Category: আন্তর্জাতিক বিষয়াবলি

আন্তর্জাতিক বিষয়াবলি international affair

  • ঋণ সালিশি বোর্ড

    ঋণ সালিশি বোর্ড

    ঋণ সালিশি বোর্ড হলো একটি সরকারি আইনি সংস্থা, যেটি ব্রিটিশ শাসনাধীন ভারতের বাংলা প্রদেশে গঠন করা হয় অসহায় ও ঋণগ্রস্থ কৃষককে সহায়তা এবং আর্থিক সুবিধা দেয়ার মাধ্যমে নিজেদের জমির দখল নিয়ন্ত্রণে রাখার জন্য।[১]

    ঋণ সালিশি বোর্ড

    ইতিহাস

    পূর্ব বাংলার ভূমিহীন ও নির্যাতিত কৃষককুল ১৯২৮ সালের শেষ দিকে বিশ্বব্যপী চলমান ‘মহামন্দা’ দ্বারা আক্রান্ত হওয়ায় কৃষিপণ্যের মূল্য কমে যাওয়ায় সুদী-কারবারের জালে জর্জড়িত হয়ে পড়ে অর্থলগ্নিকারকদের নিপীড়নে চরমভাবে পর্যুদস্ত হতে থাকে।[২] ফলে লগ্নিকারকরা ঋণগ্রস্তদের জমিজমা ছিনিয়ে নিতে থাকায় অসহায় কৃষকরা তাদের শেষ সম্বল ভিটে-মাটি-জমিটুকু হারিয়ে নিঃস্ব হতে থাকে।[৩] এর প্রেক্ষিতে ১৯৩৫ সালে ‘ঋণ সালিশি বোর্ড’ গঠনের জন্য সুপারিশ করা হয়[৩] এবং পরবর্তীতে ১৯৩৬ সালের বেঙ্গল এগ্রিকালচারাল ডেটরস অ্যাক্ট (১৯৩৬-এর বেঙ্গল অ্যাক্ট ৭)-এর অধীনে ১৯৩৭ সালে সারা বাংলায় প্রায় ১১ হাজার ঋণ সালিশি বোর্ড স্থাপন করা হয়।[৪]

    প্রভাব

    এই আইনের ফলে কৃষকরা সুদখোর মহাজনের কবল থেকে রক্ষা পাওয়ার সাথে সাথে তাদের হারানো সম্পত্তি ও কৃষি জমি পুনরুদ্ধার করতে সক্ষম হয়;[৫] এমনকি ৪০ বছর পূর্বে সুদের দায়-দেনার কারণে লগ্নীকারী কর্তৃক দখল করে নেয়া জমিও ফেরত পায় সাধারণ কৃষক।[৪] এই আইন প্রণয়নের ফলে জমিদারগণ তাদের প্রজাদেরকে দেয়া ঋণ এবং অন্যান্য দেনা মাফ করে দিতে বাধ্য হোন এবং ফলে তারা কিছুটা আর্থিক ক্ষতির সম্মুত্থিন হন।[৬]

  • আন্তর্জাতিক আইন

    আন্তর্জাতিক আইন

    সাধারণত আন্তর্জাতিক আইন বলতে বিভিন্ন রাষ্ট্রের সমন্বয়ে সৃষ্ট আইন, যা এক রাষ্ট্র বা জাতির সাথে অন্য রাষ্ট্র বা জাতির সম্পর্ক নির্ধারণ করে।[১][২] আন্তর্জাতিক আইন কোন একক রাষ্ট্রের সৃষ্টি নয়। এ আইন বিভিন্ন রাষ্ট্রের ঐকমত্য ও অংশগ্রহণের মাধ্যমে সৃষ্টি হয় এবং তা প্রত্যেক রাষ্ট্রের নিজস্ব স্বার্থ, সার্বভৌমত্ব রক্ষা ও অন্য রাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য সৃষ্ট। প্রত্যেক রাষ্ট্র আন্তর্জাতিক আইন শ্রদ্ধার সাথে মেনে চলতে দায়বদ্ধ। প্রধানত দুই বা ততোধিক রাষ্ট্রের স্বার্থে সৃষ্ট সন্ধিচুক্তির মাধ্যমে এ আইনের সৃষ্টি। চুক্তিবদ্ধ রাষ্ট্রগুলো এ আইন মেনে চলতে বাধ্য। তবে অনেকক্ষেত্রে এর ব্যতিক্রমও দেখা যায়। রাষ্ট্রীয় আইন থেকে আন্তর্জাতিক আইন চারিত্রিক দিক থেকে পৃথক; এ আইন জনগণের জন্য নয়, (তবে তা দুলভ কিছু ক্ষেত্রে প্রায়োগ করা হয়) রাষ্ট্রের জন্য ঘোষিত। আন্তর্জাতিক আইন নিশ্চিত করার জন্য বেশ কয়েকটি সংস্থা গঠিত হয়েছে এবং কয়েকটি ঘোষণা ও কনভেনশন ঘোষিত হয়েছে।

    আন্তর্জাতিক আইন

    আন্তর্জাতিক আইনের উৎস

    মূল নিবন্ধ: আন্তর্জাতিক আইনের উৎস

    আন্তর্জাতিক আইনের উৎস দুই রকম: বস্তুগত ও অবস্তুগত। একটি নির্দিষ্ট প্রক্রিয়া ও পদ্ধতিতে সার্বভৌম রাষ্ট্রের সাধারণ সম্মতি সৃষ্টি হয়। এ সাধারণ সম্মতি আন্তর্জাতিক আইনের মূল ভিত্তি। রাষ্ট্রসমূহের এ সাধারণ সম্মতি আন্তর্জাতিক আইনকে বৈধতা দান করে। সুতরাং আন্তর্জাতিক আইন পালনের মূলসূত্র হিসেবে সাধারণ সম্মতিকে ধরে নিয়ে “জনগণের ইচ্ছা” যা রাষ্ট্রসমূহের সমন্বিত ইচ্ছা দ্বরা প্রতিফলিত হচ্ছে, তাকে আন্তর্জাতিক আইনের আনুষ্ঠানিক উৎস বলা হয়। আবার যেসব বিষয় বা বস্তু আন্তর্জাতিক আইনের উপস্থিতির সাক্ষ্য দেয় অর্থাৎ যে প্রকৃত উৎস থেকে আইন তার শক্তি আহরণ করে, তাকে বস্তুগত উৎস বলে। আন্তর্জাতিক চুক্তি, প্রথা, আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্ত বা জাতিসংঘ সাধারণ পরিষদের গৃহীত প্রস্তাবাবলী বস্তুগত উৎসের অন্তর্গত। আন্তর্জাতিক আইন মূলত প্রথাভিত্তিক আইনের একটি অন্যতম উৎস হিসেবে স্বীকৃত। প্রথাই আন্তর্জাতিক আইনের প্রাথমিক উৎস এবং অনেকাংশে প্রথাসমূহই ক্রমান্বয়ে চুক্তিতে রূপান্তরিত হয়েছে। সাম্প্রতিককালে আন্তর্জাতিক আইনের উৎস হিসেবে ন্যায়পরায়ণতাকে বিবেচনায় আনা হয়।

    আন্তর্জাতিক আইনের উৎস নির্ণয়ে আন্তর্জাতিক আদালতের সংবিধি ৩৮ (১) ধারা যথেষ্ট গুরুত্ব বহন করে।[৩] এ ধারা অনুযায়ী বিরোধ নিষ্পত্তির জন্য আদালত যে আইন প্রয়োগ করবে তা হল:

    1. বিভিন্ন বিধি-বিধান সৃষ্টিকারী আন্তর্জাতিক কনভেনশন বা চুক্তি যা বিরোধপক্ষসমূহ কর্তৃক স্বীকৃত;
    2. আন্তর্জাতিক প্রথা যা আইন হিসেবে সাধারণভাবে স্বীকৃত;
    3. আইনের সাধারণ নীতিমালা যা সভ্য জাতিসমূহ কর্তৃক স্বীকৃত;
    4. বিচার বিভাগীয় সিদ্ধান্ত; এবং
    5. বিভিন্ন দেশের খ্যাতিমান পণ্ডিত ব্যক্তিদের মতবাদ যা আইনের বিধান নির্ণয়ে সহায়ক ভূমিকা পালনে সক্ষম।

    আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক আদালতের সংবিধি ধারা ৩৮-এর প্রথম অনুচ্ছেদে যে সমস্ত উৎসের কথা বলা হয়েছে সেগুলো মৌলিক এবং গুরুত্বের অণুক্রমিক অনুসারে সাজানো হয়েছে।[৪]

    আন্তর্জাতিক আইনের বৈশিষ্ট্য

    1. আন্তর্জাতিক আইন বিশ্বের সকল রাষ্ট্র ও সংগঠনের সম্পর্ক নির্ণয় ও নিয়ন্ত্রণ করে।
    2. রাষ্ট্র ও আন্তর্জাতিক সংগঠন এর বিষয়বস্তু।
    3. পূর্ণাঙ্গ রাষ্ট্রসমূহের প্রতিনিধিদের সম্মতিতে এ আইন প্রণীত হয় এবং রাষ্ট্রসমূহের সম্মতিতে তার প্রতিফলন ঘটে।
    4. রাষ্ট্রীয় আইনের মত আন্তর্জাতিক আইন ভঙ্গকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণকারী কোন সংস্থা নেই। রাষ্ট্রসমূহকে স্থায়ী ব্যবস্থায় কার্যকরী পদক্ষেপ নিতে হয়। এ পদক্ষেপ রাজনৈতিক, অর্থনৈতিক বা বাণিজ্যিক পদক্ষেপ হতে পারে।

    আন্তর্জাতিক আইনের পরিধি

    আন্তর্জাতিক আইনের পরিধি ব্যাপক ও বিস্তৃত। আকাশসীমা, জলসীমা, স্থলসীমা এমনকি তার বাইরেও আন্তর্জাতিক আইনের বিচরণ রয়েছে। বর্তমানে আন্তর্জাতিক আইনের পরিধি হল:

    1. রাষ্ট্র, আন্তর্জাতিক সংগঠন ও ব্যক্তি।
    2. রাষ্ট্রের সাথে রাষ্ট্রের, রাষ্ট্রের সাথে আন্তর্জাতিক সংগঠন বা আন্তর্জাতিক সংগঠন ও রাষ্ট্র হতে ব্যক্তির স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্র ও বিষয়ে।
    3. অর্থ,বাণিজ্য, কর ও শুল্ক সম্পর্কিত আন্তর্জাতিক বিষয়াবলী।
    4. আন্তর্জাতিক যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা।
    5. আন্তর্জাতিক নদী ও সমুদ্র এবং তার তলদেশের সম্পদ ব্যবস্থাপনা।
    6. আন্তর্জাতিক রাজনৈতিক অস্থিরতা ও সংকট, যুদ্ধ, দ্বন্দ্ব্ব নিরসন ও শান্তি।
    7. মানবাধিকার বাস্তবায়ন ও মূল্যায়ন।
    8. বিরোধ মীমাংসায় আন্তর্জাতিক আদালত ও সালিশী আদালত।
    9. আঞ্চলিক সংগঠনসমূহ, যেমন- সার্ক, আসিয়ান, ন্যাটো ইত্যাদি।
    10. আন্তর্জাতিক বিশেষায়িত সেবাসংস্থাসমূহ, চিকিৎসা ও স্বাস্থ্যগত ক্ষেত্রসমূহ।
    11. আন্তর্জাতিক সাংবিধানিক আইন।
    12. পারমাণবিক অস্ত্র বিস্তার ও রোধ।
    13. আন্তর্জাতিক বুদ্ধিবৃত্তিক সম্পদ ও জ্ঞান-বিজ্ঞান।
    14. আন্তর্জাতিক সিদ্ধান্ত অমান্যের প্রতিকার।
    15. গোষ্ঠীগত অধিকার, নারী ও শিশু অধিকার আদিবাসী অধিকার ইত্যাদি
  • আইনের সমাজতত্ত্ব

