With a good grace-সানন্দে[17th BCS Written] With a view to-উদ্দেশ্যে[13th BCS Written] Worth one’s while-যথার্থ মূল্য দেয়া[20th BCS Written] White elephant-কাজে আসে না অথচ দামি ও অসুবিধাজনক[10th, 26th BCS] A man of letters-পন্ডিত ব্যক্তি[32nd BCS Written](collected) A man of straw-দুর্বলচিত্তের লোক[11th BCS Written] A square pig in a round whole-অনুপযুক্ত[18th BCS Written]
Take into account-বিবেচনা করা[33rd BCS] Through thick and thin-বিপদে আপদে সব অবস্থাতেই[27th BCS] To do away with-ত্যাগ করা[36th BCS] Turn over a new leaf-নতুন অধ্যায়ের সূচনা করা[14th BCS] To end in smoke-ব্যর্থতায় পর্যবসিত হওয়া[31st BCS] To get along with-কারো সাথে সুসম্পর্ক থাকা[28th BCS] To meet trouble half way-হতবুদ্ধি হওয়া[14th BCS] Up and doing-উঠে পড়ে লাগা[20th BCS Written]
Swan song-শেষ কর্ম[23rd BCS] Soft soap-তোষামোদ করা[14th BCS] Sorry figure-কৃতিত্ব দেখাতে না পারা[27th BCS Written] Tell upon-ক্ষতি করা[25th BCS Written] Three score-ষাট[16th BCS] Through and through-সম্যকভাবে[17th BCS Written] To smell a rat-সন্দেহ করা[21st BCS Written] Take a fancy to-ভালো লাগা[27th BCS Written]
Pass away-মারা যাওয়া[33rd BCS] Put up with-সহ্য করা[15th, 31st, 33rd BCS Written] Raise one’s eyebrow-চোখ কপালে ওঠা, বিস্মিত হওয়া[32nd BCS] Red handed-হাতে নাতে[28th BCS Written] Rank and file-সাধারণ সৈনিক[22nd BCS Written] Spare no pains-যথাসাধ্য সব কিছু করা[24th BCS Written] Swan song-শেষ কর্ম[23rd BCS] Soft soap-তোষামোদ করা[14th BCS] Sorry figure-কৃতিত্ব দেখাতে না পারা[27th BCS Written]
Maiden speech-প্রথম বক্তৃতা[23rd, 26th, 34th BCS Written] Make up one’s mind-মনস্থির করা[29th BCS Written] Make good-ক্ষতিপূরণ করা[24th BCS Written] Out of the question-অসম্ভব[15th BCS Written] Out and out-সম্পূর্ণরুপে[11th, 26th BCS Written] Open secret-যে গোপন সর্বজন বিদিত[28th BCS Written] Pick a quarrel with-ঝগড়া বাধানো[24th BCS Written] Pros and cons-খুটিনাটি[31st BCS Written] Put heads together-একমত হওয়া; একত্রে বসে পরামর্শ করা[24th BCS Written]
Give in-বশ্যতা স্বীকার করা[13th BCS Written] Half a chance-সামান্য সুযোগ[21st BCS Written] Hand in glove-ঘনিষ্ঠ[23rd BCS Written] Hold water-পরীক্ষায় টিকে থাকা[11th BCS] Heart and soul-সর্বান্তকরণে[32nd BCS Written] In cold blood-ঠান্ডা মাথায়[14th BCS & 15th BCS Written] In case-যদি[29th BCS Written] In addition to-অধিকন্তু[25th BCS Written] In order that-যাতে[25th BCS Written] In black and white-লিখিতভাবে[11th BCS Written] Kith and kin-আত্মীয় [সহকারী রাজস্ব কর্মকর্তা-২০১৫] Look forward to-ভালো কিছু আশা করা[29th BCS Written] Let loose-বল্গাহীনভাবে ছেড়ে দেয়া[21st BCS Written] Make a case-যুক্তি দেখানো[21st BCS Written] Make hay while the sun shines-ঝোপ বুঝে কোপ মারা [24th BCS Written]
