BCS Question | Online Preparation
BCS Question
Primary Question
Ask Question
Category:
Primary Question
Primary Question
Primary Question Solution 2013 – Micicipi
১) What is the opposite of “cordial”?
Gentle
Hearty
Ungrateful
Reserved
২) কোন বানানটি শুদ্ধ?
Humourous
Humourious
Humorous
Humorious
৩) What kind of noun is “cattle”?
Proper
Common
Collective
Meterial
৪) Which is the noun of the word “Beautiful”?
Beautious
Beauty
Beautifully
Beautify
৫) Correct the following sentence. “He talks as if he (to be mad)”
He talks as if he were a mad
He talks as if he to be mad.
He talks as if he is mad.
He talks as if he be mad.
৬) কোনটি শওকত ওসমান রচিত?
চৌচির
সত্য-মিথ্যা
পদ্মা-মেঘনা-যমুনা
ক্রীতদাসের হাসি
৭) বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন–
চর্যাপদ
বৈষ্ণব পদাবী
ঐতরেয় আরণ্যক
দোহাকোষ
৮) ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয়?
ধ্বনিতত্ত্বে
অর্থতত্ত্বে
বাক্যতত্ত্বে
রূপতত্ত্বে
৯) কোনটি শুদ্ধ বানান?
মুহুর্মুহু
মূহুর্মুহু
মুর্হমূহু
মুর্হুমূহু
১০) ব্যাঙের সর্দি বলতে কি বোঝায়?
রোগ বিশেষ
অসম্ভব ঘটনা
প্রতারণা
সম্ভাব্য ঘটনা
১১) কোনটি সামন্তরিকের ক্ষেত্রফল?
১/২( দৈর্ঘ্য * উচ্চতা)
দৈর্ঘ্য * প্রস্থ
২ (দৈর্ঘ্য * প্রস্থ)
ভূমি * উচ্চতা
১২) x/2 +3 = x/3 + 4 সমীকরণে x-এর মান কত?
6
7
-6
-7
১৩) একজন লোক সপ্তাহে ১২৫০ টাকা আয় করেন এবং ১০০০ টাকা ব্যয় করেন। তাঁর সঞ্চয়ের সঙ্গে আয়ের অনুপাত হবে —-
৩ ঃ ৫
৪ঃ ৫
১ঃ ৫
২ঃ ৫
১৪) দুইটি সংখ্যার অনুপাত ৫ঃ ৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ঃ ৩ হয়। সংখ্যা দুইটি কি কি?
৭ ও ১১
১২ ও ১৮
১০ ও ২৪
১০ ও ১৬
১৫) টাকায় ৫টি দরে লেবু ক্রয় করে টাকায় কয়টা দরে লেবু বিক্রয় করলে ২৫% লাভ হবে?
৬টা
৫টা
৪টা
৩টা
১৬) ”আকাবা” কোন দেশের সমুদ্র বন্দর?
ইয়েমেন
কাতার
ওমান
জর্ডান
১৭) ন্যাপ (NAPE) কোথায় অবস্থিত?
ঢাকায়
ময়মনসিংহে
রাজশাহীতে
কুমিল্লায়
১৮) সিলেটের পূর্ব নাম–
জালালাবাদ
নাসিরাবাদ
বরেন্দ্রভূমি
সুবর্ণগ্রাম
১৯) ”আনন্দ বিহার” কোথায় অবস্থিত?
রাজশাহীতে
ময়নামতিতে
পাহাড়পুরে
মহাস্থানগড়ে
২০) ”ষাট গম্বুজ” মসজিদটি নির্মাণ করেন—
হযরত আমানত শাহ
বায়েজীদ বোস্তামী
পীর খান জাহান আলী
সুফী শাহ মখদুম
২১) জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি–
হুমায়ুন রশীদ চৌধুরী
বি. এ. সিদ্দিকী
খাজা ওায়াসি উদ্দিন
ড. কামাল হোসেন
২২) কাঁচামাল হিসাবে আখের ছোবড়া ব্যবহার করা হয়–
কর্ণফুলী কাগজ কল, চন্দ্রঘোনা
খুলনা নিউজপ্রিন্ট মিল, খালিশপুর
উত্তরবঙ্গ কাগজ কল, পাকশী
পার্টিকেল বোর্ড মিল, নারায়ণগঞ্জ
২৩) বাংলাদেশের বৃহত্তম হাওড় কোনটি?
হাইল
চলন বিল
পাথর চাওলি
হাকালুকি
২৪) মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে “বীরোত্তম” খেতাবে ভূষিত করা হয়?
৬০ জন
৬৮ জন
৭২ জন
৭৮ জন
২৫) দক্ষিণ গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি ব্যবধান হয়–
২১ জুন
২১ জুলাই
২৩ সেপ্টেম্বর
২২ ডিসেম্বর
২৬) Choose the correct answer– I (to lie) on the floor for three hours.
I have been laid on the floor for three hours.
I have been lied on the floor for three hours.
I have laid on the floor for three hours
I have been lying on the floor for three hours.
২৭) “Am I wanted by you?” বাক্যের active voice হচ্ছে–
Are you wanted me?
Did you wanted me?
Do you want me?
Does you want me?
২৮) Who called you a liar? বাক্যের passive voice হচ্ছে–
By whom are you called a liar?
By whom were you called a liar?
By whom you called a liar?
By whom was you called a liar?
২৯) “He asked me where I had gone the previous day.” বাক্যের direct speech হচ্ছে–
He said to me. “Where did you go yesterday?”
He asked to me. “Where did you go yesterday?”
He said to me, “Where you went yesterday?”
He said to me. “Where did I go yesterday?”
৩০)He said to his friends. “Let us play now” বাক্যের indirect speech হচ্ছে–
He requested to his friends that they should play then
He proposed to his friends that they would play then.
He proposed to his friends that they should play then.
He proposed to his friends that we should play then.
৩১) Noun of the word “Deny” is–
Denial
Deny
Deniable
Refuse
৩২) Adjective of the word “People” is
popularity
popularise
popular
populous
৩৩) Which sentence is correct?
You are an M.B.B.S
He was an M.A
He is an L.M.F
All of them
৩৪) কোন শব্দটি Comparative degree-এর উদাহরণ নয়?
Upper
Less
Worst
Highest
৩৫) Mother loves me. Here love is an example of —
Transitive verb
Intransitive verb
Auxiliary verb
Causative verb
৩৬) What is the meaning of the word “status quo”?
State of affair
The former state
Equal status
High status
৩৭) What is the meaning of the phrase “At home with”?
Family relation
At ease
Neighbour
Free at
৩৮) Choose the correct spelling :
Sabotage
Sabatage
Salabatage
Sabotaze
৩৯) Which one is the correct spelling?
Jewelery
Jewellry
Jewellery
Jwellry
৪০) What is the antonym of “Rigid”?
Autere
Stiff
Rigorous
Lax
৪১) দস্ত–ব–দস্ত কথার অর্থ কি?
বন্ধু বনাম বন্ধু
খেতে-খেতে
হাতে–হাতে
আস্তে-আস্তে
৪২) ”কূপমন্ডুক” বাগধারাটির দ্বারা কি বোঝায়?
বিশ্বাসপ্রবণ
সীমিত জ্ঞানের মানুষ
সাধারণ মানুষ
অলস
৪৩) নিচের কোনটি সমার্থক শব্দ নয়?
জলাশয়
পুকুর
দীঘি
ঢেউ
৪৪) সংশয় –এর বিপরীত শব্দ–
নির্ভর
বিস্ময়
প্রত্যয়
দ্বিধা
৪৫) পথ শব্দের সমার্থ শব্দ কোনটি?
সরণি
সমরণি
স্বরণী
সরনি
৪৬) ”বেসাতি” শব্দের প্রকৃত অর্থ কি?
পোষাক
সাজসজ্জা
উপকরণ
কেনাবেচা
৪৭) ”কলুর বলদ” কোন সমাস?
উপপদ তৎপুরুষ
অলুক তৎপুরুষ সমাস
মধ্যপদলোপী কর্মধারয়
উপমিত কর্মধারয়
৪৮) ”সোনামুখী” কোন সমাস?
উপমান
উপমিত
রূপক
মধ্যপদলোপী
৪৯) ”কান্নায় শোক কমে” বাক্যে “কান্নায়” কোন কারক?
অপাদান কারক
অধিকরণ কারক
করণ কারক
সম্প্রদান কারক
৫০) ”দর্শনীয়” শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
দৃশ + অনীয়
দৃশ্য + অনীয়
দৃশ্য + নীর
দৃশ +নীয়
৫১) কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না?
বিশেষ্য
বিশেষণ
ক্রিয়া
অব্যয়
৫২) ”নীল লোহিত” কার ছদ্মনাম?
সমরেশ মজুমদার
রাজ শেখর বসু
সুনীল গঙ্গোপাধ্যায়
সমর সেন
৫৩) ”ময়নামতি চর” কাব্যটির রচয়িতা কে?
যতীন্দ্রমোহন বাগচী
হুমায়ুন কবীর
রওশন ইজদানী
বন্দে আলী মিয়া
৫৪) ”পদ্মা নদীর মাঝি” কি ধরনের রচনা?
উপন্যাস
ভ্রমণ কাহিনী
রম্যরচনা
নাটক
৫৫) ”ওয়ারিশ” উপন্যাসটির লেখক হচ্ছেন—
শওকত ওসমান
রফিক আজাদ
শওকত আলী
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৫৬) টাকায় ৩টি করে জিনিস ক্রয় করে টাকায় ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
৫০ঁ%
২৫%
১৫%
১০%
৫৭) ১৫টি ভেড়ার মূল্য ৫টি গরুর মূল্যের সমান। ২টি গরুর মূল্য ১৮,০০০ টাকা হলে, ১টি ভেড়ার মূল্য কত হবে?
১৫০০ টাকা
২০০০ টাকা
২৫০০ টাকা
৩০০০ টাকা
৫৮) কোনো ছাত্রাবাসে ৪০ জন ছাত্রের ৩০ দিনের খাবার আছে। ৫ দিন পরে আরও ১০ জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে?
১৫ দিন
২০ দিন
২৪ দিন
২৮ দিন
৫৯) ৬০ জন লোক কোনো কাজ ১৮ দিনে করতে পারে। উক্ত কাজ ৩৬ জন লোকে কত দিনে সম্পন্ন করতে পারবে?
২৪ দিনে
২৮ দিনে
৩০ দিনে
৩৬ দিনে
৬০) একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ?
দ্বিগুণ
তিনগুণ
চারগুণ
পাঁচগুণ
৬১) a + b =5 এর a-b=3 হলে, ab এর মান কত?
2
3
4
5
৬২) পিতা ও মাতার বয়সের গড় ৩০ বৎসর। পিতা, মাতা ও পুত্রের গড় বয়স ২৪ বৎসর হলে, পুত্রের বয়স কত?
৮ বৎসর
১০ বৎসর
১১ বৎসর
১২ বৎসর
৬৩) পিতা ও দুই পুত্রের বর্তমান বয়সের গড় ২৩ বৎসর। ৩ বৎসর পর দুই পুত্রের গড় বয়স ১৩ বৎসর হলে, পিতার বর্তমান বয়স কত?
৪৬ বৎসর
৪৯ বৎসর
৫১ বৎসর
৫৪ বৎসর
৬৪) একজন বোলার গড়ে ১৮ রান দিয়ে ১০টি উইকেট পান। পরবর্তী ইনিংসে গড়ে ৪ রান দিয়ে ৪টি উইকেট পান। তিনি উইকেট প্রতি গড়ে কত রান দিয়েছেন?
১২
১৩
১৪
১৬
৬৫) 1+2+3+4+ ——-+22 =কত?
253
254
256
258
৬৬) a-1a=3 হলে,a2+1a2 = কত?
7
9
11
13
৬৭) ২৩÷৪৫এর ২০২১= কত?
১৩
৭৮
৫৬০
৮২১
৬৮) ১৩÷৪৫×৩৪=কত?
৫১৬
৫৯
৪১৩
১৫
৬৯) 2×2+x-15- এর উৎপাদক কোনটি?
(x+3)(2x-5)
(x-3)(2x-5)
(x-3)(2x+5)
(x+3)(2x+5)
৭০) শ্বসনে নির্গত হয়–
অক্সিজেন
নাইট্রোজেন
কার্বন ডাই–অক্সাইড
উপরের সবগুরোই
৭১) সালোকসংশ্লেষণ ঘটে না–
পাতায়
সবুজ কান্ডে
শাখা-প্রশাখায়
মূলে
৭২) নিচের কোনটি ভাইরাসজনিত রোগ নয়?
টিটেনাস
ইনফ্লুয়েঞ্জা
চিকেন পক্স
হাম
৭৩) টিউমার সংক্রান্ত চর্চাকে কি বলে?
একোলজি
অঙ্কোলজি
সাইটোলজি
টিউমারোলজি
৭৪) প্রবল জোয়ারের কারণ, এ সময়–
চন্দ্র পৃথিবীর সবচেয়ে কাছে থাকে
পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে
সুর্য, চন্দ্র ও পৃথিবী এক সরল রেখায় থাকে
সূর্য ও চন্দ্র পৃথিবীর সঙ্গে সমকোণ করে থাকে
৭৫) শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র–
অডিওমিটার
অডিওফোন
অ্যামিটার
অলটিমিটার
৭৬) বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ
বেশি হয়
কম হয়
খুব কম হয়
একই থাকে
৭৭) সাধারণ স্টোরেজ ব্যাটারীতে সিসার ইলেকট্রোডের সাথে যে তরলটি ব্যবহৃত হয় তা হলো–
হাইড্রোক্লোরিক এসিড
সালফিউরিক এসিড
নাইট্রিক এসিড
এমোনিয়াম ক্লোরাইড
৭৮) কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা হলো—
ভিটামিন এ
ভিটামিন সি
ক্যালসিয়াম
লৌহ
৭৯) একজন সাধারণ মানুষের দেহে মোট কত টুকরা হাড় থাকে?
১০৬
২০৬
৩০৬
৪০৬
৮০) কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয়?
শুশুক
তিমি
হাঙ্গর
ডলফিন
June 12, 2020
Primary Question Solution 2013 – Dajla
১)1+2+3+4+——+19= কত?
180
184
188
190
২)পিতা ও মাতার বয়সের গড় ২০ বৎসর। পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ১৬ বৎসর হলে, পুত্রের বয়স কত?
৮ বৎসর
১৫ বৎসর
১৬ বৎসর
১৭ বৎসর
৩)একজন বোলার গড়ে ১৭ রান দিয়ে ৭টি উইকেট পান। পরবর্তী ইনিংসে গড়ে ৮ রান দিয়ে ৩টি উইকেট পান। তিনি উইকেট প্রতি গড়ে কত রান দিয়েছেন?
১২
১৪.৩
১৫.৫
১৬
৪)পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স ২০ বৎসর। ২বৎসর পর দুই পুত্রের গড় বয়স ১২ বৎসর হলে পিতার বর্তমান বয়স কত?
৪০ বৎসর
৪২ বৎসর
৪৩ বৎসর
৪৪ বৎসর
৫)এক বাক্স আঙ্গুর ২৭৫০ টাকায় বিক্রয় করায় ৪৫০ টাকা ক্ষতি হলো। ঐ আঙ্গুর ৩৬০০ টাকায় বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হতো?
৩০০ টাকা লাভ
৩৫০ টাকা লাভ
৪০০ টাকা লাভ
৪৫০ টাকা লাভ
৬) কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?
ঝিলিমিলি
মৃত্যুক্ষুধা
মধুমালা
অগ্নি-বীণা
৭) ”দেখিনু সেদিন রেলে, কুলি ব’লে এক বাবু সা’ব তারে ঠেলে দিল নীচে ফেলে!” পংক্তিটির রচয়িতা কে?
কাজী নজরুল ইসলাম
আহসান হাবিব
সত্যেন্দ্রনাথ দত্ত
কবি সুফিয়া কামাল
৮) ”অপরাহ্ন” নাটকটির রচয়িতা কে?
মমতাজ উদ্দিন আহমেদ
রাবেয়া খাতুন
হুমায়ূন আহমেদ
আব্দুল্লাহ আল মামুন
৯) ”কিরণ” শব্দের সমার্থক শব্দ কোনটি?
শিখা
অশনি
সূর্য
অংশু
১০) ”স্মরণ” শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
জাগরণ
বিস্মরণ
নির্লিপ্ত
উদিত
১১) কোনটি শুদ্ধ বানান?
CONQUERER
CONQUEROR
CONQUARAR
CONQARAR
১২) কোনটি শুদ্ধ বানান?
INKANDESCENT
INCANDECENT
INCANDISCENT
INCANDESCENT
১৩) কোন বানানটি শুদ্ধ?
CONOISSEUR
CONNOISEUR
CONNOISSEUR
CONNOISSER
১৪) Honesty is the best policy. বাক্যে “honesty” শব্দটি
Proper noun
Common noun
Collective noun
Abstract noun
১৫) This necklace is made by gold. বাক্যে “gold” শব্দটি
Proper noun
Common noun
Collective noun
Material noun
১৬) লালবাগ কেল্লার আদি নাম–
আওরঙ্গবাদ দুর্গ
আজম দুর্গ
শায়েস্তাখান দুর্গ
পরীবিবির দুর্গ
১৭) ”আনন্দ বিহার” কোথায় অবস্থিত?
ঢাকার মালিবাগে
কুমিল্লার ময়নামতিতে
চট্টগ্রামের রাউজানে
উপরের কোনো স্থানেই নয়
১৮) কোন মোঘল সম্রাট বাংলার নাম দেন “জান্নাতাবাদ”?
জাহাঙ্গীর
শাহজাহান
হুমায়ূন
আওরঙ্গজেব
১৯) সতীদাহ প্রথা রহিত হয় কোন সালে?
১৮২৯ সালে
১৮৩০ সালে
১৮৩১ সালে
১৮৩৯ সালে
২০) বাংলাদেশের প্রথম যাদুঘর কোনটি
ঢাকা যাদুঘর
বরেন্দ্র যাদুঘর
লালবাগ কেল্লা যাদুঘর
আহসান মঞ্জিল যাদুঘর
২১) বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহার কোনটি?
সোমপুর বিহার
শালবন বিহার
সীতাকোট বিহার
আনন্দ বিহার
২২) প্রথম শহীদ স্মৃতিস্তম্ভটি তৈরি করা হয় ১৯৫২ সালের কোন তারিখে?
২১ ফেব্রুয়ারি
২২ ফেব্রুয়ারি
২৩ ফেব্রুয়ারি
২৪ ফেব্রুয়ারি
২৩) রূপসা নদীর উপর নির্মিত খানজাহান আলী সেতুর দৈর্ঘ্য কত?
১৩০০ মিটার
১৩৬০ মিটার
১৪০০ মিটার
১৪৬০ মিটার
২৪) সুন্দরবনের পশ্চিমে কোন নদী অবস্থিত?
রায়মঙ্গল
মাতামুহুরী
পশুর
বলেশ্বর
২৫) ব্রহ্মপুত্র কোথায় বাংলাদেশে প্রবেশ করেছে?
লালমনিরহাট
ভুরুঙ্গামারী
নীলফামারী
কুড়িগ্রাম
২৬) একজন চা ব্যবসায়ী এক বাক্স চা পাতা কেজি প্রতি ৮০ টাকা হিসাবে ক্রয় করেন। সব চা পাতা কেজি প্রতি ৭৫টাকা দরে বিক্রয় করায় ৫০০ টাকা ক্ষতি হয়। তিনি কত কেজি চা পাতা ক্রয় করেছিলেন?
৮৫ কেজি
৯০ কেজি
৯৫ কেজি
১০০ কেজি
২৭) একটি ছাগল ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৪৫০ টাকা বেশি হলে ৫% লাভ হতো। ছাগলটির ক্রয়মূল্য কত?
