BCS Question | Online Preparation
BCS Question
Primary Question
Ask Question
Category:
BTEB (Computer Office Application)
bteb-computer-office-application
January-March 2017
ফাইল সেভ করলে কী ঘটে ?
ফাইল সেভ করলে একটি নির্দিষ্ট নামে কোনো ডকুমেন্টকে সংরক্ষন করা যায়।
Computer Virus এর কাজ কী ?
কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রামকে ধ্বংস করে দেওয়া।ভাইরাস আক্রান্ত হলে কম্পিউটারে বিভিন্ন সমস্যা দেখা দেয়।
Work book ও Work sheet কী ?
মাইক্সোসফট এক্সেলের স্প্রেডশিট এর বিভিন্ন তথ্য সন্নিবেশিত করে তা বিশ্লেশন বা পরিগনণা করা হয়।সুবিশাল শিটের যে অংশে কাজ করা হয় তাকে ওয়ার্কশিট বলে।
দুটি স্প্রেডশিট সফটওয়্যারের নাম লেখ।
মাইক্সোসফট এক্সেল, লোটাস-১-২-৩, কোয়াট্রো প্রো,সুপারক্যাক্ল,সরকিম,মাল্টিপ্লান।
Database application কী ?
মাইক্সোসফট এক্সেস (Microsoft Access)একটি ডাটাবেস সফটওয়্যার।এই সফটওয়্যার ব্যাবহারের মাধ্যমে বিভিন্ন টেবিল তৈরী করে ডাটা এন্ট্রির জন্য সহজবোধ্য ও আকর্সনীয় ফর্ম ডিজাইন করা হয়।
File ও রেকর্ডের মাঝে পার্থক্য কী ?
ডাটা টেবিলের ফিল্ডসমূহের অধীনে যেসব তথ্যাবলী সারিসমুহে এন্ট্রি করা হয়,উক্ত প্রতিটি সারির তথ্যাবলির সমষ্টি হলো রেকর্ড।অপরদিকে ফাইল হচ্ছে এক বা একাধিক টেবিল বা তথ্যের আধার।
কোন লেখাকে বড় করার কী বোর্ড কমান্ড কী ?
Ctrl + }
টেবিল মার্জ করা বলতে কী বুঝায় ?
দুটো টেবিলকে একত্র করাকে টেবিল মার্জ বলে।
পয়েন্টার প্রথম সেলে আনার নিয়ম কী ?
পয়েন্টার প্রথম সেলে আনতে হলে পয়েন্টারকে প্রথম সেলে রেখে মাউসের লেফট বাটন এ Click করতে হবে ।
ENIAC এর পূর্ণনাম কী ?
Electrical Numerical Integrator and calculator.
Page setup কাকে বলে?
এম এস অফিস এর কোনো প্রোগ্রামে কোনো ডকুমেন্ট তৈরী করার পর সেটা প্রিন্ট দিতে হলে ,কোন আকারের পৃষ্টা ব্যাবহার হবে, পৃস্টার মার্জিন কতটুকু হবে এসব কিছুকে একত্রে পেজ সেট আপ বলা হয়।
চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয় কেন ?
ডিফারেন্স ইন্জিন তৈরী করার মাধ্যমে চার্লস ব্যাবেজ কম্পিউটার তৈরীর সুস্পষ্ট ধারনা দেন, তাই তাকে কম্পিউটারের জনক বলা হয়।
প্রিন্ট করার ’কী’ বোর্ড কমান্ড ………।
Ctrl + P
MS Office হচ্ছে অনেকগুলো ……….এর সমষ্টি।
ডকুমেন্ট
ROM-এর পূর্ণরূপ হচ্ছে-
Read Only Memory.
Mozilla Firefox হলো এক ধরনের……….।
ব্রাউজার
কম্পিউটারের জনক বলা হয়…………..কে।
চার্লস ব্যাবেজ
ওয়ার্কবুক হলো অনেকগুলো……………এর সমষ্টি।
ওয়ার্কশিট
MS Access এ…………… তৈরী করা যায়।
ডাটাবেস ফাইল
WWW.bteb.gov.bd হলো …………এর ওয়েব অ্যাড্রেস।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।
ডাটা sorting করা যায়…………ভাবে।
দুই(২)
Microsoft Excel মূলত একটি …………Software ।
স্প্রেডশিট
File save করার কী বোর্ড কমান্ড……….।
Ctrl + S
লেজার প্রিন্টার একটি ………..ডিভাইস।
আউটপুট
টেক্সট বক্সে………..লেখা যায় ।
অক্ষর
বাইনারি সংখ্যা পদ্ধতির মৌলিক অংঙ্ক ১০ টি।
মি
CD ROM এ CD Write করা যায় না ।
মি
MS Word একটি Word Processing software.
স
মনিটর একটি আউটপুট ডিভাইস।
স
Powerpoint একটি Presentation Software ।
স
MS Excel এ গড় বের করার সুত্র হচ্ছে=Average (Cell Number : Cell Number)।
স
Access দিয়ে নতুন ডাটাবেস প্রোগ্রাম তৈরী করা যায়।
স
Internet অর্থ International Network.
স
Mail পাঠাতে হলে Sign Up করতে হয় ।
মি
1000 Megabyte = 1Gigabyte ।
মি
ব্যাপক কোনো তথ্য থেকে বিশেষ কোনো রেকর্ডকে খুঁজে বের করাকে কুয়েরিং বলে।
স
Exit কমান্ড File মেন্যুতে থাকে ।
স
অ্যাবাকাস কী ধরনের যন্ত্র ?
কাঠের তৈরী গণনাকারী যন্ত্র
পাথরের তৈরী গণনাকারী যন্ত্র
নুড়ি ও পাথরের তৈরী গণনাকারী যন্ত্র
লোহার তৈরী গণনাকারী যন্ত্র
কত বিট সমান এক বাইট ?
৬৪ বিট সমান ১বাইট
৩২ বিট সমান ১বাইট
১৬ বিট সমান ১বাইট
৮ বিট সমান ১বাইট
কত বিট সমান এক বাইট ?
১৬ বিট সমান এক বাইট
৮ বিট সমান এক বাইট
৩২ বিট সমান এক বাইট
৬৪ বিট সমান এক বাইট
A4 সাইজের কাগজের পরিমাপ কোনটি ?
8.37" X 12.69"
8.27" X 11.69"
8.26” X 11.69”
8.29”X10.69"
পেন ড্রাইভ হলো একটি-
আউটপুট
ইনপুট
ইনপুট-আউটপুট
কোনোটিই নয়
ওয়ার্কশিটকে কীসের সাথে তুলনা করা যায় ?
এক টুকরো বড় কাগজের সাথে
এক টুকরো বড় লোহার সাথে
এক টুকরো বড় কাঠের সাথে
এক টুকরো বড় প্রাস্টিকের সাথে
ডাটাবেস টেবিলে Primary Key নির্ধারণ করা হয়-
Table Import করার জন্য
Design করার জন্য
Relation সৃষ্টির জন্য
HTTP-এর পুর্ণরূপ কোনটি ?
Hyper Text Transfer Protocol
Haker Text Transfer Permission
Higher Text Technology Problem.
Hot Text Transfer Problem
=ABS (1.258) মান কত ?
=1.24
=1.23
=1.258
1.26
ম্যাক্রো মুছার কমান্ড কী ?
Erase
Select
Move
Delete
ইমেইল ঠিকানায় @ এর আগে কী থাকে ?
ব্যাবহারকারীর দেশের নাম
ব্যাবহারকারীর ঠিকানা
ব্যাবহারকারীর নাম
ব্যাবহারকারীর ডিভাইসের নাম
Lock এর ’কী‘ বোর্ড কমান্ড হলো-
Ctrl+Alt+K
Ctrl+K
Ctrl+L
Alt+K
Record কী ?
কোনোটিই নয়
কিছু ফাইলের সমাহার
কিছু রেকর্ডের সমাহার
পরস্পর সম্পর্কযুক্ত কিছু ফিল্ডের সমাহার
What is your father or mother ?
My father is a farmer.My mother is a housewife.
Where were you born ?
I was born in Mirzapur, Tangail
What is the Capital of Bangladesh ?
Dhaka is the capital of Bangladesh.
Where do you live ?
I live in Dinajpur.
How old are you ?
I am eighteen years old.
I want to………..a Job.
did
do
done
put the book………….the table.
on
in
at
We can print a document by using……….
a television
a drill machine
a printer
সূর্য পূর্ব দিকে উঠে।
The sun rises in the east.
আমরা বাংলাদেশে বাস করি ।
We live in Bangladesh.
December 27, 2022
January-March 2016
Start Quiz
Page 1 of 50
নতুন File খোলার জন্য কী Command ব্যাবহার করা হয় ?
Ctrl + N
Page 2 of 50
লুকানো Column খুঁজে বের করার জন্য কী ব্যাবহার করতে হয় ?
Select All Column -Home-Format-Visibality-Hides,Unhide-Unhide Columns.
Page 3 of 50
Excel Program চালু করতে কয়টি শিট চালু হয় ?
৩টি
Page 4 of 50
কতগুলো Interconnected field মিলে কী তৈরী হয় ?
Record
Page 5 of 50
দুটি ব্রাউজারের নাম লেখ ।
Mozilla firefox, Opera.
Page 6 of 50
Email অ্যাড্রেস এর সাধারণ গঠন লেখ।
yourname@.domainname.com
Page 7 of 50
Database Program এ Form তৈরী করা হয় কেন ?
সুন্দর ও আকর্ষনীয়বাবে ডিজাইনের মাধ্যমে এক বা একাধিক টেবিলে ডাটা Supply বা Collection করার জন্য Form তৈরী করা হয়।
Page 8 of 50
Excel Program এ কোন নির্দিষ্ট অংশ প্রকাশের জন্য ব্যাবহার করা হয় ।
Select cell Range.
Page 9 of 50
ভাইরাস কী ?
কম্পিউটারের পরিভাষায় ভাইরাস শব্দের পূর্ণরূপ-Virus Information resources Under Seize যার অর্থ গুরুত্বপূর্ন উৎসগুলো বাজেয়াপ্ত করা হয়েছে।
Page 10 of 50
Bijoy Keyboard এর Bangla to English বা English to Bangla করার শর্টকাট ‘কী’কোনটি ?
Ctrl+Alt+B
Page 11 of 50
MS Office Program এ data Save করলে তা ……..জমা হয়।
My document এ
Page 12 of 50
Database এ প্রথম তৈরী করতে হয়……………।
Table
Page 13 of 50
Undo করা হয়…………….করার জন্য।
বাতিল কাজ পুনরায় আনয়ন
Page 14 of 50
একটি চিঠি ভিন্ন ভিন্ন ঠিকানায় পাটাবার জন্য ব্যাবহার করা হয় …..।
Mail Merge
Page 15 of 50
পেজ এর মার্জিন ঠিক করতে…………..Option Select করতে হয়।
Page Setup.