Come to terms-ঐকমত্যে পৌছা[20th & 31st BCS Written] Cast aside-বাতিল করা[24th BCS Written] Draw the line-সীমারেখা নির্ধারণ করা[21st BCS Written] Dilly dally-সময় অপচয়[20th BCS] Dog days-সবচেয়ে গরমের দিন[14th BCS] Day after day-দিনের পর দিন[32th BCS Written] Down to earth-বাস্তবিক[ TEO -2015] Eat humble pie-অপমান হজম করে ক্ষমা চাওয়া[18th BCS Written] End in smoke-ব্যর্থতায় পর্যবসিত হওয়া[31st BCS Written] Few and far between-কদাচিত[31st BCS Written] Flesh and blood-রক্তমাংসের দেহ[21st BCS Written] For good-স্থায়ীভাবে[TEO-2015] Fool’s paradise-বোকার স্বর্গ[28th BCS Written] Fresh blood-নতুন সভ্য[29th BCS Written] Gift of the gab-বাগ্নিতা[27th BCS Written] Get along-কারো সাথে সুসম্পর্ক থাকা[27th BCS Written]
After one’s own heart-মনের মতো[25th BCS Written] An axe to grind-সম্পৃক্ততার ব্যক্তিগত কারণ[24th BCS Written] At arm’s length-নিরাপদ দূরত্ব[21st BCS Written] Benefit of the doubt-সন্দেহাবসর[15th BCS Written] Burning question-গুরুত্বপূর্ণ বিষয়[28th BCS Written] By dint of-বদৌলতে[17th BCS Written] By fits and starts-অনিয়মিতভাবে[22nd & 31st BCS Written] Bring to pass-কোন কিছু ঘটা[27th BCS Written] Bolt from the blue-বিনা মেঘে বজ্রপাত[29th BCS Written] Bottom line-সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়[15th BCS Written] Black and blue-নির্মমভাবে[ TEO -2015] Black sheep-কুলাঙ্গার[32nd BCS Written] Cry in the wilderness-অরণ্যে রোদন[22nd BCS Written] Call to mind-স্মরণ করা [33rd BCS]
‘Null and void’ – বাতিল [38th BCS preli ; 32th BCS Written] ‘Once in a blue moon’- খুবই কদাচিৎ [38th BCS preli ] ‘Take the bull by the horse’- একটি কঠিন সমস্যার মীমাংসিত চুক্তি [38th BCS preli ] ABC-প্রাথমিক জ্ঞান [31st BCS Written] All in-পরিশ্রান্ত[17th BCS Written] A round dozen-পূর্ণ ডজন বা ১২টি [14th BCS Written] An apple of discord-বিবাদের বিষয়[32nd BCS Written] As though-যেন[29th BCS Written] At a loss-হতবুদ্ধি [28th BCS Written] A castle in the air-আকাশকুমুস কল্পনা[11th BCS Written]
Rule-1 শব্দের শুরুতে KN থাকলে তার উচ্চারণ হবে “ন” এক্ষেত্রে K অনুচ্চারিত থাকে। উদাহরণ: Knowledge (নলেজ) – জ্ঞান Knight (নাইট) – অশ্ব। Knee (নী) – হাটু।
