Category: বাংলা ভাষা ও সাহিত্য

Bengali language and literature

  • এক নজরে কাজী নজরুল ইসলাম

    এক নজরে কাজী নজরুল ইসলাম

    প্রশ্নঃ কাজী নজরুল কবে, কোথায় জন্মগ্রহণ করেন?
    উত্তরঃ ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ (২৪ মে ১৮৯৯) খ্রি:) চুরুলিয়া গ্রাম, আসানসোল, বর্ধমান পশ্চিমবঙ্গ।
    প্রশ্নঃ তিনি মৃত্যুবরণ করেন কবে?
    উত্তরঃ ২৯ আগষ্ট, ১৯৭৬; ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ।

    ১। বঙ্গবন্ধু সরকার কর্তৃক রাষ্ট্রীয় অতিথি হিসেবে নজরুলকে কলকাতা থেকে ঢাকায় আনয়ন করা হয় কত সালে?
    -১৯৭২সালের ২৪মে
    ২। নজরুলকে কবে বাংলাদেশের সরকার নাগরিকত্ব প্রদান করে ?
    – ১৯৭৬সালের ১৮ই ফেব্রুয়ারী
    ৩। নজরুল কবে মস্তিষ্কের ব্যাধিতে আক্রান্ত হন ?
    – ১৯৪২সালের ১০ ই অক্টোবর ৪৩বছর বয়সে ।
    ৪। নজরুলকে কবে ঢাকা বিশ্ববিদ্যালয় ডি. লিট উপাধি দেয় ?
    – ১৯৭৪সালে
    ৫। রবীন্দ্রভারতী কবে ডি. লিট উপাধি দেয় ?
    -১৯৬৯সালে
    ৬। ভারত সরকার তাঁকে কবে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন ?
    – ১৯৬০

    ৭। কলকাতা বিশ্ববিদ্যালয় কবে থাকে জগত্তারিণী পুরস্কার প্রদান করেন ?
    – ১৯৪৫সালে ।
    ৮। কত সালে নজরুল ২১শে পদক পান ?
    – ১৯৭৬সালে‘।
    ৯। কতসালে তিনি স্বাধীনতা পুরস্কার পান ?
    – ১৯৭৭সালে
    ১০। বিবিসির বাংলা বিভাগ কর্তৃক জরিপকৃত (২০০৪) সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির তালিকায় নজরুলের অবস্থান কত ?
    – ৩য়
    ১১.। বাংলাদেশের জাতীয় কবি হিসেবে কবে স্বীকৃতি দেওয়া হয় ?
    -১৯৭২সালের ২৪মে স্বীকৃতি (সাংবিধানিক স্বীকৃতি এখনও দেওয়া হয়নি।
    ১২। নজরুল কতবার ঢাকায় আসেনে ?
    – ১৩বার । প্রথম ১৯২৬
    ১৩। নজরুল কত বার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন ?
    – ৫বার
    ১৪। নজরুল কোন চলচ্চিত্রে নারদ চরিত্রে অভিনয় করেন ?
    – ধ্রুব
    ১৫। নজরুলের প্রথম

    প্রশ্নঃ নজরুলের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কী?
    উত্তরঃ ব্যথার দান (প্রকাশ: ফেব্রুয়ারি ১৯২২)।
    প্রশ্নঃ নজরুলের প্রথম প্রকাশিত রচনার নাম কী?
    উত্তরঃ বাউন্ডেলের আত্মকাহিনী (প্রকাশ: জ্যৈষ্ঠ ১৩২৬; সওগাত)।
    প্রশ্নঃ নজরুলের প্রথম প্রকাশিত কবিতার নাম কী?
    উত্তরঃ মুক্তি (প্রকাশ: শ্রাবণ ১৩২৬)।

    প্রশ্নঃ নজরুলের প্রথম প্রকাশিত গল্পগ্রন্থের নাম কী?
    উত্তরঃ ব্যথার দান (প্রকাশ: ফেব্রুয়ারি ১৯২২)।
    প্রশ্নঃ নজরুলের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কী?
    উত্তরঃ অগ্নি-বীণা (সেপ্টেম্বর, ১৯২২)।
    প্রশ্নঃ নজরুলের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কি?
    উত্তরঃ বাঁধনহারা (১৯২৭)।
    প্রশ্নঃ নজরুলের প্রথম প্রকাশিত প্রবন্ধের নাম কী?
    উত্তরঃ তুর্কমহিলার ঘোমটা খোলা (প্রকাশ: কার্তিক ১৩২৬)।
    প্রশ্নঃ নজরুলের প্রথম প্রবন্ধগ্রন্থ কোনটি?
    উত্তরঃ যুগবাণী (অক্টোবর ১৯২২)।
    প্রশ্নঃ নজরুলের প্রথম প্রকাশিত নাটকের নাম কী?
    উত্তরঃ ঝিলিমিলি (১৩৩৪, নওরোজ)।
    প্রশ্নঃ প্রথম প্রকাশিত নাট্য গ্রন্থ কী?
    উত্তরঃ ঝিলিমিলি (১৩৩৭)। এই গ্রন্থে মোট তিনটি নাটক আছে।
    প্রশ্নঃ নজরুলের প্রথম বাজেয়াপ্ত গ্রন্থের নাম কী?
    উত্তরঃ বিষের বাঁশী (প্রকাশ: আগষ্ট ১৯২৪/ বাজেয়াপ্ত: ২৪ অক্টোবর ১৯২৪)।

    ১৫। ভোর হল দোর খোল
    খুকু মণি উঠো রে —- পঙক্তিটি কার লেখা ?
    – কাজী নজরুল ইসলাম ।
    ১৬। বাংলা সাহিত্যের ‍মুক্তক ছন্দের প্রবর্তক কে?
    – কাজী নজরুল ইসলাম।
    ১৭। কাজী নজরুলে বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
    – ময়মনসিংহের ত্রিশালে
    ১৮। নজরুল মঞ্চ কোথায় অবস্থিত ?
    – বাংলা একাডেমিতে
    ১৯। বিশ্বকে দেখবো আমি আপন হাতের মুঠায় করে
    পঙক্তিটি কার লেখা ?
    ২০। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুতে শোকার্ত কাজী নজরুল ইসলাম কোন কবিতাটি লিখেছিলেন?
    – রবি-হারা
    ২১। কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ কয়টি?
    – ২৩টি
    ২২। কাজী নজরুল ইসলাম রচিত সর্বশেষ কাব্যগ্রন্থ কোনটি?
    -নির্ঝর
    ২৩।ঝিঙেফুল ও সাতভাই চম্পা কি?
    – কাজী নজরুলের ছোটদের কাব্যগ্রন্থ
    ২৪। কাজী নজরুল ইসলাম সম্পাদিত তিনটি পত্রিকার নাম কী?
    উত্তরঃ ধূমকেতু (১৯২২), লাঙ্গল (১৯২৫), দৈনিক নবযুগ (১৯৪১)

    ২৫। বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে , মিথ্যাকে , মৃত্যুকে আকড়াইয়া পড়িয়া থাকে ‘’’– কার কথা?
    – –কাজী নজরুল ইসলামের।
    ২৫।–কাজী নজরুল ইসলামের ৩টি অনুবাদ গ্রন্থ
    — কাব্যে আমপারা , রুবাইয়াত্ -ই- হাফিজ, রুবাইয়াত্ -ই- ওমর খৈয়াম।
    ২৬। ব্যথারদান , রিক্তের বেদন ও শিউলিমালা এগুলো কি?
    – গল্পগ্রন্থ
    ২৭। বিয়ের পর নজরুলের স্ত্রী আশালতা সেন গুপ্তের নাম রাখা হয়
    – প্রমীলা
    ২৮। চল্ চল্ চল্ সঙ্গীতকে কবে বাংলাদেশ পদাতিক বাহিনীর ‘রণসঙ্গীত’ হিসেবে গ্রহণ করা হয় ?
    – ১৯৯৬সালে।
    ২৯। নজরুল প্রতিভা কার লেখা ?
    – কাজী আবদুল ওয়াদুদ।
    ৩০। কাজী নজরুল ইসলাম কবে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে সাক্ষাত্ করেন ?
    – ১৯২১সালের অক্টোম্বর মাসে
    ৩১। নজরুলের গজলগুলোকে বলা হয়
    – নজরুলিয়া । (তিনিই প্রথম বাংলা গজল লেখেন। )
    ৩২। প্রথম বাঙালি মুসলমান চলচ্চিত্রকার কে?
    – কাজী নজরুল েইসলাম্
    ৩৩। কাজী নজরুল ইসলাম কোথায় সমাহিত করা হয় ?
    – ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে।
    ৩৪। নজরুল স্মৃতিবিজড়িত কয়েকটি দর্শনীয় স্থান
    — ত্রিশাল , ময়মনসিংহ, দৌলতপুর , কুমিল্লা , কার্পাসডাঙা, চুয়াডাঙ্গা ।
    ৩৫। কাজী নজরুলকে নিয়ে কোন দেশে চলচ্চিত্র নির্মাণ করেছে ?
    – কানাডা
    ৩৬।জীবন বন্দনা কবিতাটি কোন ছন্দে রচিত?
    – ৬মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে।

    ৩৭। ’সঞ্চিতা’ কাব্যগ্রন্থ নজরুল কাকে উত্সর্গ করেন ?
    – রবীন্দ্র নাথ ঠাকুরকে
    ৩৮। অগ্নিবীণা কাব্যগ্রন্থ নজরুল কাকে উত্সর্গ করেন ?
    – বারীন্দ্র কুমার ঘোষকে
    ৩৯।বাঁধন হারা ‘ উপন্যাস নজরুল কাকে উত্সর্গ করেন ?
    -নলিনীকান্ত সরকারকে
    ৪০। বসন্ত গীতিনাট্য নজরুল কাকে উত্সর্গ করেন ?
    -রবীন্দ্র নাথ ঠাকুরকে।

    প্রশ্নঃ কাজী নজরুলের পিতার নাম কী?
    উত্তরঃ কাজী ফকির আহমদ।
    প্রশ্নঃ নজরুলের প্রাতিষ্ঠানিক শিক্ষার বর্ণনা।

