BCS Question | Online Preparation
BCS Question
Primary Question
Ask Question
January-March 2017
Written by
admin
in
BTEB (Computer Office Application) Quiz
ফাইল সেভ করলে কী ঘটে ?
ফাইল সেভ করলে একটি নির্দিষ্ট নামে কোনো ডকুমেন্টকে সংরক্ষন করা যায়।
Computer Virus এর কাজ কী ?
কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রামকে ধ্বংস করে দেওয়া।ভাইরাস আক্রান্ত হলে কম্পিউটারে বিভিন্ন সমস্যা দেখা দেয়।
Work book ও Work sheet কী ?
মাইক্সোসফট এক্সেলের স্প্রেডশিট এর বিভিন্ন তথ্য সন্নিবেশিত করে তা বিশ্লেশন বা পরিগনণা করা হয়।সুবিশাল শিটের যে অংশে কাজ করা হয় তাকে ওয়ার্কশিট বলে।
দুটি স্প্রেডশিট সফটওয়্যারের নাম লেখ।
মাইক্সোসফট এক্সেল, লোটাস-১-২-৩, কোয়াট্রো প্রো,সুপারক্যাক্ল,সরকিম,মাল্টিপ্লান।
Database application কী ?
মাইক্সোসফট এক্সেস (Microsoft Access)একটি ডাটাবেস সফটওয়্যার।এই সফটওয়্যার ব্যাবহারের মাধ্যমে বিভিন্ন টেবিল তৈরী করে ডাটা এন্ট্রির জন্য সহজবোধ্য ও আকর্সনীয় ফর্ম ডিজাইন করা হয়।
File ও রেকর্ডের মাঝে পার্থক্য কী ?
ডাটা টেবিলের ফিল্ডসমূহের অধীনে যেসব তথ্যাবলী সারিসমুহে এন্ট্রি করা হয়,উক্ত প্রতিটি সারির তথ্যাবলির সমষ্টি হলো রেকর্ড।অপরদিকে ফাইল হচ্ছে এক বা একাধিক টেবিল বা তথ্যের আধার।
কোন লেখাকে বড় করার কী বোর্ড কমান্ড কী ?
Ctrl + }
টেবিল মার্জ করা বলতে কী বুঝায় ?
দুটো টেবিলকে একত্র করাকে টেবিল মার্জ বলে।
পয়েন্টার প্রথম সেলে আনার নিয়ম কী ?
পয়েন্টার প্রথম সেলে আনতে হলে পয়েন্টারকে প্রথম সেলে রেখে মাউসের লেফট বাটন এ Click করতে হবে ।
ENIAC এর পূর্ণনাম কী ?
Electrical Numerical Integrator and calculator.
Page setup কাকে বলে?
এম এস অফিস এর কোনো প্রোগ্রামে কোনো ডকুমেন্ট তৈরী করার পর সেটা প্রিন্ট দিতে হলে ,কোন আকারের পৃষ্টা ব্যাবহার হবে, পৃস্টার মার্জিন কতটুকু হবে এসব কিছুকে একত্রে পেজ সেট আপ বলা হয়।
চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয় কেন ?
ডিফারেন্স ইন্জিন তৈরী করার মাধ্যমে চার্লস ব্যাবেজ কম্পিউটার তৈরীর সুস্পষ্ট ধারনা দেন, তাই তাকে কম্পিউটারের জনক বলা হয়।
প্রিন্ট করার ’কী’ বোর্ড কমান্ড ………।
Ctrl + P
MS Office হচ্ছে অনেকগুলো ……….এর সমষ্টি।
ডকুমেন্ট
ROM-এর পূর্ণরূপ হচ্ছে-
Read Only Memory.
Mozilla Firefox হলো এক ধরনের……….।
ব্রাউজার
কম্পিউটারের জনক বলা হয়…………..কে।
চার্লস ব্যাবেজ
ওয়ার্কবুক হলো অনেকগুলো……………এর সমষ্টি।
ওয়ার্কশিট
MS Access এ…………… তৈরী করা যায়।
ডাটাবেস ফাইল
WWW.bteb.gov.bd হলো …………এর ওয়েব অ্যাড্রেস।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।
ডাটা sorting করা যায়…………ভাবে।
দুই(২)
Microsoft Excel মূলত একটি …………Software ।
স্প্রেডশিট
File save করার কী বোর্ড কমান্ড……….।
Ctrl + S
লেজার প্রিন্টার একটি ………..ডিভাইস।
আউটপুট
টেক্সট বক্সে………..লেখা যায় ।
অক্ষর
বাইনারি সংখ্যা পদ্ধতির মৌলিক অংঙ্ক ১০ টি।
মি
CD ROM এ CD Write করা যায় না ।
মি
MS Word একটি Word Processing software.
