BCS Question | Online Preparation
BCS Question
Primary Question
Ask Question
Category:
Primary Question
Primary Question
Primary Question Solution 2010 – Esamoti
১) The idiom ‘In black and white’ এর অর্থ —-
Thmporary
False
Verbally
In writing
২) The idiom ‘At home’ এর অর্থ —-
Familiar with
Home made of bricks
Try to make a home
One who has lost home
৩) He said,”What a pity!” বাক্যটির সঠিক Indirect speech —-
He said that it was a great pity
He exclaimed that it was a great pity
He exclaimed that it is a great pity
The exclaimed that it was a great pity
৪) Salim said to me, “I was ill”. বাক্যটির সঠিক Indirect speech —-
Salim told me that he had been ill
Salim said to me that he was ill
Salim told me that I had been ill
Salim told me that he has been ill
৫) ‘My uncle looks after me’ বাক্যটির সঠিক Passive form —-
I was looked after by my uncle
I am look after by my uncle
I am being looked after by my uncle
I am looked after by my uncle
৬) ‘অনুগ্রহ‘এর বিপরীতার্থক শব্দ —–
নিগ্রহ
দয়া
বাহির
স্বাধীন
৭) ‘অর্বাচীন‘এর বিপরীতার্থক শব্দ —–
তরুণ
অচেনা
নবীন
প্রাচীন
৮) ‘চন্দ্র‘এর সমার্থক শব্দ নয় —-
চাঁদ
নিশাকর
অদ্রি
হিমকর
৯) ‘কেশ‘এর সমার্থক শব্দ নয় —-
কুন্তল
ললাট
চুল
অলক
১০) ‘আকাশ‘এর সমার্থক শব্দ নয় —-
গগন
অন্তরীক্ষ
অম্বর
ভুবন
১১) কোন পরীক্ষায় ৫২% ছাত্র বিজ্ঞানে এবং ৪০% অঙ্কে ফেল করে। যদি উভয় বিষয়ে ২৭% ফেল করে তবে শতকরা কত জন ছাত্র পাস করে?
৩৫
৪৮
৬০
৬৫
১২) ১, ৫, ১৩, ২৯, ৬১ —–ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?
৭৬
১০২
১০৬
১২৫
১৩) নিচের কোন সংখ্যাটি ক্ষুদ্রতম?
১/৩
২/৭
৫/২১
৩/৬
১৪) নিচের উল্লিখিত ভগ্নাংশগুলোর মধ্যে কোনটির মান সবচেয়ে বেশি?
১/২৫
১/১৯
১/১৫
১/১২
১৫) সামান্তরিকের বিপরীত কোণের অন্তদ্বিখণ্ডদ্বয়—-
পরস্পর সমান
পরস্পর সমান্তরাল
পরস্পরের উপর লম্ব
পরস্পর একটি বিন্দুতে ছেদ করে
১৬) একটি জাহাজ সমুদ্র থেকে নদীতে প্রবেশ করলে জাহাজের তল —
আরও ডুববে
ভাসবে
একই থাকবে
ভাসা ডোবা নির্ভর করবে জাহাজটির তৈরির সরঞ্জামের ওপর
১৭) মেরুরেখা বা অক্ষের দক্ষিণ প্রান্ত বিন্দুকে বলা হয় —-
বিষুবরেখা
সুমেরু
কুমেরু
দ্রাঘিমা রেখা
১৮) চট্টগ্রাম গ্রীষ্মকালে দিনাজপুর অপেক্ষা শীতল ও শীতকালে উষ্ণ থাকে —
মৌসুমী বায়ুর প্রভাবে
সামুদ্রিক বায়ুর প্রভাবে
স্থলবায়ুর প্রভাবে
আয়ন বায়ুর প্রভাবে
১৯) রাষ্ট্র কয়টি উপাদান নিয়ে গঠিত?
চারটি
তিনটি
দুইটি
পাঁচটি
২০) বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের?
সিলেট
রাঙামাটি
রংপুর
কুমিল্লা
২১) বাংলাদেশের মন্ত্রীপরিষদ তাদের কাজকর্মের জন্য কার কাছে দায়ী?
রাষ্ট্রপতির কাছে
জনগণের কাছে
প্রধানমন্ত্রীর কাছে
জাতীয় সংসদের কাছে
২২) কে জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন?
স্পীকার
রাষ্ট্রপতি
প্রধান বিচারপতি
প্রধানমন্ত্রী
২৩) বাংলাদেশের কোন সাঁতারু ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন?
আব্দুর রহমান
মোহাম্মদ ইদ্রিস
ব্রজেন দাস
এদের কেউই না
২৪) একটি বালিকা দোলনায় বসে দোল খাচ্ছে। সে উঠে দাঁড়ালে তার দোলনকালের কি পরিবর্তন ঘটবে?
শূন্য হবে
কমবে
বাড়বে
পরিবর্তন হবে না
২৫) কাজের একক —-
জুল
ওয়াট
নিউটন
এর কোনোটিই নয়
২৬) ‘I saw the boy crying’ বাক্যটির সঠিক Passive form —-
The boy is seen crying by me
The boy cry was seen by me
The boy was seen crying by me
The boy crying was seen by me
২৭) কোন বাক্যটি শুদ্ধ?
I have read a poetry
I have read a piece of poetry
I saw his pulse
The man took his birth in 1968
২৮) কোনটি শুদ্ধ বাক্য?
Sohel is taller than I
We write with ink
Sohel is taller than me
I did not think it was her
২৯) কোনটি শুদ্ধ বানান?
Sattellite
Sattelite
Satellite
Satelite
৩০) কোনটি শুদ্ধ বানান?
Greivance
Grievance
Griveance
Grieveance
৩১) কোনটি শুদ্ধ বানান?
মুমুর্ষু
মুমূর্ষু
মুমূর্ষু
মূমুর্ষু
৩২) কোনটি শুদ্ধ বানান?
নিরহংকারী
নিরহংকার
নিরহংকারি
নিঃহংকারী
৩৩) কোনটি শুদ্ধ বানান?
বাল্মীকি
বাল্মীকী
বাল্মিকি
বাল্মিকী
৩৪) “আজকে” নগদ কালকে ধার —বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
অপাদানে ২য়া
অধিকরণে ২য়া
কর্মে শূন্য
করণে ২য়া
৩৫) “প্রভাতে“উদিল রবি লোহিত বরণ —বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
অধিকরণে ৭মী
অপাদানে ৭মী
করণে ৩য়া
কর্তায় ৭মী
৩৬) নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাস?
বেহুস
মুখে ভাত
খেচর
গায়ে হলুদ
৩৭) নিচের কোনটি নিত্য সমাস?
পঞ্চনদ
বেয়াদব
দেশান্তর
ভালমন্দ
৩৮) ‘মনস্তাপ‘ এর সন্ধি বিচ্ছেদ —
মন + তাপ
মনস + তাপ
মনঃ + তাপ
মনো + তাপ
৩৯) ‘উল্লাস‘ এর সন্ধি বিচ্ছেদ —-
উৎ + লাস
ঊৎ + লাস
উল + লাস
ঊল + লাস
৪০) ‘ওরা কদম আলী‘ নাটকটির রচয়িতা কে?
মমতাজ উদ্দিন
আহমদ মামুনুর রশীদ
ইব্রাহীম খলিল
ওবায়েদ উল হক
৪১) যে সামান্তরিকের সকল বাহু সমান, কিন্তু কোণগুলো সমান নয়, তাকে বলে —-
রম্বস
বর্গক্ষেত্র
আয়তক্ষেত্র
ট্রাপিজিয়াম
৪২) এক দোকানদার ১২ দিনে ৫০৪ টাকা আয় করলেন। প্রথম ৪ দিনে গড় আয় ৪০ টাকা হলে বাকি দিনগুলোর গড় আয় কত টাকা হবে?
৪০ টাকা
৪২ টাকা
৪৩ টাকা
৪৭ টাকা
৪৩) তিন পুত্রের বয়সের গড় ১৬ বছর। পিতাসহ পুত্রদের বয়সের গড় ২৫ বছর। পিতার বয়স কত?
৪৫ বছর
৪৮ বছর
৫০ বছর
৫২ বছর
৪৪) একটি দ্রব্য ২৫ টাকা দিয়ে ক্রয় করে ৩০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
২০%
১৫%
১০%
৫%
৪৫) একটি জিনিস ৬০ পয়সায় বিক্রয় করায় ২০% লাভ হয়। এর ক্রয়মূল্য কত?
৭২ পয়সা
৮০ পয়সা
৪০ পয়সা
৫০ পয়সা
৪৬) ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র —
সেক্সট্যান্ট
ম্যানোমিটার
ক্রেসকোগ্রাফ
সিসমোগ্রাফ
৪৭) মনিটরের কাজ হলো —-
গাণিতিক সমাধান করা
লেখা ও ছবি দেখানো
বিভিন্ন কাজের মধ্যে সংগতি স্থাপন করা
এর কোনোটিই নয়
৪৮) ফকির আন্দোলনের নেতা কে ছিলেন?
সিরাজ শাহ
মোহসীন আলী
মজনু শাহ
জহির শাহ
৪৯) ইউরোপ থেকে সম্রদ্রপথে ভারতবর্ষে আসার পথ আবিষ্কৃত হয় কোন সালে?
১৪৮৭ সালে
১৩৮৭ সালে
১৫৮৭ সালে
১৬৮৭ সালে
৫০) প্রাচীন বাংলার সবগুলো জনপদই একত্রে বাংলা নামে পরিচিতি লাভ করে কার আমল থেকে?
সুলতান সিকান্দার শাহ
সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহ
নবাব সিরাজউদ্দৌলা
নবাব আলীবর্দী খাঁ
৫১) উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
লর্ড মাউন্টব্যাটেন
লর্ড মিন্টো
লর্ড কার্জন
লর্ড ওয়াভেল
৫২) সুন্দরবন কোন ধরনের বন?
রেইন
কনিয়ার
ম্যানগ্রোভ
কোনোটিই নয়
৫৩) বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?
যমুনা
পদ্মা
সুরমা
মেঘনা
৫৪) পৃথিবীর বৃহত্তম নদী কোনটি?
হোয়াংহো
নীল
আমাজান
কঙ্গো
৫৫) সূর্যের নিজ অক্ষের উপর আবর্তন করতে সময় লাগে —-
২৫ ঘণ্টা
২৮ ঘণ্টা
২৫ বছর
২৫ দিন
৫৬) ‘True’ শব্দটির Noun হচ্ছে—–
Truly
Truthful
Truthfulness
Truth
৫৭) ‘Study’ শব্দটির Adjective হচ্ছে—–
Studious
Persevering
Stupidity
Study
৫৮) ‘You are not amenable——–reason’ বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে —
from
of
to
into
৫৯) ‘He and I ——well’ বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে —
are
is
was
am
৬০) ‘Utilize’ শব্দটির Synonym হচ্ছে—–
Diseard
Employ
Discharge
Reject
৬১) ‘Deformed’ শব্দটির Synonym হচ্ছে—–
Crippled
Beautiful
Determine
Handsome
৬২) ‘Fly’ শব্দটির Noun হচ্ছে—–
Plight
Fleet
Flew
Flight
৬৩) ‘Comple’ শব্দটির Noun হচ্ছে—–
Compelness
Compulsion
tranquil
Compelled
৬৪) কোনটি শুদ্ধ বানান?
Tresspass
Tresspas
Trespass
Trespas
৬৫) কোনটি শুদ্ধ বানান?
Passenger
Pasanger
Pesanger
Pessanger
৬৬) ‘দুদিনের খেলাঘর‘ উপন্যাসটির রচয়িতা কে?
আকবর হোসেন
অন্নদাশঙ্কর রায়
নারায়ণ গঙ্গোপাধ্যায়
শওকত আলী
৬৭) আবু জাফর ওবায়দুল্লাহ রচিত কাব্যগ্রন্থ কোনটি?
মানুষের মানচিত্র
নির্বাসিত নায়ক
নারিন্দা লেন
সাতনরী হার
৬৮) ‘সুবচন নির্বাসনে‘ নাটকটির রচয়িতা কে?
সেলিম আল দীন
আবদুল্লাহ আল মামুন
জিয়া হায়দার
আলাউদ্দীন আল আজাদ
৬৯) প্যারীচাঁদ মিত্র রচিত উপন্যাস কোনটি?
আলালের ঘরের দুলাল
সীতারাম
চঞ্চলা
কুহেলিকা
৭০) ‘সোনাভান‘ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
সৈয়দ হামজা
আলাওল
শাহ মুহাম্মদ গরীবুল্লাহ
মীর মোহাম্মদ শফী
৭১) এক ব্যক্তি তার আয়ের ৫% আয়কর দেন। তিনি ৬০০ টাকা আয়কর দিলে তার মোট আয় কত?
২০,০০০ টাকা
১৫,০০০ টাকা
১২,০০০ টাকা
১০,০০০ টাকা
৭২) চালের মূল্য বৃদ্ধি পাওয়ায় পূর্বের ১০০০ টাকার চালের বর্তমান মূল্য ১২৫০ টাকা হলো। চালের মূল্য শতকরা কত বৃদ্ধি পেল?
২৫%
২১.৫%
২.৫%
১.২৫%
৭৩) ক ও খ এর মধ্যে ১৮০ টাকা এমনভাবে ভাগ করে দেয়া হয় যেন খ, ক এর দ্বিগুণ পায়। ক কত টাকা পায়?
৪৫ টাকা
৬০ টাকা
৯০ টাকা
১৩৫ টাকা
৭৪) ৬০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত ৭ঃ ৩। ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মেশালে অনুপাত ৩ঃ ৭ হবে?
৭০
৮০
৯০
৯৮
৭৫) ক একটি কাজ ৫ দিনে এবং খ তা ১০ দিনে করতে পারে। তারা একত্রে ১ দিনে এর কত অংশ করতে পারবে?
১/১৫
১/১০
২/১৫
৩/১০
৭৬) যে পরিমাণ খাদ্যে ১৫ জন লোকের ৪০ দিনে চলে ঐ পরিমাণ খাদ্যে ৪০ জন লোকের কত দিন চলবে?
১৫ দিন
২০ দিন
২৫ দিন
৩০ দিন
৭৭) a+1a=3 হলে ,a2+1a2= কত ?
7
9
11
13
৭৮) m-1m=5 হলে,m3-1m3= কত ?
110
130
135
140
৭৯) x+y=5,xy=6 হলে x3+y3= কত ?
30
35
215
230
৮০) x-1x=4 হলে,x2+1×2= এর মান কত ?
18
16
11
16
May 12, 2020
Primary Question Solution 2010 – Bosonto
১) বাংলাদেশের মুসা ইব্রাহীম কত তারিখে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের শিখরে পা রাখেন?
২৩ মে ২০১০
২৪ মে ২০১০
২৫ মে ২০১০
২৬ মে ২০১০
২) কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন ‘জান্নাতাবাদ‘?
হুমায়ুন
জাহাঙ্গীর
শাহজাহান
আওরঙ্গজেব
৩) শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়?
১১ ডিসেম্বর
১২ ডিসেম্বর
১৩ ডিসেম্বর
১৪ ডিসেম্বর
৪) বাংলাদেশের উপর দিয়ে যে ভৌগোলিক কাল্পনিক রেখা গেছে তার নাম কি?
দ্রাঘিমা রেখা
বিষুব রেখা
কর্কটক্রান্তি রেখা
মকর রেখা
৫) মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
সম্রাট বাবর
হুমায়ুন মো
হাম্মদ ঘোরী
আলেকজান্ডার
৬) Truth must prevail in the long run–বাক্য ‘ truth’ শব্দটি কোন প্রকারের Noun?
Common noun
Collective noun
Material noun
Abstract noun
৭) ‘The police dispersed the crowd’–বাক্য ‘ crowd’ শব্দটি কোন প্রকারের Noun?
Common noun
Collective noun
Material noun
Abstract noun
8) কোন বানানটি শুদ্ধ ?
Occasion
Ocasion
Ocassion
Occassion
৯) কোন বানানটি শুদ্ধ ?
Disentery
Dysentery
Disentary
Disentry
১০) কোন বানানটি শুদ্ধ ?
Accesible
Accessible
Accesibal
Acsecible
১১) 3x+7y =10 এবং 4x-y=3 হলে, x ও y এর মান হবে যথাক্রমে —
1, 1
1, 1/2
2, 1
1/2, 1
১২) 2x+y =7 এবং 3x+y=10 হলে, x ও y এর মান হবে যথাক্রমে —
2, 3
3, 1
4, -1
5, -3
১৩) একটি রাস্তা মেরামত করতে ১০ জন শ্রমিকের ১৬ দিন লাগবে ৮ জন শ্রমিকের কত দিন লাগবে?