২৯০০ টাকা
৩০০০ টাকা
৩২০০ টাকা
৩৫০০ টাকা
২৮) দিবারাত্রি সংঘটিত হয়–
আহ্নিক গতির জন্য
বার্ষিক গতির জন্য
মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে
কোনোটিই নয়
২৯) একটি কাজ ক একা ১০ দিনে খ একা ১৫ দিনে শেষ করতে পারলে, ক ও খ একত্রে ঐ কাজ কত দিনে শেষ করতে পারবে?
৬ দিনে
৮ দিনে
১০ দিনে
১২ দিনে
৩০) কোনো দুর্গে ৭২০ জন সৈন্যের ২০ দিনের খাবার মজুদ আছে। ১০ দিন পর কিছু নতুন সৈন্য আসায় অবশিষ্ট খাদ্যে তাদের ৮ দিন চললে কত জন সৈন্য এসেছিল?
১৭০ জন
১৮০ জন
১৮৫ জন
১৯০ জন
৩১) x-{x- (x+1)} এর মান কত?
x+1
1
-1
x-1
৩২) একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার এক–চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ?
২
৪
৮
১৬
৩৩) ১৪৩ টাকাকে ২ঃ ৪ঃ ৫ অনুপাতে ভাগ করলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত টাকা হবে?
৩৬ টাকা
৩৯ টাকা
৪০ টাকা
৪২ টাকা
৩৪) একটি সোনার গয়নার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার পরিমাণ ৩ঃ১। এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ঃ ১ হবে?
৮ গ্রাম
৬ গ্রাম
৩ গ্রাম
৪ গ্রাম
৩৫) x2-y2+2y-1 এর একটি উৎপাদক _
x+y+1
x+y-1
x-y
x-y-1
৩৬) x2+y2=৮ এবং xy=৭ হলে (x+y)2 এর মান কত?
১৪
১৬
২২
৩০
৩৭) ১÷৮৯(৫৮+৩৮)= কত?
১
১১৮
৮৯
১৯
৩৮) x-{x-(x+1)} এর মান কত?
x+1
1
-1
x-1
৩৯) ”কারক” শব্দটির অর্থ?
যা পদকে সম্পাদন করে
যা সমাস সম্পাদন করে
যা ক্রিয়া সম্পাদন করে
যা পদ ও সমাসকে সম্পাদন করে
৪০) কর্ম কারকের উদাহরণ কোনটি?
তোমাকে সেদিন দেখেছিলাম
তোমাকে আজই যেতে হবে
বাবাকে বড় ভয় করে
তোমাকে অনেক কথা শুনতে হবে
৪১) ”সকলকে মরতে হবে”–বাক্যে ”সকলকে” শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্তৃকারকে দ্বিতীয়া
কর্মকারকে দ্বিতীয়া
অপাদানে দ্বিতীয়া
অধিকরণে দ্বিতীয়া
৪২) “চক্ষুদান করা” বাগধারাটির অর্থ কি?
চক্ষুদান করা
সচেতন করা
চুরি করা
এর কোনোটিই নয়
৪৩) কোন বানানটি শুদ্ধ?
পসারিণী
পসারিনি
পসারীনী
পসারিনী
৪৪) কোনটি শুদ্ধ বানান?
একান্নবর্তি
একান্নবর্ত্তি
একান্নবর্তী
একান্নবর্ত্তী
৪৫) ”মধ্যাহ্ন” কোন সমাস?
বহুব্রীহি
তৎপুরুষ
কর্মধারয়
অব্যয়ীভাব
৪৬) ”নিরামিষ” কোন সমাস?
কর্মধারয়
তৎপুরুষ
বহুব্রীহি
অব্যয়ীভাব
৪৭) ”সহোদর” কোন সমাস?
বহুব্রীহি
তৎপুরুষ
কর্মধারয়
দ্বিগু
৪৮) ”যে ব্যক্তির দুহাত সমান চলে”– এক কথায় কি হবে?
দোহাতী
সব্যসাচী
দ্বিজ
পরভর্তৃকা
৪৯) ”ইহলোকে যা সামান্য নয়”– এক কথায় কি হবে?
অনন্যসাধারণ
অনন্যসাধাারণ
অলোকসামান্য
আলোকসামান্য
৫০) ”অহরহ” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
অহ + রহ
অহঃ + রহ
অহ + অহ
অহঃ+অহ
৫১) ”নীরস” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
নি + রস
নী + রস
নিঃ + রস
নীঃ + রস
৫২) ”নাবিক” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
নৌ + ইক
ন + ইক
নব + ইক
নবৌ + ইক
৫৩) ”সদাশয়” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
সদ + আশয়
সদা + শয়
সৎ + আশয়
সৎ + শয়
৫৪) ”জনৈক” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
জন + এক
জনৈ + এক
জনৈ + ক
জন + ক
৫৫) নিচের কোন বাক্যটি শুদ্ধ?
Ahsan is better today.
He prevented me to go.
I have a lot of furnitures for sale.
The bus service has been cancelled due to fog.
৫৬) নিচের কোন বাক্যটি শুদ্ধ?
Two-thirds of the money are lost.
I am senior to you by three years
Whom do you think I am?
He thought that it will rain.
৫৭) He is envious — my success বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে–
in
to
of
by
৫৮) Anis is good —- cricket বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে–
in
with
at
of
৫৯) Ha has lack — money. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে–
in
with
of
to
৬০) I objected — his proposal. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে–
to
in
with
by
৬০) I objected — his proposal. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে–
in
to
for
by
৬২) “She fans herself” বাক্যটির Passive form হবে—
She was fanned by herself.
She is fanned herself.
She is fanned by herself.
None of these
৬৩) “Give the order” বাক্যটির Passive form হবে—
Let the order to give.
Let the order to given.
Let the order be given.
Let the order give.
৬৪) “They elected him captain” বাক্যটির Passive form হবে—
He is elected captain by them
He was elected captain by them.
He elected captain by them.
He has been elected captain by them.
৬৫) Abul said, “I was busy.” বাক্যটির indirect speech হবে—
Abul said that I was busy
Abul said that he was busy
Abul said that I had been busy
Abul said that he had been busy
৬৬) Farida said, “I shall go to school.” বাক্যটির indirect speech হবে—
Farida said that she would go to school.
Farida said that she will go to school.
Farida told that she went to school.
None of these
৬৭) কোনটি “Joyful” শব্দের সমার্থক শব্দ?
Dull
Cheerful
Depressed
Gloomy
৬৮) কোনটি “Typical” শব্দের সমার্থক শব্দ ?
Common
Extraordinary
Strange
Uncommon
৬৯) বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) কোথায় অবস্থিত?
টঙ্গী
সাভার
গাজীপুর
টাঙ্গাইল
৭০) বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয় কোন সালে?
১৯৯৯
২০০০
২০০১
২০০২
৭১) কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় কত বছর পর পর?
২ বছর
৩ বছর
৪ বছর
৫ বছর
৭২) উঁচু পর্বতের চূড়ায় উঠলে নাক দিয়ে রক্ত পড়ার সম্ভাবনা থাকে। কারণ উঁচু পর্বত চূড়ায়
বায়ুর চাপ বেশি
বায়ুর চাপ কম
অক্সিজেন কম
ঠান্ডা বেশি
৭৩) একটি সরলদোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে তার দোলনকাল কত হবে?
অসীম
স্লো হবে
ভূপৃষ্ঠের সমান
ভূপৃষ্ঠ থেকে কম
৭৪) নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন?
তাপ দ্বারা মোম গলানো
লোহার মরিচা ধরা
পানি চিনিতে দ্রবীভূত হওয়া
বরফ গলে পানি হওয়া
৭৫) কোনটি খর পানিতে উত্তম ফেনা দেয়?
টয়লেট সাবান
তরল সাবান
লন্ড্রি সাবান
ডিটারজেন্ট
৭৬) সিস্টোলিক চাপ বলতে বুঝায়–
হৃৎপিন্ডের সংকোচন চাপ
হৃৎপিন্ডের প্রসারণ চাপ
হৃৎপিন্ডের সংকোচন ও প্রসারণ চাপ
কোনোটিই নয়
৭৭) কোনটি পানিবাহিত রোগ?
টাইফয়েড
যক্ষ্মা
ইনফ্লুয়েঞ্জা
হাম
৭৮) মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র–
স্টেথস্কোপ
স্ফিগমোম্যানোমিটার
কার্ডিওগ্রাফ
ইকোকার্ডিওগ্রাফ
৭৯) ”এভিকালচার” বলতে কি বুঝায়?
উড়োজাহাজ ব্যবস্থাপনা
উড্ডয়ন সংক্রান্ত বিষয়াদি বাজ
পাখি পালন বিষয়াদি
পাখিপালন বিষয়াদি
৮০) সমুদ্রস্রোতের অন্যতম কারণ–
বায়ু প্রবাহের প্রভাব
সমুদ্রের ঘূর্ণিঝড়
সমুদ্রের পানিতে তাপের পরিচালনা
সমুদ্রের পানিতে তাপের তারতম্য
June 12, 2020
Primary Question Solution 2013 – Hoangho
১) কোনটি শুদ্ধ বানান?
MISIONARY
MISSIONARY
MISIONERY
MISSIONERY
২) কোনটি শুদ্ধ বানান?
CATASTROPHE
CETASTROPHE
CATASTROPHEE
CATASTROFEE
৩) কোনটি শুদ্ধ বানান?
HETROGENUS
HETROGENEOUS
HETEROGENUS
HETEROGENEOUS
৪) Still waters run deep. এখানে “Still” শব্দটি—
Noun
Pronoun
Adjective
Adverb
৫) He kept the fast for a week. এখানে “fast” শব্দটি—
Noun
Pronoun
Adjective
Adverb
৬) ”ইউসুফ জোলেখা” কাব্য লেখেন কে?
যশোরাজ খান
শাহ মুহম্মদ সগীর
মীর মোশাররফ হোসেন
বিজয় গুপ্ত
৭) কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদূর? মানুষেরই মাঝে স্বর্গ–নরক মানুষেতে সুরাসুর পংক্তিটির রচয়িতা কে?
শেখ ফজলুল করিম
মোজাম্মেল হক
মোহিত লাল মজুমদার
জীবনানন্দ দাশ
৮) কোন নাটকটি সেলিম আল দীনের?
পায়ের আওয়াজ পাওয়া যায়
কবর
সুবচন নির্বাসনে
মুনতাসীর ফ্যান্টাসী
৯) ”প্রভাত সূর্যের” সমার্থক শব্দ কোনটি?
রবি
দিনমণি
অরুণ
ভানু
১০) ”হরণ” শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
পূরণ
গ্রহণ
মুক্ত
কোনোটিই নয়
১১) 1+2+3+4+——+20= কত?
210
212
214
220
১২) তিন সন্তানের বয়সের গড় ৬ বৎসর ও পিতাসহ তাদের বয়সের গড় ১৩ বৎসর হলে পিতার বয়স কত?
৩২ বৎসর
৩৩ বৎসর
৩৪ বৎসর
৩৬ বৎসর
১৩) একজন বোলার গড়ে ২০ রান দিয়ে ১২ উইকেট পান। পরবর্তী খেলায় গড়ে ৪ রান দিয়ে ৪টি উইকেট পান। তিনি গড়ে উইকেট প্রতি কত রান দিয়েছেন?
১৪
১৬
১৮
১৯
১৪) পিতা ও মাতার বয়সের গড় ২৫ বৎসর। পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ১৮ বৎসর হলে পুত্রের বয়স কত?
২ বৎসর
৪ বৎসর
৫ বৎসর
৬ বৎসর
১৫) একজন দোকানদার প্রতি হালি ডিম ২৫ টাকা দরে ক্রয় করে প্রতি ২ হালি ৫৬ টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে?
লাভ ১২%
লাভ ১৪%
লাভ ১৬%
লাভ ১৭%
১৬) কিসের তারতম্য থেকে আবহাওয়ার অবস্থা জানা যায়?
জলবায়ু
আর্দ্রতা
বৃষ্টিপাত
বায়ুচাপ
১৭) ইউনেসকো (UNESCO) প্রতিষ্ঠিত হয় কত সালে?
১৯৪৫ সালে
১৯৪৬ সালে
১৯৪৭ সালে
১৯৪৮ সালে
১৮) জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?
কফি আনান
হ্যামারশোল্ড
ট্রিগভেলি
বান কি মুন
১৯) বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
১৯৭৪
১৯৭৫
১৯৭৬
১৯৭৭
২০) ”অপারেজেয় বাংলা” কী?
মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রকর্ম
মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য
মুক্তিযুদ্ধভিত্তিক ম্যুরালচিত্র
একটি মুক্তিযুদ্ধ বিষয়ক স্থাপনা
২১) বাংলাদেশে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয় কবে?
১৯৯০ সালে
১৯৯১ সালে
১৯৯২ সালে
১৯৯৩ সালে
২২) মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
৮টি
৯টি
১১টি
১২টি
২৩) সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি?
বুধ
বৃহস্পতি
মঙ্গল
শুক্র
২৪) ভারত–শ্রীলংকাকে পৃথক করেছে কোন প্রণালী?
ডোভার প্রণালী
বেরিং প্রণালী
মালাক্কা প্রণালী
পক প্রণালী
২৫) কোনটি মৌলিক পদার্থ?
চিনি
নিয়ন
লবণ
পানি
২৬) নিচের কোন বাক্যটি শুদ্ধ?
He will avail the opportuntiy
I should take leave of you
I have seen two deers
Television is a wonderful discovery
২৭) নিচের কোন বাক্যটি শুদ্ধ?
Good night, how are you?
Ali took admission into that college.
He asked me where did I go.
He always speaks the truth.
২৮) Glass is made —- bottles বাক্যের সূন্যস্থানে সঠিক শব্দ বসবে– in of with by
in
of
with
by
২৯) Students should be attentive —- their lessons বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে–
in
with
to
of
৩০) His words conform — his work বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে–
with
by
in
to
৩১) He was convinced — my honesty বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে–
with
of
by
in
৩২) The girl is expert —- drawing বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে–
in
to
with
at
৩৩) “Let him sing a song” বাক্যটির সঠিক পরিবর্তিত voice হবে—
Let a song sing by him.
Let a song be sung by him
Let a song be sang by him
Let a song sung by him
৩৪) “Who will help you” বাক্যটির সঠিক পরিবর্তিত voice হবে–
By whom will you be helped?
By whom you will be helped?
By whom would you be helped?
By whom you would be helped?
৩৫) “Do you know him”বাক্যটির সঠিক পরিবর্তিত voice হবে–
Is he known by you?
Is he known to you?
Is he knew by you?
Was he known by you?
৩৬) He said to me, “May you have wealth” বাক্যটির indirect speech হবে–
He wished me that I might have wealth.
He wished me that I might had wealth.
He wished me that I should have wealth.
He said to me that I might have wealth.
৩৭) “You said to me,” you do not do your duty.” বাক্যটির indirect speech হবে–
You told me that I do not do my duty.
You said to me that I did not do my duty.
You said to me that I do not do my duty.
You told me that I did not do my duty.
৩৮) Brief –এর সমার্থক শব্দ কোনটি?
Profuse
Eloquent
Short
Copious
৩৯) Latent –এর সমার্থক শব্দ কোনটি?
Concealed
Evident
Visible
Conspicious
৪০) বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে কোন পদের সম্পর্ককে কারক বলে?
বিশেষণ পদের
অব্যয় পদের
নাম পদের
ক্রিয়া বিশেষণ পদের
৪১) অধিকরণ কারকের উদাহরণ কোনটি?
তিলে তৈল আছে
দুধ থেকে ঘি হয়
তিল থেকে তেল হয়
মেঘ থেকে বৃষ্টি হয়
৪২) ”তিনি ব্যাকরণে পন্ডিত”– বাক্যে ”ব্যাকরণে” শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্মে সপ্তমী
করণে সপ্তমী
অপাদানে সপ্তমী
অধিকরণে সপ্তমী
৪৩) কোন বানানটি শুদ্ধ?
উন্মিলন
উন্মিলণ
উন্মীলণ
উন্মীলন
৪৪) কোনটি শুদ্ধ বানান? রূপায়ন রূপায়ণ রুপায়ন রুপায়ণ
রূপায়ন
রূপায়ণ
রুপায়ন
রুপায়ণ
৪৫) ”যিনি অধিক কথা বলেন না”— এক কথায় কী হবে?
অল্পভাষী
সংযম
মিতভাষী
সন্ন্যাসী
৪৬) ”সাপের খোলস” বাক্য সংকোচন কী হবে?
নির্মোক
উরগ
কৃত্তি
প্লাবক
৪৭) ”সৌভাগ্যের বিষয়” কোন বাগধারা দিয়ে প্রকাশ করা হবে?
পোয়াবারো
একাদশে বৃহস্পতি
গোঁফে- খেজুরে
সৌভাগ্যবান
৪৮) ”নীলাকাশ” কোন সমাস?
কর্মধারয়
তৎপুরুষ
বহুব্রীহি
অব্যয়ীভাব
৪৯) ”বিষবৃক্ষ” কোন সমাস?
তৎপুরুষ
কর্মধারয়
বহুব্রীহি
অব্যয়ীভাব
৫০) ”শতাব্দী” কোন সমাস?
বহুব্রীহি
তৎপুরুষ
অব্যয়ীভাব
দ্বিগু
৫১) ”স্বাগত” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
স্বা + আগত
স্বা + গত
সু + আগত
সা + আগত
৫২) ”বিচ্ছেদ” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
বিঃ + ছেদ
বি + ছেদ
বিৎ + ছেদ
বিচ্ + ছেদ
৫৩) ”উন্নত” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
উৎ + নত
উন্নী + ত
উৎ + নীত
উৎ + নিত
৫৪) ”বৃষ্টি” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
বিষ + তি
বৃ + ষ্টি
বৃষ + টি
বৃষ + তি
৫৫) একটি ছাগল ৮% ক্ষতিতে বিক্রয় করা হলো। ছাগলটি আরও ৮০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ৮% লাভ হতো। ছাগলটির ক্রয়মূল্য কত?
৪৫০০ টাকা
৫০০০ টাকা
৫৫০০ টাকা
৬০০০ টাকা
৫৬) একজন দোকানদার ১ ডজন বলপেন ৬০ টাকায় ক্রয় করে ৭২ টাকায় বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে?
১৬%
১৮%
২০%
২২%
৫৭) ক ও খ একত্রে একটি কাজ ১০ দিনে শেষ করতে পারে। খ একা কাজটি ১৪ দিনে শেষ করতে পারলে ক একা কত দিনে কাজটি শেষ করতে পারবে?
২৭ দিনে
৩০ দিনে
৩২ দিনে
৩৫ দিনে
৫৮) ৫৬ জন শ্রমিক একটি কাজ ২১ দিনে শেষ করতে পারে। ১৪ দিনে কাজটি শেষ করতে হলে নতুন কত জন শ্রমিক লাগবে?
২৮ জন
২৪ জন
২৬ জন
৩০ জন
৫৯) একটি রাস্তা মেরামত করতে ৩৫ জন শ্রমিকের ১২ দিন লাগলে ১৪ জন শ্রমিকের কত দিন লাগবে?
২৪ দিন
২৮ দিন
৩০ দিন
৩২ দিন
৬০) দুইটি রাশির অনুপাত ৫ঃ ১১। উত্তর রাশি ৯৯ হলে পূর্বরাশি কত?
৪২
৪৫
৪৮
৫৬
৬১) ২৪ কে ৭ঃ ৬ অনুপাতে বৃদ্ধি করলে নতুন সংখ্যা হবে —-
২৮
৩২
৩৫
৩৮
৬২) সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১২০ ডিগ্রী হলে বহুভুজটির বাহুর সংখ্যা হবে —
৫
৬
৮
১০
৬৩) নিম্নলিখিত ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?