    আইনের সমাজতত্ত্ব

    আইন সমাজতত্ত্ব বা আইন সমাজবিজ্ঞান (বা আইনি সমাজবিজ্ঞান) প্রায়শই সমাজবিজ্ঞানের একটি উপশৃঙ্খলা বা আইনি অধ্যয়নের মধ্যে একটি আন্তঃশৃঙ্খলা পদ্ধতির হিসাবে বর্ণনা করা হয়। [১] কেউ কেউ সমাজবিজ্ঞানের ক্ষেত্রে “প্রয়োজনীয়ভাবে” আইন হিসাবে সমাজবিজ্ঞানকে দেখেন,[২] তবে অন্যরা এটিকে আইন ও সমাজবিজ্ঞানের শাখার মধ্যে গবেষণার ক্ষেত্র হিসাবে বিবেচনা করার ঝোঁক রয়েছে।[৩] এখনও অনেকে এটিকে সমাজবিজ্ঞানের একটি উপশৃঙ্খলা বা আইনি অধ্যয়নের একটি শাখা হিসাবে বিবেচনা না করে, বরং বিস্তৃত সামাজিক বিজ্ঞানের ঐতিহ্যের মধ্যে নিজস্ব অধিকার নিয়ে গবেষণার ক্ষেত্র হিসাবে বিবেচনা করে। সেই অনুযায়ী, মূলধারার যে সমাজবিজ্ঞান থেকে আলাদা ও তদনুসারে, এটি মূলধারার সমাজবিজ্ঞানের নিয়মতান্ত্রিকভাবে, তাত্ত্বিক ভিত্তি করে আইনের গবেষণামূলক অধ্যয়ন হিসাবে বর্ণনা করা যেতে পারে। অন্যান্য দেশের ন্যায় রাজনৈতিক ক্ষমতার মাধ্যমে আইন ও সমাজ বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়ে আসছে। আইন ও সমাজ সম্পর্কিত সকল প্রতিষ্ঠান প্রার্থক্য ছিল বাংলাদেশে আগাগোড়াই। মূলত পূর্বে বাংলা অঞ্চলে অপরাধমূলক আচরণের নিষ্পত্তি করাই আইন ও সমাজের মূল কাজ ছিল। এছাড়াও কিছু কিছু জায়গায় শাস্তি প্রদান করা হতো। আইন ও সমাজ কে কেন্দ্র করে গুপ্তযুগে যে প্রতিষ্ঠান চলতো তাকে অধিকরণ বলা হত। অধিকরণ পরিচালনার জন্য একজন রাজকর্মচারী ও কিছু সমবায় সংঘের সদস্য থাকতো। প্রাচীন কিছু তাম্রলিপি থেকে অধিকরণ এর বিচার কার্যাবলীর বর্ণনা পাওয়া যায়। এছাড়াও প্রাচীন জমি ক্রয়-বিক্রয়ের তথ্যাদিও অধিকরণে কিছু প্রাচীন কাগজপত্র থেকে তথ্য পাওয়া যায়। গুপ্ত যুগের অধিকরণ প্রতিষ্ঠানটি শুধু বাদী-বিবাদীর মধ্যে আপোষ মীমাংসা করা ছাড়া কোন কর্তৃত্ব দেখাতো না। মধ্যযুগের প্রাথমিক পর্যায়ে গুপ্ত সাম্রাজ্য পৃথক হলে পল্লী ব্যবসায়ীদের শক্তি প্রতিপত্তি ও আর্থিক অবস্থার উন্নতি হয় তাই বলা যায় মধ্যযুগের প্রাথমিক পর্যায় থেকে পল্লী অঞ্চলের মধ্যে ক্ষমতা ছড়িয়ে যায়। তারপর থেকে পল্লী অঞ্চলের নেতারা নিজেদের ক্ষমতা ব্যবহার করে সামরিক-সাংস্কৃতিক ও বিভিন্ন প্রশাসনিক কাঠামো নির্মাণ করে। গুপ্তযুগ পরবর্তী শাসকরা ভূমি দান ও প্রশাসনিক ও বিচার বিভাগীয় ক্ষমতা বিকেন্দ্রীকরণের মাধ্যমে গুপ্ত পরবর্তী যুগে কেন্দ্রীয় প্রশাসনের অন্তর্ভুক্ত করে। প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে ছোট শাসকদের সাংস্কৃতিক সামরিক ও রাজনৈতিক সবরকম শক্তি কেন্দ্রের সঙ্গে একীভূত করার উদ্যোগ নেওয়া হয়। মুগল পূর্ব যুগের প্রত্যেক শাসক একেকজন সেনাধ্যক্ষ ছিল যারা বাংলায় দেশে শাসনকার্য পরিচালনা করতেন। সুলতানি এবং মোগল আমলে এভাবেই চলতো। সমাজবিজ্ঞানের তাত্ত্বিক দিক বিবেচনায় বাংলার সুলতান ও মুগল শাসকদের ক্ষমতা ও কর্তৃত্ব ছিল নিরঙ্কুশ। ‘জগৎ একটি বাগান, আর রাষ্ট্র সে বাগানের মালী; সুলতানি রাজনৈতিক চিন্তাবিদ ফকরুদ্দিন রাজি এমনই বলেছেন, আর রাষ্ট্র মানেই সুলতান, যার অভিভাবক হচ্ছে আইন।’ এ ধরনের বক্তব্যে বাংলার স্থানীয় গোষ্ঠীপতিদের সঙ্গে সুলতানের রাজনৈতিক ক্ষমতা ভাগাভাগি করার বা অন্য কোনোরূপ ক্ষমতা-বণ্টনের সুযোগ তেমন নেই। মধ্যযুগের শেষ আধুনিক যুগের শুরুতে বাংলায় দুইটি উৎস বিদ্যমান ছিল স্থানীয় প্রায়শই হিন্দু নিয়ে গঠিত ও প্রাদেশিক রাজধানী মুসলিম সুলতান ও মুগল শাসক। দুই গ্রুপের মধ্যে কে কার চেয়ে বেশি আপোষ সমঝোতা করতে পারে এনিয়ে তাদের দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা সুলভ আচরণ ছিল।

    আইনের সমাজতত্ত্ব

    আধুনিক যুগে আইন ও সমাজবিজ্ঞান

    আধুনিক যুগের শুরুতে স্থানীয় ও প্রাদেশিক ক্ষমতাধরদের মূল কাজ ছিল প্রজাদের মধ্যে কার বিভিন্ন সমস্যা সমঝোতা মীমাংসা করা। এসব করতে তারা নিজেদের মত আইন তৈরি ও ব্যাখ্যা করতেন। এর ফলে তৎকালীন সমাজে বিভিন্ন দ্বন্দ্ব পূর্ণ বিকাশ লাভ করেছিল। তত্ত্বগতভাবে কাজীরা ছিলেন সুলতানি বা মুগল শাসকদের প্রতিনিধি। কিন্তু প্রত্যেক শহরের ইসলামী বিচারকদের এমন একটা কর্তৃত্ব ছিল যা রাষ্ট্র থেকে স্বাধীন। সুলতান বা দেওয়ানের ছিল প্রকৃত ক্ষমতা, কিন্তু কাজীর অবস্থান নির্ভরশীল এমন একটা কর্তৃত্বের ওপর যার কোনো সীমাবদ্ধ এলাকা ছিল না।  ফলে কাজীদের এক অন্যরকম বিচারিক ক্ষমতা ছিলো যাতে করে তারা মুসলিম অমুসলিম সবার প্রতি বিচার সংক্রান্ত যেকোন কাজ স্বাধীনভাবে করতেন। কাজীরা অন্যান্য শাসকের সিদ্ধান্ত ও যাচাই করতেন।

  • আইনবিদ্যায় স্নাতক

    আইনবিদ্যায় স্নাতক

    আইনবিদ্যায় স্নাতক বা ব্যাচেলর অফ লজ (ইংরেজি: Bachelor of Laws) বলতে ব্রিটিশ কমন ল’ (Common law) আইনব্যবস্থা যে সব দেশে প্রচলিত, সেসব দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আইন বিষয়ে প্রদত্ত প্রাথমিক উচ্চশিক্ষায়তনিক উপাধির সাধারণ নাম, যা ইংরেজিতে সংক্ষেপে এলএল.বি নামেও পরিচিত। মূলত লাতিন লিগাম ব্যাকালাউরেস হতে এলএল.বি. পরিভাষাটি আগত।

    আইনবিদ্যায় স্নাতক

    বিশ্বব্যাপী অধ্যয়ন

    বাংলাদেশ

    বাংলাদেশের নিম্নলিখিত বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যাচেলর অফ লজ অধ্যয়ন করা যায়:

  • উইকিপিডিয়া:আইন পরিভাষা

    উইকিপিডিয়া:আইন পরিভাষা

    বাংলা ভাষায় আইনআদালতে ব্যবহৃত পরিভাষাসমূহের একটি তালিকা নিচে দেয়া হয়েছে। ভারতীয় উপমহাদেশ একসময় মোগল ও সুলতানদের শাসনাধীনে থাকায় এর বিচারব্যবস্থায় প্রচুর আরবিফারসি কৃতঋণ শব্দ ব্যবহৃত হয়। ফলে তৎসম ও তদ্ভব শব্দের পাশাপাশি এসব বিদেশি শব্দও এখানে করা অন্তর্ভুক্ত হয়েছে। তালিকাটি বিন্যাস্ত করা হয়েছে ইংরেজি শব্দের বর্ণানুক্রম অনুসারে।

    উইকিপিডিয়া:আইন পরিভাষা

    A

    • abandoned property – পরিত্যাক্ত সম্পত্তি
    • abandonment – পরিত্যাগ, বর্জন
    • abduction – অপহরণ
    • abetnent – প্ররোচনা, অপসহায়তা করা
    • abettor – প্ররোচক, দুষ্কর্মের সহায়তাকারী
    • absconder – পলাতক, ফেরারী
    • acceession – যোজন বা যোজনা
    • accomplice – দুষ্কর্মের সহযোগী
    • accretion – পরিবৃদ্ধি, উপকূল বৃদ্ধি, ভূ-বৃদ্ধি
    • accumulation – সঞ্চয়ন, পুঞ্জিকরণ
    • accused – আসামি
    • acknowledgement – স্বীকৃতি, প্রাপ্তিস্বীকারপত্র
    • acquisition – গ্রহণ, আহরণ, অর্জন
    • acquittal – বেকসুর খালাস, মুক্তি, অব্যাহতি
    • act – কার্য
    • actionable claim – নালিশযোগ্য দাবি, আদালতগ্রাহ্য দাবি
    • addition – সংকলন, সংযোজন
    • additional evidence – অতিরিক্ত সাক্ষ্য
    • additional sessions judge – অতিরিক্ত দায়রা জজ
    • adhiar – বর্গাদার বা আধিয়ার
    • ad-interim injunction – অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা
    • adjacent – সংলগ্ন, সন্নিহিত, পার্শ্ববর্তী
    • adjournment – মুলতবী, স্থগিত
    • adjustment – সমন্বয় সাধন, সামঞ্জস্য বিধান
    • administrator – প্রশাসক
    • administration suit – তদারক মামলা
    • admission – প্রবেশ, স্বীকৃতি
    • adoption – দত্তক গ্রহণ
    • adult – সাবালক
    • adulteration – ভেজাল মেশান, অপমিশ্রণ
    • adultery – ব্যভিচার
    • adverse possenssion – অপদখল, বিরুদ্ধ দখল
    • advocate – কৌঁসুলি, উকিল
    • adverse witness – প্রতিকূল সাক্ষী
    • affidavit – হলফনামা বা শপথনামা
    • affray – মারামারি
    • agent – প্রতিনিধি
    • agreement – সম্মতি, মতৈক্য, চুক্তি
    • alamat – আলামত
    • alien – বিদেশী, বহিরাগত
    • allegation – অভিযোগ
    • amendent – সংশোধন
    • analogus – অনুরূপ
    • appeal – আপিল
    • appellate court – আপিল আদালত
    • appearance – হাজির হওয়া
    • appellant – আপিলকারী
    • applicant – দরখাস্তকারী, আবেদনকারী
    • approver – রাজসাক্ষী
    • arbitration council – সালিসী পরিষদ
    • arbitration agreement – মধ্যস্থ চুক্তিনামা
    • argument – যুক্তিতর্ক, সওয়াল জবাব
    • arms – অস্ত্রশস্ত্র
    • arms license – অস্ত্রশস্ত্রের অনুমতিপত্র
    • arrest – গ্রেফতার, বন্দী করা
    • assault – আঘাত বা আক্রমণ
    • assessee – করদাতা
    • assistant sessions judge – সহকারী দায়রা জজ
    • assessment year – কর-নির্ধারণ বছর
    • association – সংগঠন
    • attachment – ক্রোক
    • attempt to murder – খুনের চেষ্টা
    • attested – সত্যায়িত, প্রত্যায়িত
    • attesting witness – প্রত্যয়নকারী সাক্ষী
    • attorney general – অ্যাটর্নি জেনারেল
    • attornment –
    • auction sale – নিলাম বিক্রয়
    • auditor general – মহাহিসাব নিরীক্ষক

