BCS Question | Online Preparation
BCS Question
Primary Question
Ask Question
Category:
BTEB (Computer Office Application)
bteb-computer-office-application
July-September 2012
কম্পিউটারের জনক কে ?
বিল গেইস
চার্লস ব্যাবেজ
নিউটন
মার্কনী
কোনটি স্টোরেজ ডিভাইস ?
প্রিন্টার
স্ক্যানার
হার্ড ডিস্ক
কী- বোর্ড
কোনটি অপারেটিং সিস্টেম ?
MS- Word
MS – Access
MS- Excel
Windows XP
ALU এর পুর্ণরুপ কী ?
Algorithm Logic Unit
Application Software
Assing Logic Unit
Arithmetc Logic Unit
OMR এর পূর্ণরুপ কী ?
Optical Mash Reader
Optical Mark Reader
Optical Mark Read
Optical Mege Read
কয় মেগাবাইট সমান এক টেরাবাইট ?
1024 গিগাবাইট
1000 মেগাবাইট
1010 গিগাবাইট
1500 গিগাবাইট
(২৯) ১০ সংখ্যাটিকে বাইনারিতে প্রকাশ করলে কত হয় ?
(১১১১০) ২
(১০১১১) ২
(১১০১১) ২
(১১১০১) ২
( ১০১১ ) ২ সংখ্যাটিকে দশমিক সংখ্যায় প্রকাশ করলে উত্তর হবে –
(১৪) ১০
(১৭) ১০
(১১) ১০
(১৫) ১০
১ + ১ যোগ করলে বাইনারি কত হবে ?
২
১১
১০
০১
Microsoft Word নিচের কোন ধরনের প্রোগ্রাম ?
Word Processing Program
Desktop Program
Data base Program
Spreadsheet Program
পেইজ সেট-আপ করার কমান্ড –
File > Page Setup > (margin, paper size) > OK
View > Page Setup > (margin, paper size) > OK
Edit > Page Setup > (margin, paper size) > OK
Insert > Page Setup > (margin, paper size) > OK
( a+b) 2 = a2 + 2ab + b2 সুত্র লেখার জন্য ব্যবহৃত হয় –
Format > Font > Engrave
Format > Font > Superscript
Format > Font > Subscript
Format > Font > Shadow
Ms- word এ বানান শুদ্ধ করার জন্য ব্যবহৃত হয় –
Edit
Spelling Checker / Grammar
Print Preview
Thesaurus
ডকুমেন্টের ব্লক করা অংশ কেটে অন্যত্র পেস্ট করার কী -বোর্ড কমান্ড –
Alt > X, Alt > V
Ctrl + X, Ctrl + V
Ctrl > V, Alt > X
Ctrl > V, Alt > X
Undo এর কী বোর্ড কমান্ট কোনটি ?
Ctrl + Z
Ctrl + X
Ctrl + V
Ctrl + P
June 24, 2020
July-December 2012
তথ্য প্রযুক্তি বলতে কী বুঝায়?
তথ্য সংগ্রহ ,এর সত্যতা ও বৈধতা যাচাই,সংরক্ষন,প্রক্রিয়াকরন,আধুনিকীকরন,পরিবহন,বিতরন ব্যাবস্থাপনার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে বলা হয় তথ্য প্রযুক্তি।
বাইনারি এবং অকট্যাল সংখ্যা পদ্ধতিতে কয়টি মৈৗলিক অংঙ্ক আছে ও কী কী ?
Binary তে আছে দুটি ,Binary -0,1 এবং octal-0-7 মোট 8 টি সংখ্যা ।(0,1,2,3,4,5,6,7)= 08টি।
স্প্রেডশিট প্যাকেজ দিয়ে কী কাজ করা হয়?
স্প্রেডশিট প্যাকেজ দিয়ে Accounting এর কাজ করা হয়।
দুটি জনপ্রিয় Search Engine এর নাম লেখ।
Google, Yahoo,Facebook
E-Commerce কী?
ইলেকট্রনিক্স কমার্সকেই সাধারন অর্থে ই-কমার্স বলা হয়।
1024 মেগাবাইট সমান——-।
1GB
LAN এর পূর্নরূপ ———–Area Network
Local
Linux একটি ———Software ।
Operating System
MS Word এ সর্বনিম্ন Zoom করা যায়——পর্যন্ত।
10%
Excel এ Default ভাবে Sheet থাকে———।
03 টি
MS Access প্রোগ্রামে ——–ধরনের Data Type পাওয়া যায়।
10
Windows 7 একটি System Software ?
স
1000 Megabyte=1 Gigabyte.
মি
Linux একটি Application software ।
মি
Bijoy অন করতে Ctrl+Alt+B অন করতে হয়।
স
মাইক্রোসফট এক্সেল এর প্রতিটি শীট- এ মোট Cell হচ্ছে ১৬৭৭৭২১৬।
স
বাংলাদেশে প্রথম E-mail সার্ভিস চালু হয় ১৯৯৩ সালে।
স
সামরিক রণকৌশল নির্ণয় ,আবহাওয়া পূর্বাভাস, তেল ও গ্যাস অনুসন্ধান প্রভৃতি কাজে ব্যাবহৃত হয়-
মেইন ফেম কম্পিউটার
মাইক্রোকম্পিউটার
সুপার কম্পিউটার
মিনি কম্পিউটার
2 GB =কয় কিলোবাইট ?
2(21)
2(20)
2(10)
2(11)
৩য় প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট-
ভ্যাকুয়াম টিউব
ট্রানজিস্টার
রিলে
IC
(২১)১০ সংখ্যাটি বাইনারিতে প্রকাশ করলে কত হয়?
(১১০০১)২
(১১১১০)২
(১০১০১)২
(১১০১০)২
EDSAC কম্পিউটার কে আবিস্কার করেন?
অধ্যাপক মরিস বুখাইল
অধ্যাপক মরিস উইলকিস
অধ্যাপক মরিস বিলকিস
অধ্যাপক হরম্যান হলেরিথ
ফুটার কী?
পৃষ্টার নিচের অংশ
পৃষ্টার মাঝের অংশ
প্রতিটি পৃষ্টার নিচের মার্জিনের অংশ
পৃষ্টার উপরের অংশের টাইটেল
নিচের কোনটি Title case এর উদাহরণ ?
run! fUN! fOREST run
Run ! Forest Run
Run ! forest run
run ! forest run
Equlation লেখার জন্য ব্যাবহৃত হয়-
Insert -> Object -> Microsoft Equalation
Insert -> Equalation
File > Object -> Microsoft Equalation
View -> Equalation
নিচের Data Type কোন Field এর সাহায্যে Windows এর অন্যান্য Program থেকে ডাটা (ছবি, শব্দ, গ্রাফ ইত্যাদী) এনে Field এ রাখা যায়?
Currency
Memo
Text
OLE
Find all information of the students whose age are above 20years. সঠিক query কোনটি?
Select *from student info where age < 20
Select *from student info where age >= 20
Select *from student info where age <= 20
Select*from student info where age >20
অ্যাক্সেলের নিচের কোন ফাংশনটি আজকের তারিখ প্রদান করে ?
Day
Today
Now ( )
Date Value
Press Alt + E চাপলে-
File- এ যাবে
Edit – এ যাবে
Save- এ যাবে
Font- এ যাবে
স্প্রেডশিট প্যাকেজে প্রোগ্রাম মূলত ব্যাবহার করা হয়-
অ্যাকাউন্টিং এর কাজে
প্রোগ্রাম করতে
ডাটাবেস তৈরী করতে
চিঠিপত্র তৈরী করতে
অ্যাক্সেলে কোনটি Logical ফাংশন ?