২/৩
৩/৪
৫/৯
৭/১২
৬৪) কোন রঙের বস্তু তাপ শোষণ কম করে?
সাদা
কালো
বেগুনি
হলুদ
৬৫) কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?
শূন্যতায়
কঠিন পদার্থে
তরল পদার্থে
বায়বীয় পদার্থ
৬৬) ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে?
তামা
দস্তা
অ্যালুমিনিয়াম
সীসা
৬৭) নিচের কোন যৌগটি “ভিটামিন সি”?
অ্যাসকরবিক এসিড
সাইট্রিক এসিড
অ্যসিটিক এসিড
অক্সালিক এসিড
৬৮) কোনটি সাবান কে শক্ত করে?
সোডিয়াম কার্বনেট
সোডিয়াম সালফেট
সোডিয়াম ক্লোরাইড
সোডিয়াম সিলিকেট
৬৯) বিলিরুবিন তৈরি হয়—
কিডনীতে
যকৃতে
পিত্তথলিতে
প্লিহায়
৭০) গাছের পাতা পীত বর্ণ ধারণ করে কিসের অভাবে?
নাইট্রোজেন
ম্যাগনেসিয়াম
আয়রন
পটাশিয়াম
৭১) মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত?
১৮ জোড়া
২০ জোড়া
২২ জোড়া
২৩ জোড়া
৭২) বিশ্বকাপ ফুটবল খেলা প্রথম শুরু হয়—
১৯৩০ সালে
১৯৩১ সালে
১৯৩২ সালে
১৯৩৪ সালে
৭৩) ১৯৩০ সালে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন দেশ—
ব্রাজিল
উরুগুয়ে
ফ্রান্স
ইংল্যান্ড
৭৪) বায়ুর আর্দ্রতা পরিমাপ করার যন্ত্রের নাম কি?
এ্যাভোমিটার
ব্যারোমিটার
হাইগ্রোমিটার
অ্যামিটার
৭৫) ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মোগল সুবেদার কে ছিলেন?
ইসলাম খাঁন
শায়েস্তা খাঁন
ইব্রাহীম খাঁন
মীর জুমলা
৭৬) ময়মনসিংহ জেলার পূর্ব নাম—
জালালাবাদ
ইসলামাবাদ
নাসিরাবাদ
সিংহগ্রাম
৭৭) তালিবাবাদ উপগ্রহ ভূ–কেন্দ্রটি চালু হয়?
১৯৮০ সালে
১৯৮১ সালে
১৯৮২ সালে
১৯৯৩ সালে
৭৮) তালিবাবাদ কোন জেলায় অবস্থিত?
নরসিংদী
খুলনা
দিনাজপুর
গাজীপুর
৭৯) বাংলাদেশের জ্বালানি তৈল শোধনাগারটি অবস্থিত—
ঢাকায়
চট্টগ্রাম
খুলনায়
সিলেটে
৮০) বাংলাদেশে একমাত্র অস্ত্র তৈরি কারখানাটি অবস্থিত—
গাজীপুরে
ঢাকা জেলায়
চট্টগ্রাম জেলায়
রাজশাহী জেলায়
June 12, 2020
Primary Question Solution 2013 – Jimla
১) কোনটি শুদ্ধ বানান?
SURVEILANCE
SARVEILANCE
SURVEILLANCE
SURVEILLENCE
২) কোনটি শুদ্ধ বানান?
ENCICLOPEDIA
ENCYCLOPAEDIA
ENCICLOPEADIA
ENCYCLOPEDIA
৩) কোনটি শুদ্ধ বানান?
CALEIDOSCOPE
CALEIDOSKOPE
KALAIDOSCOPE
KALEIDOSCOPE
৪) Anita is a good girl”বাক্যে “girl” শব্দটি–
Proper noun
Common noun
Collective noun
Material noun
৫) Ali saw a flock of sheep বাক্যে “flock” শব্দটি–
Proper noun
Common noun
Collective noun
Material noun
৬) ”লালসালু” উপন্যাসের লেখক কে?
সৈয়দ ওয়ালীউল্লাহ
শওকত আলী
মুনীর চৌধুরী
শহীদুল্লাহ কায়সার
৭) ”মরণ রে, তুঁহুঁ মম শ্যাম সমান।”— পঙ্ক্তিটির রচয়িতা কে?
বিহারীলাল চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন
রবীন্দ্রনাথ ঠাকুর
সুফিয়া কামাল
৮) ”জন্ডিস ও বিবিধ বেলুন” নাটকটির রচয়িতা কে?
মামুনুর রশীদ
হুমায়ূন আহমেদ
আবুল হায়াত
সেলিম আল দীন
৯) ”বিটপী” শব্দের সমার্থক শব্দ কোনটি?
পুষ্প
বৃক্ষ
পদ্ম
স্বর্ণ
১০) ”কুটিল” শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
অকুটিল
বাঁকা
সরল
হালকা
১১) 1+2+3+4+——+18= কত?
168
171
174
176
১২) দুই সন্তানের বয়সের গড় ১০ বৎসর ও মাতাসহ তাদের বয়সের গড় ১৭ বৎসর হলে, মাতার বয়স কত হবে?
১৪ বৎসর
১৫ বৎসর
৩১ বৎসর
১৮ বৎসর
১৩) পিতা ও মাতার বয়সের গড় ৩৬ বৎসর। পিতা, মাতা ও মেয়ের বয়সের গড় ২৯ বৎসর হলে মেয়ের বয়স কত হবে?
১৪ বৎসর
১৫ বৎসর
১৬ বৎসর
১৮ বৎসর
১৪) একজন বোলার গড়ে ২২ রান দিয়ে ৬টি উইকেট পান। পরবর্তী খেলায় গড়ে ১৪ রান দিয়ে ৪টি উইকেট পান। তিনি গড়ে উইকেটপ্রতি কত রান দিয়েছেন?
১৪.০
১৬.০
১৮.০
১৮.৮
১৫) একজন কলা বিক্রেতা ১ হালি কলা ২০ টাকায় ক্রয় করে ১৮ টাকায় বিক্রয় করলেন। এতে তাঁর শতকরা কত ক্ষতি হবে?
১০%
১২%
১৩%
১৫%
১৬) ৭৫ টাকায় ১৫টি বলপেন কিনে ৯০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
১৬%
১৮%
২০%
২১%
১৭) বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) দপ্তর অবস্থিত কোথায়?
রোমে
প্যাবিসে
জেনেভায়
হেগে
১৮) জাতিসংঘের প্রথম মহাসচিব কোন দেশের নাগরিক ছিলেন?
ঘানা
নরওয়ে
ব্রিটেন
দক্ষিণ কোরিয়া
১৯) নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত?
১২
১৩
১৪
১৫
২০) ”অপরাজেয় বাংলা”র ভাস্কর কে?
শিল্পী হামিদুজ্জামান খান
ভাস্কর নভেরা আহমেদ
ভাস্কর সৈয়দ আদুল্লাহ খালিদ
ভাস্কর শামীম শিকদার
২১) বাংলাদেশে রঙ্গিন টেলিভিশন চালু হয় কবে?
১৯৮০ সালে
১৯৮১ সালে
১৯৮২ সালে
১৯৮৩ সালে
২২) বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল?
১নং
২নং
৩নং
৪নং
২৩) স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয় কোনটি?
নরওয়ে
কেনিয়া
ডেনমার্ক
ফিনল্যান্ড
২৪) কলম্বিয়া দেশটি কোন মহাদেশে অবস্থিত?
ইউরোপ
দক্ষিণ আমেরিকা
আফ্রিকা
উত্তর আমেরিকা
২৫) প্রথম বিশ্বকাপ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছিল?
ইতালিতে
উরুগুয়েতে
ব্রাজিলে
মেক্সিকোতে
২৬) বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়?
৪ বছর পরপর
৫ বছর পরপর
প্রতি বছর
৩ বছর পরপর
২৭) নিচের কোন বাক্যটি শুদ্ধ?
Television is a wonderful invention.
My brother is M.A.
He speaks English like English.
I feel uneasy.
২৮) নিচের কোন বাক্যটি শুদ্ধ?
i feel out of sort today.
he tried hardly to succeed.
I have great deal of work to do.
Please give me attendance.
২৯) He deals — rice বাক্যের শূন্যস্থানে শব্দ বসবে–
with
in
at
by
৩০) He died — over eating বাক্যের শূন্যস্থানে শব্দ বসবে–
from
by
in
to
৩১) Mr. Anwar is expart — physics বাক্যের শূন্যস্থানে শব্দ বসবে–
at
to
in
with
৩২) I am fearful —- enemies বাক্যের শূন্যস্থানে শব্দ বসবে–
in
with
to
at
৩৩) He is engaged —- writing a book বাক্যের শূন্যস্থানে শব্দ বসবে–
in
with
to
at
৩৪) “I am writing a letter”- বাক্যটির সঠিক পরিবর্তিত voice হবে–
A letter is written by me.
A letter was written by me.
A letter was being written by me.
A letter is being written by me.
৩৫) “Give the order”- বাক্যটির সঠিক পরিবর্তিত voice হবে–
Let the order to give.
Let the order given.
Let the order be given.
Let the order give.
৩৬) “Do not hate the poor”. বাক্যটির সঠিক পরিবর্তিত voice হবে–
Let not the poor be hated.
Let the poor not be hated.
Let not the poor hate.
Let poor not be hate.
৩৭) বাক্যের প্রতিটি শব্দের সাথে অন্বয় সাধনের জন্য যে সকল বর্ণ যুক্ত হয় তাদের কী বলে?
কারক
বিভক্তি
সমাস
সম্বন্ধ পদ
৩৮) কোনটি করণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ?
বালকেরা ফুটবল খেলে
তাস খেলা ভাল নয়
কাচের জিনিস সহজে ভাঙে
টাকায় কি না হয়
৩৯) ”আমাকে যেতে হবে”— বাক্যে ”আমাকে” শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্তৃকারকে দ্বিতীয়া
কর্মে দ্বিতীয়া
করণে দ্বিতীয়া
অপাদানে দ্বিতীয়া
৪০) কোন বানানটি শুদ্ধ?
মুহুর্মুহু
মূহুমুহু
মূহূর্মূহু
মূহুর্মূহু
৪১) কোন বানানটি শুদ্ধ?
ছান্দসিক
ছন্দসিক
ছন্দসীক
ছান্দসীক
৪২) ”যে উপকারীর উপকার স্বীকার করে”– এক কথায় কী হবে?
অকৃতার্থ
কৃতজ্ঞ
কৃতঘ্ন
অকৃতজ্ঞ
৪৩) ”কোনোভাবেই যা নিবারণ করা যায় না”– এক কথায় কী হবে?
অদম্য
অসম্ভব
অনিবার্য
অনিবারিত
৪৪) ”আট কপালে” কোন বাগধারা দিয়ে প্রকাশ করা হবে?
হতভাগ্য
ভাগ্যবান
সরু কপাল
চওড়া কপাল
৪৫) ”বইপড়া” কোন সমাস?
কর্মধারয়
বহুব্রীহি
অব্যয়ীভাব
তৎপুরুষ
৪৬) ”উপকথা” কোন সমাস?
কর্মধারয়
অব্যয়ীভাব
বহুব্রীহি
দ্বিগু
৪৭) Asad said to me, “I want to go to school now.” বাক্যটির indirect speech হবে–
Asad said to me that he wanted to go to school now.
Asad said to me that he wanted to go to school then.
Asad told me that he wanted to go to school then.
Asad told me that he wants to go to school then.
৪৮) Abid said to me, “I was ill” বাক্যটির indirect speech হবে–
Abid said to me that he was ill.
Abid told me that he had been ill.
Abid told me that I had been ill.
Abid told me that he has been ill.
৪৯) Penalty –এর সমার্থক শব্দ কোনটি?
Punishment
Pardon
Reward
Compensation
৫০) Sacred –এর সমার্থক শব্দ কোনটি?
Secular
Evil
Profane
Divine
৫১) ”সুবর্ণ” কোন সমাস?
কর্মধারয়
তৎপুরুষ
বহুব্রীহি
অব্যয়ীভাব
৫২) ”ষোড়শ” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
ষট + দশ
সড় + শ
ষোড় + অশ
ষোড় + শ
৫৩) “গায়ক” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
গা + অক
গৈ + অক
গা + য়ক
গো + অক
৫৪) ”গবেষণা” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
গব + এষণা
গবে + এষণা
গৌ + এষণা
গো + এষণা
৫৫) ”ভাবুক” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
ভৌ + উক
ভো + উক
ভাব + উক
ভৌ + অক
৫৬) সাত গম্বুজ মসজিদের গম্বুজের সংখ্যা—
৪টি
৩টি
৫টি
৭টি
৫৭) লালবাগ কেল্লার নির্মাণ কাজ আরম্ভ করেন–
ইসলাম খান
শায়েস্তা খান
যুবরাজ মোহাম্মদ আযম
মীর জুমলা
৫৮) বেতবুনিয়া কোন জেলায় অবস্থিত?
ঢাকা
পাবনা
চট্টগ্রাম
রাঙামাটি
৫৯) বেতবুনিয়া উপগ্রহ ভূ–কেন্দ্রটি স্থাপিত হয়–
১৯৭৪ সালে
১৯৭৫ সালে
১৯৭৬ সালে
১৯৭৭ সালে
৬০) বাংলাদেশ মেশিন টুলস কারখানা অবস্থিত–
গাজীপুরে
টঙ্গীতে
নারায়ণগঞ্জে
খুলনাতে
৬১) বাংলাদেশের টেলিফোন শিল্প সংস্থা অবস্থিত?
কুমিল্লায়
চট্টগ্রাম
টঙ্গীতে
সিলেট
৬২) বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুচাপ—
কমে যায়
বেড়ে যায়
স্থির থাকে
শূন্য হয়
৬৩) বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কি?
ওয়াট
ওয়াট-ঘন্টা
জুল
কিলোওয়াট–ঘন্টা
৬৪) কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষতা বেশি?
কালো
লাল
বেগুনি
সাদা
৬৫) তাপ সঞ্চালনের দ্রুততম প্রক্রিয়া কোনটি?
পরিবন
পরিচলন
বিকিরণ
এর কোনোটিই নয়
৬৬) বায়ুমন্ডলের কোন উপাদান অতি বেগুনি রশ্মিকে শোষণ করে?
হিলিয়াম
ওজোন
অক্সিজেন
নাইট্রোজেন
৬৭) ম্যালিক এসিড পাওয়া যায়–
কমলাললেবুতে
টমেটোতে
আমলকিতে
আঙ্গুরে
৬৮) টুথপেস্টের প্রধান উপাদান
সাবান ও পাওডার
জেলী ও মসলা
ফ্লোরাইড ও ক্লোরোফিল
ভোজ্য তেল ও সোডা
৬৯) মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে বায়ুর–
অক্সিজেন
নাইট্রোজেন
হাইড্রোজেন
কার্বন ডাই-অক্সাইড
৭০) কোনটি একবীজপত্রী উদ্ভিদ নয়?
নারিকেল
গম
ভুট্টা
কাঁঠাল
৭১) কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে?
ভিটামিন বি
ভিটামিন সি
ভিটামিন কে
ভিটামিন বি২
June 12, 2020
Primary Question Solution 2012 – Seuli
১) কোনটি Material Noun?
Book
Ring
River
Paper
২) কোনটি Collective Noun?
Bashar
Class
Youth
Island
৩) কোন বানানটি শুদ্ধ?
Collaboration
Colaboration
Colaboretion
Collaboretion
৪) কোনটি শুদ্ধ বানান?
Ocasion
Ocation
Occasion
Occassion
৫) ‘Do you know him?’ বাক্যটির Passive form হবে—-
Is he know by you?
Is he known to you?
Dose he known by you?
Is he known with you?
৬) ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুঝ, আধ–মরাদের ঘা তুই বাঁচা। —পংক্তিটি কোন কবির রচনা?
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
গোলাম মোস্তফা
সুফিয়া কামাল
৭) কাজী নজরুল ইসলাম রচিত ‘রাজবন্দীর জবানবন্দী‘ একটি —
বক্তব্য
প্রবন্ধগ্রন্থ
গল্প
উপন্যাস
৮) ওরা কদম আলী নাটকটির রচিয়িতা কে?
মুনীর চৌধুরী
শওকত ওসমান
আবদুল্লাহ আল মামুন
মামুনুর রশীদ
৯) কোন বানানটি শুদ্ধ?
ক্ষীনজীবী
ক্ষিনজীবী
ক্ষীণজীবী
ক্ষীণজিবি
১০) কোনটি শুদ্ধ বানান?
শশিভুসন
শশিভূষণ
শসিভূষন
শশিভুসণ
১১) ক ও খ একত্রে একটি কাজ ১০ দিনে শেষ করতে পারে। খ একা কাজটি ১৪ দিনে শেষ করতে পারলে ক একা কত দিনে কাজটি শেষ করতে পারবে?
২৫ দিন
২৮ দিন
৩২ দিন
৩৫ দিন
১২) একটি ক্যাম্পে ৭২ জন স্কাউটের ৬ দিনের খাদ্য মজুদ আছে। ১৮ জন স্কাউট চলে গেলে, ঐ খাদ্যে বাকি স্কাউটদের আরো কত দিন চলবে?
২ দিন
৩ দিন
৪ দিন
৬ দিন
১৩) কোনো এক স্থানে সপ্তাহের গড় তাপমাত্রা ৩০ ডিগ্রী সেলসিয়াস। প্রথম ৩ দিনের গড় তাপমাত্রা ৩০ ডিগ্রী সে ও শেষ ৩ দিনের গড় তাপমাত্রা ৩০ ডিগ্রী সেলসিয়াস হলে চতুর্থ দিনের তাপমাত্রা কত?
৩৩ ডিগ্রী সে.
৩৬ ডিগ্রী সে.
৩৯ ডিগ্রী সে.
৪৩ ডিগ্রী সে.
১৪) ৩ বৎসর আগে ক ও খ এর বয়সের গড় ছিল ১৬ বছর। গ তাদের সাথে যোগ দেয়ায় বর্তমান তাদের বয়সের গড় ২০ বৎসর হয়। গ এর বয়স কত?
২০ বৎসর
২২ বৎসর
২৪ বৎসর
২৬ বৎসর
১৫) কঃ খ = ৫ঃ ৬ এবং খঃ গ= ৩ঃ ১০ হলে কঃ গ = কত?
৫ঃ ২০
৬ঃ ১২
১০ঃ ২০
৫ঃ ১২
১৬) কোনটি পদার্থ নয়?
আলো
অক্সিজেন
নাইট্রোজেন
পানি
১৭) কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা বেশি?
সাদা
কালো
বেগুনি
লাল
১৮) ভূ–পৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে?
অ্যালুমিনিয়াম
তামা
সীসা
দস্তা
১৯) কাচ তৈরির প্রধান কাঁচামাল হলো —-
চুনাপাথর
জিপসাম
বালি
সাজি মাটি
২০) সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয়?
সবুজ আলোতে
লাল আলোতে
নীল আলোতে
বেগুনি আলোতে
২১) জাতিসংঘ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে কোন দিনটিকে স্বীকৃতি দেয়?
৭ মার্চ
৮ মার্চ
৯ মার্চ
১০ মার্চ
২২) সিস্টোলিক চাপ বলতে বুঝায় —-
হৃৎপিণ্ডের সংকোচন চাপ
হৃৎপিণ্ডের প্রসারণ চাপ
হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ চাপ
কোনোটিই নয়
২৩) কোনটি বায়ুবাহিত রোগ?
ডায়রিয়া
কলেরা
হাম
জন্ডিস
২৪) নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানবদেহের —
ফুসফুস
কিডনি
যকৃত
প্লীহা
২৫) ‘রবিশস্য‘ বলতে কি বুঝায়?
