BCS Question | Online Preparation
BCS Question
Primary Question
Ask Question
Tag:
অক্টোবর-ডিসেম্বর ও জুলাই-ডিসেম্বর ২০১৯
অক্টোবর-ডিসেম্বর ও জুলাই-ডিসেম্বর ২০১৯
Start Quiz
Page 1 of 60
১. সফটওয়্যার কী?
কোন সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে লিখিত সুশৃংখল কতকগুলো নির্দেশের সমষ্টিকে প্রোগ্রাম বা সফটওয়্যার বলে।.
Page 2 of 60
২. ফুটার কী?
একটি ডকুমেণ্টের সকল পেজের নীচের অংশে একই তথ্য ধারাবাহিকভাবে বা পুনরাবৃত্তি করার জন্য যে অংশ ব্যবহৃত হয় তাকে ফুটার বলে।.
Page 3 of 60
৩. Mail merge বলতে কী বোঝায়?
একটি চিঠি বিভিন্ন ঠিকানায় পাঠানোই হচ্ছে Mail merge।.
Page 4 of 60
৪. অপারেটিং সিস্টেম কী?
অপারেটিং সিস্টেম হলো কতগুলো প্রোগ্রামের সমষ্টি, যা কোন কম্পিউটার সিস্টেমের রিসোর্সসমূহকে নিয়ন্ত্রণ, পর্যবেক্ষণ ও তত্বাবধান করে।.
Page 5 of 60
৫. Primary key কী?
হচ্ছে এমন একটি কলাম বা একাধিক কলামের সমষ্টি যা টেবিলের প্রতিটি রেকর্ড আলাদা আলাদা নির্দেশ করে।.
Page 6 of 60
৬. দুটি Antivirus সফটওয়্যারের নাম লেখ?
Avast, AVG..
Page 7 of 60
৭. SQL কী কাজে ব্যবহৃত হয়?
বিভিন্ন ডাটাবেস থেকে ডাটা নিয়ে কাজ করার জন্য SQL ব্যবহৃত হয়।.
Page 8 of 60
৮. BIOS কী?
Basic Input Output System..
Page 9 of 60
৯. Spread sheet software program কী?
Spread sheet শব্দটির আভিধানিক অর্থ ছড়ানো পাতা। গ্রাফ কাগজের ন্যায় অসংখ্য আয়তাকার ঘর সম্বলিত বড় শীটকে Spread sheet বলা হয়। যে প্রোগ্রামে এই Spread sheet থাকে তাকেই Spread sheet software program বলে।.
Page 10 of 60
১০. হাইপার লিঙ্ক বলতে কী বোঝায়?
একটি ওয়েব পেজের সাথে অপর এক বা একাধিক ওয়েব পেজের সংযোগ (link) স্থাপন করা হয়। এভাবে স্থাপিত সংযোগকে হাইপার লিঙ্ক বলা হয়।.
Page 11 of 60
১১. Pen drive কে I / O ডিভাইস বলা হয় কেন?
কে কম্পিউটারের একটি সহায়ক মেমরি হিসেবে ব্যবহার করা হয়। এর সাহায্যে ডাটা ইনপুট এবং আউটপুট করা যায় সাথে আউটপুটকৃত ডাটা স্টোর করা যায়, বিধায় এই কারণে Pendrive-কে I / O ডিভাইস বলা হয়।
Page 12 of 60
১২. বিট ও বাইট কী
বিটঃ বাইনারী নম্বর পদ্ধতিতে ব্যবহৃত অংক ০(শূন্য) এবং ১(এক)-কে বিট বলে। বাইটঃ আট বিটে এক বাইট হয়। এরুপ ৮ বিটের কোড দিয়ে যেকোন বর্ণ, অংক বা বিশেষ চিহ্নকে প্রকাশ করা হয়ে থাকে।.
Page 13 of 60
১৩. কম্পিউটার নেটওয়ার্ক কাকে বলে?
আন্তসংযোগ বিশিষ্ট দুই বা ততোধিক কম্পিউটারকে যখন একটি ডাটা কমিউনিকেশন ব্যবস্থায় নিয়ে আসা হয় তখন তাকে কম্পিউটার নেটওয়ার্ক বলে।.
Page 14 of 60
১৪. A4 কাগজের Size হলো দৈর্ঘ্য ও প্রস্থ ।
দৈর্ঘ্য ১১.৬৯ ইঞ্চি ও প্রস্থ ৮.২৭ ইঞ্চি
Page 15 of 60
১৫. MS-word-এর কোনো ফাইলের Extension হলো ।
.docx / .doc.
Page 16 of 60
১৬. Recycle Bin ফোল্ডারে করা ফাইল জমা হয়।
ডিলেট / Delete.
Page 17 of 60
১৭. 1 TB= GB.
1000.
Page 18 of 60
১৮. A1 থেকে E1 cell গুলোর যোগফলের সূত্র হলো ।
=SUM(A1:A5) Enter..
Page 19 of 60
১৯. সাধারণত চিঠিপত্র ও দলিল-দস্তাবেজ লেখার জন্য প্রোগ্রাম ব্যবহৃত হয়।
MS-word
Page 20 of 60
২০. Pen drive সংযুক্ত করার জন্য Port ব্যবহৃত করা হয়।
USB.
Page 21 of 60
২১. Microsoft excel-16 প্রোগ্রামে টি Row আছে।
1048576.
Page 22 of 60
২২. Page break করার কীবোর্ড কমান্ড ।
Ctrl + Enter.
Page 23 of 60
২৩. Data paste করার কীবোর্ড কমান্ড ।
Ctrl + V.
Page 24 of 60
২৫. Text alignment প্রকার
৪ (চার) প্রকার.