=SUM ( )
= AVERAGE
=ABS ( )
=IF( )
A5 হতে A10 সেলের ডাটা যোগ করার ফাংশন ?
=SUM (A5:A10)
= SUM (A5, A10)
=SUM (A5 + A10)
Query কী?
ডাটাবেস থেকে প্রয়োজনীয় তথ্য অনুসন্ধান করা
Form file তৈরী করার উদ্দেশ্য কী ?
ডাটা প্রদর্শন ব্যাবস্থা নিয়ন্ত্রন করা
ডাটা প্রদর্শনে সহায়তা করা
ডাটা নির্বাচন পদ্ধতি অনুসরন করা
ডাটা প্রদর্শন ব্যাবস্থা বাতিল করা
MS Access এর ক্ষেত্রে OLE হচ্ছে-
Object Linking and Embedding
Object Link Edit
Object Link Emmission
Object Label Embeded
রাউটার কী ?
Software
Frameware
Hardware device
কম্পিউটার ভাইরাস কী?
এক ধরনের সফটওয়্যার
হার্ডওয়ার
ক্ষতিকর প্রোগ্রাম
সিস্টেম প্রোগ্রাম
Internet connection এর জন্য প্রয়োজনীয় Hardware কোনটি ?
AGP Card
Speaker
Lan Card, Cable, Connector
TV Card
Internet connectivity এর নাম নয়-
Dial Up
Board band
Wireless
Yahoo
NASA,এর পূর্নরূপ কোনটি ?
National Aeromatic and Service Administration
National Aeromatic and Special Administration
National Aeronautice and Special Adm firm
Where were you born ?
I was born in Dinajpur.
What is your present Address?
My present address is- Dinajpur
What is your favorite hobby ?
My favorite hobby is gardening.
What is your favorite sport ?
My favorite sport is cricket.
What do you do stay healthy?
I take a balanced diet to stay healthy.
Who————–
are you?
Where——–
do you live?
Doesn't ————–
he make a noise ?
Don't ——–
you like tea ?
Which————
book do you want ?
June 24, 2020
January-March 2013
লগারিদম সারণি তৈরী করেন———।
জন নেপিয়ার
সবচেয়ে সরল সংখ্যাপদ্ধতি হচ্ছে ———–।
বাইনারি
PCI এর পূর্নরূপ হচ্ছে——।
Peripheral Component Interconnect.
কম্পিউটারের মাধ্যমে পারস্পারিক যোগাযোগকে———–বলে?
নেটওয়ার্ক
Recycle Bin ফোল্ডারে ———ফাইল জমা থাকে।
Delete করা
Legal size কাগজের পরিমাণ হচ্ছে—।
প্রস্থ 8.5 , দৈর্ঘ্য 14“
একটি চিঠি বিভিন্ন ঠিকানায় প্রেরণের জন্য ————ব্যাবহৃত হয়।
Mail Merge
Microsoft Power Point একটি ——–Software Package ।
Preservation
ক্ষুদ্র ক্ষুদ্র প্রোগ্রামের সমষ্টিকে ———বলে।
ডাটাবেস
LAN অর্থ—–।
Local Area Network.
CPU- হলো –
Control Problem Unit
Central Providing Unit
Central Processing Unit.
Control Programming Unit.
Macro কী?
ফার্মওয়্যার
হার্ডওয়্যার
সফটওয়্যার
প্রোগ্রামের ভাষায় ব্যাবহৃত বিভিন্ন ধরনের নির্দেশনা
(১১)১০ সংখ্যাটি বাইনারি সংখ্যায় প্রকাশ করলে কত হবে?
(১০১০)২
(১১০০)২
(১০১১)২
(০১১১০)২
কোনটি Anti virus নয়?
Avast
linax
Norton
Kaspersky
MS Access একটি-
Accounting Software
Graphics Software
Data base Software
Word Processing Software
বাংলাদেশে কোন সালে প্রথম কম্পিউটার ব্যাবহৃত হয়?
১৯৯৫
১৯৭৪
১৯৬৪
১৯৬৭
F5 হতে F25 সেলের ডাটা সংযোগ করার ফাংশন-
=Sum(F5;F25)
=Sum(F5+F25)
=Sum(F5.F25)
=Sum(F5:F25)
LAN শব্দের পূর্ণরূপ কোনটি ?
Lockal Area Network
Local Assemble Network
Logal Assemble Network
Local Area Network
নিচের কোনটি Internet Connectivity এর নাম নয় ?
Dial up
Board band
Yahoo
Wireless
নিচের কোনটি NIC এর পূর্ণরূপ ?
Network Inter Card
উপরের কোনোটিই নয়
Network Interface Card
Net International Communication
কম্পিউটারের প্রক্রিয়াকরণ অংশ হচ্ছে Motherboard।
মি
একটি কম্পিউটারের সাথে ২টি System Software ওপেন করা যায়।
মি
MS Excel একটি Spread Sheet Analysis Application Program ।
স
Sort এর কাজ হলো রেকর্ডগুলোকে সাজানো।
স
(১০০১)১ সংখ্যাটিকে দশমিক সহকারে প্রকাশ করলে ১১ হয়?
মি
ফোল্ডারের ভিতর ফাইল ও ফোল্ডার উভয়ই থাকতে পারে।
স
MS Excel -এ Sort করা যায় Data menu ব্যাবহার করে।
স
Website চিঠিপত্র লেখার কাজে ব্যাবহার হয়।
মি
কম্পিউটারের ভাইরাস একটি প্রোগ্রাম।
স
Google একটি সার্চ ইন্জিন।
স
একটি System Software ও একটি Application Software এর নাম লেখ।
Windows 2007 একটি system software এবং Microsoft Word 2007 একটি Application Software.
Mail Merge কী ?
একই চিঠি, মেইলিং লেবেল বা বিঙ্গপ্তি যদি বিভিন্ন ঠিকানায় ভিন্ন ভিন্ন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের নিকট পাঠানোর প্রয়োজন হয়, তখন উক্ত চিঠির সাথে ভিন্ন ভিন্ন ঠিকানাকে একত্র করে খুব অল্প সময়ে পূর্ণাঙ্গ চিঠি গঠন করার পদ্ধতিকে মেইল বা মার্জ বলে। অথবা ,একটি চিঠি বিভিন্ন ঠিকানায় পাঠানোই হলো মেইল মার্জ।
RAM এবং ROM এর পূর্নরূপ লেখ।
র্যা ম এর পুর্নরূপ হলো Random Access memory
Operating System বলতে কী বুঝায় ?
অপারেটিং সিস্টেম কতিপয় প্রোগ্রামের সমাহার ,যা কোন কম্পিউটার সিস্টেমের রিসোর্সসমুহকে নিয়ত্রন , পর্য বেক্ষন ও তত্বাবধান করে।
MS Excel এ Default Sheet Tab কয়টি থাকে?
MS Excel এ Default Sheet Tab সাধারণত ৩টি থাকে। যথা- Sheet1, Sheet2 এবং Sheet3.
বিজয় ৫২ কে তৈরী করেছেন ?
মোস্তফা জব্বার
File menu Bar এ ব্যাবহৃত চারটি Sub-Menu এর নাম লেখ।
Save, Save As, Print, Page Setup, New file, Open file.
