সবচেবে বেশি বার বিসিএস অন্যান্য চাকরির পরীক্ষায় আগত প্রশ্ন যা বার বার আসে।
বিজ্ঞানঃ ১। সুষম খাদ্যের উপাদান কয়টি ? [৩৪, ২৯ ,২৮ তম বিসিএস] উত্তরঃ ৬টি। ২। পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয় কোন প্রাণি ? [৩৪, ২১,১৬ তম বিসিএস] উত্তরঃ শুশুক। ৩। ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় তা হল ? [৩৪,৩০ ২১ তমবিসিএস] উত্তরঃ চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয়। ৪। সংকর ধাতু পিতলের উপাদান কী কী ? [৩৩, ৩২, ৩০, ২৩, ১০তম বিসিএস] উত্তরঃ তামা ও দস্তা। ৫। যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্মচাপ অঞ্চলের দিকে প্রবাহি হয় তাতে কী বায়ু বলে ? [৩২,১২, ১০তম বিসিএস] উত্তরঃ নিয়ত বায়ু।
৬। আকাশে বিদ্যুত চমকায় কখন ? [৩১ ২৬,১২ তম বিসিএস] উত্তরঃ মেঘের অসংখ্য জলকণা/বরফকাণার মধ্যে চার্জ সঞ্চিত হলে। ৭। কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদান পদ্ধতিকে কী বলে? [৩১,৩০ ২৪ তম বিসিএস] উত্তরঃ ইন্টারনেট। ৮। মানবদেহে সাধারণভাবে কতজোড়া ক্রোমোজম থাকে ? [৩১, ২৬, ১৯,১১ তম বিসিএস] উত্তরঃ ২৩ জোড়া। ৯। ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা ? [৩০ ২৪, ২২ তম বিসিএস] উত্তরঃ এডিস মশা। ১০। রঙ্গিন টেলিভিশন থেকে কোন ক্ষতিকর রশ্মি বের হয় ? [৩০ ২৪, ২২, ১৬ তম বিসিএস] উত্তরঃ গামা রশ্মি। ১১।গ্রীনহাউজ ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরতর ক্ষতি কী হবে ? [৩০ ,২৬ ২২, ১৯, ১৫ তম বিসিএস] উত্তরঃ নিম্মভূমি নিমজ্জিত হবে। ১২। বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে খরচ কীরূপ হবে ? [৩০, ২৩, ১১ তম বিসিএস] উত্তরঃ একই খরচ হবে। ১৩। পরমাণুর নিউক্লিয়াসে কী কী থাকে ? [৩৪, ২৩ তম বিসিএস] উত্তরঃ নিউট্রন ও প্রোটন। ১৪। প্রাণি জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে কী বলে ? [৩৬,৩৪ তম বিসিএস] উত্তরঃ ইভোলিউশন। ১৫। জীব জগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি ? [৩৬, ২৮ তম বিসিএস] উত্তরঃ আলট্রাভায়োলেট রশ্মি।
গণিতঃ ১৬। ত্রিভুজের দু’টি কোণের সমষ্টি তৃতীয় কোণের সমান হলে ত্রিভুজটি কী ধরনের ত্রিভুজ হবে? [পিএসসি নন ক্যাডার জব-’০৩, ’১১, ’১২, ’১৩, ’১৩, ‘১৩] উত্তরঃ সমকোণী। ১৭। বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে? [৩২, ২৭ তম বিসিএস, পিএসসি নন ক্যাডার জব-’১৪, ’১৪, ’১৫, ‘১৫] উত্তরঃ ৯ গুণ। ১৮। একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার এক- চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ ? [২১তম বিসিএস, পিএসসি নন ক্যাডার জব-০৩, ’০৭, ’১০, ’১১, ’১১, ’১৩, ’১৩, ‘১৪] উত্তরঃ ১৬ গুণ। ১৯। একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ ? [২০তম বিসিএস, পিএসসি নন ক্যাডার জব-’০৮, ’১০, ’১১, ’১২, ’১২, ’১৩] উত্তরঃ ৪ গুণ। ২০। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত হবে? [পিএসসি নন ক্যাডার জব-’০৪, ’০৬, ’০৯, ’১৩, ’১৩, ’১৩, ১৩, ’১৪, ’১৪, ‘১৪] উত্তরঃ ২২/৭
২১। সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কী ? [১৪তম বিসিএস, পিএসসি নন ক্যাডার জব-’০৩, ’০৭, ’১২, ’১২, ’১৩, ‘১৪] উত্তরঃ ভূমি ×উচ্চতা। ২২। ১ কুইন্টালে কত কেজি হবে? [১৪তম বিসিএস,[পিএসসি নন ক্যাডার জব-’০৫, ’০৭, ’০৯, ‘১১] উত্তরঃ ১০০ কেজি। ২৩। কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি কত? [৩৩তম বিসিএস, পিএসসি নন ক্যাডার জব-’০৭, ’০৮, ’১০, ’১২, ’১৩, ‘১৪] উত্তরঃ ৩৬০⁰ ২৪। ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত? [১৮ তম বিসিএস, পিএসসি নন ক্যাডার জব-’০৬, ‘১২] উত্তরঃ ৫০৫০। ২৫। সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সেন্টিমিটার হলে উহার অতিভুজ কত হবে ? [১৪তম বিসিএস , [পিএসসি নন ক্যাডার জব-’০৬, ‘ ০৯, ’১১, ‘১৩] উত্তরঃ ৫ সেন্টিমিটার। ২৬। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি a হয়, তবে ক্ষেত্রফল কত হবে? [১৪তম বিসিএস, পিএসসি নন ক্যাডার জব-’১০, ’১১, ’১৪, ‘১৪] উত্তরঃ (√3)/4 a² ২৭। চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে কোনো একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যে, চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিলো? [১০, ১২, ২৩, ৩৬ তম বিসিএস] উত্তরঃ ২০% ২৮। a+b+c = 0 হলে, aᶾ+bᶾ+cᶾ এর মান কত? [১০ ম বিসিএস, নন ক্যাডার জব- ১৬, ১৫, ১৪, ১২] উত্তরঃ 3abc ২৯। টাকায় ৩টি করে আম ক্রয় করে, টাকায় ২ টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? [১০,২৬, ৩২ তম বিসিএস] উত্তরঃ ৫০% ৩০। ১ মিটারে কত ইঞ্চি? [ ১১, ২৫ তম বিসিএস, নন ক্যাডার জব-০৫, ০৬, ১১, ১২,১৫] উত্তরঃ ৩৯.৩৭ উঞ্চি।
সাধারণজ্ঞানঃ ৩১। বাঙালী জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠির অন্তর্ভুক্ত ? [৩৬,২৮ তম বিসিএস] উত্তরঃ অস্ট্রিক। ৩২। ৬ দফা দাবী কত সালে উত্থাপন করা হয় ? [৩৬, ১৩ তম বিসিএস] উত্তরঃ ১৯৬৬ সালে। ৩৩। IAEA এর সদর দফতর কোথায় ? [৩৬, ২১, ১১ তম বিসিএস] উত্তরঃ ভিয়েনা। ৩৪। বাংলাদেশের কোন অঞ্চলকে ৩৬০ আউলিয়ার দেশ বলে ? [ ৩৫, ১৫ তম বিসিএস] উত্তরঃ সিলেট। ৩৫। ’অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’ এর সদর দফতর কোথায় ? [৩৪, ২৪ তম বিসিএস] উত্তরঃ লন্ডন। ৩৬। বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয় ? [৩৪, ২৮তম বিসিএস] উত্তরঃ ৭ মার্চ ১৯৭৩। ৩৭। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত ? [৩২, ১১ তম বিসিএস] উত্তরঃ ১০ : ৬। ৩৮। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত ? [৩১, ২২, ১৯, ১৪, ১০ তম বিসিএস] উত্তরঃ সোনারগাঁও। ৩৯। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় ? [৩১, ২৯, ২২, ১০ তম বিসিএস] উত্তরঃ ১৯২১ সালে। ৪০। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কী ? [৩০, ১১ তম বিসিএস] উত্তরঃ বরিশাল।
৪১। বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয় ? [৩০, ২৬ তম বিসিএস] উত্তরঃ ১০ ডিসেম্বর। ৪২। বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ কোনটি ? [২৯, ২৮ তম বিসিএস] উত্তরঃ সেন্টমার্টিন। ৪৩। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছে ? [২৯, ২২, ২০, ১৯, ১৫ তম বিসিএস] উত্তরঃ ১১ টি। ৪৪। ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয় ? [২৮, ২১, ১০ তম বিসিএস] উত্তরঃ ১৬১০ সালে। ৪৫। ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা কত ? [২৭, ২৬ তম বিসিএস] উত্তরঃ ৫৪৩।
1) আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে অক্সিজেন ও গ্লুকোজ। 2) উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র ট্যাকোমিটার। 3) এনজিও প্লাষ্টি হচ্ছে হ্রৎপিন্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো। 4) কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য লৌহ। 5) কম্পিউটার আবিষ্কার করেন হাওয়ার্ড এইকিন।
6) কর্কটক্রান্তি রেখা বাংলাদেশের মধ্যখান দিয়ে গেছে। 7) কার্বুরেটর থাকে যে ইঞ্জিনে পেট্রোল ইঞ্জিনে। 8) ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে চুম্বক ক্ষেত্র হিসাবে। 9) ক্লোনিং পদ্ধতিতে জন্মগ্রহণকারী ভেড়ার নাম ডলি। 10) গ্যালিলিও’ হলো পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ।
11) গ্লিসারিন দ্রবীভূত হয় না পানিতে। 12) চাঁদে কোন শব্দ করলে তা শোনা যাবে না, কারণ চাঁদে বায়ুমণ্ডল নেই। 13) জলজ উদ্ভিদ সহজে ভাসতে পারে কারণ এদের কাণ্ডে অনেক বায়ু কুঠুরী থাকে। 14) জোয়ার ভাটার তেজকটাল হয় অমাবস্যায়। 15) টুথপেষ্টের প্রধান উপাদান সাবান ও পাউডার। 16) ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটারে কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে উঠে সেটি সিলিকন চিপ। 17) তামার সাথে যে উপাদান মেশালে পিতল হয় দস্তা (জিঙ্ক)। 18) দিনরাত্রি সর্বত্র সমান নিরক্ষরেখায়। 19) পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারণ আলোর প্রতিসরণ। 20) পিসি কালচার’ বলতে বুঝায় মৎস্য চাষ।
21) বাদুড় চলাফেরা করে সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে। 22) বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় প্রতিবছর ৫ জুন। 23) বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট যে ধাতু দিয়ে তৈরি টাংষ্টেন। 24) ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র সিসমোগ্রাফ। 25) মঙ্গলগ্রহে প্রেরিত নভোযান ভাইকিং। 26) মাছ অক্সিজেন নেয় পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে। 27) মানুষের গায়ের রং নির্ভর করে যে উপাদানের উপর মেলানিন। 28) মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য ১৮ ইঞ্চি (প্রায়)। 29) যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয় সূর্য গ্রহণ। 30) যে ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে ভিটামিন ‘K’।
31) যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে দর্পণ। 32) যে হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয় ইনসুলিন। 33) রঙ্গীন টেলিভিশন হতে ক্ষতিকর যে রশ্মি বের হয় গামা রশ্মি। 34) রেফ্রিজারেটরে কমপ্রেসরের কাজ ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা। 35) শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র অডিও মিটার। 36) সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে ১০ নিউটন। 37) সমুদ্রের গভীরতা মাপা হয় যে যন্ত্র দ্বারা ফ্যাদোমিটার। 38) সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয় সবুজ আলোতে। 39) সিনেমাস্কোপ প্রজেক্টরে যে ধরনের লেন্স ব্যবহৃত হয় অবতল। 40) CNG -এর অর্থ কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস।
41) অ্যাসিড আবিস্কার হয় কবে ? ১৯৮১ সালে 42) অ্যাসিড নীল লিটমাস পেপারকে কী করে ? লাল করে 43) আকাশ নীল দেখায় কেন ? নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি 44) আকাশে মেঘ থাকলে গরম বেশি লাগে কেন ? মেঘ ভূ-পৃষ্ঠের তাপ বিকিরণে বাধা দেয় বলে 45) আঙ্গুরে কোন অ্যাসিড থাকে ? টারটারিক অ্যাসিড 46) আধুনিক কম্পিউটার কে আবিস্কার করেন ? চার্লস ব্যাবেজ 47) আপেলে কোন অ্যাসিড থাকে ? সালিক অ্যাসিড 48) আমলকিতে কোন অ্যাসিড থাকে ? অক্সালিক অ্যাসিড 49) আমিষ জাতীয় খাদ্য কোন জারক রস পরিপাক করে ? পেপসিন 50) আয়নার পিছনে কিসের প্রলেপ দেয়া হয় ? সিলভারের
51) আয়োডিন প্রকৃতিতে কিভাবে থাকে ? কঠিন অবস্থায় 52) আলকাতরা কী থেকে তৈরী হয় ? কয়লা 53) আলোর গতির আবিস্কারক কে ? এ মাইকেলসন 54) ইউরোসিল কোথায় থাকে? -RNA তে। 55) ইনসুলিন কোথায় উত্পন্ন হয় ? অগ্নাশয়ে 56) ইন্টারফেরন কি? ক্ষুদ্র ক্ষুদ্র অনেক গুলো প্রোটিনের সমষ্টি যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় 57) ইলেকট্রন কে আবিস্কার করেন ? জন থম্পসন 58) ইস্পাত তৈরিতে লোহার সাথে কী মিশাতে হয় ? কার্বন 59) ইস্পাতে কার্বনের শতকরা পরিমাণ কত ? ০.১৫ – ১.৫ % 60) উচ্চ শ্রেনীর প্রটিন সমৃদ্ধ খাবার কোনটি ? মাংশ
61) উড পেন্সিলের শীষ কী দিয়ে তৈরী হয় ? গ্রাফাইট 62) ‘উড স্পিরিট ‘ কী ? মিথাইল এলকোহল 63) উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কী ? ট্যাকমিটার 64) উদ্ভিদ বিজ্ঞানের জনক কে ? থিও ফ্রাসটাস 65) উদ্ভিদের জীবন্ত জীবাশ্ম কোনটি ? Cycas . 66) উদ্ভিদের প্রজনন অঙ্গ কোনটি ? ফুল 67) একোয়া রেজিয়া বা রাজ অম্ল কাকে বলে ? ৩:১ অনুপাতের নাইট্রিক ও হাইড্রক্লোরিক অ্যাসিড 68) এটম বোমা কে আবিস্কার করেন ? অটোহ্যান 69) এন্টামিবার সংখ্যাধিক্যে মানব দেহে কী সৃষ্টি হয় ? আমাশয় 70) এ্যাক্টোডার্মাল ডিসপ্লেসিয়া > ঘামগ্রন্থি ও দাঁতের অনুপস্থিতি
71) কচু খেলে গলা চুলকায় কিসের উপস্থিতির জন্য ? ক্যালসিয়াম অক্্রলিক 72) কচু শাকে কি বেশি থাকে ? লৌহ 73) কঠিন পদার্থে তাপ কোন পদ্ধতিতে প্রবাহিত হয় ? পরিবহন পদ্ধতিতে 74) কফিতে কোন উপাদান থাকে ? ক্যাফেইন 75) কমলা লেবুতে কোন অ্যাসিড পাওয়া যায় ? এসকরবিক অ্যাসিড 76) কম্পাঙ্ক বাড়লে শব্দের তীক্ষ্নতা ? বাড়ে 77) কম্পিউটার কে আবিস্কার করেন ? হাওয়ার্ড এইকিন 78) কয়টি পদ্ধতিতে তাপ পরিবহন হয় ? ৩ টি 79) কাঁদুনে গ্যাস এর রাসায়নিক নাম কী ? করপিক্রিন 80) কাচ তৈরির প্রধান কাঁচামাল কী ? বালি
81) কান্সারকে নিয়ন্ত্রণ করার প্রাথমিক পদক্ষেপ কোনটি? ইন্টারফেরণ প্রয়োগ 82) কুইনাইন পাওয়া যায় কোন গাছ থেকে ? সিনকোনা 83) কে প্রথম রোবট আবিস্কার করেন ? উইলিয়াম গে ওয়ালটার 84) কে মেন্ডেলের ফ্যাক্টরের নাম দিয়েছিলেন জিন? বেটসন ( ১৯০৮ সালে। 85) কেচো কিসের সাহায্যে শ্বাসকার্য চালায় ? ত্বকের 86) কোন অধাতু বিত্দুত অপরিবাহী ? গ্রাফাইট 87) কোন উদ্ভিদ আমিষ ডাল 88) কোন এনজাইমের দ্বারা কাটা ডিএনএ জোড়া দেওয়া হয়? লাইগেজ। 89) কোন গ্রুপের রক্তকে সর্বজন গ্রহীতা বলে ? এবি গ্রুপ কে
90) কোন গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা বলে ? ও গ্রুপ 91) কোন জন্তুর চারটি পাকস্থলী আসে ? গরুর 92) কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয় ? শুশুক . 93) কোন ধাতু সবচেয়ে ক্ষয়প্রাপ্ত হয় ? তামা 94) কোন মস্তিস্ক যে কোনো সিদ্ধান্ত দ্রুত দিতে পারে ? পুরুষ 95) কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি ? কঠিন মাধ্যমে 96) কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে ? ব্রোমিন 97) কোন মৌলিক ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে ? পারদ 98) কোন রংয়ের কাপে চা তারাতারি ঠান্ডা হয় ? কালো 99) কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পারে ? প্লাটিপাস 100) কোনো পদার্থের পারমানবিক সংখ্যা হলো ? পরমানুর প্রোটন সংখ্যা
101) কোষের কাজ নিয়ন্ত্রণ করে কে ? নিউক্লিয়াস 102) ক্যালকুলাস কে আবিস্কার করেন ? নিউটন 103) ক্রোমোজোমে কোন কোন মৌলিক পদার্থ থাকে? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম , লৌহ 104) ক্রোমোজোমের প্রোটিন কয় প্রকার ।? ২ প্রকার। ১. হিস্টোন ২. নন-হিস্টোন 105) ক্লোন পদ্ধতিতে প্রথম ভেড়ার নাম কী ? ডলি . 106) ক্লোনিং কত প্রকার? ৩প্রকার । জিন , সেল, জীব ক্লোনিং। 107) ক্লোরিন প্রকৃতিতে কিভাবে থাকে ? গ্যাসীয় অবস্থায় 108) ক্ষতস্থান থেকে রক্ত পরা বন্ধ করে কোন ভিটামিন ? ভিটামিন-কে ] 109) ক্ষার লাল লিটমাস পেপারকে কী করে ? নীল করে 110) খাদ্য শক্তি বেশি থাকে কোন মাছে ? শুটকি মাছে 111) খাবার লবনের রাসায়নিক নাম কী ? সোডিয়াম ক্লোরাইড 112) গলগন্ড রোগ হয় কিসের অভাবে ? আয়োডিনের অভাবে 113) গ্যাভানাইজিং কী ? লোহার উপর দস্তার প্রলেপ 114) গ্রীষ্ম কালে কোন ধরনের কাপড় পরিধান করা ভালো ? সাদা 115) চাদে কোনো শব্দ করলে শোনা যায় না কেন ? বাতাস নেই বলে 116) চাদের বুকে অবতরণ করা চন্দ্রযানের নাম কী ? অ্যাপোলো -১১ 117) চাদের বুকে কে প্রথম অবতরণ করে ? নীল আর্মস্ট্রং ও এডউইন অল্ড্রিন 118) চাদের বুকে প্রথম মানুষ অবতরণ করে ? ২১ জুলাই , ১৯৬৯ সালে 119) চায়ের পাতায় কোন উপাদান থাকে ? থিন 120) চুম্বুকের আকর্ষণ সবচেয়ে বেশী কোথায় ? মেরু বিন্দুতে
121) জীনের রাসায়নিক গঠন কী ? ডি এন এ 122) জীব RNA কোষে কয় প্রকার? -৩প্রকার । rRNA, mRNA, tRNA. 123) জীব জগতের বৈচিত্রের নিয়ন্ত্রককে? -জীন 124) জীব দেহের শক্তির উত্স কী ? খাদ্য 125) জীব প্রযুক্তি ব্যবহার করে উদ্ভাবিত নতুন প্রাণী কিংবা উদ্ভিদকে কি বলে ? ট্রান্সজেনিক প্রানী 126) জীব প্রযুক্তির উদাহরণ কোন গুলো ? অনুজীব বিজ্ঞান, টিস্যু কালচার , জিন প্রকৌশল 127) জীব বিজ্ঞানের জনক কে ? এরিস্টটল . 128) জীব সংরক্ষণ ও পচন নিবারণের জন্য কী ব্যাবহৃত হয় ফরমালিন 129) জীবাণু বিদ্যার জনক কে ? ভন লিউয়েন হুক . 130) জীবের বংশ গতির একক কোনটি ? জিন 131) জুভেনাইল গ্লুকোমা অক্ষিগোলোকের কাঠিন্য 132) টুথপেস্টের প্রধান উপাদান কী ? সাবান ও পাউডার 133) টেলিভিশন কে আবিস্কার করেন ? জন এল বেয়ার্ড 134) টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম কী ? সোডিয়াম মনো গ্লুটামেট 135) ট্রান্সজেনিক প্রানী উদ্ভাবনের মাধ্যমে প্রাণীগুলোর দুধ, রক্ত, মূত্র থেকে প্রয়োজনীয় ওষুধ আহোরণ করার প্রক্রিয়াকে কি বলে? মলিকুলার ফার্মিং 136) ঠোটের কোনা মুখের ঘা কিসের অভাবে হয় ? ভিটামিন -বি -২ 137) ডায়বেটিস রোগ হয় কীসের অভাবে ? ইনসুলিন 138) ডিএনএ টেস্টের মাধ্যমে পিতামাতা- সন্তান কত ভাগ মিল পাওয়া যায় ? ৯৯.৯% 139) ড্রাই আইস বা শুস্ক বরফ কাকে বলে ? কঠিন কার্বন ডাই অক্সাইড কে 140) তবকের সাহায্যে শ্বাসকার্য চালায় কে ? কেঁচো .