    B

    • bail – জামিন
    • bail bond – জামিনের মুচলেকা, জামিননামা
    • barga land – আধি জমি বা বর্গা জমি
    • bastard – জারজ বা অবৈধ সন্তান
    • battery – শারীরিক নির্যাতন
    • beneficiary – স্বত্বভোগী
    • benifit of doubt – সন্দেহাবকাশ
    • best evidence – উৎকৃষ্ট সাক্ষ্য
    • bill of exchange – বরাত চিঠি; বিনিময়পত্র
    • bonafide mistake – প্রকৃত ভুল
    • bond – মুচলেকা
    • boy-cotting – বয়কট, বর্জন
    • breach of contract – চুক্তিভঙ্গ, চুক্তি লঙ্ঘন
    • breach of peace – শান্তিভঙ্গ
    • bribery – ঘুষ, উৎকোচ
    • broker – দালাল
    • brothel – পতিতালয়, বেশ্যালয়
    • burden of proof – প্রমাণের দায়িত্ব

    C

    • cancellation of documents – দলিলাদি বাতিলকরণ
    • capital gains – মূলধনী লাভ
    • capital punishment – সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড
    • case – মামলা-মোকদ্দমা
    • cause of action – মামলার কারণ, নালিশীর কারণ
    • caveat – সতর্কীকরণ
    • certificate – প্রত্যয়নপত্র, প্রমাণপত্র
    • certificate of sale – বিক্রয়ের প্রত্যয়নপত্র, বায়নামা
    • certified copy – জাবেদা নকল
    • charge – অভিযোগ
    • charge sheet – অভিযোগপত্র, চার্জশীট
    • charitable trust – দাতব্য ট্রাস্ট, জনকল্যাণমূলক ট্রাস্ট
    • cheating – প্রতারণা, প্রবঞ্চনা
    • chief justice – প্রধান বিচারপতি
    • child witness – শিশু সাক্ষী
    • circumstantial evidence – অবস্থাগত প্রমাণ বা সাক্ষ্য
    • civil contempt – দেওয়ানী অবমাননা
    • civil court – দেওয়ানী আদালত
    • civil law – দেওয়ানী আইন
    • civil prison – দেওয়ানী কয়েদ বা কারাগার
    • civil suit – দেওয়ানী মামলা
    • claim – দাবি
    • clerical error – করণিক ত্রুটি
    • coercion – বলপ্রয়োগ
    • cognizance – বিচারার্থে গ্রহণ, অপরাধ আমলে নেওয়া
    • cognizable case – আমলযোগ্য মামলা
    • cognizable offence – আমলযোগ্য অপরাধ
    • commission – কমিশন
    • compensation – ক্ষতিপূরণ
    • complainant – ফরিয়াদী
    • complaint – অভিযোগ, নালিশ, ফরিয়াদ
    • compromise of suit – মোকদ্দমা আপস বা মীমাংসা করে নেয়া
    • conclusive proof – চূড়ান্ত প্রমাণ
    • confession – স্বীকারোক্তি
    • conjugal rights – দাম্পত্য অধিকার
    • consent – সম্মতি
    • consideration – প্রতিদান
    • constituency – নির্বাচনী এলাকা
    • constructive possession – পরোক্ষ দখল
    • constructive res judicata – পরোক্ষ দোবরা দোষ
    • constitutional questions – সাংবিধানিক প্রশ্ন
    • contigous land holder – পার্শ্ববর্তী জমির মালিক, পাশালী
    • contempt of court – আদালত অবমাননা
    • contingent interest – শর্তসূচক/শর্তসাপেক্ষ স্বার্থ
    • contingent contract – ঘটনাসাপেক্ষ চুক্তি
    • contract – চুক্তি
    • contract of indeminity – ক্ষতিপূরণ চুক্তি
    • conviction – দোষী সাব্যস্ত হওয়া, দণ্ডদান
    • copyright – কপিরাইট, স্বত্ব
    • copyright infringement –
    • corroboration – সমর্থন, সমর্থক বস্তু
    • counter claim – প্রতিদাবি
    • court – আদালত
    • court of appeal – আপিল আদালত
    • court of justice – বিচার আদালত, বিচারালয়
    • court of record – লেখ্য আদালত
    • court fee – বিচার ফি, কোর্ট ফি, রসুম
    • counterfeit – নকলকরণ
    • crime – অপরাধ
    • criminal breach of trust – অপরাধজনক বিশ্বাসভঙ্গ
    • criminal conspiracy – অপরাধজনক ষড়যন্ত্র
    • criminal force – অপরাধজনক বলপ্রয়োগ
    • criminal intimidation – অপরাধজনক ভীতি প্রদর্শন
    • criminal trespass – অপরাধজনক অনধিকার প্রবেশ
    • cross examination – জেরা
    • custody – জিম্মা, হেফাজত, হাজত
    • culpable homicide – দণ্ডার্হ নরহত্যা

    D

    • dacoity – ডাকাতি
    • death – মৃত্যু
    • death penalty – মৃত্যুদণ্ড
    • declaratory decree – ঘোষণামূলক ডিক্রি
    • decree – ডিক্রি
    • decree holder – ডিক্রিদার
    • deceased – মৃত ব্যক্তি
    • deed – সাফ-কবলা দলিল, কবলা
    • de facto guardian – কার্যত অভিভাবক
    • defamation – মানহানি
    • defect in title – স্বত্ব সম্পর্কে ত্রুটি
    • defence witness – আত্মপক্ষ সমর্থনের সাক্ষী
    • defendant – বিবাদী
    • delivery – অর্পণ
    • demeanour of witness – সাক্ষীর আচরণ
    • denovo trail – ডীনোভো ট্রায়াল, পুনরায় বা গোড়া থেকে বিচার শুরু করা
    • departmental inquiry – বিভাগীয় তদন্ত
    • detention – নির্যাতনমূলক আটক
    • deposition – জবানবন্দী
    • deawani adalat – দেওয়ানী আদালত
    • direct evidence – প্রত্যক্ষ সাক্ষী
    • disability – বৈধ অপারগতা
    • discharge of the accused – আসামিকে অব্যাহতি দেওয়া
    • discovery by interrogatories – প্রশ্নাবলীর সাহায্যে আবিষ্কার
    • discovery of documents – দলিল আবিষ্কার
    • discretion of court – আদালতের সুবিবেচনা
    • dismissal of suit – মামলা খারিজ
    • dismissed for default – অনুপস্থিতি/ত্রুটির জন্যে খারিজ
    • dispossession – অপ্রমাণিত
    • disproved – নালিশী সম্পত্তি
    • disputed land –
    • district – জেলা
    • district court – জেলা আদালত
    • district judge – জেলা জজ, জেলা বিচারক
    • documentory evidance – দলিলী সাক্ষ্য, দলিল সংক্রান্ত সাক্ষ্য
    • document – দলিল দস্তাবেজ।
    • document of tite to goods – পণ্য স্বত্বের দলিল
    • donee – দানগ্রহীতা
    • doner – দাতা, দানকারী
    • dower – দেনমোহর
    • dowry – যৌতুক
    • duly served – রীতিমত জারী
    • dying declarations – মৃত্যুকালীন জবানবন্দী

    E

    • easement – ব্যবহার স্বত্ব, সুখাধিকার
    • ejectment – উচ্ছেদ
    • election – নির্বাচন
    • electoral offences – নির্বাচন সংক্রান্ত অপরাধ
    • evacuee – উদ্বাস্তু
    • emergency – জরুরী অবস্থা
    • encumbrance – দায়
    • ends of justice – সুবিচারের জন্য
    • endorsement – পৃষ্ঠাঙ্কন
    • enemy property – শত্রু সম্পত্তি
    • equality before the law – আইনের দৃষ্টিতে সমতা
    • estate – এস্টেট
    • estoppel – স্বীকৃতির বাধা বা প্রতিবন্ধক
    • evidence – সাক্ষ্য
    • examination in chief – সাক্ষীর জবানবন্দী গ্রহণ
    • execution of deed – দলিল সম্পাদন
    • executing court – জারীকারক আদালত
    • excise goods – আবগারী দ্রব্য
    • executive – কার্যনির্বাহক, প্রশাসক
    • existing law – প্রচলিত আইন
    • escheat – উত্তরাধিকারীর অভাবে সম্পত্তি বাজেয়াপ্ত
    • ex-parte – একতরফা
    • extinguishment of right – স্বত্বের বিলুপ্তি
    • extoration – বলপূর্বক গ্রহণ
    • extradition – বহিঃসমর্পণ
    • explosive – বিস্ফোরক

    F

    • fact ঘটনা, তথ্য
    • fact in issue বিচার্য তথ্য বা ঘটনাবলি
    • false charge মিথ্যা অভিযোগ
    • false evidence মিথ্যা সাক্ষ্য
    • false imprisonment ভুল কারারুদ্ধকরণ
    • false information অসত্য তথ্য
    • false personation কপট পরিচয়
    • family predigree পারিবারিক বংশতালিকা
    • fee ফী, মাশুল, দেয়ক
    • fictitious deed অলীক দলিল
    • fiduciary relation বিশ্বাসের সম্পর্ক
    • fihristy তালিকা, ফিরিস্তি
    • filius nullius জারজ সন্তান
    • fine জরিমানা, অর্থদণ্ড
    • firearms আগ্নেয়াস্ত্র
    • first information report
    • foreign judgement বিদেশি রায়
    • forensic আদালতি
    • forfeiture বাজেয়াপ্ত
    • forged document জাল দলিল
    • forgery জালিয়াতি
    • framing suit মামলা
    • free consent স্বাধীন ইচ্ছা বা মতামত
    • freedom of assembly সমাবেশের স্বাধীনতা
    • freedom of profession/occupation পেশা/বৃত্তির স্বাধীনতা
    • freedom of religion ধর্মীয় স্বাধীনতা
    • fundamental rights মৌলিক অধিকার

    G

    • gain wrongfully – অবৈধভাবে লব্ধ
    • gazette – গেজেট
    • government pleader – সরকারি উকিল
    • gratification – বকশিশ বা পারিতোষক
    • grievous hurt – গুরুতর আঘাত
    • groundless charge – ভিত্তিহীন অভিযোগ
    • guardian – অভিভাবক
    • guardian ad-litem – পরবর্তী বন্ধু/অভিভাবক, গার্জিয়ান এড-লিটেম

