BCS Question | Online Preparation
BCS Question
Primary Question
Ask Question
Primary Exam Question Solution 24-05-2019
Written by
admin
in
Primary Question Quiz
Primary Exam Question Solution 24-05-2019
Start Quiz
Page 1 of 52
১. “Pass away” means:
ক. disappear
খ. die
গ. erase
ঘ. to cross
Page 2 of 52
২. The Synonym of “Crime” is
ক. Mistake
খ. Thief
গ. Offence
ঘ. Trial
Page 3 of 52
৩. চাউল, চিনি, পানি এগুলো কি বাচক বিশেষ্য —
ক. বস্তুবাচক
খ. সমষ্টিবাচক
গ. ব্যক্তিবাচক
ঘ. জাতিবাচক
Page 4 of 52
৪. যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে —
ক. যৌগিক
খ. মিশ্র
গ. সরল
ঘ. জটিল
Page 5 of 52
৫.ধ্বনির পরিবর্তন কত প্রকার —
ক. তিন
খ. চার
গ. পাঁচ
ঘ. ২
Page 6 of 52
৬ . দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37। সংখ্যা দুটি কি কি?
ক. 12, 13
খ. 15, 16
গ. 18, 19
ঘ. 20, 21
Page 7 of 52
৭. কম্পিউটারের মেমোরি বা স্মৃতিভান্ডারের ধারণ ক্ষমতা প্রকাশের একক কোনটি-
ক. বাইট
খ. DPI
গ. পিক্সেল
ঘ. হার্জ
Page 8 of 52
৮. একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল 2025 বর্গমিটার। এর চারিদিকে বেড়া আছে। বেড়ার মোট দৈর্ঘ্য কত?
ক. 210
খ. 200
গ. 180
ঘ. 220
Page 9 of 52
৯. What is the noun of “Accept”?
ক. Acceptably
খ. Acceptance
গ. Accepted X
ঘ. Acceptable
Page 10 of 52
১১. Deciduous trees are trees those
ক. have fleshy leaves
খ. are extremely big
গ. have delicious leaves
ঘ. lose the leaves annually
Page 11 of 52
১২. সমাস শব্দের অর্থ-
ক. সংযোজন
খ. সংশ্লেষণ
গ. বিশ্লেষণ
ঘ. সংক্ষেপণ
Page 12 of 52
১৩. কোন দুটি বর্ণের পর ণ ও ষ হয় —
ক. ঋ, র
খ. ট,ঠ
গ. ই,উ
ঘ. ত, থ
Page 13 of 52
১৪. যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবেনা?
ক. 18
খ. 20
গ. 22
ঘ. 16
Page 14 of 52
১৫. একটি সেনাবাহিনীর গুদামে 1500 সৈনিকের 40 দিনের খাদ্য মজুদ আছে। 13 দিন পর কিছু সৈনিক অন্য জায়গায় চলে গেল। বাকি খাদ্য অবশিষ্ট সৈনিকদের আরো 30 দিন চললো। কতজন সৈনিক অন্য জায়গায় চলে গিয়েছিল?
ক. 200
খ. 150
গ. 210
ঘ. 125
Page 15 of 52
১৬. কোন একটি স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে ২/৩ অংশ মহিলা, পুরুষ শিক্ষকদের 12 জন অবিবাহিত এবং ৩/৫ অংশ বিবাহিত। ঐ স্কুলের শিক্ষক-শিক্ষিকার সংখ্যা কত?
ক. 90
খ. 80
গ. 85
ঘ. 120
Page 16 of 52
১৭. The antonym of ‘Insipid is-
ক. cold
খ. dull
গ. exciting
ঘ. sanguine
Page 17 of 52
১৮. I hardly go out after dusk. সঠিক বাংলা অনুবাদ-
ক. আমি সন্ধ্যার পরে মোটেও বাইরে যাই না
খ. আমি সন্ধ্যার পরে কদাচিৎ বাইরে যাই
গ. আমি সন্ধ্যার পরেই বাইরে যাই
ঘ. আমি সন্ধ্যার পরে প্রায়ই বাইরে যাই।
Page 18 of 52
১৯*. The Spirit of Islam বইটির লেখক কে
– ক. হাজী মুহম্মদ মুহসিন
খ. বেগম রোকেয়া
গ. মাওলানা আবুল কালাম আজাদ
ঘ. সৈয়দ আমীর আলী
Page 19 of 52
*২০.1971 সালে ঢাকা শহরে অপারেশন সার্চলাইট পরিচালনার মূল দায়িত্বে ছিলেন-
ক. জেনারেল ইয়াহিয়া
খ. জেনারেল রাও ফরমান আলী
গ. জেনারেল জিয়াউর রহামান
ঘ. জেনারেল টিক্কা খান
Page 20 of 52
২১. ১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত চরমপত্র কে পরিচালনা ও উপস্থাপনা করেন –