১৬ দিন
১৮ দিন
২০ দিন
২৪ দিন
১৪) কোন পরিবারে ১২ জন সদস্যের ২৪ দিনের খাবার আছে। ৪ জন অতিথি আসলে ঐ খাদ্যে সদস্যদের মোট কতদিন চলবে?
১২ দিন
১৪ দিন
১৬ দিন
১৮ দিন
১৫) পিতা ও মাতার গড় বয়স ৩৫ বছর। পিতা , মাতা ও পুত্রের গড় বয়স ২৭ বছর হলে পুত্রের বয়স কত?
৯ বছর
১১ বছর
১২ বছর
১৪ বছর
১৬) হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন;- তা সবে, (অবোধ আমি!) অবহেলা করি, পর–ধন–লোভে মত্ত, করিনু ভ্রমণ পরদেশে, ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি। এই পঙ্ক্তিটি কোন কবির রচনা?
মাইকেল মধুসূদন দত্ত
রবীন্দ্রনাথ ঠাকুর
নবীনচন্দ্র সেন
কাজী নজরুল ইসলাম
১৭) ‘শ্রীকান্ত‘ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি —
ছোট গল্প
নাটক
উপন্যাস
ভ্রমণ কাহিনী
১৮) ‘পায়ের আওয়াজ পাওয়া যায়‘ নাটকটির রচয়িতা কে?
মামুনুর রশীদ
সৈয়দ শামসুল হক
জিয়া হায়দার
মুনীর চৌধুরী
১৯) “বুলবুলিতে” ধান খেয়েছে —বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্তৃকারকে পঞ্চমী
কর্তৃকারকে সপ্তমী
কর্মকারকে পঞ্চমী
কর্মকারকে সপ্তমী
২০) “ডাক্তার” ডাক —বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্তৃকারকে শূন্য
কর্তৃকারকে দ্বিতীয়া
কর্মকারকে শূন্য
অপাদান কারকে শূন্য
২১) বাংলাদেশের গভীরতম নদী কোনটি?
পদ্মা
মেঘনা
যমুনা
সুরমা
২২) বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ–এর পদবী কি ছিল?
ক্যাপ্টেন
লেফটেন্যান্ট ল্যান্স
নায়েক
সিপাহী
২৩) বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?
৮ঃ ৫
৯ঃ ৫
১০ঃ ৬
১২ঃ ৭
২৪) বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা‘ এর সুরকার কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
দ্বিজেন্দ্রলাল রায়
সলীল চৌধুরী
২৫) মুজিবনগর কোথায় অবস্থিত?
মেহেরপুর
চুয়াডাঙ্গা
সিরাজগঞ্জ
নবাবগঞ্জ
২৬) পাপমুক্ত (পাপ হতে মুক্ত) কোন সমাস?
কর্মধারয়
তৎপুরুষ
বহুব্রীহি
অব্যয়ীভাব
২৭) অহিনকুল (অহি ও নকুল) কোন সমাস?
কর্মধারয়
বহুব্রীহি
দ্বিগু
দ্বন্দ্ব
২৮) ‘ষোড়শ‘ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
সড় + শ
ষোড় + শ
ষোড় + অশ
ষট্ + দশ
২৯) ‘অধোগতি‘ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
অধ + গতি
অধঃ + গতি
অধ + অগতি
অধঃ + অগতি
৩০) কোন বানানটি শুদ্ধ?
মরিচীকা
মরীচিকা
মরিচিকা
মরীচীকা
৩১) কোনটি শুদ্ধ বানান?
নিপিড়িত
নীপিড়িত
নিপীড়িত
নিপীড়িত
৩২) ‘পালের গোদা‘– অর্থ কী?
নৌকার পাল
সচল ব্যক্তি
সর্দার দলের
শক্তিশালী লোক
৩৩) ‘যে উপকারীর উপকার স্বীকার করে‘ —এক কোথায় কী হবে?
অকৃতজ্ঞ
কৃতজ্ঞ
কৃতঘ্ন
অকৃতার্থ
৩৪) ‘শিষ্টাচার‘ —এর সমার্থক শব্দ কোনটি?
নিষ্ঠা
সংযম
সততা
সদাচার
৩৫) ‘সূর্য‘ —এর সমার্থক শব্দ কোনটি?
শশাঙ্ক
আদিত্য
বিধু
সুধাংশু
৩৬) পিতা ও দুই পুত্রের বয়স অপেক্ষা মাতা ও উক্ত দুই পুত্রের বয়সের গড় ২ বছর কম। পিতার বয়স ৩০ বছর হলে মাতার বয়স কত?
২০ বছর
২২ বছর
২৪ বছর
২৫ বছর
৩৭) পিতা ও তিন পুত্রের বয়স অপেক্ষা মাতা ও ঐ তিন পুত্রের বয়সের গড় ২ বছর কম। পিতার বয়স ৩২ বছর হলে মাতার বয়স কত?
২১ বছর
২৪ বছর
২৬ বছর
২৭ বছর
৩৮) একটি গণিতের বই প্রকৃত মূল্যের শতকরা ৮০ ভাগ মুল্যে ৬৪ টাকায় বিক্রয় করা হলো। বইটির প্রকৃত মূল্য কত?
৭২ টাকা
৭৬ টাকা
৮০ টাকা
৮৫ টাকা
৩৯) একটি জিনিস ৪০০ টাকায় ক্রয় করে ৪৪০ টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত?
১০%
১২%
১৪%
১৫%
৪০) ১, ২, ৪, ৭——-ক্রমটির পরবর্তী পদ কত?
১১
১২
১৪
১৫
৪১) ১, ২, ৩, ৫, ৮——-ক্রমটির পরবর্তী পদ কত?
৭
৯
১৩
১৫
৪২) ৪ঃ ৫= ১২ঃ x হলে x –এর মান কত হবে?
১২
১৩
১৪
১৫
৪৩) দুইটি রাশির অনুপাত ৮ঃ ১৫। পূর্বরাশি ৪০ হলে উত্তর রাশি কত?
১৫
৪৫
৭৫
১০০
৪৪) কমিশনের হার ২.৫০ টাকা হলে ২০০০ টাকা মূল্যের জিনিস বিক্রয় করে কত কমিশন পাওয়া যাবে?
৪২ টাকা
৪৫ টাকা
৫০ টাকা
৫২ টাকা
৪৫) ত্রিভুজের দুইটি কোণের সমষ্টি এক সমকোণের সমান হলে তাদের একটিকে অপরটির—
পূরক কোণ বলে
সম্পূরক কোণ বলে
সন্নিহিত কোণ বলে
প্রবৃদ্ধ কোণ বলে
৪৬) ত্রিভুজের তিন বাহু, এর অন্তর্বৃত্তের —
জ্যা
ব্যাসার্ধ
স্পর্শক
ব্যাস
৪৭) ‘Tell him to do it’ বাক্যটির Passive form হবে —-
Let him be told to do it
He may be told to do it
Let him told to do it
Let him tell to do it
৪৮) ‘I shall do the work’ বাক্যটির Passive form হবে —-
I shall be doing the work
The work may be done by me
I may be doing the work
The work will be done by me
৪৯) He said, ‘ I am well’ বাক্যটির Indirect speech হবে —-
He said that I am well
He said that I was well
He said that he was well
He said that he is well
৫০) Amin said, “I shall go to school.” বাক্যটির Indirect speech হবে —-
Amin said that he will go to school
Amin said that he would go to school
Amin said that I shall go to school
Amin said that I would go to school
৫১) কোন বাক্যটি শুদ্ধ?
Everybody have gone there.
Everybody has gone there.
Everybody are gone there.
Everybody has went there.
৫২) কোনটি শুদ্ধ বাক্য?
There is book and pen on the table
There are a book and a pen on the table
There are a book on the table
There is a book and a pen on the table
৫৩) I was admitted——Dhaka College বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে —
in
to
from
on
৫৪) I beg mercy ——the principal বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে —
of
to
on
from
৫৫) ‘Abolish’ —এর সমার্থক শব্দ কোনটি?
Cancel
General
Perform
Create
৫৬) ‘Gain’ —এর সমার্থক শব্দ কোনটি?
Promote
Advantage
Fulfil
Trouble
৫৭) ‘Null and void’— phrase —টির অর্থ কি?
Good and bad
Light and dark
Advantage and disadvantage
এর কোনটিই নয়
৫৮) ‘Blue blood’— phrase —টির অর্থ কি?
Scoundrel
Sound health
Aristrocratic birth
Blood of blue colour
৫৯) স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম স্থাপন করা হয় —-
কালুরঘাট, চট্টগ্রাম
শ্রীমঙ্গল, মৌলভীবাজার
মুজিবনগর, মেহেরপুর
নাটোর, রাজশাহী
৬০) ২০১০ সালের বিশ্বকাপ ফুটবলে কোন দেশ রানার্স আপ হয়েছে?
নেদারল্যান্ডস
জার্মানি
স্পেন
ইতালি
৬১) পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?
এশিয়া
আফ্রিকা
উত্তর আমেরিকা
অস্ট্রেলিয়া
৬২) ২০১০ সালে সাহিত্যে নোবেলজয়ী মারিও বার্গার য়োসা কোন দেশে জন্মগ্রহণ করেন?
আর্জেন্টিনা
মেক্সিকো
পেরু
কলাম্বিয়া
৬৩) চাঁদের মাটিতে প্রথম পা রাখেন —-
ইউরি গ্যাগারিন
মাইকেল কলিন্স
এডউইন-ই-অলড্রিন
নীল আর্মস্ট্রং
৬৪) বিশ্বকাপ ফুটবল কত বছর পর পর অনুষ্ঠিত হয়?
৩ বছর
৪ বছর
৫ বছর
৬ বছর
৬৫) ‘রিচার্ড হ্যাডলি‘ বিখ্যাত —
ফুটবলার হিসেবে
ক্রিকেটার হিসেবে
দৌড়বিদ হিসেবে টেনিস
খেলোয়াড় হিসেবে
৬৬) কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা বেশি?
লাল
নীল
কালো
বেগুনি
৬৭) নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার তৈরি করা হয়?
পটাস
ইউরিয়া
টিএসপি
এর কোনোটিই নয়
৬৮) পানিমিশ্রিত দুধ পরীক্ষা যন্ত্রের নাম কি?
ওডোমিটার
ম্যানোমিটার
ল্যাকটোমিটার
এর কোনোটিই নয়
৬৯) বৈদ্যুতিক ক্ষমতার একক হচ্ছে —
ভোল্ট
ওহম
অ্যাম্পিয়ার
ওয়াট
৭০) বায়ুমণ্ডলের কোন উপাদান অতি বেগুনি রশ্মিকে শোষণ করে?
অক্সিজেন
ওজোন
নাইট্রোজেন
হিলিয়াম
৭১) উত্তর গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় কখন?
২১ মার্চ
২১ জুন ২
৩ সেপ্টেম্বর
২২ ডিসেম্বর
৭২) একজন সাধারণ মানুষের দেহে মোট কত টুকরা হাড় থাকে?
১০৬
১৫৬
২০৬
২৬০
৭৩) পাতা পীত বর্ণ ধারণ করে কিসের অভাবে?
পটাশিয়াম
ম্যাগনেশিয়াম
নাইট্রোজেন
আয়রন
৭৪) বটের বীজের বিস্তার ঘটে কিসের সাহায্যে?
পাখি
পানি
বাতাস
এর কোনোটিই নয়
৭৫) হাড় ও দাঁতকে মজবুত করে —
ফসফরাস
আয়রন
আয়োডিন
ম্যাগনেশিয়াম
৭৬) নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানব দেহের —
কিডনি
ফুসফুস
যকৃত
হৃৎপিণ্ড
৭৭) দক্ষিণ মেরুর অক্ষাংশ কত?
০ ডিগ্রী
৯০ ডিগ্রী
১২০ ডিগ্রী
১৮০ ডিগ্রী
৭৮) দুইটি স্থানের মধ্যে দ্রাঘিমাংশের পার্থক্য ১ ডিগ্রী হলে সময়ের পার্থক্য কত হবে?
১ মিনিট
২ মিনিট
৪ মিনিট
১০ মিনিট
৭৯) পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?
শুক্র
মঙ্গল
বৃহস্পতি
বুধ
৮০) সমুদ্রে পানির গভীরতা মাপার একক —
মিটার
ফুট
কিলোমিটার
ফ্যাদোমিটার
May 12, 2020
Primary Question Solution 30-10-2015
১) ৬৫ ডিগ্রী পূরক কোণের পরিমাণ কত?
১৩৫ ডিগ্রী
১২৫ ডিগ্রী
২৫ ডিগ্রী
৩৫ ডিগ্রী
২) বৃত্তের যে কোন দুটি বিন্দুর সংযোজক রেখাংশ বৃত্তের একটি —
জ্যা
চাপ
ব্যাসার্ধ
ব্যাস
৩) F(x)=(x-1)2 হলে, F(5) = কত?
৩৬
১৬
৩৫
২৮
৪) ত্রিভুজের যে কোন দু‘টি মাধ্যমা পরস্পর সমান হলে ত্রিভুজটি —
সমকোণী ত্রিভুজ
বিষমবাহু ত্রিভুজ
সমদ্বিবাহু ত্রিভুজ
সমবাহু ত্রিভুজ
৫) স্ত্রী স্বামীর চেয়ে ৫ বছরের ছোট। স্ত্রীর বয়স ছেলের বয়সের ৪ গুণ। ৪ বছর পরে ছেলের বয়স হবে ১১। বর্তমানে স্বামীর বয়স কত?
৪৫
৩৩
৫২
৪৮
৬) ”অর্ঘ্য” শব্দের অর্থ কি?
পূজার উপকরণ
পূজার বাদ্য
পূজার মন্ডুপ
পূজার আধার
৭) ”জীবনতরী” কি?
কাব্যগ্রন্থ
ভাসমান হাসপাতাল
সিনেমা
সংগঠন
৮) ”গম্ভীর ধ্বনী” এর বাক্যসংকোচন করুন
মন্দ্র
মর্মন্তুদ
মধুপ
মন্ত্র
৯) ”বাগধারা” কোথায় আলোচিত হয়?
শব্দতত্ত্বে
বাক্যতত্ত্বে
ধ্বনিতত্ত্বে
রূপতত্ত্বে
১০) ”মহা পৃথিবী” কাব্যগ্রন্থ কার লেখা?
ফররুখ আহমদ
জীবনানন্দ দাশ
গোলাম মোস্তফা
জসীমউদ্দীন
১১) ”সে এমনভাবে কথা বলে মনে হয় সব জানে” বাক্যটির সঠিক ইংরেজি কোনটি?
He talks after knowing everything
He talks like he knows everything
He talks knowing everything
He talks as if he knew everything
১২) Fill in the blank : Between,- this is the greatest book I’ve ever read.
you and I
you and me
I and you
you’re and I’m
১৩) The word”reproduction” is—
an adjective
a verb
an adverb
a noun
১৪) Choose the correct sentence–
Death is preferable than dishonour
Death is more preferable than dishonour
Death is preferable then dishonour
Death is preferable to dishonour
১৫) He is a better worker than I.
Adverb
Verb
Noun
Adjective
১৬) বারাক ওবামা যুক্ত রাষ্ট্রের কততম প্রেসিডেন্ট?
৪৪
৪৫
৪২
৪৩
১৭) FIFA প্রতিষ্ঠিত হয় কবে?
১৯০৫
১৯০৪
১৯২৪
১৯১৪
১৮) প্রাণীজগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে
জেনেটিক্স
জুওলজি
বায়োলজি
ইভোলিউশন
১৯) কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে অধিক?
পৃথিবী
মঙ্গল
বুধ
শুক্র
২০) বঙ্গবন্ধু শেখ মুজিব কর্তৃক ছয় দফা উত্থাপিত হয়—
রাওয়ালপিন্ডিতে
করাচিতে
ঢাকায়
লাহোরে
২১) ”আরব বসন্ত” বলতে কি বুঝায়?
আরবীয় মহিলাদের ক্ষমতায়ন
আরবের বিভিন্ন দেশে গণজাগরণ
আরব অঞ্চলে বসন্তকাল
আরব রাজতন্ত্র
২২) কবে থেকে দেশব্যাপী বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়েছে?
১ মার্চ ১৯৯৩
১ এপ্রিল ১৯৯৩
১ জানুয়ারী ১৯৯৩
১ ফেব্রুয়ারী ১৯৯৩
২৩) কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়?
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
পাবলিক সার্ভিস কমিশন
রাষ্ট্রপতির কার্যালয়
নির্বাচন কমিশন
২৪) বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম—
বাংলাদেশ ব্যাংক
ডিএসই
বিএসইসি
অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়
২৫) অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান?