BIOS এর পূর্নরূপ লেখ।
Basic Input Output System.
Dialog box কী ?
Text এবং Message সম্বলিত box যেখানে প্রয়োজনীয় নির্দেশনা যেমন-Ok,Cancel, Save ইত্যাদী তথ্য থাকে।
একটি English Font এবং একটি Bangla Font এর নাম লেখ।
বহুল প্রচলিত English Font হল Times New Roman এবং Bangla font হলো Suttonny Mj ।
Mr. Glory is——rich man.
a
Dhaka is————-Capital city of Bangladesh.
the
a
an
The mouse is————-input device.
an
a
the
He is———honest man.
the
a
an
My mother raeds ——-Holy Quran.
the
an
a
আমি বাড়ি যাব।
I will go home.
শারীকা স্কুলে যায়।
Sharika goes to school.
সূর্য পূর্ব দিকে উঠে।
The sun rises in the east.
তুমি কাকে চাও ?
Whom do you want ?
পদ্মা একটি বড় নদী ?
The padma is a Big river.
June 24, 2020
July-September 2013
MS Access কোন ধরনের প্রোগ্রাম?
মাইক্রোসফট অ্যাক্রেস একটি ডাটাবেস সফট্ওয়্যার ।এই সফটওয়্যার ব্যাবহারের মাধ্যমে বিভিন্ন টেবিল তৈরী করে ডাটা এন্ট্রির জন্য সহজবোধ্য ও আকর্শনীয় ফর্ম ডিজাইন করা যায়।
RAM- এর পূর্ণ অর্থ কী ?
Random Access Memory.
DVD-এর Capacity কতো?
750 MB থেকে 4GB পর্যন্ত বিভিন্ন মানের হয়ে থাকে।
Scanner এর কাজ কী ?
Scanner এর মাধ্যমে বিভিন্ন প্রকার ছবি বা তথ্য কম্পিউটারে অবজেক্ট আকারে ইনপুট করা হয়।
MS Word এর Menu Bar এ ব্যাবহৃত Menu গুলোর নাম লেখ।
Fiel, Edit, View, Insert, Format,Tools, Table, Window, Help.
Excel program এর একটি শীটে মোট কতটি সেল বা ঘর আছে?
Excel এর একটি Sheet এ 65536 টি Row এবং 256 টি Column থাকে। Row এবং Column এর সাহায্যে Cell গঠিত হয়।ফলে সেল বা ঘরের সংখ্যা হবে 655536 X 256 ।
Column auto fit কেন করা হয় ?
Row/Column এর Height এবং Width স্ট্যান্ডার্ড সাইজ রাখার জন্য Auto fit ব্যাবহার করা হয়।
Document Close করার কী বোর্ড কমান্ড লেখ।
Ctrl +F4
Merge cell- এর কাজ কী ?
একাধিক সেল একত্রিত করা।
Yahoo Messenger এর কাজ কী ?
Chatting করা, Text, Audio, Video, ইত্যাদী Message পাঠানো।
Oriention program ব্যাবহৃত হয় বাংলা বানান শুদ্ধ করার জন্য।
মি
Gutter option -টি ব্যাবহৃত হয় ভাইরাস ঠেকানোর জন্য ।
মি
Office clip board ব্যাবহৃত হয় তথ্য হারানো থেকে বাাঁচাতে।
স
Microsoft Office একটি Graph ডজিাইন Software ।
মি
MS word-এর কোনো ফাইল মুছে গেলে তা Recycle bin থেকে উদ্ধার করা যায়।
স
Tab বাটন ব্যাবহার করা হয় ফাঁকা জায়গা তৈরী করতে?
স
পুরাতন File খুলতে Open ব্যাবহৃত হয় ?
স
Cut ও Paste -্এর মাধ্যমে তথ্য স্থানান্তর করা হয়।
স
MS Excel এ PMT ফাংশন ব্যাবহৃত হয় কিস্তি হিসাব করার জন্য।
স
Page setup ,File menu -এর একটি Option ।
স
প্রথম কম্পিউটারের প্রোগ্রাম রচনা করেন ——।
লেডি এডা অগাস্টা
MS Access এ মেন্যু বারে মেন্যুর সংখ্যা ————টি ।
7টি । File, View,Edit,Insert,Tools,Window, Help
Format থেকে Font -এর শর্টকাট কী-বোর্ড কমান্ড—–।
Alt + O + F
Attach file বলতে ——–করাকে বুঝায়।
সংযুক্ত
Count ( ) function ব্যাবহৃত হয়——কাজে।
গণনা করার
Print Area ব্যাবহৃত হয়——-।
MS Excel এর ক্ষেত্রে নির্দিষ্ট Area print এর জন্য Select করতে।
সাধারণ হিসাব নিকাশ করা হয়———Program এ।
Ms Excel
Page break- এর কাজ হল——-করা।
একটি পাতাকে খন্ডিত
Macro এর কাজ কী ?
অনেক নির্দেশাবলীকে একটি নির্দেশ হিসেবে সংক্ষিপ্ত করে রাখা।
ইন্টারনেটে বংলা লেখার জন্য ব্যাবহৃত হয়—–।
অভ্র
2 G.B = কত কিঃ বাঃ ?
২(৪০) কিঃ বাঃ
২(৩০) কিঃ বাঃ
২(২০) কিঃ বাঃ
২(২১) কিঃ বাঃ
MS Access এর একটি Database file এর File extension কী ?
.Mdb
.Mob
.DOC
.dbb
25(10)- এর বাইনারি কত ?
(111011)2
(11011)2
(11001)2
(101010)2
নিচের কোনটি Financial ফাংশন ?
COS
INFO
AND
DDB
ফার্মওয়ার –
ROM
RAM
FDD
HDD
নিচের কোনটি সহায়ক মেমোরি ?
কোনোটিই নয়
RAM
HDD
ROM
MS Word -এ Drop Cap কোন মেন্যুর অধীনে ?
File menu
Format menu
Tool menu
Insert menu
কোন প্রোগ্রাম দিয়ে Presantation তৈরী করা হয় ?
MS Excel
MS Word
MS Power point
MS Access
CPU-এর কয়টি অংশ থাকে ?
৩টি
৫টি
৪টি
২ টি
তৃতীয় প্রজন্ম Computer এর বৈশিষ্ট –
Vacum tube
Microproccessor
Transistor
I.C
ঢাকা বাংলাদেশের রাজধানী।
Dhaka is the Capital of Bangladesh.
তমি কী চাও ?
What do you want ?
বাংলাদেশ আমার জন্মভূমি ।
Banglades is our birthland/motherland.
How Many brothers and sister do you have ?
I have one sister but no brother.
What do you do after training ?
I will find a suitable job.
I want to—–a letter.
write
make
learn
I am too——to walk.
tight
quiet
weak
I gave ——-a book for his birthday.
her
his
him
My father is——-than your father.
funny
funnier
more funny
June 24, 2020
July-December 2013
BIOS- এর পূর্ননাম লেখঃ
Basic input output System
ওয়েব ব্রাউজার কী ?