    উত্তরঃ দশ বছর বয়সে গ্রামের মক্তব থেকে নিম্ন প্রাইমারী পরীক্ষায় উত্তীর্ণ (১৯০৯) হন্ এরপর
    ১৯১৪ সালের ত্রিশালের দরিরামপুর স্কুলে, ১৯১৫ সালে পশ্চিমবঙ্গের রানীগঞ্জ শিয়ারশোল রাজস্কুলে অষ্টম শ্রেণীতে ভর্তি হন। এই স্কুল থেকে ১৯১৭ সালে দশম শ্রেণী প্রি-টেস্ট পরীক্ষার সময় লেখাপড়া অসমাপ্ত রেখে তিনি সেনাবাহিনীতে যোগ দেন।
    প্রশ্নঃ বার বছর বয়সে তিনি কোথায় যোগ দেন?
    উত্তরঃ লেটোর দলে এবং দলে ‘পালা গান’ রচনা করেন।
    প্রশ্নঃ নজরুল বাংলা সাহিত্যে কী নামে পরিচিত?
    উত্তরঃ বিদ্রোহী কবি।

    প্রশ্নঃ কাজী নজরুল বাংলাদেশের কোন সঙ্গীতের রচয়িতা?
    উত্তরঃ রণসঙ্গীত।
    প্রশ্নঃ রণসঙ্গীত হিসাবে মূল কবিতাটির কত চরণ গৃহীত?
    উত্তরঃ ২১ চরণ।
    প্রশ্নঃ রণসঙ্গীত কী শিরোনামে সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
    উত্তরঃ নতুনের গান শিরোনামে ঢাকার শিখা পত্রিকায় ১৯২৮ (১৩৩৫ বঙ্গাব্দে) বার্ষিক সংখ্যায় প্রকাশিত হয়।
    প্রশ্নঃ কাজী নজরুলের কোন গ্রন্থে এই সঙ্গীত অন্তর্ভুক্ত আছে?
    উত্তরঃ সন্ধ্যা কাব্য গ্রন্থে।
    প্রশ্নঃ ‘বিদ্রোহী’ কবিতা প্রথম কোথায় প্রকাশিত হয়?
    উত্তরঃ ‘সাপ্তাহিক বিজলী’র ২২ পৌষ (১৩২৮) সংখ্যায়।
    প্রশ্নঃ কাজী নজরুল কোন দৈনিক পত্রিকার যুগ্ম সম্পাদক ছিলেন?
    উত্তরঃ ‘সান্ধ্য দৈনিক নবযুগ’ (১৯২০)-এর।
    প্রশ্নঃ এই পত্রিকার সঙ্গে আর কোন দুজন রাজনৈতিক নেতা যুক্ত ছিলেন?
    উত্তরঃ কমরেড মুজাফফর আহমদ ও
    শেরে বাংলা ফজলুল হক।
    প্রশ্নঃ কাজী নজরুলের সম্পদনায় কোন
    অর্ধসাপ্তাহিক পত্রিকা বের হত?
    উত্তরঃ ‘ধূমকেতু’ (১৯২২)।
    প্রশ্নঃ ধূমকেতু পত্রিকায় রবীন্দ্রনাথের কোন বাণী ছাপা হয়?
    উত্তরঃ ‘আয় চলে আয়, রে ধূমকেতু/আঁধারে বাঁধ অগ্নিসেতু-’।

    প্রশ্নঃ কোন কবিতা প্রকাশিত হলে তিনি গ্রেফতার হন?
    উত্তরঃ ধূমকেতু’র পূজা সংখ্যায় (১৯২২) ‘আনন্দময়ীর আগমনে’।
    প্রশ্নঃ রবীন্দ্রনাথ তাঁর কোন গীতিনাট্য নজরুলকে উৎসর্গ করেন?
    উত্তরঃ বসন্ত।
    প্রশ্নঃ হুগলি জেলে কর্মকর্তাদের অন্যায় আচরণের বিরুদ্ধে নজরুল অনশন করলে রবীন্দ্রনাথ
    নজরুলকে কী লিখে টেলিগ্রাফ পাঠান?
    উত্তরঃ Give up hunger strike. Our literature claims you.
    প্রশ্নঃ কাজী নজরুল জেল থেকে মুক্তি পান কবে?
    উত্তরঃ ১৯২৩-এর ১৫ অক্টোবর।
    প্রশ্নঃ কাজী নজরুল ইসলাম কংগ্রেসের রাজনীতিতে যোগ দেন কখন?
    উত্তরঃ ১৯২৫-এ ফরিদপুর কংগ্রেসের প্রাদেশিক সম্মেলনে।
    প্রশ্নঃ নজরুল সম্পাদিত ‘লাঙ্গল’ পত্রিকার প্রকাশকাল কত?
    উত্তরঃ ১৯২৫ সাল।
    প্রশ্নঃ কাজী নজরুলকে জাতীয় সংবর্ধনা দেয়া হয় কোথায় এবং কখন?
    উত্তরঃ ১৯২৯-এর ১৫ ডিসেম্বর কলকাতার অ্যালবার্ট হলে।

    প্রশ্নঃ নজরুলের মোট কয়টি গ্রন্থ বাজেয়াপ্ত হয়,
    কী কী?
    উত্তরঃ ৫টি। বিশের বাঁশী, ভাঙার গান, প্রলয় শিখা, চন্দ্রবিন্দু, যুগবাণী।
    প্রশ্নঃ জেলে বসে লেখা জবানবন্দির নাম কী?
    উত্তরঃ রাজবন্দির জবানবন্দি। রচনার তারিখ:
    ৭/১/১৯২৩
    প্রশ্নঃ ‘দারিদ্র্য’ কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্গত?
    উত্তরঃ সিন্ধু হিন্দোল কাব্যের।
    প্রশ্নঃ কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের ‘অগ্নিবীনা’ কাব্য নিষিদ্ধ হয়?
    উত্তরঃ রক্তাম্বরধারিনী মা।
    প্রশ্নঃ ‘বিদ্রোহী’ কবিতাটি কবি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
    উত্তরঃ অগ্নি-বীণা।
    প্রশ্নঃ অগ্নি-বীণা কাকে উৎসর্গ করা হয়?
    উত্তরঃ বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষকে।
    প্রশ্নঃ অগ্নি-বীণার প্রথম কবিতা কোনটি?
    উত্তরঃ প্রলয়োল্লাস।
    প্রশ্নঃঅগ্নিবীণাতে কয়টি কবিতা আছে?
    – ১২টি
    প্রশ্নঃ।সঞ্চিতাতে কয়টি কবিতা আছে?
    – ৭৮টি কবিতা

    প্রশ্নঃ নজরুলের কোনটি পত্রোপন্যাসের পর্যায়ভুক্ত।
    উত্তরঃ বাঁধনহারা।

    প্রশ্নঃ কবির বিখ্যাত কাব্যগ্রন্থগুলো কী কী?
    উত্তরঃ ‘অগ্নি-বীণা’ (১৯২২), বিষের বাঁশি (১৯২৪),
    ভাঙার গান (১৯২৪), সাম্যবাদী (১৯২৫),
    সর্বহারা (১৯২৬), ফণি-মনসা (১৯২৭), জিঞ্জির
    (১৯২৮), সন্ধ্যা (১৯২৯), প্রলয় শিখা (১৯৩০)
    ইত্যাদি।
    প্রশ্নঃ জীবনী কাব্যগুলো কী কী?
    উত্তরঃ ‘চিত্তনামা’ (১৯২৫) ও মরু-ভাস্কর (১৯৫০)।
    প্রশ্নঃ চিত্তনামা ও মরু-ভাস্কর কার জীবনভিত্তিক কাব্য?
    উত্তরঃ চিত্তনামা : দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ: মরু-ভাস্কর: হয়রত মুহম্মদ।
    প্রশ্নঃ হযরত মুহাম্মদ (সঃ) এর জীবনী গ্রন্থ কোনটি?
    উত্তরঃ মরু ভাস্কর।
    প্রশ্নঃ কাজী নজরুল ইসলামের উপন্যাসগুলোর নাম উল্লেখ কর।
    উত্তরঃ ‘বাঁধনহারা’ (১৯২৭), মৃত্যুক্ষুধা (১৯৩০) ও কুহেলিকা (১৯৩১)।
    প্রশ্নঃ কাজী নজরুল ইসলামের বিখ্যাত গল্পগ্রন্থগুলোর নাম কর।
    উত্তরঃ ব্যথার দান (১৯২২), রিক্তের বেদন (১৯২৫), শিউলিমালা (১৯৩১)।
    প্রশ্নঃ সংগীত বিষয়ক গ্রন্থাবলীর উল্লেখ কর।
    উত্তরঃ চোখের চাতক, নজরুল গীতিকা, সুর সাকী, বনগীতি প্রভৃতি।

    প্রশ্নঃ বাল্যকাল তিনি কী নামে পরিচিত ছিলেন?
    উত্তরঃ দুখু মিয়া।
    প্রশ্নঃ কাজী নজরুল ইসলাম কী নামে খ্যাত?
    উত্তরঃ বিদ্রোহী কবি।
    প্রশ্নঃ বাংলা ভাষায় কে প্রথম ইসলামী গান ও গজল রচনা করেন?
    উত্তরঃ কাজী নজরুল ইসলাম।
    প্রশ্নঃ কাজী নজরুল ইসলাম ১৯১৭ সালে কত নং বাঙালি পল্টনে যোগ দেন।
    উত্তরঃ ৪৯ নং
    প্রশ্নঃ আদালতে প্রদত্ত কবি নজরুলের রচনার নাম কী?
    উত্তরঃ রাজবন্দীর জবানবন্দি
    প্রশ্নঃ ১৯৩৩ সালে প্রকাশিত ‘বিষের বাঁশী’
    কাব্যগ্রন্থ কার নামে উৎসর্গ করেন।
    উত্তরঃ মিসেস এম রহমান
    প্রশ্নঃ ‘চন্দ্রবিন্দু’ কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা?
    উত্তরঃ গল্প
    প্রশ্নঃ ‘ভাঙ্গার গান’ কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা?
    উত্তরঃ কাব্যগ্রন্থ।
    প্রশ্নঃ নারী কবিতাটি কে লিখেছেন ?
    –কাজী নজরুল ইসলাম ।
    প্রশ্নঃ আবুল মনসুর আহমদ এর কোন গ্রন্থে কাজী নজরুল ইসলাম ভূমিকা রচনা করেছেন?
    উত্তরঃ আয়না