বৈদেশিক সাহায্যে
উন্নয়নের গতি ধারা
দুর্ভিক্ষ ও দারিদ্র
ক্ষুদ্র ঋণ
২৬) pm বলতে কি বুঝায়?
p কে m এর সূচক
m কে p এর সূচক
p.m এর লগ
p কে m এর ভিত্তি
২৭) পরপর ২টি পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের পার্থক্য হবে ৫৩।
২৭ এবং ২৮
২৬ এবং ২৭
২৮ এবং ২৯
২৫ এবং ২৬
২৮) যদি কাঁচ পানি অপেক্ষা ৩.৫ গুণ বেশি ভারী হয়, তবে ৫০ ঘন সেন্টিমিটার কাঁচের ওজন কত?
১০০ গ্রাম
১৭৫ গ্রাম
৫০০ গ্রাম
১০০০ গ্রাম
২৯) ১৫ জনের কোন কাজের এক তৃতীয়াংশ করতে ২০ দিন লাগে, কত দিনে ২০ জন লোক পুরো কাজটি শেষ করতে পারবে?
৪৫
২০
১৫
৩০
৩০) এক স্কুলে ড্রিল করার সময় ছাত্রদের ৮, ১০ বা ১৫ সারিতে সাজানো হয়। ঐ স্কুলে ন্যূনতম কতজন ছাত্র রয়েছে?
১৪০
৯৬
৮০
১২০
৩১) কোনটি ক্ষুদ্রতম সংখ্যা?
৪/২৭
৭/৩৬
১১/৪৫
২/৯
৩২) ক, খ ও গ একত্রে ব্যবসা করে ১২০০ টাকা লাভ করে। যদি ক, খ ও গ এর মূলধনের অনুপাত ৩ঃ ৪ঃ ৮ হয় তবে ‘ক‘ কত লভ্যাংশ পাবে?
২৪০
২৩০
২৫০
২২০
৩৩) ৫০০ টাকার ৪ বছরের সুদ এবং ৬০০ টাকায় ৫ বছরের সুদ একত্রে ৫০০ টাকা হলে সুদের হার কত?
৬%
৫%
১০%
১২%
৩৪) একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ১৬০০ বর্গমিটার। এর পরিসীমা কত?
২০০
১৭২
১৮০
১৬০
৩৫) কোন বছরে একটি গ্রামের লোকসংখ্যা ১৫% বাড়ে। বছরের শেষে লোকসংখ্যা ৬৯০০ হলে বছরের শুরুতে লোকসংখ্যা কত ছিল?
৫৭০০
৫৫০০
৬৩০০
৬০০০
৩৬) (x-2) (x-3)<0 এর সমাধান সেট কত?
কোনোটিই নয়
x > 2
2 < x < 3
x < 3
৩৭) খোকন ও মন্টুর আয়ের অনুপাত ৯ঃ ৪। খোকনের আয় ৯০ টাকা হলে মন্টুর আয় কত?
৪৮
৬৫
৪০
৬০
৩৮) ১, ৩, ৬, ১০, ১৫, ২১ ——ধারাটির একাদশতম পদ কত?
৬৬
৫৬
৪৬
৭৬
৩৯) a + b =11, a-b=7 হলে, ab= কত?
15
16
18
12
৪০) F(x) = (x-1)2 হলে, F(5) = ?
36
16
35
28
৪১) ”প্রকৃতি” বলতে কি বুঝায়?
শব্দের মূল
শব্দ ও ধাতুর
মূল ধাতুর মূল
প্রত্যয়যুক্ত শব্দ
৪২) ”অক্টোপাস” উপন্যাসের লেখক কে?
বেগম সুফিয়া কামাল
শামসুর রাহমান
আল মাহমুদ
আবুল হাসান
৪৩) কোন বানানটি শুদ্ধ?
মন্ত্রিপরিসদ
মন্ত্রীপরিষদ
মন্ত্রিপরিষদ
মন্ত্রিপরিশদ
৪৪) গুণহীনে ত্যাগ কর। –বাক্যে ”গুণহীনে” কোন কারকে কোন বিভক্তি?
কর্মে ৭মী
অধিকরণে ৭মী
সম্প্রদানে ৭মী
অপাদানে ৭মী
৪৫) ”উচাটন”–এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ঊর্ধ্বটান
প্রশান্ত
উঁচুনিচু
উত্তাল
৪৬) ”দ্যুলোক” শব্দের যথার্থ সন্ধি বিচ্ছেদ কোনটি?
দ্বি + লোক
দ্বিঃ + লোক
দুঃ + লোক
দিব্ + লোক
৪৭) Diamond cuts Diamonds-এর অনুবাদ কোনটি?
সৎসঙ্গে স্বর্গবাস
সঙ্গ দেখে লোক চেনা যায়
মানিকে মানিক চেনে স
ঙ্গদোষে নষ্ট
৪৮) ”আফতাব” শব্দের সমার্থ কোনটি?
জলধি
অর্ণব
অর্ক
রাতুল
৪৯) ঈষৎ পাংশুবর্ণ–এর বাক্য সংকোচন—
পীত
কয়রা
ধূসর
আরক্ত
৫০) উপসর্গের কাজ কী?
নতুন শব্দ গঠন
ভাবের পার্থক্য নিরূপণ
অর্থ পরিবর্তন
বর্ণ সংস্করণ
৫১) ”নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশী ভাষা, পুরে কি আশা” – পঙক্তিটির রচয়িতা কে?
আব্দুল হাকিম
অতুল প্রসাদ সেন
রামনিধি গুপ্ত
শেখ ফজলুল করিম
৫২) বাংলা ভাষায় যতি চিহ্ন প্রচলন করেন কে?
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
দীনবন্ধু মিত্র
কালীপ্রসন্ন সিংহ
রাজা রামমোহন রায়
৫৩) ”কর্বুর” শব্দের অর্থ—
করণীয়
রাক্ষস
গন্ধদ্রব্যবিশেষ
রাসায়নিক পদার্থ
৫৪) ”ভূষন্তীর কাক” বাগধারাটির অর্থ—
অনভিজ্ঞ ব্যক্তি
দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি
বিশেষজাতের কাক
ভূষন্তী নামক স্থানের কাক
৫৫) কোনটি সন্ধিজাত শব্দ?
উন্মনা
দখিনা হাওয়া
মিনতি
ফাল্গুন
৫৬) তার বয়স বেড়েছে, কিন্তু বুদ্ধি বাড়েনি। –কোন ধরনের বাক্য?
যৌগিক
মিশ্র
সরল
জটিল
৫৭) Which pair contains words opposed to each other?
false, Fake
honesty, sincerity
innocence, experience
hope, dream
৫৮) Choose the correct sentence?
He was hunged for murder
He has been hunging for murder
He was hanged for murder
He has been hunged for murder
৫৯) He said, “I have been working since sunrise” Make it indirect speech.
He said that he had been working since sunrise
He said that he has worked for sunrise
He said that he has been working since sunrise
He said that he is working
৬০) The book “Man and Superman” is written by–
Bernard Shaw
Monika Ali
Lord Byron
Charles Dickens
৬১) The right Bangla translation of “He came off with flying colours”?
তিনি গৌরবময় সাফল্য অর্জন করেন
বিজয়ের গৌরব নিয়ে তিনি উড়ে এসেছিলেন
তিনি রং ছিটাতে ছিটাতে এসছিলেন
তিনি উড়ন্ত রং নিয়ে এসেছিলেন
৬২) “Proclaim” means :
declare
circulate
announce
pronounce
৬৩) Who is the author of “India Wins Freedom”?
Abul Kalam Azad
Moulana Akram Khan
Mahatma Gandi
J.L. Nehru
৬৪) DOT MATRIX is a kind of :
Software
Printer
Scanner
Operating System
৬৫) A person leaves his or her country to settle in another country—
Foreigner
Traveler
Emigrant
Immigrant
৬৬) অন্যের দোষ ধরা সহজ–এর ইংরেজি হলো—
It is easy to Find Fault with others
It is easy to Find out Faults of others
It is easy to Find Fault of others
It is easy to Find out Fault of others
৬৭) Fill in the blank: Frustration results —- violence.
in
at
with
of
৬৮) Antonym of “tedious” is :
tiresome
refreshing
boring
monotonous
৬৯) Please bring me a cup of tea “What kind of sentence is this?
impreative
assertive
optative
interrogative
৭০) Which one is correct?
Descipline
Committee
Resturant
Lieutenant
৭১) Degree : Temperature —
Time : Length
Ounce : Weight
Fathom : Volume
Mass : Energy
৭২) Which one is correct form of “Who gave you this pen”?
By whom have you been given this pen?
By whom were you got this pen?
By whom were you given this pen?
By whom was you given this pen?
৭৩) Choose the correct sentence–
The matter has been informed by the police
The matter was informed by the police
The police were informed of the matter
The police informed of the matter
৭৪) দ্বিতীয় বিশ্বযুদ্ধে পার্ল হারবার আক্রমণ করেছিল কোন দেশ?
রাশিয়া
ইতালি
জার্মানি
জাপান
৭৫) এইচ. আই. ভি কি?
চত্রাক
ব্যাকটেরিয়া
সায়ানো ব্যাকটেরিয়া
ভাইরাস
৭৬) মুক্তিযুদ্ধের ছয় নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন?
উইং কমান্ডার এম কে বাশার
মেজরকাজী নুরুজ্জামান
মেজর এম আবদুল জলিল
মেজর কে এম শফিউল্লাহ
৭৭) কোথায় বাংলাদেশ, ভারত ও মায়ানমারের সীমান্ত পরস্পরকে ছুঁয়েছে—
খাগড়াছড়ি
বান্দরবান
সিলেট
রাঙামাটি
৭৮) ভবন নির্মাণের সময় কি মেনে চলা বাধ্যতামূলক?
বিল্ডিং অধ্যাদেশ
বিল্ডিং কোড
ভবন অননিয়ম
ভবন আইন
৭৯) জুলিও কুরী একজন বিশ্ববিখ্যাত—
শিল্পী
সাহিত্যিক
কবি
বৈজ্ঞানিক
৮০) ”রয়টার্স” কি?
একটি পত্রিকা
বেতার সংস্থা
ক্লাব
সংবাদ সংস্থা
May 11, 2020
Primary Question Solution 28-08-2015
১) ঢাকা শহরের প্রধান মুঘল স্থাপত্য কোনটি?
বর্ধমান হাউস
লালবাগ
আহসান মঞ্জিল
বড় কাটারা
২) কোন দেশ ব্রিকস গ্রুপের অন্তর্ভুক্ত নয়
রাশিয়া
ব্রিটেন
ভারত
দক্ষিণ আফ্রিকা
৩) BARD বলতে কি বুঝায়?
Better Association for Rural Development
Bangladesh Association for Rural Development
Bangladesh Advancement for Rural Development
Bangladesh Academy for Rural Development
৪) ভারত ও বাংলাদেশের মধ্যে অবস্থিত মোট ছিটমহলের সংখ্যা কতটি?
১১১টি
৫১টি
১৩০টি
১৬২টি
৫) নিচের কোনটি Operating system নয়?
MS word
Windows 98
DOS
LINUX
৬) Which one is in singular number?
Criteria
Data
Agenda
Index
৭) The —- board has deleted a number of scenes?
Censer
Censar
Censor
Censur
৮) I decided to go — with my friend as I needed some exercise.
to walk
for a walk
for walking
walk
৯) Which of the following sentences is correct sentence?
I forbade him from going
I forbade him to go
I forbade him going
I forbade him not to go
১০) The word “Indigenous” is meaning of —
Foreign
Native
Local
Remote
১১) ”না” কোন জাতীয় শব্দ?
সর্বনাম
অব্যয়
ক্রিয়া
বিশেষণ
১২) ”সন্ধ্যা” শব্দের বিশেষণটি নির্দেশ করুন?
সাঁঝ
সন্ধ্যা
সন্দা
সান্ধ্য
১৩) ”ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ” কে রচনা করেন?
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
সুনীতিকুমার চট্টোপাধ্যায়
মুহম্মদ শহীদুল্লাহ
সুকুমার সেন
১৪) ব্যাকরণ শব্দটি হলো—
তৎসম
অর্ধ-তৎসম
তদ্ভব
দেশী
১৫) ”আশীবিষ”–এর অর্থ কি?
ভুজঙ্গ
মার্তন্ডু
হুতাশন
মাতঙ্গ
১৬) একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে যোগফল ৯০ হয়। সংখ্যাটি কত?
১৬
১৮
২০
২৪
১৭) দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৯৯ হলে বড় সংখ্যাটি কত?
৭০
৮০
৯০
১০০
১৮) ৮, ১১, ১৭, ২৯, ৫৩ —– পরবর্তী সংখ্যাটি কত?
১০১
১০২
৭৫
৫৯
১৯) a + b =5 এর a-b=3 হলে, ab এর মান কত?
২
৩
৪
৫
২০) যে চতুর্ভুজের বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয়, তাকে কি বলে?
সামান্তরিক
রম্বস
ট্রাপিজিয়াম
আয়তক্ষেত্র
২১) গ্রিনিচ কোথায় অবস্থিত?
এডিনবরা
লিডস
বার্মিংহাম
লন্ডন
২২) ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?
১৯২১
১৯২৫
১৯২৯
১৯৩৩
২৩) বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার (মূল রূপকার বা নকশাকার) কে?
জয়নুল আবেদিন
কামরুল হাসান
হাশেম খান
হামিদুর রহমান
২৪) পিথাগোরাসের জন্ম কোথায়?
ফ্রান্সে
ব্রিটেনে
ইরাক
গ্রিসে
২৫) ভারত ও চীনের সীমান্ত রেখার নাম কি?
ম্যাকমোহন লাইন
ডুরাল্ড লাইন
রেডলাইন
রেডক্লিফ
২৬) চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায়, তার কারণ কি?
বায়ুমন্ডলীয় প্রতিসরণ
আলোর বিচ্ছুরণ
অপবর্তন
দৃষ্টিবিভ্রম
২৭) কোনো ই–মেইল–এ CC এর অর্থ কি?
Close Circuit
Carbon Copy
Close Contact
Contact Center
২৮) মো. জিল্লুর রহমান বাংলাদেশের কততম রাষ্ট্রপতি ছিলেন?
১৯তম
২০তম
১৬তম
১৮তম
২৯) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা হয় কোন সালে?
১৯৯৭
১৯৯৮
১৯৯৯
২০০০
৩০) কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস কোনটি?
মৃত্যুক্ষুধা
ব্যথার দান
কুহেলিকা
বাঁধনহারা
৩১) ”কান পাতলা” অর্থ কী?
অবিশ্বাসী
বিশ্বাসপ্রবণ
বিশ্বাসী
বিশ্বাসহীন
৩২) ”এমন ছেলে আর দেখিনি” বাক্যে ”ছেলে” শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্তায় শূন্য
কর্মে শূন্য
পাদানে শূন্য
অধিকরণে মূন্য
৩৩) কোনটি স্বরসন্ধির উদাহরণ?
ণিজন্ত
অহরহ
বিদ্যালয়
দুঃচিন্তা
৩৪) শব্দ ও ধাতুর মূলকে বলে—
প্রকৃতি
ধাতু
বিভক্তি
কারক
৩৫) ”অক্ষির সমীপে”র সংক্ষেপ হলো—
সমক্ষ
পরোক্ষ
প্রত্যেক্ষ
নিরপেক্ষ
৩৬) Which one is the correct narration – Who told “Do the Work”. k
He said that do the work
He asked to do the work
He requested doing the work
He told doing the wor
৩৭) “Proclaim” means :
circulate
announce
pronounce
declare
৩৮) ”টাকায় টাকা আনে” – প্রবাদটির শুদ্ধ ইংরেজি কি?
Money brings money
Money beings money
Money begets money
Money makes money
৩৯) কোন মানুষ একা বাস করতে পারে না? শুদ্ধ ইংরেজীতে অনুবাদ কোনটি?
No man can live alone.
None can live alone.
No one can live alone
Nobody can live alone.
৪০) Choose the correct form (passive) of- Who will do the work”.
Who will be done the work?
Who will done the work?
By whom will the work be done
Whom will the work be done?
৪১) Choose the correct spelt word.
Superceed
Superseed
Supercede
Supersede
৪২) তুমি কি কখনো কুয়াকাটা গিয়েছ? শুদ্ধ ইংরেজীতে অনুবাদ কোনটি?
Have you ever gone t Kuakata?
Have you ever gone Kuakata?
Have you ever been to Kuakata?
Did you ever go to Kuakata?
৪৩) কোনটি শুদ্ধ বানান?
bouquete
bouquet
bouquette
boquet
৪৪) “He took me there.” The passive voice is —-
I was taken there by him
I was to be taken there by him
I should be taken there by him
He was trying to take me there
৪৫) To “raise ones brows” indicates that–
annoyance
disapproval
indifference
surprise
৪৬) “Able” শব্দটির verb নিচের কোনটি?
Unable
Enable
Disable
Adility
৪৭) Government has been entrusted — elected politicians.
with
for
to
at
৪৮) Choose the pair of words that expresses a relationship similar to that of given pair — Words : Writer
laws : policeman
butter : backer
chalk : black board
joy : emotion
৪৯) কোন বানানটি শুদ্ধ?