    H

    • habeas corpus – বন্দী প্রদর্শন
    • habitual offender – অভ্যাসগত অপরাধী
    • hanging – ফাঁসি
    • harbour – আশ্রয় দান করা
    • hearsay evidence – শোনা সাক্ষ্য বা জনরবভিত্তিক সাক্ষ্য
    • hearing – শুনানী
    • hereditary property – বংশগত সম্পত্তি, উত্তরাধিকারপ্রাপ্ত সম্পত্তি
    • high court – হাইকোর্ট
    • hoarding – মজুতদারী
    • homestead – বসতবাড়ি
    • homicide – নরহত্যা
    • hostile witness – প্রতিকূল বা বৈরী সাক্ষী
    • house trespass – সিঁদ কেটে প্রবেশ বা গৃহভেদ
    • hurt – আঘাত

    I

    • illegitimate – জারজ/অবৈধ সন্তান
    • immunity – দায়মুক্তি
    • immovble property – স্থাবর সম্পত্তি
    • impeachment – অভিশংসন, মহাভিযোগ
    • implied contract – পরোক্ষ চুক্তি
    • impound – আটক রাখা
    • imprisonment – কারাদণ্ড
    • inferior court – অধস্তন আদালত
    • infractuous decree – অকার্যকর বা ত্রুটিপূর্ণ ডিক্রি
    • inherent power – অন্তর্নিহিত ক্ষমতা
    • inheritance – উত্তরাধিকার
    • injunction – নিষেধাজ্ঞা
    • inquest report – সুরতহাল/ময়না তদন্ত রিপোর্ট
    • insolvency act – দেউলিয়া আইন
    • insolvent person – দেউলিয়া ব্যক্তি
    • inspection – পরিদর্শন
    • institution of suit – মামলা দায়ের
    • Interdict – নিষেধাজ্ঞা
    • interlocutory order – অন্তর্বর্তীকালীন আদেশ
    • interposition – সালিশী, মধ্যস্থতা
    • interpleader suit – স্বার্থবিহীন ব্যবহার মোকদ্দমা
    • interrogatory – জিজ্ঞাসাবাদ, বাক্যানুযোগ
    • issue – বিচার্য বিষয়

    J

    • judge – বিচারক, জজ, হাকিম
    • judgement – রায়
    • judicial discretion – বিচারিক মর্জি
    • judicial notice – বিচারিক অবগতি
    • judicial proceeding – বিচারিক কার্যক্রম
    • jurist – জুরি
    • jurisdication – এখতিয়ার
    • juvenile offender – কিশোর আপরাধী

    K

    • kazi – কাজী
    • khas land – খাস জমি
    • kidnapping – অপহরণ

    L

    • labour court – শ্রম আদালত
    • lakhiraj – লাখেরাজ
    • law – আইন
    • lawyer – আইনজীবী, উকিল
    • lease – ইজারা, মেয়াদী বন্দোবস্ত, লীজ
    • legacy – দায়, উত্তর দায়
    • legislature – আইনসভা
    • lessor – ইজারাদাতা
    • licence – লাইসেন্স, অনুমতিপত্র, অনুজ্ঞাপত্র
    • life estate – জীবনস্বত্ব
    • limitiation – তামাদী
    • liquidation – অবসায়ন
    • lis pendens – বিচারাধীন/অমীমাংসিত মামলা
    • litigant – মামলাকারী
    • litigation – মামলা
    • local inspection – সরেজমিনে পরিদর্শন

    M

    • magistrate – ম্যাজিস্ট্রেট
    • majority – সাবালকত্ব
    • malicious prosecution – বিদ্বেষযুক্ত মামলা
    • mandamus – কার্যাদেশ
    • mandatory injunction – আদেশমূলক বা বাধ্যতামূলক নিষেধাজ্ঞা
    • material witness – আবশ্যকীয় সাক্ষী
    • medical witness – চিকিৎসক সাক্ষী
    • mis appropriation – আত্মসাৎকরণ
    • mortgage – বন্ধক, মর্টগেজ
    • mortgage deed – বন্ধকী দলিল
    • movable property – অস্থাবর সম্পত্তি
    • murder – খুন

    N

    • national emblem – জাতীয় প্রতীক
    • natural guardian – স্বাভাবিক অভিভাবক
    • negotiable instrument – হস্তান্তরযোগ্য দলিল

    O

    • oath – হলফ, শপথ
    • obligation – দায়-দায়িত্ব, বাধ্যবাধকতা
    • offence – অপরাধ
    • official confidence – সরকারি গুপ্তকথা
    • ombudsman – ন্যায়পাল
    • omission – বিচ্যুতি
    • onus of proof – প্রমাণের দায়িত্ব
    • open court – প্রকাশ্য বা উন্মুক্ত আদালত
    • optional retirement – স্বেচ্ছাধীন অবসর গ্রহণ
    • ordinance – অধ্যাদেশ
    • oral evidence – মৌখিক সাক্ষ্য
    • owership – মালিকানা

    P

    • particulars – বিশেষ বিবরণ, জ্ঞাতব্য বিষয়
    • partition – বাটোয়ারা
    • part performance – আংশিখ চুক্তি পালন
    • partner – অংশীদার
    • passport – পাসপোর্ট, ছাড়পত্র
    • pauper – নিঃস্ব ব্যক্তি
    • peeuniary jurisdiction – আর্থিক এখতিয়ার
    • penalty – দণ্ড, শাস্তি
    • pending – মুলতবি, অসম্পন্ন, বিচারাধীন
    • pension – অবসর ভাতা, পেনশন
    • perpetual/permanent injunction – চিরস্থায়ী নিষেধাজ্ঞা
    • petition – দরখাস্ত, পিটিশন
    • personation – ছদ্মবেশ ধারণ
    • plaint – আরজি
    • plaintiff – বাদী
    • pleader – উকিল বা এডভোকেট
    • pleading – আরজি-জবাব
    • plea of guilty – অভিযোগের সত্যতা স্বীকার
    • possession – দখল
    • power of atorney – মোক্তারনামা
    • post mortem – ময়নাতদন্ত
    • precedent – নজীর
    • pre-emption – অগ্র ক্রয়াধিকার
    • prejudicial act – ক্ষতিকর কার্য
    • presumption – অনুমান
    • prima facie – আপাতদৃষ্টি
    • primary evidence – প্রাথমিক সাক্ষ্য
    • process – সমন বা নোটিশ
    • proclamation of sale – বিক্রয় ইশতেহার
    • prosecute – মামলা দায়ের
    • prosecution – মামলা
    • production of documents – দলিল দাখিল
    • proclamation – ঘোষণা বা ইশতেহার
    • property – সম্পত্তি
    • previous acquittal – পূর্বেকার খালাস
    • private defence – আত্মরক্ষা, ব্যক্তিগত প্রতিরক্ষা
    • privilege – বিশেষাধিকার
    • promissory note – অঙ্গীকারপত্র
    • prospectus – ধিবরণপত্র, প্রসপেক্টাস
    • prostitution – পতিতাবৃত্তি
    • public prosecutor – সরকারি অভিযোক্তা
    • public notification – সরকারি বিজ্ঞপ্তি
    • public survents – সরকারি কর্মচারী
    • punishment – দণ্ড দান
    • public charities – গণট্রাস্ট বা দাতব্য প্রতিষ্ঠান

    Q

    • quasi contract – নিমচুক্তি, প্রায় চুক্তি
    • quasi judicial – প্রায় বিচারিক
    • quantum meruit – কর্ম অনুযায়ী পারিশ্রমিক
    • quorum – কোরাম
    • quo-warranto – পদাধিকার সম্পর্কে ঘোষণা, কো-ওয়ারেন্টো

    R

    • rape – ধর্ষণ
    • recall – পুনরায় তলব
    • receiver – তত্বাবধায়ক
    • recognised agent – স্বীকৃত প্রতিনিধি
    • record of rights – স্বত্বের দলিল
    • rectification of deed – দলিল সংশোধন
    • reduction of rank – পদাবনমন
    • re-examination – পুনঃজবানবন্দী
    • reference – অভিমত গ্রহণ
    • reinstate – পুনঃবহাল
    • rejection of plaint –
    • relinquishment – আরজি প্রত্যাখ্যান
    • remand – পুনঃবিচারের জন্য প্রেরণ
    • rent – খাজনা, কর
    • representative suit – প্রতিনিধিত্বমূলক মামলা
    • repealed act – রদকৃত আইন
    • relief – প্রতিকার
    • residuaries – অবশিষ্টাংশ ভোগী
    • res-judicata – পূর্ব-বিচার সিদ্ধান্ত
    • restitution – প্রত্যার্পণ
    • retracted confession – প্রত্যাহৃত স্বীকারোক্তি
    • return of plaint – আরজি ফেরত দেওয়া
    • reversioner – সম্ভাব্য উত্তরাধিকারী
    • revenue court – রাজস্ব আদালত
    • review – পুনঃবিবেচনা
    • rioting – দাঙ্গা
    • robbery – দস্যুতা
    • revocation of gifts – দান প্রত্যাহার
    • rateable distribution – আনুপাতিক হারে বন্টন
    • reconveynance deed – অর্থফেরত কবলা

    S

    • search – সন্ধান, তল্লাশী, খানাতল্লাশী
    • search warrant – তল্লাশী পরওয়ানা
    • secondary evidence – অপ্রধান/গৌণ সাক্ষ্য
    • security – জামানত
    • security for keeping the peace – শান্তিরক্ষার মুচলেকা
    • sedition – রাষ্ট্রদ্রোহ, প্রজাবিদ্রোহ
    • seduction – চরিত্রভ্রষ্ট করা, প্রলুব্ধকরণ
    • self acquired property – স্বোপার্জিত সম্পত্তি
    • sellers lien – বিক্রেতার পূর্বস্বত্ব অধিকার
    • semi judicial – আধাবিচার বিষয়ক, অর্ধ-বিচারিক
    • sentence – দণ্ডাদেশ
    • servant of the government – রাষ্ট্রীয় কর্মচারী
    • service of the republic – প্রজাতন্ত্রের কর্ম
    • service of summons – সমন জারি
    • session – অধিবেশন (সংসদ)
    • set off – পারস্পরিক দায়শোধ
    • settlement – পত্তনী, প্রজাবিলি
    • sheriff – শেরিফ
    • show houses – প্রেক্ষাগৃহ
    • simple mortgage – সাধারণ/সরল রেহেন
    • small causes court – স্বল্প এখতিয়ারসম্পন্ন আদালত
    • smuggling – কালোবাজারী
    • solitary confinement – নির্জন কারাবাস
    • spes suceessionis – সম্ভাব্য উত্তরাধিকারী
    • state act – রাষ্ট্রীয় আইন
    • strike – ধর্মঘট
    • subrogation – স্থলাভিষিক্ত
    • substituted service – বিকল্প জারি
    • substitution – কায়মোকাম
    • suicide – আত্মহত্যা
    • successor – উত্তরাধিকারী
    • suit – মোকদ্দমা, মামলা
    • summary trial – সংক্ষিপ্ত বিচার
    • summons – সমন
    • suo motu – স্বতঃপ্রণোদিত
    • supreme court – সুপ্রিম কোর্ট

    T

    • tahsil – তহশীল
    • tax – কর
    • taxation – করারোষ
    • tenant – প্রজা
    • title – স্বত্ব
    • theft – চুরি
    • transfer of case – মামলা স্থানান্তর
    • tranfer of suit – মোকদ্দমা স্থানান্তর
    • transportation for life – যাবজ্জীবন (কারাদণ্ড)
    • trespass – অনধিকার প্রবেশ
    • trail – বিচার কার্য, মামলার শুনানী, ট্রায়াল
    • true copy – অনুলিপি, অবিকল কপি
    • trust – জিম্মা