    প্রশ্নঃ কাজী নজরুল ইসলামের তিনটি নাটকের নাম করুন।
    উত্তরঃ ঝিলমিলি, আলেয়া, পুতুলের বিয়ে ।
    প্রশ্নঃ কাজী নজরুল ইসলামের ‘অগ্নি-বীণা’ কাব্যের প্রথম কবিতাটি কোনটি?
    উত্তরঃ প্রলয়োল্লাস।
    প্রশ্নঃ ১৯৩০ সালে কোন কবিতার জন্য নজরুল ইসলাম ৬ মাসের জন্য কারাবরণ করেন?
    উত্তরঃ প্রলয় শিখা
    প্রশ্নঃ কাজী নজরুল ইসলামের প্রেমমূলক রচনা কোনটি?
    উত্তরঃ শিউলীমালা
    প্রশ্নঃ ‘সাম্যবাদী’ কাজী নজরুলের কোন জাতীয় রচনা? কত সালে কোথায় প্রথম প্রকাশিত হয়?
    উত্তরঃ কবিতা, ১৩৩২ বঙ্গাব্দে ১লা পৌষ ‘লাঙ্গল’
    পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।
    প্রশ্নঃ ‘আমি সৈনিক’ রচনাটি কবি নজরুল ইসলামের কোন গ্রন্থের অন্তর্ভূক্ত।
    উত্তরঃ দুর্দিনের যাত্রী।

    প্রশ্নঃ কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম কী এবং কত সালে প্রকাশিত হয়?
    উত্তরঃ অগ্নিবীণা, ১৯২২ সালে প্রকাশিত হয়।
    প্রশ্নঃ কাজী নজরুল ইসলামের দুটি অনুবাদ গ্রন্থের নাম করুন।
    উত্তরঃ রুবাইয়াৎ-ই-হাফিজ (১৯৩০) ও রুবাইয়াৎ-ই- ওমর খৈয়াম (১৯৬০)।
    প্রশ্নঃ এ পর্যন্ত কাজী নজরুল ইসলামের প্রকাশিত গ্রন্থের সংখ্যা কত?
    উত্তরঃ ৫১টি
    প্রশ্নঃ কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে কোন গ্রন্থটি উৎসর্গ করেন?
    উত্তরঃ সঞ্চিতা।
    প্রশ্নঃ কাজী নজরুলের ‘সাম্যবাদী’ কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
    উত্তরঃ লাঙ্গল।
    প্রশ্নঃ নজরুল সাহিত্যের লক্ষণীয় বৈশিষ্ট্য কী?
    উত্তরঃ সংস্কার ও বন্ধন মুক্তি
    প্রশ্নঃ কত সালে কাজী নজরুল ইসলাম আশালতা সেন গুপ্তার সাথে বিবাহ বন্ধনে আবন্ধ
    হন?
    উত্তরঃ ১৯২৪ সালে
    প্রশ্নঃ ১৯২২ সালে ধূমকেতুর শারদীয় সংখ্যায় কী কী প্রকাশের জন্য কাজী নজরুল ইসলামকে এক
    বৎসর কারাবণ করতে হয়?
    উত্তরঃ আনন্দময়ীর
    আগমনে কবিতা এবং ‘বিদ্রোহীর কৈফিয়াৎ’ প্রকাশের জন্য।

    প্রশ্নঃ নজরুল ইসলামের কবিতা সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়।
    উত্তরঃ বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকায়।
    প্রশ্নঃ বাংলা একাডেমী প্রাঙ্গণে দুটি বৃক্ষ আছে। তার একটি রবীন্দ্রনাথের নামে অপরটি কার নামে?
    উত্তরঃ কাজী নজরুল ইসলামের নামে।

    প্রশ্নঃ ‘যাকে হাত দিয়ে মালা দিতে পার নি’- এই
    বিখ্যাত গানের চরণটি নজরুল কাকে উদ্দেশ্য
    করে রচনা করেছেন?
    উত্তরঃ নার্গিসকে।
    প্রশ্নঃ নার্গিসের বাড়ি কোথায়?
    উত্তরঃ কুমিল্লা জেলার দৌলতপুরে।
    প্রশ্নঃ নজরুল ইসলামের রচনা দুটো ঐতিহ্য একই মিলন মোহনায় এসে মিসেছে। ঐতিহ্য দুটো কী?
    উত্তরঃ মুসলিম ঐতিহ্য এবং হিন্দু ঐতিহ্য।
    প্রশ্নঃ মুসলিম ও হিন্দু এতিহ্যকে একীভূত করার উদ্দেশ্যে তিনি তাঁর ছেলের নাম কী রাখেন?
    উত্তরঃ কৃষ্ণ-মোহাম্মদ
    প্রশ্নঃ নজরুল মায়ের মত সম্মান করতো কোন মহিলাকে?
    উত্তরঃ বিরজা সুন্দরী নামে কুমিল্লার এক হিন্দু মহিলাকে।

  • বিভিন্ন চাকুরীর পরীক্ষায় আসা কারক/বিভক্তি

    বিভিন্ন চাকুরীর পরীক্ষায় আসা কারক/বিভক্তি

    কারক অর্থ = যা ক্রিয়া সম্পাদন করে।
    সংজ্ঞা = বাক্যে ক্রিয়া পদের সাথে নাম পদের সম্পর্ক কে কারক বলে।
    কারক – ৬ প্রকার।
    • কর্তৃকারক
    • কর্ম কারক
    • করণ কারক
    • সম্প্রদান কারক
    • অধিকরণ কারক
    • অপাদান কারক

    কারক চেনার সহজ উপায়ঃ
    কে/কি/কারায় কর্তৃকারক
    কি/কাকেতে কর্ম
    স্বত্ব ছেড়ে দান করাটাই সম্প্রদানের ধর্ম।
    কি দিয়ে/কিসে/কিসের সাহায্যে কর যদি জিজ্ঞাসা
    উত্তরে করণই হবে একমাত্র ভরসা। (উপকরণ)
    কোথায়/কিসের মধ্যে/কোথাকার যদি কেও জানতে চায়
    উত্তরে সেজন কেবল
    অধিকরণই পায়।
    কোথা থেকে/কি হতে/কিসের হতে কিংবা
    ভয় শঙ্কা ডর ভীতিতে
    কারক মিলবে কেবলরে ভাই অপাদানের নীতিতে।

    বিভক্তি- শব্দকে বাক্যে ব্যবহার উপযোগী পদে রূপান্তর করার জন্য শব্দের সাথে যা যোগ করা হয়।
    যেমনঃ মাকে, এখানে ‘কে’ হল বিভক্তি।

    বিভক্তি – ৭ টি।
    প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী।

    কারক অব্যয় কোনগুলো? –
    দ্বারা/দিয়া/কর্তৃক/হইতে/থেকে এই পাঁচটি।

    খাঁটি বাংলা শব্দ বিভক্তি – শূন্য বা অ, এ (য়), তে (এ), কে (এ), রে, র (এরা)।
    বাংলা কারকে বিভক্তি চিহ্নগুলো মনে রাখার উপায়ঃ
    অ রা এরা গুলি সমূহে হয় প্রথমা বা শূন্য
    কে রে য়ে আর দের দিগকে দিয়ে
    দ্বিতীয়া চতুর্থী হয় পূর্ণ।
    তৃতীয়া হয় দ্বারা, কর্তৃক, দিয়া আর দিগের/দের দ্বারা মিলে
    ষষ্ঠী হবে কেবল র, এর, দিগের, দের যোগ দিলে
    পঞ্চমীতে হইতে, থেকে, চেয়ে দের থেকে দিগ হতে
    সপ্তমী হবে যখন থাকবে এ, য়, তে আর দিগেতে দিগে।
    শূন্য বা প্রথমা ০/অ রা/এরা/গুলি/সমুহ
    দ্বিতীয়া কে/রে/য়ে দের/দিগকে
    তৃতীয়া দ্বারা/দিয়া/কর্তৃক দিগের দ্বারা/দের দ্বারা
    চতুর্থী ২য়ার মত ২য়ার মত
    পঞ্চমী হইতে/থেকে/চেয়ে দিগ হতে/দের
    ষষ্ঠী র/এর থেকেদিগের/দের
    সপ্তমী এ, য়, তে দিগে/দিগেতে।

    কর্তৃকারক (Subject) = বাক্যে কর্তাপদের নাম।
    ক্রিয়া সম্পাদনের বৈচিত্র অনুযায়ী কর্তৃকারক – চার প্রকার। মুখ্য, প্রযোজক, প্রযোজ্য,ব্যতিহার।
    বাচ্য ও প্রকাশ ভঙ্গি অনুসারে কর্তৃকারক – ৩ প্রকার।

    কর্মবাচ্যের কর্তা, ভাববাচ্যের কর্তা, কর্মকর্তৃবাচ্যের কর্তা।
    কর্মকারক (Object) = ক্রিয়া পদের সাথে কর্ম পদের সম্পর্ক।
    কর্মকারক – ৪প্রকার।
    কর্মকারকে বিভক্তি যুক্ত হয় না- মূখ্য কর্মে।
    কর্মকারকে বিভক্তি যুক্ত হয় – গৌণ কর্মে।
    করণ শব্দের অর্থ- সহায়ক/উপায়।
    করণ কারক – কর্তা যার সাহায্যে ক্রিয়া সম্পাদন করে।
    সম্প্রদান কারক – যাকে স্বত্ব ছেড়ে কিছু দান করা হয়।
    অধিকরণ কারক – বাক্যে ক্রিয়া পদের সঙ্গে ক্রিয়া সম্পাদনের স্থান, সময় বা বিষয়ের সম্পর্ক হল অধিকরণ কারক।
    সম্বন্ধপদ – যে নাম পদের সাথে ক্রিয়া পদের সম্পর্ক নেই।

