Category: বাংলাদেশ বিষয়াবলি

Bangladesh Affair

  • পত্রিকার পাতায় পাতায় সাধারণ জ্ঞান

    ১। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সম্প্রতি প্রকাশিত মাসিক পত্রিকার নাম কী?

    = কালি ও কলম। উন্মোচন – ৯ ফেব্রুয়ারি, ২০২০। সম্পাদক – আবুল হাসনাত। ( নোট: কালি ও কলম সাহিত্যের সম্পাদক প্রেমেন্দু মিত্র )

    ২। বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্রের পরিচালক শ্যাম বেনেগাল

    ৩। সম্প্রতি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া নোভেল করোনাভাইরাসের উৎপত্তিস্থল কোথায়?

    = উহান, হুবেই প্রদেশ, চীন।

    ৪। আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে প্রথমবারের মতো বাংলাদেশ কবে চ্যাম্পিয়ন হয়?

    =৯ ফেব্রুয়ারি, ২০২০

    ৫। ব্রেক্সিটের ফলে European Union (EU) কে যুক্তরাজ্যের কী পরিমাণ অর্থ দিতে হবে?

    = ৩৯ বিলিয়ন পাউন্ড।

    ৬। ‘একুশের দিনলিপি’ বইটি কার লেখা?

    = ভাষা সংগ্রামী আহমদ রফিক।

    ০৭। ‘বঙ্গবন্ধুর বীরগাঁথা’ বইটির লেখক কে?

    =সৈয়দ শামসুল হক।

    ০৮। বাংলাদেশ কবে নাগাদ স্যাটেলাইট-২ উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে?

    = ২০২৩ সাল।

    ০৯। ‘বঙ্গবন্ধু শিল্পনগর’ কোথায় অবস্থিত?

    = চট্টগ্রাম।

    ১০। চট্টগ্রাম বন্দরের গভীরতা কত?

    = সাড়ে ৯ মিটার।

    ১১। ইউরোপীয় পার্লামেন্টের বর্তমান সদস্য সংখ্যা কত?

    = ৭৫১ জন।

    ১২। বর্তমানে বাংলাদেশের কৃষিপণ্য বিশ্বের কতটি দেশে রফতানি হচ্ছে?

    =১২১টি।

    ১৩। . জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত তৃতীয় বই ‘আমার দেখা নয়াচীন’ কখন রচনা করেন?

    =১৯৫৪ সালে, কারাগারে রাজবন্দি থাকাকালে।

    ১৪। বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা’ কবিতাটি কার লেখা?

    = শামসুর রাহমান।

    ১৫। ইতালির প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম কি?

    = পালাজো চিগি।

  • সুপার সাইক্লোন আম্পান সম্পর্কে এক নজরে কিছু তথ্য

    জন্ম দক্ষিণ বঙ্গোপসাগরে, ১৬ই মে শনিবার রাতে।

    আম্পান নামটি দিয়েছে থাইল্যান্ড।

    ধেয়ে আসছে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপকূলের দিকে।

    সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় এটি বাংলাদেশের উপকূল থেকে সাতশো কিলোমিটার দূরে অবস্থান করছিল।

    ঘূর্ণিঝড়টি নিজে ঘুরছে এবং পাশাপাশি বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে।

    আম্পানের ব্যাস ৭২০ কিলোমিটার, সাতক্ষীরা থেকে টেকনাফ পর্যন্ত।

    শক্তিমত্তার বিচারে আবহাওয়াবিদরা একে সুপার সাইক্লোন হিসেবে উল্লেখ করছেন।

    বুধবার, ২০শে মে সন্ধ্যে নাগাদ উপকূলে আঘাত করতে পারে।

    সেসময় বাতাসের গতি ঘণ্টায় ১৫০ থেকে ১৬৫ কিলোমিটার হতে পারে।

    মংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৭ নম্বর বিপদ সঙ্কেত জারি। চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে ৬ নম্বর।

    সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালি ও বরগুনা জেলা বিশেষ ঝুঁকিপূর্ণ এলাকা বলে চিহ্নিত।

    ২২ থেকে ২৫ লাখ লোককে নিরাপদে সরিয়ে নেওয়ার প্রস্তুতি।

    বাংলাদেশ সরকার বলছে ১২,০০০ আশ্রয় কেন্দ্র প্রস্তুত। এসব কেন্দ্রে আশ্রয় নিতে পারবে প্রায় ৫২ লাখ মানুষ।

    করোনাভাইরাসের কারণে সামাজিক দূরত্ব রক্ষায় উপকূলীয় জেলার স্কুল, কলেজ, মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে।

    লোকজনকে মাস্ক পরে আশ্রয় কেন্দ্রে আসতে বলা হয়েছে।

    সাতক্ষীরার প্রত্যন্ত গাবুরা ইউনিয়নের একটি কেন্দ্রে ইতোমধ্যে ২,৫০০ লোককে নিয়ে আসা হয়েছে।

    ৫৫,০০০ স্বেচ্ছাকর্মী ইতোমধ্যে মাঠে কাজ করছে।

    পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক।

    ভারতের আবহাওয়া বিভাগ বলছে, পশ্চিমবঙ্গের দীঘা থেকে বাংলাদেশের হাতিয়ার মধ্যবর্তী সমুদ্রতটের কোন একটি জায়গা দিয়ে ঝড়টি আছড়ে পড়বে।

  • পদ্মা সেতু বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ

    ১. প্রশ্ন : পদ্মা সেতুর প্রকল্পের নাম কী?

    উত্তর : পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।

    ২. প্রশ্ন : পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?

    উত্তর : ৬.১৫ কিলোমিটার।

    ৩. প্রশ্ন : পদ্মা সেতুর প্রস্থ কত?

    উত্তর : ৭২ ফুটের চার লেনের সড়ক।

    ৪. প্রশ্ন : পদ্মা সেতুতে রেললাইন স্থাপন হবে কোথায়?