ব্যাবহারকারী তার কম্পিউটারে ওয়েবসাইট দেখার জন্য যে প্রোগ্রামটি ব্যাবহার করে সেটি হচ্ছে ব্রাউজার। ব্রাউজার মূলত সার্ভার হতে তথ্য নিয়ে ব্যাবহারকারীর সামনে উপস্থাপন করে। তাই ওয়েব পেজটি দেখতে কেমন হবে তা নির্ভর করে ব্রাউজারের উপর। ওয়েব পেজ ডিজাইন করতে HTML এর সহযোগিতার প্রয়োজন হয়।
কয়েকটি ক্ষতিকারক ভাইরাসের নাম লেখ ।
Charonobil Virus, CIH virus, Bad boy Virus, Horse Virus, Love bag Virus
১০১১- কে ডেসিমাল সংখ্যায় রুপান্তর কর।
(11)10
ই-মেইল অ্যাড্রেসের ফরমেট লিখ।
userld@yahoo.com অথবা userid@gmail.com যার সাধারন Format হল mailid@domainname.com.
মেইল মার্জ কাকে বলে ?
একই চিঠি ,মেইলিং লেবেল বা বিঙ্গপ্তি যদি বিভিন্ন টিকানায় ভিন্ন ভিন্ন ব্যাক্তি বা প্রতিষ্টানের নিকট পাঠানোর প্রয়োজন হয়, তখন উক্ত চিঠির সাথে ভিন্ন ভিন্ন ঠিকানাকে একত্র করে খুব অল্প সময়ে পুর্ণাঙ্গ চিঠি গঠন করার পদ্ধতিকে মেইল মার্জ বলে।
দুটি ই-মেইল সফটওয়্যার এর নাম লেখ।
Yahoo, Gmail
কম্পিউটার শব্দের অর্থ কী ?
কম্পিউটার একটি ইলেকট্রনিক ডিভাইস বা যন্ত্র। কম্পিউটার শব্দের অর্থ গননাকারী যন্ত্র, যা পুর্বে লিখিত নির্দেশনা অনুসারে যাকে প্রোগ্রাম বলে উপাত্ত (Data) সংরক্ষন করতে পারে,প্রক্রিয়াজাত করতে পারে ও তথ্য প্রদর্শন করতে পারে।
কী বোর্ডে কতগুলো Key থাকে?
104 টি বা কখনো এর চেয়েও কম
পেন ড্রাইভ এর কাজ কী ?
তথ্য স্টোর করে রাখা
Data Paste করার সংক্ষিপ্ত Command হল…………।
Ctrl + V
স্ক্যানার এক ধরনের …………ডিভােইস।
Input
Kaspersky একটি……….।
এন্ট্রিভাইরাস
ওয়ার্কশীটের সিলেক্ট করার ঘর সমষ্টিকে………………বলে।
Cell
Undo করার সংক্ষিপ্ত কমান্ড হলো………..।
Ctrl + Z
এক নিবল সমান……..বিট।
4 bit
ইন্টারনেট সংযোগ নিতে ………..প্রয়োজন।
Modem
Edit শব্দের প্রকৃত অর্থ……।
সম্পাদন
কী বোর্ডের ফাংশন কী…………..টি।
12
A4 কাগজের সাইজ……।
প্রস্থ 8.27 “ দৈর্ঘ্য 11.69 “
RAM এবং ROM একই মেমোরি ডিভাইস।
মি
মাউস ইনপুট ডিভাইস।
স
কম্পিউটার এর প্রধান ভাষা বাংলা।
মি
মাইক্রো শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র।
স
এম .এস ওয়ার্ডের ডকুমেন্টের কোন শব্দ সহজে খুঁজে বের করা যায় না।
মি
ওয়ার্কশীট ওয়ার্কবুকের অংশবিশেষ।
স
ফোল্ডার এর ভিতর ফাইল ও ফোল্ডার উবয়ই থাকতে পারে।
স
Copy paste ও Cut paste এর মাঝে কোনো পার্থক্য নেই।
মি
Recycle bin এর data পুনরায় ফিরিয়ে আনা যায়।
স
মেইল অ্যাকাউন্ট বন্ধ করার জন্য Sin out ক্লিক করতে হয়।
স
এক কিলেবাইট সমান কত ?
১০২৪ বাইট
১৩২৩ বাইট
১০১৪ কিলোবাইট
১১২৪ বাইট
কী বোর্ডে এর কন্ট্রোল কী সংখ্যা কত?
৪টি
৫টি
২টি
৩টি
কোন সালে বাংলাদেশে প্রথম কম্পিউটার স্থাপিত হয় ?
১৭৭২ সালে
১৯৬৪ সালে
১৯৯৯ সালে
১৮৮৭ সালে
কী বোর্ড এর Shift, Ctrl ,Alt কীগুলোকে কী বলে ?
Space key
Modifier key
Function key
Numeric key
অ্যাসকি (ASCII) কয় বিটের হয় ?
৬ বিট
১০ বিট
৭ বিট
৮ বিট
Save -এর কী বোর্ড কমান্ড কোনটি ?
Ctrl +P
Ctrl + X
Ctrl +S
Ctrl + C
ওয়ার্কশীটের Row নির্দেশ করা হয়-
নম্বর দিয়ে
নম্বর ও বর্ণ দিয়ে
শিফট দিয়ে
লেটার দিয়ে
Yes/No কোন ধরনের তথ্য?
১ বা ০
যুক্তি নির্ভর
হ্যা/না বোধক
দুই ভিত্তিক
MS Access এর ক্ষেত্রে Relation হচ্ছে-
Data
Record
Information
Table
2 GB = কয় কিলোবাইট ?
2(20)
2(11)
2(10)
2(21)
What is your name ?
My name is Ismail Md. Saddam Hossain.
What is the Capital of Bangladesh ?
The Capital of Bangladesh is Dhaka.
How old are you ?
I am 18 years old.
What do you do after training ?
I will find a suitable job.
The sun………..in the east.
rise
rises
risen
It………………….raining since Wednesday last.
has
has been
is
He is …………….honest man.
the
a
an
I want to ……………..a letter.
learn
make
write
সে প্রতিদিন স্কুলে যায় ।
He goes to school everyday.
কুমি কেমন আছ ?
How are you?
June 19, 2020
January-June 2014
নিচের কোনটি CPU এর অংশ নয় ?
CU
ALU
ROM
MU
RAM একটি-
অস্থায়ী মেমোরি
সেকেন্ডারি মেমোরি
ফ্লাশ মেমোরি
স্থায়ী মেমোরি
Copy এর কী বোর্ড কমান্ড কোনটি ?
Ctrl+K
Ctrl+C
Ctrl+X
Ctrl+P
Undo এর ’কী’ বের্ড কমান্ড কোনটি ?
Ctrl+Z
Ctrl+C
Ctrl +P
Ctrl +V
কোনটি Database প্রোগ্রাম ?
MS Access
MS Word
Word Perfect
Ms Excel
MS Word এ বানান শুদ্ধ করার জন্য ব্যাবহৃত হয়-
Grammer
Edit
Thesaurus
Spell checker
Print Preview কোন Menu এর ভেতর থাকে?
View
Tools
File
Edit
Mail merge থাকে-
Window এ
Table এ
Tools এ
Format এ
(111001)2 এর Hexa Decimal এ প্রকাশ-
3B
93
E1
39
বাংলাদেশে কোন সালে প্রথম কম্পিউটার আসে?