141) তরঙ্গ দর্ঘ্য বাড়লে শব্দের তীক্ষ্নতা ? কমে 142) তরল পদার্থে তাপ কোন পদ্ধতিতে প্রবাহিত হয় ? পরিচলন পদ্ধতিতে 143) তামাকে বিষাক্ত কোন পদার্থ থাকে ? নিকোটিন 144) তামার সাথে টিন মিশালে কী উত্পন্ন হয় ? ব্রোঞ্জ 145) তামার সাথে দস্তা বা জিঙ্ক মেশালে কি উত্পন্ন হয় ? পিতল 146) তেঁতুলে কোন অ্যাসিড থাকে ? টারটারিক অ্যাসিড 147) থাইমিন কোথায় থাকে? ডিএনএ । 148) দই কি ? দুধের জমাট বাঁধা ব্যাকটেরিয়া 149) দাড়ি গোফ গজায় কোন হরমোনের কারণে ? টেসটেস্টোরেন হরমোন 150) দিনের আলোতে কাজ করে চোখের কোন অংশ ? কনস 151) দুধে কোন অ্যাসিড থাকে ? ল্যাকটিক অ্যাসিড 152) দুধের ঘনত্ব কোন যন্ত্র দিয়ে মাপা হয় ? ল্যাকটোমিটার 153) দুধের প্রোটিনের নাম কী ? কেজিন 154) দুধের শর্করাকে কী বলে ? ল্যাকটোজ 155) দৃশ্যমান বর্ণালীর ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য কোন আলোর ? বেগুনী 156) দৃশ্যমান বর্ণালীর বৃহত্তম তরঙ্গ দৈর্ঘ্য কোন আলোর ? লাল 157) নবায়নযোগ্য শক্তির উত্স কোথায় ? ফুয়েল সেল 158) নাড়ির স্পন্দন প্রভাবিত হয় কিসের মাধ্যমে ? ধমনীর মাধ্যমে 159) নারী পুরুষের মধ্যে কার তথ্য ধারণ ক্ষমতা বেশি ? নারীর 160) নাসা প্রতিষ্ঠিত হয় কত সালে ? ১৯৫৮ সালে
161) নাসার সদর দপ্তর কোথায় অবস্থিত ? যুক্তরাষ্টের ফ্লোরিডায় 162) নিউট্রন আবিস্কার করেন কে ? চ্যোডইউক 163) নিউমোনিয়া রোগ হয় কোথায় ? ফুসফুসে 164) নিম্ন শ্রেনীর প্রটিন সমৃদ্ধ খাবার কোনটি ? ডাল 165) পরমানুর চার্জ নিরপেক্ষ কণিকা কোনটি ? নিউট্রন 166) পরমানুর নিউক্লিয়াসে কি থাকে ? প্রোটন ও নিউট্রন 167) পরমানুর নেগেটিভ চার্জযুক্ত কণিকা কোনটি ? ইলেকট্রন 168) পরমানুর পজেটিভ চার্জযুক্ত কণিকা কোনটি ? প্রোটন 169) পরমানুর সর্বাপেক্ষা হালকা কোনা কোনটি ? ইলেকট্রন 170) পারমানবিক বোমা কে আবিস্কার করেন ? ওপেন হেমার 171) পাহাড়ে ওঠা কষ্টকর কেন ? অভিকর্ষজ বলের বিপরীদে কাজ করার জন্য 172) পুরুষ মানুষের জনন বৈশিস্টের জন্য দায়ী কোন ক্রোমোজম ? Y ক্রোমোজম 173) পূর্ণাঙ্গ স্নায়ু কোষকে কী বলে ? নিউরন 174) পৃথিবীতে মোট মৌলিক পদার্থের সংখ্যা কত ? ১১৮টি 175) পৃথিবীর কেন্দ্রস্থলে বস্তুর ওজন কেমন ? শূন্য 176) পৃথিবীর ক্ষুদ্রতম স্তন্যপায়ী প্রাণী কোনটি ? বামন চিকা . 177) পৃথিবীর দ্রুততম পাখি কোনটি ? সুইফট বার্ড 178) পৃথিবীর প্রথম মহাকাশচারী কে ? উইরি গ্যাগারিন (১৯৬১ সালে) 179) পেনিসিলিন কে আবিস্কার করেন ? আলেকজান্ডার ফ্লেমিং 180) পেসমেকার কে আবিস্কার করেন ? জার্মানির সিমেন্স এলিয়া কোম্পানী , ১৯৫৮ সালে
181) প্রকৃতিতে প্রাপ্ত মৌলের মধ্যে ধাতুর সংখ্যা কতটি ? ৭০ টি 182) প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা কতটি ? ৯২ টি 183) প্রকৃতিতে রেডিও আইসোটোপের সংখ্যা কত ? ৫০ টি 184) প্রকৃতিতে সবচেয়ে কঠিন পদার্থ কোনটি ? হীরা 185) প্রতি মিনিটে হৃদপিন্ডের সাভাবিক স্পন্দন কত ? ৭২ বার 186) প্রথম কম্পিউটার প্রোগামের রচয়িতা কে ? লেডী এ্যাডো অগাস্টা 187) প্রাকৃতিক গ্যাস এর প্রধান উপাদান কী ? মিথেন 188) প্রাকৃতিক লাঙ্গল বলা হয় কাকে ? কেঁচো . 189) প্রাণী কোষের পাওয়ার হাউস বলা হয় কাকে ? মাইটোকন্ড্রিয়া 190) প্রাণীর প্রজনন কাজে প্রয়োজন কোন ভিটামিন ? ভিটামিন-ই 191) প্রেসার কুকারে রান্না তারাতারি হওয়ার কারণ কী ? উচ্চ চাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি 192) প্রোটন কণিকা আবিস্কার করেন কে ? রাদারফোর্ড 193) প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান কাজ কী ? দেহের ক্ষয় পূরণ ও বৃদ্ধি সাধন 194) ফারেনহাইট স্কেল এ মানব দেহের সাভাবিক উষ্ণতা কত ? ৯৮.৪ ডিগ্রী 195) ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় কোন প্রাণী ? মাছ . 196) বংশ গতিবিদ্যার জনক কে ? মেন্ডেল 197) বংশগতির ভৌত ভিত্তি কে? ক্রোমোজোম 198) বট গাছের আঠায় কোন এমজাইম থাকে? ফাইসিন । যা কৃমিরোগে ব্যবহৃত হয় । 199) বাংঙের হৃতপিন্ডের প্রকোষ্ট কয়টি ? ৩ টি 200) বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্ম কাকে বলে ? রাজ কাঁকড়া
১। আকাশের রং নীল কেন? [১৫ তম প্রিলিমিনারি] [১০ ম বিসিএস লিখিত] উত্তরঃ যে আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম সে আলোর বিক্ষেপণ বেশি। এজন্য কম তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট বেগুনী, নীল ও আসমানী আলোর বিক্ষেপণ অধিক হয়। নীল আলোর বিচ্যুতি লাল ও বেগুনী আলোর বিচ্যুতির মাঝামাঝি বলে নীল আলোর প্রাচুর্য ঘটে। ফলে আকাশ নীল দেখায়। ২। বিগ ব্যাং থিওরী বা প্রচণ্ড নিনাদ থিওরী কী? [১০ ম বিসিএস লিখিত] উত্তরঃ এটা হলো মহাবিশ্ব সৃষ্টির সময়ের মহাবিস্ফোরণ। যখন একই সাথে স্থান, সময় ও পদার্থ সৃষ্টি হয়েছে। জর্জ লেমিটেয়ার এই বিগ ব্যাং থিওরীর প্রবক্তা। ৩। নিউট্রন তারকা কী? [১০ ম বিসিএস লিখিত]
উত্তরঃ অত্যন্ত ঘনীভূত নিউট্রন কণিকা দ্বারা সৃষ্ট ক্ষুদ্রাকৃতির তারকা হল নিউট্রন তারকা। ৪। নবায়নযোগ্য শক্তি বলতে কী বুঝায় ? [১০ ম বিসিএস লিখিত] উত্তরঃ যে শক্তি একবার শেষ হয়ে গেলেও চার্জের মাধ্যমে পুনরায় নবশক্তিতে পরিণত করা যায় তাকে নবায়নযোগ্য শক্তি বলে। যেমন: স্টোরেজ ব্যাটারি ও পারমুটিট। ৫। সামুদ্রিক জলোচ্ছ্বাস কী? [১০ ম বিসিএস লিখিত] উত্তরঃ সমুদ্রে ঘূর্ণিঝড়ের সঙ্গে বাতাস সমুদ্রের উপর বল প্রয়োগ করে প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি করে যাকে সামুদ্রিক জলোচ্ছ্বাস বলে।
৬। এইডস (AIDS) কী? [১০ ম বিসিএস লিখিত] উত্তরঃ AIDS এর পূর্ণরূপ Acquired Immune Deficiency Syndrome. এটি একটি মারাত্মক সংক্রামক ব্যাধি। যা ১৯৮১ সালে যুক্তরাষ্ট্রে পাওয়া যায়। ৭। চাঁদে বস্তুর ভর পৃথিবী হতে বেশি না কম? [১০ ম বিসিএস লিখিত] উত্তরঃ বস্তুর ভর সব জায়গায় একই রকম। তবে চাঁদে বস্তুর ওজন পৃথিবীর ৬ ভাগের এক ভাগ। ৮। ক্লোরোফিল কী? [১০ ম বিসিএস লিখিত] উত্তরঃ উদ্ভিদের ক্লোরোপ্লাস্টিডে অবস্থিত সবুজ বর্ণের রঞ্জক হলো ক্লোরোফিল। ৯। ওজোন কী? [১০ ম বিসিএস লিখিত] উত্তরঃ ওজোন অক্সিজেনের একটি রূপভেদ। এর সংকেত O₃. ভূ-পৃষ্ঠ থেকে ৬৫ মাইল উপরে বায়ুমণ্ডলের চতুর্থ স্থরকে ওজোন স্থর বলে।
১০। আয়ন স্থর কী? [১০ ম বিসিএস লিখিত] উত্তরঃ মেসোমণ্ডলের ওপরের স্থর আয়নস্থর নামে পরিচিত। এর ব্যাপ্তি ভূ-পৃষ্ঠের ৮০ কিলোমিটার উর্ধ্ব হতে ৬৪৪ কিলোমিটার পর্য্ন্ত । বায়ুমণ্ডলের স্থরগুলোর নামঃ ট্রপোমণ্ডল———এটি ভূ পৃষ্ঠের নিকটবর্তী। এর ব্যাপ্তি ভূ-পৃষ্ঠ হতে ১২.৮৭ কিলোমিটার। স্ট্রাটোমণ্ডল——–এর ব্যাপ্তি ১২.৮৭ কিলোমিটার হতে ৫০ কিলোমিটার। ওজোনমণ্ডল——–স্ট্রটোমণ্ডলের ওপরের দিকে ১৬ কিলোমিটার পর্য্ন্ত এর ব্যাপ্তি। মেসোমণ্ডল———-ওজোনণ্ডলের ওপরের দিকে ১৫ কিলোমিটার পর্য্ন্ত এর ব্যাপ্তি। আয়নমণ্ডল———-মেসোমণ্ডলের ওপরের দিকে এর অবস্থান। ভূ-পৃষ্ঠ হতে ৬৪০ কি. মি এর ব্যাপ্তি। এক্সোমণ্ডল———–বায়ুমণ্ডলের সবচেয়ে উপরের স্থর হলো এই এক্সোমণ্ডল।
১১। সৌরশক্তি কী? [১০ ম বিসিএস লিখিত] উত্তরঃ সূর্য্ থেকে প্রাপ্ত শক্তিই সৌর শক্তি। সূর্য্ হতে ফিউশন প্রক্রিয়ায় এই শক্তি উৎপন্ন হয়। ১২। এসিড বৃষ্টি কী? [১০ ম বিসিএস লিখিত] উত্তরঃ শিল্প-কারখানা অঞ্চলে বৃষ্টির পানির সাথে যে এসিডিক পলি মাটিতে পতিত হয় তাই এসিড বৃষ্টি। ১৩। অতিরিক্ত সাবান ব্যবহারে পুকুরের পানিতে কী ক্ষতি হয়? [১০ ম বিসিএস লিখিত] উত্তরঃ সাবানে থাকে সোডিয়াম স্টিয়ারেট। যা পুকুরের ইকোসিস্টেম নষ্ট করে খাদ্যচক্র ক্ষতিগ্রস্ত করে। ১৪। সুষম খাদ্য কাকে বলে? [১০ ম বিসিএস লিখিত] উত্তরঃ খাদ্যের উপাদানসমূহের নির্দিষ্ট অনুপাতের সংমিশ্রণে যে খাদ্য প্রস্তুত করা হয় তাকে সুষম খাদ্য বলে। সুষম খাদ্যের উপাদান ৬ টি। ১৫। কোলেস্টেরল কী? [১০ ম বিসিএস লিখিত]
উত্তরঃ কোলেস্টেরল অ্যালকোহল জাতীয় এক ধরনের স্টেরয়েড। শরীরের চর্বি হতেই কোলেস্টেরলের উৎপত্তি। ১৬। কৃত্রিম বস্তু দ্বারা তৈরি ব্যাগ পরিবেশে কী দূষণ ঘটায়? [১০ ম বিসিএস লিখিত] উত্তরঃ কৃত্রিম বস্তু বা পলিথিনতাতীয় যৌগের তৈরি ব্যাগ পানিতে বা মাটিতে পচে না। ফলে পানি নিষ্কাশন ও চাষাবাদে ব্যাঘাত ঘটায়। ১৭। কেমোথেরাপি কী [১০ ম বিসিএস লিখিত] উত্তরঃ রাসায়নিক পদার্থের প্রয়োগের মাধ্যমে ক্যান্সারের চিকিৎসা পদ্ধতিকে কেমোথেরাপি বলে। এর জনক হলেন পল এহর্লিক। ১৮। ফ্যাক্স কী? [১০ ম বিসিএস লিখিত] উত্তরঃ ফ্যাক্স একটি ইলেকট্রনিক যন্ত্র যা দ্বারা লিখিত বক্তব্য একস্থান হতে অন্যস্থানে পৌঁছানো যায়। ১৯। সিসমোস্কোপ কী? [১০ ম বিসিএস লিখিত] উত্তরঃ ভূমিকম্পের উৎস, ভূমিকম্পের তীব্রতা ও ভূমিকম্পের শক্তিমাত্রা নির্ণয়ের যন্ত্রকে সিসমোস্কোপ বলে। ২০। গ্রহ জ্বল জ্বল এবং নক্ষত্র মিটমিট করে জ্বলে কেন? [১০ ম বিসিএস লিখিত] উত্তরঃ গ্রহের নিজের কোন আলো নেই। নক্ষত্রের আলো গ্রহের উপর প্রতিফলিত হয় বলে গ্রহকে জ্বল জ্বল করতে দেখায়। অপরদিকে নক্ষত্রের নিজস্ব আলো রযেছে। অনেক দূর থেকে দেখা যায় বলে নক্ষত্রের আলোকে মিট মিট করতে দেখায়।