গ্রীষ্মকালীন শস্য
বর্ষাকালীন শস্য
শীতকালীন শস্য
যে কোনো সময়ের শস্য
২৬) ‘His behaviour surprised me.’ বাক্যটির Passive form হবে—-
I was surprised at his behaviour.
I was surprised with his behaviour.
I had been surprised at his behaviour.
I had been surprised with his behaviour.
২৭) Anis said, “Good night, Father” বাক্যটির Indirect speech হবে—-
Anis said good night for his father.
Anis bade his father good-bye.
Anis gave good night to his father.
Anis addressed his father and told good-bye.
২৮) Aref said, “I must write a letter.” বাক্যটির Indirect speech হবে—-
Aref said that he has to write a letter.
Aref said that he had to write a letter.
Aref told that he would have to write a letter.
Aref told that he will have to write a letter.
২৯) নিচের কোন বাক্যটি শুদ্ধ?
There is no place in the bench
I go two bread
It is a nice poem
I went to my house
৩০) নিচের কোন বাক্যটি শুদ্ধ?
Quote this from memory
I got boarding and lodging
Put your sign here
My brother is sick
৩১) রক্তে কোলেস্টেরোল–এর পরিমাণ বেড়ে গেলে কোনটি খাওয়া উচিত নয়?
বেলে মাছ
পালংশাক
খাসির মাংস
মুরগীর মাংস
৩২) হালদা ভ্যালী কোথায় অবস্থিত?
রাঙ্গামাটি
খাগড়াছড়ি
বান্দরবান
সন্দ্বীপ
৩৩) কোনটি এনামুল হকের রচনা?
ভাষার ইতিবৃত্ত
আধুনিক ভাষাতত্ত্ব
মনীষা মনজুসা
বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান
৩৪) প্রেসার কুকারে পানির স্ফুটনাঙ্ক —-
কম হয়
বেশি হয়
ঠিক থাকে
কোনোটিই নয়
৩৫) He is not —-home today. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে —
at
in
with
on
৩৬) I cannot put faith —him. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে —
in
on
at
upon
৩৭) কোনটি ‘Calm’ শব্দের সমার্থক শব্দ?
Angry
Agitated
Quiet
Inflamed
৩৮) কোনটি ‘ Abolish’ শব্দের সমার্থক শব্দ?
Cancel
Perform
Create
Generate
৩৯) ‘All at once’ এর অর্থ —-
Quickly
Slowly
Suddenly
Gradually
৪০) অল্প “শোকে” কাতর—বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্তৃ কারকে ২য়া
করণ কারকে ৭মী
অপাদান কারকে ৭মী
অধিকরণ কারকে ৭মী
৪১) “আষাঢ়ে” বৃষ্টি নামে—- বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্তায় ৭মী
কর্মে ৭মী
অপাদানে ৭মী
অধিকরণে ৭মী
৪২) অনুতাপ (তাপের পশ্চাৎ) কোন সমাস?
অব্যয়ীভাব
তৎপুরুষ
কর্মধারয়
বহুব্রীহি
৪৩) আশীবিষ (আশীতে বিষ যার) কোন সমাস?
তৎপুরুষ
কর্মধারয়
বহুব্রীহি
অব্যয়ীভাব
৪৪) ‘উদ্যোগ‘ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
উদ + যোগ
উৎ + যোগ
উদ্যো + গ
উত + যোগ
৪৫) কোনটি ‘অন্ধকার‘ শব্দের সমার্থক শব্দ?
পাবক
মনোজ
ধারাপাত
তমসা
৪৬) ‘অর্বাচীন‘ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
নিরপরাধ
প্রাচীন
অনুজ
অনভ্যাস
৪৭) ‘চক্ষুদান করা‘ বাগধারাটির অর্থ কি?
সচেতন করা
চক্ষু দান করা
চুরি করা এর
কোনোটিই নয়
৪৮) ‘আপনাকে পণ্ডিত মনে করে যে।‘ —-এক কথায় কী হবে?
অতিপণ্ডিত
মহাপণ্ডিত
পণ্ডিত নেতা
পণ্ডিতম্মন্য
৪৯) ‘এক বিষয়ে যার চিত্ত নিবিষ্ট।‘ —এক কথায় হবে —-
একাগ্রচিত্ত
একমনা
অন্যমনা
মনোযোগী
৫০) ৬৩ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭ঃ ২; ঐ মিশ্রণে এসিড ও পানির পরিমাণ কত?
৩৯ লি. ২৪ লি.
৪৯ লি. ১৪ লি.
২৪ লি. ৩৯ লি.
২৯ লি. ৩৪ লি.
৫১) একটি খাসি ১,৫০০ টাকায় ক্রয় করে ১,৮০০ টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত?
১৬%
১৮%
২০%
২৫%
৫২) একটি জিনিস ৫০ টাকায় কিনে ৬০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
১৫%
২০%
২২%
২৫%
৫৩) ১, ৩, ৫, ৭,——ধারাটির অষ্টম পদ কত?
১৩
১৫
১৭
২০
৫৪) ১, ৩, ৪, ৭, ১১, —– ধারাটির পরবর্তী সংখ্যা কত?
৮
১৪
১৮
২৫
৫৫) কোনো পরীক্ষায় ৫২% পরীক্ষার্থী ইংরেজিতে এবং ৪২% পরীক্ষার্থী গণিতে ফেল করল। যদি উভয় বিষয়ে ১৭% ফেল করে থাকে, তবে কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করেছে?
২৩ জন
২৪ জন
২৫ জন
২৬ জন
৫৬) একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণের পরিমাণ ৬৫ ডিগ্রী হলে কেন্দ্রস্থ কোণের পরিমাণ হবে —-
১১৫ ডিগ্রী
১২০ ডিগ্রী
১৩০ ডিগ্রী
১৩৫ ডিগ্রী
৫৭) সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৪০ ডিগ্রী হলে বহুভুজটির বাহুর সংখ্যা হবে —
৬
৮
৯
১০
৫৮) x2+y2=18 এবং xy=6 (x-y)2 এর মান কত ?
4
6
8
12
৫৯) a+1a=4 হলে a2+1a2 এর মান কত ?
১৪
১২
১৬
১৮
৬০) নিচের কোন উক্তিটি সঠিক?
বায়ু একটি যৌগিক পদার্থ
বায়ু একটি মৌলিক পদার্থ
বায়ু একটি মিশ্র পদার্থ
উপরের কোনোটিই নয়
৬১) সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্র দিয়ে?
ফ্যাদোমিটার
জাইরো কম্পাস
সাবমেরিন
অ্যানিওমিটার
৬২) উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র —
ক্রনোমিটার
ওডোমিটার
ট্যাকোমিটার
ক্রেসকোগ্রাফ
৬৩) কম্পিউটার একটি—-
হিসাবকারী যন্ত্র
সিদ্ধান্ত গ্রহণের যন্ত্র
সমস্যা সমাধানের যন্ত্র
হিসাব পরীক্ষার যন্ত্র
৬৪) যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চন্দ্র অবস্থান করে তখন হয় —-
সূর্যগ্রহণ
চন্দ্রগ্রহণ
অমাবস্যা
কোনোটিই নয়
৬৫) সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান জ্যোতিষ্কমণ্ডলীকে বলা হয় —–
নক্ষত্র
পৃথিবী
সৌরজগৎ
বুধ
৬৬) বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
কামরুল হাসান
জয়নুল আবেদীন
হাসেম খান
হামিদুর রহমান
৬৭) বাংলাদেশের সবচেয়ে উত্তরের উপজেলা কোনটি?
পঞ্চগড়
ঠাকুরগাঁও
দিনাজপুর
লালমনিরহাট
৬৮) পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে?
চাঁদপুরে
সিরাজগঞ্জ
গোয়ালন্দ
ভোলা
৬৯) সৌরজগতের বৃহত্তম গ্রহ —
পৃথিবী
বৃহস্পতি
শনি
বুধ
৭০) প্রাচীন পুণ্ড্রনগর কোথায় অবস্থিত?
ময়নামতি
বিক্রমপুর
মহাস্থানগড়
পাহাড়পুর
৭১) পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী —–
নীল
মিসিসিপি
আমাজান
সেন্ট লরেন্স
৭২) কয়লা উৎপাদনে বিশ্বে প্রথম —
যুক্তরাষ্ট্র
ভারত
অস্ট্রেলিয়া
চীন
৭৩) কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি —-
হামিদুর রহমান
হামিদুজ্জামান
তানভীর কবির
অস্কার বাদক
৭৪) লালবাগ দুর্গের পূর্ব নাম কি ছিল?
জাহাঙ্গীর দুর্গ
আওরঙ্গবাদ দুর্গ
আজম দুর্গ
পরিবিবির দুর্গ
৭৫) সোনারগাঁও –এর পূর্ব নাম ছিল —-
চন্দ্রদ্বীপ
সুবর্ণগ্রাম
সুধারাম
গৌড়
৭৬) ঢাকার চকরে মসজিদের নির্মাতা —-
মীর জুমলা
ইসলাম খান
শায়েস্তা খান
মুরশীল কুলি খান
৭৭) অষ্টম শতাব্দীতে নির্মিত শালবন বিহার কোথায়?
পাহাড়পুরে
নাটোরে
ময়নামতিতে
রাঙ্গামাটিতে
৭৮) এশিয়ার দীর্ঘতম নদী কোনটি?
হোয়াংহো
ইয়াংসিকিয়াং
গঙ্গা
সিন্ধু
৭৯) ভানুসিংহ কার ছদ্মনাম —
রবীন্দ্রনাথ ঠাকুর
সত্যেন্দ্রনাথ দত্ত
প্রমথ চৌধুরী
টেকচাঁদ ঠাকুর
৮০) ফণিমনসা কাব্যের রচয়িতা কে?
কাজী নজরুল ইসলাম
আহসান হাবিব
সিকান্দার আবু জাফর
হাসান হাফিজুর রহমান
June 12, 2020
Primary Question Solution 2012 – Jamuna
১) ক ও খ এর বেতন অনুপাত ৭ : ৫। ক, খ অপেক্ষা ৪০০ টাকা বেশি বেতন পেলে খ এর বেতন কত?
৯০০ টাকা
১০০০ টাকা
১১০০ টাকা
১৬০০ টাকা
২) সমানুপাতের দ্বিতীয় ও তৃতীয় রাশিকে বলে —
মধ্য রাশি
প্রান্ত রাশি
মিশ্র রাশি
ক্রমিক রাশি
৩) চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমাল যে, চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিল?
৩০%
২৫%
২২%
২০%
৪) কোনো বই ৪০ টাকায় বিক্রি করলে ২০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ৪০% লাভ হবে?
৫০ টাকা
৪৪ টাকা
৭০ টাকা
৬৫ টাকা
৫) দুই ব্যক্তি একটি কাজ একত্রে ৮ দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একাকী কাজটি ১২ দিনে করতে পারে। দ্বিতীয় ব্যক্তি একাকী কাজটি কত দিনে করতে পারবে?
২৪ দিন
২৬ দিন
২২ দিন
২০ দিন
৬) ‘মসনদের মোহ‘ নাটকটির রচয়িতা কে?
আকবর উদ্দীন
ইব্রাহীম খাঁ
দ্বিজেন্দ্রলাল রায়
শাহাদৎ হোসেন
৭) ‘ছায়া হরিণ‘ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
সৈয়দ আলী আহসান
শামসুর রাহমান
আহসান হাবীব
ফররুখ আহমদ
৮) ‘সীমানা ছাড়িয়ে‘ উপন্যাসটির রচয়িতা কে?
জহির রায়হান
সৈয়দ শামসুল হক
আনিস চৌধুরী
দাউদ হায়দার
৯) কোনটি শুদ্ধ বানান?
দধিচি
দধিচী
দধীচি
দধীচী
১০) কোনটি শুদ্ধ বানান?
ভাগীরথী
ভাগিরথী
ভাগীরথি
ভাগিরথি
১১) Which one is the correct past tense form of ‘ring’?
Rung
Rang
Ringed
Runged
১২) Which one is conjunction?
or
very
out
for
১৩) কোনটি শুদ্ধ বানান?
Jewelery
Jewellry
Jwellry
Jewellery
১৪) কোনটি শুদ্ধ বানান?
Posesion
Posession
Possession
Possesion
১৫) ‘Fortune favours the brave’ এর পরিবর্তিত voice form হচ্ছে —-
The brave is favoured by fortune
The brave are favoured by fortune
The brave has favoured by fortune
The brave shall be favoured by fortune
১৬) ইনসুলিন কি?
এক ধরনের এনজাইম
এক ধরনের হরমোন
এক ধরনের কৃত্রিম অঙ্গ
এক ধরনের অস্ত্র
১৭) দুধে কোন ধরনের এসিড থাকে?
সাইট্রিক এসিড
অকজ্যালিক এসিড
ল্যাকটিক এসিড
কোনো এসিড থাকে না
১৮) উদ্ভিদ কোষ হতে বাষ্পাকারে পানি বের হয়ে যাবার প্রক্রিয়াকে বলে —
ব্যাপন
বাষ্পীভবন
শ্বসন
প্রস্বেদন
১৯) শরীর হতে বর্জ্য পদার্থ বের করে দেয় —-
ফুসফুস
কিডনী
হৃৎপিণ্ড
যকৃত
২০) ক্রমশ ব্যারোমিটারে পারদের উচ্চতা বৃদ্ধি কিসের ইঙ্গিত দেয়?
ভাল আবহাওয়ার
আসন্ন ঝড়ের
বৃষ্টির সম্ভাবনা
তাৎপর্যহীন
২১) কোন মাটিতে সমান পরিমাণে বালি, পলি ও কাদা থাকে?
বেলে মাটি
পলিমাটি
দো–আঁশ মাটি
এঁটেল মাটি
২২) বরেন্দ্রভূমি বলা হয় —
ময়নামতি ও লালমাই পাহাড়কে
শালবন বিহারকে
মধুপুর ও ভাওয়ালের গড়কে
রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাঞ্চলকে
২৩) মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
যমুনা
করতোয়া
পশুর
মহানন্দা
২৪) আইফেল টাওয়ার কোথায় অবস্থিত?
প্যারিস
মস্কো
মিউনিখ
লন্ডন
২৫) পৃথিবীকে উত্তর দক্ষিণে বিভক্ত করেছে —
অক্ষরেখা
নিরক্ষ রেখা
পূর্ব দ্রাঘিমা রেখা
উত্তর গোলার্ধে
২৬) জলভাগের পরিমাণ বেশি —
পূর্ব গোলার্ধে
পশ্চিম গোলার্ধে
দক্ষিণ গোলার্ধে
উত্তর গোলার্ধে
২৭) দ্বিতীয় বৃহত্তম মহাসাগর —
ভারত মহাসাগর
দক্ষিণ মহাসাগর
আরব সাগর
আটলান্টিক মহাসাগর
২৮) ধ্রুবতারা দেখা যায় —
উত্তর গোলার্ধে
দক্ষিণ গোলার্ধে
পূর্ব গোলার্ধে
পশ্চিম গোলার্ধে
২৯) অস্ট্রেলিয়া মহাদেশের উষ্ণতম মাস
জুলাই
নভেম্বর
জানুয়ারি
মার্চ
৩০) দক্ষিণ এশিয়ার একটি দেশ —
থাইল্যান্ড
মায়ানমার
ইরান
মালয়েশিয়া
৩১) “Let me do the sum” এর পরিবর্তিত voice form হচ্ছে —-
Let the sum be done by me
Let the sum done by me
Let the sum being done by me
Let the sum is to be done by me
৩২) The poorman said, “Let me have some food.” বাক্যের Indirect speech হচ্ছে —
The poorman begged that I might had some food.
The poorman begged that I might have some food.
The poorman begged that he might had some food.
The poorman begged that he might have some food.
৩৩) He said, “How charming the sight is!” বাক্যের Indirect form হচ্ছে —
He exclaimed that the sight is very charming.
He exclaimed that the sight is charming.
He exclaimed that the sight was very charming.
He exclaimed that the sight was charming.
৩৪) If you help me, I —–grateful. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে —
will remain
shall remain
would remain
am remaining
৩৫) Do not brood so much —–your misfortune. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে —
on
of
to
upon
৩৬) ‘Fall into line’ idiom- টির অর্থ হচ্ছে
Disagree
Honest
Brave
Agree
৩৭) ‘Ins and outs’ idiom-টির অর্থ হচ্ছে
Briefly
Summary
In details
None
৩৮) কোনটি শুদ্ধ বাক্য?
He dares g there.
I came in when he was writing.
The police were informed of the matter.
Matin is good than his brother
৩৯) কোনটি শুদ্ধ বাক্য?
I forbade him to go
The moon shines by night.
Did they wrote the book?
He stopped to write letter to me.
৪০) ‘Unstable ‘ শব্দের Synonym হচ্ছে —
Constant
Reliable
Steady
Changeable
৪১) “গুণহীনে” ত্যাগ কর —বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্মে ৭মী
অধিকরণে ৭মী
সম্প্রদানে ৭মী
অপাদানে ৭মী
৪২) আমি কি ডরাই সখি ভিখারী “রাঘবে“?–বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্মে ২য়া
অপাদানে ৭মী
করণে ৭মী
অপাদানে ৫মী
৪৩) বিশেষণের সাথে বিশেষ্যের যে সমাস হয় তার নাম কি?
দ্বন্দ্ব
তৎপুরুষ
কর্মধারয়
বহুব্রীহি
৪৪) পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে বলে —-
বহুব্রীহি সমাস
দ্বন্দ্ব সমাস
কর্মধারয় সমাস
তৎপুরুষ সমাস
৪৫) ‘তিমির‘ এর বিপরীতার্থক শব্দ —
আলো
অন্ধকার
কালো
তিরস্কার
৪৬) ‘পৃথিবী‘ এর সমার্থক শব্দ নয় —
বসুন্ধরা
ধরণী
যামিনী
অবনী
৪৭) কোন বাগধারা দ্বারা সুসময়ের বন্ধু বোঝানো হয়?
সাত সতেরো
সুখের পায়রা
ষোল আনা
কোনোটিই নয়
৪৮) ‘গবেষণা‘ এর সন্ধি বিচ্ছেদ —-
গ + এষণা
গো + ষণা
গ + ষণা
গো + এষণা
৪৯) প্রত্যয় কত প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
৫০) ‘যার অনেক বুদ্ধি আছে‘ তাকে এক কথায় কি বলে?
গভীর জলের মাছ
বুদ্ধির ঢেঁকি
বিড়াল তপস্বী
ভূশণ্ডির কাক
৫১) এক ব্যক্তি চাল বিক্রয় করে দেখল যে, ২৫ কেজি চালের বিক্রয় মূল্য ২০ কেজি চালের ক্রয়মূল্যের সমান। তার শতকরা কত ক্ষতি হল?
১৫%
২০%
২৫%
৩০%
৫২) যদি ৫ টি বেড়াল ৫ টি ইঁদুর ধরে ৫ দিনে, তাহলে ১০০টা বেড়াল ১০০টা ইঁদুর ধরবে —
১ দিনে
৫ দিনে
২০ দিনে
১০০ দিনে
৫৩) ২থেকে শুরু করে পর পর পাঁচটি জোড় সংখ্যার গড় কত হবে?
৪
৫
৬
৭
৫৪) কোনো শ্রেণীতে ২০ জন ছাত্রের বয়সের গড় ১০ বছর। শিক্ষকসহ তাদের বয়সের গড় ১২ বছর হলে শিক্ষকের বয়স কত?
৩২ বছর
৪২ বছর
৬২ বছর
৫২ বছর
৫৫) ত্রিভুজের যে কোনো বাহুকে উভয়দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণদ্বয়ের সমষ্টি —
দুই সমকোণ অপেক্ষা ক্ষুদ্রতর
দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর
দুই সমকোণের সমান
দুই সমকোণের অর্ধেক
৫৬) স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ —
এক সমকোণের অর্ধেক
সরল কোণ
এক সমকোণ
কোনোটিই নয়
৫৭) ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪—- ধারাটির পরবর্তী সংখ্যা কত?