    U

    • unlawful assembly – বেআইনী সমাবেশ
    • unnatural offence – অস্বাভাবিক অপরাধ
    • usage – প্রথা
    • usufructuary mortgage – খাইখালাশী বন্ধক

    V

    • vendor – বিক্রেতা
    • vendors charge – বিক্রেতার স্বত্ব, অধিকার
    • vested property – অর্পিত সম্পত্তি
    • vested interest – ন্যস্ত স্বার্থ
    • void deed – বাতিল দলিল
    • valid contract – বৈধ চুক্তি
    • voluntary confession – স্বেচ্ছাকৃতভাবে স্বীকারোক্তি

    W

    • wages – মজুরী
    • waived – অধিকার পরিত্যাগ, দাবিত্যাগ
    • warrant – পরওয়ানা, ওয়ারেন্ট
    • ware house – পণ্যাগার
    • warranty – নির্ভরপত্র
    • withdrawal of suit – মোকদ্দমা প্রত্যাহার
    • witness – সাক্ষী
    • will – উইল
    • works council – কর্মপরিষদ
    • writ – রীট
    • wrongful confinement – অবৈধ অবরোধ

    Y

    • youthful offender – তরুণ অপরাধী
  • অভিনয় নিয়ন্ত্রণ আইন, ১৮৭৬

    অভিনয় নিয়ন্ত্রণ আইন, ১৮৭৬

    অভিনয় নিয়ন্ত্রণ আইন, ১৮৭৬ হলো ব্রিটিশ ভারতে স্থানীয় জনগোষ্ঠীর শিল্পচর্চার মাধ্যমে পরাধীনতা ও উপনিবেশিক শাসকদের প্রতি প্রতিবাদ প্রতিরোধের জন্য তৎকালীন সরকার কর্তৃক প্রবর্তিত একটি নিবর্তনমূলক পদক্ষেপ।[১] এই আইনটি অদ্যাবধি ভারতবর্ষের বহু স্থানে বলবত্ রয়েছে।[২]

    অভিনয় নিয়ন্ত্রণ আইন, ১৮৭৬

    উদ্দেশ্য

    এই আইন-প্রণয়নের উদ্দেশ্য ছিল নিম্নরূপঃ[৩]

    1. নাটকের মধ্য দিয়ে জনগণের মধ্যে যে দেশাত্মবোধ ও জাতীয়তাবোধের বিস্তার ঘটছিল তা বন্ধ করা;
    2. ব্রিটিশ সরকারের জনপ্রিয়তা ও ভাবমূর্তি রক্ষা করা;
    3. যে-কোনো রাজনীতি বিষয়ক নাটক ও অভিনয় নিয়ন্ত্রিত করা।
  • সার্বভৌমত্ব

    সার্বভৌমত্ব

    সার্বভৌমত্ব (বাংলা উচ্চারণ: [সার্বভৌমত্ব] (শুনুন)) বলতে কোন দেশ বা রাষ্ট্রের নিজের অভ্যন্তরীন এবং অন্যান্যরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নির্ধারণের চূড়ান্ত ক্ষমতাকে বোঝায়। সার্বভৌমত্ব কোনো পরিচালনা পরিষদের বাইরের কোনো উৎস বা সংগঠনের হস্তক্ষেপ ছাড়া কাজ করার পূর্ণ অধিকার ও ক্ষমতা। রাজনৈতিক তত্ত্ব অনুযায়ী, সার্বভৌমত্ব কোনো একটি রাষ্ট্রব্যবস্থার উপর সর্বোচ্চ ক্ষমতা নির্দেশকারী একটি গুরুত্বপূর্ণ পরিভাষা। এটি রাষ্ট্রগঠনের সার্বভৌমত্বকেন্দ্রিক মতবাদের একটি মূলনীতি।এটি রাষ্ট্র গঠনের মূখ্য উপাদান।আর সার্বভৌমের আদর্শই হলো আইন।এই উপাদান ব্যতীত কোন রাষ্ট্র গঠিত হতে পারে না।

    সার্বভৌমত্ব

    সার্বভৌমত্বের প্রকারভেদ

    সার্বভৌমত্বের বিভিন্ন ধারণা নিয়ে দীর্ঘদিন ধরে প্রচুর আলোচনা হয়েছে, এবং এই বিতর্ক এখনো চলমান রয়েছে। এর ফলে সার্বভৌমত্বের সংজ্ঞা, ধারণা এবং প্রয়োগে পরিবর্তন এসেছে, বিশেষ করে আলোকায়নের সময়ে। সার্বভৌমত্বের বর্তমান ধারণায় ভূখণ্ড, জনসংখ্যা, কর্তৃপক্ষ এবং স্বীকৃতি– এই চারটি দিক রয়েছে। স্টিফেন ডি. ক্রাসনার এর মতে, এই শব্দটি চারটি ভিন্ন ভিন্ন উপায়ে অনুধাবন করা যায়ঃ

    • অভ্যন্তরীন সার্বভৌমত্ব – রাষ্ট্রের অভ্যন্তরে রাষ্ট্রের কোনো কর্তৃপক্ষের চর্চিত সর্বময় ক্ষমতা।
    • আন্তঃনির্ভরশীল সার্বভৌমত্ব – রাষ্ট্রের সীমান্ত আছে ধরে নিয়ে তাতে চলাচলের পূর্ণ নিয়ন্ত্রণ।
    • আন্তর্জাতিক আইনি সার্বভৌমত্ব – অন্যান্য সার্বভৌম রাষ্ট্রের আনুষ্ঠানিক স্বীকৃতি। আন্তর্জাতিক আইনি সার্বভৌমত্বের উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে, শায়েখতান্ত্রিক সার্বভৌমত্ব শায়েখতন্ত্র, রাজকীয় সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও ইসলামিক সার্বভৌমত্ব ইত্যাদি।
    • ওয়েস্টফ্যালিয়ান সার্বভৌমত্ব – রাষ্ট্রের অভ্যন্তরে অন্যান্য কর্তৃপক্ষের  উপর রাষ্ট্রীয় কর্তৃপক্ষের কর্তৃত্ব (এই ধরনের প্রতিষ্ঠানের উদাহরণঃ বাহ্যিক ধর্মীয় কিংবা রাজনৈতিক সংগঠন কিংবা অন্য কোনো বাহ্যিক শক্তি)।

    আমরা প্রায়ই এই চারটি ধারণাকে একত্রে আসতে দেখি, কিন্তু এটি অপরিহার্য নয়। এই চারটি দিক একটি আরেকটির দ্বারা প্রভাবিত নয়, এবং এক দিয়ে সার্বভৌম না হয়েও অন্য দিক দিয়ে সার্বভৌম ছিল, এ ধরনের রাষ্ট্রের উদাহরণ ইতিহাসে পাওয়া যায়। ইমানুয়েল ওয়ালারস্টেইনের মতে, সার্বভৌমত্বের আরেকটি মৌলিক বৈশিষ্ট্য হল একে অর্থবহ হতে হলে বাকিদের কাছ থেকে এর স্বীকৃতি থাকতে হবে, “সার্বভৌমত্ব একটি আইনি ব্যাপারের বাইরেও কিছু একটা, (…যার) পারস্পারিক স্বীকৃতি দরকার হয়। সার্বভৌমত্ব একটি কাল্পনিক বাণিজ্য, যাতে দুটি সম্ভাব্য বিরোধী পক্ষ বাস্তব সক্ষমতাকে সম্মান করে এই ধরনের স্বীকৃতিকে তাদের সবচেয়ে কম ব্যয়বহুল কৌশল হিসাবে গ্রহণ করে।”

    ইতিহাস

    ধ্রুপদী ধারণা

    রোমান আইনজ্ঞ উলপিয়ান লক্ষ করেন যে

    • জনগণ তাদের নিয়ন্ত্রণ এবং ক্ষমতা সম্রাটের কাছে স্থানান্তর করে। Cum lege regia, quae de imperio eius lata est, populus ei et in eum omne suum imperium et potestatem conferat (Digest I.4.1)
    • সম্রাট কোনো আইনের অধীন নন। Princeps legibus solutus est (Digest I.3.31)
    • সম্রাটের ইচ্ছাই সংবিধান। Quod principi placuit legis habet vigorem. (Digest I.4.1)

    যদিও তিনি সরাসরি বলেননি, তবু সম্রাট এক ধরনের চূড়ান্ত ক্ষমতা চর্চা করতেন, যার উৎপত্তি জনতার থেকেই, এমন একটি ধারণা উলপিয়ান ব্যক্ত করেন।

    মধ্যযুগীয় ধারণা

    উলপিয়ানের ধ্রুপদী বক্তব্য মধ্যযুগীয় ইউরোপে অজানা ছিল না, কিন্তু মধ্যযুগীয় সময়ে সার্বভৌমত্ব একটি গুরুত্বপূর্ণ ধারণা ছিল। মধ্যযুগের রাজারা সার্বভৌম ছিলেন না, অন্ততঃ অতটা শক্তিশালী না, কারণ তাদের অভিজাত সামন্তদের সাথে ক্ষমতা ভাগ করতে হত এবং সামন্তরা তাদের কাজ নিয়ন্ত্রণ করতেন। উপরন্তু, দুই শ্রেণীকেই প্রথা মেনে চলতে হত।

    মধ্যযুগে সার্বভৌমত্ব রাজন্য ও অভিজাতদের de jure অধিকার হিসাবে এবং ব্যক্তি জীবনে তাদের নিজস্ব পছন্দগুলি তৈরি করার de facto ক্ষমতা হিসাবে উপস্থিত ছিল।

    ১৩৮০ থেক ১৮০০ সালের কাছাকাছি সময়ে জ্যোফ্রে চৌসাটারের মিডল ইংলিশ সংগ্রহে ক্যানটারবেরী টেলস, বিশেষত দ্য ওয়াইফ অফ বাথের গল্পে নারীবাদী সার্বভৌমত্বের বিষয়টি নিয়ে কথা বলা হয়েছিল।

    পরে ইংরেজ আর্থারিয়ান রোম্যান্স, দ্য ওয়েডিং অফ স্যার গোয়াইন ও ডাম র‍্যাগনিয়েল (1450 খ্রিষ্টাব্দ), দ্য ওয়াইফ অফ বাথ গল্পের অনেক উপাদান ব্যবহার করে, তবে রাজা আর্থার এবং নাইটদের আদালতের প্রেক্ষাপটে গল্পটি সাজায়। এর গল্প নাইট স্যার গোয়েনের তার নববঁধু ডাম র‍্যাগনিয়েলকে সার্বভৌমত্ব প্রদানকে ঘিরে আবর্তিত হয়, যাকে নারীদের চূড়ান্ত চাওয়া হিসাবে দেখানো হয়।

    পুণর্জাগরণ

    মধ্যযুগে সার্বভৌমত্ব অভিজাতদের ‘ডেই জুরে’ অধিকার হিসাবে এবং ব্যক্তির নিজের জীবনের সিদ্ধান্ত নেয়ার ‘ডেই ফ্যাক্টো’ সক্ষমতা হিসাবে বর্তমান ছিল।