২১। চোখের হ্রস্বদৃষ্টি ও দীর্ঘদৃষ্টি ক? [১০ ম বিসিএস লিখিত] উত্তরঃ যে চোখ দিয়ে দূরের জিনিস স্পষ্ট দেখতে পায় না কিন্তু কাছের জিনিস স্পষ্ট দেখতে পায় তাকে হ্রস্বদৃষ্টি বলে। অপরদিকে যে চোখ দিয়ে কাছের জিনিস স্পষ্ট দেখতে পায় না কিন্তু দূরের জিনিস দেখতে পায় তাকে দীর্ঘদৃষ্টি বলে। ২২। ইলেকট্রন মাইক্রোস্কোপ কী? [১০ ম বিসিএস লিখিত] উত্তরঃ ইলেকট্রন মাইক্রোস্কোপ একটি আলোকযন্ত্র যা দিয়ে অতি ক্ষুদ্র জীবাণু, ভাইরাস টিস্যু ও ব্যাকটেরিয়া পর্য্বেক্ষণ করা হয়। ২৩। শূন্য স্থানে আলোর বেগ কত? [১০ ম বিসিএস লিখিত] উত্তরঃ প্রতি সেকেন্ডে 3 × 108 মিটার = 30,0000000 মিটার। ২৪। সূর্য্ হতে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? [১০ ম বিসিএস লিখিত] উত্তরঃ ৫০০ সেকেন্ড বা ৮ মিনিট ২০ সেকেন্ড। ২৫। কসমিক রে কী বা মহাজাগতিক রশ্মি কী? [১০ ম বিসিএস লিখিত] উত্তরঃ মহাশূন্য থেকে পৃথিবীর চারদিকে নানা ধরনের আলো ও কণা আলোর বেগের কাছাকাছি বেগে আঘাত হানে । এদের কসমিক রে বলে। ২৬। ভূ-স্থির উপগ্রহ কী? [১১ তম বিসিএস লিখিত] উত্তরঃ মনুষ্য নির্মিত যে কৃত্রিম উপগ্রহ ভূ-পৃষ্ঠে স্থাপন করা হয় তাকে ভূ-স্থির উপগ্রহ বলে। ২৭। কংক্রিটের ভেতরে কেন লোহার রড দেওয়া হয়? [১১ তম বিসিএস লিখিত] উত্তরঃ কংক্রিটকে শক্ত, জমাটবদ্ধ ও মজবুত করার জন্য রড দেওয়া হয়। ২৮। একটি কম্পিউটারে কীভাবে স্মৃতি ধারণ করা হয়? [১১ তম বিসিএস লিখিত] উত্তরঃ মেমরির মাধ্যমে স্মৃতি ধারণ করা হয়। ২৯। বন উজারের ফলে কী ক্ষতি হয়? [১১ তম বিসিএস লিখিত] উত্তরঃ ভূমিক্ষয়, বায়ুমণ্ডল উত্তপ্ত ও কার্বন-ডাই-অক্সাইড বেড়ে যায়। ৩০। লেজার (LASER) কী? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ LASER এর পূর্ণরূপ হলো- Light Amplification by Stimulation Emission of Radiation. এটি হলো- একক রঙ্গের ও তীব্র শক্তিসম্পন্ন একগুচ্ছ আলো। ৩১। ডিজিটাল টেলিফোনের সুবিধা কী? [১১ তম বিসিএস লিখিত] উত্তরঃ এতে শব্দ স্পষ্ট হয় ও বিকৃতি ঘটে না এবং কম্পিউটার ব্যবস্থার সাথে সহজেই সংযোগ করা যায়। ৩২। হলোগ্রাম কী ? [১১ তম বিসিএস লিখিত] উত্তরঃ হলোগ্রাফী হলো লেন্সের ব্যবহার ব্যতিরেকে আলোকচিত্র তৈরির একটি পদ্ধতি। এ পদ্ধতিতে গৃহীত আলোক প্রতিবিম্বকে বলা হয় হলোগ্রাম। ৩৩। একটি গাড়ির কার্বুরেটরের কাজ কী? [১১ তম বিসিএস লিখিত] উত্তরঃ জ্বালানীর সাথে বায়ু মিশ্রিত করা। ৩৪। বলপেন কীভাবে কাজ করে? [১১ তম বিসিএস লিখিত] উত্তরঃ অভিকর্ষ বলের দ্বারা। ৩৫। ফটোকপি যন্ত্রের ড্রাম কী কাজ করে? [১১ তম বিসিএস লিখিত] উত্তরঃ কাগজে কালি লাগানোর কাজ করে। ৩৬। রেফ্রিজারেটরে ব্যবহৃত গ্যাস পরিবেশের কী ক্ষতি করে? [১১ তম বিসিএস লিখিত] উত্তরঃ রেফ্রিজারেটরে ব্যবহৃত হয় CFC গ্যাস। যা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি করে ও ত্বকের ক্যান্সার সৃষ্টি করে। ৩৭। টর্চের ব্যাটারি ও গাড়ির ব্যাটারির মধ্যে পার্থক্য কী? [১১ তম বিসিএস লিখিত] উত্তরঃ টর্চের ব্যাটারি রিচার্জ করা যায় না। অন্যদিকে গাড়ির ব্যাটারি রিচার্জ করা যায়। ৩৮। পলিমার কাকে বলে? [১১ তম বিসিএস লিখিত] উত্তরঃ একই যৌগের একাধিক সরল অণু চাপ, তাপ ও প্রভাবকের উপস্থিতিতে একই সংযুক্তিবিশিষ্ট উৎপন্ন বৃহৎ অনুকে পলিমার বলে। ৩৯। দ্রুত যানবাহী রাস্তার বাঁকে ঢাল দেওয়া দরকার কেন? [১১ তম বিসিএস লিখিত] উত্তরঃ রাস্তার বাকে গাড়ী চালানোর জন্য যে কেন্দ্রমুখী বলের প্রয়োজন হয় তার জন্য গাড়িটিকে কাত করানোর দরকার হয়। সেজন্য রাস্তার বাঁক কিছুটা ঢালু করে তৈরি করা হয়। ৪০। বিদ্যুৎ শক্তি দূরে পাঠাতে হলে কেন বেশি ভোল্টেজ ব্যবহার করা হয়? [১১ তম বিসিএস লিখিত] উত্তরঃ বিদ্যুতের রোধ এবং অপচয় ঠেকাতে বেশি ভোল্টেজ ব্যবহার হয়।
৪১। জি আই শীট সাধারণ লোহার চেয়ে বেশি টেকসই কেন? [১১ ম বিসিএস লিখিত] উত্তরঃ জি আই শীটে দস্তার প্রলেপ থাকে এজন্য। ৪২। বহুমূত্র রোগ কেন হয়? [১১ তম বিসিএস লিখিত] উত্তরঃ ইনসুলিনের নিঃসরণ না হলে। ৪৩। চোখের ছানি অপারেশনে কী করা হয়? [১১ তম বিসিএস লিখিত] উত্তরঃ রোগাক্রান্ত লেন্সকে কনট্রাক্ট লেন্স দ্বারা প্রতিস্থাপন করা হয়। ৪৪। শিশুদেরকে কয়টি টিকা দেয়া দরকার? [১১তম বিসিএস লিখিত] উত্তরঃ জন্মের ১ বছরের মধ্যে ৬ টি টিকা দেয়া দরকার। ৪৫। বাতজ্বরের লক্ষণ কী? [১১ তম বিসিএস লিখিত] উত্তরঃ অস্থিসন্ধিতে ব্যাথা, জ্বর ও হৃৎপিণ্ডতে প্রদাহ। ৪৬। বাংলাদেশের উপর দিয়ে কোন গুরুত্বপূর্ণ ভৌগোলিক রেখা অতিক্রম করেছে? [১৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ কর্কটক্রান্তি রেখা। ৪৭। প্লাইউড কী? [১৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ তিন বা ততোধিক কাঠ দিয়ে তৈরি আধুনিক ও কৌশলনির্ভর এক ধরনের বিশেষ কাঠ। ৪৮। মানুষের বৈজ্ঞানিক নাম কী? [১৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ হোমো সোপিয়েন্স। ৪৯। ডিজিটাল ও এনালগ এই শব্দ দুটি দিয়ে ইলেকট্রনিক সরঞ্জামের ক্ষেত্রে কী বোঝানো হয়? [১৩ তম বিসিএস] উত্তরঃ আউটপুট প্রদত্ত সিগনালকে বুঝায়। ৫০। মাছ কোন অঙ্গের সাহায্যে অক্সিজেন নেয়? [১৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ ফুলকা বা কানলুয়া দ্বারা।
৫১। মাইক্রোওয়েভ কী? [১৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ খুব উচ্চ ফ্রিকুয়েন্সিবিশিষ্ট তড়িৎ চুম্বকীয় তরঙ্গকে মাইক্রোওয়েভ বলে। ৫২। কী বেশি পরিমাণে থাকলে মাটির রং লালচে হয়? [১৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ লৌহ। ৫৩। সাবান ও ডিটার্জেন্টের মধ্যে পার্থক্য কী? [১৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ সাবান খর পানিতে ফেনা তৈরি করতে পারে না, ডিটার্জেন্ট তা করতে পারে। ৫৪। কম্পিউটারে সফটওয়্যার ও হার্ডওয়্যারের মধ্যে পার্থক্য কী? [১৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ সফটওয়্যারকে হাত দিয়ে স্পর্শ করা যায় না কিন্তু হার্ডওয়্যারকে করা যায়। ৫৫। বায়োগ্যাস কী? [১৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ প্রাণীর মলমূত্র ও উদ্ভিদের আবর্জনা দিয়ে ফরম্যান্টেশন ক্রিয়ায় যে গ্যাস উৎপন্ন হয়। ৫৬। অপটিকাল ফাইবার কী? [১৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ খুব সরু ও নমনীয় স্বচ্ছ কাচতন্তু। ৫৭। পিতল কোন কোন ধাতুর সমন্বয়ে গঠিত হয়? [১৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ তামা ও দস্তা। ৫৮। জিন ব্যাংক কী? [১৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ বিভিন্ন প্রজাতির জিন সংরক্ষনের জন্য সংগ্রহ করে রাখা হয় একে জিন ব্যাংক বলে। ৫৯। আধুনিক ইলেকট্রনিক যন্ত্রাংশে যে আধা পরিবাহী বস্তুটি ব্যবহৃত হয় তাকে কী বলে? [১৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ সিলিকন। ৬০। লেবুর রসে কোন এসিড বিদ্যমান? [১৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ সাইট্রিক এসিড। ৬১। সিরকায় কোন এসিড বিদ্যমান? [১৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ অ্যাসিটিক এসিড। ৬২। চন্দ্র গ্রহণ ও সূর্য্গ্রহণ এর মধ্যে পার্থক্য কী? [১৫ তম বিসিএস লিখিত] উত্তরঃ চন্দ্র গ্রহণের সময় সূর্য্ ও চন্দ্রের মাঝখানে পৃথিবী থাকে। সূর্য্গ্রহণের সময় সূর্য্ ও পৃথিবীর মাঝখানে চন্দ্র থাকে। ৬৩। আলেয়া কী? [১৫ তম বিসিএস লিখিত] উত্তরঃ অন্ধকার রাতে ডোবা-নালায় পচা জলাভূমিতে আলো জ্বলতে দেখা যায়, এটাই আলোয়া। ৬৪। HIV কী? [১৫ তম বিসিএস লিখিত] উত্তরঃ HIV এর পূর্ণরূপ হলো- Human Immune Deficiency Virus. এটি এইডস সৃষ্টিকারী ভাইরাস। ৬৫। হিমশৈল বা বরফ পানিতে ভাসে কেন? [১৫ তম বিসিএস লিখিত] উত্তরঃ পানির তুলনায় বরফের ঘনত্ব কম তাই। ৬৭। শীতকালে কাপর তাড়াতাড়ি শুকায় কেন? [১৫ তম বিসিএস লিখিত] উত্তরঃ শীতকালে বাতাসে জলীয়বাষ্পের পরিমান কম থাকে তাই। ৬৮। খাবার লবনের সাথে বর্তমানে কী মিশানো হয়? [১৫ তম বিসিএস লিখিত] উত্তরঃ আয়োডিন। ৬৯। ইলেকট্রনিক চক্ষু কাকে বলে? [১৫ তম বিসিএস লিখিত] উত্তরঃ রাডারকে। ৭০। ইলেকট্রনিক মস্তিষ্ক কাকে বলে? [১৫ তম বিসিএস লিখিত] উত্তরঃ কম্পিউটার।
৭১। জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং কাকে বলে? [১৫ তম বিসিএস লিখিত] উত্তরঃ জীবের উদ্ভাবন প্রযুক্তিকে। ৭২। পেনিসিলিন কে আবিষ্কার করেন? [১৫ তম বিসিএস লিখিত] উত্তরঃ স্যার আলেকজান্ডার ফ্লমিং। ১৯২৯ সালে। এটি একটি এন্টিবায়োটিক। ৭৩। ইনসুলিন কী? [১৫ তম বিসিএস লিখিত] উত্তরঃ অগ্ন্যাশয় থেকে নিঃসৃত হরমোন। ৭৪। সিএফসি কী? [১৫ তম বিসিএস লিখিত] উত্তরঃ সিএফসি হচ্ছে ক্লোরো-ফ্লোরো কার্বন এর সংক্ষিপ্ত রূপ। এর বাণিজ্যিক নাম ফ্রেয়ন। ৭৫। অগ্নিনির্বাপক সিলিন্ডারে কী থাকে? [১৫ তম বিসিএস লিখিত] উত্তরঃ সালফিউরিক এসিড। ৭৬। বিদ্যতের চমকানী কতক্ষণ স্থায়ী হয়? [১৫ তম বিসিএস লিখিত] উত্তরঃ ৬ সেকেন্ড। ৭৭। ভেজা হাতে বৈদ্যুতিক দুর্ঘটনা বেশি ঘটে কেন? [১৫ তম বিসিএস লিখিত] উত্তরঃ ভেজা অবস্থায় মানুষের দেহের রোধ কম থাকে তাই। ৭৮। রঙ্গীন টেলিভিশনে মৌলিক কয়টি রং ব্যবহৃত হয়? [১৫ তম বিসিএস লিখিত] উত্তরঃ ৩ টি। লাল, নীল ও সবুজ। ৭৯।প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কেন? [১৭ তম বিসিএস লিখিত] উত্তরঃ প্রেসার কুকারে তরলের স্ফটনাঙ্ক বেশি বলে। ৮০। প্লেট টেকনোলজি কী? [১৭ তম বিসিএস লিখিত] উত্তরঃ পূর্বে সবকটি মহাদেশ একত্রে একই ভুখণ্ডে ছিলো। একে প্লেট টেকনোলজি বলে। ৮১। মরীচা কী? [১৭ তম বিসিএস লিখিত] উত্তরঃ আয়রন ও অক্সিজেনের মিশ্রণ অর্থাৎ আয়রন অক্সাইড। ৮২। ভাইরাস কী? [১৭ তম বিসিএস লিখিত] উত্তরঃ জড় ও জীবের উভয়ের বৈশিষ্ট্যে গঠিত অকোষী ক্ষুদ্র জীব। ৮৩। বস্তুর আপেক্ষিক ভর কে আবিষ্কার করেন? [১৭ তম বিসিএস লিখিত] উত্তরঃ বিজ্ঞানী আর্কিমিডিস। ৮৪। সাগরের পানি মিঠা পানি থেকে ভারী কেন? [১৭ তম বিসিএস লিখিত] উত্তরঃ সাগরের পানিতে খনিজ পদার্থ ও লবণ বিদ্যমান তাই বেশি ভারী। ৮৫। সবচেয়ে হালকা মৌল কী? [১৭ তম বিসিএস লিখিত] উত্তরঃ হাইড্রোজেন। ৮৬। পুরু কাচের গ্লাসে গরম চা ঢাললে গ্লাসটি ফেটে যায় কেন? [১৭ তম বিসিএস লিখিত] উত্তরঃ কাচের অসম প্রসারণের জন্য গ্লাসটি ফেটে যায়। ৮৭। খাবার লবণের রাসায়নিক উপাদানগুলি কী কী? [১৭ তম বিসিএস লিখিত] উত্তরঃ সোডিয়াম ও ক্লোরিন। ৮৮। সর্বশেষ হিমযুগ কত বছর আগে ঘটেছিলো? [১৭ তম বিসিএস লিখিত] উত্তরঃ দশ হাজার বছর আগে। ৮৯। বাংলাদেশের উষ্ণতম ও শীতলতম স্থানগুলি কী কী? [১৭ তম বিসিএস লিখিত] উত্তরঃ উষ্ণতম স্থান নাটোরের লালপুর এবং শীতলতম স্থান শ্রীমঙ্গলের লালাখাল। ৯০। বায়োগ্যাস কী? [১৭ তম বিসিএস লিখিত] উত্তরঃ প্রাণীর মলমূত্র ও পচনশীল আবর্জনা দিয়ে ফারম্যান্টেশন ক্রিয়ায় যে গ্যাস তৈরি হয়।