  • ১০-৪০তম বিসিএস-এ আসা ২৪-টি বাংলা বানান

    ১০-৪০তম বিসিএস-এ আসা ২৪-টি বাংলা বানান

    [১০ম, ২১তম] শুদ্ধ বানান কোনটি – মুমূর্ষু।
    [১১তম] কোনটি শুদ্ধ – সৌজন্য।
    [১২তম] কোন বানানটি শুদ্ধ – পাষাণ।
    [১৩তম] বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন বানান দুটি শুদ্ধ – হাতি/ হাতী।
    [১৫তম] কোন বানানটি শুদ্ধ – বিভীষিকা। [১৪তম] ০৬। শুদ্ধ বানান নির্দেশ কর – মুহুর্মুহু।

    [১৮তম] কোন বানানটি শুদ্ধ – সমীচীন।
    [২০তম] কোন বানানটি শুদ্ধ – শুশ্রুষা।
    [২০তম, ২৪তম] নিত্য মূর্ধন্য-ষ কোন বানানে বর্তমান – আষাঢ়।
    [২১তম] কোন বানানটি শুদ্ধ – শুচিস্মিতা (৪টি অপশন ভুল ছিল)।
    [২৩তম] শুদ্ধ বানানের শুদ্ধগুচ্ছ সনাক্ত করুন – স্বায়ত্তশাসন, অভ্যন্তর, জন্মবার্ষিক।

    [২৫তম] কোনটি শুদ্ধ বানান – দ্বন্দ্ব।
    [৩১তম, ৩৩তম] কোন বানানটি শুদ্ধ – নিশীথিনী।
    [৩১তম] কোন বানানটি শুদ্ধ – আকাঙ্ক্ষা।
    [৩৩তম] কোন বানানটি শুদ্ধ নয় – উর্ধ্ব (শুদ্ধ – ঊর্ধ্ব)।
    [৩৩তম] কোন বানানটি শুদ্ধ – পিপীলিকা।
    [৩৫তম] কোনটি শুদ্ধ বানান – শ্বশুর।
    [৩৫তম] কোন বানানটি শুদ্ধ – প্রতিযোগিতা।
    [৩৫তম] নিচের কোন বানানটি শুদ্ধ – মনীষী।

    [৩৬তম] নিচের কোন শব্দে ণ-ত্ব বিধি অনুসারে ‘ণ’ -এর ব্যবহার হয়েছে – প্রবণ।
    [৩৭তম] নিচের কোন বানানগুচ্ছের সবগুলোই বানান অশুদ্ধ – নিক্কন, সূচগ্ৰ, অনুর্ধ্ব (শুদ্ধ- নিক্বন, সূচ্যগ্ৰ, অনুর্ধ)।
    [৩৮তম] কোনটি শুদ্ধ বানান – শুদ্ধ উত্তর নেই (স্বায়ত্তশাসন)।
    [৩৮তম] কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে – ত্রিভুজ।
    [৪০তম] কোনটি শুদ্ধ বানান – প্রোজ্জ্বল।

  • উপসর্গ মনে রাখার টেকনিক

    উপসর্গ মনে রাখার টেকনিক

    বাংলা উপসর্গ মোট ২১টি যথা:
    অ অঘা অজ অনা
    আ আন আব আড়
    ইতি ঊনা কদ্ কু নি
    স সা সু হা
    বি ভর রাম পাতি

    ৎসম (সংস্কৃত) উপসর্গ মোট ২০টি। যথা:
    প্র পরা অপ সম্ নি
    অভি অতি উপ পরি
    অধি প্রতি অপি
    আ সু বি নির
    দুর অব উৎ অনু

    কিছু উপসর্গ আছে যা বাংলা ৎসম উভয় শব্দে পাওয়া যায়। যথা:
    আ সু বি নি
    এগুলো বাংলা শব্দের সাথে পাওয়া গেলে বাংলা উপসর্গ আর তৎসম শব্দের সাথে পাওয়া গেলে তৎসম উপসর্গ।

    ফারসি উপসর্গ
    বর্ কম্ ফি দর্ বে না
    নিম্ কার্ বদ্(না) ব্ (য়ে নিয়ে যায়)

    আরবি উপসর্গ
    গর্ লা খাস আম
    ইংরেজী উপসর্গ
    ফুল হেড হাফ সাব

  • ইংরেজী ও বাংলা সাহিত্যের চমৎকার মিলবন্ধন

    ইংরেজী ও বাংলা সাহিত্যের চমৎকার মিলবন্ধন

    ১)বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন চর্যাপদ,
    ইংরেজী সািহিত্যের আদি নিদর্শন বিউলফ(Beowulf)

    ২)চর্যাপদ তথা বাংলা সাহিত্যের আদি কবি লুইপা,
    ইংরেজীতে Caedmon(ক্যাডমন)

    ৩)বাংলা সাহিত্যের ১ম মহিলা কবি চন্দ্রাবতী
    আর ইংরেজী সাহিত্যে Aphra benn

    ৪) বাংলা গদ্যের আদি নিদর্শন কোচবিহারের রাজার চিঠি,
    ইংরেজী গদ্যের আদি নিদর্শন Anglo saxon chronicle.

    ৫)বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর,
    ইংরেজী গদ্যের জনক John wycliffe.

    ৬) বাংলা সাহিত্যে তুর্কি শাসকদের কারনে অন্ধকার যুগ ১২০১–১৩৫০,
    ইংরেজীতে ফরাসি নরম্যান শাসকদের কারনে ১৪০০–১৫০০।

    ৭) বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক ১ম গ্রন্থ লিখেছে দীনেশ চন্দ্রসেন,
    ইংরেজীতে Saint vernable Bede.

    ৮)বাংলা মূদ্রাক্ষরোর জনক চার্লস উইলকিন্স
    ইংরেজীর william caxton.

    ৯) ১ম রোমান্টিক উপন্যাস কপালকুন্ডলা
    ইংরেজীতে Morte D’ Arthur.

    ১০)বাংলা প্রথম ট্র্যাজিডি কীর্তিবিলাস,
    ইংরেজী Gorbuduc.

    ১১)প্রথম সার্থক ট্র্যাজিডি কৃষ্ণকুমারী,
    ইংরেজী Dr.Faustaus.

    ১২)বাংলা সাহিত্যে ছিল ইয়ং বেঙ্গল গোষ্ঠী,
    ইংরেজীতে university wits.

    ১৩)কবিদের কবি নির্মলেন্দু গুন,
    ইংরেজী সাহিত্যে Edmund spencer.

    ১৪)প্রথম সার্থক কমেডি মাইকেল মধূসূদন দত্তের পদ্মাবতী,
    ইংরেজীতে Nicholus udal এর Rulf roister Doister.

    ১৫)ইংরেজী সনেটের প্রবর্তক স্যার থমাস ওয়াট,
    বাংলা সনেটের মাইকেল মধূসূদন দত্ত।

    ১৬)১ম বাংলা উপন্যাস আলালের ঘরের দুলাল,
    ইংরেজী samuel richardson এর Pamela.

    ১৭) বাংলায় অমিত্রাক্ষর(Blank verse) এর জনক মধূসূদন,
    ইংরেজীতে ক্রিস্টোফার মার্লো।

    ১৮) ১ম ইংরেজ মহাকবি মিল্টন,
    বাংলা সাহিত্যের মহাকবি বলা হয় আলাওলকে।

    ১৯)অমিত্রাক্ষর ছন্দের প্রথম মহাকাব্য মেঘনাথবধ কাব্য,
    ইংরেজীতে মিল্টনের প্যারাডাইজ লস্ট।

    ২০)বাংলা প্রথম শোকগাথা ঈশ্বরচন্দ্রের প্রভাবতী সম্ভাষণ,
    ইংরেজী সাহিত্যে জন মিল্টনে লাইচিডাস(Lycidas)

    ২১) বাংলা সার্থক উপন্যাসের জনক বঙ্কিম চন্দ্র,
    ইংরেজী সার্থক উপন্যাসের জনক হেনরি ফিল্ডিং (Henry Fielding)

    ২২)ঐতিহাসিক উপন্যাসের জন্য বিখ্যাত স্যার ওয়াল্টার স্কট,
    বাংলার ওয়াল্টার স্কট বঙ্কিম চন্দ্র।

    ২৩)বাংলা সাহিত্যের করুন চরিত্র হৈমন্তী,
    একই রকম ইংরেজী চরিত্র Clarissa.

    ২৪)মনোসমীক্ষামূলক উপন্যাস সৈয়দ ওয়ালীউল্লাহর চাদের আমাবস্যা,
    ইংরেজী তে ডেনিয়েল ডিফোর Robinson crusoe(বিতর্ক আছে ভ্রমন কাহিনী)

    ২৫)বাংলার শেলী হিসেবে পরিচিত জীবনানন্দ দাশ কে বলা হয় প্রকৃতির কবি,
    ইংরেজীতে (poet of nature) প্রকৃতির কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ (wilian wordsworth)

    ২৬) বাংলাদেশের বিদ্রোহী কবি ও সৈনিক কাজী নজরুল ইসলাম,
    ইংরেজীতে soldier & poet হলেন লর্ড বায়রন(Lord Byron)

    ২৭) বাংলা সাহিত্যে শ্রষ্ঠ Dramatic Monologue (স্বগতোক্তি) জসীম উদ্দীনের কবর কবিতা,
    ইংরেজীতেRobert browning এর Andre del sarto.

    ২৮)বাংলা সাহিত্যে দূ:খবাদী কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত,
    ইংরেজী সাহিত্যে ম্যাথু আর্নল্ড(Mathewo Arnold)

    ২৯)বাংলা সাহিত্যে কবি ও চিত্রকর রবীন্দ্রনাথ ঠাকুর,
    ইংরেজীতে wilam Blake

    ৩০)রবীন্দ্রনাথের কিশোর চরিত্র ফটিকের করুন গল্প ছুটি,
    ইংরেজীতে চার্লস ডিকেন্সের Oliver twist.