১৯৭১
১৯৪৪
১৯৬৪
১৯৫১
কম্পিউটারে প্রক্রিয়াকরণ হচ্ছে মাদারবোর্ড।
স
MS Excel হচ্ছে একটি Spread Sheet analysis program।
স
(1001)2 সংখ্যাকে দশমিকে প্রকাশ করলে 11 হয়।
মি
Computer এর ভাইরাস একটি জীবাণু।
স
Folder এর ভিতর File ও Folder উবয়ই থাকতে পারে।
স
MS Word হলো ওয়ার্ড প্রসেসিং প্যাকেজ।
স
Hard disk একটি Processing ডিভাইস।
মি
ইঙ্কজেট প্রিন্টার একটি নন-ইম্প্যাক্ট প্রিন্টার।
স
Windows 7 একটি Application Software।
মি
Pen drive কে ফ্লাশ মেমরি বলা হয়।
স
স্ক্যানার একটি ………….ডিভাইস।
INPUT
নাম্বার সিস্টেম………প্রকার।
৪ প্রকার
এক গিগাবাইট=……………মেগাবাইট।
1024
Legal Size কাগজের পরিমাপ হচ্ছে…………।
8.5’ X 14"
(13)10 সংখ্যাটি বাইনারিতে রূপান্তর করলে…………..হবে।
(1101)2
একই চিঠি বিভিন্ন ঠিকানায় প্রেরণের জন্য………….ব্যাবহৃত হয়।
Mail Merge.
WWW-এর পূর্ননাম কী ?
World Wide Web.
Microsoft Powerpoint একটি ……….।
Presentation সফটওয়্যার
Recycle bin ফোল্ডারে …………ফাইল জমা থাকে।
Delete কৃত
সিডি রুম একটি…………ডিভাইস।
Optical
Bit কী ?
বাইনারি নাম্বার পদ্ধতিতে ব্যাবহৃত অঙ্ক ০ এবং ১ কে বিট বলে।
Operating System বলতে কী বুঝায়?
অপারেটিং সিস্টেম কতিপয় প্রোগ্রামের সমাহার ,যা কোন কম্পিউটার সিস্টেমের রিসাের্সসমূহকে নিয়ন্ত্রন ,পর্যববেক্ষন ও তত্বাবধান করে।
OMR কী?
অপটিক্যাল মার্ক রিকগনাইজার(Optical mark recognizer) এর সংক্ষিপ্ত রূপ হলো OMR । এটি একটি বিশেষ ধরনের ইনপুট ডিবাইস। বিশেষ OMR শিটের মার্ককে পাঠ করে নির্দিষ্ট ফর্মের ডাটা তৈরী করে।
এম এস এক্সেল কী ?
মাইক্রোসফট এক্সেল হলো স্প্রেডশিট অ্যানালাইসিস প্রোগ্রাম। এত দ্বারা দৈনদিন হিসাবনিকাশ করা থেকে শুরূ করে যাবতীয় ব্যাবসা বানিজ্যের বিভিন্ন রকমের আর্থিক হিসাব নিকাশ তৈরীতে প্রোগ্রামটির জুড়ি নেই। তাছাড়া এ প্রগ্রামের দ্বারা কোন ডাটাকে চার্টের মাধ্যমে সুন্দরভাবে উপস্থাপন করা যায়।
চারটি Input device এর নাম লেখ।
Keyboard,Mouse,Scanner,Joystick
BIOS কী ?
Basic Input Output System.
Anti Virus সফটওয়্যারের কাজ কী?
Anti virus হলো ভাইরাস প্রতিষেধক। কম্পিউটারের প্রোগ্রাম সমুহকে ভাইরাস মুক্ত করার জন্য Anti Virus ব্যাবহার করা হয় ।
Data base বলকে কী বুঝায় ?
শাব্দিক অর্থে ডাটাবেস হচ্ছে কোন সম্পর্কিতদ বিসয়ের উপর ব্যাপক তথ্যের সমাবেশ বা তথ্যের ভান্ডারকে বোঝায়। পরস্পর সম্পর্ক যুক্ত তথক্যে ডাটাবেস বলা হয়।
E-Mail অ্যাড্রেসের সাধারন গঠন লেখ।
ইমেইল অ্যাড্রেস একটি ইউনিক অ্যাড্রেস।এক নামে মাত্র একটি ইমেইল এ্যাড্রেসই থাকে। ইমেইল এ্যাড্রেসের গঠন হলো @domain name>।প্রতিটি ইমেইল অ্যাড্রেসের দুইটি অংশ থাকে। অংশ দুইটির মাঝে সেপারেটর হিসেবে একটি@ (at sign) ব্যাবহৃত হয়।
Pen Drive কে I/O ডিভাইস বলা হয় কেন ?
পেন ড্রাইভ কম্পিউটারের সহায়ক মেমরি হিসেবে ব্যাবহার করা হয়।এর মাধ্যমে ডাটা স্টোর করে রাখা হয়।
সূর্যu পূর্ব দিকে উঠে।
The sun rises in the east.
তোমার মাতার নাম কী ?
What is your mothers name ?
আমার আব্বা একজন গরীব লোক।
My Father is a poor man.
ঢাকা বাংলাদেশের রাজধানী ?
Dhaka is the capital of Bangladesh.
তোমার নাম কী ?
What is your name ?
He is……………honest man.
an
the
a
Bangladesh became indepedent in………………
1970
1971
1969
You……….do it easily.
can
might
could
Swimming ……………….a good exercise.
are
is
am
The ……………play football.
boys
in
are
June 19, 2020
July-September 2014
MS Word 2003 এ Font Size পরিবর্তন করতে কোন টুলবারে যেতে হবে ?
Standard এ
Table এ
Formatting এ
Format এ
মেমোরি প্রধানত কত প্রকার ?
৩ প্রকার
৫ প্রকার
৭ প্রকার
২ প্রকার
১ গিগাবাইটে কতো কিলোবাইট ?
10(3) কিলোবাইট
10(6) কিলোবাইট
10(12)কিলোবাইট
10(9)কিলোবাইট
কতগুলো সেলকে একত্রিত করাকে বলে-
স্প্লীট সেল
মেইল মার্জ
স্প্লীট টেবিল
মার্জ সেল
বিজয় চালু করতে চাপতে হয়-
Ctrl + B
Ctrl + Alt + B
Ctrl + Shift + B
Ctrl + Alt + A
G5 থেকে G50 পর্যন্ত যোগ করার ফাংশন-
=Sum (G5 ঃ- G50)
=Sum (G5 ঃ K50)
=Sum (G5 ঃ L5)
=Sum (G5 ঃ G50)
A1 থেকে বড় B1 থেকে ছোট প্রকাশ করতে ব্যাবহৃত হয়-
A1 <b1< label=""> </b1
AB1<b1< label=""> </b1
B1 <a1< label=""> </a1
AB1<a1< label=""> </a1
Relational Data base এ সর্বনিম্ন ফাইল সংখ্যা-
৪টি
৩টি
১ টি
২ টি
Data base Table এ প্রয়োজন মতো ডিজাইন করতে ব্যাবহৃত হয়-
Design View
Design home
Design form
Design table wizard
Power Point এ স্লাইড শো করতে কী চাপতে হবে ?
Ctrl+F5
F5
Shift+F6
Shift+F5
প্রথম আবিস্কৃত ব্রাউজারের নাম মোজাইক।
স
RAM একটি স্থায়ী মেমোরি।
মি
বর্তমানে এ্যাপল কম্পিউটারে ব্যাবহৃত অপারেটিং সিস্টেসের নাম Windows-8
মি
হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি ১৬টি।
স
মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে তৈরীকৃত ফাইলকে ডকুমেন্ট বলে।
স
লিগ্যাল পেপারের মাপ দৈর্ঘ্য ১৩ ইন্ঞি এবং প্রস্থ ৮.৫ ইন্ঞি।
মি
=IF যুক্তিমুলক ফর্মুলা বাক্যটি মিথ্যা।
মি
Cut করার কী-বোর্ড কমান্ড Ctrl +X
স
কতগুলো সম্পর্কযুক্ত Record এর সমষ্টিই হলো টেবিল।
স
Power Point এ Custom Animation সেট করা যায় না।
মি
’ক্ষ’ লেখতে কী বোর্ড থেকে ইংরেজী কোন কোন ‘কী’ চাপতে হবে ?