    উত্তর : নিচ তলায়।

    ৫. প্রশ্ন : পদ্মা সেতুর ভায়াডাক্ট কত কিলোমিটার?

    উত্তর : ৩.১৮ কিলোমিটর।

    ৬. প্রশ্ন : পদ্মা সেতুর সংযোগ সড়ক কত কিলোমিটার?

    উত্তর : দুই প্রান্তে ১৪ কিলোমিটার।

    ৭. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন হয়েছে কত কিলোমিটার?

    উত্তর : দুই পাড়ে ১২ কিলোমিটর।

    ৮. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে মোট ব্যয় কত?

    উত্তর : মূল সেতুতে ২৮ হাজার ৭৯৩ কোটি ৩৯ লাখ টাকা।

    ৯. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন ব্যয় কত?

    উত্তর : ৮ হাজার ৭০৭ কোটি ৮১ লাখ টাকা।

    ১০. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে জনবল কতজন?

    উত্তর : প্রায় ৪ হাজার।

    ১১. প্রশ্ন : পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার কয়টি?

    উত্তর : ৮১টি।

    ১২. প্রশ্ন : পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা কত?

    উত্তর : ৬০ ফুট।

    ১৩. প্রশ্ন : পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত?

    উত্তর : ৩৮৩ ফুট।

    ১৪. প্রশ্ন : প্রতি পিলারের জন্য পাইলিং কয়টি?

    উত্তর : ৬টি।

    ১৫. প্রশ্ন : পদ্মা সেতুর মোট পাইলিং সংখ্যা কত?

    উত্তর : ২৬৪টি।

    ১৬. প্রশ্ন : পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হবে কবে?

    ১৭. প্রশ্ন : পদ্মা সেতুতে কী কী থাকবে?

    উত্তর : গ্যাস, বিদ্যুৎ ও অপটিক্যাল ফাইবার লাইন পরিবহন সুবিধা।

    ১৮. প্রশ্ন : পদ্মা সেতুর ধরন কেমন?

    উত্তর : দ্বিতলবিশিষ্ট এই সেতু কংক্রিট আর স্টিল দিয়ে নির্মিত হবে।

    ১৯. প্রশ্ন : পদ্মা সেতুর পিলার সংখ্যা কত?

    উত্তর : ৪২টি।

    ২০. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে চুক্তিবদ্ধ কোম্পানির নাম কী?

    উত্তর : চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড।

  • মুজিব বর্ষ নিয়ে ১০০ গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ

    ১। ‘মুজিব বর্ষ’ কী?

    উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (জন্ম ১৭ মার্চ ১৯২০)।

    ২। মুজিব বর্ষের সময়কাল কত?

    উত্তর: ১৭ মার্চ ২০২০—১৭ মার্চ ২০২১।

    ৩। ‘মুজিব বর্ষ’ ঘোষণা করেন কে?

    উত্তর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    ৪। মুজিব বর্ষের ক্ষণগণনা শুরু হয় কবে?

    উত্তর: ১০ জানুয়ারি ২০২০ থেকে।

    ৫। মুজিব বর্ষের ক্ষণগণনা অনুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হয়?

    উত্তর: তেজগাঁও পুরাতন বিমানবন্দর, ঢাকা।

    ৬। তেজগাঁও পুরাতন বিমানবন্দরে মুজিব বর্ষের ক্ষণগণনা উদ্বোধন করেন কে?

    উত্তর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    ৭। মুজিব বর্ষ উপলক্ষে ওয়েবসাইট তৈরি করেছে কোন প্রতিষ্ঠান/সরকারের কোন বিভাগ?

    উত্তর: সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ।

    ৮। মুজিব বর্ষ উদ্যাপনে সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের তৈরি ওয়েবসাইটের নাম কী?

    উত্তর: www.mujib100.gov.bd

    ৯। মুজিব বর্ষের লোগোর ডিজাইনার কে?

    উত্তর: সব্যসাচী হাজরা।

    ১০। কে কবে মুজিব বর্ষের লোগো উন্মোচন করেন?

    উত্তর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ১০ জানুয়ারি ২০২০।

    ১১। মুজিব বর্ষের উদ্বোধন করা হবে কবে?

    উত্তর: ১৭ মার্চ ২০২০ (জাতীয় প্যারেড স্কয়ারে)।

    ১২। ইউনেসকোর কততম সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়?

    উত্তর: ৪০তম।

    ১৩। ‘মুজিব বর্ষ’ উপলক্ষে কত তারিখকে বিমা দিবস হিসেবে ঘোষণা করা হয়?

    উত্তর: ১ মার্চ।

    ১৪। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ব্যাংক কতটি স্মারক মুদ্রা প্রকাশ করবে?

    উত্তর: চারটি (একটি স্বর্ণমুদ্রা, একটি স্মারক মুদ্রা, ১০০ টাকা মূল্যমানের একটি স্মারক নোট ও ২০০ টাকা মূল্যমানের স্মারক নোট)।

    ১৫। ‘মুজিব বর্ষ’ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ সমাবর্তন অনুষ্ঠিত হ্য়ওয়ার কথা ছিল কবে?

    উত্তর: ৫ সেপ্টেম্বর ২০২০।

    ১৬। ‘মুজিব বর্ষে’ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ সমাবর্তনে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল কার?

    উত্তর: নোবেল বিজয়ী বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।

    ১৭। ৫ সেপ্টেম্বর ২০২০ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মানসূচক কোন ডিগ্রি প্রদান করা হবে?

    উত্তর: ডক্টর অব লজ (মরণোত্তর)।

    ১৮। অমর একুশে বইমেলা ২০২০ কাকে উত্সর্গ করা হয়?

    উত্তর: ‘মুজিব বর্ষ’ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে?

    ১৯। মুজিব শব্দের অর্থ কী?

    উত্তর: উত্তরদাতা।

    ২০। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় জন্মগ্রহণ করেন?

    উত্তর: ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে (বর্তমানে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে)।

    ২১। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন কবে?

    উত্তর: ১৭ মার্চ ১৯২০।

    ২২। ১৭ মার্চ কী দিবস?