৯০
৬৮
৫৫
৪০
৫৮) (০.০০৪)২ = কত?
০.০১৬
০.০০০০১৬
০.০০০১৬
০.০০১৬
৫৯) 4×2-13x-12 এর উৎপাদক কত ?
x-44x+3
2x-42x-3
2x-42x+3
x+44x-3
৬০) a+1a=4 হলে a3+1a3= কত ?
76
70
52
47
৬১) লালবাগের কেল্লা স্থাপন করেন কে?
ইসলাম খান
শাহ সুজা
টিপু সুলতান
শায়েস্তা খান
৬২) নিম্নের কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন?
ইবনে বতুতা
ফা-হিয়েন
মার্কো পোলো
হিউয়েন সাং
৬৩) বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন —-
লক্ষণ সেন
ইলিয়াস শাহ
আকবর
বিজয় সেন
৬৪) দক্ষিণ তালপট্টি দ্বীপ বাংলাদেশের কোন নদীর মোহনায় অবস্থিত?
বলেশ্বর
হাড়িয়াভাঙ্গা
ভৈরব
রূপসা
৬৫) মহাস্থানগড় একসময় বাংলাদেশের রাজধানী ছিল। তখন তার নাম ছিল —
পুণ্ড্র নগর
রামাবতী
কর্ণ সুবর্ণ
মহাস্থান
৬৬) তিন লিটার পানির ওজন —
২.৫ কি. গ্রা.
৪ কি. গ্রা.
২.৭৫ কি. গ্রা.
৩ কি. গ্রা.
৬৭) কম্পিউটারের হার্ডওয়্যারের মধ্যে থাকে —
৩ টি অংশ
৪টি অংশ
৫টি অংশ
৬টি অংশ
৬৮) বাংলাদেশের সিভিল সার্ভিসের (BCS) ক্যাডার কতটি?
২৭টি
২২টি
১৯টি
১৩টি
৬৯) সপ্তম শতাব্দীতে নির্মিত পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত ছিল?
শ্রী বিহার
সোমপুর বিহার
ধর্মপাল বিহার
জগদ্দল বিহার
৭০) ইংলিশ চ্যানেলকে উত্তর সাগরের সাথে সংযুক্ত করেছে —-
বসফরাস প্রণালী
বেরিং প্রণালী
মেসিনা প্রণালী
ডোবার প্রণালী
৭১) বদরের যুদ্ধ সংঘটিত হয় —
৬২০ সালে
৬২২ সালে
৬২৪ সালে
৬২৬ সালে
৭২) বুকার পুরস্কার হচ্ছে —
সাহিত্য পুরস্কার
শান্তি পুরস্কার
জনসংখ্যা পুরস্কার
এর কোনোটিই নয়
৭৩) অস্ট্রেলিয়ার রাজধানী —
সিডনী
ক্যানবেরা
মেলবোর্ন
পার্থ
৭৪) কোন প্রতিষ্ঠান ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে?
EU
UNICEF
UNHCR
UNESCO
৭৫) সতীদাহ প্রথা রহিতকরণ আইন পাস করেন কে?
লর্ড ক্যানিং
লর্ড বেন্টিঙ্ক
লর্ড রিপন
লর্ড কার্জন
৭৬) মালয়েশিয়া কোন দেশের উপনিবেশ ছিল?
ব্রিটেন
পর্তুগাল
ফ্রান্স
যুক্তরাষ্ট্র
৭৭) ভারতে ক্যাবিনেট মিশন কখন এসেছিল?
১৯৪০ সালে
১৯৪২ সালে
১৯৪৬ সালে
১৯৪৭ সালে
৭৮) জাতীয় সংসদে কোরাম হয় কত জনে?
৯০
৭৫
৭০
৬০
৭৯) বাঁশের কেল্লা খ্যাত স্বাধীনতা সংগ্রামী কে?
ফকির মজনু শাহ
তিতুমীর
দুদু মিয়া
মীর কাশিম
৮০) শীতকালে শরীরের চামড়া ফাটে কেন?
আর্দ্রতার অভাবে
রৌদ্রের অভাবে
ভিটামিনের অভাবে
স্নেহ জাতীয় পদার্থের অভাবে
June 12, 2020
Primary Question Solution 2012 – Surma
১) কোনটি শুদ্ধ বানান?
Agreable
Agreeable
Agreeabel
Agreabel
২) কোন বানানটি শুদ্ধ?
Buracrat
Bureaucret
Bureaucrat
Buracrate
৩) কোনটি Material Noun?
Wood
Mouth
Team
Knife
৪) কোনটি Collective Noun?
June
Team
month
Envelope
৫) ‘The man is climbing the cliff’ বাক্যটির Passive form হবে—-
The cliff is climbed by the man.
The cliff is being climbed by the man.
The cliff has been climbed by the man.
The cliff was being climbed by the man.
৬) আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায়, কবর দেশেতে ঘুমায়ে রয়েছে নিঝ্ঝুম নিরালায়। পঙ্ক্তিটি কোন কবির রচনা?
মোজাম্মেল হক
গোলাম মোস্তফা
সুফিয়া কামাল
জসীমউদ্দীন
৭) কোন উপন্যাসটি আখতারুজ্জামান ইলিয়াস রচিত?
আবদুল্লাহ
চিলেকোঠার সেপাই
দেনাপাওনা
কেরী সাহেবের মুনশী
৮) ‘অয়োময়‘ নাটকটির রচয়িতা কে?
হুমায়ুন আহমেদ
আবদুল্লাহ আল মামুন
জহির রায়হান
রশীদ হায়দার
৯) ‘কোনোভাবেই যা নিবারণ করা যায় না।‘ —এক কথায় কী হবে?
অনিবার্য
অনন্যোপায়
অদম্য
অসম্ভব
১০) ‘যা অধ্যয়ন করা হয়েছে।‘ —এক কথায় কী হবে?
পঠিত
অধীত
অধ্যয়িত
অধ্যায়িত
১১) যদি ১২ জন শ্রমিক ৪ দিনে টাকা ২৮৮০ আয় করে, তবে ৮ জন শ্রমিক কতদিনে সমপরিমাণ টাকা আয় করবে?
৩ দিনে
৪ দিনে
৫ দিনে
৬ দিনে
১২) লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ২০ কিমি ও ৪ কিমি। নদী পথে ৯৬ কিমি দূরত্ব অতিক্রম করে পুনরায় যাত্রাস্থানে ফিরে আসতে সময় লাগবে—
৬ ঘণ্টা
৮ ঘণ্টা
১০ ঘণ্টা
১২ ঘণ্টা
১৩) একজন লোক সপ্তাহে ৫০০০ টাকা আয় করেন এবং ৪৫০০ টাকা ব্যয় করেন। তার আয়ের সাথে সঞ্চয়ের অনুপাত হবে —
৯ : ১
১ : ৯
১০ : ৯
৫ : ১
১৪) ৩৫ লিটার অকটেন–পেট্রোল মিশ্রণে, পেট্রোল ও অকটেনের অনুপাত ৪ : ৩। এতে আর কত অকটেন মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত ৪ : ৫ হবে?
৮ লিটার
১০ লিটার
১২ লিটার
১৫ লিটার
১৫) নিচের ভগ্লাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?
৩/৪
৪/৯
৭/৯
৯/১৩
১৬) নিচের কোনটি পানিতে দ্রবীভূত হয় না?
ক্যালসিয়াম কার্বনেট
সোডিয়াম ক্লোরাইড
চিনি
সালফিউরিক এসিড
১৭) নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন?
লোহায় মরিচা ধরা
তাপ দ্বারা মোম গলানো
বরফ গলে পানি হওয়া
লবণ পানিতে দ্রবীভূত হওয়া
১৮) ইয়াসির আরাফাত নোবেল পুরস্কার পান কোন সালে?
১৯৯৩
১৯৯৪
১৯৯৫
১৯৯৬
১৯) চাঁদের মাটিতে প্রথম পা রাখেন কে?
মাইকেল কলিন্স
ইউরি গ্যাগারিন
নীল আর্মস্ট্রং
এডুইন অলড্রিন
২০) খাদ্যের কোন উপাদান রক্তের হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে?
আমিষ
শর্করা
স্নেহ
ভিটামিন
২১) প্রোটিনের মূল উপাদান কী?
অক্সিজেন
নাইট্রোজেন
হাইড্রোজেন
কার্বন
২২) এইচআইভি কী?
ব্যাকটেরিয়া
সায়ানো ব্যাকটেরিয়া
ভাইরাস
ছত্রাক
২৩) এইডস সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ কারা?
অল্পবয়সী ছেলেমেয়েরা
অল্পবয়সী মেয়েরা
অল্পবয়সী ছেলেরা
বৃদ্ধ-বৃদ্ধারা
২৪) কিসের অভাবে শিশুদের রিকেটস রোগ হয়?
ভিটামিন ‘বি’
ভিটামিন ‘সি’
ভিটামিন ‘ডি‘
ভিটামিন ‘কে’
২৫) ‘মিষ্টি কুমড়া‘ কোন ধরনের খাদ্য?
শ্বেতসার
আমিষ
স্নেহ
ভিটামিন
২৬) দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধিসাধনের জন্য কোন উপাদানটি দরকার?
শ্বেতসার
আমিষ
স্নেহ
খনিজ লবণ
২৭) ‘মঙ্গল‘ গ্রহের কয়টি উপগ্রহ আছে?
২টি
৩টি
৪টি
কোন উপগ্রহ নাই
২৮) বাংলাদেশ সরকার কবে ‘পলিথিন ব্যবহার নিষিদ্ধ‘ আইন প্রণয়ন করে?
১৯৯৮ সালে
২০০০ সালে
২০০২ সালে
২০০৪ সালে
২৯) ‘He taught me to read Arabic’ বাক্যটির Passive form হবে—-
I was taught by him to read Arabic.
I have been taught by him to read Arabic.
I had been taught by him to read Arabic.
I was being taught by him to read Arabic.
৩০) He said to me, “Wait until I come.” বাক্যটির Indirect speech হবে—-
He asked me to wait until he came.
He asked me to wait until he comes.
He told me to wait until he has come.
He told me for wait until he has returned.
৩১) Anwar said, “What a fool I am !” বাক্যটির Indirect speech হবে—-
Anwar said that he is a great fool.
Anwar told that he has been a great fool.
Anwar exclaimed that he was a great fool.
Anwar told that he had been a great fool.
৩২) Anger may be compared——fire. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে —
with
to
on
against
৩৩) Feed the baby —–milk. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে —
to
in
on
with
৩৪) নিচের কোন বাক্যটি শুদ্ধ?
I feel unwell.
I took a bath.
I am somewhat sure.
I sold my furnitures.
৩৫) নিচের কোন বাক্যটি শুদ্ধ?
The cart was laden fully.
Your information is false.
Listen to my advices.
Who brought these news?
৩৬) কোনটি ‘Joyful’ শব্দের সমার্থক শব্দ?
Gloomy
Depressed
Dull
Cheerful
৩৭) কোনটি ‘Vacant’ শব্দের সমার্থক শব্দ?
Blank
Engaged
Busy
Employed
৩৮) ‘In black and white’ এর অর্থ —-
In writing
Temporary
False
Verbally
৩৯) একটি গ্রামের লোকসংখ্যা ৬% হারে বর্ধিত হয়ে ১৪৮৪ হলে পূর্বের লোকসংখ্যা কত ছিল?
১৩৫০
১৪০০
১৪৪০
১৪৬০
৪০) বৃত্তের কেন্দ্র হতে ২৪ সেমি দীর্ঘ জ্যা–এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ৫সেমি হলে ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে —
১৩ সেমি
১৪ সেমি
১২ সেমি
১৫ সেমি
৪১) একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৩৫ ডিগ্রী হলে বহুভুজটির বাহুর সংখ্যা হবে —
৬
৭
৮
১০
৪২) একজন দোকানদার ১০% লাভে একটি জিনিস ৫৫ টাকায় বিক্রি করেন। জিনিসটির ক্রয়মূল্য কত?
৪২ টাকা
৪৫ টাকা
৪৮ টাকা
৫০ টাকা
৪৩) কোনো পরীক্ষায় ৮৫% পরীক্ষার্থী পদার্থবিদ্যার, ৮১% পরীক্ষার্থী রসায়নশাস্ত্রে এবং ৭৬% পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করেছে। শতকরা কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে?
৮ জন
১০ জন
১১ জন
১২ জন
৪৪) কোন বানানটি শুদ্ধ?
নীরিক্ষণ
নিরীক্ষন
নিরীক্ষণ
নীরীক্ষণ
৪৫) কোনটি শুদ্ধ বানান?
স্বায়ত্তসাশন
স্বায়ত্তসাশণ
স্বায়ত্তশাসণ
স্বায়ত্তশাসন
৪৬) “অহঙ্কার” পতনের মূল — বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্মে শূন্য
করণে শূন্য
অপাদানে শূন্য
অধিকরণে শূন্য
৪৭) নেহাল “অঙ্কে” খুব কাঁচা— বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্মে ৭মী
করণে ৭মী
অপাদানে ৭মী
অধিকরণে ৭মী
৪৮) ‘পদ্ধতি‘ শব্দের সন্ধি– বিচ্ছেদ কোনটি?
পদ্ + হতি
পৎ + হতি
পদ্ + ধতি
পৎ + ধতি
৪৯) ‘ইত্যাদি‘ কোন সমাস (ইতি হতে আদি)?
তৎপুরুষ
অব্যয়ীভাব
কর্মধারয়
বহুব্রীহি
৫০) ‘ঈগল পাখী‘ কোন সমাস (ঈগল নামের যে পাখী)?
তৎপুরুষ
কর্মধারয়
বহুব্রীহি
অব্যয়ীভাব
৫১) ‘শিরে–সংক্রান্তি‘ বাগধারাটির অর্থ কি?
আসন্ন বিপদ
মাথাব্যথা
মহাবিপদ
মাথার বোঝা
৫২) কোনটি ‘নদী‘ শব্দের সমার্থক শব্দ?
জলধি
পয়োধি
জলধর
শৈবলিনী
৫৩) ‘নির্মল‘ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
পঙ্কিল
অপরিস্কার
নোংরা
অনির্মল
৫৪) ১ হতে ৫১ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত?
২৬
২৮
৩০
৩১
৫৫) a-1a=3হলে, a3-1a3 এর মান হবে–
18
24
36
42
৫৬) x2-y2+2y-1 এর একটি উৎপাদক–
x+y+1
x+y-1
x-y-1
x-2y+1
৫৭) ০.১×০.২×০.০০৩০.০১×০.০২×০.০৩ এর মান কত ?
০.১
০.০১
০.০০১
১০
৫৮) একজন মাঝি স্রোতের আনুকূলে ১ ঘণ্টায় ৩ মাইল যায় এবং ৩ ঘণ্টায় যাত্রাস্থানে ফিরে আসে । তার মোট ভ্রমণে প্রতি ঘণ্টায় গড়বেগ কত?
১১২
১২৩
১৩৪
১৩৫
৫৯) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত?
৪
৫
৬
৭
৬০) কোন ধাতুর গলনাঙ্ক সবচেয়ে কম?
দস্তা
সীসা
লোহা
পারদ
৬১) পানিতে কার্বন ডাই–অক্সাইডের দ্রবণকে বলা হয় —
সোডা ওয়াটার
মিল্ক অব লাইম
ওয়াটার গ্যাস
মার্ক পারহাইড্রল
৬২) ‘হার্ডডিস্ক‘ মাপার একক হল —-
মেগাবাইট
গিগাবাইট
কিলোবাইট
টেরাবাইট
৬৩) বহুমূত্র রোগে কোন হরমোনের দরকার হয়?
এনড্রোজেন
এস্ট্রোজেন
ইনসুলিন
থাইরক্সিন
৬৪) পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য দেশের মোট আয়তনের শতকরা কত ভাগ বনভূমি থাকা আবশ্যক?
১৮ ভাগ
২২ ভাগ
২৫ ভাগ
২৯ভাগ
৬৫) আদর্শ মাটিতে কত ভাগ জৈব পদার্থ থাকে?
৪%
৫%
৭%
৮%
৬৬) পেট্রোলের আগুন পানি দ্বারা নেভানো যায় না, কারণ —
পেট্রোলের সাথে পানি মিশে যায়
পেট্রোল পানির সাথে মিশে না
পেট্রোল পানির চেয়ে হালকা
খ ও গ উভয়ই ঠিক
৬৭) আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম —
ধ্রুব নক্ষত্র
লুব্ধক
সুরনদী
প্রক্সিমা সেন্টারাই
৬৮) চাঁদে কোনো জিনিসের ওজন পৃথিবীতে ঐ জিনিসের ওজনের —
৬ ভাগের ১ ভাগ
চেয়ে কম
চেয়ে বেশি
সমান
৬৯) সুমাত্রা দ্বীপটি অবস্থিত—
বঙ্গোপসাগরে
আরব সাগরে
ভারত মহাসাগরে
প্রশান্ত মহাসাগরে
৭০) গ্রীনিচে যখন সময় রবিবার সকাল ৬টা তখন এর ৯০ ডিগ্রী পূর্বদিকে অবস্থিত স্থানের সময় হবে —
শনিবার রাত্রি ১২টা
শনিবার সন্ধ্যা ৬টা
রবিবার সন্ধ্যা ৬টা
রবিবার দুপুর ১২টা
৭১) দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় —-
১ সেপ্টেম্বর, ১৯৩৯
১ ডিসেম্বর, ১৯৩৯
১ মার্চ, ১৯৪০
১ জুন, ১৯৪০
৭২) সরকারী ভাষা হিসেবে এদেশে ইংরেজির ব্যবহার শুরু হয় কোন সন থেকে?
১৭৬৫
১৮২৪
১৮৩৫
১৮৫৭
৭৩) পূর্ব বাংলায় যুক্তফ্রন্ট কত সালে গঠন করা হয়?
১৯৫৩ সালে
১৯৫৪ সালে
১৯৫৫ সালে
১৯৫৬ সালে
৭৪) কোন মোগল সম্রাট ‘জিজিয়া কর‘ রহিত করেন?
হুমায়ুন
আকবর
শাহজাহান
আওরঙ্গজেব
৭৫) পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদে কতটি আসন ছিল?
২৫০ টি
২৭৫টি
৩০০টি
৩০৯টি
৭৬) প্রাপ্ত পদকের সংখ্যা অনুযায়ী ১৯৮৪ সালে সাফ গেমসে বাংলাদেশের অবস্থান ছিল —
২য়
৩য়
৪র্থ
৫ম
৭৭) রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় —
১৯৪৭ সালে
১৯৫০ সালে
১৯৫৩ সালে
১৯৫৭ সালে
৭৮) ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম —-
ইউরিয়া
টিএসপি
অ্যামোনিয়া
সালফেট
June 12, 2020
Primary Question Solution 2012 – Kornofuli
১) কোন বানানটি শুদ্ধ?
Contiguos
Contiguous
Contigous
Conteguous
২) কোনটি শুদ্ধ বানান?
Agricultural
Agrecultural
Agrecaltural
Agricalturel
৩) কোনটি Abstract Noun?
Elephant
Harbour
Strength
Dhaka
৪) কোনটি Common Noun?
Truth
Bank
Victory
Lenght
৫) ‘Who is calling me?’ বাক্যটির Passive form হবে—-
By whom am I called?
By whom I am called?
By whom I was called?
By whom am I being called?
৬) আমি বেদুঈন, আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। পঙ্ক্তিটির রচয়িতা কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
গোলাম মোস্তফা
ফররুখ আহমদ
৭) ‘বরফ গলা নদী‘ উপন্যাসটির রচয়িতা কে?