Buracrat
Bureaucret
Bureaucrat
Bureaucrate
৫০) Which of the following sentences is correct?
That shirt which he bought is blue in colour
The shirt that he bought is blue in colour
Which shirt he bought is blue in colour
The shirt which he bought is blue in colour
৫১) ”কালান্তর” শীর্ষক প্রবন্ধ গ্রন্থের রচয়িতা কে?
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
প্রমথ চৌধুরী
রবীন্দ্রনাথ ঠাকুর
৫২) ”সূর্য” –এর প্রতিশব্দ—
সুধাংশু
শশাঙ্ক
বিধু
আদিত্য
৫৩) ”অপর্ণা” রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের নায়িকা?
বিসর্জন
চিত্রাঙ্গদা
রক্তকরবী
রাজা ও রাণী
৫৪) কোন শব্দটি ভুল?
মরূদ্যান
কটূক্তি
পরিপক্ক
অঞ্জলি
৫৫) কোনটি শুদ্ধ বানান?
তিতীক্ষা
তীতিক্ষা
তিতিক্ষা
তীতীক্ষা
৫৬) ”হযরত মুহম্মদ (স) ছিলেন একজন আদর্শ মানব” বাক্যটি নিম্নোক্ত কোন শ্রেণীর বাক্য?
মিশ্র
জটিল
যৌগিক
সরল
৫৭) কোনটি খাটি বাংলা উপসর্গ?
অজ
অতি
ফি
খাস
৫৮) ”রান্না” –এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
রান + না
রাঁদ + না
রান্ন + আ
রাঁধ্ + না
৫৯) কোনটি ধনাত্মক দ্বিরুক্তির উদাহরণ?
ঝম–ঝম
ভাল-ভাল
রাশি-রাশি
ঘন-ঘন
৬০) নীল যে আকাশ = নীলাকাশ কোন সমাস?
বহুব্রীহি
দ্বিগু
কর্মধারয়
অব্যয়ীভাব
৬১) ২৫৩ ডিগ্রী কোণকে কি কোণ বলে?
সূক্ষ্মকোণ
স্থুলকোণ
পূরককোণ
প্রবৃদ্ধকোণ
৬২) ৬০০ টাকার ৬ বছরের সরল সুদ ১৮০ টাকা হলে সরল সুদের হার কত?
৫%
১০%
১২%
১৭%
৬৩) পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর। আবার পিতা, মাতা ও এক পুত্রের বয়সের গড় ৩৬ বছর। পুত্রের বয়স কত?
৯ বছর
১৪ বছর
১৫ বছর
১৮ বছর
৬৪) এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত ৫ঃ ৩ এবং তার মাসিক সঞ্চয় ১০,০০০ টাকা হলে তিনি কত টাকা আয় করেন?
২০,০০০
২২,৫০০
২৫,০০০
৩০,০০০
৬৫) ক ও খ একত্রে একটি কাজ ১২ দিনে শেষ করতে পারে। ক একা কাজটি ২০ দিনে শেষ করতে পারে। খ একা কাজটি কত দিনে শেষ করতে পারবে?
২৫ দিনে
৩০ দিনে
৩৫ দিনে
৪০ দিনে
৬৬) কোন পরীক্ষায় ৮০% গণিত এবং ৭০% বাংলায় পাস করে। উভয় বিষয়ে পাস করল ৬০%। উভয় বিষয়ে শতকরা কত জন ফেল করল?
১৫%
১০%
১২%
১১%
৬৭) দুইটি সংখ্যার অনুপাত ৩ঃ ৪ এবং তাদের ল. সা. গু ১৮০। সংখ্যা দুটি কি কি?
৭০, ৬০
৬০, ৫০
৫০, ৪০
৪৫, ৬০
৬৮) একটি জিনিস ২৫ টাকায় বিক্রয় করায় ২৫% লাভ হলো, জিনিসটির ক্রয়মূল্য কত?
১৫ টাকা
২০ টাকা
১৭.৫০ টাকা
১৮ টাকা
৬৯) অনুপাত কী?
একটি পূর্ণ সংখ্যা
একটি মৌলিক সংখ্যা
একটি ভগ্নাংশ
একটি জোড় সংখ্যা
৭০) ১৬.৫ এর ১.৩% কত?
২.১৪৫
২১.৪৫
০.০২১৪৫
০.২১৪৫
৭১) (০.৪ * ০.০৫ * ০.০২)/০.০১ = ?
০.৪
০.০৪
০.০০৪
কোনোটিই নয়
৭২) ০, ১, ২ এবং ৩ দ্বারা গঠিত চার অংকের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত?
৩১৪৭
২২৮৭
২৯৮৭
২১৮৭
৭৩) ২০০৯ সালের ১ জানুয়ারি বৃহস্পতিবার ছিল। একই বছরের ৩১ ডিসেম্বর কি বার ছিল?
সোমবার
বৃহস্পতিবার
বুধবার
শনিবার
৭৪) একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। এর ক্ষেত্রফল ৫১২ বর্গমিটার হলে, পরিসীমা কত?
৯৬ মিটার
২৫৬ মিটার
১২৮ মিটার
৪৮ মিটার
৭৫) কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?
৫/৬
১২/১৫
১১/১৪
১৭/২১
৭৬) নিম্নের কোন ক্রিকেটার ইংল্যান্ডের নাগরিক?
নাসের হুসেইন
এলান বর্ডার
রিচার্ড হ্যাডলী
গ্যারি কারেস্টেন
৭৭) ফিফার কার্যালয় কোথায় অবস্থিত?
সুইজারল্যান্ড
ইংল্যান্ড
যুক্তরাষ্ট্র
ব্রাজিল
৭৮) GIS এর অর্থ কি?
Geographic Information Service
Geographic Information System
Global Information Service
Global Information System
৭৯) বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কবে গৃহীত হয়?
৭ মার্চ ১৯৭১
২৬ মার্চ ১৯৭১
১০ এপ্রিল ১৯৭১
১৭ এপ্রিল ১৯৭১
৮০) চিন্তার সঙ্গে মস্তিস্কের যে অংশের সম্পর্ক তাকে বলা হয়—
সেরিব্রাম
সেরিবেলাম
মেডুলা
স্পাইনাল কর্ড
May 11, 2020
Primary Question Solution 27-06-2015
১) ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?
বর্ণ
শব্দ
অক্ষর
২) “He was taken to task”-এর বাংলা হলো–
সে কাজ নিয়েছিল
তাকে তিরস্কার করা হয়েছিল
তাকে কাজ দেয়া হয়েছিল
তাকে কাজের জন্য বলা হয়েছিল
৩) কোনটি “ক্ষুধার্ত” শব্দের সন্ধি বিচ্ছেদ?
ক্ষুধা + আর্ত
ক্ষুৎ + ঋর্ত
ক্ষুধ +আর্ত
ক্ষুধা + ঋত
৪) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্মজীবনীমূলক গ্রন্থের নাম—
সংগ্রাম
অসমাপ্ত আত্মজীবনী
বাংলাদেশ ও আমি
আমার জীবনী
৫) নিচের কোন শব্দটি ভুল?
স্বায়ত্তশাসন
শ্রদ্ধাঞ্জলি
অভ্যন্তরীণ
মুহর্মুহূ
৬) দুটি সংখ্যার গুণফল ১৫৩৬, সংখ্যা দুটির ল. সা. গু ৯৬ হলে গ. সা. গু কত?
৩২
১২
১৬
২৪
৭) শতকরা বার্ষিক ১৫% সুদে ৮,০০০ টাকায় ৬ মাসের সুদ কত?
৬০০ টাকা
৭০০ টাকা
৮০০ টাকা
৫০০ টাকা
৮) ১০টি সংখ্যার যোগফল ৪৬২। প্রথম চারটির গড় ৫২, শেষ ৫টির গড় ৩৮। পঞ্চম সংখ্যা কত?
৫০
৬২
৬৪
৬০
৯) ৬০ জন লোক কোনো কাজ ১৮ দিনে করতে পারে। উক্ত কাজ ৩৬ জন লোক কতদিনে সম্পন্ন করতে পারবে?
২৯ দিনে
৩০ দিনে
২৭ দিনে
২৮ দিনে
১০) ৩ সে. মি., ৪ সে. মি. ও ৫ সে. মি. বাহুবিশিষ্ট তিনটি ঘনক গলিয়ে নতুন একটি ঘনক তৈরি করা হল। নতুন ঘনক এর বাহুর দৈর্ঘ্য কত?
৬ সে. মি.
৭ সে. মি.
৭.৫ সে. মি.
৬.৫ সে. মি
১১) কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশ কে স্বীকৃতি প্রদান করে?
সৌদিআরব
লেবানন
ইরাক
ইরান
১২) ইতিহাসের জনক বা পিতা কে?
হেরোডোটাস
এরিস্টটল
টয়েনবি
যুসিডাইজিস
১৩) ”সবুজ গ্রহ” বলা হয় কাকে?
মঙ্গল
ইউরেনাস
বুধ
পৃথিবী
১৪) ইউরোপীয় ইউনিয়নের কোন দেশ এখনো “ইউরো” গ্রহণ করেনি?
জার্মানি
অস্ট্রিয়া
ইংল্যান্ড
ফ্রান্স
১৫) কোনটি কম্পিউটারের গ্রহণ মুখ নয়?
কী বোর্ড
মনিটর
বারকোড
ওএমআর
১৬) CNG-এর অর্থ—
কার্বনযুক্ত নতুন পরিবেশ বান্ধব তেল
সীমামুক্ত পেট্রোল
কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস
নতুন ধরনের ট্যাক্সি ক্যাব
১৭) কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান?
প্রফেসর আব্দুস সালাম
ইয়াসির আরাফাত
নাগীব মাহফুজ
আনোয়ার সাদাত
১৮) বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসাধারণ বীরত্ব প্রদর্শনের জন্য কতজনকে বীরত্বসূচক খেতাব প্রদান করা হয়?
৬৭৬ জন
৬৮ জন
১৭৫ জন
৪২৬ জন
১৯) ”হ্যারি পটার” কি
একটি শিশুতোষ বই এ
কজাতীয় গুচ্ছবোমা
এক ধরনের খেলনা
এক জাতীয় ধাতব পাত্র
২০) সুইডেন এর মুদ্রার নাম কি?
পাউন্ট
ডলার
ক্রোনা
গিলো
২১) Which one is Reflexive pronoun?
each
myself
who
he
২২) To read between the lines means–
to read carefully
to grasp the hidden meaning
to concentrate
to suspect
২৩) Fill in the blank : You should —– swimming.
take up
take off
start up
get off
২৪) Which one is the correct sentence?
Neither roads are led to the railway station
Neither of the roads leads to the railway station
neither of the roads leads to the railway station
Neither of the roads are leading to the railway station
২৫) Which is adjective?
special
laugh
crime
miser
২৬) ”শশাঙ্ক” শব্দের সঠিক অর্থ কোনটি?
চাঁদ
খরগোস
সমুদ্র
সূর্য
২৭) ”উত্তম পুরুষ” উপন্যাসের রচয়িতা কে?
রশীদ করিম
শওকত ওসমান
জহির রায়হান
শহীদুল্লা কায়সার
২৮) ”আদালত” শব্দটি কোন ভাষার শব্দ?
আরবি
বাংলা
পর্তুগিজ
ফারসি
২৯) বজ্রে তোমার বাজে বাঁশী? কোন কারকে কোন বিভক্তি?
কর্তায় শূন্য অ
পাদানে ৭মী
অধিকরণে ৭মী
করণে ১মা
৩০) মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
জাহান্নাম হইতে বিদায়
জননী
কর্ণফুলী
সূর্য দীঘল বাড়ি
৩১) তালব্যবর্ণ কোনগুলো?
এ, ঐ
ই, ঈ
উ, ঊ
ও, ঔ
৩২) কোনটি খাঁটি বাংলা উপসর্গ?
আভাস
অজানা
গরমিল
বেমালুম
৩৩) শেষ মোগল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায়?
লাহোর
দিল্লী
আগ্রা
ইয়াংগুন
৩৪) ”নির্মল” শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
অনির্মল
পঙ্কিল
অপরিস্কার
নোংরা
৩৫) নিচের কোন বানানটি শুদ্ধ?
মূহর্ত
মুহূর্ত
মুহুর্ত
মুহর্ত
৩৬) কর্ম সম্পাদনে পরিশ্রমী– কোনটি বাক্যের সংক্ষিপ্ত রূপ—
কর্মনিষ্ঠ
কর্মোদ্যমী
কর্মঠ
কর্মী
৩৭) ”আটকপালে” এর অর্থ কোনটি?
জ্ঞানী
কারারুদ্ধ
হতভাগ্য
সৌভাগ্যবান
৩৮) কোনটি বাংলা ধাতু?
কৃ
মাগ্
গম্
কাট্
৩৯) ”জায়া ও পতি” সমাস করলে কি হয়?
স্বামী-স্ত্রী
পতি-পত্নী
দম্পতি
জায়া-পতি
৪০) কোন বানানটি শুদ্ধ?
সুশ্রুষা
শুশ্রূষা
সুশ্রুসা
শুশ্রুষা
৪১) “The baby is always smiling” এর বাংলা অনুবাদ হলে—
শিশুটি সবসময় হাসছে
শিশুটি সবসময় হাসে
শিশুটির মুখ হাসিতে ভরা
শিশুটির মুখে হাসি লেগেই আছে
৪২) মৃতের মত অবস্থা যার—
মৃতবৎ
আনমনা
জীবন্মৃত
মুমূর্ষ
৪৩) ”গবেষণা”–এর সন্ধি–বিচ্ছেদ কি হবে?
গবে + ষণা
গো + এষণা
গ + এষণা
গব + এষণা
৪৪) উয়ারী–বটেশ্বর কোথায় অবস্থিত?
নরসিংদী
নারায়ণগঞ্জ
মুন্সীগঞ্জ
দাউদকান্দি
৪৫) ”জঙ্গম”–এর বিপরীতার্থক শব্দ কি?
স্থাবর
অরণ্য
সমুদ্র
পর্বতই
৪৬) ১২০ জন ছাত্রের মধ্যে ৩০ ছাত্র ফেল করলে পাশের হার কত?
৪০%
২৫%
৮০%
৭৫%
৪৭) ৩, ৯ ও ৪ এর চতুর্থ সমানুপাতিক কত?
১২.০
৪.০
১৪.০
১৬.০
৪৮) a + b =5 এর a-b=3 হলে, ab এর মান কত?
4
5
2
3
৪৯) টাকায় ১০টি দরে লেবু ক্রয় করে ৮টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
১৫%
২০%
২৫%
১০%
৫০) ১ হতে ১০০ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত?
৫০৫০
৫০০১
৪৯৯৯
৫৫০১
৫১) কোন ত্রিভুজের শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দুর উপর অঙ্কিত রেখাকে ঐ ত্রিভুজের কি বলা হয়?
সমদ্বিখণ্ডক
অভিভুজ
লম্ব
মধ্যমা
৫২) যদি x+2y=4 এবং xy=2 হয়, তবে x= কত?
২
০
১২
১
৫৩) একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ২০২৫ বর্গমিটার। এর চারদিকে বেড়া দেয়া আছে। বেড়ার মোট দৈর্ঘ্য কত?
১৮০ মিটার
২০০ মিটার
২২০ মিটার
১৬০ মিটার
৫৪) ০.১ এর বর্গমূল কত?
০.২৫
কোনোটিই নয়
০.১
০.০১
৫৫) ৫০০ টাকার আম কত টাকায় বিক্রি করলে ৩.৫% লাভ হবে?
৫১২.৫০
৫১৭.৫০
৫১৫.৫০
৫১০.০০
৫৬) কোন আসল ৩ বছরে সুদে–আসলে ৪৬০ টাকা এবং ৫ বছরে সুদে–আসলে ৫০০ টাকা হয়। শতকরা সুদের হার কত?
৭%
৬%
৪%
৫%
৫৭) ক–এর টাকা খ–এর টাকার দ্বিগুণ। তাদের দুইজনের মোট ৩০ টাকা আছে। খ–এর কত টাকা আছে?
২০ টাকা
১৫ টাকা
১০ টাকা
৩০ টাকা
৫৮) a : b = 4 : 7, b : c = 5 : 6 হলে a : b : c কত?
4 : 7 : 5
4 : 7 : 6
20 : 35 : 42
20 : 44 : 35
৫৯) ১ ঘণ্টা ২০ মিনিট ৪ ঘণ্টার কত অংশ?
১/৪ অংশ
৩/৪ অংশ
১/৩ অংশ
২/৩ অংশ
৬০) ১ থেকে ১০০ পর্যন্ত উপাত্তকে ১০ টি শ্রেণিতে ভাগ করলে নম্বর শ্রেণিটি নিচের কোনটি হবে?