৯১। ক্যামেলিওন কী? [১৭ তম বিসিএস লিখিত] উত্তরঃ টিকটিকি জাতীয় সরীসৃপ প্রজাতির সাধারণ নাম হল ক্যামিলিওন। ৯২। গাছের বয়স কীভাবে নির্ণয় করা যায়? [১৮ তম বিসিএস লিখিত] উত্তরঃ গাছের গায়ের বর্ষবলয়ের সাহায্যে। ৯৩। পৃথিবীর ওপরের ওজন স্থর কীভাবে তৈরি হয়? [১৮ তম বিসিএস লিখিত] উত্তরঃ অক্সিজেনের তিনটি পরমাণু নিয়ে এই ওজন স্থর তৈরি হয়। ৯৪। আলু শিকর না কাণ্ড? [১৮ তম বিসিএস লিখিত] উত্তরঃ আলু একটি রূপান্তরিত কাণ্ড। ৯৫। চন্দ্র পৃষ্ঠের ওজন ও পৃথিবী পৃষ্ঠের ওজনের পার্থক্য কী? [১৮ তম বিসিএস লিখিত] উত্তরঃ চন্দ্র পৃষ্ঠের ওজন পৃথিবী পৃষ্ঠের ওজনের ছয় ভাগের এক ভাগ। ৯৬। ‘টিস্যু কালচার কী’ ? [১৮ তম বিসিএস লিখিত] উত্তরঃ কৃত্তিম উপায়ে পূর্ণাঙ্গ উদ্ভীদ জন্মানোকে টিস্যু কালচার বলে। ৯৭। বাইনারি ও দশমিক গণনা পদ্ধতির মধ্যে তফাৎ কী? [১৮ তম বিসিএস লিখিত] উত্তরঃ বাইনারি গণনায় দুটি সংখ্যা (০,১) ব্যবহৃত হয়। দশমিক গণনায় দশটি সংখ্যা ব্যবহৃত হয়। ৯৮। RADAR এর পূর্ণরূপ কী? [১৮ তম বিসিএস লিখিত] উত্তরঃ Radio Detection And Ranging. এটি কোন কিছুর উপস্থিতি, দূরত্ব ও দিক নির্ণয়ের করতে পারে। ৯৯। একটি সাইক্লোনের কেন্দ্রের চাপ বাইরের চাপের তুলনায় কম না বেশি? [১৮ তম বিসিএস লিখিত] উত্তরঃ সাইক্লোনের কেন্দ্রের চাপ বাইরের চাপের তুলনায় কম। ১০০। অপটিকাল ফাইবার কী? [১৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ খুব সরু ও নমনীয় স্বচ্ছ কাচতন্তু। ১০১। লেজার (LASER) কী? [১৮ তম বিসিএস লিখিত] উত্তরঃ LASER এর পূর্ণরূপ হলো- Light Amplification by Stimulation Emission of Radiation. এটি হলো- একক রঙ্গের ও তীব্র শক্তিসম্পন্ন একগুচ্ছ আলো। ১০২। ভোরের সূর্য্ লাল দেখা যায় কেন? [২০ তম বিসিএস লিখিত] উত্তরঃ ভোরর সময় সূর্য্ দিগন্তরেখার খুব কাছে থাকে। এ সময় সূর্যের আলো পৃথিবীর পুরু বাযুস্থর ভেদ করে আসতে পারে না। ১০৩। ECG এর পূর্ণরূপ কী? [২০ তম বিসিএস লিখিত] উত্তরঃ Electro Cardiography ১০৪। গর্জনশীল চল্লিশা কী? [২০ তম বিসিএস লিখিত] উত্তরঃ ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের পশ্চিমা বায়ুর গতিবেগ ৪০⁰ – ৪৭⁰ দক্ষিণ অক্ষাংশে সর্বপেক্ষা বেশি এবং ঝড়-ঝঞ্জা লেগে থাকে। তাই এ অঞ্চলকে গর্জনশীল চল্লিশা বলে। ১০৫। লেজার (LASER) কী? [২০ তম বিসিএস লিখিত] উত্তরঃ LASER এর পূর্ণরূপ হলো- Light Amplification by Stimulation Emission of Radiation. এটি হলো- একক রঙ্গের ও তীব্র শক্তিসম্পন্ন একগুচ্ছ আলো। ১০৬। কম্পিউটার ভাইরাস কী? [২০ তম বিসিএস লিখিত] উত্তরঃ এক ধরনের প্রগ্রাম। ১০৭। অপটিকাল ফাইবার কী? [২০ তম বিসিএস লিখিত] উত্তরঃ খুব সরু ও নমনীয় স্বচ্ছ কাচতন্তু। ১০৮। জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং কাকে বলে? [২০ তম বিসিএস লিখিত] উত্তরঃ জীবের উদ্ভাবন প্রযুক্তিকে। ১০৯। ব্যাকটেরিয়া ও ভাইরাসের মধ্যে পার্থক্য কী? [২০ তম বিসিএস লিখিত] উত্তরঃ ভাইরাস অ-কোষীয় যাদের চলন ক্ষমতা নেই। ব্যাকটেরিয়া কোষীয় যার চলনক্ষমতা আছে।
১/ পদার্থের ক্ষুদ্রতমা কণা – অণু । ২/ পদার্থের স্থায়ী মূল কণিকা – ইলেকট্রোন, প্রোটন ও নিউট্রন । ৩/ তেজস্ক্রিয় রশ্মিতে থাকে – আলফা, বিটা ও গামা কনিকা । ৪/ পদার্থের পরমাণুর প্রোটন সংখ্যা ও পারমাণবিক সংখ্যা – পরস্পর সমান । ৫/ পৃথিবী ও উহার নিকটস্থ মধ্যকার বস্তুর আকর্ষণ বলকে বলে – অভিকর্ষ বল । ৬/ বরফ গলনের সুপ্ত তাপ – ৮০ ক্যালরি । ৭/ ০০ সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের গতি – ৩৩২ মিটার/সেকেন্ড । ৮/ সুর্যোদয় ও সুর্যাস্তের সময় আকাশ লাল দেখায় – লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি বলে । ৯/ সূর্য থেকে পৃথিবীতে আগত রশ্মি – সৌর রশ্মি। ১০/ পৃথিবী ঘূর্ণায়নের ফলে আমরা ছিটকিয়ে পড়ি না – মধ্যাকর্ষণের জন্য ।
১১/ প্রেসার কুকারে রান্না তারাতারি হওয়ার কারন – উচ্চ চাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায় । ১২/ চা তাড়াতাড়ি ঠান্ডা হয় – কালো রংয়ের কাপে (কাল রংয়ের তাপ শোষণ ক্ষমতা বেশি)। ১৩/ চা দেরীতে ঠান্ডা হয় – সাদা রংয়ের কাপে (সাদা রংয়ের তাপ শোষণ ক্ষমতা কম)। ১৪/ শব্দের গতি সবচেয়ে বেশি – কঠিন মাধ্যমে। ১৫/ শব্দের গতি সবচেয়ে কম – বায়বীয় মাধ্যমে । ১৬/ তিনটি মূখ্য বর্ণ – লাল, সবুজ ও নীল । ১৭/ ৪ডিগ্রি সে: তাপমাত্রায় পানির ঘনত্ব – সর্বোচ্চ । ১৮/ ইউরেনিয়াম, নেপচুনিয়াম প্লুটোনিয়াম হল – তেজস্ক্রিয় পদার্থ । ১৯/ রাবারের স্থিতিস্থাপকতা কম এবং লোহা বা ইস্পাতের স্থিতিস্থাপকতা বেশি । ২০/ উন্নত ধরণের বিস্ফোরোক আবিষ্কার করে ধনী হয়েছিলেন – আলফ্রেড নোবেল ।
২১/ ডিজিটাল ফোনের প্রধান বৈশিষ্ঠ – ডিজিটাল সিগনাল ডেটাবেজ । ২২/ পীট কয়লা – ভিজা ও নরম । ২৩/ তাপ আটকা পড়ে তাপমাত্রা বৃদ্ধিকে বলে – গ্রীনহাউজ ইফেক্ট। ২৪/ পরমাণু ভেঙ্গে প্রচন্ড শক্তি সৃস্টি করাকে লে – ফিশন বিক্রিয়া । ২৫/ বায়ু এক প্রকার – মিশ্র পদার্থ । ২৬/ লোহার উপর দস্তার প্রলেপ দেয়াকে বলে – গ্যালভানাইজিং । ২৭/ আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে – মরিচিকায় । ২৮/ পানি বরফে পরিণত হলে – আয়তনে বাড়ে । ২৯/ পানি কঠিন, তরল ও বায়বীয় অবস্থায় থাকতে পারে । ৩০/ বৈদুতিক বাল্বের ফিলামেন্ট তৈরী – টাংস্টেন দিয়ে ।
৩১/ CFC বা ক্লোরোফ্লোরো কার্বন ধ্বংস করে – ওজন স্তর । ৩২/ ডুবোজাহাজ হতে পানির উপরে দেখার জন্য ব্যবহৃত হয় – পেরিস্কোপ । ৩৩/ ব্যাটারি হতে পাওয়া যায় – ডিসি কারেন্ট । ৩৪/ সর্বোত্তম তড়িৎ পরিবাহক – তামা । ৩৫/ ডিনামাইট আবিস্কার করেন – আলফ্রেড নোবেল । ৩৬/ পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসেবে ব্যবহৃত হয় – গ্রাফাইট । ৩৭/ শব্দের চেয়ে দ্রুত গতিতে চলে – সুপারসনিক বিমান । ৩৮/ বায়ুতে বা শুণ্য স্থানে শব্দের গতি – ৩x১০১০ সে. মি. । ৩৯/ কাঁচা লোহা, ইস্পাত ও কোবাল্ট – চুম্বক পদার্থ । ৪০/ আলোর নিয়মিত প্রতিফলণ ঘটে – দর্পনে ।
৪১/ স্টিফেন হকিন্স একজন – পদার্থবিদ । ৪২/ পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদি – জীবাস্ম জালানি । ৪৩/ জীব-জগতের সবচেয়ে ক্ষতিকর রশ্মি – অতি বেগুণী রশ্মি । ৪৪/ এক্সরে এর একক – রনজেন । ৪৫/ তেজস্ক্রীয়তার একক কুরি ও এর আবিস্কারক – হেনরী বেকুইরেল । ৪৬/ রেডিয়াম আবিস্কার করেন – মাদাম কুরি । ৪৭/ পারমাণবিক বোমা উৎপন্ন হয় – ফিশন পদ্ধতিতে। ৪৮/ হাইড্রোজেন বোমা উৎপন্ন হয় – ফিউশন পদ্ধতিতে । ৪৯/ পারমানবিক ওজন = প্রোটন ও নিউট্রনের ওজন। ৫০/ প্লবতা সূত্র আবিস্কার করেন – আর্কিমিডিস । ৫১/ দূরবীক্ষণ যন্ত্র আবিস্কার করেন – গ্যালিলিও। ৫২/ গতির সূত্র আবিস্কার করেন – নিউটন । ৫৩/ আপেক্ষিকতার সূত্র আবিস্কার করেন – আলবার্ট আইনস্টাইন । ৫৪/ মৌলিক রাশিগুলো হলো – দৈর্ঘ, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎপ্রবাহ, দীপন ক্ষমতা ও পদার্থের পরিমাণ। ৫৫/ লব্ধ রাশি – বল, ত্বরণ, কাজ, তাপ, বেগ প্রভৃতি । ৫৬/ ভেক্টর রাশি – সরণ, ওজন, বেগ, ত্বরণ, বল, তড়িৎ প্রাবল্য, মন্দন, ভেদাঙ্ক ইত্যাদি । ৫৭/ স্কেলার রাশি – দৈর্ঘ, ভর, দ্রূতি, কাজ, তড়িৎ বিভব, সময়, তাপমাত্রা ইত্যাদি । ৫৮/ পরিমাপের আন্তর্জাতিক পদ্ধতি হল – এস. আই. S. I. । ৫৯/ ভর হচ্ছে পদার্থের – জড়তার পরিমাণ। ৬০/ এই মহাবিশ্বে পরম স্থিতিশীল এবং পরম গতিশীল বলে কিছু নেই ।
৬১/ নিউটনের গতি সূত্র – তিনটি । ৬২/ নিউটনের বিখ্যাত বই – “ন্যচারাল ফিলোসোফিয়া প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা” । ৬৩/ বিদ্যুৎ শক্তির হিসাব করা হয় – কিলোওয়াট / ঘন্টা kw/h । ৬৪/ ১ অশ্ব শক্তি (H.P.) = ৭৪৬ ওয়াট বা ৫৫০ ফুট – পাউন্ডাল শক্তি । ৬৫/ মহাবিশ্বের যে কোন দুটি বস্তুর মধ্যকার পারস্পারিক আকর্ষণ বল হল – মহাকর্ষ বল । ৬৬/ পৃথিবী ও বিশ্বের যে কোন বস্তুর মধ্যকার পারস্পারিক আকর্ষণ বল হল – অভিকর্ষ বল । ৬৭/ অভিকর্ষজ ত্বরণ g এর মান – পৃথিবীর কেন্দ্রে শূন্য, বিষুবীয় অঞ্চলে সবচেয়ে কম, মেরু অঞ্চলে সবচেয়ে বেশী । ৬৮/ চন্দ্র পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ g এর মান পৃথিবীর মানের ১/৬ ভাগ । ৬৯/ পৃথিবীর মুক্তিবেগ – ১১.২ কি.মি./সে. । ৭০/ মঙ্গল গ্রহের মুক্তি বেগ – ৫.১ কি.মি./সে. । ৭১/ গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্র কয়টি – তিনটি । ৭২/ ইস্পাত ও রাবারের মধ্যে বেশী স্থিতিস্থাপক – ইস্পাত । ৭৩/ বস্তুর কম্পনের মাধ্যমে উৎপন্ন হয় – শব্দ । ৭৪/ পানির তরঙ্গ, আলোক তরঙ্গ, তাপ তরঙ্গ, বেতার তরঙ্গ ইত্যাদি হলো – অনুপ্রস্থ বা আড় তরঙ্গ । ৭৫/ শব্দ তর তরঙ্গ হলো – অনুদৈর্ঘ বা লাম্বিক তরঙ্গ । ৭৬/ পানিতে ঢিল ছুড়লে চলমান যে তরঙ্গের সৃষ্ঠি হয় – অনুপ্রস্থ তরঙ্গ । ৭৭/ টানা তারের সূত্র কয়টি – তিনটি । ৭৮/ শব্দ সঞ্চালনের জন্য প্রয়োজন – জড় মাধ্যমের । ৭৯/ শুন্য মাধ্যমে শব্দের বেগ – শুন্য ।