    ৩১) বাংলা ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর,
    ইংরেজী Short srtory র জনক Edgar allan poe.

    ৩২)বাংলা সাহিত্যের পল্লী কবি জসীমউদ্দীন,
    ইংরেজী সাহিত্যের Pearl S Buck।

  • ১০ম থেকে ৩৭তম বিসিএস লিখিত বাংলা পরীক্ষার প্রশ্ন উত্তর

    ১০ম থেকে ৩৭তম বিসিএস লিখিত বাংলা পরীক্ষার প্রশ্ন উত্তর

    ১। বড়ু চণ্ডীদাসের কাব্যের নাম কী? [১০, ১৫, ২০, ২২, ৩৩ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন।
    ২। কাহ্নপা কে ছিলেন? [১০, ১২ বিসিএস লিখিত]
    উত্তরঃ কাহ্নপা চর্যাপদের একজন প্রধান কবি। তাঁর রচিত পদের সংখ্যা ১৩ টি।
    ৩। বাংলা ভাষার পূর্ববর্তী স্থরের নাম কী? [১০ বিসিএস লিখিত]
    উত্তরঃ অপভ্রংশ।
    ৪। দৌলত উজির বাহরাম খানের কাব্যের নাম কী? [১০, ১৫ বিসিএস লিখিত]
    উত্তরঃ লাইলী – মজনু।
    ৫। ’ইউসুফ – জোলেখা’ কাব্যের রচয়িতা কে? [১০, ১৫ বিসিএস লিখিত]
    উত্তরঃ শাহ মুহাম্মদ সগীর।

    ৬। আলাওলের শ্রেষ্ঠ কাব্যের নাম কী? [১০ বিসিএস লিখিত]
    উত্তরঃ পদ্মাবতী।
    ৭। লালন শাহ কী রচনা করেছেন? [১০ বিসিএস লিখিত]
    উত্তরঃ লালনগীতি (বাউলগান)।
    ৮। মধুসূদন দত্তের মহাকাব্যের নাম কী? [১০ বিসিএস লিখিত]
    উত্তরঃ মেঘনাদবধ কাব্য।
    ৯। রবীন্দ্রনাথের ‘বলাকা’ কাব্য প্রথম কোন সালে প্রকাশিত হয়? [১০ বিসিএস লিখিত]
    উত্তরঃ ১৯১৬ খ্রিষ্টাব্দে বাংলা ১৩২২ সালে।
    ১০। কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতা কোন কাব্যের অন্তর্গত? [১০ বিসিএস লিখিত]
    উত্তরঃ ’অগ্নিবীনা’ (১৯২২)।

    ১১। ’ধূসর পাণ্ডলিপি’ কার রচনা? [১০ বিসিএস লিখিত]
    উত্তরঃ জীবনানন্দ দাস।
    ১২। ‘লালসালু’র লেখক কে? [১০ বিসিএস লিখিত]
    উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ।
    ১৩। জহির রায়হানের জনপ্রিয় উপন্যাস কোনটি? [১০ বিসিএস লিখিত]
    উত্তরঃ আরেক ফাল্গুন।
    ১৪। প্রথম কোন মহিলা কবি রামায়ণ রচনা করেন? [১১ বিসিএস লিখিত]
    উত্তরঃ চন্দ্রাবতী।
    ১৫। ‘অন্নদামঙ্গল’ কার রচনা? [১১, ২০ বিসিএস লিখিত]
    উত্তরঃ ভারতচন্দ্র রায় গুণাকর।
    ১৫। ‘গোরক্ষ বিজয়’ এর আদি কবির নাম কী? [১১ বিসিএস লিখিত]
    উত্তরঃ শেখ ফয়জুল্লাহ।
    ১৬। ‘মধুমালতী’ কাব্যের অনুবাদক কে? [১১ বিসিএস লিখিত]
    উত্তরঃ মুহম্মদ কবীর।
    ১৭। ’মধুমালতী’ কাব্য কোন ভাষা থেকে অনূদিত হয়েছে? [১১ বিসিএস লিখিত]
    উত্তরঃ হিন্দি।
    ১৮। ঈশ্বরগুপ্ত সম্পাদিত পত্রিকার নাম কী? [১১, ১৩ বিসিএস লিখিত]
    উত্তরঃ’সংবাদ প্রভাকর’ (১৮৩১)।
    ১৯। ‘প্রফুল্ল’ নাটকটি কে রচনা করেছেন? [১১ বিসিএস লিখিত]
    উত্তরঃ গিরশিচন্দ্র ঘোষ।
    ২০। ’কল্লোল’ পত্রিকা কোন সালে প্রকাশিত হয়? [১১ বিসিএস লিখিত]
    উত্তরঃ ১৯২৩ সালে।

    ২১। ‘আরণ্যক’ উপন্যাসের রচয়িতার নাম কী? [১১ বিসিএস লিখিত]
    উত্তরঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
    ২২। আত্মজীবনীমূলক রচনা ‘উদাসীন পথিকের মনের কথা’র লেখক কে?[১১, ৩১ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ মীর মোশাররফ হোসেন।
    ২৩। আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? [১১ বিসিএস লিখিত]
    উত্তরঃ ‘রাত্রিশেষ’।
    ২৪। ‘নেমেসিস’ নাটকটির রচয়িতা কে? [১১ বিসিএস লিখিত]
    উত্তরঃ নূরুল মোমেন।
    ২৫। ‘নদীবক্ষে’ কার রচনা? [১১ বিসিএস লিখিত]
    উত্তরঃ কাজী আব্দুল ওয়াদুদ।
    ২৬। ‘সমকাল’ পত্রিকার প্রথম সম্পাদকের নাম কী? [১১, ২১ তম বিসিএস লিখিত]
    উত্তরঃসিকান্দার আবু জাফর।
    ২৭। ‘অমর একুশে’ এর কবির নাম কী? [১১ বিসিএস লিখিত]
    উত্তরঃ আলাউদ্দীন আল আজাদ।
    ২৮। ’ধনধ্যান্যে পুষ্পেভরা আমাদের এই বসুন্ধরা’ এই লাইনাটর রচয়িতা কে? [১৩ বিসিএস লিখিত]
    উত্তরঃ দ্বিজেন্দ্রলাল রায়।
    ২৯। জয়দেব রচিত সংস্কৃত কাব্যেগ্রন্থের নাম কী? [১৩ বিসিএস লিখিত]
    উত্তরঃ গীতগোবিন্দ।
    ৩০। আলাওলের ‘পদ্মাবতী’ কোন কবি অনুবাদ করেন? কোন কাব্যে থেকে? [১৩ বিসিএস লিখিত]
    উত্তরঃ মালিক মুহম্মদ জায়সীর। ’পদুমাবৎ’ কাব্য থেকে।

    ৩১। ভারতচন্দ্র কোন রাজসভার কবি ছিলেন? [১৩ বিসিএস লিখিত]
    উত্তরঃ মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের রাজসভার কবি।
    ৩২। ফকির গরীবুল্লাহ রচিত দু’টি গ্রন্থের নাম কী কী? [১৩ বিসিএস লিখিত]
    উত্তরঃ ‘আমির হামজা’(১ম অংশ) ও জঙ্গনামা।
    ৩৩। মুসলমান সম্পাদকের সম্পাদনায় প্রথম কোন পত্রিকা সম্পাদিত হয়? [১৩ বিসিএস লিখিত]
    উত্তরঃ ‘সমাচার সভারাজেন্দ্র (১৮৩১), সম্পাদক- শেখ আলীমুল্লাহ।
    ৩৪। ’সধবার একাদশী’ প্রহসনটি কার লেখা? [১৩ বিসিএস লিখিত]
    উত্তরঃ দীনবন্ধু মিত্র।
    ৩৫। শেক্সপীয়রের কোন নাটকটি বিদ্যাসাগর অনুবাদ করেন? [১৩, ২৫ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ ’কমেডি অব এররস’। অনূদিত নাম : ‘ভ্রান্তি বিলাস’।
    ৩৬। ’নৌফেল ও হাতেম’ কাব্যনাট্যটির রচয়িতার নাম কী? [১৩ বিসিএস লিখিত]
    উত্তরঃফররুখ আহমদ।
    ৩৭। ‘চাঁদের আমাবস্যা’ উপন্যাসটির রচয়িতা কে? [১৩ বিসিএস লিখিত]
    উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ।
    ৩৮। বাংলাদেশের দু’জন অকালপ্রয়ত বিশিষ্ট কবির নাম কী কী? [১৩ বিসিএস লিখিত]
    উত্তরঃ রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ ও হুমায়ুন কবির।
    ৩৯। ‘সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই’ এটি কোন কবির বাণী? [১৫ বিসিএস লিখিত]
    উত্তরঃ দ্বিজ চণ্ডীদাসের।
    ৪০। কৃত্তিবাস কোন কাব্যের জন্য বিখ্যাত? [১৫ বিসিএস লিখিত]
    উত্তরঃ রামায়ণের অনুবাদের জন্য বিখ্যাত।