    উত্তর: জাতীয় শিশু দিবস।

    ২৩। বঙ্গবন্ধুর পিতার নাম কী?

    উত্তর: শেখ লুৎফর রহমান।

    ২৪। বঙ্গবন্ধুর মাতার নাম কী?

    উত্তর: সায়েরা খাতুন।

    ২৫। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকনাম কী ছিল?

    উত্তর: খোকা।

    ২৬। বঙ্গবন্ধুর স্ত্রীর নাম কী?

    উত্তর: বেগম ফজিলাতুন্নেসা মুজিব (ডাকনাম রেণু)।

    ২৭। বঙ্গবন্ধু কোথায় প্রাথমিক শিক্ষা শুরু করেন?

    উত্তর: গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে।

    ২৮। বঙ্গবন্ধু ম্যাট্রিকুলেশন পাস করেন কোন স্কুল থেকে?

    উত্তর: গোপালগঞ্জ সেন্ট মথুরানাথ মিশনারি স্কুল থেকে।

    ২৯। বঙ্গবন্ধু কোথা থেকে বিএ ডিগ্রি লাভ করেন?

    উত্তর: কলকাতার ইসলামিয়া কলেজ থেকে।

    ৩০। বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন কবে?

    উত্তর: ১৯৪৭ সালের সেপ্টেম্বর মাসে (আইন বিভাগে)।

    ৩১। বঙ্গবন্ধু ইসলামিয়া কলেজে পড়ার সময় কোথায় থাকতেন?

    উত্তর: কলকাতার বেকার হোস্টেলের ২৪ নম্বর কক্ষে।

    ৩২। ইসলামিয়া কলেজের বর্তমান নাম কী?

    উত্তর: মাওলানা আজাদ কলেজ।

    ৩৩। বঙ্গবন্ধুকে কবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়?

    উত্তর: ১৯৪৯ সালের এপ্রিল মাসে।

    ৩৪। ঢাকা বিশ্ববিদ্যালয় কবে বঙ্গবন্ধুর ছাত্রত্ব ফিরিয়ে দেয়?

    উত্তর: ১৪ আগস্ট ২০১০।

    ৩৫। বঙ্গবন্ধু কবে রাজনীতিতে জড়িয়ে পড়েন?

    উত্তর: ১৯৩৯ সালে গোপালগঞ্জ মিশনারি স্কুলে পড়ার সময়।

    ৩৬। বঙ্গবন্ধু কবে প্রথম কারাবরণ করেন?

    উত্তর: ১৯৩৮ সালে (সাত দিন)।

    ৩৭। বঙ্গবন্ধু রাজনৈতিক কারণে প্রথম কবে কারাবরণ করেন?

    উত্তর: ১১ মার্চ ১৯৪৮ সালে। (রাষ্ট্রভাষা আন্দোলনে)

    ৩৮। বঙ্গবন্ধু কবে মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন?

    উত্তর: ১৯৪৮ সালের ৪ জানুয়ারি।

    ৩৯। ১৯৪৯ সালের ২৩ জুন গঠিত তৎকালীন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের কোন পদে ছিলেন?

    উত্তর: যুগ্ম সাধারণ সম্পাদক।

    ৪০। বঙ্গবন্ধু কবে আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক হন?

    উত্তর: ৯ জুলাই ১৯৫৩ (১৯৫৩-১৯৬৬)।

    ৪১। বঙ্গবন্ধু ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে কোন আসন থেকে নির্বাচিত হন?

    উত্তর: গোপালগঞ্জ।

    ৪২। যুক্তফ্রন্ট সরকারে বঙ্গবন্ধু কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পান?

    উত্তর: কৃষি, সমবায় ও পল্লী উন্নয়ন (১৯৫৪ সালের ১৫ মে)।

    ৪৩। বঙ্গবন্ধু কবে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন?

    উত্তর: ১৯৬৬ সালের ১ মার্চ (ষষ্ঠ কাউন্সিলে)।

    ৪৪। বঙ্গবন্ধুকে প্রধান আসামি করে আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয়?

    উত্তর: ১৯৬৮ সালের ১ জানুয়ারি।

    ৪৫। আগরতলা ষড়যন্ত্র মামলার প্রকৃত নাম কী?

    উত্তর: ‘রাষ্ট্রদ্রোহিতা বনাম শেখ মুজিব ও অন্যান্য’।

    ৪৬। আগরতলা ষড়যন্ত্র মামলার বিচার শুরু হয় কবে?

    উত্তর: ১৯৬৮ সালের ১৯ জুন (ঢাকা সেনানিবাসে)।

    ৪৭। আগরতলা ষড়যন্ত্র মামলায় মোট আসামি ছিল কতজন?

    উত্তর: ৩৫ জন (বঙ্গবন্ধুসহ)।

    ৪৮। বঙ্গবন্ধু কবে ছয় দফা দাবি ঘোষণা করেন?

    উত্তর: ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি (লাহোরে)।

    ৪৯। বঙ্গবন্ধু কবে আনুষ্ঠানিকভাবে ছয় দফা দাবি ঘোষণা করেন?

    উত্তর: ১৯৬৬ সালের ২৩ মার্চ ।

    ৫০। বঙ্গবন্ধু কবে ‘স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ’ গঠন করেন?

    উত্তর: ১৯৬০ সালে।

    ৫১। বঙ্গবন্ধুর নেতৃত্বে সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠন করা হয় কবে?

    উত্তর: ১৯৬৪ সালের ১১ মার্চ।

    ৫২। আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে বঙ্গবন্ধুকে কবে মুক্তি দেওয়া হয়?

    উত্তর: ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি।

    ৫৩। শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেওয়া হয় কবে?

    উত্তর: ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে (সোহরাওয়ার্দী উদ্যান) ।

    ৫৪। শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেন কে?

    উত্তর: তৎকালীন ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ।

    ৫৫। বঙ্গবন্ধু কবে ‘বাংলাদেশ’ নামকরণ করেন?