৮০/ স্বাভাবিক অবস্থায় বাতাসে শব্দের দ্রুতি – ৩৩২ মি./সে. । ৮১/ স্বাভাবিক অবস্থায় পানিতে শব্দের দ্রুতি – ১৪৫০ মি./সে. । ৮২/ স্বাভাবিক অবস্থায় লোহায় শব্দের দ্রুতি – ৫২২১ মি./সে. । ৮৩/ শব্দের বেগের উপর প্রভাব আছে – তাপ, আদ্রতা ও বায়ু প্রবাহ । ৮৪/ শ্রাব্যতার সীমা – ২০-২০০০০ Hz। ৮৫/ ইনফ্রাসোনিক বা শব্দোত্তর বা অশ্রুতি শব্দ – ২০ Hz । ৮৬/ আল্ট্রাসোনিক বা শব্দোত্তর শব্দ – ২০০০০ Hz এর বেশী । ৮৭/ প্রতিধ্বনি শোনার জন্য সময়ের প্রয়োজন – ০.১ সে. । ৮৮/ প্রতিধ্বনি শোনার জন্য প্রতিফলক ও উৎসের মধ্যে নুন্যতম দূরত্ব – ১৬.৬ মিটার । ৮৯/ কোন শব্দ মানুষের কর্ণকুহরে প্রবেশ করলে বধির হয় – ১০৫ ডেসিবেলের উপর সৃষ্ঠ শব্দ । ৯০/ বাদুড় চলাচলের সময় কি প্রয়োগ করে – প্রতিধ্বনি । ৯১/ তাপ এক প্রকার – শক্তি । ৯২/ পানির স্বাভাবিক স্ফুটনাংক স্বাভাবিক চাপে -১০০০ সেলসিয়াস । ৯৩/ প্রেসার কুকারের মূলনীতি – চাপে পানি বেশী তাপমাত্রায় ফুটে । ৯৪/ ভূ-পৃষ্ঠ হতে যত উপরে উঠা যায় তত কমে – স্ফুটনাংক । ৯৫/ বস্তুর তাপ শোষণ ক্ষমতা নির্ভর করে – রঙের উপর । ৯৬/ শীতকালে রঙিন কাপড় আরামদায়ক । ৯৭/ গরমকালে সাদা কাপড় আরামদায়ক । ৯৮/ পেট্রোল ইঞ্জিন আবিস্কৃত হয় – ১৮৮৬ ইং সালে । ৯৯/ ফ্রেয়নের রাসায়নিক নাম – ডাই-ক্লোরো ডাই ফ্লোরো মিথেন । ১০০/ ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলে সমান তাপমাত্রা নির্দেশ করে – (- ৪০০ ) তাপমাত্রায় ।
১০১/ স্বাভাবিক অবস্থায় একজন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ – ১৫ পাউন্ড । ১০২/ ক্লিনিক্যাল থার্মোমিটারে দাগ কাটা থাকে – (৯০০ -১১০০) F । ১০৩/ থার্মোমিটারে পারদ ব্যবহারের কারণ – অল্প তাপে আয়তন বৃদ্ধি পায় । ১০৪/ আলো এক প্রকার – শক্তি । ১০৫/ আলোক মাধ্যম – তিনটি , ১) স্বচ্ছ, ২) ঈষদ স্বচ্ছ ও ৩) অস্বচ্ছ । ১০৬/ প্রতিফলনের সূত্র – দুইটি । ১০৭/ প্রতিসরণের সূত্র – দুইটি । ১০৮/ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত – দুটি । ১০৯/ সাদা আলো সাতটি বর্ণের সমাহার । ১১০/ লেন্স দুই প্রকার ১) অপসারী, ২) অভিসারী। ১১১/ দৃষ্টির ত্রুটি মোট চারটি – ১) হ্রস্ব দৃষ্টি, ২) দীর্ঘ দৃষ্টি, ৩) বার্ধক্য দৃষ্টি ও ৪) বিষম দৃষ্টি বা নকুলা । ১১২/ তরঙ্গ দৈর্ঘ্য বেশি – লাল আলোর । ১১৩/ তরঙ্গ দৈর্ঘ্য কম – বেগুনী আলোর । ১১৪/ বিক্ষেপণ কম – লাল আলোর । ১১৫/ বস্তুর বর্ণ পদার্থের কোন ধর্ম নয়, এটি আলোকের একটি ধর্ম । ১১৬/ নীল কাচের মধ্য দিয়ে হলুদ ফুল – কালো দেখায় । ১১৭/ লাল আলোতে গাছের পাতা – কালো দেখায় । ১১৮/ নীল কাচের মধ্য দিয়ে সাদা ফুল – নীল দেখায় । ১১৯/ লাল ফুলকে সবুজ আলোয় – কালো দেখায়। ১২০/ সূর্য রশ্মি শরীরে পড়লে – ভিটামিন ডি তৈরী হয় ।
১২১/ সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ – গামা রশ্মি । ১২২/ সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ – বেগুণী রশ্মি । ১২৩/ শরীরের ত্বকে ভিটামিন তৈরীতে সাহায্য করে – পরিমিত অতিবেগুণী রশ্মি । ১২৪/ আমাদের দর্শনাভূতির স্থায়িত্বকাল – ০.১ সেকেন্ড । ১২৫/ যে সকল বস্তুর আকর্ষণ ও দিকনির্দশক ধর্ম আছে – চম্বুক পদার্থ । ১২৬/ চৌম্বকের চুম্বকত্ব একটি – ভৌত ধর্ম । ১২৭/ চৌম্বকের প্রকারভেদ – ১) প্রাকৃতিক চৌম্বক, ২) কৃত্রিম চৌম্বক ও ৩) তড়িৎ চৌম্বক । ১২৮/ চৌম্বক পদার্থ – টিন, আয়রণ, কপার, কোবাল্ট, নিকেল ইত্যাদি। ১২৯/ চৌম্বক পদার্থের প্রকারভেদ – ১) ডায়া চৌম্বক, ২) প্যারা চৌম্বক ও ৩) ফেরো চৌম্বক। ১৩০/ মেরু অঞ্চলে চৌম্বকের আকর্ষণ – সবচেয়ে বেশী । ১৩১/ পৃথিবীর চৌম্বক উত্তর মেরু আসলে – পৃথিবীর ভৌগলিক দক্ষিণ । ১৩২/ তড়িৎ দুই প্রকার – ১) স্থির তড়িৎ ও ২) চল তড়িৎ । ১৩৩/ চল তড়িৎ দুই প্রকার – ১) এ. সি. তড়িৎ ২) ডি. সি. তড়িৎ । ১৩৪/ আমদের দেশে তড়িৎ প্রবাহ সেকেন্ডে দিক পরিবর্তন করে – ৫০ বার । ১৩৫/ ডি. সি. প্রবাহ পাওয়া যায় – ব্যাটারি থেকে । ১৩৬/ রোধ পরিবাহীর চারটি বিষয়ের উপর নির্ভর করে – ১) উপাদান, ২) দৈর্ঘ্য, ৩) প্রস্থচ্ছেদ ও ৪) তাপমাত্রা । ১৩৭/ মাধ্যম তিন প্রকার – ১) পরিবাহী, ২) অর্ধপরিবাহী, ৩) অন্তরক বা অপরিবাহী। ১৩৮/ রাডার (Radar) হলো – Radio Detection and Ranging । ১৩৯/ অপটিক্যাল ফাইবারে ডাটা পাস এর কাজে ব্যবহৃত হয় – পূর্ণঅভ্যন্তরীণ প্রতিফলন । ১৪০/ ইলেকট্রনিক্স এর যাত্রা শুর – ট্রানজিস্টরেগ আবিস্করের সময় । ১৪১/ ক্যামেরার লেন্সের পেছনের পর্দায় আস্তরণ দেয়া হয় – সিজিয়াম দিয়ে
পড়তে গিয়ে কনফিউশন কেননা বিভিন্ন বইয়ে বিভিন্ন উত্তর দেয়া আছে ! এমন কিছু প্রশ্ন ও ১। মুক্তিযুদ্ধে বীর উত্তম খেতাবধারী মুক্তিযোদ্ধা কত জন? ৬৮/৬৯? → Correct Answer: ৬৮ । যদি বলে মোট বীরউত্তম ৬৯ ( কর্নেল জামিলকে বঙ্গবন্ধুকে বাঁচাতে আসতে শহিদ হওয়ার কারণে দেয় ।
২। বাংলা ভাষাকে পাকিস্তান গণপরিষদ রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়- 7May / ৯ মে, ১৯৫৪? – ৯ মে, ১৯৫৪?
৩। পাকিস্তান সংবিধানে বাংলা ভাষা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পায়- 4/১৬ ফেব্রুয়ারি , ১৯৫৬। -১৬ ফেব্রুয়ারি , ১৯৫৬।
#সাংবিধানিক_সংস্থাঃ যে সকল প্রতিষ্ঠান সংবিধানের সুনির্দিস্ট বিধি মতে (সংবিধানের চতুর্থ ভাগ থেকে নবম ভাগ পর্যন্ত দেয়া আছে) গঠিত হয়, সেগুলোই সাংবিধানিক সংস্থা।
-সাংবিধানিক সংস্থা ৬ টি ১) আইনসভা ২) নির্বাহী বিভাগ ৩) বিচার বিভাগ ৪) নির্বাচন কমিশন ৫) মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এর কার্যালয় ৬) সরকারি কর্ম কমিশন
#সাংবিধানিক_পদঃ যারা সংবিধানের ৩য় তফসিল অনুযায়ী শপথ নিয়ে দায়িত্ব পালন করে, সেগুলোই সাংবিধানিক পদ।
-সাংবিধানিক পদের সংখ্যা ৯ টি ১) রাষ্ট্রপতি ২) প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ৩) স্পীকার ৪) ডেপুটি স্পীকার (৩য় তফসিল অনুযায়ী স্পিকার ডেপুটি স্পিকার আলাদা দেয়া আছে) ৫) সংসদ সদস্য ৬) প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতি ৭) প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার ৮) মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক ৯) কর্মকমিশনের চেয়ারম্যান ও সদস্য গণ
#সংবিধিবদ্ধ_পদঃ যে সকল পদ সংবিধানের বিধান মোতাবেক সৃষ্টি হয় কিন্তু নির্বাচিত ব্যক্তি শপথ গ্রহণ করে না, তাকে সংবিধিবদ্ধ পদ বলে। যেমনঃ আটর্নি জেনারেল (৬৪), ন্যায়পাল (৭৭)।
৫। ঢাকা ‘র রাজধানী হওয়া বিষয়ক কনফিউশন প্রশ্নের ব্যাখ্যা
ঢাকা মোট কতবার বাংলার রাজধানী হয়? উত্তর : চার বার। যদি প্রশ্ন করা হয়, ঢাকা মোট কতবার রাজধানী হয়? উত্তর : পাঁচ বার। আবার যদি প্রশ্ন হয়, ঢাকা মোট কতবার বাংলাদেশের রাজধানী হয়? উত্তর : এক বার। ব্যাখ্যা : ঢাকা মোট পাঁচবার রাজধানী হয়।
১৬১০ সালের ১৬ জুলাই সুবেদার ইসলাম খান বারো ভূইয়াদের নেতা মূসা খানকে পরাজিত করে বাংলা দখল করেন এবং ঢাকার নাম করেন জাহাঙ্গীরনগর। এই সময় পূর্ব বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তরিত করা হয়। ১৬৩৯ সালে শাহ সুজা বাংলার সুবেদার হলে বাংলার রাজধানী ঢাকা থেকে রাজমহলে নিয়ে যায়।
১৬৬০ সালে মীর জুমলা বাংলার সুবেদার হলে ঢাকাকে পুনরায় রাজধানী করেন।
১৯০৫ সালে বাংলা ও বিহার নিয়ে প্রদেশ করা হলে তার রাজধানী হয় ঢাকা কিন্তু ১৯১১ সালে বঙ্গভঙ্গের ফলে ঢাকা রাজধানীর মর্যাদা হারায়।
১৯৪৭ সালে দেশ ভাগ হলে পাকিস্তানের রাজধানী হয় করাচি আর পূর্ব বাংলার রাজধানী হয় ঢাকা।
১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ঢাকাকে রাজধানী করা হয়।
৬। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছে কে? ভারত/ভূটান?
→ Correct Answer: বর্তমান সরকারের ঘোষণা অনুযায়ী–ভুটান। ভারত(প্রচলিত উত্তর)।
৭। রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মি বের হয়? মৃদু রঞ্জন রশ্মি /গামা রশ্মি?
→ Correct Answer: বৈজ্ঞানিক ব্যাখ্যায় সঠিক উত্তর মৃদু রঞ্জন রশ্মি । প্রচলিত উত্তর গামা রশ্মি।
৮। কোন প্রোগামটি সি ড্রাইভে থাকে? মাই ডকুমেন্ট/ উইন্ডোজ?
→ Correct Answer: দুটোয় । তবে উইন্ডজ বেশি গ্রহণযোগ্য । সি ড্রাইভ প্রচলিত ।
৯। সার্ভারের সাথে যুক্ত কম্পিউটার কে কি বলে? ওয়ার্ক স্টেশন/ হোস্ট?
→ Correct Answer: ওয়ার্ক স্টেশন । আর সার্ভার কেন্দ্রের কম্পিউটারকে বলে হোস্ট
১৬। সোভিয়েত ইউনিয়ন ভাঙ্গনের পূর্বে বিশ্ব ব্যবস্থা ছিল?এক মেরুকেন্দ্রিক না দ্বিমেরু কেন্দ্রিক?
→ Correct Answer: দ্বিমেরু কেন্দ্রিক
১৭। বিলিরুবিন তৈরি হয় কোথায়? প্লিহা/ যকৃত?
বিলিরুবিন সঞ্চিত থাকে কোথায়? প্লিহা/ যকৃত?
→ Correct Answer: তৈরি হয় : যকৃতে আর সঞ্চিত থাকে: প্লীহায়
১৮। পার্বত্য চট্টগ্রামে কয় ধরণের উপজাতি বসবাস করে ? ১১/১২ ?
→ Correct Answer: ১২টি
১৯। বাংলাদেশে উপজাতির সংখ্যা কত ? ৪৫/৪৮ ?
→ Correct Answer: ৪৫ টি।
২০। কোন দেশের মুদ্রায় বিটেনের রানীর ছবি আছে? কানাডা / বেলজিয়াম?
→ Correct Answer: কানাডা ।
২১। কমনওয়েলথ এর সদস্য কত?৫২/৫৩?
→ Correct Answer:৫২
২২। ইইউ এর বর্তমান সদস্য কত ? ২৭ /২৮ ?
→ Correct Answer: ২৮ (যুক্তরাজ্য বেরিয়ে যেতে ২বছর লেগে যেতে )
২৩। ‘করোনার স্টোন অব পিস’ কোথায় অবস্থিত? হাইতিতে /জাপানে?
→ Correct Answer: জাপানে (হাইতিতে করোনার স্টোন চার্চ আছে আর জাপানে করোনার স্টোন পিস।)
২৪। যুক্তরাষ্ট্র কবে UNESCO থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়?? ১৯৮৪/১৯৮৫?
→ Correct Answer: ১৯৮৫ । ফিরে আসে ২০০৩
২৩। হোম পেইজ মানে কি? তথ্য পরিবেশনা/ওয়েব সার্ভার/বিশেষ তথ্য?
→ Correct Answer:তথ্য পরিবেশনা ২৪। এশিয়ার দক্ষিণভাগ দিয়ে অতিক্রম করেছে– কর্কটক্রান্তি/ বিষুব রেখা?
→ Correct Answer: বিষুব রেখা
২৫। সাংবিধানিক পদ এবং প্রতিষ্ঠান কয়টি?
→ Correct Answer: সাংবিধানিক পদ ৯টি, সাংবিধানিক সংস্থা বা প্রতিষ্ঠান ৭ টি।
২৬। মৈমনসিংহ গীতিকা সংগ্রহ কে করে- দীনেশচন্দ্র সেন/ চন্দ্রকুমার দে?
→ Correct Answer: সংগ্রহ করেন — চন্দ্রকুমার দে। আর সম্পাদনা করেন — দীনেশচন্দ্র সেন।
২৭। সমুদ্রের পানি নীল দেখায় আপতিত সূর্যের আলোর–বিক্ষেপন/প্রতিসরণ?
→ Correct Answer:বিক্ষেপন
২৮। বাংলাদেশের জিডিপিতে (বর্তমানে) কোন খাতের অবদান সবচেয়ে বেশি? কৃষি/শিল্প/সেবা?