৮১–৯০ ৮
০-৯০
৮৯-৯৯
৮০-৯১
৬১) SIM নিচের কোনটির সংক্ষিপ্ত রূপ?
Simple Identity Module
Subscriber Identity Module
Simple Identification Module
Subscriber Identification Module
৬২) ”গ্রীনল্যান্ড” এর মালিকানা কোন দেশের?
ডেনমার্ক
ইংল্যান্ড
সুইডেন
নেদারল্যান্ড
৬৩) আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী?
ফ্লোরিডা
পা
জিব্রাল্টার
বেরিং
৬৪) নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার?
উবন্টু
এমএস ওয়ার্ড
ওরাকল
এমএস উইন্ডোজ
৬৫) বাংলাদেশ সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশ হয়েছে?
১১৫
১২০
১১০
১১৭
৬৬) বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পত্র কত তারিখে পঠিত হয়?
১০ এপ্রিল ১৯৭১
১৭ এপ্রিল ১৯৭১
৭ মার্চ ১৯৭১
২৬ মার্চ ১৯৭১
৬৭) নবায়নযোগ্য শক্তির উৎসের একটি উদাহরণ হলো—–
পারমাণবিক জ্বালানি
পীট কয়লা
ফুয়েল সেল
সূর্য
৬৮) “Paradise Lost” Attempted to —
Explain why good and evil are necessary
Justify the ways of man to God
Justify the ways of God to man
Show that the Satan and God have equal power
৬৯) “Duchess” is feminine of —-
Earl
Dramatist
Dutchman
Duke
৭০) Choose the correct sentence.
He lives here for five months
He is living here for five months
He has been living here for five monts
He live here for five months
৭১) “Salt of life” stands for—
sorrows of life
saline water
sodium chloride
valuable things
৭২) Which word is not a noun?
Defame
Indemnity
Articulation
Simulation
৭৩) Which one is correct : He said to me “May you be happy”
He told that I might be happy
He reported that I might be happy
He said that I might he happy
He wished that I might be happy
৭৪) Article is used based on—-
stress
spelling
sound
pronunciation
৭৫) Fill in the blank : He had written the book before he ——
has retired
will be retired
retired had
retired
৭৬) Correct passive form of — “I have to do it”—-
It has to be done to me
It has to be done by me
It is to be done by me
Let it be done by me
৭৭) Choose the correct spelled word.
Suname
Sunamee
Tsunami
Sunami
৭৮) What is the antonym of hybrid?
simple
productive
purebred
raised
৭৯) Fill in the blank : The climate is congenial ——- health.
to
for
with
on
৮০) Choose the correct sentence.
He speaks English like English
He is speaks the English like English
He speaks English like the English
He speaks the English like the English
May 10, 2020
Primary Question Solution 16-10-2015
১) Choose the correct passive voice : His behavior worried us.
We are worried with his behavior
We have been worried by his behavior
We were worried about his behavior
We were worried by his behavior
২) The verb “succumb” means
win
conquer
achieve
submit
৩) Lunar eclipse occurs on–
A moonless day
A new moon day
A full moon day
A half moon day
৪) The appropriate meaning of the word Diversity (Diversity) is
Uniformity
Security
Unity
Variety
৫) The synonym of “Futile” is
Vain
Trifling
Useless
Fruitless
৬) ”বিকৃত” শব্দের প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় কর?
বিকার + ই
বি + কৃত
বি+কৃ+ত
বিকৃ + ইত
৭) ”সন্ধি” ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
বাক্য প্রকরণ
রূপতত্ত্ব
ধ্বনিতত্ত্ব
পদক্রম
৮) কোনটি খাঁটি বাংলা উপসর্গ?
আভাস
অজানা
গরমিল
বেমালুম
৯) ”সূর্য” এর সমার্থক প্রতিশব্দ—
হিরণ
দ্যুলোক
মিহির
ধরিত্রী
১০) কোন বাক্যটি শুদ্ধ?
তাহার জীবন সংশয়পূর্ণ
তাহার জীবন সংশময়
তাহার জীবন সংশয়ভরা
তাহার জীবন সংশয়াপূর্ণ
১১) কোন সংখ্যার বর্গমূলের সাথে ২০ যোগ করলে ৫–এর বর্গ হবে?
২৫
১৬
৩৬
৪৯
১২) বার্ষিক শতকরা ১০ টাকা হার সুদে কোন মূলধন কত বছর পরে সুদাসলে দ্বিগুণ হবে?
৯ বছর
১১ বছর
১২ বছর
১০ বছর
১৩) দুইটি সংখ্যার অনুপাত ৫ঃ ৬ এবং তাদের গ. সা. গু ৪ হলে সংখ্যা দুইটির ল. সা. গু কত?
১৩০
১৫০
১১০
কোনোটিই নয়
১৪) একটি ফুটবলের ব্যাস ১০ ইঞ্চি হলে ফুটবলের আয়তন কত?
৩১.৪১৬ বর্গ ইঞ্চি
৭৮.৫৪ ইঞ্চি
৩১৪.১৬ ঘন ইঞ্চি
৫২৩.৬০ ঘন ইঞ্চি
১৫) ৪, ৬, ৭ এবং x এর গড় মান ৫.৫ হলে x এর মান কত?
৫.০
৭.৫
৬.৮
৬.৫
১৬) বাকু কোন দেশের রাজধানী?
লাটভিয়া
রাশিয়া
আজারবাইজান
উজবেকিস্তান
১৭) সম্প্রতি কোন দিনটিকে “মুক্তিযোদ্ধা দিবস” ঘোষণা করা হয়েছে?
১ ডিসেম্বর
৭ মার্চ
২৬ মার্চ
২৪ নভেম্বর
১৮) নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত “সোমপুর বিহারের” প্রতিষ্ঠাতা কে?
রাজা ধর্মপাল
লক্ষণ সেন
রাজা ধর্মসেন
রাজা বিক্রমাদিত্য
১৯) CFC কি ক্ষতি করে?
রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা হ্রাস করে
বায়ুর তাপ কমিয়ে দেয়
এসিড বৃষ্টিপাত ঘটায়
ওজন স্তর ধ্বংস করে
২০) ASCII –এর পূর্ণ নাম —
American Stable Code for Institutional Interchange
American Standard Case for Institional Interchange
American Standard Code for Information Interchange
American Standard code for Interchange Information
২১) জাতীয় “ই–তথ্যকোষ” উদ্বোধন করা হয় কবে?
২৭ ফেব্রুয়ারী ২০১১
২১ ফেব্রুয়ারী ২০১১
১৬ ডিসেম্বর ২০১১
১০ জানুয়ারী ২০১০
২২) গম্ভীরা গানের উৎপত্তি কোথায়?
মালদহ
চাপাইনবাবগঞ্জ
দিনাজপুর
রংপুর
২৩) আয়তন অনুসারে এশিয়ায় সবচেয়ে ছোট দেশ কোনটি?
মালদ্বীপ
ভুটান
মঙ্গোলিয়া
ওমান
২৪) শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায়?
দিল্লি
আগ্রা
ইয়াঙ্গুন
লাহোর
২৫) LAN কার্ডের অপর নাম কি?
Network Interface Card
Internet Card
Modem
Net Connector
২৬) Who wrote the book “Paradise Regained”?
John Keats
William Blake
B. Shelley
John Milton
২৭) He requested the he might be allowed to come in. Which of the following is the correct direct speech?
He asked,”Let me allow to come in.”
He said,”Let me to come in.”
He said, “May I come in.”
He requested me,”Let him allowed to come in.”
২৮) Choose the word that replaces best the underlined word in the sentence. ” Colonialism has engendered diverse effects around the world”
paralysed
entrusted
caused
betrayed
২৯) Who is the writer of Treasure Island?
Milton
Homer
Stevenson
Byron
৩০) Which of the following sentence is correct?
The rich is not always happy
The rich did not happy always
The rich are not always happy
The riches is not always happy
৩১) The right Bangla Translation of “He come of with flying colours.”
বিজয়ের গৌরব নিয়ে তিনিউড়ে এসেছিলেন
তিনি রং ছিটাতে এসেছিল
তিনি উড়ন্ত রং নিয়ে এসেছিলেন
তিনি গৌরবময় সাফল্য অর্জন করেন
৩২) Change the narration : he said to me “Let us go home together.”
He urged me to go home with him.
He proposed to me to go home together.
He proposed to me that we should go home together.
He asked me to go home together.
৩৩) Fill in the blanks : his illness is a mere pretext ——– his absence.
for
of
with
to
৩৪) Identify the correct passive form of “He is going to open a shop”.
A shop is going to be opened by him
He is being gone to open a shop
A shop is being gone opened by him
A shop will be opened by him
৩৫) What is catastrophe?
The comic and tragic end of the play
None of the above
The comical end of dramatic events
The tragic end of dramatic events
৩৬) Fill in the blank : He is quit —– in dealing with people.
impotent
unstable
imprudent
diplomatic
৩৭) What is the masculine form of “Bee”?
Stage
Colt
Hart
Drone
৩৮) Fill in the blanks : I cannot stop —– Meanness
of
with
to
for
৩৯) Synonym of ” defraud”
debunk
fraudulently
None of them
defray
৪০) ”পঞ্চম স্বর”–এর অর্থ কী?
কোকিলের সুরলহরী
পল্লব
পায়েরপাতা
দেবতার আরাধনা
৪১) ”ব্যর্থ” শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো—
বি+অর্থ
ব্যা+অর্থ
বি+আর্থ
ব্য+অর্থ
৪২) A beggar must not be a chooser-এ বাক্যের যথার্থ অনুবাদ—
ভিক্ষার চাল মোটা আর সরু
ভিক্ষার চাল কাঁড়া আর আকাঁড়া
ভিক্ষার চাল মোটা
ভিক্ষার চাল সরু
৪৩) কোন দুটি মূল স্বরধ্বনি নয়?
ঐ, ঔ
ঐ, অ
আ, ঔ
ই, ঔ
৪৪) কোনটি সঠিক?
একাত্তরের দিনগুলি (উপন্যাস)
গোরা (নাট্যগ্রন্থ)
বিদ্রোহী (কাব্যগ্রন্থ)
পথের দাবি (উপন্যাস)
৪৫) নিচের কোন শব্দে “ণ”–এর ভুল প্রয়োগ রয়েছে?
চাণক্য
মাণিক্য
গণ
ক্রন্দণ
৪৬) ”মরি মরি! কি সুন্দর প্রভাতের রূপ” –বাক্যে ”মরি মরি” কোন শ্রেণির অব্যয়?
অনুকার
সমন্বয়ী
অনন্বয়ী
পদান্বয়ী
৪৭) ”বিদিত” শব্দটির বিপরীত শব্দ কোনটি?
গৃহীত
বিদীর্ণ
বিসর্জন
অজ্ঞাত
৪৮) ”অপমানের চেয়ে মৃত্যু শ্রেয়” –কোনটি সঠিক অনুবাদ?
Death is Preferable than dishonour
Death is more better than dishonour
Death is preferable to dishonour
Death is more preferable to dishonour
৪৯) ”জায়া ও পতি” সমাস করলে কি হয়?
পতি-পত্নী
দম্পতি
জায়া-পতি
স্বামী-স্ত্রী
৫০) ”মান্দারিন” কোন দেশের ভাষা?
চীন
জাপান
থাইল্যান্ড
ভিয়েতনাম
৫১) ”মৃন্ময়” শব্দের সন্ধি বিচ্ছেদ —
মৃত + ময়
মৃদ্ + ময়
মৃৎ + ময়
মৃন্ + ময়
৫২) ”সুরঞ্জনা ওইখানে যেয়নাকো তুমি” –কোন কবি এ কথা বলেছিলেন?
কামিনী রায়
সুকান্ত ভট্টাচার্য
বুদ্ধদেব বসু
জীবনানন্দ দাশ
৫৩) “The spirit of Islam” বইটির লেখক কে?
মীর মোশররফ হোসেন
হাজী শরীয়তুল্লাহ
সৈয়দ মঞ্জুরুল ইসলাম
সৈয়দ আমীর আলী
৫৪) ”দম্পতি” কোন সমাস?
অব্যয়ীভাব
দ্বন্দ্ব
কর্মধারয়
তৎপুরুষ
৫৫) ”একাদশে বৃহস্পতি” এর অর্থ কী?
আশার কথা
সৌভাগ্যের বিষয়
মজা পাওয়া
আনন্দের বিষয়
৫৬) ”ঠাকুর” পরিবারের আসল পদবি ছিল—
ঘোষ
কুশারী
মুখোপাধ্যায়
শাস্ত্রী
৫৭) অতিভুজের বিপরীেত থাকে —
সরলকোণ
সমকোণ
সূক্ষ্মকোণ
স্থুলকোণ
৫৮) ৯ জন শ্রমিক ৭২০ টাকা আয় করে ৪ দিনে, ১২জন শ্রমিক ঐ পরিমাণ টাকা আয় করবে কতদিনে?
৪ দিন
৬ দিন
৫ দিন
৩ দিন
৫৯) a/b=4a, 2b=12 হলে a এর মান কত?
৮
১২
১৬
৪
৬০) ২, ৭, ৫, ৪, ৬ ও ১০ সংখ্যাগুলোর প্রচুরক নিচের কোনটি?
৪
প্রচুরক নেই
৫.৬
৭ ৫.৫০
৬১) দুটি সংখ্যার যোগফল ১৭ এবং গুণফল ৭২। ছোট সংখ্যাটি কত?
৯
কোনটিই নয়
৬
৮
৬২) নির্মাতা ও খুচরা বিক্রেতা উভয় ২০% লাভে একটি জিনিস বিক্রয় করে, যদি ঐ জিনিসের নির্মাণ খরচ ২০০ টাকা হয় তবে খুচরা মূল্য কত?
১৪৪ টাকা
২৮৮ টাকা
৩০০ টাকা
১২০ টাকা
৬৩) একটি ত্রিভুজাকৃতি জমির ভূমি ৭৫ মিটার এবং উচ্চতা ২০ মিটার। প্রতি বর্গমিটারে ২.০০ টাকা হিসেবে ঘস লাগাতে কত খরচ হবে?
১২৫০ টাকা
১৫০০ টাকা
১৪০০ টাকা
১৬০০ টাকা
৬৪) যদি a : b= 3 : 2 এবং b : c = 7 : 6 হয়, তবে c : a = কত?
2 : 6
3 : 7
2 : 7
4 : 7
৬৫) নিচের কোনটি মৌলিক সংখ্যা?
৭২
কোনোটিই নয়
৮৭
৬৩
৬৬) একটি ছাত্রাবাসে ৩০ জন ছাত্রের ৩২ দিনের খাদ্য আছে। কয়েকজন নতুন ছাত্র আসায় ২০ দিনে ঐ খাদ্য শেষ হলে নতুন ছাত্রের সংখ্যা কত?
কোনোটিই নয়
৩৩ জন
২৭ জন
২০ জন
৬৭) একটি গণিতের বই প্রকৃত মূল্যের শতকরা ৮০ ভাগ মূল্যে ৭২ টাকায় বিক্রয় হলো? বইটির প্রকৃত মূল্য কত?
৮০
৯০
৭২
৯৬
৬৮) অনুপাত কী?
একটি মৌলিক সংখ্যা
একটি ভগ্নাংশ
একটি বেজোড় সংখ্যা
একটি পূর্ণসংখ্যা
৬৯) ১, ৩, ৬, ১০, ১৫, ২১ ——ধারাটির দ্বাদশ পদ কত?
৬২
৬৬
৭৮
৫৫
৭০) একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ৭.৫ ফুট হলে, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত?
১২.৭২৫ বর্গফুট
২৮.১২৫ বর্গফুট
৩৬.৫০ বর্গফুট
৯.৩৭৫ বর্গফুট
৭১) x3-1, x3+1, x4+1 এর ল. সা.গু কত?
(x-4)
x6-1
(x-2)
(x-3)
৭২) বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি?
মুক্তিযোদ্ধা জাদুঘর
সোনারগাঁ জাদুঘর
বরেন্দ্র জাদুঘর
জাতীয় জাদুঘর
৭৩) অধ্যাদেশ প্রণয়ন ও জারি করতে পারেন কে?
স্পিকার
প্রধানমন্ত্রী
রাষ্ট্রপতি প্রধান
বিচারপতি
৭৪) মুক্তা হল ঝিনুকের—
খোলসের টুকরা
চোখের মণি
প্রদাহের ফল
জমাট হরমোন
৭৫) ”সানফ্লাওয়ার” বিখ্যাত চিত্রকর্ম–এর চিত্রকর–
পাবলো পিকাসো
লিওনার্দ দ্যা ভিঞ্চি
মাইকেল এঞ্জালো
ভিনসেট ভ্যানগগ
৭৬) ”বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর” কোন মন্ত্রনালয়ের অধীন?