    উত্তর: ১৯৬৯ সালের ৫ ডিসেম্বর।

    ৫৬। বঙ্গবন্ধু কত তারিখে জনসভায় ৬ দফার প্রশ্নে আওয়ামী লীগকে নির্বাচিত করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান?

    উত্তর: ১৯৭০ সালের ৭ জুন রেসকোর্স ময়দানের জনসভায়।

    ৫৭। ১৭ অক্টোবর ১৯৭০ বঙ্গবন্ধু তাঁর দলের নির্বাচনী প্রতীক হিসেবে কোন প্রতীক পছন্দ করেন?

    উত্তর: নৌকা।

    ৫৮। বঙ্গবন্ধুকে কবে ‘জাতির জনক’ উপাধি দেওয়া হয়?

    উত্তর: ৩ মার্চ ১৯৭১ (উপাধি দেন আ স ম আবদুর রব)।

    ৫৯। কবে বঙ্গবন্ধু তাঁর ঐতিহাসিক ভাষণ দেন?

    উত্তর: ১৯৭১ সালের ৭ মার্চ।

    ৬০। কোথায় বঙ্গবন্ধু তাঁর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ দেন?

    উত্তর: রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান)।

    ৬১। কোন ভাষণে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেন?

    উত্তর: ৭ মার্চের ভাষণে।

    ৬২। ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু কয়টি দাবি উপস্থাপন করেন?

    উত্তর: ৪টি।

    ৬৩। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে কী নামে প্রচারিত হতো?

    উত্তর: বজ্রকণ্ঠ নামে।

    ৬৪। বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন কবে?

    উত্তর: ১৯৭১ সালের ২৬ মার্চ প্রথম প্রহরে।

    ৬৫। পাকিস্তান সেনাবাহিনী বঙ্গবন্ধুকে কখন গ্রেপ্তার করে?

    উত্তর: ২৬ মার্চ ১৯৭১ (প্রথম প্রহরে)।

    ৬৬। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?

    উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

    ৬৭। পাকিস্তানের ২৪ বছরে বঙ্গবন্ধু কত বছর কারাগারে কাটিয়েছেন?

    উত্তর: ১২ বছর।

    ৬৮। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?

    উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

    ৬৯। বঙ্গবন্ধুকে নিয়ে ‘জয় মুজিবুর’ কবিতাটি কে লেখেন?

    উত্তর: অন্নদাশঙ্কর রায়।

    ৭০। ‘বঙ্গবন্ধু’ কবিতাটি কার লেখা?

    উত্তর: জসীমউদ্দীন (১৬ মার্চ ১৯৭১)।

    ৭১। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আন্তর্জাতিক চাপে পাকিস্তান সরকার কবে বঙ্গবন্ধুকে মুক্তি দেয়?

    উত্তর: ৮ জানুয়ারি ১৯৭২।

    ৭২। বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে কয়টি দেশ হয়ে বাংলাদেশে আসেন?

    উত্তর: দুটি (ইংল্যান্ড ও ভারত)।

    ৭৩। বঙ্গবন্ধু পাকিস্তান থেকে প্রথমে কোন দেশে যান?

    উত্তর: ইংল্যান্ড (লন্ডন)।

    ৭৪। লন্ডনে কার সঙ্গে বঙ্গবন্ধুর সাক্ষাৎ হয়?

    উত্তর: ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথের সঙ্গে (৯ জানুয়ারি ১৯৭২)।

    ৭৫। লন্ডন থেকে ঢাকা আসার পথে বঙ্গবন্ধু কোথায় যাত্রাবিরতি করেন?

    উত্তর: দিল্লি (ভারত)।

    ৭৬। বিমানবন্দরে বঙ্গবন্ধুকে কে কে স্বাগত জানান?

    উত্তর: ভারতের রাষ্ট্রপতি ভি ভি গিরি ও প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।

    ৭৭। বঙ্গবন্ধু কত তারিখে দেশে ফেরেন?

    উত্তর: ১০ জানুয়ারি ১৯৭২ (স্বদেশ প্রত্যাবর্তন দিবস)।

    ৭৮। বঙ্গবন্ধু কত তারিখে অস্থায়ী সংবিধান আদেশ জারির মাধ্যমে সংসদীয় পদ্ধতির সরকারব্যবস্থা প্রবর্তন করেন?

    উত্তর: ১৯৭২ সালের ১১ জানুয়ারি।

    ৭৯। বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন কবে?

    উত্তর: ১২ জানুয়ারি ১৯৭২।

    ৮০। বঙ্গবন্ধু কবে ভারত সরকারের আমন্ত্রণে ভারত সফর করেন?

    উত্তর: ৬ ফেব্রুয়ারি ১৯৭২।

    ৮১। বঙ্গবন্ধু কবে ‘জুলিও কুরি’ পুরস্কারে ভূষিত হন?

    উত্তর: ১০ অক্টোবর ১৯৭২ (পুরস্কারে ভূষিত করে বিশ্ব শান্তি পরিষদ)।

    ৮২। বঙ্গবন্ধু কবে বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচনের তারিখ (৭ মার্চ ১৯৭৩) ঘোষণা করেন?

    উত্তর: ৪ নভেম্বর ১৯৭২।

    ৮৩। কত তারিখে বঙ্গবন্ধু বাংলাদেশের প্রথম সংবিধানে স্বাক্ষর করেন?

    উত্তর: ১৪ ডিসেম্বর ১৯৭২।

    ৮৪। বঙ্গবন্ধু কবে ‘জোটনিরপেক্ষ আন্দোলন’–এর শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য আলজেরিয়া যান?

    উত্তর: ৬ সেপ্টেম্বর ১৯৭৩।

    ৮৫। বঙ্গবন্ধু পাকিস্তানের যে কারাগারে বন্দী ছিলেন?

    উত্তর: মিয়ানওয়ালি কারাগার।

    ৮৬। ১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধুকে গ্রেপ্তারে পরিচালিত অভিযানের নাম কী?