Page 16 of 50
স্ক্যানার একটি ………ডিভাইস।
ইনপুট
Page 17 of 50
(a+b)2+2ab(2)+ab এই Format টি লেখতে………এর সাহায্য নিতে হয় ।
Superscript
Page 18 of 50
Excel Program এ File Save করলে File Name এর সাথে……….যুক্ত হয়।
.Xls
Page 19 of 50
Text alingment…………..প্রকার।
৪(চার)
Page 20 of 50
Cell কে কয়েকটি অংশে বিভক্ত করতে চাইলে……..করতে হয়।
Split cells
Page 21 of 50
Window এর Under এ MS Office Program পরিচালিত হয়।
মি
Page 22 of 50
মনিটর হল মেমরি ডিভাইস।
মি
Page 23 of 50
Move করার জন্য MS Word এ Command হল Cut paste।
স
Page 24 of 50
সিরিজ Data যোগের জন্য Excel Program এ =sum(A1:A15) নিয়ম অনুসরণ করা হয়।
স
Page 25 of 50
Lavel Box ও Text Box এর কাজে কোন পার্থক্য নেই।
মি
Page 26 of 50
MS Word এ Line Spacing এর জন্য Paragraph Option ব্যাবহার করা হয়।
স
Page 27 of 50
দুটি Table এ একটি Field একই থাকলে Relationship করা যায়।
স
Page 28 of 50
Report এর কাজ হল File কে প্রদর্শন করা ।
স
Page 29 of 50
Close করলে Program বন্ধ হয়, আর Exit করলে File বন্ধ হয় ।
স
Page 30 of 50
Image MS Word বা MS Excel এ Add করা যায়।
স
Page 31 of 50
Windows হলো এক প্রকার –
Program
Application Program
Operating System Program
কোনোটিই নয়
Page 32 of 50
MICR একটি-
আউটপুট
ইনপুট ও আউটপুট
ইনপুট
মেমরি ডিভাইস
Page 33 of 50
মাউস এক প্রকার-
Pointer
Input Device
Memory Device
Output Device
Page 34 of 50
MS Word এ Copy Paste করতে শর্টকাট কী-
উভয়টি
Ctrl+C
কোনোটিই নয়
Ctrl+V
Page 35 of 50
Open Command কোন Menu তে থাকে ?
কোনটিই নয়
Edit Menu
File Menu
View Menu
Page 36 of 50
দুই Cell যোগের নিয়ম (Excel Program) –
A1:A2
=A1+A2
সবকয়টি
A1+A2
Page 37 of 50
Excel Program এ সাধারণত সারি উচ্চতা থাকে।
15
8.75
12.7
18.75
Page 38 of 50
Microsoft Access হলো –
ক ও গ উভয়টি
Database Program
স্প্রেডশিট Program
Language Program
Page 39 of 50
এম এস ওয়ার্ড হলো-
ডাটা প্রসেসর
মেইল মাজিং প্যাকেজ
ওয়ার্ড প্রসেসর
স্প্রেডশিট
Page 40 of 50
Relationship কয় প্রকার ?
কোন প্রকারভেদ নেই
২ প্রকার
৩প্রকার
কোনটিই নয়
Page 41 of 50
পৃতিবী সূর্যের চারদিকে ঘোরে।
The earth moves round the sun.
Page 42 of 50
আমার বাবা একজন দক্ষ কারিগর।
My father is a skilled/expert technician
Page 43 of 50
ছাত্রদের প্রতিদিন ক্লাস করা উচিত।
Students should attend the class everyday.
Page 44 of 50
বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশ।
Bangladesh is a country of middle income.
Page 45 of 50
To be healthy ,we must eat…….।
balanced diet
food
rich food good
Page 46 of 50
Move…………..You will die.
but
or
and
Page 47 of 50
That is …………………intersting book.
an
a
the
Page 48 of 50
Who is your best friend ?
Most. Esrat Jahan is my best friend.
Page 49 of 50
Where do you come from ?
I come from Dinajpur.
Page 50 of 50
what do you do after training ?
I will find a suitable job after training.
December 6, 2022
January-March 2015
Start Quiz
Page 1 of 50
এক কিলোবাইট সমান কত ?
১০১১ কিলোবাইট
১০১৪ কিলোবাইট
১০২৪ কিলোবাইট
১১২৪ কিলোবাইট
Page 2 of 50
ডট মেট্রিক্স প্রিন্টার হলো-
মেমোরি
ইনপুট ডিভাইস
প্রক্রিয়াকরণ ডিভাইস
আউটপুট ডিভাইস
Page 3 of 50
Save এর কী বোর্ড কমান্ড কোনটি ?
Ctrl + X
Ctrl +C
Ctrl + S
Ctrl + P
Page 4 of 50
ছবি ,টেক্সট ,গ্রাফ ইত্যাদীর ক্ষেত্রে কোন Object টি ব্যাবহৃত হয় ?
Text
Yes/No
Hyperlink
OLE
Page 5 of 50
কোন মেনুতে Sort/formula থাকে ?
Edit
Insert
Tools
Table
Page 6 of 50
ফার্ম-ওয়্যার হচ্ছে ?
RAM
ROM
কোনোটিই নয়
HDD
Page 7 of 50
নিচের কোনটি সহায়ক মেমোরি ?
কোনটিই নয়
HDD
ROM
RAM
Page 8 of 50
কোন প্রোগ্রাম দিয়ে Presentation তৈরী করা হয়?
MS Powerpoint
MS-Word
MS Access
MS Excel
Page 9 of 50
LAN শব্দের পূর্নরূপ কোনটি ?
Local Area network
Local Assemble network
Logal Assemble network
Lokal Area network
Page 10 of 50
কোনটি Antivirus ডিভাইস নয় ?
Avast
Linax
Norton
AVG
Page 11 of 50
RAM এর পূর্ণরূপ………….।
Random Access Memory.
Page 12 of 50
A4 সাইজ কাগজের পরিমাপ হচ্ছে ……………..।
প্রস্থ ৮.২৭” ,দৈর্ঘ্য ১১.৬৯”
Page 13 of 50
Excel এর Row সংখ্যা ………টি
[Excel 2003] ৬৫৫৩৬
Page 14 of 50
Recycle Bin ফোল্ডারে …………….ফাইল জমা থাকে।
অপ্রয়োজনীয় ডিলেটকৃত ফাইল।
Page 15 of 50
একটি চিঠি বিভিন্ন ঠিকানায় প্রেরণের জন্য………………কমান্ড ব্যাবহৃত হয় ।
Mail merge
Page 16 of 50
কম্পিউটারের মা্ধ্যমে পারস্পারিক যোগাযোগকে……………….. বলে।
নেটওয়ার্ক
Page 17 of 50
WWW এর পূর্নরূপ ………..।
World Wide Web.
Page 18 of 50
Page break এর কাজ হলো……………..করা।
একটি পেইজকে দ্বিখন্ডিত করা ।
Page 19 of 50
স্ক্যানার এক প্রকার………………ডিভাইস।
ইনপুট
Page 20 of 50
Data Paste করার সংক্ষিপ্ত কমান্ড হলো……………।
Ctrl +V
Page 21 of 50
কম্পিউটারের প্রধান ভাষা বাংলা।
মি
Page 22 of 50
ওয়ার্কসীট ওয়ার্কবুকের অংশবিশেষ।
স
Page 23 of 50
মেইল অ্যাকাউন্ট বন্ধ করার জন্য Sing in এ ক্লিক করতে হয় ।
মি
Page 24 of 50
১০(১০) কে বাইনারিতে প্রকাশ করলে (১০১০)২ হবে।
স
Page 25 of 50
Facebook একটি ইন্টারনেট ব্রাউজিং সফটওয়্যার।
মি
Page 26 of 50
Data sort দুই প্রকার ।
স
Page 27 of 50
কম্পিউটারের প্রক্রিয়াকরণ অংশ হচ্ছে Motherboard।
স
Page 28 of 50
ফোল্ডারের ভিতর ফাইল ও ফোল্ডার উভয়ই থাকে ।
স
Page 29 of 50
কম্পিউটার ভাইরাস একটি প্রোগ্রাম।
স
Page 30 of 50
Google একটি Browser ।
মি
Page 31 of 50
Mail Merge কী ?
একই চিঠি বিভিন্ন ঠিকানায় ভিন্ন ভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানের নিকট পাঠানোর প্রয়োজন হয় ,তখন উক্ত চিঠির সাথে ভিন্ ভিন্ন ঠিকানাকে একত্র করে খুব অর্প সময়ে পুর্ণাঙ্গ চিঠি গঠন করার পদ্ধতিকে মেইল মার্জ বলে।
Page 32 of 50
ROM- এর পূর্নরূপ লেখ ।
রম এর পূর্ণ অর্থ Read only memory; প্রধান স্মৃতির এই অংশটি স্থায়ী, অপরিবর্তনীয় ও অধ্বাংসাত্নক।কম্পিউটার তৈরীর সময় এই স্মৃতিতে কিছু প্রোগ্রাম ঢুকিয়ে দেওয়া হয়। কম্পিউটার বন্ধ করলে ও এই স্মৃতিতে রক্ষিত কোন তথ্য মুছে যায় না।এটি একটি গঠন স্মৃতি।
Page 33 of 50
Mozila firefox কী ?
এটি একটি জনপ্রিয় ওয়েব ব্রাউজার।
Page 34 of 50
স্প্রেডশীট প্যাকেজ দিয়ে কী ধরনের কাজ করা হয় ?
স্প্রেডশীট প্যাকেজ দিয়ে Accounting এর কাজ করা হয় ।
Page 35 of 50
কয়েকটি Anti-Virus এর নাম লেখ।
Kaspersky, Avg, Avast, Avira, Toolkit
Page 36 of 50
File বলতে কী বোঝায় ?
যখন কোন Document কে কোন নাম দিয়ে সংরক্ষন করা হয় ,তখন তাকে File বলে।
Page 37 of 50
Excel এ Row এর সংখ্যা কয়টি ?
Ms Excel ২০০৩ এ রো আছে ৬৫,৫৩৬ টি এবং Ms Excel ২০০৭ এ রো আছে ১০,৪৮৫৭৬ টি।
Page 38 of 50
Desktop কী ?
কম্পিউটার অন করার পর স্থির অবস্থায় মনিটরে যা দেখতে পাই তাকে Desktop বলে।
Page 39 of 50
Email কী ?
ইলেকট্রনিক মেইল(Electronic Mail) এর সংক্ষিপ্ত রুপই হলো ই-মেইল। এটি ইন্টারনেটের একটি বিশেষ সেবা, যার দ্বারা ব্যাবহারকারী ইন্টারনেটের মাধ্যমে পৃতিবীর যেকোনো প্রান্তে অবস্থিত ইলেকট্রনিক মেইল অ্যাড্রেসধারী যে কোনো ব্যাবহারকারীর কম্পিউটারের বার্ত্ প্রেরণ করতে পারে।বিপরীতক্রমে অন্য প্রান্ত্র হতে কোন বার্তা গ্রহন করতে পারে।
Page 40 of 50
বিট ও বাইট কী ?
বাইনারি পদ্ধতিতে ব্যাবহৃত অংঙ্ক ০ এবং ১ কে বিট বলে। বাইটঃ আট বিটে এক বাইট হয়।এরুপ ৮বিটের কোড দিয়ে যে কোন বর্ন ,অঙ্ক বা বিশেষ চিন্হকে প্রকাশ করা হয়ে থাকে।
Page 41 of 50
দেশপ্রেম মহৎ গুণ।
Patritriotism is a great/noble virtue.