→ Correct Answer:সেবা
২৯। আয়নার পশ্চাতে কোন ধাতু ব্যবহৃত হয়? — সিলভার বা রুপা না পারদ বা মারকারি ? উত্তর > আগে পারদ বা মারকারি ব্যবহৃত হত এখন সিলভার বা রুপা । ৩০। ছোট কাটরা মসজিদ কে নির্মাণ করেন? মীর মুরাদ না শায়েস্তা খান ? = শায়েস্তা খান । ৩১। জোয়ারের পানিতে সুন্দরবন দিনে কতবার প্লাবিত হয়?- ১/২/৩? = ২বার ৩২। ষাট গম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা কতটি ? ৬০ না ৮১টি ? = ৮১টি। ৭৭ টি গম্বুজ + ৪মিনারের ৪টি। ৩৩। বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কোনটি? = পাট । দ্বিতীয় > আলু ( সম্প্রতি ঘোষিত । ৩৪। বাংলাদেশে বসবাসকারী মাতৃতান্ত্রিক উপজাতি কয়টি? ২টি/ ৩টি? = ২টি । গারো ও খাসিয়া ৩৫। পদাবলীর আদি কবি কে? ক) চন্ডীদাস (ওরাকল গাইড, পৃঃ ১৬) – ভাষার উল্লেখ না থাকলে এটাই সঠিক উত্তর হিসেবে বিবেচিত হবে। খ) বিদ্যাপতি (ওরাকল গাইড, ৩৬. বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র কে? শ্রীকান্ত/ইন্দ্রনাথ? = ইন্দ্রনাথ ৩৭. বাংলাদেশের সর্ববৃহৎ চিনিকল কোনটি? ক) কেরু এন্ড কোম্পানী (ভুল) খ) জয়পুরহাট চিনিকল (সঠিক, সূত্র bsfic ওয়েববসাইট) ৩৮। বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এডভোকেট কততম রাষ্ট্রপতি? ক) ১৬ তম (অস্থায়ী/ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বাদ দিলে ১৬ তম হবে, Wikipedia) খ) ২০ তম (সঠিক উত্তর) ৩৯। বাংলাদেশের একমাত্র কৃত্তিম ম্যানগ্রোভ বন কোথায় অবস্থিত? ক) কক্সবাজার চকোরিয়ায় (সঠিক, ) তবে সম্প্রতি ভোলাতেও কৃত্রিম ম্যানগ্রোভ বন রয়েছে। খ) নোয়াখালী (ভুল, প্রফেসর’স বিসিএস প্রিলি বাংলাদেশ, ) ৪০। চর্যাপদ কে অনুবাদ করেন ? = চর্যাপদ তিব্বতী ভাষায় অনুবাদ করেন কীর্তিচন্দ্র। 1938 সালে ড. প্রবোধচন্দ্র বাগচী এ অনুবাদ আবিষ্কার করেন। ৪১। বাংলা একাডেমির ত্রৈমাসিক পত্রিকা কোনটি ? = বাংলা একাডেমী পত্রিকা (ত্রৈমাসিক) । উত্তরাধিকার (মাসিক)। ৪২। মঙ্গলকাব্যের মধ্যে শ্রেষ্ঠ কোনটি? মনসা / চণ্ডীমঙ্গল ? = চণ্ডীমঙ্গল
৪৩। বাউল গান কিসের সাথে সম্পর্কিত ?মরমী না আধ্যাত্মবাদ ? = আধ্যাত্মবাদ ৪৪. আসল হীরা চেনার উপায় কি? ক) এর ভেতর দিয়ে রঞ্জনরশ্মি যেতে পারে না (ভুলঃ ওরাকল গাইড, )। খ) এর ভেতর দিয়ে রঞ্জনরশ্মি যেতে পারে (সঠিক. )
৪৬. জীব জগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি? ক) আলট্রা ভায়োলেট রশ্মি (সঠিক, মাধ্যমিক জীববিজ্ঞান, নবম-দশম শ্রেনী, ) খ) গামা রশ্মি (আল্ট্রাভায়োলেট রশ্মির চেয়ে গামা রশ্মি শক্তিশালী হলেও দৈনন্দিন জীবনে গামা রশ্মির উপস্থিতি কম)
৪৭. কোন বোমায় মানুষ মরে কিন্তু দালান, ঘরবাড়ি ও স্থাবর সম্পত্তির ক্ষতি হয় না? (ক) নাপাম বোমা (ভুলঃ BCS পিডিয়া, (খ) হাইড্রোজেন বোমা (গ) নিউট্রন বোমা (সঠিকঃ Microsoft Encarta Dictionary) (ঘ) আণবিক বোমা
৪৮,.একটি বদ্ধ ঘরে চালু ফ্রিজের দরজা খুলে রাখলে ঘরের তাপমাত্রা – ক) হ্রাস পাবে খ) অপরিবর্তিত থাকবে (ভুলঃ গ) গ্রীষ্মকাল হলে হ্রাস পাবে ঘ) বৃদ্ধি পায় (সঠিক)
৪৯.কোন খাদ্যে প্রোটিন বেশী? ক) গরুর গোস্ত ( ভুল ওরাকল প্রিলিমিনারি বিজ্ঞান ও প্রযুক্তি) খ) মসুর ডাল ( সঠিক উত্তর )
৫০.কোন জাতীয় খাদ্য দেহে সর্বাধিক শক্তি যোগায়? ক) স্নেহ/চর্বি (সঠিক;, ) খ) শর্করা (ভুল; ৫১. কোন এনজাইমটি প্রোটিন পরিপাকের জন্য প্রয়োজনীয়? ক) লাইপেজ (ভুল; ) খ) পেপটাইডেজ (সঠিক)
৫২.কোন মাধ্যমে শব্দের গতিবেগ সবচেয়ে কম? ক) বায়বীয় পদার্থে (??, ওরাকল বিসিএস প্রিলিমিনারি বিজ্ঞান ও প্রযুক্তি, ) খ) শূণ্যতায় (??, ব্যাখ্যাঃ শূণ্য মাধমে শব্দ চলাচল করেতে পারেনা অর্থাৎ গতিবেগ শূণ্য। সাধারণভাবে শব্দের বেগ কঠিন মাধমে সবচেয়ে বেশি, তরল মাধমে তার চেয়ে কম, বায়বীয় মাধ্যমে সবচেয়ে কম; অষ্টম শ্রেণী-সাধারণ বিজ্ঞান,
৫৩. বাংলা সাহিত্য র ১ম মুদ্রিত গ্রন্থ কথোপকথন / রাজা প্রতাপাদিত্য চরিত্র? =কথোপকথন ৫৪. বাংলাদেশে সরকার ঘোষিত প্রাকৃতিক দূর্যোগ বর্তমানে কয়টি? ১৩/১৪। = ১৩
৫৫.সুন্দরবনের মোট আয়তনের কতভাগ স্থলভূমি?৩০%/ ৭০%/ ৫১% = ৭০%
৫৬. যে দেশ থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আয় করে- সৌদি আরব নাকি যুক্তরাষ্ট্র থেকে সঠিক উত্তর- যুক্তরাষ্ট্র থেকে ব্যাখ্যা- রেমিটেন্স বা প্রবাসী আয় বেশি আসে- সৌদি আরব থেকে আর ফরেন কারেন্সি বা বৈদেশিক মুদ্রা আয় বেশি হয়- মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ৫৭. দেশের বর্তমানে আবিষ্কৃত গ্যাসক্ষেত্র- ২৭ টি নাকি ২৮ টি সঠিক উত্তর- ২৭ টি ( অর্থনৈতিক সমীক্ষা -২০১৮) ব্যাখ্যা- দেশের ২৭ তম গ্যাসক্ষেত্র -মোবারকপুর, পাবনা ( আবিষ্কার ফেব্রুয়ারী ২০১৭) এবং দেশের সর্বশেষ আবিস্কৃত ২৮ তম গ্যাসক্ষেত্র- শাহবাজপুর, ভোলা ( ২৩ অক্টোবর ২০১৭ মন্ত্রিপরিষদ সচিব আনুষ্ঠানিক ঘোষণা দেন)। তবে – অর্থনৈতিক সমীক্ষা ২০১৭ অনুসারে দেশে আবিষ্কৃত গ্যাসক্ষেত্র-২৬ টি। প্রশ্নে অর্থনৈতিক সমীক্ষা উল্লেখ থাকলে উত্তর হবে- ২৬ টি না থাকলে উত্তর হবে- ২৮ টি ৫৮.মুক্তিযুদ্ধের সময় দেশে ১১টি সেক্টরে ভাগ করা হয়- ৪ এপ্রিল ১৯৭১ নাকি ৫ এপ্রিল ১৯৭১ সঠিক উত্তর- ৪ এপ্রিল ১৯৭১ ব্যাখ্যা- ১৯৭১ সালের ৪ এপ্রিল সকাল ১০ টায় সিলেট-হবিগঞ্জ সীমান্তবর্তী তেলিয়াপাড়া চা বাগানের ম্যানেজারের বাংলোয় কর্নেল ওসমানী সভাপতিত্বে বাঙ্গালি সেনা অফিসারদের মিটিংয়ে মুক্তিযুদ্ধের ১১ টি সেক্টর ভাগ করা হয় এবং কমান্ডারদের দায়িত্ব বন্টন করা হয়।
৫৯.বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন হলের আবাসিক ছাত্র ছিলেন?- সলিমুল্লাহ মুসলিম হল নাকি ফজলুল হক মুসলিম হল সঠিক উত্তর- সলিমুল্লাহ মুসলিম হল ব্যাখ্যা- বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অধ্যয়নকালে বহিষ্কার আগ পর্যন্ত (১৯৪৮-৪৯) সলিমুল্লাহ মুসলিম (এস এম হল) হলের আবাসিক ছাত্র ছিলেন। তবে, ১৯৪৮ সালের ৪ জানুয়ারি তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের অ্যাসেম্বলিতে বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়। ৬০.পাট রপ্তানিতে শীর্ষ দেশ- বাংলাদেশ নাকি ভারত সঠিক উত্তর- বাংলাদেশ ব্যাখ্যা- পাট রপ্তানিতে শীর্ষ দেশ-বাংলাদেশ এবং উৎপাদনে শীর্ষ দেশ- ভারত। কিন্তু মনে রাখতে হবে যে পাট উৎপাদনে বাংলাদেশ- দ্বিতীয় ৬১. স্বাধীন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়- ভারত নাকি ভুটান সঠিক উত্তর- ভুটান ব্যাখ্যা- বহুল বিতর্কিত প্রশ্ন। এক্ষেত্রে বিভিন্ন বই, তথ্য, ডকুমেন্টস, ব্লগার রেফার না করে বাংলাদেশ রাষ্ট্রের বক্তব্য অনুসরণ করুন। ৬২.পৃথিবীর বৃহত্তম সাগর- কাস্পিয়ান সাগর নাকি দক্ষিণ চীন সাগর সঠিক উত্তর- দক্ষিণ চীন সাগর ব্যাখ্যা- প্রচলিত ব্যবহারে আমরা কাস্পিয়ানকে সাগর বলে থাকি। এটি কোন সাগর নয়। কাস্পিয়ান পৃথিবীর বৃহত্তম হ্রদ। পৃথিবীর বৃহত্তম সাগর বললে উত্তর হবে দক্ষিণ চীন সাগর, যার আয়তন ৩,৫০০,০০০ বর্গ কিলোমিটার ৬৩. বাংলাদেশকে মধ্যপ্রাচ্যের প্রথম স্বীকৃতি দানকারী দেশ- ইরাক নাকি ইসরাইল সঠিক উত্তর- ইসরাইল ব্যাখ্যা- প্রথম মধ্যপ্রাচ্যের দেশ হিসাবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়- ইসরাইল (৪ ফেব্রুয়ারি ১৯৭২) এবং প্রথম আরবদেশ হিসাবে স্বীকৃতি দেয়- ইরাক (৮ জুলাই ১৯৭২) বি:দ্র- প্রশ্নে স্বীকৃতি দানকারী মধ্যপ্রাচ্যের প্রথম দেশ বললে অবশ্যই ইসরাইল হবে, যদিও ফিলিস্তিন ইস্যুতে ইসরাইলের স্বীকৃতি বাংলাদেশ গ্রহণ করেনি। গ্রহণ না করলেও মধ্যপ্রচ্যের দেশগুলোর মধ্যে যেহেতু ইসরাইলই প্রথম স্বীকৃতি দিয়েছে সেহেতু ইসরাইল উত্তর হবে। আর আরব দেশ বললে উত্তর হবে- ইরাক ৬৪.বৃহত্তম অর্থনীতির দেশ- চীন নাকি যুক্তরাষ্ট্র সঠিক উত্তর- যুক্তরাষ্ট্র ব্যাখ্যা- জিডিপি (Gross Domestic Product) এর হিসাবে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র (জিডিপি- ১৯,৪১৭.১৪৪ বি: ডলার) এবং পিপিতে (Purchasing power parity) হিসাবে শীর্ষ অর্থনীতির দেশ চীন (পিপিপি-১৭,৬১৭.৩২১ বি: ডলার) । যেহেতু জিডিপির সর্বোচ্চ পরিমাণেই বৃহত্তম অর্থনীতি ধরা হয়ে থাকে সেহেতু উত্তর হবে যুক্তরাষ্ট্র। ৬৫. জাতিসংঘ ২০১৭ সালকে ঘোষণা করে- টেকসই উন্নয়ন বর্ষ নাকি পর্যটন বর্ষ সঠিক উত্তর- দুটিই সঠিক।
ব্যাখ্যা- জাতিসংঘ ২০১৭ সালকে International Year of Sustainable Development and Tourism year ঘোষণা করেছে। এক্ষেত্রে আমরা দুটি উত্তরকেই সঠিক ধরে নিতে পারি। ৬৬. চাল রপ্তানিতে শীর্ষ দেশ- থাইল্যান্ড নাকি ভারত সঠিক উত্তর- ভারত ৬৭.বাংলায় প্রতিষ্ঠা লাভে ব্যর্থ হয়- আকবর নাকি হুমায়ূন সঠিক উত্তর- হুমায়ূন। ব্যাখ্যা- বাংলায় প্রতিষ্ঠা লাভে ব্যর্থ হয় মুঘল সম্রাট হুমায়ূন আর সমগ্র বাংলা দখল করতে ও বারো ভূইয়াদের দমন করতে ব্যর্থ হয় আকবর। বাংলায় মুঘল সাম্রাজ্য সুপ্রতিষ্ঠিত করে ও রাজধানী হিসাবে ঢাকা প্রথম প্রতিষ্ঠিত করে সম্রাট জাহাঙ্গীর ৬৮. বর্তমানে বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল- পাট নাকি আলু সঠিক উত্তর- আলু ব্যাখ্যা- ২০১৫ সালে আলু উৎপাদন চাহিদার চেয়ে ১ লাখ মেট্রিক টন বেশি উৎপাদিত হয়। তাই, ঐ বছর আলুকে প্রধান অর্থকারী ফসল ঘোষণা করা হয়। ৬৯. শেখ হাসিনা কত তম প্রধানমন্ত্রী?- ১৩ তম নাকি ১৪ তম সঠিক উত্তর- ১৩ তম ব্যাখ্যা- পরপর দুইবার নির্বাচিত হলে তম পরিবর্তন হয় না। যেমন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা পরপর দুইবার নির্বাচিত হওয়ার পরেও ৪৪ তম প্রেসিডেন্ট। ৭০. দেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি গোষ্ঠী- মারমা নাকি সাঁওতাল সঠিক উত্তর- মারমা ব্যাখ্যা- লোকসংখ্যা, উপজাতি, ধর্মীয় গোষ্ঠী সংখ্যা গণনায় সর্বশেষ আদমশুমারী অনুসরণ করতে হবে। সর্বশেষ ২০১১ সালের আদমশুমারী অনুসারে সংখ্যায় বৃহত্তম উপজাতি গোষ্ঠী চাকমা এবং সংখ্যায় দ্বিতীয় উপজাতি গোষ্ঠী মারমা। চাকমা, মারমা উভয়ই বসবাস বৃহত্তম পার্বত্য জেলায়। তাই বলা হয় সমতলের (দিনাজপুর, জয়পুরহাট, নওগাঁ, রাজশাহী) বৃহত্তম উপজাতি সাঁওতাল। ৭১. যে দেশের ঔষধের চাহিদা পূরণে বাংলাদেশ শীর্ষে?- যুক্তরাষ্ট্র নাকি ব্রাজিল সঠিক উত্তর- যুক্তরাষ্ট্র ব্যাখ্যা- যুক্তরাষ্ট্র যত দেশ থেকে ঔষধ আমদানি করে তার মধ্যে বাংলাদেশ থেকে বেশি আমদানি করে। তাই উত্তর হবে যুক্তরাষ্ট্র কিন্তু বাংলাদেশ সবচেয়ে বেশি ঔষধ রপ্তানি করে ব্রাজিলে ৭২.বঙ্গবন্ধু শেখ মুজিব আওয়ামী লীগের সভাপতি হন কত সালে??- ১৯৬৩ নাকি ১৯৬৬ সঠিক উত্তর- ১৯৬৬ ৭৩. ৬ দফা উত্থাপনকালে বঙ্গবন্ধু আওয়ামী লীগের কোন পদে ছিলেন??– সভাপতি নাকি সাধারণ সম্পাদক সঠিক উত্তর- সাধারণ সম্পাদক ব্যাখ্যা- আওয়ামীলীগের ওয়েবসাইটে দেয়া “১৯৬৩ সালে বঙ্গবন্ধু আওয়ামীলীগের সভাপতি হন। তথ্যটি বড় ধরণের ভুল। ১৯৫৭ সালে চতুর্থ সম্মেলনের আগেই দলের মধ্যে বিভক্তির পর আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন মওলানা ভাসানী। ১৯৫৭ সালে মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশ ভারপ্রাপ্ত সভাপতি হন। এরপর পঞ্চম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৬৪ সালে। এতেও সভাপতি হিসেবে পুণরায় নির্বাচিত হন মাওলানা তর্কবাগীশ। ১৯৬৬ সালের ১৮-২০ মার্চ ষষ্ঠ জাতীয় সম্মেলন পর্যন্ত মওলানা তর্কবাগীশ সভাপতির দায়িত্বে ছিলেন। এ সময় দলের সাধারণ সম্পাদক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব। আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসাবেই তিনি ১৯৬৬ সালে ৫ ও ৬ই ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক দলগুলোর এক সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ৬ দফা দাবি উত্থাপন করেন। মনে রাখতে হবে, লাহোরে বিরোধী দলের সম্মেলনে আওমীলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু ৬ দফা উত্থাপন করেছিলেন। তখন বঙ্গবন্ধু দলের সাধারণ সম্পাদক এবং সভাপতি ছিলেন মাওলানা তর্কবাগীশ। আওয়ামী লীগ প্রতিষ্ঠার প্রায় ১৭ বছর পর দলটির শীর্ষ পদে আসেন শেখ মুজিবুর রহমান। আওয়ামী লীগের ১৯৬৬ সালের ১৮ -২০ মার্চ হোটেল ইডেনে অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় সম্মেলনটি আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাসে নানা দিক থেকে গুরুত্বপূর্ণ। এ সম্মেলনে ৬ দফা দলীয় ফোরামে পাস হয় এবং ৬ দফা উত্থাপন ও দলের গ্রহণযোগ্যতার ভিত্তিতেই প্রথমবারের মত সাধারণ সম্পাদক থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সভাপতি হন। ৭৪. বাংলাদেশের যে অঞ্চলের পরিবেশ নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচের কারণে ক্ষতিগ্রস্থ হয়েছে- বরেন্দ্র অঞ্চল নাকি উপকূলীয় অঞ্চল সঠিক উত্তর- বরেন্দ্র অঞ্চল ব্যাখ্যা- পানি নিয়ন্ত্রণ ও সেচের কারণে বাংলাদেশের বরেন্দ্র অঞ্চলের পরিবেশ খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। উজান তথা ভারত বর্ষাকালে নিজেদের প্রয়োজনে ফারাক্কার পানি ছেড়ে দিলে বরেন্দ্র এলাকায় আকস্মিক বন্যা দেখা দেয়। আবার শুষ্ক মৌসুমে ভারত বাংলাদেশে পানি প্রবাহ বন্ধ করে দিলে এ অঞ্চল সেচের জন্য গভীর নলকূপের উপর নির্ভর হয়ে পড়ে। যার দরুণ এ অঞ্চলের পানির স্তর ক্রমেই নিচে নেমে যাচ্ছে। ফলে বরেন্দ্র অঞ্চল ক্রমেই মরুকরণ প্রক্রিয়ার দিকে যাচ্ছে। যা ওই অঞ্চলের পরিবেশ ও জৈববৈচিত্র্যকে ক্ষতির মুখে ফেলেছে ৭৫. বাংলাদেশের রাষ্ট্রীয় নাম- People’s Republic of Bangladesh নাকি The People’s Republic of Bangladesh সঠিক উত্তর- People’s Republic of Bangladesh