    উত্তর: অপারেশন ‘বিগবার্ড’।

    ৮৭। বঙ্গবন্ধু কবে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন?

    উত্তর: ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর (২৯তম অধিবেশনে)।

    ৮৮। স্বাধীনতার পর বঙ্গবন্ধুর শাসনামলে বিশ্বের কতটি দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেয়?

    উত্তর: ১৩০টি।

    ৮৯। বঙ্গবন্ধুর রচিত কতটি বই প্রকাশ পেয়েছে?

    উত্তর: ৩টি (অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা ও আমার দেখা নয়াচীন)।

    ৯০। বঙ্গবন্ধু প্রকাশিত প্রথম বই কোনটি?

    উত্তর: অসমাপ্ত আত্মজীবনী (প্রকাশিত হয় জুন ২০১২ সালে)।

    ৯১। অসমাপ্ত আত্মজীবনী কতটি ভাষায় অনূদিত হয়?

    উত্তর: ১৩টি (সর্বশেষ ইতালীয় ভাষায়, অনুবাদক আন্না কোক্কিয়ারেল্লা)

    ৯২। বঙ্গবন্ধুর প্রকাশিত দ্বিতীয় বই কোনটি?

    উত্তর: কারাগারের রোজনামচা (প্রকাশিত হয় ১৭ মার্চ ২০১৭)।

    ৯৩। কারাগারের রোজনামচা কতটি ভাষায় অনূদিত হয়েছে?

    উত্তর: ২টি (সর্বশেষ অসমীয়া ভাষা, অনুবাদ সৌমেন ভারতীয়)।

    ৯৪। বঙ্গবন্ধুর প্রকাশিত সর্বশেষ বইয়ের নাম কী?

    উত্তর: আমার দেখা নয়াচীন (প্রকাশিত হয় ফেব্রুয়ারি বইমেলা ২০২০)।

    ৯৫। বঙ্গবন্ধুকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বইয়ের নাম কী?

    উত্তর: শেখ মুজিব আমার পিতা।

    ৯৬। বঙ্গবন্ধুকে নিয়ে মুজিব ভাই বইটি কে লিখেছেন?

    উত্তর: এবিএম মূসা।

    ৯৭। বঙ্গবন্ধুকে কবে সপরিবারে হত্যা করা হয়?

    উত্তর: ১৯৭৫ সালের ১৫ আগস্ট (১৫ আগস্ট জাতীয় শোক দিবস)।

    ৯৮। বঙ্গবন্ধুর হত্যাকারীদের আদালতে বিচার শুরু হয় কবে?

    উত্তর: ১২ মার্চ ১৯৯৭।

    ৯৯। বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার শেষ হয় কবে?

    উত্তর: ২০১০ সালের ২৭ জানুয়ারি।

    ১০০। বঙ্গবন্ধুর হত্যাকারীদের মধ্যে কতজনের ফাঁসি কার্যকর করা হয়েছে?

    উত্তর: ৬ জনের।

  • বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর

    বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর

    বাংলাদেশ বিষয়াবলী

    ২৭ এপ্রিল ২০২২ উদবোধন করা হয় রেলের ইতিহাসে প্রথম ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর’। ট্রেনের দুটি বগিকে রূপান্তরিত করা হয়েছে ডিজিটাল জাদুঘরে । বাংলাদেশ রেলওয়ের তৈরি দেশের এ প্রথম ভ্রাম্যমাণ জাদুঘর । প্রতি সপ্তাহে দেশের বিভিন্ন রেলস্টেশনে জনসাধারনের জন্য বিনামূল্যে পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে এটি । এ জাদুঘরে দেখা যাবে শৈশব থেকে শুরু করে বাঙ্গালির স্বাধীকার আন্দোলনের প্রতিটি বাঁকে বঙ্গবন্ধুর সংগ্রামী ভূমিকার ডিজিটাল শিল্পকর্ম।

    বাংলাদেশ বিষয়াবলী
  • ৬ দফা দফা ও গন অভ্যুথান

    ৬ দফা দফা ও গন অভ্যুথান

    শেখ মুজিব ছয় দফা কর্মসুচী কবে ব্যক্ত করেন? উত্তরঃ ১৩ ফেব্রুয়ারী ১৯৬৬ সালে।
    আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়? উত্তরঃ জানুয়ারী, ১৯৬৮।
    আগরতলা ষড়যন্ত্র মামলা কবে প্রত্যাহার করা হয়? উত্তরঃ ২২ ফেব্রুয়ারী ১৯৬৯।
    কবে আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী সার্জেন্ট জহুরুল হককে হত্যা করে? উত্তরঃ ১৫ ফেব্রুয়ারী ১৯৬৯।

    আইয়ুব খান কবে কেন পদত্যাগ করতে বাধ্য হয়? উত্তরঃ ২৫ মার্চ, ১৯৬৯ সালে। রাজনৈতিক সংকটের জন্য।
    পুলিশের গুলিতে শহীদ আসাদ কবে নিহত হন? উত্তরঃ ২০ জানুয়ারী, ১৯৬৯।
    তিনি কোন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন? উত্তরঃ আইন বিভাগের।
    আগরতলা ষড়যন্ত্র মামলার বিশেষ আদালতের বিচারক ছিলেন? উত্তরঃ পাকিস্তানের প্রধান বিচারপতি এস.এ. রহমান।

    আগরতলা ষড়যন্ত্র মামলার বিচার হয়? উত্তরঃ জুন, ১৯৬৮।
    আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী কত জন ছিল? উত্তরঃ ৩৫ জন।
    শহীদ ড. শামসুজ্জোহা কবে কোথায় হত্যা করা হয়েছিল? উত্তরঃ ১৮ ফেব্রুয়ারী, ১৯৬৯, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে।
    আইয়ুব খান কবে কার নিকট পাকিস্তানের ক্ষমতা হস্তান্তর করেন? উত্তরঃ ২৫ মার্চ, ১৯৬৯। আগা মুহম্মদ ইয়াহিয়া খান।
    শেখ মুজিবর রহমানকে কবে বঙ্গবন্ধুকে উপাধিতে ভুষিত করা হয়? উত্তরঃ ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারী।