(J+g+shift+n)
Slide Animation প্রদর্শন করার কমান্ড কী ?
Slide Show> Animation>Schemes
Slide এ ডিজাইন টেমপ্লেট ব্যাবহারের সুবিধা কী ?
Slide Animation করা , Slide Design করা, Background তৈরী করা।
একটি Antivirus সফটওয়্যার এ দুটি Input Device এর নাম লেখ।
একটি Antivirus সফটওয়্যার Mcafee ও দুটি ইনপুট ডিভাইস mouse,keyboard
ফাইল মেন্যুর পাঁচটি কমান্ড লেখ।
Save,Save As, print, Page setup, New file ,Open file
W.W.W এর পূর্ণরূপ কী ?
World Wide Web
ওয়ার্কশিট কাকে বলে?
সুবিশাল শিটের যে অংশে কাজ করা হয় তাকে ওয়ার্কশীট বলে।
এ্যাক্সেলের ফর্মুলার একটি উদাহারন দাও।
=Count (A0 ঃ A1)
MS Word এ Page Setup করার ধাপ লেখ।
Click file>Page Setupৈএর ডায়লগ বক্র থেকে Paper ট্যাবে ক্লিক করতে হবে। Paper Size হিসাবে A4 বা Legal Select করতে হবে। Margin ট্যাবে Click করে Top ,Buttom, Left, Right, নির্ধারন করে দিতে হবে।সর্বশেষে OK Button Click করতে হবে।
(১১)২ বাইনারিকে ডেসিমালে রুপান্তর কর।
(১০)১০
মনিটর একটি………….ডিভাইস।
আউটপুট
’কী’ বোর্ডের ফাংশন ‘কী’ ………….টি।
১২ টি
একই চিঠি একাধিক ঠিকানায় প্রেরণের জন্য MS Word এ…………….. ব্যাবহার করা হয়।
Mail Merge
MS Excel এ প্রতিটি ওয়ার্কশীটে…………টি Row এবং …………………টি Column রয়েছে।
[MS Excel 2003] ৬৫৫৩৬,২৫৬
OR একটি …………..ফর্মুলা।
Logical
Access এ ডাটা প্রদর্শনকে নিয়ন্ত্রন করার জন্য ………………….ব্যাবহৃত হয়।
Query
BIOS শব্দের পূর্নরূপ…………।
Basic Input Output System
PHP মুলত ………………..প্রোগ্রামিং ল্যাংগুয়েজ।
Server Side Scripting.
SQL এর পুর্নরূপ…………………….।
Standard Query Language
Power Point ফাইলের বর্ধিত নাম দিয়ে……….প্রকাশ করা হয় ।
.PPT
I want to………..a letter.
write
learn
make
My father is ………..than your father.
funny
funniest
funnier
He is…………….honest man.
the
an
a
What is your present address ?
My present address is Dinajpur.
Who is your best friend ?
Most. Esrat Jahan is my best friend.
What do you do after training ?
After training I do self Practice
সূর্য পূর্ব দিকে উঠে।
The sun rises in the east।
তোমরা কয় ভাইবোন ?
How many brothers and sister do you have ?
ঢাকা বাংলাদেশের রাজধানী ।
Dhaka is the capital of Bangladesh.
আমার আব্বা একজন গরীব লোক ।
My father is a poor man.
June 16, 2020
January-March 2015
এক কিলোবাইট সমান কত ?
১০১১ কিলোবাইট
১০১৪ কিলোবাইট
১০২৪ কিলোবাইট
১১২৪ কিলোবাইট
ডট মেট্রিক্স প্রিন্টার হলো-
মেমোরি
ইনপুট ডিভাইস
প্রক্রিয়াকরণ ডিভাইস
আউটপুট ডিভাইস
Save এর কী বোর্ড কমান্ড কোনটি ?
Ctrl + X
Ctrl +C
Ctrl + S
Ctrl + P
ছবি ,টেক্সট ,গ্রাফ ইত্যাদীর ক্ষেত্রে কোন Object টি ব্যাবহৃত হয় ?
Text
Yes/No
Hyperlink
OLE
কোন মেনুতে Sort/formula থাকে ?
Edit
Insert
Tools
Table
ফার্ম-ওয়্যার হচ্ছে ?
RAM
ROM
কোনোটিই নয়
HDD
নিচের কোনটি সহায়ক মেমোরি ?
কোনটিই নয়
HDD
ROM
RAM
কোন প্রোগ্রাম দিয়ে Presentation তৈরী করা হয়?
MS Powerpoint
MS-Word
MS Access
MS Excel
LAN শব্দের পূর্নরূপ কোনটি ?
Local Area network
Local Assemble network
Logal Assemble network
Lokal Area network
কোনটি Antivirus ডিভাইস নয় ?
Avast
Linax
Norton
AVG
RAM এর পূর্ণরূপ………….।
Random Access Memory.
A4 সাইজ কাগজের পরিমাপ হচ্ছে ……………..।
প্রস্থ ৮.২৭” ,দৈর্ঘ্য ১১.৬৯”
Excel এর Row সংখ্যা ………টি
[Excel 2003] ৬৫৫৩৬
Recycle Bin ফোল্ডারে …………….ফাইল জমা থাকে।
অপ্রয়োজনীয় ডিলেটকৃত ফাইল।
একটি চিঠি বিভিন্ন ঠিকানায় প্রেরণের জন্য………………কমান্ড ব্যাবহৃত হয় ।
Mail merge
কম্পিউটারের মা্ধ্যমে পারস্পারিক যোগাযোগকে……………….. বলে।
নেটওয়ার্ক
WWW এর পূর্নরূপ ………..।
World Wide Web.
Page break এর কাজ হলো……………..করা।
একটি পেইজকে দ্বিখন্ডিত করা ।
স্ক্যানার এক প্রকার………………ডিভাইস।
ইনপুট
Data Paste করার সংক্ষিপ্ত কমান্ড হলো……………।
Ctrl +V
কম্পিউটারের প্রধান ভাষা বাংলা।
মি
ওয়ার্কসীট ওয়ার্কবুকের অংশবিশেষ।
স
মেইল অ্যাকাউন্ট বন্ধ করার জন্য Sing in এ ক্লিক করতে হয় ।
মি
১০(১০) কে বাইনারিতে প্রকাশ করলে (১০১০)২ হবে।
স
Facebook একটি ইন্টারনেট ব্রাউজিং সফটওয়্যার।
মি
Data sort দুই প্রকার ।
স
কম্পিউটারের প্রক্রিয়াকরণ অংশ হচ্ছে Motherboard।
স
ফোল্ডারের ভিতর ফাইল ও ফোল্ডার উভয়ই থাকে ।
স
কম্পিউটার ভাইরাস একটি প্রোগ্রাম।
স
Google একটি Browser ।
মি
Mail Merge কী ?