Page 25 of 60
২৪. ওয়ার্কশিটের কোনো সেল নির্দেশ করা হয় ও দিয়ে।
Column, Row.
Page 26 of 60
২৬. Undo করার কীবোর্ড কমান্ড ।
Ctrl + Z.
Page 27 of 60
২৭. ফোল্ডারের ভেতর ফাইল ও ফোল্ডার উভয়ই থাকতে পারে।
'স'.
Page 28 of 60
২৮. Copy paste ও Cut paste-এর মাঝে কোণো পার্থক্য নেই।
'মি'.
Page 29 of 60
২৯. ই-মেইল অ্যাকাউন্ট বন্ধ করার জন্য Sign out ক্লিক করতে হয়।
'স'.
Page 30 of 60
৩০. ওয়ার্কশিট ওয়ার্কবুকের অংশবিশেষ।
'স'.
Page 31 of 60
৩১. একটি কম্পিউটারে একই সাথে দুটি System software ওপেন করা যায়।
'মি'.
Page 32 of 60
৩২. Scanner একটি Output device.
'মি'.
Page 33 of 60
৩৩. কতগুলো সম্পর্কযুক্ত Record-এর সমষ্টিই হলো Table.
'স'.
Page 34 of 60
৩৪. OR একটি Logical ফর্মুলা।
'স'.
Page 35 of 60
৩৫. Google একটি Browser.
'মি'.
Page 36 of 60
৩৬. কম্পিউটারের প্রক্রিয়াকরণ অংশ হচ্ছে Microprocessor.
'মি'.
Page 37 of 60
৩৭. Windows 7 একটি Application software.
'মি'.
Page 38 of 60
৩৮. ম্যক্রোর কাজ নতুন কমান্ড তৈরি করা।
'স'.
Page 39 of 60
৩৯. বিজয় চালু করতে চাপতে হয়-
(ক) Ctrl + Shift + B
(খ)Ctrl + Alt + B
(গ)Ctrl + Alt + A
(ঘ)Ctrl + B
Page 40 of 60
৪০. ছবি, টেক্সট, গ্রাফ ইত্যাদির ক্ষেত্রে কোন Objectটি ব্যবহৃত হয়?
(ক) Hyperlink
(খ) OLE
(গ) Text
(ঘ) Yes / No
Page 41 of 60
৪১. ফার্মওয়্যার হচ্ছে-
(ক) RAM
(খ) ROM
(গ) HDD
(ঘ) কোনটিই নয়
Page 42 of 60
৪২. কোনটি Antivirus নয়?
(ক) Avast
(খ) Linux
(গ) AVG
(ঘ) Norton
Page 43 of 60
৪৩. Slide object বলা হয়-
(ক)Slide-এর একাধিক অংশকে
(খ)Slide-এর বিশিষ্ট অংশকে
(গ)Slide-এর সংশ্লিষ্ট অংশকে
(ঘ)Slide-এর প্রতিটি অংশকে
Page 44 of 60
৪৪. ডাটাবেস টেবিলে Primary key নির্ধারণ করা হয়-
(ক) Relation সৃষ্টির জন্য
(খ) Table তৈরির জন্য
(গ) Design করার জন্য
(ঘ) Table import করার জন্য
Page 45 of 60
৪৫. চলমান প্রসেস বাতিলের জন্য ব্যবহৃত হয়-
(ক) Del
(খ) ESC
(গ) Space
(ঘ) Ctrl
Page 46 of 60
৪৬. হেডার অংশ কী?
(ক) পৃষ্ঠার ওপরের অংশের টাইটেল
(খ)পৃষ্ঠার নীচের অংশের টাইটেল নটিই নয়। v
(গ) মার্জিনের নীচের অংশ 4
(ঘ) কোনটিই নয়।
Page 47 of 60
৪৭. একটি ফিল্ডের নাম লিখতে সর্বোচ্চ কয়টি ক্যারেক্টার ব্যবহার কয়ার হয়?
(ক) ৪০ টি
(খ)৩৩ টি
(গ)২১ টি
(ঘ)৬৪ টি
Page 48 of 60
৪৮. File close-এর কীবোর্ড Command কোনটি?
(ক) Ctrl + Oc
(খ)Ctrl + W
(গ)Alt + O
(ঘ)Ctrl + F4
Page 49 of 60
৪৯. কোনটি Primary memory?
(ক) RAM
(খ) ROM
(গ) Pen drive
(ঘ) HDD
Page 50 of 60
৫০. Print-এর কীবোর্ড Command কোনটি?
(ক)Ctrl + C
(খ)Ctrl + P
(গ)Ctrl + X
(ঘ)Ctrl + N
Page 51 of 60
৫১. How many zillas are there in Bangladesh.
There are 64 zillas in Bangladesh.
Page 52 of 60
৫২. How old are you?
I am 25 Years Old.
Page 53 of 60
৫৩. আমি একজন ছাত্র।
It was I am a student..
Page 54 of 60
৫৪. গাছে কাক ডাকছে।
The crow is calling on the tree..
Page 55 of 60
৫৫. সে গতকাল বাড়ি গেল।
He/She went home yesterday..
Page 56 of 60
৫৬. তুমি কি অসুস্থ?
Are you sick?.
Page 57 of 60
৫৭. সূর্য ওঠার আগেই বৃষ্টি থেমে গেল।
The rain stopped before the sun rose..
Page 58 of 60
৫৮. He is one-eyed man.
a
an
the
Page 59 of 60
৫৯. It has been raining Thursday last.
from
for
since
Page 60 of 60
৬০. Give bad habits. (away / over /
away
over
up
November 25, 2022