    কখন শেখ মুজিবর রহমানকে জাতির জনক ঘোষনা দেয়া হয়? উত্তরঃ ০৩ মার্চ ১৯৭১।
    ‘আগরতলা ষড়যন্ত্র’ মামলার প্রধান আসামী ছিলেন? উত্তরঃ শেখ মুজিবর রহমান।
    পুলিশের গুলিতে শহীদ মতিউর কবে নিহত হন? উত্তরঃ ২৪ জানুয়ারী, ১৯৬৯।
    তিনি কোন বিদ্যালয়ের ছাত্র ছিলেন? উত্তরঃ নবকুমার ইনষ্টিটিউশনের, নবম শ্রেনীর ছাত্র।
    বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কে প্রথমে জাতির পিতা ঘোষনা দেন? উত্তরঃ আ.স.ম আবদুর রব।

    ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদের কয়টি আসন পেয়েছিল? উত্তরঃ ১৬৭ টি আসন।
    পাকিস্তানের প্রথম সাধারন নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? উত্তরঃ ০৭ ডিসেম্বর, ১৯৭০সাল।
    আলোচনা ভেঙ্গে দিয়ে ইয়াহিয়া খান কবে ঢাকা ত্যাগ করেন? উত্তরঃ ২৫ মার্চ, ১৯৭১ রাতে।

  • বাংলাদেশের ভূ-প্রকৃতি

    বাংলাদেশের ভূ-প্রকৃতি

    ১। ভূ-প্রকৃতি অনুসারে বাংলাদেশকে কয়ভাগে বিভক্ত করা হয়েছে?
    উঃ ৩ ভাগে।
    ক) পাহাড়ি এলাকা খ) সোপান অঞ্চল গ) প্লাবন ভূমি।
    ২। বাংলাদেশের মধ্যে দিয়ে অতিক্রম করেছে কোন রেখাটি?
    উঃ কর্কটক্রান্তি রেখা বা ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা।

    ৩। ‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ খাদটি কোথায় অবস্থিত?
    উঃ বঙ্গোপসাগরে।
    ৪। বাংলাদেশের পাহাড়গুলো গঠিত হয় কোন যুগে?
    উঃ টারশিয়ারী যুগে।
    ৫। বাংলাদেশের বৃহত্তম এবং উঁচু পাহাড় কোনটি?
    উঃ গারো পাহাড়।

    ৬। গারো পাহাড় কোন জেলায় অবস্থিত?
    উঃ ময়মনসিংহ জেলায়।
    ৭। বাংলাদেশের অবস্থান কোন অঞ্চলে?
    উঃ ক্রান্তীয় অঞ্চলে।
    ৮। রাজশাহী বিভাগের উত্তর-পশ্চিমাংশকে কি বলে?
    উঃ বরেন্দ্রভূমি।
    ৯। বরেন্দ্রভূমির আয়তন কত?
    উঃ ৯,৩২৪ বর্গ কি.মি.।
    ১০। বাংলাদেশের কোন জেলা সমুদ্র সমতল থেকে উঁচুতে অবস্থিত?
    উঃ দিনাজপুর।

    ১১। সমুদ্র সমতল থেকে দিনাজপুরের উচ্চতা কত?
    উঃ ৩৭.৫০ মিটার।
    ১২। মধুপুর ও ভাওয়াল গড় এর আয়তন কত?
    উঃ ৪,১০৫ বর্গ কি.মি.।
    ১৩। পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ কোনটি?
    উঃ বাংলাদেশ।
    ১৪। বাংলাদেশের ভূ-খণ্ড সৃষ্টির পূর্বে এখানে কী ছিল?
    উঃ বঙ্গখাত বা Bango-Basin।

  • ৯ম -১০ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বসভ্যতা বই থেকে মুক্তিযুদ্ধ

    ৯ম -১০ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বসভ্যতা বই থেকে মুক্তিযুদ্ধ

    মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ ঘটনা তারিখঃ

    ★১ মার্চ – ইয়াহিয়া খান গণপরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেন।
    ★ ২ মার্চ- ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে তৎকালীন ছাত্রনেতা “আ স ম আব্দুর রব” প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন ও বঙ্গবন্ধুর নির্দেশে অসহযোগ আন্দোলন শুরু হয়।
    ★ ৩ মার্চ- পল্টনে বঙ্গবন্ধুর নির্দেশে ও উপস্থিতিতে স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে স্বাধীনতার ইশতেহার পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাজাহান সিরাজ। যেখানে সার্বভৌম বাংলাদেশের সর্বাধিনায়ক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ঘোষণা করা হয়।

    উত্তোলন করা হয় জাতীয় পতাকা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি; গানটিকে জাতীয় সংগীত হিসেবে নির্বাচিত করা হয়। বঙ্গবন্ধুকে “জাতির জনক ” ঘোষণা করা হয়।

    ★ ৭ মার্চ- ঢাকার রমনায় অবস্থিত রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) অনুষ্ঠিত জনসভায় শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত এক ঐতিহাসিক ভাষণ। ১৮ মিনিট স্থায়ী এই ভাষণে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের(বর্তমানে বাংলাদেশ) বাঙালিদেরকেস্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান। (১৩টি ভাষায় ভাষণটি অনুবাদ করা হয়৷ নিউজউইক ম্যাগাজিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি হিসেবে স্বীকৃতি দেয়। ২০১৭ সালের ৩০ শে অক্টোবর ইউনেস্কো এই ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়।)