কোনটিই নয়
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রাণালয়
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়
প্রধানমন্ত্রীর কার্যালয়
৭৭) কোন শহরের উপনাম “বিগ আপেল”?
মস্কো
ক্যানবেরা
নিউইয়র্ক
ওটোয়া
৭৮) কোন রাষ্ট্রটি “গ্রুপ অব সেভেন” এর সদস্য নয়?
কানাডা
ভারত
জাপান
ইতালি
৭৯) সঙ্গীত শিল্পী আব্বাসউদ্দিন আহমেদ কত সালে জন্মগ্রহন করেন?
১৯১০
১৯১৭
১৮৮৯
১৯০১
৮০) লেজার রশ্মি কে কত সালে আবিষ্কার করেন?
হাইগ্যান, ১৯৬১
মাইম্যান, ১৯৬০
বোর, ১৯৬৩
রাদারফোর্ড, ১৯১৯
May 10, 2020
Primary Exam Question Solution 31-05-2019
১. ১৯৭০ সালের নির্বাচনে জাতীয় পরিষদে তৎকালীন পূর্ব পাকিস্তানের আসন কতটি ছিল?
ক. ১৬৭
খ. ১৬৯
গ. ১৬৩
ঘ. ১৬৫
২. Phosphates need —- to most farm lands in Bangladesh.
ক. Need to be adding
খ. Need to be added
গ. Need added
ঘ. Need to add
৩. ‘রবীন্দ্র’- এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. রবি+ ইন্দ্র
খ. রবি+ঈন্দ্র
গ. রব+ইন্দ্র
ঘ .রবি+ইন্দ্র
৪. কোন প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য তৈরি করে
ক. প্রস্বেদন
খ. অভিস্রবণ
গ. সালোকসংশ্লেষণ
ঘ. শ্বসন
৫. বিরাম চিহ্নের অপর নাম কি?
ক. ছেদ চিহ্ন
খ. স্থির চিহ্ন
গ. বিশ্রাম চিহ্ন
ঘ. বিভাজন চিহ্ন
৬. ইতিহাস রচনা করেন যিনি–
ক. ইতিহাস লেখক
খ. ঐতিহাসিক
গ. ইতিহাসবেত্তা
ঘ. ঐতিহাসিকতা
৭. কোনটি শুদ্ধ বাক্য?
ক. আমার বড় দুরাবস্থা
খ. আমার বড় দুরবস্থা
গ. আমার বড় দূরবস্থা
ঘ. আমার বড় দূরাবস্থা
৮. কোন ৩ টি বাহু দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না?
ক. ২,৪,৫
খ. ৪,৫,৬
গ. ২,৪,৭
ঘ. ৩,৪,৬
৯. As the sun –, I decided to go out.
ক. Was shining
খ. Have shone
গ. Shine
ঘ. Shines
১০. খাওয়ার লবণের সংকেত কি?
ক. কোনোটিই নয়
খ. NaCo3
গ. NACL
ঘ. Cacl2
১১.আমেরিকান ম্যাগাজিন নিউজ উইকে “ poet of politics”বা রাজনীতির কবি নামে আখ্যায়িত করা হয়?
ক. ইন্দিরা গান্ধীকে
খ. সুভাষ বসুকে
গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে
ঘ. মহাত্মা গান্ধী কে
১২. একটি ত্রিভুজের তিন কোণের অনুপাত ১ঃ২ঃ৩ । ত্রিভুজটি হবে?
ক. সমবাহু
খ. সূক্ষ্মকোণী
গ. স্থূলকোণী
ঘ. সমকোণী
১৩. একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ১২ বার ঘোরে। চাকাটি ৫ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে?
ক. ৯০ ডিগ্রী
খ. ৩৬০ ডিগ্রী
গ. ৩০০ ডিগ্রী
ঘ. ১৮০ ডিগ্রী
১৪. Amenable শব্দের সাথে সঠিক preposition টি কি হবে?
ক. with
খ. to
গ. after
ঘ. for
১৫. What is the antonym of the word “ unwitting”
ক. Stupid
খ. intentional
গ. unintentional
ঘ. clever
১৬. The Feminine of “Ram” is
ক. Ewe
খ. Hind
গ. Mare
ঘ. Sow
১৭. একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ১৫০ মিটার ও ১০০ মিটার। বাগান টির দৈর্ঘ্য ২০% এবং প্রস্থ ১০% বৃদ্ধি বাগানের ক্ষেত্রফল কত বর্গমিটার হবে?
ক. ১৮৫০০
খ. ১৫৫০০
গ. ২০৫০০
ঘ. ১৯৮০০
১৮.রূপপুর পারমাণবিক কেন্দ্র কোন জেলায়?
ক. পাবনা
খ. রাজশাহী
গ. খুলনা
ঘ. নাটোর
১৯. পাটের জীবনরহস্য উন্মোচনকারী দলের নেতা?
ক. ফরিদুল আলম
খ. মাকসুদুল আলম
গ. শহিদুল আলম
ঘ. মোহাম্মদ জলিল
২০. 4*5*0*7*1=কত ?
ক. ১৮০
খ. ০
গ. ১৪০
ঘ. ২১০
২১. পৃথিবীর কোন দেশের প্রাথমিক শিক্ষার মান সবচেয়ে উন্নত?
ক. কানাডা
খ. ফিনল্যান্ড
গ. ইংল্যান্ড
ঘ. যুক্তরাষ্ট্র
২২. 2x+3y/3x+2y=5/6 হলে x:y কত?
ক. 6:8
খ. 8:3
গ. 5:6
ঘ. 3:8
২৩. ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর বর্বরতার খবর প্রথম বহির্বিশ্বে প্রচার করেন কোন সাংবাদিক?
ক. মতিউর রহমান
খ. সাইমন ড্রিং
গ. এম আর আখতার মুকুল
ঘ. অ্যালেন গিন্সবার্গ
২৪. নিত্য সমাসের উদাহরণ কোনটি?
ক. অপব্যয়
খ. বাগদত্তা
গ. দেশান্তর
ঘ. বনজ
২৫. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা লাভের বিরোধিতা করেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কোন দুটি স্থায়ী রাষ্ট্র?
ক. যুক্তরাজ্য ও চীন
খ. যুক্তরাষ্ট্র ও ফ্রান্স
গ. চীন ও যুক্তরাষ্ট্র
ঘ. রাশিয়া ও ফ্রান্স
২৬. Mr. Atique – rather not invest that money in the stock market.
ক. must
খ. has to
গ. Could
ঘ. would
২৭. The plural of “Fez” is-
ক. Fez
খ. Fezees
গ. Feezes
ঘ. Fezes
২৮. ০,১,২ এবং ৩ দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল–
ক. ২৯৯০
খ. ২১৮৭
গ. ২২৮৭
ঘ. ৩১৪৫
২৯. A person Who writes and edits dictionaries is called a
ক. Lithographer
খ. Topographer
গ. Lexicographer
ঘ. Laryngographer
৩০. Which one is the correct spelling?
ক. iresistible
খ. iresistable
গ. irresistible
ঘ. irresistable
৩১. একটি ত্রিভুজের ৩ বাহুর দৈর্ঘ্য ৪, ৫ ও ৩ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
ক. ২০
খ. ১২
গ. ৮
ঘ. ৬
৩২. ‘বেলা অবেলা কালবেলা’র লেখক কে?
ক. সুকান্ত ভট্টাচার্য
খ. জীবনানন্দ দাশ
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. সিকান্দার আবু জাফর
৩৩. Which one is the correct spelling?
ক. Supercede
খ. Spuerseede
গ. Superceed
ঘ. Supersede
৩৪. কোন দেশটির সাথে সমুদ্রসীমা নেই?
ক. বাংলাদেশ
খ. ভারত
গ. নেপাল
ঘ. পাকিস্তান
৩৫. দিন যায় কথা থাকে এখানে যায় কি অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. গমন
খ. অতিবাহিত
গ. বলা
ঘ. ধারাবাহিকতা
৩৬. কুসুমিত শব্দের প্রকৃতি– প্রত্যয় কোনটি
ক. কুসুম+ত
খ. কুসুম+ইত
গ. কুসুম+ঈত
ঘ. কুসুম+উত
৩৭. কিরণ এর সমার্থক নয়–
ক. রশ্মি
খ. প্রভা
গ. কর
ঘ. রবি
৩৮. মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?
ক. এ এইচ এম কামরুজ্জামান
খ. সৈয়দ নজরুল ইসলাম
গ. তাজউদ্দিন আহমেদ
ঘ. এম মনসুর আলী
৩৯.Which of the following sentences is correct?
ক. He was hunge for murder
খ. He was hanged for murder
গ. He was hunged for murder
ঘ. He had been hung for murder
৪০.১০ থেকে ৬০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৯, তাদের সমষ্টি কত?
ক. ১৩০
খ. ১০৭
গ. ১১৩
ঘ. ১৪৬
৪১. The countable form of Laughter?
ক. All of the above
খ. Laugh
গ. A laugh
ঘ. The laugh
৪২. বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি?
ক. ১১
খ. ৮
গ. ৯
ঘ. ১০
৪৩. পলাশীর যুদ্ধ সংঘটিত হয় ১৯৫৭ সালের কত তারিখ?
ক. ২২ জুন
খ. ২৩ জুন
গ. ২৪ জুন
ঘ. ২১ জুন
৪৪. একটি যাবেন দুধ ও পানির অনুপাত ৫ঃ১। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা ৮ লিটার বেশি হয়, তবে পানির পরিমাণ কত লিটার?
ক. ৫
খ. ৬
গ. ৪
ঘ. ২
৪৫. ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা কতটি?
ক. ২৮ টি
খ. ১৭ টি
গ. ১৮ টি
ঘ. ২৭ টি
৪৬.বাংলাদেশের একমাত্র স্যাটেলাইটটি কোন দেশ থেকে উৎক্ষেপণ করা হয়?
ক. ইতালি
খ. ফ্রান্স
গ. যুক্তরাষ্ট্র
ঘ. জার্মানি
৪৭. জোয়ার–ভাটার প্রধান কারণ?
ক. পৃথিবীর আকর্ষণ
খ. চাঁদের আকর্ষণ
গ. বায়ু প্রবাহ
ঘ. সূর্যের আকর্ষণ
৪৮. হাট–বাজার কোন অর্থে দ্বন্দ্ব সমাস
ক. বিপরীতার্থে
খ. মিলনার্থে
গ. বিরোধার্থে
ঘ. সমার্থে
৪৯. স্কাউটের প্রতিষ্ঠাতা কে?
ক. লর্ড ব্যাডেন পাওয়েল
খ. লর্ড মুরিং
গ.লর্ড স্টিফেন
ঘ. লর্ড কার্জন
৫০. তাসের ঘর অর্থ কি?
ক. পূর্ণ স্থায়ী
খ. ক্ষণস্থায়ী
গ. তাস খেলার ঘর
ঘ. দীর্ঘস্থায়ী
৫১. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সনে?
ক. ১৯০৫
খ. ১৯১১
গ. ১৯২০
ঘ. ১৯২১
৫২. অঘারাম বাস করে অজ পাড়া গাঁয়ে অঘা ও অজ কোন ধরনের উপসর্গ?
ক. খাঁটি বাংলা
খ. বিদেশি
গ. তৎসম
ঘ. তদ্ভব
৫৩. একটি বৃত্তের ক্ষেত্রফল ১৬ বর্গমিটার, পরিধি ৮ মিটার । এর ব্যাসার্ধ কত মিটার?
ক. ৪
খ. ৩
গ. ২
ঘ. ৫
৫৪. ১৪৩ টাকাকে ২ঃ৪ঃ ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত টাকা হবে?
ক. ৪২
খ. ৩৬
গ. ৩৭
ঘ. ৩৯
৫৫.শুদ্ধ বানান কোনটি?
ক. সমিচিন
খ. সমীচিন
গ. সিমিচীন
ঘ. সমীচীন
৫৬. পিতার বয়স পুত্রের দ্বিগুণ অপেক্ষা ২ বছর বেশি। পিতার বয়স ৬২ বছর হলে পূত্রের বয়স কত?
ক. ৩০
খ. ২৫
গ. ৪০
ঘ. ৩৫
৫৭. 4X2+9Y2 এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে?
ক. 12xy
খ. 24xy
গ. 2xy
ঘ. 6xy
৫৮. “He said that he had done the work”. The direct speech is-
ক. He said, I will do the work
খ. He said, the work will be done by me.
গ. He said, I do the work.
ঘ. He said, he did the work.
৫৯. একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য অপেক্ষা ১ মিটার কম এবং অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্য ১ মিটার বেশি হলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত?
ক. ৩
খ. ৫
গ. ৬
ঘ. ৪
৬০. Change the voice. Who is creating this mess?
ক. Who has been created this mess?
খ. By whom has this mess been created?
গ. By whom this mess is being created?
ঘ. By whom is this mess being created?
৬১.The book Treasure Island is by-
ক. Stevenson ( Robert Louis Stevenson)
খ. James Joyce
গ. Arthur Miller
ঘ. Homer
৬২. ‘অক্ষির’ সমীপে’ এ সংক্ষেপ হল–
ক. নিরপেক্ষ
খ. পরোক্ষ
গ. সমক্ষ
ঘ. প্রত্যক্ষ
৬৩. বঙ্গবন্ধু কর্তৃক 6 দফা ঘোষিত হয় কবে?
ক. ২২ ফেব্রুয়ারি ১৯৬৯
খ. ৫ ফেব্রুয়ারি ১৯৬৯
গ. ৩ জানুয়ারি ১৯৬৮
ঘ. ১৫ ফেব্রুয়ারি ১৯৬৯
৬৪. ভাষার মূল উপাদান কি? র্ণ
ক. শব্দ
খ. বাক্য
গ. ধ্বনি
ঘ. ব
৬৫. X-1/x=1 হলে x3-1/x3 এর মান কত
ক. 4.0
খ. 1.0
গ. 2.0
ঘ. 3.0
৬৬. শুদ্ধ বানান কোনটি?
ক. আসক্তী
খ. আষক্তি
গ.আশক্তি
ঘ. আসক্তি
৬৭. Choose the English translation of- তুমি কি কখনো কক্সবাজার গিয়েছ?
ক. Have you gone to coxes Bazar?
খ. Have you ever gone Coxes Bazar?
গ. Have you ever been to Coxes Bazar?
ঘ. Did you ever go to Coxes Bazar?
৬৮. পানির স্ফুটনাঙ্ক কত?
ক. ১৮০ ডিগ্রি সেলসিয়াস
খ. ১০০ ডিগ্রি সেলসিয়াস
গ. ৮০ ডিগ্রি সেলসিয়াস
ঘ. ১০০ ডিগ্রী সেলসিয়াস
৬৯.‘অলীক’- এর বিপরীত শব্দ–
ক. সত্য
খ. মিথ্যা
গ. আশা
ঘ. অনীচ
৭০. বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন?
ক. মাননীয় স্পিকার
খ. মাননীয় চিফ হুইপ
গ. মহামান্য রাষ্ট্রপতি
ঘ. মাননীয় প্রধানমন্ত্রী
৭১. ‘আমি’‘ আমরা’- এগুলো কোন সর্বনাম পদ?
ক. ব্যতিহারিক
খ. সাকুল্যবাচক
গ. আত্মবাচক
ঘ. ব্যক্তিবাচক
৭২. The professor was given — to materials in the research laboratory.
ক. Allusion
খ. Access
গ. Excess
ঘ. Time
৭৩. Every driver must be held — his own actions
ক. responsible to
খ. Blamed for
গ. Liable to
ঘ. responsible for
৭৪.Which one is plural-
ক. Oasis
খ. Terminus
গ. Vertex
ঘ. Bureaux
৭৫. একটি শ্রেণীর প্রতি বেঞ্চে ৪ জন করে ছাত্র বসলে ৩টি ব্রাঞ্চ খালি থাকে । আবার প্রতি বেঞ্চে ৩ জন করে ছাত্র বসলে ৬ জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণীর ছাত্র সংখ্যা কত?
ক. ৫৫
খ. ৬০
গ. ৬৫
ঘ. ৫০
৭৬. I have a boat (made) of (wood). .The underlined phrase is
ক. An adverbial phrase
খ. Perfect participle phrase
গ. Present participle Phrase
ঘ. Past participle phrase
৭৭. z2+7x+P যদি x-5 দ্বারা বিভাজ্য হয় তবে p এর মান কত
ক. -30.0
খ. -60.0
গ. -10.0
ঘ. 30.0
৭৮. ‘ষোড়শ’- এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. ষড়+দশ
খ. ষট+অশ
গ. ষড়+অশ
ঘ. ষট্ + দশ
৭৯. ৬ জন পুরুষ ,৮ জন স্ত্রীলোক এবং ১ জন বালকের বয়সের গড় ৩৫ বছর রচনা। পুরুষদের বয়স ৪০ বছর এবং স্ত্রীলোকদের বয়সের গড় ৩৪ বছর। বালকের বয়স কত?