একই চিঠি বিভিন্ন ঠিকানায় ভিন্ন ভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানের নিকট পাঠানোর প্রয়োজন হয় ,তখন উক্ত চিঠির সাথে ভিন্ ভিন্ন ঠিকানাকে একত্র করে খুব অর্প সময়ে পুর্ণাঙ্গ চিঠি গঠন করার পদ্ধতিকে মেইল মার্জ বলে।
ROM- এর পূর্নরূপ লেখ ।
রম এর পূর্ণ অর্থ Read only memory; প্রধান স্মৃতির এই অংশটি স্থায়ী, অপরিবর্তনীয় ও অধ্বাংসাত্নক।কম্পিউটার তৈরীর সময় এই স্মৃতিতে কিছু প্রোগ্রাম ঢুকিয়ে দেওয়া হয়। কম্পিউটার বন্ধ করলে ও এই স্মৃতিতে রক্ষিত কোন তথ্য মুছে যায় না।এটি একটি গঠন স্মৃতি।
Mozila firefox কী ? এটি
একটি জনপ্রিয় ওয়েব ব্রাউজার।
স্প্রেডশীট প্যাকেজ দিয়ে কী ধরনের কাজ করা হয় ?
স্প্রেডশীট প্যাকেজ দিয়ে Accounting এর কাজ করা হয় ।
কয়েকটি Anti-Virus এর নাম লেখ।
Kaspersky, Avg, Avast, Avira, Toolkit
File বলতে কী বোঝায় ?
যখন কোন Document কে কোন নাম দিয়ে সংরক্ষন করা হয় ,তখন তাকে File বলে।
Excel এ Row এর সংখ্যা কয়টি ?
Ms Excel ২০০৩ এ রো আছে ৬৫,৫৩৬ টি এবং Ms Excel ২০০৭ এ রো আছে ১০,৪৮৫৭৬ টি।
Desktop কী ?
কম্পিউটার অন করার পর স্থির অবস্থায় মনিটরে যা দেখতে পাই তাকে Desktop বলে।
Email কী ?
ইলেকট্রনিক মেইল(Electronic Mail) এর সংক্ষিপ্ত রুপই হলো ই-মেইল। এটি ইন্টারনেটের একটি বিশেষ সেবা, যার দ্বারা ব্যাবহারকারী ইন্টারনেটের মাধ্যমে পৃতিবীর যেকোনো প্রান্তে অবস্থিত ইলেকট্রনিক মেইল অ্যাড্রেসধারী যে কোনো ব্যাবহারকারীর কম্পিউটারের বার্ত্ প্রেরণ করতে পারে।বিপরীতক্রমে অন্য প্রান্ত্র হতে কোন বার্তা গ্রহন করতে পারে।
বিট ও বাইট কী ?
বাইনারি পদ্ধতিতে ব্যাবহৃত অংঙ্ক ০ এবং ১ কে বিট বলে। বাইটঃ আট বিটে এক বাইট হয়।এরুপ ৮বিটের কোড দিয়ে যে কোন বর্ন ,অঙ্ক বা বিশেষ চিন্হকে প্রকাশ করা হয়ে থাকে।
দেশপ্রেম মহৎ গুণ।
Patritriotism is a great/noble virtue.
বাংলাদেশ আমার জন্মভূমি।
Bangladesh is my motherland.
বাংলাদেশ আমার জন্মভূমি।
Bangladesh is my motherland.
তোমার পিতার নাম কী ?
What your father,s name ?
আমি বাড়ি যাব ।
I will go home.
তুমি কেমন আছ ?
How are you ?
To be healthy ,We must eat…………….
rich food
good food
balanced food
He is……………honest man.
the
an
a
my mother reads ……….holy Quran.
a
an
the
I want to……….a letter.
write
learn
make
Swimming………a good exercise .
is
am
are
June 16, 2020
July-December 2014
BIOS- এর পূর্ণনাম লেখ ?
Basic Input Output System. BIOS = Basic input output system এর সংক্ষিপ্ত রূপকেই BIOS বলা হয়। এটি মূলত রমে সংরক্ষিত একটি সফটওয়্যার।
কয়েকটি অ্যান্টিভাইরাস এর নাম লেখ।
Kaspersky, Toolkit, Avast, PC-Cillin.
এম,এস ওয়ার্ড কী ধরনের সফটওয়্যার ?
এম এস ওয়ার্ড একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার।
Paste এর শর্টকাট কমান্ড কী ?
Ctrl +V
এম এস পাওয়ার পয়েন্ট কী ধরনের সফটওয়্যার ?
Powerpoint একটি Presentation Software.
সফটওয়্যার কী ?
কোন সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে লিখিত সুশৃঙ্খল কতকগুলো নির্দেশের সমষ্টিকে প্রোগ্রাম বা সফটওয়্যার বলে।
কয়েকটি Spread sheet software -এরর নাম লেখ।
মাইক্সোসফট এক্সেল ,কোয়েট্রো প্রো, লোটাস -১-২-৩,সুপারক্যাল্ক, সরকিম, মাল্টিপ্লান।
Keyboard-এ End Key এর কাজ কী ?
Line এর শেষে Cursor কে স্নানান্তর করা End Key এর কাজ ।
Mail মার্জ করা বলতে কী বোঝায় ?
একই চিঠি মেইলিং লেবেল বা বিঙ্গপ্তি যদি বিভিন্ন ঠিকানায় ভিন্ন ভিন্ন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের নিকট পাঠানোর প্রয়োজন হয়, তখন উক্ত চিঠির সাথে ভিন্ন ভিন্ন ঠিকানাকে একত্র করে খুব অল্প সময়ে পুর্নাঙ্গ চিঠি গঠন করার পদ্ধতিকে মেইল মার্জ বলে।
দুটি Browser software এর নাম লেখ।
গুগল ক্রোম, মোজিলা ফায়ার ফক্স।
মাউস ইনপুট ডিভাইস।
স
কম্পিউটারের প্রধান ভাষা বাংলা।
মি
ওয়ার্কশীট ওয়ার্কবুকের অংশবিশেষ।
স
Copy Paste ও Cut Paste এর মাঝে কোনো পার্থক্য নাই।
মি
Recycle Bin এর Data পুনরায় ফিরিয়ে আনা যায়।
স
সফটওয়্যার হল প্রোগ্রামের সমষ্টি।
স
Google একটি সার্চ ইন্জিন নয় ?
মি
স্প্রেডশিট প্যাকেজ দিয়ে হিসাব নিকাশ এর কাজ করা হয় ।
স
A-Z নিউমেরিক Key ।
মি
MS Excel স্পেডশীট অ্যানালাইসিস প্যাকেজ।
স
Printer একটি…………ডিভাইস।
আউটপুট
Excel এ Column সংখ্যা……….টি।
২৫৬[Excel 2003]
ROM-এর পুর্নরূপ………..।
Read Only Memory.
A4 সাইজ কাগজের পরিমাপ হচ্ছে……….।
প্রস্থ= ৮.২৭” এবং দৈর্ঘ্য =১১.৬৯”
Keyboard -এ Functional keys…………..টি।
১২
এক নিবল সমান……..বিট।
৪(চার)
ভাইরাস Protect করার জন্য………….ব্যাবহার করা হয় ।
অ্যান্টিভাইরাস
Ctrl +[ চেপে Font সাইজ………….করা যায়।
ছোট হয়
Undo করার সংক্ষিপ্ত Command হলো………..।
Ctrl+Z
Data Save করার সংক্ষিপ্ত Command হলো…………।
Ctrl +S
কম্পিউটার ভাইরাস হলো ………….।
সফটওয়্যার
কোনটি ইনপুট ডিভাইস নয় ?