Page 42 of 50
বাংলাদেশ আমার জন্মভূমি।
Bangladesh is my motherland.
Page 43 of 50
তোমার পিতার নাম কী ?
What your father,s name ?
Page 44 of 50
আমি বাড়ি যাব ।
I will go home.
Page 45 of 50
তুমি কেমন আছ ?
How are you ?
Page 46 of 50
To be healthy ,We must eat…………….
rich food
good food
balanced food
Page 47 of 50
He is……………honest man.
the
an
a
Page 48 of 50
my mother reads ……….holy Quran.
a
an
the
Page 49 of 50
I want to……….a letter.
write
learn
make
Page 50 of 50
Swimming………a good exercise .
is
am
are
December 5, 2022
July-December 2015
Start Quiz
Page 1 of 50
ফাইল সেভ করলে কী ঘটে ?
ফাইল সেভ করলে একটি নির্দিষ্ট নামে কোন একটি ডকুমেন্টকে সংরক্ষন করা যায়।
Page 2 of 50
পূর্ননাম লেখঃ TCP/IP, VOIP
Transmission control protocol/Internet protocol , Voice Over Internet Protocol.
Page 3 of 50
Page set up কাকে বলে ?
এম এস অফিস এর কোন প্রোগ্রাম বা ডকুমেন্ট তৈরী করার পর সেটা প্রিন্ট দিতে হলে ,কোন আকারের পৃষ্টা ব্যাবহার হবে,পৃষ্টা কতটুকু ব্যাবহার হবে, পৃষ্টার মার্জিন কতটুকু হবে এসব কিছুকে একত্রে পেজ সেট আপ বলা হয় ।
Page 4 of 50
Footnote কী ?
প্রতিটি পৃষ্টার নিচে টিকা লিখা হল ফুটনোট।
Page 5 of 50
MS Excel-7 এর ওয়ার্কশীটে কয়টি Row এবং কলাম থাকে ?
MS Excel-7 এর ওয়ার্কশীটে ১০,৪৮৫৭৬ টি রো এবং ১৬,৩৮৪ টি কলাম থাকে।
Page 6 of 50
এক্সেল প্যাকেজ দিয়ে কোন ধরনের কাজ করা যায় ?
এক্সেল প্যাকেজ দিয়ে বিভিন্ন ধরনের হিসাব নিকাশ এর কাজ করা হয় ।
Page 7 of 50
একটি ই-মেইল অ্যাড্রেসের সাধারণ গঠন লেখ ।
Userid@yahoo.com/userid@gmail.com
Page 8 of 50
Database Application কী ?
শাব্দিক অর্থে ডাটাবেস হচ্ছে কোন সম্পর্কিত বিষয়ের উপর ব্যাপক তথ্য বা উপাত্তের সমাবেশ।
Page 9 of 50
একটি প্রেজেনটেশন সফটওয়্যার এর নাম লেখ।
মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট।
Page 10 of 50
Computer virus এর কাজ কী ?
কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রামকে ধ্বংস করা ।ভাইরাস আক্রান্ত হলে কম্পিউটারে বিভিন্ন সমস্যা দেখা দেয় ।
Page 11 of 50
Binary সংখ্যা পদ্ধতির মৌরিক অংক ১০টি।
মি
Page 12 of 50
1000 Megabyte =1 Gigabyte.
মি
Page 13 of 50
CD ROM-এ CDWrite করা যায় না।
মি
Page 14 of 50
MS Word একটি Word Processing software।
স
Page 15 of 50
লেজার প্রিন্টার একটি আউটপুট ডিভাইস।
স
Page 16 of 50
Power Point একটি Presentation software।
স
Page 17 of 50
MS Excel এ গড় বের করার সুত্র হচ্ছে=AVERAGE (CELL NUMBER : CELL NUMBER)।
স
Page 18 of 50
Access দিয়ে নতুন ডাটাবেস প্রোগ্রাম তৈরী করা যায়।
স
Page 19 of 50
Internet অর্থ International Network.
স
Page 20 of 50
Mail পাঠাতে হলে Sign up করতে হয় ।
মি
Page 21 of 50
পেনড্রাইভে ………মেমরি ব্যাবহৃত হয় ।
ফ্লাশ
Page 22 of 50
সুপার কম্পিউটার সবচাইতে ………….কম্পিউটার।
দ্রুতগতির/শক্তিশালী
Page 23 of 50
MS Office হচ্ছে অনেকগুলো …………….এর সমষ্টি।
Application program.
Page 24 of 50
LAN এর পূর্ণরূপ হচ্ছে ……….
Local Area Network.
Page 25 of 50
Mozilla firefox হলো এক ধরনের ………………।
সফটওয়্যার
Page 26 of 50
Microsoft Excel মূলত একটি…………….Software.
স্প্রেডশীট
Page 27 of 50
Goal Seak অপশনটি ………………..Menu এর অধীনে।
Tools
Page 28 of 50
www.bteb.gov.bd হলো ……….এর ওয়েব অ্যাড্রেস।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড
Page 29 of 50
MS Access এ …………….তৈরী করা যায়।
ডাটাবেস প্রোগ্রাম
Page 30 of 50
প্রত্যোকটি Search Engine এক একটি……………।
সফটওয়্যার
Page 31 of 50
অ্যাবাকাস কী ধরনের যন্ত্র ?
কাঠের তৈরী গণনাকারী যন্ত্র।
নুড়ি ও পাথরের তৈরী গণনাকারী যন্ত্র।
লোহার তৈরী গণনাকারী যন্ত্র।
পাথরের তৈরী গণনাকারী যন্ত্র।
Page 32 of 50
কয় বাইট সমান এক কিলোবাইট ?
১০১৪ বাইট সমান ১ কিলোবাইট
১০৩৪ বাইট সমান ১ কিলোবাইট
১০২৪ বাইট সমান ১ কিলোবাইট
১০৪৪ বাইট সমান ১ কিলোবাইট
Page 33 of 50
(A03)16 সংখ্যাটিকে দশমিক সংখ্যায় প্রকাশ করলে কত হবে ?
২৪৬৩
২৬৬৩
২৫৬৩
২৭৬৩
Page 34 of 50
A4 Size কাগজের পরিমাপ কোনটি ?
প্রস্থ = ৮.২৭” , দৈর্ঘ্য =১১.৬৯”
প্রস্থ = ৮.৩৭” , দৈর্ঘ্য =১২.৭৯”
প্রস্থ = ৮.৩৭” , দৈর্ঘ্য =১২.৬৯”
প্রস্থ = ৮.৩৯” , দৈর্ঘ্য =১২.৬৯”
Page 35 of 50
পেনড্রাইভ হলো একটি……………ডিভাইস।
ইনপুট এবং আউটপুট
আউটপুট
ইনপুট
উল্লিখিত কোনোটিই নয়
Page 36 of 50
=ABS(1.258) এর মান কত ?
=1.258
=1.26
=1.24
=1.23
Page 37 of 50
Slide object বলা হয়।
Slide -এর প্রতিটি অংশকে
Slide -এর একাধিক অংশকে
Slide- এর সংশ্লিষ্ট অংশকে
Slide- এর বিশিষ্ট অংশকে
Page 38 of 50
Cat 5 ক্যাবলে তারের সংখ্যা হলো-
৬টি
১৮টি
৫টি
৮টি
Page 39 of 50
ডাটাবেস টেবিলে Primary key নির্ধারণ করা হয়-
Relation সৃষ্টির জন্য
Design করার জন্য
Table Import করার জন্য
Table তৈরীর জন্য
Page 40 of 50
HTTP -এর পূর্নরূপ কোনটি ?
Haker Text Transfer Permission
Higher Text Technology Problem
Hyper Text transfer Protocol
Hot Text transfer Problem
Page 41 of 50
বাংলাদেশ আমার মাতৃভূমি।
Bangladesh is our motherland.
Page 42 of 50
আমার বাবা একজন কৃষক।
My father is a farmer
Page 43 of 50
দেশপ্রেম মহৎ গুণ।
Patriotism is a great virtue
Page 44 of 50
The birds are sitting…….wall.
in
an
on
Page 45 of 50
He goes …………school everyday.
to be
to
Page 46 of 50
Sweet is made……….milk.
in
of
for
Page 47 of 50
What is your mother?
My mother is a housewife.
Page 48 of 50
What is your favorite food ?
Rice is my favorite food.
Page 49 of 50
What is your home District ?
My home district is Dinajpur.
Page 50 of 50
What is the full meaning of w.w.w.?
World Wide Web.
December 4, 2022
July-September 2017
Start Quiz
Page 1 of 60
কম্পিউটার পরিচালনার ক্ষেত্রে উইন্ডোজ সফটওয়্যার এর প্রয়োজনীয়তা কী?
কম্পিউটার পরিচালনার ক্ষেত্রে উইন্ডোজ সফটওয়্যার এর প্রয়োজনীয়তা অপরিসীম।উইন্ডোজ অপারেটিং সফটওয়্যার ব্যাতীত কম্পিউটার পরিচালনা করা সম্ভব না ।
Page 2 of 60
MS-Word এ মেইল মার্জ বলতে কী বুঝায় ।
একই চিঠি ,মেইলিং লেবেল বা বিঙ্গপ্তি যদি বিভিন্ন ঠিকানায় ভিন্ন ভিন্ন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের নিকট পাঠানোর প্রয়োজন হয়, তখন উক্ত চিঠির সাথে ভিন্ন ভিন্ন ঠিকানাকে একত্র করে কুব অল্প সময়ে পূর্ণাঙ্গ চিঠি গঠন করার পদ্ধতিকে মেইল মার্জ বলে।
Page 3 of 60
কম্পিউটারের দুটি I/O ডিভাইসের নাম লেখ ।
RAM, Hard disk.
Page 4 of 60
Anti virus প্রোগ্রামের কাজ কী ?
Virus এর কাজ হচ্ছে কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রামকে ধ্বংস করে দেওয়া।এবং এন্টিভাইরাস সেই ক্ষতিকর ভাইরাস গুলোকে কম্পিউটার হতে মুক্ত করে।
Page 5 of 60
ডকুমেন্টে Footnote ব্যাবহার করা হয় কেন ?
প্রতিটি পৃষ্টার নিচে টিকা লেখা হলো ফুটনোট।
Page 6 of 60
Recycle Bin কী ?