    ৪১। বিজয়গুপ্ত কোন কাব্যের রচয়িতা? [১৫ বিসিএস লিখিত]
    উত্তরঃ মনসামঙ্গল কাব্য (১৪৯৪)।
    ৪২। বিজয়গুপ্ত কোথায় জন্মগ্রহন করেন? [১৫ বিসিএস লিখিত]
    উত্তরঃ বরিশালের গৈলা নামক গ্রামে।
    ৪৩। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণবিদ কে? [১৫ বিসিএস লিখিত]
    উত্তরঃ মানোএল দা আস্সুম্পসাওঁ। পর্তুগালের এক পাদ্রি।
    ৪৪। বাংলা গদ্যের জনক কে? [১৫ বিসিএস লিখিত]
    উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
    ৪৫। কারবালার কাহিনী নিয়ে কে গ্রন্থ রচনা করেন? [১৫ বিসিএস লিখিত]
    উত্তরঃ মীর মশাররফ হোসেন। ’বিষাদ সিন্ধু’।
    ৪৬। ‘কৃষ্ণকুমারী’ নাটকের রচয়িতা কে? [১৫ বিসিএস লিখিত]
    উত্তরঃ মাইকেল মধসূদন দত্ত। এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি।
    ৪৭। ‘কুহেলিকা’ উপন্যাসটির রচয়িতা কে? [১৫ বিসিএস লিখিত]
    উত্তরঃকাজী নজরুল ইসলাম।
    ৪৮। বাংলাদেশের সাহিত্যে (১৯৪৭- বর্তমান) প্রথম উল্লেখযোগ্য উপন্যাস কোনটি? [১৫ বিসিএস লিখিত]
    উত্তরঃ ‘লালসালু’। রচয়িতা সৈয়দ ওয়ালিউল্লাহ।
    ৪৯। ‘কবর’ নাটকটি কোন ঐতিহাসিক ঘটনা নিয়ে রচিত? নাট্যকার কে [১৫,২০,২৩,২৭ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ ভাষা আন্দোলন। নাট্যকার মুনীর চৌধুরী।
    ৫০। একুশের প্রথম সংকলন এবং ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ : দলিলপত্র’ কে রচনা করেন? [১৫ বিসিএস লিখিত]
    উত্তরঃ হাসান হাফিজুর রহমান।

    ৫১। বাংলা কাব্যের আদি নিদর্শন কী? [১৭, ২০, ২১, ২৪ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ ‘চর্যাপদ’।
    ৫২। ‘চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা কে? [১৭ বিসিএস লিখিত]
    উত্তরঃ মুকুন্দরাম চক্রবর্তী। (রচনাকাল ষোড়শ শতক)।
    ৫৩। মনসুর বয়াতি কে? তার রচিত কাব্যের নাম কী? [১৭ বিসিএস লিখিত]
    উত্তরঃ মৈমনসিংহ গীতিকার অন্যতম কবি। রচিত কাব্য ’দেওয়ানা মদিনা’।
    ৫৪। ‘যুগসন্ধির কবি কাকে বলে? [১৭, ৩১ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ ঈশ্বরচন্দ্র গুপ্তকে।
    ৫৫। মধ্যযুগের কোন কাব্য প্রথমে এক কবি শুরু করেন পরে অন্য এক কবি শেষ করেন? [১৭ বিসিএস লিখিত]
    উত্তরঃ’সতীময়না-লোচন্দ্রানী’। (দৌলত কাজী শুরু করেন আলাওল শেষ করেন)।
    ৫৬। ’তোহফা’ ক্ব্যটি কে রচনা করেন?[১৭ বিসিএস লিখিত]
    উত্তরঃ আলাওল। ফরাসি ভাসা থেকে অনূদিত।
    ৫৭। ‘প্রাচীন বঙ্গ সাহিত্যে মুসলমানদের অবদান’ গ্রন্থের রচয়িতা কে? [১৭ বিসিএস লিখিত]
    উত্তরঃ আবদুল করিম সাহিত্যবিশারদ।
    ৫৮। ’ভানুসিংহ’ কার ছদ্মনাম? [১৭ বিসিএস লিখিত]
    উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুরের।
    ৫৯। ফররুখ আহমদ রচিত সনেট গ্রন্থের নাম কী? [১৭ বিসিএস লিখিত]
    উত্তর ‘মহূর্তের কবিতা’ (১৯৬৩)।
    ৬০। প্রাচীন যুগে রচিত বাংলা সাহিত্যের নিদর্শন কোন কোন নামে পরিচিত? [১৭ বিসিএস লিখিত]
    উত্তরঃ ‘চর্যাচর্যবিনিশ্চয়’,’চর্যাগীত
    িকোষ’, ‘চর্যাগীতিকা’, ’চর্যাপদ’, হাজার বছরের পুরান বাঙ্গালা ভাষার বৌদ্ধ গান ও দোহা’ ইত্যাদি।

    ৬১। ‘ইউসুফ-জোলেখা’ ও ‘লাইলী-মজনু’ কাব্যের উপাখ্যানসমূহ কোন দেশের? [১৭ বিসিএস লিখিত]
    উত্তরঃ ’ইউসুফ-জোলেখা’ আরবের, ’লাইলী-মজন’ ইরান।
    ৬২। ’রামায়ণ’ ও ’মহাভারত’ কাব্যের মূল রচয়িতাদের নাম কী? [১৭ বিসিএস লিখিত]
    উত্তরঃ রামায়ণের রচয়িতা বাল্মীকি এবং মহাভারতের রচয়িতা কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস।
    ৬৩। ১৯৪৮ থেকে ১৯৫২ এর মধ্যে বাংলা ভাষা আন্দোলনের উপর কোন গ্রন্থ রচিত হয়? [১৭ বিসিএস লিখিত]
    উত্তরঃ ‘পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি’। গ্রন্থকারঃ বদরুদ্দীন ওমর।
    ৬৪। কবিগান বলতে কী বোঝায়? [১৮ বিসিএস লিখিত]
    উত্তরঃ কবিতা বা গানের বিতর্ক।
    ৬৫। কবি গোলাম মোস্তফার তিনটি গ্রন্থের নাম কী কী? [১৮ বিসিএস লিখিত]
    উত্তরঃ ‘বিশ্বনবী’, ’রক্তরাগ’ ও ‘মরুদুলাল’।
    ৬৬। ঈশ্বরচন্দ্রের বিধবা বিবাহ বিষয়ক গ্রন্থটির নাম কী? [১৮ বিসিএস লিখিত]
    উত্তরঃ ‘বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ্বিষয়ক প্রস্তাব’।
    ৬৭। ‘কাশবনের কন্যা’ উপন্যাসটির রচয়িতা কে? [১৮ বিসিএস লিখিত]
    উত্তরঃ শামসুদ্দীন আবুল কালাম।
    ৬৮। বাংলা কথ্যরীতিতে প্রথম গ্রন্থ রচনা করেন কে? [১৮ বিসিএস লিখিত]
    উত্তরঃ প্যারীচাঁদ মিত্র ওরফে টেকচাঁদ ঠাকুর। গ্রন্থের নাম : ‘আলালের ঘরের দুলাল’।
    ৬৯। ফোর্ট উইলিয়াম কলেজ কখন প্রতিষ্ঠিত হয়? [১৮ বিসিএস লিখিত]
    উত্তরঃ ১৮ মে ১৮০০ খ্রিষ্টাব্দে।
    ৭০। ’তাপস কাহিনী’ ও ‘মহর্ষি মনসুর’ প্রভৃতি গ্রন্থের রচয়িতার নাম কী? [১৮ বিসিএস লিখিত]
    উত্তরঃ মোজাম্মেল হক।

    ৭১। জীবনানন্দ দাসের তিনটি কাব্যগ্রন্থের নাম কী কী? [২০, ২২ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি ও বনলতা সেন।
    ৭২। ’হাজার বছর ধরে’ উপন্যাসটির রচয়িতার নাম কী? [২০ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ জহির রায়হান।
    ৭৩। মৈমনসিংহ গীতিকার দু’টি পালা কী কী? [২০ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ মহুয়া ও মলুয়া।
    ৭৪। রবীন্দ্রনাথের প্রথম ঐতিহাসিক উপন্যাস কোনটি? [২০ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ ‘বৌ-ঠাকুরাণীর হাট’।
    ৭৫। তিনজন বৈষ্ণব পদকর্তার নাম কী কী? [২১ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ বিদ্যাপতি, চণ্ডীদাস ও গোবিন্দদাস।
    ৭৬। রবীন্দ্রনাথের নোবেল পুরস্কারপ্রাপ্ত গ্রন্থের নাম কী? [২১ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ ‘Song Offerings’ কবিতা সংকলনরে জন্য।
    ৭৭। কাজী নজরুল ইসলামের তিনটি কাব্যের নাম কী কী? [২১ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ ‘অগ্নিবীনা’, ’চক্রবাক’ ও ‘সিন্দু হিন্দোল’।
    ৭৮। মুনীর চৌধুরীর ‘রক্তাক্ত প্রান্তর’ নাটকের বিষয়বস্তু কী? [২১ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ পানিপথের তৃতীয় যুদ্ধ।
    ৭৯। ইংরেজ আমলে কাজী নজরুলের নিষিদ্ধ গ্রন্থগুলোর নাম কী কী? [২২, ২৪ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ বিষের বাঁশি, প্রলয় শিখা, ভাঙ্গার গান, যুগবানী ও চন্দ্রবিন্দু।
    ৮০। দৌলত কাজী কোন কাব্যের জন্য বিখ্যাত? [২২ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ সতীময়না ও লোর চন্দ্রানী।

    ৮১। চরিত্রহীন উপন্যাস কার লেখা? [২২ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের।
    ৮২। শামসুর রহমানের প্রথম কাব্যের নাম কী? [২২ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে।
    ৮৩। ‘একুশে ফেব্রুয়ারি’ সংকলনের সম্পাদক কে? [২২, ২৩ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ হাসান হাফিজুর রহমান।
    ৮৪। ‘মোহাম্মদী’, ‘সওগাত’ ও ’বেগম’ পত্রিকার সম্পাদক কে কে? [২২ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ যথাক্রমে মাওলানা আকরাম খাঁ, মোহাম্মদ নাসিরউদ্দীন ও নূরজাহান বেগম।
    ৮৫। পবিত্র কুরআন শরীফের প্রথম বাংলা অনুবাদকের নাম কী? [২২ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ ভাই গিরিশচন্দ্র সেন।
    ৮৬। বাংলা কোন ভাষাগোষ্ঠীর অন্তর্গত? [২৩ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ ইন্দো- ইউরোপীয়।
    ৮৭। কাব্য পারা কে লিখেছেন? [২৩ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ কাজী নজরুল ইসলাম।
    ৮৮। রবীন্দ্রনাথের সর্বশেষ কাব্যের নাম কী? [২৩ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ শেষ লেখা।
    ৮৯। কাজী নজরুল ইসলামের ছোটগল্পের বইয়ের নাম কী? [২৩ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ শিউলিমালা।
    ৯০। জসীমউদ্দীনের ‘সোজান বাদিয়ার ঘাট’ কাব্যের প্রধান চরিত্র কী কী? [২৩ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ সোজান ও দুলি।