জহির রায়হান
সৈয়দ এমদাদ আলী
হুমায়ুন আহমেদ
প্রমথ নাথ বিশী
8) ‘রক্তকরবী‘ নাটকটি কার রচনা?
গিরিশ চন্দ্র ঘোষ
কায়কোবাদ
রবীন্দ্রনাথ ঠাকুর
সৈয়দ শামসুল হক
৯) ‘যা কষ্টে লাভ করা যায়।‘ –এক কথায় কী হবে?
দুর্লভ
কষ্টার্জিত
দুর্জয়
পরিশ্রমলব্ধ
১০) ‘আবক্ষ জলে নেমে স্নান।‘ –এক কথায় কী হবে?
স্নান
প্রক্ষালন
অবগাহন
পদধৌত
১১) ৬ জন শ্রমিক ৫ দিনে ১,৮০০ টাকা আয় করে। ১০ জন শ্রমিক কতদিনে সমপরিমাণ টাকা করবে?
৩ দিনে
৪ দিনে
৫ দিনে
৬ দিনে
১২) লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৫ কিমি ও ৫ কিমি। নদী পথে ৪০ কিমি দূরত্ব অতিক্রম করে পুনরায় যথাস্থানে ফিরে আসতে সময় লাগবে—
৫ ঘণ্টা
৬ ঘণ্টা
৭ ঘণ্টা
৮ ঘণ্টা
১৩) একজন লোক সপ্তাহে ৪,৫০০ টাকা আয় করেন এবং ৩,০০০ টাকা ব্যয় করেন। তার আয়ের সাথে সঞ্চয়ের অনুপাত হবে —
৩ : ২
৩ : ১
২ : ১
৫ : ২
১৪) ৩২ লিটার অকটেন–পেট্রোল মিশ্রণে, পেট্রোল ও অকটেনের অনুপাত ৫ : ৩। এতে আর কত অকটেন মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত ৪ : ৫ হবে?
১০ লিটার
১২ লিটার
১৩ লিটার
১৫ লিটার
১৫) নিচের ভগ্লাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?
৩/৪
৫/৬
৭/৯
১৬) একটি পেন্ডুলাম ঘড়ি বিষুবরেখা থেকে মেরুতে নিলে ঘড়িটি —
স্নো হবে
ফাস্ট হবে
ঠিক সময় দেবে
কোনো রকম প্রভাবিত হবে না
১৭) মাধ্যাকর্ষণজনিত ত্বরণ সর্বোচ্চ কোথায়?
ভূ–পৃষ্ঠে
ভূ-পৃষ্ঠ থেকে ১০০০ মিটার উপরে
ভূ-কেন্দ্রে
ভূ-পৃষ্ঠ থেকে ১০০০ মিটার নিচে
১৮) বায়ুমণ্ডলের কোন উপাদান অতি বেগুনি রশ্মিকে শোষণ করে?
অক্সিজেন
নাইট্রোজেন
ওজোন
হিলিয়াম
১৯) নিচের কোন যৌগটি ভিটামিন সি?
সাইট্রিক এসিড
অ্যাসকরবিক এসিড
অ্যাসিটিক এসিড
অক্সালিক এসিড
২০) ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন?
কফি আনান
উ থান্ট
দ্যাগ হ্যামারশোল্ড
ভুট্রোস ঘালি
২১) ‘এডেন‘ সমুদ্রবন্দরটি কোথায় অবস্থিত?
ইয়েমেন
জর্ডান
কাতার
সংযুক্ত আরব আমিরাত
২২) প্রাণী কোন প্রক্রিয়ায় কার্বন ডাই–অক্সাইড তৈরি করে?
ব্যাপন
রেচন
শ্বসন
অভিস্রবণ
২৩) কোনটি পৃথিবীর বিশাল প্রাকৃতিক শোধনাগার?
বায়ু
মাটি
পানি
গাছপালা
২৪) বায়ুমণ্ডলে কার্বন ডাই–অক্সাইড বৃদ্ধির প্রধান কারণ কি?
গাছপালা কমে যাওয়া
ভূ-পৃষ্ঠের কার্বনেট শিলার ভাঙন
যানবাহনের সংখ্যা বৃদ্ধি
ব্যাপক হারে জনসংখ্যা বৃদ্ধি
২৫) কোন রোগের নির্দিষ্ট লক্ষণ নেই?
এইডস
গনোরিয়া
গলগণ্ড রোগ
গোদ রোগ
২৬) কোন বানানটি শুদ্ধ?
পসারিণী
পসারিনি
পসারিনী
পসারীনী
২৭) কোনটি শুদ্ধ বানান?
আনুষঙ্গিক
আনুসাঙ্গিক
অনুষঙ্গিক
আনূষঙ্গিক
২৮) খালেদ “বই” পড়ে —বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
করণে শূন্য
অধিকরণে শূন্য
কর্মে শূন্য
অপাদানে শূন্য
২৯) “ব্যায়ামে” শরীর ভাল থাকে —বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
করণে ৭মী
কর্মে ৭মী
অপাদানে ৭মী
অধিকরণে ৭মী
৩০) ‘দ্যুলোক‘ শব্দের সন্ধি–বিচ্ছেদ কোনটি?
দুৎ + লোক
দিব্ + লোক
দুঃ লোক
দুত + লোক
৩১) ‘Never tell a lie.’ বাক্যটির Passive form হবে—-
Let not a lie ever be told
Let a lie never be told
Let a lie not ever be told
Let never be told a lie
৩২) The man said, “Good morning my friends” বাক্যটির Indirect speech হবে—-
The man bade his friends good morning
The man wished his friends good morning
The man had told his friends good morning
The man wishes his friends good morning
৩৩) He said to her, “What do you want?” বাক্যটির Indirect speech হবে—-
He told her what did she want
He told her what she wanted
He asked her what does she want
He asked her what did she want
৩৪) I shall do it——pleasure. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে —
in
at
with
to
৩৫) He broke the jug —–a hundred pieces. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে —
to
in
into
with
৩৬) নিচের কোন বাক্যটি শুদ্ধ?
He gave me a piece of advice
I went to my house
He applied for freeship
The meat is hard
৩৭) নিচের কোন বাক্যটি শুদ্ধ?
He came this morning
Asad is sick
Anis told me a liar
Put your sign here
৩৮) কোনটি ‘Sacred’ শব্দের সমার্থক শব্দ?
Secular
Divine
Evil
Profane
৩৯) কোনটি ‘Gigantic’ শব্দের সমার্থক শব্দ?
Small
Little
Large
Minute
৪০) ‘White elephant’ এর অর্থ —-
A very cheap think
Very costly possession
Dead elephant
White coloured elephant
৪১) ‘মৌমাছি‘ কোন সমাস (মৌ সংগ্রহকারী মাছি)?
তৎপুরুষ
অব্যয়ীভাব
কর্মধারয়
দ্বিগু
৪২) ‘অসুখ‘ কোন সমাস ( নাই সুখ যার)?
তৎপুরুষ
কর্মধারয়
অব্যয়ীভাব
বহুব্রীহি
৪৩) ‘মুখচোরা‘ বাগধারাটির অর্থ কি?
লাজুক
ভীতু
স্পষ্টভাষী
বাচাল
৪৪) কোনটি ‘পৃথিবী‘ শব্দের সমার্থক শব্দ?
বসুধা
সবিতা
মিহির
ভূধর
৪৫) ‘ঔদ্ধত্য‘ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
সরল
বিনয়
শান্ত
বিনীত
৪৬) একটি গ্রামের লোকসংখ্যা ১০% হারে বর্ধিত হয়ে ১৬৫০ হলে পূর্বের লোকসংখ্যা কত ছিল?
১৪০০
১৫০০
১৫৪০
১৫৮০
৪৭) ১৩ সেমি ব্যাসার্ধবিশিষ্ট কোনো বৃত্তের কেন্দ্র হতে ২৪ সেমি দীর্ঘ জ্যা–এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হবে —
৫ সেমি
৬ সেমি
৭ সেমি
৮ সেমি
৪৮) একটি সুষম ষড়ভুজের একটি অন্তঃকোণের পরিমাণ হবে —
৯০ ডিগ্রী
১০৫ ডিগ্রী
১২০ ডিগ্রী
১৪৫ ডিগ্রী
৪৯) একজন দোকানদার ১২% লাভে একটি জিনিস ৫৬ টাকায় বিক্রি করেন। জিনিসটির ক্রয়মূল্য কত?
৪৬ টাকা
৪৮ টাকা
৫০ টাকা
৫২ টাকা
উভয় বিষয়ে ফেল করেছে। শতকরা কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে?
৭০ জন
৭৩ জন
৭৫ জন
৭৬ জন
৫১) ১ হতে ৬৫ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত?
৩৩
৩৪
৩৬
৩০
৫২) একজন মাঝি স্রোতের আনুকূলে ২ ঘণ্টায় ৬ মাইল যায় এবং ৫ ঘণ্টায় যাত্রাস্থানে ফিরে আসে । তার মোট ভ্রমণে প্রতি ঘণ্টায় গড়বেগ কত?
১৫৮
১৫৭
১৫৬
১৪৫
৫৩) ০.১×০.০২×০.০০২০.০১×০.০৪ এর মান কত ?
০.০১
০.১
০.০০১
০.০০৪
৫৪) z+1z=4 হলে, z3+1z3 এর মান হবে –
42
48
52
76
৫৫) x2-y2-2y-1 এর একটি উৎপাদক –
x-y-1
x+y-1
x-y+1
x+2y+1
৫৬) —-এর অভাবে ঠোঁটে ও জিহ্বায় ঘা হয়?
ভিটামিন ‘এ’
ভিটামিন ‘বি‘
ভিটামিন ‘সি’
ভিটামিন ‘ডি’
৫৭) ‘শিমের বিচি‘ কোন ধরনের খাদ্য?
আমিষ
শ্বেতসার
স্নেহ জাতীয়
ভিটামিন
৫৮) কোনটির অভাবে গলগণ্ড হয়?
ভিটামিন ‘এ’
ক্যালসিয়াম
সোডিয়াম
আয়োডিন
৫৯) পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে চাঁদ–এর সময় লাগে —
২৯ দিন ১২ঘণ্টা
২৭ দিন ১৭ ঘণ্টা
২৮ দিন ২ ঘণ্টা
২৮ দিন ৫ ঘণ্টা
৬০) ‘বিশ্ব পরিবেশ দিবস‘ কবে পালন করা হয়?
৫ এপ্রিল
৫ মে
৫ জুন
৫ জুলাই
৬১) বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
১৩৬
১৩৭
১৩৮
১৩৯
৬২) কোন ধাতু সবচেয়ে তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত হয়?
দস্তা
অ্যালুমিনিয়াম
তামা
পরস্পরের সংস্পর্শে থাকা তামা ও অ্যালুমিনিয়াম
৬৩) পঁচা ডিমের গন্ধের জন্য দায়ী —
ইথেন
হাইড্রোজেন সালফাইড
মিথেন
হিলিয়াম
৬৪) ১০২৪ বাইট = কত?
১ মেগাবাইট
১ গিগাবাইট
১ কিলোবাইট
১ টেরাবাইট
৬৫) কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়?
থাইরোসিন
গ্লুকাগন
ইনসুলিন
এড্রিনালিন
৬৬) পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য কোনো দেশের মোট আয়তনের শতকরা কত ভাগ বনভূমি থাকা আবশ্যক?
৯ ভাগ
১৬ ভাগ
১৯.৮ ভাগ
২৫ ভাগ
৬৭) কোন প্রকার মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি?
বেলে মাটি
এটেল মাটি
দোআঁশ মাটি
কোনোটিই নয়
৬৮) একটি জ্বলন্ত মোমবাতিতে কাঁচের গ্লাস দ্বারা ঢাকলে মোমবাতি নিভে যায়, কারণ —–
কাঁচ আলোকে জ্বলতে বাধা দেয়
পাত্রের ভিতর বায়ুশূন্য হয়ে যায়
গ্লাসের ভিতর হাইড্রোজেন সরবরাহ বন্ধ হয়ে যায়
গ্লাসের ভিতর অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়
৬৯) আদমসুরত বলা হয় —
কালপুরুষকে
সপ্তর্ষিমণ্ডলকে
ক্যাসিওপিয়াকে
সুরনদীকে
৭০) পৃথিবীপৃষ্ঠ থেকে ভিতরে গেলে মাধ্যাকর্ষণ শক্তি —-
কমে যাবে
বেড়ে যাবে
অপরিবির্তিত থাকবে
কোনোটিই ঠিক নয়
৭১) কুয়েত কোন সাগরের তীরে অবস্থিত?
বঙ্গোপসাগর
ভারত মহাসাগর
পারস্য উপসাগর
আরব সাগর
৭২) কোনো স্থানে সময় যখন রবিবার সকাল ৬টা তখন এর ১৮০ ডিগ্রী পশ্চিম দিকে অবস্থিত স্থানের সময় হবে—
শনিবার রাত ১২টা
শনিবার সন্ধা ৬টা
রবিবার দুপুর ২টা
রবিবার সন্ধা ৬টা
৭৩) আজকের কোন দেশটি প্রাচীনকালে পারস্য নামে পরিচিত ছিল?
ইরাক
ইরান
মিশর
লিবিয়া
৭৪) ইবনে বতুতা কোন শতকে বাংলাদেশে আসেন?
চতুর্দশ
সপ্তদশ
অষ্টাদশ
ত্রয়োদশ
৭৫) পূর্ব পাকিস্তানে গণঅভ্যুত্থান কত সালে হয়?
১৯৪৮ সালে
১৯৫২ সালে
১৯৬৯ সালে
১৯৭১ সালে
৭৬) ভারতবর্ষে ‘ঘোড়ার ডাক‘ এর প্রচলন করেন —-
আকবর
শেরশাহ
মুহম্মদ বিন তোঘলক
আওরঙ্গজেব
৭৭) পূর্ব বাংলা প্রাদেশিক নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়?
১৯৫২ সালে
১৯৫৪ সালে
১৯৫৬ সালে
১৯৫৭ সালে
৭৮) প্রথম ‘সাফ‘ গেমস অনুষ্ঠিত হয় কত সালে?
১৯৮২ সালে
১৯৮৩ সালে
১৯৮৪ সালে
১৯৮৫ সালে
৭৯) ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় —
১৮২১ সালে
১৮৭০ সালে
১৯১০ সালে
১৯২১ সালে
৮০) কর্ণফুলী কাগজকলে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় —-
বাঁশ
আখের ছোবড়া
পাটকাঠি
ধানের খড়
June 12, 2020
Primary Question Solution 2011 – Hasnahena
১) কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?
শূন্যতায়
কঠিন পদার্থে
তরল পদার্থে
বায়বীয় পদার্থে
২) কোন রঙের বস্তুর শোষণ ক্ষমতা কম?
কালো
সাদা
বেগুনি
লাল
৩) প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো —
মিথেন
নাইট্রোজেন গ্যাস
হিলিয়াম গ্যাস
হাইড্রোজেন গ্যাস
৪) বায়োগ্যাস প্লান্টে গোবর ও পানির অনুপাত হলো —
১ঃ ২
১ঃ ৩
১ঃ ৪
২ঃ ৩
৫) হাড় ও দাঁতকে মজবুত করে —-
আয়োডিন
আয়রন
ম্যাগনেসিয়াম
ফসফরাস
৬) সমাজের ভিত্তি কোনটি?
ঐক্য
কর্তব্যবোধ
শিষ্টাচার
ন্যায়বোধ
৭) মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে বায়ুর —
অক্সিজেন
নাইট্রোজেন
হাইড্রোজেন
কার্বন-ডাই-অক্সাইড
৮) নিচের কোন উদ্ভিদটিতে ক্লোরোফিল নেই?
এককোষী শৈবাল
ফার্ন
ব্যাঙের ছাতা
সামুদ্রিক শৈবাল
৯) কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়?
গ্লুকানন
ইনসুলিন
থাইরোসিন
এড্রিনালিন
১০) বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি?
যমুনা
মেঘনা
সুরমা
ধলেশ্বরী
১১) কোনটি Abstract Noun?
Manhood
Friend
Feeet
Anwar
১২) কোনটি Common Noun?
March
Class
Jute
Mouth
১৩) কোনটি শুদ্ধ বানান?
Disentary
Dysentary
Dysentery
Dysentry
১৪) কোনটি শুদ্ধ বানান?
Indispensable
Indispensible
Indispanasble
Indispansible
১৫) ‘Don’t look down upon the poor’. বাক্যটির Passive form হবে—-
Let not the poor be looked down upon.
The poor should not be looked down upon.
Let the poor not look down upon.
Let the poor not be looked down upon.
১৬) নাচে পাপ–সিন্ধু তুঙ্গ তরঙ্গ। মৃত্যুর মহানিশা রুদ্র উলঙ্গ । নিঃশেষে নিশাচর গ্রাসে মহাবিশ্বে, ত্রাসে কাঁপে তরণীর পাপী যত নিঃস্বে। পংক্তিটি কোন কবির রচনা?
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
শামসুর রাহমান
ফররুখ আহমদ
১৭) ‘ক্রীতদাসের হাসি‘ শওকত ওসমান রচিত একটি —-
নাটক
উপন্যাস
প্রবন্ধ
ছোটগল্প
১৮) ‘পায়ের আওয়াজ পাওয়া যায়‘ নাটকটির নাট্যকার —
সৈয়দ শামসুল হক
জহির রায়হান
আবদুল্লাহ আল মামুন
জিয়া হায়দার
১৯) কোনটি শুদ্ধ বানান?
সঙকীর্নমনা
সংকির্ণমনা
সংকীর্নমনা
সংকীর্ণমনা
২০) কোন বানানটি শুদ্ধ?
রৌদ্রকরজ্জল
রৌদ্দকরোজ্জল
রৌদ্দ্রকরজ্জবল
রৌদ্রকরোজ্জ্বল
২১) একটি কাজ ক একা ১৫ দিনে খ একা ১০ দিনে শেষ করতে পারলে, ক ও খ একত্রে ঐ কাজ কত দিনে শেষ করতে পারবে?
৫ দিন
৬ দিন
৮ দিন
১০ দিন
২২) একটি রাস্তা মেরামত করতে ৩৫ জন শ্রমিকের ১৬ দিন লাগলে ২৮ জন শ্রমিকের কত দিন লাগবে?
১৮ দিন
২০ দিন
২২ দিন
২৪ দিন
২৩) পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স ২২ বৎসর। ৩ বৎসর পর দুই পুত্রের গড় বয়স ১৩ বৎসর হলে পিতার বর্তমান বয়স কত?
৪০ বৎসর
৪২ বৎসর
৪৩ বৎসর
৪৬ বৎসর
২৪) পিতা ও মাতার বয়সের গড় ৪০ বৎসর। পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩২ বৎসর হলে পুত্রের বয়স কত?
১২ বৎসর
১৪ বৎসর
১৬ বৎসর
১৮ বৎসর
২৫) ১৪৩ টাকাকে ২ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত টাকা হবে?
৩৬ টাকা
৩৯ টাকা
৪০ টাকা
৪২ টাকা
২৬) সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সে. মি. –এ
৫ কি. মি.
১০ কি. মি.
২৭ কি. মি.
১০ নিউটন
২৭) অধিকাংশ ফটোকপি মিশন কাজ করে —-
অফসেট মুদ্রণ পদ্ধতিতে
পোলারয়েড ফটোগ্রাফি পদ্ধতিতে
ডিজিটাল ইমেজিং পদ্ধতিতে
স্থির বৈদ্যুতিক ইমেজিং পদ্ধতিতে
২৮) গঠন অনুসারে বাক্য কত প্রকার?
