Blog

  • এসিড নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য

    এসিড নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য

    সকল এসিডের রাজা>>> সালফিউরিক এসিড।
    রাজঅম্ল>> নাইট্রিক এসিড ও হাইড্রোক্লোরিক এসিডের দ্রবণ।

    দুর্বল এসিড(জৈব এসিড)
    এসিটিক এসিড
    সাইট্রিক এসিড
    অক্সালিক এসিড
    কার্বোনিক এসিড।

    শক্তিশালী এসিড
    সালফিউরিক এসিড
    নাইট্রিক এসিড
    হাইড্রোক্লোরিক এসিড।

    বোরহানি/ দই >> ল্যাকটিক এসিড
    আমলকী = অক্সালিক এসিড
    কমলা = আসকরবিক এসিড/ ভিটামিন সি
    লেবু = সাইট্রিক এসিড
    তেতুল = টারটারিক এসিড
    অ্যাপেল = ম্যালিক এসিড
    টমেটো = ম্যালিক এসিড
    দুধ= ল্যাক্টিক এসিড
    পেঁপে = প্যাঁপেইন
    মরিচ = ক্যাপসিন
    ধুতরা = ডেটুরিন
    কলা= লৌহ
    বাদাম= ম্যাগনেসিয়াম
    পানের রস= মেউসিলেজ
    খেজুরের রস= ফ্রুক্টোজ
    কচু= ক্যালসিয়াম অক্সালেট , লৌহ।

    ভিনেগার >> ৬-৫% এসিটিক এসিডের দ্রবণ
    পিপড়ার কামড়ে নি:সৃত হয় >> ফরমিক এসিড।
    মৌমাছি হুল ফুটালে নি:সৃত হয় >> ফরমিক এসিড, মেলিটিন, অ্যাপামিন।
    বিচ্ছু , বোলতা হুল ফুটালে প্রচন্ড জ্বালা হয় >> হিস্টামিন নামক ক্ষারক পদার্থ থাকার কারণে।
    এসব কামড়ের জ্বালাপোড়া নিবারণে ক্যালামিন বা জিংক কার্বনেট ব্যবহৃত হয় ।

    পাকস্থলীতে থাকে >> হাইড্রোক্লোরিক এসিড।
    কোমল পানীয় পান করলে হজম তাড়াতাড়ি হয় কারণ >> সোডিয়াম বাইকার্বনেট(একে বেকিং সোডাও বলে) থাকার কারণে।
    সৌর বিদ্যুত তৈরির জন্য সৌরপ্যানেলের জন্য বা বাসা বাড়িতে আইপিএস চালানোর জন্য বা গাড়িতে ব্যাটারি ব্যবহার করা হয় >>> সালফিউরিক এসিড।
    সোডিয়াম বেনজয়েট >> ফলের রস, ফলের শাঁস ইত্যাদি সংরক্ষনে ব্যবহৃত হয় ।
    সরবিক এসিড>> দই , মিষ্টি, পনির, মাখন, বেকারী সামগ্রী সংরক্ষণে ব্যবহৃত হয় ।
    কালটার>> আম যাতে দ্রুত না পাকে সেজন্য ব্যবহৃত হয় । এটি এক প্রকার হরমোন।
    আম জলপাই সংরক্ষনে>> ভিনেগার এসিড বা এসিটিক এসিড ব্যবহৃত হয় ।
    টয়লেট পরিস্কার হিসেবে >> হাইড্রোক্লোরিক এসিড, নাইট্রিক এসিড ও সালফিউরিক এসিড।
    ক্ষারীয় মাটির ক্ষারত্ব দূর করণে ব্যবহৃত হয় >>নাইট্রিক এসিড, ফসরিক এসিড, সালফিউরিক এসিড এর সার।
    এসিড ছোড়ার শাস্তি >> যাবজ্জীবন কারাদন্ড থেকে মৃত্যু দন্ডহতে পার।