    ৯১। ‘চাঁদের আমাবস্যা’ কার লেখা? [২৩ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ।
    ৯২। ’সংশপ্তক’ কার লেখা? [২৩ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ শহীদুল্লাহ কায়সার।
    ৯৩। ’কাঞ্চন গ্রাম’ কার লেখা? [২৩ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ শামসুদ্দীন আবুল কালামের।
    ৯৪। ফোর্ট উইলিয়াম কলেজে কত সালে বাংলা বিভাগ খোলা হয়? [২৪ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ ১৮০১ সালে।
    ৯৫। ‘লালসালু,’ ‘ সূর্যদীঘল বাড়ী’ ও ’চিলে কাঠার সেপাই’ কে কে লিখেছেন? [২৪,২৭ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ যথাক্রমে সৈয়দ ওয়ালীউল্লাহ, আবু ইসহাক ও আখতারুজ্জামান ইলিয়াস।
    ৯৬। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন কেন বিখ্যাত? [২৪ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ নারী জাগরনের অগ্রদূত হিসেবে।
    ৯৭। রবীন্দ্রনাথের ‘শেষের কবিতা’ কী ধরনের গ্রন্থ? [২৪ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ রোমান্টিক কাব্যধর্মী উপন্যাস।
    ৯৮। জসীমউদ্দীনকে কেন ‘পল্লিকবি’ বলা হয়? [২৪ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ তাঁর কবিতায় পল্লি-প্রকৃতির রূপবৈচিত্র ফুটে উঠেছে তাই।
    ৯৯। ’কল্লোল’ কী? [২৪ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ বাংলা সাহিত্যর পুরোধা-ব্যাক্তি
    দের একটি সংগঠন। এই সংগঠনের মূখপাত্র ছিলো ’কল্লোল’ নামের একটি পত্রিকা। এর সম্পাদক ছিলেন দীনেশরঞ্জন দাস।
    ১০০। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? [২৫ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ ১৯২১ সালে।

    ১০১। ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের আবিষ্কারকের নাম কী? [২৫ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ শ্রী বসন্তরঞ্জন রায়। তাঁর উপাধি ছিল ‘বিদ্বদ্বল্লভ’।
    ১০২। মধ্যযুগের বাংলা সাহিত্যে প্রথম মুসলিম কবি কে? [২৫ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ শাহ মুহম্মদ সগীর।
    ১০৩। বৈষ্ণব পদাবলির দু’জন পদকর্তার নাম কী কী? [২৫ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ বিদ্যাপতি ও জ্ঞানদাস।
    ১০৪। ‘বেতাল পঞ্চবিংশতি’ কার লেখা? [২৫ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের।
    ১০৫। প্রমথ চৌধুরীর ছদ্মনাম কী? [২৫ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ বীরবল।
    ১০৬। মুনীর চৌধুরীর দু’টি নাটকের নাম কী কী? [২৫ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ রক্তাক্ত প্রান্তর ও দণ্ডকারণ্য।
    ১০৭। ‘অশ্রুমালা’ কাব্যের রচয়িতা কে? [২৫ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ কায়কোবাদ। তাঁর আসল নাম মুহম্মদ কাজেম আল কোরায়শী।
    ১০৮। চর্যাপদ কে কখন কোথা থেকে আবিষ্কার করেন? [২৭, ২৮, ৩৩, ৩৪ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ ১৯০৭ সালে ড. হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে আবিষ্কার করেন।
    ১০৯। বাংলা মঙ্গল কাব্যধারার দু‘জন বিখ্যাত কবির নাম কী কী? [২৭ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ মুকুন্দরাম চক্রবর্তী ও রায়গুণাকর।
    ১১০। ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে স্থাপিত হয়? [২৭, ২৮ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ ১৮০০ সালে।

    ১১১। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত কাব্যের নাম কী? [২৭ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ ‘বেতাল পঞ্চবিংশতি’ (১৮৪৭)।
    ১১২। ‘বিষাদসিন্ধু’ কার লেখা? [২৭ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ মীর মশাররফ হোসেন। এটি প্রকাশিত হয় ১৮৬৯ সালে।
    ১১৩। রবীন্দ্রনাথ কত সালে কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান? [২৭ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ১৯১৩ সালে গীতাঞ্জলীর ইংরেজি অনূদিত গ্রন্থ ‘Song Offerings’ এর জন্য।
    ১১৪। ‘নীল দর্পণ’ নাটকটি কে লিখেছেন? [২৭ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ দীনবন্ধু মিত্র। তাঁর বিখ্যাত প্রহসন ‘বিয়ে পাগলা বুড়ো’।
    ১১৫। কাজী নজরুলের জন্ম সাল ও মৃত্যু সাল কত কত? [২৭ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ জন্ম : ২৫ মে, ১৮৯৯ ইং, ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বাং। মৃত্যু : ২৯ আগস্ট ১৯৭৬ ইং, ১২ ভাদ্র ১৩৮৩ বাং
    ১১৬। ‘অবরোধবসিনী’ কে লিখেছেন? [২৭ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ বেগম রোকেয়া সাখাওয়া হোসেন।
    ১১৭। কায়কোবাদের আসল নাম কী? তাঁর বিখ্যাত মহাকাব্যের নাম কী? [২৭ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ আসল নাম কাজেম আল কোরায়শী। তাঁর বিখ্যাত মহাকাব্য হল ‘মহাশ্মশান’।
    ১১৮। বাংলাদেশের প্রধান দু’জন কবি কে কে? [২৭ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ কবি শামসুর রহমান ও বেগম সুফিয়া কামাল।
    ১১৯। ’মনসা মঙ্গল’ কাব্যের উদ্ভবের প্রেক্ষপট কী? [২৮ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ দেবী মনসার গুণকীর্কন করা।
    ১২০। চর্যাপদ কোন ধর্মের? [২৯ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ বৌদ্ধ সহজিয়া ধর্ম।

    ১২১। বীরবলী গদ্যের শ্রষ্ঠা কে? [২৯ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ প্রমথ চৌধুরী।
    ১২২। অ্যাবসার্ড নাটক কী [২৯ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ অদ্ভুত, অলীক বা বিদ্রুপাত্মক নাটক।
    ১২৩। চর্যাপদের পদকর্তা কতজন? [ ৩০ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ ২৪ জন। কাহ্নপা সবচেয়ে বেশি ১৩ টি পদ রচনা করেছেন।
    ১২৪। বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বলে কোন সময়কে? [ ৩০ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ ১২০০ সাল থেকে ১৩৫০ সাল পর্যন্ত সময়কে।
    ১২৫। সবুজপত্র পত্রিকার সম্পাদক কে? প্রকাশকাল কত সাল? [ ৩০ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ প্রমথ চৌধুর। প্রকাশকাল ১৯১৪ সাল।
    ১২৬। ‘ধূসর পাণ্ডুলিপ ‘ কাব্য কে রচনা করেছেন? [ ৩০ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ জীবনানন্দ দাস।
    ১২৭। মনসামঙ্গল কাব্যের প্রধান কবি কে? [ ৩১ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ বিজয় গুপ্ত।
    ১২৮। ’সান্ধ্য ভাষা’ কাকে বলে? [ ৩২ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ চর্যাপদের ভাষাকে ‘সান্ধ্য ভাষা’ বলে।
    ১২৯। ’পাখির কাছে ফুলের কাছে’ কার রচনা? [ ৩২ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ কবি আল মাহমুদ।
    ১৩০। গ্রিক ট্রাজেডি ‘ইডিপাস’’ বাংলায় অনুবাদ করেন কে? [ ৩২ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ সৈয়দ আলী আহসান।

    ১৩১। বাংলা গদ্যের জনক কে? [ ৩৩ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
    ১৩২। ’অবসরের গান’ কবিতাটি কে রচনা করেছেন? [৩৩ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ জীবনানন্দ দাস।
    ১৩৩। বাংলা লিপির উৎস কী? [৩৪ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ ব্রাহ্মী লিপি।
    ১৩৪। ’মোসলেম ভারত’ পত্রিকার সম্পাদক কে? [৩৪ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ মোজাম্মেল হক (১৯২০)।
    ১৩৫। ‘চণ্ডীদাস সমস্যা’ কী? [৩৪ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ চণ্ডীদাসের আবির্ভাবের স্থান ও কাল নিয়ে মতভেদ।
    ১৩৬। বাংলা সাহিত্যে ‘ভোরের পাখি’ কে? [৩৪ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ বিহারীলাল চক্রবর্তী।
    ১৩৭। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আসল নাম কী? [৩৪ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
    ১৩৮। ঈশ্বরচন্দ্র কোন প্রতিষ্ঠান থেকে ‘বিদ্যাসাগর’ উপাধি পান? [৩৪ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ সংস্কৃত কলেজ থেকে।
    ১৩৯। বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাসের নাম কী? [৩৪ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ ’আনন্দ মঠ’, ’দেবীচৌধুরাণী’ ও সীতারাম।