Rule-2 W এর পরে h/r থাকলে w উচ্চারণ হয় না। উদাহরণ: Write (রাইট) – লেখা। Wrong (রং) – ভুল। Who (হু) – কে। Wrestling (রেস্টলিং) – কুস্তি।
Rule-3 শব্দের শেষে “e” থাকলে “e” এর উচ্চারণ হয়না। উদাহরণ: Name (নেইম) – নাম। Come (কাম) – আসা। Take (টেইক) – নেওয়া। Fake (ফেইক) – ভূয়া।
Rule-4 M+B পর পর থাকলে এবং B এর পর কোন Vowel না থাকলে B উচ্চারিত হয় না। উদাহরণ: Bomb (বম) – বোমা। Comb (কৌম) – চিরুনি। Thumb (থাম) – হাতের বুড়ো আঙ্গুল। Thumbnail (থামনেল) – ছোট।
Rule-5 Word এর শেষে I G N থাকলে তার উচ্চারণ “আইন” হয়। এ ক্ষেত্রে G অনুচ্চারিত থাকে। Design (ডিজাইন) – আকা। Resign (রিজাইন) – পদত্যাগ করা। Reign (রেইন) – রাজত্ব। Feign (ফেইন) – উদ্ভাবন করা।
Rule- 6 L+ M পর পর থাকলে এবং পরে vowel না থাকলে L অনুচ্চারিত থাকে। উদাহরণ: Calm (কাম) – শান্ত। Alms (আমজ) – ভিক্ষা। Palm (পাম) – তালগাছ।
Rule- 7 শব্দে T থাকলে T এর পরে U থাকলে T এর উচ্চারণ “চ” এর মত হয়। উদাহরণ: Lecture (লেকচার) – বক্তৃতা। Century (সেঞ্চুরী) – শতক। Furniture (ফার্নিচার) – আসবাবপত্র। Structure (স্ট্রাকচার) – গঠন।
Rule-8 Consonant+ I A+ Consonant এভাবে Word গঠিত হলে, I A এর উচ্চারণ (আইঅ্যা) মত হয়। উদাহরণ: Dialogue (ডায়ালগ) – কথোপকথন। Diamond (ডায়ামন্ড) – হীরক। Liar (লায়ার) – মিথ্যাবাদী। Liability (লাইয়াবিলিটি) – দায়।
Rule-9 I+ R+ Consonant এভাবে Word গঠিত হলে “I” এর উচ্চারণ “আই” না হয়ে “অ্যা” হয়। উদাহরণ: First (ফার্স্ট) – প্রথম। Birth (র্বাথ) – জন্ম। Bird (বার্ড) – পাখি। Circle (সার্কেল) – বৃত্ত।
Rule-10 ৩ বর্ণ বিশিষ্ট Word এ Consonant+ I+ E এভাবে ব্যবহৃত হলে তার উচ্চারণ “আই” এর মত হয়। উদাহরণ: Mice (মাইস) – ইদুর। Rice (রাইস) – চাউল। Wise (ওয়াইস) – বিজ্ঞ Size (সাইজ) – আয়তন।
Rule-11 Consonant+ U+ Consonant এভাবে word গঠিত হলে U এর উচ্চারণ “আ” এর মত হয়। উদাহরণ: Null (নাল) – বাতিল But (বাট) – কিন্তু। Nut (নাট) – বাদাম Cut (কাট) – কাটা।
Rule-12 I G H এর উচ্চারণে G উচ্চারিত হয় না। সেই অংশটুকুর উচ্চারণ “আই” হবে। উদাহরণ: Night (নাইট) – রাত্র। Sight (সাইট) – দৃশ্য। Might (মাইট) – হতে পারে।
Rule-13 “I O” এর উচ্চারণ সাধারণত “আইয়” হয়। উদাহরণ: Violet (ভাইয়লেইট) – বেগুনী রঙ। Biology (বাইয়োলজি) – জীব বিদ্যা। Biography (বাইয়োগ্রাফি) – জীবনী। Violation (ভাইয়লেশন) – ভঙ্গ।
Rule-14 Consonant এর পর “AI” এর উচ্চারণ সবসময় “এই” বা “এয়্যা” হয়। উদাহরণ: Rail (রেইল) – রেলের লাইন। Nail (নেইল) – পেরেক Straight (স্ট্রেইট) – সোজা।