কোন অপ্রয়োজনীয় ফাইল যখন কম্পিউটার হতে ডিলেট করে দেওয়া হয় তখন সেই ফাইল Recycle bin এ জমা থাকে এবং প্রয়োজনে Recycle bin থেকে ডিলিটকৃত ফাইলগুলো উদ্ধার করা যায়। Recycle Bin কী ? কোন অপ্রয়োজনীয় ফাইল যখন কম্পিউটার হতে ডিলেট করে দেওয়া হয় তখন সেই ফাইল Recycle bin এ জমা থাকে এবং প্রয়োজনে Recycle bin থেকে ডিলিটকৃত ফাইলগুলো উদ্ধার করা যায়।
Page 7 of 60
একটি ইমেইল অ্যাড্রেসের প্রধান দুটি অংশের নাম লেখ।
@
Page 8 of 60
B2 হতে D8 পর্যন্ত সেলগুলোর ডাটা যোগ করার MS-Excel এর Sum ফাংশনটি লেখ।
=Sum(B2:D8)
Page 9 of 60
C5 সেলের ডাটা 33 বা তার বেশি হলে”Pass"এবং কম হলে ”Fail" ছাপানোর একটি IF ফাংশন লেখ ।
=IF (C5>33,"Pass","Fail")।
Page 10 of 60
MS Excel তৈরী করা যায় এমন কয়েকটি Chart/graph হলো-
কলাম,বার,পাই,লাইন
Page 11 of 60
একটি Excel ডকুমেন্ট প্রিন্ট করার ধাপগুলো লেখ ।
ওয়ার্কশীট ওপেন করে ,সেটা সিলেক্ট করে নিতে হবে,ওয়ার্কশীট এর উপরে বাম পাশের কোনায় রয়েছে অফিস বাটন ।অফিস বাটনে ক্লিক করতে হবে।একটি মেনু আসবে। সেখান থেকে প্রিন্ট অপমনটি ক্লিক করে নিতে হবেঅেএকটি প্রিন্ট ডায়ালগ বক্স আসবে।সেখানে print what এ Selection অপশন সিলেক্ট করে Ok Click করতে হবে
Page 12 of 60
ডাটাবেস প্রোগ্রামে কুয়েরি বলতে কী বোঝায় ?
ডাটাবেস থেকে প্রয়োজনীয় তথ্য সহজে খুঁজে বের করা ।
Page 13 of 60
MS Access প্রোগ্রামে যে কোন চার প্রকারের ডাটা টাইপের নাম লেখ ।
বাইনারী,বিট,কাউন্টার,কারেন্সি
Page 14 of 60
A4 সাইজের একটি কাগজের পরিমাপ হচ্ছে………….।
210X297 মিমি. অথবা 8.27 X 11.69 ইঞ্চি
Page 15 of 60
কতগুলো সংখ্যা হতে বড় সংখ্যাটি নির্ণয়ের জন্য MS-Excel এ …………ফাংশন ব্যাবহার করা হয় ।
MAX ( )
Page 16 of 60
মাল্টিমিডিয়া প্রজেক্টর একটি …………..ডিভাইস।
ইলেকট্রনিক
Page 17 of 60
OMR-এর পূর্ণরূপ হচ্ছে……………..।
Optical Mark Recognition.
Page 18 of 60
LAN এর পূর্ণরূপ হচ্ছে …………।
Local Area Network
Page 19 of 60
Google হচ্ছে একটি………………….সফটওয়্যার
ওয়েব ব্রাউজার
Page 20 of 60
ডকুমেন্ট প্রিন্ট করার শর্টকার্ট ’কী’ হচ্ছে…………..।
Ctrl + P
Page 21 of 60
১০১১১ বাইনারি সংখ্যার দশমিক সংখ্যা হচ্ছে…………।
২৩
Page 22 of 60
RAM এর পূর্ণরূপ হচ্ছে……………….।
Random Access Memory.
Page 23 of 60
…………..Key দিয়ে ডাটাবেস এর সকল রেকর্ডকে আলাদা করা যায় ।
Primary
Page 24 of 60
BIOS এর পূর্ণরূপ হচ্ছে……………।
Basic Input Output System.
Page 25 of 60
স্লাইড শো …………সফটওয়্যারের একটি কমান্ড ।
এম এস পাওয়ার পয়েন্ট
Page 26 of 60
Save ও Save as এর মধ্যে কোন পার্থক্য নেই ।
মি
Page 27 of 60
ডাটাবেসের ক্ষেত্রে কতগুলো রেকর্ডকে একটি ফাইল বলা হয় ।
স
Page 28 of 60
Powerpoint সফটওয়্যারে Custom Animation সেট করা যায় না ।
মি
Page 29 of 60
কম্পিউটারে ডাটা মাইক্রোপ্রসেসর এর ভিতর জমা হয় ।
মি
Page 30 of 60
ডকুমেন্টের লাইন স্পেসিং এর সেট আপ Paragraph অপশনের মাঝে থাকে ?
স
Page 31 of 60
ওয়ান টু মেনি একটি ডাটাবেস রিলেশনের নাম ।
স
Page 32 of 60
একটি ভবনের সকল তলায় কম্পিউটার নেটওয়ার্ক স্থাপনের জন্য WAN নেটওয়ার্ক ব্যাবহার করা হয় ।
মি
Page 33 of 60
Scanner একটি আউটপুট ডিভাইস।
মি
Page 34 of 60
Kaspersky একটি ভাইরাস প্রোগ্রাম।
মি
Page 35 of 60
Linux একটি অপারেটিং সিস্টেম।
স
Page 36 of 60
কোনো একটি ওয়েব সাইটের প্রথম পেইজকে Home page বলে।
স
Page 37 of 60
বাংরাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের ওয়েব সাইটের অ্যাড্রেস হচ্ছে www.bteb.gov.com
স
Page 38 of 60
কোনটি স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার?
Ms-Powerpoint
Ms-Access
MS-Word
Ms-Excel
Page 39 of 60
কোনটি প্রাইমারী মেমোরি ?
ROM
Pen drive
RAM
HDD
Page 40 of 60
পেনড্রাইভ কোন ধরনের ডিভাইস ?
আউটপুট
ইনপুট-আউটপুট
ইনপুট
কোনোটিই নয়
Page 41 of 60
www এর পূর্ণরূপ হচ্ছে-
world wide web
world wide wave
world wide wabe
world wide wab
Page 42 of 60
কোনটি ডাটাবেস সফটওয়্যার নয় ?
MS-Access
MS-Office
Ms-Excel
SQL
Page 43 of 60
কোনটি প্রেজেনটেশন সফটওয়্যার ?
MS-Word
MS-Power Point
MS-Access
MS-Excel
Page 44 of 60
Paste এর শর্টকার্ট কমান্ড হচ্ছে-
Ctrl+V
Ctrl+P
Alt+P
Ctrl+C
Page 45 of 60
কোনটি ব্রাউজার সফটওয়্যার নয় ?
Yahoo
SQL
Mozilla
Google
Page 46 of 60
কোনটি ইনপুট ডিভাইস ?
মাউস
LED Monitor
Speaker
প্রিন্টার
Page 47 of 60
৩৫ দশমিক সংখ্যার বাইনারি কোনটি ?
১০০০১১
Page 48 of 60
৩৫ দশমিক সংখ্যার বাইনারি কোনটি ?
১০০০১১
১০০১০১
১১০০০১
১০০১১১
Page 49 of 60
কোনটি ডাটাবেসের Key হিসেবে ব্যাবহৃত হয় না ?
ক্যানডিডেট’কী’
সোসাল ‘কী’
ফরেন ‘কী’
প্রাইমারী ‘কী’
Page 50 of 60
Min( ) ফাংশন কোন কাজে ব্যাবহার করা হয় ?
অনেকগুলো ডাটা হতে ছোটটি নির্নয় করা
অনেকগুলো ডাটা হতে বড়টি নির্ণয়
করা ডাটা যোগ করা
উল্লেখিত সবকয়টি
Page 51 of 60
How old Are you ?
I am 18 years old.
Page 52 of 60
Do you know how to swim ?
Yes, I know how to swim.
Page 53 of 60
Who is your best frienf ?
X is my best friend.
Page 54 of 60
Where do you live ?
I live in Dinajpur .
Page 55 of 60
Which trade do you read in ?
I read in Computer trade.
Page 56 of 60
What……….you like to drink ?
do
would
are
Page 57 of 60
I gave………a book on his birthday.
his
him
her
Page 58 of 60
How………….have you lived there?
often
many
long
Page 59 of 60
রহিমের বাবা একজন দক্ষ কারিগর।
Rahim,s father is a skilled technician.
Page 60 of 60
এক ঘন্টা যাবৎ মুষলধারে বৃষ্টি হচ্ছে।
It has been raining cats and dogs for one hour.
December 2, 2022
জানুয়ারি-জুন ও এপ্রিল-জুন ২০১৯
Start Quiz
Page 1 of 60
১. প্রথম ইলেক্ট্রনিক কম্পিউটারের নাম কী?
ABC (Atanasof Barry Computer)।
Page 2 of 60
২. ফার্মওয়্যার কী?
ফার্মওয়্যার হলো এক বিশেষ ধরণের সফটওয়্যার যেটা বিশেষ ধরণের হার্ডওয়্যারকে নির্দেশ করে তৈরি করা হয়। ফার্মওয়্যার ROM এ থাকে।
Page 3 of 60
৩. ডিজিটাল কম্পিউটারের মূলভিত্তি কী?
IC (Integrated Circuit).
Page 4 of 60
৪. আই.পি.এস (IPS) কী?
আই.পি.এস এর পূর্ণনাম হলো ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই (Instant Power supply)।
Page 5 of 60
৫. ফর্মুলা কী?
ফর্মুলা অর্থ সূত্র।
Page 6 of 60
৬. ডাটাবেসের বিভিন্ন উপাদানগুলো কী কী?
টেবিল, ফিল্ড, রেকর্ড, ডাটা ইত্যাদি।
Page 7 of 60
৭. রিসাইকেল বিন (Recycle Bin) কী?
ডিলিট করা ডাটা সংরক্ষণ করা ও পুনরায় ফিরিয়ে দেওয়া।
Page 8 of 60
৮. ফোল্ডার তৈরি করা হয় কীভাবে?
মাউস এর ডান বাটন ক্লিক করে নিউ থেকে ফোল্ডার।
Page 9 of 60
৯. Slide design কী?
পাওয়াপয়েন্ট এ স্লাইডকে সুন্দরভাবে সাজানো।
Page 10 of 60
১০. অন-লাইন সংযোগ বলতে কী বোঝায়?
কম্পিউটার এর সাথে মোডেম বা ইন্টারনেট কানেকশন।
Page 11 of 60
১১. MS-Access-এ ক্যুয়েরি (Query) বলতে কী বোঝায়?
একাধিক টেবিল থেকে কোন তথ্য খুজে বের করা।
Page 12 of 60
১২. দুটি Spreadsheet software-এর নাম লেখ?
MS Excel, Quartropro .
Page 13 of 60
১৩. Merge cell-এর কাজ কী? একাধিক সেল একত্রিত করা।
একাধিক সেল একত্রিত করা।
Page 14 of 60
১৪. কম্পিউটার সংগঠনের প্রধান অংশ …………………… টি।
৩ (তিন)
Page 15 of 60
১৫. মাল্টিমিডিয়া শব্দের অর্থ ……………………।
বহুমাধ্যম।
Page 16 of 60
১৬. উইন্ডোজ স্ক্রীন …………………… করা যায়।
কাস্টমাইজ।
Page 17 of 60
১৭. কোনো কোনো মাউসের মাজখানেও …………………… বাটন থাকে।
ক্লিক।
Page 18 of 60
১৮. Virus শব্দের পূর্ণরূপ ……………………।
Vital Information Resources Under Seize
Page 19 of 60
১৯. ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক এর সংক্ষিপ্ত রূপ হলো ……………………।
ইন্টারনেট
Page 20 of 60
২০. নতুন প্রেজেন্টেশন তৈরির জন্য …………………… ব্যবহৃত হয়।
পাওয়ারপয়েন্ট।
Page 21 of 60
২১. ম্যাক্রো হলো ডাটাবেসের একটি শক্তিশালী ……………………।
কমান্ড।
Page 22 of 60
২২. Pen Drive সংযুক্ত করার জন্য …………………… port ব্যবহৃত হয়।
USB.
