়ানমার।
    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে — আইন বিষয়ে।
    পাকিস্তান সৃষ্টির পর হতে ১৯৪৯ সাল পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলে যান — ৩ বার।
    ‘অসমাপ্ত আত্মজীবনী’তে উল্লেখ আছে বঙ্গবন্ধু যে ধরনের গান শুনেছিলেন আজমীর শরীফে — কাওয়ালি গান।
    বঙ্গবন্ধু আজমীর শরীফ দেখার পর — আগ্রার উদ্দেশ্যে রওয়ানা করেছিলেন।
    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইতে বঙ্গবন্ধু বিমানকে — হাওয়াই জাহাজ বলেছেন।
    বঙ্গবন্ধু তাজমহল দর্শন করেছিলেন — পূর্ণিমা রাতে।
    বঙ্গবন্ধুরা — ৬ ভাইবােন ছিল।
    বঙ্গবন্ধুর বাড়িতে পৌঁছাতে স্টেশন থেকে — মধুমতী নদী পার হতে হয়।
    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলকাতায় ইসলামিয়া কলেজে পড়ার সময় — বেকার হােস্টেলে থাকতেন।

    ১৯৫২ সালে অনশনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তির অর্ডার আসে— রেডিওগ্রামে।
    ১৯৫২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব হংকং সফরকালে এটি — যুক্তরাজ্যের অধীনে ছিল।
    বঙ্গবন্ধু প্রথম পাকিস্তানের রাজধানী করাচি সফর করেন — ১৯৫২ সালে।
    শেখ মুজিবুর রহমান শেরে বাংলা এ কে ফজলুল হককে সম্বােধন করতেন — নানা বলে।
    যুক্তফ্রন্টের মন্ত্রীসভায় বয়সে সর্বকনিষ্ঠ ছিলেন — শেখ মুজিবুর রহমান।
    গােপালগঞ্জ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির দূরত্ব ১৪ মাইল।
    বঙ্গবন্ধুর বর্ণনায় তাঁর একমাত্র বাজে খরচ — সিগারেট খাওয়া।
    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গোপন বিচার করে — মৃত্যুদণ্ড দেওয়া হয়।
    স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি — বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
    পূর্ব বাংলায় গভর্নর শাসন জারির দিন রেডিও ভাষণে প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ট্যাগ দিয়েছিলেন — দাঙ্গাকারী।