Rule-15O + consonant+ U+ consonant+ A/E/I এভাবে word গঠিত হলে, U এর উচ্চারণ “ইউ” এর মত হয়। উদাহরণ: Document (ডকিউমেন্ট) – দলিল। Procurement (প্রকিউরমেন্ট) – চেষ্টা দ্বারা পাওয়া।
Rule-16 I+ R+ E এর ক্ষেত্রে যদি বর্ণ তিনটি word এর শেষে থাকে তবে এর উচ্চারণ “আয়্যা” হয়। উদাহরণ: Dire (ডায়্যার) – ভয়ংকর। Mire (মায়্যার) – কাদা। Admire (এ্যাডমায়্যার) – তারিফ করা।
Rule-17 U I + consonant এরপর vowel না থাকলে U I এর উচ্চারণ “ই” এর মত হয়। উদাহরণ: Guilty (গিল্টি) – দোষী। Guilt (গিল্ট) – দোষ। Build (বিল্ড) – নির্মাণ করা।
Rule-18 E A+ R এভাবে ব্যবহৃত হলে এবং R যদি word এর শেষ বর্ণ হয় তাহলে E A এর উচ্চারণ “ঈঅ্যা” হবে। Dear (ডিয়্যার) – প্রিয়। Fear (ফিয়্যার) – ভয়। Bear (বিয়্যার) – বহন করা।
Rule-19 EA+ R+ consonant এভাবে word গঠিত হলে, EA এর উচ্চারণ “অ্যা” হবে। উদাহরণ: Heart (হার্ট) – হৃদয়। Earth (আর্থ) – পৃথিবী। Earn (আর্ন) – আয় করা।
Rule-20 Consonant+ EA+ consonant (R ছাড়া) এভাবে ব্যবহৃত হলে EA এর উচ্চারণ ঈ হবে। Feather (ফেদার) – পালক। Tread (ট্রেড) – পদদলিত করা। Leader (লিডার) – সর্দার।
Rule-21 শব্দস্থিত EE+ R এভাবে ব্যবহৃত হলে R যদি word শেষ অক্ষর হয় তাহলে EE এর উচ্চারণ “ইঅ্যা” হবে। উদাহরণ: Peer (পিয়্যার) – সমকক্ষ। Steer (স্টিয়্যার) – হাল ধরা। Deer (ডিয়্যার) – হরিণ।
Rule-22 P+ S পরপর থাকলে এবং P এর আগে কোন vowel না থাকলে P অনুচ্চারিত থাকে। উদাহরণ: Psyche (সাইকি) – আত্মা Psycho (সাইকো) – মন। Psora (সৌরা) – খোসপাচঁড়া।
Rule-23 শব্দস্থিত STL এর উচ্চারণ হয় “সল্” এখানে T অনুচ্চারিত থাকে। উদাহরণ: Bustle (বাসল্) – অতিশয় কর্ম ব্যস্ততা। Rustle (রাসল) – খসখস শব্দ। Nestle (নেসলে) – বাসা বাঁধা
Rule-24 ইংরেজি শব্দের শেষে TCH থাকলে এর উচ্চারণ হয় “চ”। উদাহরণ: Batch (ব্যাচ) – ক্ষুদ্রদল। Match (ম্যাচ) – ক্রীড়া প্রতিযোগিতা। Scratch (স্ক্র্যাচ) – আচঁড়ের দাগ।
Rule-25 শব্দস্থিত OA+ R থাকলে, OA এর উচ্চারণ হবে “অ্য”। উদাহরণ: Board (বোর্ড) – মোটা শক্ত কাগজ। Boar (বোর) – শূকর। Boat (বোট) – নৌকা। Road (রোড) – রাস্তা।
Rule-26 E+ consonant (R ছাড়া) + E এভাবে ব্যবহৃত হলে এবং তার পর আর কিছু না থাকলে প্রথম E এর উচ্চারণ হয় “ঈ” এবং দ্বিতীয় E অনুচ্চারিত থাকে। উদাহরণ: Complete (কমপ্লীট) – সম্পূর্ণ। Mete (মীট) – অংশ ভাগ করে দেয়া।
Rule-27 শব্দস্থিত OE এর উচ্চারণ হয় “ঈ”। Phoenix (ফীনিক্স) – রুপ কথার পাখি বিশেষ। Amoeba (এ্যামিবা) – ক্ষুদ্র এক কোষী প্রাণী।
Rule-28 Consonant এরপর OI এর উচ্চারণ হয় “অই”। উদাহরণ: Coin (কইন) – মুদ্রা। Foil (ফইল) – পাত। Join (জইন) – যোগদান করা।
Rule-29 শব্দস্থিত OA+ Consonant এভাবে ব্যবহৃত হলে OA এর উচ্চারণ হয় “ঔ”। উদাহরণ: Road (রৌড) – রাস্তা। Loan (লৌন) – ঋণ। Toad (টৌড) – ব্যাঙ।