Page 23 of 60
২৩. Caps Lock on থাকলে লেখা …………………… Case-এর হয়।
Upper.
Page 24 of 60
২৪. মেমোরির একক হচ্ছে……………………।
বাইট।.
Page 25 of 60
২৫. Goal seek অপশনটি …………………… Menu-এর অধীনে।
Tools.
Page 26 of 60
২৬. Accounting কাজে মূলত …………………… প্যাকেজ ব্যবহৃত হয়।
এক্সেল.
Page 27 of 60
২৭. উইন্ডোজ চালু করার জন্য Task Bar-এ ক্লিক করতে হয়।
'মি'
Page 28 of 60
২৮. এক্সেলের ওয়ার্কশীট হলো 'কলাম' ও 'রো-এর সমন্বয়ে গঠিত হয়।
'স'
Page 29 of 60
২৯. স্লাইড শো-এর জন্য Shift+F6 ফাংশন 'কী' চাপতে হয়।
'মি'
Page 30 of 60
৩০. ইন্টারনেট সংযোগ নিতে হলে প্রিন্টার একান্ত প্রয়োজন।
'মি'
Page 31 of 60
৩১. অকটাল পদ্ধতির ভিত্তি হচ্ছে দশ।
'মি'
Page 32 of 60
৩২. ১৯৭১ সালে সর্বপ্রথম আমেরিকার ইনটেল কোম্পানি মাইক্রোপ্রসেসর তৈরি করে।
'স'
Page 33 of 60
৩৩. Linux একটি Application software।
'মি'
Page 34 of 60
৩৪. স্ক্যানার এক ধরনের ইনপুট ডিভাইস। '
'স
Page 35 of 60
৩৫. প্লটার এক ধরনের প্রিন্টার।
'স'
Page 36 of 60
৩৬. Report-এর কাজ হলো File কে প্রদর্শন করা।
'মি'
Page 37 of 60
৩৭. MS-Word-এ বানান শুদ্ধ করার জন্য Spelling checker ব্যবহৃত হয়।
'স'
Page 38 of 60
৩৮. Copy করার কীবোর্ড কমান্ড হচ্ছে Ctrl+X ।
'মি
Page 39 of 60
৩৯. HTML একটি-
(ক) ইন্টারনেট প্রোটোকল
(খ) টপোলজি
(গ) টেক্সটভিত্তিক প্রোগ্রাম ভাষা
(ঘ) মিডিয়ার নাম
Page 40 of 60
৪০. বি.সি.ডি (BCD) কোড-এর পূর্ণরূপ-
(ক) Binary Coded Decimal
(খ) Binary Coded Data
(গ) Bangladesh Coded Data
(ঘ) Binary Computer Data
Page 41 of 60
৪১. =Log(1000)r- এর মান হবে
(ক) 10
(খ) 100
(গ) 3
(ঘ) 1
Page 42 of 60
৪২. রহিমের জন্মতারিখ ২৪-শে অক্টোবর, ২০০১ রেকর্ড সন্নিবেশনের জন্য ফিল্ডের ধরন হবে-
(ক) Text type
(খ) Number type
(গ) Data type
(ঘ) OLE type
Page 43 of 60
৪৩. কোন সাল থেকে ইন্টারনেটের কার্যক্রম শুরু হয়?
(ক) 1994
(খ) 1990
(গ) 1987
(ঘ) 1995
Page 44 of 60
৪৪. ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার ট্যাব 'কী' একবার চাপলে কতটুকু জায়গা সরে?
(ক) এক ইঞ্চি
(খ) আধা ইঞ্চি
(গ) দেড় ইঞ্চি
(ঘ) দু'ইঞ্চি
Page 45 of 60
৪৫. বাংলা যুক্তাক্ষর টাইপ করার জন্য কোন ইংরেজি বোতাম লিঙ্ক হিসেবে ব্যবহৃত হয়?
(ক) F
(খ) G
(গ) H
(ঘ) E
Page 46 of 60
৪৬. একটি ওয়ার্কবুকে সাধারণত কয়টি ওয়ার্কশিট থাকে?
(ক) ১টি
(খ) ৩টি
(গ) ৪টি
(ঘ) ৫টি
Page 47 of 60
৪৭. Replace কীবোর্ড কমান্ড কোনটি?
(ক) Alt+F
(খ) Ctrl+H
(গ) Alt+G
(ঘ) Ctrl+R
Page 48 of 60
৪৮. MS-Word-এর কোন মেন্যুতে মেইল মার্জ কমান্ড থাকে?
(ক) File
(খ) Edit
(গ) Tools
(ঘ) View
Page 49 of 60
৪৯. MS-Access-এর ক্ষেত্রে Relation হচ্ছে-
(ক) Record
(খ) Table
(গ) Data
(ঘ) Information
Page 50 of 60
৫০. 2H2O=H2+O2 সূত্র লেখার জন্য ব্যবহৃত হয়-
(ক) Format > Font > Superscript
(খ)Format > Font > Shadow
(গ) Format > Font > Engrave
(ঘ)Format > Font > Subscript
Page 51 of 60
৫১. What is your citizenship?
Bangladesh is my citizenship.
Page 52 of 60
৫২. Why is 21st February memorable?
21st February memorable for International mother language day.
Page 53 of 60
৫৩. আমার বাবা একজন সরকারি চাকরিজীবী।
My father is a government employee.
Page 54 of 60
৫৪. রাজু দৈনিক সংবাদপত্র পড়ছে?
Raju reads newspaper regularly.
Page 55 of 60
৫৫. তুমি কী ভাত খেয়েছ?
Have you eaten rice?
Page 56 of 60
৫৬. সদা সত্য কথা বলবে।
Always speak the truth
Page 57 of 60
৫৭. আমি একসপ্তাহ যাবত জ্বরে ভুগছি? I
have been suffering fever for one week
Page 58 of 60
৫৮. Two and two …………………. four.
make
makes
making
Page 59 of 60
৫৯. My mother ……………….. home yesterday. (goes / gone / went?
goes
gone
went
Page 60 of 60
৬০. Look ……………….. the moon. (at / in / on)
at
in
on
November 25, 2022
July-December 2017
Start Quiz
Page 1 of 42
File ও Folder কী ?
যখন কোন Document কে কোন নাম দিয়ে সংরক্ষন করা হয় তখন তাকে ফাইল বলে। ফোল্ডারঃ-ফোল্ডারের মধ্যে ফাইল রাখা হয়।তাচাড়াও ফোল্ডারের মধ্যে ফোল্ডার ও রাখা যায়।.যখন কোন Document কে কোন নাম দিয়ে সংরক্ষন করা হয় তখন তাকে ফাইল বলে। ফোল্ডারঃ-ফোল্ডারের মধ্যে ফাইল রাখা হয়।তাচাড়াও ফোল্ডারের মধ্যে ফোল্ডার ও রাখা যায়।.
Page 2 of 42
Computer Virus কী ?
কম্পিউটারের পরিভাষায় ভাইরাস শব্দের পূর্ণরূপ -Vital Information Resoureces Under Seize, যার অর্থ গুরত্বপূর্ন অর্থগুলো বাজেয়াপ্ত করা হয়েছে।
Page 3 of 42
Cell Address কী ?
ওয়ার্কশীট এর প্রতিটি ঘরকেই সেল বলা হয় ।সেল সমূহের অ্যাড্রেস নির্ধারণ করা হয় রো ও কলাম দ্বারা। অথ্যাৎ রো ও কলাম দ্বারা কোন সেলকে নির্ণয় করাকেই সেল অ্যাড্রেস বলা হয় ।
Page 4 of 42
দুটি Spreadsheet সফটওয়্যারের নাম লেখ ।
এম এস অ্যাক্সেল ,ওরাকল
Page 5 of 42
database কী ?
শাব্দিক অর্থে ডাটাবেস হচ্ছে কোন সম্পর্কিত বিষয়ের উপর ব্যাপক তথ্য বা উপাত্তের সমাবেশ।
Page 6 of 42
File ও Record এর মাঝে একটি পার্থ্যক্য লেখ।
ডাটা টেবিলের ফিল্ডসমূহের অধীনে যেসব তথ্যাবলী সারি বা সারিসমূহ এন্ট্রি করা হয় উক্ত প্রতিটি সারির তথ্যাবলি হল রেকর্ড। অপরদিকে ফাইল হচ্ছে এক বা একাধিক টেবিল বা তথ্যের আঁধার।
Page 7 of 42
Table merge করা বলতে কী বুঝায় ?
দুটো টেবিলকে একত্র করাকে টেবিল মার্জ বলে।
Page 8 of 42
Primary Key কী /
Primary Key এমন একটি Key যা একক ভাবে সনাক্ত হবে।কোনো টেবিল এর কোনো Field এ Primary key set করলে Data entry এর সময় কোন ফিল্ড ফাকা রেখে অন্য ফিল্ডে যাওয়া যাবে না এবং Field এ ডাবল কোন কিছু লেখা যাবে না।
Page 9 of 42
ইমেইল এর ক্ষেত্রে CC ও BCC কী ?
CC এর পূর্নরূপ হলো কার্বন কপি এবং BCC এর পূর্নরূপ ব্লাইন্ড কার্বন কপি । CC এর মাধ্যমে কোন মেইল প্রেরন করলে সেখানে সেন্ডারের ইমেইল অ্যাড্রেস সো করবে ।কিন্তু BCC এ মাধ্যমে কোন ইমেইল প্রেরণ করলে সেখানে প্রেরকের অ্যাড্রেস সো করবে না ।
Page 10 of 42
Text alingment কয় ধরনের ?
টেক্সট অ্যালাইনমেন্ট চার প্রকার।
Page 11 of 42
দুটি জনপ্রিয় Search engine এর নাম লেখ – Google, Yahoo
Google, Yahoo
Page 12 of 42
Home Page কী ?
একটি ওয়েব পেইজের প্রাথমিক বা প্রধান পেজ হচ্ছে হোম পেইজ। ওয়েব পেইজের সব ধরনের সংক্ষিপ্ত বিবরণ থাকে এই হোম পেজে।
Page 13 of 42
Save ও Save as এর মাঝে ১টি পার্থক্য লেখ ।
কোন ডকুমেন্ট তৈরী করার পর সেটিকে প্রথম বারের মত সেভ করতে চাইলে Saveব্যাবহার করা হয় । আর পূর্বের কোন ডকুমেন্ট এ নতুন কোন অবজেক্ট সংযোগ করার প্রয়োজন হলে তখন Save as ব্যাবহার করা হয় ।
Page 14 of 42
BIOS এ পূর্ণরূপ হলো………………।
Basic Input Output System.