মাউস
কী-বোর্ড
মাইক্রোফোন
মনিটর
ই-মেইল এর নতুন অ্যাকাউন্ট খোলার জন্য ব্যাবহৃত হয় ?
Sign in
Sign up
Log in
Sign out
কোনটি Logical ফাংশন ?
=Sum ( )
=Max( )
=If ( )
=Abs ( )
Print এর শর্টকাট কমান্ড কোনটি ?
Ctrl + X
Ctrl +Z
Ctrl +Y
Ctrl + P
Column hide ব্যাবহৃত হয় ?
Row কে লুকিয়ে রাখতে
Column ও Row কে লুকিয়ে রাখতে
Column কে লুকিয়ে রাখতে
মুছে ফেলতে
আধুনিক কম্পিউটারের জনক কে ?
নেপোলিয়ন
চার্লস ব্যাবেজ
স্টিফেন হকিংস
মার্কনী
এক কিলোবাইট সমান কয় বাইট ?
২০১৪ বাইট
১১২৪ বাইট
১৩২৩ বাইট
১০২৪ বাইট
ওয়ার্কশীটের Row নির্দেশ করা হয় ?
নম্বর ও বর্ণ দিয়ে
নম্বর দিয়ে
শিফট দিয়ে
লেটার দিয়ে
কী বোর্ড এর কন্টোল ‘কী’ এর সংখ্যা কতটি ?
৪টি
৩টি
৫টি
২ টি
I want to………….a letter.
learn
make
write
My father is ………than your father.
fun
funnier
funniest
I am too………to walk.
quiet
tight
weak
The pencil is made of………………
bamboo
wood
iron
বাংলাদেশ আমার জন্মভূমি।
Bangladesh is my motherland.
সূর্য পশ্চিম দিকে অস্ত যায়।
The sun sets in the west.
তোমার পিতার নাম কী ?
What is your father,s name ?
Do you know how to swim ?
Yes,I know
What is your favorite hobby ?
Gardening is my favorite hobby.
Who is you best friend ?
Most. Esrat Jahan is my best friend.
June 16, 2020
January-March 2016
নতুন File খোলার জন্য কী Command ব্যাবহার করা হয় ?
Ctrl + N
লুকানো Column খুঁজে বের করার জন্য কী ব্যাবহার করতে হয় ?
Select All Column -Home-Format-Visibality-Hides,Unhide-Unhide Columns.
Excel Program চালু করতে কয়টি শিট চালু হয় ?
৩টি
কতগুলো Interconnected field মিলে কী তৈরী হয় ?
Record
দুটি ব্রাউজারের নাম লেখ ।
Mozilla firefox, Opera.
Email অ্যাড্রেস এর সাধারণ গঠন লেখ।
yourname@.domainname.com
Database Program এ Form তৈরী করা হয় কেন ?
সুন্দর ও আকর্ষনীয়বাবে ডিজাইনের মাধ্যমে এক বা একাধিক টেবিলে ডাটা Supply বা Collection করার জন্য Form তৈরী করা হয়।
Excel Program এ কোন নির্দিষ্ট অংশ প্রকাশের জন্য ব্যাবহার করা হয় ।
Select cell Range.
ভাইরাস কী ?
কম্পিউটারের পরিভাষায় ভাইরাস শব্দের পূর্ণরূপ-Virus Information resources Under Seize যার অর্থ গুরুত্বপূর্ন উৎসগুলো বাজেয়াপ্ত করা হয়েছে।
Bijoy Keyboard এর Bangla to English বা English to Bangla করার শর্টকাট ‘কী’কোনটি ?
Ctrl+Alt+B
MS Office Program এ data Save করলে তা ……..জমা হয়।
My document এ
Database এ প্রথম তৈরী করতে হয়……………।
Table
Undo করা হয়…………….করার জন্য।
বাতিল কাজ পুনরায় আনয়ন
একটি চিঠি ভিন্ন ভিন্ন ঠিকানায় পাটাবার জন্য ব্যাবহার করা হয় …..।
Mail Merge
পেজ এর মার্জিন ঠিক করতে…………..Option Select করতে হয়।
Page Setup.
স্ক্যানার একটি ………ডিভাইস।
ইনপুট
(a+b)2+2ab(2)+ab এই Format টি লেখতে………এর সাহায্য নিতে হয় ।
Superscript
Excel Program এ File Save করলে File Name এর সাথে……….যুক্ত হয়।
.Xls
Text alingment…………..প্রকার।
৪(চার)
Cell কে কয়েকটি অংশে বিভক্ত করতে চাইলে……..করতে হয়।
Split cells
Window এর Under এ MS Office Program পরিচালিত হয়।
মি
মনিটর হল মেমরি ডিভাইস।
মি
Move করার জন্য MS Word এ Command হল Cut paste।
স
সিরিজ Data যোগের জন্য Excel Program এ =sum(A1:A15) নিয়ম অনুসরণ করা হয়।
স
Lavel Box ও Text Box এর কাজে কোন পার্থক্য নেই।
মি
MS Word এ Line Spacing এর জন্য Paragraph Option ব্যাবহার করা হয়।
স
দুটি Table এ একটি Field একই থাকলে Relationship করা যায়।
স
Report এর কাজ হল File কে প্রদর্শন করা ।
স
Close করলে Program বন্ধ হয়, আর Exit করলে File বন্ধ হয় ।
স
Image MS Word বা MS Excel এ Add করা যায়।
স
Windows হলো এক প্রকার –
Program
Application Program
Operating System Program
কোনোটিই নয়
MICR একটি-
আউটপুট
ইনপুট ও আউটপুট
ইনপুট
মেমরি ডিভাইস
মাউস এক প্রকার-
Pointer
Input Device
Memory Device
Output Device
MS Word এ Copy Paste করতে শর্টকাট কী-
উভয়টি
Ctrl+C
কোনোটিই নয়
Ctrl+V
Open Command কোন Menu তে থাকে ?
কোনটিই নয়
Edit Menu
File Menu
View Menu
দুই Cell যোগের নিয়ম (Excel Program) –
A1:A2
=A1+A2
সবকয়টি
A1+A2
Excel Program এ সাধারণত সারি উচ্চতা থাকে।
15
8.75
12.7
18.75
Microsoft Access হলো –
ক ও গ উভয়টি
Database Program
স্প্রেডশিট Program
Language Program
এম এস ওয়ার্ড হলো-
ডাটা প্রসেসর
মেইল মাজিং প্যাকেজ
ওয়ার্ড প্রসেসর
স্প্রেডশিট
Relationship কয় প্রকার ?
কোন প্রকারভেদ নেই
২ প্রকার
৩প্রকার
কোনটিই নয়
পৃতিবী সূর্যের চারদিকে ঘোরে।
The earth moves round the sun.
আমার বাবা একজন দক্ষ কারিগর।
My father is a skilled/expert technician
ছাত্রদের প্রতিদিন ক্লাস করা উচিত।
Students should attend the class everyday.
বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশ।
Bangladesh is a country of middle income.
To be healthy ,we must eat…….।
balanced diet
food
rich food good
Move…………..You will die.
but
or
and
That is …………………intersting book.
an
a
the
Who is your best friend ?
Most. Esrat Jahan is my best friend.
Where do you come from ?
I come from Dinajpur.
what do you do after training ?
I will find a suitable job after training.
June 15, 2020
←
Previous Page
1
2
3
4
Next Page
→