স
মনিটর একটি আউটপুট ডিভাইস।
স
Powerpoint একটি Presentation Software ।
স
MS Excel এ গড় বের করার সুত্র হচ্ছে=Average (Cell Number : Cell Number)।
স
Access দিয়ে নতুন ডাটাবেস প্রোগ্রাম তৈরী করা যায়।
স
Internet অর্থ International Network.
স
Mail পাঠাতে হলে Sign Up করতে হয় ।
মি
1000 Megabyte = 1Gigabyte ।
মি
ব্যাপক কোনো তথ্য থেকে বিশেষ কোনো রেকর্ডকে খুঁজে বের করাকে কুয়েরিং বলে।
স
Exit কমান্ড File মেন্যুতে থাকে ।
স
অ্যাবাকাস কী ধরনের যন্ত্র ?
কাঠের তৈরী গণনাকারী যন্ত্র
পাথরের তৈরী গণনাকারী যন্ত্র
নুড়ি ও পাথরের তৈরী গণনাকারী যন্ত্র
লোহার তৈরী গণনাকারী যন্ত্র
কত বিট সমান এক বাইট ?
৬৪ বিট সমান ১বাইট
৩২ বিট সমান ১বাইট
১৬ বিট সমান ১বাইট
৮ বিট সমান ১বাইট
কত বিট সমান এক বাইট ?
১৬ বিট সমান এক বাইট
৮ বিট সমান এক বাইট
৩২ বিট সমান এক বাইট
৬৪ বিট সমান এক বাইট
A4 সাইজের কাগজের পরিমাপ কোনটি ?
8.37" X 12.69"
8.27" X 11.69"
8.26” X 11.69”
8.29”X10.69"
পেন ড্রাইভ হলো একটি-
আউটপুট
ইনপুট
ইনপুট-আউটপুট
কোনোটিই নয়
ওয়ার্কশিটকে কীসের সাথে তুলনা করা যায় ?
এক টুকরো বড় কাগজের সাথে
এক টুকরো বড় লোহার সাথে
এক টুকরো বড় কাঠের সাথে
এক টুকরো বড় প্রাস্টিকের সাথে
ডাটাবেস টেবিলে Primary Key নির্ধারণ করা হয়-
Table Import করার জন্য
Design করার জন্য
Relation সৃষ্টির জন্য
HTTP-এর পুর্ণরূপ কোনটি ?
Hyper Text Transfer Protocol
Haker Text Transfer Permission
Higher Text Technology Problem.
Hot Text Transfer Problem
=ABS (1.258) মান কত ?
=1.24
=1.23
=1.258
1.26
ম্যাক্রো মুছার কমান্ড কী ?
Erase
Select
Move
Delete
ইমেইল ঠিকানায় @ এর আগে কী থাকে ?
ব্যাবহারকারীর দেশের নাম
ব্যাবহারকারীর ঠিকানা
ব্যাবহারকারীর নাম
ব্যাবহারকারীর ডিভাইসের নাম
Lock এর ’কী‘ বোর্ড কমান্ড হলো-
Ctrl+Alt+K
Ctrl+K
Ctrl+L
Alt+K
Record কী ?
কোনোটিই নয়
কিছু ফাইলের সমাহার
কিছু রেকর্ডের সমাহার
পরস্পর সম্পর্কযুক্ত কিছু ফিল্ডের সমাহার
What is your father or mother ?
My father is a farmer.My mother is a housewife.
Where were you born ?
I was born in Mirzapur, Tangail
What is the Capital of Bangladesh ?
Dhaka is the capital of Bangladesh.
Where do you live ?
I live in Dinajpur.
How old are you ?
I am eighteen years old.
I want to………..a Job.
did
do
done
put the book………….the table.
on
in
at
We can print a document by using……….
a television
a drill machine
a printer
সূর্য পূর্ব দিকে উঠে।
The sun rises in the east.
আমরা বাংলাদেশে বাস করি ।
We live in Bangladesh.
bcs question
bcsquestion
BTEB January-March 2017
←
নিকারাগুয়ায় রাশিয়ার সেনা মােতায়েনের অনুমােদন
ইউরােপে ন্যাটোর সামরিক মহড়া
→
More posts
পোলার স্থানাংক ব্যবস্থা(Polar coordinate system)
March 14, 2023
Begin Your Current Journey With Mostbet Registration
November 5, 2025
No-deposit Added Bonus At Mostbet: Become A Part Of In Order To Win Thirty Free Of Charge Spins
November 5, 2025
Begin Your Current Journey With Mostbet Registration
November 5, 2025
Terme Conseillé 1win Paris Sportifs Et Casino 1win
November 5, 2025