    একটি ধারণা হিসাবে সার্বভৌমত্বের পূণর্জাগরণ ঘটে ষোড়শ শতাব্দীতে, এমন একটি সময়ে যখন গৃহযুদ্ধ একটি কেন্দ্রীয় শক্তিশালী কর্তৃপক্ষের বাসনা তৈরি করেছিল, যখন সামন্ত রাজারা তাদের আভিজাত্যের বিনিময়ে নিজেদের হাতে ক্ষমতা পুঞ্জিভূত করছিল, এবং আধুনিক জাতিরাষ্ট্র গড়ে উঠছিল। জীন বোদিন, কিছুটা ফ্রান্সের ধর্মযুদ্ধগুলোর প্রতিক্রিয়াস্বরূপ শক্তিশালী কেন্দ্রীয় কর্তৃপক্ষ হিসাবে পরম রাজতন্ত্রের আকারে সার্বভৌমত্বের তত্ত্ব প্রদান করেন। ১৫৭৬ সালে তিনি তার বই Les Six Livres de la République (প্রজাতন্ত্রের ছয়টি বই) এ যুক্তি দেখান, সহজাতভাবেই সার্বভৌমত্বকে হতে হবেঃ

    • পরমঃ এই অংশে তিনি বলেন যে সার্বভৌম সত্ত্বাকে অবশ্যই দায়িত্ব ও শর্ত থেকে স্বাধীন হতে হবে, অধীনদের অনুমোদন ছাড়াও আইন প্রণয়নের ক্ষমতা থাকতে হবে, পূর্বসূরীদের আইনের অধীন হবে না, এবং নিজের আইনেরও অধীনে থাকবে না, কারণ এটি অযৌক্তিক।
    • স্থায়ীঃ এটি কোনো জরুরী অবস্থায় কোনো নেতা কিংবা কোনো রাষ্ট্রীয় কর্মচারী যেমন ম্যাজিস্ট্রেটের উপর অর্পিত দায়িত্ব নয়। যিনি সার্বভৌম ক্ষমতার অধিকারী তাকে স্থায়ী হতে হবে, কারণ সময়সীমা আরোপ করার সক্ষমতা আছে এমন কাউকে অবশ্যই সার্বভৌম শক্তির চেয়েও শক্তিশালী হতে হবে, যা পরম ক্ষমতার অধিকারী কর্তৃপক্ষের ক্ষেত্রে অসম্ভব।

    জনগণের কাছ থেকে শাসকের কাছে (সার্বভৌম হিসাবেও পরিচিত) সার্বভৌমত্ব স্থানান্তরের ধারণা বোদিন প্রত্যাখ্যান করেছিলেন; প্রাকৃতিক নিয়ম এবং ঐশ্বরিক আইন সার্বভৌম শাসন করার অধিকার প্রদান করে। এবং সার্বভৌম ব্যক্তি ঐশ্বরিক আইন বা প্রাকৃতিক নিয়মের ঊর্ধ্বে নন, বরং তিনি কেবল মানবসৃষ্ট আইনের উর্ধ্বে। তিনি ঐশ্বরিক আইন থেকে উদ্ভূত কিছু মৌলিক নিয়ম, প্রাকৃতিক নিয়ম, যুক্তি, সকল দেশের জন্য প্রযোজ্য সাধারণ আইন এবং সার্বভৌম ও তার উত্তরসুরি নির্ধারণ এবং সার্বভৌমের ক্ষমতার সীমা কী হবে এসব ব্যাপার নির্ধারণকারী রাষ্ট্রের মৌলিক আইনের প্রতি সার্বভৌমের লক্ষ রাখার ব্যাপারে জোর দেন। এইভাবে, বোদিনের সার্বভৌমের ক্ষমতা রাষ্ট্রের সাংবিধানিক আইন এবং প্রতিটি মানুষের উপর আরোপিত উচ্চতর আইন দ্বারা সীমাবদ্ধ ছিল। সার্বভৌমের ঐশ্বরিক ও প্রাকৃতিক আইন মেনে চলার ব্যাপারটি তার কাজকর্মে কিছু নৈতিক সীমারেখা টেনে দেয়। বোদিন lois royales বা ফরাসী রাজতন্ত্রের কিছু মৌলিক আইন যার দ্বারা উত্তরাধিকারের মত ব্যাপারগুলো নিয়ন্ত্রিত হত, কেও প্রাকৃতিক নিয়ম এবং ফরাসী সার্বভৌমের অবশ্য পালনীয় হিসাবে তুলে ধরেন।

    পরমত্বের ধারণায় বিশ্বাসী হওয়ার পরেও বাস্তবক্ষেত্রে সরকারের কীভাবে কাজ করা উচিত, এ ব্যাপারে বোদিনের কিছু মধ্যপন্থী মতামত ছিল। তিনি বলেন, সার্বভৌম বাধ্য না হলেও বাস্তবে উপদেশ পাওয়ার জন্য তার একটি সিনেট আহ্বান করা উচিত, আইনের মাধ্যমে বিচারকদের হাতে কিছু প্রাশাসনিক ক্ষমতা প্রদান করা উচিত এবং জনগণের সাথে যোগাযোগের উপায় হিসেবে একটি ব্যবস্থাপক সভা রাখা উচিত। বোদিন বিশ্বাস করতেন “সবচেয়ে ঐশ্বরিক, সবচেয়ে চমৎকার এবং সঠিক রাষ্ট্র” আংশিকভাবে গণতান্ত্রিক উপায়ে ও আংশিকভাবে অভিজাতদের দ্বারা শাসিত হয়।

    বোদিন তার মতবাদে রাজাদের ঐশ্বরিক ক্ষমতাকে নির্ধারণ করে দেন।

    আলোকায়নের যুগ

    আলোকায়নের যুগে সার্বভৌমত্বের ধারণা পশ্চিমা রাষ্ট্রের বর্ণনায় আইনি ও নৈতিক শক্তি হয়ে উঠে। নির্দিষ্ট করে সার্বভৌমত্ব প্রতিষ্ঠার উপায় হিসাবে “সামাজিক চুক্তি”র চুক্তির প্রস্তাব করা হয়, এবং ১৮০০ সালের মধ্যে ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যাপকভাবে গৃহীত হয়, যদিও ব্রিটেনেও কিছুটা কম পরিমাণে হয়।

    লেভিয়াথানে থমাস হোবস বোদিনের মতই সার্বভৌমত্বের একটি ধারণায় পৌঁছান, যেটি অন্য কারণে “পিস অব ওয়েস্টফেলিয়া”য় আইনি কাঠামো লাভ করে। তিনি প্রথমবারের মত সামাজিক চুক্তির একটি আধুনিক সংস্করণ তৈরি করেন, এবং যুক্তি দেখান যে মানুষের মধ্যে পারস্পারিক সহযোগিতা ছাড়া জীবনের কদর্য, পাশবিক ও ইতর গুণগুলোকে কাটিয়ে উঠতে মানূষের অবশ্যই একটি রাষ্ট্রীয় কাঠামোর আসতে হবে এবং একটি সার্বভৌম শক্তির কাছে নিজেকে সমর্পণ করতে হবে যা তাদের সামগ্রিক কল্যাণের জন্য কাজ করতে বাধ্য করবে। এই যুক্তিটি সার্বভৌমত্বের প্রথম প্রবর্তকদের আকৃষ্ট করেছিল। হোবস বোদিনের ও ওয়েস্টফেলিয়ান ধারণার বাইরেও সার্বভৌমত্বের সংজ্ঞাকে আরো দৃঢ় করেন এবং বলেন একে অবশ্যই হবে হবেঃ

    • পরমঃ কারণ সার্বভৌমের উপর শর্ত আরোপ করা যাবে কেবল যদি তার বাইরেও কোনো সালিশি শক্তি থাকে যে নির্ধারণ করবে কখন সার্বভৌম এসব শর্ত ভঙ্গ করেছে। কিন্তু এক্ষেত্রে সার্বভৌমের চূড়ান্ত কর্তৃত্ব থাকবে না।
    • অদৃশ্যঃ সার্বভৌম কেবল নিজের এলাকার চূড়ান্ত কর্তাই নয়, সে তার কর্তৃত্ব আর কারো সাথে ভাগ করে না। হোবস একে সত্য বলে ধরে নেন কারণ এছাড়া একাধিক কর্তৃপক্ষের মধ্যে মতবিরোধের নিষ্পত্তি করার কোনো উপায় থাকবে না।

    তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জনগণ শাসককে সার্বভৌমত্ব দেয় হোবস এই অনুমান থেকে এই সিদ্ধান্তে আসেন যে শাসক কখনো ব্যর্থ হলে নিজেদের রক্ষা করার ক্ষমতা নতুন একটি সামাজিক চুক্তি করার মাধ্যমে ফিরে পায়।

    হোবসের এই তত্ত্ব সামাজিক চুক্তি তত্ত্ব ব্যবহার করে সার্বভৌমত্বের ধারণাকে দৃঢ়ভাবে আকার প্রদান করে। জাঁ-জ্যাক রুশো (১৭২১-১৭৭৮ খ্রি.) জনপ্রিয় সার্বভৌমত্বের সংজ্ঞা প্রদান করে বলেন (ফ্রান্সিসকো সুরেজের শক্তির উত্থানের তত্ত্বের প্রথম দিকের সূত্র অনুগামী) যে জনগণই একমাত্র বৈধ সার্বভৌম। রুসো সার্বভৌমত্বকে অবিচ্ছিন্ন বলে বিবেচনা করা; তিনি উৎস এবং সার্বভৌমত্ব প্রয়োগকারী সত্ত্বার মধ্যে পার্থক্যের নিন্দা করেছেন, যার উপর ভিত্তি করে সাংবিধানিক রাজতন্ত্র ও প্রতিনিধিত্বশীল গণতন্ত্র প্রতিষ্ঠিত। জন লক এবং মন্টেসকিউও সার্বভৌমত্বের ধারণার বিকাশে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। অবিচ্ছিন্নতার ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গি রুশো এবং হোবসের সাথে চেয়ে ভিন্ন ছিল

  • সামরিক আদালত

    সামরিক আদালত

    সামরিক আদালত হল সেনাবাহিনীতে সৈনিকদের চাকরির শৃংখলাভঙ্গজনিত অপরাধের বিচার করার জন্য সেনা কর্মকর্তাদের নিয়ে গঠিত একটি আদালত।[১]

    সামরিক আদালত

    গঠন প্রক্রিয়া

    এই আদালত কয়েকজন সেনা কর্মকর্তাকে নিয়ে গঠিত হয়।[১]

    বিচার প্রক্রিয়া

    সামরিক আদালত জজ অ্যাডভোকেট নামক আইনি যোগ্যতাসম্পন্ন একজন কর্মকর্তার দেওয়া পরামর্শ অনুযায়ী বিচারকার্য পরিচালনা করেন।[১]

  • সরকার

    সরকার

    সরকার বা শাসনব্যবস্থা[১] (ইং: Government) হলো কোনো দেশের সর্বোচ্চ সংস্থা ও কর্তৃপক্ষ যার মাধ্যমে দেশটির শাসন কার্য পরিচালিত হয়। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় সরকার জনগণের নির্বাচিত প্রতিনিধি যেমন সংসদ সদস্যদের দ্বারা গঠিত হয়। সরকারের মৌলিক দায়িত্ব জনগণের অভিপ্রায় অনুযায়ী দেশের নিরাপত্তা বিধান করা, সমাজের শান্তি বজায় রাখা, মানুষের জান-মাল রক্ষা করা এবং বিবাদের ক্ষেত্রে বিচারকার্য পরিচালনা করা। সরকার তার ওপর আরোপিত দায়িত্বসমূহ পালনের স্বার্থে রাজস্ব আহরণ করে এবং শাসনকার্য পরিচালনা ও উন্নয়নমূলক কাজের জন্য তা ব্যয় করে থাকে।[২]