ক. বেলাল মোহাম্মদ
খ. এম এ আজিজ
গ. আবু হেনা মোস্তফা কামাল
ঘ. এম আর আখতার মুকুল
Page 21 of 52
২২. Which one of the Following words is not plural?
ক. Men
খ. Feet
গ. Lice
ঘ. News
Page 22 of 52
২৩. .১*১.১*১.২/ .০১*.০২ এর মান কত?
ক. 550
খ. 200
গ. 120
ঘ. 660
Page 23 of 52
২৪. গায়ক এর সন্ধি বিচ্ছেদ-
ক. গো + অক
খ. গা+ অক
গ. গা + য়ক
ঘ. গৈ+ অক
Page 24 of 52
২৫. দুই অংক বিশিষ্ট কোন সংখ্যার অংক দুটির অন্তর 2, অংক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার দ্বিগুন অপেক্ষা 6 কম। সংখ্যাটি কত?
ক. 46
খ. 35
গ. 24
ঘ. 57
Page 25 of 52
২৬. শুদ্ধ বানান কোনটি?
ক. মুমুর্ষু
খ. মুমূর্ষু
গ. মুমূর্ষূ
ঘ. মূমর্ষ
Page 26 of 52
২৭. প্রান্তিক বিরাম চিহ্ন কোনটি?
ক. ড্যাশ
খ. প্রশ্নচিহ্ন
গ. কোলন
ঘ. সেমিকোলন
Page 27 of 52
২৮. The meaning of the word “obese” is:
ক. tardy
খ. obnoxious
গ. Very fat
ঘ. ugly
Page 28 of 52
২৯. কে কোথায় প্রথম ঐতিহাসিক ছয় দফা প্রস্তাব পেশ করেন-
ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, লাহোরে
খ. মিজানুর রহমান চৌধুরী, পাকিস্তান জাতীয় পরিষদ
গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, রেসকোর্স ময়দানে
ঘ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ধানমণ্ডি ৩২ নম্বর
Page 29 of 52
৩০. ঢেঁকিতে ধান ভানার সময় যান্ত্রিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়-
ক. শব্দ শক্তি
খ. তাপ শক্তি
গ. শব্দ ও তাপ শক্তি
ঘ. চুম্বক শক্তি
Page 30 of 52
৩১.‘‘উলুখাগড়া’’ শব্দের অর্থ কি —
ক. গুরুত্বহীন লোক
খ. রাজা-বাদশা
গ. এক শ্রেণীভুক্ত
ঘ. লাকড়ি
Page 31 of 52
৩২. Which one is correct?
ক. One of my friends is a lawyer.
খ. One of my friend are a lawyer.
গ. One of my friends are a lawyer.
ঘ. One of my friend is a lawyer.