    ★ ১৯ মার্চ- গাজীপুরে পাক বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ সংগঠিত হয়।(এটি মুক্তিযুদ্ধের ১ম প্রতিরোধ)।
    ★ ২৩ মার্চ- পাকিস্তানের প্রজাতন্ত্র দিবসের পরিবর্তে বাংলাদেশ দিবস পালন এবং বঙ্গবন্ধুর বাসভবনে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলণ।
    ★ ২৫ মার্চ- ইয়াহিয়া খানের ঢাকা ত্যাগ। বাঙালি জাতি নিধনে পাকিস্তান “অপারেশন সার্চ লাইট” চালায়। ঐ রাতের শেষ প্রহরে (২৬মার্চ) বঙ্গবন্ধু ওয়ারলেসের মাধ্যমে স্বাধীনতা ঘোষণা করেন।
    ★ ২৬ মার্চ- ১ম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা। আওয়ামীলীগ চট্টগ্রাম জেলা সভাপতি ও আওয়ামীলীগ নেতা এম এ হান্নান কর্তৃক স্বাধীনতার ঘোষণা পাঠ।

    ★ ২৭ মার্চ- মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে কালুরঘাট বেতার থেকে স্বাধীনতার ঘোষণাপত্রটি পাঠ করেন।
    ★ ৩০ মার্চ- পাকবাহিনীরা বোমা মেরে কালুরঘাট বেতার কেন্দ্রটি উড়িয়ে দেয়।
    ★ ৩ এপ্রিল- ত্রিপুরার আগারতলা থেকে স্বাধীনবাংলা বেতারের যাত্রা শুরু।
    ★ ৬ এপ্রিল- প্রথম কূটনৈতিক হিসেবে আমজাদুল হক ও শাহাবুদ্দিনের আনুগত্য।
    ★ ১০ এপ্রিল- বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি করে ৬ সদস্য নিয়ে মুজিবনগর সরকার গঠন।

    ★ ১১ এপ্রিল- দেশকে ১১টি সেক্টর, ৬৪টি সাব-সেক্টর, ৩টি ব্রিগেড ফোর্স গঠন।
    ★ ১৭ এপ্রিল- মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননে প্রবাসী সরকার শপথ নেন। পাকিস্তানের ডেপুটি হাই কমমিশনার এম হোসেন আলীর আনুগত্য। আতাউল গণি ওসমাণী মুক্তিবাহিনীর প্রধান নিযুক্ত।
    ★ ৮ মে- কলকাতার ৮নং থিয়েটার রোডে প্রবাসী সরকারের কার্যক্রম শুরু।

    ★ ১১ জুলাই- মুক্তিবাহিনী গঠন। সেক্টর কমান্ডারদের বৈঠক ও মুজিববাহিনী গঠন।
    ★ ১ আগস্ট- যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে “কনসার্ট ফর বাংলাদেশ” অনুষ্ঠিত। বিশ্বখ্যাত ব্যান্ড ‘দ্য বিটলস’ এর শিল্পী জর্জ হ্যারিসন তিনি পন্ডিত রবি শংকরের অনুরোধে ১৯৭১ সালে ম্যাডিসন স্কয়ারে এই আয়োজন করেন। অনুষ্ঠান হতে প্রাপ্ত ২ লক্ষ ৫০ হাজার ডলার সহায়তা করা হয়।

    ★ ২০ আগস্ট- পাকিস্তান থেকে টি-৩৩ বিমান ছিনতাই করে নিয়ে আসার সময় ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান নিহত হন।
    ★ ৫ সেপ্টেম্বর- ৮নং সেক্টরে যুদ্ধরত অবস্থায় “ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেষ শহিদ হন।
    ★ ২৮ সেপ্টেম্বর- নাগাল্যাণ্ডে বাংলাদেশের বিমানবাহিনী গঠন করা হয়।
    ★ ৯ নভেম্বর- প্রথম নৌবহর হিসেবে বঙ্গবন্ধু নৌবহরের যাত্রা শুরু।

    ★ ২১ নভেম্বর- মিত্র ও মুক্তিবাহিনীর নিয়ে “যৌথবাহিনী” গঠন ও সশস্ত্র সংগ্রাম শুরু।
    ★ ৩ ডিসেম্বর- পাক বিমান হামলার ফলে ভারত বাংলাদেশের পক্ষে যুদ্ধ শুরু করে।
    ★ ৬ ডিসেম্বর- ১ম দেশ হিসেবে ভূটান ও ২য় দেশ হিসেবে ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয়। প্রথম জেলা হিসেবে যশোর শত্রুমুক্ত হয়।
    ★ ৪-১৫ ডিসেম্বর- বাংলাদেশ বিষয়ে জাতিসংঘে বিতর্ক অনুষ্ঠিত।

    ★ ১০- ১৪ ডিসেম্বর – এদেশের পাকিস্তানি দোসরদের সাথে নিয়ে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়।
    ★ ১৪ ডিসেম্বর- ড. মালিক মন্ত্রীসভার পদত্যাগ। ৭ নং সেক্টরে যুদ্ধরত অবস্থায় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর শহিদ হন।
    ★ ১৬ ডিসেম্বর – বিকাল ৪:৩০ মি: নিয়াজীর নেতৃত্বে ৯৩ হাজার পাকবাহিনী জগজিৎ সিং অরোরার নিকট রেসকোর্স ময়দানে আত্মসমার্পন। ২৬৬ দিনের যুদ্ধের অবসান।
    ★ ২২ ডিসেম্বর- প্রবাসী সররকার কলকাতা থেকে ঢাকায় আসে।

  • বাংলাদেশের সীমানা থেকে পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ

    বাংলাদেশের সীমানা থেকে পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ

    ১। বাংলাদেশের উত্তরে ভারতের কোন কোন প্রদেশ অবস্থিত?
    উঃ পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়।
    ২। বাংলাদেশের পূর্বে ভারতের কোন কোন প্রদেশ অবস্থিত?
    উঃ আসাম, ত্রিপুরা ও মিজোরাম।
    ৩। বাংলাদেশের পশ্চিমে ভারতের কোন প্রদেশ অবস্থিত?
    উঃ পশ্চিমবঙ্গ।
    ৪। বাংলাদেশের দক্ষিণে সীমানা কি?
    উঃ বঙ্গোপসাগর।
    ৫। বাংলাদেশের দক্ষিণে ভারতের কোন প্রদেশ রয়েছে?
    উঃ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ।