ব্যাখ্যা- যখন দেশের নাম বলবে তখন People’s Republic of Bangladesh (গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ) হবে। আর যদি বলা হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকার তখন হবে The Govt of the People’s Republic of Bangladesh. এরূপ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানকে বলা হবে The Constitution of the People’s Republic of Bangladesh. ৭৬. রাষ্ট্রপতি কার পরামর্শক্রমে বিচারপতি নিয়োগ দেন- প্রধানমন্ত্রী নাকি প্রধান বিচারপতি সঠিক উত্তর- প্রধান বিচারপতি ব্যাখ্যা- বাংলাদেশ সংবিধানের ৯৫ (১) নং অনুচ্ছেদে বলা আছে “প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হইবেন এবং প্রধান বিচারপতির সহিত পরামর্শ করিয়া রাষ্ট্রপতি অন্যান্য বিচারককে নিয়োগদান করিবেন। ৭৭.ছিয়াত্ত্বরের মন্বন্তর সময় ভারতের গভর্ণর ছিলেন- লর্ড ক্লাইভ নাকি লর্ড কার্টিয়ার সঠিক উত্তর- লর্ড ক্লাইভ ব্যাখ্যা- ছিয়াত্তরের মন্বন্তররে সময় ভারতের গভর্ণর ছিলেন লর্ড ক্লাইভ এবং বাংলার গভর্ণর ছিলেন কার্টিয়ার। এ প্রশ্নে ভারতবর্ষে কে ছিল সেটা বলা হয়েছে। ১৭৭৩ সালের আগে শুধু ক্লাইভ ছিলেন ভারতে। তখন বাংলায় গভর্ণরের দায়িত্বে ছিলেন- কার্টিয়ার। তখন দুজনকেই গভর্নর বলা হত। ১৭৭৩ সালের রেগুলেটিং অ্যাক্টের পর ভারতে প্রধান প্রতিনিধিকে বলা হত- গভর্নর জেনারেল আর বাংলায় প্রতিনিধিকে বলা হত গভর্নর। ৭৮.ঢাকা মেট্রোরেল প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান- জাইকা নাকি দিল্লি মেট্রোরেল কর্পোরেশন সঠিক উত্তর- দিল্লি মেট্রোরেল কর্পোরেশন ব্যাখ্যা- ঢাকা মেট্রোরেল প্রকল্পে ২২ হাজার কোটির টাকার মধ্যো প্রায় ১৬ হাজার কোটি টাকা সহায়তা করবে- জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এবং প্রধান পরামর্শক- দিল্লি মেট্রোরেল কর্পোরেশন ৭৯.আমার সোনার বাংলা” গানটি রবীন্দ্রনাথের কোন কাব্য থেকে নেয়া?- গীতবিতান নাকি স্বরবিতান সঠিক উত্তর- স্বরবিতান ব্যাখ্যা- ১৯৩১ সালে প্রকাশিত রবীন্দ্রনাথের গীত-কবিতার সংকলন “গীতবিতান” কাব্যগ্রন্থের ‘স্বরবিতান’ কাব্যে থেকে নেয়া হয়েছে ৮০.পৃথিবীর সবচেয়ে বড় অর্থনৈতিক জোট- WTO নাকি EU সঠিক উত্তর- EU
ব্যাখ্যা- বিশ্ব বাণিজ্য সংস্থা বা WTO কোন অর্থনৈতিক জোট বা Alliance নয়। বিভিন্ন রাষ্ট্রের মধ্যে এটি বিশ্ব বাণিজ্য নিয়ন্ত্রণ করে। WTO এর ওয়েব সাইটে লিখা আছে “The World Trade Organization (WTO) is the only global international organization dealing with the rules of trade among nations” অন্যদিকে ইউরোপের তথা পৃথিবীর বৃহত্তম অর্থনৈতিক প্রতিষ্ঠান European Union (EU) ৮১. দেশের উপকূলীয় জেলা কয়টি?- ১২ টি নাকি ১৩ টি সঠিক উত্তর- ১৩ টি ব্যাখ্যা- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের ২০১৭ সালের বার্ষিক প্রতিবেদনে দেশের উপকূলীয় জেলা ১৩ টি উল্লেখ করা হয়েছে ৮২. মিয়ানমার থেকে কতটি নদী বাংলাদেশে প্রবেশ করে?- ২টি নাকি ৩টি সঠিক উত্তর- ২টি ব্যাখ্যা- মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে আন্ত:সীমান্ত নদী তিনটি। যথা- সাঙ্গু, মাতামুহুরী ও নাফ। মিয়ানমার থেকে বাংলাদেশে সাঙ্গু ও নাফ প্রবেশ করেছে এবং বাংলাদেশ থেকে মিয়ানমারে গেছে মাতামুহুরী নদী ৮৩. বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত টুঙ্গিপাড়া কোন নদীর তীরে?- বাইগার নাকি মধুমতি সঠিক উত্তর- বাইগার ব্যাখ্যা- গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামটি বাইগার নদীর তীরে অবস্থিত এবং বঙ্গবন্ধুর জেলা গোপালগঞ্জ মধুমতি নদীর তীরে অবস্থিত ৮৪. মুক্তিযুদ্ধভিত্তিক “দেয়াল” উপন্যাসের রচয়িতা- হুমায়ূন আহমেদ নাকি আবু জাফর শামসুদ্দীন সঠিক উত্তর- আবু জাফর শামসুদ্দীন ব্যাখ্যা- ১৯৮৫ সালে প্রকাশিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস “দেয়াল” এর লেখক আবু জাফর শামসুদ্দীন। আর ২০১৩ সালে প্রকাশিত হয় পচাত্তর পরবর্তী ঘটনা নিয়ে হুমায়ূন আহম্মেদের রাজনৈতিক উপন্যাস দেয়াল। মনে রাখতে হবে, হুমায়ূন আহমেদের দেয়াল মুক্তিযুদ্ধভিত্তিক নয়। এটি রাজনৈতিক ইতিহাসমূলক উপন্যাস ৮৫.দেশের প্রথম ডিজিটাল জেলা- সিলেট নাকি যশোর সঠিক উত্তর- যশোর মনে রাখুন– দেশের প্রথম ডিজিটাল সিটি- সিলেট দেশের প্রথম ডিজিটাল জেলা- যশোর দেশের প্রথম ডিজিটাল আইল্যান্ড- মহেশখালী ৮৬. গ্রিনহাউস গ্যাস কতটি?- ৬ টি নাকি ৭ টি সঠিক উত্তর- ৭ টি ব্যাখ্যা- ৭ টি গ্রীনহাউস গ্যাস হলো… Water vapor (H2O), Carbon dioxide (CO2), Methane(CH4), Nitrousoxide(N2O), Ozone (O3), Chlorofluorocarbons (CFCs), Hydrofluorocarbons (incl. HCFCs and HFCs) ৮৭. শরণার্থী বিষয়ক জেনেভা কনভেনশন স্বাক্ষরিত হয়- ১৯৪৯ নাকি ১৯৫১ সঠিক উত্তর- ১৯৫১ ব্যাখ্যা- যুদ্ধবন্দীদের প্রতি আচরণ সংক্রান্ত জেনেভা কনভেনশন স্বাক্ষরিত হয় ১৯৪৯ সালে এবং শরণার্থী বিষয়ক জেনেভা কনভেনশন স্বাক্ষরিত হয় ১৯৫১ সালে। ৮৮. দেশে বর্তমানে মোবাইল অপারেটর- ৪টি নাকি ৫টি সঠিক উত্তর- ৪ টি ব্যাখ্যা- গত বছরের জানুয়ারি মাসে রবি ও এয়ারটেল একীভূত হয়ে রবি নামে কার্যক্রম শুরু করে এবং ইতোপূর্বে সিটিসেল বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে মোবাইল অপারেটর ৪ টি। যথা- গ্রমীণফোন, টেলিটক, বাংলালিংক ও রবি ৮৯. দক্ষিণ এশিয়ার কোন দেশটি সার্কের সদস্য নয়?- মিয়ানমার নাকি ইরান সঠিক উত্তর- ইরান ব্যাখ্যা- মিয়ানমার ও ইরান কোনটিই সার্কের সদস্য নয়। জাতিসংঘের ম্যাপে ইরানকে দক্ষিণ এশিয়ার মধ্যে ধরা হয়। তাই প্রশ্নের ধরণ অনুসারে ইরান দক্ষিণ এশিয়ার দেশ কিন্তু সার্কের সদস্য নয়। মিয়ানমার দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ও আসিয়ানের সদস্য ৯০. বৃহত্তর ময়মনসিংহের জেলা- ৬ টি নাকি ৪ টি সঠিক উত্তর- ৬ টি ব্যাখ্যা- ১৯৪৭ সালে পাকিস্তান বিভক্তির পর ১৮ টি প্রশাসনিক মহুকুমা অঞ্চলগুলোকে বৃহত্তর জেলা বলা হয়। ১৯৮০ পরবর্তী সময়ে প্রশাসনিক সংস্কারের মাধ্যমে মহকুমা প্রথা বিলুপ্ত হয় এবং ১৯৮৪ সালে দেশের ৬৪ টি জেলার প্রশাসন সাজানো হয়। বৃহত্তর ময়মনসিংহের জেলা ৬ টি যথা- ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জয়মালপুর, টাঙ্গাইল ও কিশোরগঞ্জ। কিন্তু ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর ৪টি জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠিত হয়। যথা- ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর। অর্থাৎ, বৃহত্তর ময়মনসিংহের টাঙ্গাইল ও কিশোরগঞ্জ ময়মনসিংহ বিভাগের অন্তর্ভূক্ত হয়নি।
৯১. স্থানীয় সরকারের মোট স্তর কতটি?- ২টি, ৩টি নাকি ৫টি সঠিক উত্তর- ৫টি ব্যাখ্যা- স্থানীয় সরকারের গ্রাম্য স্তর ৩টি (ইউনিয়ন, উপজেলা ও জেলা পরিষদ) ও শহুরে অঞ্চলের জন্য স্তর ২টি (পৌরসভা ও সিটি কর্পোরেশন)। অর্থাৎ, স্থানীয় সরকারের স্তর মোট ৫টি ৯২. কার্বন ও গ্রিনহাউস গ্যাস নিঃসরণে শীর্ষ দেশ- চীন নাকি যুক্তরাষ্ট্র সঠিক উত্তর: চীন মনে রাখুন….. *কার্বন ও গ্রিনহাউস গ্যাস নিঃসরণে শীর্ষে- চীন *মাথাপিছু গ্রিনহাউস নিঃসরণে শীর্ষে- যুক্তরাষ্ট্র *মাথাপিছু কার্বন নিঃসরণে শীর্ষে- কাতার ৯৩. রাষ্ট্রীয় বনভূমি নেই কতটি জেলায়? ২৮ নাকি ২৯ টি জেলায়? সঠিক উত্তর: ২৯ ব্যাখ্যা: ২০১৭ সালের অর্থনৈতিক সমীক্ষা অনুসারে রাষ্ট্রীয় বনভূমি নেই ২৯ টি জেলায় এবং আছে ৩৫টি জেলায় ৯৪. তেল-গ্যাস ব্লক কতটি? ২৬ টি, ২৩টি, ২৮টি নাকি ৪৭টি? সঠিক উত্তর- স্থলভাগে ২৩টি এবং সমুদ্রে ২৬টি। মোট ৪৭টি [সাঙ্গু ও কুতুবদিয়া স্থল ও সমুদ্রের ভাগে আছে] ব্যাখ্যা: ২০০৭ সালে গভীর সমুদ্রে তেল-গ্যাস উত্তলনের জন্য ২৮টি ব্লকে ভাগ করা হয়েছিল। ২০১৭ সালে তা ২৬টি ব্লকে নিয়ে আসা হয়। যার মধ্যে ১৫টি গভীর এবং ১১টি অগভীর সমুদ্রের ব্লক ৯৫.অতি দারিদ্র্যের হার কত?- ১২.৯ নাকি ১২.১ শতাংশ ব্যাখ্যা: ২০১৭-১৮ অর্থবছর শেষে ১২.৯%। তবে, দারিদ্র্যের সর্বনিম্ন হার বললে হবে- ১২.১ শতাংশ ৯৬. স্মার্ট কার্ডর মেয়াদ- ১০ বছর নাকি ১৫ বছর সঠিক উত্তর- ১০ বছর ব্যাখ্যা- নির্বাচন কমিশনের তথ্যমতে জাতীয় স্মার্ট কার্ডের মেয়াদ ১০ বছর কিন্তু জাতীয় পরিচয় মেয়াদ ১৫ বছর ৯৭. ১৯৯১ সালে যে ক্ষেত্রে অবদানের জন্য সু চি কে নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়- গণতন্ত্র প্রতিষ্ঠা নাকি অহিংস আন্দোলন সঠিক উত্তর- অহিংস আন্দোলন বা non-violent struggle ৯৮. মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায়?- সেগুনবাগিচা নাকি আগারগাঁও সঠিক উত্তর- আগারগাঁও ব্যাখ্যা- ১৯৯৬ সালের ২২ শে মার্চ প্রতিষ্ঠিত মুক্তিযুদ্ধ জাদুঘর মুক্তিযুদ্ধ-ভিত ্তিক দেশের প্রথম জাদুঘর। প্রতিষ্ঠার পর এটি সেগুনবাগিচায় কার্যক্রম শুরু করেছিল । গত ১৬ এপ্রিল ২০১৭ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এফ-১১/এ-বি, সিভিক সেক্টর, আগারগাঁও, ঢাকাতে মুক্তিযুদ্ধ জাদুঘরের নতুন ভবন উদ্ভোধন করেন। বর্তমানে মুক্তিযুদ্ধ জাদুঘর ও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের নতুন ঠিকানা
১। চিপস এর প্যাকেট থাকে >>> নাইট্রোজেন গ্যাস ২। কোমল পানীয়তে ঝাঁঝালো ভাব ধরে রাখার জন্য ব্যবহৃত হয় > কার্বন-ডাই-অক্সাইড। ৩। অগ্নিনির্বাপন যন্ত্রে থাকে >> কার্বন-ডাই-অক্সাইড। ৪। সাবানে থাকে >> সোডিয়াম স্টিয়ারেট ৫। মানবদেহে পানি থাকে >> ৬০-৭০% ৬। ভূ-পৃষ্টের ৭১% পানি দ্বারা আবৃত। ৭। সার্বজনীন দ্রাবক বলা হয় > পানিকে
৮।বরফ পানিতে ভাসার কারণ >> বরফের ঘনত্ব পানি অপেক্ষা কম । ৯। ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম >> ক্যালসিয়াম হাইপোক্লোরেট । ১০। টেস্টিং সল্টের রাসায়নিক নাম >>মনো সোডিয়াম গ্লুটামেট । ১১। জমির অম্লতা দূর করার জন্য ব্যবহার করা হয় >> চুনাপাথর বা ক্যালসিয়াম কার্বনেট । ১২। টুথপেস্টে কি থাকে >> ফ্লুরাইড। ১৩। সাপের উপদ্রব কমাতে ব্যবহৃত হয় >> কার্বোলিক এসিড। ১৪। রাজাম্ল বা অ্যাকোয়া রিজিয়া কি? = তিন ভাগ আয়তনের গাঢ় হাইড্রোক্লোরিক এসিড ও ১ভাগ নাইট্রিক এসিডের মিশ্রণ । ১৫। আয়নার পিছনে কিসের প্রলেপ দেওয়া থাকে ? = পারদের । প্রচলিত উত্তর সিলভার বা রুপা