    সরকার

    সাধারণত “সরকার” শব্দটির দ্বারা একটি সাধারণ সরকার বা সার্বভৌম রাষ্ট্রকে বোঝায়। সরকার স্থানীয়, জাতীয় বা আন্তর্জাতিক হতে পারে। যদিও বাণিজ্যিক, শিক্ষাগত, ধর্মীয়, বা অন্যান্য বিধিবদ্ধ সংস্থাগুলিও নিজস্ব পরিচালন কর্তৃপক্ষ কর্তৃক শাসিত হয়। এই জাতীয় কর্তৃপক্ষ বোর্ড অফ ডিরেক্টর, ম্যানেজ‍ার, গভর্নর নামে পরিচিত; এগুলিকে প্রশাসন (যেমন বিদ্যালয় প্রশাসন) বা কাউন্সিল অফ এল্ডার্স (যেমন খ্রিষ্টান চার্চে) নামেও চিহ্নিত করা হয়ে থাকে। সরকারের আকার অঞ্চল বা উদ্দেশ্য অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়।

    সংগঠনের আয়তন বৃদ্ধি হলে সরকারের জটিলতাও বাড়ে। তাই ছোটো শহর বা ছোটো-মাঝারি বেসরকারি সংস্থাগুলিতে আধিকারিকের সংখ্যা বড়ো বড়ো বহুজাতিক কর্পোরেশনের তুলনায় কম রাখা হয়। বড়ো সংস্থায় বহুমুখী দপ্তর ব্যবস্থা ও প্রশাসনের ক্রমপর্যায়ে লক্ষিত হয়। জটিলতা বাড়লে সরকারের কাজ-কর্মের প্রকৃতিও জটিল হয়ে পড়ে। তাই আনুষ্ঠানিক নীতি ও কার্যপদ্ধতি ঘোষণারও প্রয়োজন হয়।

    সরকারের ধরন

    সরকারের বিভিন্ন ধরন। বিস্তারিত দেখতে মানচিত্রে ক্লিক করুন।

    ‘সকল সংসদের জননী’ যুক্তরাজ্যের পার্লামেন্ট

    মূল নিবন্ধ: বিভিন্ন প্রকার সরকারের তালিকা

    • নৈরাজ্যবাদ – এটি এমন একটি রাজনৈতিক দর্শন যা রাষ্ট্রকে অপ্রয়োজনীয়, ক্ষতিকর ও অবাঞ্ছনীয় মনে করে এবং রাষ্ট্রহীন সমাজের সপক্ষে মতপ্রকাশ করে।
    • কর্তৃত্ববাদী সরকার – কর্তৃত্ববাদী সরকার কোনো প্রজাতন্ত্র বা যুক্তরাষ্ট্রে রাষ্ট্রের সর্বময় কর্তৃত্বের সপক্ষে মতপ্রকাশ করে। এটি অনির্বাচিত শাসকদের দ্বারা নিয়ন্ত্রিত একটি ব্যবস্থা, যাঁরা কিছুটা ব্যক্তিগত স্বাধীনতা দিয়ে থাকেন।
    • সাংবিধানিক রাজতন্ত্র – এই জাতীয় সরকারে একটি রাজতন্ত্র বিদ্যমান; কিন্তু উক্ত রাজতন্ত্রের ক্ষমতা আইন বা ঘোষিত সংবিধানের দ্বারা সীমাবদ্ধ। উদাহরণ: যুক্তরাজ্য[৩][৪]
    • সাংবিধানিক প্রজাতন্ত্র – এই জাতীয় সরকারের ক্ষমতা আইন বা আনুষ্ঠানিক সংবিধান দ্বারা সীমাবদ্ধ এবং এই সরকার সংশ্লিষ্ট দেশের জনসংখ্যার একটি ক্ষুদ্র অংশ দ্বারা নির্বাচিত। উল্লেখ্য, প্রাচীন স্পার্টা ঘোষিতভাবে ছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র; কিন্তু সেদেশের অধিকাংশ মানুষই ভোটদানের অধিকার থেকে বঞ্চিত থাকতেন। আবার প্রথম যুগের মার্কিন যুক্তরাষ্ট্রও ছিল গণতান্ত্রিক দেশ; কিন্তু ক্রীতদাসদের সেযুগে ভোটদানের অধিকার ছিল না।
    • গণতন্ত্র – গণতন্ত্র হল এমন একটি সরকার যা দেশের জনসংখ্যার বৃহত্তম অংশ দ্বারা নির্বাচিত। এই সরকার সাংবিধানিক রাজতন্ত্র বা সাংবিধানিক প্রজাতন্ত্র দুইই হতে পারে। গণতন্ত্রের ব্যক্তির ভোটদানের অধিকার তার সামাজিক মর্যাদা বা সম্পদের উপর নির্ভরশীল নয়।
    • একনায়কতন্ত্র – একক ব্যক্তি স্বেচ্ছায় শাসিত দেশের সরকার। স্বৈরাচারী শাসক সাধারণত বলপূর্বক ক্ষমতা দখল করেন।[৫] (আরও দেখুন স্বৈরতন্ত্ররাষ্ট্রতন্ত্র)
    • রাজতন্ত্র – এমন ব্যক্তির শাসন যিনি শাসনক্ষমতা উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত হন।[৫]
    • সংকীর্ণ গোষ্ঠীতন্ত্র – একই স্বার্থবিশিষ্ট ছোটো ছোটো গোষ্ঠী বা পরিবারের শাসন।[৬]
    • ধনিকতন্ত্র – ধনবান শ্রেণির শাসন।
    • দিব্যতন্ত্র – ধর্মীয় নেতাদের শাসনতন্ত্র।[৭]
    • সর্বনিয়ন্ত্রণবাদী সরকার – এই জাতীয় সরকার সরকার ও ব্যক্তিগত জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজ কর্তৃত্ব আরোপ করে।
    • আইনানুগমনবাদী সরকার – এই জাতীয় সরকার আইনের শাসনকে চূড়ান্ত মনে করে; আইনমান্যকারীদের পুরস্কৃত করে ও আইনভঙ্গকারীদের কঠিন শাস্তি দেয়।

    পাদটীকা

    “শাসনব্যবস্থা – English Meaning of ‘শাসনব্যবস্থা’ at english-bangla.com | শাসনব্যবস্থা শব্দের ইংরেজি অর্থ”www.english-bangla.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৭-১৩। “government” — Dictionary.com: cites 3 separate dictionaries Fotopoulos, Takis, The Multidimensional Crisis and Inclusive Democracy. (Athens: Gordios, 2005).(English translation[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] of the book with the same title published in Greek). “Victorian Electronic Democracy : Glossary”। জুলাই ২৮, ২০০৫। সংগ্রহের তারিখ ২০০৭-১২-১৪। American 503 American 1225 American 1793

  • সংসদ সদস্য

    সংসদ সদস্য

    সংসদ সদস্য জনপ্রতিনিধি হিসেবে পার্লামেন্ট বা জাতীয় সংসদে সরকার কিংবা বিরোধীদলীয় সদস্য হিসেবে অংশগ্রহণ করে থাকেন। এর ইংরেজি প্রতিরূপ হচ্ছে ‘মেম্বার অব পার্লামেন্ট’ বা ‘এমপি’ এবং বাংলায় ‘সংসদ সদস্য’ কিংবা ‘সাংসদ’। এছাড়া, ফরাসী ভাষায় সংসদ সদস্যকে ‘ডেপুটি’ নামে অভিহিত করা হয়।

    সংসদ সদস্য

    পরিচিতি

    সংসদীয় গণতন্ত্রে একজন সংসদ সদস্য আইন-প্রণয়ন বিশেষতঃ রাষ্ট্রীয় আইননাগরিক অধিকার প্রণয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সাধারণ অর্থে নির্দিষ্ট সংসদ কিংবা জাতীয় সংসদের সদস্যই এমপি বা সংসদ সদস্য হিসেবে আখ্যায়িত হন।

    বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক রাষ্ট্রে দ্বি-স্তরবিশিষ্ট সংসদীয় গণতন্ত্র রয়েছে। সেগুলো হচ্ছে – উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ। সেক্ষেত্রে জনপ্রতিনিধি হিসেবে ‘সংসদ সদস্য’ পদটি নিম্নকক্ষের জন্য প্রযোজ্য। সচরাচর জনপ্রতিনিধি হিসেবে সংসদ সদস্য পদটি উচ্চ কক্ষে ভিন্ন পদে উপস্থাপন ও চিহ্নিত করা হয়। উচ্চ কক্ষ হিসেবে সিনেটে সংসদ সদস্য তখন তিনি ‘সিনেটর’ পদের ভূমিকায় অবতীর্ণ হন।

    অবস্থান

    সংসদ সদস্য হিসেবে ব্যক্তিকে প্রাথমিকভাবে দলের সদস্যরূপে তাঁর অবস্থানকে নিশ্চিত করতে হয়। পরবর্তীতে দলীয় সভায় মনোনয়নের মাধ্যমে সরাসরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও জনমতের যথার্থ সংখ্যাগরিষ্ঠ প্রতিফলনে তিনি এমপি হিসেবে নির্বাচিত হন। কখনোবা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অভাবে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে থাকেন। সাধারণতঃ সংসদ সদস্য কোন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সদস্য হয়ে থাকেন। দলীয়ভাবে মনোনয়নলাভে ব্যর্থ হলে কিংবা দলীয় সম্পৃক্ততা না থাকলেও ‘স্বতন্ত্র প্রার্থী’ হিসেবে অনেকে নির্বাচিত কিংবা মনোনীত সংসদ সদস্য হন।

    সংসদ সদস্যকে অনেকে ‘সাংসদ’ নামেও ডেকে থাকেন। তবে, নিত্য-নৈমিত্তিক বা প্রাত্যহিক কর্মকাণ্ডে ‘মেম্বার অব পার্লামেন্ট’ হিসেবে সংসদ সদস্যকে ‘এমপি’ শব্দের মাধ্যমে সংক্ষিপ্ত আকারে ব্যবহার করা হয়। বর্তমানকালে প্রচারমাধ্যমে সাধারণ অর্থেই এমপি শব্দের প্রয়োগ লক্ষ্যণীয়।

    ওয়েস্টমিনিস্টার পদ্ধতি

    গণতান্ত্রিক সংসদীয় ব্যবস্থায় নির্বাচিত সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠ মতামত প্রতিফলন বা ভোটে একজন প্রধানমন্ত্রী সরকার প্রধান হিসেবে মনোনীত হন, যা ওয়েস্টমিনিস্টার পদ্ধতির প্রধান বৈশিষ্ট্য। যুক্তরাজ্যের পার্লামেন্ট ‘প্যালেস অব ওয়েস্টমিনিস্টারে’ বা হাউজেস অব পার্লামেন্ট বা ওয়েস্টমিনিস্টার প্যালেসে রক্ষিত জনপ্রতিনিধির আসনকে কেন্দ্র করে ওয়েস্টমিনিস্টার পদ্ধতি প্রবর্তিত হয়েছে।

    অস্ট্রেলিয়া

    অস্ট্রেলিয়ায় সংসদ সদস্য বলতে কমনওয়েলথ পার্লামেন্টের নিম্ন কক্ষ হিসেবে পরিচিত ‘হাউজ অব রিপ্রেজেনটেটিভসের’ সদস্যকে বুঝায়। সদস্যরা কখনো কখনো তাদের নামের শেষে এমপি লিখে থাকেন। ‘কমনওয়েলথ পার্লামেন্ট’ হিসেবে সিনেটের সদস্যগণ সিনেটর নামে পরিচিতি।

    অস্ট্রেলিয়ার প্রদেশ হিসেবে নিউ সাউথ ওয়েলস্‌ এবং ভিক্টোরিয়ায় নিম্ন কক্ষ লেজিসলেটিভ এসেম্বলিতে সংসদ সদস্যগণ তাদের নামের শেষে ‘এমপি’ লিখেন। পক্ষান্তরে উচ্চ কক্ষ হিসেবে লেজিসলেটিভ কাউন্সিলের সদস্যরা নামের শেষে ব্যবহার করেন’এমএলসি’।