তিন প্রকার
দুই প্রকার
পাঁচ প্রকার
ছয় প্রকার
২৯) সমস্যা সমাধানের জন্য বিশেষ অনুক্রমে সাজানো কম্পিউটার নির্দেশকে বলা হয় —
প্রক্রিয়াকরণ
প্রোগ্রাম
নিয়ন্ত্রণ
স্মৃতি
৩০) যখন সূর্য ও চন্দ্রের মধ্যে পৃথিবী অবস্থান করে তখন হয় —
সূর্যগ্রহণ
চন্দ্রগ্রহণ
পূর্ণিমা
অমাবস্যা
৩১) সূর্যের আয়তন পৃথিবী অপেক্ষা বড় —
১৩ মিলিয়ন গুণ
১০ মিলিয়ন গুণ
১.৩ মিলিয়ন গুণ
১.০ মিলিয়ন গুণ
৩২) প্রশস্ত মোহনাকে বলা হয় —
মোহনা
খাড়ি
উৎস
নদী সঙ্গম
৩৩) শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়?
১৪ ডিসেম্বর
১২ ডিসেম্বর
১৩ ডিসেম্বর
১১ ডিসেম্বর
৩৪) কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপিত্যকা এলাকা —
মারিস্যা ভ্যালী
খাগড়া ভ্যালী
জাবরী ভ্যালী
ভেঙ্গী ভ্যালী
৩৫) ধলেশ্বরী নদীর শাখানদী কোনটি?
শীতলক্ষ্যা
বুড়িগঙ্গা
ধরলা
বংশী
৩৬) মিসিসিপি–মিশৌরী নদীর একত্রে দৈর্ঘ্য প্রায় —
৭৫০১ কিমি
৫০৯৮ কিমি
৬০৯৫ কিমি
৮০৯৫ কিমি
৩৭) পৃথিবীর উচ্চতম রাজধানী —
লাপাজ
নিউইয়র্ক
ব্রাসিলিয়া
জর্জটাউন
৩৮) পৃথিবীতে প্রধান তামা উৎপাদনকারী দেশ —
কানাডা
চিলি
যুক্তরাজ্য
যুক্তরাষ্ট্র
৩৯) জাতীয় জাদুঘরের স্থপতি —
মোস্তফা কামাল
মোস্তফা মনোয়ার
মাজহারুল ইসলাম
কাজী আরিফ
৪০) সাত গম্বুজ মসজিদটির নির্মাতা —
সুবেদার ইসলাম খান
মীরজুমলা
মুরশীদ কুলী খান
শায়েস্তা খান
৪১) ‘Who will help you?’ বাক্যটির Passive form হবে—-
By whom you will be helped?
By whom will you be helped?
By whom would you be helped?
By whom you would be helped?
৪২) The man said, “Good Morning my friends.” বাক্যটির Indirect speech হবে—-
The man said that my friends good morning.
The man bade his friends good morning.
The man wished his friends good morning.
The man addressing his friends good morning.
৪৩) Amani exclaimed that she was a great fool. বাক্যটির direct form হবে—-
Amani said, ” How I am a fool.”
Amani said,” What a fool I am.”
Amani said,” What I am a fool.”
Amani exclaimed,” I am a great fool!”
৪৪) নিচের কোন বাক্যটি শুদ্ধ?
I had a strong headache.
Asad alone is reliable.
His head was open.
He came today morning.
৪৫) নিচের কোন বাক্যটি শুদ্ধ?
He said me a coward.
He said the truth.
I love my mother.
I took my meal.
৪৬) He abides —me. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে —
with
in
upon
at
৪৭) I acceded —–his request. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে —
on
at
to
in
৪৮) কোনটি ‘Gain’ শব্দের সমার্থক শব্দ?
Fulfil
Promote
Trouble
Advantage
৪৯) কোনটি ‘Benefit’ শব্দের সমার্থক শব্দ?
Injure
Favour
Draw back
Basement
৫০) ‘All in all ‘ এর অর্থ —-
all powerful
powerless
who has lost power
only one
৫১) “আলোয়” আঁধার কাটে —বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্তায় ৭মী
কর্মে ৭মী
করণে ৭মী
অপাদানে ৭মী
৫২) ছেলেরা “ক্রিকেট” খেলে —বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্মে শূন্য
করণে শূন্য
অপাদানে শূন্য
অধিকরণে শূন্য
৫৩) ‘অবোধ‘ কোন সমাস (নাই বোধ যায়)?
অব্যয়ীভাব
তৎপুরুষ
কর্মধারয়
বহুব্রীহি
৫৪) ‘শশব্যস্ত‘ কোন সমাস (শশকের ন্যায় ব্যস্ত)?
কর্মধারয়
তৎপুরুষ
বহুব্রীহি
অব্যয়ীভাব
৫৫) ‘চলচ্চিত্র‘ শব্দের সন্ধি–বিচ্ছেদ কোনটি?
চলৎ + চিত্র
চল + চিত্র
চলচি + ত্র
চলচ + চিত্র
৫৬) কোনটি ‘উচাটন‘ শব্দের সমার্থক শব্দ?
উৎপাটিত
উৎকণ্ঠা
উদ্দীপন
বন্ধনহীন
৫৭) ‘আদিষ্ট‘ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
নিষিদ্ধ
উদ্যত
হাজির
অনাসক্ত
৫৮) ‘ইঁদুর কপালে‘ বাগধারাটির অর্থ কি?
মন্দ ভাগ্য
ভাল ভাগ্য
ইঁদুরের মত কপালে
ছোট কপালে
৫৯) যার আগমনের কোন তিথি নেই— এক কথায় হবে —
শরণার্থী
অতিথি
ভিখারী
বেকার
৬০) ‘যা দমন করা যায় না‘ –এক কথায় হবে —–
দুর্দমনীয়
দুর্দম
অদম্য
অসম্ভব
৬১) ২৪ কে ৭ : ৬ অনুপাতে বৃদ্ধি করলে নতুন সংখ্যা হবে —
২৪
২৬
২৮
৩০
৬২) একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলে শতকরা ক্ষতি কত?
৪%
৫%
৬%
৮%
৬৩) ৫০টি কলা ২২০ টাকায় বিক্রয় করায় ১০% লাভ হল। ১০০ টি কলার ক্রয়মূল্য কত?
২৫০ টাকা
২৭৫ টাকা
৩২৫ টাকা
৪০০ টাকা
৬৪) ১, ৪, ৭, ১০ —-ধারাটির ৭ম পদ কত?
১৯
২৫
২৭
৩০
৬৫) ২, ৬, ১৪, ৩০ —-ধারাটির পরবর্তী সংখ্যা কত?
৫৬
৬২
৭৪
৮০
৬৬) কোনো পরীক্ষায় ৮৫% পরীক্ষার্থী পদার্থবিদ্যায়, ৮০% পরীক্ষার্থী রসায়নবিদ্যায় এবং ৭৫% পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করে। কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে?
৮ জন
১০ জন
১২ জন
১৫ জন
৬৭) একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের পরিমাণ ১১০ ডিগ্রী হলে পরিধিস্থ কোণের পরিমাণ হবে —-
৫০ ডিগ্রী
৫৫ ডিগ্রী
৬০ ডিগ্রী
৭০ ডিগ্রী
৬৮) সুষম পঞ্চভুজের একটি বহিঃস্থ কোণের পরিমাণ হবে —
৬০ ডিগ্রী
৬৪ ডিগ্রী
৭২ ডিগ্রী
৭২ ডিগ্রী
৬৯) x+y+=5,x-y=3 হলে x2+y2 এর মান কত ?
22
17
18
20
৭০) a-1a=5 হলে a2+1a2 এর মান কত ?
২০
২৩
২৫
২৭
৭১) নোয়াখালীর পূর্ব নাম —
নাসিরাবাদ
পূর্বাশা
সুধারাম
সুবর্ণগ্রাম
৭২) ঢাকার ছোট কাটরা নির্মাণ করেন —
ইসলাম খান
মীর জুমলা
শায়েস্তা খান
শাহজাদা আযম
৭৩) বাংলাদেশের কোথায় মৌর্য শীললিপি পাওয়া গেছে?
কুমিল্লার ময়নামতি
রাজশাহীর পাহাড়পুর
বগুড়ার মহাস্থানগড়
নারায়ণগঞ্জের সোনারগাঁও
৭৪) শীতলক্ষ্যা নদী উৎপন্ন হয়েছে —
যমুনা নদী হতে
পদ্মা নদী হতে
ব্রহ্মপুত্র নদী হতে
মেঘনা নদী হতে
৭৫) সনেটের কটি অংশ?
১ টি
২ টি
৩ টি
৪ টি
৭৬) ‘সাম্য‘ গ্রন্থের রচয়িতা কে?
কাজী নজরুল ইসলাম
মোহাম্মদ বরকতুল্লাহ
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
মোহাম্মদ লুৎফর রহমান
৭৭) কোনটি বেশি স্থিতিস্থাপক?
ইস্পাত
রাবার
কাচ
পানি
৭৮) ‘কাশবনের কন্যা‘ কোন জাতীয় রচনা?
নাটক
উপন্যাস
কাব্য
ছোটগল্প
৭৯) বাংলা ছন্দ কত রকমের?
এক রকমের
দুই রকমের
তিন রকমের
চার রকমের
৮০) কর্ণফুলি নদীর উৎস ভারতের কোন রাজ্যে?
ত্রিপুরা
মিজোরাম
মণিপুর
মেঘালয়
June 12, 2020
Primary Question Solution 2011 – Joba
১) একটি জিনিস ৬০.০০ টাকা বিক্রয় করায় ২০% লাভ হলো, এর ক্রয়মূল্য কত?
৪০ টাকা
৫০ টাকা
৭২ টাকা
৮০ টাকা
২) একটি দ্রব্য ৫০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হলে কত টাকা লাভ হতো?
১০০ টাকা
১২৫ টাকা
১৫০ টাকা
১৭৫ টাকা
৩) ১১টি সংখ্যার গড় ৩০। প্রথম পাঁচটি সংখ্যার গড় ২৫ ও শেষ পাঁচটি সংখ্যার গড় ২৮। ষষ্ঠ সংখ্যাটি কত?
৫৫
৫৮
৬৫
৬৭
৪) ক, খ ও গ এর মাসিক গড় বেতন ৫০০ টাকা। খ, গ ও ঘ এর মাসিক গড় বেতন ৪৫০ টাকা। ক এর বেতন ৫৪০ টাকা হলে ঘ এর বেতন কত?
৩৭৫ টাকা
৩৮০ টাকা
৩৮৫ টাকা
৩৯০ টাকা
৬) সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ মি. মি. হলে এর অতিভুজের মান কত?
৫ মিমি
৬ সেমি
৭ সেমি
৭) ‘কবর‘ নাটকটির নাট্যকার কে?
জসীমউদ্দীন
মুনীর চৌধুরী
অক্ষয় কুমার
কালীপ্রসন্ন সিংহ
৮) ‘খোয়াবনামা‘ উপন্যাসের রচয়িতা কে?
কাজী নজরুল ইসলাম
শওকত ওসমান
আখতারুজ্জামান ইলিয়াস
সৈয়দ সামসুল হক
৯) ‘মহাশ্মশান‘ মহাকাব্যটি কার রচনা?
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
কায়কোবাদ
মহাকবি আলাওল
১০) ‘পদ্ধতি‘ শব্দের সন্ধি বিচ্ছেদ —-
পদ + হতি
পদ + ধতি
পৎ + ধতি
পদ্ + ইতি
১১) কোন বানানটি শুদ্ধ?
সমিচীন
সমীচিন
সমিচিন
সমীচীন
১২) কোনটি শুদ্ধ বানান?
Incyclopedia
Encyclopedia
Encyclopadia
Encyclopidia
১৩) ‘Postulate’ শব্দটির Synonym হচ্ছে—-
Assume
Prove
Supplement
Complain
১৪) কোনটি শুদ্ধ বানান?
Elemantary
Elimentary
Elementory
Elementary
১৫) After it was repaired, it —-again. বাক্যের শূন্যস্থানে কোনটি সঠিক হবে?
ran perfect
ran perfectly
runs perfect
run perfect
১৬) Time and tide —-for none. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ কোনটি?
waits
waiting
wait
renders
১৭) আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে —
অক্সিজেন ও রক্তের আমিষ
ইউরিয়া ও গ্লুকোজ
অক্সিজেন ও গ্লুকোজ
এমাইনো এসিড ও কার্বন ডাইঅক্সাইড
১৮) ব্রিটিশ আমলে বাংলাদেশে যেসব আন্দোলন হয়েছিল তার মধ্যে কোনটি প্রধান?
কোরাইশী আন্দোলন
হাসেমী আন্দোলন
সৈয়দ আন্দোলন
ফরায়েজী আন্দোলন
১৯) জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
জেনেভা
নিউইয়র্ক
হেগ
প্যারিস
২০) নিম্নের কোন দেশটি আফ্রিকা মহাদেশে অবস্থিত নয়?
সিরিয়া
মিশর
মরক্কো
মৌরিতানিয়া
২১) সর্বোচ্চ বীরত্বসূচক উপাধি কি?
বীর প্রতীক
বীর বিক্রম
বীর উত্তম
বীরশ্রেষ্ঠ
২২) হিজরী সন গণনা শুরু হয় কোন সালে?
৬০২ সালে
৬১৪ সালে
৬২২ সালে
৬২৪ সালে
২৩) এশিয়ার দক্ষিণ ভাগ দিয়ে অতিক্রম করেছে—
মূল মধ্যরেখা
কর্কটক্রান্তি
বিষুবরেখা
মকর ক্রান্তি
২৪) জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
কামরুল হাসান
সৈয়দ মঈনুল হোসেন
শিল্পী জয়নুল আবেদীন
আলতাফ মাহমুদ
২৫) বাংলা নবরর্ষ (বৈশাখ থেকে শুরু) প্রবর্তনকারী কে?
সুলতান মাহমুদ
লক্ষণ সেন
শেরশাহ
আকবর
২৬) কোন ইউরোপীয় দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান করে?
যুক্তরাজ্য
স্পেন
ফ্রান্স
পোল্যান্ড
২৭) ‘ওয়াল স্ট্রীট‘ কোন শহরে অবস্থিত?
ডালাস
লন্ডন
নিউইয়র্ক
হংকং
২৮) উত্তরা গণভবন অবস্থিত কোন জেলায়?
নাটোরে
রাজশাহীতে
সৈয়দপুরে
ঠাকুরগাঁয়ে
২৯) ক্ষমতার একক হলো —
ক্যালরি
ওয়াট
জুল
নিউটন
৩০) ‘সিএফসি‘ কি ক্ষতি করে?
বায়ুর তাপ বৃদ্ধি করে
এসিড বৃষ্টিপাত ঘটায়
ওজোন স্তর ধ্বংস করে
রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা হ্রাস করে
৩১) স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয় ১৯৭১ সালের কোন তারিখে?
১৬ ডিসেম্বর
২৬ মার্চ
৭ মার্চ
২ মার্চ
৩২) a+b=10 এবং a-b=6 হলে ab = কত?
20
18
16
12
৩৩) ১৫০ মিটার লম্বা ট্রেন ৪৫০ মিটার লম্বা একটি প্ল্যাটফরমকে ২০ সেকেন্ডে অতিক্রম করলে ঐ ট্রেনের গতিবেগ প্রতি সেকেন্ডে কত হবে?
৪০ মিটার
৩০ মিটার
২৫ মিটার
২০ মিটার
৩৪) দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে ১০ ও ১৫ ঘন্টায় পানি পূর্ণ করে। নল দুটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পানি পূর্ণ হবে?
৬ ঘন্টায়
৫ ঘন্টায়
৪ ঘন্টায়
২ ঘন্টায়
৩৫) কোন অনুপাতের উভয় পদের সঙ্গে ১ যোগ করলে অনুপাতটি ৩ : ৪ এবং উভয় পদ থেকে ১ বিয়োগ করলে অনুপাতটি ২ : ৩ হবে?
২ : ৫
৪ : ৯
৬ : ১১
৫ : ৭
৩৬) ৬ বছর আগে পিতার বয়স ছিল পুত্রের বয়সের ৫ গুণ; বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের ৩ গুণ। তাহলে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?
২৪ বছর, ৮ বছর
৩৬ বছর, ১২ বছর
৯ বছর, ৩ বছর
৪৮ বছর, ১৬ বছর
৩৭) ১৪৪, ৮১, ৩৬ এর পরবর্তী সংখ্যাটি কত?
১৮
১২
৯
৬
৩৮) নিচের কোন সংখ্যাটি বৃহত্তম?
৩/৫
৪/১৫
৩/২০
৭/২৫
৩৯) a+1a=3 হবে a2+1a3 কত ?
-30
36
-18
18
৪০) একটি স্কুলে ৫০ জন ছাত্রী ও ৭০ জন ছাত্র আছে । ছাত্রীদের ৪০% এবং ছাত্রদের ৫০% এক বনভোজনে গিয়ে থাকলে মোট ছোট–ছাত্রীর কত শতাংশ বনভোজনে গিয়েছিল ?
৪৫%
৪০%
৪২%
৪৮%
৪১) সঠিক Preposition সহ কোন বাক্যটি শুদ্ধ?
Industry is key to success.
Industry is key for success.
Industry is key fo success.
Industry is key into success.
৪২) কোনটি শুদ্ধ বাক্য?
There is no place for doubt in it.
There is no suspension in it.
There is no room for doubt in it.
There is no misunderstanding in it.
৪৩) ‘Pros and cons’ phrase টির অর্থ —-
Good and bad
Advantage and disadvantage
Light and dark
In and out
৪৪) ‘Vice versa’ শব্দের অর্থ—–
For example
Face to face
Namely
The terms being exchanged
৪৫) ‘Come what may I shall adhere—–my principles’ বাক্যের শূন্যস্থানে সঠিক Preposition —
to
with
on
upon
৪৬) ‘Socrates was accused —– misleading the young section in Athens.’ বাক্যের শূন্যস্থানে সঠিক Preposition —
to
of
for
on
৪৭) He said that he had come to see me- এর direct speech
He said, ‘he has come to see you’.
He said, ‘I came to see you’.
He said, ‘I have come to see you’.
He said, ‘I had come to see you’.
৪৮) You said to me, ‘You do not do your duty.’ এর Indirect speech
You told me that I donot do my duty.
You said to me that I did not do my duty.
You said to me that I donot do my duty.
You told me that I did not do my duty.
৪৯) ‘I have to do it’- এর Passive form
It has to be done by me.
It is to be done by me.
Let it be done by me.
It has to be done to me.
৫০) ‘I know him ‘ এর Passive form
He is known by me.
He was known to me.
He is known to me.
He is being known to me.
৫১) কোনটি দ্বিগু সমাস?
পুরুষ সিংহ
চৌরাস্তা
হাটবাজার
কোনটিই নয়
৫২) কোনটি শুদ্ধ বানান?
আলস্যতা
অলস্য
আলস্য
আলসতা
৫৩) ‘নীলাম্বর‘ কোন সমাস?
বহুব্রীহি
তৎপুরুষ
কর্মধারয়
অব্যয়ীভাব
৫৪) ‘আলোয় আঁধার কাটে‘ –বাক্যে ‘আলোয়‘ কোন কারক?
অধিকরণ
অপাদান
সম্প্রদান
করণ
৫৫) ‘মাঠে ধান ফলেছে‘ –বাক্যে ‘মাঠে‘ কোন কারক?
কালাধিকরণ
স্থানাধিকরণ
বিষয়াধিকরণ
ভাবাধিকরণ
৫৬) ‘দিনের আলো ও সন্ধ্যার আলোর মিলন‘–এককথায়
সায়াহ্ন
প্রদোষ
অপরাহ্ন
গোধূলি
৫৭) ‘যা দীপ্তি পাচ্ছে‘ —এককথায়
দীপ্তিমান
আলোকিত
দেদীপ্যমান
উজ্জ্বল
৫৮) ‘কাকনিদ্রা‘এর সঠিক অর্থ কোনটি?