Page 15 of 42
RAM একটি ……………..মেমোরি।
অস্থায়ী
Page 16 of 42
Linux হলো ……………….সফটওয়্যার।
অপারেটিং
Page 17 of 42
A4 কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে …….ইঞ্চি ও………………ইঞ্চি।
১১.৬৯ ইঞ্চি ও ৮.২৭
Page 18 of 42
৮-বিট সমান……………বাইট ।
এক(১)
Page 19 of 42
ই-মেইল অ্যাকাউন্ট বন্ধ করার জন্য ………..বাটনে ক্লিক করতে হয়।
Sign Out
Page 20 of 42
OMR একটি …………ডিভাইস।
ইনপুট
Page 21 of 42
ডাটার গড় মান নির্ণয়ের জন্য ……….ফাংশন ব্যাবহৃত হয় ।
Average
Page 22 of 42
Record হলো কতগুলো …………..এর সমষ্টি।
ফিল্ড
Page 23 of 42
MS-Word এ ইংরেজী ভুল বানান শুদ্ধ করার জন্য ………মেন্যু ব্যাবহৃত হয়।
Tools
Page 24 of 42
Copy ও Paste এর ‘কী’ বোর্ড কমান্ড যথাক্রমে………..ও………….।
Ctrl+C ও Ctrl+V
Page 25 of 42
ডকুমেন্টের সব পৃষ্টা Print করতে Print dialog box -এ ………….Select করতে হয়
SELECT ALL
Page 26 of 42
MS office প্রোগ্রামে নতুন File Save করলে Default folder হিসাবে …………….ফোল্ডার জমা হয় ।
ডকুমেন্ট
Page 27 of 42
পঞ্চম প্রজন্মের কম্পিউটারের প্রধান বৈশিষ্ট হলো Artifficial Intelligence (Al) -এর ব্যাবহার।
স
Page 28 of 42
Copy-Paste ও Cut-Paste এর মাঝে কোনো পার্থক্য নেই।
মি
Page 29 of 42
A-Z পর্যন্ত Key গুলোকে Numeric Key বলে।
মি
Page 30 of 42
ফাইলের ভিতর Folder ও File উভয়ই থাকতে পারে।
মি
Page 31 of 42
ফাইলের ভিতর Folder ও File উভয়ই থাকতে পারে। মি Recycle bin এর data ফিরিয়ে আনা যায় ।
স
Page 32 of 42
Worksheet হলো Workbook এর অংশ।
স
Page 33 of 42
Ctrl+Alt+V এই Keyboard কমান্ডটি বাংলা ইংরেজী মোডে Keyboard পরিবর্তনের জন্য ব্যাবহৃত হয় ।
মি
Page 34 of 42
Ctrl+Alt+V এই Keyboard কমান্ডটি বাংলা ইংরেজী মোডে Keyboard পরিবর্তনের জন্য ব্যাবহৃত হয় ।
মি
Page 35 of 42
ম্যাক্রোর কাজ নতুন কমান্ড তৈরী করা ।
স
Page 36 of 42
Text box এর কিছু লেখা যায় না।
মি
Page 37 of 42
পিপীলিকা’ একটি বাংলা সার্চ ইন্জিন।
স
Page 38 of 42
Nikosh একটি বাংলা Font এর নাম ।
স
Page 39 of 42
MS-Access একটি Programming language ।
মি
Page 40 of 42
কোনটি অপারেটিং সিস্টেম?
Avast
Linux
Press
cale
Page 41 of 42
USB এর পূর্ণরূপ হলো-
Uni Serial Bus
Universal Serial Bus
Uni System Bus
Unicode System Bus
Page 42 of 42
নিচের কোনটি বাংলা সফটওয়্যার ?
বিজয়
অভ্র
প্রশিকা
সবগুলো
November 25, 2022
জানুয়ারি-জুন ও এপ্রিল-জুন ২০১৯
Start Quiz
Page 1 of 45
১. প্রথম ইলেক্ট্রনিক কম্পিউটারের নাম কী?
ABC (Atanasof Barry Computer)।.
Page 2 of 45
২. ফার্মওয়্যার কী?
ফার্মওয়্যার হলো এক বিশেষ ধরণের সফটওয়্যার যেটা বিশেষ ধরণের হার্ডওয়্যারকে নির্দেশ করে তৈরি করা হয়। ফার্মওয়্যার ROM এ থাকে।.
Page 3 of 45
৩. ডিজিটাল কম্পিউটারের মূলভিত্তি কী?
It was IC (Integrated Circuit)..
Page 4 of 45
৪. আই.পি.এস (IPS) কী?
আই.পি.এস এর পূর্ণনাম হলো ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই (Instant Power supply)।.
Page 5 of 45
৫. ফর্মুলা কী?
ফর্মুলা অর্থ সূত্র।.
Page 6 of 45
৬. ডাটাবেসের বিভিন্ন উপাদানগুলো কী কী?
টেবিল, ফিল্ড, রেকর্ড, ডাটা ইত্যাদি।
Page 7 of 45
৭. রিসাইকেল বিন (Recycle Bin) কী?
ডিলিট করা ডাটা সংরক্ষণ করা ও পুনরায় ফিরিয়ে দেওয়া।.
Page 8 of 45
৮. ফোল্ডার তৈরি করা হয় কীভাবে?
মাউস এর ডান বাটন ক্লিক করে নিউ থেকে ফোল্ডার।.
Page 9 of 45
৯. Slide design কী?
পাওয়াপয়েন্ট এ স্লাইডকে সুন্দরভাবে সাজানো।.
Page 10 of 45
১০. অন-লাইন সংযোগ বলতে কী বোঝায়?
কম্পিউটার এর সাথে মোডেম বা ইন্টারনেট কানেকশন।.
Page 11 of 45
১১. MS-Access-এ ক্যুয়েরি (Query) বলতে কী বোঝায়?
একাধিক টেবিল থেকে কোন তথ্য খুজে বের করা।.
Page 12 of 45
১২. দুটি Spreadsheet software-এর নাম লেখ?
একাধিক সেল একত্রিত করা।.
Page 13 of 45
১৩. Merge cell-এর কাজ কী?
একাধিক সেল একত্রিত করা।.
Page 14 of 45
১৪. কম্পিউটার সংগঠনের প্রধান অংশ …………………… টি।
৩ (তিন).
Page 15 of 45
১৫. মাল্টিমিডিয়া শব্দের অর্থ ……………………।
বহুমাধ্যম।.
Page 16 of 45
১৬. উইন্ডোজ স্ক্রীন …………………… করা যায়।
কাস্টমাইজ।.
Page 17 of 45
১৭. কোনো কোনো মাউসের মাজখানেও …………………… বাটন থাকে।
ক্লিক।.
Page 18 of 45
১৮. Virus শব্দের পূর্ণরূপ ……………………।
Vital Information Resources Under Seize।.
Page 19 of 45
১৯. ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক এর সংক্ষিপ্ত রূপ হলো ……………………।
ইন্টারনেট।.
Page 20 of 45
২০. নতুন প্রেজেন্টেশন তৈরির জন্য …………………… ব্যবহৃত হয়।
পাওয়ারপয়েন্ট।.
Page 21 of 45
২১. ম্যাক্রো হলো ডাটাবেসের একটি শক্তিশালী ……………………।
কমান্ড।.
Page 22 of 45
২২. Pen Drive সংযুক্ত করার জন্য …………………… port ব্যবহৃত হয়।
USB..
Page 23 of 45
২৩. Caps Lock on থাকলে লেখা …………………… Case-এর হয়।
Upper..
Page 24 of 45
২৪. মেমোরির একক হচ্ছে……………………।
বাইট।.
Page 25 of 45
২৫. Goal seek অপশনটি …………………… Menu-এর অধীনে।
Tools..
Page 26 of 45
২৬. Accounting কাজে মূলত …………………… প্যাকেজ ব্যবহৃত হয়।
এক্সেল..
Page 27 of 45
২৭. উইন্ডোজ চালু করার জন্য Task Bar-এ ক্লিক করতে হয়।
'মি'।.
Page 28 of 45
২৮. এক্সেলের ওয়ার্কশীট হলো 'কলাম' ও 'রো-এর সমন্বয়ে গঠিত হয়।
'স'.
Page 29 of 45
২৯. স্লাইড শো-এর জন্য Shift+F6 ফাংশন 'কী' চাপতে হয়।
'মি'.
Page 30 of 45
৩০. ইন্টারনেট সংযোগ নিতে হলে প্রিন্টার একান্ত প্রয়োজন।
'মি'.
Page 31 of 45
৩১. অকটাল পদ্ধতির ভিত্তি হচ্ছে দশ।
'মি'.
Page 32 of 45
৩২. ১৯৭১ সালে সর্বপ্রথম আমেরিকার ইনটেল কোম্পানি মাইক্রোপ্রসেসর তৈরি করে।
'স'
Page 33 of 45
৩৩. Linux একটি Application software।
'মি'.
Page 34 of 45
৩৪. স্ক্যানার এক ধরনের ইনপুট ডিভাইস।
'স'.
Page 35 of 45
৩৫. প্লটার এক ধরনের প্রিন্টার।
'স'.
Page 36 of 45
৩৬. Report-এর কাজ হলো File কে প্রদর্শন করা।
'মি'.
Page 37 of 45
৩৭. MS-Word-এ বানান শুদ্ধ করার জন্য Spelling checker ব্যবহৃত হয়।
'স'.
Page 38 of 45
৩৮. Copy করার কীবোর্ড কমান্ড হচ্ছে Ctrl+X ।
'মি'.
Page 39 of 45
৩৯. HTML একটি-
(ক) ইন্টারনেট প্রোটোকল
(খ) টপোলজি
(গ) টেক্সটভিত্তিক প্রোগ্রাম ভাষা
(ঘ) মিডিয়ার নাম
Page 40 of 45
৪০. বি.সি.ডি (BCD) কোড-এর পূর্ণরূপ-
(ক) Binary Coded Decimal
(খ) Binary Coded Data
(গ) Bangladesh Coded Data
(ঘ) Binary Computer Data
Page 41 of 45
৪১. =Log(1000)r- এর মান হবে
(ক) 10
(খ) 100
(গ) 3
(ঘ) 1
Page 42 of 45
৪২. রহিমের জন্মতারিখ ২৪-শে অক্টোবর, ২০০১ রেকর্ড সন্নিবেশনের জন্য ফিল্ডের ধরন হবে-
(ক) Text type
(খ) Number type
(গ) Data type
(ঘ) OLE type
Page 43 of 45
৪৩. কোন সাল থেকে ইন্টারনেটের কার্যক্রম শুরু হয়?
(ক) 1994
(খ) 1990
(গ) 1987
(ঘ) 1995
Page 44 of 45
৪৪. ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার ট্যাব 'কী' একবার চাপলে কতটুকু জায়গা সরে?
(ক) এক ইঞ্চি
(খ) আধা ইঞ্চি
(গ) দেড় ইঞ্চি
(ঘ) দু'ইঞ্চি
Page 45 of 45
৪৫. বাংলা যুক্তাক্ষর টাইপ করার জন্য কোন ইংরেজি বোতাম লিঙ্ক হিসেবে ব্যবহৃত হয়?