Rule-30 UI+ consonant+ A/E/O এভাবে word গঠিত হলে সচরাচর UI এর উচ্চারণ হয় ইংরেজি “আই” এর মত। উদাহরণ: Guide (গাইড) – পথ প্রদর্শক। Guile (গাইল) – ছলনা, ফাঁকি। Misguidance (মিসগাইড্যান্স) – বিপথগামীতা।
Rule-31 শব্দের মাঝে E+ R ছাড়া অন্য consonant এভাবে ব্যবহৃত হলে E এর উচ্চারণ সাধারণত “এ” বা “ই” হয়। উদাহরণ: Rent (রেন্ট) – ভাড়া। Comet (কমিট) – ধূমকেতু। Comment (কমেন্ট) – মন্তব্য।
Rule-32 EE+ consonant (R ছাড়া) এভাবে ব্যবহৃত হলে, EE এর উচ্চরণ “ঈ” হয়। উদাহরণ: Need (নীড) – প্রয়োজন। Feel (ফীল) – অনুভব করা। Steel (স্টীল) – ইস্পাত। Meek (মীক) – বিনম্র
Rule-33 R+ vowel+ CH এভাবে ব্যবহৃত হলে CH এর উচ্চারণ হবে “চ”। উদাহরণ: Approach (অ্যাপ্রোচ) – অভিগমন। Branch (ব্রাঞ্চ) – শাখা। Crunch (ক্র্যাঞ্চ) – গুড়ানো।
Rule- 34 C এর পরে যদি I, E, Y থাকে তাহলে তার উচ্চারণ “স” হবে। উদাহরণ: Center (সেন্টার) – কেন্দ্র। Cyclone (সাইক্লোন) – ঘূর্ণিঝড় । Cell (সেল) – কোষ। Circle (সার্কেল) – বৃত্ত।
Rule- 35 Y সাধারণত One-syllable এর শব্দে Y, (আই) হিসেবে উচ্চারিত হয়। উদাহরণ: Fly (ফ্লাই) – উড়া। Shy (শাই) – লজ্জা। Buy (বাই) – ক্রয় করা। Toy (টই) – খেলনা। Joy (জয়) – আনন্দ। Two-syllable এর শব্দে Y (ই) হিসেবে উচ্চারিত হয়। City (সিটি) – শহর। Funny (ফানি) – আনন্দ করা। Happy (হ্যাপি) – খুশি। Policy (পলিসি) – নীতিমালা।
Rule-36 শব্দের শেষে MN এর পরে কোন vowel না থাকলে এবং MN পরপর থাকলে N অনুচ্চারিত থাকে। উদাহরণ: Solemn (সলেম) – গুরুগম্ভীর। Condemn (কনডেম) – দোষারোপ করা। Damn (ড্যাম) – অভিশাপ দেয়া ।
Rule-37 ইংরেজি শব্দের শেষে gh থাকলে তার উচ্চারণ হয় “ফ” অথবা কখনো তা অনুচ্চারিত থাকে । কিন্তু এরপর T, N বা M থাকলে gh উচ্চারিত হয় না। উদাহরণ: Tough (টাফ) – কঠিন। Enough (ইনাফ) – যথেষ্ট। Mighty (মাইটি) – বলশালী। High (হাই) – উচ্চ।
Rule-38IGH এর উচ্চারণ “আই”। “augh” এবং “ough” এর উচ্চারণ অধিকাংশ ক্ষেত্রেই “অ” বা “আ” তাছাড়া eigh এর উচ্চারণ হয় এই কিন্তু Height এর উচ্চারণ ব্যতিক্রম। উদাহরণ: Night (নাইট) – রাত্র। Dight (ডাইট) – সাজানো। Fight (ফাইট) – লড়াই। Tight (টাইট) – টানটান।
Rule-39 Consonant এরপর BT এর উচ্চারণ “ট” এক্ষেত্রে “B” অনুচ্চারিত থাকে। উদাহরণ: Doubt (ডাউট) – সন্দেহ। Debt (ডেট) – ঋণ। Doubtful (ডাউটফুল) – সন্দিহান।
Rule-40 শব্দের শেষে que এর উচ্চারণ “ক”। উদাহরণ: Cheque (চেক) – কিস্তি, হুন্ডি। Baroque (ব্যারক) – বলিষ্ঠ। Clique (ক্লীক) – ক্ষুদ্রদল।
Rule-41 LK এর আগে E বা U না থাকলে LK এর উচ্চারণ হবে “ক” এবং “L” অনুচ্চারিত থাকে। উদাহরণ: Talk (টক) – আলাপ। Walk (ওয়াক) – হাটা। Chalk (চক) – খড়ি।