অগভীর নিদ্রা
কাকের ন্যায় অল্প নিদ্রা
কপট চিন্তা
নিদ্রার ভান করা
৫৯) ‘সূর্য‘ এর প্রতিশব্দ নয় কোনটি?
দিবাকর
বিভাবসু
হিমকর
দিনকর
৬০) ‘অর্বাচীন‘ এর বিপরীতার্থক শব্দ —-
তরুণ
প্রাচীন
অচেনা
নবীন
৬১) পৃথিবীতে প্রাণের সূচনা হয় আনুমানিক —-
১০০ কোটি বছর আগে
১০ কোটি বছর আগে
১ কোটি বছর আগে
৫০ লক্ষ বছর আগে
৬২) কোন খনিজ লবণের অভাবে গাছের বর্ধনশীল অংশে গজানো কচি পাতাগুলো হলদে রঙের হয়
লৌহ বা আয়োডিন
ম্যাঙ্গানিজ ও ক্যালসিয়াম
ফসফরাস ও ক্লোরিন
ম্যাগনেসিয়াম ও নাইট্রোজেন
৬৩) স্বাভাবিক আদর্শ পরিবেশে পানির ঘনত্ব যে তাপমাত্রায় সর্বোচ্চ মান পরিগ্রহ করে তা হলো —
০ ডিগ্রী সেন্টিগ্রেড
৪ ডিগ্রী সেন্টিগ্রেড
১০০ ডিগ্রী সেন্টিগ্রেড
২৬৩ ডিগ্রী কেলভিন
৬৪) দৃশ্যমান আলোর বর্ণালীর ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য কোন রঙের আলোর?
সবুজ
নীল
বেগুনি
লাল
৬৫) অধাতু কোনটি —
মার্কারি
কার্বন
পটাশিয়াম
কপার
৬৬) শুষ্ক বরফ বলা হয় —
হিমায়িত কার্বন ডাইঅক্সাইডকে
হিমায়িত অক্সিজেনকে
ক্যালসিয়াম অক্সাইডকে
হিমায়িত কার্বন মনোক্সাইডকে
৬৭) কম্পিউটারে ডাটা সংরক্ষণে কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়?
ডেসিমেল
অকট্যাল
হেক্সাডেসিমেল
বাইনারী
৬৮) পৃথিবীতে সর্বোচ্চ ঘনবসতিপূর্ণ দেশ —
চীন
জাপান
মোনাকো
বাংলাদেশ
৬৯) ২০১০ সালে ফুটবলে বিশ্বকাপ বিজয়ী দেশ —
ইতালি
ব্রাজিল
আর্জেন্টিনা
স্পেন
৭০) পৃথিবীর সর্ববৃহৎ দেশ কোনটি?
ইউএসএ
রাশিয়া
চীন
কানাডা
৭১) বাংলাদেশের কোন গ্যাসক্ষেত্রটি আগুন লেগে সর্বাপেক্ষা ক্ষতিগ্রস্ত হয়েছে?
তিতাস
বাখরাবাদ
টেংরাটিলা
পলাশ
৭২) যমুনা ব্রীজের দৈর্ঘ্য —
৪.৮ কিমি
৪.৫ কিমি
৪.২ কিমি
৫.১ কিমি
৭৩) পৃথিবীর সর্ববৃহৎ দ্বীপ কোনটি?
জাপান
অস্ট্রেলিয়া
নিউজিল্যান্ড
গ্রীনল্যান্ড
৭৪) ‘আইএলও‘ এর সদর দফতর কোথায়?
প্যারিস
জেনেভা
নিউইয়র্ক
এর কোনোটিই নয়
৭৫) কোন সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল?
১৯৪২
১৯৪৩
১৯৪৫
১৯৪৬
৭৬) ‘বাকল্যান্ড বাঁধ‘ কোন নদীর তীরে অবস্থিত?
বুড়িগঙ্গা
শীতলক্ষ্যা
ধলেশ্বরী
গোমতী
৭৭) নিচের কোনটি লালবাগ দুর্গের অভ্যন্তরে অবস্থিত?
ছোট কাটরা
বড় কাটরা
পরী বিবির মাজার
কোনোটিই নয়
৭৮) ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা লাভ করে?
১৯৯৯
২০০০
২০০১
২০০২
৭৯) বাংলাদেশের একমাত্র কিশোরী সংশোধন প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত?
যশোর
গাজীপুর
ময়মনসিংহ
কোনাবাড়ি
৮০) ভারত বাংলাদেশকে স্বীকৃতি দান করে কবে?
১৭ এপ্রিল ১৯৭১
২৬ মার্চ ১৯৭১
৬ ডিসেম্বর ১৯৭১
১৬ ডিসেম্বর ১৯৭১
১) একটি জিনিস ৬০.০০ টাকা বিক্রয় করায় ২০% লাভ হলো, এর ক্রয়মূল্য কত?
৪০ টাকা
৫০ টাকা
৭২ টাকা
৮০ টাকা
২) একটি দ্রব্য ৫০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হলে কত টাকা লাভ হতো?
১০০ টাকা
১২৫ টাকা
১৫০ টাকা
১৭৫ টাকা
৩) ১১টি সংখ্যার গড় ৩০। প্রথম পাঁচটি সংখ্যার গড় ২৫ ও শেষ পাঁচটি সংখ্যার গড় ২৮। ষষ্ঠ সংখ্যাটি কত?
৫৫
৫৮
৬৫
৬৭
৪) ক, খ ও গ এর মাসিক গড় বেতন ৫০০ টাকা। খ, গ ও ঘ এর মাসিক গড় বেতন ৪৫০ টাকা। ক এর বেতন ৫৪০ টাকা হলে ঘ এর বেতন কত?
৩৭৫ টাকা
৩৮০ টাকা
৩৮৫ টাকা
৩৯০ টাকা
৬) সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ মি. মি. হলে এর অতিভুজের মান কত?
৫ মিমি
৬ সেমি
৭ সেমি
৭) ‘কবর‘ নাটকটির নাট্যকার কে?
জসীমউদ্দীন
মুনীর চৌধুরী
অক্ষয় কুমার
কালীপ্রসন্ন সিংহ
৮) ‘খোয়াবনামা‘ উপন্যাসের রচয়িতা কে?
কাজী নজরুল ইসলাম
শওকত ওসমান
আখতারুজ্জামান ইলিয়াস
সৈয়দ সামসুল হক
৯) ‘মহাশ্মশান‘ মহাকাব্যটি কার রচনা?
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
কায়কোবাদ
মহাকবি আলাওল
১০) ‘পদ্ধতি‘ শব্দের সন্ধি বিচ্ছেদ —-
পদ + হতি
পদ + ধতি
পৎ + ধতি
পদ্ + ইতি
১১) কোন বানানটি শুদ্ধ?
সমিচীন
সমীচিন
সমিচিন
সমীচীন
১২) কোনটি শুদ্ধ বানান?
Incyclopedia
Encyclopedia
Encyclopadia
Encyclopidia
১৩) ‘Postulate’ শব্দটির Synonym হচ্ছে—-
Assume
Prove
Supplement
Complain
১৪) কোনটি শুদ্ধ বানান?
Elemantary
Elimentary
Elementory
Elementary
১৫) After it was repaired, it —-again. বাক্যের শূন্যস্থানে কোনটি সঠিক হবে?
ran perfect
ran perfectly
runs perfect
run perfect
১৬) Time and tide —-for none. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ কোনটি?
waits
waiting
wait
renders
১৭) আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে —
অক্সিজেন ও রক্তের আমিষ
ইউরিয়া ও গ্লুকোজ
অক্সিজেন ও গ্লুকোজ
এমাইনো এসিড ও কার্বন ডাইঅক্সাইড
১৮) ব্রিটিশ আমলে বাংলাদেশে যেসব আন্দোলন হয়েছিল তার মধ্যে কোনটি প্রধান?
কোরাইশী আন্দোলন
হাসেমী আন্দোলন
সৈয়দ আন্দোলন
ফরায়েজী আন্দোলন
১৯) জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
জেনেভা
নিউইয়র্ক
হেগ
প্যারিস
২০) নিম্নের কোন দেশটি আফ্রিকা মহাদেশে অবস্থিত নয়?
সিরিয়া
মিশর
মরক্কো
মৌরিতানিয়া
২১) সর্বোচ্চ বীরত্বসূচক উপাধি কি?
বীর প্রতীক
বীর বিক্রম
বীর উত্তম
বীরশ্রেষ্ঠ
২২) হিজরী সন গণনা শুরু হয় কোন সালে?
৬০২ সালে
৬১৪ সালে
৬২২ সালে
৬২৪ সালে
২৩) এশিয়ার দক্ষিণ ভাগ দিয়ে অতিক্রম করেছে—
মূল মধ্যরেখা
কর্কটক্রান্তি
বিষুবরেখা
মকর ক্রান্তি
২৪) জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
কামরুল হাসান
সৈয়দ মঈনুল হোসেন
শিল্পী জয়নুল আবেদীন
আলতাফ মাহমুদ
২৫) বাংলা নবরর্ষ (বৈশাখ থেকে শুরু) প্রবর্তনকারী কে?
সুলতান মাহমুদ
লক্ষণ সেন
শেরশাহ
আকবর
২৬) কোন ইউরোপীয় দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান করে?
যুক্তরাজ্য
স্পেন
ফ্রান্স
পোল্যান্ড
২৭) ‘ওয়াল স্ট্রীট‘ কোন শহরে অবস্থিত?
ডালাস
লন্ডন
নিউইয়র্ক
হংকং
২৮) উত্তরা গণভবন অবস্থিত কোন জেলায়?
নাটোরে
রাজশাহীতে
সৈয়দপুরে
ঠাকুরগাঁয়ে
২৯) ক্ষমতার একক হলো —
ক্যালরি
ওয়াট
জুল
নিউটন
৩০) ‘সিএফসি‘ কি ক্ষতি করে?
বায়ুর তাপ বৃদ্ধি করে
এসিড বৃষ্টিপাত ঘটায়
ওজোন স্তর ধ্বংস করে
রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা হ্রাস করে
৩১) স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয় ১৯৭১ সালের কোন তারিখে?
১৬ ডিসেম্বর
২৬ মার্চ
৭ মার্চ
২ মার্চ
৩২) a+b=10 এবং a-b=6 হলে ab = কত?
20
18
16
12
৩৩) ১৫০ মিটার লম্বা ট্রেন ৪৫০ মিটার লম্বা একটি প্ল্যাটফরমকে ২০ সেকেন্ডে অতিক্রম করলে ঐ ট্রেনের গতিবেগ প্রতি সেকেন্ডে কত হবে?
৪০ মিটার
৩০ মিটার
২৫ মিটার
২০ মিটার
৩৪) দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে ১০ ও ১৫ ঘন্টায় পানি পূর্ণ করে। নল দুটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পানি পূর্ণ হবে?
৬ ঘন্টায়
৫ ঘন্টায়
৪ ঘন্টায়
২ ঘন্টায়
৩৫) কোন অনুপাতের উভয় পদের সঙ্গে ১ যোগ করলে অনুপাতটি ৩ : ৪ এবং উভয় পদ থেকে ১ বিয়োগ করলে অনুপাতটি ২ : ৩ হবে?
২ : ৫
৪ : ৯
৬ : ১১
৫ : ৭
৩৬) ৬ বছর আগে পিতার বয়স ছিল পুত্রের বয়সের ৫ গুণ; বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের ৩ গুণ। তাহলে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?
২৪ বছর, ৮ বছর
৩৬ বছর, ১২ বছর
৯ বছর, ৩ বছর
৪৮ বছর, ১৬ বছর
৩৭) ১৪৪, ৮১, ৩৬ এর পরবর্তী সংখ্যাটি কত?
১৮
১২
৯
৬
৩৮) নিচের কোন সংখ্যাটি বৃহত্তম?
৩/৫
৪/১৫
৩/২০
৭/২৫
৩৯) a+1a=3 হবে a2+1a3 কত ?
-30
36
-18
18
৪০) একটি স্কুলে ৫০ জন ছাত্রী ও ৭০ জন ছাত্র আছে । ছাত্রীদের ৪০% এবং ছাত্রদের ৫০% এক বনভোজনে গিয়ে থাকলে মোট ছোট–ছাত্রীর কত শতাংশ বনভোজনে গিয়েছিল ?
৪৫%
৪০%
৪২%
৪৮%
৪১) সঠিক Preposition সহ কোন বাক্যটি শুদ্ধ?
Industry is key to success.
Industry is key for success.
Industry is key fo success.
Industry is key into success.
৪২) কোনটি শুদ্ধ বাক্য?
There is no place for doubt in it.
There is no suspension in it.
There is no room for doubt in it.
There is no misunderstanding in it.
৪৩) ‘Pros and cons’ phrase টির অর্থ —-
Good and bad
Advantage and disadvantage
Light and dark
In and out
৪৪) ‘Vice versa’ শব্দের অর্থ—–
For example
Face to face
Namely
The terms being exchanged
৪৫) ‘Come what may I shall adhere—–my principles’ বাক্যের শূন্যস্থানে সঠিক Preposition —
to
with
on
upon
৪৬) ‘Socrates was accused —– misleading the young section in Athens.’ বাক্যের শূন্যস্থানে সঠিক Preposition —
to
of
for
on
৪৭) He said that he had come to see me- এর direct speech
He said, ‘he has come to see you’.
He said, ‘I came to see you’.
He said, ‘I have come to see you’.
He said, ‘I had come to see you’.
৪৮) You said to me, ‘You do not do your duty.’ এর Indirect speech
You told me that I donot do my duty.
You said to me that I did not do my duty.
You said to me that I donot do my duty.
You told me that I did not do my duty.
৪৯) ‘I have to do it’- এর Passive form
It has to be done by me.
It is to be done by me.
Let it be done by me.
It has to be done to me.
৫০) ‘I know him ‘ এর Passive form
He is known by me.
He was known to me.
He is known to me.
He is being known to me.
৫১) কোনটি দ্বিগু সমাস?
পুরুষ সিংহ
চৌরাস্তা
হাটবাজার
কোনটিই নয়
৫২) কোনটি শুদ্ধ বানান?
আলস্যতা
অলস্য
আলস্য
আলসতা
৫৩) ‘নীলাম্বর‘ কোন সমাস?
বহুব্রীহি
তৎপুরুষ
কর্মধারয়
অব্যয়ীভাব
৫৪) ‘আলোয় আঁধার কাটে‘ –বাক্যে ‘আলোয়‘ কোন কারক?
অধিকরণ
অপাদান
সম্প্রদান
করণ
৫৫) ‘মাঠে ধান ফলেছে‘ –বাক্যে ‘মাঠে‘ কোন কারক?
কালাধিকরণ
স্থানাধিকরণ
বিষয়াধিকরণ
ভাবাধিকরণ
৫৬) ‘দিনের আলো ও সন্ধ্যার আলোর মিলন‘–এককথায়
সায়াহ্ন
প্রদোষ
অপরাহ্ন
গোধূলি
৫৭) ‘যা দীপ্তি পাচ্ছে‘ —এককথায়
দীপ্তিমান
আলোকিত
দেদীপ্যমান
উজ্জ্বল
৫৮) ‘কাকনিদ্রা‘এর সঠিক অর্থ কোনটি?
অগভীর নিদ্রা
কাকের ন্যায় অল্প নিদ্রা
কপট চিন্তা
নিদ্রার ভান করা
৫৯) ‘সূর্য‘ এর প্রতিশব্দ নয় কোনটি?
দিবাকর
বিভাবসু
হিমকর
দিনকর
৬০) ‘অর্বাচীন‘ এর বিপরীতার্থক শব্দ —-
তরুণ
প্রাচীন
অচেনা
নবীন
৬১) পৃথিবীতে প্রাণের সূচনা হয় আনুমানিক —-
১০০ কোটি বছর আগে
১০ কোটি বছর আগে
১ কোটি বছর আগে
৫০ লক্ষ বছর আগে
৬২) কোন খনিজ লবণের অভাবে গাছের বর্ধনশীল অংশে গজানো কচি পাতাগুলো হলদে রঙের হয়
লৌহ বা আয়োডিন
ম্যাঙ্গানিজ ও ক্যালসিয়াম
ফসফরাস ও ক্লোরিন
ম্যাগনেসিয়াম ও নাইট্রোজেন
৬৩) স্বাভাবিক আদর্শ পরিবেশে পানির ঘনত্ব যে তাপমাত্রায় সর্বোচ্চ মান পরিগ্রহ করে তা হলো —
০ ডিগ্রী সেন্টিগ্রেড
৪ ডিগ্রী সেন্টিগ্রেড
১০০ ডিগ্রী সেন্টিগ্রেড
২৬৩ ডিগ্রী কেলভিন
৬৪) দৃশ্যমান আলোর বর্ণালীর ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য কোন রঙের আলোর?
সবুজ
নীল
বেগুনি
লাল
৬৫) অধাতু কোনটি —
মার্কারি
কার্বন
পটাশিয়াম
কপার
৬৬) শুষ্ক বরফ বলা হয় —
হিমায়িত কার্বন ডাইঅক্সাইডকে
হিমায়িত অক্সিজেনকে
ক্যালসিয়াম অক্সাইডকে
হিমায়িত কার্বন মনোক্সাইডকে
৬৭) কম্পিউটারে ডাটা সংরক্ষণে কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়?
ডেসিমেল
অকট্যাল
হেক্সাডেসিমেল
বাইনারী
৬৮) পৃথিবীতে সর্বোচ্চ ঘনবসতিপূর্ণ দেশ —
চীন
জাপান
মোনাকো
বাংলাদেশ
৬৯) ২০১০ সালে ফুটবলে বিশ্বকাপ বিজয়ী দেশ —
ইতালি
ব্রাজিল
আর্জেন্টিনা
স্পেন
৭০) পৃথিবীর সর্ববৃহৎ দেশ কোনটি?
ইউএসএ
রাশিয়া
চীন
কানাডা
৭১) বাংলাদেশের কোন গ্যাসক্ষেত্রটি আগুন লেগে সর্বাপেক্ষা ক্ষতিগ্রস্ত হয়েছে?
তিতাস
বাখরাবাদ
টেংরাটিলা
পলাশ
৭২) যমুনা ব্রীজের দৈর্ঘ্য —
৪.৮ কিমি
৪.৫ কিমি
৪.২ কিমি
৫.১ কিমি
৭৩) পৃথিবীর সর্ববৃহৎ দ্বীপ কোনটি?
জাপান
অস্ট্রেলিয়া
নিউজিল্যান্ড
গ্রীনল্যান্ড
৭৪) ‘আইএলও‘ এর সদর দফতর কোথায়?
প্যারিস
জেনেভা
নিউইয়র্ক
এর কোনোটিই নয়
৭৫) কোন সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল?
১৯৪২
১৯৪৩
১৯৪৫
১৯৪৬
৭৬) ‘বাকল্যান্ড বাঁধ‘ কোন নদীর তীরে অবস্থিত?
বুড়িগঙ্গা
শীতলক্ষ্যা
ধলেশ্বরী
গোমতী
৭৭) নিচের কোনটি লালবাগ দুর্গের অভ্যন্তরে অবস্থিত?
ছোট কাটরা
বড় কাটরা
পরী বিবির মাজার
কোনোটিই নয়
৭৮) ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা লাভ করে?
১৯৯৯
২০০০
২০০১
২০০২
৭৯) বাংলাদেশের একমাত্র কিশোরী সংশোধন প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত?
যশোর
গাজীপুর
ময়মনসিংহ
কোনাবাড়ি
৮০) ভারত বাংলাদেশকে স্বীকৃতি দান করে কবে?
১৭ এপ্রিল ১৯৭১
২৬ মার্চ ১৯৭১
৬ ডিসেম্বর ১৯৭১
১৬ ডিসেম্বর ১৯৭১
June 12, 2020
←
Previous Page
1
2
3
4
Next Page
→