ক. ১৪ বছর
খ. ১৫ বছর
গ. ১৬ বছর
ঘ. ১৩ বছর
৮০. ৪০ ডিগ্রি কোণের পূরক কোণ কোনটি?
ক. ৩২০ ডিগ্রী
খ. ৫০ ডিগ্রী
গ. ১২০ ডিগ্রী
ঘ. ১৪০ ডিগ্রী
May 10, 2020
Primary Exam Question Solution 24-05-2019
১. “Pass away” means:
ক. disappear
খ. die
গ. erase
ঘ. to cross
২. The Synonym of “Crime” is
ক. Mistake
খ. Thief
গ. Offence
ঘ. Trial
৩. চাউল, চিনি, পানি এগুলো কি বাচক বিশেষ্য —
ক. বস্তুবাচক
খ. সমষ্টিবাচক
গ. ব্যক্তিবাচক
ঘ. জাতিবাচক
৪. যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে —
ক. যৌগিক
খ. মিশ্র
গ. সরল
ঘ. জটিল
৫.ধ্বনির পরিবর্তন কত প্রকার —
ক. তিন
খ. চার
গ. পাঁচ
ঘ. ২
৬ . দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37। সংখ্যা দুটি কি কি?
ক. 12, 13
খ. 15, 16
গ. 18, 19
ঘ. 20, 21
৭. কম্পিউটারের মেমোরি বা স্মৃতিভান্ডারের ধারণ ক্ষমতা প্রকাশের একক কোনটি-
ক. বাইট
খ. DPI
গ. পিক্সেল
ঘ. হার্জ
৮. একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল 2025 বর্গমিটার। এর চারিদিকে বেড়া আছে। বেড়ার মোট দৈর্ঘ্য কত?
ক. 210
খ. 200
গ. 180
ঘ. 220
৯. What is the noun of “Accept”?
ক. Acceptably
খ. Acceptance
গ. Accepted
ঘ. Acceptable
১০. English …. across the world.
ক. has spoken
খ. speaks
গ. is speaking
ঘ. is spoken
১১. Deciduous trees are trees those
ক. have fleshy leaves
খ. are extremely big
গ. have delicious leaves
ঘ. lose the leaves annually
১২. সমাস শব্দের অর্থ-
ক. সংযোজন
খ. সংশ্লেষণ
গ. বিশ্লেষণ
ঘ. সংক্ষেপণ
১৩. কোন দুটি বর্ণের পর ণ ও ষ হয় —
ক. ঋ, র
খ. ট,ঠ
গ. ই,উ
ঘ. ত, থ
১৪. যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবেনা?
ক. 18
খ. 20
গ. 22
ঘ. 16
১৫. একটি সেনাবাহিনীর গুদামে 1500 সৈনিকের 40 দিনের খাদ্য মজুদ আছে। 13 দিন পর কিছু সৈনিক অন্য জায়গায় চলে গেল। বাকি খাদ্য অবশিষ্ট সৈনিকদের আরো 30 দিন চললো। কতজন সৈনিক অন্য জায়গায় চলে গিয়েছিল?
ক. 200
খ. 150
গ. 210
ঘ. 125
১৬. কোন একটি স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে ২/৩ অংশ মহিলা, পুরুষ শিক্ষকদের 12 জন অবিবাহিত এবং ৩/৫ অংশ বিবাহিত। ঐ স্কুলের শিক্ষক-শিক্ষিকার সংখ্যা কত?
ক. 90
খ. 80
গ. 85
ঘ. 120
১৭. The antonym of ‘Insipid is-
ক. cold
খ. dull
গ. exciting
ঘ. sanguine
১৮. I hardly go out after dusk. সঠিক বাংলা অনুবাদ-
ক. আমি সন্ধ্যার পরে মোটেও বাইরে যাই না
খ. আমি সন্ধ্যার পরে কদাচিৎ বাইরে যাই
গ. আমি সন্ধ্যার পরেই বাইরে যাই
ঘ. আমি সন্ধ্যার পরে প্রায়ই বাইরে যাই।
১৯*. The Spirit of Islam বইটির লেখক কে-
ক. হাজী মুহম্মদ মুহসিন
খ. বেগম রোকেয়া
গ. মাওলানা আবুল কালাম আজাদ
ঘ. সৈয়দ আমীর আলী
*২০.1971 সালে ঢাকা শহরে অপারেশন সার্চলাইট পরিচালনার মূল দায়িত্বে ছিলেন-
ক. জেনারেল ইয়াহিয়া
খ. জেনারেল রাও ফরমান আলী
গ. জেনারেল জিয়াউর রহামান
ঘ. জেনারেল টিক্কা খান
২১. ১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত চরমপত্র কে পরিচালনা ও উপস্থাপনা করেন –
ক. বেলাল মোহাম্মদ
খ. এম এ আজিজ
গ. আবু হেনা মোস্তফা কামাল
ঘ. এম আর আখতার মুকুল
২২. Which one of the Following words is not plural?
ক. Men
খ. Feet
গ. Lice
ঘ. News
২৩. .১*১.১*১.২/ .০১*.০২ এর মান কত?
ক. 550
খ. 200
গ. 120
ঘ. 660
২৪. গায়ক এর সন্ধি বিচ্ছেদ-
ক. গো + অক
খ. গা+ অক
গ. গা + য়ক
ঘ. গৈ+ অক
২৫. দুই অংক বিশিষ্ট কোন সংখ্যার অংক দুটির অন্তর 2, অংক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার দ্বিগুন অপেক্ষা 6 কম। সংখ্যাটি কত?
ক. 46
খ. 35
গ. 24
ঘ. 57
২৬. শুদ্ধ বানান কোনটি?
ক. মুমুর্ষু
খ. মুমূর্ষু
গ. মুমূর্ষূ
ঘ. মূমর্ষ
২৭. প্রান্তিক বিরাম চিহ্ন কোনটি?
ক. ড্যাশ
খ. প্রশ্নচিহ্ন
গ. কোলন
ঘ. সেমিকোলন
২৮. The meaning of the word “obese” is:
ক. tardy
খ. obnoxious
গ. Very fat
ঘ. ugly
২৯. কে কোথায় প্রথম ঐতিহাসিক ছয় দফা প্রস্তাব পেশ করেন-
ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, লাহোরে
খ. মিজানুর রহমান চৌধুরী, পাকিস্তান জাতীয় পরিষদ
গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, রেসকোর্স ময়দানে
ঘ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ধানমণ্ডি ৩২ নম্বর
৩০. ঢেঁকিতে ধান ভানার সময় যান্ত্রিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়-
ক. শব্দ শক্তি
খ. তাপ শক্তি
গ. শব্দ ও তাপ শক্তি
ঘ. চুম্বক শক্তি
৩১.‘‘উলুখাগড়া’’ শব্দের অর্থ কি —
ক. গুরুত্বহীন লোক
খ. রাজা-বাদশা
গ. এক শ্রেণীভুক্ত
ঘ. লাকড়ি
৩২. Which one is correct?
ক. One of my friends is a lawyer.
খ. One of my friend are a lawyer.
গ. One of my friends are a lawyer.
ঘ. One of my friend is a lawyer.
৩৩.কষ্টে লাভ হয় যা —
ক. সুলভ
খ. দুর্লভ্য
গ. দূর্লভ
ঘ. দুর্লভ
৩৪. Of the four books, the red one is the …
ক. more cheaper
খ. cheapest
গ. cheap
ঘ. cheaper
৩৫ . জন্মহীন মৃত্যুহীন —
ক. অয়
খ. আমৃত্যু
গ. অজ
ঘ. অজেয়
৩৬. Choose the word with correct spelling:
ক. recieve
খ. receve
গ. receive
ঘ. recieve
৩৭. প্রদত্ত উপাত্তগুলোর মধ্যক কোনটি 12, 9, 15, 5, 20, 8, 25, 17,21,23, 11
ক. 14
খ. 12
গ. 15
ঘ. 13
৩৮. সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটির প্রত্যেকটি-
ক. স্থূল কোণ
খ. সরল কোণ
গ. সূক্ষ কোণ
ঘ. পূরক কোণ
৩৯.বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি-
ক. পৃথিবীর কেন্দ্রে
খ. বিষুব অঞ্চলে
গ. মেরু অঞ্চলে
ঘ. পাহারের ওপর
৪০.বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন-
ক. ড. মুহাম্মদ শহীদুল্লাহ
খ. সম্রাট আকবর
গ. শায়েস্তা খাঁ
ঘ. শেখ হাসিনা
৪১. পলাশী থেকে ধানমন্ডি চলচ্চিত্রের পরিচালক কে-
ক. মোস্তফা সারওয়ার ফারুকী
খ. তারেক মাসুদ
গ. আব্দুল গাফফার চৌধুরী
ঘ. নাসির উদ্দীন ইউসুফ
৪২.শুদ্ধ বানান কোনটি —
ক. বিভীষিকা
খ. বিভিষিকা
গ. বিভীষীকা
ঘ. বিভিষিকা
৪৩.‘ সুনাম’ শব্দের ‘ সু’ কোন উপসর্গ —
ক. সংস্কৃত
খ. বাংলা
গ. আরবি
ঘ. ফারসি
৪৪. The opposite word of “Delete” is
ক. injure
খ. Delay
গ. Insert
ঘ. Trap
৪৫. একটি চৌবাচ্চায় দুটি নল সংযুক্ত আছে। প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি 4 মিনিটে পূর্ণ হয় এবং 2য় নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয়। নল দুটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে?
ক. 6
খ. 3
গ. 4
ঘ. 5
৪৬. She was blessed … a son.
ক. by
খ. for
গ. in
ঘ. with
৪৭. যদি (x-y)2=12 আর xy=1 তবে x2+y2 কত?
ক. 11
খ. 12
গ. 13
ঘ. 14
৪৮. The feminine form of the word “Author” is:
ক. Authorss
খ. Authoress
গ. Authores
ঘ. Authors
৪৯. ঢাকাতে 24 মে দুপুর 12 টার সময় লন্ডনে সময় হবে-
ক. 25 মে 12 টা
খ. 24 মে সকাল ৬ টা
গ. 24 মে সন্ধ্যা 6 টা
ঘ. 24 মে রাত 12 টা
৫০.‘‘গাছপাথর’’ বাগধারাটির অর্থ কি –
ক. বারাবাড়ি করা
খ. ভূমিকা করা
গ. হিসাব নিকাশ
ঘ. অসম্ভব বস্তু
৫১.‘ আগ্নেয়’’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি —
ক. অগ্নি+ষ্ণেয়
খ. অগ্নি+ এয়
গ. অগ্নি+য়
ঘ. অগ্নী+ এয়
৫২. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন-
ক. Mikhail Gorbachev
খ. Nikita Khrushev
গ. Nikolai Podgorny
ঘ. leonid Breznhev
৫৩. ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন-
ক. বিচারপতি আবু সাঈদ চৌধুরী
খ. বিচারপতি এবি সিদ্দিক
গ. বিচারপতি এম এন হুদা
ঘ. বিচারপতি আবদুস সাত্তার
৫৪.সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করে-
ক. ২৮০
খ. ২২৩
গ. ১৭১
ঘ. ২৯৮
৫৫. Which sentence is correct?
ক. none of these
খ. He do not know how to swim.
গ. He does not know to swim.
ঘ. He does not know how to swim.
৫৬. টেকসই উন্নয়ন অভীষ্ট মোট কতটি অভীষ্ট নিয়ে প্রণীত হয়েছে-
ক. ১০
খ. ১৭
গ. ২১
ঘ. ৮
৫৭.‘শর্বরী’ এর বিপরীত শব্দ কোনটি —
ক. দিবস
খ. রজনী
গ. দীন
ঘ. রাত
৫৮. Singular form of ‘data is?
ক. dat
খ. datas
গ. none
ঘ. datum
৫৯. Rajshahi is …. sugar growing areas in Bangladesh.
ক. one of the larger
খ. one of largest
গ. one of the largest
ঘ. largest
৬০. বাংলাদেশের জাতীয় সংসদ বর্তমানে মোট কতজন সদস্য নিয়ে গঠিত হয়-
ক. ৩৪৫
খ. ৩৫০
গ. ৩৫৫
ঘ. ৩০০
৬১. ৩ টি সংখ্যার গড় ৬ এবং ঐ ৩ টি সংখ্যাসহ মোট ৪ টি সংখ্যার গড় ৮ হলে চতুর্থ সংখ্যাটির অর্ধেকের মান কত?
ক. ৮
খ. ৫
গ. ৬
ঘ. ৭
৬২. The passive form of “I know him”
ক. He known to me
খ. He was known to me.
গ. He is known to me
ঘ. I was known to him
৬৩. একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রন্থের অনুপাত 3 : 1। পরিসীমা 200 মিটার হলে আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত?
ক. 1875
খ. 1675
গ. 1575
ঘ. 1775
৬৪. এক ব্যক্তির জুলাই মাসের আয় তার বাকি 11 মাসের আয়ের সমান হলে, তার জুলাই মাসের আয় বছরের আয়ের কত অংশ?
ক. ১/৪
খ. ১/২
গ. ২/৩
ঘ. ১/৩
৬৫. কোন স্কুলে 70% শিক্ষার্থী ইংরেজী এবং 80% শিক্ষার্থী বাংলায় পাশ করেছে। কিন্তু 10% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে 300 জন শিক্ষার্থী পাশ করে থাকে তবে ঐ স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে?
ক. 500
খ. 560
গ. 600
ঘ. 400
৬৬.‘গবেষণা’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি —
ক. গো+ এষণা
খ. গো+ ষণা
গ. গ+ এষণা
ঘ. গব+ এষণা
৬৭. দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয়ের স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়। অংক দুটির যোগফল 12 হলে সংখ্যাটি কত?
ক. 39
খ. 93
গ. 57
ঘ. 75
৬৮. একটি ক্লাসের শিক্ষার্থীদের মধ্যে 2700 চকলেট বিতরণ করা হলো। প্রত্যেক শিক্ষার্থী ক্লাসের মোট শিক্ষার্থী সংখ্যার তিনগুন পরিমান পেলে শিক্ষার্থী সংখ্যা কত?
ক. 30
খ. 75
গ. 70
ঘ. 85
৬৯. একটি সোনার গহনার ওজন 16 গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত 3 : 1। এতে কত গ্রাম সোনা মেশালে অনুপাত 4 : 1 হবে?
ক. 3
খ. 8
গ. 6
ঘ. 4
৭০. একুশে ফেব্রুয়ারিকে কোন সংগঠন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে-
ক. UNDP
খ. UNESCO
গ. UNEP
ঘ. UNICEF
৭১. BRICS প্রতিষ্ঠিত ব্যাংকের নাম-
ক. Newly Development Bank
খ. BRICS Development Bank
গ. Developing Bnak
ঘ. New Development Bank
৭২. যদি x+y=17 ও xy=60 তবে x-y= কত?
ক. ৫
খ. ৭
গ. ৮
ঘ. ৯
৭৩. দেশে বিদেশে’র লেখক কে-
ক. সৈয়দ শামসুল হক
খ. সৈয়দ মুজতবা আলী
গ. ফররুখ আহম্মদ
ঘ. শওকত ওসমান
৭৪.কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান-
ক. দুর্নীতি দমন কমিশন
খ. জাতীয় মানবাধিকার কমিশন
গ. মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়
ঘ. জাতীয় তথ্য কমিশন
৭৫. There is …. milk in the glass.
ক. a big amount
খ. much
গ. small
ঘ. a little
৭৬.পৃথিবীর দুইটি স্থানের দ্রাঘিমার পার্থক্য হলে ঐ দুটি স্থানের সময়ের পার্থক্য কত?
ক. 4 মিনিট
খ. 5 মিনিট
গ. 20 মিনিট
ঘ. 1 মিনিট
৭৭.‘পথ’ শব্দের সমার্থক শব্দ হচ্ছে —
ক. সমরণি
খ. সরণি
গ. সরণী
ঘ. স্মরণী
৭৮. মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন-
ক. ৮
খ. ৫
গ. ৯
ঘ. ৭
৭৯.কোনটি প্রাদি সমাসের উদাহরণ —
ক. প্রগতি
খ. গৃহস্থ
গ. ছাপোষা
ঘ. উপকূল
৮০. a-1/a=3 হলে a2+1/a2 এর মান কত?
ক. 11
খ. 12
গ. 14
ঘ. 16
May 9, 2020
Primary Exam Question Solution 21-06-2019
১) Counsel means?
ক. Trade
খ. Cabinet
গ. Meeting
ঘ. Advice
২) Ambiguous means?
ক. Large
খ. increase
গ. Unclear
ঘ. Eager
৩) Which one is plural?
ক. someone
খ. Each
গ. None of these
ঘ. Anyone
৪) Looks before you leap.