Page 32 of 52
৩৩.কষ্টে লাভ হয় যা —
ক. সুলভ
খ. দুর্লভ্য
গ. দূর্লভ x
ঘ. দুর্লভ
Page 33 of 52
৩৪. Of the four books, the red one is the …
ক. more cheaper
খ. cheapest
গ. cheap
ঘ. cheaper
Page 34 of 52
৩৫ . জন্মহীন মৃত্যুহীন —
ক. অয়
খ. আমৃত্যু
গ. অজ
ঘ. অজেয়€
Page 35 of 52
৩৬. Choose the word with correct spelling:
ক. recieve
খ. receve
গ. receive
ঘ. recieve
Page 36 of 52
৩৭. প্রদত্ত উপাত্তগুলোর মধ্যক কোনটি 12, 9, 15, 5, 20, 8, 25, 17,21,23, 11
ক. 14
খ. 12
গ. 15
ঘ. 13
Page 37 of 52
৩৮. সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটির প্রত্যেকটি-
ক. স্থূল কোণ
খ. সরল কোণ
গ. সূক্ষ কোণ
ঘ. পূরক কোণ
Page 38 of 52
৩৯.বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি-
ক. পৃথিবীর কেন্দ্রে
খ. বিষুব অঞ্চলে
গ. মেরু অঞ্চলে
ঘ. পাহারের ওপর
Page 39 of 52
৪০.বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন-
ক. ড. মুহাম্মদ শহীদুল্লাহ
খ. সম্রাট আকবর
গ. শায়েস্তা খাঁ
ঘ. শেখ হাসিনা
Page 40 of 52
৪১. পলাশী থেকে ধানমন্ডি চলচ্চিত্রের পরিচালক কে-
ক. মোস্তফা সারওয়ার ফারুকী
খ. তারেক মাসুদ
গ. আব্দুল গাফফার চৌধুরী
ঘ. নাসির উদ্দীন ইউসুফ
Page 41 of 52
৪২.শুদ্ধ বানান কোনটি —
ক. বিভীষিকা
খ. বিভিষিকা
গ. বিভীষীকা
ঘ. বিভিষিকা
Page 42 of 52
৪৩.‘ সুনাম’ শব্দের ‘ সু’ কোন উপসর্গ —
ক. সংস্কৃত
খ. বাংলা
গ. আরবি
ঘ. ফারসি
Page 43 of 52
৪৪. The opposite word of “Delete” is
ক. injure
খ. Delay
গ. Insert
ঘ. Trap
Page 44 of 52
৪৫. একটি চৌবাচ্চায় দুটি নল সংযুক্ত আছে। প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি 4 মিনিটে পূর্ণ হয় এবং 2য় নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয়। নল দুটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে?
ক. 6
খ. 3
গ. 4
ঘ. 5
Page 45 of 52
৪৬. She was blessed … a son.
ক. by
খ. for
গ. in
ঘ. with
Page 46 of 52
৪৭. যদি (x-y)2=12 আর xy=1 তবে x2+y2 কত?
ক. 11
খ. 12
গ. 13
ঘ. 14
Page 47 of 52
৪৮. The feminine form of the word “Author” is:
ক. Authorss
খ. Authoress
গ. Authores
ঘ. Authors
Page 48 of 52
৪৯. ঢাকাতে 24 মে দুপুর 12 টার সময় লন্ডনে সময় হবে-
ক. 25 মে 12 টা
খ. 24 মে সকাল ৬ টা
গ. 24 মে সন্ধ্যা 6 টা
ঘ. 24 মে রাত 12 টা
Page 49 of 52
৫০.‘‘গাছপাথর’’ বাগধারাটির অর্থ কি –
ক. বারাবাড়ি করা
খ. ভূমিকা করা
গ. হিসাব নিকাশ
ঘ. অসম্ভব বস্তু
Page 50 of 52
৫১.‘ আগ্নেয়’’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি —
ক. অগ্নি+ষ্ণেয়
খ. অগ্নি+ এয়
গ. অগ্নি+য়
ঘ. অগ্নী+ এয়
Page 51 of 52
৫২. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন-
ক. Mikhail Gorbachev
খ. Nikita Khrushev
গ. Nikolai Podgorny
ঘ. leonid Breznhev
Page 52 of 52
৫৩. ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন-
ক. বিচারপতি আবু সাঈদ চৌধুরী
খ. বিচারপতি এবি সিদ্দিক
গ. বিচারপতি এম এন হুদা
ঘ. বিচারপতি আবদুস সাত্তার
Primary Exam Question Solution 24-05-2019
bcs question
bcsquestion
Primary Exam Question Solution
অনলাইন মডেল টেস্ট
বিসিএস পরীক্ষা মডেল টেস্ট
←
Primary Exam Question Solution 21-06-2019
বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর
→
More posts
পোলার স্থানাংক ব্যবস্থা(Polar coordinate system)
March 14, 2023
Rəsmi Saytına Giriş Və Qeydiyyat Mostbet Azərbaycan
November 5, 2025
Azərbaycanda Vahid Nömrəli Bukmeker Kontoru Və Kazino!
November 5, 2025
Mostbet Azerbaijan Kazino Və Idman Mərcləri üçün Formal Sayt
November 5, 2025
Application For Android Apk And Ios
November 5, 2025