(ক) F
(খ) G
(গ) H
(ঘ) E
November 25, 2022
অক্টোবর-ডিসেম্বর ও জুলাই-ডিসেম্বর ২০১৯
Start Quiz
Page 1 of 60
১. সফটওয়্যার কী?
কোন সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে লিখিত সুশৃংখল কতকগুলো নির্দেশের সমষ্টিকে প্রোগ্রাম বা সফটওয়্যার বলে।.
Page 2 of 60
২. ফুটার কী?
একটি ডকুমেণ্টের সকল পেজের নীচের অংশে একই তথ্য ধারাবাহিকভাবে বা পুনরাবৃত্তি করার জন্য যে অংশ ব্যবহৃত হয় তাকে ফুটার বলে।.
Page 3 of 60
৩. Mail merge বলতে কী বোঝায়?
একটি চিঠি বিভিন্ন ঠিকানায় পাঠানোই হচ্ছে Mail merge।.
Page 4 of 60
৪. অপারেটিং সিস্টেম কী?
অপারেটিং সিস্টেম হলো কতগুলো প্রোগ্রামের সমষ্টি, যা কোন কম্পিউটার সিস্টেমের রিসোর্সসমূহকে নিয়ন্ত্রণ, পর্যবেক্ষণ ও তত্বাবধান করে।.
Page 5 of 60
৫. Primary key কী?
হচ্ছে এমন একটি কলাম বা একাধিক কলামের সমষ্টি যা টেবিলের প্রতিটি রেকর্ড আলাদা আলাদা নির্দেশ করে।.
Page 6 of 60
৬. দুটি Antivirus সফটওয়্যারের নাম লেখ?
Avast, AVG..
Page 7 of 60
৭. SQL কী কাজে ব্যবহৃত হয়?
বিভিন্ন ডাটাবেস থেকে ডাটা নিয়ে কাজ করার জন্য SQL ব্যবহৃত হয়।.
Page 8 of 60
৮. BIOS কী?
Basic Input Output System..
Page 9 of 60
৯. Spread sheet software program কী?
Spread sheet শব্দটির আভিধানিক অর্থ ছড়ানো পাতা। গ্রাফ কাগজের ন্যায় অসংখ্য আয়তাকার ঘর সম্বলিত বড় শীটকে Spread sheet বলা হয়। যে প্রোগ্রামে এই Spread sheet থাকে তাকেই Spread sheet software program বলে।.
Page 10 of 60
১০. হাইপার লিঙ্ক বলতে কী বোঝায়?
একটি ওয়েব পেজের সাথে অপর এক বা একাধিক ওয়েব পেজের সংযোগ (link) স্থাপন করা হয়। এভাবে স্থাপিত সংযোগকে হাইপার লিঙ্ক বলা হয়।.
Page 11 of 60
১১. Pen drive কে I / O ডিভাইস বলা হয় কেন?
কে কম্পিউটারের একটি সহায়ক মেমরি হিসেবে ব্যবহার করা হয়। এর সাহায্যে ডাটা ইনপুট এবং আউটপুট করা যায় সাথে আউটপুটকৃত ডাটা স্টোর করা যায়, বিধায় এই কারণে Pendrive-কে I / O ডিভাইস বলা হয়।
Page 12 of 60
১২. বিট ও বাইট কী
বিটঃ বাইনারী নম্বর পদ্ধতিতে ব্যবহৃত অংক ০(শূন্য) এবং ১(এক)-কে বিট বলে। বাইটঃ আট বিটে এক বাইট হয়। এরুপ ৮ বিটের কোড দিয়ে যেকোন বর্ণ, অংক বা বিশেষ চিহ্নকে প্রকাশ করা হয়ে থাকে।.
Page 13 of 60
১৩. কম্পিউটার নেটওয়ার্ক কাকে বলে?
আন্তসংযোগ বিশিষ্ট দুই বা ততোধিক কম্পিউটারকে যখন একটি ডাটা কমিউনিকেশন ব্যবস্থায় নিয়ে আসা হয় তখন তাকে কম্পিউটার নেটওয়ার্ক বলে।.
Page 14 of 60
১৪. A4 কাগজের Size হলো দৈর্ঘ্য ও প্রস্থ ।
দৈর্ঘ্য ১১.৬৯ ইঞ্চি ও প্রস্থ ৮.২৭ ইঞ্চি
Page 15 of 60
১৫. MS-word-এর কোনো ফাইলের Extension হলো ।
.docx / .doc.
Page 16 of 60
১৬. Recycle Bin ফোল্ডারে করা ফাইল জমা হয়।
ডিলেট / Delete.
Page 17 of 60
১৭. 1 TB= GB.
1000.
Page 18 of 60
১৮. A1 থেকে E1 cell গুলোর যোগফলের সূত্র হলো ।
=SUM(A1:A5) Enter..
Page 19 of 60
১৯. সাধারণত চিঠিপত্র ও দলিল-দস্তাবেজ লেখার জন্য প্রোগ্রাম ব্যবহৃত হয়।
MS-word
Page 20 of 60
২০. Pen drive সংযুক্ত করার জন্য Port ব্যবহৃত করা হয়।
USB.
Page 21 of 60
২১. Microsoft excel-16 প্রোগ্রামে টি Row আছে।
1048576.
Page 22 of 60
২২. Page break করার কীবোর্ড কমান্ড ।
Ctrl + Enter.
Page 23 of 60
২৩. Data paste করার কীবোর্ড কমান্ড ।
Ctrl + V.
Page 24 of 60
২৫. Text alignment প্রকার
৪ (চার) প্রকার.
Page 25 of 60
২৪. ওয়ার্কশিটের কোনো সেল নির্দেশ করা হয় ও দিয়ে।
Column, Row.
Page 26 of 60
২৬. Undo করার কীবোর্ড কমান্ড ।
Ctrl + Z.
Page 27 of 60
২৭. ফোল্ডারের ভেতর ফাইল ও ফোল্ডার উভয়ই থাকতে পারে।
'স'.
Page 28 of 60
২৮. Copy paste ও Cut paste-এর মাঝে কোণো পার্থক্য নেই।
'মি'.
Page 29 of 60
২৯. ই-মেইল অ্যাকাউন্ট বন্ধ করার জন্য Sign out ক্লিক করতে হয়।
'স'.
Page 30 of 60
৩০. ওয়ার্কশিট ওয়ার্কবুকের অংশবিশেষ।
'স'.
Page 31 of 60
৩১. একটি কম্পিউটারে একই সাথে দুটি System software ওপেন করা যায়।
'মি'.
Page 32 of 60
৩২. Scanner একটি Output device.
'মি'.
Page 33 of 60
৩৩. কতগুলো সম্পর্কযুক্ত Record-এর সমষ্টিই হলো Table.
'স'.
Page 34 of 60
৩৪. OR একটি Logical ফর্মুলা।
'স'.
Page 35 of 60
৩৫. Google একটি Browser.
'মি'.
Page 36 of 60
৩৬. কম্পিউটারের প্রক্রিয়াকরণ অংশ হচ্ছে Microprocessor.
'মি'.
Page 37 of 60
৩৭. Windows 7 একটি Application software.
'মি'.
Page 38 of 60
৩৮. ম্যক্রোর কাজ নতুন কমান্ড তৈরি করা।
'স'.
Page 39 of 60
৩৯. বিজয় চালু করতে চাপতে হয়-
(ক) Ctrl + Shift + B
(খ)Ctrl + Alt + B
(গ)Ctrl + Alt + A
(ঘ)Ctrl + B
Page 40 of 60
৪০. ছবি, টেক্সট, গ্রাফ ইত্যাদির ক্ষেত্রে কোন Objectটি ব্যবহৃত হয়?
(ক) Hyperlink
(খ) OLE
(গ) Text
(ঘ) Yes / No
Page 41 of 60
৪১. ফার্মওয়্যার হচ্ছে-
(ক) RAM
(খ) ROM
(গ) HDD
(ঘ) কোনটিই নয়
Page 42 of 60
৪২. কোনটি Antivirus নয়?
(ক) Avast
(খ) Linux
(গ) AVG
(ঘ) Norton
Page 43 of 60
৪৩. Slide object বলা হয়-
(ক)Slide-এর একাধিক অংশকে
(খ)Slide-এর বিশিষ্ট অংশকে
(গ)Slide-এর সংশ্লিষ্ট অংশকে
(ঘ)Slide-এর প্রতিটি অংশকে
Page 44 of 60
৪৪. ডাটাবেস টেবিলে Primary key নির্ধারণ করা হয়-
(ক) Relation সৃষ্টির জন্য
(খ) Table তৈরির জন্য
(গ) Design করার জন্য
(ঘ) Table import করার জন্য
Page 45 of 60
৪৫. চলমান প্রসেস বাতিলের জন্য ব্যবহৃত হয়-
(ক) Del
(খ) ESC
(গ) Space
(ঘ) Ctrl
Page 46 of 60
৪৬. হেডার অংশ কী?
(ক) পৃষ্ঠার ওপরের অংশের টাইটেল
(খ)পৃষ্ঠার নীচের অংশের টাইটেল নটিই নয়। v
(গ) মার্জিনের নীচের অংশ 4
(ঘ) কোনটিই নয়।
Page 47 of 60
৪৭. একটি ফিল্ডের নাম লিখতে সর্বোচ্চ কয়টি ক্যারেক্টার ব্যবহার কয়ার হয়?
(ক) ৪০ টি
(খ)৩৩ টি
(গ)২১ টি
(ঘ)৬৪ টি
Page 48 of 60
৪৮. File close-এর কীবোর্ড Command কোনটি?
(ক) Ctrl + Oc
(খ)Ctrl + W
(গ)Alt + O
(ঘ)Ctrl + F4
Page 49 of 60
৪৯. কোনটি Primary memory?
(ক) RAM
(খ) ROM
(গ) Pen drive
(ঘ) HDD
Page 50 of 60
৫০. Print-এর কীবোর্ড Command কোনটি?
(ক)Ctrl + C
(খ)Ctrl + P
(গ)Ctrl + X
(ঘ)Ctrl + N
Page 51 of 60
৫১. How many zillas are there in Bangladesh.
There are 64 zillas in Bangladesh.
Page 52 of 60
৫২. How old are you?
I am 25 Years Old.
Page 53 of 60
৫৩. আমি একজন ছাত্র।
It was I am a student..
Page 54 of 60
৫৪. গাছে কাক ডাকছে।
The crow is calling on the tree..
Page 55 of 60
৫৫. সে গতকাল বাড়ি গেল।
He/She went home yesterday..
Page 56 of 60
৫৬. তুমি কি অসুস্থ?
Are you sick?.
Page 57 of 60
৫৭. সূর্য ওঠার আগেই বৃষ্টি থেমে গেল।
The rain stopped before the sun rose..
Page 58 of 60
৫৮. He is one-eyed man.
a
an
the
Page 59 of 60
৫৯. It has been raining Thursday last.
from
for
since
Page 60 of 60
৬০. Give bad habits. (away / over /
away
over
up
November 25, 2022
January March 2018
Start Quiz
Page 1 of 42
Application software কী ?