Rule-42 KN বা GN এর আগে vowel থাকলে K ও G উচ্চারিত হয়। উদাহরণ: Agnostic (এ্যাগনষ্টিক) – অজ্ঞেয় Acknowledge (এ্যাকনলেজ) – স্বীকার করা Acknowledgement (এ্যাকনলেজমেন্ট) – স্বীকৃতি।
Rule- 43 কোন শব্দে CC+ OU/ consonant থাকলে CC এর উচ্চারণ হবে “ক”। উদাহরণ: Accuse (এ্যাকিউজ) – অভিযুক্ত করা। According (এ্যাকর্ডিং) – অনুযায়ী। Accurate (এ্যাকিউরেট) – যথার্থ।
Rule- 44 কোন শব্দে U এরপর consonant+ vowel+….. থাকলে U এর উচ্চারণ সাধারণত “ইউ” হয়। উদাহরণ: Mute (মিউট) – স্তব্ধ, নির্বাক। Tube (টিউব) – নল। Duteous (ডিউটিয়াস) – অনুগত , বাধ্য।
Rule- 45কোন শব্দে U এর পূর্বে consonant+ R/L+…… থাকলে U এর উচ্চারণ সাধারণত “উ” হয়। উদাহরণ: Blue (ব্লু) – নীল। Glue (গ্লু) – শিরিসের আঠা। True (ট্রু) – সত্য।
Rule- 46 কোন শব্দে U+E এর পূর্বে consonant + R বা L না থাকলে U এর উচ্চারণ সাধারণত “ইউ” এর মত হয়। উদাহরণ: Sue (স্যু) – আদালতে অভিযুক্ত করা। Hue (হিউ) – রং। Imbue (ইমবিউ) – অনুপ্রানিত করা।
Rule-47 কোন শব্দে U এর পূর্বে R বা L একক ভাবে থাকলে তার পরে E বা consonant+ E/L থাকা স্বত্তেও তার উচ্চারণ সাধারণত “উ” হয়। উদাহরণ: Nude (নুড) – নগ্ন, ন্যাংটা। Lunacy (লুনাসি) – পাগলামি, বকা আচরণ। Lutanist (লূটানিস্ট) – বীণা-বাদক।
Rule- 48 U এর পর যদি এমন দুটি Consonant থাকে যাদেরকে আলাদাভাবে উচ্চারণ করতে হয় (ফলে প্রথমটিতে একটি syllable শেষ হয় এবং পরেরটিতে আরেকটি syllable শুরু হয়) তাহলে ঐ দুটি consonant এর পর E/I/A থাকা স্বত্তেও U এর উচ্চারণ বাংলা “আ”- এর মত হয়। উদাহরণ: Incumbent (ইনকামবেন্ট) – বাধ্যতামূলক। Number (নাম্বার) – সংখ্যা। Constructive (কনস্ট্রাকটিভ) – গঠনমূলক। Nudge (নাজ) – কনুয়ের মৃদু ঠেলা দেয়া।
Rule- 49 LM এর আগে কোন vowel অর্থাৎ “ই”, “ঈ” বা “এ” ধ্বনি থাকলে L উচ্চারিত হয়। উদাহরণ: Film (ফিল্ম) – চলচ্চিত্র। Elm (এল্ম) – দেবদারু জাতীয় গাছ। Filmy (ফিল্মি) – মেঘাচ্ছন্ন।
Rule- 50 UI+ consonant+ I কিংবা consonant+ L/R+ UI এভাবে গঠিত হলে UI এর উচ্চারণ “ইউই” বা “উই” হয়। উদাহরণ: Perpetuity (প্যারপিচিউইটি) – চিরস্থায়ীত্ব। Ingenuity (ইনজিনিউইটি) – অকপটতা। Liquidity (লি,কুইডিটি) – তারল্য, তরল অবস্থা।
Correctly spelt word. Answer: heterogeneous
2. Among is a preposition that is used when…..
Answer: more than two
3. Which period is known as the “The golden age
of English literature”? Answer: The Elizabethan age
4. Which one is the correct indirect narration?
Answer: No correct answer
5. Which word is closest in meaning to
“Franchise”? Answer: Privilege
‘Once in a blue moon’ means- Answer: very
rarely.