  • অম্ল,ক্ষারক ও লবণের ব্যবহার

    অম্ল,ক্ষারক ও লবণের ব্যবহার

    ১. দুর্বল এসিড – যে সকল এসিড পানিতে আংশিকভাবে বিয়োজিত হয় অর্থাৎ যতগুলো এসিডের অণু থাকে তার সবগুলো হাইড্রোজেন আয়ন(H+) তৈরি করে না। জৈব এসিডসমূহ দুর্বল এসিডের অন্তর্ভুক্ত। উদাহরণঃ এসিটিক এসিড(CH3COOH),সাইট্রিক এসিড(C6H8O7) ও অক্সালিক এসিড(HOOC-COOH) । ব্যতিক্রমঃ কার্বোনিক এসিড(H2CO3) ইহা জৈব এসিড নয় কিন্তু দুর্বল এসিড।
    ২. শক্তিশালী এসিড – যে সকল খনিজ এসিড পানিতে পুরোপুরি বিয়োজিত হয় অর্থাৎ যতগুলো এসিডের অণু থাকে তার সবগুলো হাইড্রোজেন আয়ন(H+) তৈরি করে।উদাহরণঃ সালফিউরিক এসিড(H2SO4),নাইট্রিক এসিড(HNO3) ও হাইড্রোক্লোরিক এসিড(HCl)
    ৩. ভিটামিন সি/এসকরবিক এসিড – ক্ষত সারাতে সাহায্য করে। এর অভাবে স্কার্ভি রোগ হয়।
    ৪. আম,জলপাই ইত্যাদির আচার সংরক্ষণে ব্যবহৃত হয় – ভিনেগার বা এসিটিক এসিড(CH3COOH)
    ৫. বোরহানি বা দই –এ বিদ্যমান এসিডের নাম – ল্যাকটিক এসিড ; হজমে সহায়তা করে ।

    ৬. পাউরুটি ফোলাতে ব্যবহৃত হয় – বেকিং সোডা। তাপ দিলে বেকিং সোডা ভেঙে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, যা পাউরুটি ফুলিয়ে তোলে।
    ৭. টয়লেট পরিষ্কারকের মূল উপাদান – শক্তিশালী এসিড HCl,HNO3,H2SO4
    ৮. সৌর প্যানেল, IPS(Instant Power Supply) বা গাড়িতে যে ব্যাটারি ব্যবহার করা হয় তার অত্যাবশ্যকীয় উপাদান – সালফিউরিক এসিড
    ৯. বোলতা/ভীমরুল ও বিচ্ছুর হুলে থাকে – হিস্টামিন নামক ক্ষারক।মলম হিসেবে ব্যবহার করা হয় ভিনেগার বা বেকিং সোডা যেগুলো এসিড। এসিড ক্ষারক বিক্রিয়ায় জ্বালা প্রশমিত হয়।
    ১০. সার কারখানায় রাসায়নিক সার যেভাবে তৈরি হয় –
    ফসফরিক এসিড[H3(PO4)] থেকে – অ্যামোনিয়াম ফসফেট [(NH4)3 PO4]
    সালফিউরিক এসিড থেকে – অ্যামোনিয়াম সালফেট [(NH4)2 SO4]
    নাইট্রিক এসিড থেকে – অ্যামোনিয়াম নাইট্রেট NH4 NO3

    ১১. এসিড ছোড়ার শাস্তি – যাবজ্জীবন কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ড পর্যন্ত (নারী ও শিশু নির্যাতন আইন ১৯৯৫ অনুযায়ী)
    ১২. pH কী – কোনো একটি জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার[H+] নেগেটিভ লগারিদমকে pH বলে। pH এর মান কোনো দ্রবণের অম্ল ,ক্ষারক বা নিরপেক্ষতা নির্দেশ করে। যেমনঃ
    কোনো দ্রবণের pH = ৭ হলে তা নিরপেক্ষ জলীয় দ্রবণ বা বিশুদ্ধ পানি হবে ।
    কোনো দ্রবণের pH < ৭ হলে তা অম্লীয় বা এসিডীয় দ্রবণ ।
    কোনো দ্রবণের pH > ৭ হলে তা ক্ষারীয় দ্রবণ।
    ১৩. আমাদের ধমনীর রক্তের pH – প্রায় ৭.৪(~০.৪ হেরফের হলে মারাত্মক বিপর্যয় এমনকি মৃত্যু হতে পারে)
    ১৪. জিহ্বার লালার সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে প্রয়োজনীয় pH হলো – ৬.৬
    ১৫. আমাদের পাকস্থলীতে খাদ্য হজম করতে দরকারি pH হলো – ২ (~০.৫ হেরফের হলে বদহজম সৃষ্টি করে)

    ১৬.আমাদের প্রসাবের স্বাভাবিক pH হলো- ৭ এর কম
    ১৭. মাটির pH – ৪ থেকে ৮ হয়ে থাকে।
    ১৮. নবজাতক শিশুর ত্বকের pH – ৭ এর কাছাকাছি
    ১৯. এসিড ও ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন হয় – নিরপেক্ষ পদার্থ লবণ এবং পানি
    ২০. ক্ষারক লাল বর্ণের লিটমাস কাগজের রং পরিবর্তন করে নীল করে।
    ক্ষারক কমলা বর্ণের মিথাইল অরেঞ্জের রং পরিবর্তন করে হলুদ করে।
    ক্ষারক লাল বর্ণের মিথাইল রেডের রং পরিবর্তন করে হলুদ করে।
    ক্ষারক বর্ণহীন ফেনলফথ্যালিনের রং পরিবর্তন করে গোলাপি করে; ফেনলফথ্যালিন(Phenolphthalein) একটি বর্ণহীন দুর্বল এসিড।

    বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা
    কৃষি জমিতে প্রধানত চুন ব্যবহার করা হয় –
    মাটির অম্লতা হ্রাসের জন্য।
    নিম্নের কোনটি বেকিং পাউডারের মূল উপাদান
    — সোডিয়াম বাই কার্বনেট
    ফুল ও ফলের মিষ্টি গন্ধের জন্য দায়ী কোনটি?
    উ এস্টার।
    পাকা কলায় কোন এস্টার থাকে?
    উ অ্যামাইল অ্যাসিটেট।
    পাকা আনারসে কোন এস্টার থাকে?
    উ ইথাইল বিউটারেট।
    বোলতা,মৌমাছি ও লাল পিঁপড়া প্রভৃতির কামড়ে কি থাকে?
    উ ফরমিক এসিড(মিথানয়িক এসিড)।
    কাপড়ে কালির দাগ লাগলে কিভাবে উঠানো যায়?
    উ দাগের উপর লেবুর র
    দিয়ে ঘষে।
    লেবুর রসে থাকে..
    উ সাইট্রিক এসিড।
    আমলকিতে থাকে..
    উ অক্সালিক এসিড।
    আপেল,টমেটোতে থাকে..
    উ ম্যালিক এসিড।
    তেতুল বা আঙ্গুরে থাকে..
    উ টারটারিক এসিড।
    কমলালেবুতে থাকে..
    উ অ্যাসকরবিক এসিড।
    দুধে থাকে..
    উ ল্যাকটিক এসিড।
    কচু খেলে চুলকায় কেন ?
    = ক্যালসিয়াম অক্সালেট থাকার কারণে
    ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম
    = ক্যালসিয়াম ক্লোরো হাইপো ক্লোরাইড
    ডেটলের প্রধান উপাদান
    = ট্রাইক্লোরোফেনল

    আমাদের খাদ্যদ্রব্য হজম করার জন্য পাকস্থলীতে অত্যাবশকীয় এসিড
    = হাইড্রোক্লোরিক এসিড
    “অ্যালুমিনিয়াম সালফেটকে” চলতি বাংলায় কী বলে…..?
    = ফিটকিরি
    সলিড ফিনাইল ব্যবহার করা হয়_
    পায়খানা ও প্রসাব খানায়
    সাপের উপদ্রব কমানোর জন্য ব্যবহৃত হয় কোন এসিড?
    ➟ কার্বোলিক এসিড
    সোনার গহনা তৈরির সময় ব্যবহৃত হয় কোন এসিড?
    ➟ নাইট্রিক এসিড
    মানুষের খাদ্যের মধ্যে অবস্থিত এসিডগুলো হল?
    ➟ জৈব এসিড
    পাকস্থলীতে খাদ্যদ্রব্য হজমে কাজ করে কোন এসিড?
    ➟ হাইড্রোক্লোরিক এসিড
    এসিডের সাথে ক্ষারকের বিক্রিয়ায় উৎপন্ন হয়__
    লবণ ও পানি
    আম , জলপাই ইত্যাদি নানা রকম আচার সংরক্ষণে ব্যবহৃত হয়
    = এসিডির এসিড বা ভিনেগার
    টেস্টিং সল্ট -এর রাসায়নিক নাম কী ?
    =সোডিয়াম মনোগ্লুটামেট
    ◈ যদি পানির PH এর মান ৭ হয়, তবে তা –
    =নিরপেক্ষ পানি

  • ১৪ বিসিএস

    ১৪ বিসিএস

  • Primary Question Solution 2010 – Hemonto

    Primary Question Solution 2010 – Hemonto

  • Primary Question Solution 2010 – Esamoti

    Primary Question Solution 2010 – Esamoti

  • Primary Question Solution 2010 – Bosonto

    Primary Question Solution 2010 – Bosonto

  • ১৩ বিসিএস

    ১৩ বিসিএস

  • ১২ বিসিএস

    ১২ বিসিএস

  • Primary Question Solution 30-10-2015

    Primary Question Solution 30-10-2015

  • Primary Question Solution 28-08-2015

    Primary Question Solution 28-08-2015