    ১৪০। বাংলাদেশে প্রথম কোথায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়? [৩৪ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ ১৮৪৮ সালে রংপুরে প্রথম ছাপাখানা যন্ত্র প্রতিষ্ঠিত হয়?
    ১৪১। ’মজলুম আদিব’ কে? [৩৪ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ কবি শামসুর রহমান ‘মজলুম আদিব বা বিপন্ন লেখক ছদ্মনামে লিখতেন।
    ১৪২। ‘পৃথক পলঙ্ক’ গ্রন্থের লেখক কে? [৩৪ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ আবুল হাসান।
    ১৪৩। ‘বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস’ এর লেখক কে? [৩৪ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ আহমদ ছফা।
    ১৪৪। ব্রজবুলি কী? [৩৬ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ । মৈথিলী ও বাংলা ভাষার মিশ্রনে গঠিত কৃত্রিম কবিভাষাকে ব্রজবুলি বলে।
    ১৪৫। মুক্তিযুদ্ধ ভিক্তিক উপন্যাসের নাম কী? [৩৬ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ জাহান্নাম হইতে বিদায়—শওকত ওসমান, রাইফেল রোটি আওরাত—আনোয়ার পাশা, এ গোল্ডেন এজ—তাহমিমা অনাম, আগুনের পরশমণি—হুমায়ূন আহমেদ।
    ১৪৬। দ্বিরুক্ত শব্দ কাকে বলে? [৩৭ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ দ্বিরুক্ত অর্থ দুবার উক্ত হয়েছে এমন। বাংলা ভাষায় কোনো শব্দের পরপর দুইবার প্রয়োগকে দ্বিরুক্ত শব্দ বলে। যেমন: কন কন, ভন ভন, শন শন।
    ১৪৭। অব্যয় পদ কাকে বলে? [৩৭ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ যার ব্যয় বা পরিবর্তন হয় না, অর্থায় যা অপরিবর্তনীয় শব্দ তাই অব্যয়। যে পদ সর্বদা অপরিবর্তনীয় থেকে কখনো বাক্যের শোভা বর্ধন করে, কখনো একাধিক পদের, বাক্যাংশের বা বাক্যের সয়যোগ বা বিয়োগ ঘটায়, তাকে অব্যয় পদ বলে। যেমন: আর, আবার, ও, হ্যাঁ, না, যদি, যথা, আলবত, বহুত।
    ১৪৮। রোসাঙ্গ রাজসভা কোথায় অবস্থিত ছিলো? [৩৭ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ মিয়ানমার বা বার্মায় অবস্থিত ছিলো। রোসাঙ্গ রাজসভা হচ্ছে আরাকান রাজসভার সংস্কৃত নাম।
    ১৪৯। রোসাঙ্গ রাজসভা বাংলা সাহিত্যের জন্য গুরুত্বপূর্ণ কেন?[৩৭ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ রোসাঙ্গ রাজসভা বা আরাকান রাজসভায় বা সাহিত্য চর্চা হতো তাই এটি বাংলা সাহিত্যের জন্য গুরুত্বপূর্ণ।
    ১৫০। অন্ধকার যুগের সাহিত্যের নিদর্শন কী কী? [৩৭ তম বিসিএস লিখিত]
    উত্তরঃ অন্ধকার যুগের উল্লেখযোগ্য সাহিত্য হলো, রামাই পণ্ডিত রচিত শূন্যপুরাণ এবং হলায়ুধ মিত্র রচিত সেক শুভদয়া।

  • একই নামের বাংলা সাহিত্যকর্ম

    একই নামের বাংলা সাহিত্যকর্ম

    মানুষ ( কবিতা) : কাজী নজরুল ইসলাম
    মানুষ ( কবিতা) : নির্মলেন্দু গুন
    মানুষ ( নাটক) : মুনীর চৌধুরী

    কাব্যমালঞ্চ ( কাব্যসংকলন) : আব্দুল কাদির
    কাব্যমালঞ্চ ( কাব্যগ্রন্থ) : যতীন্দ্রমোহন বাগচী

    মানচিত্র ( নাটক) : আনিস চৌধুরী
    মানচিত্র ( কাব্যগ্রন্থ) : আলাউদ্দিন আল আজাদ

    ফেরারী ( গল্প) : আখতারুজ্জামান ইলিয়াস
    ফেরারী ( কবিতা) : দিলারা হাসেম

    পোস্টমাস্টার ( ছোটগল্প) : রবীন্দ্রনাথ ঠাকুর
    পোস্টমাস্টার ( ছোটগল্প) : প্রভাতকুমার মুখোপাধ্যায়

    পদ্মাবতী ( কাব্য) : আলাওল
    পদ্মাবতী ( নাটক) : মাইকেল মধুসূদন দত্ত
    পদ্মাবতী ( সমালোচনামূলক গ্রন্থ) : সৈয়দ আলী আহসান

    কাঞ্চনমালা ( উপন্যাস) : হরপ্রসাদ শাস্ত্রী
    কাঞ্চনমালা ( উপন্যাস) : শামসুদ্দীন আবুল কালাম

    রেখাচিত্র ( গল্পগ্রন্থ) : বুদ্ধদেব বসু
    রেখাচিত্র ( আত্মজীবনী) : আবুল ফজল

    কবি ( উপন্যাস) : তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    কবি ( উপন্যাস) : হুমায়ুন আহমেদ

    জননী ( উপন্যাস) : মানিক বন্দ্যোপাধ্যায়
    জননী ( উপন্যাস) : শওকত ওসমান

    অভিযাত্রিক (কাব্য) : সুফিয়া কামাল
    অভিযাত্রিক ( উপন্যাস) : বিভূতিভূষন বন্দ্যোপাধ্যায়

    মধুমালা ( নাটক) : কাজী নজরুল ইসলাম মধুমালা ( নাটক) : জসীম উদ্দিন

    বনি আদম ( কাব্যগ্রন্থ) : গোলাম মোস্তফা
    বনি আদম ( উপন্যাস) : শওকত ওসমান

    ষোড়শী ( নাটক) : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    ষোড়শী ( ছোটগল্প) : প্রভাতকুমার মুখোপাধ্যায়

    সাত ভাই চম্পা ( কাব্যগ্রন্থ) : বিষ্ণু দে
    সাত ভাই চম্পা ( কাব্যগ্রন্থ) : আশরাফ সিদ্দিকী
    সাত ভাই চম্পা ( শিশুতোষ কবিতা) : কাজী নজরুল ইসলাম

    সাজাহান ( কবিতা) : রবীন্দ্রনাথ ঠাকুর
    সাজাহান ( নাটক) : ডি.এল.রায়

    দেনাপাওনা ( ছোটগল্প) : রবীন্দ্রনাথ ঠাকুর
    দেনাপাওনা ( উপন্যাস) : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

    নিরুদ্দেশ যাত্রা ( কবিতা) : রবীন্দ্রনাথ ঠাকুর
    নিরুদ্দেশ যাত্রা ( কবিতা) : শহীদ কাদরী

    কবর ( নাটক) : মুনীর চৌধুরী
    কবর (কবিতা) : জসীমউদ্দিন

    রজনী (উপন্যাস) : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    রজনী ( উপন্যাস) : হুমায়ুন আহমেদ

    যাত্রা ( উপন্যাস) : শওকত আলী
    যাত্রা ( প্রবন্ধ) : সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়

    পুনরায় দেখতে নিজের টাইমলাইনে শেয়ার করে রাখুন

    মানুষ ( কবিতা) : কাজী নজরুল ইসলাম
    মানুষ ( কবিতা) : নির্মলেন্দু গুন
    মানুষ ( নাটক) : মুনীর চৌধুরী

    কাব্যমালঞ্চ ( কাব্যসংকলন) : আব্দুল কাদির
    কাব্যমালঞ্চ ( কাব্যগ্রন্থ) : যতীন্দ্রমোহন বাগচী

    মানচিত্র ( নাটক) : আনিস চৌধুরী
    মানচিত্র ( কাব্যগ্রন্থ) : আলাউদ্দিন আল আজাদ

    ফেরারী ( গল্প) : আখতারুজ্জামান ইলিয়াস
    ফেরারী ( কবিতা) : দিলারা হাসেম

    পোস্টমাস্টার ( ছোটগল্প) : রবীন্দ্রনাথ ঠাকুর
    পোস্টমাস্টার ( ছোটগল্প) : প্রভাতকুমার মুখোপাধ্যায়

    পদ্মাবতী ( কাব্য) : আলাওল
    পদ্মাবতী ( নাটক) : মাইকেল মধুসূদন দত্ত
    পদ্মাবতী ( সমালোচনামূলক গ্রন্থ) : সৈয়দ আলী আহসান

    কাঞ্চনমালা ( উপন্যাস) : হরপ্রসাদ শাস্ত্রী
    কাঞ্চনমালা ( উপন্যাস) : শামসুদ্দীন আবুল কালাম

    রেখাচিত্র ( গল্পগ্রন্থ) : বুদ্ধদেব বসু
    রেখাচিত্র ( আত্মজীবনী) : আবুল ফজল

    কবি ( উপন্যাস) : তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    কবি ( উপন্যাস) : হুমায়ুন আহমেদ

    জননী ( উপন্যাস) : মানিক বন্দ্যোপাধ্যায়
    জননী ( উপন্যাস) : শওকত ওসমান

    অভিযাত্রিক (কাব্য) : সুফিয়া কামাল
    অভিযাত্রিক ( উপন্যাস) : বিভূতিভূষন বন্দ্যোপাধ্যায়

    মধুমালা ( নাটক) : কাজী নজরুল ইসলাম মধুমালা ( নাটক) : জসীম উদ্দিন

    বনি আদম ( কাব্যগ্রন্থ) : গোলাম মোস্তফা
    বনি আদম ( উপন্যাস) : শওকত ওসমান

    ষোড়শী ( নাটক) : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    ষোড়শী ( ছোটগল্প) : প্রভাতকুমার মুখোপাধ্যায়

    সাত ভাই চম্পা ( কাব্যগ্রন্থ) : বিষ্ণু দে
    সাত ভাই চম্পা ( কাব্যগ্রন্থ) : আশরাফ সিদ্দিকী
    সাত ভাই চম্পা ( শিশুতোষ কবিতা) : কাজী নজরুল ইসলাম

    সাজাহান ( কবিতা) : রবীন্দ্রনাথ ঠাকুর
    সাজাহান ( নাটক) : ডি.এল.রায়

    দেনাপাওনা ( ছোটগল্প) : রবীন্দ্রনাথ ঠাকুর
    দেনাপাওনা ( উপন্যাস) : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

    নিরুদ্দেশ যাত্রা ( কবিতা) : রবীন্দ্রনাথ ঠাকুর
    নিরুদ্দেশ যাত্রা ( কবিতা) : শহীদ কাদরী

    কবর ( নাটক) : মুনীর চৌধুরী
    কবর (কবিতা) : জসীমউদ্দিন

    রজনী (উপন্যাস) : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    রজনী ( উপন্যাস) : হুমায়ুন আহমেদ

    যাত্রা ( উপন্যাস) : শওকত আলী
    যাত্রা ( প্রবন্ধ) : সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়