১৬। খাদ্য দ্রব্য পঁচে যাওয়ার জন্য দায়ী >> ব্যাকটেরিয়া। ১৭। পিকলিং কী? = ব্যাকটেরিয়া রোধক তরল পদার্থ যেমন ভোজ্য তেল , ভিনেগার, ও মরিচ মসলার মিশ্রণে সিদ্ধা কাঁচা ফলকে সংরক্ষণ প্রক্রিয়াকে পিকলিং বলে। ১৮। বাংলাদেশের প্রথম Genetically Modified ( GM) খাদ্য ফসল কোনটি? = বিটি বেগুন। ১৯। Bio – terrorism কি? = জী্বানু দ্বারা অন্যকে আক্রান্ত করা । মূলত িএ্যানথ্রাক্স ও প্লেগ রোগের জীবাণু দ্বারা আক্রান্ত করাকে বোঝায়। সন্ত্রাসবাদের নতুন অস্ত্র এটি। ২০। মানুষ কালো ও ফর্সা হওয়ার কারণ কি? = মানবদেহে মেলানিন নামক এক প্রকার রঞ্জক পদার্থে উপস্থিতি ও অনুপস্থিতি । ২১। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাসকে কি বলে? = এ্যানিমিয়া
২২। বিপদ মোকাবেলায় কোন হরোমন সহায়তা করে ? = অ্যাড্রেনালিন ২৩। মেরাসমাস রোগ কাদের হয় ? = শিশুদের ( প্রোটিনের অভাবে) ২৪। মাইক্রো প্রসেসর তৈরিতে ব্যবহৃত হয় – সিলিকন বা সিলিকা বা বালু ২৫। বৈদ্যুতিক হিটারে যে তার ব্যবহৃত হয় = নাইক্রোম ২৬। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টে যে তার ব্যবহৃত হয় =ট্রাংস্টেন । ২৭। কোন শব্দ শোনার পর কানে কতক্ষণ পর্যন্ত তার রেশ থাকে? = ০.১সেকেন্ড বা ১/১০ সেকেন্ড । ২৮। প্রতিধ্বনি শোনার জন্য উত্স ও প্রতিবন্ধের মধ্যেকার দুরত্বকত? = ১৬.৬মিটার ২৯। মানুষের স্পষ্ট সীমার নিকট বিন্দু কত ? = ২৫সে.মি বা ১০ ইঞ্চি। ৩০। মানবদেহের রোধ ভিজা অবস্থায় >> ১০, ০০০ ওহম শুকনা অবস্থায় >> ৫০, ০০০ওহম।
৩১। সাধারণ বৈদ্যুতিক বাল্বে থাকে >> নিষ্ক্রিয় গ্যাস( হিলিয়াম , নিয়ন, আর্গণ , ক্রিপটন,) তবে বর্তমানে অধিকাংশ বাল্বে নাইট্রোজেন গ্যাস দেওয়া য়। আর টিউব লাইটে থাকে আর্গন ও পারদের মিশ্রণ । ৩২। থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পেছনের দিকে হেলে পড়ে কেন? :- স্থিতি জড়তার কারনে, ৩৩।চলন্ত বাস হঠাৎ ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়েন কেন? :- গতি জড়তার কারণে ৩৪।সি,জি,এস পদ্ধতিতে বলের একক :- ডাইন। ৩৫।পালতোলা নৌকা কিভাবে সম্পূর্ণ অন্যদিকের বাতাসকে এর সম্মুখ গতিতে ব্যবহার করতে পারে :- সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর করে। ৩৬. কোনটি বেশি স্থিতিস্থাপক? – ইস্পাত > লোহা > রাবার।৩৭. অতিরিক্ত মালবোঝাই এড়ানোর জন্য জাহাজেরর গায়ে চিহ্নিত রেখাকে বলে :- প্লিমসল লাইন। ৩৮. একটি বস্তুকে পানিতে সম্পূর্ণ ভাবে ডোবালে পানিতে যেখানে এটি রাখা যায় সেখানেই এটি থাকে। কারণ :- বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান। ৩৯. পানির ছোট ফোটা যে গুনের জন্য গোলাকৃতির হয় :- পৃষ্ঠটান ৪০. তাপমাত্রা বাড়লে তরলে পৃষ্ঠটান হ্রাস পায়। ** ৪১. টেপ রেকর্ডার এবং কম্পিউটারে স্মৃতির ফিতায় কি চুম্বক ব্যবহার করা হয় :-সিরামিক চুম্বক। ৪২. পৃথিবী একটি বিরাট চুম্বক। এ ভূ-চুম্বকের উত্তর মেরু থাকে দক্ষিন দিকে। ৪৩. শব্দের গতি কোন মাধ্যমে সবচেয়ে বেশি : কঠিন > তরল > বায়বীয় ৪৪. বাতাসে উষ্ণতা বাড়লে শব্দের গতি – বাড়ে( এই কারণে দিনের বেলায় শব্দ চেয়ে অধিক শোনা যায়) ৪৫. বাতাসে আর্দ্রতা বাড়লে শব্দের গতি – বাড়ে।(এই কারণে বর্ষাকালে শব্দের গতিসবচেয়ে বেশি)
৪৬. শব্দের চেয়ে দ্রুতগতি সম্পন্ন বিমান :- কনকর্ড ৪৭.লোকভর্তি হল ঘরে শূন্যঘরের চেয়ে শব্দ ক্ষীণ হয়, কারণ:- শূন্য ঘরের শব্দের শোষন কম হয়। ৪৮. রেলওয়ে স্টেশনে আগমনরত ইঞ্জিনে বাঁশি বাজাতে থাকলে প্লাটফরমে দাঁড়ানো ব্যক্তির কাছে বাঁশির কম্পাংক :- আসলের চেয়ে বেশি হবে। ৪৯. শব্দের প্রতিধ্বনি শোনার জন্য উৎস ও প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব :- ১৬.৬ মিটার ৫০. আমাদের মস্তিষ্কে শব্দের স্থায়িত্বকাল :- ০.১ বা ১/১০ সেকেন্ড। ৫১. শব্দোত্তর তরঙ্গ উৎপত্তি হয় :- কোয়ার্টজ ক্রিস্টাল অসিলেটর এর মাধ্যমে। ৫২. আলট্রাসনোগ্রাফি কী :- ছোট তরঙ্গ দৈর্ঘ্যের শব্দের দ্বারা ইমেজিং। ৫৩. সমটান সম্পন্ন একটি টানা তারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে কম্পনাংকের কতটা পরিবর্তন হয় :-অর্ধেক হবে। ৫৪.নদীর একপাশ থেকে গুন টেনে নৌকাকে মাঝ নদীতে রেখেই সামনে নেয়া সম্ভব কিভাবে?:- যথাযথ হাল ঘুরায়ে। ৫৫.বাঁকা পথে অতিদ্রুত গতিশীল গাড়ি উল্টে যায় কেন? :- কেন্দ্রমুখী বলের অভাবে
৫৬.একটি হালকা ও ভারী বস্তুর ভরবেগ সমান। এদের মধ্যে কোনটির গতিশক্তি বেশি :- হালকাটির ৫৭.জেট ইঞ্জিন কোন ধরনের ইঞ্জিন:-রি-একশন। ৫৮.টেবিল টেনিস খেলায় বলের সুইয়ের কারণ কি:- বলের উপরে ও নিচে অসম চাপ সৃষ্টি ৫৯.ডিমকে দুইহাতে চেপে ভাঙ্গা যায়না কেন:- বক্র বহিরাবরণী খুব ঘাতসহ বলে। ৬০.ভূ-পৃষ্ঠের কোথায় অভিকর্ষজ ত্বরণের মান সবচেয়ে কম:- বিষুবীয়/ নিরক্ষীয় অঞ্চলে। (এই কারণে বস্তুর ওজন সবচেয়ে কম) ৬১.সবচেয়ে বেশি :- মেরু অঞ্চলে( বস্তুর ওজন সবচেয়ে বেশি) ৬২.পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরনের মান :- শূণ্য। (বস্তুর ওজন শূন্য) ৬৩.অভিকর্ষ হলো বস্তুর :- কেন্দ্রমুখী বল। ৬৪.পৃথিবীর ঘূর্ননের ফলে আমরা ছিটকিয়ে পড়িনা কেন?:- মাধ্যাকর্ষন/ অভিকর্ষ বলের জন্য। ৬৫.একটি সরলদোলককে পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে তার দোলনকাল কত হবে :- অসীম। ৬৬.তড়িৎশক্তিকে শব্দশক্তিতে রূপান্তরিত করে:- লাউডস্পীকার ( মাইক্রোফোন :- শব্দশক্তিকে বিদ্যুৎশক্তিতে রূপান্তরিত করে) ৬৭.ফটো ইলেকট্রিক কোষের উপর আলোক পড়লে কি উৎপন্ন হয় :- বিদ্যুৎ ৬৮.সর্বাপেক্ষা দক্ষতা সম্পন্ন ইঞ্জিন :- বৈদ্যুতিক ইঞ্জিন
ভিনেগার >> ৬-৫% এসিটিক এসিডের দ্রবণ পিপড়ার কামড়ে নি:সৃত হয় >> ফরমিক এসিড। মৌমাছি হুল ফুটালে নি:সৃত হয় >> ফরমিক এসিড, মেলিটিন, অ্যাপামিন। বিচ্ছু , বোলতা হুল ফুটালে প্রচন্ড জ্বালা হয় >> হিস্টামিন নামক ক্ষারক পদার্থ থাকার কারণে। এসব কামড়ের জ্বালাপোড়া নিবারণে ক্যালামিন বা জিংক কার্বনেট ব্যবহৃত হয় ।
পাকস্থলীতে থাকে >> হাইড্রোক্লোরিক এসিড। কোমল পানীয় পান করলে হজম তাড়াতাড়ি হয় কারণ >> সোডিয়াম বাইকার্বনেট(একে বেকিং সোডাও বলে) থাকার কারণে। সৌর বিদ্যুত তৈরির জন্য সৌরপ্যানেলের জন্য বা বাসা বাড়িতে আইপিএস চালানোর জন্য বা গাড়িতে ব্যাটারি ব্যবহার করা হয় >>> সালফিউরিক এসিড। সোডিয়াম বেনজয়েট >> ফলের রস, ফলের শাঁস ইত্যাদি সংরক্ষনে ব্যবহৃত হয় । সরবিক এসিড>> দই , মিষ্টি, পনির, মাখন, বেকারী সামগ্রী সংরক্ষণে ব্যবহৃত হয় । কালটার>> আম যাতে দ্রুত না পাকে সেজন্য ব্যবহৃত হয় । এটি এক প্রকার হরমোন। আম জলপাই সংরক্ষনে>> ভিনেগার এসিড বা এসিটিক এসিড ব্যবহৃত হয় । টয়লেট পরিস্কার হিসেবে >> হাইড্রোক্লোরিক এসিড, নাইট্রিক এসিড ও সালফিউরিক এসিড। ক্ষারীয় মাটির ক্ষারত্ব দূর করণে ব্যবহৃত হয় >>নাইট্রিক এসিড, ফসরিক এসিড, সালফিউরিক এসিড এর সার। এসিড ছোড়ার শাস্তি >> যাবজ্জীবন কারাদন্ড থেকে মৃত্যু দন্ডহতে পার।
১. দুর্বল এসিড – যে সকল এসিড পানিতে আংশিকভাবে বিয়োজিত হয় অর্থাৎ যতগুলো এসিডের অণু থাকে তার সবগুলো হাইড্রোজেন আয়ন(H+) তৈরি করে না। জৈব এসিডসমূহ দুর্বল এসিডের অন্তর্ভুক্ত। উদাহরণঃ এসিটিক এসিড(CH3COOH),সাইট্রিক এসিড(C6H8O7) ও অক্সালিক এসিড(HOOC-COOH) । ব্যতিক্রমঃ কার্বোনিক এসিড(H2CO3) ইহা জৈব এসিড নয় কিন্তু দুর্বল এসিড। ২. শক্তিশালী এসিড – যে সকল খনিজ এসিড পানিতে পুরোপুরি বিয়োজিত হয় অর্থাৎ যতগুলো এসিডের অণু থাকে তার সবগুলো হাইড্রোজেন আয়ন(H+) তৈরি করে।উদাহরণঃ সালফিউরিক এসিড(H2SO4),নাইট্রিক এসিড(HNO3) ও হাইড্রোক্লোরিক এসিড(HCl) ৩. ভিটামিন সি/এসকরবিক এসিড – ক্ষত সারাতে সাহায্য করে। এর অভাবে স্কার্ভি রোগ হয়। ৪. আম,জলপাই ইত্যাদির আচার সংরক্ষণে ব্যবহৃত হয় – ভিনেগার বা এসিটিক এসিড(CH3COOH) ৫. বোরহানি বা দই –এ বিদ্যমান এসিডের নাম – ল্যাকটিক এসিড ; হজমে সহায়তা করে ।
৬. পাউরুটি ফোলাতে ব্যবহৃত হয় – বেকিং সোডা। তাপ দিলে বেকিং সোডা ভেঙে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, যা পাউরুটি ফুলিয়ে তোলে। ৭. টয়লেট পরিষ্কারকের মূল উপাদান – শক্তিশালী এসিড HCl,HNO3,H2SO4 ৮. সৌর প্যানেল, IPS(Instant Power Supply) বা গাড়িতে যে ব্যাটারি ব্যবহার করা হয় তার অত্যাবশ্যকীয় উপাদান – সালফিউরিক এসিড ৯. বোলতা/ভীমরুল ও বিচ্ছুর হুলে থাকে – হিস্টামিন নামক ক্ষারক।মলম হিসেবে ব্যবহার করা হয় ভিনেগার বা বেকিং সোডা যেগুলো এসিড। এসিড ক্ষারক বিক্রিয়ায় জ্বালা প্রশমিত হয়। ১০. সার কারখানায় রাসায়নিক সার যেভাবে তৈরি হয় – ফসফরিক এসিড[H3(PO4)] থেকে – অ্যামোনিয়াম ফসফেট [(NH4)3 PO4] সালফিউরিক এসিড থেকে – অ্যামোনিয়াম সালফেট [(NH4)2 SO4] নাইট্রিক এসিড থেকে – অ্যামোনিয়াম নাইট্রেট NH4 NO3
১১. এসিড ছোড়ার শাস্তি – যাবজ্জীবন কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ড পর্যন্ত (নারী ও শিশু নির্যাতন আইন ১৯৯৫ অনুযায়ী) ১২. pH কী – কোনো একটি জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার[H+] নেগেটিভ লগারিদমকে pH বলে। pH এর মান কোনো দ্রবণের অম্ল ,ক্ষারক বা নিরপেক্ষতা নির্দেশ করে। যেমনঃ কোনো দ্রবণের pH = ৭ হলে তা নিরপেক্ষ জলীয় দ্রবণ বা বিশুদ্ধ পানি হবে । কোনো দ্রবণের pH < ৭ হলে তা অম্লীয় বা এসিডীয় দ্রবণ । কোনো দ্রবণের pH > ৭ হলে তা ক্ষারীয় দ্রবণ। ১৩. আমাদের ধমনীর রক্তের pH – প্রায় ৭.৪(~০.৪ হেরফের হলে মারাত্মক বিপর্যয় এমনকি মৃত্যু হতে পারে) ১৪. জিহ্বার লালার সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে প্রয়োজনীয় pH হলো – ৬.৬ ১৫. আমাদের পাকস্থলীতে খাদ্য হজম করতে দরকারি pH হলো – ২ (~০.৫ হেরফের হলে বদহজম সৃষ্টি করে)
১৬.আমাদের প্রসাবের স্বাভাবিক pH হলো- ৭ এর কম ১৭. মাটির pH – ৪ থেকে ৮ হয়ে থাকে। ১৮. নবজাতক শিশুর ত্বকের pH – ৭ এর কাছাকাছি ১৯. এসিড ও ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন হয় – নিরপেক্ষ পদার্থ লবণ এবং পানি ২০. ক্ষারক লাল বর্ণের লিটমাস কাগজের রং পরিবর্তন করে নীল করে। ক্ষারক কমলা বর্ণের মিথাইল অরেঞ্জের রং পরিবর্তন করে হলুদ করে। ক্ষারক লাল বর্ণের মিথাইল রেডের রং পরিবর্তন করে হলুদ করে। ক্ষারক বর্ণহীন ফেনলফথ্যালিনের রং পরিবর্তন করে গোলাপি করে; ফেনলফথ্যালিন(Phenolphthalein) একটি বর্ণহীন দুর্বল এসিড।
বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা কৃষি জমিতে প্রধানত চুন ব্যবহার করা হয় – মাটির অম্লতা হ্রাসের জন্য। নিম্নের কোনটি বেকিং পাউডারের মূল উপাদান — সোডিয়াম বাই কার্বনেট ফুল ও ফলের মিষ্টি গন্ধের জন্য দায়ী কোনটি? উ এস্টার। পাকা কলায় কোন এস্টার থাকে? উ অ্যামাইল অ্যাসিটেট। পাকা আনারসে কোন এস্টার থাকে? উ ইথাইল বিউটারেট। বোলতা,মৌমাছি ও লাল পিঁপড়া প্রভৃতির কামড়ে কি থাকে? উ ফরমিক এসিড(মিথানয়িক এসিড)। কাপড়ে কালির দাগ লাগলে কিভাবে উঠানো যায়? উ দাগের উপর লেবুর র দিয়ে ঘষে। লেবুর রসে থাকে.. উ সাইট্রিক এসিড। আমলকিতে থাকে.. উ অক্সালিক এসিড। আপেল,টমেটোতে থাকে.. উ ম্যালিক এসিড। তেতুল বা আঙ্গুরে থাকে.. উ টারটারিক এসিড। কমলালেবুতে থাকে.. উ অ্যাসকরবিক এসিড। দুধে থাকে.. উ ল্যাকটিক এসিড। কচু খেলে চুলকায় কেন ? = ক্যালসিয়াম অক্সালেট থাকার কারণে ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম = ক্যালসিয়াম ক্লোরো হাইপো ক্লোরাইড ডেটলের প্রধান উপাদান = ট্রাইক্লোরোফেনল
আমাদের খাদ্যদ্রব্য হজম করার জন্য পাকস্থলীতে অত্যাবশকীয় এসিড = হাইড্রোক্লোরিক এসিড “অ্যালুমিনিয়াম সালফেটকে” চলতি বাংলায় কী বলে…..? = ফিটকিরি সলিড ফিনাইল ব্যবহার করা হয়_ পায়খানা ও প্রসাব খানায় সাপের উপদ্রব কমানোর জন্য ব্যবহৃত হয় কোন এসিড? ➟ কার্বোলিক এসিড সোনার গহনা তৈরির সময় ব্যবহৃত হয় কোন এসিড? ➟ নাইট্রিক এসিড মানুষের খাদ্যের মধ্যে অবস্থিত এসিডগুলো হল? ➟ জৈব এসিড পাকস্থলীতে খাদ্যদ্রব্য হজমে কাজ করে কোন এসিড? ➟ হাইড্রোক্লোরিক এসিড এসিডের সাথে ক্ষারকের বিক্রিয়ায় উৎপন্ন হয়__ লবণ ও পানি আম , জলপাই ইত্যাদি নানা রকম আচার সংরক্ষণে ব্যবহৃত হয় = এসিডির এসিড বা ভিনেগার টেস্টিং সল্ট -এর রাসায়নিক নাম কী ? =সোডিয়াম মনোগ্লুটামেট ◈ যদি পানির PH এর মান ৭ হয়, তবে তা – =নিরপেক্ষ পানি