7. ‘Jacobean Period’ of English Literature refers to-
Answer: 1603-1625
8. A retired officer lives next door. Here the
underlined word is used as a/an:- Answer:
participle
9. Eight men were concerned___ the plot. Answer:
with
10. When the water___ it turns into ice. Answer:
freezes
Which one is the correct antonym of ‘frugal’?
Answer: spendthrift
12. ‘Take the bull by the horse’ means. Answer:
To challenge the enemy with courage
13. I still have ___ money. Answer: a little
14. Compound structure of “Though he is poor, he
is honest”.: He is poor but honest
15. “Alone, alone, all, all alone…….” Answer: The
Rime of the Ancient Mariner
“For God’s sake hold your tongue and let me
love”. Answer: John Donne
17. Tourists____their reservations well in advance
if they want to fly to Cox’s Bazar. Answer: had
better get
18. The sun went down. Answer: adverb
19. Author of ‘Man and Superman’. Answer: G.B.
Shaw
20. The most famous satirist in English literature is
—Answer: Jonathan Swift
Plural of ‘louse’. Answer: lice
22. Choose the correct sentence. Answer: He
refrained from taking any drastic action
23. Which one of the following words is in singular
form? Answer: radius
24. Passive voice of “It is impossible to do this.”
Answer: This is impossible to be done
25. Who wrote the epic? Answer: John Milton
The literary term ‘euphemism’ means. Answer:
in offensive expression
27. Mutton is…. Answer: Material noun
28. Reading is….. Answer: Gerund
29. Distributive pronoun. Answer: either
30. Who is not Victorian poet? Answer: Alexander
Pope
A speech of too many words is called-.
Answer: A verbose speech
32. ‘Strike while the iron is hot’ is an example of-
Answer: Adverbial clause
33. The play ‘The Spanish Tragedy’ is written by-
Answer: Thomas Kyd
34. Famous Indian famous novelist. Answer: R. K.
Narayan
35. The word ‘Panegyric’ means. Answer:
elaborate praise
Ad hoc অপূর্বনির্ধারিত / তদর্থক / অনানুষ্ঠানিক
Alma Mater যে শিক্ষা প্রতিষ্ঠানে কোন ছাত্র শিক্ষালাভ করেছিল
Alter ego অত্মস্বরুপ , অভিন্ন হৃদয় বন্ধু
Ad nauseam বিরক্তিজনভাবে
A fortiori অধিকতর প্রত্যয়জনক যুক্তিতে
Amicus curi আইন সহায়তাকারী
Ad infinitum সীমাহীনভাবে অনন্তকাল
Ad interim অন্তবর্তীকালীন
Angina pectoris হৃদরোগ বিশেষ
Ad valorem মূল্যানুযায়ী
Animadversion সমালোচনা
Ex officio পদাধিকার বলে
Ex gratia আইনগত নয় , নৈতিক বাধ্যবাধকতার কারণে প্রদত্ত অর্থ
Exeunt অভিনেতার মঞ্চ ত্যাগ
Ergo অতএব
Erratum লেখা বা ছাপার ভূল
Idem অভিন্ন , একই লেখক , পুস্তক , পৃষ্ঠা ইত্যাদি
Id est অর্থাত্
In loco parentis পিতৃ বা মাতৃস্হানীয়রুপে
Inter alia অন্যান্য জিনিসের মধ্যে
Intoto সর্বতোভাবে
Ipso facto ঠিক এই হেতু
Modus operandi কার্য প্রণালী
Magnum opus সাহিত্যিকের প্রধান রচনাকর্ম
Nem con সর্বসম্মতিক্রমে
Non compos mentis মানসিকভাবে অসুস্থ বলে আইনগত নির্দায়
Non sequitur অবয়ব বিরুদ্ধ অনুমান
Nota beneCheck with careObiter dictum অপতিক বা আনুষঙ্গিক মন্তব্য বা বিবৃতি
Passim ঘন ঘন সর্বত্র
Per se স্বতন্ত্রভাবে
Pro tem আপাতত
Per diem নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার অর্থ
Per annum বাত্সরিক
Pro rata আনুপাতিক
Quid pro quo কোন কিছুর বিনিময়ে অন্য কিছু প্রত্যাপর্ণ করা
Rigor mortis মরোণোত্তর পেশি কাঠিন্য
Summum bonum পরামার্থ
Sui generis নিজ শ্রেণি , অনন্য
Sub judice বিচারাধীন
Stet মুদ্রককে কোন পান্ডুলিপি বা প্রুফ কপিতে প্রদত্ত সংশোধনী উপেক্ষা করার জন্য নির্দেশ দান
Status quo বর্তমান সামাজিক অবস্থা
Since die অনির্দিষ্ট কালের জন্য
Sine qua non অপরিহার্য শর্ত বা গুন
Terra firma শুকনা মাটি
Terra incognita অজানা ভূখন্ড , অচেনা দেশ
Ultra vires বৈধ ক্ষমতার বাইরে
Versus বনাম Vox কণ্ঠ
♣ One who unduly forwards in rendering services for others in not generally liked in society. – Officious.