    বাংলাদেশ

    মূল নিবন্ধ: জাতীয় সংসদ

    বাংলাদেশের জাতীয় সংসদের সদস্যগণ সংসদে প্রতিনিধিত্ব করে থাকেন। তাঁরা প্রতি পাঁচ বৎসর অন্তর সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এবং তাদেরকেও ‘এমপি’ বা ‘মেম্বার অব পার্লামেন্ট’ বা ‘সংসদ সদস্য’ হিসেবে আখ্যায়িত করা হয়। সংসদে দেশের বিভিন্ন এলাকা থেকে ৩৫০ জন সংসদ সদস্য প্রতিনিধিত্ব করেন। তন্মধ্যে ৫০ জন সংরক্ষিত আসন থেকে মহিলা সদস্য। সাংসদদের নামের শেষে এমপি লেখা হয়। যেমনঃ বর্তমান বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বে নিয়োজিত রয়েছেন চট্টগ্রাম – ১ (মীরসরাই) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, এমপি

    বাংলাদেশের সংবিধান অনুযায়ী সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রীকে অবশ্যই ‘সংসদ সদস্য’ হিসেবে নির্বাচিত হতে হয়।

    কানাডা

    কানাডায় দ্বি-কক্ষবিশিষ্ট সংসদীয় ব্যবস্থা বিরাজমান। কানাডীয় সংসদে উচ্চ কক্ষকে ‘সিনেট অব কানাডা’ এবং নিম্ন কক্ষকে ‘কানাডিয়ান হাউজ অব কমন্স’ ডাকা হয়। তাসত্ত্বেও, উভয় কক্ষের সদস্যগণই মেম্বার অব পার্লামেন্ট বা সংসদ সদস্য হিসেবে চিহ্নিত হয়ে থাকেন। কিন্তু কথা বলার ধরন অনুযায়ী নিম্ন কক্ষের সদস্যগণকে ‘সংসদ সদস্য’ এবং উচ্চ কক্ষের সদস্যগণকে সিনেটরের মর্যাদা দেয়া হয়।[১] ১০৫ আসনের সিনেট এবং ৩০৮ আসনের হাউজ অব কমন্স নিয়ে কানাডায় দ্বি-কক্ষবিশিষ্ট সংসদ গঠিত।[২]

    প্রত্যেকটি প্রদেশের সংসদীয় ব্যবস্থাপনায় নিজস্ব পরিচিতি রয়েছে। সাধারণতঃ প্রত্যেক সদস্যই এমএলএ বা মেম্বার অব দ্য লেজিসলেটিভ এসেম্বলী হিসেবে পরিচিতি পেয়ে থাকেন। ব্যতিক্রম হিসেবে রয়েছে দেশটির কয়েকটি প্রদেশ। তন্মধ্যে ওন্টারিও প্রদেশে সংসদ সদস্যরা ‘মেম্বার অব প্রভিনশিয়াল পার্লামেন্ট’ বা এমপিপি; কুইবেক প্রদেশে ‘মেম্বার অব দ্য ন্যাশনাল এসেম্বলী’ বা এমএনএ নামে পরিচিত। ফরাসী ভাষায় একজন এমএনএ-কে ডেপুটি বলা হয়। নিউফাউন্ডল্যান্ড এবং ল্যাব্রাডর প্রদেশে তাদেরকে ‘মেম্বার অব দ্য হাউজ অব এসেম্বলী’ বা এমএইচএ পদবী গ্রহণ করতে দেখা যায়।

    ভারত

    মূল নিবন্ধ: সংসদ (ভারত)

    পৃথিবীর অন্যতম বৃহৎ গণতান্ত্রিক দেশ হিসেবে ভারতের বেশ সুনাম রয়েছে। দেশটির সংসদীয় ব্যবস্থাপনা দ্বি-কক্ষবিশিষ্ট। সেগুলো হচ্ছে লোকসভা এবং রাজ্যসভা। সংসদে প্রতিনিধিত্বকারী সকল সদস্যই ‘সংসদ সদস্য’ হিসেবে পরিচিতি।

    সদস্যরা ভারতীয় প্রদেশ এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে লোকসভায় সদস্যরূপে নির্বাচিত হন। কিন্তু রাজ্যসভার সদস্যরা পরোক্ষভাবে প্রদেশের গঠনতন্ত্র অনুযায়ী সংসদ সদস্য হন। প্রত্যেক প্রদেশেই নির্দিষ্টসংখ্যক সংসদ সদস্যের পদ বরাদ্দ আছে। উত্তর প্রদেশে সবচেয়ে বেশীসংখ্যক সদস্য পদ রয়েছে।

    কেন্দ্রীয় সরকার সংখ্যাগরিষ্ঠ দল বা জোটভূক্ত দলের সংমিশ্রণে গঠিত হয় যেখানে লোকসভায় সর্ববৃহৎ দল বৃহৎসংখ্যক আসন লাভ করতে সক্ষম হয়।

    আয়ারল্যান্ড

    মেম্বার অব পার্লামেন্ট শব্দটি ১৮০১ সালের পূর্বেকার আয়ারল্যান্ডের সংসদ ‘আইরিশ হাউজ অব কমন্সের’ সদস্যকে বুঝায়। এছাড়াও এটি যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডের হাউজ অব কমন্সে ১৮০১ থেকে ১৯২২ সাল পর্যন্ত নির্বাচিত আইরিশ সদস্যদেরকে বুঝানো হয়ে থাকে।

    উত্তর আয়ারল্যান্ডে নির্বাচিত এমপিরা বর্তমানকালেও যুক্তরাজ্যের পার্লামেন্টে অংশ নিয়ে থাকেন।

    ১৯২২ সালের পর ‘আইরিশ ফ্রি স্টেটের’ গঠনতন্ত্র অনুযায়ী ‘ডেইল আইরিয়ান’ বা (দ্য ডেইল)-এর সদস্যরা নিম্নকক্ষে ‘অয়েরেচটাসে’ (সংসদ) ‘ডেইল আয়ারিন’ (ডেইল) বা টিচটা ডালা বা টিডি নামে পরিচিত। উচ্চ কক্ষকে ‘সীনাড আইরিয়ান’ বলে। এর সদস্যরা ‘সিনেটর’ নামে পরিচিত।

    কেনিয়া

    জাতীয় সংসদের ২১০টি আসনের সাধারণ নির্বাচনে কেনিয়ার অধিবাসীরা সদস্যরূপে নির্বাচিত হয়ে যোগ দেন। পরবর্তীতে আরো ১২ জন সদস্যকে মনোনীত করা হয়। সদস্যরা প্রত্যেকেই ‘সংসদ সদস্য’ নামে অভিহিত হন।[৩]

    মালয়েশিয়া

    যুক্তরাজ্যের সংসদের অনুরূপ ধাঁচে মালয়েশিয়ার সংসদ গড়ে উঠেছে। এটি দু’টি কক্ষবিশিষ্ট। হাউজ অব রিপ্রেজেনটেটিভ হিসেবে রয়েছে ‘দিওয়ান রাকিয়াত’ এবং সিনেট হিসেবে ‘দিওয়ান নাগারা’।

    দিওয়ান রাকিয়াতের জন্য একজন ব্যক্তিকে সংসদ সদস্য হিসেবে পরিচিত হতে গেলে তাকে সাধারণ নির্বাচন কিংবা উপ-নির্বাচনে অংশ নিতে হয়। এছাড়াও, যারা দেশের সেবায় অসামান্য অবদান রাখেন তাদেরকে দিওয়ান নাগারা’র সদস্য হিসেবে অন্তর্ভুক্তির জন্য রাজা কর্তৃক মনোনীত হন। তারা প্রদেশ প্রধান কর্তৃক মনোনীত হয়ে রাজার অনুমোদনের উপর নির্ভর করেন। তন্মধ্যে, প্রত্যেকটি প্রদেশের আয়তনের উপর সিনেটরের সংখ্যা নির্ভরশীল।

    সংসদ সদস্যরা তাদের নামের পূর্বে ‘ইয়াং বারহোরমাত’ বা ‘সম্মানীয়’ পদবী ব্যবহার করেন যা সংক্ষেপে ওয়াই.বি নামে পরিচিত।

    নাউরু

    ১৮টি আসন নিয়ে নাউরু সংসদ গঠিত। এখানকার সংসদ সদস্যদের নামের সামনে ‘সম্মানীয়’ শব্দ প্রয়োগ লক্ষ্য করা যায়।

    পাকিস্তান

    পাকিস্তানে সংসদ সদস্য বলতে ‘ন্যাশনাল এসেম্বলী অব পাকিস্তান’ বা ‘কউমি এসেম্বলী’র সদস্যকে বুঝানো হয়ে থাকে। এই ন্যাশনাল এসেম্বলী বা জাতীয় সংসদ ইসলামাবাদ থেকে নিয়ন্ত্রিত হয়।

    শ্রীলঙ্কা

    সার্কভূক্ত দেশের অন্যতম দেশ শ্রীলঙ্কায় সংসদ সদস্যগণ ১৯৭৮ সাল থেকে ‘পার্লামেন্ট অব শ্রীলঙ্কা’র সদস্য হিসেবে চিহ্নিত হয়ে আছে। এছাড়াও, ১৯৭২ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত ‘ন্যাশনাল স্টেট এসেম্বলী’, ১৯৪৭ থেকে ১৯৭২ পর্যন্ত ‘পার্লামেন্ট অব সিলোন’ নিম্নকক্ষের ‘হাউজ অব রিপ্রেজেনটেটিভস্‌ অব সিলোনে’র সদস্যকে বুঝানো হয়ে থাকে।

    জিম্বাবুয়ে

    ‘হাউজ অব এসেম্বলী অব জিম্বাবুয়ে’ আফ্রিকার দেশ জিম্বাবুয়ের প্রধান আইন সভা। আইন সভার সদস্যগণ সংসদ সদস্য নামে পরিচিত। সংসদের উচ্চ কক্ষের সদস্যবৃন্দ সিনেটর নামে পরিচিত।

    অন্যান্য পদ্ধতি

    সংসদ সদস্য শব্দটি বিভিন্নভাবে পরিবর্তিত হয়েছে। জনপ্রতিনিধি হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করতে বিভিন্ন সংসদীয় গণতন্ত্রে বিভিন্নভাবে ব্যাখ্যা দেয়া হয়েছে যা ওয়েস্টমিনিস্টার পদ্ধতি অবলম্বন করে না।

    প্রতিনিধিত্বকারী দেশসমূহ

    নিম্নবর্ণিত দেশসমূহে সংসদীয় ব্যবস্থা বিরাজমান রয়েছে। ওয়েস্টমিনিস্টার পদ্ধতিতে একজন সংসদ সদস্য নির্দিষ্ট কিংবা নিজ এলাকার জনপ্রতিনিধি হিসেবে দেশের সংসদ কার্যালয়ে স্বীয় মতামত ব্যক্ত ও প্রতিফলন ঘটানোর সুযোগ লাভের অধিকারী।

    এন্টিগুয়া ও বারবুডা অস্ট্রেলিয়া আয়ারল্যান্ড ইরাক ইসরায়েল কানাডা গ্রেনাডা জ্যামাইকা টুভালু ডোমেনিকা ত্রিনিদাদ এন্ড টোব্যাগোথাইল্যান্ড নাউরু নিউজিল্যান্ড পাকিস্তান পাপুয়া নিউগিনি মালয়েশিয়া মাল্টা মৌরীতাস বাহামা বার্মুডা বাংলাদেশবার্বাডোজ বেলিজ ভারত ভানুয়াতু যুক্তরাজ্য সিঙ্গাপুর সেন্ট কিটস্‌ এন্ড নেভিস সেন্ট লুসিয়া সেন্ট ভিনসেন্ট এণ্ড দ্য গ্রেনাডাইনস্‌ সলোমন দ্বীপপুঞ্জ