    ৬। বাংলাদেশের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমান্ত রয়েছে?
    উঃ ৫টি।
    ৭। বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
    উঃ ১৬ মে, ১৯৭৪ সালে।
    ৮। বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তিতে কে কে স্বাক্ষর করেন?
    উঃ শেখ মুজিব-ইন্দিরা গান্ধী।
    ৯। বাংলাদেশের সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত চুক্তি পাস হয়?
    উঃ ১৯৭৪ সালের ৩য় সংশোধনীর মাধ্যমে।
    ১০। ভারতের সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত চুক্তি পাস হয়?
    উঃ ২০১৫ সালে ১০০তম সংশোধনীর মাধ্যমে।

    ১১। বাংলাদেশের জাতীয় সংসদে স্থলসীমান্ত চুক্তি পাস হয় কবে?
    উঃ ২৩ নভেম্বর ১৯৭৪ সালে।
    ১২। বাংলাদেশ-ভারতের অমীমাংসিত সীমান্ত কত কি.মি.?
    উঃ ২ কি.মি.।
    ১৩। বাংলাদেশ-ভারতের অমীমাংসিত এলাকা কোথায় অবস্থিত?
    উঃ মুহুরীর চর (ফেনী)
    ১৪। বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত?
    উঃ ৫,১৩৮ কি.মি.।
    ১৫। বাংলাদেশের মোট স্থলসীমা কত?
    উঃ ৪,৪২৭ কি.মি.।
    ১৬। বাংলাদেশের সাথে ভারতের সীমান্তের দৈর্ঘ্য কত?
    উঃ ৪,১৪৪ কি.মি.।

    ১৭। বাংলাদেশের সাথে মায়ানমারের সীমান্তের দৈর্ঘ্য কত?
    উঃ ২৮৩ কি.মি.।
    ১৮। বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত?
    উঃ ৭১১ কি.মি.।
    ১৯। কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত?
    উঃ ১৫৫ কি.মি.।
    ২০। বাংলাদেশ-ভারত স্ট্রিপ ম্যাপ মানচিত্রে স্বাক্ষর করে কবে?
    উঃ ২০ আগস্ট ২০১১।

  • বিভিন্ন চুক্তিতে বাংলাদেশের স্বাক্ষর

    বিভিন্ন চুক্তিতে বাংলাদেশের স্বাক্ষর

    বাংলাদেশ ১৯৯৬ সালের ২৪ অক্টোবর Comprehensive Nuclear Test Ban Treaty ( CTBT ) তে স্বাক্ষর করে । এবং ২০০০ সালের ৮ মার্চ চুক্তিটি অনুমােদন করে । ( সূত্র : www . ctbto . org ) ।
    বাংলাদেশ Mine Ban Policy তে স্বাক্ষর করে ৭ মে ১৯৯৮ , অনুমােদন করে ৬ সেপ্টেম্বর , ২০০০।
    পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় ২ ডিসেম্বর , ১৯৯৭ সালে । বাংলাদেশের পক্ষে আবুল হাসনাত আব্দুল্লাহ এবং পার্বত্য চট্টগ্রামের পক্ষে সন্তু লারমা ।

    প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কক্ষে এ চুক্তিটি স্বাক্ষরিত হয় । এ চুক্তির ফলে শান্তি বাহিনী আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয় ০৫ মার্চ , ১৯৯৮ সালে । এর ফলে ধীরে ধীরে উপজাতি – বাঙালি সংঘর্ষ কমে যায় । পার্বত্য এলাকায় শান্তি নেমে আসে ।
    বাংলাদেশ-ভারত পানিচুক্তি ( গঙ্গার পানিবন্টন চুক্তি স্বাক্ষরিত হয় ১২ ডিসেম্বর , ১৯৯৬ সালে । গঙ্গা পানি চুক্তি ৩০ বছরের জন্য স্বাক্ষরিত হয় । এ চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশের পক্ষে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের পক্ষে দেব গৌড়া ।

    ১৯৭৪ সালে মুজিব – ইন্দিরা সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয় দিল্লীতে ।
    এখন পর্যন্ত ফারাক্কার উপর ৫ ( পাঁচ ) টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে ।
    বাংলাদেশ – মায়ানমার স্থল সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয় ১২ নভেম্বর , ১৯৯৮ সালে ।
    বাংলাদেশ – ভারতের মধ্যে ট্রেন চলাচল চুক্তি স্বাক্ষরিত হয় ৪ জুলাই , ২০০০ সালে ।

    বাংলাদেশ – থাইল্যান্ড আসামী প্রত্যার্পণ চুক্তি ( Extradition Treaty ) স্বাক্ষরিত হয় ৯ জুলাই , ১৯৯৮ সালে ।
    বাংলাদেশ – ভারত মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় ১৯ মার্চ , ১৯৭২ সালে । এ চুক্তিটি স্বাক্ষরিত হয় ২৫ বছরের জন্য ।
    জীববৈচিত্র্য সংক্রান্ত কনভেনশন স্বাক্ষর করে ১৯৯২ সালে ।

    বাংলাদেশ UNFCC স্বাক্ষর করে ৯ জুন , ১৯৯২ সালে এবং অনুমােদন করে ১৫ এপ্রিল , ১৯৯৪ সালে ।
    কার্টাগেনা প্রােটোকল স্বাক্ষর এবং কার্যকর করে যথাক্রমে ২০০০ এবং ২০০৪ সালে ।
    কিয়ােটো প্রােটোকল স্বাক্ষর করে ২২ অক্টোবর , ২০০১ সালে এবং তা কার্যকর করে ১৬ ডিসেম্বর , ২০০৫ সালে ।
    জাতীয় টেকসই উন্নয়ন কৌশলপত্র অনুমােদন করে ২৬ ফেব্রুয়ারি , ২০১৩ সালে । এর মেয়াদ ২০২১ সাল পর্যন্ত ।