ব্যাবহারিক সমস্যা সমাধান বা তথ্য প্রক্রিয়াকরণের জন্য ব্যাবহৃত প্রোগ্রামকে ব্যাবহারিক প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলা হয় ।
Operating System কে Application Software বলা হয় । Mail মার্জ বলতে কী বুঝায়?
Page 2 of 42
Mail মার্জ বলতে কী বুঝায়?
একই চিঠি ,মেইলিং লেবেল বা বিঙ্গপ্তি যদি বিভিন্ন ঠিকানায় ভিন্ন ভিন্ন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের নিকট পাঠানোর প্রয়োজন হয়,তখন উক্ত চিঠির সাথে ভিন্ন ভিন্ন ঠিকানাকে একত্র করে খুব অল্প সময়ে পূর্ণাঙ্গ চিঠি গঠন করার পদ্ধতিকে মেইল মার্জ বলে।
একই চিঠি ,মেইলিং লেবেল বা বিঙ্গপ্তি যদি বিভিন্ন ঠিকানায় ভিন্ন ভিন্ন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের নিকট পাঠানোর প্রয়োজন হয়,তখন উক্ত চিঠির সাথে ভিন্ন ভিন্ন ঠিকানাকে একত্র করে খুব অল্প সময়ে পূর্ণাঙ্গ চিঠি গঠন করার পদ্ধতিকে মেইল মার্জ বলে।.
Page 3 of 42
ডাটাবেসের বিভিন্ন উপাদানগুলো কী কী ?
টেবিল,কলাম,পেইজ
ডাটা, রেকর্ড,ফিল্ড
Page 4 of 42
Worksheet ও Workbook কী ও
য়ার্কবুক সুবিশাল শিটের যে অংশ কাজ করা হয়,তাকে ওয়ার্কবুক বলে।ওয়ার্কবুকে মূলত বিভিন্ন ধরনের গাণিতিক কার্যাবলী সম্পাদন করা হয় । ওয়ার্কশীটঃ মাইক্রোসফট এক্সেলের স্প্রেডশিট বিভিন্ন তথ্য সন্নিবেশিত করে তা বিশ্লেষন বা পরিগণনা করা হয়। কাজ করার পর ভবিষৎতে ব্যাবহারের জন্য কোনো নামে ডিস্ক সংরক্ষন করা যায়। সংরক্ষিত স্প্রেডশিটকে ফাইল বা ওয়ার্কশীট বলা হয় ।
হয় । ওয়ার্কশীটঃ সুবিশাল শিটের যে অংশ কাজ করা হয়,তাকে ওয়ার্কশিট বলে।ওয়ার্কশীটে মূলত বিভিন্ন ধরনের গাণিতিক কার্যাবলী সম্পাদন করা হয় । ওয়ার্কবুকঃ মাইক্রোসফট এক্সেলের স্প্রেডশিট বিভিন্ন তথ্য সন্নিবেশিত করে তা বিশ্লেষন বা পরিগণনা করা হয়। কাজ করার পর ভবিষৎতে ব্যাবহারের জন্য কোনো নামে ডিস্ক সংরক্ষন করা যায়। সংরক্ষিত স্প্রেডশিটকে ফাইল বা ওয়ার্কবুক বলা হয় ।
Page 5 of 42
MS-Excel-এ আয়তাকার অসংখ্য ঘরগুলোকে কী বলে ?
MS-Excel-এ আয়তাকার অসংখ্য ঘরগুলোকে বলা হয় সেল।
MS-Excel-এ আয়তাকার অসংখ্য ঘরগুলোকে বলা হয় টেবিল।
Page 6 of 42
কম্পিউটার পরিচালনায় windows সফটওয়্যারের প্রয়োজনীয়তা কী ?
অপারেটিং সিস্টেম সফটওয়্যারকে উইন্ডোজ সফটওয়্যার ও বলা হয় । অপারেটিং সিস্টেম কম্পিউটারের হার্ডওয়ার কে সচল করে।যদি কোনো কম্পিউটারে কোনো অপারেটিং সিস্টেম না থাকে তাহলে সেই কম্পিউটারে কাজ করা সম্ভব নয়। তাই কম্পিউটার চালাতে হলে কোন না কোন অপারেটিং সিস্টেম থাকতেই হবে।
কম্পিউটার চালানোর জন্য অপারেটিং সিস্টেম এর প্রয়োজন পরে না,কম্পিউটারের ভেতরের হার্ডওয়ার অপারেটিং সিস্টেম ছাড়া আরও ভালোভাবে সচল থাকতে পারে।
Page 7 of 42
Excel-এ “=”চিন্হ কখন ব্যাবহৃত হয় ?
হিসাব করার জন্য ব্যাবহৃত হয়
ফর্মূলা লেখার জন্য ব্যাবহৃত হয়।
Page 8 of 42
গ্রাফ বা চার্ট কী ?
গাণিতিক তথ্যসমূহের চিত্রসময় উপস্থাপনকে গ্রাফ বা চার্ট বলে।
এম এস এক্সেল এ হিসাব নিকাশ করাকে চার্ট বলে।
Page 9 of 42
Speaker notes কী ?
স্পিকার নোট হলো পাওয়ার পয়েন্ট স্লাইডে একটি হিডেন এরিয়া। এটি উপস্থাপকের জন্য একটি রেফারেন্স হিসাবে কাজ করে।
স্পিকার নোট হলো এমন এক প্রক্রিয়া যেটা একটি হিডেন এরিয়া।
Page 10 of 42
MS-Access এর কুয়েরি কেন ব্যাহার করা হয় ?
উত্তরটি সঠিক নয়
বিপুল পরিমান তথ্য সম্বলিত ডাটাবেস থেকে প্রয়োজনীয় যে কোন তথ্য কিংবা রেকর্ডসমূহ খুব সহজে এবং অত্যন্ত দ্রুত খুজে বের করার জন্য কুয়েরি ব্যাবহার করা হয়।
Page 11 of 42
Yahoo messenger এর কাজ কী ?
সার্চ ইন্জিন
Chatting করা, Text,audio,Video ইত্যাদী মেসেজ পাঠানো
Page 12 of 42
হাইপার লিংক বলতে কী বোঝায় ?
একটি ওয়েব পেইজের সাথে অন্য কোন ওয়েব পেইজের সংযোগ না থাকলে তখন তাকে হাইপারলিংক বলা যায়।
একটি ওয়েব পেইজের সাথে অপর একটি ওয়েব পেইজের সংযোগ স্থাপন করা যায়।এভাবে স্থাপিত সংযোগকে হাইপার লিংক বলা হয়।
Page 13 of 42
ENIAC এ পূর্ণনাম কী ?
Electrical Numerical Integrator and Calculate.
Electrical Numerical Integrator and Calculator.
Electric Numerical Integrator and Calculator.
Page 14 of 42
Page break এর কাজ হলো…………..করা।
দুটি পৃষ্ঠাকে এক পৃষ্ঠায় রূপান্তর করা
পৃষ্ঠাকে দ্বিখন্ডিত করা
Page 15 of 42
ইন্টারনেটে বাংলা লেখার জন্য ব্যাবহৃত হয় ।
বিজয় বাংলা,অভ্র সফটওয়্যার
ইউনিক
Page 16 of 42
'OR'একটি ………..ফর্মূলা।
লজিক্যাল
ইলিগ্যাল
Page 17 of 42
স্লাইড শো এর জন্য ……….ফাংশন ’কী’ চাপতে হয়।
F5
F6
Page 18 of 42
ম্যাক্রো হলো ডাটাবেসের একটি শক্তিশালী………।
উপাদান
উপকরন
Page 19 of 42
Primary Key এর কাজ হলো…………….।
ইউনিক ’কী’ তৈরী করা।
ইউনিএইড ‘কী’ তৈরী করা
Page 20 of 42
ইলেকট্রনিক মেইলকে সংক্ষেপে …………বলে।
ইলেকট্রনিক্স মেইল
ই-মেইল
Page 21 of 42
উইন্ডোজ স্কিন ……………..করা যায়।
ছোট/বড়
উল্টানো
Page 22 of 42
কম্পিউটার সংগঠনের প্রধান অংশ……….টি ।
৬
৭
৩
Page 23 of 42
Mozilla Firefox হলো এক ধরনের…………..।
ওয়েব ব্রাউজার
সার্চ ইন্জিন
Page 24 of 42
স্ক্যানার একপ্রকার…………………ডিভাইস।
আউটপুট
ইনপুট
Page 25 of 42
undo করার জন্য সংক্ষিপ্ত Command…………।
Ctrl+Y
Ctrl+Z
Page 26 of 42
ভাইরাস প্রটেক্ট করার জন্য………….ব্যাবহৃত হয়।
অ্যান্টিভাইরাস
কম্পিউটার ভাইরাস
Page 27 of 42
আকার ও ক্ষমতার ভিত্তিতে কম্পিউটারকে চারভাগে ভাগ করা যায়।
স
মি
Page 28 of 42
Office program এর ডাটা My computer এ Save হয় ।
মি
স
Page 29 of 42
অ্যাক্সেলের ওয়ার্কশিট হলো কলাম ও রো এর স্বমন্বয়ে গঠিত শিট।
মি
স
Page 30 of 42
নতুন প্রেজেনটেশন তৈরীর জন্য Outline অপশনটি ব্যাবহৃত হয় ।
স
মি
Page 31 of 42
Form-এর কাজ হলো রেকর্ডগুলো সাজানো।
মি
স
Page 32 of 42
Website চিঠিপত্র লেখার কাজে ব্যাবহৃত হয়।
মি
স
Page 33 of 42
’কী বোর্ডে’ ফাংশন কী এর সংখ্যা ১২ টি
স
মি
Page 34 of 42
CD ROM-এ CD write করা যায় না।
মি
স
Page 35 of 42
কম্পিউটারের প্রক্রিয়াকরণ অংশ হচ্ছে Motherboard.
মি
স
Page 36 of 42
Exit কমান্ড File মেন্যুতে থাকে।
স
মি
Page 37 of 42
RAM-একটি স্থায়ী মেমরি।
স
মি
Page 38 of 42
Hard disk একটি Processing ডিবাইস।
মি
স
Page 39 of 42
মাইক্রোপ্রসেসরের কাজ কী ?
তথ্য সংরক্ষন করা
তথ্য প্রক্রিয়াকরণ করা
তথ্য মুদ্রন করা
তথ্য ইনপুট করা
Page 40 of 42
কোনটি Desktop icon ?
DOS
Mouse
Operating System
Recycle bin
Page 41 of 42
এম এস ওয়ার্ড কী ধরনের সফটওয়্যার?
অপারেটিং সিস্টেম
ইউটিলিটি সফটওয়্যার
অনুধাবন প্রোগ্রাম
প্যাকেজ প্রোগ্রাম
Page 42 of 42
Row hide ব্যাবহৃত হয়-
Column ও Row কে লুকিয়ে রাখতে।
Row কে লুকিয়ে রাখতে
Column কে লুকিয়ে রাখতে
মুছে ফেলতে
November 25, 2022
1
2
3
4
Next Page
→