♣ ‘Stagflation’ means – economic slowdown.
♣ What is the meaning of the word ‘euphemism’ – inoffensive expression
♣ Syntax means- sentence building.
♣ The words ‘boring chore’ means- uninteresting work.
♣ The word ‘anthropology’ is relate to- the study of mankind.
♣ When a person says he is ‘all in’ it means – he is very tired.
♣ A song embodying religious and sacred emotion – Hymn.
♣ Time after twilight and before night – dusk.
♣ The people who carry a coffin at a funeral are called- pallbearers.
♣ The word ‘electorate’ means- a body of voters.
♣ Misanthropist means – a hater of mankind.
♣ First language means the – natural language.
♣ Hamlet means- a small village.
♣ Post mortem means- Autopsy.
♣ Sub judice means- Matter under judicial consideration.
♣ Domicile means – permanent residence of a person.
♣ Status quo means – to maintain as it is.
♣ Swan song means- Last work.
♣ A cure of all disease is- panacea.
♣ Vertex means – Highest point.
♣ Hydrophobia is the fear of – water.
♣ Misogynist means- a hater of women.
♣ Ballad means- a kind of short narrative poem.
♣ Tertiary means- third in order.
♣ Heptagon means – seven sides.
♣ Prime facie means- at first view.
♣ A person who rules without consulting other- autocrat.
♣ Alien means- a foreigner
♣ Speed money means- bribe
♣ Flora means- all the flower of an area.\
♣ What is the meaning of the word ‘Quorum’- required number.
♣ The word pneumatic means- filled with compressed air.
♣ ‘En route’ – On the way
♣ The word ‘Lucrative’ means – Profitable.
♣ ‘Blue chips’ are – Industrial shares considered to be a safe investment.
♣ When having a problem, it is best to dissect the situation then act.
Dissect means – Analyze
♣ He showed great enthusiasm contrary to what his supervisor had expected. Contrary means – opposite to.
♣ A person whose head is in the cloud is – A day dreamer.
♣ Cue – de- Sac means – Dead end.
♣Parcel means – Piece of land.
♣Ruminant means – Cud chewing animal.
♣If a substance is cohesive, it tends to – stick together.
♣The word ‘dilly dally’ means – waste time.
♣The word ‘Euphemism’ means – description of a disagreeable thing by an agreeable name.
♣‘Equivocation’ means- Two contrary things in the same statement.
♣’Bill of fare’ is – A list of dishes at a restaurant.
♣A ‘bull market’ means, the share price are – Rising.
♣‘Razzmatazz’ means- A noisy activity.
♣’Blockbuster’ means- A powerful explosive to demolish buildings.
♣The word ‘homogeneous’ means – of the same kind.
♣A pilgrim is a person who undertakes a journey to a – holy place.
♣Three score is – three times twenty.
♣A fantasy is – a funny film.
♣Something that is ‘fresh’ is something – in fairly good condition.
♣The word ‘plurality’ means – the holding of more than one office at a time.
♣’Pediatric’ relates to the treatment of – children.
♣‘Boot leg’ means to- smuggle.
♣’Plebiscite’ is a term related to – Politics.
♣Many islands make up – an archipelago.
♣A speech full of too many words is – Averbose speech.