ক. লাফ দেওয়ার আগে তাকাও
খ. ভাবিয়া করিও কাজ
গ. আগে ভাবিয়া পরে লাফ দাও
ঘ. দেখে নাও পরে লাফ দাও
৫) মৌলিক স্বরধ্বনি কয়টি?
ক. ৫ টি
খ. ৯ টি
গ. ৭ টি
ঘ. ৩ টি
৬) 8% সরল মুনাফায় 6000 টাকা বিনিয়োগে ৫ বছরে যে মুনাফা হয়, কোন সরল হারে বিনিয়োগে 10 হাজার টাকায় ৩ বছরে ঐ মুনাফা হবে?
ক. ০.০৯
খ. ০.০৮
গ. ০.১
ঘ. ০.১২
৭) x- 1/x=2 হলে x4 +1/x4=?
ক. 35
খ. 32
গ. 33
ঘ. 34
৮) পক্ষী’ শব্দের সঙ্গে যুক্ত বর্ণ কোন কোন বর্ণ দিয়ে গঠিত?
ক. ক+ষ
খ. ক+খ
গ. ষ+ন
ঘ. ষ+ ঞ
৯) ‘রাতুল’ শব্দের অর্থ কি?
ক. লাল
খ. নীল
গ. সাদা
ঘ. আলো
১০) শুদ্ধ বানান কোনটি লেখা হয়েছে?
ক. শূণ্য
খ. ভূবন
গ. পূণ্য
ঘ. ত্রিভুজ
১১) ২৪৫০ সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
ক. ২
খ. ৪
গ. ৫
ঘ. ৩
১২) এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা বইয়ে ঘণ্টায় 10 কিলোমিটার বেগে চলে কোন স্থানে গেল এবং ঘন্টায় 6 কিলোমিটার বেগে স্রোতের প্রতিকূলে চলে যাত্রাপথের স্থানে ফিরে এলো যাতায়াতে তার গড় গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার?
ক. 5.5
খ. 6.5
গ. 8.5
ঘ. 7.5
১৩) 0.4*0.02*0.08=?
ক. 0.00064
খ. 6.4
গ. 0.64
ঘ. 0.064
১৪) কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
ক. কানাকানি
খ. ভাই বোন
গ. গাছ পাকা
ঘ. সিংহাসন
১৫) choose the correctly spelt word?
ক. volantary
খ. voluntary
গ. voluntery
ঘ. volantory
১৬) চারটা বাজলে স্কুল ছুটি হবে বাক্যে বাজলে কি অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. কারণ
খ. ইচ্ছা
গ. সম্ভাব্যতা
ঘ. আবশ্যকতা
১৭) শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে- বাক্যে পাঠে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. অপাদানে সপ্তমী
খ. করণে সপ্তমী
গ. কর্মে সপ্তমী
ঘ. অধিকরণে সপ্তমী
১৮) 32 এর 2 ভিত্তিক লগারিদম কত?
ক. 5
খ. 6
গ. 3
ঘ. 4
১৯) ‘সূর্য উঠলে আধার দূরীভূত হয়’ এখানে উঠলে কোন ক্রিয়া পদ?
ক. সমাপিকা
খ. প্রযোজ্য
গ. অসমাপিকা
ঘ. প্রযোজক
২০) All of the people at the conference are —
ক. Mathematic teachers
খ. Mathematics teacher
গ. Mathematics teacher
ঘ. Mathematic’s teacher
২১) Choose the correct sentence
ক. Every of the three boys got a prize
খ. All of the three boys got a prize
গ. A few of the three boys got a prize
ঘ. Each of the three boys got a prize
২২) মৎস্যন্যায় কোন শাসনামলে দেখা দেয়?
ক. সেন শাসন আমলে
খ. মুঘল শাসনামলে
গ. পাল শাসনামলে
ঘ. খলজী শাসন আমলে
২৩) কোন মানুষ একা বাস করতে পারে না সঠিক ইংরেজি কি?
ক. No one can live alone
খ. None can live alone
গ. Nobody can live alone
ঘ. No man can live alone
২৪) স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীরপ্রতীক উপাধিতে ভূষিত করা হয়
ক. ৫ জন
খ. ৭ জন
গ. ২ জন
ঘ. ৬ জন
২৫) একটি শেয়ারের মূল্য গতকাল 25% বেড়ে গেল আজকে আবার 25% কমে গেল প্রকৃত বাড়া অথবা কমার হার কত?
ক. ০.০০২
খ .০.২
গ. ৬.২৫
ঘ. ২০০
২৬) ‘ পরাজয়ের’- শব্দটিতে কোনটি উপসর্গ?
ক. জয়ের
খ. এর
গ. জয়
ঘ. পরা
২৭) কচুরিপানা পানিতে ভাসে কেন?
ক. কান্ড ফাপা বলে
খ. পাতা হালকা বলে
গ. পানির ঘনত্ব বেশি বলে
ঘ. শিকর শক্ত বলে
২৮) কত মেগাবাইট 1 গিগাবাইট?
ক. 2^9
খ. 2^10
গ. 2^11
ঘ. 2^12
২৯) বাক্যে একের পর অন্য পদ শোনার ইচ্ছাকে কি বলে?
ক. আসক্তি
খ. যোগ্যতা
গ. আকাঙ্ক্ষা
ঘ. দৃঢ়তা
৩০) 2, 3, 5, 8, 13, 21, 34 — ধারাটির পরের সংখ্যাটি কত?
ক. 16
খ. 55
গ. 13
ঘ. 35
৩১) 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে কতটি আসন পায়?
ক. 167
খ. 162
গ. 298
ঘ. 300
৩২) ঢাকার ধোলাইখাল কে খনন করেন?
ক. ইসলাম খান
খ. ইশা খান
গ. শায়েস্তা খান
ঘ. পরী বিবি
৩৩) সৌরজগতে গ্রহের সংখ্যা কয়টি?
ক. ৭ টি
খ. ৬ টি
গ. ১০ টি
ঘ. ৮ টি
৩৪) প্রতিবছর কোন তারিখে বাংলাদেশের জাতীয় জনসংখ্যা দিবস উদযাপন করা হয়?
ক. 8 মার্চ
খ. 2 ফেব্রুয়ারি
গ. 21 ফেব্রুয়ারি
ঘ. 1 মে
৩৫) স্থূলকোণী ত্রিভুজ এর স্থূলকোণের সংখ্যা-
ক. ৩ টি
খ. কোনোটিই নয়
গ. ১ টি
ঘ. ২ টি
৩৬) ‘তিলে তৈল হয়’ –কোন কারকে কোন বিভক্তি?
ক. অধিকরণ কারকে সপ্তমী
খ. অপাদান কারকে সপ্তমী
গ. সম্প্রদান কারকে চতুর্থী
ঘ. কর্তৃকারকে প্রথমা
৩৭) ভাষা আন্দোলন পূর্ব বাংলায় কোন ভাবাদর্শ ছড়িয়ে দেয়?
ক. স্বাতন্ত্র্যবোধ
খ. বাঙালি জাতীয়তাবাদ
গ. দ্বিজাতি তত্ত্ব
ঘ. অসাম্প্রদায়িক মনোভাব
৩৮) I cannot—— to pay such high prices.
ক. try
খ. afford
গ. able
ঘ. but
৩৯) শুদ্ধ বাক্য কোনটি?
ক. রফিক, তুমি ও আমি সিনেমা দেখতে যাব
খ. তুমি, শফিক ও আমি সিনেমা দেখতে যাব
গ. আমি, শফিক ও তুমি সিনেমা দেখতে যাব
ঘ. তুমি, আমি, ও শফিক সিনেমা দেখতে যাব
৪০) কোনগুলো ওষ্ঠ ধ্বনি?
ক. চ,ছ,জ,ঝ,ঞ
খ. প, ফ, ভ, ভ,ম
গ. ত,থ ,দ,ধ,ন
ঘ. ক,খ,গ,ঘ,ঙ
৪১) The lady prides herself — her beauty
ক. about
খ. upon
গ. in
ঘ. of
৪২) একটি সংখ্যার থেকে 40% বিয়োগ করলে 30 থাকে সংখ্যাটি কত?
ক. 60
খ. 30
গ. 50
ঘ. 56
৪৩) কোনটি যৌগিক বাক্য?
ক. তুমি আমার বাড়িতে না আসলে আমি অখুশি হবো
খ. তুমি আমার বাড়িতে আসলে আমি খুশি হব
গ. তুমি আমার বাড়িতে এস আমি খুশি হব
ঘ. তুমি যদি আমার বাড়িতে আস আমি খুশি হব
৪৪) কর্তৃপক্ষ তাকে তিরস্কার করল, সঠিক ইংরেজি কি?
ক. The authority gave reins to him
খ. The authority took him to task
গ. The authority criticised him
ঘ. The authority took him to book
৪৫) ‘ উগ্র’ শব্দটির বিপরীতার্থক কোনটি?
ক. সৌম্য
খ. চপল
গ. মেজাজ
ঘ. বিজ্ঞ
৪৬) The ambassador called ——- the president.
ক. at
খ. In
গ. on
ঘ. None of them
৪৭) মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?
ক. তাজউদ্দিন আহমেদ
খ. ক্যাপ্টেন এম মনসুর আলী
গ. এইচ এম কামরুজ্জামান
ঘ. সৈয়দ নজরুল ইসলাম
৪৮) Dog days means?
ক. Hot weather
খ. A period of misfortune
গ. A time when dogs roam the street
ঘ. A period of being care- free
৪৯) At least one of the students —— full marks every time.
ক. Are getting
খ. gets
গ. have got
ঘ. get
৫০) The synonym of sanguine is?
ক. Careful
খ. Scared
গ. Sparkle
ঘ. Cheerful
৫১) What is the adjective of the word heart?
ক. Heart
খ. Heartful
গ. Heartening
ঘ. Hearty
৫২) The synonym of “stringent” is
ক. Rigorous
খ. Shrill
গ. Dry
ঘ. Strained
৫৩) কত সালে পান্ডুলিপি বিহীন এবং অলিখিত কোন বিষয় কে ইউনেস্কো ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল হেরিটেজ রেজিস্টার এর তালিকা ভুক্ত করেন?
ক. 2016
খ. 2015
গ. 2017
ঘ. 2018
৫৪) কোন দোকানদার 12.5% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করেন। যে মূল্য নিয়ে তিনি দ্রব্যটি বিক্রি করলেন তার চাইতে 30 টাকা বেশি মূল্যে বিক্রি করলে ক্রয় মূল্যের উপর 25% লাভ হত। ক্রয় মূল্য কত?
ক. ৯০
খ. ৮৫
গ. ৮০
ঘ. ৭৫
৫৫) সংবিধান শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. সম+ বিধান
খ. সং+ বিধান
গ. সং + অবিধান
ঘ. সম+ ধান
৫৬) কবে জাতিসংঘ শিশু অধিকার সনদের মূল দলিল স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয়?
ক. 1990 সালের 26 মে
খ. 1990 সালের 26 শে জানুয়ারি
গ. 1990 সালের 26 শে আগস্ট
ঘ. 1990 সালের 26 শে নভেম্বর
৫৭) যদি 15 জন ছাত্র ইংরেজিতে গড়ে শতকরা 80 নম্বর এবং 10 জন ছাত্র গড়ে শতকরা নব্বই নম্বর পায় তাহলে 25 জন ছাত্রের শতকরা হিসেবে গড় নম্বর কত?
ক. ৮৮
খ. ৮৪
গ. ৮৫
ঘ. ৮৬
৫৮) Frequency is
ক. Adverb
খ. Verb
গ. Adjective
ঘ. Noun
৫৯) কোন খ্রিস্টাব্দে দিল্লির সুলতানি শাসনের অবসান হয়?
ক. 1526
খ. 1524
গ. 1527
ঘ. 1523
৬০) 5 টি বিড়াল 5 ইঁদুর ধরতে 5 মিনিট সময় লাগায় 100 টি বিড়াল 100 টি ইঁদুর ধরতে কত মিনিট সময় লাগবে
ক. 10
খ. 15
গ. 20
ঘ. 5
৬১) কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 ও 65 কে ভাগ করলে যথাক্রমে 3, 4 ও 5 ভাগশেষ থাকবে?
ক. 14
খ. 12
গ. 10
ঘ. 16
৬২) শশব্যস্ত কোন সমাস?
ক. অব্যয়ীভাব
খ. তৎপুরুষ
গ. কর্মধারয়
ঘ. বহুব্রীহি
৬৩) The correct spelling is
ক. beaurocrat
খ. Burocrat
গ. Bureaucrat
ঘ. Buroucrat
৬৪) y এর মান কত হলে 16×2 – xy +25 পুর্ণবর্গ রাশি হবে?
ক. ৩৬
খ. ৬৪
গ. ৪৯
ঘ. ২৫
*** সঠিক উত্তর নাই ( সঠিক হবে ৪০)
৬৫) সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কোনটি?
ক. ১৩:১২:৫
খ. ৬:৪:৩
গ. ৬:৫:৩
ঘ. ১২:৮:৪
৬৬) কে অপারেশন সার্চলাইট এর নীল নকশা তৈরি করেন?
ক. ইয়াহিয়া
খ. ভুট্টো
গ. টিক্কা খান
ঘ. মোহাম্মদ আলী জিন্নাহ
৬৭) বাংলাদেশের কোন নৃ- গোষ্ঠীর জাতির ভাষার নাম আচিক খুসিক?
ক.সাঁওতাল
খ. চাকমা
গ. গারো
ঘ. মারমা
৬৮) বাবু ও তপুর কাছে কিছু মার্বেল আছে। বাবু যদি তপুকে ১০টি মার্বেল দিয়ে দেয় তবে তাদের মার্বেলের সংখ্যা সমান হবে। আর তপু যদি বাবুকে ২০টি মার্বেল দেয় তবে বাবুর মার্বেল সংখ্যা তপুর মার্বেলের সংখ্যার দ্বিগুণ হবে। বাবুর কাছে কয়টি মার্বেল আছে?
ক. ১২০
খ. ১১০
গ. ১০০
ঘ. ৯০
৬৯) নিম্নের কোন বাক্যটি শুদ্ধ?
ক. আমি সাক্ষী দিতেছি
খ. আমি সাক্ষী দিলাম
গ. আমি সাক্ষী দিয়েছি
ঘ. আমি সাক্ষ্য দিয়েছি
৭০) 6 ফুট দীর্ঘ বাঁশের 6 ফুট দীর্ঘ ছায়া হয় একই সময়ে একটি গাছের ছায়া 64 ফুট লম্বা গাছের উচ্চতা কত ফুট
ক. 110
খ. 105
গ. 96
ঘ. 100
৭১) অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের রচয়িতা কে?
ক. আবুল মনসুর আহমেদ
খ. শেখ মুজিবুর রহমান
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. কাজী নজরুল ইসলাম
৭২) কোন দেশের প্রধানমন্ত্রী বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী?
ক. ইসরাইল
খ. শ্রীলংকা
গ. ভারত
ঘ. যুক্তরাজ্য
৭৩) স্কটল্যান্ড ইয়ার্ড কোথায় অবস্থিত?
ক. স্কটল্যান্ড
খ. মায়ামি শব্দটির সার্থক
গ. লন্ডন
ঘ. ম্যানচেস্টার
৭৪) ‘সর্বজন’- এর বিশেষণ কি?
ক. বিশ্বজনীন
খ. বিশ্ব জন
গ. সর্বজনীন
ঘ. ঐশ্বরিক
৭৫) ৩ ভাইয়ের বয়সের গড় ১৬ বছর।কাদের বাবাসহ তাদের বয়সের গড় ২৫ বছর ।তাদের বাবার বয়স কত?
ক. ৪২
খ. ৫২
গ. ৪১
ঘ. ৪৫
৭৬) বাংলাদেশের মুসলিম শাসনের সূত্রপাত করেন?
ক. ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজী
খ. সম্রাট বাবর
গ. ফখরুদ্দিন মোবারক শাহ
ঘ. আলাউদ্দিন খলজী
৭৭) AFTER- BEFORE
ক. present: past
খ. successor: predecessor
গ. First: second
ঘ. Contemporary: historic
৭৮) নিচের কোনটি প্রবাল দ্বীপ?
ক. মহেশখালী
খ. মনপুরা
গ. সেন্ট মার্টিন
ঘ. কুতুবদিয়া
৭৯) সাপের বিষে কি থাকে?
ক. লেড মনোক্সাইড
খ. ফ্লোরিড অ্যাসিড
গ. জিংক সালফাইড
ঘ. কপার সালফাইড
৮০) ভাজক ভাগফল এর ১০ গুন, ভাগ ০.৫ হলে ভাজ্য কত?
ক. ২.৫
খ. ০.০২৫
গ. ০.২৫
ঘ. ২৫
May 9, 2020
←
Previous Page
1
2
3
4